Saturday, October 31, 2020

Bengali Current Affairs 1st November, 2020

 




Bengali Current Affairs 1st November, 2020

1. 7 নভেম্বর ইসরো কোন রকেট এর সাহায্যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট  EOS- 01 লঞ্চ করবে?

ⓐ PSLV - C 51

ⓑ PSLV - C 49✓

ⓒ PSLV - C 48

ⓓ PSLV - C 50


✦ শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে।

✦ এর সাথে নয়টি কাস্টমার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

✦ ISRO full form : Indian Space Research Organisation

✦ Formed : 15 August 1969; 51 years ago

✦ Headquarters : Bangalore, Karnataka, India

✦ ISRO Chairman : Kailasavadivoo Sivan


2.‘Young Advocates Welfare Fund’ লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ গুজরাট

ⓑ মহারাষ্ট্র

ⓒ তামিলনাড়ু ✓

ⓓ পাঞ্জাব


✦ উকিল হওয়ার জন্য যারা আইন কলেজে ভর্তি হয়েছে তাদের পরিবারকে মাসিক ৩ হাজার টাকা করে ২ বছর আর্থিক সহায়তা দেওয়া হবে।

✦ রাজধানী- চেন্নাই

✦ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

✦ রাজ্যপাল- Banwarilal Purohit


3. সম্প্রতি কোন রাজ্যের কবরতাল ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?

ⓐ উত্তরাখান্ড

ⓑ বিহার✓

ⓒ মেঘালয়

ⓓ রাজস্থান

✦ ভারতের বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত কবরতাল হ্রদটি এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ।

✦ এটি ভরতপুর অভয়ারণ্যের আকারের প্রায় ছয়গুণ।

✦ ভারতে মোট রামসার সাইট এর সংখ্যা হল 39 টি।


4.‘Dr Tulsi Das Chugh Award-2020’-এ সম্মানিত হলেন কে?

ⓐ ড. প্রশান্ত কুমার

ⓑ ড. সতীশ মিশ্র✓

ⓒ ড. আকাশ পাসওয়ান

ⓓ ড. বিবেক শর্মা

✦ ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পর্কে গবেষণা করায় তাঁকে এই পুরস্কার দিল- National Academy of Medical Sciences (India)

✦ হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ২১শে এপ্রিল

✦ প্রেসিডেন্ট- ড. সরোজ চূড়ামণি গোপাল


5.উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের শিক্ষার্থীদের সাহায্য করতে ডিজিটাল লাইব্রেরি শুরু করছে কোন রাজ্য?

ⓐ হরিয়ানা

ⓑ উত্তর প্রদেশ✓

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ রাজস্থান

✦ এই উদ্যোগের মাধ্যমে দামী বই গুলি ডিজিটাল ফরমেটে বিনামূল্যে পাওয়া যাবে।

✦ রাজধানী- লক্ষ্ণৌ

✦ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

✦ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


6.সম্প্রতি প্রয়াত কেশুভাই প্যাটেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ গুজরাট✓

ⓒ বিহার

ⓓ ঝাড়খন্ড


✦ তিনি ১৯৯৫ এবং ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

✦ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯২ বছর


7.মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে সমস্ত জোনে কী নামে উদ্যোগ লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে?

ⓐ My Sister

ⓑ Meri Saheli✓

ⓒ Saheli Suraksha

ⓓ Women Safety


✦ প্রথমে এটি কেবল দক্ষিন-পর্ব রেলওয়ে জোনে লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে।

✦ বর্তমানে এটি সমস্ত জোনে লঞ্চ করা হল।

✦ ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠা সাল- ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল

✦ কেন্দ্রীয় রেলমন্ত্রী- পিযুষ গোয়েল


8.গুজরাটের কেভাদিয়াতে ‘আরোগ্য বন’ ও ‘আরোগ্য কুটির’-এর উদ্বোধন করবেন কে?

ⓐ বিজয় রূপানি

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ ড. হর্ষ বর্ধন

ⓓ রামনাথ কোবিন্দ


9.করোনার কারণে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ অনুষ্ঠিত হবে ২০২১ সালের কোন মাসে?

ⓐ ফেব্রুয়ারী

ⓑ জানুয়ারী✓

ⓒ মার্চ

ⓓ এপ্রিল

✦ এটি ২০২০ সালের ৫ই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

✦ এটির আয়োজন করে- Nandan (West Bengal Film Centre)



10. ‘আন্তর্জাতিক ইন্টারনেট দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ৩০শে জুন

ⓑ ২৯শে অক্টোবর✓

ⓒ ১৫ই মার্চ

ⓓ ২৯শে সেপ্টেম্বর


11. Chief Information commissioner পদে কে নিযুক্ত হলেন?

ⓐ যশবর্ধন শর্মা

ⓑ যশবর্ধন কুমার সিনহা✓

ⓒ দীনেশ খারে

ⓓ বিমল জুলকা

✦ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন বিমল জুলকা।

✦ এছাড়া Information commissioner পদে নিযুক্ত হলেন মারাঠি সাংবাদিক উদয় মাহুরকর।

✦ সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠিত :12 অক্টোবর 2005


12. National unity day কবে পালিত হয়?

ⓐ 26 অক্টোবর

ⓑ 31 অক্টোবর✓

ⓒ 28 অক্টোবর

ⓓ 29 অক্টোবর


✦ ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের 145 তম জন্মবার্ষিকীতে স্মরণ করে এই দিবস উদযাপন করা হয়।

✦ তিনি ভারতের 'লৌহ মানব'-নামে পরিচিত।

✦ 2014 সালে প্রথম এই দিবস উদযাপন করা হয়।



13. কোন মেট্রো রেল কর্পোরেশন SBI Card এর সহযোগিতায় কন্টাক্টলেস মাল্টিপারপাস স্মার্ট কার্ড লঞ্চ করল?


ⓐ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন✓

ⓑ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন

ⓒ মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন

ⓓ উত্তর প্রদেশ মেট্রো রেল কর্পোরেশন


✦ CEO of SBI card : Ashwini Kumar Tiwari

✦ Founded : October 1998

✦ SBI Card Headquarters: Gurugram, Haryana


14. ষষ্ঠতম "BRICS parliamentary forum" এ ভার্চুয়াল ভাবে অংশগ্রহণ করলেন কে?

ⓐওম বিড়লা✓

ⓑ নরেন্দ্র মোদি

ⓒ রাজনাথ সিং

ⓓ অমিত শাহ


✦ ওম বিড়লা লোকসভার স্পিকার পদে নিযুক্ত আছেন।

✦ BRICS parliamentary forum কার্যত রাশিয়ার পার্লামেন্টের চেয়ারম্যান Vyacheslav Volodin(ব্য্যাচেস্লাভ ভোলোডিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো।

✦ Theme : 'BRICS partnership in the interest of global stability ,general safety and innovative growth parliamentary dimension'.


15. কোন এয়ারলাইন্স ভারতে তার যাত্রীদের সুবিধার্থে জন্য Covid-19 পরীক্ষা শুরু করল?

ⓐ Vistara

ⓑ Indigo

ⓒ Air India

ⓓ SpiceJet✓

✦ SpiceJet airline CEO : Ajay Singh

✦ Founded : 2004

✦ Headquarters:  Gurugram, Haryana


16. World cities day কবে পালিত হয়?

ⓐ 30 অক্টোবর

ⓑ 29 অক্টোবর

ⓒ 31 অক্টোবর✓

ⓓ 28 অক্টোবর

✦ বিশ্বব্যাপী  শহরের উন্নয়ন ও শহরীকরনের বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

✦ Theme : 'Valuing our communities and cities'.


17. ভারতীয় সেনা কি নামে একটি সহজ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ চালু করল?

ⓐ SAI✓

ⓑ S- CHAT

ⓒ S ARMY

ⓓ SSMS

✦ SAI full form : Secure Application For Internet

✦ SAI অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৈন্যদের মধ্যে সহজে এবং সুরক্ষিতভাবে মেসেজ করা সম্ভব হবে।


18. সম্প্রতি অর্জুন মুন্ডা উপজাতি উন্নয়নের জন্য কোন দুটি রাজ্যের উৎকৃষ্টতা কেন্দ্র স্থাপন করলেন?

ⓐ মহারাষ্ট্র

ⓑ ঝাড়খন্ড

ⓒ মহারাষ্ট্র ও ঝাড়খন্ড✓

ⓓ বিহার


19. সম্প্রতি কোন রাজ্যের কবরতাল

 ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?

ⓐ উত্তরাখান্ড

ⓑ বিহার✓

ⓒ মেঘালয়

ⓓ রাজস্থান

✦ ভারতের বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত কবরতাল হ্রদটি এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ।

✦ এটি ভরতপুর অভয়ারণ্যের আকারের প্রায় ছয়গুণ।

✦ ভারতে মোট রামসার সাইট এর সংখ্যা হল 39 টি।

20. কোন ভারতীয় সংগঠন UN গ্লোবাল অ্যাকশন আওয়ার্ড 2020 পেয়েছে?

ⓐ গ্রিনপিস ইন্ডিয়া

ⓑ ওয়াইল্ডলাইফ ইন্ডিয়া

ⓒ গ্লোবাল গ্রিন অর্গানাইজেশন

ⓓ গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন✓

Covid-19 মহামারীর সময় কালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য গ্লোবাল হিমালয়ের এক্সপিডিশন UN গ্লোবাল অ্যাকশন আওয়ার্ড 2020 পেল।






Friday, October 30, 2020

Bengali Current Affairs 31st October, 2020

 


Bengali Current Affairs 31st October, 2020

1.কোন রাজ্যে দেশের প্রথম রাজ্য হিসেবে শাকসবজির সরকারি মূল্য ধার্য করল?

ⓐ কেরালা✓

ⓑ উড়িষ্যা

ⓒ মহারাষ্ট্র

ⓓ মধ্যপ্রদেশ

কেরালা রাজ্য শাকসবজির ন্যূনতম দাম নির্ধারণকারী দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে।সরকারের মতে, সবজির সর্বনিম্ন দাম তাদের উৎপাদন ব্যয় এর চেয়ে 20 শতাংশ বেশি হবে।

 কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম

 কেরালার রাজ্যপাল: আরিফ মহাম্মদ খান

 কেরালার মুখ্যমন্ত্রী: পিনারাই ভিজায়ান


2.রাজ্যে মানব-পাচার বিরোধী বিশেষ পুলিশ স্টেশন স্থাপন করতে চলেছে কোন' রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ উত্তরপ্রদেশ✓

ⓒ দিল্লি

ⓓ মহারাষ্ট্র

 বিশেষত নারী ও শিশু পাচার রুখতেই আরো নতুন ৪০টি ইউনিট স্থাপন করতে চলেছে

 রাজধানী- লক্ষ্ণৌ

 মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


3.3rd India-US 2+2 Ministerial Dialogue শুরু হলো কোথায়?

ⓐ বেঙ্গালুরুতে

ⓑ নিউ দিল্লিতে✓

ⓒ ওয়াসিংটনে

ⓓ মুম্বাইয়ে

 ভারতের হয়ে অংশ নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর।

আমেরিকার হয়ে অংশ নিলেন স্টেট সেক্রেটারী Mike Pompeo এবং ডিফেন্স সেক্রেটারী Mark Esper

 ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে।

 এবং ২০১৯ সালে দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন ডিসিতে।


4.শকুন সংরক্ষণ অ্যাকশন প্ল্যান 2020-2025 অনুযায়ী কতগুলি রাজ্যের শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র খোলা হবে?

ⓐ দুটি

ⓑ তিনটে

ⓒ চারটে

ⓓ পাঁচটি✓

উত্তর প্রদেশ, ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যে শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র খোলা হবে।


5.‘Direct Port Entry Facility’-এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ নরেন্দ্র সিং তমার

ⓑ মনসুখ মান্দাভিয়া✓

ⓒ প্রহ্লাদ সিং প্যাটেল

ⓓ নরেন্দ্র মোদী


6.29 অক্টোবর বিশ্বব্যাপী কোন দিনটি পালিত হয়?

ⓐ বিশ্ব আন্দোলন দিবস

ⓑ বিশ্ব স্ট্রোক দিবস✓

ⓒ বিশ্ব ধর্মঘট দিবস

ⓓ বিশ্ব বন্দোবস্ত দিবস

বিশ্ব স্ট্রোক দিবস বিশ্বব্যাপী 29 অক্টোবর পালিত হয়। যার উদ্দেশ্য হলো স্ট্রোক সম্পর্কে মানুষকে সচেতন করা।


7.রানী পদ্মাবতী মেমোরিয়াল স্থাপিত হতে চলেছে কোথায়?

ⓐ নিউ দিল্লি

ⓑ ভোপাল✓

ⓒ লক্ষ্ণৌ

ⓓ গুয়াহাটি

এটি স্থাপনের ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


8.ডিজিটাল স্কিলের মাধ্যমে ভারতের ১ লক্ষ মহিলার ক্ষমতায়নের জন্য NSDC-এর সঙ্গে যৌথ ভাবে কাজ করবে কোন কোম্পানী?

ⓐ Microsoft✓

ⓑ Adobe

ⓒ Samsung

ⓓ Flipkart

 হেডকোয়াটার- রেডমন্ড, ওয়াশিংটন

 বর্তমান CEO- সত্য নাদেলা

 NSDC-এর পুরো কথা-National Skill Development Corporation

 প্রতিষ্ঠা সাল- ২০০৮

 হেড কোয়াটার- নিউ দিল্লি

 বর্তমান CEO- মনীষ কুমার

 বর্তমান CFO- প্রকাশ শর্মা


9.‘Night of the Restless Spirits: Stories from 1984’ শিরোনামে বই রচনা করলেন কে?

ⓐ Chetan Anand

ⓑ Sarbpreet Singh✓

ⓒ Akhil Sharma

ⓓ Jagdish Kumar

 লেখক সরবপ্রীত সিংহ এই বইটিতে 1984 সালের শিখ গণহত্যার বিবরণ দিয়েছেন।

 বইটি আটটি অধ্যায় নিয়ে গঠিত বাস্তব ঘটনার একটি কাল্পনিক সংস্করণ।

বইটি পেঙ্গুইন পাবলিকেশন প্রকাশ করেছে।


10.কোন রাজ্য সরকার Sumangal এবং Student Scholarship web portal লঞ্চ করলেন?

ⓐ উড়িষ্যা✓

ⓑ ত্রিপুরা

ⓒ কর্ণাটক

ⓓ মধ্যপ্রদেশ

 এই ওয়েব পোর্টালটি যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি পেতে সাহায্য করবে।

 উড়িষ্যার মুখ্যমন্ত্রী -নবীন পট্টনায়ক

 উড়িষ্যার রাজধানী - ভুবনেশ্বর

 উড়িষ্যার রাজ্যপাল- গণেশীলাল


11.  হাইওয়ে অবকাঠামো উন্নয়নের জন্য কোন আইআইটির সঙ্গে  National Highway Authority of India একটি Mou স্বাক্ষর করলো?

ⓐ IIT Bombay

ⓑ IIT Delhi

ⓒ IIT Jodhpur✓

ⓓ IIT Madras

 National Highway authority of India chairman : Sukhbeer Singh Sadhu

 National Highway authority of India Headquarter : New Delhi

 Indian Institute of Technology Jodhpur chairman : R. Chidambaram

 Indian Institute of Technology Jodhpur : Jodhpur, Rajasthan


12. সম্প্রতি কে Parampara Series 2020 :  National Festival of Music and Dance এই ভার্চুয়াল ফেস্টিভেল উদ্বোধন করলেন?

ⓐ নরেন্দ্র মোদি

ⓑ ভেঙ্কাইয়া নাইডু✓

ⓒ রাজনাথ সিং

ⓓ নির্মলা সীতারামন

 ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।


13. সম্প্রতি আমেরিকায় কোন ঘূর্ণিঝড় আছড়ে পড়লো?

ⓐ জেটা✓

ⓑ হ্যারিকেন

ⓒ ক্রিস্টওয়াল

ⓓ মার্কো


14. ডিসেম্বর 2020 সালের মধ্যে ফেনী ব্রিজের নির্মাণ সম্পন্ন হবে। এই সেতু কোন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে?

ⓐ আসাম

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ ত্রিপুরা✓

ⓓ মেঘালয়

 ফেনী ব্রিজ ত্রিপুরা রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে।

 এই ব্রিজটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার।

 এই ব্রিজটি তৈরি করতে ব্যয় হয়েছে 129 কোটি টাকা।

 এই সেতুর সাহায্যে চট্টগ্রাম এবং কলকাতা বন্দর থেকে পণ্য পরিবহন করা সহজ হবে।

 ত্রিপুরার রাজধানী  : আগরতলা

 ত্রিপুরার রাজ্যপাল : রমেশ বাইস

 ত্রিপুরার মুখ্যমন্ত্রী : বিপ্লব কুমার দেব


15. ভাগ্যলক্ষী প্রকল্প টি কোন রাজ্য সরকার চালু করেছে?

ⓐ হরিয়ানা

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ কর্ণাটক✓

ⓓ উড়িষ্যা

 কনাটক সরকার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য ভাগ্যলক্ষী উচ্চাভিলাষী প্রকল্প চালু করে।

 এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলা শিক্ষার প্রচার এবং রাজ্য সরকার কর্তৃক মেয়েদের অনুপাত উন্নত করা।

 এই প্রকল্পের আওতায় কন্যাসন্তানের জন্ম থেকে তার পড়াশোনার জন্য রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে।

 কর্নাটকের রাজধানী : বেঙ্গালুরু 

 কর্নাটকের রাজ্যপাল: বাজুভাই বালা

 কর্নাটকের মুখ্যমন্ত্রী : বি.এস .ইয়েদদুরাপ্পা


16. কোন রাজ্য প্রথম বারের জন্য কর্মচারীদের রাজ্য বীমা চালু করেছে?

ⓐ অরুণাচল প্রদেশ✓

ⓑ কর্ণাটক

ⓒ মহারাষ্ট্র

ⓓ বিহার

 প্রথমবারের জন্য অরুণাচল প্রদেশ সরকার কর্মচারীদের রাজ্য বীমা সম্প্রসারণে ঘোষণা করে।

 অরুণাচল প্রদেশের রাজধানী : ইটানগর

 অরুণাচল প্রদেশের রাজ্যপাল: বি.ডি. মিশ্র

 অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী : পেমা খানদু


17. পাম ফাউন্ডেশন কোন শহরে বিশ্বের বৃহত্তম ঝরনা প্রতিষ্ঠিত করল?

ⓐ দুবাই✓

ⓑ মুম্বাই

ⓒ নিউইয়র্ক

ⓓ টোকিও

 দুবাই শহরে পাম ফাউন্ডেশন বিশ্বের বৃহত্তম ফোয়ারা স্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে ,যা সমুদ্রের জলের 1335 বর্গমিটার জুড়ে ছড়িয়ে আছে।

 পাম ফাউন্ডেশন 3000 এরও বেশি LED লাইট লাগিয়েছে। এটি বাতাসে 105 মিটার পর্যন্ত জল ছুরতে পারে।

 এর আগে দক্ষিণ কোরিয়ার বনপো মুনলাইট রেইনবো ফোয়ারা ছিল বিশ্বের বৃহত্তম ঝরনা।


18. কোন রাজ্য সরকার অনুমতি ছাড়াই রাজ্যে মদ বহন নিষিদ্ধ করেছে?

ⓐ উড়িষ্যা

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ ত্রিপুরা

 2020 সালের 26 শে অক্টোবর অন্ধপ্রদেশ রাজ্য সরকার রাজ্যে  শুল্কমুক্ত মদ আনতে নিষেধাজ্ঞার আদেশ জারি করেছে।

 অন্ধ্রপ্রদেশের রাজধানী: হায়দ্রাবাদ

 অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল : বিশ্বভূষণ হরিচন্দন

 অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী : ওয়াই .এস. জগনমোহন রেড্ডি


19. কোন দেশটি ভারতীয় নৌ-বাহিনী কে F-18 নৌ যুদ্ধবিমান সরবরাহ করেছে?

ⓐ ফ্রান্স

ⓑ US✓

ⓒ UK

ⓓ রাশিয়া

 আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতীয় নৌবাহিনীর বিমান বাহকদের জন্য F-18 নৌ যুদ্ধবিমান সরবরাহ করেছে ।

এই পদক্ষেপের লক্ষ ভারতের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা।


20. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দূষণ সৃষ্টিকারী কার্য গুলি রাজ্য সরকারের নজরে আনার জন্য একটি অ্যাপ চালু করেছে?

ⓐ পাঞ্জাব

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ দিল্লি✓

ⓓ হরিয়ানা

 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 2020সালের 29 অক্টোবর সবুজ দিল্লি অ্যাপ্লিকেশন চালু করেছে।

 এই অ্যাপ্লিকেশন টি  রাজ্য সরকারের নজরে দূষণজনিত তৎপরতা আনতে সহায়তা করবে।








Thursday, October 29, 2020

 


রাজ্যের স্কুলে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ, স্থায়ী পদে চাকরি

রাজ্যের স্কুলে ক্লার্ক, গ্রুপ-ডি ও শিক্ষক/ শিক্ষিকা স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা সবাই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী সর্বোচ্চ একটি পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে হুগলি জেলার পঞ্জিপুকুর শ্রীমতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ (উঃ মাঃ), বাংলা মাধ্যম। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত বিদ্যালয়।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 28/10/2020

স্কুলের নাম- পঞ্জিপুকুর শ্রীমতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ (উঃ মাঃ)

পদের নাম- গ্রুপ-সি (ক্লার্ক), গ্রুপ-ডি (পিওন) এবং বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা।

শিক্ষাগত যোগ্যতা-

গ্রুপ-সি (ক্লার্ক)- অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারের দক্ষ হতে হবে। কম্পিউটারে টাইপিং জানতে হবে। এই পদটি সিডিউল কাস্ট (SC) প্রার্থীর জন্য সংরক্ষিত।

গ্রুপ-ডি (পিওন)- অন্তত অষ্টম শ্রেণী পাশ। এই পদটি একটি শূন্যপদ সিডিউল কাস্ট (SC) এবং আরেকটি শূন্যপদ জেনারেল (UR) প্রার্থীদের জন্য সংরক্ষিত।

সহ শিক্ষক-

ইতিহাস শিক্ষক- ইতিহাসের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। সঙ্গে বি.এড বাধ্যতামূলক। এই পদটি জেনারেল প্রতিবন্ধী (UR- PH) প্রার্থীর জন্য সংরক্ষিত।

বিজ্ঞান ও গণিত শিক্ষক- কেমিস্ট্রি -তে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। সঙ্গে বি.এড বাধ্যতামূলক। এই পদটি সিডিউল কাস্ট (SC) প্রার্থীর জন্য সংরক্ষিত।



উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক- গণিত বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। সঙ্গে বি.এড বাধ্যতামূলক। এই পদটি ওবিসি-এ (OBC-A) প্রার্থীর জন্য সংরক্ষিত।

উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক- এডুকেশন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। সঙ্গে বি.এড বাধ্যতামূলক। এই পদটি সিডিউল ট্রাইব (ST) প্রার্থীর জন্য সংরক্ষিত।


আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর, সঙ্গে সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল সংযুক্ত করে স্কুলের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 16 নভেম্বর, 2020

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- PANJIPUKUR SRIMATI TULSHI DEVI SMRITI VIDYAPITH (H.S.), VIll.-PANJIPUKUR, P.O.-SINET, PS. Dadpur, DIST – HOOGHLY, PIN- 712305

আবেদন ফি- শূন্য।

নিয়োগ পদ্ধতি- প্রথমে হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ।

এইসব পদে আবেদন করতে প্রয়োজনীয় বয়সসীমা কত লাগবে? প্রতিটি পদের জন্য বেতন কত দেওয়া হবে? এইসব তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। আবেদন করার আগে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন। অফিশিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে তারপরেই আবেদন করবেন।









আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৯৮


আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯৮

১) কোন স্থানের অক্ষাংশ বলতে বুঝি আমরা ওই স্থানের কৌণিক দূরত্ব-  WBCS preli 2011

ক) দক্ষিণ মেরুর সাপেক্ষে
খ) নিরক্ষরেখার সাপেক্ষে✓
গ) উত্তর মেরুর সাপেক্ষে
ঘ) পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে

২) 1953 সালে অন্ধ্র রাজ্য বিভক্ত হওয়ার আগে এই রাজ্যের রাজধানীর নাম কি ছিল?

ক) গুন্টুর
খ) কুর্ণুল✓
গ) নেল্লোর
ঘ) ওয়ারাঙাল

৩) ভৌগলিক দিক থেকে গ্রেট নিকোবর এর সবচেয়ে কাছের দেশ কোনটি?

ক) সুমাত্রা✓
খ) বোর্নিও
গ) জাভা
ঘ) শ্রীলংকা

৪) দমন ও দিউ কোন উপসাগর দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে?

ক) কচ্ছ উপসাগর
খ) পক প্রণালী
গ) খাম্বাত উপসাগর✓
ঘ) মান্নার উপসাগর

৫) তিন বিঘা করিডোরের ক্ষেত্রফল কত?

ক) 178 মিটার * 60 মিটার
খ) 175 মিটার * 82 মিটার
গ) 178 মিটার * 85 মিটার✓
ঘ) 160 মিটার * 85 মিটার

৬) কেরালায় দীর্ঘতম ও ক্ষুদ্রতম দিনের সময়ের পার্থক্য প্রায় কত মিনিট?

ক) 45 মিনিট✓
খ) 30 মিনিট
গ) 40 মিনিট
ঘ) 35 মিনিট

৭) বুন্দেলখন্ড উচ্চভূমি গঠিত প্রধানত-

ক) গ্রানাইট ও নিস দ্বারা✓
খ) বেলে পাথর দ্বারা
গ) চুনাপাথর দ্বারা
ঘ) বেলে পাথর ও চুনা পাথর দ্বারা

৮) দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে কোন যুগে?

ক) ক্রিটেশিয়াস যুগে✓
খ) জুরাসিক যুগে
গ) ট্রায়াসিক যুগে
ঘ) ক্যামব্রিয়ান যুগে

৯) মৃত্তিকা ক্ষয় নিবারণ করা যায়-

ক) বৃক্ষ রোপন করে✓
খ) বাঁধ তৈরি করে
গ) ধাপ কাটা টিলা তৈরি করে
ঘ) উপরোক্ত সব

১০) মৌসুমী বায়ু কি প্রকৃতির হয়?

ক) ঘূর্ণিঝড়
খ) তুষার বাতাস
গ) বর্ষা ঋতুর বাতাস✓
ঘ) শ্বাসকষ্ট সৃষ্টিকারী শুষ্ক বাতাস

১১) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? WB PSC- 2011

ক) ভারহুত
খ) সাঁচি
গ) বুদ্ধগয়া
ঘ) সারনাথ ✓

১২) বুদ্ধ যেখানে " বোধিজ্ঞান " লাভ করেছিল সেই স্থানের নাম কি?  Ssc (CGL) 2011

ক) সারনাথ
খ) বুদ্ধগয়া✓
গ) কপিলাবস্তু
ঘ) রাজগৃহ

১৩) গুপ্ত যুগে বরাহমিহির লিখিত "বৃহৎসংহিতা" কোন বিষয়ের উপর টীকা?

ক) জ্যোতির্বিদ্যা✓
খ) রাষ্ট্রব্যবস্থা
গ) আয়ুর্বেদ ঔষধ
ঘ) অর্থনীতি

১৪) গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল? WBCS main 2014

ক) সাতমণ
খ) দিনার✓
গ) মোহর
ঘ) বরাহ

১৫) আজমিরে কোন সুফি সন্তের দরগা রয়েছে?

ক) সেলিম চিশতী✓
খ) মইনুদ্দিন চিশতী
গ) বাবা ফরিদ
ঘ) হজরত নিজামুদ্দিন

১৬) নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত-

ক) বসু বন্ধু
খ) নাগার্জুন
গ) অতীশ দীপঙ্কর
ঘ) শীলভদ্র✓

১৭) "কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে "- এই নীতিবাক্যটি কার?

ক) কবীর✓
খ) রামানন্দ
গ) রামানুজ
ঘ) চৈতন্য

১৮) স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোন শহর?

ক) কটক
খ) ভুবনেশ্বর
গ) কলকাতা✓
ঘ) কুশিনগর

১৯) প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরি কোন রাজার রাজসভায় অলংকৃত করেছিলেন?

ক) সমুদ্র গুপ্ত
খ) অশোক
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত✓
ঘ) কনিষ্ক

২০) সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল?

ক) হরপ্পা
খ) লোথাল
গ) মহেঞ্জোদারো✓
ঘ) রোপার

২১) খুব ক্ষুদ্র সময় এর অন্তরাল সঠিকভাবে মাপা যায় কিসের দ্বারা?

ক) পালসার
খ) কোয়ার্টজ ঘড়ি✓
গ) পারমাণবিক ঘড়ি
ঘ) হোয়াইট  ডুয়ারফ


২২) দূরত্বের একক নটিক্যাল মাইল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক) জ্যোতির্বিজ্ঞান
খ) নৌচালন বিদ্যা✓
গ) সড়ক দূরত্বের ক্ষেত্রে
ঘ) রাজ্যের সীমানা মাপার জন্য

২৩) নিচের কোন প্রক্রিয়াকে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

ক) শ্বসন প্রক্রিয়া
খ) ব্যাপন প্রক্রিয়া
গ) সালোকসংশ্লেষ প্রক্রিয়া✓
ঘ) আলোক শ্বসন প্রক্রিয়া

২৪) ধাতু সংকর হল-

ক) মিশ্র ধাতু যার মধ্যে কার্বন আছে
খ) মিশ্র ধাতু যার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি✓
গ) মিশ্র ধাতুর যার একটি উপাদান পারদ
ঘ) খুবই রঙিন মিশ্র ধাতু

২৫) মেঘের গর্জন শ্রুতিগোচর হওয়ার আগে বিদ্যুৎ চমক দেখা যায় ,কারণ কি?

ক) আমাদের চক্ষু আগে দেখে তারপর কানে শোনে
খ) বিদ্যুৎ চমক পৃথিবীপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে হয় এবং মেঘ গর্জন হয় পৃথিবীপৃষ্ঠ থেকে দূরবর্তী অঞ্চলে
গ) আলোর গতি শব্দের থেকে অনেক বেশি✓
ঘ) শব্দ ভারী কনা দ্বারা সৃষ্টি হওয়ায় পৌঁছাতে দেরি হয়

২৬) ডাক্তারি থার্মোমিটার কে ফুটন্ত জলে রাখলে অনেক সময় ফেটে যায় কেন?

ক) ডাক্তারি থার্মোমিটারে বাষ্প প্রবেশ করার কারণে
খ) ডাক্তারি থার্মোমিটার বাজে ধরনের গাছ দিয়ে তৈরি হয়
গ) ডাক্তারি থার্মোমিটার এর গঠন ফুটন্ত জলে দেওয়ার অনুপোযোগী
ঘ) মানব দেহের সাধারণ তাপমাত্রা পরিমাপের জন্য এবং অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের উপযোগী না হওয়ার কারণে✓

২৭) পানীয় জল বাহিত নোংরা কোন রোগ সৃষ্টি করে?

ক) জ্বর
খ) কলেরা✓
গ) চুলকানি
ঘ) পোলিও

২৮) অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়-

ক) নক্ষত্রমণ্ডলী নিরীক্ষণ এর জন্য
খ) তাপমাত্রা যাচাই করার জন্য
গ) সূক্ষ্ম বস্তু নিরীক্ষণ এর জন্য✓
ঘ) রংয়ের চাপ পরীক্ষার জন্য

২৯) পাখার বাতাস করলে শরীরে ঠান্ডা অনুভূত হয় কেন?

ক) শরীরের আর্দ্রতার ব্যাপন এর কারণে ঠান্ডা অনুভূত হয়✓
খ) পাখা তৈরি নকশা কিছু বিশিষ্টতার জন্য
গ) বায়ুতে বিশেষ কিছু গ্যাস থাকে যা
র ফলে ঠান্ডা লাগে

ঘ) বায়ু খান্ডা হওয়ার কারণে

৩০) একটি পিঁপড়ে তার চারপাশে সমস্ত বস্তুকে  দেখতে পায় কিসের জন্য?

ক) সরল চোখের জন্য
খ) মাথার উপরে চোখ থাকার জন্য✓
গ) সুগঠিত চোখের জন্য
ঘ) যৌগিক চোখ এর জন্য

৩১) বন্দুক ছোড়ার সময় পেছন দিকে ধাক্কা লাগে এটা কিসের জন্য হয়?

ক) ভরের সংরক্ষণ
খ) শক্তির সংরক্ষণ
গ) গতিশক্তি এবং স্থিতি শক্তি সংরক্ষণ
ঘ) রৈখিক ভরবেগ সংরক্ষণ✓

৩২) আক্কেল দাঁত কখন তৈরি হয়?

ক) 12 থেকে 15 বছর বয়স
খ) 17 থেকে 30 বছর বয়স✓
গ) 34 থেকে 40 বছর বয়স
ঘ) 40 থেকে 45 বছর বয়স

৩৩) কোন একটি ব্যক্তির চোখ বাদামি নীল এবং কালো হওয়ার কারণ এক ধরনের রঞ্জক পদার্থ যা থাকে-

ক) চোখের মনিতে
খ) চোখের পাতায়
গ) আইরিসে
ঘ) কোরোয়েডে✓

৩৪) শরীরের কোন অঙ্গ কে "বায়োকেমিক্যাল ল্যাবরটরি" বলা হয়?

ক) যকৃত✓
খ) বৃক্ক
গ) হৃদপিণ্ড
ঘ) ফুসফুস

৩৫) অগ্ন্যাশয় এর ওজন কত?

ক) 1.5 কেজি
খ) 300 গ্রাম
গ) 65 - 160 গ্রাম✓
ঘ) 400 - 500 গ্রাম

৩৬) কোনটি হাতের হাড়? SSC (CGL-2015)

ক) মেটাকার্পাল✓
খ) টারসাল
গ) ফিমার
ঘ) টিবিয়া

৩৭) হৃদপেশী ক্লান্ত হয় না কারণ কি?

ক) কোষ সমূহ ইন্টারক্যালাটেড চাকতি দ্বারা যুক্ত
খ) বিপুল পরিমাণ মাইটোকনড্রিয়ার উপস্থিতি✓
গ) অধিক পরিমাণে অ্যাকটিনের উপস্থিতি
ঘ) অধিক পরিমাণে মায়োসিন এর উপস্থিতি

৩৮) মস্তিষ্কের কোন অংশ আনন্দ ,ভয় ও আবেগ নিয়ন্ত্রণ করে?

ক) থ্যালামাস
খ) রেটিকুলার ফর্মেশন
গ) হাইপোথেলামাস✓
ঘ) লিম্বিক তন্ত্র

৩৯) প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র গুলমার্গ ভারতের কোথায় অবস্থিত?

ক) লাদাখ✓
খ) কাশ্মীর
গ) সিকিম
ঘ) কেদারনাথ

৪০) বিশ্বে প্রথম দেশ হিসাবে ট্যাক্স মেটানোর সময় ‘ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ ব্যবহার করবে কোন দেশ?

ক) মালেশিয়া
খ) সিঙ্গাপুর✓
গ) থাইল্যান্ড
ঘ) আমেরিকা

৪১) Global hunger index 2020 ভারতের স্থান কত?

ক) 64
খ) 94✓
গ) 84
ঘ) 34






Bengali Current Affairs 30th October, 2020

 


Bengali Current Affairs 30th October, 2020

1.‘e-Dharti Geo Portal’ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ নিতিন গাদকরী

ⓑ হারদীপ সিং পুরী✓

ⓒ প্রকাশ জাভেদকর

ⓓ পিযুষ গোয়েল

⦿ Minister of Housing and Urban Affairs and Civil Aviation : হারদীপ সিং পুরী


2.ভারতীয় বংশোদ্ভূত Wavel Ramkalawan (ওভাল রামকলওয়ান) কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?

ⓐ Guinea

ⓑ Seychelles(সেশেলস)

ⓒ Chile

ⓓ Finland

⦿ সেশেলস ভারত মহাসাগরে অবস্থিত একটি দেশ যা প্রায় শতাধিক দ্বীপ নিয়ে গঠিত।

⦿ রাজধানী- ভিক্টোরিয়া

⦿ মুদ্রার নাম- Seychellois rupee (সেশেলোইস রুপী)



3.সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ কোন সংগঠনের 75 বছর পূর্তিতে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে?

ⓐ রাষ্ট্রসংঘ✓

ⓑ আন্তর্জাতিক ডাক সংঘ

ⓒ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার

ⓓ আন্তর্জাতিক শ্রমিক সংগঠন

⦿ ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। 

⦿ রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর -আন্তর্জাতিক অঞ্চল ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি

⦿ সদস্যপদ - ১৯৩টি সদস্য দেশ

⦿ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব - অ্যান্টোনিও গুতারেস


4.সম্প্রতি কোন মহাকাশ এজেন্সির একটি বিমান চাঁদের যেসব স্থানে সূর্যালোক পৌঁছায় সেই সব স্থানে জল এর সন্ধান পেয়েছে?

ⓐ ISRO

ⓑ DRDO

ⓒ NASA✓

ⓓ PLASTO

⦿ Full form of NASA : National Aeronautics and Space Administration

⦿ Headquarters: Washington, D.C., United States

⦿ Founder: Dwight D. Eisenhower (ডুইট. ডি. আইজেনহওয়ার)

⦿ Founded: 1 October, 1958 (62 years ago)

⦿ Motto : For the Benefit of All

⦿ Administrator : Jim Bridenstine


5.ফোর্বসের প্রকাশিত ‘World’s Best Employer 2020’ তালিকায় প্রথমস্থানে আছে কোন কোম্পানী?

ⓐ Amazon

ⓑ Samsung✓

ⓒ Microsoft

ⓓ LG


⦿ এই তালিকায় দ্বিতীয়স্থানে Amazon, তৃতীয়স্থানে IBM, চতুর্থস্থানে Microsoft এবং পঞ্চমস্থানে LG

⦿ এবং ভারতের মধ্যে প্রথমস্থানে আছে-HCL Technologies

⦿ ব্যাঙ্কিং সেক্টরে এই তালিকায় ভারতের মধ্যে প্রথমস্থানে আছে- HDFC Bank


6.সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিলেন আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপ বিজয়ী কোন ক্রিকেটার?

ⓐ আকাশ সিং

ⓑ তন্ময় শ্রীবাস্তব✓

ⓒ কার্তিক ত্যাগী

ⓓ তিলক বর্মা

⦿ ২০০৮ সালে আন্ডার-১৯ ওয়ার্ল্ড বিজয়ের সময় ভারতীয় দলে তিনি ছিলেন।


7.ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4th India Energy Forum-এর উদ্বোধন করলেন কে?

ⓐ রামনাথ কোবিন্দ

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ নির্মলা সিথারমন

ⓓ স্মৃতি ইরানী

⦿ এবারের থিম হলো- 'India's Energy Future in a world of Change'

⦿ ভারতের সঙ্গে অংশ গ্রহণ করছে আরো ৩০টি রাষ্ট্র।

⦿ 26 শে অক্টোবর থেকে 28 শে অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

⦿ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ প্রায় 30 টি দেশের 100 জন বক্তা  Energy সম্পর্কে বক্তব্য রেখেছেন।



8.সম্প্রতি Ostrava Open শিরোপা জিতলো কোন মহিলা টেনিস তারকা?

ⓐ Victoria Azarenka

ⓑ Aryna Sabalenka(আর্যনা সাবালেনকা)

ⓒ E. Mertens

ⓓ Jeļena Ostapenko

⦿ তিনি বেলারুসের মহিলা টেনিস তারকা।


9.সম্প্রতি প্রয়াত Mahesh Kanodia (মহেশ কানোদিয়া) কী জন্য পরিচিত?

ⓐ খেলাধুলা

ⓑ সঙ্গীত✓

ⓒ স্পোর্টস জার্নালিজম

ⓓ অভিনয়

⦿ তিনি প্রখ্যাত গুজরাটি সঙ্গীত শিল্পী

⦿ তাঁর বয়স হয়েছিল- ৮৩ বছর

⦿ এনার মৃত্যুর ২দিন পর করোনা আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে মারা গেলো তাঁর ভাই- Naresh Kanodia


10. 27 অক্টোবর 2020 ভারতীয় সেনাবাহিনী কত তম পদাতিক বাহিনী দিবস (Infantry Day) পালন করল?

ⓐ 72 তম

ⓑ 73 তম

ⓒ 74 তম✓

ⓓ 75 তম

⦿ ভারতীয় সেনাবাহিনী বৃহত্তম পদাতিক সৈন্য বাহিনীর অবদানের কথা স্মরণ রেখে প্রতিবছর এই দিনটি পদাতিক বাহিনী দিবস (Infantry Day) হিসেবে উদযাপন করা হয়।


11. Luis Arce কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন?

ⓐ গিনি

ⓑ ইরাক

ⓒ বলিভিয়া✓

ⓓ মালয়েশিয়া

⦿ বলিভিয়া দক্ষিণ আমেরিকার মধ্যভাগের একটি দেশ।

⦿ বলিভিয়ার রাজধানী : সুক্রে

⦿ বলিভিয়ার মুদ্রা : Boliviano

⦿ বলিভিয়ার রাষ্ট্রপতি : Jeanine Anez (জিনাইন আনেজ )


12. সম্প্রতি কে গুজরাটের জুনাগরের গিরনারে বিশ্বের দীর্ঘতম মন্দির রোপওয়ে প্রকল্প চালু করলেন?

ⓐ রাজনাথ সিং

ⓑ নরেন্দ্র মোদি✓

ⓒ নীতিন গড়করি

ⓓ অমিত শাহ

⦿ 2320 কুড়ি মিটার দীর্ঘ রোপওয়ে টি তৈরি করতে খরচ হচ্ছে 130 কোটি টাকা।

⦿ রোপওয়ে টি প্রতি ঘন্টায় এক হাজার যাত্রী বহন করতে সক্ষম।


13. সম্প্রতি কোন দেশ হরিবংশ রাই বচ্চনের নামে একটি চৌরাস্তার নাম রেখেছে?

ⓐ আমেরিকা

ⓑ ভারত

ⓒ পোল্যান্ড✓

ⓓ জাপান

⦿ পোল্যান্ডের ব্রকলা নামক শহরে হরিবংশ রাই বচ্চনের নামে চৌরাস্তায় নাম রাখা হয়েছে।


14. কোন রাজ্য single-use প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য "Plastic Premier League"  চালু করল?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ ত্রিপুরা

ⓒ মধ্যপ্রদেশ✓

ⓓ উড়িষ্যা

⦿ মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল

⦿ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী -শিবরাজ সিং চৌহান

⦿ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


15. সম্প্রতি কোন রাজ্য Banni Utsav পালন করল?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ উড়িষ্যা

ⓒ তামিলনাড়ু

ⓓ মেঘালয়

⦿ Banni Utsav হল বিজয়া দশমীর (দুশেরা) রাতে  দুটি গ্রুপের লড়াই।

⦿ কর্ণাটকের সংলগ্ন গ্রামগুলি থেকেও লোকেরা উত্সবে অংশ নেয়।

⦿ অন্ধ্রপ্রদেশের রাজধানী : হায়দ্রাবাদ

⦿ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল -বিশ্ব ভূষণ হরিচন্দন

 ⦿ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডি


16. সম্প্রতি কোন দেশ 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যমাত্রা রেখেছে?

ⓐ ভারত

ⓑ আমেরিকা

ⓒ জাপান✓

ⓓ চীন

⦿ জাপানের রাজধানী - টোকিও 

⦿ জাপানের প্রধানমন্ত্রী - Yoshihide Suga (ইয়োশিহিদে সুগা)

⦿ জাপানের মুদ্রা - জাপানি ইয়েন
















Wednesday, October 28, 2020

English Class -Set 47

 


English Class -Set 47

1) Fill in the blanks

India is _____as one of the fastest growing markets for olive oil, largely due to rising cases of diabetes and heart disease.

A) Conspiring

B) Occuring

C) Emerging✓

D) Proceeding



Fill in the blanks

2) The best way to win a friend is to avoid______ in speech.

A) Promptly

B) Verbosity

C) Pomposity✓

D) Brevity




Fill in the blanks

3) Food and civil supplies department will ____health inspection of fair price shops and make the distribution of ration from shops transparent.

A) Deliver

B) Neglect

C) Provide

D) Conduct✓



Fill in the blanks

4) The ______report about the rains was not informative today as it did not give exact details about the locations that would be affected.

A) Whether

B) Weather✓

C) Sky

D) News



Fill in the blanks

5) The painter sold his _____artwork of rupees 10,000

A) Playful

B) Beautiful✓

C) Neat

D) none of the above




Spotting errors

6) The Indian premier league is considered as be one of the biggest professional sporting league around the world

A) The Indian premier league is considered as✓

B) be one of the biggest

C) professional sporting league around the world

D) no error



Spotting errors

7) Had Rohan realised he was driving in the wrong direction , all this delay of the start of the program would not have happened.

A) Had Rohan realised he was driving

B) in the wrong direction , all this delay of

C) of the start of the program would not have happened.✓

D) no error




Spotting errors

8) Until the usage of micro plastics is disbanded completely and quickly, irreversible damage to Earth's atmosphere would be done.

A) Until the usage of micro plastics ✓

B) is disbanded completely and quickly

C) irreversible damage to Earth's atmosphere would be done.

D) no error



Spotting errors

9) His mom along with his siblings insist that he find a job in their hometown.

A) His mom along with

B) his siblings insist✓

C) that he find a job in their hometown

D) no error



Spotting errors

10) Not only Shivangi spied on Richa but also on Ruhi

A) Not only Shivangi

B) spied on✓

C) Richa but also on Ruhi

D) no error



Spotting errors

11) The world we see today is totally different than we had seen in the 20 century.

A) The world we see

B) totally different

C) than we have seen in the 20 century✓

D) no error



Spotting errors

12) Although she is a bit eccentric and normally keeps to herself, Shruti is key asset to the organisation.

A) Although she is a bit eccentric

B) and normally keeps to 

C) herself, Shruti is key asset to the organisation.✓

D) No error


Spotting errors

13) After a break of 7 days from work Nitesh has rejoined office on Thursday.

A) After a break

B) of 7 days from

C) work Nitesh has rejoined office on Thursday

D) No error✓



Spotting errors

14) Parts of coastal Tamilnadu and Pondicherry are expected to get widespread rainfall from Thursday as cyclone come closer to the Tamilnadu coast.

A) Parts of coastal Tamilnadu and Pondicherry are

B) expected to get widespread rainfall

C) from Thursday as cyclone come closer to the Tamilnadu coast.✓

D) No error



15) Synonym : Convene

A) Contempt

B) Comfort

C) Condemn

D) Assembly✓



16) Synonym : Snoop

A) Repeat

B) Detective✓

C) Obscure

D) Outflow



17) Synonym : Fecund 

A) Weak

B) Sterile

C) Productive✓

D) Alliance


18) Synonym : Natty

A) Smart✓

B) Filth

C) Perverse

D) Ordinary



19) Synonym : Yen

A) Apex

B) Zeal

C) Appetite

D) Desire✓



20) Antonym : Aversion

A) Avoidable

B) Awareness

C) Hatred

D) Affection✓


21) Antonym : Cacophonous

A) Melodious✓

B) Loud

C) Sonorous

D) Harsh


22) Antonym : Precept

A) Mandate

B) Disorganisation✓

C) Maximum

D) Motto


23) Antonym : Sultry

A) Torrid

B) Broiling

C) Dry

D) Soggy✓


24) Antonym : Slander

A) Glorification✓

B) Backstabbing

C) Aspersion

D) Belittlement



Idiom /phrases

25) As fit as a fiddle

A) very aggressive

B) uncomfortable

C) shellfish Friend

D) strong and healthy✓



Idiom /phrases

26) Argus-eyed

A) A pretence

B) Flatterer

C) Short Tempered

D) Observant✓



Idiom /phrases

27) To bid defiance

A) To disregard recklessly✓

B) To apologize

C) To act in a like manner

D) To bribe



Idiom /phrases

28) With bated breath

A) In dispute

B) In anxiety✓

C) In full detail

D) In happy mood



Idiom /phrases

29) To clip one's wings

A) To be carried away

B) To restrict someone's freedom✓

C) To laugh secretly

D) To live within one's means



Idiom /phrases

30) Cloven hoof

A) A difficult situation

B) The evil intention✓

C) Win approval

D) Additional success




Idiom /phrases

31) Draconian law

A) Written law

B) Extremely severe law✓

C) Oral law

D) Lenient law



Idiom /phrases

32) To fall flat

A) To flatter

B) To fall in love with someone

C) To have no effect✓

D) To give bad news



Idiom /phrases

33) High and mighty

A) An unreliable person

B) Experts

C) Hopeful

D) Arrogant✓



34) Sentence arrangement

P) Very seldom do we actually go out and do something which is beneficial to the society without thinking of our own side benefit of it

Q) This is something that we have been falling short of

R) Every society must develop in its people a social responsibility

S) We are very individualstic and don't relative ourselves to our society as such.


1. RQSP✓

2. QRSP

3. QSRP

4. QPRS




35) Sentence arrangement

P) "Health Is Wealth" is a very old proverb however will be true forever for the humanity

Q) A healthy person can perform any task however ; a wealthy person who is suffering from untreatable disease can never buy a good health.

R) A healthy person (wheather rich or Poor) lives more happy and peaceful life than any rich person having a diseased body.

S) It indicates a very clear meaning that health is more significant for a person than the wealth

1. SQRP

2. QRPS

3. RPQS

4. PSQR✓







Bengali Current Affairs 29th October, 2020

 

Bengali Current Affairs 29th October, 2020

1.করোনা ভাইরাস ছড়ানো রুখতে ‘No Mask, No Service’ পলিসি চালু করলো কোন দেশ?

ⓐ ভারত

ⓑ চীন

ⓒ বাংলাদেশ✓

ⓓ নেপাল

চলমান COVID-19 মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ  ‘No Mask, No Service’ পলিসি চালু করলো ।

 এই নীতির আওতায় মুখোশ পড়ে না এমন লোকদের কোন পরিষেবা দেওয়া হবে না।

 বাংলাদেশের রাজধানী- ঢাকা

 বাংলাদেশের মুদ্রার নাম- টাকা

 বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা


2.সম্প্রতি শ্রীলংকাতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ HDFC Bank

ⓑ ICICI Bank✓

ⓒ Axis Bank

ⓓ State Bank


  ICICI Bank হেডকোয়াটার- মুম্বাই, মহারাষ্ট্র

 প্রতিষ্ঠা সাল- জুন, ১৯৯৪

 ICICI Bank ট্যাগ লাইন- 'Hum Hai Na, Khayal Apka'

  ICICI Bank এর বর্তমান CEO- সন্দীপ বক্সী


3.সম্প্রতি কোন বোলার IPL-13 এ দ্বিতীয় খেলোয়াড় হয়ে একটি ম্যাচে 5 উইকেট নিয়েছেন?

ⓐ বরুণ চক্রবর্তী✓

ⓑ শিখর ধাওয়ান

ⓒ ট্রেন্ট বোল্ট

ⓓ দীপক চাহার

 সম্প্রতি  IPL-13 এ কলকাতা নাইট রাইডার্স এর  বরুণ চক্রবর্তী 4 ওভারে 20 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছেন।


4.সম্প্রতি প্রয়াত Lee Kun-hee, কোন কোম্পানির চেয়ারম্যান ছিলেন?

ⓐ Samsung✓

ⓑ Microsoft

ⓒ Apple

ⓓ Adobe

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৮ বছর

 তাঁর সম্পত্তির পরিমান প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার

 Samsung-এর হেডকোয়াটার- সিওল, দক্ষিন কোরিয়া

 প্রতিষ্ঠা সাল- ১৯৩৮ সালের ১লা মার্চ

 প্রতিষ্ঠাতা- Lee Byung-chul (লি বাইং-চুল)


5.সম্প্রতি Vigilance Awareness Week 2020 কবে পালিত হয়েছে?

ⓐ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020✓

ⓑ 25 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020

ⓒ 23 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020

ⓓ 24 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020

 Vigilance Awareness Week theme 2020 - Vigilant India , Prosperous India (satark Bharat, samriddh Bharat)

 সরদার বল্লভভাই প্যাটেলের (৩১ শে অক্টোবর) জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।


6.তৃতীয় আরব রাষ্ট্র হিসাবে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলো কোন দেশ?

ⓐ ইজিপ্ট

ⓑ জর্ডান

ⓒ সুদান✓

ⓓ সৌদি আরব

 সুদানের রাজধানী- খার্তুম

 সুদানের মুদ্রার নাম- সুদানিজ পাউন্ড

 সুদানের প্রধানমন্ত্রী- Abdalla Hamdok(আবদাল্লা হামডোক)


7. ‘The Fixer’ শিরোনামে প্রথম নোভেল লিখলেন কে?

ⓐ শচীন তেন্ডুলকর

ⓑ সুমন দুবে✓

ⓒ চেতন ভগৎ

ⓓ বাইচুং ভুটিয়া


8.কে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছেন?

ⓐ জয়প্রকাশ সাগর

ⓑ দীনেশ মাহাতো

ⓒ অলোক ভার্মা✓

ⓓ সুধীর ত্রিপাঠী

 ভারতীয় বন পরিষেবা থেকে অবসর গ্রহন কারী হরিয়ানা টেন্ডারের সিনিয়র অফিসার অলোক ভার্মাকে ৩ বছরের জন্য হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

 হরিয়ানার রাজধানী- চন্ডিগড়

 হরিয়ানার রাজ্যের বর্তমান গভর্নর- সত্য দেব নারায়ন আচার্য

 হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী -মনোহর লাল খাট্টার


9.Assam Agar International Trade Centre-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে?

ⓐ সর্বানন্দ সনোয়াল✓

ⓑ জগদীশ মুখী

ⓒ নরেন্দ্র মোদী

ⓓ রামনাথ কোবিন্দ

 তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী।

 এটি স্থাপন করা হচ্ছে আসামের গোলাঘাট জেলার দাবিদুবিতে।

 আসামের রাজ্যপাল- জগদীশ মুখী

 রাজধানী- দিসপুর


10.করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাঙ্কের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চাইলো কোন দেশ?

ⓐ ভারত

ⓑ বাংলাদেশ✓

ⓒ চীন

ⓓ মায়ানমার

 বাংলাদেশ করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাঙ্কের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে। এই তহবিল টি ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে ব্যবহার করা হবে।

 বিশ্ব ব্যাঙ্কের হেডকোয়াটার- ওয়াশিংটন

 প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪

 বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট- ডেভিড মালপাস


11. ভারতের বৃহত্তম Cardiac Hospital এর উদ্বোধন করা হলো কোথায়?

ⓐ সুরাট

ⓑ আমেদাবাদ✓

ⓒ কটক

ⓓ কলকাতা

এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 1251 শয্যা ,531 কার্ডিয়াক ICU বেড সহ হাসপাতাল তৈরি করতে মোট খরচ হয়েছে 470 কোটি টাকা।


12. নিম্নের কোন শিক্ষা বোর্ড ফেসিয়াল রিকগনিশন সিস্টেম চালু করেছে?

ⓐ WBBSC

ⓑ CBSE✓

ⓒ ICSE

ⓓ JEE

 Central Board Of Secondary Education (CBSE) has introduced the facial recognition system to make students in able to download the document of class 10 and 12

 Chairman of CBSE : Manoj Ahuja


13. ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস নিম্নের কাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে?

ⓐ সমির খারে

ⓑ বিমল জুলকা✓

ⓒ দীনেশ খুল্লার

ⓓ কেউ নয়


14. সম্প্রতি HDFC ব্যাংকের  নতুন CEO & MD পদে কে নিযুক্ত হলেন?

ⓐ আদিত্য পুরি

ⓑ শশধর জগদীশন✓

ⓒ দীপক বর্মন

ⓓ সুধীর গোস্বামী

 এনার আগে HDFC ব্যাংকের CEO & MD পদে ছিলেন আদিত্য পুরি। আদিত্য পুরি 26 অক্টোবর 2020 পদত্যাগ করলেন। তার স্থলে শশধর জগদীশন নতুন নিযুক্ত হলেন।


 HDFC Bank Founded : August 1994; 26 years ago

 Founder : Hasmukhbhai Parekh

 Headquarters : Mumbai, Maharashtra, India


15. আলফা কন্দে নিম্নের কোন দেশে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?

ⓐ গিনি✓

ⓑ মালি

ⓒ মালয়েশিয়া

ⓓ ফ্রান্স

 তিনি 59.4 9 শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

 গিনি পশ্চিম আফ্রিকার একটি দেশ।

 পূর্বে দেশটি ফরাসি গিনি নামে পরিচিত ছিল।

 গিনির মুদ্রা - গিনিয়ান ফ্র

 গিনির রাজধানী - কোনাক্রি

 গিনির রাষ্ট্রপতি - Lansana Conte (লানসানা কন্টে)

 গিনির প্রধান মন্ত্রী -Lansana Kouyate (লানসানা কৈয়াত)


16.সম্প্রতি রক্তদান অ্যাপ " ই- ব্লাড সার্ভিস" কে চালু করেছে?

ⓐ রাজনাথ সিং

ⓑ ডক্টর হর্ষবর্ধন✓

ⓒ নীতিন গড়করি

ⓓ নরেন্দ্র মোদি

Health and Family Welfare Minister : ডক্টর হর্ষবর্ধন


17. কোন শহরে পুলিশ মহিলাদের ক্ষমতায়নের উপর "আম্মে" নামে একটি চলচ্চিত্র চালু করেছে?

ⓐ হায়দ্রাবাদ✓

ⓑ আমেদাবাদ

ⓒ গুজরাট

ⓓ সুরাট

 হায়দ্রাবাদ পুলিশ "আম্মে" শিরোনামে নারীর ক্ষমতায়নের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র পোস্টার প্রকাশ করেছে।

 এর মাধ্যমে 1000 স্কুলছাত্রীকে আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে।


18. ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার সম্মান Sakharav Prize 2020 দ্বারা কাকে সম্মানিত করা হল?

ⓐ ভেলেন্টিনা চিরল

ⓑ মেন্টালিয়া  তাকানিস্কা

ⓒ স্বেতলানা টিখানস্কয়া✓

ⓓ কেউ না

স্বেতলানা টিখানস্কয়া বেলারুশের একজন বিরোধী দলনেতা।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত হলেন।


19 . MACS 6478কোন শস্যের একটি প্রকারভেদ যা তৈরি করেছে পুনের আগর কার রিসার্চ ইনস্টিটিউট?

ⓐ চাল

ⓑ জোয়ার

ⓒ গম✓

ⓓ বাজরা

 গমের একটি প্রকারভেদ হলো MACS 6478

 মাত্র ১১০ দিনের মধ্যে এই গম চাষ করা যায়। মাত্র ১১০ দিনের মধ্যে এই প্রকার গম রোপন ,বপন এবং ফসল কাটা হয়ে যায়।

 এ প্রকার  গমের পাতা বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে সক্ষম।


20. 27 অক্টোবর কে সর্তকতা ও দুর্নীতির বিরুদ্ধে একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন?

ⓐ নরেন্দ্র মোদি✓

ⓑ রাজনাথ সিং

ⓒ নরেন্দ্র সিং তোমার

ⓓ নির্মলা সীতারামন

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্তকতা ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন।

 এই সম্মেলনের আয়োজন করছে CBI


21. 1এপ্রিল 2021 নবম শিখ গুরু তেগ বাহাদুর এর কত তম জন্ম জয়ন্তী পালিত হবে?

ⓐ 200

ⓑ 400✓

ⓒ 600

ⓓ 300

■ 1এপ্রিল 2021 নবম শিখ গুরু তেগ বাহাদুর এর 400 তম জন্ম জয়ন্তী পালিত হবে।

 এই জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন  করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি একটি কমিটি গঠন করেছেন।














Tuesday, October 27, 2020

MOCK TEST -13

 


MOCK TEST -13

১) এক- জিন -এক এনজাইম তত্ত্ব প্রবর্তন করেন কে?

ক) মুলার

খ) মর্গ্যান

গ) বিডল ও ট্যাটাম✓

ঘ) ব্রিজেস


২) ATP চক্রের জনক কে?

ক) রেইডার

খ) স্টিফেন হিলস

গ) লিপম্যান✓

ঘ) কুভিয়ের


৩) ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক কে ছিলেন?

ক) সুশ্রুত✓

খ) চরক

গ) স্ক্যাটার

ঘ) আর্য ভট্ট


৪) কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করা কে কি বলে?

ক) ট্যাক্সোনমি

খ) জিনোমিক্স✓

গ) জিনোম

ঘ) জিন থেরাপি


৫) জীব বিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত জীব বিদ্যার শাখা কে কি বলে?

ক) বায়োনিক্স✓

খ) সাইবারনেটিক্স

গ) বায়োমেট্রি

ঘ) বায়োফিজিক্স


৬) এক্স বায়োলজির অধ্যায়নের বিষয় কি?

ক) বহি কোষের গঠন

খ) বহিবিশ্বে প্রাণী✓

গ) প্রাণীর আচরণ

ঘ) জীবের বহিঃ গঠন


৭) কম্বোজ প্রাণী সম্পর্কে আলোচনা কে কি বলে?

ক) কোনকোলজি

খ) ম্যালাকোলজি✓

গ) এন্টোমলজি

ঘ) অর্নিথলজি


৮) ট্যাক্সোনমি কথাটিতে ট্যাক্সিস এর অর্থ কি?

ক) আইন

খ) নামকরণ

গ) বিন্যাস✓

ঘ) বিন্যাস বিধি


৯) পুষ্টি বিষয়ক অধ্যায়ন কে কি বলে?

ক) নিউট্রিশনিস্ট

খ) ট্রোফোলজি✓

গ)  টেক্তলজি

ঘ) ডায়াটিকস


১০) ইউজেনিক্সের জনক কাকে বলা হয়?

ক) হুগো দে ভ্রিজ

খ) মাইসেলি

গ) গ্যালটোন✓

ঘ) মুলার


১১) অ্যাস্ট্রোলজি কি?

ক) ফুল সম্পর্কিত বিজ্ঞান

খ) ঘাস সম্পর্কিত বিজ্ঞান✓

গ) ফল সম্পর্কিত বিজ্ঞান

ঘ) বাগিচার উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান


১২) আধুনিক জীব বিদ্যার জনক কে?

ক) অ্যারিস্টোটল

খ) থিওফ্রাস্টাস

গ) ডারউইন✓

ঘ) জেনার


১৩) জমজ সন্তানের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন কে কি বলে?

ক) অটোগ্রাফট্

খ) আইসোগ্রাফট্✓

গ) অ্যালো গ্রাফট্

ঘ) জেনোগ্রাফট্


১৪) শল্যচিকিৎসায় অর্থোপ্লাস্টি কি?

ক) ওপেন হার্ট সার্জারি

খ) হিপ জয়েন্ট প্রতিস্থাপন✓

গ) বৃক্কের প্রতিস্থাপন

ঘ) রক্ত প্রতিস্থাপন


১৫) ব্যাং কে সম্মোহিত করতে কোন অংশ ঘষতে হয়?

ক) মস্তক

খ) বুক

গ) পেট✓

ঘ) পশ্চাত্পদ


১৬) একটি "হারবেরিয়াম "হল-

ক) শুষ্ক উদ্ভিদের সংগ্রহশালা✓

খ) বিরুৎ উদ্ভিদ এর বাগান

গ) ভেষজ উদ্ভিদের সংগ্রহশালা

ঘ) জাতীয় উদ্যান


১৭) পাখির বাসা সম্বন্ধে আলোচনা করা কে কি বলে?

ক) ফেনোলজি

খ) অর্নিথলজি

গ) নিডোলজি✓

ঘ) হারপেটোলজি


১৮) যখন দুটি পৃথক প্রজাতির নামকরণ একই হয় তখন তাকে কি বলে?

ক) সিনোনিম

খ) হোমোনিম✓

গ) বেসিওনিম

ঘ) টটোনিম


১৯) এন্ডোক্রাইনোলজি কিসের সঙ্গে যুক্ত?

ক) দাঁত

খ) গ্রন্থি✓

গ) ত্বক

ঘ) হৃদপিণ্ড


২০) গ্রাব কিসের লার্ভা? WBCS PRL ২০১৬

ক) পতঙ্গ

খ) ক্রাসটেশিয়

গ) বিটল✓

ঘ) স্পঞ্জ


২১) জীব ও জড়ের মধ্যে মূল পার্থক্য হল-

Food ২০১৪

ক) বৃদ্ধি

খ) আকৃতি

গ) চলন 

ঘ) প্রোটোপ্লাজম এর উপস্থিতি✓


২২) নিচের কোন টি পর্যবেক্ষণে বেরিয়াম ব্যবহার করা হয়? Food ২০১৪

ক) রক্তের গ্রুপ নির্ণয়

খ) পৌষ্টিক নালীর এক্সরে করতে✓

গ) মস্তিষ্কের এক্সরে করতে

ঘ) কোনোটিই নয়


২৩) বামন উদ্ভিদ তৈরি করার কৌশল কে কি বলে? ssc comb ২০১৩

ক) বনসাই ✓

খ) টপিয়ারি

গ) হর্টিকালচার

ঘ) কলাকর্ষণ


২৪) প্রাণের মৌলিক উপাদান কোনটি? WBCS main 2015

ক) নিউক্লিক অ্যাসিড

খ) প্রোটিন✓

গ) জিন

ঘ) লিপোপ্রোটিন


২৫) যে প্রাণীর নাসারন্ধ্র একটি সেই প্রাণীটি হলো- WBCS main 2015

ক) তিমি✓

খ) কচ্ছপ

গ) পাইথন

ঘ) হাঙ্গর


২৬) দেহের আকৃতি তুলনায় যে প্রাণী আকারে ছোট ডিম পারে সেটি হল-WBCS main 2015

ক) উটপাখি

খ) টিনা মোনাস

গ) শকুন

ঘ) কিউই✓


২৭) ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি?WBCS main 2015

ক) মোনাল

খ) ডাভ

গ) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড✓

ঘ) সারস


২৮) স্যালমন মাছ এর অপর নাম কি? WBCS main 2015

ক) অস্থি মাছ

খ) ট্রাউট✓

গ) কড

ঘ) স্টারফিশ


২৯) নিচের কোন পদ্ধতিতে দুটি উদ্ভিদের বৈশিষ্ট্য মিলন ঘটে? WBCS main 2018

ক) কাটিং

খ) লেয়ারিং

গ) বাডিং

ঘ) গ্রাফটিং✓


৩০) নিচের কোনটি গভীর সমুদ্রে পাওয়া যায়?

ক) নীলাভ সবুজ শৈবাল

খ) আর্কি ব্যাকটেরিয়া✓

গ) ফাইটোপ্লাংকটন

ঘ) ক্লোরেল্লা


৩১) নিচের কোনটিকে উদ্ভিদজগতে উভয়চর বলা হয়?

ক) শৈবাল

খ) ব্রায়োফাইটা✓

গ) টেরিডোফাইটা

ঘ) ব্যক্তবীজী


৩২) বর্তমানে "ছত্রাক"-কে উদ্ভিদ গোষ্ঠী তে রাখা হয় না কারণ-

ক) এরা পরভোজী

খ) এদের কোষ প্রাচীরে কাইটিন থাকে

গ) এদের কোষের গ্লাইকোজেন সঞ্চিত থাকে

ঘ) সবগুলি✓


৩৩) কোনটি প্রকৃত মস উদ্ভিদ?

ক) ক্লাব মস

খ) স্পাইক মস

গ) আইরিশ মস

ঘ) পিট মস✓


৩৪) উদ্ভিদের বাকলে বৃদ্ধি প্রাপ্ত লাইকেন দের কি বলা হয়?

ক) স্যাক্সি কলাস 

খ) কর্টি কলাস✓

গ) টেরিকলাস

ঘ) জিও কলাস


৩৫) "লিটমাস রং " কোথা থেকে প্রস্তুত করা হয়?

ক) লাইকেন✓

খ) ডাইনোফ্লাজেলেট

গ) লোহিত শৈবাল

ঘ) ডায়াটম


৩৬) "ডেড ম্যানস ফিঙ্গার " এক ধরনের 

ক) কোরাল

খ) স্পঞ্জ ✓

গ) হাইড্রা

ঘ) পতঙ্গ


৩৭) পেরিপেটাস কোন পর্বভুক্ত প্রাণী?

ক) কর্ডাটা

খ) নিডারিয়া

গ) আর্থোপোডা✓

ঘ) টিনোফোরা


৩৮)  নিচের কোনটি এককোষী প্রাণী?

ক) ডায়াটম

খ) ইউগ্লিনা

গ) এন্টামিবা

ঘ) সবগুলি✓


৩৯) বৈদ্যুতিক বিপর্যয়জনিত কারণে হাতির মৃত্যু রোধে বিশেষ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

ক) উড়িষ্যা

খ) আসাম

গ) পশ্চিমবঙ্গ✓

ঘ) ত্রিপুরা


৪০) বিশ্বের মধ্যে প্রথম কোন দেশে face scan system চালু হলো?

ক) আমেরিকা

খ) সিঙ্গাপুর✓

গ) চীন

ঘ) জাপান










Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...