Tuesday, June 30, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭১



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭১

১২) প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?

ক)মীরাবাঈ  ✓
খ)রানী লক্ষ্মীবাঈ 
গ)সরোজিনী নাইডু 
ঘ)ইন্দিরা গান্ধী

১) দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগার তৈরি হয়েছে তার নাম কি?

ক)গঙ্গোত্রী 
খ)ভারতী✓
গ)মৈত্রী 
ঘ)জাহ্নবী

২) কয়লা ছাড়া ফসিল ফুয়েল হলো-

ক)খনিজ তেল 
খ)মিথেন
গ)দুটোই ঠিক ✓
ঘ)কোনটাই ঠিক না

৩) মাজুলী দ্বীপ এর নিকটবর্তী প্রখ্যাত শহর কোনটা?

ক)জোরহাট ✓
খ)শিলচর 
গ)গুয়াহাটি 
ঘ)ধুবরি

৪) রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি কে কি বলে?

ক)বার্খান 
খ)সিফ 
গ)ধান্দ 
ঘ)ধ্রিয়ান✓

৫) চলমান বরফের স্তুপ কে কি বলা হয়?

ক)হিমবাহ ✓
খ)হিমরেখা 
গ)হিমানী সম্প্রপাত 
ঘ)হিমশৈল

৬)বায়ুর ধুলো, ধোয়া জলীয়বাষ্প মেঘের সঞ্চার ঝড়-বৃষ্টি প্রভৃতি বায়ুমন্ডলের কোন স্তরে সীমাবদ্ধ?

ক)মেসোস্ফিয়ার 
খ)ট্রপোস্ফিয়ার ✓
গ)আয়নোস্ফিয়ার 
ঘ)এক্সোস্ফিয়ার



৭) ভারতের 1 নং জাতীয় জলপথ কোন দুটি জায়গাকে সংযুক্ত করেছে?

ক) সাদিয়া ও ধুবরি
খ) এলাহাবাদ হলদিয়া✓
গ) কোল্লাম ও কোট্টাপুরাম 
ঘ) কাকিনাড়া ও মারক্কনাম

৮) দ্রুতগতিসম্পন্ন জেট বিমান গুলি বায়ুর কোন স্তর এর মধ্য দিয়ে চলাচল করে?

ক)এক্সোস্ফিয়ার
খ)ম্যাগনেটোস্ফিয়ার 
গ)স্ট্রাটোস্ফিয়ার✓ 
ঘ)ট্রপোস্ফিয়ার

৯) পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে র কাছাকাছি আর কোন নামে পরিচিত?

ক) পরিবর্তনশীল পশ্চিমা বায়ু
খ) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
গ) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
ঘ) গর্জনশীল চল্লিশা✓

১০) রাঢ় অঞ্চলের কৃষি উৎপাদনে কোন সেচ পদ্ধতি প্রয়োগ করা হয়?

ক)ওয়েভার 
খ)লার্জ 
গ)ড্রিপ✓
ঘ)কোনটাই নয়

১১) মহেঞ্জোদারো কে কোন ভাষায় মৃতের স্তুপ বলা হয়?

ক)পালি 
খ)সংস্কৃত 
গ)প্রাকৃত 
ঘ)সিন্দ্রি✓

১২)বরাহমিহির রচিত বিখ্যাত রচনা "বৃহৎসংহিতা র" বিষয় কি?

ক)জ্যোতির্বিজ্ঞান✓
খ) রাজনীতি 
গ)আয়ুর্বেদ 
ঘ)অর্থনীতি

১৩) মান্দাস প্রশস্তির রচয়িতা কে?

ক)বানভট্ট
খ)বৎস ভট্ট
গ)হরিসেন 
ঘ)বীর সেনা✓

১৪)প্রধান বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহ কোন ভাষায় রচিত ছিল?

ক)প্রাকৃত
খ)সংস্কৃত 
গ)পালি✓ 
ঘ)অর্ধমাগধী

১৫) মুঘল যুগের প্রথম হিন্দি সাহিত্যের পন্ডিত ব্যক্তি কে ছিলেন?

ক)মালিক মূহম্মদ জয়সি 
খ)আব্দুর রহিম ✓
গ)মোল্লা ওয়াজি 
ঘ)চাঁদবরদাই

১৬) মীর কাসিম অস্ত্র কারখানা নির্মাণ করেন কোথায়?

ক) মুর্শিদাবাদ 
খ)আলিনগর
গ) মুঙ্গের✓ 
ঘ) কোনোটিই নয়

১৭) ব্রিটিশরা সর্বাধিক অর্থ বরাদ্দ করেছিল কোন ক্ষেত্রে?

ক)চা ও নীল চাষে 
খ)রেলওয়ে, ব্যাংক,  নৌবাণিজ্য ✓
গ)বস্ত্র শিল্প 
ঘ)পাট শিল্প

১৮)"The human of the world"কাকে বলা হয়?

ক)বিদ্যাসাগর
খ)রামমোহন 
গ)গান্ধীজী 
ঘ)দাদাভাই নওরোজি✓

১৯)1792 সালে জনাথন ডানকান সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কোথায়?

ক)কলকাতা 
খ)বেনারস ✓
গ)বোম্বে 
ঘ)এলাহাবাদ

২০)মাইকেল ও ডায়ার কে নিম্নের কে হত্যা করে?

ক) বাসুদেব সিং
খ) ভগৎ সিং
গ) মদন লাল ধিংরা 
ঘ) উধম সিং✓

২১) কোন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ করেন?

ক) উইনস্টন চার্চিল 
খ)জহরলাল নেহেরু 
গ)এডলফ হিটলার 
ঘ)ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট✓

২২) রাষ্ট্রপুঞ্জের কোন অঙ্গ কে "পুলিশ ম্যান অফ দ্যা ওয়ার্ল্ড" বলে অভিহিত করা হয়?

ক)সচিবালয়
খ)নিরাপত্তা পরিষদ✓
গ)অছি পরিষদ
ঘ)আন্তর্জাতিক বিচারালয়

২৩) রাষ্ট্রপুঞ্জের " বিশ্ব মহাকাশ সপ্তাহ "পালিত হয় কবে?

ক)4 - 10 সেপ্টেম্বর 
খ)6 - 12 সেপ্টেম্বর 
গ)4 থেকে -10 অক্টোবর✓
ঘ)6 - 12 অক্টোবর


২৪) প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন?

ক)লাল
খ)কমলা✓ 
গ)হলুদ 
ঘ)বর্ণহীন

২৫) বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়?

ক) মিথাইল অরেঞ্জ 
খ)লিটমাস 
গ)ফেনোফথ্যালিন✓ 
ঘ)মিথাইল রেড

২৬) কোন যুগের বিজ্ঞানী HNO3 কে বলতেন অ্যাকোয়া ফরটিস?

ক)ভিক্টোরিয়ান যুগ 
খ)নিউটন যুগ 
গ)চসার যুগ 
ঘ)অ্যালকেমি যুগ✓

২৭) কোন ধরনের এসিড বেশি তীব্র?

ক)লঘু এসিড✓
খ)গারো এসিড 
গ)তরল এসিড 
ঘ)কঠিন এসিড


২৮) বেকিং পাউডারের মিশ্রণে ক্ষার জাতীয় পদার্থ কোনটি?

ক) অ্যাসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) টারটারিক এসিড✓
ঘ) অক্সালিক এসিড

২৯)ধাতু ও লঘু এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়?

ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন✓
গ) অক্সিজেন
ঘ) ক্লোরিন

৩০)অ্যালুমিনিয়ামকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কারণ –

ক) এটি দুষ্প্রাপ্য
খ) এটি দামী ধাতু
গ) এটি সক্রিয় ধাতু✓
ঘ) এর যৌগের সংখ্যা অনেক

৩১)রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

ক) সালফিউরাস এসিড
খ) সালফিউরিক এসিড✓
গ) নাইট্রিক এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড

৩২)100g কপারে কি পরিমাণ টিন মিশালে ব্রোঞ্জ তৈরি হয়?

ক) 8g
খ) 9g
গ) 10g
ঘ) 11.11g✓

৩৩)নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায় না?

ক) স্বর্ণ
খ) পারদ
গ) তামা
ঘ) লোহা✓

৩৪) 22 ক্যারেট স্বর্ণে কপারের পরিমাণ কত?

ক) 0%
খ) 1.25%
গ) 12.5%
ঘ) 8.33%✓

৩৫) প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কি?

ক) সরোজিনী নাইডু
খ) সুচেতা কৃপালনি
গ) প্রতিভা সিং পাতিল✓
ঘ) সুমিত্রা মহজন

৩৬) নিম্নের কোন বাঙালি বহুভাষাবিদ হিসেবে পরিচিত?

ক)কিশোর ভট্টাচার্য 
খ)হরিনাথ দে✓ 
গ)হরনাথ চক্রবর্তী
ঘ)শীলভদ্র

৩৭) আধুনিক ক্রিকেট খেলার আবিষ্কার হয় কোন দেশে?

ক)অস্ট্রেলিয়া
খ)ইংল্যান্ড ✓
গ)হল্যান্ড 
ঘ)ভারত

৩৮) নিম্নের কোনটি বিহারের লোকনৃত্য?

ক) কাঠপুটলি✓
খ) ঘুমোর
গ) চারকুলা 
ঘ) ছাগবি

৩৯) "সাউথ বটন ন্যাশনাল পার্ক "কোথায় অবস্থিত?

ক)মিজোরাম
খ)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ✓
গ)দেরাদুন 
ঘ)বিহার

৪০) মুদ্রণ যন্ত্র ছাপাখানা কে আবিষ্কার করেন?

ক)রোনাল্ড রস 
খ)গ্রাহাম বেল 
গ)গুটেনবার্গ✓
ঘ) আলেকজান্ডার ফ্লেমিং

৪১) রাহুল সুপর্নার ছেলে। সুপর্নার বাবা অনিল। কোয়েল অনিলের বোন । সুমিতা  রাহুলের দিদিমা হলে, কোয়েলের বাবা সুমিতার কে হবেন?

ক) বাবা 
খ) কাকা 
গ) শ্বশুর✓
ঘ) দাদা

Bengali Current Affairs 1st July 2020




Bengali Current Affairs 1st  July 2020

1.ভারতে ‘National Statistics Day’ পালন করা হয় কবে?

ⓐ ২৮শে জুন
ⓑ ২৯শে জুন✓
ⓒ ৩০শে জুন
ⓓ ২৫শে জুন

❐ ২০২০ সালের থিম হল-'Sustainable Development Goals -3'
❐ প্রশান্ত চন্দ্র মহলানবীশের জন্মবার্ষিকী উপলক্ষ্যেই এই দিনটি পালিত হয়
❐ তাঁর জন্ম- ২৯শে জুন ১৮৯৩
❐ মৃত্যু- ২৮শে জুন ১৯৯৭
❐ তাঁর বিখ্যাত বই- 'Experiments in Statistical Sampling in the Indian Statistical Institute'




2.রাজ্যে গবাদি পশুর মালিকদের কল্যানে ‘গোধন ন্যায় যোজনা’ লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ ছত্তিশগড়✓
ⓒ পাঞ্জাব
ⓓ উত্তরপ্রদেশ 

❐ পরিবেশ সংরক্ষণ, গবাদি পশুর পরিচালন এবং পশুপালনকে আরও লাভজনক করার লক্ষ্যেই এই যোজনা
❐ এই অভিনব প্রকল্পটি হরিলি উৎসবের দিন থেকেই ছত্তিশগড়ে কার্যকর করা হবে 
❐ ছত্তিশগড়ের রাজধানী- রায়পুর
❐ বর্তমান মুখ্যমন্ত্রী-ভুপেশ বাঘেল
❐ বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey



3.ভারতের ৬টি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক?

ⓐ ২০০
ⓑ ৫০০✓
ⓒ ৩০০
ⓓ ৮০০ 


❐ সেই ৬টি রাজ্য হল-হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান
❐ বিশ্ব ব্যাঙ্কের সদরদপ্তর- ওয়াশিংটন ডি.সি.
❐ প্রতিষ্ঠা সাল-১৯৪৪ সালের জুলাই মাস
❐ বর্তমান প্রেসিডেন্ট- David R. Malpass



4.Micheal Martin কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ সুইডেন
ⓑ আয়ারল্যান্ড✓
ⓒ গ্রীনল্যান্ড
ⓓ জার্মানী 

❐ তাঁর আগে এই পদে ছিলেন- Leo Varadkar
❐ আয়ারল্যান্ডের রাজধানী- Dublin
❐ মুদ্রার নাম- ইউরো


5.কোন বিভাগের সহযোগিতায় ‘Koi Bacha Rahe Na Bhookha’ ক্যাম্পেইন লঞ্চ করলো Hindustan Zinc Limited (HZL)?

ⓐ NTPC
ⓑ ICDS✓
ⓒ CDC
ⓓ MoHFW 

❐ ICDS-এর পুরো কথা-Integrated Child Development Services
❐ ০-৬ বছরের শিশুদের কল্যানেই এই ক্যাম্পেইন শুরু করা হলো
❐ 'খুশি অঙ্গনওয়ারী প্রোগ্রাম'-এর আওতায় এই ক্যাম্পেইন লঞ্চ করা হল
❐ Hindustan Zinc Limited (HZL)-এর সদরদপ্তর-উদয়পুর
❐ বর্তমান CEO -সুনীল দুগ্গাল



6.‘Bharatiya Loktanktra Ka Koras’-শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কে?

ⓐ চেতন ভগত
ⓑ মেঘা মজুমদার
ⓒ শ্রী প্রিয়ম্বদ✓
ⓓ সন্দীপ কুমারী 



7.‘Bharat Craft’-নামে ই-কমার্স পোর্টাল লঞ্চ করতে চলেছে কোন ব্যাঙ্ক?

ⓐ State Bank of India✓
ⓑ HDFC Bank
ⓒ ICICI Bank
ⓓ Kotak Mahindra Bank 

❐ ক্ষুদ্র ও মাঝারী শিল্পপতিদের তৈরী পণ্যকে প্রোমোট করতেই এই উদ্যোগ
❐ SBI-এর সদরদপ্তর- মুম্বাই
❐ প্রতিষ্ঠা সাল-১৯৫৫ সালের ১লা জুলাই
❐ বর্তমান চেয়ারপারসন- Rajnish Kumar



8.‘THE Young University Rankings 2020’ তালিকায় ভারতের IIT Ropar-এর স্থান কত?

ⓐ ৫৬
ⓑ ৪৫
ⓒ ৬২✓
ⓓ ৬৪ 

❐ এই তালিকায় IIT Indore-এর স্থান ৬৪ 
❐ এই তালিকায় সেরা ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের এই ২টি ইউনিভার্সিটিই স্থান পেয়েছে
❐ এই তালিকার শীর্ষস্থানে আছে- হংকং-এর The Hong Kong University of Science and Technology



9.মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন Anandiben Patel, তিনি কোন রাজ্যের রাজ্যপাল?

ⓐ উত্তরপ্রদেশ✓
ⓑ গুজরাট
ⓒ মহারাষ্ট্র
ⓓ ছত্তিশগড় 



10.বিশ্বে প্রথম দেশ হিসাবে ড্রোনের মাধ্যমে পঙ্গপাল নিয়ন্ত্রণ করলো কোন দেশ?

ⓐ চীন
ⓑ পাকিস্তান
ⓒ ভারত✓
ⓓ আফগানিস্তান 



11. ভারত সরকার কতগুলি চাইনিজ অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে?

a.50 টি
b.59 টি✓
c.60 টি
d.51 টি

*সাইবার অ্যাটাক এর হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে



12. কোন রাজ্যে Labour case management system তৈরি হয়েছে?

a. উড়িষ্যা✓
b. ঝাড়খন্ড
c. উত্তরপ্রদেশ
d. পশ্চিমবঙ্গ



13. সঞ্জয় কুমার কোন রাজ্য সরকারের মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন?

a. মহারাষ্ট্র✓
b. রাজস্থান 
c.উত্তরপ্রদেশ
d. মধ্যপ্রদেশ

*1st July থেকে ইনি মুখ্য সচিবের পদ গ্রহণ করবেন

*আগে এই পদে ছিলেন অজয় মেহেতা



14. কোন আইন অনুযায়ী ভারত সমস্ত রকম চাইনিজ অ্যাপ ব্যান করল?

a.Section 16
b.Section 69B
c.Section 69A✓
d.Section 60

*Section 69A information Technology related


15. Ministry of Ayush যোগব্যায়াম প্রচারের জন্য কোন অভিনেত্রী নিযুক্ত হয়েছে?

a. কঙ্গনা রানাওয়াত
খ) প্রিয়াঙ্কা চোপড়া 
গ) অনুষ্কা শর্মা✓
ঘ) দীপিকা পাডুকন



16.সম্প্রতি #Me Too নামে একটি বই প্রকাশিত হলো বইটির লেখক কে?

a.অনুরাগ বসু 
b.করণ পুরি ✓
c.গৌতম চৌধুরী 
d.অনুরাগ সিং

*ছোট অনেক স্টোরি গল্প নিয়ে বইটি লেখা
*অতীতের অনেক স্মৃতি নিয়ে বইটি লেখা হয়েছে








Monday, June 29, 2020

WBP Interview class-12 পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি হাওড়া হুগলি




WBP Interview class-12
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি

হাওড়া জেলা

১)হাওড়া জেলা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা। জেলা সদর হাওড়া।  আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের  জেলা গুলির মধ্যে হাওড়া জেলার আয়তন অষ্টাদশ।


২) হাওড়া জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-হাওড়া

৩) হাওড়া জেলা কত সালে তৈরি হয়েছে?

-1937 সালে হাওড়া জেলা স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে । 1963 সালে এই জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়।

৪) হাওড়া জেলায় কয়টি লোকসভা এবং কয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে?

-3 টি লোকসভা কেন্দ্র এবং 16 টি বিধানসভা কেন্দ্র


৫)হাওড়া জেলায় কয়টি থানা আছে ?

-সমগ্র হাওড়া জেলায় মোট ১১টি থানা আছে।


৬) হাওড়া জেলার SP এর নাম কি?

-শ্রী সৌম রায় ( Rural)


৭) হাওড়া জেলার যানবাহনের কোড সংখ্যা কত?

- WB11


৮) হাওড়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর নাম কি?

-আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা "শিবপুর বোটানিক্যাল গার্ডেন " (পূর্বনাম ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন) বেলুড় মঠ, বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু ,বিবেকানন্দ ও নিবেদিতা সেতু ,গড়চুমুক, গাদিয়াড়া


৯) হাওড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম কি?
-ভবানীপ্রসাদ মজুমদার



১০) এই জেলার জনগণনা তথ্য দাও
-2011 সালের জনগণনা অনুযায়ী এই জেলার জনসংখ্যা হল 4,850,0 29



১১) সাক্ষরতার হার
-হাওড়া জেলার সাক্ষরতার হার ৭৭.০১ %



১২) লিঙ্গ অনুপাত
-935



১৩) হাওড়া জেলার মধ্য দিয়ে কোন সড়ক গিয়েছে?

-গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ,2 নং জাতীয় সড়ক, 5 নং জাতীয় সড়ক এবং 6 নং জাতীয় সড়ক



১৪) হাওড়া স্টেশন কত খ্রিস্টাব্দে নির্মিত হয়?

-১৮৫৪ সালে



১৫) হাওড়া জেলার নামের অর্থ কি?

-"হাওড়া" নামটির বুৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। একটি মতে, বর্তমান হাওড়া শহরের অদূরে  হাড়িড়া নামে একটি গ্রামের অস্তিত্ব ছিল; "হাওড়া" নামটি এই "হাড়িড়া" নামেরই অপভ্রংশ।

*অন্যমতে, "হাওড়া" নামটির উৎপত্তি "হাবড়" শব্দটি থেকে; যার অর্থ "যেখানে পাঁক ও কাদা বেশি হয়"

*আবার কেউ কেউ মনে করেন, "হাওড়া" শব্দটির অর্থ "যে নিচু বা অবনত অঞ্চলে বর্ষার জল সঞ্চিত হয়"। হাওড়ার ভূমিরূপ এই জাতীয় ছিল বলে অঞ্চলটির এইরূপ নামকরণ হয়।

* ভাষাতাত্ত্বিক সুকুমার সেনের মতে, "হাওড়া" শব্দটি একটি ধ্বন্যাত্মক শব্দ থেকে ব্যুৎপন্ন হয়েছে; এর অর্থ "যেখানে কেবল জল-কাদা"।

* হাওড়া জেলার নামকরণ করা হয়েছে জেলার জেলাসদরের নামে।

১৬)হাওড়া জেলার অর্থনীতি মূলত কিসের উপর ভিত্তি করে রয়েছে?

-হাওড়া জেলা বৃহৎ ও মাঝারি শিল্পের জন্য বিখ্যাত। জেলার হুগলি নদীর তীরবর্তী শহরগুলি কার্পাস বয়ন, পাট, ধাতুশিল্প, কাগজ প্রভৃতি শিল্পে বিশেষ সমৃদ্ধ।



১৭)হাওড়া জেলার উল্লেখযোগ্য নদ নদী গুলো কি কি?

-হাওড়া জেলার প্রধান নদী গুলো হল হুগলি, রূপনারায়ন, দামোদর, সরস্বতী।



১৮) হাওড়া জেলার জলবায়ু কিরূপ?


-হাওড়া জেলার জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।গ্রীষ্মকাল এখানে উষ্ণ ও শুষ্ক; শীতকাল শুষ্ক। হাওড়া জেলায় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৪০০-১৬০০ মিলিমিটার।



১৯) কত সালে হাওড়া সহ কলকাতা পৌরসংস্থা বা মিউনিসিপাল কর্পোরেশনের মর্যাদা পায়?

-1965 সালের 24 শে জুলাই




২০) বাংলা শেফিল্ড কোন জেলাকে বলা হয়?

-বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন ভারি শিল্পে হাওড়া শহরে উৎকর্ষ ও ব্যাপকতা বিচার করে একে বাংলার শেফিল্ড বলা হত।


২১) হাওড়া জেলার প্রশাসনিক বিভাগ

হাওড়া জেলা দুটি মহকুমায় বিভক্ত। এগুলি হল:
১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।

*হাওড়া সদর মহকুমা গঠিত হয়েছে হাওড়া পৌরসংস্থা এবং বালি-জগাছা, ডোমজুর, পাঁচলা, সাঁকরাইল ও জগৎবল্লভপুর ব্লক নিয়ে।

*উলুবেড়িয়া মহকুমা গঠিত হয়েছে উলুবেড়িয়া পুরসভা এবং উলুবেড়িয়া-১, উলুবেড়িয়া-২, আমতা-১, আমতা-২, উদয়নারায়ণপুর, বাগনান-১, বাগনান-২, শ্যামপুর-১ ও শ্যামপুর-২ ব্লক নিয়ে।

*সমগ্র হাওড়া জেলায় মোট একটি পৌরসংস্থা, একটি পুরসভা, ১১টি থানা ও ৫০টি সেন্সাস টাউন রয়েছে।

* হাওড়া সদর মহকুমায় রয়েছে একটি পৌরসংস্থা, একটি পুরসভা, ৫টি পঞ্চায়েত সমিতি, ৬৭টি গ্রাম পঞ্চায়েত ও ৯৮৫টি গ্রাম সংসদ;

* উলুবেড়িয়া মহকুমায় রয়েছে একটি পুরসভা, ৯টি পঞ্চায়েত সমিতি, ৯০টি গ্রাম পঞ্চায়েত, ১২৬০টি গ্রাম সংসদ।




২২) হাওড়া জেলার সংস্কৃতি

দুর্গাপূজা হাওড়ার জেলার বৃহত্তম ধর্মীয় উৎসব।
অন্যান্য উৎসবগুলির মধ্যে কালীপূজা, জগদ্ধাতী পূজা, ঈদুল ফিতর, দোলযাত্রা, বড়দিন, পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, সরস্বতী পূজা, রথযাত্রা, পৌষপার্বন ইত্যাদি মহাসমারোহে পালিত হয়। 

এছাড়াও বেলুড় মঠে দুর্গাপূজা, শ্রীরামকৃষ্ণ জয়ন্তী, কল্পতরু উৎসব প্রভৃতি রামকৃষ্ণ মিশনের নিজস্ব উৎসবগুলি উপলক্ষেও ব্যাপক জনসমাগম লক্ষিত হয়।

হাওড়া জেলায় চণ্ডীপূজা বিখ্যাত।

হাওড়ার রামরাজাতলার মেলা পশ্চিমবঙ্গের দীর্ঘতম মেয়াদের মেলা। এই জেলার অন্যান্য উল্লেখযোগ্য মেলা হল উলুবেড়িয়ার রাসমেলা,  জঙ্গলবিলাসের মেলা,  দেওয়ান সাহেবের মেলা,  মুলোকালীর মেলা, ঝাঁপমেলা,  গাজনমেলা ইত্যাদি। দামোদর মেলা,  নবান্নমেলা, শরৎমেলা ইত্যাদি।



২৩) হাওড়া জেলার কৃষি

-এই জেলার প্রধান খাদ্যশস্যগুলি হল ধান, গম, ডাল, তৈলবীজ, আখ, শুকনো লঙ্কা ও আলু।  খাদ্যশস্যের পাশাপাশি জেলায় কলা, আম, আনারস, পেয়ারা, লিচু, জাম প্রভৃতি ফলের চাষ হয়। হাওড়ার অন্যতম অর্থকরী ফসল হল ফুল। এখানে গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, জুঁই ও নানা মরসুমি ফুলের চাষ হয়ে থাকে।




২৪)শিল্প

হাওড়া জেলার বৃহৎ ও মাঝারি শিল্পগুলি হল – কার্পাস বয়ন, পাট, রং, কেবল, দড়ি, ধাতুশিল্প, তেল , গ্রিজ, ছাপাখানা ইত্যাদি।  হাওড়ার জাহাজ তৈরি ও মেরামত শিল্প ভারতে বৃহত্তম।

জেলার উল্লেখযোগ্য ক্ষুদ্রশিল্পগুলি হল কৃষিজাত পণ্যভিত্তিক শিল্প, ধাতব, অধাতব, ইলেকট্রিক্যাল, রাসায়নিক, রবার, প্ল্যাস্টিক, শাটলকক, পোলো খেলার বল, হোসিয়ারি ও মুদ্রণ শিল্প।

হস্তচালিত তাঁতশিল্প হাওড়া জেলার অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি।




হুগলি জেলা

১)হুগলী জেলা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান বিভাগের একটি জেলা। হুগলী নদীর নামে এর নামকরণ করা হয়েছে। জেলাটির সদর চুঁচুড়া-তে অবস্থিত। জেলাটির চারটি মহকুমা রয়েছে: চুঁচুড়া সদর, চন্দননগর, শ্রীরামপুর, ও আরামবাগ।



২) হুগলি জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?
-চুঁচুড়া


৩) হুগলি জেলার SP এর নাম কি?
-শ্রী তথাগত বসু


৪) হুগলি জেলা কত সালে তৈরি হয়েছে?

-বর্ধমানের দক্ষিণ অংশকে ভেঙে বিচ্ছিন্ন করে 1795 সালে ইংরেজরা প্রশাসনিক কারণে হুগলি জেলা তৈরি করেছিল।


৫) হুগলি জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

-লোকসভা কেন্দ্র তিনটি (আরামবাগ, হুগলি, শ্রীরামপুর)

বিধানসভার আসন 18 টি

হরিপাল ,তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ ,গোঘাট, খানাকুল ,সিঙ্গুর, চন্দননগর ,চুঁচুড়া ,বলাগর ,পান্ডুয়া, সপ্তগ্রাম,ধোনেখালি ,উত্তরপাড়া ,শ্রীরামপুর ,চাঁপদানি, জঙ্গিপারা ,চন্ডীতলা



৬) হুগলি জেলার মহকুমা কয়টি?

-জেলাটির চারটি মহকুমা রয়েছে: চুঁচুড়া সদর, চন্দননগর, শ্রীরামপুর, ও আরামবাগ।


৭) হুগলি জেলার যানবাহনের কোড সংখ্যা কত?

-WB15



৮) হুগলি জেলার উল্লেখযোগ্য প্রসিদ্ধ স্থান গুলোর নাম কি?

ফুরফুরা শরীফ  : জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত ফুরফুরা গ্রামে বিখ্যাত পির (সুফি বা সাধক) আবুবকর সিদ্দিক বা দাদাহুজুরের জন্ম ।
হুগলী ইমামবাড়া,ব্যান্ডল চার্চ , কামারপুকুর তারকেশ্বর, শ্রীরামকৃষ্ণ মন্দির, ষাঁড়েশ্বরতলা মন্দির, হংসেশ্বরী মন্দির, বৃন্দাবন জিউ মন্দির, নৃত্যগোপাল স্মৃতি মন্দির, আঁটপুর মঠ, ওয়াচ টাওয়ার, সূয়াখাল এবং ময়ূর মহল, জাফরগঞ্জ কবরস্থান,  বৌদ্ধ মন্দির, লাইট হাউস টম্ব, চন্দননগর মিউজিয়াম, চন্দননগর গির্জা, নন্দদুলাল মন্দির ইত্যাদি



৯) হুগলি জেলার গুরুত্ব

-হুগলি জেলার শ্রীরামপুর বিখ্যাত রথযাত্রার জন্য। ব্যান্ডেলে অবস্থিত ব্যান্ডেল চার্চ, যেটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চের মধ্যে অন্যতম।এছাড়া সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মস্থান দেবানন্দপুর গ্রামে।

১৪৯৫ সালে বিপ্রদাস পিল্লাই রচিত মনসামঙ্গল কাব্যে হুগলী নামের উল্লেখ দেখা যায়।

১৫৯৮ সালে রচিত আবুল ফজলের আইন-ই-আকবরি গ্রন্থেও হুগলি নামের স্পষ্ট উল্লেখ আছে।


১০) হুগলি জেলার নামের অর্থ কি?

-কথিত আছে এই জেলায় একসময় প্রচুর হোগলা গাছ ছিল সেই হোগলা নাম থেকে হুগলি নামের উৎপত্তি। আবার কারো মতে হুগলি নদী থেকে হুগলি জেলার নামকরণ করা হয়েছে।


১১) হুগলি জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব

হাজি মুহাম্মদ মহসিন, জন্ম ১৭৩২ মৃত্যু ১৮১২ । বাংলার একজন জনহিতৈষী, দানবীর ও একজন শিক্ষানুরাগি ব্যক্তি ।

*মোহাম্মদ আবু বকর সিদ্দিকি, বিশিষ্ট ইসলামি পীর (সুফি বা সাধক) ও সমাজ সংস্কারক, দাদাহুজুর নামেই তিনি বেশি পরিচিত । জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত ফুরফুরা গ্রামে তাঁর মাজার বা সমাধি রয়েছে ।

*রাজা রামমোহন রায়, ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক

*শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত বাংলা সাহত্যিক

*প্রভাতকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাংলা সাহিত্যিক

*শশধর দত্ত, বাংলা সাহিত্যিক

*অজয় মুখোপাধ্যায়, স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

*অতুল্য ঘোষ, স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য।

*অনিল চট্টোপাধ্যায়, চলচ্চিত্র অভিনেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন সদস্য।

*দুর্গাদাস চট্টোপাধ্যায়, স্বাধীনতা সংগ্রামী ও শহীদ

*অনুপকুমার, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

*তাপস পাল, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা।




১২) হুগলি জেলার জনগণনা তথ্য দাও

-2011 সালের আদমশুমারি অনুসারে মোট লোক সংখ্যা 55,19,145

জনঘনত্ব 1800/বর্গ কিলোমিটার



১৩) হুগলি জেলার সাক্ষরতার হার

 -২০১১ সালের সাক্ষরতার হার ছিল 81.8%


১৪) হুগলি জেলার লিঙ্গানুপাত

-লিঙ্গানুপাত হল ৯৫১ জন মহিলা প্রতি ১০০০ জন পুরুষ।


১৫) হুগলি জেলার মধ্যে দিয়ে কোন সড়ক গিয়েছে?

-প্রধান মহাসড়ক NH 2, NH 6, Grand Trunk Road


১৬) হুগলি জেলার উল্লেখযোগ্য নদ নদী কি?

-এই জেলার প্রধান নদী হুগলি।এছাড়াও ওপর একটি উল্লেখযোগ্য নদী হল দামোদর নদ।



১৭)হুগলি জেলার অর্থনীতি মূলত কিসের উপর ভিত্তি করে রয়েছে?

-হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের বিকাশ ঘটেছে। ত্রিবেণী, ভদ্রেশ্বর, চাঁপদানি ,শ্রীরামপুরে গড়ে উঠেছে জুটমিল। ভারতবর্ষের সবথেকে বড় মোটর নির্মাণ কারখানা "হিন্দুস্তান মোটর প্লান্ট" গড়ে উঠেছে এই জেলার উত্তর পাড়াতে ।

অর্থনীতি ও শিল্পে উন্নত হলেও জেলার ৫০ % মানুষ কৃষির উপর নিরভারশীল। সমগ্র আরামবাগ মহকুমা ও জাঙ্গীপারা, পাণ্ডুয়া, ধনিয়াখালি এগুলি কৃষি ভিত্তিক।







Bengali Current Affairs 30th June 2020



Bengali Current Affairs 30th June 2020

1.কাপু সম্প্রদায়ের মহিলাদের সাহায্যার্থে জন্য ‘YSR Kapu Nestham’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓
ⓑ উড়িষ্যা
ⓒ কর্নাটক
ⓓ কেরালা

◨ কাপু সম্প্রদায় মূলত চাষাবাদের সঙ্গে যুক্ত একটি সামাজিক বর্গ
◨ এই যোজনার আওতায় মহিলারা ১৫,০০০ টাকা করে পাবে প্রতি বছর, যাদের বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে
◨ এবং তারা ৫ বছর এই সুবিধা পাবে
◨ অন্ধ্রপ্রদেশের রাজধানী-অমরাবতী
◨ বর্তমান মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি
◨ বর্তমান রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন

2.‘Global Startup Ecosystem Report 2020’-তে ভারতের বেঙ্গালুরুর স্থান কত?

ⓐ ৩৬
ⓑ ২৬✓
ⓒ ১২
ⓓ ২২

◨ এই তালিকায় দিল্লির স্থান ৩৬
◨ এবং তালিকার প্রথমস্থানে আছে- ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি
◨ এই রিপোর্ট প্রকাশ করে-Startup Genome LLC
◨ হেডকোয়াটার-সান ফ্রান্সিস্কো
◨ প্রতিষ্ঠা সাল-২০১০

3.সম্প্রতি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্কিম লঞ্চ করতে চলেছে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ দিল্লি
ⓒ ত্রিপুরা✓
ⓓ আসাম

◨ এছাড়াও এর সঙ্গে 'মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার' যোজনা লঞ্চ করতে চলেছে
◨ বর্তমান মুখ্যমন্ত্রী- বিপ্লব কুমার দেব

4.মধ্যবিত্ত পরিবারের সদস্যকে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন প্রদান করতে ‘Navi Lending App’ লঞ্চ করলেন কোন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা?

ⓐ ফ্লিপকার্ট✓
ⓑ আমাজন
ⓒ স্ন্যাপডিল
ⓓ ইনস্টামোজো

*ফ্লিপকার্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা শচীন বানসাল

◨ এই অ্যাপের মধ্যে পেপারলেস KYC-এর মধ্যে ৫ লক্ষ টাকা লোন নিতে পারবে

5.কত মেগাওয়াট সোলার পাওয়ার পার্ক তৈরীতে পশ্চিম আফ্রিকান দেশ মালিকে সাহায্য করবে ভারতের NTPC Ltd?

ⓐ ২০০ মেগাওয়াট
ⓑ ৩০০ মেগাওয়াট
ⓒ ৫০০ মেগাওয়াট✓
ⓓ ১০০০ মেগাওয়াট

◨ NTPC Ltd-এর পুরো কথা-National Thermal Power Corporation Limited
◨ হেডকোয়াটার- নিউ দিল্লি
◨ প্রতিষ্ঠা সাল-১৯৭৫

6.নিজস্ব GPS সিস্টেম তৈরীর জন্য ‘Beidou’-নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?

ⓐ ভারত
ⓑ চীন✓
ⓒ আমেরিকা
ⓓ নেপাল

◨ Xichang Satellite Launch Center থেকে এটি লঞ্চ করা হলো
◨ বহনকারী রকেটের নাম-A Long March 3B
◨ রাজধানী-বেজিং
◨ বর্তমান রাষ্ট্রপতি-Xi Jinping

7.সম্প্রতি প্রয়াত K. Raghunath কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ হকি
ⓑ বাস্কেটবল✓
ⓒ ক্রিকেট
ⓓ টেনিস

◨ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৪ বছর
◨ তিনি কর্ণাটকের বাসিন্দা
◨ Beagles Basketball Club-এর অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন

8.আগামী ৫ বছরের মধ্যে বিদ্যুতচালিত যানবাহনের Global Manufacturing Hub-এ পরিনত হবে ভারত, ঘোষণা করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ নির্মলা সিথারামন
ⓒ নিতিন গাদকরি✓
ⓓ ড. হর্ষ বর্ধন

◨ তিনি বর্তমান ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী পদে নিযুক্ত আছেন

9.‘Mapillary’-নামে ম্যাপিং কোম্পানিকে কিনে নিল কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি?

ⓐ Snap Chat
ⓑ Facebook✓
ⓒ Google
ⓓ Tiktok

◨ হেডকোয়াটার- মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া
◨ প্রতিষ্ঠাতা ও CEO- মার্ক জুকারবার্গ
◨ প্রতিষ্ঠা সাল-২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারী

10.সম্প্রতি প্রথমবার পদার্থের পঞ্চম অবস্থার সন্ধান পাওয়া গেল কোথায়?

ⓐ মহাসাগরে
ⓑ মহাকাশে✓
ⓒ মাটিতে
ⓓ বাতাসে


◨ পদার্থের পঞ্চম অবস্থাটি হল-Bose-Einstein Condensates



11. 2020 সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্য T.B নিয়ন্ত্রণে সেরা পারফরম্যান্স করেছে?

a.গুজরাট✓
b.মহারাষ্ট্র
c.পশ্চিমবঙ্গ
d.উত্তর প্রদেশ

*ভারতবর্ষের T.B 14% বৃদ্ধি পেয়েছে
*তাই T.B নির্মূল করার জন্য ভারত সরকার 2025 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল
*কিন্তু বর্তমানে তা 2030 পর্যন্ত বাড়ানো হয়েছে


12. কোন দেশটি ভারত মহাসাগরের স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে?

a.ইরান✓
b.ইসরাইল
c.মালয়েশিয়া
d.ইরাক


13. FIFA ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে?


a.অস্ট্রেলিয়া
b.নিউজিল্যান্ড
c.কাতার
d.অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড✓

*এই প্রথম দুটি দেশে ফিফা মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
*2023 শে মোট 32 টি দল অংশগ্রহণ করবে
*আগেরবারের মোট 24 টি দল অংশগ্রহণ করেছিল (ফ্রান্স)



14. 2022 সালে FIFA পুরুষ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

a.ইরান
b.ইরাক
c.কাতার ✓
d.সৌদি আরব

*2018 তে রাশিয়াতে হয়েছিল
*2026 এ মেক্সিকো কানাডা এবং ইউনাইটেড স্টেট অনুষ্ঠিত হবে
*2022 এ ফিফা ওয়ার্ল্ড কাপ 22 তম


15.সরকার কুশীনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে । বিমান বন্দরটি কোথায় অবস্থিত?

a.মুম্বাই
b.রাজস্থান
c.উত্তরপ্রদেশ ✓
d.মধ্যপ্রদেশ



16.ভারতে আসা যাওয়ার সমস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট কবে পর্যন্ত স্থগিত থাকবে?

a. 20 জুলাই
b.15 জুলাই ✓
c.10 জুলাই
d. 25 জুলাই



17. কোন দেশ হংকং সুরক্ষা আইন নিয়ে চীনকে অনুমোদনের বিল পাস করেছে?

a. আমেরিকা✓
b. ইসরাইল
c. রাশিয়া
d. ফ্রান্স

Sunday, June 28, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭০




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭০

১) ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান  করছে-

ক)দামোদর উপত্যকায়✓
খ)শোন উপত্যকায়
গ)মহানদী উপত্যকায় 
ঘ)গোদাবরী উপত্যকায়

২)পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

ক) হাওড়া থেকে হুগলি✓
খ) হাওড়া থেকে রানীগঞ্জ
গ) হাওড়া থেকে বর্ধমান
ঘ) শিয়ালদহ থেকে নৈহাটি

৩) শোলা অরণ্য দেখা যায় কোথায়?

ক)হিমালয় পর্বত
খ)পশ্চিমঘাট পর্বত ✓
গ)বিন্ধ্য পর্বত 
ঘ)পূর্বঘাট পর্বত

৪) কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে?

ক)ঝাড়খন্ড✓
খ)বিহার 
গ)উড়িষ্যা 
ঘ)আসাম

৫) শিলং শহর অবস্থিত-

ক)নাগা পর্বত 
খ)গারো পর্বত 
গ)খাসি পর্বত✓ 
ঘ)মিকির পর্বত

৬) গুজরাটের আনন্দ কি জন্য বিখ্যাত?

ক)বরফের গুহা 
খ)সুতি ও পশম শিল্প কেন্দ্র 
গ)দুগ্ধ নির্মাণের প্রধান কেন্দ্র ✓
ঘ)ঘড়ি কারখানা

৭) গঙ্গার সমান্তরালে দক্ষিণ বিহারের ছোট ছোট জলাভূমি কে কি বলে?

ক)খাদার 
খ)বেট 
গ)তাল ✓
ঘ)ভুর

৮) মুগা রেশম ভারতের কোন রাজ্যে সর্বাধিক চাষ হয়?

ক) আসাম ✓
খ) ঝারখান্ড
গ) বিহার 
ঘ) মধ্যপ্রদেশ

৯) সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন?

ক) লর্ড বেন্টিং
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড রিপন 
ঘ) লর্ড মেটকাফ√

১০)সিরাজদৌলা কলকাতা আক্রমণ করে কলকাতার নাম বদলে কি রেখেছিলেন ?

ক)আলিনগর✓
খ)সাইনগর 
গ)সিরাজ নগর 
ঘ)শিবাজি নগর

১১) "সমাচার দর্পণ "প্রথম কত সালে প্রকাশিত হয়?

ক)1870সাল
খ) 1860সাল
গ) 1820 সাল✓
ঘ) 1850 সাল

১২) প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?

ক)মীরাবাঈ  ✓
খ)রানী লক্ষ্মীবাঈ 
গ)সরোজিনী নাইডু 
ঘ)ইন্দিরা গান্ধী

১৩)পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল?

ক)1962 
খ)1964 
গ)1965 
ঘ)19

১৪)ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

ক) রাজা রামমোহন রায়✓
খ) লালা লাজপত রায় 
গ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
ঘ) দয়ানন্দ সরস্বতী

১৫)বৃস্টির জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে?

 ক) CO2
 খ) NO2
 গ) CO2 ও NO2✓
 ঘ) CO

১৬) যে সকল পদার্থ এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে তাকে কি বলে? 

 ক) এসিড
 খ) ক্ষারক✓
 গ) লবণ
 ঘ) pH

১৭)গাঢ় নাইট্রিক এসিড কি রংয়ের বোতলে সংরক্ষণ করা হয়?

 ক) সাদা
 খ) হলুদ
 গ) স্বচ্ছ
 ঘ) বাদামি✓

১৮) ফল পাকানোর গুদামঘরে কি পরিমান ইথিলিন গ্যাস থাকা দরকার?

ক)1%
খ)2%
গ)0.01%
ঘ)0.1%✓

১৯)চুনাপাথর ,এমোনিয়া গ্যাস, খাবার লবণ ব্যবহার করে কি প্রস্তুত করা হয়?

ক) ভিনেগার 
খ) সোডা অ্যাশ
গ) টয়লেট ক্লিনার 
ঘ) বেকিং পাউডার✓

২০) সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে কি পাওয়া যায়?

ক)গ্লিসারিন ✓
খ)মিথানল 
গ)অ্যালকোহল 
ঘ)এস্টার

২১) হোয়াইট স্টরক কোন দেশের জাতীয় পাখি?

ক) মেক্সিকো
খ) মার্কিন যুক্তরাষ্ট্র 
গ) কানাডা 
ঘ) জার্মানি✓

২২) কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?

ক)ক্যান্টিলিভার ব্রিজ ✓
খ)বিম ব্রিজ 
গ)সাসপেনশন ব্রিজ 
ঘ)আর্ক ব্রিজ

২৩)"World Blood Donor Day"পালন করা হয় কবে?

ক)14 মার্চ 
খ)14 এপ্রিল 
গ)14 জুন✓ 
ঘ)14 জুলাই

২৪) ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যা সর্বাধিক?

ক)মুন্ডা
খ)সাঁওতাল 
গ)কোল ✓
ঘ)ভীল

২৫) কার সমাধিস্থল "বীরভূমি" নামে পরিচিত?

ক)জহরলাল নেহেরু  
খ)মোরারজি দেশাই 
গ)রাজীব গান্ধী ✓
ঘ)ইন্দিরা গান্ধী  

২৬) ভারতের Central inland water transport corporation এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক)এলাহাবাদ 
খ)কলকাতা✓ 
গ)কোচিন 
ঘ)মুম্বাই

২৭) রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প টি কোথায় অবস্থিত?

ক)পুরুলিয়া 
খ)বাঁকুড়া 
গ)জলপাইগুড়ি 
ঘ)দার্জিলিং✓

২৮) জ্ঞানপীঠ পুরস্কারের মূল্য কত?

ক)দু লক্ষ টাকা 
খ)তিন লক্ষ টাকা 
গ)চার লক্ষ টাকা 
ঘ)5 লক্ষ টাকা✓

২৯) ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত?

ক)মহানদী  
খ)মাতলা✓ 
গ)গঙ্গা      
ঘ)মুসি        

৩০) মৌমাছি গবেষণাকেন্দ্র ভারতের কোন রাজ্যে আছে?

ক)মথুরা, উত্তর প্রদেশ   
খ)পুনে, মহারাষ্ট্র ✓
গ)চেন্নাই, তামিলনাড়ু    
ঘ)আনন্দ ,গুজরাট    

Bengali Current Affairs 29 th June 2020




Bengali Current Affairs 29 th June 2020

1.‘Micro-, Small and Medium-sized Enterprises Day’ পালন করা হয় কবে?

ⓐ ২৬শে জুন
ⓑ ২৭শে জুন✓
ⓒ ২৮শে জুন
ⓓ ২৯শে জুন


◕ ২০১৭ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে
◕ International Society for Small and Medium Enterprises-এর হেড কোয়াটার- নিউ দিল্লি

2.সম্প্রতি প্রয়াত Parvez Jamasji কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন?

ⓐ পরমবীর চক্র
ⓑ পদ্মশ্রী
ⓒ বীর চক্র✓
ⓓ ভারতরত্ন 

◕ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর
◕ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেছিলেন

3.Wisdom India’s Poll-এ গ্রেটেস্ট ইন্ডিয়ান টেস্ট ব্যাটসম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ শচীন তেন্দুলকর
ⓑ মহেন্দ্র সিং ধোনী
ⓒ রাহুল দ্রাবিড়✓
ⓓ বিরাট কোহলী 


4. কোন মহাকাশ সংস্থার হেডকোয়াটারের নাম পরিবর্তন করে রাখা হবে Mary W. Jackson-এর নামে ?

ⓐ ISRO
ⓑ NASA✓
ⓒ ESA
ⓓ Roscosmos 

◕ হেডকোয়াটার অবস্থিত- ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
◕ প্রতিষ্ঠা সাল-১৯৫৮ সালের ১লা অক্টোবর
◕ প্রতিষ্ঠাতা-Dwight D. Eisenhower

5.‘Yuva Pay’’ মোবাইল অ্যাপ লঞ্চ করতে UDMA Technologies-এর সঙ্গে পার্টনারশীপ করল কোন ব্যাঙ্ক?

ⓐ ICICI Bank
ⓑ HDFC Bank
ⓒ Yes Bank✓
ⓓ SBI 

◕ হেডকোয়াটার- মুম্বাই
◕ প্রতিষ্ঠা সাল-২০০৪
◕ প্রতিষ্ঠাতা-রানা কাপুর
◕ বর্তমান CEO পদে আছেন-Prashant Kumar

6.Vini Mahajan কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন ?

ⓐ গুজরাট
ⓑ পাঞ্জাব✓
ⓒ আসাম
ⓓ হরিয়ানা 


7.কোন সাল থেকে স্পেসওয়াকের জন্য পর্যটকদের মহাকাশে নিয়ে যাবে রাশিয়ার Energia space corporation?

ⓐ ২০২১ সাল
ⓑ ২০২২ সাল
ⓒ ২০২৩ সাল✓
ⓓ ২০৩০ সাল 

◕ স্পেসওয়াকের জন্য ২ জন পর্যটককে International Space Station (ISS)-তে নিয়ে যাওয়া হবে

8.Adarsh Police Station Scheme’ লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ অরুনাচল্প্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ ছত্তিশগড় ✓

◕ রাজধানী-রায়পুর
◕ বর্তমান মুখ্যমন্ত্রী-ভুপেশ বাঘেল
◕ বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey

9.‘The Yogini Poems: Love and Life’ শিরোনামে কবিতা সংকলন রিলিজ করলেন লেখিকা Adyasha Das, তিনি কোন রাজ্যের বাসিন্দা? 

ⓐ ত্রিপুরা
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ উড়িষ্যা✓
ⓓ মহারাষ্ট্র 

◕ এইটা তাঁর চতুর্থ কবিতা সংকলন

10.করোনার বিরুদ্ধে সফলভাবে মোকাবিলা করার জন্য কেরালার স্বাস্থ্য মন্ত্রী KK Shailaja-কে সম্মানিত করলো কোন সংস্থা? 

ⓐ WHO
ⓑ United Nations✓
ⓒ SAARC
ⓓ IMF 

◕ প্রতিষ্ঠা-১৯৪৫ সালের ২৪শে অক্টোবর
◕ হেডকোয়াটার-নিউইয়র্ক
◕ বর্তমান সেক্রেটারী-জেনারেল-António Guterres










আবগারি কনস্টেবল Mains English Class -27 SYNONYM



আবগারি কনস্টেবল Mains 
 English Class -27

 SYNONYM

1. TRANQUIL

a.Nervous 
b.Agitated
c.Calm✓
d.Wild



2. ARDUOUS

a.Fervent 
b.Strong 
c.Enthusiastic   
d.Strenuous✓    





3. TURBULENCE

a.Agitation    ✓
b.Calmness
c.Repose      
d.Stillness     


4. DISHEARTENED

a.Disgusted 
b.Disgraced 
c.Disliked 
d.Depressed   ✓


5. SPRIGHTLY

a.Beautiful      
b.Lively✓    
c.Intelligent     
d.Sportive     


6. OBSTREPEROUS   

a. Sullen  
b. Unruly✓
c. Lazy
d. Awkward



7. QUERULOUS  

a.Critical 
b.Curious 
c.Complaining ✓
d.Ambiguous



8. BLITHE

a.Sprightly✓ 
b.Depressed 
c.Inert 
d.Indifferent


9.BUOYANT

a.Heavy 
b.Cheerful✓
c.Forceful 
d.Bleak


10. MELANCHOLY      

a. Animated 
b.Depression✓ 
c.Carefree 
d.Forgivable


11. BLEAK

a.Balmy
b.Endorse 
c.Dreary✓
d.Perpetual



12. LAX

a. Ensure
b. Slack✓
c. Servant
d. Strive


13. CHURLISH

a. Childish
b. Captious✓
c. Polite
d. Selfish


14. LUGUBRIOUS

a.Brisk
b.Gelid   
c.Mournful✓
d.Elated


15. INTRANSIGENCE 

a.Power 
b.Stubbornness ✓
c.Bitterness 
d.Effort


Saturday, June 27, 2020

WBP Interview class-11 পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি





WBP Interview class-11
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি

নদিয়া জেলা

১) নদিয়া জেলা  (পূর্বনাম নবদ্বীপ জেলা) ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা। এই জেলার উত্তর-পশ্চিমে ও উত্তরে মুর্শিদাবাদ জেলা; পূর্ব সীমান্তে বাংলাদেশের খুলনা বিভাগ, দক্ষিণ-পূর্বে ও দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিমে হুগলি ও বর্ধমান জেলা অবস্থিত।

*নদিয়া জেলার পুরানো বানান নদীয়া জেলা

২) নদীয়া জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-কৃষ্ণনগর

৩) নদীয়া জেলার পূর্ব নাম কি ছিল?

-নবদ্বীপ জেলা

৪) নদীয়া জেলা কত সালে তৈরি হয়েছে?

-1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্বকালে জেলা হিসেবে নদীয়ার আত্মপ্রকাশ ঘটে। সেসময় বর্তমান হুগলি ও উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ এই জেলার অন্তর্ভুক্ত ছিল।1947 সালের 15 ই আগস্ট সাময়িক ভাবে এই জেলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তিনদিন বাদে 18 ই আগস্ট কিয়দংশ বাদে নদীয়া পুনরায় ভারত অধিরাজ্য অন্তর্ভুক্ত হয়। 1948 সালে 23 শে ফেব্রুয়ারি নদীয়াজেলা তার বর্তমান রূপটি লাভ করে। 1947 সালের সাময়িকভাবে জেলার নামকরণ নবদ্দীপ করা হলেও অনতিবিলম্বে সেই নামকরণ বাতিল হয়।



৫) নদীয়া জেলার নামের অর্থ কি?

-কথিত আছে ভাগীরথী নদীর তীরে এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় নয়টি প্রদীপ বা দিয়া জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন।দূর থেকে লোকে দেখে এই দ্বীপটিকে ন'  দিয়ার চর বলতো। আর সেই থেকেই নদীয়া নামের প্রচলন হয়।


৬) নদীয়া জেলার ভূপ্রকৃতি

গঙ্গা-ভাগীরথী ও তার অন্যান্য উপনদী দ্বারা গঠিত নদিয়া জেলা মূলত বিশাল গাঙ্গেয় সমভূমির একটি অংশ। এই জেলা গঙ্গার পরিণত বদ্বীপের অন্তর্গত। জলঙ্গী ও চুর্নীর প্রবাহ এই অঞ্চলের ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।


৭) নদীয়া জেলার জলবায়ু

নদিয়া জেলার জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। কর্কটক্রান্তি রেখা জেলার মাঝামাঝি দিয়ে যাওয়ায় গ্রীষ্মে প্রচণ্ড গরম অনুভূত হয়।  গ্রীষ্মকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় উষ্ণতা যথাক্রমে ৪৩° সেন্টিগ্রেট ও ১৯° সেন্টিগ্রেট। অন্যদিকে শীতকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় উষ্ণতা যথাক্রমে ৩০° সেন্টিগ্রেট ও ০৯° সেন্টিগ্রেট। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২০০-১৪০০ মিলিমিটার। অধিকাংশ বৃষ্টিপাত হয় বর্ষাকালেই।



৮)নদীয়া জেলার লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র কয়টি?

-লোকসভা কেন্দ্র 2টি ,বিধানসভার আসন 17 টি


৯) পুলিশ জেলা-

নদীয়া জেলা পুলিশকে ভেঙে দুটি পুলিশ জেলা করা হয়েছে -কৃষ্ণনগর ও রানাঘাট


১০)কৃষ্ণনগর পুলিশ জেলার SP এর নাম কি?
-শ্রী জাফর আজমল কিদোয়াই, IPS



১১) রানাঘাট পুলিশ জেলার SP এর নাম কি?

-V.S.R Ananth Nag , IPS


১২) নদীয়া জেলার DM এর নাম কি?

- Shri Vibhu Goyel, IAS


১৩) নদীয়া জেলার মহকুমা কয়টি?
-নদীয়া জেলার বর্তমানে চারটি মহাকুমা আছে

প্রথমত কৃষ্ণনগর বা সদর মহকুমা জেলার প্রশাসনিক মহকুমা শহর
দ্বিতীয়তঃ রানাঘাট মহকুমা রেলের জংশন মহকুমা শহর
তৃতীয়তঃ কল্যাণী মহাকুমা সবচাইতে আধুনিক মহকুমা শহর
চতুর্থত তেহট্ট মহকুমা হলো জেলার একমাত্র গ্রামীণ মহকুমা


১৪) নদীয়া জেলার জনসংখ্যা কত?
-৫১,৬৮,৪৮৮
-জনঘনত্ব ১৩০০/বর্গ কিলোমিটার,৩৪০০/বর্গমাইল


১৫) নদীয়া জেলার সাক্ষরতার হার-
-৭৫.৫৮%


১৬) নদীয়া জেলার লিঙ্গানুপাত-

-৯৪৭


১৭) নদীয়া জেলার প্রধান মহাসড়ক

-জাতীয় সড়ক ৩৪


১৮) নদিয়া জেলার নদনদী

নদিয়া জেলার প্রধান নদনদীগুলি হল ভাগীরথী, জলঙ্গী, ভৈরব, চূর্ণী, মাথাভাঙা ও ইছামতী ইত্যাদি।
এই জেলায় ভাগীরথীর দৈর্ঘ্য ১৮৭ কিলোমিটার।

১৯) নদিয়া জেলার অর্থনীতি মূলত কিসের উপর ভিত্তি করে রয়েছে?

নদিয়া মূলত একটি কৃষিপ্রধান জেলা। স্বাধীনতার পর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে কল্যাণী নগরীকে কেন্দ্র করে একটি শিল্পাঞ্চল গড়ে উঠেছে এই জেলায়। এছাড়া ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পেও এই জেলার বিশেষ খ্যাতি রয়েছে।


২০) নদীয়াজেলা কে প্রতিষ্ঠা করেন?

-রাজা বল্লাল সেন নদিয়া প্রতিষ্ঠা করেন।


২১) নদীয়া জেলার দর্শনীয় স্থান গুলো কি কি?


-মায়াপুরে সেন রাজা বল্লাল সেনের স্মৃতি সম্বলিত বল্লাল ঢিবি বর্তমান। কথিত আছে এই ঢিবির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল।

*এখানকার বামুনপুকুর বাজারে চৈতন্য মহাপ্রভুর সমকালীন নবদ্বীপ শাসক চাঁদ কাজীর সমাধি আছে।

*পৃথিবীর সবচেয়ে বড় মন্দির তৈরি হচ্ছে নদীয়া জেলার মায়াপুরের ইসকন মন্দির চত্বরে। 2022 সালে সেই মন্দিরের উদ্বোধন


২২) নদীয়া জেলার পর্যটন স্পট-

-বেথুয়াডহরি অরণ্য, ইস্কন ক্যাম্প, শ্যাম চাঁদ মন্দির, রাজ রাজেশ্বর মন্দির, পলাশী ইত্যাদি।


২৩) নদীয়া জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব

*কবি কৃত্তিবাস ওঝা- রামায়নের প্রাচীন অনুবাদক ও কবি ।

*শ্রী চৈতন্যদেব (১৪৮৬-১৫৩৩) মহাপুরুষ সমাজসংস্কারক, বৈষ্ণব ধর্মের প্রবর্তক।

*কৃষ্ণানন্দ আগমবাগীশ (জন্ম আনু. ১৬০০-১৬১০) নবদ্বীপের এক খ্যাতনামা তন্ত্র তথা কালীসাধক যিনি দক্ষিণাকালীর রূপকল্পনা করে বাংলার ঘরে ঘরে কালী পূজার প্রচলন করেন।

*রামচন্দ্র বিদ্যাবাগীশ (জন্ম: ১৭৮৬ - মৃত্যু: ২ মার্চ ১৮৪৫) একজন আভিধানিক ও পণ্ডিত। তিনি ১৮১৭ খ্রিষ্টাব্দে বাংলাভাষায় প্রথম অভিধান বঙ্গভাষাভিধান রচনা করেন। তিনি ব্রাহ্মসমাজের সাথে যুক্ত ছিলেন।

তারাশঙ্কর তর্করত্ন (?-১৮৫৮) ছিলেন উনিশ শতকের একজন লেখক যিনি কলকাতার সংস্কৃত কলেজের কৃতী ছাত্র ছিলেন।

*মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-১৮৫৮) ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ শতাব্দীয় অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসাবেও পরিগণিত।

*দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩), নাট্যকার, সাহিত্যিক।

বিজয়কৃষ্ণ গোস্বামী (১৮৪১-১৮৯৯), ব্রাহ্মসমাজের অন্যতম আচার্য।

*অক্ষয়কুমার মৈত্রেয় (১৮৬১ – ১৯৩০), ইতিহাসবিদ ও প্রাবন্ধিক। জন্মস্থান সিমলা।

*দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) প্রখ্যাত কবি ও নাট্যকার।

*হরিদাস দে (১৯০২ - ২৪ মে, ১৯৭৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

*চঞ্চল কুমার মজুমদার (১৯৩৮-২০০০) - বিখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী, মজুমদার-ঘোষ মডেলের উদ্ভাবক।

*বিশ্বনাথ সর্দার - নীলবিদ্রোহের অন্যতম প্রধান নেতা ও শহীদ।

*বসন্ত বিশ্বাস- অগ্নিযুগের বিপ্লবী কিশোর ও শহীদ

 *প্রমোদরঞ্জন সেনগুপ্ত - স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।

*বীণা দাস - অগ্নিযুগের বিপ্লবী ও রাজনীতিবিদ

*নির্মলনলিনী ঘোষ - নদিয়া জেলার প্রথম মহিলা সত্যাগ্রহী

*করুণানিধান বন্দ্যোপাধ্যায় - খ্যাতনামা কবি

*চার্লস জিমেলিন - প্রথম পদকজয়ী ব্রিটিশ অলিম্পিয়ান

*যতীন্দ্রমোহন বাগচী - খ্যাতনামা কবি

*হেমচন্দ্র বাগচী - খ্যাতনামা কবি

*মুহাম্মদ মোজাম্মেল হক-কবি, সাংবাদিক

*সরলাবালা সরকার - সাহিত্যিক

*গোপাল ভাঁড়-রম্য গল্পকার ভাঁড় ও মনোরঞ্জনকারী

*লালন-সাধক, গায়ক, গীতিকার, সুরকার, বাউল-দার্শনিক


২৪) নদিয়া জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

*নদীয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে
*নদীয়া জেলার অভয়ারণ্যের নাম বেথুয়াডহরী
*রাজা কৃষ্ণচন্দ্র কে বাংলার বিক্রমাদিত্য বলা হয়
*নদীয়া জেলার দুটি বিখ্যাত কুটির শিল্প হলো কৃষ্ণনগরের মৃৎশিল্প এবং শান্তিপুরের তাঁত শিল্প
*নবদ্বীপ কথার অর্থ হল নতুন পলী গঠিত দ্বীপ


২৫) নদীয়া জেলার যানবাহন কোড সংখ্যা কত?

WB51, WB52


মুর্শিদাবাদ জেলা

মুর্শিদাবাদ জেলা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা।   মুর্শিদাবাদ ভারতের নবমতম (ভারতের ৬৪১টি জেলার মধ্যে) জনবহুল জেলা।


১) মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-বহরমপুর


২) মুর্শিদাবাদ জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

-লোকসভা কেন্দ্র ৩টি -জঙ্গিপুর ,বহরমপুর, মুর্শিদাবাদ

বিধানসভা কেন্দ্র ২২ টি

ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী, লালাগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খরগ্রাম, বাড়ওয়ান, কান্দি, ভরতপুর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি,রেজিনগর


৩) মুর্শিদাবাদ জেলায় কয়টি পৌরসভা আছে?

মুর্শিদাবাদ জেলায় ৮ টি পৌরসভা আছেঃ

১. বহরমপুর
২. কান্দী
৩. মুর্শিদাবাদ
৪. জিয়াগঞ্জ-আজিমগঞ্জ
৫. জঙ্গীপুর
৬. ধুলিয়ান
৭. বেলডাঙা
৮. ডোমকল




৪) মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?

-মুর্শিদাবাদ জেলা পাঁচটি মহকুমা নিয়ে গঠিত।
পৌরসভা এলাকা বাদে প্রতিটি মহকুমায় একাধিক সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে।

◻ বহরমপুর সদর মহকুমা

বহরমপুর ও বেলডাঙ্গা পৌরসভা এবং বহরমপুর, বেলডাঙ্গা- ১, বেলডাঙ্গা- ২, হরিহরপাড়া ও নওদা সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত।

◻ ডোমকল মহকুমা

ডোমকল পৌরসভা এবং ডোমকল, রানিনগর- ১, রানিনগর- ২ ও জলঙ্গী সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত।

◻ লালবাগ মহকুমা

মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা এবং মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ, ভগবানগোলা- ১, ভগবানগোলা- ২, লালগোলা ও নবগ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত।

◻ কান্দি মহকুমা

কান্দি পৌরসভা এবং কান্দি, খড়গ্রাম, বড়ঞা, ভরতপুর- ১ ও ভারতপুর- ২ সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত।

◻ জঙ্গীপুর মহকুমা

জঙ্গিপুর ও ধুলিয়ান পৌরসভা এবং সাগরদিঘী রঘুনাথগঞ্জ-১, রঘুনাথগঞ্জ- ২, সুতি- ১, সুতি-২, সামশেরগঞ্জ ও ফারাক্কা সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত।


৫) মুর্শিদাবাদ জেলা প্রশাসন

-মুর্শিদাবাদ জেলা কে দুটি পুলিশ জেলায় ভাঙ্গা হয়েছে-একটি মুর্শিদাবাদ পুলিশ জেলা, অন্যটি জঙ্গিপুর পুলিশ জেলা।

*মুর্শিদাবাদ পুলিশ জেলার সদর দপ্তর হচ্ছে বহরমপুর

*জঙ্গিপুর পুলিশ জেলার সদর দপ্তর রঘুনাথগঞ্জ


৬)মুর্শিদাবাদ পুলিশ জেলার SP

-শ্রী অজিত সিং যাদব, IPS


৭)জঙ্গিপুর পুলিশ জেলার SP
-Shri.Y.Raghuvanshi, IPS


৮) মুর্শিদাবাদ জেলার DM
-শ্রি জগদিশ প্রসাদ মিনা, IAS


জেনে রাখা দরকার:

মুর্শিদাবাদ পুলিশ জেলার তত্ত্বাবধানে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যার নাম "আলোর পথে"


৯) মুর্শিদাবাদ জেলার পুলিশি প্রশাসনিক সার্কেল ও থানাঃ

মুর্শিদাবাদ জেলা পুলিশ পাঁচটি সার্কেলে বিভক্ত। প্রতিটি সার্কেল আবার কয়েকটি করে থানা নিয়ে গঠিত।

মুর্শিদাবাদ জেলায় ২৯টি থানা আছেঃ

◻ বহরমপুর সদর সার্কেল

বহরমপুর মহিলা থানা, বহরমপুর, বেলডাঙা, রেজিনগর, হরিহরপাড়া, নওদা, দৌলতাবাদ ও শক্তিপুর থানা নিয়ে গঠিত।

◻ লালবাগ সার্কেল

মুর্শিদাবাদ, লালগোলা, জিয়াগঞ্জ, ভগবানগোলা, রানীতলা ও নবগ্রাম থানা নিয়ে গঠিত।

◻ কান্দি সার্কেল

কান্দি, বড়ঞা, খড়গ্রাম, ভরতপুর ও সালার থানা নিয়ে গঠিত।

◻ জঙ্গীপুর সার্কেল

জঙ্গিপুর মহিলা থানা, সাগরদিঘী, রঘুনাথগঞ্জ, সূতি, সামসেরগঞ্জ ও ফরাক্কা থানা নিয়ে গঠিত।

◻ ডোমকল সার্কেল

ডোমকল, জলঙ্গী, ইসলামপুর ও রাণীনগর থানা নিয়ে গঠিত।
১০) মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা-
জনসংখ্যা (২০১১) :৭১,০৩,৮০৭

• জনঘনত্ব
১,৩৩৪/বর্গকিমি (৩,৪৬০/বর্গমাইল)


• ক্রম
৯ম (ভারত)



১১)  মুর্শিদাবাদ জেলার সাক্ষরতা
-৬৬.৫৯%


১২) লিঙ্গানুপাত-
৯৫৮


১৩) মুর্শিদাবাদ জেলার যানবাহনের কোড সংখ্যা কত?

- WB 57, WB 58


১৪)মুর্শিদাবাদ জেলার প্রধান মহাসড়ক

-জাতীয় সড়ক ৩৪


১৫)  মুর্শিদাবাদ জেলার পর্যটন স্থল

- হাজারদূয়ারি রাজপ্রাসাদ (হাজারদুয়ার সম্বন্ধিত তাই নাম হাজারদুয়ারি ।হাজারদুয়ারির কিছু দুয়ার নকল 900 টি আসল), হাজারদূয়ারি মিউজিয়াম, মদীনা, বাচ্চাওয়ালী তোপ, কাটরা মসজিদ, মোতিঝিল, মুর্শিদাবাদ জেলা যাদুঘর ইত্যাদি।


১৬)মুর্শিদাবাদ জেলার উল্লেখযোগ্য ব্যক্তি

*নবাব সিরাজউদ্দৌলা

*রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙ্গালী
ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ।

*মণীশ ঘটক, সাহিত্যিক

*রেজাউল করিম, সাংবাদিক ও সাহিত্যিক

*সৈয়দ মুস্তাফা সিরাজ, বিখ্যাত সাহিত্যিক।

*ফটিক চৌধুরী, (১২৭৭ - ১৩৪৪ বঙ্গাব্দ) খ্যাতনামা কীর্তন-গায়ক।

*অরিজিৎ সিং, বিখ্যাত গায়ক।( মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ)

*শ্রেয়া ঘোষাল, বিখ্যাত গায়িকা।(মুর্শিদাবাদ জেলার বহরমপুর)

*মীর, রেডিও জকি, উপস্থাপক, অভিনেতা।

*রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক।

*গোবিন্দদাস, বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্য এর একজন বিখ্যাত পদকর্তা।

*অধীর রঞ্জন চৌধুরী, রাজনীতিবিদ।

*নবারুণ ভট্টাচার্য, লেখক।

*শরচ্চন্দ্র পণ্ডিত, সাংবাদিক, সাহিত্যিক

*ত্রিদিব চৌধুরী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ

*আবুল বাশার, প্রখ্যাত সাহিত্যিক


১৭) মুর্শিদাবাদ জেলার নামের অর্থ কি?

-বাংলা নবাব মুর্শিদকুলি খানের নাম অনুসারে মুর্শিদাবাদ শহর এবং জেলার নামকরণ হয়েছে।এটি নবাবি আমলে বাংলার( বর্তমানে বিহার ঝাড়খন্ড ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ) প্রশাসনিক কেন্দ্র ছিল।


১৮) মুর্শিদাবাদ জেলার উল্লেখযোগ্য নদ নদী কি কি?

-গঙ্গা নদী, পদ্মা নদী ,ভাগীরথী নদী ,দ্বারকা নদ, ময়ূরাক্ষী নদী ,জলঙ্গি নদী, ভৈরব নদী

১৯) মুর্শিদাবাদ জেলার গুরুত্ব

মুর্শিদাবাদ জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এবং রাজ্যের ১৮তম জেলা।  এটি বাংলার শেষ রাজধানী হিসেবে দাবী রাখে। এটি পলাশীর যুদ্ধের জন্য বিখ্যাত যা নবাব সিরাজ-উদ-দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে ঘটেছিল। এছাড়াও এই জেলা বিশেষ আম উৎপাদনের জন্য জনপ্রিয়, যেমন শাহদুল্লাহ, রানী পসন্দ্, বেগম পসন্দ্, মুলায়ম জাম, শারাঙ্গা এবং কোহিতুর







Bengali Current Affairs 28th June, 2020




Bengali Current Affairs 28th June, 2020

১) কোন দেশ এশিয়ান যুবক প্যারা গেমস 2021 
 হোস্ট করবে ?

ক)বাহরাইন ✓
খ)জাপান 
গ)আফ্রিকা
ঘ)চিন 

*20 বছরের কম বয়সী প্রায় 800 অ্যাথলিট এই ক্রিয়া গুলিতে 9 টি খেলায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

*বাহরাইন প্যারা অলিম্পিক কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ বিন রিয়াজ আল খলিফা


২) কোন দেশ AFC মহিলা এশিয়া কাপ 2022 অনুষ্ঠিত করবে?

ক) ভারত✓
খ) চীন
গ) নেপাল
ঘ) ভিয়েতনাম


৩) ভারতীয় সুরক্ষা সংস্থা গুলি কয়টি সন্দেহভাজন চীনা মোবাইল অ্যাপ্লিকেশন ঘোষণা করেছিল?

ক)26
খ)33 
গ)52✓
ঘ)67


৪) কোন শহরে ব্রিটিশ পেট্রোলিয়াম গ্লোবাল বিজনেস সার্ভিস সেন্টার চালু করার ঘোষণা করেছে?

ক) যোধপুর 
খ) পাটনা
গ) শ্রীনগর
ঘ) পুনে ✓


*2021 সালের জানুয়ারি মাসের মধ্যে অভিযান শুরু হবে বলে আশা করা যাচ্ছে
*এটি পুরোপুরি চালু হয়ে গেলে 2000 কর্মচারী নিযুক্ত হওয়ার কথা রয়েছে।



৫) কোন রাজ্যে পৌর কর্পোরেশন ICU বেড এবং ভেন্টিলেটর সম্পর্কিত তথ্য সরবরাহ করতে "এয়ার ভেন্টু " নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে?

ক)দিল্লি পৌর কর্পোরেশন 
খ)হরিয়ানা পৌর কর্পোরেশন 
গ)হায়দ্রাবাদ পৌর কর্পোরেশন
 ঘ)মুম্বাই পৌর কর্পোরেশন✓


৬) কোভিদ -১৯ পরীক্ষা করার জন্য ভারতের প্রথম মোবাইল ল্যাব " আই ল্যাব "কে চালু করেছে?

ক) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন✓
খ) স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
গ) পরিবহনমন্ত্রী নীতিন গড়করি
ঘ) রেলমন্ত্রী পীযূষ গোয়েল


*মোবাইল ল্যাব এর মূল লক্ষ্য হলো ভারতে সমালোচনামূলক স্বাস্থ্যসেবা প্রযুক্তির ঘাটতি দূর করা।


৭) টরেন্টো ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল 2020 ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

ক) মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান
খ) করীনা কাপুর এবং শাহরুখ খান
গ) প্রিয়াঙ্কা চোপড়া এবং অনুরাগ কাশ্যপ✓
ঘ) বিদ্যা বালান এবং সালমান খান



৮) সম্প্রতি কোন রাজ্য সরকার "মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার " প্রকল্প চালু করেছে?

ক) কর্ণাটক সরকার
খ) মহারাষ্ট্র সরকার
গ) ত্রিপুরা সরকার✓
ঘ) উড়িষ্যা সরকার

*ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল: রমেশ বাইস
*ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী: বিপ্লব কুমার দেব


৯) সম্প্রতি "International Day against Drug Abuse and Illicit Trafficking "পালন করা হয়েছে কোন দিন?

ক)25 জুন 
খ)26 জুন ✓
গ)27 জুন 
ঘ)24 জুন


১০) সম্প্রতি কোন রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য "ল্যাপটপ প্রকল্প "চালু করেছে?

ক)কর্ণাটক রাজ্য সরকার
খ)মহারাষ্ট্র রাজ্য সরকার
গ)উড়িষ্যা রাজ্য সরকার 
ঘ)কেরালা রাজ্য সরকার✓

*কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী: পিনারাই ভিজায়ান
*কেরালা রাজ্যের বর্তমান রাজ্যপাল: আরিফ মোহাম্মদ খান

Friday, June 26, 2020

WBP Interview part-10 পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি




WBP Interview part-10
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি

বাঁকুড়া জেলা

১) আধুনিক বাঁকুড়া জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-1881 খ্রিস্টাব্দ

২) বাঁকুড়া জেলার আয়তন কত?
-6882 বর্গ কিলোমিটার(2657 বর্গমাইল)

৩) বাঁকুড়া জেলার সাক্ষরতার হার-
-৭০.৯৫%

৪) লিঙ্গানুপাত
-৯৫৪

৫) বাঁকুড়া জেলার SP এবং DM

SP- Shri Koteswara Rao, IPS
DM- Dr.Uma Sankar S ,IAS

৬) বাঁকুড়া জেলার সদর বর্তমান SDO এর নাম কি?

-অসীম কুমার বালা


৭) বাঁকুড়া জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-বাঁকুড়া


৮) বাঁকুড়া জেলার মহকুমা সংখ্যা কত?

-তিনটি, বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুর


৯) বাঁকুড়া সদর মহকুমার ব্লক সংখ্যা কয়টি?

-৮ টি (বাঁকুড়া 1, বাঁকুড়া 2, ছাতনা, মেজিয়া, গঙ্গাজলঘাটি, ওন্দা,শালতোড়া, বরজোড়া)


১০) খাতড়া মহকুমার ব্লক সংখ্যা কয়টি?

-৮টি (খাতরা ,ইন্দ্পুর ,রাইপুর ,হিরবাঁধ ,রানিবাঁধ, সারেঙ্গা ,সিমলাপাল, তালডাংরা)



১১) বিষ্ণুপুর মহকুমার ব্লক সংখ্যা কয়টি?

-৬ টি (বিষ্ণুপুর, কোতুলপুর, জয়পুর ,সোনামুখী, ইন্দাস ,পাত্রসায়ের)

১২) বাঁকুড়া জেলার তিনটি পৌরসভার নাম কি?

-বাঁকুড়া ,বিষ্ণুপুর ও সোনামুখী


১৩)বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত?

-মেদিনীপুর বিভাগ

১৪) বাঁকুড়া জেলার তিনটি পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা কত?

-৫৮ টি


১৫) বাঁকুড়া জেলার থানার সংখ্যা কয়টি?

-২৩ টি


১৬) বাঁকুড়া জেলার ব্লক সংখ্যা কয়টি?

-২২ টি

১৭) বাঁকুড়া জেলায় কয়টি গ্রাম পঞ্চায়েত আছে?

-190 টি


১৮) বাঁকুড়া জেলায় কতগুলি গ্রাম রয়েছে?

-৩৮৩২টি


১৯) বাঁকুড়া জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

-লোকসভা কেন্দ্র ২টি (বাঁকুড়া এবং বিষ্ণুপুর) ,বিধানসভা কেন্দ্র ১২টি (শালতোড়া, ছাতনা, রানিবাঁধ ,তালডাংরা ,বাঁকুড়া ,বড়জোড়া, ওন্দা ,বিষ্ণুপুর ,কোতুলপুর ,ইন্দাস, সোনামুখী)


২০) বাঁকুড়া জেলার যানবাহনের কোড সংখ্যা কত?

- WB 67, WB 68

২১) বাঁকুড়া জেলার জনগণনা তথ্য দাও

-2011 সালের জনগণনা অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা 35 ,96,292
-জনঘনত্ব 520/কিলোমিটার, 1400/বর্গ মাইল


২২) বাঁকুড়া জেলার মধ্য দিয়ে কোন সড়ক গিয়েছে?

-60 নং জাতীয় সড়ক



২৩) বাঁকুড়া জেলার নামের অর্থ কি?

-ওড়া বা ড়া শব্দের অর্থ বসতি। বাকু শব্দের অর্থ এবড়ো খেবড়ো। বাঁকা শব্দ থেকে সম্ভবত বাঁকুড়া শব্দটি এসেছে।অনেকে মনে করেন জেলার প্রভাবশালী ধর্ম ঠাকুর বাঁকুড়া রায় এর নাম থেকে বাঁকুড়া জেলার নাম হয়েছে। অন্যমতে বাঁকুড়া নামটি বানকুন্ডা নামের অপভ্রংশ। বানকুন্ডা শব্দের অর্থ পাঁচটি দিঘি।পুরানো সরকারি নথিপত্রে বানকুন্ডা নামটি পাওয়া যায়।


২৪) বাঁকুড়া জেলার সাথে মল্ল রাজবংশের ইতিহাস জড়িয়ে আছে। এই মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

- রঘুনাথ মল্ল


২৫) "পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমে ছোটনাগপুর মালভূমির মধ্যকার সংযোগ সূত্র " বলে বর্ণনা করা হয় কোন জেলাকে?

-বাঁকুড়া জেলা


২৬) বাঁকুড়া জেলার অর্থনীতি মূলত কিসের উপর ভিত্তি করে রয়েছে?

-কৃষিভিত্তিক



২৭) বাঁকুড়া জেলার প্রধান নদ নদী গুলির নাম কি কি?

-দামুদর, দারকেশ্বর ,শিলাই, কংসাবতী


২৮) ডোকরা শিল্প সম্পর্কে কি জানো?

-ডোকরা হলো মোম ঢালাই পদ্ধতিতে এক শিল্পকর্ম প্রায় 4500 বছরের পুরনো বলে জানা যায় ।সিন্ধু সভ্যতার সময় মহেঞ্জোদারোতে ডোকরা শিল্পের অনেক নিদর্শন পাওয়া যায়।




২৯) বাঁকুড়া জেলায় একজন বিশিষ্ট ভারতীয় ভাস্বর ও চিত্রকরের বাড়ি। উনার নাম কি?

-রামকিঙ্কর বেইজ




৩০) বাঁকুড়া জেলায় একজন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পীর বাড়ি। উনার নাম কি? সঙ্গীত ছাড়াও আরেকটি পেশা কি?

-রবীন্দ্র সংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। তিনি একজন শিক্ষিকাও




৩১) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী মা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার কোন স্থানে?

-জয়রামবাটিতে

৩২) বাঁকুড়া জেলার পাহাড়ের নাম বল।

-শুশুনিয়া  এবং বিহারী নাথ


৩৩) এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান গুলো কি কি?

-মন্দিরের শহর বিষ্ণুপুর ,শুশুনিয়া পাহাড় ,বিহারীনাথ পাহাড়, ঝিলিমিলি, রাসমঞ্চ মন্দির, জোড়বাংলা মন্দির ,পঞ্চরত্ন মন্দির, কালাচাঁদ মন্দির



৩৪) বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কে আর কি নামে ডাকা হয়?

-পূর্ব ভারতের কাশী


৩৫) বাঁকুড়া জেলার একজন বিখ্যাত লেখক এর নাম বল।

-শক্তিপদ রাজগুরু। (তিনি বাঁকুড়া জেলার গোপবাধি গ্রামে জন্মগ্রহণ করেন। )



৩৬) শক্তিপদ রাজগুরু লেখা কয়েকটি বইয়ের নাম বল যেগুলি সিনেমাতে চিত্রায়িত হয়েছে

-অমানুষ, অনুসন্ধান, মেঘে ঢাকা তারা



৩৭) শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা বড়ু চন্ডীদাসের বাড়ি বাঁকুড়া জেলার কোন স্থানে?

-বাঁকুড়া জেলার ছাতনা


৩৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বাঁকুড়া জেলার কোন স্থান থেকে উদ্ধার করা হয়?

-কাকিলা


৩৯) আর্ট এর জগতে একজন বিখ্যাত শিল্পী বাঁকুড়া জেলায় জন্ম তার নাম কি?

-যামিনী রায়


৪০) যামিনী রায় বাঁকুড়া জেলার কোন স্থানে জন্মগ্রহণ করে?

-বাঁকুড়া জেলার বেলিয়াতোড়



৪১) বাঁকুড়া জেলার একজন স্বাধীনতা সংগ্রামী নাম বল।

-গোবিন্দপ্রসাদ সিংহ ( বাঁকুড়ার গান্ধী বলা হয়। জন্মস্থান বাঁকুড়া জেলার কলেমারা গ্রামে)



৪২) বাঁকুড়া জেলায় একজন বিখ্যাত অভিনেত্রী জন্মস্থান। তার নাম কি ?

-সুমিত্রা চট্টোপাধ্যায় (বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রাম)



৪৩) বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম গুলো বল।

-কণিকা বন্দ্যোপাধ্যায় (12 ই অক্টোবর 1924- 05 এপ্রিল, 2020রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা)

গডফ্রে ব্রাউন-বিশিষ্ট ব্রিটিশ অ্যাথলেট। 1936 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেন।

রামকিঙ্কর বেইজ (26 মে 1906-2 আগস্ট 1980)-বিশিষ্ট ভারতীয় ভাস্কর চিত্রকর।আধুনিক ভারতীয় ভাস্কর্যে শৈলী ও বর্ণনা প্রাসঙ্গিক আধুনিকতাবাদের অন্যতম পথপ্রদর্শক। শান্তিনিকেতনে বহু বিখ্যাত ভাস্কর্য তার সৃষ্টি।

হরনাথ ঠাকুর--বিশিষ্ট বৈষ্ণবধর্ম সাধক। সোনামুখী পুরীতে তার আশ্রম আছে


পূর্ব বর্ধমান

১)বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে অবস্থিত বর্ধমান বিভাগের একটি জেলা। এটি মূলত কৃষি প্রধান জেলা। একে পশ্চিমবঙ্গের শস্য ভান্ডার বলা হয়। জেলার বৃহত্তম শহর বর্ধমান মহানগর। ধান এই জেলার প্রধান ফসল। জেলার রানীগঞ্জ এবং আসানসোল কয়লা খনির জন্য বিখ্যাত। দুর্গাপুরে আছে লৌহ ইস্পাত কারখানা। জেলাসদর বর্ধমান থেকে অল্প দূরে কাঞ্চন নগর ছুরি-কাঁচির জন্য বিখ্যাত। ধাত্রীগ্রাম তাঁতের কাপড়ের জন্য প্রসিদ্ধ।

*কথিত আছে 24 তম জৈন তীর্থঙ্কর বা বর্ধমান স্বামীর নাম অনুসারে বর্ধমান শহরের নামকরণ হয়েছে।

২) পূর্ব বর্ধমান জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-বর্ধমান

৩) এই জেলার পূর্ব নাম কি ছিল?

-বর্ধমান জেলা। বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।



৪) এই জেলা কত সালে তৈরি হয়েছে?

-২০১৭  সালের ৭ এপ্রিল বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।



৫) এই জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

-৪টি লোকসভা কেন্দ্র, ১৬টি বিধানসভা কেন্দ্র


৬) পূর্ব বর্ধমান জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?

-৪টি। কালনা মহকুমা ,কাটোয়া মহকুমা ,বর্ধমান সদর উত্তর মহকুমা ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা।


৭) পূর্ব বর্ধমান জেলার SP এবং DM এর নাম

-SP-ভাস্কর মুখার্জি IPS
-DM বিজয় ভারতি,IAS


৮) এই জেলায় যানবাহনের কোড সংখ্যা কত?

- WB 41, WB 42


৯) এই জেলার উল্লেখযোগ্য স্থান গুলোর নাম কি?

-বিজ্ঞানী মেঘনাদ সাহার নাম অনুসারে একটি তারামণ্ডল এই জেলায় রয়েছে। আর রয়েছে উল্লেখযোগ্য কার্জন গেট। কার্জন গেট 1903 সালে লর্ড কার্জনের বর্ধমান পরিদর্শন উপলক্ষে স্থাপিত হয়। এছাড়াও রয়েছে 108 শিবমন্দির, বর্ধমান গির্জা, বর্ধমান রাজবাটি ,বর্ধমান মেডিকেল কলেজ, গোলাপবাগ দামোদর নদ, সর্বমঙ্গলা মন্দির।



১০) এই জেলার জনগণনা তথ্য দাও।

-মোট জনসংখ্যা ৪৮,৩৫,৫৩২
-জনঘনত্ব ৮৯০/কিমি( ২৩০০/বর্গমাইল)


১১) এই জেলার সাক্ষরতার হার-

-77.15%


১২) এই জেলার লিঙ্গ অনুপাত-

-৯৫৮



১৩) এই জেলার মধ্য দিয়ে কোন সড়ক গিয়েছে?

-NH2, NH60, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড


১৪)পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম কি?

-*রাসবিহারী বসু (১৮৮৬-১৯৪৫) স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেতা। রাসবিহারী বসুর জন্ম পূর্ব বর্ধমান জেলার তোরকোনা গ্রামে।

*কুমুদ রঞ্জন মল্লিক-বাংলার প্রসিদ্ধ পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ জন্ম পূর্ব বর্ধমান জেলার শ্রীখন্ড গ্রামে

পশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমান জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বর্ধমান বিভাগের একটি জেলা। এই জেলার সদর হল আসানসোল। এটি মূলত কয়লা ও শিল্প প্রধান জেলা। আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে এই নতুন জেলা তৈরির প্রস্তাব দেয় পশ্চিমবঙ্গ সরকার। ৭ এপ্রিল ২০১৭ সালে এই জেলার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু হয়।


১) পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-আসানসোল


২) এই জেলার পূর্ব নাম কি ছিল?

-বর্ধমান জেলা। 2017 সালের 7 এপ্রিল বর্তমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।


৩) এই জেলা কটি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

-লোকসভা কেন্দ্র ২টি (আসানসোল, বর্ধমান -দুর্গাপুর)
-বিধানসভা আসন 11 টি 
(পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, মন্তেশ্বর, ভাতার, গলসি (তফসিলি জাতি), দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রায়না|রায়না (তফসিলি জাতি), জামালপুর (তফসিলি জাতি)



৪) পশ্চিম বর্ধমান জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?

- দুটি মহাকুমা। আসানসোল মহকুমা এবং দুর্গাপুর মহকুমা

আসানসোল মহকুমা আসানসোল পৌরসংস্থা ও চারটি সমষ্টি উন্নয়ন ব্লক (বরাবনি, জামুড়িয়া, রাণীগঞ্জ ও সালানপুর) নিয়ে গঠিত। উক্ত চারটি ব্লকের অধীনে ৩৫টি গ্রাম পঞ্চায়েত ও ১৮টি সেন্সাস টাউন রয়েছে।

দুর্গাপুর মহকুমা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি মহকুমা। এই মহকুমা দুর্গাপুর পৌরসংস্থা ও চারটি সমষ্টি উন্নয়ন ব্লক (অন্ডাল, পান্ডবেশ্বর, ফরিদপুর-দুর্গাপুর ও কাঁকসা) নিয়ে গঠিত।


৫) পশ্চিম বর্ধমান জেলার  CP এবং DM

CP -সুকেশ কুমার জৈন,IPS
DM-শ্রী শশাংক শেঠি, IAS

৬) এই জেলায় যানবাহনের কোড সংখ্যা কত?

-WB37, WB 38


৭) পশ্চিম বর্ধমান জেলায় জনসংখ্যা কত?

-২৮,৮২,০৩১
-জনঘনত্ব-১৮০০/বর্গ কিলোমিটার,৪৭০০/বর্গমাইল



৮) পশ্চিম বর্ধমান জেলার সাক্ষরতার হার কত?

-৭৭.১৫%



৯) লিঙ্গানুপাত-

৯২৪




১০) পশ্চিম বর্ধমান জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম কি?

-মুকুন্দরাম চক্রবর্তী -ষোড়শ শতাব্দীর বাঙালি কবি

*বৃন্দাবন দাস- পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি। বর্ধমানের কাছে দেনুর গ্রামে জন্ম

*কাশীরাম দাস ( সময়কাল আনুমানিক ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীর বাঙালি কবি)

*অকিঞ্চন -বৈষ্ণব পদকর্তা

*অক্ষয় কুমার দত্ত -ব্রাহ্ম ধর্ম সংস্কারক শিক্ষাবিদ ও গবেষক (কালনা মহকুমার চুপি গ্রামে জন্ম)

*কালিদাস রায়- কবি প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা

*কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বাঙালি কবি (আসানসোল, চুরুলিয়া গ্রামে কবির জন্ম)

*সুবোধ চৌধুরি (১৯১৪-১৯৭২) স্বাধীনতা আন্দোলনের একজন  বিপ্লবী

*অজিতেশ বন্দ্যোপাধ্যায় (১৯৩৩-১৯৮৩) নাট্য ও চলচ্চিত্র অভিনেতা


*সাধক কমলাকান্ত

*সুকুমার সেন (১৯০০-১৯৯২)


১১) এই জেলার জনগণনা তথ্য দাও (২০১১)

-মোট জনসংখ্যা ২৮,৮২,০৩১
-জনঘনত্ব ১৮০০/কিলোমিটার


১২) এই জেলার সাক্ষরতার হার-

-৭৭.১৫%


১৩) এই জায়গায় লিঙ্গানুপাত-

-৯২৪


১৪) এই জেলার মধ্য দিয়ে কোন কোন সড়ক গিয়েছে?

-2 নং জাতীয় সড়ক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, 60 নং জাতীয় সড়ক

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...