Saturday, February 27, 2021

Bengali Current Affairs 27th February, 2021


Bengali Current Affairs 27th February, 2021

1.Unacademy-র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ আমীর খান

ⓑ শচীন তেন্ডুলকর✓

ⓒ সৌরভ গাঙ্গুলি

ⓓ বিরাট কোহলি

◍ হেডকোয়ার্টার- বেঙ্গালুরু

◍ প্রতিষ্ঠা সাল- ২০১৫

◍ বর্তমান CEO- গৌরব মুঞ্জল

2. কোন রাজ্য Flowers Processing Centre স্থাপন করবে ?

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ কর্ণাটক✓ 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ মেঘালয় 

◍ যারা ফুলের চাষ করে তাদেরকে এই সেন্টারে ট্রেনিং দেওয়া হবে । কিভাবে অবিক্রিত ফুল থেকে বিভিন্ন ধরনের উপাদান যেমন কসমেটিকস, ধুপ ইত্যাদি তৈরি করা যায় এবং বিক্রি করা যায় যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়। 

◍ কর্নাটকের রাজধানী : ব্যাঙ্গালোর

◍ কর্নাটকের মুখ্যমন্ত্রী : বিএস ইয়েদদুরাপ্পা 

◍ কর্নাটকের রাজ্যপাল: বাজুভাই বালা 


3.কোন রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে ৬৮ মিলিয়ন ডলারের চুক্তি করলো ভারত?

ⓐ মনিপুর

ⓑ নাগাল্যান্ড✓

ⓒ হিমাচল প্রদেশ

ⓓ মেঘালয়

◍ রাজধানী- কোহিমা

◍ মুখ্যমন্ত্রী- নেইফিউ রিও

◍ রাজ্যপাল- আর. এন. রবি

◍ ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেড কোয়ার্টার- ওয়াশিংটন

◍ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪

◍ বর্তমান প্রেসিডেন্ট - ডেভিড মালপাস

4.দ্বিতীয় ভারতীয় দ্রুতগামী বোলার হিসেবে ১০০টি টেস্ট খেললেন কে?

ⓐ কপিল দেব

ⓑ ইশান্ত শর্মা✓

ⓒ হরভজন সিং

ⓓ অনিল কুম্বলে

5.জাতি সংঘে আমেরিকা যুক্তরাষ্টের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Robert Morris

ⓑ Linda Thomas Greenfield✓

ⓒ Joe Biden

ⓓ Kamala Harris

◍ জাতি সংঘের হেড কোয়ার্টার- নিউ ইয়র্ক

◍ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর

◍ সেক্রেটারী জেনারেল- António Guterres

 6. National Commission for Scheduled Castes (NCSC)- এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অধীর গুপ্ত

ⓑ বিজয় সামপ্লা✓

ⓒ জগদীশ কুমার

ⓓ প্রশান্ত বিহারী

◍ হেড কোয়ার্টার- নিউ দিল্লি

◍ কমিশন গঠন- ২০০৪ সালের ১৯শে ফেব্রুয়ারি

7.Irakli Garibashvili (ইরাকলি গারিবাশভিলি)  কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ আইভরিকোস্ট

ⓑ জর্জিয়া✓

ⓒ নিকারাগুয়া

ⓓ ইরাক

◍ সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন Giorgi Gakharia

◍ রাজধানী- Tbilisi

◍ মুদ্রার নাম- Georgian lari

8.Institute of Chartered Accountants of India (ICAI)-র প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ বিশ্বম্ভর দাস

ⓑ দেবাশিষ মিত্র

ⓒ নীহার জাম্বুসারিয়া✓

ⓓ সাবিনা ইয়াসমিন

◍ হেড কোয়ার্টার- নিউ দিল্লি

◍ গঠন- ১৯৪৯ সালের ১লা জুলাই

9.সম্প্রতি আসামের চা বাগান কর্মীদের দৈনিক বেতন কত টাকা বৃদ্ধি করা হলো?

ⓐ ১০০ টাকা

ⓑ ৫০ টাকা✓

ⓒ ৩০ টাকা

ⓓ ৩৫ টাকা

◍ আগে ১৬৭ টাকা ছিল তা বেড়ে হলো ২১৭ টাকা

◍ আসামের রাজধানী- দিসপুর

◍ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

◍ রাজ্যপাল- জগদীশ মুখী

10.OLX Autos-এর গ্লোবাল CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ কৈলাশ নারায়ণস্বামী

ⓑ গৌতম থাকার✓

ⓒ মণীশ পান্ডে

ⓓ বিরজু পাওয়ার

11. Levi's এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

ⓐ প্রিয়াঙ্কা চোপড়া 

ⓑ দীপিকা পাডুকোন ✓ 

ⓒ ঐশ্বর্য রাই 

ⓓ সুস্মিতা সেন 

◍ Levi's Clothing Industry

◍ Founded : May 1, 1853

◍ Founder : Levi Strauss

◍ Headquarters : San Francisco, California, U.S.

◍ CEO : Chip Bergh

12. নিচের কোন চলচিত্রটি ‘Dadasaheb Phalke International Film Festival Awards 2021’ -এ শ্রেষ্ট চলচিত্র –এর খেতাব পেয়েছে?

ⓐ ছাপাক

ⓑ লক্সমী

ⓒ দিল বেচারা

ⓓ তানহাজি✓

13. কুশিনগর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের লাইসেন্স পেয়েছে। কুশিনগর বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?

ⓐ  মহারাষ্ট্র 

ⓑ মধ্যপ্রদেশ 

ⓒ উত্তর প্রদেশ✓ 

ⓓ কেরালা 

◍ Directorate General of Civil Aviation (DGCA) কুশিনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে লাইসেন্স দিয়েছে ।

14. "Stories I Must Tell : An Actor's Emotional Journey" কোন বলিউড অভিনেতারা আত্মজীবনী? 

ⓐ কবীর বেদি ✓

ⓑ পরেশ রাওয়াল 

ⓒ অমিতাভ বচ্চন 

ⓓ সলমন খান

◍ একজন অভিনেতা হিসেবে এবং ব্যক্তিগত জীবনে সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে সমস্ত কিছু তিনি  বর্ণনা করেছেন এই বইতে।

◍ এই বই টি 2021 সালের এপ্রিল মাসে প্রকাশ হবে।

15. সম্প্রতি কে National Urban Digital Mission লঞ্চ করলেন ?

ⓐ হরদীপ সিং পুরি 

ⓑ রবিশঙ্কর প্রসাদ 

ⓒ a এবং b উভয়✓

ⓓ  অমিত শাহ 

◍ হরদীপ সিং পুরি বর্তমানে কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী।

◍ রবিশঙ্কর প্রসাদ বর্তমানে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

◍ 2022 সালের মধ্যে প্রত্যেক শহরে এবং 2024 সালের মধ্যে প্রত্যেক গ্রামে Digital Infrastructure তৈরি করবে যা মানুষকে সরকারের সমস্ত সুবিধা পেতে সাহায্য করবে। 

16. কোন ব্যাংক "নাম্মা চেন্নাই স্মার্ট কার্ড" লঞ্চ করল?

ⓐ SBI 

ⓑ PNB 

ⓒ ICICI ✓

ⓓ HDFC 

◍ এই কার্ডের মাধ্যমে চেন্নাই শহরের মধ্যে যেকোনো ধরনের পেমেন্ট করা সম্ভব হবে। 

◍ ICICI ব্যাংকের সদর দপ্তর : মুম্বাই 

◍ Md and CEO : সন্দীপ বক্সী 

17. এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাইবার আক্রমণে দ্বিতীয় স্থানে অবস্থিত কোন দেশ? 

ⓐ বাংলাদেশ 

ⓑ ভারত ✓

ⓒ পাকিস্তান 

ⓓ রাশিয়া 

◍ প্রথম স্থানে আছে রাশিয়া। 

18. কোন রাজ্য সম্প্রতি 700 একর জমিতে ইলেকট্রিক সিটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ? 

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ অরুণাচল প্রদেশ 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ উত্তর প্রদেশ ✓ 

◉ উত্তর প্রদেশের রাজধানী : লখনও 

◉ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 

◉ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল 

19. কোন রাজ্য সম্প্রতি মহিলাদের 15000 টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ? 

ⓐ ত্রিপুরা 

ⓑ কর্ণাটক 

ⓒ উড়িষ্যা 

ⓓ অন্ধ্রপ্রদেশ✓ 


◍ অন্ধ্রপ্রদেশ সরকার আর্থিক দিক থেকে অনুন্নত মহিলাদের 15000 টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

◔ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী -জগনমোহন রেড্ডি

◔ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল -বিশ্ব ভূষণ হরিচন্দন

◔ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), 

Amaravati (legislative),Kurnool (judicial)

20. কোন রাজ্য সরকার সম্প্রতি "মাইক্রো কনটেইনমেন্ট জোন" তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ? 

ⓐ ঝাড়খন্ড 

ⓑ বিহার ✓

ⓒ রাজস্থান 

ⓓ পশ্চিমবঙ্গ 

◍ সম্প্রতি বিহারে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় বিহার সরকার "মাইক্রো কনটেইনমেন্ট জোন" তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করোনা সংক্রমণকে প্রতিরোধ করা যায়।

◓ বিহারের রাজধানী- পাটনা

◓ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

◓ রাজ্যপাল- ফাগু চৌহান










Bengali Current Affairs 25th February, 2021

 


Bengali Current Affairs 25th February, 2021

1. সম্প্রতি 29 th Global HRD Congress Awards পেল কোন ব্যাংক?

ⓐ SBI 

ⓑ PNB

ⓒ Union Bank of India ✓

ⓓ Bank of Baroda 

❍ “Best Service Provider” in Human Resources এবং best institution for “Excellence in Learning & Development” এর জন্য পুরস্কৃত করা হয়েছে।

❍ Union Bank of India এর General Manager কল্যান কুমার কে “Chief Human Resources Officer of the Year” সম্মানে  সম্মানিত করা হয়েছে।

❍ Union Bank of India হেডকোয়ার্টার:  মুম্বাই 

❍ Union Bank of India CEO : Rajkiran Rai G

❍ Founded :11 November 1919

2. DRDO কোথায় VL- SRSAM মিসাইলের দুটি সফল উৎক্ষেপণ করল? 

ⓐ রাজস্থান 

ⓑ অন্ধ্রপ্রদেশ 

ⓒ উড়িষ্যা ✓

ⓓ কর্ণাটক

❍ উড়িষ্যার চাঁদপুরে এই সফল পরীক্ষা করেছে DRDO 

❍ VL- SRSAM : Vertical Launch - Short Range Surface to Air Missile (ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র) 

❍ DRDOদেশীয় প্রযুক্তিতে ইন্ডিয়ান নেভির জন্য এই মিসাইলটি তৈরি করেছে।

❍ DRDO : Defence Research and Development Organisation

❍ Founded: 1958

❍ Headquarters: DRDO Bhavan, New Delhi

❍ Chairman, DRDO : Dr G. Satheesh Reddy

3.সম্প্রতি Paris Climate Agreement-এ পুনরায় যোগদান করলো কোন দেশ?

ⓐ যুক্তরাজ্য

ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র✓

ⓒ চীন

ⓓ জাপান

❍ রাজধানী- ওয়াশিংটন

❍ মুদ্রার নাম- ডলার

❍ রাষ্ট্রপতি- জো বাইডেন 46 তম 

❍ উপরাষ্ট্রপতি -কমলা হ্যারিস 49 তম 

4.  মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হলো?

ⓐ বিজাপুর

ⓑ নর্মদাপুরম ✓

ⓒ নর্মদা নগর 

ⓓ গোয়ালিয়র 

❍ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 19 ফেব্রুয়ারি হোসাঙ্গাবাদে অনুষ্ঠিত নর্মদা জয়ন্তী অনুষ্ঠানে এটি ঘোষণা করেন ।

● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল 

● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান 

● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল 


5.কোথায় ‘অটল পর্যাবরণ ভবন’ উদ্বোধন করলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভেদকর?

ⓐ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ⓑ লাক্ষাদ্বীপ✓

ⓒ চন্ডিগড়

ⓓ লাদাখ


❍ রাজধানী- কাভারাত্তি

❍ অ্যাডমিনিস্ট্রেটর- প্রফুল খোড়া প্যাটেল

6.এবছর Khelo India University Games-এর দ্বিতীয় সংস্করণ হোস্ট করবে কোন রাজ্য?

ⓐ আসাম

ⓑ কর্নাটক✓

ⓒ হরিয়ানা

ⓓ পাঞ্জাব

❍ এবছর এটা দ্বিতীয় সংস্করণ। 

❍ Khelo India University Games 2020 অনুষ্ঠিত হয়েছিল ওড়িশার ভুবনেশ্বরে। 

❍ 2021 সালে অনুষ্ঠিত হবে কর্নাটকের Jain University তে।

❍ রাজধানী- বেঙ্গালুরু

❍ মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa

❍ রাজ্যপাল- বাজুভাই বালা

❍ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী- কিরেন রিজিজু



7.করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের পাবলিক ফেসিলিটি ব্যবহারের সুবিধার্থে ‘Green Pass’ লঞ্চ করলো কোন দেশ?

ⓐ রাশিয়া

ⓑ ইজরায়েল✓

ⓒ জাপান

ⓓ ফ্রান্স

❍ রাজধানী- জেরুজালেম

❍ মুদ্রার নাম- শেকেল

❍ প্রধানমন্ত্রী- Benjamin Netanyahu


8.ভারতের প্রথম ‘Carbon Watch’ মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো কোথায়?

ⓐ দিল্লি

ⓑ চন্ডিগড়✓

ⓒ জম্মু-কাশ্মির

ⓓ পুদুচেরী

9.পাবলিক সচেতনতা ক্যাম্পেইনের জন্য কোন র‌্যাপ শিল্পীকে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ বাদশা

ⓑ Viruss✓

ⓒ গুরু রান্ধাবা

ⓓ বানটাই


❍ সে একজন পাঞ্জাবী র‌্যাপ শিল্পী

❍ রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার- মুম্বাই

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল

❍ বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস

10.Prime Minister Kisan National Award-এর জন্য মনোনীত হলো অন্ধ্রপ্রদেশের কোন জেলা?

ⓐ অনন্তপুরাম✓

ⓑ গুনটুর

ⓒ প্রকাশম

ⓓ কার্নল


❍ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

❍ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন

❍ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), Amaravati (legislative),

Kurnool (judicial)




11. কোন কেন্দ্রীয় মন্ত্রী আগুন সুরক্ষা প্রশিক্ষণের জন্য DRDO Skill Development Centre (SDC) এর উদ্বোধন করলেন?

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ রাজনাথ সিং ✓

ⓒ অমিত শাহ 

ⓓ রমেশ পক্রিয়াল 

❍ রাজনাথ সিং বর্তমানে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।


12. কোন অভিনেতা Ankura hospital for women and child  এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? 

ⓐ অমিতাভ বচ্চন 

ⓑ সোনু সুদ ✓

ⓒ অক্ষয় কুমার 

ⓓ হৃত্বিক রোশন

❍ সোনু সুদ Acer India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত আছেন।

❍ সোনু সুদ এর আত্মজীবনীমূলক বই "I am no Messiah " 


13. সম্প্রতি কে "মিশন ইন্দ্রধনুষ 3.0" লঞ্চ করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ অমিত সাহা 

ⓒ ড: হর্ষ বর্ধন✓

ⓓ রাজনাথ সিং 

❍ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন "মিশন ইন্দ্রধনুষ 3.0" লঞ্চ করলেন।

❍ সারা দেশজুড়ে শিশু ও সন্তান সম্ভবা মহিলাদের টিকা দানের প্রক্রিয়া হল "মিশন ইন্দ্রধনুষ 3.0" 

❍ এই মিশনটি প্রথম শুরু হয় 2014 সালে ।

 14 . সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের C-453 জাহাজটি কোথায় নিযুক্ত করা হলো? 

ⓐ কলকাতা 

ⓑ চেন্নাই✓ 

ⓒ মুম্বাই 

ⓓ হায়দ্রাবাদ 

❍ এটি ভারতের 17 তম দেশীয়ভাবে তৈরি জাহাজ। 

❍ এটি 27.8 মিটার লম্বা। এটি 105 টন ওজন বহন করতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ 45 নট।

15. কোন দিনটি প্রত্যেক বছর "World Thinking Day" হিসেবে পালিত হয়? 

ⓐ 20 ফেব্রুয়ারি 

ⓑ 21 ফেব্রুয়ারি

ⓒ 22 ফেব্রুয়ারি ✓ 

ⓓ 23 ফেব্রুয়ারি

16. কোন কেন্দ্রশাসিত প্রদেশের মুখ্যমন্ত্রী সম্পতি পদত্যাগ করলেন? 

ⓐ দিল্লি 

ⓑ পুদুচেরি✓

ⓒ জম্মু-কাশ্মীর 

ⓓ আন্দামান ও নিকোবর 

❍ পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি. নারায়ণস্বামী পদত্যাগ করলেন।

❍ পুদুচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটি 4 টি জেলা নিয়ে গঠিত। এই চারটি জেলা হল মাহে, ইয়ানাম , পুদুচেরি ,কারাকাল।

17. কোন দেশ হিমালায়ান গোলাপি লবণকে GI Tag দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? 

ⓐ পাকিস্তান✓

ⓑ ভারত 

ⓒ বাংলাদেশ 

ⓓ নেপাল

◓ পাকিস্তানের রাজধানী : ইসলামাবাদ 

◓ পাকিস্তানের প্রধানমন্ত্রী : ইমরান খান 

◓ পাকিস্তানের রাষ্ট্রপতি : আরিফ আলভী 

◓ পাকিস্তানের মুদ্রা :পাকিস্তানি রুপিয়া 


18. সম্প্রতি কোথায় লোক সংস্কৃতি উৎসব "উৎসবম 2021" চালু হলো? 

ⓐ কর্ণাটক 

ⓑ কেরালা✓

ⓒ তামিলনাড়ু 

ⓓ অন্ধ্রপ্রদেশ 

❍ এই উৎসবটি সাত দিন ধরে চলবে।

◍কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম 

◍ কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজায়ান 

◍ কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান 



19. সম্প্রতি ভারত কোন আফ্রিকান দেশের সাথে Free Trade Agreement স্বাক্ষর করেছে?

ⓐ ইথিওপিয়া

ⓑ মরিশাস✓

ⓒ নাইজেরিয়া

ⓓ মরক্কো

❍ মরিশাসের রাজধানী – পোর্ট লুইস 

❍ মুদ্রা – মরিশাস রুপি। 

20. সম্প্রতি কোন রাজ্য সরকার স্বামীর সম্পত্তিতে মহিলাদের সহ-মালিকত্ব অধিকার প্রদনের জন্য একটি সংশোধন করেছে?

ⓐ ছত্তিসগড়

ⓑ কর্ণাটক

ⓒ উত্তরাখন্ড✓

ⓓ মহারাষ্ট্র

●উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী: ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

● উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবিরানি  মৌর্য 

● Capital : Gairsain (summer) , Dehradun (winter)


21. সম্প্রতি কোন রাজ্যের বিধানসভায় প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে?

ⓐ মেঘালয়

ⓑ মিজোরাম

ⓒ অসম

ⓓ নাগাল্যান্ড✓

❍ নাগাল্যান্ডের রাজধানী : কোহিমা 

❍ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী: Neiphiu Rio

❍ রাজ্যপাল : R. N. Ravi


Bengali Current Affairs 26th February, 2021


Bengali Current Affairs 26th February, 2021

1. দাদাসাহেব ফালকে পুরস্কার "Critics Best Actor"  2021 পেলেন কে? 

ⓐ অক্ষয় কুমার

ⓑ সুশান্ত সিং রাজপুত ✓ 

ⓒ হৃত্বিক রোশন 

ⓓ রণবীর কাপুর

2. কোন দিনটি প্রত্যেক বছর Central Excise Duty Day হিসেবে পালিত হয়? 

ⓐ 23 ফেব্রুয়ারি 

ⓑ 24 ফেব্রুয়ারি ✓

ⓒ 25 ফেব্রুয়ারি 

ⓓ 26 ফেব্রুয়ারি 

○ CBIC(Central Board of indirect tax and customs) প্রত্যেক বছর এই দিনটি পালন করে থাকে।

○ CBEC -Central Board of Excise and custom 

○ Headquarter :New Delhi

○  founded :1964 

○ Chairman : M Ajit Kumar 

3.সম্প্রতি সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের অধিকার দিল কোন দেশ?

ⓐ ইজিপ্ট

ⓑ সৌদি আরব✓

ⓒ সংযুক্ত আরব আমিরশাহী

ⓓ দুবাই

○ রাজধানী- রিয়াধ

○ মুদ্রার নাম- রিয়াল

4. কে সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে একা আটলান্টিক মহাসাগর অতিক্রম করে রেকর্ড গড়লেন? 

ⓐ জ্যাসমাইন হ্যারিসন ✓ 

ⓑ সোরেন মার্গারেট 

ⓒ সোনিয়া আক্তার 

ⓓ মিশা কাপুর 

○ বৃটেনের 21 বছর বয়সী মহিলা জ্যাসমাইন হ্যারিসন একা আটলান্টিক মহাসাগর অতিক্রম করে রেকর্ড গড়লেন।

○ তিনি একটা নৌকার মাধ্যমে একা 70 দিনে 4828 কিলোমিটার অতিক্রম করেছেন।


○ ইংল্যান্ডের রাজধানী: লন্ডন 

○ প্রধানমন্ত্রী  : বরিস জনসন

○ মুদ্রা : পাউন্ড স্টার্লিং

5.কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সাথে Asia Economic Dialogue 2021-এ সহ-সভাপতিত্ব করবে কোন সংস্থা?

ⓐ NABARD

ⓑ Pune International Centre✓

ⓒ ISRO

ⓓ SEBI

6.ভারতের প্রথম ‘ডিজিটাল ইউনিভার্সিটি’ স্থাপন করছে কোন রাজ্য?

ⓐ কর্নাটক

ⓑ কেরালা✓

ⓒ দিল্লি

ⓓ গুজরাট

○ ভারতের প্রথম ‘ডিজিটাল ইউনিভার্সিটি’ স্থাপন করলেন কেরালার রাজ্যপাল আরিফ মহাম্মদ খান।

○ রাজধানী- তিরুবনন্তপুরম

○ মুখ্যমন্ত্রী- পিনারায়ী বিজয়ন

○ রাজ্যপাল- আরিফ মহম্মদ খান


7. ‘Leadership Lessons from 22 Yards’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ মনিশ কুমার

ⓑ শ্রীকান্ত রাম✓

ⓒ চেতন ভগৎ

ⓓ কিংকর যাদব

8.সম্প্রতি কোন বাঙালী চলচ্চিত্র পরিচালকের নামে পুরস্কার চালু করার ঘোষণা করলো কেন্দ্র?

ⓐ ঋতুপর্ণ ঘোষ

ⓑ সত্যজিৎ রায়✓

ⓒ মৃনাল ঘটক

ⓓ সন্দীপ রায়

9. বিশ্বের বৃহত্তম "Motera Cricket Stadium"  (আমেদাবাদ) এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হবে ?

ⓐ নরেন্দ্র মোদি ✓ 

ⓑ জয়ললিতা 

ⓒ অটল বিহারি বাজপেয়ি 

ⓓ প্রণব মুখোপাধ্যায়

○ বিশ্বের বৃহত্তম "Motera Cricket Stadium"  (আমেদাবাদ) এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

○ এতে আসন সংখ্যা এক লক্ষ দশ হাজার ।

10. ভারতের প্রথম রাজ্য হিসেবে National e Vidhan অ্যাপ্লিকেশন ব্যবহার করছে?

ⓐ আসাম 

ⓑ উড়িষ্যা ✓

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ উত্তর প্রদেশ 

❍ উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর 

❍ উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক 

❍ উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল 



11. সম্প্রতি প্রকাশিত "Yuva Bharat: The Heroes of Today" বইটি কে লিখেছেন?

ⓐ দেবীর সিং ভান্ডারী✓ 

ⓑ বিমল জালান 

ⓒ চেতন ভাগত 

ⓓ বলবন্ত গার্গী 

○ দেবীর সিং ভান্ডারী একজন ফিল্ম মেকার।

12. সম্প্রতি ফুল সবজি ও উদ্যানপালন এর দ্বি-দিবসীয়  উৎসব কোথায় আয়োজিত হল? 

ⓐ গুয়াহাটি 

ⓑ বারানসি ✓

ⓒ  জয়পুর 

ⓓ পুনে 

13. কোন রাজ্য সম্প্রতি বড় হোটেলকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? 

ⓐ পশ্চিমবঙ্গ 

ⓑ আসাম 

ⓒ কেরালা ✓

ⓓ মহারাষ্ট্র 

○ কেরালা রাজ্য পর্যটন শিল্পকে আকর্ষণ করার জন্যই এই উদ্যোগ নিয়েছে।

○ রাজধানী- তিরুবনন্তপুরম

○ মুখ্যমন্ত্রী- পিনারায়ী বিজয়ন

○ রাজ্যপাল- আরিফ মহম্মদ খান

14 সম্প্রতি কে জিন্দাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান নিযুক্ত হলেন? 

ⓐ অনিল কুমার ঝাঁ✓ 

ⓑ প্রভাত কুমার ঝাঁ 

ⓒ রুপেশ যাদব 

ⓓ অজয় রুপানি 


Thursday, February 25, 2021

Bengali Current Affairs 23rd February, 2021

 


Bengali Current Affairs 23rd February, 2021

1.স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে ফাঁসিতে মৃত্যুদন্ড পেতে চলেছে উত্তরপ্রদেশের মথুরার কোন মহিলা?

ⓐ আকিরা বেগম

ⓑ শবনম আলী✓

ⓒ জাহানারা খাতুন

ⓓ শবনম ফারিয়া

◆ প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তিনি তার বাড়ির ৭ জন সদস্যকে কুপিয়ে হত্যা করেছেন।

2. বায়ু দূষণের ফলে ভারতের সর্বাধিক প্রভাবিত হওয়া তৃতীয় শহরের নাম কি ?

ⓐ কলকাতা 

ⓑ বেঙ্গালুরু✓ 

ⓒ দিল্লি 

ⓓ মুম্বাই 

◆ বায়ু দূষণের ফলে দিল্লিতে প্রায় 54000 মানুষ, মুম্বাইতে 25000 মানুষ এবং ব্যাঙ্গালুরুতে 12000 মানুষ প্রাণ হারিয়েছেন।

◆ এই সমীক্ষার নিরিখে ভারতে বায়ু দূষণের ফলে সর্বাধিক প্রভাবিত হওয়া প্রথম শহর দিল্লি দ্বিতীয় শহর মুম্বাই তৃতীয় শহর বেঙ্গালুরু।


3. সম্প্রতি Australian Open-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলো কে?

ⓐ Jennifer Brady

ⓑ Naomi Osaka✓

ⓒ Serena Williams

ⓓ Maria Sharapova

◆ তিনি জাপানিজ মহিলা টেনিস খেলোয়ার

◆ আমেরিকার Jennifer Brady-কে পরাজিত করেই এই শিরোপা জিতলেন।

◆এই নিয়ে মোট চারবার তিনি গ্র্যান্ডস্ন্যাম জয় করলেন।

4. অস্ট্রেলিয়ান ওপেন 2021 পুরুষ বিভাগে কে জয়লাভ করলো? 

ⓐ নোভাক জোকোভিচ✓ 

ⓑ রাফায়েল নাদাল 

ⓒ অ্যান্ডি মারে

ⓓ ডমিনিক থিয়াম 

◆ নোভাক জোকোভিচ সার্বিয়ার টেনিস খেলোয়াড়। 

◆ রাশিয়ার Daniil Medvedev-কে পরাজিত করেই তিনি এই শিরোপা জিতলেন।

◆ এটা নিয়ে মোট 18 বার  গ্র্যান্ড স্ল্যাম জয়ী হলেন।

5.নাসার ২০২০ মঙ্গল মিশনে নেতৃত্ব দিচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা বৈজ্ঞানিক?

ⓐ নীতি মোহন

ⓑ স্বাতী মোহন✓

ⓒ গার্গী চৌহান

ⓓ মনীষা পান্ডব

◆ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration

◆ হেডকোয়ার্টার- ওয়াশিংটন

◆ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

◆ বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর- Steve Jurczyk (স্টিভ জুরসিক)


6.Tokyo Olympic 2020-এর পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Yoshihide Suga

ⓑ Seiko Hashimoto(সেইকো হাশিমাতো) ✓

ⓒ Yoshiro Mori

ⓓ এদের কেউ নন

◆ ইনি জাপানের একজন অ্যাথলেটিক।

◆ Yoshiro Mori (যোশিরো মরি) পদত্যাগ করার পরে এনাকে নিযুক্ত করা হল।

◆ টোকিও অলিম্পিক 2021 সালের 23 জুলাই শুরু হবে এবং শেষ হবে 2021 সালের 8 আগস্ট।


7. ইলেকট্রিক যানবাহনের উপযোগিতা বিষয়ে প্রচারের জন্য কোন ক্যাম্পেইন লঞ্চ করলো কেন্দ্র?

ⓐ e-Ride

ⓑ Go Electric✓

ⓒ Eco Trans

ⓓ e-bike

◆ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ইলেকট্রিক যানবাহনের উপযোগিতা বিষয়ে প্রচারের জন্য "Go Electric" ক্যাম্পেইন লঞ্চ করল।


8.নাসার ‘Perseverance’ নামক রোভারটি মঙ্গলের মাটিতে ল্যান্ড করছে কবে?

ⓐ ১৬ই ফেব্রুয়ারী

ⓑ ১৮ই ফেব্রুয়ারী✓

ⓒ ১৭ই ফেব্রুয়ারী

ⓓ ১৫ই ফেব্রুয়ারী

◆ এই মিশন লঞ্চ করা হয়েছিল ২০২০ সালের ৩০শে জুলাই।


9.উত্তরপ্রদেশের প্রথম রূপান্তরকামীদের জন্য পাবলিক টয়লেট স্থাপন করা হলো কোথায়?

ⓐ কানপুর

ⓑ বারাণসী✓

ⓒ লক্ষ্ণৌ

ⓓ অযোধ্যা

◆ উত্তরপ্রদেশের রাজধানী- লক্ষ্ণৌ

◆ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

◆ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


◉ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করা হবে।

◉ কিষান কল্যাণ যোজনা চালু হলো উত্তরপ্রদেশে।

◉ মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশে।

◉ ভারতের প্রথম দুটি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধবিমান রানওয়ে  নির্মিত হল উত্তরপ্রদেশে।

◉ চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে। 

◉ভবেশ কুমার সিং উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন।

◉ উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে স্ট্রবেরি উৎসব আয়োজন করা হল।

◉ রাজ্য নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে উত্তর প্রদেশ।

◉ উত্তর প্রদেশ রাজ্যের সব জেলায় ‘Atal Bhujal Yojana’ বাস্তবায়িত করা হয়েছে।

◉ উত্তরপ্রদেশের 71 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ "উদ্যম সারথি"   অ্যাপ লঞ্চ করলেন।


10. সম্প্রতি কোথায় "26 তম হুনারহাট" উদ্বোধন করা হয়েছে ? 

ⓐ দিল্লি ✓

ⓑ জয়পুর 

ⓒ কলকাতা 

ⓓ পুনে 

◆  ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে"26 তম হুনারহাট" উদ্বোধন করলেন। 

◆ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর : অনিল বাইজল 

◆ দিল্লির মুখ্যমন্ত্রী:  অরবিন্দ কেজরিওয়াল 



11. ভারত ও কোন দেশের মধ্যে ভিসা সুবিধা ও চামড়া শিল্পের জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হলো?

ⓐ ইথিওপিয়া ✓ 

ⓑ মালয়েশিয়া 

ⓒ আফগানিস্তান 

ⓓ ইন্দোনেশিয়া 

◆ ইথিওপিয়ার রাজধানী : আদ্দিস আবাবা

◆ মুদ্রা : বির 

◆ রাষ্ট্রপতি- Sahle-Work Zewde

◆ প্রধানমন্ত্রী- Abiy Ahmed


12. দক্ষিণ ভারতের কোথায় ‘Float Festival’ পালিত হল?

ⓐতিরুপতি

ⓑ মাদুরাই✓

ⓒথাঞ্জাভুর

ⓓ হাম্পি

◆  দক্ষিন ভারতীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই শহরে  ‘Float Festival’ পালিত হল।


● তামিলনাড়ুর রাজধানী :চেন্নাই 

●  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি. কে. পালানিসমি 

● তামিলনাড়ুর রাজ্যপাল : বানোয়ারী লাল পুরোহিত 


13. সম্প্রতি খবরে থাকা, Wildlife Crime Control Bureau -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

ⓐ মুম্বাই

ⓑ কোলকাতা

ⓒ নিউ দিল্লি✓

ⓓ হায়দ্রাবাদ



Wednesday, February 24, 2021

English Class -Set 58

 

English Class -Set 58

1) Synonym : DUBIOUS   

A) Uncertain ✓

B) Notable 

C) Unwilling 

D) Impressive 



2) Idioms:  KEEP AT ARM'S LENGTH   

A) To not allow someone to come near your home 

B) Maintaining distance from others while exercising 

C) Prevent people from gathering in crowds 

D) Avoid making friends with someone ✓



3) Voice change

The plumber has not yet fixed the leakage in the tap.

A) The leakage in the tap has not yet fixed the plumber.

B) The leakage in the tap have not yet been fixed by the plumber.

C) The  leakage in the tap had not yet been fixed by the plumber.

D) The leakage in the tap has not yet been fixed by the plumber .✓ 



4) Synonym:  SUSTAIN 

A) Design 

B) Support✓ 

C) Generate 

D) Plan 


5) Idioms:  CHIP OFF THE OLD BLOCK 

A) Someone who can design artistic pieces .

B) One who resemblance a parents strongly ✓

C) To be able to carve a block of wood 

D) Someone who can chop  wood from a block


6) Idiom : HEAD IN THE CLOUDS 

A) to be quite tall 

B) to be ambitious 

C) proud of one's achievements 

D) Cut off from reality✓



7) Voice change

They were shown some rare photographs by their cousin.


A) Their cousin showed them some rare photographs.✓ 

B) Their cousin was showing them some rare photographs. 

C) Their cousin had showed them some rare photographs.

D) Their cousin has shown them some rare photographs.



8) Sentence improvement.

It is heartening seen that everyone is observing the regulation strictly.


A) No substitution 

B) to see that everyone is observing. ✓

C) to see that everyone will observe .

D) seeing that everyone are observing.


9)  Narration

Dev said to his mother," Don't worry we'll soon find a way out of this crisis."


A) Dev assured  his mother not to worry as they could soon find a way out of this crisis.

B) Dev told his mother not to worry as they would soon find a way out of that crisis. ✓

C) Dev said to his mother not to worry we'll soon find a way out of this crisis.

D) Dev said to his mother that she should not worry because we'll soon find a way out of this crisis.



10) Synonyms  : INIMICAL  

A) Boisterous 

B) Energetic 

C) Hostile ✓

D) Frightening 



11) Fill in the blanks  

The founder of this institution______ a well known academician. 

A) were

B) are

C) was✓ 

D) have been 



12) Grammatical error  

As there were only one cab available and there was surge pricing , we decided to share it .


A) only one cab available 

B) as there were ✓

C) we decided to share it 

D) and there was surge pricing 


13) Fill in the blanks 

We turned into the lane because there was a stationary shop ____the end of it for us to buy the pencils we needed.

A) by

B) in

C) at✓

D) on


14) Sentence improvement 

But somewhat over ambitious,  he is a hard working employee.

A) unless somewhat 

B) if somehow 

C) no substitution 

D) Though somewhat✓


15) Narration 

The chemists said , "we do not have stock of this medicine now."


A) The chemists said that they did not have stock of that medicine then.✓

B) The chemists said that we do not have stock of medicine now.

C) The chemists said that they are not having stock of that medicine now.

D) The chemists said that we did not have stock of this medicine then. 



16) Sentence improvement 

Neither Ram nor Veena have replied to the email I sent yesterday. 

A) no substitution 

B) had reply 

C) has replied ✓

D) have reply


17) Grammatical error 


If you walk fastly , you can manage to reach your destination in forty minutes. 

A) if you walk fastly ✓

B) you can manage 

C) in 40 minutes 

D) to reach your destination 



18) Idiom : COOL YOUR HEELS   


A) Do regular exercise to keep yourself feet 

B) Take off your footwear after a long day 

C) Unwillingly wait for something or someone ✓

D) Be told by someone to wash your feet 




19) Voice change  

The vendor is selling onions on a cart 


A) Onions are selling by the vendor on a cart.

B) Onions are sold by the vendor on a cart.

C) Onions are being sold by the vendor on a cart.

D) Onions were  being sold by the vendor on a cart.



20) Fill in the blanks 

Scientists are involved_____  the search of a therapeutic for this virus to prevent its spread.

A) at

B) over 

C) on 

D) in✓ 













,,


Tuesday, February 23, 2021

Bengali Current Affairs 22nd February, 2021

 


Bengali Current Affairs 22nd February, 2021

1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 

ⓐ 20 ফেব্রুয়ারি 

ⓑ 21 ফেব্রুয়ারি✓ 

ⓒ 22 ফেব্রুয়ারি 

ⓓ 19 ফেব্রুয়ারি 

◧ প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

◧ ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটি উদযাপন করা হয়।

◧ এবছরের থিম হলো :  “Fostering Multilingualism for Inclusion in Education and Society”


2. "Mapping Love " বইটির লেখক কে ?

ⓐ অরুন্ধতী রায় 

ⓑ বিক্রম শেঠ 

ⓒ ঝুম্পা লাহিরি 

ⓓ অশ্বিনী আইয়ার তিওয়ারি ✓ 

◧ অশ্বিনী আইয়ার তিওয়ারি একজন চলচ্চিত্র নির্মাতা। 

◧ তাঁর প্রথম কল্পিত উপন্যাস "Mapping Love "

◧  Published by : Rupa Publications

◧ বইটি 2021 এ মে মাসে প্রকাশিত হবে।


3. সম্প্রতি পদত্যাগকারী Giorgi Gakharia, কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ ঘানা

ⓑ জর্জিয়া✓

ⓒ কিরগিস্তান

ⓓ ইজিপ্ট

◧ রাজধানী- Tbilisi

◧ মুদ্রার নাম- Georgian Lari

◧ President: Salome Zourabichvili (সালম জোউরাবিচভিলি)


4. কোন সংস্থা World Solar Bank লঞ্চ করার কথা ঘোষণা করেছে? 

ⓐ UNHRA

ⓑ ISA✓

ⓒ NASA 

ⓓ DRDO 

◧ ISA : International Solar Alliance 

◧ Headquarter : হরিয়ানার গুরুগ্রাম

◧ International Solar Alliance (ISA)  প্রতিষ্টা হয় - 2015 সালে প্যারিসে 

◧ বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন – অজয় মাথুর। 


5. NAVDEX 21 ও IDEX 21 যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণ করতে আবুধাবি পৌঁছালো ভারতের কোন নৌসেনা জাহাজ? 

ⓐ প্রলয় ✓ 

ⓑ প্রভাত

ⓒ বিক্রম 

ⓓ বিক্রান্ত

◧ প্রলয় যুদ্ধজাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি।

◧ NAVDEX- Naval Defence Exhibition 

◧ IDEX - International Defence Exhibition 

◧ Chief of Naval Staff : Admiral Karambir Singh 

◧ Indian Navy founded : 26 January, 1950 


6. 82 তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় 2021 খেতাব কে জয়ী হলেন? 

ⓐ মনিকা বাত্রা ✓

ⓑ মৌমা দাস 

ⓒ নেহা আগারওয়াল 

ⓓ রিথ রিশিয়া

◧ এটি অনুষ্ঠিত হলো হরিয়ানার পাঁচকুলাতে

◧ এটা মনিকার দ্বিতীয় ন্যাশনাল টাইটেল; প্রথম পেয়েছিল ২০১৫ সালে হায়দ্রাবাদে


7. 2021 IPL-এর টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানী?

ⓐ Xiomi

ⓑ Vivo✓

ⓒ BYJU'S

ⓓ Dream 11

◧ Vivo Founded: 2009, China

◧ Headquarters: Dongguan, China

◧ Founders: Duan Yongping, Shen Wei

◧ CEO: Shen Wei

◧ 2021 IPL 14 তম 

◧ 2020  IPL ছিল 13 তম এবং এটি অনুষ্ঠিত হয়েছিল UAE তে।

◧ 2020  IPLএর টাইটেল স্পন্সর ছিল dream11


8.কোর্টের শুনানী বাংলায় অনুবাদ করতে ‘আমার ভাষা’-নামে ট্রান্সলেটর সফটওয়্যার লঞ্চ করলো কোন দেশের সুপ্রিমকোর্ট?

ⓐ ভারত

ⓑ বাংলাদেশ✓

ⓒ নেপাল

ⓓ মায়ানমার

◧ রাজধানী- ঢাকা

◧ মুদ্রার নাম- টাকা

◧ প্রধানমন্ত্রী- শেখ হাসিনা


9. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভারতের দীর্ঘতম সেতুর  ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এই সেতুটি উত্তর-পূর্ব ভারতের কোন দুটি রাজ্যকে সংযুক্ত করবে?

ⓐ মনিপুর – আসাম 

ⓑ অরুণাচল প্রদেশ – আসাম

ⓒ আসাম – মেঘালয়✓

ⓓ মেঘালয় – মনিপুর

◧ ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতুটি আসাম – মেঘালয় কে যুক্ত করবে।

◧ এই সেতুটির দৈর্ঘ্য হবে – 19 কিলোমিটার। 


10. ‘পরীক্ষা পে চর্চা’ প্রোগ্রামের চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হবে কোন মাসে?

ⓐ এপ্রিল

ⓑ মার্চ✓

ⓒ মে

ⓓ জুন

◧ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বক্তা হিসাবে থাকেন।

◧ পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ “Pariksha Pe Charcha” অনলাইনে অনুষ্ঠিত হবে।

◧ ”পরীক্ষা পে চর্চা” -এর প্রথম সংস্করন  আয়োজিত হয় 2018 সালে।


11. প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকট খাল সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?

ⓐ অন্ধ্রপ্রদেশ 

ⓑ তামিলনাড়ু✓ 

ⓒ রাজস্থান

ⓓ উত্তর প্রদেশ

◧ তামিলনাড়ুর রাজধানী :চেন্নাই 

◧  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি. কে. পালানিসমি 

◧ তামিলনাড়ুর রাজ্যপাল : বানোয়ারী লাল পুরোহিত 


● পরপর ছয়বার অঙ্গ দানের শ্রেষ্ঠ স্থান পেল তামিলনাড়ু। 

● পিঁপড়ের নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে যার নাম অমিতাভ যোশীর নামে রাখা হয়েছে ।

● তামিলনাড়ু সরকার ছাত্র-ছাত্রীদের ফ্রিতে প্রত্যেকদিন 2 জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করলেন।

●তামিলনাড়ুর মুখ্য সচিব নিযুক্ত হলেন রাজিব রঞ্জন

● সম্প্রতি তামিলনাড়ুতে থিপুসুম উৎসব পালিত হল

● তামিলনাড়ুতে "শ্রীবিল্লিপুথুর মেগামালায় " ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে

● তামিলনাড়ু রাজ্যের 38 তম জেলা হিসেবে ঘোষিত হলো Mayiladuthurai

●তামিলনাড়ুর চেন্নাইয়ে জয়ললিতা মেমোরিয়ালের উদ্বোধন করা হলো।


12. সম্প্রতি ভারত কোথায় "হেলিনা ও ধ্রুবস্ত্র" নামক দুটি Anti Tank Guided Missile এর সফল পরীক্ষা করলো? 

ⓐ ভুবনেশ্বর 

ⓑ আহমেদনগর 

ⓒ পোখরান ✓

ⓓ কটক 

◧ সম্প্রতি ভারত রাজস্থানের পোখরানে "হেলিনা ও ধ্রুবস্ত্র" নামক দুটি Anti Tank Guided Missile এর সফল পরীক্ষা করলো।

13. সম্প্রতি  কোন রাজ্যে "আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021"  পালিত হল? 

ⓐ মহারাষ্ট্র

ⓑ উড়িষ্যা 

ⓒ হরিয়ানা ✓

ⓓ আসাম 

◧ হরিয়ানা রাজ্য সরকার প্রায় 800 কোটি টাকা ব্যয় করে "আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021" পালন করল।

◉ হরিয়ানার রাজধানী : চন্ডিগড় 

◉ হরিয়ানার মুখ্যমন্ত্রী : মনোহর লাল খট্টর 

◉ হরিয়ানার রাজ্যপাল : সত্য দেব নারায়ন আর্য


◉ One Time Settlement নামক যোজনা চালু করেছে হরিয়ানা।

◉ 4th খেলো ইন্ডিয়া গেমস হবে হরিয়ানায়

◉ project air care চালু করেছে হরিয়ানা ।

◉ হরিয়ানার মুখ্যমন্ত্রী হাওয়া ট্যাক্সি পরিষেবা চালু করেছেন 

◉ হরিয়ানা রাজ্য সম্প্রতি ফিল্ম সিটি স্থাপনের কথা ঘোষণা করল

◉ প্রত্যেক অলিম্পিক কোয়ালিফায়ার কে 5 লক্ষ করে টাকা দেবে হরিয়ানা সরকার।


14. সম্প্রতি কে Dada Saheb Phalke Most Versatile Actor পুরস্কার পেলেন? 

ⓐ কে কে মেনন ✓

ⓑ শাহরুখ খান 

ⓒ অমিতাভ বচ্চন 

ⓓ আমির খান


15. সম্প্রতি কে AIR এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন? 

ⓐ N.V . Reddy ✓ 

ⓑ Rana Kapoor 

ⓒ Ajay Tyagi 

ⓓ Nitish Bhat 


◧ AIR: All India Radio 


16. মধ্যপ্রদেশ সরকার কোন শহরে সুষমা স্বরাজ এর মূর্তি স্থাপন করবে? 

ⓐ ইন্দোর 

ⓑ বিদিশা✓ 

ⓒ গোয়ালিয়র 

ⓓ ভূপাল 


◧ মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল 

◧ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান 

◧ মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল 


● মধ্যপ্রদেশ রাজ্য 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।

● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।

● সম্প্রতি Pankh ও লাডলি লক্ষী  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।

● SAANS নামক অভিযান চালু করল মধ্যপ্রদেশ।

● বিশ্বের সর্বাধিক পুরানো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল মধ্যপ্রদেশে

● বিশ্বের বৃহত্তম ভাসমান ৬০০ মেগা ওয়াটের সোলার প্রোজেক্ট শুরু হতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যে

● ভারতের প্রথম চিতা অভয়ারণ্য "Kuno - Palpur National Park " মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।

●জলভিষেকম নামক অভিযান চালু হলো মধ্যপ্রদেশে।


◧মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক ,কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক , মাধব ন্যাশনাল পার্ক ,পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক , পেঞ্চ ন্যাশনাল পার্ক ,বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক 


17. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী “India Tourism Mart” অনুষ্ঠানের উদ্ঘাটন করেছেন?

ⓐ এস. জয়শঙ্কর

ⓑ অমিত শাহ

ⓒ হর্ষ বর্ধন✓

ⓓ পীযূষ গোয়েল


18. সম্প্রতি কোন রাজ্যের সব জেলায় ‘Atal Bhujal Yojana’ বাস্তবায়িত করা হয়েছে?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ গুজরাট

ⓒ উত্তরপ্রদেশ✓

ⓓ ঝাড়খন্ড

◉ উত্তর প্রদেশের রাজধানী : লখনও 

◉ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 

◉ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল 


◉ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করা হবে।

◉ কিষান কল্যাণ যোজনা চালু হলো উত্তরপ্রদেশে।

◉ মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশে।

◉ ভারতের প্রথম দুটি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধবিমান রানওয়ে  নির্মিত হল উত্তরপ্রদেশে।

◉ চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে। 

◉ভবেশ কুমার সিং উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন।

◉ উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে স্ট্রবেরি উৎসব আয়োজন করা হল।

◉ রাজ্য নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে উত্তর প্রদেশ।

◉ উত্তরপ্রদেশের 71 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ "উদ্যম সারথি"   অ্যাপ লঞ্চ করলেন।

19. বিশ্ব সামাজিক ন্যায় দিবস বা World Day of Social Justice প্রতিবছর কবে পালিত হয়?

ⓐ 18 ফেব্রুয়ারী

ⓑ 19 ফেব্রুয়ারী

ⓒ 20 ফেব্রুয়ারী✓

ⓓ 21 ফেব্রুয়ারী

◧ জাতিসংঘের সাধারণ সভা 2007 সালের 26 নভেম্বর ঘোষনা করে যে, প্রতিবছর 20 ফেব্রুয়ারী তারিখে বিশ্ব সামাজিক ন্যায় দিবস বা World Day of Social Justice পালিত হবে।

◧ World Day of Social Justice -2021 -এর থিম হল – “A Call for Social Justice in theDigital Economy”.


20.অরুণাচল প্রদেশ প্রতিবছর 20 ফেব্রয়ারী স্থাপনা দিবস পালন করে। অরুণাচল প্রদেশ কবে পূর্ন রাজ্যের মর্যাদা পায়?

ⓐ 1972 সালে

ⓑ 1977 সালে

ⓒ 1987 সালে✓

ⓓ 1989 সালে













,, 




Monday, February 22, 2021

Bengali Current Affairs 21st February, 2021


Bengali Current Affairs 21st February, 2021

1. Indian Premier League (IPL) 2021 নিলামে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হলেন কে?

ⓐ ক্রিস মরিস ✓
ⓑ ডেভিড মিলার
ⓒ স্টিভ স্মিথ
ⓓ রোহিত শর্মা

● ক্রিস মরিস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।
● ক্রিস মরিস কে রাজস্থান রয়েলস 16.25 কোটি টাকা দিয়ে কিনে নিল।
● 2021 এ IPL 14 তম
● 2020 তে IPL ছিল 13 তম
● 2020 তে IPL খেলা অনুষ্ঠিত হয়েছিল UAE তে
● 2020 তে IPL জয় লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স ।
● মুম্বাই ইন্ডিয়ান্স মোট পাঁচবার জয়লাভ করে।

2. সম্প্রতি ফেসবুক কোম্পানি কোন দেশের ইউজারদেরকে যেকোনো নিউজ দেখা ও শেয়ার করা থেকে ব্লক করলো?

ⓐ আমেরিকা
ⓑ জাপান
ⓒ অস্ট্রেলিয়া✓
ⓓ ভারত

● রাজধানী- ক্যানবেরা
● মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
● প্রধানমন্ত্রী- স্কট মরিসন
● ফেসবুকের হেডকোয়ার্টার- মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া
● প্রতিষ্ঠা সাল- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারী
● প্রতিষ্ঠাতা ও বর্তমান CEO- মার্ক জুকারবার্গ

3. রাজ্যের ছাত্রীদের প্রতিদিন ২০০ মিলিলিটার করে বিনামূল্যে দুধ প্রদান করতে ‘Free Gift Milk to Girl Students’ ইনিসিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ সিকিম✓
ⓒ বিহার
ⓓ মনিপুর

● রাজ্যে অপুষ্টি দূর করতেই এই উদ্যোগ
● রাজধানী- গ্যাংটক
● মুখ্যমন্ত্রী- প্রেম সিং তামাং
● রাজ্যপাল- গঙ্গা প্রসাদ

4.রাজ্যের ২০ লক্ষ পরিবারকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ দিল্লি

● রাজধানী- তিরুবনন্তপুরম
● মুখ্যমন্ত্রী- পিনারায়ী বিজয়ন
● রাজ্যপাল- আরিফ মহম্মদ খান


◍ ভারতের প্রথম Gender Data Hub  নির্মাণের জন্য UN women এর সঙ্গে চুক্তি করলো কেরালা ।

◍ কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন। 

◍ বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়।

◍ " One School One IAS " যোজনা চালু করল কেরালা  রাজ্য ।

◍ জিমেদার পর্যটন অভিযান চালু করল কেরালা ।

◍ ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়।

◍কাব্য উৎসব কবিতাবীজ আয়োজিত  হলো কেরালায় 

◍ উপকূলীয় রাজ্যগুলির মধ্যে মাছ উৎপাদনে কেরালা প্রথম স্থান অধিকার করে ।

◍ সম্প্রতি কেরালা স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এরনাকুলাম জেনারেল হসপিটালে human milk Bank ব্যবস্থা চালু করলেন

◍ কেরালা রাজ্যের মুখ্য সচিব হিসেবে  নিযুক্ত হলেন 

ভি.পি. জয়।

◍ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  কেরালার কোচিন বন্দরে আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল "সাগরিকা" র উদ্বোধন করলেন। 

❏ কেরালার বিখ্যাত ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক

5. সম্প্রতি প্রকাশিত Kamala's Way বইটি কে লিখেছেন?

ⓐ ড্যান মোরেন✓
ⓑ কমলা হ্যারিস
ⓒ জো বাইডেন
ⓓ বিদ্যুৎ শর্মা

● Kamala's Way বইটি কমলা হ্যারিসের আত্মজীবনী।
● কমলা হ্যারিস আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি। (৪৯ তম)
● কমলা হ্যারিস রচিত তিনটি বই-  The Truth We Hold, Super Hero's are everywhere , Smart on Crime




6.সম্প্রতি Jean-Michel Sama(জিন-মিশেল সামা) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ ফিলিপিন্স
ⓑ আইভরিকোস্ট
ⓒ কঙ্গো✓
ⓓ মালি

● রাজধানী- ব্রাজাভিল
● মুদ্রার নাম- Congolese franc
● রাষ্ট্রপতি- Félix Tshisekedi(ফলিক্স তিশিসেকি)

7.কর্ণাটকের এগ্রিকালচার অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেতা?

ⓐ রানা দাগ্গুবাতি
ⓑ দর্শন থুগুদিপা✓
ⓒ সুদীপ
ⓓ পুনিথ রাজকুমার

● তিনি ‘D Boss’ নামেই বেশি পরিচিত
● এবং তিনি একজন কন্নড় ভাষার সিনেমার অভিনেতা
● কর্ণাটকের রাজধানী- বেঙ্গালুরু
● মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa
● রাজ্যপাল- বাজুভাই বালা

8. ‘Fractured Mosaic’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ কৌশিক মজুমদার
ⓑ সুবর্ণ রায়✓
ⓒ সংকল্প রায়
ⓓ বিকাশ চৌধুরী

9.জাপানের থেকে ‘Order of the Rising Sun’ সম্মান পেলেন Dr Thangjam Dhabali Singhতিনি কোন রাজ্যের বাসিন্দা?

ⓐ মেঘালয়
ⓑ মনিপুর✓
ⓒ কর্নাটক
ⓓ আসাম

● ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্যই তিনি এই সম্মান পেলেন।
● জাপানের রাজধানী : টোকিও
● জাপানের মুদ্রা : জাপানিজ ইয়েন
● জাপানের প্রধানমন্ত্রী  : Yoshihide Suga (ইয়োশিহিদে সুগা)

10. সিরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সুখবীর সিং
ⓑ মহেন্দার সিং✓
ⓒ কৈলাশ বিজয়ন
ⓓ অজয় মথুর

● সিরিয়ার রাজধানী- দামাস্কাস
● মুদ্রার নাম- পাউন্ড
● প্রধানমন্ত্রী- Imad Khamis
● রাষ্ট্রপতি- Bashar al-Assad (বাসার আল - আসাদ)


11. সম্প্রতি কে KKFI’s 2021 “Kho Kho Super League Championship Trophy” জিতেছে ?

ⓐ Frisky Rangers
ⓑ Jaguars
ⓒ Panthers
ⓓ Pahadi Billas✓


12. সম্প্রতি প্রকাশিত Indian Sign Language Dictionary -এর তৃতীয় সংস্করনে কতগুলি শব্দ রয়েছে?

ⓐ 10,000✓
ⓑ 11,000
ⓒ 12,000
ⓓ 15,000

● Indian Sign Language Dictionary (ISL) মূলত বধিরদের জন্য প্রকাশিত করা হয়। এর প্রথম সংস্করনে 3000 শব্দ নিয়ে 2018 সালের 23 মে প্রকাশিত হয়েছিল এবং দ্বিতীয় সংস্করন 6000 শব্দ নিয়ে 2019 সালের 27 ফেব্রুয়ারী প্রকাশিত হয়।


13. সম্প্রতি কোন রাজ্য সরকার মিড-ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি করছে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ ওড়িষ্যা
ⓒ ঝাড়খন্ড✓
ⓓ রাজস্থান

● ঝাড়খন্ড সরকার মিড-ডে মিল কর্মীদের বেতন 500 টাকা থেকে বৃদ্ধি করে 2000 টাকা করেছে।

● ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী  : হেমন্ত সোরেন
● ঝাড়খণ্ডের রাজ্যপাল : দ্রৌপদী মুর্মু
● ঝাড়খন্ডের রাজধানী : রাঁচি

● ঝাড়খন্ড রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে  নিযুক্ত হলেন বি.কে. তিওয়ারি
● ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক : বেতলা ন্যাশনাল পার্ক

14. 2020 Tree City of the World নিম্নের কোন শহরটি?

ⓐ মুম্বাই
ⓑ গৌহাটি 
ⓒ হায়দ্রাবাদ ✓
ⓓ কলকাতা

● শহরাঞ্চলে অরণ্যে সৃষ্টি এবং  অরন্যের  রক্ষণাবেক্ষণের জন্য Arbor Day Foundation এবং  FAO ( Food and Agriculture Organization) দ্বারা হায়দ্রাবাদ শহরটি 2020 Tree City of the World স্বীকৃতি পেয়েছে।

15. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় "মহাবাহু-ব্রহ্মপুত্র" উদ্যোগ উদ্বোধন করলেন?

ⓐ উড়িষ্যা
ⓑ আসাম ✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ মহারাষ্ট্র

● রাজধানী- দিসপুর
● মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
● রাজ্যপাল- জগদীশ মুখী

● সম্প্রতি আসামে অরুণোদয় যোজনা চালু হলো।
● SVAYEM যোজনা চালু হয়েছে আসামে।
● পর্যটন সঞ্জীবনী যোজনা চালু হয়েছে আসামে।
● ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের  উদ্বোধন করা হলো আসামে।
● আসামের শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্ক গড়ে উঠবে।
● ‘চা বাগিচা ধন পুরস্কার স্কিম’-লঞ্চ হল আসামে।
● আসামির ন্যাশনাল পার্ক গুলো হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক,  মানস ন্যাশনাল পার্ক ।
● আসামের গৌহাটি  হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন  সুধাংশু ধুলিয়া
● ব্রহ্মপুত্র মুকুতা নামক রিভার ক্রুজ উদ্বোধন করা হয়েছে আসামে
● রাজ্যের মহিলা ও বয়স্কদের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করতে  ‘গোলাপী বাস’ পরিষেবা লঞ্চ করলো আসাম।
● আসামের মাজুলি জেলায় ‘হেলিপোর্ট’-এর উদ্বোধন করা হলো
● রাজ্য সড়ক এবং জেলা সড়ক এর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য সম্প্রতি আসামের সনিৎপুর জেলাতে  "অসম মালা পরিকল্পনা" উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। 
● আসাম সম্প্রতি "প্রজ্ঞান ভারতী" ও "ভাষা গৌরব" নামে দুটি যোজনা চালু করল।


16. কে UNHRC এর ভারতীয় চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ অজয় মালহোত্রা ✓
ⓑ অজয় ত্রিবেদী
ⓒ মনোজ সিনহা
ⓓ রমেশ পক্রিয়াল

● UNHRC- United Nations Human rights commission.
● Founded : 2006
● Headquarter : Geneva
● President :  Nazhat Shameem



17. সম্প্রতি কে "কোচি ওয়াটার মেট্রো" এর প্রথম রুট এর  উদ্বোধন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ পিনারাই বিজয়ন✓
ⓒ অমিত শাহ
ⓓ উদ্ভব ঠাকরে

● কেরালার বর্তমান রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান
● কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন
● কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম

18. সম্প্রতি কোন রাজ্য সরকার RT- PCR Test  বাধ্যতামূলক করেছে?

ⓐ কর্ণাটক ✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ ত্রিপুরা
ⓓ উত্তর প্রদেশ

● সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে দুটি নতুন করোনা ভাইরাস এর সংক্রমণ শুরু হয়েছে। তাই ওই দুটি দেশ থেকে আগত যাত্রীদের RT- PCR Test  বাধ্যতামূলক করেছে কর্ণাটক সরকার।এবং 14 দিনের জন্য তাদের কোয়ারান্টিনে রাখা হচ্ছে।
● RT- PCR  : Reverse transcription polymerase chain reaction

◥ কর্নাটকের মুখ্যমন্ত্রী : বিএস ইয়েদদুরাপ্পা 

◥ কর্নাটকের রাজ্যপাল: বাজুভাই বালা 

◍ 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য ।

◍ কৃষকদের জন্য FRUITS পোর্টাল  লঞ্চ করল ।

◍ প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটক রাজ্যে ।

◍ কর্নাটকের মুখ্যসচিব নিযুক্ত  হলেন পি. বি. কুমার 

◍ ভারতীয় Gray Wolf  এর অভয়ারণ্য স্থাপিত হবে কপ্পল জেলার বাঁকাপুরে।

◍ কর্নাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে 

◍ Avalokan software লঞ্চ করল কর্ণাটক রাজ্য ।

◍ জল এবং মাটি পরীক্ষার জন্য ‘কৃষি সঞ্জীবনী ভ্যান’ লঞ্চ করলো কর্নাটক রাজ্য

◍  কর্নাটকের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলি হল বন্দিপুর ন্যাশনাল পার্ক কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক,




19. সম্প্রতি কোন দিনটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এর জন্ম দিবস পালিত হল ?

ⓐ 16 ফেব্রুয়ারি
ⓑ 18 ফেব্রুয়ারি ✓
ⓒ 19 ফেব্রুয়ারি
ⓓ 20 ফেব্রুয়ারি

● 18 ফেব্রুয়ারি 1836 সালে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম গ্রহণ করেন।


20. কোন কোম্পানি Transformer Robocar TIGER X-1 সম্প্রতি লঞ্চ করল?

ⓐ TATA
ⓑ Hyundai ✓
ⓒ Tesla
ⓓ Mahindra

● এটি দুর্গম অঞ্চলে উদ্ধার কাজে ব্যবহৃত হবে ।
● TIGER - Transforming Intelligent Ground Excursion Robot

● Hyundai একটি সাউথ কোরিয়ান কোম্পানি।



21. কোন রাজ্য সরকার Snake pedia মোবাইল অ্যাপ লঞ্চ করল?

ⓐ কর্ণাটক
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ কেরালা✓
ⓓ উত্তর প্রদেশ

● অ্যাপটির মূল উদ্দেশ্য জনসাধারণকে সাপ শনাক্তকরণের সহায়তা করা।

◍কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম
◍ কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজায়ান
◍ কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান


Sunday, February 21, 2021

Bengali Current Affairs 20 th February, 2021


Bengali Current Affairs 20 th February, 2021

1.সম্প্রতি কোন দেশ BBC World News চ্যানেলকে ব্যান করল ?

ⓐ আমেরিকা 

ⓑ জাপান 

ⓒ চীন ✓

ⓓ ভারত 

❂ চীনের রাজধানী: বেজিং 

❂ চীনের মুদ্রা: রেনমিনবি 

❂ চীনের রাষ্ট্রপতি :  শি জিনপিং 


2. সম্প্রতি প্রকাশিত সম্রাট অশোকের কাল্পনিক জীবনী ASOCA -A Sutra  বইটি কে লিখেছেন? 

ⓐ Irwin Allan Sealy ✓ 

ⓑ Jhumpa Lahiri 

ⓒ Bimal jalan 

ⓓ Arundhati Roy

❂ ASOCA -A Sutra  বইটি সম্রাট অশোকের একটি কাল্পনিক আত্মজীবনী।

❂ সম্রাট অশোক তৃতীয় দশকে ভারত ও এশিয়ার বেশিরভাগ অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, সেই সম্পর্কে এই বইটিতে বলা আছে।

❂ Published by : Penguin Random House India.

❂ Irwin Allan Sealy একজন ভারতীয় লেখক।

❂ 1998 সালে The Everest Hotel: A Calendar এই উপন্যাসটির জন্য তিনি বুকার পুরস্কার পান।


3. ভারতে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরী করতে চলেছে কোন বিদেশী ই-কমার্স কোম্পানী?

ⓐ Ebay

ⓑ Amazon✓

ⓒ Alibaba

ⓓ Flipkart

❂ হেডকোয়ার্টার- ওয়াসিংটন, ইউনাইটেড স্টেট 

❂ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের ৫ই জুলাই

❂ প্রতিষ্ঠাতা- জেফ বেজস

❂ অ্যামাজন CEO - Andy Jassy 


4.পুদুচেরীর লেফটেন্যান্ট গভর্নর হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে?

ⓐ আনন্দিবেন প্যাটেল

ⓑ তমিলিসাই সৌন্দরাজন✓

ⓒ কিরণ বেদী

ⓓ গিরিশচন্দ্র মুর্মু

❂ তেলেঙ্গানার রাজ্যপাল তমিলিসাই সৌন্দরাজন পুডুচেরী -এর উপ-রাজ্যপাল পদে শপথ নিয়েছেন।

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি তাঁকে শপথ বাক্য পাঠ করান।।


5. ‘Skoch Chief Minister of the Year Award’ জিতলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ গুজরাট

ⓓ পশ্চিমবঙ্গ

❂ মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

❂ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন

❂ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), Amaravati (legislative),

Kurnool (judicial)

❍ অন্ধ্রপ্রদেশ সরকার জল কলা যোজনা চালু করেছে।

❍ অন্ধ্রপ্রদেশের কডপ্পা জেলা জল সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল।

❍ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তুঙ্গভদ্রা পুষ্কর মহোৎসব পালিত হল।

❍ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন অরুপ কুমার গোস্বামী ।

❍ অন্ধ্রপ্রদেশ রাজ্য কৃষি কাজের ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল ।

❍ রাজ্যের শিক্ষকদের ইংরাজিতে দক্ষ করে তুলতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করলো অন্ধ্রপ্রদেশ।

❍ অন্ধ্রপ্রদেশ সম্প্রতি "দুয়ারে রেশন বিতরণ "প্রকল্প চালু করল।

❍অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল পার্ক- শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক ।


6. হোয়াটসঅ্যাপ এর বিকল্প ভারতীয় অ্যাপের নাম কি? 

ⓐ বার্তা

ⓑ সন্দেশ

ⓒ টেলিগ্রাম

ⓓ উড়ান

❂ ভারতকে আত্মনির্ভর গড়ে তোলার জন্য সম্প্রতি তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী হোয়াটসঅ্যাপ এর সমতুল্য মেসেজিং অ্যাপ লঞ্চ করল। 


7.SERB Women Excellence Award 2021 জিতলো মোট কতজন মহিলা?

ⓐ ৩ জন

ⓑ ৪ জন✓

ⓒ ৫ জন

ⓓ ২ জন


❂ SERB - Science And Engineering Research Board 

❂ তাঁরা হলেন- ড. শোভনা কাপুর, ড. অন্তরা ব্যানার্জি, ড. সোনু গান্ধী, ড. ঋতু গুপ্ত

8. সম্প্রতি ইরান-রাশিয়া সামাজিক সুরক্ষা বেল্ট 2021 সৈন অভ্যাসে  কোন দেশ যুক্ত হল ? 

ⓐ পাকিস্তান 

ⓑ ভারত ✓ 

ⓒ বাংলাদেশ 

ⓓ আমেরিকা 

❂ এই সৈন্য অভ্যাস আয়োজিত হচ্ছে উত্তর ভারত মহাসাগরে। 

❂ ইরানের রাজধানী : তেহরান

❂ ইরানের রাষ্ট্রপতি : হাসান রুহানি 

❂ ইরানের মুদ্রার : রিয়েল 

❂ রাশিয়ার রাজধানী : মস্কো

❂ রাশিয়ার রাষ্ট্রপতি : ভ্লাদিমির পুতিন 

❂ রাশিয়ার মুদ্রা: রাশিয়ান রুবেল


9 . কোন আইআইটি Pi Beam ইলেকট্রিক বাইক PiMo চালু করল? 

ⓐ IIT Kanpur 

ⓑ IIT Madras ✓

ⓒ IIT Kharagpur 

ⓓ IIT Delhi 

❂ এই ইলেকট্রিক বাইকে স্মার্টফোনের থেকেও তাড়াতাড়ি চার্জ দেওয়া যায় এবং একবার চার্জ দিয়ে 50 কিলোমিটার পথ যাওয়া যায়। 

❂ বাইকের দাম 30 হাজার টাকা।

❂ এই বাইকের জন্য কোন লাইসেন্স বা রেজিস্ট্রেশন এর প্রয়োজন হয় না। 

❂ IIT Madras  Established : 1959; 62 years ago

❂ Chairman : Pawan Kumar Goenka

❂ Director : Bhaskar Ramamurthi


10. কোন দেশ সম্প্রতি "টেরাফুজিয়া ট্রানজিশন" দ্বারা নির্মিত উড়তে সক্ষম হাইব্রিড কারের মঞ্জুরি দিল ?

ⓐ চীন 

ⓑ আমেরিকা ✓ 

ⓒ জাপান 

ⓓ জার্মানি

❂ আমেরিকার রাজধানী : ওয়াশিংটন ডিসি 

❂ আমেরিকার রাষ্ট্রপতি : জো বাইডেন (৪৬তম)

❂ আমেরিকার উপরাষ্ট্রপতি : কমলা হ্যারিস (৪৯তম)

❂ আমেরিকার মুদ্রা: ডলার 

11. সম্প্রতি কে হলেন কাশ্মীরের প্রথম মহিলা ভারোত্তোলক? 

ⓐ নার্গিস বেগম 

ⓑ শায়মা উবেইদ ✓

ⓒ নাজমা খাতুন 

ⓓ আয়েশা সুলতানা 

❂ কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর: মনোজ সিনহা 


12. কোন রাজ্যের অলিম্পিয়ান মনিশ রাওয়াত 35 কিমি Race walk এ স্বর্ণপদক পেলেন? 

ⓐ অন্ধ্রপ্রদেশ 

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ উত্তরাখান্ড ✓ 

ⓓ তামিলনাড়ু


❂ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী: ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

❂ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবিরানি  মৌর্য 

❂ Capital : Gairsain (summer) , Dehradun (winter)


∎ উত্তরাখণ্ডের শিবালিক হিমালয়ের প্রায় 210 রকম প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এর জন্য বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হলো। 

∎ সম্প্রতি সূর্যধার হ্রদের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে ।

∎  উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান।

∎ উত্তরাখণ্ডে 24 শে জানুয়ারি মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী।

∎ MANREGA প্রকল্পে কার্যদিবস 100 দিন থেকে বৃদ্ধি করে 150 দিন করা হয়েছে। 

∎ উত্তরাখণ্ডের নন্দাদেবী হিমবাহের তুষারধস এর ফলে উত্তরাখণ্ড চামোলি জেলার ধৌলি গঙ্গা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

∎ উত্তরাখান্ড রাজ্য প্রথম শিশুবান্ধব পুলিশ স্টেশনের উদ্বোধন করল

∎ ভারতের প্রথম পরাগ পার্ক (pollinator park) এর উদ্বোধন করা হল উত্তরাখণ্ডে।

∎ উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট ন্যাশনাল পার্ক।




Saturday, February 20, 2021

মৌর্য ও পরবর্তী মৌর্য যুগ দ্বিতীয় অংশ

 

মৌর্য ও পরবর্তী মৌর্য যুগ 

দ্বিতীয় অংশ 

১) হাতিগুম্ফা লিপি তে কোন শাসকের কীর্তির কথা জানা যায় ? 

ক) পরবর্তী মৌর্য রাজ দশরথ 

খ) পুষ্যমিত্র শুঙ্গ 

গ) বাসুদেব 

ঘ) কলিঙ্গরাজ খারবেল ✓ 

২) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ? 

ক) হর্যঙ্ক✓ 

খ) মৌর্য

গ) শুঙ্গ 

ঘ) নন্দ 

৩) কে কখন শকাব্দ প্রচলন করেছিলেন ? 

ক) কদফিসিস ,58 খ্রিস্টপূর্ব 

খ) বিক্রমাদিত্য , 58 খ্রিস্টপূর্ব 

গ) রুদ্রদমন, 78 খ্রিস্টপূর্ব 

ঘ) কনিষ্ক ,78 খ্রিস্টপূর্ব ✓

৪) কোন কুষাণ রাজা নিজেকে মহেশ্বর বলে দাবি করেন? 

ক) কুজল কদফিসিস 

খ) বিম কদফিসিস ✓

গ)  কনিষ্ক 

ঘ) সকলে


৫) সাতবাহন দের রাজধানী কোথায় ছিল বলে মনে করা হয় ? 

ক) অমরাবতী 

খ) পৈঠান✓ 

গ) নল দুর্গ 

ঘ) দুর্গ 


৬) "ধর্মাশোক " নামটি কোথায় খুঁজে পাওয়া যায়? 

ক) মাস্কি লিপি

খ) জুনাগর শিলালিপি 

গ) সারনাথ শিলালিপি

ঘ) এলাবাদ লিপি ✓


৭) মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা প্রথম ভারত আক্রমণ করে ? 

ক) ব্যাকট্রিয় গ্রিক✓ 

খ) পার্থিয়ান

গ) কুশান 

ঘ) শক 


৮) সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? SSC CGL 2016 

ক)  কাহ্ন

খ) সিমুক ✓

গ) হল

ঘ) গৌতমি পুত্র 


৯) কনিষ্কের রাজধানী ছিল - 

ক) পুরুষপুর✓ 

খ) বেনারস 

গ) এলাহাবাদ 

ঘ) সারনাথ 


১০) কোন রাজবংশ আলেকজান্ডার আক্রমণের সময় উত্তর ভারতের শাসন করছিল ? UPSC 2000 

ক) নন্দ✓ 

খ) মৌর্য 

গ) গুপ্ত 

ঘ) শুঙ্গ 


১১) মৌর্য আমলের কোন সম্রাট প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন ? 

ক) চন্দ্রগুপ্ত মৌর্য 

খ) বিন্দুসার 

গ) অশোক✓ 

ঘ) বৃহদ্রথ 


১২) শূন্য আবিষ্কার করেন কে ?

ক) আর্য ভট্ট✓ 

খ) বরাহমিহির 

গ) প্রথম ভাস্কর 

ঘ) এদের কেউ নন


১৩) নিম্নলিখিত দের মধ্যে কে কনিষ্কের সভা -চিকিৎসক  ছিলেন ? SSC.CGL 2016

ক) বসুমিত্র

খ) নাগার্জুন  

গ) চরক✓ 

ঘ) পতঞ্জলি 


১৪) নিচের কোন শিক্ষা কেন্দ্রের সঙ্গে চাণক্য যুক্ত ছিলেন ?

ক) তক্ষশীলা✓ 

খ) নালন্দা 

গ) বিক্রমশিলা 

ঘ) বৈশালী 


১৫) গ্রিক ও আরবিক এই দুই ভাষায় লেখা অশোকের লিপি কোথায় পাওয়া যায় ? 

ক) গিরনার

খ) পাটুলিপুত্র 

গ) কান্দাহার ✓ 

ঘ) মগধ 


১৬) অশোকের শাসন কালে বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 

ক)  মগধ

খ) পাটুলিপুত্র ✓ 

গ) সমস্তিপুর 

ঘ) রাজগৃহ 


১৭) কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে ?

ক) ধর্মীয় জীবন 

খ) কৃষি পদ্ধতি 

গ) রাজনৈতিক নীতি ✓ 

ঘ) অর্থনৈতিক জীবন 


১৮) চন্দ্রগুপ্ত মৌর্য কার রচিত গ্রন্থ প্রতিফলিত হন ?

ক) ভাষ

খ) শূদ্রক 

গ) বিশাখদত্ত ✓

ঘ) অশ্বঘোষ 


১৯) মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি শ্রেনীতে বিভক্ত করেন ? 

ক) 4 

খ) 5 

গ) 6 

ঘ) 7✓ 


২০) সাতবাহন দের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? 

ক) প্রথম সাতকর্ণী

খ) গৌতমীপুত্র সাতকর্ণী ✓ 

গ) শিমুক

ঘ) হল 


২১) মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয় হয়ে ওঠে ?

ক) শুঙ্গ যুগ 

খ) কুষাণ যুগ✓ 

গ) সাতবাহন যুগ 

ঘ) শক যুগ 


২২) কোন অঞ্চলটি গান্ধার শিল্পের ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল ?

ক) পুরুষপুর 

খ) উজ্জয়িনী 

গ) তক্ষশীলা ✓

ঘ)  পাটলিপুত্র 


২৩) চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন ? WBCS prelims 2014 

ক) বিন্দুসার✓ 

খ) অজাত শত্রু 

গ) অশোক 

ঘ) হর্ষবর্ধন 


২৪) কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন ? WBCS prelims 2011 

ক) বিম্বিসার 

খ) বিন্দুসার✓ 

গ) অশোক 

ঘ) কালাশোক 


২৫) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ? WBCS prelims 2008

ক) পুরু 

খ) আলেকজান্ডার 

গ) সেলুকাস ✓ 

ঘ) অম্ভি  


২৬) মগধের প্রথম রাজধানী ছিল কোনটি ? WBCS prelims 2005

ক) পাটুলিপুত্র ✓

খ) কাশি 

গ) রাজগৃহ 

ঘ) বৈশালী 


২৭) "Ashoka and decline of the Mauryan  "-গ্রন্থের লেখক কে? WBCS prelims 2017

ক) ডি. এন.  ঝা

খ) রোমিলা থাপার✓ 

গ) রামশরণ শর্মা 

ঘ) এ .এল. ব্যাসাম 


২৮) মেহেরৌলি লৌহস্তম্ভ খোদিত রাজা "চন্দ্র" বলতে কাকে বোঝানো হয়েছে ? WBCS prelims 2017

ক) চন্দ্রগুপ্ত মৌর্য 

খ) প্রথম চন্দ্রগুপ্ত 

গ) চন্দ্রসেন 

ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✓


২৯) কোন মৌর্য শাসক তারা আদেশগুলিতে "প্রিয়দর্শী" নামের ব্যবহার করতেন ?WBCS prelims 2017

ক) বিম্বিসার 

খ) অশোক ✓ 

গ) চন্দ্রগুপ্ত মৌর্য 

ঘ) বৃহদ্রথ 


৩০) অশোকের রুমিনদেই স্তম্ভ চিহ্নিত করে বুদ্ধের- WBCS prelims 2014

ক) জন্ম✓ 

খ) বোধিলাভ

গ) প্রথম বাণী প্রচার 

ঘ) মৃত্যু 

৩১) কে প্রথম স্থাপত্য নির্মানে প্রস্তর  ব্যবহার শুরু করে ? 

ক) চন্দ্রগুপ্ত মৌর্য✓ 

খ) বিম্বিসার 

গ) বিন্দুসার 

ঘ) অশোক 


৩২) কোথায় বলা হয়েছে মৌর্যরা শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত ছিল ? 

ক) পুরান ✓ 

খ) জাতক 

গ) পূর্বা 

ঘ) ইউরোপীয় রচনা


৩৩) মধ্যযুগে কন্টকা শোধনাগার ছিল - 

ক) রাজ কোষাগার 

খ) দেওয়ানী আদালত 

গ) থানা 

ঘ) ফৌজদারি আদালত✓


৩৪) মিলিন্দ পঞ্হ এর বিষয়বস্তু হলো - 

ক) জৈন গল্প গাঁথা বর্ণনা 

খ) জৈন সন্ন্যাসী দের  নিয়মাবলী 

গ) বুদ্ধের শিক্ষার মূল কথা 

ঘ) ইন্দো-গ্রিক শাসক মিনান্দার এর সঙ্গে নাগ সেন এর কথোপকথন✓

৩৫) হাতিগুম্ফা লিপি কে কয়টি লাইন আছে ? 

ক) 47 লাইন ✓ 

খ) 13 লাইন 

গ) 21 লাইন 

ঘ) 35 লাইন 


৩৬) "রাজ তরঙ্গিনী " অনুযায়ী অশোকের প্রিয় দেবতা- WBCS prelims 2017

ক) শিব ✓

খ) বিষ্ণু 

গ) বাসুদেব 

ঘ) বুদ্ধ 


৩৭) মৌর্য সাম্রাজ্যের রাজধানী চিহ্নিত হয়েছে - SSC CGL tier 1 2016 

ক) পাটুলিপুত্র ✓ 

খ) বৈশালী 

গ) লুম্বিনী 

ঘ) গোয়া


৩৮) কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ক্ষয় ক্ষতির বিষয় এবং যুদ্ধ পরিহার করার বিষয় উল্লেখ করেছেন?

ক) মাস্কি অনুশাসন 

খ) ত্রয়োদশ শিলালিপি ✓ 

গ) একাদশ শিলালিপি 

ঘ) দশম শিলালিপি

৩৯) চন্দ্রগুপ্ত কোন  জৈন সন্তের সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিলেন ?

ক) ভদ্রবাহু✓ 

খ) মহাবীর 

গ) স্থূল বাহু

ঘ) আদিনাথ 

৪০) গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় ? 

ক) মৌর্য 

খ) শুঙ্গ 

গ) কুশান ✓ 

ঘ) সাতবাহন 




WBP/AbgarI GK পর্ব-২৯

 

WBP/AbgarI GK

পর্ব-২৯

1] মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ? 

A] নর্মদা বাঁচাও ✓

B] সাইলেন্ট ভ্যালি 

C] চিপকো 

D] গ্রিন ভ্যালি 

2] কোন শস্য কে Black Wheat  বলা হয় ?

A] ধান  

B] গম ✓

C] ভুট্টা 

D] রাগী 


3] ভারতের প্রথম রবার বাগিচা কোন রাজ্যে গড়ে ওঠে ?

A] তামিলনাড়ু 

B] কেরালা ✓

C] কর্ণাটক 

D] অন্ধ্রপ্রদেশ 

4] ভারতের সর্বাধিক আফিম উৎপাদক রাজ্য কোনটি ?

A] রাজস্থান 

B] গুজরাট 

C] মধ্যপ্রদেশ ✓

D] হরিয়ানা 


5] কোন মসলা কে queen of aromatic spices  বলা হয় ?

A] লবঙ্গ 

B] এলাচ ✓

C] গোলমরিচ 

D] আদা 

6] ভারতের কোথায় সর্বাধিক তুঁত রেশম উৎপন্ন হয় ?

A] কর্ণাটক ✓

B] জম্মু ও কাশ্মীর 

C] ঝাড়খন্ড 

D] আসাম 


7] "ওলেরিকালচার" হলো - 

A] ফলের চাষ 

B] তৈলবীজ এর চাষ 

C] অর্থকরী ফসলের চাষ 

D] শাক সবজি চাষ ✓

8] নিচের কোন শহরটি স্পর্টস গুডস নির্মাণে প্রসিদ্ধ ? 

A] মিরাট ✓

B] পুনে 

C] কলকাতা 

D] বেঙ্গালুরু 


9] ভারতের Satellite Tracking  এবং Ranging Station কোথায় অবস্থিত ? 

A] থুম্বা (ত্রিবান্দম )

B] শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ) 

C] আমেদাবাদ (গুজরাট )

D] কাভালুর (তামিলনাড়ু) ✓


10] আলাউদ্দিন খলজির সেনাপতির দের মধ্যে কে সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত?

A] মালিক কাফুর✓

B] গাজী মালিক 

C] জাফর খান 

D] কোনোটিই নয় 


11] রামপ্রসাদ বিসমিল নিচের কোনটি সঙ্গে যুক্ত ছিলেন?

A] কাকোরি বোমা মামলা ✓

B] আলিপুর বোমা মামলা 

C] মিরাট ষড়যন্ত্র মামলা 

D] কানপুর ষড়যন্ত্র মামলা 


12] তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন কে ? 

A] রাজেন্দ্র চোল 

B] রাজ রাজ চোল ✓ 

C] চান্দেল 

D] রাষ্ট্রকূট 


13]  ভগবান বুদ্ধ ও মহাবীর উভয়ই মৃত্যুবরণ করেন কোন রাজার সময় কালে? WBCS main 2017 

A] বিম্বিসার 

B] অজাত শত্রু ✓

C] উদয় 

D] দশরথ 


14] মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয় হয়ে ওঠে?

A] শুঙ্গ যুগ 

B] কুষাণ যুগ ✓ 

C] সাতবাহন যুগ 

D] শক যুগ 


15] বিধবাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে সতী করানোর প্রথা কোন মুঘল সম্রাট রদ করেন ? WBCS main 2008

A] বাবর

B] হুমায়ুন 

C] আকবর ✓

D] ওরঙ্গজেব 

16] তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ? WBCS prelims 2015 

A] দেবেন্দ্রনাথ ঠাকুর ✓

B] শিবনাথ শাস্ত্রী 

C] কেশব চন্দ্র সেন 

D] রাজা রামমোহন রায় 

17] রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? 

A] পলিথিন

B] পলিপ্রোপিন

C] টেফলন

D] পলিভিনাইল ক্লোরাইড✓

18] ওজনের পরিমাণে মানবদেহে শতকরা কতটা জল আছে ? WBCS prelims 2009 

A] 66 ✓

B] 50 

C] 30 

D] 10 


19] এমাইলেজ এর উৎপত্তিস্থল কোনটি ?

WBCS prelims 2013 

A] মস্তিষ্ক 

B] রক্ত 

C] থাইরয়েড 

D] অগ্নাশয় ✓

20] কোন পেশীকে ইচ্ছামত পরিচালনা করা যায় ? 

WBCS prelim  2016 

A]  সরেখ  ঐচ্ছিক ✓ 

B]  সরেখ অনৈচ্ছিক 

C] অরেখ ঐচ্ছিক 

D] অরেখ অনৈচ্ছিক 


21] কোন প্রাণীতে অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক উভয় দেখা যায় ?

A] শামুক 

B] অ্যামিবা 

C] হাইড্রা ✓

D] কৃমি 

22] "উড স্পিরিট " নামে নিচের কোন যৌগটি পরিচিত?

A] মিথাইল অ্যালকোহল✓

B] ইথাইল অ্যালকোহল

C] ডাইমিথাইল ইথার

D]  ডাই ইথাইল ইথার


23] একটি বিকারে কিছু পরিমান জলে একটি বরফখণ্ড ভাসছে।  বরফ সম্পূর্ণ গলে গেলে জলতলের কি পরিবর্তন হবে ? 

A] একই থাকবে ✓

B] বৃদ্ধি পাবে 

C] হ্রাস পাবে 

D] প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাবে  


24] বীজ হীন  ফল সৃষ্টি করাকে কি বলে ? 

A] পার্থেনোজেনেসিস 

B] পার্থেনোকার্পি ✓ 

C] কনজুগেশন 

D] অ্যাগামোস্পার্মি


25] শীতকালে উলের পোশাক ব্যবহারের কারণ কি ? 

A] তাপের সুপরিবাহী 

B] উচ্চ আপেক্ষিক তাপ যুক্ত পদার্থ 

C] নিম্ন আপেক্ষিক তাপ যুক্ত পদার্থ 

D] তাপের কুপরিবাহী ✓ 


26] শব্দ হলো এক প্রকার- 

A] স্থিতিস্থাপক তরঙ্গ ✓ 

B] তির্যক তরঙ্গ 

C] তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 

D] মহাকর্ষীয় তরঙ্গ 


27] পারমানবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয় ? 

A] তামা 

B] প্লাটিনাম 

C] লোহা 

D] সিসা ✓ 

28] বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি ? 

A] ইথেন 

B] মিথেন ✓

C] প্রোপেন

D] বিউটেন 


29] সাধারণ টিভি রিমোটে নিচের কোনটি ব্যবহৃত হয় ? 

A] মাইক্রোওয়েভ তরঙ্গ 

B] ইনফ্রারেড তরঙ্গ ✓

C] অতিবেগুনি রশ্মি 

D] LASER 


30] গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা-

A]  হলুদ হয়✓

B]  ফ্যাকাসে হয়

C]  জালের মত হয়

D] কোনাে পরিবর্তন হয় না


31] কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়?

A]  পেট্রোল

B] কস্টিক সােডা✓

C]  ব্লিচিং পাউডার

D] ইউরিয়া


32] একই গতি সম্পন্ন কনা গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? WBCS prelims2013

A] ইলেকট্রন 

B] প্রোটন 

C] ডিউটেরণ 

D] আলফা কণা ✓


33] সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বারাবার সর্বোচ্চ সীমা কত?

A] 6 মাস✓             

B] 3 মাস

C] 4 মাস      

D] 2 বছর


34] কনস্টিটিউশন অ্যাসেম্বলির সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

A] চক্রবর্তী রাজাগোপালাচারী 

B] সর্দার প্যাটেল

C] বি আর আম্বেদকর √

D] জহরলাল নেহেরু


35] ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে?

A] একবার√

B] দুবার

C] তিন বার 

D] কখনোই না


36] পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা যায়?

A] প্রধানমন্ত্রী দ্বারা

B]  উপরাষ্ট্রপতি দ্বারা 

C] প্রধান বিচারপতি দ্বারা 

D] পার্লামেন্ট বা সংসদ দ্বারা ইমপিচমেন্ট√


37]  ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন-

A] জাতীয় জরুরি অবস্থা

B] শাসনতান্ত্রিক জরুরি অবস্থা 

C] আর্থিক জরুরি অবস্থা 

D]  উপরের সবকটি√


38] ভারতীয় সংবিধানে কতগুলো সিডিউল আছে?

A] ৯টি

B]  ৮টি 

C]১২টি √

D] ১০ টি


39] ফাউন্টেন পেন আবিষ্কার করেন - 

A] ওয়াটার ম্যান  ✓

B] ল্যারিপেজ

C] আর্থার রিম্বন

D]  ম‍্যাডাম কুরী

40] রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? 

A] চোখের বালি 

B] ঘরে বাইরে ✓

C] চতুরঙ্গ 

D] চার অধ্যায় 


41] ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়?

A]  থাইল্যান্ড

B] ভুটান

C] সুইজারল্যান্ড

D] তুরস্ক✓


42] হোসেন সাগর ঝিল কোথায় অবস্থিত?

A]  হায়দ্রাবাদ✓

B]  রাজস্থান

C] ওড়িশা

D] জম্মু-কাশ্মীর


43] “ডিবলিং” শব্দটি কোন খেলার সাথে যুক্ত? 

A] বাস্কেট বল✓

B] চেজ

C] শুটিং

D] বেসবল


44] 1 ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের কত ভাগ ?

A] এক শত কোটি ভাগের এক ভাগ সময় ✓

B] এক কোটি ভাগের এক ভাগ সময় 

C] এক লক্ষ ভাগের এক ভাগ সময় 

D] এক হাজার ভাগের এক ভাগ সময় 


45] মাল্টিমিডিয়া বলতে কী বোঝায় ?

A] শব্দের ব্যবহার 

B] ছবির ব্যবহার 

C] বর্ণের ব্যবহার 

D] বর্ণ , শব্দ ও ছবির ব্যবহার ✓


46] India Justice Report (IJR) 2020-তে প্রথমস্থানে আছে কোন রাজ্য?

A] তামিলনাড়ু

B] কেরালা

C] মহারাষ্ট্র✓

D] কর্ণাটক

47] "Player of The Month" অ্যাওয়ার্ড উপস্থাপন করতে চলেছে কোন ক্রীড়া সংস্থা?

A] BCCI

B] ICC✓

C] FIFA

D] IFC


48] মনিপুর রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নির্বাচিত হলেন ? 

A] রাজেন্দ্র চৌহান 

B] পি.ভি সঞ্জয় কুমার ✓

C] অরূপ কুমার গোস্বামী 

D] জিতেন্দ্র কুমার মহেশ্বরী 

49] ‘The Little Book of Encouragement’শিরোনামে বই লিখলেন কে?

A] চেতন ভগৎ

B] দালাই লামা✓

C] অরুন্ধতী রায়

D] সুখবীর সিং

50] ভারতে করোনামুক্ত প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

A] লাক্ষাদ্বীপ

B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ✓

C] দমন ও দিউ

D] লাদাখ















পদার্থবিদ্যা (তাপ ও তাপমাত্রা) Heat & Temperature

 

General Science পর্ব -১৫

Topic পদার্থবিদ্যা (তাপ ও তাপমাত্রা)

Heat & Temperature  

১) কোন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে ওর গতিশক্তি- 

ক) হ্রাস পায় 

খ) বৃদ্ধি পায় ✓

গ) অপরিবর্তিত থাকে 

ঘ) বৃদ্ধি বা হ্রাস গ্যাসের আণবিক ভরের উপর নির্ভর করে 


২) পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের কোন রাশিটি শূন্য হবে?

ক) গতিশক্তি 

খ) গতিবেগ 

গ) অনুর গতি 

ঘ) সবকটি✓


৩) আবদ্ধ পাত্রের কিছু গ্যাস নিষ্কাশিত করে গ্যাসের চাপ হ্রাস করলে অনুগুলির গড় মুক্তি  পথ - 

ক) বাড়বে✓ 

খ) কমবে 

গ) প্রথমে বাড়বে ও পরে কমবে 

ঘ) একই থাকবে 


৪) তাপ গতিবিদ্যা প্রথম সূত্রটি নিচের কোন সূত্রের অনুরূপ ?

ক) শক্তি সংরক্ষণ✓ 

খ) বয়েলের সূত্র 

গ) চার্লসের সূত্র 

ঘ) ভরের সংরক্ষণ সূত্র 


৫) কোন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোন রাশিটির উপর নির্ভরশীল ? 

ক) সান্দ্রতা 

খ) ঘনত্ব 

গ) তাপমাত্রা ✓ 

ঘ) তাপ পরিবাহিতাঙ্ক 

 

৬) একটি সাইকেলের টায়ার ফেটে গেলে প্রক্রিয়াটি হয় - 

ক) সমোষ্ণ পরিবর্তন 

খ) সমচাপ পরিবর্তন 

গ) রুদ্ধতাপ✓ 

ঘ) সমআয়তন পরিবর্তন 

 

৭) বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্ক এর সমান হলে-

ক) আপেক্ষিক আদ্রতা 100 %✓

খ) আপেক্ষিক আদ্রতা 90 %

গ) আপেক্ষিক আদ্রতা 50 %

ঘ) বলা সম্ভব নয় 


৮) কোন ফ্লাস্কে জল নিয়ে গিয়ে চন্দ্রপৃষ্ঠে ফ্লাস্কের ঢাকনা খুললে জল - 

ক) বরফে পরিণত হবে 

খ) ফুটতে শুরু করবে ✓ 

গ) একই থাকবে 

ঘ) কিছুই বলা সম্ভব নয় 


৯) গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ কারণ কি ? 

ক) হাওয়া ঠান্ডা করে 

খ) তাপীয় বিকিরণ কমায় 

গ) বায়ু চলাচল বৃদ্ধি করে 

ঘ) বাষ্পায়নের হার বৃদ্ধি করে ✓


১০) ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয় কারণ জলের - 

ক) নিম্ন স্ফুটনাঙ্ক 

খ) উচ্চ আপেক্ষিক তাপ ✓

গ) কম ঘনত্ব 

ঘ)  সহজলভ্য 


১১) বরফের নুন মেশালে বরফের গলনাঙ্ক - 

ক) হ্রাস পায়✓ 

খ) বৃদ্ধি পায় 

গ) একই থাকে 

ঘ) প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পায়


১২) নিচের কোনটি তাড়াতাড়ি আগুন নেভাতে সাহায্য করে ?

ক) 0°C তাপমাত্রায় বরফ 

খ) 0°C তাপমাত্রার জল 

গ) 100°C তাপমাত্রার জল ✓

ঘ) 100°C তাপমাত্রার বাষ্প 


১৩) ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ? 

ক) 32°F

খ) 0°F

গ) 212°F✓

ঘ) 100°F


১৪) ফারেনহাইট স্কেলের কোন পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ ?

ক) 160°F

খ) 320°F✓

গ) 80°F

ঘ) 120°F


১৫) মানব দেহের সাধারণ তাপমাত্রা হল - 

ক) 95°C

খ) 98°C

গ) 37°C✓

ঘ) 29°C


১৬) ফাইনাইট স্কেলে পরমশূন্য তাপমাত্রার পাঠ হবে - 

ক) -416.5 °F

খ) -45 9.4° F✓

গ) - 273° F

ঘ) - 373 ° F


১৭)  ডাক্তারি থার্মোমিটার কে  ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা হয় না , কারণ কি ?

ক) ফুটন্ত জলের তাপমাত্রা 273 ° সেলসিয়াস 

খ) জলকে ফোটালে ওর বাষ্প চাপ বৃদ্ধি পায় 

গ) থার্মোমিটার ফেটে যেতে পারে ✓ 

ঘ) জলের আয়তন সংকুচিত  হয় 


১৮) কোন ইলেকট্রিক চুল্লিতে তাপ মাপার জন্য নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়?

ক) পারদ থার্মোমিটার 

খ) রোধ থার্মোমিটার 

গ) পাইরোমিটার ✓

ঘ) ম্যানোমিটার 


১৯) থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ কি ? 

ক) পারদ এর ঘনত্ব বেশি 

খ) পারদ এর আয়তন প্রসারণ গুণাঙ্ক সুষম ✓

গ) পারদ এর সহজলভ্যতা 

ঘ) পারদ এর গলনাঙ্ক খুব বেশি 


২০) নিচের কোনটি সবচেয়ে সুবেদী থার্মোমিটার?

ক) পারদ থার্মোমিটার ✓ 

খ) রোধ থার্মোমিটার 

গ) গ্যাস থার্মোমিটার 

ঘ) পাইরোমিটার 


২১) কোন গ্যাসের চাপ ও আয়তন উভয়কে দ্বিগুণ করলে গ্যাসের তাপমাত্রা- 

ক) দ্বিগুণ হবে 

খ) একই থাকবে 

গ) চার গুণ হবে ✓ 

ঘ) অর্ধেক হবে 


২২) শীতকালে উলের পোশাক ব্যবহারের কারণ কি ? 

ক) তাপের সুপরিবাহী 

খ) উচ্চ আপেক্ষিক তাপ যুক্ত পদার্থ 

গ)  নিম্ন আপেক্ষিক তাপ যুক্ত পদার্থ 

ঘ) তাপের কুপরিবাহী✓


২৩) তাপ পরিবহনের হার সর্বাধিক - 

ক) পরিবহনে 

খ) পরিচলনে 

গ) বিকিরণে✓ 

ঘ) কৃত্রিম পরিচলনে 


২৪) শূন্যস্থানে তাপ যায় - 

ক) পরিবহন পদ্ধতিতে 

খ) পরিচলন পদ্ধতিতে 

গ) বিকিরণ পদ্ধতিতে ✓

ঘ) কোনোটিই নয় 


২৫) তাপীয় বিকিরণ - 

ক) অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ 

খ) তীর্যক যান্ত্রিক তরঙ্গ 

গ) তড়িৎ চুম্বকীয় যান্ত্রিক তরঙ্গ ✓ 

ঘ) কোনোটিই নয় 


২৬) কোন তলটি উত্তম শোষক? 

ক) সাদা অমসৃণ তল 

খ) কালো অমসৃণ তল ✓

গ) সাদা মসৃন তল 

ঘ) কালো মসৃণ তল 


২৭) তাপ বিকিরণ এর বেগ - 

ক) শব্দের বেগের সমান 

খ) আলোর বেগের সমান ✓

গ) উচ্চ বেগ কিন্তু আলোর বেগ অপেক্ষা কম 

ঘ) শব্দের বেগ অপেক্ষা বেশি কিন্তু আলোর বেগ অপেক্ষা কম 


২৮)  কোন পদ্ধতিতে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা হয় ?

ক) তাপ পরিবহন পদ্ধতি 

খ) সৌর বর্ণালীবীক্ষণ পদ্ধতি ✓

গ) রোধ থার্মোমিটার দ্বারা 

ঘ) কৃষ্ণবস্তু বিকিরণ বর্ণালী দ্বারা 


২৯) ধাতব টেবিলে রাখা এক কাপ চা কোন পদ্ধতিতে ঠান্ডা হয় ? 

ক) পরিচলন 

খ) বিকিরণ 

গ) পরিবহন 

ঘ) সবকটি পদ্ধতিতে ✓


৩০) একটি আদর্শ কৃষ্ণবস্তু হলো- 

ক) উত্তপ্ত সোডিয়াম বাতি 

খ) টাংস্টেন তার 

গ) উত্তপ্ত ভুসাকালি 

ঘ) ফাঁপা গোলকের ছোট ছিদ্র ✓


৩১) কোন প্রক্রিয়ায় সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয় ? 

ক) পরিচলন 

খ) পরিবহন 

গ) বিকিরণ ✓

ঘ) অভিবহন 


৩২)  চায়ের পাত্র আদর্শগতভাবে কেমন হওয়া উচিত ?

ক) কাল ও মসৃণ 

খ) সাদা ও মসৃণ ✓

গ) সাদা ও অমসৃণ 

ঘ) কাল ও অমসৃণ 


৩৩) সবুজ ঘর (greenhouse) ক্রিয়ায় জন্য দায়ী -

ক) ইউভি রশ্মি 

খ) এক্স রশ্মি 

গ) গামা রশ্মি 

ঘ) অবলোহিত রশ্মি ✓


৩৪) কোন বস্তুর তাপমাত্রা 1k বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কে কি বলা হয় ? WBCS prelim 2014 

ক) আপেক্ষিক তাপ  

খ) তাপগ্রাহিতা ✓

গ) জলসম

ঘ) কোনোটিই নয় 


৩৫) 1 kg ভরের কোন বস্তুর তাপমাত্রা 1k বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় ? WBCS prelim 2014 

ক) আপেক্ষিক তাপ ✓

খ) তাপগ্রাহিতা 

গ) জলসম 

ঘ) কোনোটিই নয় 


৩৬) SI পদ্ধতিতে তাপের একক কি ? Railway group D 2014 

ক) ফ্যারাডে 

খ) ওয়াট 

গ) জুল ✓

ঘ) কেলভিন 


৩৭) গ্যাস কে তরলে পরিণত করার পদ্ধতি হলো - Railway group D 2015 

ক) বিকিরণ 

খ) ঘনীভবন ✓ 

গ) খন্ডীকরণ 

ঘ) বাষ্পীভবন 


৩৮) পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে - WBCS prelim 2012

ক) যেখানে জল জমে বরফে পরিণত হয় 

খ) পদার্থের অনুগুলির গতি স্তব্ধ  হয় ✓

গ) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে 

ঘ) অনুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পর সমান হয় 


৩৯) একটি ধাতব  পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো । ধাতব  পাতটিতে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস - WBCS prelim 2011

ক) বাড়বে ✓

খ) কমবে 

গ) বাড়বে না কমবে, তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর 

ঘ) বাড়বে না কমবে, তা নির্ভর করবে পাতের পদার্থের উপর


৪০) নিচের কোন ঘটনায় তাপ তরঙ্গ আলোর ন্যায় একই গতিবেগে সরল রেখায় গমন করে ? 

ক) তাপীয় পরিবহন (Thermal Conduction( 

খ) প্রণোদিত পরিচলন (forced convection)

গ) স্বাভাবিক পরিচলন(Natural Convection)   

ঘ) তাপীয় বিকিরণ (Thermal Radiation)✓ 











.





Friday, February 19, 2021

Bengali Current Affairs 18th February, 2021

Bengali Current Affairs 18th February, 2021

1. কিংস ইলেভেন পাঞ্জাব এর নাম বদল করে কি রাখা হলো ?

ⓐ ইলেভেন পাঞ্জাব
ⓑ পাঞ্জাব কিংস ✓
ⓒ পাঞ্জাব কিংস ইলেভেন
ⓓ ইলেভেন পাঞ্জাব কিংস

● ক্যাপ্টেন- কে.এল. রাহুল

● হেড কোচ- অনিল কুম্বলে

◓ পাঞ্জাব কিংস Owner - মোহিত বর্মন, নেস ওয়াদিয়া, প্রীতি জিন্তা, করণ পাল


2. কত তারিখ থেকে সমস্ত জাতীয় সড়কে FASTag  বাধ্যতামূলক করা হলো?

ⓐ 13 ফেব্রুয়ারি
ⓑ 14 ফেব্রুয়ারি
ⓒ 15 ফেব্রুয়ারি ✓
ⓓ 16 ফেব্রুয়ারি

3. সম্প্রতি মহারাজা সুহেল দেব স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ রমেশ পক্রিয়াল
ⓒ স্মৃতি ইরানি
ⓓ পীযূষ গোয়েল

◓ নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশে মহারাজা সুহেল দেব স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

4. সম্প্রতি কে John florio prize  জিতেছেন ?

ⓐ ঝুম্পা লাহিরি✓
ⓑ অরুন্ধতী রায়
ⓒ শোভা দে
ⓓ বিমল জালান

◓ ইটালিয়ান উপন্যাস "Domenico Starnone's " ইংরেজিতে অনুবাদ করার জন্য ঝুম্পা লাহিরি এই পুরস্কার পেলেন।

5. 20 21 - 22 সালে Institute of Chartered account of India (ICAI) এর প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন?

ⓐ Nihar .N. Jambusaria ✓
ⓑ Subrata Trivedi
ⓒ Sukh Manoranjan
ⓓ Nilanjan Mohanty

◓ ICAI প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1949 সালে
◓ সদরদপ্তর : নিউ দিল্লি
◓ ভাইস প্রেসিডেন্ট : দেবাশীষ মিত্র

6. কোন রাজ্যে 20 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত খাজুরাহো ডান্স ফেস্টিভেল 2021 অনুষ্ঠিত হতে চলেছে?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ অন্ধ্রপ্রদেশ

● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল
● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান
● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল

● মধ্যপ্রদেশ রাজ্যে 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।
● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।
● সম্প্রতি Pankh ও লাডলি লক্ষী  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।
● SAANS নামক অভিযান চালু করল মধ্যপ্রদেশ।
● সৌরশক্তি উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট থেকে বৃদ্ধি করে 10 হাজার মেগাওয়াট করবে মধ্যপ্রদেশ।
● বিশ্বের সর্বাধিক পুরানো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল মধ্যপ্রদেশে

মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক ,কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক , মাধব ন্যাশনাল পার্ক ,পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক , পেঞ্চ ন্যাশনাল পার্ক ,বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক ।


7. 2021 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার উপস্থাপন করলেন কে?

ⓐ রাজনাথ সিং ✓
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ অমিত শাহ
ⓓ রামনাথ কোবিন্দ

◓ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 2021 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার উপস্থাপন করলেন।
◓ পুরস্কারটি পেয়েছে দিল্লি পুলিশ।

8. কে BCCI এর গেম ডেভেলপমেন্ট এর জন্য জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ অজয় মাধুর
ⓑ নির্মাল্য কর
ⓒ ধীরাজ মালহোত্রা ✓
ⓓ প্রণব ভাটিয়া

◓ আইপিএল টিমের দিল্লি ক্যাপিটাল এর CEO পদে নিযুক্ত আছেন ধীরাজ মালহোত্রা ।

◓ BCCI এর প্রেসিডেন্ট : সৌরভ গাঙ্গুলী
◓ ভাইস প্রেসিডেন্ট : রাজীব শুক্লা
◓ সেক্রেটারি : জয় শাহ
◓ প্রতিষ্ঠিত : 1928

9. Critics choice Award 2021 এ বছর কততম ?

ⓐ 24 তম
ⓑ 25 তম
ⓒ 26 তম ✓
ⓓ 27 তম

◓ 26th Critics' Choice Awards will be presented on March 7, 2021, honoring the finest achievements of 2020 filmmaking
◓ The film nominations were announced on February 8, 2021



10. পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব  উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের কোন জেলায়?

ⓐ বর্ধমান
ⓑ দক্ষিণ 24 পরগনা
ⓒ কোচবিহার ✓
ⓓ কলকাতা

◓ কোচবিহারের প্রাসাদে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।
◓ বিবিধের মাঝে ঐক্য স্থাপনের জন্য এই উৎসব পালিত হয়।
◓ এবছর এটা 11 তম ।
◓ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী:  মমতা ব্যানার্জি

◓ পশ্চিমবঙ্গের বিখ্যাত  ন্যাশনাল পার্ক গুলো হল -  সুন্দরবন ন্যাশনাল পার্ক , গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক , সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ।


11. কোন রাজ্যের পুলিশ মহিলা সুরক্ষা ও সশক্তিকরণ এর জন্য Digital Outreach Program চালু করল ?

ⓐ সিকিম
ⓑ মেঘালয়
ⓒ উত্তর প্রদেশ ✓
ⓓ ঝাড়খন্ড

◉ উত্তর প্রদেশের রাজধানী : লখনও
◉ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
◉ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল

◉ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করা হবে।
◉ কিষান কল্যাণ যোজনা চালু হলো উত্তরপ্রদেশে।
◉ মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশে।
◉ ভারতের প্রথম দুটি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধবিমান রানওয়ে  নির্মিত হল উত্তরপ্রদেশে।
◉ চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে
◉ভবেশ কুমার সিং উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন
◉ উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে স্ট্রবেরি উৎসব আয়োজন করা হল।
◉ রাজ্য নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে উত্তর প্রদেশ।


12. কোন রাজ্য সম্প্রতি "অভ্যুদয় যোজনা" চালু করল ?

ⓐ তামিলনাড়ু
ⓑ উত্তর প্রদেশ✓
ⓒ রাজস্থান
ⓓ কর্ণাটক

13. কোন দেশ সম্প্রতি " Cargo Spacecraft Progress  77"  লঞ্চ করল ?

ⓐ আমেরিকা
ⓑ রাশিয়া ✓
ⓒ জাপান
ⓓ পাকিস্তান

◓ রাশিয়ার রাজধানী : মস্কো
◓ রাশিয়ার মুদ্রা : রাশিয়ান রুবেল
◓ রাশিয়ার প্রেসিডেন্ট : ভ্লাদিমির পুতিন


14. ভারতের প্রথম ভ্রমের মিউজিয়াম (Museum Of Illusion) কোথায় নির্মাণ করা হলো ?

ⓐ দিল্লি ✓
ⓑ কলকাতা
ⓒ মুম্বাই
ⓓ ব্যাঙ্গালোর

◓ এই মিউজিয়ামে যারা প্রবেশ করবে তারা ভ্রমের শিকার হবে ।

◓ সম্প্রতি দিল্লিতে তামিল একাডেমি চালু হলো।
◓ কোঙ্কণী ভাষা একাডেমি চালু হলো দিল্লিতে।
◓ জীবন সেবা মোবাইল অ্যাপ চালু করেছে দিল্লি।
◓ ভারতের প্রথম প্লাজমা ব্যাংক স্থাপন করা হয়েছে দিল্লিতে।
◓ ভারতের প্রথম e-vehicle charging  প্লাটফর্ম চালু হয়েছে দিল্লিতে।
◓ সুইচ দিল্লি অভিযান চালু হয়েছে দিল্লিতে।

◓ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী : অরবিন্দ কেজরিওয়াল
◓ লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।

15.  প্রয়াত হলেন পি.বি সামন্ত। তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত
ⓑ খেলোয়াড়
ⓒ বিচারপতি ✓
ⓓ সাংবাদিক

◓ তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন।
◓ তার লেখা বিখ্যাত বই "A grammar of democracy".


16. সম্প্রতি "Tipane Kashmirchi (Notes On Kashmir) untold stories " শীর্ষক বইটি কে প্রকাশ করলেন?

ⓐ রাজনাথ সিং
ⓑ অমিত শাহ
ⓒ মনোজ সিনহা✓
ⓓ নরেন্দ্র মোদি

◓ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা "Tipane Kashmirchi (Notes On Kashmir) untold stories " শীর্ষক বইটিকে প্রকাশ করলেন।
◓ বইটি লিখেছেন অরুণ কর্মকার।


17. প্রতিবছর ‘National Productivity Day’ কবে পালিত হয়?

ⓐ 12 ফেব্রুয়ারী✓
ⓑ 13 ফেব্রুয়ারী
ⓒ 14 ফেব্রুয়ারী
ⓓ 15 ফেব্রুয়ারী

◓ প্রতিবছর 12 ফেব্রুয়ারী National Productivity Council (NPC) -এর অধীনে ‘National Productivity Day’ পালিত হয়।

◓ National Productivity Week 2021 পালিত হবে – 12 ফেব্রুয়ারী – 18 ফেব্রুয়ারী পর্যন্ত।



Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...