Monday, November 11, 2019

মঙ্গলকাব্য থেকে ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



মঙ্গলকাব্য

১) দেব দেবীর মাহাত্ম্য নির্ভর ও দেবতাদের কাছে মঙ্গল কামনা করে রচিত কাব্য হচ্ছে-    মঙ্গলকাব্য

২) বিজয় গুপ্ত কোন কাব্য ধারার কবি এবং কাব্যের নাম কি?
মনসামঙ্গল কাব্যধারার কবি এবং কাব্যের নাম পদ্মপুরাণ

৩)মঙ্গল কাব্যের রচনাকাল- পনের থেকে আঠের শতকের মধ্যে

৪)মঙ্গল কাব্যের প্রধান শাখা  - ৩ টি
ক) মনসা মঙ্গল
খ) চন্ডীমঙ্গল
গ) অন্নদামঙ্গল             

৫) মনসামঙ্গল কাব্যের  অপ্রধান শাখা- ২ টি
ক) ধর্মমঙ্গল
খ) শিবমঙ্গল বা কালিকামঙ্গল

৬)মনসামঙ্গল কাব্যের অঙ্গীরস  কি?
করুন রস

৭)মনসামঙ্গল কবিদের রচনা মধ্যে বিজয়গুপ্তের কোন চরিত্র সর্বোৎকৃষ্ট?
সনকা

৮)পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন মনসামঙ্গল কাব্যের কবি কে?
বিপ্রদাস পিপলাই

৯)মনসা কে 'জাঙ্গুলীতারা 'বলা হয়েছে কোন গ্রন্থে?
সাধন মালা গ্রন্থে

১০)মঙ্গল কাব্য রচনার কারণ- স্বপ্ন প্রাপ্ত দেবীর আদেশ

১১)সার্থক মঙ্গল কাব্যের অংশ থাকে-  পাঁচটি

১) বন্দনা
২) আত্মপরিচয়               
৩) দেব খন্ড
৪) মর্ত্য খন্ড
৫) শ্রুতি ফল

১২) মঙ্গলকাব্য প্রধানত দুই প্রকার
১) পৌরাণিক
২) লৌকিক


১৪)মঙ্গলকাব্যের সবচেয়ে প্রাচীন ধারা- মনসামঙ্গল

১৫)মনসামঙ্গল কাব্যের অপর নাম -পদ্মপুরাণ

১৬)মনসামঙ্গল কাব্য রচিত- মনসা দেবীর কাহিনী নিয়ে

১৭)মনসা দেবীর অপর নাম- কেতকী বা পদ্মাবতী


১৮)মনসামঙ্গলের প্রধান চরিত্র -চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর
                             

১৯)মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র- চাঁদ সওদাগর

২০)মনসামঙ্গলের আদি কবি- কানা হরিদত্ত

২১)মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি- বিজয় গুপ্ত

২২)বিজয়গুপ্তের কাব্যের নাম- পদ্মপুরান

২৩)দ্বিজ বংশীদাস রচিত কাব্যের নামও  -পদ্মপুরাণ

২৩)বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম- মনসাবিজয়

২৪)মনসামঙ্গলের কবি সুকণ্ঠ গায়ক হিসেবে খ্যাতি লাভ করেছিল- দ্বিজ বংশীদাস

২৫)উনবিংশ শতকের দুজন মনসামঙ্গল কাব্যের কবির নাম লেখ।
রঘুনাথ  ও জগমোহন মিত্র     

২৬)জাগরণ পালা কার লেখা?
দ্বিজ বংশীদাস

২৭)অষ্টাদশ শতকের দুজন মনসামঙ্গল কাব্যের কবির নাম লেখ।
জীবন মৈত্র ও বিষ্নু পাল

২৮)মনসার গান কোথায় ঝাপান নামে পরিচিত?
পশ্চিমবঙ্গ বা রাঢ় বঙ্গ

২৯)মনসা পূজা কোন ভাষাভাষী মানুষের প্রথম করেন?
দ্রাবিড় ভাষা                   

                         চন্ডীমঙ্গল

৩০)চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি -মানিক দত্ত

৩১)মানিক দত্ত হলেন -চতুর্দশ শতকের কবি

৩২)চন্ডীদাস কাব্য বিভক্ত দুই খণ্ডে -কালকেতু উপাখ্যান ও ধনপতি উপাখ্যান

৩৩)প্রকৃত চন্ডীমঙ্গল বলতে বোঝায় কালকেতু উপাখ্যান

৩৪)চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র- কালকেতু, ফুল্লরা, ধনপতি ,ভাড়ুদত্ত

৩৫)বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র -ভাড়ুদত্ত

৩৬)চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি -মুকুন্দরাম চক্রবর্তী (ষোল শতকের কবি)

৩৭)মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি- কবিকঙ্কন

৩৮)মুকুন্দরাম চক্রবর্তী কে 'কবিকঙ্কন' উপাধি দেন - মেদিনীপুর জেলার ব্রাহ্মণ জমিদার রঘুনাথ রায়

৩৮)চন্ডীমঙ্গল কাব্যের শেষ কবি -অকিঞ্চন চক্রবর্তী

৪০)অকিঞ্চন চক্রবর্তীর উপাধি ছিল- কবিন্দ
                 

                  অন্নদা মঙ্গল কাব্য

৪১)অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি -ভারতচন্দ্র রায়

৪২)অন্নদামঙ্গল কাব্য বিভক্ত-  তিন খণ্ডে (শিবনারায়ন, কালিকামঙ্গল ,মানসিংহ-ভবানন্দ খন্ড)

৪৩)প্রকৃত অন্নদামঙ্গল হলো- মানসিংহ ভবানন্দ উপাখ্যান

৪৪)অন্নদামঙ্গল কাব্যের দুটি চরিত্র ঈশ্বরী পাটনী ও হীরা মালিনী


৪৫)অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি- ভারতচন্দ্র রায়

৪৬)অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি- ভারতচন্দ্র রায়

৪৭)মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি- ভারতচন্দ্র রায়

৪৮)ভারতচন্দ্রের প্রধান দুটি কাব্যগ্রন্থ হলো- অন্নদামঙ্গল ,সত্যপীরের পাঁচালী

৪৯)অন্নদামঙ্গল কাব্যে মোট পর্বসংখ্যা -আটটি

৫০)ভারতচন্দ্রের উপাধি- রায়গুণাকর

৫১)ভারতচন্দ্র কে রায়' গুণাকর' উপাধি দেন -নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র (অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য)

৫২)ভারতচন্দ্র রায়গুণাকর সভাকবি ছিলেন- কৃষ্ণনগর রাজসভার

৫৩)ভারতচন্দ্র মৃত্যুবরণ করেন- 1760 সালে

                                       
                    ধর্মমঙ্গল কাব্য


৫৪)ধর্মমঙ্গল কাব্যের আদি কবি- ময়ূরভট্ট

৫৫)ময়ূর ভাটের কাব্যের নাম- হাকন্দ পুরাণ

৫৬)ধর্মমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি- ঘনরাম চক্রবর্তী (অষ্টাদশ শতকের কবি)

৫৭)ধর্মমঙ্গল কাব্য বিভক্ত- 2 খন্ড (লাউসেনের কাহিনী ও হরিশচন্দ্রের কাহিনী)

৫৮)রূপরাম চক্রবর্তী হলেন -ধর্মমঙ্গল কাব্যের কবি

৫৯)ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম কি ?
 ময়ূর ভট্ট ।

৬০)ধর্মমঙ্গল কাব্যের কয়েকজন কবির নাম লিখুন
রূপরাম চক্রবর্তী,  ঘনরাম চক্রবর্তী ,  সীতারাম দাস ।

 ৬১)ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ?
 ঘনরাম চক্রবর্তী ।

                                    

                 কালিকা মঙ্গলকাব্য

৬২)কালিকামঙ্গল কাব্যের অপর নাম- বিদ্যাসুন্দর

৬৩)কালিকামঙ্গল কাব্যের আদি কবি -কবিকঙ্ক

৬৪)কালিকা মঙ্গলকাব্যের মুসলিম কবি - সারবিদ খান

৬৫)বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা- রামপ্রসাদ সেন

৬৬)রামপ্রসাদ সেনের উপাধি- কবিরঞ্জন

৬৭)রাম প্রসাদ সেনকে কে 'কবিরঞ্জন' উপাধি দেন নবদ্বীপের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র


৬৮)মনসামঙ্গল কাব্যের আদি কবি -কানা হরিদত্ত ও শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত

৬৯)চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত
চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী

৭০)অন্নদামঙ্গল কাব্যের আদি কবি -ভারতচন্দ্র রায়
অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি -ভারতচন্দ্র রায়

৭১)মঙ্গল কাব্যের আদি কবি -ময়ূরভট্ট
ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি- ঘনরাম চক্রবর্তী

৭২)কোন কাব্য ধারার চরিত্র চাঁদ সওদাগর?
মনসামঙ্গল

৭৩)কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল' রচিত?
মনসা দেবী                        

৭৪)মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
 কানা হরিদত্ত

৭৫)বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
মনসাবিজয়

৭৬)বেহুলা চরিত্রটি কোন কাব্যের?
মনসামঙ্গল কাব্যের

৭৭)বেহুলা লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র?
মনসামঙ্গল

৭৮)ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?
চন্ডীমঙ্গল

৭৯)মঙ্গল কাব্যের প্রথম কবি কে?
 মানিক দত্ত

৮০)চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
কালকেতু

৮১)মধ্যযুগের অন্যতম নিদর্শন - মঙ্গলকাব্য

৮২)মঙ্গল কাব্য রচনার কারণ- স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ

৮৩)কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন- কৃষ্ণনগর রাজসভার

৮৪)'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' উক্তিটি কার?
 ভারতচন্দ্রের                    

৮৫)বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে?
 ভারতচন্দ্র রায়

৮৬)মঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?
 ভারতচন্দ্র রায়

৮৭)মানসিংহ ভবানন্দ উপাখ্যান কে রচনা করেন?
ভারতচন্দ্র রায়

৮৮)ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা কে?
 রূপরাম চক্রবর্তী

৮৯)ধর্মমঙ্গল কাব্যের প্রথম কবি কে?
ময়ূরভট্ট

৯০)ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
 ঘনরাম চক্রবর্তী

৯১)হাকন্দ পূরাণ গ্রন্থটি রচয়িতা কে?
ময়ূর ভট্ট

৯২)মঙ্গলকাব্য কোন যুগের সাহিত্য?
উঃ মধ্যযুগের
                                           

৯৪)মঙ্গলকাব্যের আদি কবির নাম কি?
উঃ কানাহরি দত্ত

৯৫)কানাহরি দত্ত কোন শতকের কবি ছিলেন?
উঃ পঞ্চদশ শতকের

৯৬)মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম মঙ্গলকাব্যের নাম কি?
উঃ মনসামঙ্গল

৯৭)কোন সময় কোথায় বিজয়গুপ্ত জন্মগ্রহণ করেন?
পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে বরিশাল জেলার  গৈলা ফুলশ্রী গ্রামে

৯৮)বিজয়গুপ্তের পিতা মাতার নাম কি?
পিতা হলেন সনাতন এবং মাতা রুক্মিণী দেবী

৯৯)নারায়ন দেবের উপাধি কি ছিল?
সুকবি বল্লভ

১০০) কোন কবি মনসামঙ্গল কাব্য ও ধর্মমঙ্গল কাব্য দুই কাব্য রচনা করেন?
সীতারামদাস




https://drive.google.com/file/d/1hA7m1bB_qhnKwAuWnyV3yjJSDNVG0foe/view?usp=drivesdk


                 

5 comments:

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...