Saturday, November 30, 2019

WBSI PRELIMS 2019 PRACTICE SET 1




WBSI PRELIMS 2019 PRACTICE SET 1

     
১)থিওসফিক্যাল সোসাইটি স্থাপিত হয়েছিল কবে?
ক)1870 সালে
খ) 1872  সালে
গ)1875 সালে √
ঘ)1878 সালে

২) আকবরের সময়ে জাবতি প্রথা প্রবর্তন কোথায় হয়েছিল?
ক) রাজস্থান
খ) গুজরাট√
গ) মহারাষ্ট্র
ঘ) পাঞ্জাব

৩) সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র আলমগীর পুর কোন নদীর তীরে অবস্থিত?
ক) শতদ্রু
খ) হিন্দান√
গ) ঘর্ঘরা
ঘ) রবি

৪) চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এটি কোন গ্রন্থ থেকে জানা যায়?
ক) পরিশিষ্ট পার্বণ√
খ) কল্পসূত্র
গ) প্রজ্ঞা পারমিতা
ঘ) নাগার্জুন সূত্র

৫) কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়?
ক) মহাকাশ্যপ√
খ) কনিষ্ক
গ) অশোক
ঘ) সংঘমিত্রা

৬) ভারতবর্ষে সর্বপ্রথম কোন বিদেশী জাতী দ্বারা আক্রান্ত হয়?
ক) পারসিক√
খ) পর্তুগিজ
গ) ফরাসি
ঘ) ইংরেজ

৭) পিটার  মুন্ডি কার আমলে ভারতে আসে?
ক) মুহাম্মদ বিন তুঘলক
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান√
ঘ) ফিরোজ শাহ তুঘলক

৮) বিশ্বের সর্বাধিক রেশম রপ্তানিকারক দেশ কোনটি?
ক) জাপান
খ) চীন√
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড

৯) এশিয়ার সর্বাধিক খরস্রোতা নদী কোনটি?
ক) সালউইন√
খ)  ইনিসি
গ) ব্রহ্মপুত্র
ঘ) আমুর

১০) পীট কয়লার প্রধান বৈশিষ্ট্য কি?
ক) ভেজা ও নরম√
খ) শুষ্ক ও শক্ত
গ) নরম ও শুষ্ক
ঘ) ভেজা ও শুষ্ক

১১) নৌরস নামা বইটি কার লেখা?
ক) মোহাম্মদ আদিল শাহ
খ) দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ√
গ) মালিক আহমেদ
ঘ) নিজাম শাহ

১২) গরিবি হটাও স্লোগান টি কোন পরিকল্পনা ঘোষণা করা হয়?
ক) সপ্তম পরিকল্পনা
খ) ষষ্ঠ পরিকল্পনা
গ) পঞ্চম পরিকল্পনা√
ঘ) তৃতীয় পরিকল্পনা

১৩) পান্না দিয়ে তৈরি বুদ্ধ মূর্তি কোথায় আছে?
ক) ব্যাংকক√
খ) আন্টার্টিকা
গ) শ্রীলংকা
ঘ) থাইল্যান্ড

১৪) খেতরা কি?(পৃথিবীর বৃহত্তম)
ক) লৌহ খনি
খ) লবন খনি√
গ) পেট্রোলিয়াম খনি
ঘ) কয়লা খনি

১৫) দিয়াগো গার্সিয়া দ্বীপ টি কোথায় অবস্থিত?
ক) ভারত মহাসাগর√
খ) আটলান্টিক মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) সুমেরু মহাসাগর

১৬) মুকুটমণিপুর কোন নদীর তীরে অবস্থিত?
ক) কাসাই ও  কুমারী√
খ) রূপনারায়ণ
গ) কেলেঘাই ও কংসাবতী
ঘ) দারকেশ্বর ও দামোদর

১৭) স্প্যাম কথাটি কিসের সাথে যুক্ত?
ক) কম্পিউটার√
খ) শিল্প
গ) আলোকবিজ্ঞান
ঘ) শব্দ বিজ্ঞান

১৮) কুঞ্জ রানী দেবী নামটি কিসের সঙ্গে যুক্ত?
ক) শুটিং
খ) তীরন্দাজি
গ) ভারোত্তোলন√
ঘ) কুস্তি

১৯) ববিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ফুটবল
খ) কুস্তি√
গ) ব্যাডমিন্টন
ঘ) ভারোত্তোলন

২০) কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়?
ক) ব্যাবিলন√
খ) মিশর
গ) ইরাক
ঘ) ইরান

২১) কোন গ্রহে রাত ও দিন সবচেয়ে দীর্ঘ?
ক) বৃহস্পতি√
খ) ইউরেনাস
গ) নেপচুন
ঘ) প্লুটো

২২) কোন কোন গ্রহ অর্ধচন্দ্রাকার?
ক) বুধ ও মঙ্গল
খ) মঙ্গল ও বৃহস্পতি
গ) বুধ ও শুক্র√
ঘ) পৃথিবী ও মঙ্গল

২৩) ভগিনী নিবেদিতাকে লোকমাতা নামে অভিহিত করেছেন?
ক) মহাত্মা গান্ধী
খ) স্বামী বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর√
ঘ) রাজা রামমোহন রায়

২৪)লোহিত চ্যুতি কিসের উদাহরণ?
ক) নিম্ন উষ্ণতায় বিকিরণ
খ) ডপলার  এফেক্ট√
গ) উচ্চ কম্পাংকের শোষণ
ঘ) শব্দ বিজ্ঞান

২৫) কোডার্মা কি জন্য বিখ্যাত?
ক) অভ্র খনি√
খ) কয়লা খনি
গ) লৌহ ইস্পাত
ঘ) সার কারখানা

২৬) লালবাগ কে প্রতিষ্ঠা করেন?
ক) হায়দার আলী√
খ) নরসিংহ দেব
গ) টিপু সুলতান
ঘ) সিকান্দার শাহ

২৭)বিশ্বের প্রথম উপগ্রহ কোন দেশ মহাকাশে প্রেরণ করেছিল?
ক) ফ্রান্স
খ) রাশিয়া√
গ) আমেরিকা
ঘ) জাপান

২৮)ভাওয়াইয়া লোকসংগীত পশ্চিমবঙ্গের কোন জেলায় বহুল প্রচলিত?
ক) মেদিনীপুর
খ) বীরভূম
গ) কোচবিহার√
ঘ) পুরুলিয়া

২৯)পৃথিবী প্রদক্ষিণ থেমে গেলে g এর মান কি হবে?
ক) বৃদ্ধি পাবে√
খ)  হ্রাসপাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) শূন্য হয়ে যাবে

৩০)জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি" বিসর্জন' এর পরিচালক কে?
ক) গৌতম ঘোষ
খ) সৃজিত মুখোপাধ্যায়
গ) কৌশিক গাঙ্গুলী√
ঘ) অপর্ণা সেন

৩১)কোন বিজ্ঞানী তার ছেলের সাথে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন?
ক) মাক্স প্লাঙ্ক
খ) এনরিকো ফার্মি
গ) হেনরি ব্যাগ√
ঘ) পিয়ের কুরি

৩২)ভারতীয় সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে?
ক) 38
খ)48A√
গ)51
ঘ)51A

৩৩) পোয়েটিকস কি?
ক) সাহিত্যতত্ত্ব
খ) কাব্যগ্রন্থ√
গ) নাটক সংগ্রহ
ঘ) ধর্মগ্রন্থ

৩৪)ভারতে বায়োডাইভারসিটি হটস্পট কয়টি রয়েছে?
ক) 1টি
খ) ত3টি
গ) 4টি√
ঘ) 6 টি

৩৫)2019 সালে প্রবাসী ভারতীয় সম্মান কাকে প্রদান করা হয়েছে?
ক) প্রতাপ শ্রী রেড্ডি
খ) রমেশ মেহেতা
গ) রাজেন্দ্র জোশি√
ঘ) কোনোটিই নয়

৩৬)স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়?
ক) আর্গন
খ) জেনন√
গ) নিয়ন
ঘ) রেডন

৩৭)তেজস্ক্রিয়তার একক কোনটি?
ক) হেনরি
খ) টেসলা
গ) কুরি√
গ) টর্ক

৩৮)মানুষের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে?
ক) মস্তিষ্ক
খ) মধ্য কর্ণ√
গ) পিটুইটারি
ঘ) মেরুদন্ড

৩৯)ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস?
ক) কার্বন মনোক্সাইড
খ) কার্বন ডাই অক্সাইড
গ) মিথাইল আইসোসায়ানেট√
ঘ) সায়ানাইড

৪০)বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের কত প্রকার অবস্থার কথা বলেছেন?
ক) 5√
খ) 2
গ) 3
ঘ) 4

৪২) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়?
ক) জলের জলীয় বাষ্পে রূপান্তর√
খ) দুধের দই এ রূপান্তর
গ) লোহায় মরিচা পড়া
ঘ) আমাদের দেহে খাদ্যের হজম

৪৩) কোন ধাতু শংকর এসিড প্রতিরোধী?
ক) পিতল
খ) ব্রোঞ্জ
গ) জার্মান সিলভার
ঘ) সিলিকন স্টিল√

৪৪)আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে কী ক্ষরিত হয়?
ক) টেস্টোস্টেরন
খ) ইনসুলিন√
গ) প্রোজেস্টেরন
ঘ) ইস্ট্রোজেন

৪৫)সি ভি রমন কবে নোবেল পুরস্কার পান?
ক)1928
খ)1956
গ)1930√
ঘ)1914

৪৬)জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
ক) জে এস ভার্মা
খ) এ এস আনন্দ
গ) রঙ্গনাথ মিশ্র√
ঘ) এ দত্ত

৪৭)মানবদেহে ঘামের সঙ্গে প্রতিদিন কি পরিমান জল নির্গত হয়?
ক)১০০০ মিলি√
খ)১২০০ মিলি
গ)৮০০ মিলি
ঘ)১৫০০ মিলি

৪৮) অ্যামাইনো অ্যাসিড কিসের একক?
ক) লিপিড
খ) হরমোন
গ) প্রোটিন√
ঘ) ভিটামিন

৪৯) ডিডিটি কে আবিষ্কার করেন?
ক) পল মুলার√
খ) লা মারক
গ) পাংলোভ
ঘ) ডারউইন

৫০)ভারতের কোন রাজ্যে প্রথম জৈব সার দিয়ে চাষ শুরু হয়?
ক) কেরালা
খ) উত্তর প্রদেশ
গ) সিকিম √
ঘ) মহারাষ্ট্র



https://drive.google.com/file/d/1oAu6tAN8Qnzoqrk6f13ppJgr3DPm7nQg/view?usp=drivesdk


Friday, November 29, 2019

শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব




শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব

১) শিশুর ব্যবহার সম্পর্কিত অধ্যায়নের সব থেকে ভাল পদ্ধতি কোনটি?

ক)পরিদর্শন পদ্ধতি
খ) ব্যবহারিক পদ্ধতি
গ) সাক্ষাৎ পদ্ধতি
ঘ) নিজ অধ্যয়ন পদ্ধতি√


২) শিশুর সামাজিক বিকাশ বলতে কী বোঝো?

ক) সমাজে একজন শিশুর বিকাশ
খ) দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন√
গ) ভালো সমাজ
ঘ) সমাজে ভালো কাজ করা


৩) একজন শিক্ষক কিভাবে একজন ছাত্রের দক্ষতা নির্ধারণ করবেন?

ক) ছাত্রটিকে পরীক্ষা করে
খ)  ছাত্রটিকে জিজ্ঞাসা করে
গ) ছাত্রটি বিভিন্ন কাজের পরিসংখ্যান বিশ্লেষণ করে√
ঘ) ছাত্রটি পিতা-মাতার সাথে কথা বলে


৪) একটি ছাত্রকে বিজ্ঞানবিষয়ক বিষয়ে কিভাবে পড়ানো উচিত?

ক) প্রশ্ন এবং উত্তর প্রদান করে
খ) ব্যবহারিক পদ্ধতি দ্বারা
গ) ছাত্রের দ্বারা সম্পন্ন ব্যবহারিক পদ্ধতির দ্বারা √
ঘ) একটি চিত্তাকর্ষক উপায় শিক্ষা প্রদান করে


৫) ছাত্র দের বাড়ির কাজ দেওয়া হয় কেন?

ক) ছাত্ররা বাড়িতে পড়াশোনা করতে পারে
খ) ছাত্রদের বিকাশের জন্য
গ) ছাত্ররা পাঠ কতটা বুঝতে পেরেছে তা জানার জন্য √
ঘ) লেখার দক্ষতা বিকাশের জন্য


৬) শিশুদের প্রাত্যহিক কাজ দেওয়ার উদ্দেশ্য কি?

ক) তাদের মধ্যে বিষয় সম্পর্কে আগ্রহ তৈরি করা
খ) প্রত্যহ পাঠের জন্য
গ) বিষয়ের প্রতি ভালো জ্ঞানের জন্য
ঘ) উপরে প্রতিটি√


৭) ছাত্রদের প্রভাবিত করার জন্য তুমি কি করবে?

ক) তুমি তোমার আদর্শবাদ সম্বন্ধীয় চরিত্র তুলে ধরবে
খ) তুমি তোমার চরিত্রতে আদর্শবান এবং আধুনিকতাবাদ বজায় রাখবে√
গ) তুমি তাদের সামনে তোমার ধনী হওয়া টা দেখাবে
ঘ) তুমি তাদের চিত্তাকর্ষক গল্প শোনাবে


৮) স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন কেন?

ক) শারীরিক পরিশ্রমে স্বাস্থ্য ভাল হয়
খ) মানসিক শান্তি হয়
গ) শারীরিক ও মানসিক জোর বাড়ে√
ঘ) শক্তি ক্ষয় হয়


৯) ছাত্রদের শিক্ষিত করার ক্ষেত্রে নৈতিক শিক্ষার গুরুত্ব কি?

ক) নৈতিক শিক্ষা এই পরিবেশের জন্য প্রয়োজনীয়
খ) নৈতিক শিক্ষা ছাত্রদের অনুপ্রাণিত করে
গ) নৈতিক শিক্ষা চরিত্র বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয়√
ঘ) নৈতিক শিক্ষা একজন মানুষকে মহান মানুষের পরিণত করে


১০) পড়ানোর সময় তুমি ছাত্র দের সম্পর্কে কি ভাববে?

ক) তারা হয়তো পুনর্গঠন কারী এবং প্রতিষ্ঠাতা
খ)তাদের বুদ্ধি সত্তা উন্নত হবে যাতে তারা সাফল্য লাভ করতে পারে√
গ) রাজনীতিবিদ হয়ে সে দেশের উন্নতির জন্য কাজ করবে
ঘ) তারা হয়তো শিক্ষিত হবে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করবে


১১) ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের কি করা উচিত?

ক) শুধুমাত্র বিদ্যালয়ে এই অধিক থেকে অধিকতর পড়াশোনা করা
খ)যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে শুধুমাত্র সেই প্রশ্নগুলি মুখস্থ করা
গ) তাদের ইচ্ছে এবং আগ্রহকে অবহেলা না করা√
ঘ) বিদ্যালয়ের শিক্ষকের সাথে এবং বাড়িতে পিতা-মাতার সাথে পড়াশোনা করা


১২) ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া উচিত, যাতে

ক) পড়াশুনা যাতে বোঝার মত মনে না হয় ছাত্রদের কাছে
খ) ছাত্ররা এর থেকে জ্ঞান লাভ করতে পারে√
গ) ছাত্রদের পিতা-মাতা সন্তুষ্ট হতে পারেন
ঘ) ছাত্ররা আনন্দ উপভোগ করতে পারে


১৩) বর্তমান পরিবেশে একজন সফল শিক্ষক হলেন তিনি, যিনি

ক) যিনি আধুনিক পোশাক পড়ে শ্রেণিকক্ষে আসেন
খ) ছাত্রদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের ক্ষমতা রাখেন√
গ) শ্রেণীতে পড়াশোনার পরিবেশ তৈরি করেন
গ) মোবাইল নিয়ে শ্রেণীতে আসেন


১৪) শিক্ষকের পাঠ শুরু করার আগে কি করা উচিত?

ক) একজন ছাত্রের দ্বারা পাঠ টি পড়ানো
খ) শিক্ষকের উচিত পাঠের মূল উদ্দেশ্যটি বলা√
গ) তিনি প্রথমে পাঠের কঠিন শব্দ গুলি  ছাত্র দের সামনে চিহ্নিত করবেন
ঘ) তিনি প্রথমে পাঠের প্রশ্নের উত্তর গুলি দিয়ে দেবেন


১৫) শিক্ষকের পাঠ শেষ করার পর কি করা উচিত?

ক) তার প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত
খ) ছাত্ররা বুঝেছে কিনা তা পরখ করা উচিত√
গ) তিনি ছাত্রদের পাঠ সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন
ঘ) তিনি ছাত্রদের উপর ছেড়ে দেবেন এটি দেখার জন্য যে তারা লিখতে পারে কিনা


১৬) যদি শ্রেণীতে কিছু ছাত্র দুষ্টু হয় তাহলে ওই অবস্থায় তুমি কি করে পড়াবে?

ক) কোন মনোযোগ না দিয়ে পাঠ পড়াবে
খ) তাদেরকে বোঝানোর জন্য মনস্তাত্ত্বিক উপায় পড়াবে√
গ) তুমি তাদের পিতা-মাতা কে ডেকে তাদের মানসিকতার কথা বলবে
ঘ) তুমি প্রধান শিক্ষককে অনুরোধ করবে তাদের বহিস্কৃত করার জন্য


১৭) একজন শিক্ষক হয়ে তোমার কি করা উচিত যখন একজন মেধাবী ছাত্র কম নাম্বার পায়?

ক) তুমি তাদের পুরো ক্লাসের সামনে লজ্জিত করবে
খ) তুমি তাকে কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে√
গ) তুমি তার পিতামাতার কাছ থেকে কারণ জানতে চাইবে
ঘ) তুমি একটি মনস্তাত্ত্বিক চিকিৎসা দেবে


১৮)যদি একজন ছাত্র পড়াশোনায় মনোযোগ না দেয় তাহলে একজন শিক্ষককে কি করা উচিত?

ক) তাকে বিদ্যালয় থেকে বিতাড়িত করা উচিত
খ) ভালো শিশু র উদাহরণ দিয়ে উৎসাহিত করা উচিত√
গ) মানসিক রোগের ডাক্তারের কাছে পাঠানো উচিত
ঘ) তাকে বাড়ির কাজ করার জন্য বলা উচিত


১৯)একজন শিক্ষক হিসেবে শ্রেণীতে পড়ানোর আগে তুমি কোন কোন বিষয়ের উপর মনোযোগ দেবে?

ক)পড়ানোর আগে বিষয়ভিত্তিক জ্ঞান ছাত্রদের কাছে তুলে ধরবে
খ) প্রতিটি ছাত্রের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবে√
গ) শ্রেণিকক্ষের গঠন এবং সাজসজ্জার উপর বেশি মনোযোগ দেবে
ঘ) ছাত্র জীবন এবং ত্রুটিগুলি জানার চেষ্টা করবে


২০) শিশুদের মধ্যে সঠিক উচ্চারণের বিকাশের জন্য একজন শিক্ষকের কি করা উচিত?

ক) শ্রুতি লিখন লেখা
খ)পড়ানোর সময় সঠিক উচ্চারণ করা যাতে ,শিশু শিক্ষকের অনুসরণ করতে পারে√
গ) পড়ার ক্ষেত্রে জোর দেওয়া
ঘ) সঠিক উচ্চারণের উপর আলোচনা করা

https://drive.google.com/file/d/1nhP8g4vHuxH_XkCwcS3aDuqwl6L5dt7h/view?usp=drivesdk

Thursday, November 28, 2019

জেনারেল সাইন্স




জেনারেল সাইন্স

১)লাফিং গ্যাস কি ?
নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।

২)দার্শনিকের উল কি ?
জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।

৩)সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?
 জিংক ।

৪) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?
 এন্টিমনি ।

৫) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
 কার্বন ।

৬) নির্বোধের সোনা কি ?
 আয়রণ ডি সালফাইড ।

৭) সবচেয়ে সক্রিয় ধাতু কি ?
 পটাসিয়াম ।

৮) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ?
 গ্লিসারিন ।

৯) সিরকায় কোন এসিড থাকে ?
 এসিটিক এসিড ।

১০) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ?
 এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।

১১)মানবদেহে জিনের সংখ্যা কত ?
৪০০০০ ।

১২) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ?
 জার্মান বিজ্ঞানী উহলার ।

১৩) RNA এর প্রধান কাজ কি ?
 প্রোটিন তৈরী ।

১৪) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ?
 এমোনিয়ার ।

১৫) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ?
 ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি।

১৬) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ?
  রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।

১৭) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ?
 এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি ।

১৮) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ?
 ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি।

১৯) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ?
 ১২ টি ।

২১) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ?
 ৭৮টি ।

২২) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ?
 ৬০টি ।

২৩) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ?
 ২৪ টি।

২৪) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ?
২২টি ।

২৫) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ?
 ৭৮টি ।

২৬) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ?
 ৫৪টি ।

২৭) DNA তে কি থাকে না ?
 ইউরাসিল থাকে না ।

২৮) পাকা কলায় কি থাকে ?
 এমাইল এসিটেট ।

২৯)পাকা আনারসে কি থাকে ?
 ইথাইল এসিটেট ।

৩০) পাকা কমলায় কি থাকে ?
 অকটাইল এসিটেট ।

৩১) ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।

৩২)ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
 কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।

৩৩)মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ?
 জেরোফাইট।

৩৪)তেঁতুলে কোন এসিড থাকে ?
টারটারিক এসিড।

৩৫)আমলকিতে কোন এসিড থাকে ?
অক্সালিক এসিড ।

৩৬) আঙ্গুরে কোন এসিড থাকে ?
 টারটারিক এসিড।

৩৭) কমলালেবুতে কোন এসিড থাকে ?
 এসকরবিক এসিড ।

৩৮) টমেটোতে কোন এসিড থাকে ?
 ম্যালিক এসিড।

৩৯) লেবুর রসে কোন এসিড থাকে ?
 সাইট্রিক এসিড।

৪০) আপেলে কোন এসিড থাকে ?
ম্যালিক এসিড ।

৪১) দুধে কোন এসিড থাকে ?
 ল্যাকটিক এসিড।

৪২) কচু খেলে গলা চুলকায় কেন ?
 কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।

৪৩) রেকটিফাইড স্পিরিট কি ?
 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।

৪৪)ডিডিটির পূর্ণরূপ কি ?
 ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোর- ইথেন

৪৫) টিএনটির পূর্ণরুপ কি ?
 ট্রাই নাইট্রো টলুইন ।

৪৬) সাবানের রাসায়নিক নাম কি ?
 সোডিয়াম স্টিয়ারেট ।

৪৭) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
 সোডিয়াম মনোগ্লুটামেট ।

৪৮) পেট্রোলের অপর নাম কি ?
 গ্যাসোলিন ।

৪৯) মানবদেহে জিনের সংখ্যা কত ?
৪০০০০ ।

৫০) RNA তে কি থাকে না ?
 থায়ামিন থাকে না ।

৫১) RNA এর প্রধান কাজ কি ?
 প্রোটিন তৈরী ।


৫২)নথ্রেগোল্ড পদার্থটি কি?
=  সালফেট

৫৩) মানব শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি ?
= যকৃৎ

৫৪)মস্তিষ্কের কোন অংশ লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে ?
= থ্যালমাস

৫৫) যুক্ত প্রাণী ভাইরাস কোনটি ?
= পোলিও ভাইরাস

৫৬) কোনটি মানব দেহের প্রধান রেচন অঙ্গ?
=   বৃক্ক

৫৭) পেশী কলা কে কত ভাগে ভাগ করা যায়?
=  তিন ভাগে

৫৮) রক্তের কোন উপাদানটি এলার্জি বিরোধী ক্রিয়াকে সক্রিয় ভাবে সাহায্য করে?
=  ইউসিনোফিল

৫৯) রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
=  অক্সিজেন বহন করা

৬০) দেহের সংকোচি কলা কে কি বলা হয়?
=  পেশী

৬১) রেনিন কোথায় পাওয়া যায়?
=  পাচক রসে
                                                                                    
৬২) পিত্ত নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ?
= যকৃত

৬৩) রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গেলে কোন রোগ হয় ?
= অ্যানিমিয়া

৬৪) ভার্টিব্রাল ফোরামেন কোথায় থাকে?
=  কশেরুকা  তে

৬৫) মস্তিষ্কের আবরণীকে কি বলে?
= মেনিনজেস

৬৬) অগ্নাশয় এর আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
= গ্লুকাগন

৬৭) সিবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত তৈলাক্ত পদার্থ কে কি বলে?
=  সেরাম 

৬৮) মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে ?
= মিউসিন

৬৯) স্পর্শ কি ধরনের অনুভূতি?
=   সাধারণ অনুভূতি
                                                                               
৭০) নেফ্রনের কোন অংশে দূষিত রক্ত পরিশ্রুত হয়?
=  গ্লোমেরুলাস

৭১) সাইনোভিয়াল তরল কোথা থেকে নির্গত হয়?
=  সাইনোভিয়াল পর্দা

৭২) মানব দেহের কোন কলা ত্বকের সাথে পেশির সংযোগ সাধন করে ?
= অরিওলার যোগ কলা

৭৩) মানবদেহের কোথায় রক্ত শোষিত হয়?
=  ফুসফুস

৭৪) মানব মস্তিষ্কের ও মেরুদণ্ডের বাইরে অবস্থিত কঠিন পদার্থ কে কি বলে?
=  ডুরা

৭৫) কোনটিকে এনার্জি কারেন্সি বলে?
=  ATP

৭৬) কোন হরমোন মানবদেহের BMR বৃদ্ধি করে?
=  থাইরক্সিন

৭৭) ত্বকের বর্ণের জন্য কোন রঞ্জক কণাটি দায়ী?
= মেলানিন
                                       
                                       
৭৮)বায়ু ধারকত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
= স্পাইরোমিটার

৭৯) মস্তিষ্কের কোন অংশ লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে ?
= থ্যালমাস

৮০) যুক্ত প্রাণী ভাইরাস কোনটি ?
= পোলিও ভাইরাস

৮১) কোনটি মানব দেহের প্রধান রেচন অঙ্গ?
=   বৃক্ক

৮২) জিহবার অগ্রভাগে কোন স্বাদ গৃহীত হয় ?
= নোনতা

৮৩) মানবদেহের ঘামের সঙ্গে প্রতিদিন কি পরিমান জল নির্গত হয় ?
= 1000 মিলি

৮৪) মানব দেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয় কোনটি ?
= ত্বক

৮৫) পাকস্থলীর কোন গ্রন্থি থেকে পেপসিনোজেন গৃহীত হয় ?
= পেপটিক

৮৬) শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় কোন স্নায়ু?
=  অডিটরি
                                         
                                         
৮৭) ক্রেবস চক্র কোথায় অনুষ্ঠিত হয়?
=  মাইট্রোকন্ডিয়া

৮৮) রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দু কে কি বলে ?
= ব্লাইন্ড স্পট

৮৯) ট্রাপিজিয়াম কি ?
= পায়ের পেশি

৯০) রক্তে উপস্থিত কোন গ্যাস শ্বাস কার্যের হারকে কে নিয়ন্ত্রণ করে ?
= অক্সিজেন

৯১) মানবদেহের মেরুদন্ডের কশেরুকার সংখ্যা কয়টি?
=  33 টি

৯২) কোনটি মানুষের ফ্লেক্টর পেশীর উদাহরন?
= বাইসেপস

৯৩) রক্তে ইউরিয়ার পরিমাণ কত শতাংশ ?
= 15 থেকে 40 মিগ্রা

৯৪) কচু খেলে গলা চুলকায় কেন ?
 কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।


৯৫) ব্রংকাইটিস রোগের ফলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
=  ফুসফুস

৯৬) কোন ভিটামিন এ কোবাল্ট উপস্থিত থাকে?
= ভিটামিন B12
                                                                               
৯৭) দেহের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি রক্তের কোন অংশ করে?
= লোহিত কণিকা

৯৮) কোন পদার্থের বিপাকের ফলে ইউরিয়া এবং ইউরিক এসিড উৎপন্ন হয়?
= প্রোটিন

৯৯) কলেরা কি জাতীয় রোগ?
=  ব্যাকটেরিয়া ঘটিত রোগ

১০০) কোন রোগটি থিয়ামিন এর অভাবে হয় ?
= বেরি বেরি 

১০১) টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয় ?
= ক্লোরো মাইসিন
     
১০২) মুখের লালা কোন পদার্থ পরিপাকে সাহায্য করে ?
= প্রোটিন

১০৩) AIDS কোন জীবাণু ঘটিত রোগ ?
= ভাইরাস

১০৪) কোন জৈব অনুঘটক টি জীব দেহের রাসায়নিক বিক্রিয়া কে ত্বরান্বিত করে?
=  উৎসেচক

১০৫) প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে?
= অক্সিজেন

১০৬) দেহ কোষের নিউক্লিয়াস কোনটিতে অংশগ্রহণ করে ?
= কোষ বিভাজন

১০৭) মানব দেহে খনিজ লৌহ এর সর্বোত্তম উৎস
 কি ?
 =  শাক সবজি

১০৮) হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে ?
=  লৌহ                              

১০৯) রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে?
=  শ্বেত রক্তকণিকা

১১০) কোনটি শক্তি প্রদান করে না?
= ভিটামিন

১১১) কোন অঙ্গের ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে ?
= যকৃত

১১২) কোন ভিটামিন হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে?
= ভিটামিন C

১১৩) রেসারপিন কি কারনে ব্যবহার করা হয়?
= উচ্চ রক্তচাপ কমাতে

১১৪) মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হরমোন গুলি কোথা থেকে ক্ষরিত হয় ?
= থাইরয়েড

১১৫) এনকেফেলাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
= মস্তিষ্ক

১১৬) কড লিভার অয়েল এ কোন পদার্থ বেশি পরিমাণে থাকে ?
= ভিটামিন

১১৭) রেটিকুলার ফর্মেশন কোথায় দেখা যায়?
= কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

১১৮) নেফ্রনের কোন অংশে দূষিত রক্ত পরিশ্রুত হয়?
=  গ্লোমেরুলাস

১১৯) হৃদপিন্ডের আবরণ কে কি বলে?
=  পেরিকার্ডিয়াম

১২০) কোনটি পা সঞ্চালনে সাহায্যকারী অস্থি?
=  ক্যালকেনিয়াম

১২১) মানুষের স্বাভাবিক প্রথ্রমবিনকাল কত সময়ের?
= 12 সেকেন্ড

১২২) ঘ্রাণ অনুভূতি নষ্ট হওয়া কে কি বলে?
= অ্যানোসমিয়া

১২৩) কোনটি স্নেহ পদার্থ নয় ?
=  গ্লুকোজ



https://drive.google.com/file/d/1n5x3-p9ZUl4C2Ycf48MamYaGl4-BDDEL/view?usp=drivesdk

Tuesday, November 26, 2019

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর



পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর
                         সেট-  2

১) একটি নবীকরণ যোগ্য শক্তির নাম কি?
বায়ুপ্রবাহ শক্তি

২) কোন ক্ষেত্রে  LPG ব্যবহৃত হয়?
রান্নার কাজে

৩) কোন শৈবাল থেকে হাইড্রোজেন পাওয়া যায়? ক্ল্যামাইডোমোনাস

৪) থোরিয়াম এর আকরিক এর নাম কি?
জার্কন

৫) সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
চিপকো আন্দোলন (1973 সাল)

৬) বিশ্বে সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ কোনটি?
ভারত

৭) একটি সজীব জল দূষক এর নাম কি ?
ভাইরাস

৮) কোন প্রকার রশ্মি আয়নিত বিকিরণ ঘটায় না? অতিবেগুনি রশ্মি

৯) গ্রীন হাউজের প্রভাবে কি পরিবর্তন ঘটে? পরিবেশে উষ্ণতা বৃদ্ধি পায়

১০)বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রজাতি কে কি নামে ডাকা হয়? ফ্লোরা

১১) পার্মাফ্রস্ট কোন  বায়োমে দেখা যায়?
তুন্দ্রা বায়োমে

১২) চিপকো আন্দোলন কোথায় শুরু হয়?
 উত্তর প্রদেশ

১৩) উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি?
প্রেইরি

১৪) পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার পাওয়া যায়? জলদাপাড়া অভয়ারণ্য

১৫) বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে

১৬) পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে ?
সুন্দরবনে

১৭) খাদ্য শৃংখল কয় প্রকার?
 দুই প্রকার

১৮) IBWL পুরো কথা কি?
Indian Board of Wild Life

১৯) 'নগ্ন জিন 'কাকে বলা হয় ?
নিউক্লিক অ্যাসিড

২০) প্রোটিনের গঠন মূলক একক কি?
অ্যামাইনো এসিড

২১) দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ। কার্বন-ডাই-অক্সাইড ,মিথেন

২২)মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে ?
কেরালা

২৩) BOD- এর পুরো কথা কি?
Biochemical Oxygen Demand

 ২৪) শক্তির প্রচলিত উৎস সমূহ কি কি?
 কয়লা ,খনিজ তেল ,জলবিদ্যুৎ

২৫) ডেসিবেল কি?
শব্দের তীব্রতা মাপার একক

২৬) কয়েকটি জল বাহিত রোগের নাম লেখ।
 কলেরা ,টাইফয়েড, জন্ডিস

২৭) ভূপাল গ্যাস দুর্ঘটনা দায়ী মূল রাসায়নিক জৈব টির নাম কি?
MIC গ্যাস

২৮)MIC- এর পুরো কথা কি?
মিথাইল আইসোসায়ানেট

২৯) মিনামাটা  বিপর্যয়ের জন্য কোন মৌল দায়ী?
পারদ

৩০) একটি c4 উদ্ভিদের উদাহরণ দাও।
আখ

৩১) পৃথিবীর প্রথম জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা

৩২) কয়লার মূল উপাদান কি?
 কার্বন

৩৩) কোন যুগে কয়লার উৎপত্তি হয়েছিল? কার্বনিফেরাস

৩৪) কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? লিগনাইট

৩৫) কোন কয়লা থেকে কোক তৈরি করা হয়? বিটুমিনাস

৩৬) কোন জীবাশ্ম জ্বালানি কে 'কালো হীরে 'বলা হয়? 
কয়লা

৩৭) কোন জীবাশ্ম জ্বালানি কে 'তরল সোনা 'বলা হয় ?
পেট্রোলিয়াম

৩৮) পেট্রোলিয়াম শব্দের অর্থ কি ?
পাথরে সঞ্চিত তেল

৩৯) ভূগর্ভ থেকে নলকূপের মাধ্যমে উত্তোলিত অপরিশোধিত খনিজ তেল কে কি বলে?
ক্রুড অয়েল

৪০) পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কোনটি? ইউরেনিয়াম

৪১) বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?
ইংল্যান্ডের ক্যালডার

৪২) অপ্রচলিত শক্তির উৎস গুলির মধ্যে কোনটির ব্যবহার সর্বপ্রাচীন ?
বায়ুশক্তি

৪৩) প্রাকৃতিক গ্যাস উৎপাদনে কোন দেশটি বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে?
 রাশিয়া

৪৪) কোন দেশ সর্বাধিক পরিমাণ জৈব গ্যাস ব্যবহার করে ?
ভারত

৪৫) শক্তি উৎপাদনের ক্ষেত্রে বাদামি বিপ্লব বলতে কী বোঝায়?
অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধি

৪৬) ন্যাপথলিন হলো কয়লার একটি -
উপজাত বস্তু

৪৭) ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী কেন্দ্র টির নাম কি?
 বোম্বে হাই

৪৮) বোম্বে হাই কোথায় অবস্থিত?
 আরব সাগরে

৪৯) ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ সংস্থা কোনটি?  NTPC

৫০) ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি ?
তারাপুর

https://drive.google.com/file/d/1mphl4krHnyhUsS2avVpGch7nCPvhDlLb/view?usp=drivesdk



প্রাচীন ভারতের ইতিহাস। SLST SET-1



প্রাচীন ভারতের  ইতিহাস।     SLST SET-1
সিন্ধু সভ্যতা
লোথাল: 1)এটি গুজরাটের ভার্গভ নদীর তীরে অবস্থিত
2)বন্দর এর অস্তিত্ব এখান থেকে পাওয়া যায়
3)অগ্নিকুণ্ড পাওয়া গেছে লোথাল থেকে
4)এখানে ধানের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়
5)শিবের টেরাকোটা মূর্তি, ইরানের শীল ও পারস্যের মুদ্রা পাওয়া যায়
6)দ্বৈত সমাধির নিদর্শন পাওয়া যায়
রংপুর: 1)গুজরাতে অবস্থিত ভাদু নদীর তীরে।
2) এখান থেকে ধানের সন্ধান পাওয়া যায়
সুরকোটডা: 1)এটি গুজরাটের কচ্ছের রনে অবস্থিত
2)এখানে ঘোড়ার কঙ্কাল পাওয়া যায়
3)আবিষ্কার করেন জে. পি. যোশী 1964-65 সালে
মহেঞ্জোদারো: 1)পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অবস্থিত
2)বেশি সংখ্যক সীলমোহর এখানে পাওয়া গেছে
3)বৃহৎ শস্যাগার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে
4)রাখালদাস ব্যানার্জি 1922 সালে আবিষ্কার করেন
5)এটি সিন্ধু সভ্যতার বৃহৎ শহর ছিল
6)ব্রোঞ্জ নির্মিত নারীমূর্তি এখানে পাওয়া যায়
7)বৃহৎ স্নানাগারের অস্তিত্ব এখানে পাওয়া যায়
হরপ্পা: 1) সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান।
2) 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন
3)  রুপা ও তুলোর নির্মিত দ্রব্যের অস্তিত্ব এখানে পাওয়া যায়
4)বেশি সংখ্যক শস্যাগার এখানে পাওয়া গেছে
5) লাল পাথরের তৈরি পুরুষের  মূর্তি এখানে পাওয়া গেছে
6) পাক অধিকৃত পাঞ্জাবের ইরাবতী নদীর তীরে এর অবস্থান
কালিবঙ্গান:
1) রাজস্থানের ঘর্ঘরা নদী তীরে অবস্থিত
2)অমলেন্দু ঘোষ  1957 -58 সালে এটি আবিষ্কার করেন
3) উটের চিহ্ন পাওয়া যায় এখান থেকে
4) কালিবঙ্গান কথার অর্থ হল" কালো বালা"
মেহেরগড় ও সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু তথ্য
১)ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা
২)এটি কৃষিকেন্দ্রিক সভ্যতা
৩)এই সভ্যতার সাতটি পর্যায় রয়েছে
৪)মার্শালের মতে হরপ্পা সভ্যতা সর্বপ্রাচীন
৫)আলেকজান্ডার কানিংহাম 1875 সালে হরপ্পায় একটি সীল মোহর আবিষ্কার করেন
৬)দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় ইরাবতী নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন।
৭)রাখালদাস ব্যানার্জি 1922 সালে সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো  বা মাউন্ট অফ দা ডেড আবিষ্কার করেন। এটি সবথেকে বড় শহর।
৮)হরপ্পা নামটি দেন জন মার্শাল
৯)বৃহৎ স্নানাগার টি মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে
১০)ডক্টর রামশরণ শর্মার মতে স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য ঘরগুলি ব্যবহৃত হতো
১১)স্যার মার্টিমার হুইলার মনে করেন স্নানঘাট ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো এবং সন্নিহিত ঘর গুলি ছিল পুরোহিতদের বাসস্থান
১২)স্নানাগারটির পাশে ছিল একটি শস্যাগার।  স্যার হুইলার  এর মতে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের আগে এই ধরনের বিশাল শস্যাগার পৃথিবীর আর কোথাও ছিল না।
১৩)ডক্টর ব্যাসম এই শস্যাগার কে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন
১৪)মহেঞ্জোদারোতে  অবস্থিত স্নানাগার টির দৈর্ঘ্য 39ফুট, প্রস্থ 23ফুট, এবং গভীরতা 8 ফুট
১৫)এই সভ্যতার অধিবাসীরা প্রথম রুপোর ব্যবহার করে।এছাড়া অস্ত্র বানানোর জন্য তামা ও ব্রোঞ্জ ব্যবহার শুরু করে।
১৬)এরা সুতিবস্ত্র ব্যবহার করত।
১৭)সিন্ধু বাসিরা পিপুল বৃক্ষ, পশুপতি শিব , তুলসী গাছের পুজো করতো
১৮)স্বস্তিক চিহ্ন ব্যবহার হতো ধর্মের প্রতীক হিসাবে
১৯)সিন্ধু বাসিরা ঘোড়ার ব্যবহার জানতো না
২০)তারা সোনা, রূপো ,তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানলেও লোহার ব্যবহার জানতো না
২১)এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা
২২)প্রধান অলংকার ছিল কানপাশা ,কোমরবন্ধ, বালা, দুল ,আংটি
২৩)সিন্ধু সভ্যতার সাধারণ বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ আবৃত নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী
২৪)এদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ
২৫) নগরে বাঁধানো নর্দমা ছিল এবং এগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকা ম্যানহোলের ব্যবস্থাও ছিল
২৬) ডক্টর কৌশাঙ্গীর মতে উন্নত পয়:প্রণালীর ব্যবস্থাই সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতা কে পৃথক করেছে
২৭) সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা প্রাক ঐতিহাসিক যুগ এর সঙ্গে সম্পর্কিত করেছেন
২৮) সিন্ধু বা হরপ্পা সভ্যতা তাম্র প্রস্তর যুগের সভ্যতা
২৯) সিন্ধু সভ্যতার অধিবাসীদের মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল।
৩০) জন মার্শাল প্রথম সিন্ধু নামটি দেন
৩১) জন মার্শালের মতে হরপ্পা কথার অর্থ  "পশুপতির খাদ্য"
৩২) কৃষি ছিল তাদের প্রধান জীবিকা
৩৩) এখনো পর্যন্ত 2000 শীল পাওয়া গেছে। শীল গুলি স্টিয়েটাইট শিলা দিয়ে তৈরি
৩৪) সিন্ধুর লোকেরা প্রেতাত্মা বিশ্বাস করত
বিভিন্ন নদীর প্রাচীন ও বর্তমান নাম
বিতস্তা           -     ঝিলাম
পুরুসনি           -    রাভি
বিপাশা           -     বিপাশা
আসকিনি         -    চেনার
সিন্ধু সভ্যতার পতনের কারণ সম্পর্কিত মন্তব্য
বৈদেশিক আক্রমণ         ড: হুইলার
মহামারী                         ড:কেনেডি
ভূমিকম্প                        জন  মার্শাল
প্লাবন                                 ড:সাহানি
জলবায়ু পরিবর্তন              এ .এন .ঘোষ
বন্যা                                  মার্শাল
ঘর্ঘরা নদী পথ পরিবর্তন       ডি. এফ .হোলস
সিন্ধু সভ্যতায় আমদানিকৃত দ্রব্য ও স্থান
সোনা- কোলার (কর্ণাটক ),আফগানিস্থান, পারস্য
রুপা-আফগানিস্তান ,পারস্য ,দক্ষিণ ভারত
টিন -আফগানিস্তান  , বিহার
তামা  - ক্ষেত্রী (রাজস্থান), বালুচিস্তান
এমেথিস্ট-  মহারাষ্ট্র



https://drive.google.com/file/d/1mKcg56PfTxk-qPm8mYOrJjGcpDnvb_kR/view?usp=drivesdk

Monday, November 25, 2019

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর




পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর

১) সুন্দরলাল বহুগুণার নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত?
চিপকো আন্দোলন (1973)

২) বৃষ্টির জলের সঙ্গে সালফিউরিক এসিড মিশে থাকলে মার্বেল পাথরের যে ক্ষতি হয় তাকে কি বলে?
স্টোন লেপ্রসি

৩) কোন শ্রমিকদের ফুসফুস বা হোয়াইট লাঙ দেখা যায়?
বস্ত্র শিল্পের শ্রমিকদের

৪) কোন দুটি ধাতু দিয়ে তৈরি স্তরকে নাইফ বলে?
নিকেল ও লোহা

৫) কত বছর অন্তর ভারতে জনগননা হয়?
প্রতি 10 বছর অন্তর

৬) বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
 1992 সালে

৭) মিনামাটা রোগ কোন দেশে প্রথম দেখা গিয়েছিল?
 জাপানে

৮) মানুষের তৈরি একটি গ্রিন হাউস গ্যাস হল
CFC

৯) বায়ুমণ্ডলের মুখ্য উপাদান কি?
 নাইট্রোজেন ও অক্সিজেন

১০) রেসারপিন নামক ঔষধ কোথা থেকে পাওয়া যায়?
সর্পগন্ধা গাছ থেকে

১১) কলেরা ও আমাশয়------ বাহিত রোগ
জল

১২) উত্তর-পূর্বাঞ্চলে কোন গাছ থেকে জনন নিরোধক বড়ি তৈরি হয়?
ইয়াম

১৩) আমাদের দেশে  বাজ ও চিল জাতীয় পাখির উচ্চ মৃত্যুর হারের কারণ কি?
কীটনাশক

১৪) পৃথিবীর প্রথম পরিবেশ স্তর হলো
প্রাকৃতিক পরিবেশ

১৫) ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায়?
পশ্চিমঘাট অঞ্চলে

১৬) লেবুর আদিতম  বন্য প্রজাতি কোথায় পাওয়া যায়?
মেঘালয়ের তুরা জেলায়

১৭) ভারতের একটি জীব বৈচিত্র হটস্পট হলো
পশ্চিমঘাট বনাঞ্চল

১৮) ভারতের বিলুপ্তপ্রায় প্রজাতি কি?
সাইকাস

১৯) জীবিত জীবাশ্ম উদাহরণ কি?
প্লাটিপাস , লিমুলাস

২০) প্যাসেঞ্জার পায়রা কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর আমেরিকা

২১) মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
নকরেক

২২) WWF এর সদর দপ্তর কোথায়?
সুইজাল্যান্ড

২৩) ট্রানজিশন  জোনে কোন কাজ হয়?
চাষাবাদ

২৪) ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যানের নাম কি?
জয়সলমের সামুদ্রিক উদ্যান

২৫) সিকিমে অবস্থিত  পবিত্র হ্রদের নাম কি?
খেছিওপালারি হ্রদ

২৬) জীবজ সার হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ব্যাকটেরিয়া হলো 
অ্যাজাটোব্যাকটর

২৭)DDT কে আবিষ্কার করেন?
পল মুলার

২৮) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
এম এস স্বামীনাথন

২৯) পৃথিবীতে শক্তির মূল উৎস কি?
সৌরশক্তি

৩০) একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হল -
বায়ু শক্তি /সৌর শক্তি

https://drive.google.com/file/d/1mErD4Nz88xojZZubvAoQhjDfbnqpSOpz/view?usp=drivesdk




Sunday, November 24, 2019

আবগারি পুলিশ পরীক্ষার জিকে প্রশ্নোত্তর 24th Nov, 2019



আবগারি পুলিশ পরীক্ষার জিকে প্রশ্নোত্তর
               24th Nov, 2019
১) সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
দয়ারাম সাহানি
২)২০১৮ এশিয়ান গেমসের  কোন বিভাগে স্বপ্না বর্মন স্বর্ণপদক লাভ করেন?
হেপটাথেলন
৩) পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম কি?
অর্নিথলজি
৪) ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা বলা আছে?
61
৫) ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?
প্যারিস
৬) কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?
সরোজিনী নাইডু
৭)চন্দ্রকেতুগড় এর প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর 24 পরগনা
৮) ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা?
ভারত ও চীন
৯) ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক্রিকেট
১০) HIV পুরো কথা টি হল
হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস
১১)বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয় করে?
1989-1990
১২) কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়?
১৯১৪
১৩) কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন?
উইনস্টন চার্চিল
১৪) আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছে?
নন্দ
১৫) আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?
রাজস্থান
১৬) ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি
রাষ্ট্রপতি, রাজ্যসভা ,লোকসভা
১৭) কাজিরাঙা অভয়ারণ্য কি জন্য বিখ্যাত?
একশৃঙ্গ গন্ডার
১৮) কলিচুন বলতে কি বুঝি?
ক্যালসিয়াম অক্সাইড
১৯) গৌড় রাজ্যের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়?
মালদা
২০) ভারতীয় সংবিধানের কোন ধারা high Court গুলিকে writs জারি করার ক্ষমতা দিয়েছে?
২২৬
২১) বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল( WWF) এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়েছে?
পান্ডা
২২) মহাবীর কোন ভাষায় প্রথম বাণী প্রদান করেন?
সংস্কৃত ভাষায়
২৩) কোন নদ বা নদী কে বাংলার দুঃখ বলা হয়?
দামোদর
২৪) পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো
ইউরিয়া
২৫) NABARD হল
একটি ব্যাংক
২৬) এবছর ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
কলকাতা
২৭) বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়?
৫ জুন
২৮) পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ  ক্ষেত্রটি অবস্থিত?
মুর্শিদাবাদ
২৯) কোন মাধ্যমে শব্দের গতি বেগ সর্বাধিক?
  কাঠ
৩০)BCCI এর বর্তমান সভাপতি কে?
সৌরভ গাঙ্গুলী
৩১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন?
১৮৮২
৩২) গুগল ক্রোম হল একটি
ইন্টার্নেট ব্রাউসার
৩৩) প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা?
  সুনীল গঙ্গোপাধ্যায়
৩৪) নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্জ্য বর্জ্য নয়?
থারমো কল

https://drive.google.com/file/d/1lbXoRAeWwuF4u9GLX8AW7crJCrbRTSNZ/view?usp=drivesdk

Friday, November 22, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস




বাংলা সাহিত্যের ইতিহাস

১) আর্য সপ্তসতী গ্রন্থের রচয়িতা কে?
-গোবর্ধন আচার্য

২) অক্ষর ডাম্বর শব্দের অর্থ কি?
-গালভরা শব্দ বা আড়ম্বরপূর্ণ রচনা

৩) স্মৃতি মীমাংসা গ্রন্থের রচয়িতা কে??
-গৌরপদ

৪) গীতগোবিন্দ কাব্যটির রচয়িতা কে?
-জয়দেব

৫)চৈতন্যদেব কার কাছে মন্ত্র দীক্ষা নেয়?
কেশব ভারতী

৬)জয়ানন্দের বাল্যকালে কি নাম ছিল?
গুইয়া।            Study With Ishany

৭)চূড়ামণি দাসের  গৌর বিজয় কাব্যের অপর নাম কি?
ভুবন মঙ্গল

৮)ঢপ কীর্তন কাকে বলে?
ঊনবিংশ শতাব্দীতে কীর্তনের রাগ পদ্ধতিকে হালকা চালে গাইবার যে রীতিটি শহর অঞ্চলে জনপ্রিয় হয় তাকে ঢপ কীর্তন বলে

৯)জ্ঞানদাস কোন কোন ভাষায় পদ রচনা করেন?
বাংলা ও ব্রজবুলি

১০)জ্ঞানদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
অনুরাগ

১১)জ্ঞানদাস কে কার ভাবশিষ্য বলা হয়?
চন্ডীদাস

১২)জ্ঞানদাস তার শ্রেষ্ঠ পদ কোন ভাষায় রচনা করেন?
বাংলা ভাষায়

১৩)জয়দেবের সমসাময়িক একজন কবির নাম বলুন।
গোবর্ধন আচার্য        Study With Ishany

১৪)বসন্ত রোগের থেকে মুক্তি লাভের জন্য কোন দেবীর জন্ম হয়েছিল?
শীতলা দেবী

১৫)মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা লক্ষ্য করা যায়?
তিনটি ধারা

১৬)গোবিন্দ দাস কে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি কে দিয়েছেন?
কবি বল্লভ দাস

১৭)ব্যবহার তিলক গ্রন্থের রচয়িতা কে?
ভবদেব

১৮)মনসামঙ্গল রচনা আরম্ভ হয় কোন সময়ে?
পঞ্চদশ শতকের শেষভাগে

১৯)মনসামঙ্গল কাব্যধারার আদি কবির নাম কি?
কানাহরি দত্ত

২০)বিজয়গুপ্তের কাব্যের নাম কি?
পদ্মপুরাণ

২১)পদ্মপুরাণ কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?
বরিশাল

২২)চাচা গান কাকে বলা হয়?
শশীভূষণ দাশগুপ্ত প্রায় একশটি চর্যাগান আবিষ্কার করেন,এগুলি চাচাগান নামে পরিচিত।

২৩)বিপ্রদাস পিপিলাই এর কাব্যগ্রন্থের নাম কি?
মনসাবিজয়

২৪)বিপ্রদাস পিপিলাই তার কাব্য সমাপ্ত করেন কবে? 
1495 খ্রিস্টাব্দে        Study With Ishany

২৫)সুকবি বল্লভ বা কবি বল্লভ নামে কে পরিচিত?
নারায়ণ দেব

২৬)গোবিন্দ দাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ?
অভিসার

২৭)অভিসার পর্যায়ের রাজাধিরাজ বলা হয় কাকে?
 গোবিন্দ দাস কে

২৮)গোবিন্দদাস যে সংস্কৃত নাটকটি রচনা করেন তার নাম কি?
সঙ্গীত মাধব

২৯)গোবিন্দ দাসের ব্যক্তিজীবন জানা যায় কোন গ্রন্থ থেকে?
সঙ্গীত মাধব গ্রন্থ থেকে

৩০)গোবিন্দ দাস বৈষ্ণব  দর্শনের শিক্ষা নেন কোন গ্রন্থের দ্বারা?
উজ্জ্বলনীলমণি ও ভক্তিরসামৃতসিন্ধ গ্রন্থের দ্বারা

৩১)কেতকাদাসের কাব্য পূর্ববঙ্গে কি নামে পরিচিত?
ক্ষমানন্দী

৩২)সপ্তদশ শতাব্দীর একজন মনসামঙ্গলের কবির নাম বলুন।
তন্ত্র বিভূতি         Study With Ishany

৩৩)অপভ্রংশ ভাষায় ব্যাপ্তিকাল কত?
খ্রিস্টীয় 600 অব্দ থেকে খ্রিস্টীয় 1000  অব্দ পর্যন্ত।

৩৪)চৈতন্য রেনেসাঁস বলা হয় কোন সময়কে?
ষোড়শ শতাব্দীকে

৩৫)ষোড়শ শতাব্দীর চন্ডীমঙ্গলের একজন কবির নাম বলুন।
মানিক দত্ত

৩৬)চন্ডী মঙ্গলের শ্রেষ্ঠ যুগ কোন সময়কে বলা হয়?
ষোড়শ শতাব্দী

৩৭) দ্বিজকোমল লোচন কোন ধারার কবি ছিলেন?
 দুর্গা মঙ্গলের কবি ছিলেন

৩৮)আদি বা প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন কি?
চর্যাপদ

৩৯)দ্বিজ মাধব রচিত কাব্যের নাম কি?
সারদা চরিত

৪০)চট্টগ্রামে সারদা চরিত কি নামে পরিচিত?
জাগরণ

৪১)মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কি?
শ্রীকৃষ্ণ কীর্তন          Study With Ishany

৪২)মধ্যযুগের শেষ সক্ষম কবির নাম কি?
ভারতচন্দ্র রায়গুণাকর

৪৩)ভারতের সমস্ত অক্ষরের আদি জননী কোন লিপি কে বলে?
ব্রাহ্মী লিপি

৪৪)চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিস্কার  করেন?
প্রবোধচন্দ্র বাগচী

৪৫)চর্যাপদ গবেষণার একজন অবাঙালি পন্ডিতের নাম বলুন।
রাহুল সাংকৃত্যায়ন

৪৬)চর্যাপদ আবিষ্কারের পূর্বে কোন বিষয়গুলিকে প্রাচীন বাংলার দৃষ্টান্ত বলে মনে করা হতো?
গোরক্ষবিজয়, ময়নামতির গান

৪৭)বিদ্যাপতির জন্ম স্থান কোথায়?
দ্বারভাঙ্গার মধুবনী মহাকুমার অন্তর্গত বিসফী গ্রামে

৪৮)বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
মৈথিলী ভাষায়

৪৯)অভিনব জয়দেব কাকে বলা হয়?
বিদ্যাপতি কে

৫০)কেতকাদাসের কাব্য পূর্ববঙ্গে কি নামে পরিচিত?
ক্ষমানন্দী
                Study With Ishany

https://drive.google.com/file/d/1kAnU84W2Y4ayNtRcCj_TMt00Q0a-qJsd/view?usp=drivesdk

Tuesday, November 19, 2019

বাংলা জিকে প্রশ্ন-উত্তর




বাংলা জিকে প্রশ্ন-উত্তর

১)কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?
- ১৯১৩ সালে

২)নগ্নবীজ উদ্ভিদকে কী বলা হয়?
-আদি উদ্ভিদ

৩)জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?
- ল্যাটিন

৪)লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
- গুল্ম জাতীয় উদ্ভিদ

৫)একটি ব্যাকটেরিয়া জনিত রোগের নাম কী?
- বসন্ত

৬)কোন বিজ্ঞানী তাপ ও গতিবিদ্যা সুত্রের প্রণেতা?
— জেমস প্রেসকট জুল

৭)কি কারণে পীতজ্বর হয় ?
- ইবোলা ভাইরাস

৮)হরমোন কি থেকে তৈরি?
- প্রোটিন থেকে

৯)কোন শহরকে ‘গোলাপি শহর’ বলা হয়?
- জয়পুর কে

১০)কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি?
- কার্বোহাইড্রেট

১১)কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?
- স্নেহ

১২)কোথায় সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?
- হাড়ে

১৩)কোন ফলে বেশি লৌহ পাওয়া যায় ?
- কলা

১৪)যাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায় ?
- ইউরেনিয়াম

১৫)ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি?
- ম্যাকমোহন লাইন

১৬)ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
- মালদ্বীপ

১৭)ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
- চীন

১৮)ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
- ১৯৫৬ সালে

১৯)কর্ণাটকের পূর্বের নাম কি ছিল?
- মহীশুর

২০)সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্য পরিণত হয় ?
- ১৯৭৫ সালে

২১)আবান্তি পত্রিকার সম্পাদক কে?
- মুসলিনি

২২)আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত ?
 -আফ্রিকা মহাদেশে

২৩)আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় ?
- ১৯০৫ সালে

২৪)ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয় ?
- ইতালি

২৫) লাইফ ডিভাইন কে লিখেছেন?
- অরবিন্দ ঘোষ

২৬)মহাকাশে গমন কারী প্রথম প্রাণী?
- লাইকা নামে কুকুর

২৭) খাবার সোডার রাসায়নিক নাম কি?
- সোডিয়াম বাই কার্বনেট

২৮)সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোতে ?
- সবুজ

২৯)সবচেয়ে সক্রিয় ধাতু কি?
- পটাসিয়াম

৩০)পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরঙ্গের মান কত?
- শুন্য

৩১)দুধে কোন এসিড থাকে ?
- ল্যাকটিক এসিড

৩২)প্রস্বেদন ঘটে কোথায়?
- পাতায়

৩৩) চায়ের উপক্ষারের  নাম কি?
- ক্যাফইন

৩৪)প্রস্বেদন কত প্রকার?
- ৩ প্রকার

৩৫)মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়?
- ব্যাপন

৩৬)জনন মুকুল কোনটি?
- ফুলকপি

৩৭)পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে কি বলে?
—কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন

৩৮)উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে?
- শ্বেতসার

৩৯)সবথেকে বেশী আয়োডিন কোথায় পাওয়া যায় ?
- সামুদ্রিক শৈবালে

৪০)বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
- ইভোলিউশন

৪১)ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
- লাইপোপ্রোটিন দ্বারা গঠিত

৪২)Biology শব্দের প্রবর্তক কে?
- লেমার্ক

৪৩)Bengal Planto বইটি কে লিখেছিলেন?
- ডেভিড প্লেইন

৪৪)মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?
- এপিকালচার

৪৫)মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি?
- জুনা খাঁ

৪৬)সৈয়দ বংশের পতন ঘটান কে?
- বহলুল লোদী

৪৭) ‘পেরিপ্লাস' গ্রন্থের রচয়িতা কে?
- প্লিনি

৪৮)কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?
- শেরশাহ

৪৯)আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কি?
- আসীরগড় দুর্গ জয়

৫০)কত সালে বাবর মারা যান?
- ১৫৩০ সালে

৫১)শেরশাহের প্রকৃত নাম কি?
- ফরিদ খা

৫২)ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
- কোচিন

৫৩)কাশি বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- বারানসিতে

৫৪)ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
- গুজরাট

৫৫)ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
- শ্রীরামপুর

৫৬)ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি?
- পরেশনাথ

'৫৭)ইনকিলাব জিন্দাবাদ' কার উক্তি ?
- ভগত সিং

৫৮) ‘পূর্ণ স্বরাজ’ কে বলেছিলেন?
- জহরলাল নেহেরু

৫৯) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কার উক্তি?
- বাল গঙ্গাধর তিলক

৬০)ভারতের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয়?
- হোয়াইট পেপার

৬১)পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন কমিশনের সুপারিশে চালু হয়?
- অশোক মেহেতা কমিশন

৬২)রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়?
- নিউইয়র্ক

৬৩)রুদ্র দমন কোন হ্রদ সংস্কার করেন?
- সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ

৬৪)সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
- সিমুক

৬৫)পশ্চিমাঞ্চলের প্রভু নামে কে পরিচিত?
- প্রথম সাতকরনী

৬৬)বিজয় নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ?
- কৃষ্ণদেব রায়

৬৭)'কেশরী' সংবাদপত্র কে শুরু করেছিলেন?
- বাল গঙ্গাধর তিলক

৬৮)মুদ্রারাক্ষস কে লিখেছিলেন?
- বিশাখ দত্ত

৬৯)অর্থশাস্ত্র কে লিখেছিলেন?
- চাণক্য

৭০)রাজতরঙ্গিনী কে লিখেছেন?
- কলহন

৭১)হর্ষচরিত কে লিখেছেন?
- বান ভট্ট

৭২)রামচরিত মানস কে লিখেছেন?
- তুলসী দাস

৭৩) রামচরিত কে লিখেছেন?
- সন্ধাকর নন্দী

৭৫)মিউকর বলা হয় কিসের ছত্রাক কে?
- রুটি

৭৬)ঢেঁকিশাক  আসলে কি ?
- ফার্ন গাছ

৭৭)পত্ররন্ধীয় প্রস্বেদনের হার শতকরা কত ভাগ?
- ৯০-৯৫ শতাংশ

৭৮)ফলের প্রধান অংশ কয়টি?
- ৩ টি

৭৯)প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি?
- ১০ টি

৮০)কেঁচো, জোক কোন পর্বের প্রাণী?
- আর্থোপোডা

৮১)ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
—অন্ধ্রপ্রদেশ 

৮২)তরল কানেকটিভ টিস্যু কত প্রকার?
- ২ প্রকার

৮৩)অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়?
- রক্ত উৎপন্ন হয়

৮৪)মানুষের দুধ দাঁত কতগুলো?
- ২০ টি

৮৫)গুপ্তাব্দ কোন সম্রাট প্রবর্তন করেন?
- প্রথম চন্দ্রগুপ্ত

৮৬) হাইড্রোজেন কোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে?
- নাইট্রোজেন

৮৭)পুলিৎজার পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়?
- আমেরিকা

৮৮) ‘সাইমন গো ব্যাক’ কে বলেছিলেন?
- লালা লাজপত রায়

৮৯)প্রাসাদ নগরী বলা হয়
— কলকাতাকে

৯০) উত্তরের ভেনিস বলা হয়
— স্টকহোমকে

৯১) সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্ক হল
—0°C এবং 100°C

৯২)ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্ক হল
—32°F এবং 212°F

৯৩) সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন কে?
—সুইডিশ বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস

৯৪) ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন কে?
—ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল

৯৫) মূত্রে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলে কি বলে?
—গ্লাইকোসুরিয়া

৯৬) পরাগযোগ ও নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়?
—পার্থেনোকাৰ্পি

৯৭) প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরণ হল
—মরীচিকা

৯৮) সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়?
—অসদ

৯৯) বইয়ের ছোট অক্ষর এবং ঘড়ির সূক্ষ্ম যন্ত্রপাতি দেখার জন্য কোন কাচ ব্যবহৃত হয়?
—বিবর্ধক কাচ

১০০) কোন বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন?
—স্যাডউইক

https://drive.google.com/file/d/1jrlEzbPivtfIv6c62X2sJ166OOKnWcL4/view?usp=drivesdk


বাংলা ব্যাকরণ। পদ পরিবর্তন তালিকা::


পদ পরিবর্তন  তালিকা::

 অনুগ্রহ⇨ অনুগৃহীত

 অধ্যাত্ম⇨ আধ্যাত্মিক

 অনুভব⇨ অনুভূত

 অন্তর⇨ আন্তরিক

 অবসাদ⇨ অবসন্ন

 অভিষেক⇨ অভিষিক্ত

 অবসর⇨ অবসৃত
                                    Study With Ishany
 অক্ষর⇨ আক্ষরিক

 আদর⇨ আদুরে

 আদেশ⇨ আদিষ্ট

 আঘাত⇨ আহত

 আহার⇨ আহার্য

 আলস্য⇨ অলস

 ইচ্ছা⇨ ইষ্ট/ঐচ্ছিক

 ইহ⇨ ঐহিক

 ইতিহাস⇨ ঐতিহাসিক

 ঈশ্বর⇨ ঐশ্বরিক

 ইন্দ্রজাল⇨ ঐন্দ্রজালিক

 ইতরামি⇨ ইতর

 ক্ষয়⇨ ক্ষীন
                                   Study With Ishany
 গ্রহণ⇨ গৃহীত

 গ্রাম⇨ গ্রাম্য/গ্রামীন

 গিরি⇨ গৈরিক

 গাছ⇨ গেছো

 গাম্ভীর্য⇨ গম্ভীর

 গুণ⇨ গুণী

 ঘাত⇨ ঘাতক

 ঘর⇨ ঘরোয়া

 ঘোষণা⇨ ঘোষিত

 ঘুম⇨ ঘুমন্ত

 চিত্র⇨ চিত্রিত

 চুরি⇨ চৌর্য

 চাতুর্য⇨ চতুর

 দৈর্ঘ্য⇨ দীর্ঘ

 দারিদ্র্য⇨ দরিদ্র             Study With Ishany

 দর্প⇨ দৃপ্ত

 দম্পতি⇨ দাম্পত্য

 দায়/দায়িত্ব⇨ দায়ী

 দাগ⇨ দাগী

 দয়া⇨ দয়ালু

 দ্বন্দ্ব⇨ দ্বান্দ্বিক

 দক্ষিন⇨ দক্ষিনা

 দোষ⇨ দুষ্ট

 দূষণ⇨ দূষিত

 ধর্ম⇨ ধার্মিক

 ধারণ⇨ ধৃত

 ধার⇨ ধারালো

 ধাতু⇨ ধাতব

 ধৈর্য্⇨ ধীর

 নির্মাণ⇨ নির্মিত

 ন্যাকামি⇨ ন্যাকা           Study With Ishany

 নিসর্গ⇨ নৈসর্গিক

 নির্ধারণ⇨ নির্ধারিত

 নীল⇨ নীলাভ

 নাটক⇨ নাটকীয়

 নির্মলতা⇨ নির্মল

 পরিধান⇨ পরিহিত

 পরীক্ষা⇨ পরীক্ষিত

 পশ্চাৎ⇨ পাশ্চাত্য

 পশ্চিম⇨ পশ্চিমি

 পান⇨ পানীয়

 পাঠ⇨ পাঠ্য

 পিতা⇨ পৈতৃক

 পৃথিবী⇨ পার্থিব

 প্রকাশ⇨ প্রকাশিত

 বন⇨ বন্য

 বিস্তার⇨ বিস্তৃত

 বিপ্লব⇨ বৈপ্লবিক            Study With Ishany

 বহন⇨ বাহক

 বিরোধ⇨ বিরোধী

 বিজ্ঞান⇨ বৈজ্ঞানিক

 বিক্রয়⇨ বিক্রিত

 বৈপরীত্য⇨ বিপরীত

 বিশেষণ⇨ বিশেষিত

 ভ্রম⇨ ভ্রান্ত

 রেখা⇨ রৈখিক

 রস⇨ রসিক

 রং⇨ রঙিন

 রোধ⇨ রুদ্ধ

 রঞ্জন⇨ রঞ্জিত

 রাজা⇨ রাজকীয়         Study With Ishany

 লাভ⇨ লব্ধ

 লোভ⇨ লুব্ধ

 লোক⇨ লৌকিক

 লোপ⇨ লুপ্ত

 লেহন⇨ লেহ্য

  শাসন⇨ শাসিত

 শিক্ষা⇨ শিক্ষিত

 শিব⇨ শৈব

 শ্রদ্ধা⇨ শ্রদ্ধেয়

 শম⇨ শান্ত

 শুন্যতা⇨ শুন্য

 শ্যামলিলা⇨ শ্যামল

 শ্রবণ⇨ শ্রুত

 শোভা⇨ শোভন

 সন্দেহ⇨ সন্দিগ্ধ          Study With Ishany

 সন্ধ্যা⇨ সান্ধ্য

 সংগ্রহ⇨ সংগৃহিত

 সংঘাত⇨ সংহত

 কায়⇨ কায়িক

 কন্টক⇨ কন্টকিত

 চীন⇨ চৈনিক

 অনুমান⇨ আনুমানিক

 চন্দ্র⇨ চান্দ্র

 ভঙ্গ⇨ ভঙ্গুর

 শয়ন⇨ শায়িত

 হেম⇨ হৈম

 সিঞ্চন⇨ সিঞ্চিত

 ঝংকার⇨ ঝংকৃত

 পল্লব⇨ পল্লবিত          Study With Ishany

 পুষ্প⇨ পুষ্পিত

 হাট⇨ হেটো

 কোণ⇨ কৌণিক

 পেট⇨ পেটুক

 বেনারস⇨ বেনারসী

 যশোর⇨ যশুরে

 দৈন্য⇨ দীন

 মালিন্য⇨ মলিন

 প্রবীনতা⇨ প্রবীন

 তেঁতুল⇨ তেঁতুলে

 সততা⇨ সৎ

 সৃষ্টি⇨ সৃষ্ট
                        Study With Ishany


  https://drive.google.com/file/d/1jqDc4Ned-T6GijrrOoPJvq4PSokA8jg5/view?usp=drivesdk












Monday, November 18, 2019

শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব



১) উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কোনটি?

 ক) আত্ম কামনা ত্যাগ করা√
খ)সংস্কার মুক্তি করা
গ)জাতিকে ভালোবাসার পদ্ধতি উদ্ভাবন করা
ঘ)সমাজের উপযোগী ব্যক্তিত্ব গঠন করা

২) কৌটিল্য চাণক্য কিভাবে শিক্ষার উদ্দেশ্য কে বিশ্লেষণ করেছেন?

ক)আত্মোপলব্ধি
খ)সংস্কার মুক্ত হওয়া
গ)পরিবেশ লব্ধ জ্ঞান অন্বেষণ
ঘ)দেশ ও জাতিকে ভালোবাসা√

৩) পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হল

ক)পঠন পাঠনের নতুন পদ্ধতির প্রয়োগ
খ)ছাত্রদের অগ্রগতি পরিমাপ করা√
গ)উপরের সবগুলো
ঘ)কোনোটিই নয়

৪) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ কাজ?

ক)পরীক্ষায় পাস করতে ছাত্রদেরকে সাহায্য করা
খ)জীবনে সর্বাধিক সাফল্য লাভের জন্য ছাত্রদেরকে সাহায্য করা এবং গাইড করা√
গ)ছাত্রদের ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক প্রয়োজনীয়তাকে সাহায্য করা
ঘ)ছাত্রদের বন্ধু হিসেবে সাহায্য করা

৫) শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য হলো

ক)যোগাযোগ স্থাপন এবং মানবিক উন্নয়ন এর কলাকৌশল গুলি অধিক পরিমাণে জানা
খ)ছাত্রদের আচরণ বোঝা
গ)নতুন জ্ঞানের শাখার সঙ্গে সাবলীল হওয়া√
ঘ)ছাত্রদের সামাজিক মর্যাদা এবং তার শেখার ক্ষমতা সাথে সম্পর্ক স্থাপন করা

৬) কোন মনোবিজ্ঞানী প্রথম বুদ্ধাঙ্ক যথার্থ ভাবে প্রয়োগ করেন?

ক)ওয়ার্ডস ওয়ার্থ
খ)স্পিয়ারম্যান
গ)ম্যাকডুগাল
ঘ)টারম্যান√

৭)রাগ ,হিংসা ,আনন্দ, ভয় প্রভৃতি শব্দের দ্বারা মনের যে বিশেষ দিক ও অবস্থা কে বোঝানো হয় তাকে বলে-

ক)প্রক্ষোভ√
খ)প্ররোচনা
গ)প্রেরণা
ঘ)উদ্যমহীনতা

৮) ক্লাসে গন্ডগোল হলে শিক্ষকের কি করা উচিত?

ক)ছাত্রদের বেত্রাঘাত করা
খ)মেজাজ না হারিয়ে গন্ডগোলের মূল কারণ খুঁজে তা সমাধানের চেষ্টা করা√
গ)মূল গন্ডগোল কারীদের ক্লাস থেকে বের করে দেওয়া
ঘ)চিৎকার করে বৌকে গন্ডগোল থামানো

৯) কোন ছাত্রের করা প্রশ্নের উত্তর জানা না থাকলে শিক্ষকের কি করা উচিত?

ক)ছাএ কে এই ধরনের প্রশ্ন করতে না বলা
খ)পরে সঠিক উত্তর বলে দেওয়া√
গ)অস্পষ্ট উত্তর দিয়ে ছাত্রকে সন্তুষ্ট করা
ঘ)লাইব্রেরীতে গিয়ে ছাত্রটিকে উত্তর দেখে নিতে বলা

১০) সত্য প্রতিষ্ঠা করতে কোনটি গ্রহণীয়?

ক)বহুদিন ধরে ব্যবহৃত তথ্যাদি
খ)বহু জনের মতামত
গ)লক্ষনীয় দৃষ্টান্ত স্থাপন√
ঘ)পুরাকালে সাহিত্যের উল্লেখ

১১) দক্ষ শিক্ষকের কি গুন দরকার?

ক)ছাত্রদের পরীক্ষার পাশে সাহায্য করা
খ)বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ সৃষ্টি করা√
গ)শ্রেণিকক্ষ শান্ত রাখা
ঘ)ছাত্রদের কাজে ব্যস্ত রাখা

১২) একজন গবেষণা করেন কেন?

ক)অনুসন্ধানের জন্য
খ)নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য√
গ)ঘটনা হিসেবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য
ঘ)কোনোটিই নয়

১৩) ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত?

ক)ভালোভাবে না পরার জন্য বকাবকি করবে
খ)উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা√
গ)কোন ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা
ঘ)ভুল উত্তর কে অবহেলা করে পরে উত্তরে চলে যাওয়া

১৪) একজন শিক্ষক শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন-

ক)ব্যক্তিগত গুণাবলী দ্বারা√
খ)শিক্ষার্থীদের শাস্তি না দেওয়ার মাধ্যমে
গ)বিস্তর জ্ঞানভান্ডার দ্বারা
ঘ)কোনোটিই নয়

১৫) শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত?

ক)ঠিক সময় বিদ্যালয় যাওয়া আসা
খ)সামাজিক মূল্যবোধ জাগিয়ে ছাত্র দের সঠিক চিন্তা ও কাজের উৎসাহ কে গাইড করা আর ছাত্রদের মৌলিক গুণের বিকাশ ঘটানো√
গ)ছাত্রদের ক্লাসে জানার আগ্রহ বাড়ানোর চেষ্টা করা
ঘ)ছাত্রদের গুণাবলীর বিকাশ ঘটানো ও বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বাড়ানো

১৬) সহাবস্থান এর অর্থ হল-

ক)ভিন্ন ভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সহযোগিতা√
খ)ভিন্ন ভিন্ন কৃষ্টির মধ্যে সাযুজ্য সম্পাদন
গ)দুটি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শ গ্রহণ
ঘ)সমাজবদ্ধ জীবনে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার সযত্ন প্রয়াস

১৭) যদি আপনি ছাত্র-ছাত্রীদের যা শেখাচ্ছেন তা তারা বুঝতে ব্যর্থ হয় তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি?

ক)তাদের সমস্যাগুলো চিহ্নিত করে পুনরায় পাঠদান
খ)শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা
গ)শিখনে ছাত্র-ছাত্রীদের প্রেরণা দান করা√
ঘ)ছাত্র-শিক্ষক সম্পর্ক স্থাপন করা

১৮) শ্রেণিকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতি গ্রহণীয়?

ক)এরূপ আচরণে বিরত থাকার জন্য পুরস্কার প্রদান
খ)ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে শ্রেণিকক্ষ আচরণবিধি প্রস্তুত করা√
গ)বিশৃংখল আচরণের ক্ষেত্রে পুরস্কার দান বন্ধ করা
ঘ)উপরের সবকটি

১৯) শিক্ষকদের পোশাক ও আচার ব্যবহার কেমন হওয়া উচিত ?

ক)অনুকরণযোগ্য ব্যক্তিত্ব√
খ)রাজনৈতিক নেতার মত
গ)বন্ধুর মত
ঘ)সহজ সরল

২০) একজন দক্ষ শিক্ষকের কি ধরনের দক্ষতা থাকা দরকার?

ক)পড়ানো ও শাসন করার দক্ষতা
খ)শিক্ষিত এবং জ্ঞানী হতে হবে
গ)পড়ানো ও গাইড করা এবং সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা√
ঘ)বিষয়ের উপর ব্যুৎপত্তি থাকা জরুরি







Sunday, November 17, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস

১)বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে  ?
রবীন্দ্রনাথ ঠাকুর
                     
২)সমরেশ বসুর প্রথম লিখিত উপন্যাসের নাম কি?
নয়নপুরের মাটি

৩)সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তরঙ্গ

৪)জগদ্দল উপন্যাসের রচয়িতা কে?
সমরেশ বসু  (1966 খ্রিস্টাব্দে)

৫)গোগল চরিত্রের সৃষ্টিকর্তা কে?
সমরেশ বসু

৬)সমরেশ বসু যান্ত্রিক জীবনের যন্ত্রণা নিয়ে কোন উপন্যাস লিখেছেন?
ওদের বলতে দাও ,ছায়া ঢাকা মন, পথিক

৭)'তুঙ্গভদ্রার তীরে 'কোন সাহিত্যিকের রচনা?
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

৮)বাংলা সাহিত্যে আধুনিকতার জনক কে?
মাইকেল মধুসূদন দত্ত

৯)মধ্যযুগের প্রথম কবি কে?
বড়ু চন্ডীদাস

১০)রাজ শেখর বসুর অভিধান সংকলিত গ্রন্থের নাম কি?
চলন্তিকা( রচনাকাল 1937 খ্রিস্টাব্দ)

১১)ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা কে?
সত্যজিৎ রায়

১২)টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা কে?
নারায়ন গঙ্গোপাধ্যায়

১৩)'ভুবন সোম 'উপন্যাসটির লেখক কে?
বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৪)রাজ শেখর বসুর প্রথম ছোট গল্পের নাম কি?
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড।   (পরশুরাম ছদ্মনাম 1922 সালে তিনি এটি রচনা করেন।এই ছোটগল্পটি ভারত বর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

১৫)বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম কি?
সাড়া (এটি প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

১৬)'ঘুম নেই 'কাব্য গ্রন্থটি কে লিখেছেন?
সুকান্ত ভট্টাচার্য

১৭)'শেষ প্রশ্ন 'কার রচিত উপন্যাস?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৮)অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোন কাব্য গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান?
উত্তরায়ন

১৯)কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ' বিশ্বকবি 'সম্মানে ভূষিত করেন?
ব্রহ্মবান্ধব উপাধ্যায়

২০)'চন্দ্রহাস 'কার ছদ্মনাম?
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

২১)বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
পশ্চাৎপট (এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন)

২২)বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা  প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
মালঞ্চ পত্রিকা

২৩)বিভূতিভূষণের তৃণাঙ্কুর কি জাতীয় রচনা?
দিনলিপি জাতীয় রচনা (রচনাকাল 1943 খ্রিস্টাব্দ)

২৪)কারা ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি দেয়?
সংস্কৃত কলেজ


২৫)প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাসের নাম কি?
 পাঁক (রচনাকাল 1926 খ্রিস্টাব্দ)

২৬)ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি?
প্রেমেন্দ্র মিত্র

২৭)পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী অংশের নাম কি?
অপরাজিতা

২৮)পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ কোথায় বসে লেখেন?
বিহারের ভাগলপুর

২৯)পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বিচিত্রা

৩০)বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে গীতার অনুশীলন তত্ত্বের কথা রয়েছে?
আনন্দমঠ উপন্যাসে

৩১)'মাকু 'উপন্যাসের রচয়িতা কে?
লীলা মজুমদার ( 1969 খ্রিস্টাব্দে)

৩২)রবীন্দ্রনাথের 'অভিলাষ 'কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
তত্ত্ববোধিনী পত্রিকা

৩৩)'বর্তিকা 'নামক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
মহাশ্বেতা দেবী

৩৪)মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত রচনা নাম কি?
রবীন্দ্রনাথের ছেলেবেলা (এটি 1939 খ্রিস্টাব্দে রং মশাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

৩৫)তারাশঙ্করের কোন  গ্রন্থে মৃত্যুচেতনা প্রকাশিত হয়েছে?
আরোগ্য নিকেতন (রচনাকাল 1953 খ্রিস্টাব্দ)

৩৬)'নারীর মূল্য 'গ্রন্থের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (তিনি গ্রন্থটি অনিলা দেবী ছদ্মনামে রচনা করেছেন)

৩৭)'চিত্রগুপ্তের ফাইল 'কার গল্পগ্রন্থ?
সতীনাথ ভাদুড়ী

৩৮)বিভূতিভূষণ এর প্রথম প্রকাশিত গল্পের নাম কি?
উপেক্ষিতা

৩৯)বিভূতিভূষণের রচিত একটি শিশু সাহিত্যের নাম বল।
চাঁদের পাহাড়।  (রচনাকাল 1937 খ্রিস্টাব্দ)

৪০)মানিক বন্দ্যোপাধ্যায় একটি ভৌতিক গল্পের নাম বলুন।
নমুনা

৪১)মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক গ্রন্থের নাম বলুন।
ছোট বকুলপুরের যাত্রী

৪২)বাংলার মোপাসাঁ কাকে বলা হয়?
প্রভাত কুমার মুখোপাধ্যায়

৪৩)তারাশঙ্কর তার 'রসকলি 'গ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪)তারাশঙ্করের একটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম বলুন।
আমার সাহিত্য জীবন

৪৫)তারাশঙ্করের একটি কাব্যগ্রন্থের নাম বলুন।
ত্রিপত্র

৪৬)তারাশঙ্করের প্রথম উপন্যাসের নাম কি?
চৈতালি ঘূর্ণি


৪৭)বিভূতিভূষণের ধর্মতলার খেতাল চন্দ্র মেমোরিয়াল স্কুল এর অভিজ্ঞতা পাওয়া যায় কোন  উপন্যাসে?
অনুবর্তন

৪৮)বিভূতিভূষণের কোন উপন্যাসে মহাযুদ্ধ ,দুর্ভিক্ষের কথা জানা যায়?
অশনি সংকেত (রচনাকাল 1959 খ্রিস্টাব্দ)

৪৯)কল্লোলের কুলবর্ধন কাকে বলা হয়?
মানিক বন্দ্যোপাধ্যায় (অচিন্ত্যকুমার তাকে এই উপাধি দিয়েছিলেন)

৫০)মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসীমামী 'গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বিচিত্রা পত্রিকা (1929 খ্রিস্টাব্দে)

৫১)মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি নাটকের নাম বলুন।
ভিটেমাটি (রচনাকাল 1946 খ্রিস্টাব্দ)

৫২)মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি?
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

৫৩)লাঙ্গল পত্রিকার সম্পাদক কে?
নজরুল ইসলাম।এছাড়াও তিনি ধুমকেতু ,গণবাণী পত্রিকার সম্পাদনা করেছেন।

৫৪)রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন গ্রন্থ রচনা করেন?
বঙ্গলক্ষীর ব্রত কথা

৫৫)তারাশঙ্করের সাহিত্য রচনার সূত্রপাত কোন বিষয় দিয়ে?
তর্পণ নাটক দিয়ে (এটি একটি মারাঠি নাটক যা, 1921 সালে রচিত)

৫৬)তারাশঙ্করের কোন উপন্যাস যীশুখ্রীষ্ট প্রচারিত কল্যাণের আদর্শ নিয়ে রচিত?
সপ্তপদী (রচনাকাল 1957 খ্রিস্টাব্দ)

৫৭)পাগলা দাশু চরিত্র সৃষ্টি কর্তা কে?
সুকুমার রায়

৫৮)' কাকাবাবু ' চরিত্রের সৃষ্টিকর্তা কে?
সুনীল গঙ্গোপাধ্যায়

৫৯)সত্যেন্দ্রনাথ কে' ছন্দের রাজা 'কে বলতেন?
রবীন্দ্রনাথ ঠাকুর

৬০)'জাগরি 'বইটির লেখক কে?
উঃ সতীনাথ ভাদুড়ি

৬১)'প্রথম আলো 'বইটির লেখক কে?
উঃসুনীল গঙ্গোপাধ্যায় 

৬২)'পথের পাঁচালি 'বইটির লেখক কে?
উঃবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৬৩)'মেঘদূত 'বইটির লেখক কে?
উঃকালিদাস

৬৪)'দেবদাস 'বইটির লেখক কে?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

৬৫)'পবিত্র পাপী 'বইটির লেখক কে?
উঃনানক সিং

৬৬)'নারী 'বইটির লেখক কে?
উঃহুমায়ুন আজাদ

৬৭)'গোদান 'বইটির লেখক কে?
উঃ মুন্সি প্রেমচন্দ

৬৮)'লজ্জা ' বইটির লেখক কে?
উঃ তসলিমা নাসরিণ

৬৯)'আওয়ার ফ্লিমস দেওয়ার ফ্লিমস ' বইটি লেখক কে?
উঃ সত্যজিৎ রায়

৭০)'দ্বিখন্ডিত 'বইটির লেখক কে?
উঃ তসলিমা নাসরিণ

৭১)বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উঃ চন্দ্রাবতী

৭২)বাংলা আধুনিক কবিতার প্রর্বতক কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

৭৩)বাংলা সনেটের রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

৭৪)যুগসন্ধিক্ষণের কবি কে?
উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

৭৫)কথোপকথন এর গ্রন্থকার কে?
উঃ উইলিয়াম কেরি

৭৬)হুতোম প্যাঁচার নকসা-এর রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ

৭৭)বাংলা সাহিত্যের জনক কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

৭৮)বাংলা গদ্যের জনক কে?
উঃ ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর

৭৯)রবীন্দ্রনাথ ঠাকুর নজরূলকে কোন নাটক উৎসর্গ করেছিল?
উঃ বসন্ত

৮০)শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক
বাজেয়াপ্ত হয়েছিল?
উঃ পথের দাবী

৮১)ধনধন্যে পুষ্প ভরা, আমাদের এই বসুনধরা এটা কার রচনা?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়

৮২)'পথের প্যাঁচালি 'কার রচনা?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৮৩)নজরূলের প্রথম উপন্যাস ও কবিতার নাম কি?
উঃ মৃত্যুক্ষুধা(উপন্যাস) মুক্তি (কবিতা)

৮৪)নজরূলের 'সঞ্চিতা 'কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর কে

৮৫)'নক্সী কাঁথার মাঠ 'কাব্যেটি কার রচয়িতা?
উঃ জসিম উদ্দিন

৮৬)বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি?
উঃপথের পাঁচালি

৮৭)পথের পাঁচালি কত সালে প্রকাশিত হয়?
উঃ 1929 সালে

৮৮)জীবনানন্দ দাসের প্রথম কাব্যের নাম কি?
উঃ ঝরা পালক

৮৯)ঝরা পালক কত সালে প্রকাশিত হয়?
উঃ 1928 সালে

৯০)'পদ্মা নদীর মাঝি 'উপন্যাসটি কার রচনা?
উঃ মানিক বন্ধ্যোপাধ্যায়

৯১)পদ্মা নদীর মাঝি উপন্যাস টি কবে প্রকাশিত হয়?
উঃ1936 সাল

৯২)বেগম সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি?
উঃ কেয়ার

৯৩)মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ও প্রধান মহিলা কবি কে?
উঃ চন্দ্রাবতী

৯৪)আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উঃ স্বর্ণকুমারী দেবী

৯৫)বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে?
উঃ স্বর্ণকুমারী দেবী

৯৬)বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকে?
উঃ মীর মশাররফ হোসেন

৯৭)আধুনিক বাংলার গীতিকাব্যে প্রথম ও প্রধান কবি কে?
উঃ বিহারীলাল চক্রবর্তী 

৯৮)মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উঃ ভরতচন্দ্র

৯৯)বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
উঃ ভরতচন্দ্র

১০০)বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি কে?
উঃ ঈশ্বচন্দ্র গুপ্ত

১০১)বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উঃ ডঃ দিনেশচন্দ্র সেন

১০২)বাংলা সাহিত্যের প্রথম/আদি কবি কে?
উঃ লুইপা

১০৩)বাংলায় পদাবলির প্রথম কবি কে?
উঃ চন্ডীদাস

১০৪)বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

১০৫)কাব্য রচনাকারী প্রথম মুসলিম কে?
উঃ মোজাম্মেল হক

১০৬)বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

১০৭)বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উঃমাইকেল মধুসূধন দত্ত

১০৮)বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী কে?
উঃ কাজী নজরূল ইসলাম

১০৯)বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
উঃ প্রমথ চৌধুরী 

১১০)বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এর নাম কি এবং এটা কার রচয়িতা?
উঃ আলালের ঘরে দুলাল এবং এর রচয়িতা প্যারীচাঁদ (1858)

১১১)বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য কি?
উঃঅগ্নিবীণা (1922)

১১২)বাংলা ছাপার অক্ষরে প্রথম মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই এর নাম কি?
উঃ কথোপকথন (1801)

১১৩)প্রথম বাংলা সবাক চিত্র এর নাম কি?
উঃ জামাই ষষ্ঠী (1931)

১১৪)ছাপা অক্ষরে প্রথম বইটির নাম কি?
উঃ কৃপা শাস্ত্রের অর্থভেদ

১১৫)সর্বপ্রথম বাংলা প্রকাশিত সংবাদ পত্রিকা দিকদর্শন কত সালে প্রকাশিত হয়?
উঃ 1818 সালে

১১৬)প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?
উঃ চন্দ্রাবতী

১১৭)মধুমালতী কাব্যের অনুবাদক কে?
উঃ মহম্মদ কবির

১১৮)মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে?
উঃ হিন্দি

১১৯)অরণ্যক উপন্যাসের রচয়িতা কে?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


https://drive.google.com/file/d/1iv2EdtewwP7Jo2RWkZVUUaqvOURqp_yA/view?usp=drivesdk








Saturday, November 16, 2019

শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব



শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব

কেন্দ্রীয় টেট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর

                             
১) একজন সৃজনশীল শিক্ষার্থী বলা যায় তাকে যে:

ক) চিত্রাঙ্কনে অত্যন্ত প্রতিভাবান
খ) খুবই বুদ্ধিমান
গ) পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করতে সক্ষম
ঘ)বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে এবং সমস্যা সমাধান করতে দক্ষ√


২) শিক্ষার্থীরা একে অন্যের থেকে পৃথক:

ক) বৃদ্ধি ও বিকাশের  নীতির দিক থেকে
খ) বিকাশের হারের দিক থেকে√
গ) বিকাশের ক্রমের দিক থেকে
ঘ) বিকাশের সাধারন ক্ষমতার দিক থেকে

৩) ধারণার বিকাশ প্রাথমিকভাবে কিসের অংশ?

ক) আবেগের বিকাশ
খ) বৌদ্ধিক বিকাশ√
গ) শারীরিক বিকাশ
ঘ) সামাজিক বিকাশ

৪) গভীরতম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে:

ক) ব্যক্তির সমগ্র জীবনব্যাপী
খ) বয়ঃসন্ধির সময়√
গ) শৈশবে
ঘ) প্রাপ্তবয়স্ক অবস্থায়


৫) শিক্ষার্থীরা যা শিখেছি তা মনে আনা বা স্মরণ করতে তাদের সাহায্য করা গুরুত্বপূর্ণ কারণ:

ক) শ্রেণিকক্ষে কোন নির্দেশ দানের ক্ষেত্রে এটি সুবিধাজনক প্রারম্ভ
খ) আগে থেকে জানা কোন বিষয়ে নতুন তথ্য সংযোগ শিক্ষাকে ত্বরান্বিত করে√
গ) পুরনো পড়ায় ঝালিয়ে নেওয়ার এটি কার্যকরী পদ্ধতি
ঘ) এটি শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়িয়ে শিক্ষাকে দৃরতা দেয়


৬) সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন:

ক) সরাসরি শিক্ষাদান ও সরাসরি প্রশ্ন করা
খ) বিষয়ানুগ প্রশ্ন
গ) সীমা মুক্ত প্রশ্ন√
ঘ) অত্যন্ত শৃংখলাবদ্ধ শ্রেণিকক্ষ

৭) ছাত্রদের শিক্ষার ফাক গুলি নির্ধারণের পরের কর্তব্য:

ক) উপযুক্ত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহন√
খ) ক্রমাগত নিবিড় অনুশীলন
গ) সমস্ত পাঠ গুলির সুসংবদ্ধ পুনঃ পাঠ
ঘ) ফাক নির্ধারণের পাওয়া তথ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানানো


৮) শিক্ষার একটি বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়?

ক) শিক্ষা একটি পদ্ধতি যা আচরণের মধ্যস্থতা করে
খ)শিক্ষা অর্জন করা যায় নির্দিষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে
গ) আচরণের চর্চাই শিক্ষা√
ঘ) না শেখাও শিক্ষার একটি অংশ


৯) শিক্ষার্থীদের নিজস্ব  বিধি বা self-regulation হলো:

ক) নিজেদের শিক্ষাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা√
খ) ছাত্রদের আচরণের বিধি প্রণয়ন
গ) ছাত্র সংগঠন কর্তৃক প্রস্তুত করার নিয়ম ও বিধি
ঘ) নিজের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ


১০) নিচের কোনটি 'বোঝানোর জন্য শিক্ষাদান 'কে নির্দেশ করেনা:

ক) ছাত্রদের নিজের ভাষায় কোনো ঘটনা বা ধারণাকে ব্যাখ্যা করতে বলা
খ) কোন নীতি কিভাবে কাজ করে তা বোঝাতে উদাহরণের ব্যবহার করতে ছাত্রদের শেখানো
গ) নিল মিল দেখে সদৃশ্যতা নিরূপণ করতে ছাত্রদের শেখানো
ঘ) বিচ্ছিন্ন ঘটনায় পদ্ধতি স্মরণে রাখতে ছাত্রদের সমর্থ করা√


১১) শিক্ষা সম্বন্ধে নিচের কোনটি সঠিক?

ক) শিশুদের ভুল থেকে বোঝা যায় যে কোন শিক্ষা লাভই হয়নি
খ) ইতিবাচক আবেগ ও শিক্ষার্থী সন্তুষ্টি যে পরিবেশে আছে সেখানেই শিক্ষা কার্যকরী হতে পারে√
গ) শিক্ষার কোন ধাপেই আবেগজনিত বিষয় শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করে না
ঘ) শিক্ষা মৌলিকভাবে একটি মানসিক কাজ


১২) মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট নির্দিষ্ট কিছু নীতির উপর নির্ভরশীল । নিচের কোনটি মানব উন্নয়নের নীতি নয়

ক) ধারাবাহিকতা
খ) ক্রমান্বয়তা
গ) সাধারন থেকে সুনির্দিষ্ট
ঘ) বিপরীত সম্ভাব্যতা√

১৩) অক্ষম বা পিছিয়ে পড়া ছাত্র দের জন্য কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সুসংগত শিক্ষা প্রকল্পের লক্ষ্য কোন ধরনের অক্ষম ছাত্রদের শিক্ষার সুযোগ দেওয়া:

ক) সাধারণ স্কুলের ছাত্র√
খ) বিশেষ বা স্পেশাল স্কুলের ছাত্র
গ) মুক্ত বা ওপেন স্কুলের ছাত্র
ঘ) ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশন স্কুলের ছাত্র


১৪) নিচের কোনটি কমবয়সী শিক্ষার্থীদের পড়ার বা রিডিং সমস্যাকে চিহ্নিত করে না:

ক) বর্ণ  ও শব্দ চেনার সমস্যা
খ) পড়া দ্রুততা ও সাবলীলতার সমস্যা
গ) শব্দ ও ধারণা বুঝতে পারার সমস্যা
ঘ) বানানের ধারাবাহিকতা রক্ষায় সমস্যা√


১৫) একজন শিক্ষক তার ক্লাসের বিশেষভাবে প্রতিভাবান শিশুদের তাদের যোগ্যতা অর্জন করাতে চান । লক্ষ্য পূরণে তিনি নিচের কোনটি করবেন না

ক) পড়াশোনার বাইরের কাজ গুলি তাদের উপভোগ করতে শেখাবেন
খ) চাপ সামলাতে শিশুদের শেখাবেন
গ) বিশেষ নজর দেওয়ার জন্য সহপাঠীদের থেকে তাদের আলাদা করবেন
ঘ) তাদের দক্ষতা বাড়াতে তাদের চ্যালেঞ্জ করবেন√



১৬) নিচের কোনটি গঠনমূলক মূল্যায়ন বা  ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর উপকরণ নয়:

ক) অ্যাসাইনমেন্ট
খ) মৌখিক প্রশ্ন
গ)  টার্ম টেস্ট√
ঘ) কুইজ ও খেলা


১৭) শিক্ষার্থীদের কখনোই উৎসাহিত করা যাবে না:

ক) ক্লাসের বাইরে ও ভেতরে যত বেশি সম্ভব প্রশ্ন করতে
খ)দলবদ্ধ কাজে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে মত বিনিময় করতে
গ) সহপাঠক্রমিক কাজে যত বেশি সম্ভব অংশগ্রহণ করতে
ঘ) শিক্ষক যেসব প্রশ্ন করতে পারেন তার সব উত্তর মনে রাখতে√


১৮) ইরফান খেলনা ভেঙে ফেলে ও বিচ্ছিন্ন করে উপকরণগুলি কে বুঝতে চায় ।এক্ষেত্রে আপনার কর্তব্য:

ক) ইরফান কে কখনোই খেলনা নিয়ে খেলতে দেবেন না
খ) সব সময় তার উপর নজর রাখবেন
গ) তার অনুসন্ধিতসা কে উৎসাহ দেবেন এবং তার উৎসাহকে ঠিক পথে পরিচালিত করবেন√
ঘ) খেলনা ভাঙ্গা যে উচিত নয় তা ইরফানকে বোঝানো

১৯) পুরুষরা সাধারণভাবে মহিলাদের চেয়ে বেশি বুদ্ধিমান -এই বক্তব্যটি:

ক) সঠিক
খ) সঠিক হতেও পারে
গ) লিঙ্গবৈষম্যকে সূচিত করে
ঘ) বুদ্ধির বিভিন্ন ক্ষেত্রে সঠিক√


২০) একটি শিশুর সঠিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হলো তার শারীরিক স্বাস্থ্যের বিকাশ -এই বাক্যটি

ক)ঠিক নয়, কারণ শারীরিক বিকাশ অন্যান্য ক্ষেত্রের বিকাশ কে প্রভাবিত করে না
খ)ভুল হতে পারে, কারণ বিকাশ ব্যক্তিবিশেষের ভিন্নতর হয়
গ) সঠিক ,কারণ বিকাশের ক্রমপর্যায় শারীরিক বিকাশ সবার আগে স্থান পায়
ঘ)সঠিক, কারণ শারীরিক বিকাশ অন্যান্য ক্ষেত্রের বিকাশের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত√

https://drive.google.com/file/d/1iLYAti12IZsbOPIv7HhZcIvVPbBSWuE3/view?usp=drivesdk






Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...