Wednesday, September 30, 2020

Bengali Current Affairs 1st October, 2020

 


Bengali Current Affairs 1st October, 2020

1. গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার 2020- 21 কে পেলেন?

ⓐ উষা মঙ্গেস্কার✓
ⓑ অল্কা ইয়াগ্নিক
ⓒ কবিতা কৃষ্ণমূর্তি
ⓓ শ্রেয়া ঘোষাল

মহারাষ্ট্র রাজ্য সরকার পুরস্কারটি দিয়ে থাকে। মহারাষ্ট্র রাজ্য সরকার প্রথম পুরস্কার দেয় 1992 সালে।
 1984 সালে প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার দেওয়া শুরু করে মধ্যপ্রদেশ সরকার।
 পুরস্কারস্বরূপ 5 লক্ষ টাকা নগদ ,একটি শংসাপত্র, একটি স্মারক দেওয়া হয়।

2.Myntra কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?

ⓐ কিয়ারা আদভানি
ⓑ দিশা পাটানী✓
ⓒ পরিনীতি চোপড়া
ⓓ প্রিয়াঙ্কা চোপড়া

হেড কোয়াটার- বেঙ্গালুরু
 প্রতিষ্ঠা সাল- ফেব্রুয়ারী,২০০৭
 বর্তমান CEO- অমর নাগারাম

3. Telecom regulatory authority of India (TRAI) এই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Satish Narayan
ⓑ Dr P. D. Vaghela✓
ⓒ Sourav Sharma
ⓓ Prokash Mandal

এনার আগে এই পদে ছিলেন- Ram Sewak Sharma (রাম সেবক শর্মা)
 The Telecom Regulatory Authority of India (TRAI) is a statutory body set up by the Government of India.
 TRAI-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৯৭ সালের ২০শে ফেব্রুয়ারী

4.International Day of awareness on food loss and waste reduction দিনটি কবে পালিত হয়?

ⓐ 24 সেপ্টেম্বর
ⓑ 25 সেপ্টেম্বর
ⓒ 29 সেপ্টেম্বর✓
ⓓ 27 সেপ্টেম্বর

The UN General Assembly, on 19 December 2019, designated 29 September as the International Day of Awareness of Food Loss and Waste.

 International Day of awareness on food loss and waste reduction দিনটি এই বছর প্রথম পালিত হচ্ছে।

 Theme : Stop food loss and waste. For the people. For the planet.

5. অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘রেডিও পাঠশালা প্রোগ্রাম’ লঞ্চ করছে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উড়িষ্যা✓
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা

উড়িষ্যার স্কুল ও জনশিক্ষামন্ত্রী সমীররঞ্জন দাস জানিয়েছেন, ‘‌রেডিও পাঠশালা’‌ কর্মসূচিটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
 অল ইন্ডিয়া রেডিও স্টেশন থেকে প্রতিদিন ১৫ মিনিট করে সম্প্রচারিত হবে এই প্রোগ্রাম।
 অডিও প্রোগ্রামটি কেন্দ্রীয় সরকারের DIKSHA অনলাইন প্ল্যাটফর্মেও আপলোড করা হবে।
 উড়িষ্যা রাজ্য সরকার ২০২০–২১ শিক্ষাবর্ষের জন্য সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

 উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল
 উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়ক
 উড়িষ্যা রাজ্যের রাজধানী : ভুবনেশ্বর

6.রাজস্থানের শহর গুলির জলনিকাসী ব্যবস্থা ও পয়ঃপ্রণালীর উন্নতির জন্য কত মিলিয়ন ডলার লোন দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক?

ⓐ ২০০ মিলিয়ন
ⓑ ৩০০ মিলিয়ন✓
ⓒ ৫০০ মিলিয়ন
ⓓ ১০০ মিলিয়ন

রাজস্থানের রাজধানী- জয়পুর
 মুখ্যমন্ত্রী- অশোক গেহলট
 রাজ্যপাল- কালরাজ মিশ্র
 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর হেডকোয়াটার- Mandaluyong, Philippines
 প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
 বর্তমান প্রেসিডেন্ট- Masatsugu Asakawa
 সদস্য দেশ- ৬৮টি

7.সম্প্রতি Mustapha Adib (মুস্তাফা আদিব) কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ ভেনেজুয়েলা
ⓑ লেবানন✓
ⓒ গ্রীনল্যান্ড
ⓓ আফগানিস্তান


 রাজধানী- বেইরুট
 মুদ্রার নাম- লেবানিজ পাউন্ড

8. কোন শহরে প্রতিবন্ধী স্পোর্টস সেন্টার স্থাপন করা হবে?

ⓐ কলকাতা
ⓑ মুম্বাই
ⓒ জয়পুর
ⓓ গোয়ালিয়র✓

9.Intellectual Property cooperation-এর জন্য কার সঙ্গে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করলো ভারত?

ⓐ জার্মানী
ⓑ ইজরায়েল
ⓒ ডেনমার্ক✓
ⓓ মালদ্বীপ

রাজধানী- Copenhagen
 মুদ্রার নাম- Danish krone
 Prime Minister - মিটে ফ্রেদ্রিখসেন

10. সম্প্রতি প্রয়াত মহিলা অর্থনীতিবিদ Dr. Isher Judge Ahluwalia  (ইশার জজ আহলুওয়ালিয়া) , কোন পুরস্কার পেয়েছিলেন?

ⓐ পদ্মশ্রী
ⓑ পদ্ম ভূষণ✓
ⓒ ভারত রত্ন
ⓓ নোবেল

২০০৯ সালে শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে তাঁর কৃতিত্বের জন্যই তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন।
 তিনি দিল্লির Indian Council for Research on International Economic Relations (ICRIER)-এর ডিরেক্টর এবং চেয়ারপারসন হিসাবে কাজ করেছেন।
 মৃত্যুকালীন তাঁর বয়স- ৭৪ বছর

11. চেরুভ নদীর তীরে cable-stayed bridge  উদ্বোধন করলো কোন রাজ্য?

ⓐ তেলেঙ্গানা✓
ⓑ নাগাল্যান্ড
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ অরুণাচল প্রদেশ

230 মিটার দীর্ঘ, বহু বর্ণের এই সেতুটি একাধিক দর্শনার্থীকে নগরীতে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
 সেতুটি নির্মাণ করতে খরচ হচ্ছে 180 কোটি টাকা।
 তেলেঙ্গানার রাজধানী : হায়দ্রাবাদ
 তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও

12. 28 সেপ্টেম্বর কোন ভারতীয় বিপ্লবী জন্মদিন পালন করা হয়?

ⓐ সুভাষচন্দ্র বোস
ⓑ ভগৎ সিং✓
ⓒ ক্ষুদিরাম বসু
ⓓ সূর্যসেন

ভগৎ সিংহ  (২৮ সেপ্টেম্বর ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
 জন্মস্থান: লায়ালপুর, পাঞ্জাব,
 মৃত্যুস্থান: লাহোর, পাঞ্জাব

13. কোন রাজ্য সরকার "মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা"  লঞ্চ করল?

ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ গুজরাট

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান "মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা" লঞ্চ করলেন।
 এই প্রকল্পের অধীনে প্রতিবছর কৃষকের একাউন্টে দুইভাগে 4000 টাকা ফেলা হবে।

14. Khadi and village Industries commission কাকে advisor পদে নিযুক্ত করল?

ⓐ সুনিল শেটি✓
ⓑ রোহিত শর্মা
ⓒ রাজেশ খুল্লার
ⓓ সমীর কুমার খারে

The Khadi and Village Industries Commission (KVIC) is a statutory body, formed in April 1957 (as per an RTI) by the Government of India, under the Act of Parliament, 'Khadi and Village Industries Commission Act of 1956'.
 সুনিল শেটি এক বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন।
 Chairman of khadi and village Industries commission : Vinay Kumar Saxena

15. World heart day কবে পালিত হয়?

ⓐ 24 সেপ্টেম্বর
ⓑ 27 সেপ্টেম্বর
ⓒ 29 সেপ্টেম্বর✓
ⓓ 30 সেপ্টেম্বর

হার্টের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে দিনটি পালন করা হয়।
 Theme : " Use Heart to Beat Cardiovascular Disease"







MOCK TEST- 8

 MOCK TEST- 7

২৪) কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ? 

ক) কুট্টিকে

খ) শঙ্করকে

গ) চণ্ডী লাহিড়ীকে

ঘ) গগনেন্দ্রনাথকে✓

MOCK TEST- 8

১) সবচেয়ে হালকা ধাতু হলো -

ক) লিথিয়াম✓

খ) অ্যালুমনিয়াম

গ) গ্যালিয়াম

ঘ) সিজিয়াম


২) তড়িত প্রবাহের হলে অত্যন্ত তাপ সৃষ্টি হলেও বৈদুতিক বাল্ব এর ফিলামেন্ট গলে বা পুড়ে যায় না কেন ?

ক) বাল্বের ভিতরে O2 নেই✓

খ) বাল্বের ভিতরে CO2 নেই

গ) বাল্বের ভিতরে H2 নেই

ঘ) বাল্বের ভিতরে SO2 নেই


৩) " টেবিল সল্ট " কাকে বলে ?

ক) ম্যাগনেসিয়াম ক্লোরাইড

খ) ম্যাগনেসিয়াম ব্রমাইড

গ) সোডিয়াম ক্লোরাইড✓

ঘ) সোডিয়াম ব্রমাইড


৪) শাকসব্জি সবুজ রাখতে ব্যবহার করা হয় ?

ক) জিঙ্ক সালফেট

খ) কপার সালফেট✓

গ) সোডিয়াম সালফেট

ঘ) ম্যাগনেসিয়াম সালফেট


৫) নিচের কোনটি অধিক শক্তিশালি রশ্মি ?

ক) গামা রশ্মি✓

খ) বিটা রশ্মি

গ) আলফা রশ্মি

ঘ) এক্স রশ্মি


৬) ঘন কোন এর একক কি ?

ক) স্টেরাডিয়ান ✓

খ) রেডিয়ান 

গ) ডিগ্রী 

ঘ) স্টেডিয়া


৭) একটি রুপার গহনাতে সোনার লেপন দিতে কাকে কোথায় রাখতে হবে ?

ক)  গয়না টিকে আনোডে এবং সোনার পাত কে ক্যাথডে 

খ) উভয় কে আনোডে

গ) উভয় কে ক্যাথডে

ঘ) গয়না টিকে ক্যাথডে এবং সোনার পাত কে আনোডে ✓


৮) জলের তড়িৎ বিশ্লেষন করলে উৎপন্ন অক্সিজেন হাইড্রোজেন এর কম হয় কারণ ?

ক)  অক্সিজেন এর আয়তন কম 

খ) অক্সিজেন জলে কিছু পরিমান দ্রবীভূত হয় ✓

গ) হাইড্রজেন এর আয়তন বেশি 

ঘ) কোনটিই  নই 


৯) লোহার গলনাঙ্ক কত ?

ক) ১৫৩০ ডিগ্রী সেলসিয়াস ✓

খ) ১৫৪০ ডিগ্রী সেলসিয়াস 

গ) ১৫২০ ডিগ্রী সেলসিয়াস 

ঘ) ১৫১৫ ডিগ্রী সেলসিয়াস 


১০) কার্বন ডাই অক্সাইড এর কঠিন অবস্থা কে শুস্ক বরফ বলা হয় কেন ?

ক) সৃষ্ট বস্তুটি শুকনো থাকে 

খ) উহাতে জল থাকে না 

গ) শুস্ক বরফ তরলে পরিনত না হয়ে সোজা গ্যাসে পরিনত হয় ✓

ঘ) তাপমাত্রা খুব কম 


১১) পদার্থের পরিচিত তিনটি অবস্থা ব্যতিত আর দুটি অবস্থা কি কি ?

ক) প্লাজমা ও অতি কঠিন অবস্থা 

খ) সুপার আটম ও সুপার লিকুইড 

গ) প্লাজমা ও অতিতরল অবস্থা ✓

ঘ) প্লাজমা ও অতি নরম অবস্থা 


১২) কস্টিক সোডার আপেক্ষিক গুরত্ব কত ?

ক) 1.13 

খ) 4.13✓

গ) 3.13

ঘ) 2.13


১৩) শক্তিশালী জল বলা হয় যে আসিডকে তা হলো -

ক) সালফিউরিক আসিড 

খ) হাইড্রক্লোরিক আসিড

গ) কার্বনিক আসিড

ঘ) নাইট্রিক আসিড✓


১৪) নিম্নলিখিত কোন গুলির মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে ?

ক) ঢালাই লোহা ✓

খ) কাঁচা লোহা 

গ) স্টিল 

ঘ) স্টেইনলেস স্টিল 


১৫) কোনটি মৌলিক কার্বনের উদাহরণ ?

ক) হীরা ✓

খ) ম্যাগনেসিয়াম 

গ) তামা 

ঘ) চুন 


১৬) দীপন শক্তির একক হলো ?

ক) ডায়প্টার 

খ) লুমেন 

গ) ক্যান্ডেলা ✓

ঘ) কোনোটাই নয়


১৭) সোডিয়াম কে কেরোসিন এর মধ্যে রাখা হয় কেন ? 

ক) এটি বায়ুর সংস্পর্শে মলিন হয় 

খ) এটি বায়ুর সংস্পর্শে জ্বলতে থাকে ✓

গ) এটি সক্রিয় থাকে 

ঘ) এটি বাস্পীভবন থেকে রক্ষা পায় 


১৮) কস্টিক সোডার রং কি ? 

ক) সাদা ✓

খ) নীল্ 

গ) লাল 

ঘ) বেগুনি 


১৯) মোম হলো প্রকৃত পক্ষে ? 

ক) হাইড্রকার্বন ✓

খ) হাইড্রক্লোরাইড 

গ) হাইড্রঅক্সাইড

ঘ) হাইড্রফ্লুরাইড 


২০) ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ? 

ক) দুইটি✓

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি


২১) টেবিল সুগার কোন প্রকারের সুগার?

ক) সুক্রোজ✓

খ) ফ্রুক্টোজ

গ) গ্যালাকটোজ

ঘ) গ্লুকোজ


২২) দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?

ক) অ্যালবুমিন

খ) গ্লোবিউলিন

গ) ল্যাকটোজ✓

ঘ) কেসিন


২৩) ক্যান্সার সৃষ্টি করতে পারে-

ক) হাইড্রোকার্বন

খ) ক্লোরোবেনজিন✓

গ) কার্বন

ঘ) ক্লোরোফরম


২৪) মৌল রূপে কোনটি তীব্রতম জারক পদার্থ?

ক) ক্লোরিন✓

খ) আয়োডিন

গ) ব্রোমিন

ঘ) ফ্লোরিন


২৫) কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট?

ক) কপার✓

খ) জিংক

গ) টিন

ঘ) ম্যাগনেসিয়াম


২৬) গোয়াতে ‘International Film Festival of India’-র ৫১তম সংস্করণ অনুষ্ঠিত কবে হবে?

ক) ১২-১৬ই জানুয়ারী, ২০২১

খ) ১৬-২৪শে জানুয়ারী, ২০২১✓

গ) ২০-২৮শে ডিসেম্বর, ২০২০

ঘ) ১৭-২৫শে নভেম্বর, ২০২০


২৭) কোন স্বাধীনতা সংগ্রামীর জীবনীর উপর সিনেমা তৈরী করতে চলেছে বাংলাদেশ?

ক) মাতঙ্গিনী হাজরা

খ) প্রীতিলতা ওয়াদ্দেদার ✓

গ) সরোজিনী নাইডু

ঘ) রানী লক্ষ্মীবাই













Tuesday, September 29, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৯৪

 



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯৩

২০) মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক প্রকাশ ঘটায় মস্তিকের কোন অংশ?

ক) হাইপোথ্যালামাস
খ) থ্যালামাস✓
গ) সেরেবেলাম
ঘ) মেডুলা অবলঙ্গাটা


আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯৪

১) উষ্ণ মরু অঞ্চলে কোন আবহবিকার বেশি কার্যকরি ?

ক) রাসায়নিক আবহবিকার
খ) যান্ত্রিক আবহবিকার✓
গ) উভয় আবহবিকার
ঘ) কোনটাই নয়

২) শিলা তে মরচে ধরার কারণ কি ?

ক) কার্বনেসান দ্বারা
খ) জারণ দ্বারা✓
গ) সলিফ্লেক্সান দ্বারা
ঘ) কোনটাই নয়

৩) প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল কত ?

ক) ১২,৪৫,৪২ ,০০০ বর্গকিমি
খ) ১৬,৫২,৪২,০০০ বর্গকিমি✓
গ) ১২,৩৯,৩৫,০০০ বর্গকিমি
ঘ) ৮,২৩,৬২,০০০ বর্গকিমি

৪) কংসাবতী বা কাঁসাই নদীর উত্পত্তি কোথা থেকে হয়েছে ?

ক) পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে
খ) বিহারের চম্পারণ থেকে
গ) অযোধ্যা পাহাড় থেকে
ঘ) ঝাড়খন্ডের ছোটনাগপুর থেকে ✓

৫) কোন গ্রহের মাধ‍্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি ?

ক) বুধ
খ) বৃহস্পতি  ✓
গ) শুক্র
ঘ) পৃথিবী

৬) যে অঞ্চলে স্বাদু জল নোনা জলের সাথে মিশ্রিত হয় তাকে বলে-

ক) বেথিয়াল
খ) প্রোফান্ডাল✓
গ) আইসল্যান্ড
ঘ) এসচুয়ারি

৭) ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন ?

ক) আলাউদ্দিন খলজী ✓
খ) ইব্রাহিম লোদী
গ) শেরশাহ
ঘ) মহম্মদ বিন তুঘলক

৮) ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল ?

ক)১৯৪২ সালে
খ) ১৯৪৪ সালে
গ) ১৯৪৬ সালে ✓
ঘ)১৯৪৮ সালে

৯) বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

ক) আলিব‍র্দী খাঁ
খ) মুর্শিদকুলি খাঁ ✓
গ) সিরাজউদ্দৌলা
ঘ) নবাব মিরজাফর

১০) ভারতের সিভিল সার্ভিসের জনক কে ?

ক) লর্ড ডালহৌসি
খ) সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
গ) জেনারেল ডায়ার
ঘ) কর্নওয়ালিস  ✓

১১) মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন ?

ক) আকবরের
খ) শিবাজীর
গ) আলাউদ্দিন খলজীর  ✓
ঘ)শেরশাহের

১২) ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় ?

ক) পুনে  ✓
খ) কোলকাতায়
গ) চেন্নাইয়ে
ঘ)  দিল্লিতে


১৩) অশোক যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি গ্রহণ করেন -

ক) কলিঙ্গ যুদ্ধের পর  ✓
খ)তরাইনের প্রথম যুদ্ধের পর'
গ) বাংলা ভাগের পর
ঘ) তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর

১৪) বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন  -

ক) ১৮৮৮ সালে
খ)১৮৮৯ সালে  ✓
গ) ১৯৯২ সালে
ঘ) ১৮৯৭ সালে

১৫) ভারতে প্রথম ফরাসিদের আগমন ঘটে -

ক) দেরাদুনে
খ) আগ্রাতে
গ) পন্ডিচেরীতে ✓
ঘ) গান্ধিনগরে

১৬) জোনাকি পোকাতে কি থাকার জন্য আলো জলে ?

ক) ক্লোরোপিক্নিন
খ)  ইথাইল মারকপ্তান
গ) ফসফরাস ডাইহাইড্রাইট✓
ঘ) থার্মাইট

১৭) উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে ?

ক) নিম
খ) বাসক
গ) কালো মেঘ
ঘ) সর্পগন্ধা✓

১৮) এদের মধ্যে কোনটিকে লিকার হিসাবে ধরা হয় ?

ক) অ্যাসিটন
খ) মিথাইল অ্যালকোহল
গ) ফরম্যালডিহাইড
ঘ) ইথাইল অ্যালকোহল✓

১৯) পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ কি?

ক) ফরমিক অ্যাসিড✓
খ) অ্যাসিটিক অ্যাসিড
গ) ল্যাকটিক অ্যাসিড
ঘ) ম্যালিক এসিড

২০) যে তড়িত দ্বয় এর সাথে ব্যাটারির পজেটিভ মেরু যুক্ত থাকে তাকে বলে ?

ক) ক্যাথড
খ) আনোড✓
গ) ইলেকট্রিক
ঘ) কোনটাই নয়

২১) ধমনীতে রক্তপ্রবাহ বন্ধ হয় কীসের প্রভাবে ?

ক) হরমোনের প্রভাবে
খ) কোলেস্টেরলের প্রভাবে✓
গ) মাইটোসিসের প্রভাবে
ঘ) অ্যামাইনোসিসের প্রভাবে

২২)  ভারতে বেশী সময় ধরে মুখ্যমন্ত্রী পদে যুক্ত ছিলেন -

ক) অখিলেশ যাদব
খ) লালু প্রসাদ যাদব
গ) ডাঃ বি.সি.রায়
ঘ) জ্যোতি বসু ✓

২৩) কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোন ব্যক্তি এই দেশের নাগরিকত্ব দাবী করতে পারেন ?

ক) ৫ বছর  ✓
খ) ৬ বছর
গ) ৭ বছর
ঘ) ৮ বছর

২৪) ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধান কে ?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি  ✓
গ) অ্যান্টনি জেনারেল
ঘ) কেউই নন

২৫) পাকিস্তানের পত্রিকা কি নামে পরিচিত ?

ক) রেড ফ্ল্যাগ
খ) নহানডন
গ) দি মালয়
ঘ) ডন✓

২৬) মৃচ্ছকটিক শব্দের অর্থ কি ?

ক) মাটির মানুষ
খ) মাটির গাড়ি✓ 
গ) মাটির হাঁড়ি
ঘ) মাটির পুতুল

২৭) তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন কোনটি ?

ক) টেলিফোন
খ) ইন্টারনেট  ✓
গ) মোবাইল
ঘ) কোনটিই নয়


২৮) ফাউন্টেন পেন আবিষ্কার করেন -

ক) ওয়াটার ম্যান  ✓
খ) ল্যারিপেজ
গ) আর্থার রিম্বন
ঘ) ম‍্যাডাম কুরী

২৯) গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে ?

ক) সমরেশ মজুমদার
খ) সমরেশ বসু ✓
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

৩০) সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হল -

ক) বাঘ
খ) হরিণ
গ) গণ্ডার
ঘ) হাতি  ✓

৩১) বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি?

ক) জয়ন্তী
খ) রশ্মি✓
গ) সাক্ষী
ঘ) সুফিয়া








Bengali Current Affairs 30th September, 2020

 


Bengali Current Affairs 30th September, 2020

1.‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২৬শে সেপ্টেম্বর
ⓑ ২৭শে সেপ্টেম্বর✓
ⓒ ২৮শে সেপ্টেম্বর
ⓓ ২৭শে অক্টোবর

পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালিত হয়।
❍ 1980 সাল থেকেই দিনটি পালিত হচ্ছে।

২০২০ সালের থিম হল-‘Tourism and Rural Development’

2.রাজ্যে আগত ভিন রাজ্যের বিমানযাত্রীদের জন্য ‘Visitassam’-নামে অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ

রাজধানী- দিসপুর
 মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
 রাজ্যপাল- জগদীশ মুখী

3. ‘ AIFF Player of the Year Award 2019-2020’ পেলেন কোন ফুটবলার?

ⓐ গুরপ্রীত সিং সাঁধু✓
ⓑ সুব্রত পাল
ⓒ সুনীল ছেত্রী
ⓓ উড়ন্ত সিং

তিনি ভারতের জাতীয় পুরুষ ফুটবল টিমের একজন গোলকিপার এবং হরিয়ানার বাসিন্দা
 এবং এনার সাথে সাথে মহিলা বিভাগে এই পুরস্কার পেলেন মিডফিল্ডার সঞ্জু যাদব
 AIFF-এর পুরো কথা- All India Football Federation
 প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ২৩শে জুন
 হেডকোয়াটার- দ্বারকা, দিল্লি
 প্রেসিডেন্ট- প্রফুল প্যাটেল
 vice-president - সুব্রত দত্ত


4.উত্তরপ্রদেশের প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোথায়?

ⓐ লক্ষ্ণৌ
ⓑ গোরখপুর✓
ⓒ কানপুর
ⓓ গাজিয়াবাদ

উত্তরপ্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ


5. ‘MOUSHIK’-নামে মাইক্রো প্রসেসর তৈরী করলো কোন প্রতিষ্ঠান?

ⓐ IIT Bengaluru
ⓑ IIT Madras✓
ⓒ IIT Delhi
ⓓ IIT Kanpur

এই প্রসেসরটি মূলত আই.ও.টি ডিভাইসে ব্যবহার করা হবে।

6.সম্প্রতি প্রয়াত যশবন্ত সিং, কোন রাজনৈতিক দলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন?

ⓐ কংগ্রেস
ⓑ বিজেপি✓
ⓒ অকালি
ⓓ সমাজপার্টি

তিনি প্রাক্তন ইন্ডিয়ান আর্মি অফিসার এবং ক্যাবিনেট মিনিস্টার ছিলেন।
 তাঁর লেখা একটি বই হল-'Jinnah – India, Partition, Independence'
 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮২ বছর


7.Russian Grand prix 2020 কে জয়লাভ করলো?

ⓐ লিউইস হেমিলটন
ⓑ ভল্টেরি বটটাস✓
ⓒ মাক্স ভার্সটেপেন
ⓓ এলেক্স জর্ডন

দ্বিতীয় স্থানে আছেন মাক্স ভার্সটেপেন
 তৃতীয় স্থানে আছেন লিউইস হেমিলটন


8.এবছর প্রধানমন্ত্রীর ‘Saubhagya’-নামে বিদ্যুৎ যোজনাটি কত বছর সম্পূর্ণ করলো?

ⓐ পাঁচ বছর
ⓑ ছয় বছর
ⓒ তিন বছর✓
ⓓ চার বছর

২০১৭ সালের ২৫শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এই স্কীমটি লঞ্চ করেছিলেন।

9. ‘MedSpark’-নামে দেশের প্রথম মেডিক্যাল ডিভাইস পার্ক তৈরী হতে চলেছে কোথায়?

ⓐ বেঙ্গালুরু
ⓑ কেরালা✓
ⓒ মুম্বাই
ⓓ নিউ দিল্লি

রাজধানী- তিরুবন্তপুরম
 মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan
 রাজ্যপাল- Arif Mohammad Khan


10. প্রথমবার ‘ট্রাম লাইব্রেরি’ লঞ্চ হচ্ছে কোথায়?

ⓐ কলকাতা✓
ⓑ নিউ দিল্লি
ⓒ গুয়াহাটি
ⓓ ভুবনেশ্বর

এটি West Bengal Transport Corporation (WBTC)-এর উদ্যোগে লঞ্চ হবে
 এটি শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাতায়াত করবে

11. World rabies day কবে পালন করা হয়?

ⓐ 22 সেপ্টেম্বর
ⓑ 26 সেপ্টেম্বর
ⓒ 28 সেপ্টেম্বর✓
ⓓ 23 সেপ্টেম্বর

প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় 'বিশ্ব জলাতঙ্ক দিবস'।

গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিজ কন্ট্রোল তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দপ্তর থেকে এই দিবস পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে।

 এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল জলাতঙ্ক রোগের বিষয়ে পর্যালোচনা এবং জনসচেতনতা তৈরি ও বৃদ্ধি করা।

 লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক টিকা আবিষ্কার করেন তার মৃত্যু বার্ষিকীকে স্মরণ করেই দিবস পালন করা হয়।

 Theme : 'End Rabies : collaborate vaccinate'


12. সম্প্রতি কোন রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের জন্য TB পরীক্ষা বাধ্যতামূলক করল?

ⓐ গুজরাট
ⓑ কেরালা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ রাজস্থান


13. সম্প্রতি রাজস্থানের কোন শহরে " no mask no service" ক্যাম্পেইন শুরু হলো?

ⓐ বিকানির
ⓑ জয়সলমীর
ⓒ যোধপুর✓
ⓓ জয়পুর

❍ COVID-19 সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে যোধপুর জেলা প্রশাসন " no mask no service" প্রচার শুরু করল।

রাজস্থানের রাজ্যপাল: কলরাজ মিশ্রা
 রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলট


14. Indian women selection Committee এর head পদে কে নিযুক্ত হলেন?

ⓐ শ্রুতি দাস
ⓑ নিতু ডেভিড✓
ⓒ অর্পিতা অরোরা'
ⓓ বাণী কাঞ্জিলাল

এর আগেই এই পদে নিযুক্ত ছিলেন হেমলতা কলা।
 নিতু ডেভিড বাদে আরো চারজন সদস্য মিঠু মুখার্জী, ভি কল্পনা ,আরতী বিদ্যা ,রেনু মার্গারেট।


 15 . সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্গাপূজা কমিটি কে 50 হাজার টাকার অনুদানের ঘোষণা করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ✓

ⓑ ত্রিপুরা

ⓒ আসাম

ⓓ উড়িষ্যা


16. সম্প্রতি কোন রাজ্য পর্যটন সেক্টরকে পুনরুজ্জীবিত করতে উদ্যোক্তাদের লোন প্রদান করবে?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম✓

ⓒ উত্তর প্রদেশ

ⓓ মধ্যপ্রদেশ

 আসামের রাজ্যপাল : জগদীশ মুখী

 আসামের মুখ্যমন্ত্রী : সর্বানন্দ সোনোয়াল

 আসামের রাজধানী : দিসপুর


17. সম্প্রতি কোন রাজ্যে National Defence University স্থাপনের জন্য সংসদে বিল পাস হলো?

ⓐ গুজরাট✓

ⓑ মহারাষ্ট্র

ⓒ রাজস্থান

ⓓ পাঞ্জাব

 গুজরাটের রাজধানী : গান্ধীনগর

 গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি

গুজরাটের রাজ্যপাল : আচার্য দেব ব্রত


18. সম্প্রতি ADB কোন রাজ্যে পানীয় জলের ব্যবস্থা ও স্বচ্ছতার জন্যে 300 মিলিয়ন ডলার ঋণ দিল?

ⓐ পাঞ্জাব

ⓑ রাজস্থান✓

ⓒ হরিয়ানা

ⓓ বিহার

 রাজস্থানের রাজধানী : জয়পুর

 রাজস্থানের মুখ্যমন্ত্রী: অশোক গেহলট

 রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা

















Monday, September 28, 2020

SLST/ NET/SET HISTORY MCQ প্রাচীন ভারতীয় ইতিহাস Set-11

 


SLST/ NET/SET HISTORY MCQ

               প্রাচীন ভারতীয় ইতিহাস

                            Set-11                                                   

১) কালিদাস সৃষ্ট চরিত্র অগ্নিমিত্র কোন বংশের সাথে সম্পর্কিত?

ক) নন্দ

খ) শুঙ্গ✓

গ) সাতবাহন

ঘ) গুপ্ত


২) ভারতের কোন মন্দির টি নাগরা আর্ট এর অন্তর্গত নয়?

ক) ভিগাওয়া,মধ্যপ্রদেশ

খ) নাচনা ,রাজস্থান

গ) দেওঘর ,উত্তর প্রদেশ

ঘ) মামলাপুরম, তামিলনাড়ু✓


৩) মান্দাসোর লিপির স্রষ্টা কে?

ক) বীর সেন✓

খ) বানভট্ট

গ) কৌটিল্য

ঘ) হরি সেন


৪) নাগরা আর্ট সাধারণত দেখা যায় কোন অঞ্চলে?

ক) পূর্ব ভারত

খ) পশ্চিম ভারত

গ) উত্তর ভারত✓

ঘ) দক্ষিণ ভারত


৫) কুমারসম্ভব গ্রন্থে কার জন্মের কথা পাওয়া যায়?

ক) কার্তিক✓

খ) প্রদ্যুন্ম

গ) অভিমুন্য

ঘ) সনৎ কুমার


৬) গুপ্ত যুগের নীতিসার গ্রন্থের রচয়িতা কে?

ক) হরি সেন

খ) কামন্দক✓

গ) ভাজ্জিকা

ঘ) বানভট্ট


৭) প্রাচীন বাংলার সর্ব শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?

ক) বল্লাল সেন 

খ) গোপাল

গ) ধর্মপাল✓

ঘ) লক্ষণ সেন


৮) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয় সংস্কার করেন

খ) প্রথম মহীপালকে বলা হয় সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা

গ) ধর্মপাল রাজা মিহির ভোজ কে পরাজিত করেন

ঘ) ধর্মপালের পিতামহ গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা✓


৯) দ্বিতীয় মহিপাল এর সময় হওয়া কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি?

ক) রামচরিত ✓

খ) দানসাগর

গ) রামচরিত মানস

ঘ) গীতগোবিন্দ


১০) বাদল স্তম্ব লিপি থেকে কোন পাল রাজার কথা জানা যায়?

ক) ধর্মপাল

খ) রামপাল

গ) দেবপাল✓

ঘ) মহিপাল


১১) ওদন্তপুরী বিহার এর প্রতিষ্ঠাতা কে?

ক) গোপাল✓

খ) রামপাল

গ) দেবপাল

ঘ) ধর্মপাল


১২) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) পাল বংশের শেষ রাজা মদন পাল

খ) পাল সাম্রাজ্যের রাজধানী ছিল মুঙ্গের

গ) পাল শব্দের অর্থ রক্ষাকারী

ঘ) দেবপাল বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন✓


১৩) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) ধর্মপালের মন্ত্রী ছিলেন গর্গ ভট্ট

খ) দ্বিতীয় মহিপাল চোলদের দ্বারা পরাজিত হয়✓

গ) নালন্দা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ছিলেন শান্তিরক্ষী ত

ঘ) ধর্মপাল শৈব ধর্মাবলম্বী হলেও বৌদ্ধধর্ম কে সমর্থন করেন।


১৪) " কৈবর্ত " কথাটির অর্থ কি?

ক) মাঝি

খ) কৃষক

গ) জেলে✓

ঘ) শ্রমিক


১৫) সমগ্র রাঢ় অঞ্চলের স্বাধীন সেন বংশ প্রতিষ্ঠা করেন কে?

ক) বিজয় সেন✓

খ) বল্লাল সেন

গ) সামন্ত সেন

ঘ) লক্ষণ সেন


১৬) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন।

খ) বল্লাল সেন দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা।

গ) বল্লাল এর পুত্র লক্ষণ সেন 60 বছর বয়সে সিংহাসনে আরোহন করেন।

ঘ) জয়দেব রচিত গ্রন্থ পবনদূত।✓


১৭) বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে?

ক) মদন পাল

খ) বল্লাল সেন

গ) লক্ষণ সেন✓

ঘ) বিজয় সেন


১৮) "বল্লাল চরিত" এর রচয়িতা কে?

ক) অষ্টাধ্যায়ী

খ) আনন্দ ভট্ট✓

গ) শূলপাণি

ঘ) চক্রপাণি


১৯) " কথাসরিৎসাগর" এর রচয়িতা কে?

ক) সোমদেব ভট্ট✓

খ) হলায়ুধ

গ) জয়দেব

ঘ) অনিরুদ্ধ


২০) বক্তিয়ার খলজি কার সময় বাংলা আক্রমণ করেন?

ক) লক্ষণ সেন✓

খ) বিজয় সেন

গ) বল্লাল সেন

ঘ) কেউ নয়












Bengali Current Affairs 29th September, 2020

 



Bengali Current Affairs 29th September, 2020

1.‘CEAT’-নামে টায়ার কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ শাহরুখ খান

ⓑ আমির খান ✓

ⓒ সলমন খান

ⓓ আয়ুষ্মান খুরানা

২ বছরের জন্য তিনি নিযুক্ত হলেন।

 এছাড়াও আমির খান ও আলিয়া ভাট Phone pe brand ambassador পদে নিযুক্ত আছেন।

 CEAT-এর হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৫৮


2. ‘World Risk Report 2020’-তে ভারতের স্থান কত?

ⓐ ৫৫

ⓑ ৮৯✓

ⓒ ৭৯

ⓓ ৬২

এই রিপোর্টে প্রথমস্থানে আছে Vanuatu (ভানুয়াতু) , দ্বিতীয়স্থানে আছে Tonga (টঙ্গা)

 একদম শেষস্থান অর্থাৎ ১৮১ নাম্বারে আছে কাতার।


3."শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার "কোন ক্ষেত্রে দেওয়া হয়?

ⓐ বিজ্ঞান✓

ⓑ সঙ্গীত

ⓒ অর্থনীতি

ⓓ কলা

এটি ভারতের বহু বিজ্ঞানের সর্বাধিক সম্মানজনক পুরস্কার। 

 দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান "শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার " এ বছর 14 জনের নাম ঘোষিত হয়েছে।

 এ বছর পুরস্কার প্রাপকদের তালিকা ৬ জনই বাঙালি বিজ্ঞানী

 বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার  ভারতে একটি বিজ্ঞান পুরস্কার, যা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ  দ্বারা জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল গণিত, ওষুধ এবং পদার্থবিজ্ঞান সংক্রান্ত উল্লেখযোগ্য এবং অসামান্য গবেষণা, প্রয়োগ বা মৌলিক বিজ্ঞানের জন্য প্রতিবছর দেওয়া হয়। 

 এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক, শান্তি স্বরূপ ভটনাগর মহাশয়ের নামে।

 এটি পুরস্কার সর্বপ্রথম ১৯৫৮ সালে প্রদান করা হয়।

 ৪৫ বছর বয়স পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনও ক্ষেত্রে গবেষণায় নিযুক্ত ভারতের যে কোনও নাগরিক পুরস্কারের জন্য যোগ্য।

 পুরস্কারটি পুরস্কার প্রদানের বছরের পূর্ববর্তী পাঁচ বছরের সময় ভারতে করা কাজের অবদানের ভিত্তিতে প্রদান করা হয়।

 পুরস্কারে একটি কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্র, একটি ফলক এবং নগদ অর্থ ৫ লাখ টাকা প্রদান করা হয়।  এছাড়াও, প্রাপকরাও ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১৫,০০০ টাকা পেয়ে থাকেন।


    শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার 2020

 Suvodeep Chatterjee (WB) -Molecular Biology

 Surajit Dhara (WB)- Soft Matter Physics, Optics

 Kinshuk Dasgupta (WB)- Material Science, Nanotechnology

 Rajat Subhra Hazra (WB)-  Operator algebra and extreme value theory

 Abhijit Mukherjee (WB)- Hydrology, Water Policy

 Surendu Datta (WB)- Organic Geochemistry


 Vatsala Thirumalai (Tamil Nadu) - Neuroscience

 Ritesh Agarwal (Tamil Nadu )- Allergic Bronchopulmonary Aspergillosis (ABPA), Interventional Pulmonology


 Subi George (Kerala)- Supramolecular Chemistry

 UK Anand Vardhanam (Kerala)- Number Theory


 Jyotirmayee Das ( Orissa)-  Organic Synthesis and Chemical Biology

 Amal Arvindrao Kulkarni (Maharashtra) -Multiphase Reactors and Micro Reactors

 Bushra Ateeq (Uttar Pradesh)- Molecular Oncology

 Rajesh Ganapathi (Karnataka)- Soft Condensed Matter Physics


4. Alexander G.  Lukashenko (আলেকজান্ডার  জি লুকাশেঙ্কো) কোন দেশের  রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?

ⓐ লেবানন

ⓑ মালি

ⓒ বেলারুশ✓

সুইডেন

 বেলারুশের রাজধানী ও বৃহত্তর শহর - 

মিন্‌স্ক (Minsk)

 বেলারুশের প্রধানমন্ত্রী - আন্দ্রেই কোবিকোভ

 বেলারুশের মুদ্রা : New Belarusian ruble


5.কোন স্বাধীনতা সংগ্রামীর জীবনীর উপর সিনেমা তৈরী করতে চলেছে বাংলাদেশ?

ⓐ মাতঙ্গিনী হাজরা

ⓑ প্রীতিলতা ওয়াদ্দেদার ✓

ⓒ সরোজিনী নাইডু

ⓓ রানী লক্ষ্মীবাই

চলচ্চিত্রটির নাম দেওয়া হবে 'ভালবাসা প্রীতিলতা'

 সেলিনা হোসেনের উপন্যাসের উপর ভিত্তি করেই এই সিনেমাটি নির্মিত হবে।


6. ‘World Environmental Health Day’ পালন করা হয় কোন দিন?

ⓐ ২৭শে সেপ্টেম্বর

ⓑ ২৬শে সেপ্টেম্বর✓

ⓒ ৫ই জুন

ⓓ ১৫ই মার্চ


২০২০ সালের থিম ছিল- 'Environmental health, a key public health intervention in disease pandemic prevention'

এই দিনটি বিশ্বজুড়ে পরিবেশগত স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কাজের উপর আলোকপাত করতে উদযাপিত হয়।

 2011 সালে 26 সেপ্টেম্বর International Federation of Environmental Health (IFEH) বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করার কথা ঘোষণা করে।


7. Aakash Educational Services-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলী

ⓑ যুবরাজ সিং✓

ⓒ রাহুল দ্রাবিড়

ⓓ শচীন তেন্ডুলকার


হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৮৮

 প্রতিষ্ঠাতা- J. C. Chaudhry


8. উত্তর আরব সাগরে ‘JIMEX’-নামে দ্বিপাক্ষিক নৌসেনা অনুশীলনের চতুর্থ সংস্করণ শুরু করলো কোন দুটি দেশ?

ⓐ ভারত ও জাপান ✓

ⓑ অস্ট্রেলিয়া ও জাপান

ⓒ বাংলাদেশ ও শ্রীলংকা

ⓓ ভারত ও ইন্দোনেশিয়া


জাপানের রাজধানী- টোকিও

 মুদ্রার নাম- জাপানিজ ইয়েন

 প্রধানমন্ত্রী- Yoshihide Suga (ইয়োশিহিদে সুগা)


9.সম্প্রতি প্রয়াত শেখর বসু,কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

ⓐ ডাক্তার

ⓑ পরমানু বিজ্ঞানী✓

ⓒ অভিনয়

ⓓ সাংবাদিকতা

◍  পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়ে ছিলেন।

 2002 সালে তিনি Indian Nuclear Society Award পান।

Atomic Energy Commission-এর তিনি প্রাক্তন চেয়ারম্যান

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৮ বছর


10. ‘Sach Kahun Toh’-শিরোনামে স্মৃতিমূলক গ্রন্থ প্রকাশ করতে চলেছেন কোন প্রখ্যাত লেখিকা?

ⓐ অরুন্ধতী রায়

ⓑ নীনা গুপ্ত✓

ⓒ রোহিনী পারভীন

ⓓ ঝুম্পা লাহিড়ি


11. কোন মহান ব্যক্তির জন্মবার্ষিকী উপলক্ষে 25 সেপ্টেম্বর প্রতি বছর অন্ত্যদয়া দিবস পালিত হয়?

ⓐ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়✓

ⓑ বি আর আম্বেদকর

ⓒ চিত্তরঞ্জন দাস

ⓓ দাদাভাই নওরোজি


2014 সালের মোদি সরকার এই দিনটি ঘোষণা করেন।

 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উত্তরপ্রদেশের মথুরা জেলায় জন্মগ্রহণ (২৫ সেপ্টেম্বর ১৯১৬) করেন।

 1953 সালে থেকে 1968 সাল পর্যন্ত তিনি ভারতীয় জনসংঘের নেতা ছিলেন।






Sunday, September 27, 2020

Bengali Current Affairs 28th September, 2020

 



Bengali Current Affairs 28th September, 2020

1. সম্প্রতি  DRDO ভারতীয় সেনাবাহিনীর কোন ট্যাঙ্ক থেকে লেজার গাইডেড মিসাইল উৎক্ষেপণ করল?

ⓐ অভয়

ⓑ অর্জুন✓

ⓒ টি -72

ⓓ টি -90 ভীষ্ম

DRDO 23 সেপ্টেম্বর মহারাষ্ট্রের আহমেদনগরে  অবস্থিত কে কে রেঞ্জে অর্জুন ট্যাংক থেকে একটি লেজার গাইডেড অ্যান্টি ট্যাংক মিসাইল ছোড়া হয়।


2. ‘মুখ্যমন্ত্রীর গ্রাম্য পরিবহন আছনি যোজনা’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ ত্রিপুরা

ⓑ আসাম✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ উড়িষ্যা

গ্রামীন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতেই এই উদ্যোগ।

 ইলেট্রিক টোটো গাড়ি কিনতে সরকার ২৫% সহায়তা দেবে।

 বর্তমান মুখ্যমন্ত্রী-সর্বানন্দ সনোয়াল

 রাজ্যপাল- জগদীশ মুখী

 রাজধানী- দিসপুর


3. Energy Efficiency Services Ltd (EESL)-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সোনু সুদ

ⓑ রজত সুদ✓

ⓒ প্রশান্ত কুমার

ⓓ দীনেশ ত্রিপাঠী

হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ২০০৯ সালের ১০ই ডিসেম্বর

 বর্তমান চেয়ারম্যান- রাজীব শর্মা


4.  কোন রাজ্য সরকার ' U - Rise ' নামে unified portal লঞ্চ করল?

ⓐ গুজরাট

ⓑ মহারাষ্ট্র

ⓒ উত্তর প্রদেশ✓

ⓓ রাজস্থান

❐ U - Rise পোর্টাল প্রায় 20 লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা , পেশার পরামর্শ এবং রাজ্যে কর্মসংস্থান  এর বিষয়ে গাইড করবে।

❐ U - Rise পোর্টালটি শিক্ষার্থীদের ব্যবহারিক এবং প্রযুক্তিগত জ্ঞান দিতে সাহায্য করবে।


5. গোয়াতে ‘International Film Festival of India’-র ৫১তম সংস্করণ অনুষ্ঠিত কবে হবে?

ⓐ ১২-১৬ই জানুয়ারী, ২০২১

ⓑ ১৬-২৪শে জানুয়ারী, ২০২১✓

ⓒ ২০-২৮শে ডিসেম্বর, ২০২০

ⓓ ১৭-২৫শে নভেম্বর, ২০২০

আগে ২০-২৮শে ডিসেম্বর, ২০২০ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা হয়েছিল, যেটি বাতিল করা হয়েছে করোনা ভাইরাসের কারণে। 2021 সালের 16 ই জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 গোয়ার মুখ্যমন্ত্রী : প্রমোদ সাওয়ান্ত

 গোয়ার রাজ্যপাল :    মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি  ( 18 ই আগস্ট 2020) গোয়া রাজ্যের রাজ্যপাল পদের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন।


6. অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ রোধে অসামান্য অবদানের জন্য কোন রাজ্য সরকার UNIATF award 2020 পেল?

ⓐ কেরালা✓

ⓑ মহারাষ্ট্র

ⓒ গুজরাট

ⓓ অন্ধ্রপ্রদেশ

❐ UNIATF full form - United Nation inter agency task force

কেরালার মুখ্যমন্ত্রী - পিনারাই ভিজায়ান

 কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান


7.সম্প্রতি প্রয়াত SP Balasubrahmanyam, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ অভিনয়

ⓑ সঙ্গীত✓

ⓒ সাহিত্য

ⓓ ফুটবল

তিনি ১৬টি ভাষায় মোট ৪০ হাজারেরও বেশী গান গেয়েছেন

 তিনি ২বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন


8. ‘Moksha Kalash Yojana-2020’ লঞ্চ করল কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ উত্তরপ্রদেশ

ⓒ রাজস্থান✓

ⓓ উত্তরাখণ্ড

এই স্কিমের আওতায়, মৃতের পরিবারের দুজনকে হরিদ্বারে ছাই নিমজ্জনের জন্য বিনামূল্যে বাস পরিসেবা দেওয়া হবে।

 রাজধানী- জয়পুর

 মুখ্যমন্ত্রী- অশোক গেহলট

 রাজ্যপাল- কলরাজ মিশ্র


9. গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?

ⓐ A K Mittal

ⓑ Nongmeikapam kotishwar Singh (নংমেইকাপম কোটিশ্বর সিং)✓

ⓒ Ajay Lamba

ⓓ Govind Mathur

গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত ছিলেনAjay Lamba . 20 সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন। তার স্থলে 21 সেপ্টেম্বর Nongmeikapam kotishwar Singh (নংমেইকাপম কোটিশ্বর সিং) মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন।


10. ‘Yamin Hazarika Award’-এ সম্মানিত হলেন কোন প্রখ্যাত ঐতিহাসিক এবং লেখিকা?

ⓐ Suravi Sen

ⓑ Rana Safvi (রানা সাফভি)✓

ⓒ Yasmin Khatun

ⓓ Ruhi Sharma

তিনি অতীতে দিল্লি ডেপুটি এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসাবে কাজ করেছেন।


11. World Tourism day কবে পালিত হয়?

ⓐ 22 সেপ্টেম্বর

ⓑ 23 সেপ্টেম্বর

ⓒ 27 সেপ্টেম্বর✓

ⓓ 26 সেপ্টেম্বর

পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালিত হয়।

 1980 সাল থেকেই দিনটি পালিত হচ্ছে।

❐ Theme  : Tourism and rural development


12. Women's Indian chamber of commerce and industry কাকে aviation council এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত করলেন?

ⓐ আশিশ বাসিন

ⓑ শুভ্র কামা কদি

ⓒ রজত গোপাক

ⓓ লিন ফেড্রিক ডিসুজা✓


13. দেশের কোথায় প্রথম ট্রাম লাইব্রেরী চালু হলো?

ⓐ কলকাতা✓

ⓑ মুম্বাই

ⓒ ব্যাঙ্গালোর

ⓓ দিল্লি











Saturday, September 26, 2020

English Class -Set 43

 



English Class -Set 43

Fill in the blanks

1) They are so____, they could not put up a tent properly ,while camping.  

A) red

B) white

C) blue

D) green✓


2) Synonyms : Pragmatic

A) Theoretical

B) Realistic✓

C) Perfect

D) Simple

3) Antonyms : Barren

A) Oily

B) Polished

C) Sorrowful

D) Fertile✓

4) Antonyms : Profound

A) Mysterious

B) Difficult

C) Superfluous

D) Superficial✓


5) Choose Correctly spelt word

A) Hemerhage

B) Haemorrhage✓

C) Hemorage

D) Hemerrege


6) Idioms /phrases

Ruffle somebody's feather

A) Gamble

B) Escape Responsibility

C) Annoy somebody✓

D) Show contempt for


7) Idioms /phrases

Cut short

A) Delete

B) Praise

C) Interrupt✓

D) Slice into small pieces


8) Idioms /phrases

 Bad blood

A) War

B) ill feeling✓

C) Threatening attitude

D) in an infected state of being

9) Idioms /phrases

A laughing stock

A) An object of laughter✓

B) A store house of jokes

C) An object of desire

D) A stock of high value


10) A place for fish or water plants

A) Aviary

B) Apiary

C) Herbarium

D) Aquarium✓


11) The study of birds is known as

A) Ornithology✓

B) Zoology

C) Biology

D) Anatomy


12) The belief that everyone is equal and should have the same right and opportunity.

A) Altruistic

B) Egoistic

C) Egalitarian ✓

D) Octogenarian


13) Jumbled sentence

A) she was a tall woman and she carried a large purse.  

B) suddenly a boy ran up behind her and tries to snatch her purse.

C) It was 11 o'clock at night and a women was walking alone.

D) It had a long strap and she carried it slung across her shoulder


1. CADB✓

2. DCBA

3. ACDB

4. DBCA


14) Select the most appropriate antonym of the given word.

ALLURING

A) Interesting

B) Charming

C) Repulsive✓

D) Glamorous


15) Select the most appropriate indirect form of the given sentence.

Mother said to Tania, " turn on the light".

A) Mother told Tania to turn on the light.✓

B) Mother asked Tania if the light was on .

C) Tania told mother to turn on the light.

D) Mother requested Tania to please on the light 


16) Grammatical errors

No one inform me that you would be absent.

A) no one inform me✓

B) would be absent

C) no error

D) that you


17) Jumble sentence

A) security cameras captured the whole incident.

B) Commuters in Virginia, USA got a shock when a deer entered a metro station

C) However, it eventually backed out and run away unharmed

D) Nobody knows how it made into the station

1. DCBA

2. BADC

3. BDCA✓

4. ADCB


18) Select the most appropriate direct form of the given sentence.

The little girl asked her mother, if she could visit her friend's house.

A) The little girl said to her mother, " Why can't I visit my friend's house"?

B) The little girl said to her mother," Should she visit her friend's house"?

C) The little girl said to her mother, "Can I visit my friend's house"?✓

D) The little girl said to her mother, "I could visit my friend's house."



19) Fill in the blanks

I have visited several places in India, but I _____the Andaman and Nicobar Islands yet.

A) haven't been visiting

B) didn't visit

C) haven't visited✓

D) don't visit



20) Select the most appropriate meaning of the given idiom.

The trouble makers took to their heels when they saw the police coming.

A) hid themselves

B) run away✓

C) faced them boldly

D) prepared to fight











MOCK TEST- 7

 



MOCK TEST- 7

১) দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি ?

ক) ১৮০টি

খ) ২৮০টি

গ) ৩৬০টি  ✓

ঘ) ৪৬০টি 


২) শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি ?

ক) চারটি 

খ) পাঁচটি 

গ) ছয়টি 

ঘ) সাতটি  ✓


৩) বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমন্ডল বলা হয় ?

ক) ট্রপোস্ফিয়ার  ✓

খ) স্ট‍্যাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) এক্সোস্ফিয়ার


৪) কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন ?

ক) ভূ-বিজ্ঞানী এরাটোথেনিস

খ) ভূ-বিজ্ঞানী টলেমি  ✓

গ) বিজ্ঞানী এরিস্টটল

ঘ) চিত্রকর পাবালো পিকাসো


৫) সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হল - 

ক) ধান

খ) পাট

গ) ভুট্টা

ঘ) উচ্চফলনশীল গম  ✓


৬) সুনামি ঘটার কারণ হল  

ক) ভূমিকম্প

খ) মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন

গ) সমুদ্রতলদেশে অগ্নুৎপাত বিস্ফোরণ সহযোগে

ঘ) উপরের সবকটি ✓


৭) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?

ক) বিম্বিসার  ✓

খ) চন্দ্রগুপ্ত

গ) শ্রীগুপ্ত 

ঘ) বিন্দুসার


৮) কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৮৯৫ সালে 

খ) ১৮৯৬ সালে

গ) ১৮৯৭ সালে  ✓

ঘ) ১৮৯৮ সালে 


৯) স্বামী বিবেকানন্দ কত সালে জন্ম গ্রহণ করেন ?

ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

খ) ১৮৬১ খ্রিস্টাব্দে 

গ) ১৮৬২ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে  ✓


১০) অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন ?

ক) গুরু রামদাস  ✓

খ) গুরু গোবিন্দদাস

গ) রাধাকান্ত দাস

ঘ) গুরুসদয় দত্ত


১১) কোলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে ?

ক) জব চার্নক  ✓

খ) লর্ড মিঁয়ো

গ) লর্ড ডালহৌসী

ঘ) ওয়ারেং হেস্টিংস


১২) পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন ?

ক) রাজা অমর নাথ বর্মন

খ) রাজা রাজ বর্মন

গ) রাজা অনন্ত বর্মন  ✓

ঘ) শশাঙ্ক বর্মন


১৩) ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হল - 

ক) থাইরয়েড

খ) পোলিও

গ) জ্বর

ঘ) ডায়াবেটিস  ✓


১৪) ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ ?

ক) ফড়িং

খ) চিংড়ি

গ) কেঁচো

ঘ) আরশোলা  ✓


১৫) উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ?

ক) ক্লোরোসিস  ✓

খ) নেক্রোসিস

গ) মিনামাটা

ঘ) কোনটিই নয়


১৬) পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হল - 

ক) মস্তিষ্ক

খ) রক্ত

গ) থাইরয়েড

ঘ) অগ্নাশয় ✓


১৭) সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?

ক) হাইকোর্টকে

খ) সুপ্রিমকোর্টকে  ✓

গ) রাষ্ট্রপতিকে

ঘ) প্রধানমন্ত্রীকে


১৮) সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল ?

ক) ১৯৭৯ সালে  ✓

খ) ১৯৭৮ সালে

গ) ১৯৮০ সালে

ঘ) ১৯৮১ সালে


১৯) কীসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় ?

ক) জরুরী অবস্থায়

খ) আর্থিক জরুরী অবস্থায়  ✓

গ) রাষ্ট্রপতি চাইলেই

ঘ) সবসময়ই


২০) জটায়ু চরিত্রটির স্রষ্টা হলেন - 

ক) প্রেমেন্দ্র মিত্র

খ) সত্যজিৎ রায় ✓

গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঘ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়


২১) ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন ?

ক) জুভেনিস ✓

খ) কনিষ্ক

গ) চাঁদকীট

ঘ) নিশাচর


২২) জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী ?

ক) বিমল ঘোষ

খ) মান্না দে  ✓

গ) মনীশ ঘটক

ঘ) রাম রাম বসু


২৩) চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) মধুসূদন দত্ত

গ) বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়  ✓

ঘ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ‍্যায়


২৪) কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ? 

ক) কুট্টিকে

খ) শঙ্করকে

গ) চণ্ডী লাহিড়ীকে

ঘ) গগনেন্দ্রনাথকে✓


২৫) ‘Fed Cup’-এর নাম পরিবর্তন আমেরিকান কোন মহিলা টেনিস খেলোয়াড়ের নামে রাখা হবে?

ক) Sloane Stephens

খ) Billie Jean King (বিলি জিন কিং)

গ) Serena Williams

ঘ) Martina Navratilova


২৬) Italian open 2020 men's singles কে জয়লাভ করলো?

ক) নোভাক জোকোভিচ✓

খ) রাফায়েল নাদাল

গ) অ্যান্ডি মারে

ঘ) দিএগো শোয়ার্জ ম্যান









Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...