Thursday, April 30, 2020

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস

১) আম আঁটির ভেঁপু কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?

ক) অনুবর্তন
খ) ইছামতি
গ) আরণ্যক 
ঘ) পথের পাঁচালী 

২) "শেষ কথা " গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক) হিতবাদী 
খ)  সাধনা
গ)  ভারতী
ঘ) শারদীয়া আনন্দবাজার পত্রিকা


৩) দারিদ্র্যের যন্ত্রণার কথা বিভূতিভূষণের কোন গল্পে এসেছে?

ক) জলছত্র
খ) পুঁইমাচা 
গ) কবি 
ঘ) মেঘমল্লার


৪) বঙ্কিমচন্দ্রের" কপালকুণ্ডলা" কী জাতীয় উপন্যাস?

ক) ঐতিহাসিক
খ) সামাজিক
গ) রোমান্স
ঘ) পারিবারিক


৫) তারাশঙ্করের কোন উপন্যাসে " নীরা " চরিত্রটি আছে?

ক) চৈতালি ঘূর্ণি
খ) নব দিগন্ত
গ) মহাশ্বেতা 
ঘ) কবি


৬) তিন সঙ্গীর একটি গল্পের নাম উল্লেখ করো।

ক) অতিথি
খ) দুরাশা
গ) ল্যাবরেটরি 
ঘ) মধ্যবর্তিনী



৭) লক্ষণ সেনের কথা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে?

ক) দুর্গেশ নন্দিনী
খ) কপালকুণ্ডলা
গ) মৃণালিনী 
ঘ) বিষবৃক্ষ


৮) মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি?

ক) পদ্মা নদীর মাঝি 
খ) দিবারাত্রির কাব্য
গ) জননী
ঘ) আরোগ্য


৯) "ফটিক " কোন গল্পের চরিত্র?

ক) একরাত্রি 
খ) কুসুম
গ) ছুটি 
ঘ) মেঘ ও রৌদ্র



১০) শরৎচন্দ্রের জীবিতকালে লেখা শেষ উপন্যাস কোনটি?

ক) পন্ডিতমশাই
খ) চরিত্রহীন
গ) বিপ্রদাস
ঘ) শেষ প্রশ্ন


১১) " গঙ্গা " উপন্যাসের রচয়িতা কে?

ক) সমরেশ বসু
খ) সতীনাথ ভাদুড়ী
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়



১২) কোন গল্পটির জন্য শরৎচন্দ্র " কুন্তলীন " পুরস্কার পেয়েছিলেন?

ক) স্বামী 
খ) বড়দিদি 
গ) মেজদিদি 
ঘ) মন্দির

*১৯০৩


১৩) " পথের পাঁচালী " উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

ক) ১৯২৭
খ) ১৯২৮
গ) ১৯২৯
ঘ) ১৯৩০


১৪) " বি. টি রোডের ধারে " - উপন্যাসটি কার লেখা?

ক) আশাপূর্ণা দেবী
খ) সমরেশ বসু
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়


১৫) পরশুরামের কুঠার কার লেখা গল্প?

ক) মহাশ্বেতা দেবী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) সুবোধ ঘোষ

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস

১) আম আঁটির ভেঁপু কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?

ক) অনুবর্তন
খ) ইছামতি
গ) আরণ্যক 
ঘ) পথের পাঁচালী √

২) "শেষ কথা " গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক) হিতবাদী 
খ)  সাধনা
গ)  ভারতী
ঘ) শারদীয়া আনন্দবাজার পত্রিকা√


৩) দারিদ্র্যের যন্ত্রণার কথা বিভূতিভূষণের কোন গল্পে এসেছে?

ক) জলছত্র
খ) পুঁইমাচা ✓
গ) কবি 
ঘ) মেঘমল্লার


৪) বঙ্কিমচন্দ্রের" কপালকুণ্ডলা" কী জাতীয় উপন্যাস?

ক) ঐতিহাসিক
খ) সামাজিক
গ) রোমান্স√
ঘ) পারিবারিক


৫) তারাশঙ্করের কোন উপন্যাসে" নীরা " চরিত্রটি আছে?

ক) চৈতালি ঘূর্ণি
খ) নব দিগন্ত
গ) মহাশ্বেতা √
ঘ) কবি


৬) তিন সঙ্গীর একটি গল্পের নাম উল্লেখ করো।

ক) অতিথি
খ) দুরাশা
গ) ল্যাবরেটরি √
ঘ) মধ্যবর্তিনী



৭) লক্ষণ সেনের কথা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে?

ক) দুর্গেশ নন্দিনী
খ) কপালকুণ্ডলা
গ) মৃণালিনী √
ঘ) বিষবৃক্ষ


৮) মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি?

ক) পদ্মা নদীর মাঝি 
খ) দিবারাত্রির কাব্য√
গ) জননী
ঘ) আরোগ্য


৯) "ফটিক " কোন গল্পের চরিত্র?

ক) একরাত্রি 
খ) কুসুম
গ) ছুটি √
ঘ) মেঘ ও রৌদ্র



১০) শরৎচন্দ্রের জীবিতকালে লেখা শেষ উপন্যাস কোনটি?

ক) পন্ডিতমশাই
খ) চরিত্রহীন
গ) বিপ্রদাস√
ঘ) শেষ প্রশ্ন


১১) " গঙ্গা " উপন্যাসের রচয়িতা কে?

ক) সমরেশ বসু√
খ) সতীনাথ ভাদুড়ী
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়



১২) কোন গল্পটির জন্য শরৎচন্দ্র " কুন্তলীন " পুরস্কার পেয়েছিলেন?

ক) স্বামী 
খ) বড়দিদি 
গ) মেজদিদি 
ঘ) মন্দির√

*১৯০৩


১৩) " পথের পাঁচালী " উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

ক) ১৯২৭
খ) ১৯২৮
গ) ১৯২৯√
ঘ) ১৯৩০


১৪) " বি. টি রোডের ধারে " - উপন্যাসটি কার লেখা?

ক) আশাপূর্ণা দেবী
খ) সমরেশ বসু√
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়


১৫) পরশুরামের কুঠার কার লেখা গল্প?

ক) মহাশ্বেতা দেবী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) সুবোধ ঘোষ√

আবগারি কনস্টেবল Mains English Class -5




আবগারি কনস্টেবল Mains English
Class -5

15. Amicable                     বন্ধুত্বপূর্ণ

A) Unfriendly                       অনাত্মীয়√
B) Unaccountable              অকারণ
C) Touch                              স্পর্শ
D) Avoidable                       পরিহার্য



One word substitution



1. Written by hand - Manuscript  (পাণ্ডুলিপি)


2. An assembly of viewers - Spectators (দর্শক)


3. An assembly  of listeners - Audience (শ্রোতা)


4. That can be seen through -Transparent (স্বচ্ছ)


5. That cannot be seen through - Opaque (অস্বচ্ছ)


6. One who is newly wedded -  Neogamist


7. One living at the same time - Contemporary
(সমসাময়িক)


8. One leaving his native country to settle in another - Emigrant (দেশান্তরী)


9. One coming into a country to settle - Immigrant    (অভিবাসী)


10. One who eats too much - Glutton(পেটুক)


11.The history of a person - Biography (জীবনী)


12. A biography written by one's own sey - Autobiography (আত্মজীবনী)


13. One who is fifty years old - Quinquagenarian
(পঁচাশ বত্সর বয়স্ক ব্যক্তি)


14.A person who loves all -  Altruist (পরার্থবাদী)


15. One who studies the moon, stars and planets - Astronomer(জ্যোতিষী)


16. One who has the same name with another - Name sake (একই নামধারী লোক)


17. One who complies dictionary - Lexicographer
(অভিধানলেখক)


18. One very sure of oneself - Confident (আত্মবিশ্বাসী)


19. A person who cannot pay his debt -  Insolvent
(দেউলিয়া)


20. One who resides in a country of which he  is not a citizen - Alien (বিদেশি)


21. A lover of books - Bibliophile (গ্রন্থানুরাগী)



22. One who is honourably discharged from service - Emeritus (সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত)


23. A drug that causes sleep  - Narcotic (চেতনানাশক)


24. One who does not believe in the existence of god - Atheist (নাস্তিক)


25. A thing which is not fresh -  Stale (বাসী)


26. One who is all powerful - Omnipotent  (সর্বশক্তিমত্তা)


27. Hospital for mad -  Asylum (সেবা প্রতিষ্ঠান)


28. One who knows everything - Omniscient (সর্বজ্ঞ)


29. Beautiful handwriting - Calligraphy( লিপি বিদ্যা)


30. One who reserved in speech -  Reticent (স্বল্পভাষী)


31. A person with long experience - Veteran (অভিজ্ঞ)


32. One who always thinks of himself - Egoist
(স্বার্থপর ব্যক্তি)


33. One who always hands about women - Romeo


34. A mythical animal with single horn -  Unicorn (কাল্পনিক একশৃঙ্গ অশ্ব)


35. The custom of having more than one husband at a time -  Polyandry (বহুভর্তৃকত্ব)


36. Happening every half year -  Semi-annual (বছরে দুবার ঘটে)


37. A person who receives something - Recipient
(প্রাপক)



38. The study of right and wrong in human conduct -  Ethics (নীতিশাস্ত্র)



39. One who sees only the bright side of things -  Optimist (আশাবাদী)


40. One who sees only the dark side of things - Pessimist (নিরাশাবাদী)

Wednesday, April 29, 2020

আবগারি কনস্টেবল Mains Class -4 ANTONYM



আবগারি কনস্টেবল Mains 
Class -4


ANTONYM

1.Apathy                    

A) Eagerness        জানার উৎসাহ ✓
B) Tasty                   সুস্বাদু
C) Testy                   খিট্খিটে
D) Busy                     ব্যস্ত



2. Amateur              

A) Skilled                    দক্ষ
B) Professional        পেশাদারী✓
C) Wanting                অনুপস্থিত
D) Deficient             অভাব পূর্ণ/ অল্প বুদ্ধি/ অসম্পূর্ণ



3. Inflame           
A) Initiate             আরম্ভ করা
B) Cool                  শীতল√
C) Endure              সহ্য করা
D) Percolate          পরিস্রুত করা


4. Aggravate       

A) Cool                   শীতল
B) Assuage           প্রশমিত করা বা কমানো√
C) Attack                আক্রমণ
D) Harden              পাকান



5. Vicious               
A) Corrupt            দূষিত
B) Harmful           ক্ষতিকর
C) Decent             শালীন✓
D)  Petition          আবেদন



6. Abbreviation            

A) Enlargement           পরিবর্ধন✓
B) Attraction                 আকর্ষণ
C) Depend                    নির্ভর করা
D) Hold                          রাখা



7. Rattle                   

A) Clear                 পরিষ্কার 
B) Attract              আকর্ষণ
C) Blaster             প্রবল বেগে প্রবাহিত হওয়া
D)Silence               নীরবতা✓



8. Acute                    

A) Obtuse                   ভোঁতা✓
B) Great                      মহান
C) Penetrating          তীক্ষ্ন
D) Line                       রেখা



9. Quell                    

A) Substitute             বিকল্প
B) Defeat                   পরাজয়
C) Ruffle                     মনের শান্তি নষ্ট করা√
D) Rend                      বিদীর্ণ করা


10 .Annul             

A) Vex                    উত্ত্যক্ত করা
B) Court                আদালত
C) Legalise           বৈধ করা✓
D) Angular             কৌণিক



11.Vigilant                
A) Wakeful                  জাগরিত
B) Neglectful              উপেক্ষাপূর্ণ√
C) Prudent                   বিচক্ষণ
D) Truthful                   সত্যবাদী



12. Advance.               
A) Retreat                পশ্চাদপসরণ√
B) Retard                 মন্দীভূত করা
C) Outpace              দ্রুততর বেগে হাঁটা
D) Progress            উন্নতি



13. Remit               

A) Reminder               স্মৃতিচিহ্ন
B) Enjoin                    নিষেধ করা/হুকুম করা√
C) Rely                        নির্ভর করা
D) Relish                    সুস্বাদ




14. Apposite                

A) Equal                         সমান
B) Distant                      দূরবর্তী
C) Same                       একই
D) Irrelevant                 অপ্রাসঙ্গিক✓



15. Amicable                     

A) Unfriendly                       অনাত্মীয়√
B) Unaccountable              অকারণ
C) Touch                              স্পর্শ
D) Avoidable                       পরিহার্য

Tuesday, April 28, 2020

Common Error Part 2


Common Error Part 2 


Question of the day

Either Ram or Shyam  have done it

Either Ram or Shyam  has done it
                            
                         Rule-11

If a principal verb is used after   -about, after, at ,before, for, from, in ,on , to - that verb must be in verb +ing form

Example:.  you should have asked me before cut the tree

-you should have asked me before cutting the tree


                         Rule-12

Two conjunctions should not be used in the same sentence

Example:.  Although she is tired, but still she went on working

-Although she is tired , she still going on working

                          Rule-13

Both should be followed by and . It should be used in positive sense. Neither... nor should be used in negative


Example:  Both Ram and Shyam did not passed the exam

-Neither Ram nor Shyam passed the exam

                            Rule-14

Either should be followed by ' or ' and Neither should be followed by ' nor'

Example:  She neither went to school or went to coaching centre

She neither went to school nor going to coaching centre

                           Rule-15

No sooner should be followed by "than" not by" but " or" then"

Example : No sooner had I close my eyes then I fell asleep

-No sooner had I close my eyes than I fell asleep


                         Rule-16

'Hardly' and 'Scarcely' should be followed by 'when ' and ' before'

Example:  Hardly I reached the station than the train left

- Hardly I reached the station when the train left


                           Rule-17

After Preposition pronoun will be in objective case

Example:  I don't depend on he
- I don't depend on him


                        Rule-18

The Prepositions used after two words must be made clear if they are connected by  "and" or "or"

Example: RAM is conscious and engaged in his work

- RAM is conscious of and engaged in his work


https://drive.google.com/file/d/1MENDz6W-clUIsTfPPh0pxtRIiFLfGWaQ/view?usp=drivesdk

আবগারি কনস্টেবল Mains Class -3 Synonym




আবগারি কনস্টেবল Mains 
Class -3

Synonym

1.GOD-SPEED       

A) Fast              দ্রুত
B) Garb             পোশাক
C) Success       সাফল্য√
D) Rocket         রকেট


2. VESTIGE          

A) Ruins               ধ্বংসাবশেষ√
B) Strange            অদ্ভুত
C) Penetrate       অভ্যন্তরে ঢোকা
D) Rebuke            তীব্র তিরস্কার



3. ALLAY   

A) reinforce     (পুনরায় বলবৎ করা)
B)assuage       ( প্রশমিত করা)✓
C) render        (পারিশ্রমিক প্রদান করা)
D) acquit         (নির্দোষ প্রমাণ করা)


4. WOE           

A) Active             সক্রিয়
B) Misery             দুর্দশা✓
C) Fatter               মোটা
D) Delight            আমোদ


5. ACTUATE  

A) Hasten       দ্রুত চলা
B) Prove          প্রমাণ করা
C) Incite          উদ্দীপ্ত করা✓
D) Affect         প্রভাবিত


6. ABRIDGE     

A) Trust        আস্থা
B) Shorten    কমানো✓
C) Open        খোলা
D) Absent       অনুপস্থিত


7. AVER   

A) Assert           জাহির করা✓
B) Try                  চেষ্টা
C) Stammer       তোত্লামি
D) Reject             প্রত্যাখ্যান


8. ALERT  

A) Careful           সাবধান
B) Clever             চালাক
C) Thoughtful      চিন্তাশীল
D)  Watchful         বিনিদ্র/সতর্ক✓


9.  BOLD    

A)  Timid          ভীতু
B)  Cold             ঠান্ডা
C) Sharp            তীব্র
D) Dauntless    নির্ভয়✓


10. BRILLIANT   

A) Splendid      চমত্কার✓
B) Brave            সাহসী
C) dull                নিস্তেজ
D) Divine          ঐশ্বরিক



11. VERDANT        

A) Red    লাল 
B) Green  সবুজ✓
C) Liquid  তরল
D) Colourless   বর্ণহীন


12. BRASH     

A) Abusive.       অবমাননাকর
B) Superficial   পৃষ্ঠস্থ
C) Rude            অভদ্র✓
D) Invective     আক্রমণমূলক


13. BROOK     

A) Savere    তীব্র কিছু একটা
B) Taste          স্বাদ
C) Indulge     আনুকূল্য করা
D) Tolerate     সহ্য করা✓


14. STIFF       

A)Thick           পুরু
B)Tender       কোমল
C) Unruly        অবাধ্য /এলোমেলো
D) Tough         শক্ত✓



15. BAULK        

A) Prevent         প্রতিরোধ✓
B) Encourage    উত্সাহিত করা
C) Identity         পরিচয়
D) Verify            যাচাই করুন


16. TRAVELLER      

A) Trotter        দুলকি গতিতে যাত্তয়া ঘোড়া✓
B) Transfer      হস্তান্তর
C) Degrade     অধ: পতন করা
D) Neutral       নিরপেক্ষ



17. COGITATE

A) Forget ভুলে যাওয়া
B) Speak    কথা বলা
C) Ponder    চিন্তা করা✓
D) Frustrate.    হতাশ

Monday, April 27, 2020

Synonym




Synonym


1. Applaud  

A) Talk           (আলাপ)
B) Favour      (আনুকূল্য)
C) Admire     (প্রশংসা)√
D) Please       (অনুগ্রহ)




2. Juvenile  

A) Old             (পুরাতন)
B) Soft             (নরম)
C) Young          (তরুণ)√
D) Hard             (কঠিন)




3. Brutal  

A) Bind                (বাঁধাই করা)
B) Exempt           (অব্যাহতিপ্রাপ্ত)
C) Cruel               (নিষ্ঠুর)√
D) Disappear      (অদৃশ্য)





4. Negate  

A) Reduce             (হ্রাস করা)
B) Abrogate          (উচ্ছেদ করা)√
C) Collect              ( সংগ্রহ)
D) Obstracle         (বাধা)



5. Diabolical       

A) Hated                   (ঘৃণিত)
B) Devilish                (শয়তানসুলভ)√
C) Unfavourable        (প্রতিকূল)
D) Indistinct                (অস্ফুট)





6. Fortitude   

A) Patience                (ধৈর্য)√
B) Camp                     (শিবির)
C) Fort                          (দুর্গ)
D) Spiritless                (ভীতু )




7. Mingy   

A) Stingy             (কৃপণ স্বভাব)  ✓ 
B) Means            (পদ্ধতি)
C) Weak               (দুর্বল)
D) Broken            (ভাঙা)




8. Insipid   

A) Tasty                     ( সুস্বাদু)
B) Tactless                (কৌশলশূন্য)
C) Shy                       (লাজুক)
D) Humorless        (মেজাজ হীন)✓




9. Jabber   

A) Talk                        ( আলাপ)
B) Chatter                 (অনর্থক কথা বলা)✓
C) Work                     ( কাজ)
D) Mock                    (উপহাস)




10. Veracity  

A) Betrayal                   (বিশ্বাসঘাতকতা)
B) Truthfulness         (সত্যবাদিতা)✓
C) Revenge                (প্রতিশোধ)
D) Resort                     (অবলম্বন)





11. Vivid   

A) Wet                     (ভিজা)
B) Luxurius            (বিলাসবহুল)
C) Muddy               (কর্দমাক্ত)
D) Bright               (উজ্জ্বল)√





12. Vindicate  

A) Justify                 (ন্যায্যতা প্রতিপাদন করা)✓
B) Visualise                (দৃষ্টিগোচর করা)
C) Verify                     (যাচাই করুন)
D) Punish                   (শাস্তি)





13. Keepsake 

A) Keeper                     (রক্ষক)
B) Memento              ( স্মারক চিহ্ন)✓
C) Namesake               (সমনাম ব্যক্তি)
D) Upkeep                    (সংরক্ষণ)





14. Forage   

A) Throw                    (নিক্ষেপ)
B) Plunder               (লুঠতরাজ)√
C) Fund                     (তহবিল)
D) Punish                  (শাস্তি)



15. Diffuse  

A) Confuse            (গুলিয়ে ফেলা)
B) Narrow              (সঙ্কীর্ণ)
C) Spread            (ছড়িয়ে পড়া)√
D) Keep                  (রাখা)




16. Acuity   

A) Blunt                       (ভোঁতা)
B) Sharpness          (প্রখরতা)✓
C) Observation          (পর্যবেক্ষণ)
D) Humour                 (মেজাজ)



17. Meandering   

A) Mean                     (মধ্যবর্তী অবস্থা)
B) Wandering            (বিচরণ)
C) Winding             (ঘুর /বেস্টক)✓
D) Blowing               (সামান্য বাতাস)



18. Ally              

A) Glitter                    (চিক্চিক)
B) Game                    (খেলা)
C) Garb                     (পোশাক)
D) Companion         (সহচর)✓



19. Genealogy   

A) Affinity            (সম্বন্ধ)
B) Ancestry      (বংশ বৃত্তান্ত)✓
C) Kinship          (আত্মীয়তা)
D) Narrow           (সঙ্কীর্ণ)



20. Knack   

A) Threat           (হুমকি)
B) Breakage      (বিচ্ছেদ)
C) Skill                (দক্ষতা)✓
D) Retain           (ধরে রাখা)




আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৫১




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৫১

১)ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত?

ক) হিমালয় 
খ) ভারত মহাসাগর 
গ) আন্টার্টিকা√ 
ঘ) আরব সাগর

২) মহাবিষুব বলা হয় কোন দিনকে?

ক) 21 মার্চ √
খ) 23 সেপ্টেম্বর
গ) 21 জুন
ঘ)  22 ডিসেম্বর


৩) পৃথিবীর পরিক্রমণ পথ কিরূপ?

ক)  উপবৃত্তাকার√
খ)  বৃত্তাকার
গ)  অর্ধবৃত্তাকার 
ঘ)  আয়তাকার

৪) Global positioning system (GPS) দিয়ে কি পরিমাপ করা হয়?

ক) জলের গভীরতা
খ) খনিজ দ্রব্যের অবস্থান
গ) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ√
ঘ) গোলকের পরিধি


৫) মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি?

ক) বৈকাল 
খ) উলার
গ) গোবিন্দ সাগর√
ঘ) রানা প্রতাপ সাগর


৬) পালঘাট কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে?

ক) সিকিম এবং তামিলনাড়ু
খ) মহারাষ্ট্র এবং গুজরাট 
গ)কেরালা এবং তামিলনাড়ু √
ঘ) অরুণাচল প্রদেশ এবং সিকিম


৭) ভারতের বৃহত্তম জাহাজ তৈরি কেন্দ্র কোনটি?

ক) কোচিন√
খ) পারাদ্বীপ
গ) কান্ডালা
ঘ) তুতিকোরিন

৮) সুমেরু প্রভা কোথায় দেখা যায়?

ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) আয়নোস্ফিয়ার√

৯) কোন দেশে এল নিনোর প্রভাবে প্রবল বর্ষা সংঘটিত হয় ?

ক) পেরু√
খ) ভারত
গ) বাংলাদেশ
ঘ) মায়ানমার


১০) দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?

ক)  যুদ্ধজয়
খ)  ধর্ম বিজয়√
গ)  দ্বিগবিজয় 
ঘ) কোনটাই নয়


১১) সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে?

ক) রাখালদাস ব্যানার্জি √
খ) ভিন্সেন্ট স্মিথ
গ) দয়ারাম সাহানি 
ঘ) কেউ নন


১২) গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল?

ক) গৌতমি
খ) যশোদা 
গ) মায়াদেবী√
ঘ)  সুজাতা


১৩) চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়?

ক) সার নাথ 
খ) কাশ্মীর √
গ) কলিঙ্গ
ঘ) বৈশালী

 *প্রথম বৌদ্ধ সম্মেলন  রাজগীর
* দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন   বৈশালী 
 *তৃতীয়  বৌদ্ধ সম্মেলন  পাটলিপুত্র 
* চতুর্থ  বৌদ্ধ সম্মেলন   কাশ্মীর

১৪) রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কোন মোগল সম্রাট?

ক)  জাহাঙ্গীর 
খ) মোহাম্মদ শাহ
গ) দ্বিতীয় আকবর√ 
ঘ) বাহাদুর শাহ জাফর

১৫) কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন?

ক) আলাউদ্দিন খলজি 
খ) মহম্মদ বিন তুঘলক 
গ) বক্তিয়ার খলজি √
ঘ) মুহাম্মদ বিন কাসিম




১৬) CGS পদ্ধতিতে বলের একক কি?

ক) আর্গ 
খ) নিউটন
গ) ডাইন√
ঘ) জুল


১৭) কোল গ্যাস প্রকৃতপক্ষে কি?

ক) যৌগ 
খ) কয়লা থেকে উৎপন্ন গ্যাস√
গ) কতগুলো মৌল ও যৌগের মিশ্রন
ঘ) কোনোটিই নয়


১৮) সূর্যের প্রচন্ড শক্তির উৎস কি?

ক) নিউক্লিয় বিভাজন 
খ)নিউক্লিয় সংযোজন √
গ)নিউক্লিয় দহন
ঘ) কোনোটিই নয়


১৯) সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন?

ক) 352 নং ধারা
খ) 307 নং ধারা
গ) 307 নং ধারা
ঘ) 356 নং ধারা√


২০) কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়?

ক) অনুচ্ছেদ 360 
খ) অনুচ্ছেদ 370 
গ) অনুচ্ছেদ 368√
ঘ)  অনুচ্ছেদ 362


২১) ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা হ্রাসের  নির্দেশ দিতে পারে?

ক) 352 ধারা
খ) 356 ধারা
গ) 360 ধারা √
ঘ) 340ধারা

২২) LIC কত সালে গঠিত হয়?

ক) 1951 সাল
খ) 1952 সাল
গ) 1953 সাল 
ঘ) 1956 সাল√

*১ লা সেপ্টেম্বর


২৩) কামাক্ষা মন্দির কোন রাজ্যে অবস্থিত?

ক) তামিলনাড়ু 
খ) আসাম√
গ) হিমাচলপ্রদেশ 
ঘ) মনিপুর

২৪) নামধাপা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত?

ক) মিজোরাম
খ) মনিপুর
গ) ত্রিপুরা
ঘ) অরুণাচল প্রদেশ√

২৫) "ক্যানডিডা "গ্রন্থটি কার লেখা?

ক) নীরদ সি চৌধুরী 
খ) কার্ল মার্কস 
গ) জর্জ বার্নার্ড শ√ 
ঘ) চার্লস ডিকেন্স


২৬) হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত?

ক) হাইড্রোজেন যুক্ত যৌগ
খ) বংশ-পরম্পরা
গ) জল 
ঘ) মাটি ছাড়া গাছ এর প্রতিফলন√


২৭) সাধারণ ৩.৫ ইঞ্চি ফ্লপির মেমোরি কত?

-১.৪৪ মেগাবাইট

২৮) ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে?

- ডট মেট্রিক্স প্রিন্টার কে ইমপ্যাক্ট প্রিন্টার বলে

২৯) DPI কি?

-Dot Per inch

৩০) কম্পিউটার কিবোর্ড এ কতগুলি ফাংশন থাকে?

-১২ টি

Sunday, April 26, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 20 পরিবেশ ভূগোল (Environmental Geography)

ভূগোল SLST/NET/SET 
                      MCQ- Set- 20
                     পরিবেশ ভূগোল
           (Environmental Geography)

১) প্রবহমান জলের বাস্তুতন্ত্র কে কি বলে?

ক) লেনটিক বাস্তু তন্ত্র 
খ) লোটিক বাস্তু তন্ত্র√
গ) ওসানিক বাস্তুতন্ত্র 
ঘ) ফোটিক বাস্তুতন্ত্র

২) জীবদেহে রাসায়নিক পদার্থ ক্রমান্বয়ে বৃদ্ধি কে কি বলে?

ক) জীব বিবর্ধন √
খ) বাস্তুকুলুঙ্গি 
গ) জীব কেন্দ্রীভবন
ঘ) জীব সংযুক্তি

৩) একটি কৃত্রিম বাস্তু তন্ত্রের উদাহরণ হল-

ক) সামুদ্রিক বাস্তুতন্ত্র 
খ) মরুভূমির বাস্তুতন্ত্র
গ) খাঁরির বাস্তুতন্ত্র 
ঘ) অ্যাকোয়ারিয়াম√

৪) জীবমন্ডলের ধারণায় কোন বিষয়টি সঠিক?

ক) সমস্ত গ্রহ সমূহের বসবাসযোগ্য অঞ্চল
খ) পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চল√
গ) বারিমন্ডল ও বায়ুমণ্ডলের প্রাণ ধারণের উপযুক্ত স্থান
ঘ) পৃথিবীর সজীব ও নির্জীব পদার্থ অধ্যুষিত অঞ্চল

৫) বাস্তুবিদ্যা বলতে কী বোঝায়?

ক) জীব গোষ্ঠীর সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা√
খ) বারিমন্ডলের জীব গোষ্ঠীর সঙ্গে পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা
গ) জীবজগতের বাসস্থান সম্পর্কে অধ্যয়ন করা
ঘ) ভূপৃষ্ঠের জীব গোষ্ঠী সম্পর্কে অধ্যয়ন

৬) বাস্তু তন্ত্রের মূল বৈশিষ্ট্য এর মধ্যে কোন বিষয়টি সঠিক নয়?

ক) বাস্তু তন্ত্র হলো নির্দিষ্ট অঞ্চল ও নির্দিষ্ট সময়ের সকল সজীব ও প্রাকৃতিক পরিবেশের সমন্বয়
খ) জীবমণ্ডল হলো পৃথিবীর বৃহত্তম বাস্তু তন্ত্র
গ) বাস্তু তন্ত্রের একটি স্থিতিশীল ধারণা√
ঘ) বাস্তু তন্ত্রের সজীব উপাদান সর্বাধিক গুরুত্বপূর্ণ

৭) বাস্তুতন্ত্রে উৎপাদক হলো-

ক) যারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে
খ) যারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে√
গ) যারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে বিভিন্ন উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে
ঘ) যারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে রাসায়নিক শক্তিকে সৌর শক্তিতে পরিণত করে

৮) বাস্তুতন্ত্রের খাদক এর মূল বৈশিষ্ট্য হলো-

ক) এরা অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে
খ) এরা খাদ্যের জন্য গমন করে 
গ) এরা পরভোজী প্রকৃতির ও খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল √
ঘ) এরা সৌরশক্তি শোষণ করতে পারে না

৯) বাস্তুতন্ত্রে বিয়োজক হলো-

ক) যারা মৃত উদ্ভিদ ও প্রাণী থেকে পুষ্টি লাভ করে√
খ) যারা উৎপাদকের খাদ্য থেকে পুষ্টি লাভ করে 
গ) যারা জটিল খাদ্য গ্রহণ করতে পারে
ঘ) যারা ক্লোরোফিল থাকায় খাদ্য প্রস্তুত করে

১০) বাস্তুতন্ত্রে খাদ্য শৃংখল সম্পর্কে কোনটি সঠিক নয়?

ক) সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের প্রধান ভিত্তি
খ) জীব-বৈচিত্র বেশি হলে খাদ্য শৃংখল এর জটিলতা বেশি
গ) খাদ্য শৃংখল হলো বাস্তু তন্ত্রের পুষ্টি পদার্থ ও শক্তি পরিবহনের প্রবাহ পথ
ঘ) খাদ্যশৃংখলে পুষ্টিস্তর এর সংখ্যা 5 থেকে 7 এর মধ্যে থাকে√

১১) বাস্তুতন্ত্র কে মুক্ত প্রণালী বলা হয় কারণ-

ক) বিভিন্ন খাদ্য স্তরে শক্তির ক্রমশ হ্রাস ঘটায় বলে 
খ) সৌরশক্তি বাধাহীনভাবে কাজ করে বলে
গ) বাস্তু তন্ত্রের বিভিন্ন উপাদান আন্তঃসম্পর্ক যুক্ত থাকে বলে
ঘ) পুষ্টিস্তরে কাজ করার পর শক্তি বাস্তুতন্ত্র থেকে বেরিয়ে যায় বলে√

১২) জৈব ভূ রাসায়নিক চক্র বলতে বোঝায়-

ক) পরিবেশ থেকে জীবদেহে ও জীব দেহ থেকে পরিবেশের মৌলিক উপাদানের চক্রাকার আবর্তন√
খ) যে চক্রের মাধ্যমে বাস্তুতান্ত্রিক ভারসাম্য সুরক্ষিত হয়
গ) সমগ্র জীবজগৎ ও তাদের পরিবেশের মধ্যে যৌগিক উপাদানের চক্রাকার আবর্তন
ঘ) জীবাশ্ম থেকে প্রাকৃতিক পরিবেশে কোন মৌলের আবর্তন

১৩) বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কি হয়?

ক) শক্তির উচ্চ পুষ্টি স্তরে হ্রাস ঘটে
খ) শক্তি প্রবাহ 10% সূত্র কে অনুসরণ করে
গ) শক্তির রূপান্তর ঘটলেও সৃষ্টি বা ধ্বংস করা যায়
 না√
 ঘ) শক্তি সব পুষ্টি স্তরে আবদ্ধ হয়ে যায়

১৪) পুষ্টি স্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?

ক) সকল বাস্তু তন্ত্রের খাদ্যশৃঙ্খলে কতগুলি পুষ্টি স্তর থাকে
খ) পুষ্টি স্তর হল খাদ্য শৃংখল এর সঙ্গে সম্পর্কিত পুষ্টির ক্রমপর্যায় অনুযায়ী প্রতিটি স্তর
গ) কোন খাদ্য শৃংখল এ একাধিক পুষ্টি স্তর বর্তমান থাকে
ঘ) কোন পুষ্টি স্তরে  উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়√

১৫) বাস্তুতন্ত্রের 10% সূত্রের মূল কথা হলো-

ক) কোন পুষ্টি স্তরে মোট শক্তির 80 শতাংশ জীবের দেহ গঠনে কাজে লাগে
খ) কোন পুষ্টি স্তর থেকে 10% জীবের দেহ গঠনে পুষ্টি স্তরে প্রবাহিত হয়√
গ) প্রথম পুষ্টি  স্তরে  10% শক্তি জীবের দেহ গঠনের কাজে লাগে
ঘ) সর্বোচ্চ পুষ্টি স্তরে   10% শক্তি জীবের দেহ গঠনের কাজে লাগে

১৬) শক্তি পিরামিডের ওপরের স্তরে শক্তির পরিমাণ হ্রাস পায় কারণ-

ক)সবুজ উদ্ভিদ ,তৃণভোজী ও মাংসাশী প্রানীরা শারীরবৃত্তীয় কাজে শক্তিকে কিছুটা খরচ করে√
খ) বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ বহুমুখী বলে শক্তি কিছুটা অপচয় হয়
গ) তাপ গতিবিদ্যার চতুর্থ সূত্র অনুসারে শক্তির কিছু অপচয় হয়
ঘ) বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ চক্রাকারে আবর্তিত হয় বলে

১৭) স্বভোজী বলতে বোঝায়-

ক)যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না
খ) যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে √
গ)যারা শুধুমাত্র সবুজ উদ্ভিদ কে খাদ্য হিসেবে গ্রহণ করে
ঘ) যারা শুধুমাত্র সমগোত্রীয় প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে

১৮) খাদ্য শৃংখল সম্পর্কে কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়?

ক) উৎপাদক খাদ্যশৃঙ্খলের ভিত্তিভূমি গঠন করে
খ) খাদ্য শৃংখলে শক্তি ও পদার্থের বহুমুখী স্থানান্তর দেখা যায়√
গ) খাদ্য শৃংখল এর প্রাথমিক শক্তির উৎস সৌরশক্তি
ঘ) খাদ্য শৃংখল এর তিনটি থেকে পাঁচটি খাদ্য স্তর থাকে

১৯) খাদ্যজাল সম্পর্কে সর্বাপেক্ষা কোন বৈশিষ্ট্যটি সঠিক?

ক) খাদ্যজাল এর গঠন জটিল প্রকৃতির
খ) খাদ্যজাল শক্তির বহুমুখী প্রবাহ দেখা যায়
গ) খাদ্যজালে জীব-বৈচিত্র বেশি থাকে
ঘ) কতকগুলি খাদ্য শৃংখলের মাধ্যমে খাদ্যজাল গঠিত হয়√

২০) নিচের কোনটি খাদ্য পিরামিড এর বৈশিষ্ট্য নয়?

ক) খাদ্য পিরামিড এর সর্বনিম্ন ভূমিতে স্বভোজী উৎপাদক ও পরবর্তী স্তরগুলোতে খাদক প্রাণী থাকে
খ)খাদ্য পিরামিড এর উপরের দিকে জীবের সংখ্যা হ্রাস পায় কিন্তু তাদের আয়তন বৃদ্ধি পায়
গ) একই শ্রেনীর খাদ্য-খাদক সম্পর্কযুক্ত জীবগুলো পিরামিডের বিভিন্ন স্তরে অবস্থান করে
ঘ)খাদ্য পিরামিড এর উর্দ্ধে শক্তির জোগান বৃদ্ধি পায় বলে শীর্ষদেশ ভোতা ও মোটা হয়√

২১)শক্তি প্রবাহের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়?

ক) বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এর মূল ও একমাত্র উৎস হল সূর্য
খ) বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ সর্বদাই একমুখী, শক্তির চক্রাকার আবর্তন ঘটে না
গ) শক্তি অর্জন, শক্তি ব্যবহার ও শক্তি স্থানান্তর এই তিন পর্বে শক্তি প্রবাহ হয়
ঘ) শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার দ্বিতীয় ও তৃতীয় সূত্র দ্বারা পরিচালিত হয়√

২২)জীব গোষ্ঠীর যে সকল রাসায়নিক পদার্থকে কাজে লাগায় না ,পরিবেশের মধ্যে আবদ্ধ রাখে তাদেরকে বলে-

ক) সাইক্লিকাল পুল
খ) হোমিওস্টেটিক
গ) ইকোলজিক্যাল নিচ
ঘ) রিজার্ভার পুল√

আবগারি কনস্টেবল Mains Syllabus



আবগারি কনস্টেবল Mains  Syllabus
                     
Final Written Test ( FWT):- FULL MARKS 90


A.general awareness and general knowledge 30 marks

B. English 30 marks

C. Elementary mathematics ( madhyamik standard) 20 marks

D. Reasoning 10 marks

Interview





                        ইংরেজি সিলেবাস

1. Synonyms 

2.Antonyms

3. One Word Substitution 

4. Appropriate Word 

5.  Error Detection 

6. Sentence Arrangement

7.  Appropriate Preposition 

8. Group Verbs /Phrasal Verbs 

9. Misspelt Word

10.  Idiom and Phrases 

11. Voice Change

12.  Narration Change

13.  Correct Spelt Word

14.  Proverbs

SYNONYMS



SYNONYMS


1. Lender 

A) Creditor  ঋণদাতা√
B) Profligate  লক্ষ্মীছাড়া
C) Vague  অস্পষ্ট
D) Genius  প্রতিভা


2. Adage   

A) History  ইতিহাস
B) Legend  কিংবদন্তি
C) Myth    শ্রুতি
D) Proverb  প্রবাদ√


3. Convert   

A) Clear   পরিষ্কার
B) Open   খোলা
C) Private  ব্যক্তিগত√
D) Cover    আবরণ


4. Endorse    

A) Disavow    অস্বীকার করা
B) Want     প্রয়োজন
C) Dislike   অপছন্দ
D) Ratify    অনুমোদন করা√


5. Foggy 

A) Frost            তুষার
B) Confused    বিভ্রান্ত√
C) Occasional   অনিয়মিত
D) Abusive         অবমাননাকর


6.Plump 

A) Puny        পুঁচকে
B) Wasted     বরবাদ
C) Wrinkle     বলি
D) Fleshy       মাংসল√


7. Sterling       

A) Imitation      অনুকরণ
B) Unreal           অবাস্তব
C) Jenuine         (খাঁটি)√
D) Strong         শক্তিশালী


8. Intrepid        

A) Ambitious     আশাবাদী
B) Determined    লক্ষ্য স্থির
C) Talkative       বেশি কথা বলা
D) Fearless       নিরাতঙ্ক√


9. Unique       

A) Obscure      অস্পষ্ট
B) Special        বিশেষ√
C) Animate       সজীব
D) Splendid      চমত্কার


10. Grandeur      

A) Magnificence     বিশালতা√
B) Admiration        প্রশংসা
C) Happiness         আনন্দ
D) Awe              সম্ভ্রম


11. Inception        

A) Initiative       উদ্যোগ
B) Beginning     শুরু√
C) Initial           প্রাথমিক
D) Origin          উৎপত্তি


12. Colossal       

A) Gamous         বিখ্যাত
B) Vigorous        সবল
C) Energetic       তেজোময়
D) Enormous      অনেক বড় বা বিশাল আকার√


13. Optional       

A) Obtuse            নির্বোধ
B) Indolent           কুড়ে
C) Voluntary     স্বেচ্ছাকৃত√
D) Rash               ফুসকুড়ি



14. Paradox      

A) Paradise       নন্দনকানন
B) Question      প্রশ্ন
C) Puzzle          ধাঁধা√
D) Challenge     চ্যালেঞ্জ


15. Supplement        

A) Appendix           পরিশিষ্ট√
B) Chapter                 অধ্যায়
C) Invisible                অদৃশ্য
D) Notified                 বিজ্ঞাপিত


16. Proliferate       

A) Progression          অগ্রগতি
B) Prohibit                  নিষিদ্ধ করা
C) Stipulate                চুক্তি করা
D) Reproduce            পুনরুৎপাদন√


17. Prolific          

A) Barren           অনুর্বর
B) Fertile            উর্বর√
C) Profile          প্রোফাইল
D) Prone           পক্ষপাতী


18. Yield        

A. Submit         জমা দিন
B) Overthrow    পরাস্ত
C) Convert         রূপান্তর
D) Surrender      আত্মসমর্পণ√


19. Abrogate      

A) Repeal            বাতিল করা√
B) Destroy          ধ্বংস করা
C) Delay             দেরি করা
D) Dismiss        বাদ দেওয়া


20. Wile             

A) Old                    পুরাতন
B) Intelligent         বুদ্ধিমান
C)Trick                 কৌতুক√
D)Wisdom             জ্ঞান

Saturday, April 25, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৫০



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৫০

১) সমুদ্রের লবণ উৎপাদনের নিচের কোনটির গুরুত্ব নেই?

ক) উচ্চ তাপমাত্রা
খ) উচ্চ আর্দ্র আবহাওয়া√
গ) বায়ুর বেগ
ঘ) মৃত্তিকা

২) লুধিয়ানা কি জন্য বিখ্যাত?

ক) সিল্ক শিল্প
খ) পাট শিল্প
গ) পশম শিল্প√
ঘ) বস্ত্র শিল্প

৩) নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক শুষ্ক অঞ্চল?

ক) তেলেঙ্গানা 
খ) মারওয়ার√ 
গ) বিদর্ভ 
ঘ) মারাথওয়াদা 

৪) ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়?

ক) মালাবার
খ) অন্ধ্র√ 
গ) কোঙ্কন 
ঘ) গুজরাট

*করমন্ডল উপকূল

৫) ডালমিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) সিল্ক
খ) সিমেন্ট√
গ) চামড়া
ঘ) পাট 


৬) ভারতের সর্বাধিক আদ্রতা যুক্ত অঞ্চল কোনটি?

ক) মহাবালেশ্বর 
খ) চেরাপুঞ্জি
গ) উধাগা  মাগুলাম 
ঘ) মৌসিনরাম√

৭) এক বছরে 50 cm এর কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?

ক) মেঘালয়
খ) কাশ্মীরের লে√
গ) করমন্ডল উপকূল
ঘ) কঙ্কন উপকূল

৮) দক্ষিণ দিক থেকে কোন নদী গঙ্গায় যুক্ত হয়েছে?

ক) বেতোয়া 
খ) চম্বল
গ) শোন √
ঘ) কেন

৯) সম্বর হ্রদ  রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত?

ক) ভরতপুর
খ) জয়পুর√
গ) যোধপুর
ঘ) উদয়পুর


১০) দিল্লির কোন সুলতান নিজেই নিজেকে "সিকান্দার- ই -সানি " উপাধি প্রদান করেছিলেন?

ক) আলাউদ্দিন খলজী√
খ) মুহাম্মদ বিন তুঘলক 
গ) সিকান্দার লোদী 
ঘ) খিজির খান

*আলাউদ্দিন খলজী বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন


১১) ভারত বিভাজন ও পাকিস্তান রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন পরিকল্পনায়?

ক) ক্রিপস মিশন
খ) ওয়াভেল পরিকল্পনা
গ)  মাউন্টব্যাটেন পরিকল্পনা√
ঘ) ক্যাবিনেট মিশন পরিকল্পনা

১২) কোন কারণে ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমন কমিশন বয়কট করেছিল?

ক) কমিশনের সকল সদস্য ব্রিটিশ ছিলেন√
খ) ব্রিটিশ কমিশনের সদস্যরা ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করেন
গ) এখানে ভারতের দাবি এবং স্বার্থ রক্ষিত হয়নি 
ঘ) সবকটি

১৩) নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজীর "Non violence " মূলমন্ত্রের ভিত্তিভূমি?

ক) স্বরাজ
খ) স্বদেশী
গ) সত্যাগ্রহ
ঘ) অহিংসা√

১৪) শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেন?

ক) 1529 খ্রিস্টাব্দে ঘর্ঘরার যুদ্ধ
খ) 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ√
গ) 1526খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ 
ঘ) 1527খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ

১৫) নিম্নলিখিত দুর্গ গুলির মধ্যে কোনটি আকবরের দ্বারা নির্মিত নয়?

ক) গোয়ালিয়র দুর্গ√
খ) আগ্রা দুর্গ
গ) লাহোর দুর্গ
ঘ) এলাহাবাদ দুর্গ

১৬) সৎনামী বিদ্রোহ কোন মোগল সম্রাটের আমলে হয়?

ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) ঔরঙ্গজেব√

১৭) কোন বছর ইংরেজদের সাথে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়?

ক) 1807 খ্রিস্টাব্দে
খ) 1809 খ্রিস্টাব্দে√
গ) 1812 খ্রিস্টাব্দে
ঘ) 1817 খ্রিস্টাব্দে

১৮) নানা সাহেব নামে কে পরিচিত?

ক) প্রথম বাজিরাও
খ) বালাজি বাজিরাও√
গ) বালাজি বিশ্বনাথ
ঘ) স্বামী মাধব রাও

১৯) টিপু সুলতানের রাজধানীর নাম কি?

ক) শ্রীরঙ্গপত্তনম√
খ) মহীশূর
গ) তিরুবনন্তপুরম
ঘ) কর্ণাটক


২০) নিচের কোন গ্রিন হাউস গ্যাস বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায়?

ক) কার্বন-ডাই-অক্সাইড
খ) জলীয়বাষ্প√
গ) মিথেন
ঘ) নাইট্রোজেন

২১) মিউনিসিপ্যালিটির পানীয় জল পরিশোধন এর কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক) ক্লোরিনেশন √
খ) ব্রোমিনেশন
গ) জল ফোটানো
ঘ) UV বিকিরণ

২২) প্লেনের উড্ডয়নের সময় শব্দ দূষণের স্তর কত?

ক) 100 db
খ) 150db√
গ)  200db
ঘ)  250 db


২৩) জলের BOD পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা
 হলো-

ক) 20°C√
খ) 30°C 
গ) 35°C  
ঘ) 40°C

২৪) কিসের সাহায্যে সূর্যের রশ্মির বিকিরণ এর ক্ষতি থেকে পৃথিবী আমাদের রক্ষা করে ?

ক) বৃক্ষ
খ) বায়ুমণ্ডল √
গ) মৃত্তিকা
ঘ) জল

২৫)  স্টোন ক্যানসারের জন্য দায়ী গ্যাস কোনটি?

ক) নাইট্রোজেন 
খ) সালফার ডাই অক্সাইড√
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) হাইড্রোজেন সালফাইড

২৬) নিচের কোনটি কার্বন-ডাই-অক্সাইডের বৃহত্তম ভান্ডার?

ক ) বন
খ) সমুদ্র√
গ) বরফখণ্ড
ঘ) তৃণভূমি

২৭) H2 এর নাম " জ্বলন্ত বায়ু " কে দেন?

ক) ল্যাভয়সিয়ে
খ) ক্যাভেন্ডিস√
গ) বয়েল
ঘ) নিউটন

২৮) অলংকার তৈরীর জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয়?

ক) লোহা
খ) তামা√
গ) রুপা
ঘ) জিংক

২৯) মুক্তর রাসায়নিক যৌগ কোনটি?

ক) ক্যালসিয়াম কার্বনেট√
খ) ক্যালসিয়াম ক্লোরাইড
গ) ম্যাগনেসিয়াম কার্বনেট
ঘ) সিলভার নাইট্রেট

*CaCo3

৩০) বৈদ্যুতিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি?

ক) পিতল
খ) কোবাল্ট
গ) নাইক্রোম√
ঘ) কপার

৩১) নিচের কোন দুটি মৌল 25 ডিগ্রি সেন্টিগ্রেড তরল অবস্থায় থাকে?

ক) মার্কারি ও লিথিয়াম
খ) মার্কারি ও ব্রোমিন√
গ) আর্গণ ও ব্রোমিন 
ঘ) আর্গণ ও মার্কারি

৩২) নিচের চারটির মধ্যে কোনটি সবচেয়ে কম দাহ্য পদার্থ?

ক) নাইলন
খ) টেরিকট
গ) সুতি√
ঘ) পলিয়েস্টার


৩৩) 32 নং ধারার উপর স্থগিতাদেশ জারি করার অধিকার কার আছে?

ক) সংসদ
খ) রাজ্য আইনসভা
গ) ভারতের সুপ্রিম কোর্ট
ঘ) জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি√


৩৪) নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর" সংবিধানের হৃদয় ওআত্মা "বলে বর্ণনা করেছেন?

ক) সাম্যের অধিকার
খ) ধর্মের অধিকার
গ) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার√
ঘ) কোনোটিই নয়

৩৫) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কে বাদ দেওয়া হয়?

ক) 24 তম সংবিধান
খ) 42 তম সংবিধান
গ) 44 তম সংবিধান√
ঘ) কোনোটিই নয়

*1978

৩৬) 30(1) নং ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার কার আছে?

ক) ভারতের সকল নাগরিকের
খ) ভারতের সকল ব্যক্তির
গ) ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের√
ঘ) সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের



৩৭) বান্ধবগড় ন্যাশনাল পার্ক টি কোন রাজ্যে অবস্থিত?

ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ√
গ) পশ্চিমবঙ্গ
ঘ) রাজস্থান

*রাজস্থানে রনথম্বোর ন্যাশনাল পার্ক, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, সরিষ্কা ন্যাশনাল পার্ক 

৩৮) "পোস্টিং আপ " কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ক্রিকেট
খ) ফুটবল
গ) বস্কেটবল√
ঘ) ব্যাডমিন্টন

৩৯) " আন্তর্জাতিক মাতৃভাষা " দিবস কবে পালিত হয়?

ক) 21 ফেব্রুয়ারি√
খ) 21 মার্চ
গ) 21 এপ্রিল
ঘ) 21 মে


৪০) মিকির কোন রাজ্যের উপজাতি ?

ক) অসম √
খ) মিজোরাম 
গ) মেঘালয় 
ঘ) মনিপুর 

৪১) "ইন্দিরা ঠাকুরন "কোন উপন্যাসের চরিত্র?

ক) আরণ্যক
খ) পথের পাঁচালী√
গ) ইছামতি
ঘ) দেবদাস

৪২) কাকলাথ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

ক) উত্তর প্রদেশ
খ) বিহার√ 
গ)হিমাচল প্রদেশ 
ঘ)উত্তরাখণ্ড


৪৩) প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি?

ক) COBOL
খ) CC++
গ) FORTRAN√
ঘ) BAN

৪৪) নিম্নলিখিত কোনটি আউটপুট ডিভাইস?

ক) কিবোর্ড
খ) স্ক্যানার
গ) প্রিন্টার√
ঘ) মাউস

৪৫) LOGO কি?

ক) অ্যাপ্লিকেশন
খ) ডিজাইন
গ) প্রোগ্রামিং ভাষা√



Friday, April 24, 2020

Common Error part 1



Common  Error part 1

1. I have never seen such a worse piece of work

Explain: Worse না হয়ে Bad  হবে ।কারণWorse হল comparative form . কিন্তু বাক্যে than নেই। (Bad -worse - worst ) comparative form থাকলে বাক্যের মধ্যে অবশ্যই  than থাকবে

 I have never seen such a bad piece of work


2. My neighbour had a hundred sheeps-

Explain: sheep (ভেড়া) এর বহুবচন sheep হবে

My neighbour had a hundred sheep


3. I read Hindustan Times every morning-

Explain: পত্রিকার আগে the বসে, কিন্তু বই এর আগে the বসে না।

I read the Hindustan Times every morning


4) All these boys love each other

Explain: each other = দুজনের মধ্যে কিন্তু one another = বহু জনের মধ্যে। সুতরাং এখানে বালক গুলির জন্য one another ব্যবহৃত হবে

All these boys love one another 


5. He is the weakest of the two

Explain: বহু জনের মধ্যে দুর্বল হলে weakest হবে। কিন্তু দুজনের মধ্যে হলে weaker হবে

*Weak- weaker - weakest

He is the weaker of the two

6. I am reading this book for three hours

Explain: "am reading "না হয়ে have been reading হবে কারণ বেশ কিছু সময় ধরে কোন কাজ করলে এবং কাজ কিছু সময় পরে শেষ হওয়ার সম্ভাবনা থাকলে have been+ক্রিয়া+ ing form বসবে। এখানে তিন ঘণ্টা ধরে বই পড়ছে বোঝাচ্ছে

I have been reading this book for three hours


7. The pen is mightier than sword

Explain: Sword এর আগে the বসবে কারণ compare বুঝালে দুটো জিনিসের আগে The বসে


8) Sunday is first day of the week

Explain: The first হবে ।সংখ্যার আগে The বসে

Sunday is the first day of the week


9) Kishan is wiser than brave

Explain: যখন একই ব্যক্তির দুটি গুণের কথা বোঝাবে তখন বাক্যের মধ্যে comparative এর" er" হবে না এবং প্রথম গুণটি র আগে more বসবে

Kishan is more wise than brave


10) The letter has been lost between many books

Explain : অনেক বোঝালে between ব্যবহার হয় না  among ব্যবহার হয়

The letter has been lost among many books

11) I am quite sorry to hear his news


Explain: quite sorry কথাটি ভুল।very sorry হবে

I am very sorry to hear his news


12) The iron is a heavy metal

Explain : ধাতুর আগে  The বসে না সুতরাং iron
হবে

Iron is a heavy metal 



                            Rule  -1 

A pronoun must agree with its antecedent in person ,number and gender

Example:  Each of these girls has done their homework

Each of these girls has done her homework 

*Helping verb singular 
*Each/ Every

                              

                              Rule  -2

 When two or more singular nouns are joined by "and" the pronoun and helping verb will be plural

Example: Both Ram and Shyam has done his homework

Both Ram and Shyam have done their homework

                               Rule  -3
                           
 when two or more singular nouns are joined by "and" and refer to the same person and thing, a pronoun used for them must be in singular


Example : The father and brother is very aware of their duty

The father and brother is very aware of his duty

                               Rule  -4
                               
 When two or more singular nouns are joined by "or ", " nor ", "either or " , "neither nor " a pronoun and helping verb used for them must be in singular


Example: Neither Ram nor Shyam have done their work

Neither Ram nor Shyam has done his work



                           Rule  -5

Singular- Second person pronoun + Third person pronoun+ First person pronoun

Example : He, I and you must go to school

- You ,he and I must go to school

Second person- you

Third person -he

First person- I


                                Rule  -6

Plural- First person pronoun +Second person pronoun+ Third person pronoun

Example : You ,they and we must go to school

            - We ,you and they must go to school

First person- We

Second person- you

Third person - They


                         Rule  -7

   Who is in subjective case

Example: The doctor whom came here was my friend

The doctor who came here was my friend

* Here doctor subject

                        Rule  -8

 Whom is in objective case

Example: This is the doctor who you wanted to meet 

This is the doctor whom you wanted to meet

* Here doctor object

                         Rule  -9

With superlative degree adjective, only ,none etc... We should use" that " not who which

Example : Only who works hard wins

                 - Only that works hard wins

                          Rule  -10

After " Let " the pronoun will be in objective case

Example : Let he go

                  Let him go

Question of the day

Either Ram or Shyam  have done it

Either Ram or Shyam  has done it

https://drive.google.com/file/d/1LQyQAomk6rYqMAHcwyCtiMfe79ABOCsm/view?usp=drivesdk
                            

Thursday, April 23, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 19 পরিবেশ ভূগোল (Environmental Geography)



ভূগোল SLST/NET/SET 
                      MCQ- Set- 19
                     পরিবেশ ভূগোল
           (Environmental Geography)

১)পৃথিবীতে সমস্ত মন্ডল এর মধ্যে সর্বাধিক পাতলা হলো-

ক) শিলামন্ডল 
খ)বায়ুমণ্ডল 
গ)বারিমণ্ডল 
ঘ)জীবমণ্ডল

২) পরিবেশের গঠনগত ও কার্যগত একক হল-

ক) বাস্তুতন্ত্র 
খ)বায়োম 
গ)বায়ুমণ্ডল 
ঘ)জীবমণ্ডল

৩) বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্টের কারণ-

ক) বনভূমি ধ্বংস 
খ)জনবিস্ফোরণ 
গ)পরিবেশ দূষণ 
ঘ)সবগুলি

৪) বাস্তুতন্ত্রের জীবভর সবচেয়ে বেশি-

ক) উৎপাদকের 
খ)তৃণভোজী খাদকের 
গ)মাংসাশী খাদকের
ঘ) সর্বভুক খাদকের

৫) প্রোটোজোয়া হলো-

ক) উৎপাদক
খ) বিয়োজক
গ)খাদক 
ঘ)মাংসাশী

৬) বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হলো-

ক) শক্তি
খ) জৈব
গ) অজৈব 
ঘ)সবগুলি

৭) কোন ধ্রুপদী তত্ত্বের উপর ভিত্তি করে পুষ্টি স্তর এর ব্যাখ্যা দেওয়া যায়?

ক) এ ইন স্টলার
খ) এইচ স্টলার 
গ) এ জি ট্যান্সলে 
ঘ) আর এল লিন্ড ম্যান 

৮) একটি প্রথম শ্রেণীর খাদক প্রাণী হল-

ক) ব্যাং
খ) কাক 
গ) খরগোশ
ঘ) মাছ

৯) জুপ্লাংকটন হলো-

ক) উৎপাদক 
খ) প্রথম শ্রেণীর খাদক 
গ) দ্বিতীয় শ্রেণীর খাদক
ঘ) বিয়োজক

১০) পুষ্টি চক্রের মূল উৎস হল-

ক) সূর্য
খ) বাস্তুতন্ত্র 
গ) শক্তি 
ঘ)উদ্ভিদ

১১) বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণ হল-

ক) পরিবেশ দূষণ 
খ) জনবিস্ফোরণ
গ) ব্যাপক পরিমাণে বনহরণ
ঘ) প্রত্যেকটি কারণ সঠিক

১২) বেনথস সেই সকল জীবকে বলে-

ক) জলাশয় এর নিচের তলায় বসবাসকারী জীব সকলকে
খ) জলের উপরিভাগের জীবকে 
গ)প্লাংকটন কে
ঘ) সকল জলজ উদ্ভিদ কে


১৩) যেসব রাসায়নিক পদার্থ পরিবেশে সজীব গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাকে কি বলে?

ক) রিজার্ভার  পুল 
খ) সাইক্লিক্যাল পুল
গ) হোমিও স্টেটিস 
ঘ) ইকোক্লাইন

১৪) ইকোলজির কার্যকরী একক হল-

ক) বাস্তুতন্ত্র
খ) বায়োস্ফিয়ার 
গ) বায়োম 
ঘ) পরিবেশ

১৫) অট ইকোলজি বলতে কী বোঝায়?

ক) নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট প্রজাতি সম্পর্কিত আলোচনা
খ) নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠীর আলোচনা
গ) জীব গোষ্ঠীর খাদ্য সংগ্রহের এলাকা
ঘ) জলবায়ু প্রভাবিত জীবমণ্ডল

১৬) সিন ইকোলজি বলতে কী বোঝায়?

ক) নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট প্রজাতির আলোচনা
খ) নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠীর বাসস্থান সম্পর্কিত আলোচনা
গ) ইকোলজির কার্যকরী একক
ঘ) জীবন ও পরিবেশে আন্তঃসম্পর্ক

১৭) জীবমণ্ডল বলতে কী বোঝায়?

ক)জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডল
খ) পৃথিবীতে যত সংখ্যকজীব বসবাস করে তার সংখ্যা 
গ)পৃথিবীতে যতটা অঞ্চলে জীবের অস্তিত্ব রয়েছে
ঘ)কোন নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠী র আলোচনা

১৮) জৈব মন্ডল হলো-

ক) জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডল
খ) জীবের খাদ্য সংগ্রহের এলাকা
গ) দুই বাস্তুতন্ত্রের সংযোগকারী এলাকা 
ঘ) এক নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক এলাকা

১৯) খাদ্যজাল এর আকৃতি হলো-

ক) ত্রিভুজাকার 
খ) বহুভুজ আকার
গ) সরলরেখার ন্যায় 
ঘ) অনিয়তাকার

২০) স্থির জলের বাস্তুতন্ত্র কে বলে-

ক) লেনাটিক বাস্তুতন্ত্র 
খ) লেনটিক বাস্তুতন্ত্র 
গ) কৃত্রিম বাস্তু তন্ত্র 
ঘ) অসম্পূর্ণ বাস্তু তন্ত্র

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 19 পরিবেশ ভূগোল (Environmental Geography)



ভূগোল SLST/NET/SET 
                      MCQ- Set- 19
                     পরিবেশ ভূগোল
           (Environmental Geography)

১)পৃথিবীতে সমস্ত মন্ডল এর মধ্যে সর্বাধিক পাতলা হলো-

ক) শিলামন্ডল 
খ)বায়ুমণ্ডল 
গ)বারিমণ্ডল 
ঘ)জীবমণ্ডল√

২) পরিবেশের গঠনগত ও কার্যগত একক হল-

ক) বাস্তুতন্ত্র √
খ)বায়োম 
গ)বায়ুমণ্ডল 
ঘ)জীবমণ্ডল

৩) বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্টের কারণ-

ক) বনভূমি ধ্বংস 
খ)জনবিস্ফোরণ 
গ)পরিবেশ দূষণ 
ঘ)সবগুলি√

৪) বাস্তুতন্ত্রের জীবভর সবচেয়ে বেশি-

ক) উৎপাদকের√ 
খ)তৃণভোজী খাদকের 
গ)মাংসাশী খাদকের
ঘ) সর্বভুক খাদকের

৫) প্রোটোজোয়া হলো-

ক) উৎপাদক
খ) বিয়োজক√
গ)খাদক 
ঘ)মাংসাশী

৬) বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হলো-

ক) শক্তি
খ) জৈব
গ) অজৈব 
ঘ)সবগুলি√

৭) কোন ধ্রুপদী তত্ত্বের উপর ভিত্তি করে পুষ্টি স্তর এর ব্যাখ্যা দেওয়া যায়?

ক) এ ইন স্টলার
খ) এইচ স্টলার 
গ) এ জি ট্যান্সলে 
ঘ) আর এল লিন্ড ম্যান √

৮) একটি প্রথম শ্রেণীর খাদক প্রাণী হল-

ক) ব্যাং
খ) কাক 
গ) খরগোশ√
ঘ) মাছ

৯) জুপ্লাংকটন হলো-

ক) উৎপাদক 
খ) প্রথম শ্রেণীর খাদক √
গ) দ্বিতীয় শ্রেণীর খাদক
ঘ) বিয়োজক

১০) পুষ্টি চক্রের মূল উৎস হল-

ক) সূর্য
খ) বাস্তুতন্ত্র √
গ) শক্তি 
ঘ)উদ্ভিদ

১১) বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণ হল-

ক) পরিবেশ দূষণ 
খ) জনবিস্ফোরণ
গ) ব্যাপক পরিমাণে বনহরণ
ঘ) প্রত্যেকটি কারণ সঠিক√

১২) বেনথস সেই সকল জীবকে বলে-

ক) জলাশয় এর নিচের তলায় বসবাসকারী জীব সকলকে√
খ) জলের উপরিভাগের জীবকে 
গ)প্লাংকটন কে
ঘ) সকল জলজ উদ্ভিদ কে


১৩) যেসব রাসায়নিক পদার্থ পরিবেশে সজীব গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাকে কি বলে?

ক) রিজার্ভার  পুল 
খ) সাইক্লিক্যাল পুল√ 
গ) হোমিও স্টেটিস 
ঘ) ইকোক্লাইন

১৪) ইকোলজির কার্যকরী একক হল-

ক) বাস্তুতন্ত্র√ 
খ) বায়োস্ফিয়ার 
গ) বায়োম 
ঘ) পরিবেশ

১৫) অট ইকোলজি বলতে কী বোঝায়?

ক) নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট প্রজাতি সম্পর্কিত আলোচনা√
খ) নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠীর আলোচনা
গ) জীব গোষ্ঠীর খাদ্য সংগ্রহের এলাকা
ঘ) জলবায়ু প্রভাবিত জীবমণ্ডল

১৬) সিন ইকোলজি বলতে কী বোঝায়?

ক) নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট প্রজাতির আলোচনা
খ) নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠীর বাসস্থান সম্পর্কিত আলোচনা√
গ) ইকোলজির কার্যকরী একক
ঘ) জীবন ও পরিবেশে আন্তঃসম্পর্ক

১৭) জীবমণ্ডল বলতে কী বোঝায়?

ক)জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডল
খ) পৃথিবীতে যত সংখ্যকজীব বসবাস করে তার সংখ্যা 
গ)পৃথিবীতে যতটা অঞ্চলে জীবের অস্তিত্ব রয়েছে√ 
ঘ)কোন নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠী র আলোচনা

১৮) জৈব মন্ডল হলো-

ক) জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডল√
খ) জীবের খাদ্য সংগ্রহের এলাকা
গ) দুই বাস্তুতন্ত্রের সংযোগকারী এলাকা 
ঘ) এক নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক এলাকা

১৯) খাদ্যজাল এর আকৃতি হলো-

ক) ত্রিভুজাকার 
খ) বহুভুজ আকার
গ) সরলরেখার ন্যায় 
ঘ) অনিয়তাকার√

২০) স্থির জলের বাস্তুতন্ত্র কে বলে-

ক) লেনাটিক বাস্তুতন্ত্র 
খ) লেনটিক বাস্তুতন্ত্র √
গ) কৃত্রিম বাস্তু তন্ত্র 
ঘ) অসম্পূর্ণ বাস্তু তন্ত্র

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪৯



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪৯

১)পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

ক) বিহারীনাথ
খ) শুশুনিয়া 
গ) পাঞ্চেত 
ঘ) গোর্গাবুরু√

২) Operation flood নিচের কোনটির উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত?

ক) দুধ√
খ) গম
গ) টমেটো 
ঘ) ধান

৩) ভারতের কোথায় প্রথম জলের তলায় রেস্টুরেন্ট চালু হয়?

ক) মুম্বাই
খ) আমেদাবাদ√ 
গ) জয়পুর 
ঘ) কর্ণাটক

৪) ভারতের কোন রাজ্যে কৃষি রপ্তানি অঞ্চল AEZ গড়ে উঠেছে?

ক) উত্তর প্রদেশ
খ) মনিপুর 
গ) তামিলনাড়ু √
ঘ) পশ্চিমবঙ্গ

*AEZ : Agriculture Economic Zone


৫) নিম্নোক্ত কোন নদী পশ্চিমবঙ্গ ও রাঁচি মালভূমিকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করেছে?

ক) দামোদর √
খ) ময়ূরেশ্বর
গ) সুবর্ণরেখা
ঘ)  কোপাই

৬) Demography Gap কথাটি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?

ক) বয়স
খ) লিঙ্গানুপাত
গ) শিক্ষার হার 
ঘ) জন্ম ও মৃত্যু হার√

৭) "এপিজে আবদুল কালাম" দ্বীপটি অবস্থিত কোন রাজ্যে?

ক) গুজরাট
খ) তামিলনাড়ু
গ) উড়িষ্যা√
ঘ) ত্রিপুরা

৮) কাকোরি রেল ডাকাতি কবে হয়েছিল?

ক) 1925√
খ) 1935
গ) 1938
ঘ) 1940

*9 আগস্ট

৯) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

ক) আগা খান √
খ) নবাব সলিমুল্লাহ 
গ) স্যার সৈয়দ আহমেদ 
ঘ) রহমত আলী

১০) নিম্নলিখিত কোন শাসকের প্রকৃত নাম নিজাম শাহ?

ক) বহুলোল লোদী
খ) ইব্রাহিম লোদী 
গ) সিকান্দার লোদী√ 
ঘ) কোনোটিই নয়

১১) কে ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেছিলেন?

ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√ 
গ) লর্ড ডালহৌসি 
ঘ) লর্ড হেস্টিংস

১২) "কল্পসূত্র " কে রচনা করেন?

ক) হেমচন্দ্র
খ) ভদ্রবাহু√ 
গ) আর্যভট্ট 
 ঘ) বরাহমিহির

১৩) তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক) পাটলিপুত্র√
খ) উজ্জয়নী 
গ) জলন্ধর 
ঘ) বল্লভী

* দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোক এর রাজত্বকালে 383 খ্রিস্টপূর্বাব্দ বৈশালী।সভাপতি ছিলেনসবাকামি
* তৃতীয় বৌদ্ধ সম্মেলনঅশোকের রাজত্বকাল 250 খ্রীষ্টপূর্বাব্দে পাটলিপুত্র। সভাপতি ছিলেন মোগলি পূত্ত তিস্যা
* চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনিষ্কের রাজত্বকালে 72 খ্রিস্টপূর্বাব্দে কাশ্মীর। সভাপতি ছিলেন বসুমিত্র

*প্রথম বৌদ্ধ সম্মেলন এর সভাপতি ছিলেন মহাকাশ্যপ


১৪) মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করে?

ক) নর্মদা
খ) তাপ্তি 
গ) গোদাবরী
ঘ) ঋজু পালিকা √


১৫) আয়নায় রুপোর প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়?

ক) সিলভার নাইট্রেট √
খ) জিংক নাইট্রেট 
গ) সিলভার অক্সাইড
ঘ) পিচব্লেন্ড

*AgNo3

১৬) নিচের কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত?

ক) আরগন 
খ) জেনন √
গ) নিয়ন 
ঘ) নাইট্রাস অক্সাইড

১৭)নিম্নলিখিত পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম?

ক) ডিজেল
খ) কেরোসিন
গ) লুব্রিকেটিং তেল 
ঘ) গ্যাসোলিন√

১৮) নোবেল গ্যাস সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য?

ক) বর্ণহীন
খ) গন্ধহীন 
গ) বর্ণহীন ও গন্ধহীন√
ঘ) নীলবর্ণ

*হিলিয়াম, নিয়ন ,আরগন ,ক্রিপটন, জেনন ,রেডন

১৯) নিচের কোন মৌলটি পেন্টাঅক্সাইড গঠন করতে পারে?

ক) বোরন 
খ) অ্যালুমিনিয়াম
গ)  ফসফরাস√ 
ঘ) নাইট্রোজেন


২০) খুব শক্তিশালী এসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয়?

ক) প্লাটিনাম 
খ) পিতল 
গ) তামা
ঘ) সিসা√

২১) চুনের জলে নিচের কোনটি পাওয়া যায়?

ক) সোডিয়াম হাইড্রোক্সাইড 
খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড √
গ) সোডিয়াম কার্বনেট 
ঘ) ক্যালসিয়াম ক্লোরাইড

*Ca(oH)2

২২) বাতাসে যতগুলি গ্যাস বর্তমান তার মধ্যে কোন গ্যাসের উপস্থিতি শতকরা হিসেবে সবচেয়ে বেশি?

ক) নাইট্রোজেন√
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) হাইড্রোজেন

*অক্সিজেন 21%


২৩) কত সালে 73 তম সংবিধান সংশোধন করা হয়?

ক) 1980 
খ) 1985 
গ) 1990 
ঘ) 1992√

*42 তম সংবিধান সংশোধন 1976 সালে
*44 তম সংবিধান সংশোধন 1978 সালে

২৪) গণপরিষদ বা সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন?

ক) বি আর আম্বেদকর 
খ) রাজাগোপালাচারী
গ)  রাজেন্দ্র প্রসাদ √
ঘ) জহরলাল নেহেরু

২৫) রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য নির্বাচিত হন?

ক) 12
খ) 14
গ) 16 √
ঘ) 18


২৬) নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

ক) গোদাবরী√
খ) নর্মদা
গ) মহানদী 
ঘ) তাপ্তি

*গোদাবরী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়
*দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী নদী কে

২৭) ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক (SIDBI) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) মুম্বাই 
খ) উত্তর প্রদেশ
গ) লখনও √
ঘ) হায়দ্রাবাদ

*Small Industrial Development Bank of India
*1990 সালে প্রতিষ্ঠিত হয়

২৮) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি?

ক) ভলিবল
খ) বেসবল√ 
গ) গলফ
ঘ) দাবা

২৯) ধানসিঁড়ি হস্তী সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক) আসাম√
খ) ত্রিপুরা
গ) উত্তর প্রদেশ
ঘ) মনিপুর

৩০) কোন রাজ্যে প্রথম পতঙ্গ জাদুঘর চালু হয়েছে?

ক) তামিলনাড়ু √
খ) ত্রিপুরা
গ) ঝাড়খন্ড
ঘ) বিহার

৩১) বোম্বাই গোল্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

ক) বেসবল
খ) গলফ
গ) হকি √
ঘ) বাস্কেটবল

৩২) লিওনার্দো দা ভিঞ্চি কত সালে মোনালিসা ছবিটি আঁকেন?

ক) 1431
খ) 1488
গ) 1504√
ঘ) 1501

৩৩) "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম" গ্রন্থের গ্রন্থকার কে?

ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) সত্যজিৎ রায়√
গ) শঙ্খ ঘোষ
ঘ) বিমল ঘোষ

৩৪) "ব্যাটম্যান " চরিত্রের সৃষ্টিকর্তা কে?

ক) ইয়ান ফ্লেমিং
খ) জোন্স
গ) বব কেন√
ঘ) স্ট্যানলি

৩৫) নিম্নলিখিত কোন উৎসবটি আসলে নৌ প্রতিযোগিতা?

ক) পো
খ) বিহু
গ) ওনাম√
ঘ) নবরাত্রি

৩৬) কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি কে কি বলা হয়?

ক) স্পাম
খ) ভাইরাস
গ) বাগস√
ঘ) কোনোটিই নয়

৩৭) USB কোন ধরনের স্টোরেজ?

ক) মুখ্য
খ) গৌণ√
গ) তৃতীয় পর্যায়
ঘ) কোনোটিই নয়

৩৮) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

ক) RAM
খ) ROM
গ) Clipboard√
ঘ) None

৩৯) কোনটি প্রথম জেনারেশনের কম্পিউটার?

ক) ইন্টিগ্রেটেড সার্কিট
খ) ট্রানজিস্টর
গ) ভ্যাকিউম টিউব√
ঘ) মাইক্রোপ্রসেসর

৪০) USB এর পুরো অর্থ কি?

ক) Unique Series Bus
খ) Universal Service Bus
গ) Universal Serial Bus√
ঘ) Unique Service Bus

Wednesday, April 22, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪৮




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪৮

১) এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

ক) আন্দামান ও নিকোবর 
খ) লাক্ষা দ্বীপ 
গ) মাজুলী√ 
ঘ) বালি

২) শতাংশের হিসাব ভারতের অধিবাসীদের মধ্যে কৃষিকাজে নিয়োজিত মানুষের সংখ্যা আনুমানিক-

ক) 90%
খ) 30% 
গ)100%
ঘ) 50 থেকে 65 শতাংশ√

৩) নিম্নের কোনটির জন্য রানা প্রতাপ সাগর বিখ্যাত?

ক) নিউক্লিয়ার পাওয়ার স্টেশন√
খ) অ্যালুমিনিয়াম শিল্প 
গ) পিতলের দ্রব্য-সামগ্রী 
ঘ) ক্রীড়া সামগ্রী

৪) 1 গাট পাট সমান কত কেজি পাট?

ক) 150 কেজি 
খ) 170 কেজি
গ) 180 কেজি√
 ঘ)190 কেজি

৫) খরা হলে বার্ষিক বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় কত কম হয়?

ক) 50% এর কম
খ) 60% এর কম
গ) 75 শতাংশের কম √
ঘ) 80 শতাংশের কম

৬) সৌরতাপ বণ্টনে বায়ুমন্ডলের কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক) নাইট্রোজেন 
খ) অক্সিজেন
গ) কার্বন ডাই অক্সাইড√
ঘ) হাইড্রোজেন

৭) পেট্রোলিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম?

ক) গোয়া
খ) আসাম√
গ) গুজরাট
ঘ) মহারাষ্ট্র

৮) তিরুচিরাপল্লী কিসের জন্য বিখ্যাত?

ক) চুরুট ও সিগারেট√
খ) বাসন
গ) জলপাই
ঘ) তামাক

৯) আনারস সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়?

ক) থাইল্যান্ড√
খ) মালয়েশিয়া
গ) তাইওয়ান
ঘ) কোরিয়া

১০) মোনাজাইট কোথায় পাওয়া যায়?

ক) কেরালা সমুদ্র উপকূল√
খ) মহারাষ্ট্রের ব্যাসল্ট শিলা 
গ)  রাজস্থানের মরুভূমি
ঘ) মেঘালয় এর গ্রানাইট শিলায়


১১) "বৃহৎ সংহিতার "লেখক কে?

ক) আর্যভট্ট 
খ) পাণিনি
গ) বরাহমিহির √
ঘ) ভাস্কর্য

*বরাহমিহির ছিলেন বিক্রমাদিত্যের সভাসদ

১২) বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

ক) প্রথম দেব রায় 
খ) দ্বিতীয় দেব রায়
গ) কৃষ্ণদেব রায়√ 
ঘ) বিরুপাক্ষ

*কৃষ্ণদেব রায় অন্ধ্র পিতামহ নামে পরিচিত
*তার সভায় অষ্ট দিকগজ ছিলেন
*তার সভায় তেলেগু ভাষার আট জন বিখ্যাত কবি ছিলেন

১৩) মহার আন্দোলন কে শুরু করেছিলেন?

ক) জ্যোতিবা ফুলে 
খ) নারায়ণ গুরু 
গ) আত্মারাম পান্ডু রঙ্গ 
ঘ) বি আর আম্বেদকর√

১৪) সুভাষ চন্দ্র বোস কত সালে প্রথমবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন?

ক)1937
খ)1938√
গ)1939
ঘ)1940

*1939 সালে তিনি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন

১৫) সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড রিডিং 
খ) লর্ড ওয়েলিংটন 
গ) লর্ড কার্জন 
ঘ) লর্ড আরউইন√

১৬) দশম শিখ গুরু কে ছিলেন?

ক) গুরু তেগ বাহাদুর 
খ) গুরু অঙ্গদ
গ) গুরু অমর দাস
ঘ) গুরু গোবিন্দ সিং√

১৭) কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন?

ক) যতীন্দ্রনাথ দাস √
খ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত 
গ) শচীন্দ্রনাথ সান্যাল
ঘ) মদন লাল ধিংরা

*63 দিন অনশন এরপর লাহোর জেলে তার মৃত্যু হয়

১৮) চতুরাশ্রম প্রথা কাদের জীবনের সঙ্গে জড়িত?

ক) আর্য√
খ) হূন 
গ) বৌদ্ধ
ঘ) জৈন

১৯) শেরশাহ সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করে?

ক) 27
খ) 37
গ) 47√
ঘ) 57

২০) মুহাম্মদ বিন তুঘলক কোন ধরনের মুদ্রা প্রবর্তন করেন?

ক) দিনার
খ) টংকা√
গ) জিতল
ঘ) দোকানি


২১) পরিবাহী প্রস্থচ্ছেদ স্থির রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে তার রোধের কি পরিবর্তন হয়?

ক) কমে
খ) বাড়ে √
গ) একই থাকে 
ঘ) কোনোটিই নয়

২২) বলয় পরীক্ষা নিচের কোন অ্যাসিড শনাক্তকরণের জন্য করা হয়?

ক) নাইট্রিক অ্যাসিড√
খ) নাইট্রাস এসিড 
গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড 
ঘ) কার্বলিক অ্যাসিড

২৩) আকাশকে নীল দেখায় বায়ুমন্ডলের কোন উপাদান এর উপস্থিতির জন্য?

ক) অক্সিজেন 
খ) জলীয়বাষ্প 
গ) ধূলিকণা√
ঘ) কার্বন-ডাই-অক্সাইড

২৪) জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা কি রকম হয়?

ক) বাড়তে থাকে 
খ) কমতে থাকে 
গ) একই থাকে √
ঘ) একটু কম বা একটু বেশি হয়

২৫) যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে ডুবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয় এর কারণ-

ক) তামার বিজারন এর জন্য
খ) তামার জারণ এর জন্য√
গ) দ্রব্য জটিল যৌগ গঠনের জন্য
ঘ) রুপার জারণ এর জন্য

২৬) ধাতু নিষ্কাশন এর সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হল-

ক) কাঠ কয়লা
খ) হাইড্রোজেন
গ) ওয়াটার গ্যাস 
ঘ) কোক√

২৭) মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ-

ক) মেঘ আদ্রতা ছড়ায়
খ) জলের ব্যতিক্রমী প্রসারণ
গ) মেঘ শিশির শোষণ করে
ঘ) মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়√

২৮) " মিল্ক অফ ম্যাগনেসিয়া " হলো-

ক) MgCO3
খ) Na2CO3
গ) Ca (OH)2
ঘ) Mg (OH)2√

২৯) ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোন আইন কে বাতিল করে দিতে পারে?

ক) শুধুমাত্র হাইকোর্ট 
খ) শুধুমাত্র সুপ্রিম কোর্ট 
গ) হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় √
ঘ) কোনোটিই নয়

৩০) কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোন আইন কে বাতিল করতে পারে না?

ক) ভারত 
খ) ব্রিটেন √
গ) কানাডা
ঘ) চীন

৩১) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না?

ক) 14 নম্বর ধারা 
খ) 18(2)নম্বর ধারা 
গ) 20(1)নম্বর ধারা 
ঘ) 20(2)নম্বর ধারা √

৩২) জাতীয় সমুদ্র দিবস কবে?

ক) 5 মার্চ 
খ) 5 এপ্রিল√
গ) 5 জানুয়ারি
ঘ) 5 ফেব্রুয়ারি

৩৩) বক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?

ক) পশ্চিমবঙ্গ √
খ) মহারাষ্ট্র
গ) বিহার
ঘ) গুজরাট

৩৪) অমৃতধারা জলপ্রপাত কোন নদীর উপরে?

ক) তাপ্তি
খ) তুঙ্গভদ্রা
গ) হাঁসদেও√
ঘ) গোদাবরী

*ছত্তিশগড় রাজ্য

৩৫) কোথায় রানা প্রতাপ সাগর বাঁধ নির্মিত হয়েছে?

ক) মহানন্দা নদীর উপর 
খ) চম্বল নদীর উপর √
গ) নর্মদা নদীর উপর
ঘ) গণ্ডক নদীর উপর  

৩৬) "দি ওভারকোট" গ্রন্থের রচয়িতা কে?

ক) সালমান রুশদি 
খ) নিকোলাই গোগল√
গ) টমাস হার্ডি 
ঘ) নীরদ সি চৌধুরী

৩৭) নিচের কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দেওয়া হয়?

ক) অর্জুন পুরস্কার
খ) ভারতরত্ন
গ) পদ্মভূষণ
ঘ) শান্তি স্বরূপ ভাটনগর√

৩৮) চায়না টাইমস কোথাকার সংবাদপত্র?

ক) চীন 
খ) তাইওয়ান √
গ) থাইল্যান্ড 
ঘ) জাপান

৩৯) ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে-

ক) তথ্য √
খ) প্রোগ্রাম 
গ) হার্ডওয়ার 
ঘ) যন্ত্রপাতি

৪০) পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতামটি সাধারণ কম্পিউটার দেখা যায় না?

ক) এন্টার √
খ) ট্যাব 
গ) ব্যাক স্পেস 
ঘ) স্পেস বার



Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...