Monday, August 31, 2020

Bengali Current Affairs 1st September, 2020

 



Bengali Current Affairs 1st September, 2020

1.26 আগস্ট 2020 মাদার টেরেজা কত তম জন্মবার্ষিকী পালন করা হলো?

ⓐ 115 তম
ⓑ 110 তম✓
ⓒ 116 তম
ⓓ 120 তম

 মাদার টেরেজা  1980 সালে ভারতরত্ন পুরস্কার পান
 মাদার টেরিজা 1979 সালের নোবেল শান্তি পুরস্কার পান
 মাদার টেরিজা 1962 সালে পদ্মশ্রী পুরস্কার পান
 1971 সালে মাদার টেরিজা কেনেডি প্রাইজ পান
 1973 সালে Templeton prize পান

2. টি-২০ ম্যাচে ৫০০টি উইকেট অর্জনকারী প্রথম বোলার হলো কে?

ⓐ Dwayne Bravo(ডোয়াইন ব্রাভো)
ⓑ James Anderson
ⓒ Cameron White
ⓓ Chris Gayle

 তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্যাপ্টেন এবং ত্রিনিদাদের প্রখ্যাত ক্রিকেটার
 Rahkeem Cornwall ( রাহকিম কর্নওয়াল) -এর উইকেটটি নিয়েই তিনি ৫০০টি সম্পূর্ণ করলেন
 Second highest wicket taker in T20  Sri Lanka-  Lashith Malinga(লাসিথ মালিঙ্গা)

3. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া Tharanga Paranavitana( থারাঙ্গা পারণাবিতানা), কোন দেশের খেলোয়াড়?

ⓐ আফগানিস্তান
ⓑ শ্রীলংকা✓
ⓒ ইংল্যান্ড
ⓓ ওয়েস্ট ইন্ডিজ

 তিনি মোট ৩২টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে ২টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি করেছেন
 জাতীয় দলের হয়ে তিনি শেষবার খেলেছিলেন ২০১২ সালে
 তিনি শ্রীলংকার সবথেকে বেশী রান অর্জনকারী ক্রিকেটার, তার মোট রান- ১২,৫২২

4.সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন বিখ্যাত ‘Black Panther’ সিনেমার অভিনেতা Chadwick Boseman(চাদউইক বোসম্যান)?

ⓐ ৩৪ বছর
ⓑ ৪৩ বছর✓
ⓒ ২৬ বছর
ⓓ ৩৯ বছর

 তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন
 তিনি আমেরিকার অভিনেতা ও প্রোডিউসার

5. ‘National Award to Teachers 2020’-এর জন্য মনোনীত হলেন কে?

ⓐ সুধা মালহোত্রা
ⓑ সুধা পায়নুলি✓
ⓒ রমা রায়
ⓓ সুনিতা শর্মা

 তিনি দেরাদুনের Eklavya Model Residential Schools(একলব্য মডেল আবাসিক স্কুল) -এর ভাইস-প্রিন্সিপাল

6. ‘Chunauti’-নামে নেক্সট জেনারেশন স্টার্টআপ চ্যালেঞ্জ কনটেস্ট লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ নিতিন গাদকারী
ⓒ রবি শঙ্কর প্রসাদ✓
ⓓ প্রকাশ জাভেদকর

 তিনি বর্তমানে  কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন মিনিষ্টার

7.২ দিন ব্যাপী ‘World Urdu Conference’ অনুষ্ঠিত হলো কোথায়?

ⓐ মুম্বাই
ⓑ নিউ দিল্লি✓
ⓒ চেন্নাই
ⓓ বেঙ্গালুরু

 এটির আয়োজন করেছিল-National Council for Promotion of Urdu Language (NCPUL)
 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল-১৯৯৬ সালের ১লা এপ্রিল

8.United Nations-এর রিপোর্ট অনুযায়ী করোনার কারণে বিগত ৫ মাসে বিশ্ব পর্যটন শিল্পের মোট ক্ষতির পরিমান প্রায় কত বিলিয়ন মার্কিন ডলার?

ⓐ প্রায় ৩২০ বিলিয়ন✓
ⓑ প্রায় ২৩০ বিলিয়ন
ⓒ প্রায় ৫০০ বিলিয়ন
ⓓ প্রায় ৪৩৫ বিলিয়ন

 World Tourism Organization-এর হেডকোয়াটার- মাদ্রিদ, স্পেন
 সেক্রেটারী জেনারেল- Zurab Pololikashvili (জুরাব পোলোলিকাশভিলি)
 United Nations-এর হেডকোয়াটার- নিউইয়র্ক
 প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর
 সেক্রেটারী জেনারেল- António Guterres ( আন্তোনিও গুতেরেস)

9. Dr. Akinwumi Adesina (ড: আকিনউমি আডেসিনা ) কোন ব্যাঙ্ক গ্রুপের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন?

ⓐ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
ⓑ আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক✓
ⓒ বিশ্ব ব্যাঙ্ক
ⓓ ব্যাঙ্ক অফ আমেরিকা

 হেডকোয়াটার-আবিদজান, পশ্চিম আফ্রিকা
 প্রতিষ্ঠা সাল- ১৯৬৪ সালের ১০ই সেপ্টেম্বর
 সদস্য দেশ- ৮১টি

10.Covid-19 ভ্যাকসিন পাওয়ার জন্য ভারতের Serum Institute of India-এর সঙ্গে চুক্তি করলো Beximco Pharmaceuticals( বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস) , এটি কোন দেশের কোম্পানী?

ⓐ মালদ্বীপ
ⓑ বাংলাদেশ✓
ⓒ মায়ানমার
ⓓ শ্রীলংকা

 রাজধানী- ঢাকা
 মুদ্রার নাম- টাকা
 বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা

11. NITI Ayog-এর প্রকাশিত  ‘Export Preparedness index (EPI)2020’ তালিকায় প্রথমস্থানে কোন কেন্দ্রশাসিত অঞ্চল ?

ⓐ দিল্লি✓
ⓑ চন্ডিগড়
ⓒ পুদুচেরি
ⓓ জম্মু-কাশ্মীর

12. কেন্দ্রীয় সরকার হিন্দুস্তান অ্যারোনটিক্স এর কত অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ 30 %
ⓑ 25 %
ⓒ 15 %✓
ⓓ 22 %

 হিন্দুস্তান অ্যারোনটিক্স এর প্রতিষ্ঠা কর্তা :  ওয়ালচন্দ হিরাচন্দ
 প্রতিষ্ঠা : ২৩ ডিসেম্বর ১৯৪০ সাল
 সদরদপ্তর : বেঙ্গালুরু
 Chairman & MD :  R.Madhavan (আর.মাধবন)

13. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Covid-19দ্বারা ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য 200 কোটি টাকার প্যাকেজ অনুমোদন করলো?

ⓐ উড়িষ্যা✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ দিল্লি
ⓓ মধ্যপ্রদেশ

 উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল
 উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়ক
 উড়িষ্যা প্রতিষ্ঠিত হয় : 1এপ্রিল, 1936 সালে
 উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর

14. বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে কে 200 মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক হলেন?

ⓐ মার্ক জুকারবার্গ
ⓑ জেফ বেজোস✓
ⓒ বিল গেটস
ⓓ মুকেশ আম্বানি

 Amazon Founder : Jeff bezos (জেফ বেজোস)
 CEO : Jeff bezos (জেফ বেজোস)
 Founded : 5th July, 1994
 Headquarter : Washington United State

15. 2020 সালের 3 সেপ্টেম্বর ভারত কোন দেশের সাথে নতুন বাণিজ্যপথ চালু করবে?

ⓐ শ্রীলংকা
ⓑ বাংলাদেশ✓
ⓒ মালদ্বীপ
ⓓ মালয়েশিয়া

 বাংলাদেশের রাজধানী : ঢাকা
 বাংলাদেশের মুদ্রা : বাংলাদেশি টাকা
 বাংলাদেশের প্রধানমন্ত্রী : শেখ হাসিনা
 বাংলাদেশের রাষ্ট্রপতি : আব্দুল হামিদ

16. কোন কোম্পানি প্রথম মার্কিন কোম্পানি হিসেবে 2 ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য পৌঁছালো?

ⓐ Google
ⓑ Apple✓
ⓒ Facebook
ⓓ Amazon

 Apple CEO : Tim Cook (টিম কুক)
 Founded : 1st April, 1976
 Headquarter : California United States
 Founders  : Steve jobs (স্টিভ জবস) ,  Steve Wozniak (স্টিভ ওয়াজনিয়াক) , Ronald Wayne (রোনাল্ড ওয়েন)
 Future Brand index 2020 প্রথম স্থানে আছে Apple 











Sunday, August 30, 2020

আবগারি কনস্টেবল Mains English Class -39

 


আবগারি কনস্টেবল Mains English Class -39

Fill in the blank

1) Like humans, zoo animals must have a dentist _____ to their teeth.

A) fill✓

B) filled

C) filling

D) to be filled


Fill in the blank

2) It was very kind of you to do the washing - up, but you ____it.

A) didn't have to do

B) hadn't to do

C) mightn't have done

D) mustn't have done✓


Filling the blank

3) The_____ of our civilization from an agricultural society to today's complex industrial world was accompanied by war.

A) adjustment

B) migration

C) route

D) metamorphosis✓





4)  Direction : Antonyms

Verity

A) Sanctity

B) Reverence

C) Falsehood✓

D) Rarity




5) Direction : Antonyms

  Perspicuity

A) Vagueness✓

B) Dullness

C) Unfairness

D) Unwillingness



6) Direction : Antonyms

   Devious

A) Straight✓

B) Obvious

C) Simple

D) Superficial



7) Direction : synonyms

Prophylactic

A) Antagonistic

B) Toxic

C) Preventive✓

D) Purgative



8) Direction : synonyms

 Coddle

A) Huddle

B) Satisfy

C) Protect✓

D) Cheat



9) Direction : synonyms

Flimsy

A) Funny

B) Irrational

C) Weak✓

D) Partisan


10) spotting error

Most people are used in (A)/ abiding by rules(B)/ and good manners (C)/ when cohabiting with others(D)/ no error(E)




11. Choose correctly spelt word

A) Hindrance✓

B) Corespondence

C) Insurence

D) Assurence



12. Fixed preposition

The store house was infested____ rats.

A) by

B) of

C) with✓

D) in


Fixed preposition

13. We should abide ____ the rules of the institution

A) with

B) to

C) on

D) by✓



14. One word substitution

Study of rocks-

A) Petrology✓

B) Geology

C) Geography

D) Histology



15. One word substitution

One leaving his native country to settle in another-

A) Emigrant✓

B) Immigrant

C) Refugee

D) Foreigner



16. One word substitution

Something which is not penetrable

A) Stone- like

B) Impervious✓

C) Opaque

D) Hard



17. Phrasal verb

I got ______by his enthusiasm.

A) carried out      

B) carried away✓    

C) carried on      

D) carried for



18. Phrasal verb

For the unity of the country discipline among people is_______

A) called out 

B) called for✓ 

C) called off. 

D) called up   



19. Phrasal verb

   My checkup results indicate that I have to _____all my bad habits at once. 

A) keep on  

B) let down  

C) give up  ✓

D) put across 



20. Phrasal verb

We have not been able to decide on who is going to_____ our baby while we are on the business trip next week.

A) fall out 

B) look up 

C) get by 

D) look after✓









Bengali Current Affairs 31st August, 2020

 



Bengali Current Affairs  31st August, 2020 

1.শারীরিক অসুস্থতার কারণে কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন Shinzo Abe (শিনজো আবে) ?

ⓐ অস্ট্রেলিয়া

ⓑ ইজরায়েল

ⓒ জাপান✓

ⓓ রাশিয়া

 জাপানের রাজধানী- টোকিও

 মুদ্রার নাম- জাপানিজ ইয়েন



2.কেন্দ্রীয় সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 এর পুরস্কার মূল্য 7.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত লক্ষ টাকা করল?

ⓐ 15 লক্ষ টাকা

ⓑ 25 লক্ষ টাকা✓

ⓒ 10 লক্ষ টাকা

ⓓ 11 লক্ষ টাকা


রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর মূল্য আগে ছিল 7.5 লক্ষ টাকা, বর্তমানে হলো 25 লক্ষ টাকা।

 অর্জুন পুরস্কার এর মূল্য আগে ছিল 5 লক্ষ টাকা এখন হলো 15 লক্ষ টাকা।

 দ্রোণাচার্য লাইফটাইম পুরস্কারের মূল্য আগে ছিল 5 লক্ষ টাকা, বর্তমানে হলো 15 লক্ষ টাকা। দ্রোণাচার্য রেগুলার পুরস্কারের মূল্য আগে ছিল 5 লক্ষ টাকা , এখন হল 10 লক্ষ টাকা।

ধ্যানচাঁদ পুরস্কার এর মূল্য আগে ছিল 5 লক্ষ টাকা  বর্তমানে হল 10 লক্ষ টাকা।




3.২০২১ সালে BRICS Games হোস্ট করতে চলেছে কোন দেশ? 

ⓐ শ্রীলংকা

ⓑ ভারত✓

ⓒ পাকিস্তান

ⓓ বাংলাদেশ


 ২০২১ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের সাথেই এই অনুষ্ঠিত হবে।

 এই সংস্করণ হোস্ট করবে- হরিয়ানা




4. কেরালা রাজ্য সরকার তিরুবনন্তপুরম জেলার Vizhinjam ( ভিজিঞ্জাম) গ্রামে যে প্রথম মেরিন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিল সেই এম্বুলেন্স এর নাম কি রাখল?

ⓐ প্রতীক্ষা✓

ⓑ বরুণ

ⓒ অরুনা

ⓓ সাগরিকা

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্বোধন করলেন রাজ্যের প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স,(আগস্ট 27, 2020,) যার নাম প্রতীক্ষা ।

এটি তৈরি করতে খরচ হয়েছে 6.08 কোটি টাকা।

গভীর সমুদ্রের সংকট থেকে নৌকা এবং জেলেদের উদ্ধার করার জন্যই এই সামুদ্রিক অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে।

 এটি 25 মিটার দীর্ঘ এবং 5.5 মিটার প্রশস্ত সামুদ্রিক অ্যাম্বুলেন্স।

24/7 অ্যাম্বুলেন্স পরিষেবাটিতে চারটি উদ্ধারকর্মী এবং প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে, যারা উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিত্সা সরবরাহ করবে এবং তাদের তীরে স্থানান্তর করবে ।

এটি একসাথে 10 জনকে স্থান দিতে পারে এবং এখানে জরুরী ওষুধ  স্টক করা আছে এবং এটির একটি শরণার্থী রয়েছে।

কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম

কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন

কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান



5.এবছর ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ কত বছর সম্পূর্ণ করলো? 

ⓐ ৫ বছর

ⓑ ৪ বছর

ⓒ ৬ বছর✓

ⓓ ৭ বছর


 এটি শুরু করা হয়েছিল ২০১৪ সালের ২৮শে আগস্ট

 এই যোজনার আওতায় দেশজুড়ে ৪০ কোটি ৩৫ লক্ষ ব্যাঙ্ক একাউন্ট খোলা হয়েছে, এর মধ্যে ৬৩% একাউন্ট হোল্ডার গ্রামে বসবাস করে।



6.সম্প্রতি অবসর নেওয়া Bob Bryan(বব ব্রায়ান) এবং Mike Bryan (মাইক ব্রায়ান) , কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ ব্যাডমিন্টন

ⓑ টেনিস টেবিল

ⓒ টেনিস✓

ⓓ ক্রিকেট

 তারা আমেরিকার প্রখ্যাত পেশাদার টেনিস তারকা





7.সম্প্রতি প্রয়াত অর্চনা মোহান্ত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ অভিনয়

ⓑ সঙ্গীত✓

ⓒ খেলাধুলা

ⓓ লেখালেখি


 তিনি আসামের বাসিন্দা

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭২ বছর



8.ভারতের প্রথম ‘International Women’s Trade Centre’ স্থাপন করতে চলেছে কোন রাজ্য? 

ⓐ হরিয়ানা

ⓑ কেরালা✓

ⓒ গুজরাট

ⓓ মহারাষ্ট্র


 রাজধানী- তিরুবন্তপুরম

 বর্তমান মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan (পিনারাই বিজয়ন)

 বর্তমান রাজ্যপাল- Arif Mohammad Khan (আরিফ মোহাম্মদ খান)




9.UNICEF-এর রিপোর্ট অনুযায়ী, অনলাইন পড়াশোনার জন্য সম্পূর্ণ ভারতের কত শতাংশ বাড়িতে ইন্টারনেট পরিষেবা রয়েছে? 

ⓐ ৩০%

ⓑ ২৫%

ⓒ ২৪%✓

ⓓ ৩৫%


 এই রিপোর্টটির নাম দেওয়া হয়েছে- 'The Remote Learning Reachability'


10. Organic farmers অর্থাৎ জৈব কৃষকের সংখ্যাতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?

ⓐ ভারত✓

ⓑ সুইজারল্যান্ড

ⓒ ফিনল্যান্ড

ⓓ শ্রীলংকা

 জৈব কৃষকের সংখ্যায় ভারত প্রথম স্থান এবং জৈব চাষের আওতাধীন ক্ষেত্রের দিক থেকে ভারত নবম স্থানে রয়েছে।

 বিশ্বের মধ্যে প্রথম রাজ্য সিকিম পুরোপুরি organic হয়ে উঠেছে।

অন্যান্য রাজ্যগুলির মধ্যে উত্তরাখণ্ড, ত্রিপুরা অনেকটাই organic হয়ে উঠেছে।



11. কোন দেশ ভারতীয় শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য নির্বাচিত ভিসা পরিষেবাগুলি পুনরায় চালু করল?

ⓐ ফ্রান্স ✓

ⓑ আমেরিকা

ⓒ ইউনাইটেড কিংডম

ⓓ জাপান


ফ্রান্সের রাষ্ট্রপতি - Emmanuel Macron (  মাক্রোঁ)

ফ্রান্সের প্রধানমন্ত্রী - Jean Castex  (জঁ কেস্তে)

ফ্রান্সের রাজধানী- প্যারিস

ফ্রান্স এর মুদ্রা  -Euro (EUR),

CFP franc (XPF)






12. কোন রাজ্য সরকার Covid-19 সংক্রমণে মারা যাওয়া বেসরকারি চিকিৎসকদের 50 লক্ষ টাকার বীমা কভার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ মহারাষ্ট্র✓

ⓑ উত্তর প্রদেশ

ⓒ তামিলনাড়ু

ⓓ মধ্যপ্রদেশ


 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী- উদ্ভব ঠাকরে

মহারাষ্ট্রের রাজ্যপাল- ভগৎ সিং কোশিয়ারি



13. কোন দেশ Black Sea তে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস রিজার্ভ আবিষ্কার করল?

ⓐ তুর্কি✓

ⓑ গ্রীস

ⓒ রোমানিয়া

ⓓ বুলগেরিয়া

তুর্কির রাজধানী- আঙ্কারা

তুর্কির মুদ্রা- Turkish lira 

তুর্কি রাষ্ট্রপতি-Recep Tayyip Erdogan (রিসেপ তাইয়েপ এরদোগান)








Saturday, August 29, 2020

SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-12

 



SLST/ NET/SET HISTORY MCQ

          মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস

                         Set-12

১) আকবরের সভার প্রধান সঙ্গীতজ্ঞ তানসেন আগে কোন রাজসভার সভাগায়ক ছিলেন?

ক) কনৌজ

খ) জয়পুর✓

গ) বিকানির

ঘ) পাটিয়ালা




২) জাহাঙ্গীর কোন ইংরেজ পর্যটককে " খান" উপাধি দিয়েছিলেন?

ক) স্যার টমাস রো

খ) এডওয়ার্ড টেরি

গ) উইলিয়াম হকিংস✓

ঘ) কোনোটিই নয়




৩) আকবরের প্রতিদ্বন্দী চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন?

ক) গোলকুণ্ডা

খ) বাহমনী

গ) বিজাপুর

ঘ) আহমেদনগর✓




৪) কোন মুঘল সম্রাট শেষ ময়ূর সিংহাসনে বসে ছিলেন?

ক) বাহাদুর শাহ জাফার

খ) ঔরঙ্গজেব

গ) মোহাম্মদ শাহ✓

ঘ) দ্বিতীয় শাহ আলম




৫) মুঘল আমলে কোন শিল্পের সমৃদ্ধি লক্ষ্য করা যায়?

ক) চর্ম শিল্প

খ) জাহাজ নির্মাণ

গ) কাঁচ শিল্প

ঘ) বস্ত্রশিল্প✓





৬) কোন মুঘল সম্রাট তার রাজসভায় নৃত্যগীত নিষিদ্ধ ঘোষণা করেছিলেন?

ক) ওরঙ্গজেব✓

খ) হুমায়ুন

গ) জাহাঙ্গীর

ঘ) বাবর


৭) "বিবি কা মকবারা" কার সমাধি?

ক) নুরজাহান

খ) ঔরঙ্গজেবের পত্নী✓

গ) হুমায়ুনের ভগ্নি

ঘ) গুলবদন বেগম




৮) কাদের মধ্যে ধর্মাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল?

ক) মোহাম্মদ ঘোরি ও জয় চাঁদ

খ) বাবর ও আফগান

গ) ওরঙ্গজেব ও দারাশিকো✓

ঘ) আহমেদ শাহ দুরানি ও মারাঠা



৯) কোন ভারত সম্রাজ্ঞী তার স্বামীর সাথে রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন?

ক) আলম আরা

খ) রাজিয়া সুলতানা

গ) মমতাজ মহল

ঘ) নুরজাহান✓



১০) আকবরের সভায় হিন্দি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন?

ক) রাস্ খান

খ) সুরদাস

গ) তুলসীদাস

ঘ) আব্দুল রহিম খান-ই-খানান✓



১১) কোন দুজন মোগল শাসক তাদের আত্মজীবনী লিখে গেছেন?

ক) বাবর ও হুমায়ুন

খ) হুমায়ুন ও আকবর

গ) বাবর ও জাহাঙ্গীর✓

ঘ) জাহাঙ্গীর ও শাহজাহান



১২) মুঘল আমলের সরকারি ভাষা ছিল-

ক) আরবি

খ) হিন্দি

গ) ফারসি✓

ঘ) উর্দু




১৩) কোন শাসক" হযরত- ই- আলা" উপাধি নিয়েছিলেন?

ক) বলবন

খ) আলাউদ্দিন খলজী

গ) মুহাম্মদ বিন তুঘলক

ঘ) শেরশাহ সুরি✓




১৪) আকবরের সময় ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত ছিল?

ক) বন্দোবস্ত ব্যবস্থা

খ) জাবতি✓

গ) টোডরমলের রাজস্ব ব্যবস্থা

ঘ) সবকটি




১৫) আকবর কোনটি নির্মাণ করেছিলেন?

ক) আগ্রা ফোর্ট✓

খ) দৌলতবাদ কেল্লা

গ) লালকেল্লা

ঘ) আহমেদনগর দুর্গ




১৬) গোলাপের নির্যাস বের করার পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন?

ক) মহম আনগা

খ)  নুরজাহান✓

গ) রোশন অারা

ঘ) মমতাজ মহল


১৭) কোন মুঘল সম্রাট ইংরেজদের অনুমতি দিয়েছিলেন ভারতে ব্যবসা করার জন্য?

ক) আকবর

খ) জাহাঙ্গীর✓

গ) শাহজাহান

ঘ) ঔরঙ্গজেব


১৮) বিখ্যাত হীরকখণ্ড কোহিনুর হুমায়ূনকে কে প্রদান করেছিলেন?

ক) গোয়ালিয়রের রাজা✓

খ) শেরশাহ

গ) বিকানির এর রাজা

ঘ) যোধপুরের রাজা


১৯) ওরঙ্গজেব এর বিরুদ্ধে কোন রাজপুত মনসবদার বিদ্রোহ ঘোষণা করেছিল?

ক) দুর্গাদাস রাঠোর✓

খ) জয়সিংহ

গ) উদয় সিংহ

ঘ) সুরজমল


২০) কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা রদ করার প্রচেষ্টা করেছিলে?

ক) আকবর✓

খ) হুমায়ুন

গ) শাহজাহান

ঘ) ওরঙ্গজেব










আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৮৯

 





আবগারি কনস্টেবল Mains GK

পর্ব-৮৯

১) ভারতের মূলধনের রাজধানী হল-

ক) দিল্লি

খ) মুম্বাই✓

গ) চেন্নাই

ঘ) হায়দ্রাবাদ

২) হরিয়ানার একমাত্র মহানগর হলো-

ক) গাজিয়াবাদ

খ) সিটাং

গ) ফরিদাবাদ✓

ঘ) চন্ডিগড়

৩) ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?

ক) দার্জিলিংয়ের সিদ্রাপং✓

খ) শিবসমুদ্রম

গ) বক্রেশ্বর

ঘ) সিয়াচেন

৪) অক্ষরেখা বা সমাক্ষরেখা গুলি পরস্পর সমান্তরাল রূপে-

ক) পূর্ব -দক্ষিণ অবস্থিত

খ) উত্তর- দক্ষিণে অবস্থিত

গ) পূর্ব -পশ্চিমে অবস্থিত✓

ঘ) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত

৫) পূ-চম্পা প্রকল্পের জন্য কোন নদী ব্যবহৃত হয়েছে?

ক) গঙ্গা

খ) হলদি

গ) তিস্তা

ঘ) গোদাবরী✓

৬) নেপালিদের পবিত্র নদীর নাম কি?

ক) সেতী ✓

খ) সান কোশি

গ) বর্ণালী

ঘ) কালীগণ্ডক

৭) সুপারি ভালো হয়-

ক) লোহিত মৃত্তিকাতে

খ) বালুকাময় মৃত্তিকাতে

গ) উপকূল অঞ্চলের মৃত্তিকাতে✓

ঘ) পিট জাতীয় মৃত্তিকা তে

৮) "এরিটি " কি?

ক) পার্বত্য হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ✓

খ) পৃথিবীর দীর্ঘতম হিমবাহ

গ) উপকূলীয় হিমবাহ

ঘ) হিমরেখা

৯) প্রথম আধুনিক ধরনের কাপড়ের কল কোথায় স্থাপিত হয়?

ক) নদীয়া

খ) রিষরা

গ) চুঁচুড়া 

ঘ) ঘুসুড়ি✓

১০) জলীয় বাষ্প কে জলকণায় রূপান্তরিত হতে সাহায্য করে কোনটি?

ক) ধূলিকণা✓

খ) হিলিয়াম

গ) কার্বন

ঘ) নাইট্রোজেন

১১) শুক্র গ্রহের বায়ুমন্ডলে বেশি আছে-

ক) নাইট্রিক অ্যাসিড

খ) অ্যাসিটিক অ্যাসিড

গ) সালফিউরিক অ্যাসিড✓

ঘ) হাইড্রোক্লোরিক অ্যাসিড

১২) পদ্মরাগমণি কোথায় পাওয়া যায়?

ক) শ্রীলংকা

খ) মায়ানমার✓

গ) চীন

ঘ) মালদ্বীপ

১৩) ভারতে পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কে?

ক) কনিষ্ক

খ) গন্দোফার্নিস✓

গ) দ্বিতীয় কদ ফিসেস

ঘ) মিনান্দার

১৪) শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন কে?

ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

খ) জন ড্রিঙ্কওয়াটার বেথুন

গ) উইলিয়াম কেরি✓

ঘ) স্যার চার্লস উড

১৫) কার সহযোগিতায় লর্ড বেন্টিঙ্ক বর্গী দমন করেন?

ক) রাধাকান্ত দেব

খ) কর্নেল স্লিম্যান✓

গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

ঘ) ডিরোজিও

১৬) তাতিয়া টোপি  নানা সাহেবের কে ছিলেন?

ক) পিতা

খ) পিতামহ

গ) সেনাপতি✓

ঘ) জামাতা

১৭) "ভারত বন্ধু " বলে পরিচিত বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) চার্চিল

খ) ক্লিমেন্ট এটলি✓

গ) ডেভিড ল্যায়েড জর্জ

ঘ) রামসে ম্যাকডোনাল্ড

১৮) কোন ভারতীয় নেতৃস্থানীয় ব্যক্তির সতী প্রথা অবলুপ্তির বিরোধিতা করেছিলেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) রাধাকান্ত দেব✓

গ) কেশব চন্দ্র সেন

ঘ) রামমোহন রায়

১৯) সুলতান ইব্রাহিম আদিল শাহ কি আখ্যায় ভূষিত হয়েছিলেন?

ক) সীমান্ত গান্ধী

খ) জগত গুরু✓

গ) জগতের আলো

ঘ) বাংলার আকবর

২০) ভারতের কোন বড়লাট "ওয়েন মেরেডিথ" নামে কবিতা লিখতেন?

ক) লর্ড ডালহৌসি

খ) লর্ড রিপন

গ) লর্ড লিটন✓

ঘ) লর্ড ক্যানিং

২১) পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কি মানুষের শরীরের কোন অংশে অবস্থান করে?

ক) রক্ত

খ) লসিকা নালী✓

গ) যকৃত

ঘ) অন্ত্র

২২) ভিরিয়ন কি?

ক) ভাইরাসের সংক্রামক কনা✓

খ) ব্যাকটেরিওফাজের সংক্রামক কনা

গ) ভাইরাসের সংক্রামক দশা

ঘ) উপরের কোনোটিই নয়

২৩) মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়?

ক) কিউলেক্স মশা

খ) ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই✓

গ) সাইমেক্স ছারপোকা

ঘ) সারকোপটিস মাইট

২৪) নিচের কোনটি ভাইরাল অসুখ?

ক) ক্যান্সার 

খ) লিউকোমিয়া

গ) টাইফয়েড

ঘ) ইয়েলো ফিভার✓

২৫) মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার জন্য জ্বালানির সাথে কি মেশানো হয়?

ক) বেনজিন

খ) গ্লাইকল✓

গ) অ্যাসিটিলিন

ঘ) এস্টার

২৬) "উড স্পিরিট " নামে নিচের কোন যৌগটি পরিচিত?

ক) মিথাইল অ্যালকোহল✓

খ) ইথাইল অ্যালকোহল

গ) ডাইমিথাইল ইথার

ঘ) ডাই ইথাইল ইথার

২৭) অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশোনা করাকে বোঝায়?

ক) চন্দ্র

খ) তারকা✓

গ) আকাশ

ঘ) সূর্য

২৮) নন্দলাল বসু কোন ক্ষেত্রের এক বিখ্যাত ব্যক্তিত্ব?

ক) চিত্রকলা✓

খ) লোকগীতি

গ) নৃত্য

ঘ) রাজনীতি

২৯) বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র " গান্ধী "পরিচালনা করেছিলেন কে?

ক) সত্যজিৎ রায়

খ) বেন কিংসলে

গ) মৃণাল সেন

ঘ) রিচার্ড অ্যাটেনবরো✓

৩০) ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য  ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) গুজরাট

খ) ওড়িশা

গ) মহারাষ্ট্র

ঘ) কর্ণাটক✓

৩১) ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন কে?

ক) হেমা মালিনী

খ) সুধা চন্দ্রন

গ) উদয় শংকর✓

ঘ) যামিনী কৃষ্ণমূর্তি




)


Bengali Current Affairs 30th August, 2020

 




Bengali Current Affairs  30th August, 2020 

1.‘DGNCC Training’ মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? 

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ রাজনাথ সিং✓

ⓒ নির্মলা সিথারামন

ⓓ রামনাথ কোবিন্দ



তিনি বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী

 NCC ক্যাডেটদের অনলাইন ট্রেনিং দিতেই এই অ্যাপ লঞ্চ করা হয়েছে

 NCC-এর পুরো কথা- National Cadet Corps

 হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ১৬ই এপ্রিল

 মোটো- एकता और अनुशासन; Unity and discipline

 বর্তমান ডিরেক্টর জেনারেল- Lt Gen Rajeev Chopra




2. National sports day কবে পালিত হয়?

ⓐ 28 আগস্ট

ⓑ 27 আগস্ট

ⓒ 29 আগস্ট✓

ⓓ 26 আগস্ট


 খেলাধুলা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে দিনটি পালন করা হয়।

 এই দিনে ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ এর জন্মবার্ষিকীতে স্মরণ করে তাকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

  1905 সালের 29 আগস্ট উত্তরপ্রদেশে এলাহাবাদে ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন।

 তিনি হকির জাদুকর নামে পরিচিত।

 আন্তর্জাতিক হকিতে তিনি 1000 এর বেশি গোল  করেছেন।

 অলিম্পিকে হকিতে তিনটি সোনার পদক ( 1928 সালে আমস্টার্ডামে,  1932 সালে লস অ্যাঞ্জেলেস,  1936 সালের বার্লিন) জিতে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।

 তার নাম অনুসারে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়।

 1956 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান।

 তার Autobiography -  Goal


ধ্যানচাঁদ পুরস্কার

 ক্রীড়া ক্ষেত্রে  lifetime achievement এর জন্যই পুরস্কার দেয়া হয়ে থাকে।

 2002 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। 

 পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা।

 Ministry of Youth Affairs and Sports এই পুরস্কার প্রদান করে থাকে।






3.সম্প্রতি Kevin Mayer (কেভিন মায়ার) কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন? 

ⓐ Likee

ⓑ Tiktok✓

ⓒ Facebook

ⓓ Vigo


 এই অ্যাপ ডেভেলপ করেছে-ByteDance

 রিলিজ তারিখ- ২০১৬, সেপ্টেম্বর

 মোট ৪০টি ভাষায় এই অ্যাপটি রয়েছে

 চিনে এই অ্যাপটি ' Douyin' (ডুইন) নামে পরিচিত




4. মহামারীতে অবসাদগ্রস্ত ব্যক্তিদের মানসিক উন্নতির জন্য ‘Kiran’-নামে হেল্পলাইন লঞ্চ করছে কোন কেন্দ্রীয় মন্ত্রক?


ⓐ স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক

ⓑ শিক্ষা মন্ত্রক

ⓒ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ✓

ⓓ নারী ও শিশুকল্যাণ মন্ত্রক



 বর্তমানে এই মন্ত্রকের মন্ত্রী হলেন-Sri Thawar Chand Gehlot( শ্রী থাওয়ারচাঁদ গেহলট)





5. NITI Ayog-এর প্রকাশিত ‘Export Preparedness index 2020’ তালিকায় প্রথমস্থানে কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র

ⓑ গুজরাট✓

ⓒ কেরালা

ⓓ তামিলনাড়ু


 এই তালিকায় দ্বিতীয়স্থানে মহারাষ্ট্র এবং তৃতীয়স্থানে তামিলনাড়ু

 NITI Ayog-এর হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ১লা জানুয়ারী

 চেয়ারপারসন- প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী)

 বর্তমান CEO- অমিতাভ কান্ত







6. কোন রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ছাত্র-ছাত্রীদের জন্য  "Healthy Body, Healthy Mind" Fitness প্রচার শুরু করলেন?

ⓐ হরিয়ানা

ⓑ দিল্লি✓

ⓒ উত্তরাখান্ড

ⓓ জম্মু-কাশ্মীর


 Delhi Government has launched the Fitness Campaign “Healthy Body, Healthy Mind” fitness campaign, for the students who are confined in their homes because of the lockdown imposed on Schools and colleges due to COVID-19 pandemic.


  কোভিড -19 মহামারী জনিত কারণে স্কুল ও কলেজগুলি বন্ধ হয়ে যাওয়ার দিল্লি সরকার তাদের বাড়িতে বন্দী শিক্ষার্থীদের জন্য  “Healthy Body, Healthy Mind” fitness campaign প্রচার শুরু করেছে





7. Reliance Industries Ltd-এর গ্রুপ প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সঞ্জীব বর্মন

ⓑ সঞ্জীব সিং✓

ⓒ রাহুল গোস্বামী

ⓓ শচীন আবস্থি



 তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান

 Reliance-এর হেডকোয়াটার- মুম্বাই

 চেয়ারম্যান- মুকেশ আম্বানী

  Founded - 8May, 1973

 Founder - Dhirubhai Ambani 





8.সম্প্রতি অবসর ঘোষণাকারী Ayaka Takahashi  (আয়াকা তাকাহাশি) কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? 

ⓐ অস্ট্রেলিয়া

ⓑ জাপান✓

ⓒ চীন

ⓓ আমেরিকা



 ২০১৬ সালে রিও অলিম্পিকে ডেনমার্কের দলকে পরাজিত করে women’s doubles গোল্ড মেডেল জিতেছিলেন।

 জাপানের রাজধানী- টোকিও

 মুদ্রার নাম- জাপানিজ ইয়েন

 বর্তমান প্রধানমন্ত্রী- Shinzō Aben(শিনজি আবে)





9.সম্প্রতি প্রয়াত অশোক সাহিল, কোন ভাষার লেখক ছিলেন? 

ⓐ হিন্দি

ⓑ উর্দু✓

ⓒ গুজরাটি

ⓓ মালায়ালম

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৪ বছর






10. সরকারী চাকরীর জন্য অনলাইন প্রস্তুতিতে রাজ্যের ছাত্রছাত্রীদের সহায়তা করতে M3M Foundation-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন রাজ্য?

ⓐ পাঞ্জাব

ⓑ হরিয়ানা✓

ⓒ গুজরাট

ⓓ দিল্লি


 রাজধানী- চন্ডিগড়

 বর্তমান মুখ্যমন্ত্রী- মনোহর লাল খট্টার

 বর্তমান রাজ্যপাল- সত্যদেব নারায়ণ আর্য





11. কে " National Security Challenges :  Young Scholars Perspective " বইটি প্রকাশ করলেন?

ⓐ Manoj Mukund Naravane✓

ⓑ Admiral karambir Singh

ⓒ Rajesh Ranjan

ⓓ general Bipin Rawat


 Indian army Chief - Manoj Mukund Naravane

 published by the Army think- tank Centre for Land Warfare Studies

 বইটিতে জাতীয় সুরক্ষা সাথে সম্পর্কিত বিভিন্ন থিম রয়েছে। এর লক্ষ্য এই দেশের যুবকদের মধ্যে কৌশলগত চিন্তাভাবনা বিকাশ ঘটানো।






12. " Running Toward Mystery :The Adventure of an Unconventional Life " বইটির লেখক কে?

ⓐ Tenzin Priyadarshi

ⓑ Desmond Tutu

ⓒ Zara Houshmand

ⓓ a & d✓



 

13. ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত - ভিয়েতনাম যৌথ কমিশনের কত তম সভা অনুষ্ঠিত হলো?

ⓐ 16 তম

ⓑ 15 তম

ⓒ 17 তম✓

ⓓ 14 তম


 25 আগস্ট 2020, বাণিজ্য অর্থনৈতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত ভিয়েতনামের যৌথ কমিশনের 17 তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভারতের হয়ে অংশগ্রহণ করে India's External Affairs Minister Subrahmanyam Jaishankar (শুভ্র মনিয়াম জয়শঙ্কর)

 ভিয়েতনামের রাজধানী - হানয়

 ভিয়েতনামের মুদ্রা - đồng 

 ভিয়েতনামের প্রধানমন্ত্রী- Nguyen Xuan Phuc (গুইন জুয়ান ফুক)















Friday, August 28, 2020

Bengali Current Affairs 29th August, 2020

 


Bengali Current Affairs  29th August, 2020

1.Indian Energy Exchange কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন কে?

ⓐ রাহুল জহরী
ⓑ রাজীব শ্রীবাস্তব✓
ⓒ জয়কৃষ্ণ মোহান্তি
ⓓ রঞ্জিত কুমার

হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ২০০৮ সালের ২৭শে জুন

☞ তার স্থলে কে interim MD & CEO পদে নিযুক্ত হলেন সত্যনারায়ণ গোয়েল

2.সম্প্রতি অবসর ঘোষণাকারী পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ব্যাডমিন্টন
ⓑ ক্রিকেট
ⓒ টেবিল টেনিস✓
ⓓ দৌড়

 তিনি কলকাতার বাসিন্দা
 তিনি প্রথমবার মাত্র ১৬ বছর বয়সে সিডনী অলিম্পিকে অংশ নেন
 ২০০৬ সালে কমনওয়েলথ গেমসে এবং ২০০০-২০০৮ পর্যন্ত কমনওয়েলথ চ্যাম্পিয়নশীপে ভারতের হয়ে খেলেছেন



3. 2020 সালে বুকার পুরস্কার কে পেলেন?

ⓐ মারগারেট আতউড
ⓑ মার্কি লুকাস রিনভেল্ড✓
ⓒ বার্নার্ডিন ইভারেস্ট
ⓓ আনা বার্নস

 মাতৃভাষায় উপন্যাস লিখে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য খেতাব বুকার পুরস্কার জিতে নিলেন মার্কি লুকাস রিনভেল্ড
 তার লেখা উপন্যাস টির নাম "The Discomfort of Evening"
 এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন নামক এক অনুবাদক। এই কারণে ইনিও এই পুরস্কারের ভাগীদার।
 বিশ্বের তরুণতম বুকার প্রাপক তিনি
 প্রথম ডাচ উপন্যাসিক হিসাবে এই পুরস্কার পেলেন তিনি
 মূল বিজেতা অর্থাৎ রিনভেল্ড ও হাচিসন যৌথভাবে 50 হাজার ইউরো পেলেন





4. সম্প্রতি আসামকে আরো কত মাসের জন্য ‘Disturbed Area’ হিসাবে ঘোষণা করা হলো?

ⓐ ১২ মাস
ⓑ ৩ মাস
ⓒ ৬ মাস✓
ⓓ ৯ মাস

 Armed Forces (Special Powers) Act, 1958 অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
 আসামের রাজধানী- দিসপুর
 বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
 বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী


5. " Cricket Drona " বইটি কে প্রকাশ করে ন?

ⓐ Ravi Shastri
ⓑ Vasudev Jagannath Paranjpe✓
ⓒ Venkatesh Prasad
ⓓ Javagal Srinath

 Vasudev Jagannath Paranjpe একজন বিখ্যাত কোচ

বইটি লিখেছেন বাসুদেব জগন্নাথ পরানজপের পুত্র এবং বর্তমান জাতীয় নির্বাচক যতীন পরানজপে এবং ক্রিকেট সাংবাদিক আনন্দ ভাসু

 The book is published by Penguin.

 গাভাস্কার, টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার মতো ভারতের সেরা ক্রিকেটারদের ক্যারিয়ার গঠনে পারঞ্জপের কী প্রভাব  সে সম্পর্কে বইটিতে আলোচনা করা হয়েছে

 বইটিতে শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার রচিত প্রবন্ধও রয়েছে।





6. ‘International Military and Technical Forum 2020’-এর উদ্বোধন করা হলো কোথায়?

ⓐ কলম্বো
ⓑ মস্কো✓
ⓒ লন্ডন
ⓓ প্যারিস

 এটি রাশিয়ার রাজধানী শহর
 এটি উদ্বোধন করলেন ডিফেন্স প্রোডাকশন সেক্রেটারি রাজকুমার এবং ভারতের রাষ্ট্রদূত DB Venkatesh Verma




7. ‘National Dragonfly Festival’-এর তৃতীয় সংস্করণ হোস্ট করবে কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা✓
ⓒ তামিলনাড়ু
ⓓ গুজরাট

 এবারের ম্যাসকট হলো-'Pantalu'
 এই উৎসবটির নাম রাখা হয়েছে- ‘Thumbi Mahotsavam 2020’
 এর আয়োজন করছে WWF-India Kerala State unit এবং Society for Odonate Studies (SOS)
 WWF-এর পুরো কথা- World Wide Fund for Nature
 হেডকোয়াটার- গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
 প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ২৯শে এপ্রিল
 বর্তমান প্রেসিডেন্ট- Pavan Sukhdev (পবন সুখদেব)
 কেরালার রাজধানী: তিরুবনন্তপুরম
 কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন
 কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান

8. SBI mutual Fund এর MD and CEO পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Ashwini Kumar
ⓑ Vinod Dubey
ⓒ Vinod Pande
ⓓ Vinoy Tonse✓

SBI Mutual Fund Founded :  June 1987
 SBI Mutual Fund Headquarters Mumbai , Maharashtra


9. ‘NRI Unified Portal’ লঞ্চ করলেন যোগী আদিত্যনাথ, তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ হরিয়ানা
ⓑ উত্তরপ্রদেশ ✓
ⓒ গুজরাট
ⓓ হিমাচল প্রদেশ

 এই পোর্টালের সাহায্যে রাজ্যে বিনিয়োগের সুবিধা আনবে এবং যারা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক তাদেরকেও সুবিধা প্রদান করবে
 রাজধানী- লক্ষ্ণৌ
 বর্তমান রাজ্যপাল- Anandiben Patel


10. ‘World Water Week 2020’ পালন করা হচ্ছে কবে থেকে?

ⓐ ২৫শে আগস্ট - ৩০শে আগস্ট
ⓑ ২৪শে আগস্ট - ২৮শে আগস্ট✓
ⓒ ২২শে আগস্ট - ২৮শে আগস্ট
ⓓ ২৩শে আগস্ট - ৩০শে আগস্ট

 এবারের থিম হল- '‘Water and Climate change: Accelerating Action'
 এটির আয়োজন করে-Stockholm International Water Institute (SIWI)
 ১৯৯১ সাল থেকে এটি পালিত হয়ে আসছে
 SIWI-এর হেডকোয়াটার- স্টকহোম, সুইডেন


11. The Union Minister of State for Culture and Tourism (IC), শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল Archaeological Survey এর কতগুলি নতুন Circle এর কথা ঘোষণা করলেন?

ⓐ 4
ⓑ 6
ⓒ 7✓
ⓓ 5

 পুরাতত্ত্ব বিষয়ক গবেষণা এবং ঐতিহ্যশালী কীর্তি স্তম্ভ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য 1861 সালে এটি প্রতিষ্ঠিত হয়
 আলেকজান্ডার কানিংহাম ভারতে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত করেন
 Union Minister of State for Culture and Tourism - Shri Prahlad Singh Patel


12. কোন ব্যাংক ভারতীয় তরুণদের "Liberty Savings Account"  জন্য চালু করল?

ⓐ Axis Bank✓
ⓑ IDBI Bank
ⓒ UCO Bank
ⓓ HDFC Bank

 Axis Bank Headquarter : Mumbai, Maharashtra
 Axis Bank MD and CEO :  Amitabh Choudhary


13 . Indian Space Research Organisation (ISRO) innovation cum incubation centre তৈরি করার জন্য কোন টেকনোলজি ইনস্টিটিউট এর সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ Veer Surendra Sai University of Technology✓
ⓑ IIT Madras
ⓒ IIT Roorkee
ⓓ IIT Kharagpur

 ISRO chairman :   K. Sivan
 ISRO Headquarter :  Bengaluru, karnatak
 Veer Surendra Sai University of Technology Vice- Chancellor :  Atal Chaudhari
 Veer Surendra Sai University of Technology Headquarters : Sambalpur Odisha


14. কোন রাজ্য সরকার Bag free বিদ্যালয় মডেল চালু করতে চলেছে?

ⓐ হরিয়ানা✓
ⓑ উড়িষ্যা
ⓒ কর্ণাটক
ⓓ তেলেঙ্গানা

 হরিয়ানার রাজধানী : চণ্ডীগড়
 হরিয়ানার মুখ্যমন্ত্রী : Manohar Lal Khattar (মনোহর লাল খট্টর)
 হরিয়ানার রাজ্যপাল : Satyadev Narayan Arya (সত্যদেব নারায়ণ আর্য)


 



Bengali Current Affairs  29th August, 2020

1.Indian Energy Exchange কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন কে?

ⓐ রাহুল জহরী
ⓑ রাজীব শ্রীবাস্তব
ⓒ জয়কৃষ্ণ মোহান্তি
ⓓ রঞ্জিত কুমার

 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ২০০৮ সালের ২৭শে জুন

তার স্থলে কে interim MD & CEO পদে নিযুক্ত হলেন সত্যনারায়ণ গোয়েল








2.সম্প্রতি অবসর ঘোষণাকারী পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ব্যাডমিন্টন
ⓑ ক্রিকেট
ⓒ টেবিল টেনিস
ⓓ দৌড়









 তিনি কলকাতার বাসিন্দা
 তিনি প্রথমবার মাত্র ১৬ বছর বয়সে সিডনী অলিম্পিকে অংশ নেন
 ২০০৬ সালে কমনওয়েলথ গেমসে এবং ২০০০-২০০৮ পর্যন্ত কমনওয়েলথ চ্যাম্পিয়নশীপে ভারতের হয়ে খেলেছেন








3. 2020 সালে বুকার পুরস্কার কে পেলেন?

ⓐ মারগারেট আতউড
ⓑ মার্কি লুকাস রিনভেল্ড
ⓒ বার্নার্ডিন ইভারেস্ট
ⓓ আনা বার্নস









 মাতৃভাষায় উপন্যাস লিখে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য খেতাব বুকার পুরস্কার জিতে নিলেন মার্কি লুকাস রিনভেল্ড
 তার লেখা উপন্যাস টির নাম "The Discomfort of Evening"
 এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন নামক এক অনুবাদক। এই কারণে ইনিও এই পুরস্কারের ভাগীদার।
 বিশ্বের তরুণতম বুকার প্রাপক তিনি
 প্রথম ডাচ উপন্যাসিক হিসাবে এই পুরস্কার পেলেন তিনি
 মূল বিজেতা অর্থাৎ রিনভেল্ড ও হাচিসন যৌথভাবে 50 হাজার ইউরো পেলেন









4. সম্প্রতি আসামকে আরো কত মাসের জন্য ‘Disturbed Area’ হিসাবে ঘোষণা করা হলো?

ⓐ ১২ মাস
ⓑ ৩ মাস
ⓒ ৬ মাস
ⓓ ৯ মাস







 Armed Forces (Special Powers) Act, 1958 অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
 আসামের রাজধানী- দিসপুর
 বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
 বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী








5. " Cricket Drona " বইটি কে প্রকাশ করে ন?

ⓐ Ravi Shastri
ⓑ Vasudev Jagannath Paranjpe
ⓒ Venkatesh Prasad
ⓓ Javagal Srinath








 Vasudev Jagannath Paranjpe একজন বিখ্যাত কোচ

☞ বইটি লিখেছেন বাসুদেব জগন্নাথ পরানজপের পুত্র এবং বর্তমান জাতীয় নির্বাচক যতীন পরানজপে এবং ক্রিকেট সাংবাদিক আনন্দ ভাসু

 The book is published by Penguin.

 গাভাস্কার, টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার মতো ভারতের সেরা ক্রিকেটারদের ক্যারিয়ার গঠনে পারঞ্জপের কী প্রভাব  সে সম্পর্কে বইটিতে আলোচনা করা হয়েছে

 বইটিতে শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার রচিত প্রবন্ধও রয়েছে।









6. ‘International Military and Technical Forum 2020’-এর উদ্বোধন করা হলো কোথায়?

ⓐ কলম্বো
ⓑ মস্কো
ⓒ লন্ডন
ⓓ প্যারিস










 এটি রাশিয়ার রাজধানী শহর
 এটি উদ্বোধন করলেন ডিফেন্স প্রোডাকশন সেক্রেটারি রাজকুমার এবং ভারতের রাষ্ট্রদূত DB Venkatesh Verma








7. ‘National Dragonfly Festival’-এর তৃতীয় সংস্করণ হোস্ট করবে কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা✓
ⓒ তামিলনাড়ু
ⓓ গুজরাট










 এবারের ম্যাসকট হলো-'Pantalu'
 এই উৎসবটির নাম রাখা হয়েছে- ‘Thumbi Mahotsavam 2020’
 এর আয়োজন করছে WWF-India Kerala State unit এবং Society for Odonate Studies (SOS)
 WWF-এর পুরো কথা- World Wide Fund for Nature
 হেডকোয়াটার- গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
 প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ২৯শে এপ্রিল
 বর্তমান প্রেসিডেন্ট- Pavan Sukhdev (পবন সুখদেব)
 কেরালার রাজধানী: তিরুবনন্তপুরম
 কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন
 কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান









8. SBI mutual Fund এর MD and CEO পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Ashwini Kumar
ⓑ Vinod Dubey
ⓒ Vinod Pande
ⓓ Vinoy Tonse







SBI Mutual Fund Founded :  June 1987
 SBI Mutual Fund Headquarters Mumbai , Maharashtra











9. ‘NRI Unified Portal’ লঞ্চ করলেন যোগী আদিত্যনাথ, তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ হরিয়ানা
ⓑ উত্তরপ্রদেশ 
ⓒ গুজরাট
ⓓ হিমাচল প্রদেশ








 এই পোর্টালের সাহায্যে রাজ্যে বিনিয়োগের সুবিধা আনবে এবং যারা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক তাদেরকেও সুবিধা প্রদান করবে
 রাজধানী- লক্ষ্ণৌ
 বর্তমান রাজ্যপাল- Anandiben Patel









10. ‘World Water Week 2020’ পালন করা হচ্ছে কবে থেকে?

ⓐ ২৫শে আগস্ট - ৩০শে আগস্ট
ⓑ ২৪শে আগস্ট - ২৮শে আগস্ট
ⓒ ২২শে আগস্ট - ২৮শে আগস্ট
ⓓ ২৩শে আগস্ট - ৩০শে আগস্ট








 এবারের থিম হল- '‘Water and Climate change: Accelerating Action'
 এটির আয়োজন করে-Stockholm International Water Institute (SIWI)
 ১৯৯১ সাল থেকে এটি পালিত হয়ে আসছে
 SIWI-এর হেডকোয়াটার- স্টকহোম, সুইডেন









11. The Union Minister of State for Culture and Tourism (IC), শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল Archaeological Survey এর কতগুলি নতুন Circle এর কথা ঘোষণা করলেন?

ⓐ 4
ⓑ 6
ⓒ 7
ⓓ 5









 পুরাতত্ত্ব বিষয়ক গবেষণা এবং ঐতিহ্যশালী কীর্তি স্তম্ভ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য 1861 সালে এটি প্রতিষ্ঠিত হয়
 আলেকজান্ডার কানিংহাম ভারতে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত করেন
 Union Minister of State for Culture and Tourism - Shri Prahlad Singh Patel








12. কোন ব্যাংক ভারতীয় তরুণদের "Liberty Savings Account"  জন্য চালু করল?

ⓐ Axis Bank
ⓑ IDBI Bank
ⓒ UCO Bank
ⓓ HDFC Bank








 Axis Bank Headquarter : Mumbai, Maharashtra
 Axis Bank MD and CEO :  Amitabh Choudhary








13 . Indian Space Research Organisation (ISRO) innovation cum incubation centre তৈরি করার জন্য কোন টেকনোলজি ইনস্টিটিউট এর সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ Veer Surendra Sai University of Technology
ⓑ IIT Madras
ⓒ IIT Roorkee
ⓓ IIT Kharagpur









 ISRO chairman :   K. Sivan
 ISRO Headquarter :  Bengaluru, karnatak
 Veer Surendra Sai University of Technology Vice- Chancellor :  Atal Chaudhari
 Veer Surendra Sai University of Technology Headquarters : Sambalpur Odisha









14. কোন রাজ্য সরকার Bag free বিদ্যালয় মডেল চালু করতে চলেছে?

ⓐ হরিয়ানা
ⓑ উড়িষ্যা
ⓒ কর্ণাটক
ⓓ তেলেঙ্গানা








 হরিয়ানার রাজধানী : চণ্ডীগড়
 হরিয়ানার মুখ্যমন্ত্রী : Manohar Lal Khattar (মনোহর লাল খট্টর)
 হরিয়ানার রাজ্যপাল : Satyadev Narayan Arya (সত্যদেব নারায়ণ আর্য)


Thursday, August 27, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 30 মানবীয় ভূগোল ( Human Geography)

 




ভূগোল SLST/NET/SET      MCQ- Set- 31

  মানবীয় ভূগোল ( Human Geography)


১) এশিয়া মহাদেশের পৃথিবীর কত শতাংশ মানুষ বসবাস করে?

ক) 40 শতাংশ

খ) 60 শতাংশ✓

গ) 50শতাংশ

ঘ) 70 শতাংশ



২) কোন মহাদেশে জনঘনত্ব সবচেয়ে বেশি?

ক) এশিয়া

খ) ইউরোপ✓

গ) আফ্রিকা

ঘ) উত্তর আমেরিকা



৩) জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম তিনটি দেশ হলো-

ক) চীন, ভারত ,পাকিস্তান

খ) চীন, ভারত, বাংলাদেশ

গ) চীন, ইন্দোনেশিয়া ,ভারত

ঘ) চীন ,ভারত, ইন্দোনেশিয়া✓



৪) জনসংখ্যার ভিত্তিতে আফ্রিকা মহাদেশের প্রথম তিনটি দেশ হলো-

ক) নাইজেরিয়া, ইথিওপিয়া মিশর✓

খ) কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া

গ) নাইজেরিয়া, সুদান আলজিরিয়া

ঘ) নাইজেরিয়া ,তানজানিয়া ,সুদান




৫) ইউরোপ মহাদেশে জনসংখ্যার ভিত্তিতে প্রথম তিনটি দেশ হলো-

ক) রাশিয়া ,জার্মানি তুরস্ক✓

খ) রাশিয়া ,ফ্রান্স ,যুক্তরাজ্য

গ) রাশিয়া,ইউক্রেন ,ইতালি

ঘ) রাশিয়া পোল্যান্ড, পর্তুগল



৬) উত্তর আমেরিকা মহাদেশে জনসংখ্যার ভিত্তিতে প্রথম তিনটি দেশ হলো-

ক) আমেরিকা যুক্তরাষ্ট্র ,মেক্সিকো, কানাডা✓

খ) আমেরিকা যুক্তরাষ্ট্র ,আলাস্কা ,কানাডা

গ) আমেরিকা যুক্তরাষ্ট্র ,কানাডা, গুয়েটমালা

ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ,পানামা




৭) জনসংখ্যার ভিত্তিতে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম তিনটি দেশের হলো-

ক) ব্রাজিল ,কলম্বিয়া ,আর্জেন্টিনা✓

খ) ব্রাজিল ,ভেনিজুয়েলা পেরু

গ) ব্রাজিল ,চিলি, পেরু

ঘ) ব্রাজিল ,বলিভিয়া ,উরুগুয়ে



৮) ওশিয়ানিয়া মহাদেশের জনসংখ্যা ভিত্তিক প্রথম তিনটি দেশ হলো-

ক) অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড✓

খ) অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি

গ) নিউজিল্যান্ড ,অস্ট্রেলিয়া মাইক্রোনেশিয়া

ঘ) অস্ট্রেলিয়া ,নিউজিল্যান্ড, পলিনেশিয়া



৯) কাম্য জনসংখ্যা হল সেই অবস্থা যেখানে সম্পদের তুলনায় জনসংখ্যা-

ক) বেশি

খ) মাঝারি

গ) কম

ঘ) সাম্য✓



১০) একটি জনবহুল দেশ হলো-

ক) চীন✓

খ) অস্ট্রেলিয়া

গ) ভারত

ঘ) ইংল্যান্ড



১১) কোন মহাদেশে জনসংখ্যা সবচেয়ে কম?

ক) এশিয়া

খ) ইউরোপ

গ) আফ্রিকা

ঘ) ওশিয়ানিয়া✓



১২) কোন দেশটির জনাধিক্য সবচেয়ে বেশি?

ক) বাংলাদেশ✓

খ) কানাডা

গ) রাশিয়া

ঘ) জার্মানি



১৩) যে লেখচিত্রের সাহায্যে কোন দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুসারে নারী-পুরুষের জন্ম, মৃত্যুর গঠনবিন্যাস  করা হয় তাকে বলে

ক) বয়স লিঙ্গ পিরামিড

খ) জনসংখ্যা পিরামিড

গ) বয়স লিঙ্গ অনুপাত

ঘ) সবগুলি✓




১৪) আকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বয়স লিঙ্গ পিরামিড কত প্রকার?

ক) তিন প্রকার

খ) সাত প্রকার

গ) পাঁচ প্রকার✓

ঘ) নয় প্রকার



১৫) আফ্রিকার দেশ সমূহ (ইথিওপিয়া , রোয়ান্ডা) বয়স লিঙ্গ পিরামিডের কোন ধাপে রয়েছে?

ক) প্রথম শ্রেণীর পিরামিড✓

খ) দ্বিতীয় শ্রেণীর পিরামিড

গ) তৃতীয় শ্রেণীর পিরামিড

ঘ) চতুর্থ পিরামিড



১৬) যে সকল দেশে জন্ম হার খুব বেশি কিন্তু শিশুর হার ক্রমশ কমছে তা হল দ্বিতীয় শ্রেণীর পিরামিড। এই শ্রেণীর পিরামিডে  অবস্থিত দেশগুলি হলো-

ক) জার্মানি, পোল্যান্ড ,ইংল্যান্ড

খ) মার্কিন যুক্তরাষ্ট্র ,কানাডা

গ) সুইডেন ,জাপান, নরওয়ে

ঘ) ভারত, ব্রাজিল ,শ্রীলঙ্কা✓



১৭) ঘন্টা বা বেল আকৃতিবিশিষ্ট পিরামিড দেখা যায় কোন দেশে?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা✓

খ) সুইডেন ও জাপান

গ) ভারত ও চীন

ঘ) ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা




১৮) ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যার পিরামিড কোন শ্রেণীর?

ক) সুতীক্ষ্ণ সমবাহু ত্রিভুজের মত✓

খ) ন্যাশপাতির মতো

গ) পটলের মতো

ঘ) ঘন্টা বা বেলের মতো




১৯) উন্নত দেশের জনসংখ্যা পিরামিড এর বৈশিষ্ট্য হলো-

ক) পিরামিডের ভূমির সংকীর্ণ ও মধ্য অংশ স্ফীত হয়

খ) এই পিরামিডে মাথাপিছু উৎপাদন ও আয় বেশি হয়

গ) নরওয়ে, সুইডেন ,জাপানে এই শ্রেণীর পিরামিড দেখা যায়

ঘ) সবগুলি✓




২০) অনুন্নত দেশের জনসংখ্যা পিরামিড এর বৈশিষ্ট্য হলো-

ক) পিরামিডের ভূমির প্রসারিত ও শীর্ষ সংকীর্ণ হয়

খ) এই পিরামিডে উৎপাদনক্ষম জনসংখ্যা কম হয়

গ) বাংলাদেশ আফ্রিকার পিরামিডে এই অবস্থান লক্ষণীয় নয়

ঘ) সবগুলো✓







Bengali Current Affairs 28th August, 2020

 



Bengali Current Affairs  28th August, 2020

1. DRDO-এর চেয়ারম্যান G. Satheesh Reddy-র কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হল?

ⓐ ১ বছর
ⓑ ২ বছর✓
ⓒ ৩ বছর
ⓓ ৪ বছর

তিনি ২০১৮ সালের আগস্ট মাসে ২ বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন
 DRDO-এর পুরো কথা- Defence Research and Development Organisation
 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৫৮



2. ‘MY IAF’-নামে অ্যাপ লঞ্চ করলেন কে?

ⓐ রাজনাথ সিং
ⓑ রাকেশ কুমার ভাদৌরিয়া✓
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ করমবীর সিং

 তিনি বর্তমানে চিফ অফ এয়ার স্টাফ পদে নিযুক্ত আছেন
 IAF এর পুরো কথা হল Indian Air Force
 ইন্ডিয়ান এয়ার ফোর্সে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের ক্যারিয়ার সম্পর্কিত তথ্য প্রদান করতেই এই অ্যাপ লঞ্চ করলো
 ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৩২ সালের ৮ই অক্টোবর


3. সমস্ত ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া Cameron White (ক্যামেরন হোয়াইট) , কোন দেশের খেলোয়াড়?

ⓐ শ্রীলংকা
ⓑ ইংল্যান্ড
ⓒ অস্ট্রেলিয়া✓
ⓓ নিউজিল্যান্ড

 তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট ম্যাচ, ৯১টি ODI এবং ৪৭টি T20 খেলেছেন
 তিনি একজন অল-রাউন্ডার ক্রিকেটার
 অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা
 মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
 বর্তমান প্রধানমন্ত্রী- স্কট মরিসন


4. ‘Coroboi’-নামে মোবাইল গেম বানালো কোন রাজ্যের নবম শ্রেনীর ছাত্র?

ⓐ মেঘালয়
ⓑ কর্নাটক
ⓒ মনিপুর✓
ⓓ পশ্চিমবঙ্গ

 ছেলেটির নাম-Baldeep Ningthoujam (বলদীপ নিংথৌজম)
 করোনা মহামারী ও লক ডাউন থিমের উপর তৈরী এই গেম
 মনিপুরের রাজধানী- ইম্ফল
 বর্তমান মুখ্যমন্ত্রী- N. Biren Singh
 বর্তমান রাজ্যপাল- Najma Heptulla (নাজমা হেপতুল্লা)



5. ‘World`s Fastest Human Calculator’-এর তকমা ভারতের কে?

ⓐ ডি. গুকেশ
ⓑ নীলকান্ত ভানু প্রকাশ✓
ⓒ রমেশ যাদব
ⓓ রঙ্গন শ্রীনিবাসন

 সে দিল্লি ইউনিভার্সিটির ২১ বছর বয়সী পড়ুয়া এবং হায়দ্রাবাদের বাসিন্দা
 Mind Sports Olympiad অনুষ্ঠিত
হয়েছিল লন্ডনে
 লন্ডনে অনুষ্ঠিত মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে অনলাইন ইভেন্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ সোনা জেতেন নীলকান্ত প্রকাশ এবং জুনিয়র ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন আরিয়ান শুক্লা


6. ‘বিশ্ব গুজরাটি দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২৫শে আগস্ট
ⓑ ২৪শে আগস্ট✓
ⓒ ২৪শে জুন
ⓓ ২৫শে জুলাই

 গুজরাটি ভাষা ও সাহিত্যকে উত্সর্গ করেই এই দিনটি পালিত হয়


7. কোন দেশের সাথে ১০ বিলিয়ন ডলারের রেফিনারী প্রোজেক্ট বাতিল করলো সৌদি আরবের তেল কোম্পানী Aramco ( আরামকো) ?

ⓐ চীন✓
ⓑ পাকিস্তান
ⓒ ভারত
ⓓ আমেরিকা

 চিনের রাজধানী- বেজিং
 মুদ্রার নাম- Renminbi (রেনমিনবি)
 বর্তমান রাষ্ট্রপতি- Xi Jinping (শি জিনপিং)
 সৌদি আরবের রাজধানী- রিয়াধ
 মুদ্রার নাম- সৌদি রিয়াল
 বর্তমান রাজা- Salman bin Abdulaziz Al Saud (সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ)



8. সম্প্রতি কোন দেশকে পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

ⓐ ভারত
ⓑ আফ্রিকা✓
ⓒ বাংলাদেশ
ⓓ শ্রীলংকা

 WHO-এর পুরো কথা-World Health Organization
 হেডকোয়াটার- জেনেভা
 প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ৭ই এপ্রিল
 বর্তমান হেড- Tedros Adhanom(টেড্রোস অ্যাধানম) , Soumya Swaminathan(সৌম্য স্বামীনাথন) , Jane Ellison (জেন এলিসন)



9. সম্প্রতি প্রয়াত Pascal Lissouba (পাস্কাল লিসৌবা) কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?

ⓐ কঙ্গো✓
ⓑ ত্রিনিদাদ
ⓒ ইরাক
ⓓ মালেশিয়া

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৮ বছর
১৯৯২-১৯৯৭ সাল পর্যন্ত তিনি কঙ্গোর রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন



10. ‘Women's Equality Day’ পালন করা হয় কবে?

ⓐ ২৫শে আগস্ট
ⓑ ২৬শে আগস্ট✓
ⓒ ২৭শে আগস্ট
ⓓ ২৮শে আগস্ট

 যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকারের জন্য আন্দোলনের বিজয় দিনটিকে স্মরণ রাখতেই এই দিনটি পালিত হয়


11. রাজ্যসভায় অর্থমন্ত্রক এর দেওয়া তথ্য অনুসারে ,নারীদের ঋণ গ্রহণের ক্ষেত্রে Pradhan Mantri Mudra Yojana (PMMY ) তালিকার কোন রাজ্য শীর্ষে রয়েছে?

ⓐ তামিলনাড়ু✓
ⓑ কর্ণাটক
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ উড়িষ্যা

 তালিকার প্রথম স্থানে আছে তামিলনাড়ু
 দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ
 তৃতীয় স্থানে আছে কর্ণাটক
 চতুর্থ স্থানে আছে বিহার
 পঞ্চম স্থানে আছে মহারাষ্ট্র

 ৮ এপ্রিল, ২০১৫ দিল্লিতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আনুষ্ঠানিক সূচনা করেন

 প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের জন্য কর্পোরেট নয় এমন সংস্থা এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রতম পুঁজির ব্যবসায়ীদের দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।

 বাণিজ্যিক ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, মাইক্রো ফিনান্স সংস্থা এবং নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থাগুলির মাধ্যমে এই ঋণ দেওয়া হয়।


12. প্রথম ফাস্ট বোলার হিসেবে কে টেস্ট ক্রিকেটে 600 উইকেট এর মাইল স্টোন স্পর্শ করল?

ⓐ James Anderson✓
ⓑ Stuart Broad
ⓒ Trent Boult
ⓓ Michelle Stark


13. Indian Energy Exchange এর MD & CEO পদ থেকে পদত্যাগ করলেন Rajeev Shrivastava । তার স্থলে কে interim MD & CEO পদে নিযুক্ত হলেন?

ⓐ অভিষেক নায়ার
ⓑ অতুল ত্যাগী
ⓒ রাজীব দীক্ষিত
ⓓ সত্যনারায়ণ গোয়েল✓

 Headquarter of Indian Energy Exchange : New Delhi
 Indian Energy Exchange Founded :27 June, 2008



14.  কোন জীবন বীমা কোম্পানি "Shagun- Gift an Insurance" পলিসি লঞ্চ করল?

ⓐ Bajaj Allianz
ⓑ Reliance general insurance
ⓒ SBI general Insurance✓
ⓓ Bharti axa general insurance

 SBI general insurance Head Quarter: Mumbai, Maharashtra
 SBI general insurance MD and CEO
Prakash Chandra Kandpal (প্রকাশ চন্দ্র কন্দপাল)




15. ভারতীয় রেলের প্রথম কোন Railway Division Baggage Sanitization and Wrapping machine লঞ্চ করল?

ⓐ Mumbai railway division
ⓑ Ambala railway division
ⓒ Ahmedabad railway division✓
ⓓ Vadodara railway division

 Aim - to ensure safe travel amid the pandemic ( লক্ষ্য -মহামারীর মধ্যে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা)
 it uses ultraviolet radiation for 360 degree sanitization of the luggage
(এটি লাগেজের 360 ডিগ্রি স্যানিটাইজেশনের জন্য অতিবেগুনী বিকিরণ ব্যবহার করে)



16. পশ্চিমবঙ্গের কোন জেলায় 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের মধ্যে সেরা জেলা হয়েছে?

ⓐ হুগলি✓
ⓑ দক্ষিণ 24 পরগনা
ⓒ মেদিনীপুর
ⓓ বাঁকুড়া

 100 দিনের কাজের প্রকল্পে হুগলি জেলার পর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা, তৃতীয় স্থানে রয়েছে মেদিনীপুর ,চতুর্থ স্থানে রয়েছে বাঁকুড়া















Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...