Monday, May 31, 2021

Bengali Current Affairs 30th May, 2021

 


Bengali Current Affairs 30th May, 2021

1. কোন দিনটি প্রত্যেক বছর "নারী স্বাস্থ্য দিবস" হিসেবে পালিত হয় ?

ⓐ ৩০শে মে
ⓑ ২৮ মে✓
ⓒ ৫ই জুন
ⓓ ৬ই জুন

2. 2021 PGA Championship জিতলেন কোন গল্ফ খেলোয়াড়?

ⓐ Phil Mickelson (ফিল মিকেলসন)✓
ⓑ Julius Boros
ⓒ Tiger Woods
ⓓ Rory McIlroy

3. FIH President’s Award পাচ্ছেন কোন আই.এ.এস অফিসার?

ⓐ মনোরঞ্জন শীল
ⓑ ভি. কার্থিকেয়ন পান্ডিয়ান✓
ⓒ রামনারায়ণ শ্রীবাস্তব
ⓓ জগতবন্ধু বর্মন

4. সম্প্রতি "জেনেভা ওপেন টেনিস 2021" পুরুষ সিঙ্গেল খেতাব কে পেলেন ?

ⓐ রাফায়েল নাদাল
ⓑ মারিও রাসেল
ⓒ কেশপার রুড ✓
ⓓ রজার ফেডেরার

5.ভারতের কোন ন্যাশনাল পার্কে পুনরায় চিতা বাঘ অন্তর্ভুক্ত করা হবে?

ⓐ জিমকরবেট ন্যাশনাল পার্ক
ⓑ কুনো ন্যাশনাল পার্ক✓
ⓒ কাজিরাঙা ন্যাশনাল পার্ক
ⓓ সরিস্কা ন্যাশনাল পার্ক

6.প্রথম ভারতীয় ডাক্তার হিসাবে Rudolf Schindler Award জিতলেন কে?

ⓐ ড. নাগেশ্বর রেড্ডি✓
ⓑ ড. জগনমোহন রেড্ডি
ⓒ ড. কৈলাশ গিরি
ⓓ ড. এন. রঙ্গস্বামী

7.স্পেনের Princess of Asturias Award জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ?

ⓐ অভিজিৎ ব্যানার্জি
ⓑ গীতা গোপীনাথ
ⓒ কল্যাণ কৃষ্ণ মূর্তি
ⓓ অমর্ত্য সেন✓

8. কোন দিনটি প্রত্যেক বছর " International Hunger Day " (আন্তর্জাতিক ক্ষুধা দিবস) হিসেবে পালিত হয় ?

ⓐ ৩০ মে
ⓑ ২৮ মে✓
ⓒ ২৭ জুন
ⓓ ৬ জুন

9. বন ধন যোজনা রূপায়ণের জন্য "TRIFED" কার সাথে চুক্তি করলো ?

ⓐ NITI AAYOG ✓
ⓑ ICRI
ⓒ ICMR
ⓓ None

10.ভারতের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন কে?

ⓐ প্রতিমা গর্গ
ⓑ সৌম্য মিশ্র
ⓒ আশৃথা ভি. ওলেটি✓
ⓓ শিবাঙ্গী সিং

11. সম্প্রতি কে আন্তর্জাতিক Eni পুরস্কার 2020 পেলেন ?

ⓐ প্রতিমা গর্গ
ⓑ গীতা গোপীনাথ
ⓒ সি এন আর রাও✓
ⓓ None

12. কোন রাজ্য সম্প্রতি "স্মার্ট কিচেন স্কিম" চালু করলো?

ⓐ আসাম
ⓑ কর্ণাটক
ⓒ কেরালা ✓
ⓓ মধ্যপ্রদেশ

13 . সম্প্রতি প্রকাশিত "7 Lessons from Everest  Expedition Learning from Life and Business  বইটি কে লিখেছেন ?

ⓐ আদিত্য গুপ্তা ✓
ⓑ শিবাঙ্গী সিং
ⓒ ড. কৈলাশ গিরি
ⓓ ড. এন. রঙ্গস্বামী

14. সম্প্রতি প্রয়াত ওম প্রকাশ ভরদ্বাজ কোন খেলার কোচ ছিলেন?

ⓐ ক্রিকেট
ⓑ হকি
ⓒ ফুটবল
ⓓ বক্সিং✓

15. সম্প্রতি " Guillermo Lasso" (গিলারমো লাসো)  কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ ইথিওপিয়া
ⓒ ইকুয়েডর ✓
ⓓ ইজিপ্ট


Wednesday, May 26, 2021

Bengali Current Affairs 24th May, 2021

 


Bengali Current Affairs 24th May, 2021

1.আন্তর্জাতিক জীব বৈচিত্র্য (International Day for Biological Diversity) দিবস পালন করা হয় কবে?

ⓐ ২১শে জুন

ⓑ ২২শে মে✓

ⓒ ২৫শে মে

ⓓ ৩০শে মে


2. সম্প্রতি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে কার নাম উঠে এসেছে?

ⓐ গৌতম আদানি ✓

ⓑ মা হুয়াটেং 

ⓒ ঝং শানশান

ⓓ মুকেশ আম্বানি


3.সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন?

ⓐ নর্মদা বাঁচাও আন্দোলন

ⓑ চিপকো আন্দোলন✓

ⓒ আপিক্কো আন্দোলন

ⓓ সাইলেন্ট ভ্যালি আন্দোলন

4.ভারতে ‘News Showcase’ প্রোগ্রাম লঞ্চ করছে কোন কোম্পানী?

ⓐ Yahoo

ⓑ Google✓

ⓒ Facebook

ⓓ Bing


5. ২০২১ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে এভারেস্ট চূড়ায় আরোহণ করলো কে?

ⓐ Tashi Yangjom (তাসি ইয়াংজোম) ✓

ⓑ Mari Hui

ⓒ Chhanda Gayen

ⓓ Yum Ganjom


6. প্রয়াত হলেন জে.কে দত্ত । তিনি কে ছিলেন?

ⓐ NSG প্রাক্তন ডিরেক্টর জেনারেল ✓

ⓑ CBI ডিরেক্টর 

ⓒ ARMY প্রধান 

ⓓ মুখ্য সচিব 


7.সম্প্রতি কোন দেশের সঙ্গে মিলিটারি সহযোগিতায় স্বাক্ষরিত করা Mou রিনিউ করলো ভারত?

ⓐ বাংলাদেশ

ⓑ মালদ্বীপ

ⓒ ওমান✓

ⓓ ইজরায়েল


8.সম্প্রতি অবসর গ্রহণকারী Barbora Strycova (বারবোরা স্ট্রাইকোভা), কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ক্রিকেট

ⓑ হকি

ⓒ ব্যাডমিন্টন

ⓓ টেনিস✓


9.বাড়িতেই করোনা টেস্ট করার জন্য ICMR-এর অনুমোদন প্রাপ্ত কোভিড টেস্টিং কিটটির নাম কী?

ⓐ Covicheck

ⓑ CoviSelf✓

ⓒ CoviSure

ⓓ Covitest


10.সম্প্রতি পলিইথিলিন প্লাস্টিক আমদানি ব্যান করলো কোন দেশ?

ⓐ জাপান

ⓑ চীন

ⓒ তুর্কি✓

ⓓ ইরান


11. সম্প্রতি "আলোকরঞ্জন ঝা" কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ?

ⓐ ইন্দোনেশিয়া 

ⓑ মালি 

ⓒ বেলারুশ ✓

ⓓ তুরস্ক 


12. আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে কোন রাজ্য প্রথম অবস্থিত ?

ⓐ পশ্চিমবঙ্গ 

ⓑ কর্ণাটক ✓

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ কেরালা 


13. আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয় ?

      ⓐ 16 মে

      ⓑ 17 মে

      ⓒ 21 মে✓

      ⓓ 22 মে


14. সম্প্রতি আসাম রাজ্য সরকারকে rural connectivity project এর জন্য NABARD কত কোটি টাকা দিল ?

     ⓐ 1365 কোটি টাকা

     ⓑ 1125 কোটি টাকা

     ⓒ 1236 কোটি টাকা✓

     ⓓ 1100 কোটি টাকা


15. World Aids Vaccination Day কবে পালন করা হয় ?

    ⓐ 17 মে

    ⓑ 16 মে

    ⓒ 19 মে

    ⓓ 18 মে✓


16. মাত্র চার দিনের ব্যবধানে পরপর দুবার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করলো কে ?

      ⓐ Larka sherpa

      ⓑ Mingma Tenji sherpa✓

      ⓒ Chhang Dawa

      ⓓ Tenji Dawa


Bengali Current Affairs 25th May, 2021

 


Bengali Current Affairs 25th May, 2021

1.ডিজিটাল লোন প্রসেসিং সিস্টেম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ HDFC Bank
ⓑ SBI
ⓒ IDBI Bank✓
ⓓ Axis Bank

2. সম্প্রতি প্রকাশিত হলো  "Sach Kahun Toh" এটা কার আত্মজীবনী?

ⓐ নীনা গুপ্তা✓
ⓑ করিশমা কাপুর
ⓒ সনু সুদ
ⓓ টাইগার শ্রফ

3.International Hockey Federation (FIH) এর অ্যাথলেট কমিটির সদস্য হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কোন ভারতীয় হকি স্টার?

ⓐ সৃজেস পারাত্তু রবীন্দ্রন✓
ⓑ বলবীর সিং
ⓒ কৃষাণ পাঠক
ⓓ হারমানপ্রীত সিং

4. Microsoft কোম্পানী তাদের Internet Explorer(IE) ব্রাউজারটি ২০২২ সালের কোন তারিখে বন্ধ করতে চলেছে?

ⓐ ৪ঠা এপ্রিল
ⓑ ১৫ই জুন✓
ⓒ ২৫শে মে
ⓓ ১৬ই জুলাই

5. "1971: The Beginning of India's Cricketing Greatness" বইটি কে লিখেছেন?

ⓐ Boria Majumdar
ⓑ Gautam Bhattacharya
ⓒ Boria Majumdar and Gautam Bhattacharya ✓
ⓓ None

6.Women’s Champions League ট্রফি জিতলো কোন মহিলা ফুটবল টিম?

ⓐ Barcelona Women✓
ⓑ Chelsea Women
ⓒ Real Madrid Femenino
ⓓ Valencia CF Femenino

7.কী নামে এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম লঞ্চ করলো Hero Group?

ⓐ Unacademy
ⓑ Hero Ed
ⓒ Hero Vired ✓
ⓓ Vedanta

8.প্রাইভেট হসপিটালে BPL তালিকাভুক্ত করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলো কোন রাজ্য?

ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ হরিয়ানা✓
ⓓ পাঞ্জাব

9. 6th "United Nation Global Road Safety Week 2021" এর থিম কি ছিল ?

ⓐ Streets for Life ✓
ⓑ Save Life
ⓒ Road Safety
ⓓ Safety  Life


10.Young Warrior ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ WHO
ⓑ ICMR
ⓒ UNICEF✓
ⓓ UNDP


11.2022 FIFA under-17 Women’s World Cup অনুষ্ঠিত হবে কোন দেশে?

ⓐ ভারত✓
ⓑ শ্রীলংকা
ⓒ বাংলাদেশ
ⓓ কাতার


12. কোন রাজ্য "মিশন অক্সিজেন self-reliance" লঞ্চ করল ?

ⓐ কর্ণাটক
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ ঝাড়খণ্ড
ⓓ কেরালা


13. প্রয়াত হলেন ডক্টর শ্রী কুমার ব্যানার্জি, তিনি নিম্নের কোন সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন ?

ⓐ BARC ✓
ⓑ ISRO
ⓒ DRDO
ⓓ ICMR

14. সম্প্রতি "DIPCOVIN" নামক Covid-19 এন্টিবডি কিট তৈরি করল নিম্নের কোন সংস্থা ?

ⓐ ISRO
ⓑ ICMR
ⓒ DRDO ✓
ⓓ None

15. প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনা অন্তর্গত কতগুলি AIIMS তৈরি করা হবে?

ⓐ 10
ⓑ 17
ⓒ 22 ✓
ⓓ 24


Sunday, May 23, 2021

Bengali Current Affairs 22nd May, 2021

 

Bengali Current Affairs 22nd  May, 2021

1.গ্রামীণ অঞ্চলে করোনা ভাইরাস ছড়ানো রুখতে "Covid Fateh" অভিযান লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ পাঞ্জাব✓  

ⓑ উত্তরপ্রদেশ

ⓒ মহারাষ্ট্র

ⓓ হরিয়ানা

2. কোন দিনটি প্রতিবছর "মৌমাছি দিবস" হিসেবে পালিত হয় ?

ⓐ 15 মে

ⓑ 16 মে

ⓒ 17 মে 

ⓓ 20 মে ✓

3. আর . সানমুগাসুন্দরাম (R. Shanmugasundaram)  কোন রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হতে চলেছেন ?

      (a) রাজস্থান

      (b) তামিলনাড়ু✓

      (c) উওরপ্রদেশ

      (d) তেলেঙ্গানা

4. নিম্নের কোন সংস্থা Covid-19 মেডিসিন 2DG লঞ্চ করল ?

ⓐ AIIMS

ⓑ ICMR

ⓒ DRDO ✓

ⓓ NONE

5. কোন পার্সি খেলোয়াড় World Test Championship ২০২১ এর জন্য ভারতীয় ক্রিকেট দলে ২৮ বছর পর নির্বাচিত হলো ?

      (a) Farooh Engineer

      (b) Arzan Nagwaswalla (আরজান নাগওয়াসওয়ালা)✓

      (c) Chris Delawar

      (d) Baman IrAni

6.ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ গুজরাট

ⓒ কেরালা

ⓓ রাজস্থান✓

7.ভারতের প্রথম Agriculture Export Facilitation Centre লঞ্চ করা হলো কোথায়?

ⓐ পাটনা

ⓑ পুনে✓

ⓒ চেন্নাই

ⓓ মুম্বাই

8. নিম্নের কে ফিনল্যান্ড কর্তৃক ' নোবেল সাইন্স  প্রাইজ 2021" পেলেন?

ⓐ শংকর বালাসুব্রামানিয়াম 

ⓑ ডেভিড ক্লিনার ম্যান 

ⓒ a এবং b✓

ⓓ None

9.Chennai Petroleum Corporation- এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ অরুণ চৌধুরী

ⓑ অরবিন্দ কুমার✓

ⓒ নীতিশ দেশমুখ

ⓓ সুরেশ পাতিয়ালা

10.করোনা মহামারীতে ডিউটি করতে করতে প্রয়াত সরকারি কর্মচারীর পরিবারকে কাজ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ মনিপুর

ⓒ কর্ণাটক

ⓓ মধ্যপ্রদেশ✓

11.বিদ্যালয়ে বিদেশি পাঠক্রম শিক্ষা দেওয়া বন্ধ করার নির্দেশ দিল কোন দেশ?

ⓐ ভারত

ⓑ চীন✓

ⓒ বাংলাদেশ

ⓓ শ্রীলংকা

12.সম্প্রতি প্রয়াত Ki Rajanarayanan কি জন্য বিখ্যাত ছিলেন?

ⓐ সাংবাদিক

ⓑ লেখক✓

ⓒ অভিনয়

ⓓ প্রাক্তন উপরাষ্ট্রপতি

13. কোন রাজ্যে বিধান পরিষদ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

ⓐ পশ্চিমবঙ্গ ✓

ⓑ বিহার 

ⓒ উড়িষ্যা 

ⓓ ঝারখান্ড 

14. কোন দিনটি প্রতিবছর "World Metrology Day" হিসেবে পালিত হয়?

ⓐ 17 মে 

ⓑ 18 মে

ⓒ 19 মে 

ⓓ 20 মে✓

15. সম্প্রতি প্রকাশিত EY Renewable Energy Index  2021 ভারতের রেঙ্ক কত? 

ⓐ 11

ⓑ 8

ⓒ 3 ✓

ⓓ 12 

16. কোন দেশ সফলভাবে সমুদ্র পর্যবেক্ষণ স্যাটেলাইট লঞ্চ করল?

ⓐ ভারত 

ⓑ চীন✓ 

ⓒ আমেরিকা 

ⓓ রাশিয়া 

17. কোন রাজ্য 100% টিকাকরণ লক্ষ্য পূরণ করার জন্য প্রত্যেক গ্রামে 10 লক্ষ টাকা দেবে? 

ⓐ পাঞ্জাব✓

ⓑ রাজস্থান 

ⓒ গুজরাট 

ⓓ মধ্যপ্রদেশ 




Saturday, May 22, 2021

Bengali Current Affairs 21st May, 2021

 


Bengali Current Affairs 21st  May, 2021

1.সম্প্রতি কোন দেশ তাদের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার "Simorgh" তৈরি করল?

ⓐ ইরান ✓
ⓑ চীন
ⓒ জাপান
ⓓ ভারত

2. কোন রাজ্য সম্প্রতি "মেডিসিন ফর দা স্কাই" প্রজেক্ট  চালু করল ?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ তেলেঙ্গানা ✓
ⓒ গুজরাট
ⓓ পশ্চিমবঙ্গ

3.মরণোত্তর Basketball Hall Of Fame এ অন্তর্ভুক্ত হলেন কে?

ⓐ Kobe Bryant (কোবে ব্রায়ান্ট)✓
ⓑ Magic Johnson
ⓒ Stephen Curry
ⓓ Larry Bird

4.ভারতের মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ রমেশ পাওয়ার
ⓑ শিব সুন্দর দাস✓
ⓒ অভয় শর্মা
ⓓ মৃণাল সেন

5.miniTV নামে ভিডিও স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করলো কোন শপিং কোম্পানি?

ⓐ Flipkart
ⓑ Snapdeal
ⓒ Amazon✓
ⓓ eBay

6. ‘HIT Covid' অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ দিল্লি
ⓑ বিহার✓
ⓒ গুজরাট
ⓓ ঝাড়খণ্ড

7.Vodafone Idea(V!) কোম্পানির চিফ ডিজিটাল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ নীরা ট্যান্ডন
ⓑ রিমা জৈন✓
ⓒ রুকমা পাল
ⓓ মনীষা কাপুর

8.উপজাতি বিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কোন কোম্পানীর সাথে MoU স্বাক্ষর করলো কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক?

ⓐ Google
ⓑ Facebook
ⓒ Microsoft✓
ⓓ Amazon

9. Moctar Ouane ( মোক্তার ওউনে) পুনরায় কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মালি ✓
ⓒ সৌদি আরব
ⓓ পাকিস্তান

10.2022 FIFA World Cup থেকে নিজেকে উইথড্র করে নিল কোন দেশ?

ⓐ জার্মানি
ⓑ সিঙ্গাপুর
ⓒ জাপান
ⓓ উত্তর কোরিয়া✓

11. সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস (Statehood day) কবে পালিত হলো ?

      (a) 13 মে
      (b) 16 মে✓
      (c) 17 মে
      (d) 15 মে

12. বাড়িতে থাকা করোনা রোগীদের জন্য ‘Ayush Ghar-Dwar’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ হিমাচলপ্রদেশ✓
ⓑ অরুণাচলপ্রদেশ
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মেঘালয়

13. সম্প্রতি প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন ?

      (a) News editor✓
      (b) Author
      (c) singer
      (d) politician

14. কোন বিশ্ববিদ্যালয় স্যাটেলাইট ডিজাইন ও প্রোগ্রাম ট্রেনিং শেখানোর জন্য ‘CUSAT’ প্রোগ্রাম লঞ্চ করল ?

      (a) চন্ডিগড় বিশ্ববিদ্যালয়✓
      (b) ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়
      (c) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
      (d) কলকাতা বিশ্ববিদ্যালয়

15. কোন ভারতীয় বংশোদ্ভূত মিক্সড মার্শাল আর্টস(MMA) এর হেভিওয়েট বিভাগে জয়লাভ করলো ?

      (a) আর্জান ভূল্লার✓
      (b) রাহুল রাজু
      (c) ব্র্যান্ডোন ভেরা
      (d) গুরু দর্শন মাঙ্গাত

16. India Swiss financial dialogue ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো, এবছর এটা কততম ?

      (a) 4th✓
      (b) 5th
      (c) 6th
      (d) 3rd

17. জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয় ?

      (a) 15 মে
      (b) 16 মে✓
      (c) 17 মে
      (d) 14 মে


Friday, May 21, 2021

Bengali Current Affairs 20th May, 2021


Bengali Current Affairs 20th May, 2021

1.আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে?

ⓐ ১৭ই মে
ⓑ ১৮ই মে✓
ⓒ ২১শে মে
ⓓ ২২শে মে

2.69th Miss Universe 2020 শিরোপা জিতলেন Andrea Meza (আন্দ্রেয়া মেজা), তিনি কোন দেশের মডেল?

ⓐ ব্রাজিল
ফ্রান্স
ⓒ মেক্সিকো✓
ⓓ ইউক্রেন

3.পুরুষ বিভাগে 10th Italian Open title জিতলেন কোন টেনিস খেলোয়াড়?

ⓐ Rafael Nadal✓
ⓑ Novak Djokovic
ⓒ Roger Federer
ⓓ Andy Murray

4.মহিলা বিভাগে 10th Italian Open title জিতলেন Iga Swiatek (ইগা সোয়েটেক) , তিনি কোন দেশের টেনিস তারকা?

পোল্যান্ড
ⓑ স্লোভাকিয়া
ⓒ সুইডেন
ⓓ অস্ট্রিয়া

5. সম্প্রতি "International Invincible Gold Medal" দ্বারা কাকে সম্মানিত করা হলো?

নরেন্দ্র মোদি 
রমেশ পক্রিয়াল নিশঙ্ক
রাজনাথ সিং 
পীযূষ গোয়েল 

6.আমেরিকার হোয়াইট হাউসে জো বাইডেনের সিনিয়র অ্যাডভাইজর হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা?

ⓐ মনিকা পান্ডে
ⓑ নীরা ট্যান্ডন✓
ⓒ কমলা হ্যারিস
ⓓ মীরা দেশমুখ 

7.সম্প্রতি প্রয়াত এম. এস. নরসিংহ কোন শাস্ত্রে পণ্ডিত ছিলেন?

ⓐ অর্থনীতি
জীব বিজ্ঞান
রসায়ন বিজ্ঞান
ⓓ গনিত✓

8.সম্প্রতি নিউইয়র্কে কোন প্রখ্যাত চিত্রকরের আঁকা ছবিটি ১০৩.৪ মিলিয়ন ডলারে বিক্রি হলো?

ⓐ ক্লোজ মনেট
রেম্ব্যান্ট
ⓒ পাবলো পিকাসো✓
ভ্যান গগ

9. 'Sikkim: A History of Intrigue and Alliance' শিরোনামে বই লিখলেন কে?

ⓐ ব্র্যান্ডন ভেরা
ⓑ প্রীত মোহন সিং মালিক
ⓒ কুশল সিং
ⓓ মণিশঙ্কর মজুমদার

10.ভার্চুয়াল স্কুল তৈরির ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

বিহার
মধ্যপ্রদেশ
রাজস্থান
ⓓ ছত্তিশগড়✓

11. সম্প্রতি ঘূর্ণিঝড় 'যশ'এর নামকরণ করেছে কোন দেশ? 

ইরাক
ⓑ পাকিস্তান 
ⓒ ওমান ✓
ⓓ শ্রীলংকা 

12. সম্প্রতি কে Suzuki motorcycle India এর প্রধান নিযুক্ত হলেন ? 

ⓐ Satoshi Uchida(সাতোশি উচিদা)✓
Koichiro Hirao (কৈচিরো হীরাও)
Michio Suzuki (মিশিও সুজুকি)
ⓓNone

13. মঙ্গলের মাটিতে অবতরণকারী চীনের প্রথম রোভারটির নাম কী?

ⓐ Perseverance
ⓑ Zhu Rong✓
ⓒ Opportunity
ⓓ Curiosity


Bengali Current Affairs 19th May, 2021

 

Bengali Current Affairs 19th May, 2021

1.করোনা ভাইরাস সংক্রমণ Bengali Current Affairs 19th May, 2021চিহ্নিত করার জন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কোন দেশের বিজ্ঞানীরা?

ⓐ চীন

ⓑ জাপান

ⓒ নেদারল্যান্ডস✓

ⓓ ভারত

2. মিলিটারি পুলিশে প্রথম ব্যাচ হিসাবে কতজন মহিলা সৈনিক নিযুক্ত হলেন?

ⓐ ৩৫ জন

ⓑ ২৭ জন

ⓒ ৩৮ জন

ⓓ ৮৩ জন✓

3. ‘Whitley Award 2021’ জিতলেন Nuklu Phom, তিনি কোন রাজ্যের সংরক্ষণবিদ?

ⓐ আসাম

ⓑ নাগাল্যান্ড✓

ⓒ মেঘালয়

ⓓ অরুণাচল প্রদেশ

4.Starlink স্যাটেলাইটের মাধ্যমে হাই স্পিড ক্লাউড ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য কোন মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো গুগল?

ⓐ ISRO

ⓑ SpaceX✓

ⓒ ESA

ⓓ JAXA

5.সম্প্রতি চীনের Long March-5B Y2 রকেটের ভাঙা অংশটি কোন মহাসাগরে পড়লো?

ⓐ ভারত মহাসাগর✓

ⓑ আটলান্টিক মহাসাগর

ⓒ প্রশান্ত মহাসাগর

ⓓ বঙ্গোপসাগর

6.বাড়িতে সবজি ডেলিভারি দেওয়ার জন্য MOMA Market নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ মেঘালয়

ⓑ মনিপুর✓

ⓒ আসাম

ⓓ ত্রিপুরা

7. “Women’s Rugby World Cup 2021” হোস্ট করবে কোন দেশ?

ⓐ ইন্দোনেশীয়া

ⓑ অস্ট্রেলীয়

ⓒ আমেরিকা

ⓓ নিউজিল্যান্ড✓

8.সম্প্রতি, কে আসামের প্রথম মহিলা অর্থ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন?

[A] রুমি নাথ

[B] মন্দিরা রায়

[C] প্রমিলা রানী ব্রহ্মা

[D] অজন্তা নিয়োগ✓

9.কনস্ট্রাকশন ওয়ার্কারদের প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ পাঞ্জাব✓

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ উড়িষ্যা

ⓓ গোয়া


10. সম্প্রতি, 17 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়েছে?

[A] World Telecommunication and Information Society Day✓

[B] World Computer Day

[C] International Museum Day

[D] International Firefighters Day

11. সম্প্রতি, কোন দেশ “Yaogan-30” উপগ্রহ (স্যাটেলাইট) লঞ্চ করেছে?

[A] চীন✓

[B] জাপান

[C] ইতালি

[D] রাশিয়া

12. সম্প্রতি, “International Day of Light” কবে পালিত হয়েছে?

[A] 17 মে

[B] 18 মে

[C] 15 মে

[D] 16 মে✓

13. সম্প্রতি, কবে “World Hypertension Day 2021” পালিত হয়েছে?

[A] 14 মে

[B] 15 মে

[C] 16 মে

[D] 17 মে✓


Wednesday, May 19, 2021

Bengali Current Affairs 18th May, 2021

 

Bengali Current Affairs 18th May, 2021

1.বিশ্বের প্রথম দেশ হিসাবে সিন্থেটিক গাঁজা ব্যান করলো কোন দেশ?

ⓐ ভারত
ⓑ চীন✓
ⓒ নিউজিল্যান্ড
ⓓ জাপান

2.সম্প্রতি মালেরকোটলা কোন রাজ্যের ২৩তম জেলা হিসাবে ঘোষিত হলো?

ⓐ ঝাড়খণ্ড
ⓑ রাজস্থান
ⓒ হরিয়ানা
ⓓ পাঞ্জাব✓

3. ঘূর্ণিঝড় "তৌকাতে" নামকরণ করেছে কোন দেশ ?

ⓐ বাংলাদেশ
ⓑ ভারত
ⓒ মায়ানমার✓
ⓓ ভুটান

4.করোনা রোগীদের বেড, ভেন্টিলেটর এবং অক্সিজেন পেতে সহায়তা করতে “Mission Hausla” লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ মহারাষ্ট্র
ⓒ ছত্তিশগড়
ⓓ উত্তরাখণ্ড✓

5. “DigiGold” নামে ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Airtel Payment Bank✓
ⓑ Paytm Payment Bank
ⓒ Flipkart
ⓓ Phonepe

6. TVS motors এর CEO কে নিযুক্ত হলেন ?

ⓐ রবার্ট হেন্সেল ✓
ⓑ Venu Srinivasan
ⓒ  T. V. Sundaram Iyengar
ⓓ Sudarshan Venu

7.এয়ারলাইন কোম্পানী GoAir তাদের ব্র্যান্ড নাম পরিবর্তন করে কী রাখলো?

ⓐ AirGo
ⓑ Speedy Go
ⓒ Go First✓
ⓓ Go Flight

8.বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সবথেকে বেশি রেমিটেন্স(Remittances) গ্রহণকারী দেশ কোনটি?

ⓐ ভারত✓
ⓑ চীন
ⓒ আমেরিকা
ⓓ মেক্সিকো

9.কোন দেশের Department of Information Security (DIS)-এর প্রথম মহিলা হেড হিসাবে নিযুক্ত হলেন Elisabetta Belloni(এলিসাবেটা বেলোনি)?

ⓐ ইজরায়েল
ⓑ ফিলিস্তিন
ⓒ ইতালী✓
ⓓ জার্মানি

10.জুতো কোম্পানী Bata India Ltd- এর নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সমরেশ কর
ⓑ গুঞ্জন শাহ✓
ⓒ রাহুল যাদব
ⓓ বিনোদ গৌরী

12. 2021 AIBA Men’s World Boxing Championships অনুষ্ঠিত হবে কোন দেশে?

ⓐ সার্বিয়া✓
ⓑ অস্ট্রিয়া
ⓒ ইংল্যান্ড
ⓓ ভারত

13. সম্প্রতি কোন রাজ্যে "জল জীবন মিশন" শুরু হলো?

ⓐ আসাম
ⓑ কেরালা✓
ⓒ উত্তর প্রদেশ

14. প্রয়াত হলেন কে. ডি চন্দ্রন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ অভিনয়✓
ⓑ নৃত্য
ⓒ খেলোয়ার
ⓓ লেখক

15. সম্প্রতি, প্রকাশিত “Conspiracy To Kill Rajiv Gandhi” পুস্তকটি কে লিখেছেন?

[A] অরুন্ধতী রায়
[B] রাস্কিন বন্ড
[C] অরুন মলিক
[D] কে. রাগোথামন(K. Ragothaman)✓



Tuesday, May 18, 2021

Bengali Current Affairs 17th May, 2021

 


Bengali Current Affairs 17th May, 2021

1. সম্প্রতি ফোর্বস দ্বারা প্রকাশিত সবচেয়ে বেশি আয়যুক্ত  অ্যাথলিটদের তালিকায় শীর্ষে কে অবস্থিত ?

ⓐ টাইগার উডস 

ⓑ মাইকেল ফেলপস 

ⓒ Conor McGregor(কনর ম্যাকগ্রিগোর)✓

ⓓ উসেন বোল্ট 


2. KP Sharma Oli কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার পুনরায় নিযুক্ত হলেন?

ⓐ ভুটান

ⓑ মায়ানমার

ⓒ নেপাল✓

ⓓ শ্রীলংকা


3. সম্প্রতি কে সুরিনামে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

ⓐ এস বালাচন্দ্রন ✓

ⓑ এন পি শর্মা 

ⓒ কে পি শর্মা 

ⓓ None


4.Godrej Consumer Products-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ নিসাবা গোদরেজ

ⓑ সোমনাথ শর্মা

ⓒ সুফল দেব

ⓓ সুধীর সীতাপতি✓


5.আমেরিকার Google Pay ব্যবহারকারীরা এবার কোন কোন দেশে টাকা ট্রান্সফার করতে পারবে?

ⓐ ভারত ও বাংলাদেশ

ⓑ ভারত ও সিঙ্গাপুর✓

ⓒ মালদ্বীপ ও চীন

ⓓ ভারত ও চীন

6.ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ রবি শাস্ত্রী

ⓑ রমেশ পাওয়ার✓

ⓒ বিজয় গাঙ্গুলি

ⓓ ভি.ভি. এস. লক্ষ্মণ


7.Kusal Perera (কুসাল পেরেরা) কোন দেশের ODI ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ বাংলাদেশ

ⓑ ভারত

ⓒ পাকিস্তান

ⓓ শ্রীলংকা✓


8.ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য ‘CGTeeka’ ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ ছত্তিশগড়✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ রাজস্থান

9. “All Time Favourites for children” শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় লেখক?

ⓐ রাসকিন বন্ড✓

ⓑ অমিতাভ চৌধুরী

ⓒ লীলা মজুমদার

ⓓ অরুন্ধতী রায়

10. ‘My Village – Corona Free Village’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ উত্তর প্রদেশ

ⓒ গুজরাট✓

ⓓ হিমাচল প্রদেশ


11. ফরচুন "World 50 Greatest Leaders"তালিকায় কে শীর্ষে অবস্থিত ?

ⓐ জেসিন্ডা আরডার্ন ✓

ⓑ mRNA Pioneers

ⓒ  Dan Schulman 

ⓓ Dr. John Nkengasong

 

12. কোন রাজ্য সম্প্রতি  "Mahtari Dular Yojna” চালু করল ?

ⓐ পশ্চিমবঙ্গ 

ⓑ তামিলনাড়ু 

ⓒ ছত্তিশগড়✓

ⓓ ঝারখান্ড


13. সম্প্রতি প্রয়াত হলেন এম .কে. কৌশিক এবং রবীন্দ্র পাল সিং। কোন খেলার সঙ্গে তারা  যুক্ত ছিলেন?

ⓐ ফুটবল 

ⓑ ক্রিকেট 

ⓒ হকি✓

ⓓ গলফ 


Monday, May 17, 2021

Bengali Current Affairs 16th May, 2021

 


Bengali Current Affairs 16th May, 2021

1.জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের জনবহুল দেশ হিসাবে ভারত চীনকে অতিক্রম করবে কোন সালে?

ⓐ ২০২৬

ⓑ ২০৩০

ⓒ ২০৫০

ⓓ ২০২৭✓

2.World Food Prize 2021 জিতলেন কোন ভারতীয় পুষ্টিবিদ?

ⓐ শকুন্তলা হারেকসিং থিলস্টেড✓

ⓑ মনিকুন্তলা সিং

ⓒ কাবেরী বালা

ⓓ সুহাসিনী শর্মা

3. সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের Co-ordination of Humanitarian Affairs  এর চিফ কে নিযুক্ত হলেন ?

ⓐ মার্টিন গ্রিফিথস ✓

ⓑ গ্রেটা থুনবার্গ 

ⓒ কমলা হ্যারিস 

ⓓ None

4. সম্প্রতি প্রকাশিত "এলিফ্যান্ট" নামক বইটি কে লিখেছেন ?

ⓐ অরুন্ধতী রায় 

ⓑ শশী থারুর 

ⓒ পোল পিকরিং✓

ⓓ চেতন ভগত

5.International Council for Advertising Self-Regulation (ICAS) এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সংযুক্তা কাপুর

ⓑ মনীষা কাপুর✓

ⓒ বর্ষা সোধি

ⓓ মণীশ শ্রীবাস্তব

6.সম্প্রতি প্রয়াত আর. গৌরী আম্মা কোন রাজ্যের সবথেকে প্রবীণ MLA?

ⓐ তামিলনাড়ু

ⓑ কর্ণাটক

ⓒ কেরালা✓

ⓓ মহারাষ্ট্র

7.বিশ্বের প্রথম মানববিহীন জাহাজ কোনটি, যেটি আটলান্টিক অতিক্রম করবে?

ⓐ Powerfly 200

ⓑ Seaflow 700

ⓒ Mayflower 400✓

ⓓ None of these

8.সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাম করণ বর্মা✓

ⓑ কিংশুক শর্মা

ⓒ শ্রীমতী পদ্মজা

ⓓ অরুণ চ্যাটার্জি

9.লকডাউন চলাকালীন পথ কুকুর ও অন্যান্য পশুদের খাওয়ানোর জন্য ৬০ লক্ষ টাকার ফান্ড লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ উড়িষ্যা✓

ⓒ ত্রিপুরা

ⓓ উত্তরপ্রদেশ

10.করোনায় মৃত বাবা মার সন্তানদের মাসে ৫০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ অন্ধ্রপ্রদেশ

ⓒ দিল্লি

ⓓ মধ্যপ্রদেশ✓

11. জাতিসংঘ (UN), 2022 অর্থ বছরে ভারতের GDP বৃদ্ধির হার কত থাকার অনুমান করেছে?

[A] 9.5%

[B] 10.1%✓

[C] 12.3%

[D] 15.4%

12. “Shotgun World Cup 2021” কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?

[A] তুর্কি

[B] কাজাখস্তান

[C] ইতালি✓

[D] কাতার 

13. সম্প্রতি, ICC দ্বারা জারী “Test Cricket Rankings” -এ ভারতের অবস্থান কত?

[A] প্রথম✓

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

[D] চতুর্থ

14. নিম্নলিখিত কোন দিবসটি 15 মে তারিখে পালিত হয়?

[A] বিশ্ব জনসংখ্যা দিবস

[B] আন্তর্জাতিক পরিবার দিবস✓

[C] বিশ্ব নার্স দিবস

[D] আন্তর্জাতিক জল দিবস


Sunday, May 16, 2021

Bengali Current Affairs 14th May, 2021


Bengali Current Affairs 14th May, 2021

1.International Nurses Day(আন্তর্জাতিক নার্স দিবস) কবে পালন করা হয়?

ⓐ ৭ই মে

ⓑ ৬ই মে

ⓒ ১২ই মে✓

ⓓ ১৩ই মে

2. সম্প্রতি, কোন সংস্থা “Nature in a Globalised World: Conflict and Conservation” রিপোর্ট জারি করেছে?

[A] International Labour Organization (ILO)

[B] International Union for Conservation of Nature (IUCN)✓

[C] United Nations (UN)

[D] International Monetary Fund (IMF)

3. সম্প্রতি প্রকাশিত, “Buddha in Gandhara” পুস্তকটি কে লিখেছেন?

[A] রাহুল পাঠক

[B] অভিষেক সিংভি

[C] রমেশ কুমার

[D] সুনিতা ত্রিবেদী✓

4.এপ্রিল মাসে ICC Men’s Player of the Month শিরোপা জিতলেন কে?

ⓐ বিরাট কোহলি

ⓑ বাবর আজম✓

ⓒ ডিজে ব্রাভো

ⓓ স্টিভ স্মিথ

5.এপ্রিল মাসে ICC Women’s Player of The Month শিরোপা জিতলেন Alyssa Healy(অ্যালিসা হেলি) , তিনি কোন দেশের ক্রিকেটার?

ⓐ অস্ট্রেলিয়া✓

ⓑ নিউজিল্যান্ড 

ⓒ ইংল্যান্ড

ⓓ দক্ষিণ আফ্রিক

6.ফেসবুকের পর Vaccine Finder Tool লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Paytm✓

ⓑ PhonePe

ⓒ Microsoft

ⓓ Jio

7. কোন সংস্থা ভারতে কোভিড - 19 মোকাবিলায় 15 মিলিয়ন ডলার দান করল ?

ⓐ WhatsApp 

ⓑ Instagram 

ⓒ Twitter ✓ 

ⓓ Facebook 

8. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গ্রীন হাউজ গ্যাস উৎপন্ন করা দেশ কোনটি ?

ⓐ ভারত 

ⓑ চীন ✓

ⓒ জাপান 

ⓓ আমেরিকা  

10.পঞ্চমবার Spanish Grand Prix title জিতলো কোন রেসিং কার ড্রাইভার?

ⓐ Valtteri Bottas

ⓑ Max Verstappen

ⓒ Lewis Hamilton✓

ⓓ None of these

11. ভারত ও কোন দেশের মধ্যে PASSEX নৌসেনা অভ্যাস আয়োজিত হল ? 

ⓐ ইন্দোনেশিয়া ✓

ⓑ চীন 

ⓒ শ্রীলংকা 

ⓓ বাংলাদেশ 

12. নিচের কোন সংস্থা "Green Urja Award" পেল?

ⓐ IREDA ✓

ⓑ ISRO 

ⓒ DRDO 

ⓓ NASA 

13. কোন রাজ্য সরকার মিউকো মাইক্রোসিস ছত্রাক দ্বারা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা করাবে?

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ মধ্যপ্রদেশ 

15. United Nations Climate Change Conference, 2021 (COP26) কোন দেশে অনুষ্ঠিত হবে?

[A] নেদারল্যান্ড

[B] স্কটল্যান্ড✓

[C] নিউজিল্যান্ড

[D] অস্ট্রেলিয়া


Friday, May 14, 2021

Bengali Current Affairs 11 th May, 2021

 


Bengali Current Affairs 11 th May, 2021

1. 25 বৈশাখ (9 th May) রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্ম দিবস পালিত  হল?

ⓐ 160 তম ✓

ⓑ 161 তম 

ⓒ 159 তম 

ⓓ 162 তম

2.সম্প্রতি কোন আইটি কোম্পানি ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা দিল?

ⓐ Wipro

ⓑ TCS

ⓒ Infosys✓

ⓓ L&T


3.উত্তরাখণ্ড কোন দেশকে মিলেট শস্য রপ্তানি করবে?

ⓐ ডেনমার্ক✓

ⓑ অস্ট্রেলিয়া

ⓒ ফ্রান্স

ⓓ জাপান


4.সম্প্রতি কোন দেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তি সাসপেন্ড করলো চীন?

ⓐ ইন্ডিয়া

ⓑ পাকিস্তান

ⓒ অস্ট্রেলিয়া✓

ⓓ শ্রীলংকা

5.১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য Pfizer-এর তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিলো কোন দেশ?

ⓐ আমেরিকা

ⓑ ঘানা

ⓒ ফিলিপিন্স

ⓓ কানাডা✓

6.সম্প্রতি Amazon- এর কত বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলো জেফ বেজস?

ⓐ ১০

ⓑ ৬.৬

ⓒ ২.৫✓

ⓓ ৩.৫

7. NASA এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন? 

ⓐ বিল নেলসন✓ 

ⓑ মার্ক জুকারবার্গ 

ⓒ স্টিভ জবস 

ⓓ স্টিভ জুরসিক

8.15th Sheikh Zayed Book Award পাচ্ছেন কে?

ⓐ লতিফা সেন

ⓑ তাহেরা কুতুবুদ্দিন✓

ⓒ রোষদি রাশেদ

ⓓ মুন্নী খাতুন

9. সম্প্রতি, কোন সংস্থা “Starship SN15” রকেট লঞ্চ করেছে?

[A] SpaceX ✓

[B] NASA

[C] ISRO

[D] Blue Origin

10. কে “Laureus World Sportsman of the Year Award 2021” জিতেছে?

[A] Billie Jean King

[B] Max Parrot

[C] Naomi Osaka

[D] Rafael Nadal✓

11. সম্প্রতি, 9 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়েছে?

[A] International Father’s Day

[B] International sister day

[C] International Nurse Day

[D] International Mother’s Day✓

12. বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ?

ⓐ বিহার 

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ পশ্চিমবঙ্গ✓ 

ⓓ ত্রিপুরা 


Bengali Current Affairs 13th May, 2021


Bengali Current Affairs 13th May, 2021

1.জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে?

ⓐ ১লা মে

ⓑ ১১ই মে✓

ⓒ ১২ই মে

ⓓ ১৪ই মে

2.  সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন ? 

ⓐ Jose J Kattor✓

ⓑ বিমল জালান 

ⓒ শংকর ঘোষ

ⓓ বিমান বন্দ্যোপাধ্যায়

3. Madrid Open Women’s singles title জিতলেন Aryna Sabalenka, তিনি কোন দেশের টেনিস তারকা?

ⓐ জাপান

ⓑ চীন

ⓒ বেলারুশ✓

ⓓ অস্ট্রিয়া

4.দ্বিতীয়বার Madrid Open title 2021 Men Single Title জিতলেন Alexander Zverev (আলেকজান্ডার জাভেরেভ), তিনি কোন দেশের টেনিস খেলোয়াড়?

ⓐ স্পেন

ⓑ জার্মানি✓

ⓒ রাশিয়া

ⓓ অস্ট্রেলিয়া

5.  সম্প্রতি প্রকাশিত " Life in the Clock Tower Valley"  বইটি কে লিখেছেন?

ⓐ অরবিন্দ ঘোষ 

ⓑ স্নেহা ঠাকুর 

ⓒ শাকুর রাথের ✓

ⓓ বাণী বসু 

6.মেডিকেল অক্সিজেনের ব্যবস্থা করতে ১২ জন সদস্যের টাস্ক ফোর্স গঠন করলো কে?

ⓐ DRDO

ⓑ ইন্ডিয়ান আর্মি

ⓒ সুপ্রিম কোর্ট✓

ⓓ ICEMR

7.সম্প্রতি প্রয়াত অভিলাষা পাতিল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত

ⓑ অভিনয়✓

ⓒ সংবাদ পরিবেশন

ⓓ ফিল্ম ডিরেকশন

8.হসপিটালে অক্সিজেন পৌঁছে দিতে সঞ্জীবনী ভেহিকেল অক্সিজেন ট্রাক লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ ঝাড়খণ্ড✓
ⓒ মনিপুর
ⓓ বিহার

9.পশ্চিমবঙ্গের নতুন শিক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সমীর পাত্র

ⓑ পার্থ চ্যাটার্জি

ⓒ ব্রাত্য বসু✓

ⓓ মুকুল রায়

10.Global Prime Residential Index-এ নিউ দিল্লির স্থান কত?

ⓐ ৫৬

ⓑ ৩২✓

ⓒ ৩৬

ⓓ ৩৫

11. কোন মহাকাশ সংস্থা"Doge-1" চন্দ্রযান মিশন লঞ্চ করবে? 

ⓐ NASA 

ⓑ ISRO 

ⓒ Space - X✓

ⓓ roscosmos

12. কোন শিক্ষা বোর্ড সম্প্রতি "দোস্ত ফর লাইফ" মোবাইল অ্যাপ লঞ্চ করল ?

ⓐ WBBSE

ⓑ WBCHSE

ⓒ CBSE ✓

ⓓ ICSE 

13. সম্প্রতি কার দ্বারা, ‘ID-Art’ মোবাইল App লঞ্চ করা হয়েছে?

[A] World Bank

[B] UNESCO

[C] CBI

[D] Interpol✓

14. সম্প্রতি, পুনে মেট্রো রেল প্রকল্পের জন্য ভারত কোন সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

[A] State Bank of India (SBI)

[B] World Bank (WB)

[C] International Monetary Fund (IMF)

[D] European Investment Bank (EIB)✓







Bengali Current Affairs 12th May, 2021

 


Bengali Current Affairs 12th May, 2021

1.আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে?

ⓐ রাধাবল্লভ সেন
ⓑ হিমন্ত বিশ্ব শর্মা✓
ⓒ সর্বানন্দ সনোয়াল
ⓓ মৃন্ময় কৃষ্ণ

2. 2021 Laureus Sportsman of the Year Award জিতলেন Rafael Nadal, তিনি কোন দেশের টেনিস খেলোয়াড়?

ⓐ জাপান
ⓑ স্পেন✓
ⓒ অস্ট্রিয়া
ⓓ চীন

3.2021 Laureus Sportwoman of the Year Award জিতলেন Naomi Osaka, তিনি কোন দেশের টেনিস তারকা?

ⓐ জাপান✓
ⓑ সাইবেরিয়া
ⓒ কুয়েত
ⓓ জার্মানি

4. কোন রাজ্য সরকার "মনোজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার" প্রদান করার কথা ঘোষণা করল?

ⓐ আসাম
ⓑ উড়িষ্যা✓
ⓒ ত্রিপুরা
ⓓ পশ্চিমবঙ্গ

5.বয়স্ক নাগরিকদের জন্য 'COVI Van Helpline' নাম্বার লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?

ⓐ উত্তরাখণ্ড
ⓑ দিল্লি ✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ কেরালা

6. নিম্নলিখিত কে বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ “মাউন্ট এভারেস্ট” 25 বার জয় করেছেন?

[A] বিরাট চন্দ্রা
[B] কামী রিতা শেরপা✓
[C] গীতা মিত্তল
[D] মারিয়া শারাপোভা

7. সম্প্রতি পশ্চিমবঙ্গকে কত কোটি টাকা অর্থনৈতিক সহায়তা দিল National Bank for Agriculture and Rural Development (Nabard)?

ⓐ ১৫০০ কোটি
ⓑ ৮৫০০ কোটি
ⓒ ৯১৬২ কোটি✓
ⓓ ১০০০ কোটি

9. Ambadas Haribhau (আম্বাদাস হরিভাউ) কোন রাজ্যের লোকয়ুক্তা হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ গোয়া✓
ⓑ মেঘালয়
ⓒ রাজস্থান
ⓓ কর্ণাটক

10. সম্প্রতি প্রকাশিত "Elephant in the Womb" বইটি কে লিখেছেন?

ⓐ অরুন্ধতী রায়
ⓑ দীপিকা পাডুকোন
ⓒ কলকি কোচলিন ✓
ⓓ বিদ্যা বালান

11.New York City International Film Festival-এ সেরা অভিনেতার তকমা পেলেন কে?

ⓐ আয়ুষ্মান খুরানা
ⓑ অনুপম খের✓
ⓒ অমিতাভ বচ্চন
ⓓ নওয়াজউদ্দীন সিদ্দিকী

12.প্রেগন্যান্ট মহিলার মমি আবিষ্কার করলো কোন দেশের গবেষকরা?

ⓐ ইজিপ্ট
ⓑ ফ্রান্স
ⓒ আরব
ⓓ পোল্যান্ড✓

13. কোন ভারতীয় কে আমেরিকার প্রতিষ্ঠিত "National Academy of Sciences"  এর জন্য মনোনীত করা হয়েছে ?

ⓐ বিমল জালান
ⓑ শংকর ঘোষ✓
ⓒ বিমান বন্দ্যোপাধ্যায়
ⓓ none

14. কোন রাজ্য সরকার " Door to Door Screaming Drive চালু করল?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ রাজস্থান
ⓒ হরিয়ানা✓
ⓓ তামিলনাড়ু

15. সম্প্রতি, কবে “মহরানা প্রতাপ সিং” এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?

[A] 6 মে
[B] 7 মে
[C] 8 মে
[D] 9 মে✓

16. সম্প্রতি প্রয়াত মহারাজা কিষান কৌশিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

[A] ক্রিকেট
[B] ব্যাডমিন্টন
[C] ভলিবল
[D] হকি✓


Tuesday, May 11, 2021

Bengali Current Affairs 10 th May, 2021

 


Bengali Current Affairs 10 th May, 2021

1.World Red Cross Day পালন করা হয় কবে?

ⓐ ৭ই মে
ⓑ ৮ই মে✓
ⓒ ১৬ই জুন
ⓓ ২৬শে মে

2.কোন দেশে ভ্যাকসিন ব্যাবসা শুরু করবে Serum Institute of India (SII)?

ⓐ যুক্তরাজ্য✓
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ জাপান
ⓓ চীন

3. কোন দিনটি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালিত হয় ?

ⓐ ৭ই মে
ⓑ ৮ই মে✓
ⓒ ১৬ই মে
ⓓ ২৬শে মে

4. ‘The Bench’ শিরোনামে বই রিলিজ করলেন Meghan Markle , তিনি কোন দেশের অভিনেত্রী?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ কাতার
ⓒ আমেরিকা✓
ⓓ ইংল্যান্ড

5. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী "সেবা সংকল্প হেল্পলাইন 1100"  চালু করলেন?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ মধ্যপ্রদেশ

6.সম্প্রতি প্রয়াত অজিত সিং কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন?

ⓐ বিজেপি
ⓑ রাষ্ট্রীয় লোক দল✓
ⓒ আম আদমী পার্টি
ⓓ সমাজবাদী পার্টি

7.সম্প্রতি পুদুচেরীর মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ এন. রঙ্গস্বামী✓
ⓑ তিমিলিসাই সৌন্দরাজন
ⓒ রাধানাথ মিশ্র
ⓓ কে. চন্দ্রশেখর রাও

8. 2021 Billboard Music Awards- এ আইকন অ্যাওয়ার্ড পাচ্ছেন Alecia Beth Moore, তিনি কোন নামে বেশি পরিচিত?

ⓐ Singer Green
ⓑ Singer Pink✓
ⓒ Singer Purple
ⓓ Singer Red

9.বিশ্বে প্রথম ২ ন্যানো মিটার প্রসেসর চিপ তৈরি করলো কোন কোম্পানী?

ⓐ Mediatek
ⓑ Snapdragon
ⓒ IBM✓
ⓓ Intel

10.২০২১ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার তকমা পেলো কোন ছবি?

ⓐ KISS
ⓑ Jungle Cry✓
ⓒ Jallikattu
ⓓ Snap

11. “Bengal 2021: An Election Diary” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ সঞ্জীব হালদার
ⓑ দীপ হালদার✓
ⓒ সুবর্ণ রায়
ⓓ কৌশিক গাঙ্গুলি

12. FICCI Ladies Organisation(FLO)-এর ৩৮তম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রোশনী নাদার
ⓑ গীতা গোপিনাথ
ⓒ মিরাজ সিং
ⓓ উজ্জ্বলা সিংঘানিয়া✓

13. Life Insurance Corporation (LIC) -এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর (MD) পদে কে?

[A] সুশান্ত কর
[B] সিদ্বার্থ মোহান্তি✓
[C] সন্দীপ কাটারিয়া
[D] এ. কে সিং

14. সম্প্রতি কোন রাজ্যে Sopropods প্রজাতির ডায়নোসরের 100 মিলিয়ন বছর পুরোনো হাড় পাওয়া গেছে?

[A] বিহার
[B] মেঘালয়✓
[C] সিকিম
[D] কেরালা

15. কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব পরিযায়ী পক্ষী  দিবস হিসেবে পালিত  হল ?

ⓐ 7 মে
ⓑ 8 মে ✓
ⓒ 9 মে
ⓓ 10 মে

16. কোন সংস্থা হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য 60 টি স্টারলিংক উপগ্রহ লঞ্চ করল?

ⓐ NASA
ⓑ COSMOS
ⓒ Space - x ✓
ⓓ JAXA

17. কোন রাজ্য প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্য বীমার মধ্যে কোভিড - 19 কে অন্তর্ভুক্ত করল ?

ⓐ গোয়া ✓
ⓑ রাজস্থান
ⓒ আসাম
ⓓ তামিলনাড়ু



Sunday, May 9, 2021

Bengali Current Affairs 8th May, 2021

 


Bengali Current Affairs 8th May, 2021

1. সম্প্রতি, কবে ‘International Astronomy Day’ পালিত হয়েছে?

[A] 30 এপ্রিল

[B] 1 মে

[C] 2 মে✓

[D] 3 মে


2. সম্প্রতি, 2 মে তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত হয়েছে?

[A] World Tuna day✓

[B] World Hydrography Day

[C] World Father’s Day

[D] International Yoga Day


3. সম্প্রতি কোন সংস্থা ‘Global Electric Vehicle Outlook Report 2021’ প্রকাশ করেছে?

[A] UNO

[B] IMF

[C] UNESCO

[D] IEA✓


4. সম্প্রতি, Global Forest Goals Report 2021 কোন সংস্থা প্রকাশ করেছে?

[A] IMF

[B] WB

[C] ADB

[D] UN✓


5. কোন দেশ “G7 Foreign Minister’s Meeting” আয়োজন করবে?

[A] ভারত

[B] ফ্রান্স

[C] কানাডা

[D] ইউনাইটেড কিংডম✓


6. সম্প্রতি কোন আফ্রিকান দেশের রাষ্ট্রপতি ‘রাজ্য জরুরি অবস্থা” করেছে?

[A] কঙ্গো✓

[B] জাম্বিয়া

[C] নাইজের

[D] ঘানা


7. সম্প্রতি খবরে থাকা, পুটোলা নাচ (Putola Nach) কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

[A] বিহার

[B] উড়িষ্যা

[C] সিকিম

[D] অসম✓


8. ভারতীয় বিমান বাহিনী (IAF) কোন শহরে Covid-19 -এর জন্য 100 টি বেড স্থাপনার পরিকল্পনা করেছে?

[A] বেঙ্গালুরু✓

[B] দিল্লী

[C] ভোপাল

[D] পুনে

9. সম্প্রতি, কবে ‘International Firefighters Day’ পালিত হয়েছে?

[A] 2 মে

[B] 3 মে

[C] 4 মে✓

[D] 5 মে


10. Indian Institute of Rice Research এর  ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ আর এম সুন্দরম ✓ 

ⓑ টিভি রবিশঙ্কর 

ⓒ গৌতম রাস্তে 

ⓓ অঙ্কিতা চৌহান 


11. কোন রাজ্য সরকার "মাটির খেলনা" কে GI  ট্যাগ দেওয়ার কথা ঘোষণা করল ? 

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ রাজস্থান 

ⓒ তামিলনাড়ু ✓

ⓓ বিহার 


12. কোন রাজ্য করোনা আক্রান্তদের জন্য "বিনামূল্যে আহার যোজনা " চালু করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ 

ⓑ পাঞ্জাব 

ⓒ মধ্যপ্রদেশ✓ 

ⓓ উত্তর প্রদেশ 


13. প্রয়াত হলেন "মানস বিহারী বর্মা",  কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ সাংবাদিক 

ⓑ চিকিৎসক 

ⓒ অ্যারোনোটিকাল ইঞ্জিনিয়ার ✓

ⓓ অভিনেতা 


14. সম্প্রতি কোন রাজ্য “পর্বত ধারা যোজনা” শুরু করেছে?

[A] গুজরাট

[B] উত্তরপ্রদেশ

[C] অন্ধ্রপ্রদেশ

[D] হিমাচল প্রদেশ✓


15. সম্প্রতি UNESCO দ্বারা কাকে " World Press Freedom Prize 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?

[A] এলিজা পেরিস

[B] মারিয়া রেসা✓

[C] স্বেতা গুমা

[D] অঙ্কিতা চৌহান


16. World Hand Hygiene Day কবে পালিত হয়?

[A] 4 মে

[B] 5 মে✓

[C] 6 মে

[D] 7 মে

17. প্রতিবছর, 6 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়?

[A] International Museum Day

[B] International No Diet Day✓

[C] International Food Day

[D] World Health Day

18. সম্প্রতি কবে “International Midwife Day” কবে পালিত হয়?

[A] 4 মে

[B] 5 মে✓

[C] 6 মে

[D] 7 মে


19. সম্প্রতি, 3 মে তারিখে প্রয়াত জম্মু ও কাশ্মীরের পূর্ব রাজ্যপালের নাম কী?

[A] অমিতাভ ঠাকুর

[B] রমেশ কুমার

[C] রোহিত শর্মা

[D] জগমোহন মলহোত্রা✓








Saturday, May 8, 2021

Bengali Current Affairs 7th May, 2021

 


Bengali Current Affairs 7th May, 2021

1. সম্প্রতি কবে “ভারতীয় সিনেমার জনক” দাদা সাহেব ফালকে -এর জন্ম বার্ষিকী পালিত হয়েছে?

[A] 29 এপ্রিল

[B] 30 এপ্রিল✓

[C] 1 মে

[D] 2 মে

2.আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ‘Believe in Sport’ ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়?

ⓐ পি.ভি. সিন্ধু✓

ⓑ সাইনা নেহয়াল

ⓒ পুল্লেলা গোপিচাঁদ

ⓓ জ্বলা গুটটা



3.Tehri Hydro Development Corporation (THDC)-এর অ্যাডিশনাল চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ পিযুষ গোয়েল

ⓑ তরুণ গোয়েল

ⓒ বিজয় গোয়েল✓

ⓓ ঋষি মহান্টি

4. ‘Asian Boxing Chapionship 2021’ কোন দেশে অনুষ্ঠিত হবে?

[A] ভারত

[B] চীন

[C] তুর্কী

[D] সংযুক্ত আরব আমিরাত✓

5.সম্প্রতি ICICI Bank-কে কত কোটি টাকা জরিমানা করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ ১ কোটি

ⓑ ২ কোটি

ⓒ ৩ কোটি✓

ⓓ ৪ কোটি

6.Spanish Grand Prix 2021 শিরোপা জিতলেন কোন মোটর সাইকেল রেসিং ড্রাইভার?

ⓐ Jack Miller✓

ⓑ Francesco Bagnaia

ⓒ Franco Morbidelli

ⓓ Pecco Bagnaia


7.ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ৬ বছরের জন্য ব্যান হলেন Nuwan Zoysa (নুওয়ান জোয়েসা) , তিনি কোন দেশের ফাস্ট বোলার?

ⓐ ইংল্যান্ড

ⓑ নিউজিল্যান্ড

ⓒ শ্রীলংকা✓

ⓓ অস্ট্রেলিয়া

 

8.পাঞ্জাবের আশীর্বাদ স্কিমের আওতায় কত টাকা করে দেওয়া হবে?

ⓐ ৪১ হাজার

ⓑ ৫১ হাজার✓

ⓒ ৩১ হাজার

ⓓ ২১ হাজার


9.সম্প্রতি, 3 মে তারিখে ভারতের কোন পূর্ব-রাষ্ট্রপতির মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে?

[A] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

[B] ভি. ভি গিরি

[C] ড: জাকির হোসেন✓

[D] ড: রাজেন্দ্র প্রাসাদ

10. Axis Bank -এর নতুন MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] সমীর কুমার খারে

[B] ভিনকেশ গুলাটি

[C] রামা মোহন রাও

[D] অমিতাভ চৌধুরী✓


11. ভারতীয় সেনা কোন রাজ্যে প্রথম ‘Green Solar Energy’ প্লান্ট শুরু করেছে?

[A] মিজোরাম

[B] সিকিম✓

[C] অরুণাচল প্রদেশ

[D] তেলেঙ্গানা


12. বিশ্বের প্রথম ‘Artificial Intelligence Ship’ -এর নাম কী?

[A] Mayflower 400✓

[B] Sunflower 40

[C] Seafarer 66

[D] Earth 2030


13. কোন দেশ জুন, 2021 সালে ‘Shangri-La Dialogue’ আয়োজন করবে?

[A] মালেশিয়া

[B] চীন

[C] সিঙ্গাপুর✓

[D] সুইজারল্যান্ড


Thursday, May 6, 2021

Bengali Current Affairs 6th May, 2021

 


Bengali Current Affairs 6th May, 2021

1.Coal Miners Day (কয়লা খনি দিবস) পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৪ঠা মে✓
ⓑ ৫ই জুন
ⓒ ১১ই মে
ⓓ ১৫ই মে

2. সম্প্রতি প্রয়াত IAS  অফিসার পারুল দেবী কোন রাজ্যের প্রথম মহিলা IAS অফিসার ছিলেন ?

ⓐ বিহার
ⓑ আসাম✓
ⓒ ঝারখান্ড
ⓓ পশ্চিমবঙ্গ

3.সমগ্র এপ্রিল মাসে GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?

ⓐ ১.১৬ লক্ষ কোটি
ⓑ ১.৩৫ লক্ষ কোটি
ⓒ ১.১০ লক্ষ কোটি
ⓓ ১.৪১ লক্ষ কোটি✓

4.জাপান সরকারের দ্বারা “Order of Rising Sun” সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় শিক্ষিকা?

ⓐ সীতা শিট
ⓑ শ্যামলা গণেশ✓
ⓒ মঙ্গলা পণ্ডিত
ⓓ বিজয়লক্ষ্মী পণ্ডিত

5. National Human rights commission (NHRC) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Shri Justice S. Rajendra Babu
ⓑ Justice Shri K.G. Balakrishnan
ⓒ Shri Justice H. L. Dattu
ⓓ Justice Prafulla Chandra panth✓

6.Tigray People’s Liberation Front কে সন্ত্রাসবাদী দল হিসাবে ঘোষণা করলো কোন দেশ?

ⓐ মায়ানমার
ⓑ চীন
ⓒ ইথিওপিয়া✓
ⓓ আলবেনিয়া

7.সম্প্রতি প্রয়াত চন্দ্র তোমার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ কুস্তি
ⓑ শ্যুটিং✓
ⓒ কাবাডি
ⓓ ব্যাডমিন্টন

8.Lag B' Omer নামে উৎসবটি কোথায় অনুষ্ঠিত হলো?

ⓐ চীন
ⓑ ইজরায়েল✓
ⓒ আফগানিস্তান
ⓓ সৌদি আরব

9.ভারতকে কত গুলি P-8I Patrol Aircraft বিক্রি করবে আমেরিকা?

ⓐ ৫টি
ⓑ ৬টি✓
ⓒ ৩টি
ⓓ ২টি

10.সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া Thisara Perera(থিসারা পেরেরা), কোন দেশের খেলোয়াড়?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ শ্রীলংকা✓
ⓓ ইংল্যান্ড

11. 2021 সালে কবে বিশ্ব হাঁপানি (world asthma day)  দিবস পালিত হল?

ⓐ 1মে
ⓑ 2মে
ⓒ 3মে
ⓓ 4মে✓

12. সম্প্রতি কোন রাজ্য 2 লক্ষ্য পরিবারে জল সংযোগ করার কথা ঘোষণা করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ হিমাচল প্রদেশ ✓
ⓒ বিহার
ⓓ উড়িষ্যা

Bengali Current Affairs 5th May, 2021

 


Bengali Current Affairs 5th May, 2021

1. 2মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হল?

ⓐ 97 তম 

ⓑ 98 তম 

ⓒ 100 তম✓

ⓓ 90 তম 


2. ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি? 

ⓐ TCS 

ⓑ Wipro ✓

ⓒ HCl ✓

ⓓ Infosys 

3. Porsche Tennis Grand Prix 2021-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা?

ⓐ  Djokovic

ⓑ Jennifer Brady

ⓒ Aryna Sabalenka

ⓓ Ashleigh Barty✓

4. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ টি রবি শংকর ✓

ⓑ অরুণ রাস্টে

ⓒ বিপিন কোঠারি

ⓓ সম্পদ কুমার

5.Tata Consultancy Services(TCS)-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ ভি. রামকৃষ্ণন

ⓑ সমীর সেক্সারিয়া✓

ⓒ মনোজ গুপ্ত

ⓓ নাজিম মোল্লা

6.G-7 Digital and Technology Ministerial Meeting-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে?

ⓐ রবি শঙ্কর প্রসাদ✓

ⓑ ধর্মেন্দ্র প্রধান

ⓒ নরেন্দ্র মোদী

ⓓ নির্মলা সিথারমণ

7. পৃথিবীর মধ্যে প্রথম প্রাণী দের জন্য 17000 Covid- 19 ভ্যাকসিন দিলো কোন দেশ ?

ⓐ জাপান 

ⓑ রাশিয়া✓

ⓒ চীন 

ⓓ আমেরিকা

8.সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডে কে নিযুক্ত হলেন?

ⓐ অজয় শেঠ✓

ⓑ বিপিন কোঠারি

ⓒ সম্পদ কুমার

ⓓ অরুণ রাস্টে


9.World Press Freedom Day পালন করা প্রতিবছর কোন দিন?

ⓐ ১লা মে

ⓑ ৩রা মে✓

ⓒ ৫ই মে

ⓓ ১০ই মে

10. Kotak Mahindra Life Insurance কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মহেশ বালাসুব্রমনিয়ান✓

ⓑ মহেশ ভূপতি

ⓒ বিজেন্দর সিং

ⓓ মনোময় কাপুর

11.সম্প্রতি প্রয়াত পণ্ডিত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?

ⓐ বেহালা

ⓑ সেতার✓

ⓒ গিটার

ⓓ সারঙ্গী

12.সম্প্রতি সমস্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করলো কোন রাজ্য সরকার?

ⓐ বিহার✓

ⓑ উত্তরপ্রদেশ

ⓒ মহারাষ্ট্র

ⓓ মধ্যপ্রদেশ


13.সম্প্রতি কোন IIT তাদের নাইট্রোজেন প্লান্টটিকে অক্সিজেন জেনারেটরে পরিণত করলো?

ⓐ IIT DELHI

ⓑ IIT KANPUR

ⓒ IIT BOMBAY✓

ⓓ IIT ROORKEE

✍ Established:1958

✍ Chairman : Dr Pawan Goenka

✍ Director : Subhasis Chaudhuri

14.ভারতের সাথে কোন দেশ 2 + 2 Ministerial Dialogue অনুষ্ঠিত করলো?

ⓐ ইংল্যান্ড

ⓑ যুক্তরাষ্ট্র

ⓒ রাশিয়া✓

ⓓ ইন্দোনেশিয়া

✍ রাজধানী- মস্কো

✍ মুদ্রার নাম- রুবেল

✍ রাষ্ট্রপতি- Vladimir Putin

15.টাইম ম্যাগাজিনের প্রকাশিত 100 Most Influential Companies এর তালিকায় স্থান করে নিল কোন ভারতীয় কোম্পানি?

ⓐ Wipro

ⓑ TCL

ⓒ HCL

ⓓ Jio✓

16.  Portuguese Grand Prix কে জয়লাভ করলো? 

ⓐ ভল্টেরি বোটটাস

ⓑ লুইস হ্যামিলটন ✓

ⓒ ম্যাক্স ভার্সটেপেন 

ⓓ এস পেরেজ 


Tuesday, May 4, 2021

Bengali Current Affairs 4th May, 2021


Bengali Current Affairs 4th May, 2021

1. কোন রাজ্য সরকার ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারির অনুমতি দিল? 

ⓐ তামিলনাড়ু 

ⓑ তেলেঙ্গানা✓ 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ মহারাষ্ট্র

2. উপজাতি সম্প্রদায়ের ধারাবাহিক উন্নয়নের জন্য TRIFED কার সাথে চুক্তি করলো ?

ⓐ The Link fund ✓

ⓑ World Bank 

ⓒ WHO

ⓓ WTO

3. সম্প্রতি প্রকাশিত Brand Finance Insurance 100  রিপোর্ট 2021 এ কোন ভারতীয় সংস্থা প্রথম দশে স্থান পেয়েছে?

ⓐ LIC India ✓

ⓑ Bajaj 

ⓒ Ping An Insurance

ⓓ SBI Life Insurance 

4. সম্প্রতি প্রয়াত "রহিত সরদানা" তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ ক্রিকেটার

ⓑ খেলোয়াড় 

ⓒ সাংবাদিক✓

ⓓ চিত্রকর 

 5. সম্প্রতি কোথায় পৃথিবীর দীর্ঘতম পায়ে-হাঁটা ঝুলন্ত সেতুর উদ্বোধন করা হলো ?

ⓐ ফ্রান্স 

ⓑ বাংলাদেশ 

ⓒ পর্তুগাল ✓

ⓓ চীন 

6. মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় ? 

ⓐ ১ মে ✓

ⓑ ২ মে 

ⓒ ৩ মে

ⓓ ৩০ এপ্রিল 

7. 2021 World laughter day কবে পালিত হয়?

ⓐ ১ মে 

ⓑ  ২ মে ✓

ⓒ ৩ মে 

ⓓ ৪ মে 


8. কোন ব্যাংক টেলিকম সার্ভিস এর জন্য BSNL এর সঙ্গে পার্টনারশিপ করল? 

ⓐ SBI Bank 

ⓑ United Bank 

ⓒ Indian Bank✓ 

ⓓ Punjab National Bank

 

9. সম্প্রতি প্রয়াত  সোলি সোরাবজি নিম্নের কোনটি সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল 

ⓑ মুখ্য নির্বাচন কমিশনার 

ⓒ অ্যাটর্নি জেনারেল ✓

ⓓ None 


10. ত্রিপুরারি শরণকে কোন রাজ্যের মুখ্য সচিব (Chief Secretary) পদে নিয়োগ করা  হয়েছে ?

ⓐ ত্রিপুরা

ⓑ রাজস্থান 

ⓒ বিহার ✓

ⓓ উত্তর প্রদেশ 

11. কোন রাজ্য সরকার সম্প্রতি "করোনা ওয়ারিয়রস" প্রকল্প চালু করেছে? 

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ মধ্যপ্রদেশ✓ 

ⓒ হিমাচল প্রদেশ 

ⓓ তামিলনাড়ু 

12. "দ্বিতীয় সমুদ্র সেতু" অভিযানে মোট কয়টি ভারতীয় নৌ জাহাজ মোতায়েন করা হয়েছে?

ⓐ 5টি 

ⓑ 6 টি 

ⓒ 7টি ✓

ⓓ 8টি


Bengali Current Affairs 3rd May, 2021


 


Bengali Current Affairs 3rd May, 2021

1.কোথায় “DEFENDER-Europe 21” নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো North Atlantic Treaty Organization (NATO)?

ⓐ কাজাখস্তান

ⓑ আলবেনিয়া✓

ⓒ নাইজেরিয়া

ⓓ কুয়েত


2.Axis Bank-এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে?

ⓐ অমিতাভ চৌধুরী✓

ⓑ সন্দীপ বক্সি

ⓒ উদয় কোটাক

ⓓ রাজনীস কুমার


3.ভারতে WhatsApp Pay-এর হেড হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মানেশ মহাত্মে✓

ⓑ মনোজ দাস

ⓒ মৈনাক ধুল

ⓓ অজয় রাঠোর

4.সম্প্রতি প্রয়াত মাইকেল কলিন্স কোন মহাকাশ মিশনের কমান্ড মডিউলের পাইলট ছিলেন?

ⓐ ARTEMIS

ⓑ Apollo 17

ⓒ Apollo 12

ⓓ Apollo 11✓


5.Border Roads Organisation(BRO)-এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শিবাঙ্গি সিং

ⓑ বৈশালী এস. হিবাসে✓

ⓒ অমৃতা সিং

ⓓ কাজরী গুপ্ত


6.আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারটি তৈরী করছে কোন দেশ?

ⓐ আমেরিকা যুক্তরাষ্ট্র

ⓑ ফিনল্যান্ড

ⓒ যুক্তরাজ্য✓

ⓓ নরওয়ে


7. নিম্নলিখিত কোন দিবসটি, 30 এপ্রিল তারিখে পালিত হয়?

[A] International Jazz Day✓

[B] International Day of Non-Violence

[C] World Post Day

[D] World Teacher’s Day


8. সম্প্রতি, TATA Group নিম্নলিখিত কোন কোম্পানিকে ক্রয় করেছে?

[A] Flipkart

[B] Big Basket✓

[C] Myntra

[D] Snapdeal


9. সম্প্রতি, “Tata Sons” রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?

[A] 3 কোটি

[B] 5 কোটি✓

[C] 7 কোটি

[D] 10 কোটি

10. সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে BRO এর কমান্ডিং অফিসার নিযুক্ত হলেন? 

ⓐ বৈশালী ত্রিবেদী  

ⓑ বৈশালী .এস. হিবাসে ✓

ⓒ শাহিন ত্রিপাঠী 

ⓓ none 


11. কোন দেশ প্রথম চালকহীন যান চলাচলের অনুমতি দিয়েছে?

ⓐ চীন 

ⓑ ব্রিটেন ✓

ⓒ জাপান 

ⓓ আমেরিকা 


12. কোন দিনটি প্রত্যেক বছর "আয়ুষ্মান ভারত দিবস" হিসেবে পালিত হয় ? 

ⓐ 28 এপ্রিল 

ⓑ 29 এপ্রিল 

ⓒ 30 এপ্রিল ✓ 

ⓓ  1 মে


Saturday, May 1, 2021

Bengali Current Affairs 2nd May, 2021

 

Bengali Current Affairs 2nd May, 2021

1. কোন রাজ্য সরকার সরকারি ও বেসরকারি হসপিটালে অক্সিজেন যোগান দিতে "oxygen on wheels" ইনিশিয়েটিভ লঞ্চ করল? 

ⓐ কর্ণাটক 

ⓑ হরিয়ানা✓ 

ⓒ মধ্যপ্রদেশ 

ⓓ দিল্লি

2. বাজাজ অটোর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ নীরাজ বাজাজ ✓

ⓑ রাহুল বাজাজ  

ⓒ অজয় বাজাজ 

ⓓ বিজয় বাজাজ

3. ভারতের কোথায় প্রথম 3D printed বাড়ি তৈরি হল?

ⓐ IIT Delhi 

ⓑIIT Kanpur

ⓒ IIT Madras✓ 

ⓓ IIT  Bombay

4.সম্প্রতি প্রয়াত উড়িয়া লেখক মনোজ দাস আর কোন ভাষায় লেখালেখি করতেন?

ⓐ বাংলা

ⓑ হিন্দি

ⓒ ইংরেজি✓

ⓓ মারাঠি

5.ভারতের ফাইন্যান্স সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অজয় শেঠ

ⓑ টি.ভি. সোমানাথন✓

ⓒ অনিল সুর

ⓓ মণিশঙ্কর বেরা

 

6.মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে পৃথিবীর কক্ষপথে ‘NEO-01’ নামে প্রোটোটাইপ রোবট লঞ্চ  করলো কোন দেশ?

ⓐ চীন✓

ⓑ জাপান

ⓒ রাশিয়া

ⓓ ভারত

 

7.সম্প্রতি বিমলা সিং কাপুর কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ কলকাতা হাইকোর্ট

ⓑ বোম্বে হাইকোর্ট

ⓒ ছত্তিশগড় হাইকোর্ট✓

ⓓ মাদ্রাজ হাইকোর্ট


8.Tata Motors-এর নতুন গ্লোবাল ডিজাইন হেড হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Martin Uhlarik (মার্টিন উহালারিক)✓

ⓑ Nick Roland

ⓒ Ram Bouchar

ⓓ Leo Montle


9.সম্প্রতি পাবলিক জায়গায় যেকোনো ধরনের মুখ ঢাকা পোশাক ব্যান করলো কোন দেশ

ⓐ বাংলাদেশ

ⓑ ইরান

ⓒ নেপাল

ⓓ শ্রীলংকা✓

10.ভারতকে কত গুলো অক্সিজেন কনসেনট্রেটর দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)?

ⓐ ৩০০টি

ⓑ ৩০০০টি

ⓒ ৫০০০টি

ⓓ ৪০০০টি✓


11.আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়?

ⓐ ১৫ই জুন

ⓑ ১লা মে✓

ⓒ ৫ই মে

ⓓ ১০ই মে


12.প্রেগন্যান্ট মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করলো কে?

ⓐ NAVY

ⓑ NSM

ⓒ NNM

ⓓ NCW✓





Bengali Current Affairs 30th April, 2021

 

Bengali Current Affairs 30th April, 2021

1.কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ গোকুল দাস

ⓑ রাজেশ বিন্দাল✓

ⓒ মহেশ ভূপতি

ⓓ সঞ্জয় সমাদ্দার


2.প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক গুলোর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদাধিকারী ব্যক্তির কার্যকালের মেয়াদ কত বছর করলো রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ ১২ বছর

ⓑ ১৩ বছর

ⓒ ১০ বছর

ⓓ ১৫ বছর✓


3.National Commodity and Derivatives Exchange (NCDEX)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শলিল যাদব

ⓑ অরুণ রাস্তে✓

ⓒ মনোরঞ্জন খান্দেকার

ⓓ বিপুল শর্মা


4.সম্প্রতি প্রয়াত Krishnamurthy Santhanam (কৃষ্ণমূর্তি সান্থানম) কে ছিলেন?

ⓐ পরমাণু বিজ্ঞানী ✓

ⓑ সঙ্গীত শিল্পী

ⓒ চিত্রকর

ⓓ প্রাক্তন উপরাষ্ট্রপতি


5. ‘Covid Emergency Loan Scheme’ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ হরিয়ানা✓

ⓑ দিল্লি

ⓒ পাঞ্জাব

ⓓ মহারাষ্ট্র


6.World Cities Cultural Forum (WCCF)-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ পিযুষ গোয়েল

ⓒ অরবিন্দ কেজরীওয়াল✓

ⓓ নির্মলা সিথারামন


7. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন হ্রদের ডলফিন সংখ্যা গত এক বছরে দ্বিগুণ হয়েছে?

[A] সম্বর 

[B] চিলকা✓ 

[C] টিটিকাকা 

[D] উলার 


8. সম্প্রতি প্রকাশিত, “The Tale of the Horse: A History of India on Horseback” পুস্তকটি কে লিখেছেন?

[A] বিক্রম শেঠ

[B] যশস্বিনী চন্দ্রা✓

[C] অমিতাভ ঘোষ

[D] সতীশ চন্দ্রা


9. সম্প্রতি বৈজ্ঞানিকরা মিল্কিওয়ে আকাশগঙ্গা একটি ক্ষুদ্রতম ব্ল্যাকহোল আবিষ্কার করেছেন , এর নাম কি রাখা হয়েছে ?

[A] Blacksmith 

[B] The Unicorn ✓

[C] Galaxy 

[D] Fine Hole 

❖ পৃথিবী থেকে এর দূরত্ব 1500 আলোকবর্ষ।

10. কোন শহরে “Commonwealth Games 2022” অনুষ্ঠিত হবে?

[A] টোকিও, জাপান

[B] বার্মিংহাম, ইংল্যান্ড✓

[C] লুসানে, সুইজারল্যান্ড

[D] দিল্লী, ভারত


11. Afghanistan Cricket Board (ACB) -এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] মোহাম্মদ বেজোম

[B] ইরফান পাঠান

[C] আলী খাঁ

[D] হামিদ সিনবাড়ি✓


12. নিম্নলিখিত কোন ভারতীয় গণিতজ্ঞের মৃত্যু বার্ষিকী 26 এপ্রিল তারিখে পালিত হয়?

[A] আর্যভট্ট

[B] সত্যেন্দ্রনাথ বোস

[C] প্রশান্ত চন্দ্র মহলানবীশ

[D] শ্রীনিবাসন রামানুজন✓


13. সম্প্রতি কোন বিদেশী ক্রিকেটার PM Care Fund -এ 50 হাজার মার্কিন ডলার দান করেছে?

[A] Kieron Polard

[B] AB de Villiers

[C] Kane Williamson

[D] Pat Cummins✓


14. বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্ট্যাডিয়াম কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?

[A] মেঘালয়

[B] অরুণাচল প্রদেশ

[C] হিমাচল প্রদেশ✓

[D] উত্তরাখন্ড



16. সম্প্রতি কোন রাজ্য ই-পঞ্চায়েত পুরষ্কার 2021 পেল? 

ⓐ উত্তর প্রদেশ ✓

ⓑ মহারাষ্ট্র 

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ উড়িষ্যা


Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...