Friday, November 15, 2019

বাংলা ব্যাকরণ



আবগারি পুলিশ ও প্রাইমারি টেট
                          বাংলা ব্যাকরণ

                           শব্দার্থ পরিবর্তন

১) তরণী- শব্দের আদি অর্থ কি?

ক) নৌকা
খ) পরিত্রাতা√
গ) পাড়ানি
ঘ) ভেলা 

২) প্রকৃতি- শব্দটির পরিবর্তিত অর্থ কি?

ক) নিসর্গ√
খ) প্রকৃষ্ট কাজ           Study With Ishany
গ) বৈশিষ্ট্য
ঘ) স্বভাব

৩) অন্ধকার = আঁধার -এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি প্রযুক্ত হয়েছে?

ক) অর্থের অপকর্ষ
খ) অর্থের রূপান্তর√
গ) অর্থ সংকোচ
ঘ) অর্থের বিস্তার

৪) করাল -শব্দটির আদি অর্থ কি?

ক) দন্ত বিশিষ্ট√
খ) ভয়ঙ্কর
গ) বিকট দর্শন
ঘ) নাগ

৫) নিপুন- কোন শব্দের পরিবর্তিত অর্থ?

ক) পাকা√
খ) পক্ক 
গ) পুষ্ট
ঘ) দক্ষ 
                  সমার্থক শব্দ 

৬) ডর -এর সমার্থক শব্দ লেখ

ক) ভয়√
খ) সংশয়               Study With Ishany
গ) জেদ
ঘ) অস্বাভাবিকতা

৭) তছরুপ- এর সমার্থক শব্দ লেখ

ক) নষ্ট করা
খ) ক্ষতি√
গ) রাহাজানি
ঘ) অপকর্ম

৮) তঞ্চক -এর সমার্থক শব্দ লেখ

ক) চতুর
খ) ঠকানো
গ) চতুরতা
ঘ) প্রতারক√


৯) তাপহর- এর সমার্থক শব্দ লেখ

ক) শীতার্ত
খ) সন্তাপ নাশক√
গ) তাপহীন
ঘ) তাপ নাশক

১০) তারিফ - এর সমার্থক শব্দ লেখ

ক) বর্ণনা
খ) সুখ্যাতি√                Study With Ishany
গ) রসালো
ঘ) স্বাদ যুক্ত 

                          বিপরীত শব্দ

১১) প্রফুল্ল -বিপরীত শব্দ কোনটি?

ক) দুঃখ
খ) বিষন্ন√
গ) উন্মনা
ঘ) যন্ত্রণা

১২) পৃথগন্ন- বিপরীত শব্দ কোনটি?

ক) অন্নহীন
খ) একান্নবর্তী√
গ) অন্ন
ঘ) নিরন্ন

১৩) প্রবুদ্ধ- বিপরীত শব্দ কোনটি?

ক) সুপ্ত
খ) ঘুমন্ত
গ) সুবুদ্ধি
ঘ) সুষুপ্ত√

১৪) ফতুর- বিপরীত শব্দ কোনটি?

ক) ঐশ্বর্যশালী
খ) সম্পদশালী√         Study With Ishany
গ) দস্তুর
ঘ) দামি

১৫) বাখিল -বিপরীত শব্দ কোনটি?

ক) উদার
খ) দরাজ
গ) বর্ধিষ্ণু
ঘ) দাতা√

                         বাগধারা

১৬) কত ধানে কত চাল -কথাটি প্রকৃত অর্থ লেখ।

ক) যেমন বস্তু তেমন প্রতিক্রিয়া
খ) প্রত্যক্ষ অভিজ্ঞতা√
গ) যথার্থ সত্য যথাযথ প্রয়োগ
ঘ) প্রকৃত হিসেবী

১৭) কলকাঠি নাড়া -কথাটি প্রকৃত অর্থ কি হবে?

ক) যন্ত্রাদির অংশ নাড়া
খ) কাউকে প্ররোচনা দেওয়া
গ) অলক্ষ্যে থেকে পরিচালনা করা√
ঘ) কারখানার কাজকর্ম

১৮) কুলোর বাতাস দেওয়া -কথাটির অর্থ কি?

ক) কোন বড় পাখার বাতাস দেওয়া
খ) তাচ্ছিল্যভরে বিদায় দেওয়া√
গ) কোন খাতির না করা
ঘ) ঘৃণা করা                  Study With Ishany

১৯) গোঁফ খেজুরে -মানে কি?

ক) অলস ব্যক্তি√
খ) ভোজন রসিক
গ) রঙ্গ রসিক
ঘ) আত্মভোলা

২০) ঘরের ঢেঁকি কুমির- এর প্রকৃত অর্থ কি?

ক) অলীক বস্তু বা ব্যক্তি
খ) অবিশ্বাসী লোক
গ) বাড়ির মধ্যে বিশ্বাসঘাতক√
ঘ) অবাস্তব অনর্থ কল্পনা

                             সমাস

২১) রত্নাকর -কোন ধরনের সমাস?

ক) দ্বিগু
খ) অলীক তৎপুরুষ         Study With Ishany
গ) সম্বন্ধ তৎপুরুষ√
ঘ) দ্বন্দ্ব

২২) রোগেদের রাজা -সমাসবদ্ধ পদটি লেখ

ক) রোগ রাজ
খ) রাজরোগ√
গ) রোগোরাজ
ঘ) রাজ:রোগ

২৩) কবিশ্রেষ্ঠ -কোন ধরনের সমাস?

ক) সম্বন্ধ তৎপুরুষ√
খ) দ্বন্দ্ব
গ) দ্বিগু
ঘ) রূপক কর্মধারয়

২৪) বিমুখ- ব্যাসবাক্য কি হবে?

ক) বিশেষ মুখ
খ) বিষন্ন মুখ
গ) বি (বিপরীত) মুখ√
ঘ) বিকৃত মুখ

২৫) মুখেভাত- ব্যাসবাক্য লেখ

ক) মুখের ভাত
খ) খাওয়ার ভাত
গ) মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে√
ঘ) ভাত মুখে দেবার পরবর্তী অবস্থা

                  বাক্য পরিবর্তন

২৬) চোখের জলকে বাগ মানানো অসম্ভব হতো- কোন ধরনের বাক্য?

ক) নির্দেশাত্মক           Study With Ishany
খ) জটিল
গ) সরল
ঘ) অস্তর্থক√

২৭) মাছ পড়িলে খবর আসে- জটিল বাক্যে লেখ

ক) খবর এলে বোঝা যায় মাছ পরেছে
খ) যখন মাছ পড়ে তখন খবর আসে√
গ) খবর আসা মানেই মাছ পড়া
ঘ) মাছ পড়াই খবর এর বৈশিষ্ট্য

২৮) একথা সকলেই জানে -প্রশ্নবোধক বাক্যে লেখ

ক) এ কথা সকলেরই জানা উচিত
খ) একথা কি সকলেই জানে না?√
গ) একথা কি সকলের অজানা?
ঘ) একথা সকলেই জানে বলে মনে হয়

২৯) আর কখনো দস্যুতা করবো না- অস্তর্থক বাক্যে কি হবে?

ক) দস্যুতাকে আর প্রশ্রয় দেবো না
খ) আমার দস্যুতার এইখানেই শেষ√
গ) আর দস্যুতার প্রয়োজন নেই
ঘ) দস্যুতাকে বিদায় দিলাম

৩০) টাকা যদি চাও তাহলে তা অপমান ছাড়া কিছু নয় -কোন ধরনের বাক্য?

ক) না বাচক√
খ) মিশ্র                    Study With Ishany
গ) নির্দেশাত্মক
ঘ) জটিল


https://drive.google.com/file/d/1iI0IeCVHS66vIr6djUXnPhS7rEZa8Wvz/view?usp=drivesdk









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...