Friday, July 31, 2020

Fixed Preposition







Fixed Preposition    Part - 4

1. She has great affection ______ me.

A) for ✓
B) in 
C) with 
D) to

*Affectionate ( Adj) - To

*Affection (Noun) - For






2. Sita is endowed______ many great qualities

A) in 
B) with ✓
C) of 
D) by








3. Our country is committed ______a policy of peaceful coexistence

A) with
B) for
C) to ✓
D) by






4. He stumbled at the stone and fell ______a ditch

A) on 
B) into✓
C) in 
D) within


*He was lying in/ into the ditch

*He fell in/ into the ditch







5. The store house was infested_____ rats

A) by
B) of 
C)with✓
D) in


*Filled with/ Replete with/flooded with/loaded with






6. You must adapt yourself ____your new surroundings

A) towards 
B) in 
C) with 
D) to✓

*Adapt to / adjust to






7. We should abide______ the rules of the institution.

A) with
B) to 
C) on
D) by✓

*abide by /comply with/ Accede to / stick to/ adhere to





8. He has resigned himself ____fate

A) In
B) into 
C) for
D) to✓

* Resigned to/ Surrender to







9. We should always stick to our decisions otherwise the people mock_____ us

A) over
B) at ✓
C) on 
D) upon

* Mock at/ Laugh at






10. I shall take revenge_____ you

A) at 
B) on 
C) with 
D) from✓

• He took revenge from her

• He revenged himself on her





Bengali Current Affairs 1st August ,2020







Bengali Current Affairs 1st August ,2020

1.সম্প্রতি ভারতে কত গুলি ‘Rafale’ যুদ্ধ বিমান এল?

ⓐ ৪টি
ⓑ ৫টি✓
ⓒ ৬টি
ⓓ ৩টি

❏ এগুলি বানিয়েছে ফ্রান্সের Dassault Aviation
❏ ৩৬টি রাফাল জেট কেনার জন্য ২০১৬ সালের ২৩শে সেপ্টেম্বর ভারত সরকার ফ্রান্সের Dassault Aviation-এর সাথে চুক্তি বদ্ধ হয়েছিল ৫৮,০০০ কোটি টাকার বিনিময়ে
❏ বাকি থাকা সমস্ত রাফাল যুদ্ধ বিমান গুলি ২০২১ সালের শেষের দিকে ডেলিভারি সম্পূর্ণ করবে ফ্রান্স



2. কোন সংস্থা COVID-19এর বিস্তার রোধে "Ashray" নামে মেডিকেল বেড আইসোলেশন সিস্টেম তৈরি করেছে?

ⓐ DIAT, Pune✓
ⓑ DRDO
ⓒ CSIR-CMERI
ⓓ CSIR- IGI

❏ DIAT-Defence Institute of Advanced Technology
❏ প্রতিষ্ঠা- 1952
❏ Chancellor - Rajnath Singh, Defence Minister
❏ Vice chancellor- Dr. CP Ram Narayan


3.টেস্ট ক্রিকেটে ৫০০টি উইকেট সম্পূর্ণকারী সপ্তম বোলার হিসাবে পরিচিত হলো কে?

ⓐ Stuart Broad✓
ⓑ Shane Warne
ⓒ Anil Kumble
ⓓ Courtney Walsh

❏ এই তালিকায় প্রথম আছে শ্রীলংকার Muttiah Muralitharan ( মুত্তিয়া মুরালিধরন) , যিনি ১৩৩টি ম্যাচে ৮০০টি উইকেট নিয়েছেন
❏ এই তালিকায় অনিল কুম্বলের স্থান তৃতীয়, যিনি ১৩২টি ম্যাচে ৬১৯টি উইকেট নিয়েছিলেন




4. কোন ইন্সুরেন্স কোম্পানি মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যের কৃষকদের ফলন সুরক্ষা এবং আর্থিক সুরক্ষা সম্পর্কে উৎসাহ দেওয়ার জন্য " Bohot Zaroori Hai " শিরোনামে একটি ফসল বীমা প্রচার শুরু করল?

ⓐ Bharati AXA General Insurance✓
ⓑ Bajaj Allianz Life Insurance Company
ⓒ ICICI Lombard
ⓓ HDFC ERGO

❏ Bharati AXA General Insurance Headquarter- Mumbai ,Maharashtra
❏ MD& CEO of Bharati AXA General  Insurance
- Sanjeev Srinivasan

5. ICICI Lombard কোন কোম্পানির সাথে যৌথ সহযোগিতায় Hospital Daily Cash Benefit লঞ্চ করল?

ⓐ Paytm
ⓑ Phonepe✓
ⓒ Google pay
ⓓ PayPal

❏ ICICI Lombard প্রতিষ্ঠা- 2001
❏ Headquarter-মুম্বাই
❏ ICICI Lombard এর Managing Director -ভারগাভ দাসগুপ্ত
❏ Phonepe প্রতিষ্ঠা - 2015 ডিসেম্বর
❏ CEO- সমীর নিগাম
❏ Headquarter- বেঙ্গালুরু




6.ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ‘Defence Ministers’ Dialogue’ অনুষ্ঠিত হলো কোথায়?

ⓐ মুম্বাই
ⓑ নিউ দিল্লি✓
ⓒ বিশাখাপত্তনম
ⓓ চেন্নাই

❏ এই সভায় নেতৃত্ব দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Prabowo Subianto (প্রাবো সুবিয়ান্তো)

7. 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন দেশের সাথে 400 বিলিয়ন ডলারের Currency Swap করতে সম্মত হয়েছে?

ⓐ শ্রীলংকা✓
ⓑ সৌদি আরব
ⓒ জাপান
ⓓ জার্মানি

❏শ্রীলংকার মুদ্রা -শ্রীলঙ্কা রুপি
❏শ্রীলংকার রাজধানী - শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে (প্রশাসনিক)
❏শ্রীলংকার প্রধানমন্ত্রী -মাহিন্দা রাজাপাকসে
❏শ্রীলঙ্কার রাষ্ট্রপতি -গোতাবায়া রাজাপাকসে
❏শ্রীলংকার সরকারি ভাষা - সিংহলি; তামিল;



8.Andrej Plenković (আন্দ্রে প্লেনকোভিচ) কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন?

ⓐ তুর্কি
ⓑ ফিলিপিন্স
ⓒ ক্রোয়েশিয়া✓
ⓓ আয়ারল্যান্ড

❏ রাজধানী- Zagreb
❏ মুদ্রার নাম- ক্রোয়েশিয়ান কুনা
❏ বর্তমান রাষ্ট্রপতি- জোরান মিলানোভিচ

9.সম্প্রতি প্রয়াত Kumkum কোন পেশায় যুক্ত ছিলেন?

ⓐ চিত্রশিল্প
ⓑ অভিনয়✓
ⓒ সঙ্গীত
ⓓ সংবাদ পরিবেশন

❏ তিনি সাবেক বলিউড অভিনেত্রী
❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর
❏ ‘CID’, ‘Mr X in Bombay’ and ‘Mother India’-র মতো সিনেমায় অভিনয় করেছেন

10. Paytm Money-এর নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ বরুন শ্রীধর✓
ⓑ প্রবীন যাদব
ⓒ অমিতাভ চৌধুরী
ⓓ গগন নারায়ণ

❏ এনার আগে এই পদে ছিলেন প্রবীন যাদব
❏Paytm Founder- Vijay Shekhar Sharma
❏Paytm Headquarter -Noida, Uttar Pradesh
❏Paytm Founded - 2010
11. গুরুগ্রাম এবং কোয়েম্বাটুর শহরের পর কোন শহর ম্যানহোল পরিষ্কারের জন্য  BANDICOOT নামে  রোবটের উদ্বোধন করল?

ⓐ গৌহাটি✓
ⓑ চেন্নাই
ⓒ ব্যাঙ্গালোর
ⓓ হায়দ্রাবাদ

❏ " KAZI 106F" নামে ভারতের একমাত্র সোনালী বাঘটি রয়েছে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে
❏এই বাঘটি "Tabby Tiger" বা "Strawberry Tiger " নামেও পরিচিত
❏আসামের রাজধানী- দিসপুর
❏আসামের মুখ্যমন্ত্রী -সর্বানন্দ সোনোয়াল
❏আসামের রাজ্যপাল -জগদীশ মুখী
❏আসাম রাজ্য সরকার "Dhanwantari"নামে নতুন ওষুধ সরবরাহ প্রকল্প চালু করেছে




12. কোন flying club  দেশের প্রথম DGCA- অনুমোদিত ড্রোন প্রশিক্ষণ বিদ্যালয়ে পরিণত হয়েছে?

ⓐ Bombay flying club✓
ⓑ Chennai flying  club
ⓒ Delhi flying club
ⓓ Bangalore flying club




13. সম্প্রতি প্রয়াত সৌমেন মিত্র কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিল?

ⓐ ফুটবলার
ⓑ রাজনীতিবিদ✓
ⓒ কবি
ⓓ গায়ক





14. World Day Against Trafficking in Persons দিবস কবে পালিত হয়?

ⓐ 30 জুলাই✓
ⓑ 31 জুলাই
ⓒ 28 জুলাই
ⓓ 29 জুলাই

❏ United Nation 2013 সাল থেকে এটা প্রথম পালন করে আসছে
❏Theme - " Committed to the Cause -Working on the Front line to End Human Trafficking ".

15. সম্প্রতি World most populated cities এর তালিকা প্রথম স্থানে কোন শহর রয়েছে?

ⓐ টোকিও ,জাপান✓
ⓑ নিউ দিল্লি
ⓒ মুম্বাই
ⓓ জাকার্তা


❏ ভারতের নিউ দিল্লি দ্বিতীয় স্থানে, মুম্বাই 9 নম্বর স্থানে এবং কলকাতা 15 নম্বর স্থানে রয়েছে

16.সম্প্রতি নরেন্দ্র মোদী কোন দেশে New Supreme Court buildingএর উদঘাটন করেন?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মরিসাস✓
ⓒ বাংলাদেশ
ⓓ মায়ানমার


❏ মরিসাস রাজধানী -পোর্ট লুইস





Thursday, July 30, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৮১




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮০

৪০) কোনটি বেমানান

A)আকবর 
B)জাহাঙ্গীর 
C)শাহজাহান 
D)বিক্রমাদিত্য ✓
E)ওরঙ্গজেব




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮১

১) কোন জলবায়ুতে ক্রান্তীয় শীতকাল দেখা যায়?

ক) মৌসুমী
খ) নিরক্ষীয় ✓
গ) ভূমধ্যসাগরীয়
ঘ) তুন্দ্রা

২) উপকূল অঞ্চলে গড়ে ওঠা একটি লৌহ ইস্পাত কেন্দ্র হল-

ক) কুলটি
খ) বার্নপুর
গ) বিশাখাপত্তনম ✓
ঘ) ভিলাই

৩) নিম্নলিখিত কোনটি প্রাণী ভিত্তিক কাঁচামালের উদাহরণ নয়?

ক) পশম 
খ) ডেয়ারি
গ) পাট ✓
ঘ) মাছ

৪) "লু "প্রবাহিত হয়-

ক) সকালবেলায় 
খ) দুপুর বেলায় ✓
গ) বিকেল বেলায় 
ঘ) সন্ধ্যার সময়

৫) একটি উষ্ণ স্রোতের নাম হল-

ক) ফকল্যান্ড স্রোত 
খ) বেরিং স্রোত
গ)  ব্রাজিল স্রোত✓
ঘ) পেরু স্রোত

৬) দিয়ারা কোন জেলার ভূমিকে বলা হয়?

ক) মুর্শিদাবাদ
খ) মালদা ✓
গ) নদীয়া 
ঘ) বর্ধমান

৭) খাতরা কি জন্য বিখ্যাত?

ক) চুনাপাথর 
খ) ম্যাঙ্গানিজ
গ) ডলোমাইট
ঘ) চিনামাটি✓

বাঁকুড়ার খাতরা বালুচুরি শাড়ি এবং চীনামাটির বাসন ও খেলনার জন্য বিখ্যাত

৮) কাবেরী নদীর ডান তীরের উপনদী কোনটি?

ক) সিমসা
খ) অমরাবতী ✓
গ) ঘাটপ্রভা
ঘ) হেমাবতি

৯) কাইগা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) উড়িষ্যা
খ) রাজস্থান
গ) তামিলনাড়ু
ঘ) কর্ণাটক✓

কর্নাটকের কালী নদীর নিকটে অবস্থিত

১০) "Gulf Stream "বলতে কী বোঝানো হয়?

ক) একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত ✓
খ) একটি বায়ু প্রবাহ
গ) সমুদ্র স্রোত
ঘ) সমুদ্র বায়ু

১১) রিহান্দ কোন নদীর একটি শাখা নদী?

ক) গঙ্গা
খ) যমুনা 
গ) শোন ✓
ঘ) কৃষ্ণা

১২) রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি?

ক) চিনুক
খ)  ফন 
গ) সিরোক্কো
ঘ) মিস্ট্রাল✓

১৩) জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কি বলে?

ক) কম্পাউন্ডিং
খ) ল্যান্ডফিল 
গ) কম্পোস্টিং ✓
ঘ) ওভারসেলিং

১৪) পশ্চিমবঙ্গের কোচবিহার কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) তুলা এবং বস্ত্র শিল্প
খ) কাঁচ শিল্প
গ) পেট্রোলিয়াম 
ঘ) রেশম শিল্প✓

১৫) নুনমাটি স্থানটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত?

ক) লবণ শিল্প
খ) পেট্রোলিয়াম শিল্প ✓
গ) কাগজ শিল্প
ঘ) টেক্সটাইল শিল্প

আসামের নুনমাটি পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত

১৬) কোন সভ্যতায় সাধারণত পশুপাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো?

ক) মেহেরগড় সভ্যতা
খ) হরপ্পা সভ্যতা ✓
গ) বৈদিক সভ্যতা 
ঘ) ব্যাবিলনীয় সভ্যতা

১৭) নিম্নলিখিত কোন শহরে বিখ্যাত স্মৃতিস্তম্ভ " রুমি দরওয়াজা " অবস্থিত?

ক) বুলন্দশহর
খ) ভূপাল
গ) লখনও ✓
ঘ) মুর্শিদাবাদ

১৮) ভারতীয় ইতিহাসে কে বা কারা কিং মেকার (King Maker) হিসেবে পরিচিত?

ক) সৈয়দ ভ্রাতৃদ্বয় ✓
খ) হোসেন ভ্রাতৃদ্বয়
গ) হাসান পরিবার
ঘ)  চাণক্য

১৯) সঙ্গম যুগের " পিল্লাই " শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীকে বোঝাতে ব্যবহৃত হতো?

ক) ঋণদাতা 
খ) কৃষক 
গ) শ্রমিক
ঘ)  ছাত্র✓

২০) "ভারত আরব নয়, একে দারউল ইসলাম এ রূপান্তর করা সম্ভব নয় "- উক্তিটি কার?

ক) ইলতুৎমিস✓ 
খ) বলবন
গ) আলাউদ্দিন খলজী
ঘ) মহম্মদ বিন তুঘলক

২১) পুরনো লেপের থেকে নতুন লেপ বেশি গরম কেন মনে হয়?

ক) নতুন লেপের তুলোয় বেশি বায়ু পূর্ণ ফাঁকা স্থান থাকে✓
খ) নতুন লেপে তুলো নতুন 
গ) নতুন লেপ বেশি মোটা 
ঘ) সঠিক কারণ বলা যায় না

২২) লোহার জিনিসের ওপর জিংকের প্রলেপ দেওয়ার প্রক্রিয়া কে কি বলে?

ক) তড়িৎ লেপন
খ) ভলকানাইজেশন 
গ)সিন্থেটিক আবরণ 
ঘ)গ্যালভানাইজেশন✓

২৩) কোন ধাতুকে পিটিয়ে সহজেই পাত বানানো হয়?

ক) সোনা ✓
খ) ম্যাগনেসিয়াম 
গ) আয়রন
ঘ) ক্যালসিয়াম

২৪) জার্মান সিলভার এর মূল উপাদান কোনটি নয়?

ক) তামা 
খ) দস্তা 
গ) নিকেল
ঘ) আয়রন✓

২৫) কার্বোরেটরের  কাজ কি?

ক) বাতাসের সঙ্গে বাষ্প মেশানো
খ) পেট্রোল ও বাষ্প মেশানো 
গ) বাতাস ও পেট্রোল মিশিয়ে সাধারণ তাপমাত্রায় মিশ্রন সৃষ্টি করা ✓
ঘ) কোনটাই নয়

২৬) ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয়?

ক) বোরন ও আলুমিনিয়াম
খ) সিলিকন ও জার্মেনিয়াম✓
গ) ইরিডিয়াম ও টাংস্টেন 
ঘ) নিউবিয়ম ও কলাম্বিয়াম

২৭) লোহায় মরচে পড়া বন্ধ করতে লোহার সাথে প্রধানত কি মেশানো হয়?

ক) অ্যালুমিনিয়াম 
খ) কার্বন
গ) ক্রোমিয়াম✓ 
ঘ) টিন

২৮) দুধকে যখন মন্থন করা হয় তখন ক্রিম আলাদা হয়ে যায় কি কারনে?

ক) মহাকর্ষীয় বল
খ) ঘর্ষণ বল
গ) অপকেন্দ্র বল✓
ঘ)  অভিকেন্দ্র বল

২৯) নিচের কোনটি ইলেক্ট্রো ম্যাগনেট ব্যবহার করেনা?

ক) বৈদ্যুতিক ঘন্টা 
খ) বৈদ্যুতিক ইস্ত্রি ✓
গ) লাউডস্পিকার
ঘ)  হার্ডডিস্ক

৩০) কোন যৌগের উপস্থিতির জন্য তৈলচিত্রের বর্ণ কালো হয়?

ক) কার্বন মনোক্সাইড 
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) লেড সালফেট✓ 
ঘ) নাইট্রিক অ্যাসিড

Formula: PbSO4

৩১) অক্সিন গাছের কোথায় পাওয়া যায়?

ক) বিটপের ডগায়✓
খ) মূলে
গ) কাণ্ডে
ঘ) কোনোটিই নয়

৩২) মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সাহায্য করে?

ক) অ্যালুমিনিয়াম
খ) আয়রন
গ) ক্যালসিয়াম✓
ঘ) জিঙ্ক

৩৩) মাকড়সার জাল কি দিয়ে তৈরি?

ক) কার্বোহাইড্রেট পলিমার 
খ) প্রোটিন✓
গ) লিপিড 
ঘ) পলিস্যাকারাইড

মাকড়সা জাল তৈরি করতে তাদের সিল্ক ব্যবহার করে। স্পাইডার সিল্ক প্রোটিন দ্বারা তৈরী।

৩৪) পৃথিবীর ভেতর আটকে থাকা তাপ কি নামে পরিচিত?

ক) টাইডাল এনার্জি 
খ) ফসিল এনার্জি
গ) জিওথার্মাল এনার্জি✓
ঘ) নিউক্লিয়ার এনার্জি

৩৫) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পঞ্চম পর্যায় এর ধাতব মৌল?

ক) ক্যালসিয়াম 
খ) সোনা 
গ) প্লাটিনাম
ঘ) রুবিডিয়াম✓

৩৬) নাইট্রোজেন ডাই অক্সাইড এর ধোঁয়া কি রংয়ের হয়?

ক) ফ্যাকাশে হলুদ 
খ) বাদামী ✓
গ) লাল
ঘ) হলুদ

৩৭) কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক নিম্নের কিসের উপর নির্ভর করে?

ক) আলোর বর্ণের উপর ✓
খ) প্রাবল্যের উপর
গ) বিস্তারের উপর
ঘ) দশার পার্থক্যের উপর

৩৮) ফোকাস তল প্রধান অক্ষের সঙ্গে কত কোণ করে থাকে?

ক) 45 ° 
খ) 90° ✓
গ) 0° 
ঘ)120°

৩৯) নিচের পদার্থগুলোর মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি?

ক) চারকোল 
খ) ডিজেল 
গ) LPG✓
ঘ) বায়োমাস

৪০) পরম স্কেল কে প্রবর্তন করেন?

ক) কেলভিন✓
খ) রাদারফোর্ড 
গ) নীলস বোর
ঘ) আইনস্টাইন

৪১) বর্তমানে বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা থাকে কেন?

ক) ফিলামেন্টের বাষ্পীভবন বেশি হয়
খ) ফিলামেন্টের রোধ বৃদ্ধি পায়
গ) ফিলামেন্টের রোধ কমে যায়
ঘ) ফিলামেন্টের  বাষ্পীভবন কম হয়✓

৪২) কোন গ্রহ থেকে নির্গত কোন বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে?

ক) বস্তুর ভর 
খ) গ্রহটির ভর
গ) গ্রহের গড় ব্যাসার্ধ✓
ঘ) গ্রহের ঘনত্ব

৪৩) সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচমেন্ট করা যায়?

ক) 72 
খ) 61✓
গ) 69 
ঘ) 76

৪৪) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা ,খনি বা কোন বিপদ জন্য কাজে নিযুক্ত করা নিষিদ্ধ?

ক) 21
খ) 22
গ) 23 
ঘ) 24✓

৪৫) ভারতের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি দুজনে যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

ক) লোকসভার অধ্যক্ষ 
খ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি✓ 
গ) UPSC চেয়ারম্যান 
ঘ) প্রধানমন্ত্রী

৪৬) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন কে?

ক) প্রধানমন্ত্রী 
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি ✓
ঘ) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ

৪৭) উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো বিবাদ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত অধিকার থাকে কার?

ক) লোকসভার স্পিকার 
খ) রাষ্ট্রপতি
গ) মুখ্য নির্বাচন কমিশনার
ঘ)  সুপ্রিম কোর্ট✓

৪৮) অলকানন্দা নদীর তীরে কোন শহরটি অবস্থিত?

ক) বদ্রীনাথ ✓
খ) অযোধ্যা 
গ) এলাহাবাদ 
ঘ)লকনো

৪৯) রাজা ভোজ বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত?

ক) ইন্দোর
খ) কোজিকোড
গ) ভূপাল✓ 
ঘ) দেরাদুন

৫০) ভেদানথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) মহারাষ্ট্র
খ) তামিলনাড়ু ✓
গ) পশ্চিমবঙ্গ
ঘ) উড়িষ্যা

এটি ভারতের প্রাচীনতম জলজ পাখিদের অভয়ারণ্য ।প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে

৫১) ভেদ্দা কোন দেশের উপজাতি?

ক) মালদ্বীপ
খ) মায়ানমার
গ) শ্রীলঙ্কা✓
ঘ) বাংলাদেশ

৫২) ভলি ,স্ম্যাশ, সার্ভিস শব্দগুলি নিম্নলিখিত ক্রীড়া গুলির মধ্যে কোন সাথে সম্পর্কিত?

ক) ভলিবল
খ) লন টেনিস✓ 
গ) টেবিল টেনিস
ঘ)  ব্যাডমিন্টন

৫৩) কম্পিউটার বিজ্ঞানে " COBOL " এর সম্পূর্ণ রূপ নিচের কোনটি?

ক) Computer Business Oriented Language
খ) Common Bit Out Language
গ) Computer Bus Only Language
ঘ) Common Business Oriented Language✓

COBOL- Common Business Oriented Language

FORTRAN এর পরেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি শুরু হয়েছিল।  1959 খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়েছিল।

৫৪) কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিন্মলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়?

ক) কার্ড পাঞ্চ (Card punch)
খ) প্লটার(Plotter)✓
গ) কী বোর্ড( Keyboard)
ঘ) টাচ প্যানেল(Touch panel)


৫৫) B F J  N  R  ?

ক) Z
খ) V✓
গ) T
ঘ) X

Bengali Current Affairs 31st July, 2020





Bengali Current Affairs 31st  July, 2020 

1.ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির কমান্ডান্ট হিসাবে নিযুক্ত হলেন  কে?

ⓐ Rakesh Kumar
ⓑ MA Hampiholi✓
ⓒ Bibek Ram Choudhuri
ⓓ B. Suresh

✎ এনার আগে এই পদে ছিলেন ভাইস অ্যাদমিরাল দিনেশ কে. ত্রিপাঠী

✎ ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির অবস্থান- ইজিমালা, কেরালা




2. ‘Quest for Restoring Financial Stability in India’-শিরোনামে বই লিখলেন কে?

ⓐ Shri B.P. Kanungo
ⓑ Dr. Viral V. Acharya✓
ⓒ Dr. Urjit R. Patel
ⓓ Dr. Subir Gokarn 

✎ তিনি ২০১৭ সালের ২৩শে জানুয়ারী থেকে ২০১৯ সালের ২৩শে জুলাই পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ছিলেন
✎ রিজার্ভ ব্যাঙ্কের সদরদপ্তর- মুম্বাই
✎ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল
✎ প্রতিষ্ঠাতা- ব্রিটিশ রাজ
✎ বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস
✎ বর্তমান ডেপুটি গভর্নর হলেন- মাইকেল দেবব্রত পাত্র




3.International Tiger Day কবে পালিত হয়?

ⓐ 28 জুলাই
ⓑ 29 জুলাই✓
ⓒ 25 জুলাই
ⓓ 24 জুলাই

✎বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাঘের প্রাকৃতিক আবাস সুরক্ষার জন্য প্রতিবছর 29 শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়।

✎এই দিনটি গ্লোবাল টাইগার ডে হিসাবেও পরিচিত।





4.সম্প্রতি প্রয়াত Olivia de Havilland কতবার অস্কার পেয়েছিলেন?

ⓐ ৫ বার
ⓑ ২ বার✓
ⓒ ৩ বার
ⓓ ১ বার 

✎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ১০৪ বছর
✎ তাঁর জন্ম জাপান কিন্তু তিনি অভিনেত্রী হিসাবে কাজ করেছেন ব্রিটেন ও আমেরিকায়
✎ ১৯৪৬ সালের ১৩ই মার্চ 'To Each His Own' মুভির জন্য এবং ১৯৪৯ সালে 'The Heiress' সিনেমার জন্য তিনি অস্কার পান
✎ ২০০৮ সালে তিনি ' National Medal of Arts and France’s Legion of Honor' দ্বারা সম্মানিত হন




5.করোনা মোকাবিলার জন্য কোন দেশকে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে IMF?

ⓐ দক্ষিন কোরিয়া
ⓑ দক্ষিন আফ্রিকা✓
ⓒ বাংলাদেশ
ⓓ পাকিস্তান 

✎ এখনো পর্যন্ত এটাই হলো গোটা বিশ্বে প্রথম করোনার জন্য নেওয়া বড় ঋণ
✎ IMF-এর পুরো কথা হল- International Monetary Fund
✎ সদরদপ্তর- ওয়াশিংটন
✎ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর 
✎ বর্তমান ম্যানেজিং ডিরেক্টর- Kristalina Georgieva
✎ বর্তমান চিফ ইকনমিস্ট- গীতা গোপিনাথ
✎ সদস্য দেশ- ১৮৯টি
✎ দক্ষিন আফ্রিকার রাজধানী- Cape Town, Pretoria, Bloemfontein
✎ মুদ্রার নাম- South African rand
✎ বর্তমান রাষ্ট্রপতি- Cyril Ramaphosa




6. কোন রাজ্যের প্রয়াত গভর্নরকে সম্মান জানাতে লক্ষ্ণৌর ২টি রাস্তার নাম পরিবর্তন করে তাঁর নামে রাখা হল?

ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ গুজরাট
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র 

✎ মধ্যপ্রদেশের প্রয়াত গভর্নর লালজী ট্যান্ডনকে সম্মান জানাতে লক্ষ্ণৌর ‘Chauk Chauraha’-র নাম পরিবর্তন করে রাখা হবে ‘Lalji Tandon Chauraha’ এবং ‘Hardoi Road’-এর নাম পরিবর্তন করে রাখা হবে ‘Tandon Marg’

✎ তিনি অতীতে লক্ষ্ণৌর কাউন্সিলর পদে ছিলেন এবং সেখান থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু




7.২০১৮ সালের ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে ২ বছরের জন্য ব্যান হওয়া কাজী অনিক ইসলাম কোন দেশের ক্রিকেটার?

ⓐ পাকিস্তান
ⓑ ভারত
ⓒ বাংলাদেশ✓
ⓓ সৌদি আরব 

✎ বাংলাদেশের রাজধানী- ঢাকা
✎ মুদ্রার নাম- টাকা
✎ বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা




8.সম্প্রতি ‘Premier Leagues Golden Boot Award’ জিতলেন কোন ফুটবলার?

ⓐ লিওনেল মেসি
ⓑ রোনাল্ড
ⓒ জ্যামি ভার্দি✓
ⓓ এডারসন 

✎ তিনি যুক্তরাজ্যের বাসিন্দা

✎ তিনি Leicester City (লিসেস্টার সিটি)   ফুটবল ক্লাবের একজন প্রখ্যাত স্ট্রাইকার।




9.UN World Wildlife Crime Report অনুযায়ী বিশ্বে বাঘের দেহাংশ পাচারকারী দেশের তালিকায় প্রথমস্থানে আছে কোন দুটি দেশ?

ⓐ ভারত ও বাংলাদেশ
ⓑ মালদ্বীপ ও ভারত
ⓒ ভারত ও থাইল্যান্ড✓
ⓓ থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া 

✎ গোটা বিশ্বে ৮২% বাঘের দেহাংশ সরবরাহ করে এই দুটি দেশ




10.FAO-এর রিপোর্ট অনুযায়ী ‘10 Countries Gaining Forest Area in The World’ তালিকায় ভারতের স্থান কত?

ⓐ দ্বিতীয়
ⓑ অষ্টম
ⓒ তৃতীয়✓
ⓓ পঞ্চম 

✎ প্রথম্স্থানে চীন এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া
✎ FAO-এর পুরো কথা- Food and Agriculture Organization 
✎ হেডকোয়াটার- রোম, ইতালি
✎ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ১৬ই অক্টোবর (কানাডা)
✎ বর্তমান প্রধান- Qu Dongyu (কো দোংইউ)




11. Ministry of Earth Sciences Earth System Science এর ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য যে জাতীয় পুরস্কার ঘোষণা করেছে তার মধ্যে কে Lifetime excellence award পেলেন?

ⓐ Dr.S. Suresh Babu
ⓑ N.V.Chalapathi Rao
ⓒ Professor Ashok Sahani✓
ⓓ Dr Indra Shekhar Sen


✎National Award for Atmospheric Science and Technology- Dr.S. Suresh Babu
✎National Award for Geoscience and Technology- N.V.Chalapathi Rao
✎National Award for Ocean Technology- Dr. M .A. Atmanand
✎Young Researcher Awards - Dr . Indra Shekhar Sen
✎National Award for Ocean Science and Technology- Dr.V.V.S.S. SHARMA






12. IRCTC কার সাথে যৌথ উদ্যোগে Co-branded Contactless Credit Card লঞ্চ করল?


ⓐ ICICI Lombard
ⓑ HDFC ERGO
ⓒ SBI card✓
ⓓAxis Bank


✎ IRCTC  এর Full Form-  Indian Railway Catering and Tourism Corporation
✎এই কার্ডটি লঞ্চ করলেন কেন্দ্রীয় রেলপথ ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল
✎উদ্দেশ্য - রেলযাত্রীদের জন্য নিরাপদ সুবিধাজনক এবং উন্নত ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা
✎IRCTC প্রতিষ্ঠিত হয়-  27 সেপ্টেম্বর 1999
✎হেডকোয়ার্টার - নিউ দিল্লি
✎SBI Card এর CEO পদে নিযুক্ত হলেন অশ্বিনী কুমার তিওয়ারি। 1 আগস্ট থেকে কার্যকর হবে। এখন এই পদে নিযুক্ত আছেন হরদয়াল প্রসাদ। 31 জুলাই তার মেয়াদ শেষ হবে।




13. Excellence in Electric Boats and Boating এর জন্য ভারতের প্রথম Solar Powered ferry prestigious Gustave Trouve Award পেল। এই Solar Powered ferry টির নাম কি?

ⓐ আদিত্য✓
ⓑ অদিতি
ⓒ সৌরদীপ
ⓓ সানরাইজ

 ✎ফেরিটি কেরালা রাজ্য নৌ পরিবহন দপ্তর এর অন্তর্গত





14. সম্প্রতি ভারত বাংলাদেশকে কতগুলি ব্রডগেজ রেলওয়ে লোকোমোটিভ হস্তান্তর করল?

ⓐ 15 টি
ⓑ 10টি✓
ⓒ 12টি
ⓓ  8টি


✎বাংলাদেশের প্রধানমন্ত্রী-  শেখ হাসিনা
✎বাংলাদেশের রাজধানী-  ঢাকা
✎বাংলাদেশী মুদ্রা-  টাকা
✎Union Minister of Railways  - Piyush Goyal



Wednesday, July 29, 2020

Bengali Current Affairs 30th July ,2020






Bengali Current Affairs 30th July ,2020 

1.প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ডঃ এপিজে আবদুল কালামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে কোন সংস্থা 'Dare to Dream 2.0 ' প্রতিযোগিতা লঞ্চ করল?

ⓐ ISRO
ⓑ DST
ⓒ DRDO✓
ⓓ NIF

☯  DRDO-এর পুরো কথা- Defence Research and Development Organisation
☯ DRDO প্রতিষ্ঠিত হয়েছিল  - 1958 সালে
☯ DRDO এর হেডকোয়ার্টার - নিউ দিল্লি
☯ DRDO চেয়ারম্যান -ডক্টর জি .সতীশ . রেড্ডি
☯ ডক্টর এপিজে আবদুল কালাম ভারতের 11 তম রাষ্ট্রপতি ছিলেন
☯ 2015 সালের 27 শে জুলাই তিনি মারা যান




2. করোনা পরীক্ষা করানোর জন্য দেশে কোথায় তিনটি ল্যাবরেটরি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

 ⓐকলকাতা
 ⓑমুম্বাই
 ⓒনয়ডা
 ⓓসবকটি ✓

☯ এই তিনটে ল্যাবরেটরি থেকে প্রতিদিন গড়ে 10 হাজার পরীক্ষা করা যাবে।

☯ এর ফলে প্রাথমিক অবস্থায় করোনা আক্রান্ত যে কোন রোগে সনাক্তকরণ এবং খুব দ্রুত চিকিৎসা করতে সহায়তা করবে তিনটি ল্যাবরেটরি।

☯ এই ল্যাবরটরি গুলি শুধুমাত্র COVID এর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না , হেপাটাইটিস বি এবং সি , এইচআইভি, ডেঙ্গু,অন্যান্য বেশ কয়েকটি রোগের পরীক্ষা করতে সক্ষম হবে।




3.সম্প্রতি কত তারিখে ৮২তম ‘Raising Day’ পালন করলো CRPF?

ⓐ ২৫শে জুলাই ২০২০
ⓑ ২৬শে জুলাই ২০২০
ⓒ ২৭শে জুলাই ২০২০✓
ⓓ ২৮শে জুলাই ২০২০ 

☯ CRPF-এর পুরো কথা- Central Reserve Police Force 
☯ হেডকোয়াটার- নিউ দিল্লি
☯ প্রতিষ্ঠা সাল- ১৯৩৯ সালের ২৭শে জুলাই
☯ মোটো- 'সেবা অর নিষ্ঠা'
☯ বর্তমান ডিরেক্টর জেনারেল- AP Maheshwari




4.সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ‘Veli Band’ তৈরী করলো কোন প্রতিষ্ঠান?

ⓐ IIT Delhi
ⓑ IIM-Kozhikode✓
ⓒ IIT Roorky
ⓓ IIT Bengaluru 

☯ বর্তমান চেয়ারম্যান হলেন- A. Vellayan (এ. ভেলায়ান)

☯ এটি কেরালা রাজ্যে অবস্থিত





5.রাজ্যের সমস্ত রেশনকার্ড হোল্ডারদের বিনামূল্যে মাস্ক প্রদান করতে বিশেষ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র 

☯ রেশন দোকানে দেশের উচ্চমানের মাস্ক বিতরণ করা হবে
☯ রাজধানী- চেন্নাই
☯ বর্তমান মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami (এডাপদী কে পালানিস্বামী )
☯ বর্তমান রাজ্যপাল- Banwarilal Purohit ( বানওয়ারিলাল পুরোহিত)




6.Western Air Command-এর কমান্ডার-ইন-চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ বিশ্বজিত দাশগুপ্ত
ⓑ বিবেক রাম চৌধুরী✓
ⓒ বি. সুরেশ
ⓓ রাকেশ কুমার সিং 

☯WAC ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি অংশ
☯ IAF-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
☯ প্রতিষ্ঠা সাল- ১৯৩২ সালের ৮ই অক্টোবর
☯ বর্তমান চিফ হলেন- Rakesh Kumar Singh Bhadauria






7.বিশ্বে প্রথম কোথায় Electrified Tunnel তৈরী করছে ইন্ডিয়ান রেলওয়ে?

ⓐ বিশাখাপত্তনমে
ⓑ হরিয়ানা✓
ⓒ জম্মু-কাশ্মীর
ⓓ কেরালা 

☯ এটি ১ কিলোমিটার দীর্ঘ একটি ডি-আকৃতি টানেল, যেটির মধ্য দিয়ে একটি মালগাড়ি ১০০কিমি/ঘন্টা গতিতে যেতে পারবে।






8.কী নামে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী মোবাইল অ্যাপ লঞ্চ করলো ভারত সরকার?

ⓐ মেঘ সন্দেশ
ⓑ ওয়েদার রিপোর্ট
ⓒ মৌসম✓
ⓓ বায়ু খবর 

☯ কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আবহাওয়ার পূর্বাভাস এর জন্য মৌসম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন।

☯ দিনে ৮বার আবহাওয়ার পূর্বাভাস দেবে এই অ্যাপ।




9.Hichem Mechichi (হিচেম মেচিচি) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ জর্ডান
ⓑ তিউনিসিয়া✓
ⓒ মালি
ⓓ কুয়েত 


 ☯ সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন Elyes Fakhfakh (ইলিয়াস ফখফখ)
 ☯ তিউনিসিয়ায় রাষ্ট্রপতি- Kais Saied (
কায়েস সাইয়েদ)
 ☯ তিউনিসিয়ার রাজধানী - তিউনিস
 ☯ তিউনিসিয়ার মুদ্রার - তিউনিশিয়ান দিনার




10.তুলা রপ্তানীকে আরো বৃদ্ধি করতে কোথায় ‘Cotton Warehouse’ স্থাপন করতে চলেছে ভারত?

ⓐ মালদ্বীপ
ⓑ চীন
ⓒ ভিয়েতনাম✓
ⓓ সুইডেন 

☯ রাজধানী- হ্যানয়
☯ মুদ্রার নাম- ভিয়েতনামী ডং
☯ বর্তমান রাষ্ট্রপতি-  Nguyễn Phú Trọng ( নুয়েন ফু ট্রং)
☯ বর্তমান প্রধানমন্ত্রী-Nguyen Xuan Phuc( নুয়েন শুয়ান ফুক)





11. "The India Way : Strategies for an Uncertain World "বইটির লেখক কে?

 ⓐধর্মেন্দ্র প্রধান
 ⓑ এস.জয়. শংকর✓
 ⓒ রামবিলাস পাসোয়ান
 ⓓরাজনাথ সিং




12. কোন কেন্দ্রীয় মন্ত্রী Bureau of Indian Standard ( BIS) এর Mobile app  " BIS- Care" লঞ্চ করল?

ⓐডক্টর হর্ষ বর্ধন
ⓑরাজনাথ সিং
ⓒঅমিত শাহ
ⓓরামবিলাস পাসোয়ান✓

☯ Mobile app  " BIS- Care" গ্রাহকদের ISI চিহ্নিত হলমার্ক যুক্ত পণ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযোগ দায়ের করতে সহায়তা করবে।

☯Director General of Bureau of Indian Standard: প্রমদ কুমার তিওয়ারি




13. World Nature Conservation Day কবে পালিত হয়?

ⓐ27 জুলাই
ⓑ26 জুলাই
ⓒ28 জুলাই✓
ⓓ29 জুলাই

☯ আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার সর্বোত্তম অনুশীলন সম্পর্কে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিকভাবে বিশ্ব সংরক্ষণ দিবস পালিত হয়।




14. 24 জুলাই 2020 ভারত আরো কতগুলো চিনা অ্যাপ নিষিদ্ধ করলো?

ⓐ54
ⓑ47✓
ⓒ55
ⓓ46

☯ ভারত সরকার এর আগে 59 টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে । এছাড়াও 24 জুলাই 2020 আরো 47টি চিনা অ্যাপস নিষিদ্ধ করলো।

Tuesday, July 28, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 27 অর্থনৈতিক ভূগোল Economic Geography





ভূগোল SLST/NET/SET 
                          MCQ- Set- 27
                       অর্থনৈতিক ভূগোল
                    Economic Geography


১) পৃথিবীর মোট আয়তনের ভূমি ভাগের অংশ কত?

ক) 25 % 
খ) 29%✓
গ) 39%
ঘ) 50 %



২) ভূমি ব্যবহারের একটি প্রাকৃতিক প্রভাবক হলো-

ক) প্রাকৃতিক বিপর্যয় ✓
খ) কুসংস্কার
গ) শক্তি
ঘ) গবেষণা


৩) ভূমি ব্যবহারের একটি সামাজিক প্রভাবক হলো-

ক) ভূমিরূপ
খ) অশিক্ষা✓
গ) ক্রয় ক্ষমতা
ঘ) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি



৪) ভূমি ব্যবহারের একটি অর্থনৈতিক প্রভাবক হলো-

ক) মৃত্তিকা 
খ) ধর্মীয় প্রভাব 
গ) জলসেচ ✓
ঘ) আইনগত সরলতা



৫) ভূমি ব্যবহারের একটি রাজনৈতিক প্রভাবক হলো-

ক) জলবায়ু
খ) সামাজিক নিয়ম
গ) যন্ত্রপাতি
ঘ) সরকারি পদক্ষেপ✓



৬) সম্প্রতি কোন প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর 42 টি দেশের ভূমি ব্যবহারে বিপুল পরিবর্তন এসেছে?

ক) চীনের ভূমিকম্প
খ) অস্ট্রেলিয়ার খরা
গ) ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত
ঘ) ভারত মহাসাগরের সুনামি✓



৭) রাষ্ট্রপুঞ্জের (UNO) কোন সংস্থা পৃথিবীর ভূমি ব্যবহারের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে?

ক)UNDP
খ)UNICEF
গ)ILO
ঘ)FAO✓



৮) পৃথিবীর কোন মহাদেশে শতকরা হিসেবে কৃষি যোগ্য জমির পরিমাণ সবচেয়ে বেশি?

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) অস্ট্রেলিয়া
ঘ) ইউরোপ✓



৯) পৃথিবীর কোন মহাদেশে শতকরা হিসেবে কৃষি জমির পরিমাণ সবচেয়ে কম?

ক) দক্ষিণ আমেরিকা
খ) উত্তর আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) ওশিয়ানিয়া✓



১০) পৃথিবীর কোন মহাদেশে পশুচারণ ভূমির পরিমাণ দেশের আয়তন এর অর্ধেক এর বেশি?

ক) ইউরোপ
খ) উত্তর আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) ওশিয়ানিয়া✓



১১) পৃথিবীর কোন মহাদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?

ক) আফ্রিকা
খ) এশিয়া
গ) দক্ষিণ আমেরিকা ✓
ঘ) উত্তর আমেরিকা


১২) ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার  সময় SEZ প্রকল্প স্থাপন করা হয়?

ক) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
খ) নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ✓
গ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
ঘ) একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা


১৩) উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রধান ফসল কোনটি?

ক) ধান✓
খ) গম 
গ) আলু
ঘ) কফি





১৪) আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারের কোন সংস্থা উল্লেখযোগ্য কাজ করে চলেছে?

ক)FAO
খ)USDA✓
গ)NRPB
ঘ)UNO

United States Department of Agriculture


১৫) কানাডার কোন প্রান্ত বরফ ও অরণ্য দ্বারা আচ্ছাদিত?

ক) পূর্ব প্রান্ত
খ) পশ্চিম প্রান্ত
গ) উত্তর প্রান্ত ✓
ঘ) দক্ষিণ প্রান্ত


১৬) চীনের মোট ভূমি ভাগের কত শতাংশ পার্বত্য ভূমি ,অরণ্যভূমি ও মরুভূমির অন্তর্গত?

ক) 22 %
খ) 30%
গ) 40%
ঘ) 60%✓


১৭) ব্রাজিলের কোথায় পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে?

ক) দেশের পূর্বাঞ্চল
খ) আমাজনের সেলভা অরণ্য
গ) ল্যানোস তৃণভূমি অঞ্চল✓
ঘ) উপকূলভাগ অঞ্চল



১৮) আর্জেন্টিনার কোন স্থানে প্রচুর পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে?

ক) দেশের মধ্যাঞ্চলে
খ) উপকূলীয় অঞ্চল
গ) আন্দিজ পর্বতমালা
ঘ) পম্পাস তৃণভূমি অঞ্চল✓



১৯) ইউক্রেনে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায়?

ক) পলি মৃত্তিকা
খ) চারনোজেম মৃত্তিকা ✓
গ) পডসল মৃত্তিকা 
ঘ) লোহিত মৃত্তিকা



২০) পোল্ডার ভূমি নাম টি কোন দেশের ভূমি ব্যবহারের সঙ্গে সংযুক্ত?

ক) ইংল্যান্ড
খ) আইসল্যান্ড
গ) ফিনল্যান্ড
ঘ) নেদারল্যান্ড✓



২১) অস্ট্রেলিয়ায় কোন স্থানে কৃষি জমির পরিমাণ সর্বাধিক?

ক) ডাউনস তৃণভূমি অঞ্চল
খ) মারে ও ডার্লিং অববাহিকা✓
গ) উপকূলীয় সমভূমি
ঘ) মকরক্রান্তি রেখার উত্তরে



২২) নিউজিল্যান্ডের কোন স্থানে পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে?

ক) উপকূলীয় অঞ্চল
খ) মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল 
গ) উত্তর দ্বীপ
ঘ) ক্যান্টারবেরি তৃণভূমি✓



২৩) দক্ষিণ কোরিয়ায় কত শতাংশ অরণ্য ভূমি?

ক) 30%
খ) 40% 
গ) 50%
ঘ) 68.30% ✓


২৪) তাসমানিয়া কে বলা হয় অস্ট্রেলিয়ার-

ক) রুটির ঝুড়ি
খ) শস্যাগার
গ) ফলের বাগান✓
ঘ) প্রবেশদ্বার


২৫) ভূমি ব্যবহার সম্পর্কিত নীতির প্রবক্তা কে?

ক) ভুন থুনেন
খ) এল ডি স্টাম্প
গ) লুইস✓
ঘ) গ্রাহাম





                 

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৮০







আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮০

১) কপিলধারা জলপ্রপাত এর অবস্থান কোথায়?

ক)শোন নদীর ওপর 
খ) চম্বল নদীর উপর
গ) নর্মদা নদীর উপর ✓
ঘ) কৃষ্ণা নদীর উপর

২) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ 
খ) অন্ধপ্রদেশ✓
গ) কর্ণাটক
ঘ) মহারাষ্ট্র

৩) ভীমবেটকা রক  সেল্টার কোথায় অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ ✓
খ) কর্ণাটক
গ) মহারাষ্ট্র
ঘ) বিহার

৪) আন্তর্জাতিক ডেটলাইন কোন মহাসাগরের উপর দিয়ে যায়?

ক) ভারত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর✓
ঘ) আর্কটিক মহাসাগর

৫) এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্রযাত্রা হলো-

ক) কেপ অব গুড হোপ
খ) সুয়েজ খাল ✓
গ) পানামা খাল
ঘ) উত্তর আটলান্টিক রুট

৬) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কেনিয়া, তানজানিয়া এবং ওগান্ডা তিনটির সীমানা সংলগ্ন?

ক) লেক তুরকানা
খ) লেক ভিক্টোরিয়া✓
গ) লেক তিভু
ঘ) লেক ট্যান জনিয়িকা

৭) ভারতবর্ষের কোন রাজ্যের দুটি রাজধানী?

ক) হিমাচল প্রদেশ ✓
খ) বিহার
গ) উত্তর প্রদেশ
ঘ) পশ্চিমবঙ্গ

৮) নিম্নলিখিত কোন অঞ্চল মুক্তা আহরণের জন্য বিখ্যাত?

ক) তুতিকোরিন ✓
খ) কান্ডালা
গ) পন্ডিচেরি
ঘ) দিল্লি

৯) হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর?

ক) নদীবন্দর ✓
খ) সমুদ্র বন্দর
গ) হ্রদ বন্দর
ঘ) স্বাভাবিক পোতাশ্রয়


১০) পাত্রাতু শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত?

ক) হলদিয়া শিল্পাঞ্চল
খ) দাক্ষিণাত্য শিল্পাঞ্চল
গ) হুগলি শিল্পাঞ্চল
ঘ) ছোটনাগপুর শিল্পাঞ্চল✓

১১) জীবন বৃক্ষ নামে পরিচিত কোনটি?

ক) আম গাছ
খ) কলা গাছ
গ) বটগাছ
ঘ) নারকেল গাছ✓

১২) সিনকোনা চাষ হয় মূলত-

ক) দার্জিলিং
খ) কালিম্পং
গ) মংপু ✓
ঘ) পুরুলিয়া

১৩) পৃথ্বীরাজ চৌহান তার শত্রু জয় চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন?

ক) কৃষ্ণবতি 
খ) পদ্মাবতী 
গ) সংযুক্তা✓
ঘ) সৌম্যবতী

১৪) ওরঙ্গজেব তার পিতাকে কোথায় গৃহবন্ধি করে রেখেছিলেন?

ক) তাজমহল
খ) আগ্রা ফোর্ট✓ 
গ) লালকেল্লা 
ঘ) মোতি মসজিদ

১৫) আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে?

ক) আকবর ✓
খ) জাহাঙ্গীর 
গ) শাহজাহান 
ঘ) আওরঙ্গজেব

১৬) চাঁদ বিবি কোথাকার সম্রাজ্ঞী ছিলেন?

ক) বিজাপুর
খ) আহমেদনগর✓ 
গ) গোলকুণ্ডা 
ঘ) চান্দেরি

১৭) কোন বছর শিবাজী ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যভিষেক  করেছিলেন?

ক) 1680 
খ) 1674✓
গ) 1672
ঘ) 1682

১৮) আর্য ভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন?

ক) মৌর্য যুগ
খ) গুপ্ত যুগ ✓
গ) পাল যুগ 
ঘ) সুলতানি যুগ

১৯) সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?

ক) প্রতিহার
খ) রাষ্ট্রকূট
গ) সেন 
ঘ) পাল✓

২০) 'ভারতীয় জাতীয় কংগ্রেস '-কে কে ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলে উল্লেখ করেছিলেন?

ক) লালা লাজপত রায়
খ) অশ্বিনী কুমার দত্ত 
গ) অরবিন্দ ঘোষ✓
ঘ) বিপিনচন্দ্র পাল

২১) দাম কি?

ক) শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা✓
খ) আকবর প্রবর্তিত রৌপ্য মুদ্রা
গ) শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রা 
ঘ) শেরশাহ প্রবর্তিত রৌপ্য মুদ্রা

২২) কোন বন্দর মুঘল সাম্রাজ্যের" সম্পদ ভাণ্ডার "নামে পরিচিত?

ক) চট্টগ্রাম 
খ) কালিকট
গ) সুরাট✓ 
ঘ) তাম্রলিপ্ত

২৩) ফ্রিজে ব্যবহৃত গ্যাস ওজোন স্তর কে ধ্বংস করে-

ক) অ্যামোনিয়া
খ) ক্লোরোফ্লোরো কার্বন✓
গ) নাইট্রাস অক্সাইড
ঘ) মিথেন

২৪) ওজোন স্তরের অবনমনের ফলে ভূপৃষ্ঠে কোন রশ্মি এসে পৌঁছায়?

ক) ইনফ্রারেড রশ্মি
খ) মাইক্রোওয়েভ
গ) অতিবেগুনি রশ্মি✓
ঘ) দৃশ্যমান রশ্মি

২৫) বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে?

ক) ট্রপোস্ফিয়ার
খ) থার্মোস্ফিয়ার 
গ) স্ট্রাটোস্ফিয়ার ✓
ঘ) মেসোস্ফিয়ার

২৬) বিশ্ব উষ্ণায়নের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক গ্যাস কোনটি?

ক) কার্বন ডাই অক্সাইড ✓
খ) হাইড্রোজেন ক্লোরাইড
গ) কার্বন-মনোক্সাইড 
ঘ) নাইট্রোজেন

২৭) বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের জন্য কোন উপাদানটি আমরা ব্যবহার করতে পারি?

ক) জীবাশ্ম জ্বালানি 
খ) পুনর্ভব শক্তি✓
গ) সৌর শক্তি 
ঘ) পারমাণবিক শক্তি

২৮) জেট প্লেন থেকে নির্গত প্রধান এরোসল দূষক কোনটি?

ক) মিথেন 
খ) ফ্লোরোকার্বন✓ 
গ) সালফার ডাই অক্সাইড
ঘ) কার্বন

২৯) পানীয় জলের pH থাকা উচিত কত?

ক) 5 থেকে 6
খ) 6 থেকে 6.5
গ) 6.5 থেকে 7.5✓
ঘ) 8 থেকে 9

৩০) নিচের কোনটি সেডিমেন্টারি চক্রের উদাহরণ-

ক) নাইট্রোজেন চক্র 
খ) ফসফরাস চক্র✓ 
গ) কার্বন চক্র 
ঘ) অক্সিজেন চক্র

৩১) আলোক রাসায়নিক ধোয়াশার জন্য দায়ী দূষক পদার্থ কোনটি?

ক) কার্বন-ডাই-অক্সাইড 
খ) নাইট্রোজেন ডাই-অক্সাইড✓
গ) হাইড্রো পার অক্সাইড
ঘ) ওজন

৩২) ইলেকট্রন মাইক্রোস্কোপ এ আলোর উৎস কি?

ক) অতিবেগুনি 
খ) ইনফ্রারেড 
গ) সাধারণ আলো
ঘ) ইলেকট্রন রশ্মি✓

৩৩) কত নম্বর সংবিধান সংশোধনীতে বলা হয় একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল থাকতে পারেন?

ক) পঞ্চম 
খ) ষষ্ঠ 
গ) সপ্তম ✓
ঘ) অষ্টম

৩৪) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়?

ক) 352
খ) 355
গ) 356 
ঘ) 360✓

৩৫) ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত?

ক) রাজ্য তালিকা
খ) কেন্দ্রীয় তালিকা ✓
গ) যুগ্ম তালিকা 
ঘ) অবশিষ্ট তালিকা

৩৬) নগরহোল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) উত্তরাখণ্ড
খ) বিহার
গ) মনিপুর
ঘ) কর্ণাটক✓

৩৭) ধোপখেল ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত আঞ্চলিক খেলা?

ক) আসাম✓
খ) মনিপুর
গ) নাগাল্যান্ড 
ঘ) মেঘালয়

৩৮) ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি?

ক) বুদাপেস্ট  
খ)জাগ্রেব✓ 
গ)হেলসিঙ্কি  
ঘ)লাপাজ  

৩৯) টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) পশ্চিমবঙ্গ
খ) মনিপুর ✓
গ) মেঘালয় 
ঘ) গোয়া

৪০) কোনটি বেমানান

A)আকবর 
B)জাহাঙ্গীর 
C)শাহজাহান 
D)বিক্রমাদিত্য ✓
E)ওরঙ্গজেব




SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-11




SLST/ NET/SET HISTORY MCQ
          মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
                         Set-11

১) শাহজাহানের সময়কালে জন সুরক্ষার যে ভগ্নপ্রায় অবস্থা ছিল তা নিজের রচনায় তুলে ধরেছেন কোন বিদেশি পর্যটক?

ক) উইলিয়াম হকিং
খ) পিটার মান্ডি✓
গ) নিকোলাস উইথ ইংটন
ঘ) উইলিয়াম ফিনচ



২) ওরঙ্গজেব এর কাছে পরাজিত হওয়ার পর দারাশিকোর করুণ পরিণতির কথা কোন বিদেশী পর্যটক এর রচনায় পাওয়া যায়?

ক) ডক্টর জেনেনি কাবেরী
খ) মানুচি✓
গ) তভার্নিয়ে
ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ার



৩) উত্তরাধিকার যুদ্ধে দারাশিকো ওরঙ্গজেব এর কাছে কোন যুদ্ধে শেষবারের মতো পরাজিত হয়?

ক) খানুয়া
খ) দেওবাই
গ) সামুগর✓
ঘ) ধর্মাট



৪) শাহজাহানের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা কোনটি?

ক) কান্দাহার হাতছাড়া হয়ে যাওয়া✓
খ) উজবেগদের কাছে সমর্পণ
গ) চক্রান্ত করে আহমেদনগর জয়
ঘ) কোনোটিই নয়



৫) দারাশিকো বেশ কিছু গ্রন্থ সংস্কৃত থেকে ফরাসিতে অনুবাদ করেছিলেন । নিম্নের কোন গ্রন্থটি তার অনূদিত গ্রন্থ নয়?

ক) ভগবত পুরান ✓
খ) যোগ বশিষ্ট্য 
গ) ভগবত গীতা
ঘ) উপনিষদ


৬) আকবরের সভায় সর্বাপেক্ষা বিখ্যাত কবি কে ছিলেন?

ক) সৈয়দ জামাল উদ্দিন উরিকি
খ) মোহাম্মদ হোসেন নাজিবি
গ) সুরদাস✓
ঘ) ফইজি


৭) ফরাসিতে অনূদিত "রাজমনামা "কোন গ্রন্থের অনুবাদ?

ক) রামায়ণ
খ) মহাভারত ✓
গ) অথর্ববেদ
ঘ) রাজ তরঙ্গিনী


৮) নিম্নের কোন শিল্পরীতি মুঘল ও হিমালয়ের লোকশিল্পের সংমিশ্রণ?

ক) পাহাড়ি শিল্পরীতি ✓
খ) বাসোলি শিল্পরীতি
গ) কাংরা শিল্পরীতি
ঘ) জয়পুর শিল্পরীতি



৯) জাহাঙ্গীরের সাম্রাজ্য কালে কোন চিত্রকর পোর্ট্রেটের জন্য বিখ্যাত ছিলেন?

ক) বিসান দাস
খ) আব্দুল হাসান
গ) ওস্তাদ মনসুর✓
ঘ) ফারুখ বেগ



১০) নিম্নলিখিত কোনটি আকবরের সাম্রাজ্য কালে রচিত হয়নি?

ক) বদাউনি মুনতাখার - উৎ - তারিখ
খ) পাদশাহনামা✓
গ) আব্দুল ফজল রচিত আকবরনামা
ঘ) মোল্লা দাউদ রচিত তারিখ -ই -অলফি 



১১) কোন মুঘল সম্রাট বীনা বাজাতে পারতেন?

ক) ওরঙ্গজেব ✓
খ) শাহজাহান
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর



১২) কোন মুঘল সম্রাট হিন্দিতে গীত রচনা করেছিলেন?

ক) জাহাঙ্গীর✓
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) বাবর


১৩) কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন?

ক) হুমায়ুন
খ) শাহজাহান
গ) জাহাঙ্গীর ✓
ঘ) আকবর


১৪) এর মধ্যে কোনটি হাতির দাঁতের শিল্পের কেন্দ্র ছিল?

ক) জয়পুর
খ) মথুরা ✓
গ) আগ্রা
ঘ) ফতেপুর সিক্রি


১৫) কোন হিন্দু স্থাপত্য মুঘল স্থাপত্য শৈলী দ্বারা প্রভাবিত নয়?

ক) উজ্জয়িনী মহাকাল মন্দির✓
খ) অমৃতসর স্বর্ণ মন্দির
গ) জয়পুরের হাওয়া মহল
ঘ) মথুরার গোবিন্দ দেব মন্দির


১৬) এদের মধ্যে কে আকবরের সময়কালে চিত্রকর নন?

ক) বাসওয়ান
খ) দশবন্ত
গ) ফারুক বেগ✓
ঘ) আগারেজা

ফারুক বেগ জাহাঙ্গীর এর সময়কালে চিত্রকর



১৭) কোন স্থাপত্যটি " পিয়েত্রা - দুরা " শিল্পরীতির প্রথম উদাহরণ?

ক) তাজমহল 
খ) মোতি মসজিদ
গ) ইৎমদদ্দুল্লাহর সমাধি✓
ঘ) জামা মসজিদ, দিল্লি



১৮) মুঘল স্থাপত্য শৈলী কোন দুটি ধারার সংমিশ্রণ?

ক) তৈমুরীয় ও ভারতীয়
খ) পারস্য ও ভারতীয়✓
গ) তুর্কি ও আফগান 
ঘ) তুর্কি ও পারস্য



১৯) আকবর ফতেপুর সিক্রি  কোন ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য গঠন করেছিলেন?

ক) শেখ সেলিম চিশতী
খ) গুজরাটের জয়✓
গ) খাজা-মঈনুদ্দিন-চিশতী
ঘ) বাবরের স্মৃতি রক্ষার্থে


২০) ঔরঙ্গজেবের সাম্রাজ্যকালে জাঠ বিপ্লবের নেতা কে ছিলেন?

ক) চূড়ামন 
খ) রাজারাম 
গ) চম্পত বাই
ঘ) গোকলা ,তিলপাঠের জমিদার✓


২১) বাবরের সমাধি কোথায় অবস্থিত?

ক) লাহোর
খ) কাবুল ✓
গ) সাসারাম
ঘ) সেকেন্দ্রা


২২) নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে আকবরের সমসাময়িক ছিলেন?

ক) রানী দুর্গাবতী ✓
খ) অহল্যা বাই 
গ) মার্তণ্ড বর্মা
ঘ) রাজা সওয়াই জয়সিংহ


২৩) মুঘল আমলে কোন দেশের বণিকরা সর্বপ্রথম ভারতে এসেছিলেন?

ক) পর্তুগিজ✓
খ) ডাচ 
গ) ড্যানিস
ঘ) ইংরেজ


২৪) শের শাহের মৃত্যু কোথায় হয়েছিল?

ক) চৌসা
খ) কলিঙ্গ
গ) কালিঞ্জর✓
ঘ) কোনাটিই নয়




২৫) প্রথম ভারতীয় শাসক যিনি রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের তীর্থ করেছিলেন?

ক) আলাউদ্দিন খলজী
খ) ফিরোজ শাহ তুঘলক 
গ) আকবর ✓
ঘ) ওরঙ্গজেব

Bengali Current Affairs 29th July, 2020







Bengali Current Affairs 29th July, 2020

1.সম্প্রতি কোন জিনিস জি.আই ট্যাগ পেলো?

ⓐ তামিলনাড়ুর মাদুর
ⓑ উরিষ্যার রসগোল্লা
ⓒ কাশ্মীরের স্যাফ্রন✓
ⓓ কেরালার আয়ুর্বেদ

❏ স্যাফ্রন উৎপাদনে ভারতের মধ্যে জম্মু-কাশ্মীরের স্থান প্রথম এবং বিশ্বের মধ্যে তৃতীয়

2. ‘2020 FWA Footballer of the Year Award’-জয়ী Jordan Henderson কোন দেশের ফুটবলার?

ⓐ ব্রাজিল
ⓑ আর্জেন্টিনা
ⓒ যুক্তরাজ্য✓
ⓓ যুক্তরাষ্ট্র

❏ তিনি লিভারপুল ফুটবল ক্লাবের ক্যাপ্টেন

3.আল্ট্রা র‌্যাপিড টেস্টিং কিট তৈরীতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করছে কোন দেশ?

ⓐ আমেরিকা
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ ইজরায়েল✓
ⓓ রাশিয়া

❏ মাত্র ৩০ সেকেন্ডে রেজাল্ট দেবে এই কিট
❏ ইজরায়েলের রাজধানী- জেরুজালেম
❏ মুদ্রার নাম-ইজরায়েলি শেকেল
❏ বর্তমান রাষ্ট্রপতি- Reuven Rivlin(রিভেন রিভলিন)
❏ বর্তমান প্রধানমন্ত্রী- Benjamin Netanyahu (বেঞ্জামিন নেতানিয়াহু )

4.All India Football Federation-এর দ্বারা ‘Best Performing State’-এর তকমা পেল কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ কেরালা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ আসাম

❏ এই তালিকায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র এবং তৃতীয়স্থানে রয়েছে কেরালা
❏ All India Football Federation-এর হেডকোয়াটার- দ্বারকা, দিল্লি
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ২৩শে জুন
❏ বর্তমান প্রেসিডেন্ট- প্রফুল প্যাটেল

5. ‘কার্গিল বিজয় দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ২৫শে জুলাই
ⓑ ২৬শে জুলাই✓
ⓒ ২৭শে জুলাই
ⓓ ২৬শে জুন

❏ ১৯৯৯ সালে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধে ভারতের জয়কে স্মরণ ও যোদ্ধাদের সম্মান জানাতেই এই দিনটি পালিত হয়


6.‘Khelo India Youth Games’-এর চতুর্থ সংস্করণ হোস্ট করবে কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ আসাম
ⓒ হরিয়ানা✓
ⓓ পাঞ্জাব

❏ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা ঘোষণা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং Union Sports Minister কিরেন রিজিযু
❏ হরিয়ানার পাঁচকুলাতে এটি অনুষ্ঠিত হবে
❏ তৃতীয় সংস্করণ হোস্ট করেছিল- আসাম (গুয়াহাটি)
❏ এই সংস্করণে বিজেতা রাজ্য হলো- মহারাষ্ট্র, ২৫৬টি মেডেল (সোনা 78,রুপা 77 ,ব্রোঞ্জ 101)
❏ প্রথম সংস্করণ হোস্ট করেছিল 2018 -নিউ দিল্লি
❏ দ্বিতীয় সংস্করণ হোস্ট করেছিল 2019-পুনে
❏ হরিয়ানার রাজ্যপাল- এস এন আর্য
❏ ‘Khelo India Youth Games’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নরেন্দ্র মোদি
❏ ‘Khelo India Youth Games’2020 Mascot- Vijaya

7.World’s Most Surveilled Cities 2020 তালিকায় ভারতের হায়দ্রাবাদের স্থান কত?

ⓐ ১৬✓
ⓑ ২১
ⓒ ৩৩
ⓓ ৪৭

❏ এই তালিকায় চেন্নাইয়ের স্থান ২১, দিল্লির স্থান ৩৩ এবংপ্রথম স্থানে আছে চিনের Taiyuan


8.২০২২ সালের নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার সাথে কত মিলিয়ন মার্কিন ডলার মুদ্রা বিনিময় করবে ভারত?

ⓐ ৪৫০ মিলিয়ন
ⓑ ৫০০ মিলিয়ন
ⓒ ৪০০ মিলিয়ন✓
ⓓ ৩০০ মিলিয়ন

❏ শ্রীলংকার রাজধানী- কলম্বো
❏ মুদ্রার নাম- শ্রীলংকান রুপী
❏ বর্তমান প্রধানমন্ত্রী- Mahinda Rajapaksa (মাহিন্দা রাজাপাকসে)
❏ বর্তমান রাষ্ট্রপতি- Gotabaya Rajapaksa (গোতাবায়া রাজাপাকসে)


9.সম্প্রতি প্রয়াত Benjamin Mkapa (বেঞ্জামিন এমকাপা) কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?

ⓐ কিরগিস্তান
ⓑ তানজানিয়া✓
ⓒ নরওয়ে
ⓓ সুইডেন

❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮১ বছর
❏ স্বাধীনতার পর তিনি দেশের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন
❏ তানজানিয়ার রাজধানী- তানজানিয়া
❏ মুদ্রার নাম- তানজানিয়ান শিলিং
❏ বর্তমান প্রধানমন্ত্রী- Kassim Majaliwa (কাসিম মাজালিওয়া)
❏ বর্তমান রাষ্ট্রপতি- John Magufuli
( জন ম্যাগুফুলি)


10.2018 Asian Games-এর বিজয়ীদল হিসাবে ডোপিং দুর্নীতিতে ধরা পড়ল কোন দেশ?

ⓐ চীন
ⓑ ভারত
ⓒ বাহরাইন✓
ⓓ কাজাখস্থান

❏ বিজয়ীদল বাহরাইন, ডোপিং দুর্নীতিতে ধরা পড়ায় দ্বিতীয়স্থানাধিকারী ভারতের রুপোর মেডেল গুলি পরিবর্তন করে সোনার মেডেল করা হল
❏ কাজাখস্থান পেল রুপোর মেডেল এবং চীন পেল ব্রোঞ্জ মেডেল
❏ 2018 Asian Games হোস্ট করেছিল- ইন্দোনেশিয়া (জাকার্তা)


11.World Hepatitis Day কবে পালিত হয়?

ⓐ 28 জুলাই✓
ⓑ 27 জুলাই
ⓒ 26 জুলাই
ⓓ 25 জুলাই

❏ প্রতিবছর 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় যার উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে হেপাটাইটিস রোগ নির্ণয় ,তার প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা গড়ে তোলা


12. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল " Rozgar Bazar " Portal লঞ্চ করল?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ দিল্লি✓
ⓒ গুজরাট
ⓓ মধ্যপ্রদেশ

❏ দিল্লির মুখ্যমন্ত্রী -অরবিন্দ কেজরিওয়াল

❏দিল্লির রাজ্যপাল- অনিল বাইজাল



13. উচ্চ সংক্রামক করোনাভাইরাস রোগে আক্রান্তদের জন্য রাজস্থান রাজ্য সরকার কোন শহরে রাজ্যের প্রথম প্লাসমা ব্যাংক চালু করার কথা ঘোষণা করল?

ⓐ যোধপুর
ⓑ বিকানির
ⓒ জয়পুর✓
ⓓ জয়সালমীর

❏ রাজস্থানের রাজধানী- জয়পুর

❏জয়পুর কে পিংক সিটি বলা হয়

❏জয়পুর শহরটি প্রতিষ্ঠিত হয় 1727 সালে


14. মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন?

ⓐ জগদীশ মুখী
ⓑ গণেশী লাল
ⓒ আনন্দিবেন প্যাটেল✓
ⓓ সত্যপাল মালিক

❏ মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন লালজী ট্যান্ডন

❏21 জুলাই লালজী ট্যান্ডন মারা যান । বর্তমানে মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত হন আনন্দিবেন প্যাটেল

Monday, July 27, 2020

Bengali Current Affairs 28th July, 2020





Bengali Current Affairs 28th July, 2020 

1.Tata AIA Life Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Sanjeev Tiwari
ⓑ Naveen Tahilyani ✓(নবীন তাহিলিণী)
ⓒ Aswini Kumar
ⓓ Ramesh Kumar

☞ হেডকোয়াটার- মুম্বাই
☞ প্রতিষ্ঠা সাল- ২০০০



2.লাদাখের লে-তে COVID-19 টেস্টিং ফেসিলিটির প্রতিষ্ঠা করলো কে?

ⓐ ভারতীয় সেনাবাহিনী
ⓑ বায়ুসেনা
ⓒ DRDO✓
ⓓ ICMR

☞ DRDO-এর পুরো কথা- Defence Research and Development Organisation
☞ হেডকোয়াটার- নিউ দিল্লি
☞ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮



3.মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করার জন্য AMUL কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করলো কোন রাজ্য সরকার?

ⓐ গুজরাট
ⓑ রাজস্থান
ⓒ অন্ধ্রপ্রদেশ✓
ⓓ উত্তরপ্রদেশ

☞ রাজধানী- অমরাবতী
☞ বর্তমান মুখ্যমন্ত্রী- Y. S .Jaganmohan Reddy
☞ বর্তমান রাজ্যপাল- Biswabhusan Harichandan
☞ AMUL-এর পুরো কথা হল- Anand Milk Union Limited
☞ হেডকোয়াটার- গুজরাট
☞ প্রতিষ্ঠা সাল- ১৯৪৬
☞ প্রতিষ্ঠাতা- ত্রিভুবনদাস প্যাটেল




4.রীভা গাঙ্গুলী দাস কোন কেন্দ্রীয় মন্ত্রালয়ের পরবর্তী সেক্রেটারী(পূর্ব) হিসাবে নিযুক্ত হচ্ছেন?

ⓐ পরিবেশ মন্ত্রালয়
ⓑ বিদেশ মন্ত্রালয়✓
ⓒ স্বাস্থ্য মন্ত্রালয়
ⓓ প্রতিরক্ষা মন্ত্রালয়

☞ তিনি বর্তমানে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত আছেন





5.সম্প্রতি প্রয়াত Annie Ross সংগীতের পাশাপাশি আর কোন পেশায় যুক্ত ছিলেন?

ⓐ নৃত্য
ⓑ অভিনয়✓
ⓒ সাংবাদিকতা
ⓓ চিত্রশিল্প

☞ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর

☞ ১৯৬০ সালে 'High Flying' অ্যালবামের জন্য তিনি গ্র্যামী পুরস্কার পেয়েছিলেন




6.১ মিনিটে ১০০ধরনের যোগব্যায়াম করে বিশ্ব রেকর্ড গড়লো কোন ভারতীয় বংশোদ্ভূত দুবাই কন্যা?

ⓐ সোমা মজুমদার
ⓑ কৃতিকা পান্ডে
ⓒ সমৃদ্ধি কালিয়া✓
ⓓ সৌমিলি মুন্ডা

☞ তার বর্তমান বয়স-১৩ বছর

☞ এটা তার তৃতীয় বিশ্ব রেকর্ড





7.ভারতের প্রথম মধু পরীক্ষাগার স্থাপিত হলো কোথায়?

ⓐ কেরালা
ⓑ আসাম
ⓒ গুজরাট✓
ⓓ পশ্চিমবঙ্গ

☞  Agriculture and Farmers '  Welfare Minister Narendra Singh Tomar video conference এর মাধ্যমে ' World class state of Art Honey Testing Laboratory ' উদ্বোধন করলেন

☞ গুজরাটের আনন্দ জেলায় এটি স্থাপিত হয়েছে
☞ গুজরাটের রাজধানী- গান্ধীনগর
☞ বর্তমান মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি
☞ বর্তমান রাজ্যপাল- Acharya Devvrat



•গুজরাট রাজ্যে প্রথম ডাইনোসর পার্ক হয়েছে।
•গুজরাট রাজ্য সরকার সুজলাং সুফলাং জল সঞ্চয় অভিযান নামে জল সংরক্ষণ স্কিম লঞ্চ করল।
•গুজরাটের বরোদা জেলায় দেশে প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে।
•গুজরাট রাজ্যের লোথালে প্রথম সমুদ্র সংগ্রহালয় খোলা হয়েছে।
•গুজরাট রাজ্যের ভাবনগরে প্রথম CNG টার্মিনাল খোলা হবে।
•গুজরাটের আহমেদাবাদে শহরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো হয়েছে।
•ভারতের প্রথম ব্যাটারি চালিত City Bus Seva গুজরাটের গান্ধী নগরে শুরু হয়েছিল।
•গুজরাট রাজ্যের সুরাট শহরে প্রথম Design Develop কেন্দ্র খোলা হয়েছে।




8.কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বা সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ প্রীতি সুদান
ⓑ নাগা ভূষণ
ⓒ রাজেশ ভূষণ✓
ⓓ সম্প্রীতি মজুমদার






9.ভারতীয় নেভির সবথেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্টটি চালু হলো কোথায়?

ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা✓
ⓒ কর্নাটক
ⓓ মহারাষ্ট্র

☞ কেরালার কন্নুর জেলার Ezhimala-তে এটি চালু হল
☞ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাইস-অ্যাডমিরাল Anil Kumar Chawla এটির উদ্বোধন করলেন
☞ বর্তমান চিফ অফ নাভাল স্টাফ- অ্যাডমিরাল করমবীর সিং
☞ বর্তমান ভাইস-চিফ অফ নাভাল স্টাফ- G Ashok Kumar





10. ৩ দিনের সরকারী সফরে ভারতে আসা Prabowo Subianto (প্রাবো সুবিয়ান্তো)  কোন দেশের প্রতিরক্ষামন্ত্রী?

ⓐ কুয়েত
ⓑ ইন্দোনেশিয়া✓
ⓒ মায়ানমার
ⓓ মালদ্বীপ

☞ ২৬শে জুলাই থেকে ২৮শে জুলাই পর্যন্ত এই সফর চলবে
☞ ইন্দোনেশিয়ার রাজধানী-  জাকার্তা
☞ মুদ্রার নাম- ইন্দোনেশিয়ান রূপিয়া
☞ বর্তমান প্রধানমন্ত্রী-Joko Widodo



11. কোন দেশ আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করার জন্য আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে?

ⓐভারত✓
ⓑজাপান
ⓒরাশিয়া
ⓓব্রাজিল

☞ ফ্রান্সের রাজধানী - প্যারিস
☞ ফ্রান্স এর মুদ্রা - ইউরো
☞ ফ্রান্সের প্রেসিডেন্ট - ইমানুয়েল ম্যাক্রন
☞ আমেরিকার রাজধানী - ওয়াশিংটন ডিসি
☞ আমেরিকার মুদ্রার - ডলার
☞ আমেরিকার রাষ্ট্রপতি- ডোনাল্ড ট্রাম্প



12. 30 সেকেন্ডের মধ্যে COVID-19 পরীক্ষার জন্য ভারত কোন দেশের সাথে একত্রে কাজ করবে?

ⓐইজরায়েল✓
ⓑজাপান
ⓒরাশিয়া
ⓓইটালি

☞ইজরায়েলের রাজধানী : জেরুজালেম
☞ইসরাইলের মুদ্রার নাম : ইসরায়েলি শেকেল
☞ইসরাইলের সরকারি ভাষা: হিব্রু, আরবি
☞ইসরাইলের রাষ্ট্রপতি : রিউভেন রিভলিন
☞ইসরাইলের প্রধানমন্ত্রী : বেঞ্জামিন নেতানিয়াহু




13.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩শে জুলাই কোন রাজ্যের জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?

ⓐমনিপুর✓
ⓑঅন্ধপ্রদেশ
ⓒসিকিম
ⓓমধ্যপ্রদেশ


☞মনিপুরের মুখ্যমন্ত্রী- এন. বিৰেন সিং
☞মণিপুরে রাজ্যপাল- নাজমা হেপতুল্লা
☞ভারতের মধ্যে প্রথম কার্বন পজিটিভ গ্রাম phayeng গ্রাম মনিপুর রাজ্যে অবস্থিত




14. Suraj Kade Marda Nahi’ ( Sun Never Dies) -শিরোনামে বই লিখলেন কে? 

ⓐ উধম সিং
ⓑ বালদেব সিং সাদাকনামা✓
ⓒ তরুণ গোয়েল
ⓓ অরুন্ধতী রায়

☞ এই বইটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী উধম সিং-এর জীবনীর উপর রচিত
☞ 'Dhahwan Dilli De Kingre ' ( ধাওয়ান দিলি দে কিংরে) এর জন্য ২০১১ সালে বালদেব সিং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন










Sunday, July 26, 2020

আবগারি কনস্টেবল Mains English Class -33




আবগারি কনস্টেবল Mains 
 English Class -33

Synonym

1. DEFERENCE

A) Indifference
B) Sympathy 
C) Respect ✓
D) Flattery


2. CENSURE

A) Appreciate 
B) Blame 
C) Criticize✓
D) Abuse


3. MOMENTOUS

A) Important ✓
B) Temporary
C) Fleeting 
D) Monumental


4. AMICABLE

A) Poisonous
B) Friendly✓
C) Unkindness
D) Heartening


5. FIDELITY

A) Affection
B) Allegiance
C) Accuracy
D) Loyalty✓


6. APPOSITE

A) Contrary 
B) Bitter
C) Appropriate✓
D) Misleading



7. ANTIPATHY

A) Dishonesty 
B) Disturbance 
C) Demonstration
D) Dislike✓


8. ILLICIT

A) Immoral 
B) Illegal✓
C) Ineligible
D) Illegible


9. FLAIR

A) Talent ✓
B) Tendency 
C) Bias 
D) Need


10. CONGREGATION

A) Concentration 
B) Meeting✓ 
C) Discussion
D) Judgement



Antonym

1. ALTERCATION

A) Explanation
B) Challenge 
C) Compromise✓
D) Opposition



2. PACIFY

A) Threaten 
B) Challenge
C) Quarrel 
D) Enrage✓


3. ILLICIT

A) Liberal 
B) Intelligent
C) lawful✓
D) Clear


4. Loquacious

A) Talkative
B) Taciturn✓
C) Diffident 
D) Bashful




5. INTELLIGIBLE

A) Dull
B) Foolish
C) Manageable 
D) Confused✓



6. SANGUINE

A) Diffident 
B) Hopeless✓
C) Cynical
D) Morose


7. GENTEEL

A) Uncivilized✓
B) Stuffy
C) Urbane
D) Unknown



8. MISERY

A) Glad 
B) Pleasant
C) Enjoy 
D) Bliss✓


9. STATIONARY

A) Standing 
B) Speedy 
C) Moving ✓
D) Fast



10. ISOLATION

A) Segregation
B) Association ✓
C) Seclusion
D) Deportation






Bengali Current Affairs 27th July, 2020






Bengali Current Affairs 27th July, 2020 

1.Microfinance Institutions Network (MFIN)-এর ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অলোক মিশ্র✓
ⓑ হর্ষ শ্রীবাস্তব
ⓒ গুঞ্জন সেন
ⓓ অসিত অধিকারী

❏ MFIN-এর হেডকোয়াটার- গুরগাঁও, হরিয়ানা
❏ প্রতিষ্ঠা সাল- ২০০৯
❏ এটি কার্যকর হবে 2020 সালের 1st আগস্ট থেকে


2.যানবাহন বীমা বিক্রি করতে বেঙ্গালুরুর Acko General Insurance-এর সঙ্গে পার্টনারশীপ গড়লো কোন ডিজিটাল প্লাটফর্ম? 

ⓐ PhonePe
ⓑ Google Pay
ⓒ Amazon Pay✓
ⓓ Jiomart

❏ হেডকোয়াটার- ওয়াসিংটন
❏ Amazon Pay India-র ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হলেন- Mahendra Nerurkar
❏ Acko General Insurance Ltd -এর প্রতিষ্ঠাতা- বরুন দুয়া
❏ হেডকোয়াটার- মুম্বাই



3. ৮৭তম দেশ হিসাবে International Solar Alliance-এর চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? 

ⓐ Mali
ⓑ Palau
ⓒ Nicaragua✓
ⓓ Ghana

❏ রাজধানী- Managua (মানাগুয়া)
❏ মুদ্রার নাম- Nicaraguan Cordoba (কর্ডোবা)
❏ বর্তমান রাষ্ট্রপতি- Daniel Ortega  (দানিয়েল ওর্তেগা)
❏ International Solar Alliance-এর হেডকোয়াটার- গুরুগ্রাম, হরিয়ানা
❏ প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ৩০শে নভেম্বর




4.সম্প্রতি প্রয়াত অমলা শঙ্কর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ সঙ্গীত
ⓑ নৃত্য✓
ⓒ সাংবাদিকতা
ⓓ খেলাধুলা

❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ১০১ বছর
❏ ২০১১ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে 'বঙ্গ বিভূষণ পুরস্কার' পেয়েছিলেন
❏ ১৯৪৮ সালে 'কল্পনা' শিরোনামে সিনেমায় তিনি অভিনয় করেছিলেন



5.করোনা আক্রান্ত ব্যক্তিদের ট্র্যাক করতে Smart Wristband তৈরী করলো কোন ইনস্টিটিউট? 

ⓐ IIT Bombay
ⓑ AIIMS Nagpur✓
ⓒ AIIMS, New Delhi
ⓓ IIT Nagpur




6.সমস্ত গ্রাহকদের ‘Insta Click Savings Account’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক? 

ⓐ Axis Bank
ⓑ Bank of Baroda✓
ⓒ HDFC Bank
ⓓ Airtel Payment Bank

❏ হেডকোয়াটার- আলকাপুরি, ভাদদরা
❏ প্রতিষ্ঠা সাল- ১৯০৮ সালের ২০শে জুলাই
❏ বর্তমান CEO ও ম্যানেজিং ডিরেক্টর- সঞ্জীব চাধা



7.করোনা মহামারীতে অক্লান্ত পরিশ্রম করার জন্য কোন দেশের ‘President’s Award for Nurses’ পেলেন ভারতীয় বংশোদ্ভূত Kala Narayanasamy? 

ⓐ মালেশিয়া
ⓑ সিঙ্গাপুর✓
ⓒ মালদ্বীপ
ⓓ ইন্দোনেশিয়া

❏ সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপতি Halimah Yacob তাঁকে পুরস্কার স্বরূপ ট্রফি, সার্টিফিকেট ও ১০,০০০ সিঙ্গাপুর ডলার দিয়েছেন



8.Indian Overseas Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ সুমিত দেব
ⓑ পার্থ প্রতিম সেনগুপ্ত✓
ⓒ অলোক মিশ্র
ⓓ করনম শেখর

❏ হেডকোয়াটার- চেন্নাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ১০ই ফেব্রুয়ারী



9.IPL 2020 কোথায় অনুষ্ঠিত হবে? 

ⓐ সৌদি আরব
ⓑ সংযুক্ত আরব অমিরাত✓
ⓒ ভারত
ⓓ ইরান

❏ ১৯শে সেপ্টেম্বর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত চলবে এই খেলা
❏ IPL 2020 চেয়ারম্যান- ব্রিজেস প্যাটেল
❏ IPL-এর প্রতিষ্ঠা ও প্রথম চেয়ারম্যান- ললিত মোদী
❏ প্রতিষ্ঠা সাল- ২০০৮
❏ সংযুক্ত আরব অমিরাতের রাজধানী- আবু ধাবি
❏ মুদ্রার নাম- দিরহাম



10.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া Sripali Weerakkody ( শ্রীপালি উইরাককোডি) কোন দেশের মহিলা ক্রিকেটার? 

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ শ্রীলংকা✓
ⓓ পাকিস্তান

❏ ৩৪ বছর বয়সেই ৮৯টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এবং ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বোলার ছিলেন
❏ শ্রীলংকার রাজধানী- কলম্বো
❏ মুদ্রার নাম- শ্রীলংকান রূপি

Saturday, July 25, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭৯






আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৯

১) ভূবৈচিত্র সূচক মানচিত্রে নদী বোঝাতে কি রং ব্যবহার করা হয়?

ক)নীল✓
খ)লাল
গ)হলুদ
ঘ)সবুজ

২) একটি চ্যুতি গঠিত জলপ্রপাত এর উদাহরণ হল-

ক) নায়াগ্রা
খ) ভিক্টোরিয়া✓
গ) হুড্রু
ঘ) এনজেল

৩) ঝড়ের চক্ষু (Eye Of The storm) দেখা যায়-

ক) ব্যারোট্রপিক সীমান্ত যুক্ত ঘূর্ণবাত এ
খ) ব্যারোক্লিনিক সীমান্ত যুক্ত ঘূর্ণবাত এ
গ) ক্রান্তীয় ঘূর্ণবাত এ✓
ঘ) অক্লুডেড সীমান্ত

৪) আটলান্টিক মহাসাগরে  নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোত হলো-

ক)সোমালি স্রোত
খ) ক্যালিফোর্নিয়া স্রোত
গ) ক্যানারি স্রোত
ঘ) উত্তর আটলান্টিক স্রোত✓

৫) ইউট্রিফিকেশন কি?

ক) মাটি জনিত পরিবেশ দূষণ
খ) জল জনিত পরিবেশ দূষণ✓
গ) শব্দ জনিত পরিবেশ দূষণ
ঘ) বায়ু জনিত পরিবেশ দূষণ

৬) "মেইন বাউন্ডারি ফল্ট " (M.B.F) কোথায় দেখা যায়?

ক) সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে
খ) শিবালিক ও মধ্য হিমালয়ের মাঝে✓
গ) মধ্য ও প্রধান হিমালয়ের মাঝে
ঘ) দামোদরের উচ্চ অববাহিকায়

৭) ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি?

ক)NH1
খ)NH2✓
গ)NH3
ঘ)NH34

৮) 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা কটি?

ক)23
খ)45
গ)43
ঘ)53✓

৯) ভারতের ভূবৈচিত্রসূচক মানচিত্র তৈরি করে কোন সংস্থা?

ক)SOI✓
খ)ISRO
গ)DRDO
ঘ)CSO

১০) বায়ু ও জলাধার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি?

ক) লোয়েস
খ) বার্খান
গ) পেডিমেন্ট✓
ঘ) ইয়ারদাং

১১) কোন কোন বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যায় কারণ-

ক) জেট বায়ু
খ) এল নিনো
গ) লা নিনা ✓
ঘ) পশ্চিমী ঝঞ্জা

১২) ঋতু পরিবর্তন কোথায় দেখা যায় না?

ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
খ) নিরক্ষীয় জলবায়ু✓
গ) উষ্ণ মরু জলবায়ু
ঘ) চীন দেশীয় জলবায়ু

১৩) কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফ মুক্ত থাকে?

ক) কুরোশিও স্রোত
খ) উত্তর আটলান্টিক স্রোত✓
গ) উত্তর নিরক্ষীয় স্রোত
ঘ) উষ্ণ উপসাগরীয় স্রোত

১৪) ভারত মহাসাগরের সমুদ্র বায়ু নিয়ন্ত্রিত হয় কোন বায়ুর দ্বারা?

ক) মৌসুমী বায়ু✓
খ) লা নিনা
গ) পশ্চিমা বায়ু
ঘ) আয়ন বায়ু

১৫) ধোঁয়া ও ধুলার মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম কি?

ক) ভরাট করন
খ) নিষ্কাশন
গ) কম্পোস্টিং
ঘ) স্ক্রাবার✓

১৬) উষ্ণ এবং শীতল স্রোতের মিলন স্থলে দেখা যায়-

ক) প্রবল শৈত্য
খ) প্রখর উষ্ণতা
গ) দুর্যোগপূর্ণ আবহাওয়া✓
ঘ) কোনোটিই নয়

১৭) বারিন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত?

ক) ইন্ডিয়ান ওপিনিয়ন
খ) গদর
গ) যুগান্তর✓
ঘ) মারাঠা

১৮) নিম্নলিখিত কোন বিপ্লবী সংগঠনের সাথে প্রমথনাথ মিত্রের নাম জড়িত?

ক) অনুশীলন সমিতি✓
খ) ইন্ডিয়া হাউস
গ) ইন্ডিয়ান রিপাবলিক
ঘ) ওপরের কোনোটিই নয়

১৯) কে "অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন" প্রতিষ্ঠা করেছিলেন?

ক)হেনরি ভিভিয়ান ডিরোজিও✓
খ)মধুসূদন দত্ত
গ)মদনমোহন মালব্য
ঘ)সুরেন্দ্রনাথ ঠাকুর

২০)  1916 খ্রিস্টাব্দে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন?

ক) সাতারা
খ) পুনে✓
গ) বেলগাঁও
ঘ)  বেরার

২১) দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

ক)ইলতুৎমিস
খ)আলাউদ্দিন খলজি
গ)মহম্মদ বিন তুঘলক
ঘ)ফিরোজ শাহ তুঘলক✓

২২) " মহলওয়ারি বন্দোবস্ত " চালু হয়েছিল ভারতের কোথায়?

ক) উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট
খ) উত্তরপ্রদেশ ,মধ্যপ্রদেশ ,দিল্লি✓
গ) উত্তরপ্রদেশ ,মধ্যপ্রদেশ ,অন্ধপ্রদেশ
ঘ) দিল্লি ,গুজরাট ,অন্ধপ্রদেশ

২৩) কোম্পানির আমলে ভারতের অর্থনীতির ভিত্তি কোনটি ছিল?

ক)ব্যবসা
খ)বাণিজ্য
গ)কৃষি✓
ঘ)শিল্প


২৪) কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক?

ক) আলফা-কণা
খ) বিটা কণা
গ) গামা রশ্মি ✓
ঘ) আলোকরশ্মি

২৫) এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না-

ক)মাংস
খ)হাড় ✓
গ)গাছ
ঘ)সোনা

২৬) উচ্চ স্থিতিস্থাপকতার জন্য অটোমোবাইল স্পৃংয়ের ব্যবহৃত পদার্থ কোনটি?

ক) তামা
খ) ইস্পাত ✓
গ) ব্রাশ
ঘ) সবকটি

২৭) বোসন কণিকার ঘুর্ণনের মান কত?

ক) ঋণাত্মক পূর্ণ সংখ্যা✓
খ)১/২ সংখ্যার পূর্ণ গুণিতক
গ) ধনাত্মক পূর্ণ সংখ্যা
ঘ) যেকোনো ভগ্নাংশ


২৮) সোলার প্যানেলের সংযোগকারী পদার্থ কোনটি?

ক) সিলিকন✓
খ) রুপা
গ) সোনা
ঘ) তামা

২৯) কোনটি অন্যদের থেকে আলাদা?

ক) ক্যাথোড রশ্মি
খ) ফটোইলেকট্রন
গ) আলফা কণিকা ✓
ঘ) তাপীয় ইলেকট্রন


৩০) CTBT শব্দটি যুক্ত কিসের সাথে?

ক) পরমাণু অস্ত্র ✓
খ) কেন্দ্রীয় করব্যবস্থা
গ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ
ঘ) কোনোটিই নয়

৩১) P টাইপ অর্ধপরিবাহী প্রস্তুত করার জন্য সিলিকনের সঙ্গে নিচের কোনটি কে  ডোপ হিসেবে ব্যবহার করা হয়?

ক) ফসফরাস
খ) অ্যালুমিনিয়াম ✓
গ) আর্সেনিক
ঘ) কোনোটিই নয়


৩২) তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকরিত হয়?

ক) এক্স রশ্মি
খ) গামা রশ্মি ✓
গ) আল্ট্রাভায়োলেট রশ্মি
ঘ) ইনফ্রারেড রশ্মি


৩৩) এক্স রশ্মি হলো-

ক) খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ✓
খ) ইলেকট্রনের স্রোত
গ) খুব লম্বা তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ
ঘ) খালি চোখে দেখা যায় এমন বিকিরণ

৩৪) নিম্নলিখিত কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা?

ক) অবলোহিত  তরঙ্গ✓
খ) অতিবেগুনি তরঙ্গ
গ) গামা রশ্মি
ঘ) এক্স রশ্মি

৩৫) নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকা কি?

ক) চুল্লি কে ঠান্ডা রাখা
খ) নিউট্রনের গতির হ্রাস করা✓
গ) নিউট্রনের গতি বৃদ্ধি করা
ঘ) নিউক্লিয় বিক্রিয়া বন্ধ করা

৩৬) কোন প্রবাহীর প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটি হল-

ক) ভেনচুরি মিটার ✓
খ) ওরিফিস মিটার
গ) পাইটট টিউব
ঘ) কোনোটিই নয়

৩৭) তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারাবাহিকতা সমীকরণে (equation of continuity)-

ক) আয়তন সংরক্ষিত হয়
খ) ভর সংরক্ষিত হয়
গ) আধান সংরক্ষিত হয় ✓
ঘ) শক্তি সংরক্ষিত হয়


৩৮) পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি কে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা যায়?

ক)প্রধানমন্ত্রী দ্বারা
খ)উপরাষ্ট্রপতি দ্বারা
গ)প্রধান বিচারপতি দ্বারা
ঘ)পার্লামেন্ট বা সংসদ দ্বারা ইমপিচমেন্ট√


৩৯) ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন-

ক) জাতীয় জরুরি অবস্থা
খ) শাসনতান্ত্রিক জরুরি অবস্থা
গ) আর্থিক জরুরি অবস্থা
ঘ) উপরের সবকটি√

৪০) নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়?

ক)শোষণের বিরুদ্ধে অধিকার
খ)সমান কাজের জন্য সমান মজুরি√
গ)আইনের চোখে সমান অধিকার
ঘ)ধর্মীয় স্বাধীনতার অধিকার

৪১) চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর?

ক) নর্মদা
খ) ইন্দ্রাবতী√
গ) মহানদী
ঘ) গোদাবরী


৪২) "Spy princess"-বইটি কার লেখা?

ক) সালমান রুশদি
খ) লিও টলস্টয়
গ) শ্রাবণী বসু√
ঘ) অরুন্ধতী রায়

৪৩) " ডেস্টিনেশন টু ডেথ " ছবিটি কার আঁকা ?

ক)মাইকেল ল্যান্ড
খ)ভ্যান গঘ
গ)লিওনার্দ দ্যা ভিন্চ্চি
ঘ) পাবলো পিকাসো √


৪৪) জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়?

ক) 15 জানুয়ারী
খ) 25 শে জানুয়ারি√
গ) 21 জানুয়ারি
ঘ) 30 জানুয়ারি

৪৫) "মদনমোহন মালব্য সেতু "কোন নদীর উপর অবস্থিত?

ক) গঙ্গা√
খ) কৃষ্ণা
গ) কাবেরী
ঘ) ব্রহ্মপুত্র


৪৬) "সত্যবতী"- চরিত্রটি আশাপূর্ণা দেবী কোন উপন্যাসে আছে?

ক) প্রথম প্রতিশ্রুতি√
খ) সুবর্ণলতা
গ) বকুলকথা
ঘ) অরণ্যের অধিকার


৪৭) নিচের কোন সফটওয়্যার কম্পিউটারে MP4 ফাইল চালানোর জন্য ব্যবহৃত হয়?

ক) অ্যাডোব অ্যাক্রোব্যাট
খ) এমএস ওয়ার্ড
গ) এম এস অফিস
ঘ) উইন্ডোজ মিডিয়া প্লেয়ার✓


৪৮) নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয়?

ক) জ্যোতিষ
খ)অ্যানিমেশন
গ)আবহাওয়ার পূর্বাভাস✓
ঘ)ডিজাইনিং


৪৯) ইমেইল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেইল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয়?

ক)To
খ)Cc
গ)Bcc✓
ঘ) From


৫০) নিম্নের কোনটি একটি CPU এর মধ্যে থাকে?

ক) প্রাইমারি স্টোরেজ✓
খ) সেকেন্ডারি স্টোরেজ
গ) মাউস
ঘ) কিবোর্ড


৫১) যদি DURONTO এই শব্দটির কোড লেখা হয় PUOPSVE তাহলে EXPRESS শব্দটির কোড কি লেখা হবে?

ক)TTFSQYF✓
খ)PRESQXE
গ)TTERQYE
ঘ)TTFSRXF


৫২) যদি '+' বলতে'÷' , '÷ ' বলতে '-' , ' - 'বলতে '×' , এবং '× ' বলতে ' + ' বুঝায় তাহলে নিচের কোনটি সঠিক?

21+7×4-3÷5=?

ক) 15
খ) 10 ✓
গ) 25
ঘ) 5

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...