Thursday, October 31, 2019

চর্যাপদ_থেকে_৫০ টি_প্রশ্নোত্তর



চর্যাপদ_থেকে_৫০  টি_প্রশ্নোত্তর 


১.চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন ???
উ:-হরপ্রসাদ শাস্ত্রী,১৯০৭ সালে।

২.চর্যার পুঁথিটি কোন হরফে লেখা ???
উ:-দেব নাগরী।

৩.চর্যাপদ কোথায় থেকে আবিষ্কৃত হয় ???
উ:-নেপালের রাজদরবারের সংগ্রহশালা থেকে।

৪.কোথায় থেকে কত সালে চর্যাপদ প্রকাশিত হয় ?
উ:-বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে,১৯১৬ সালে।

৫.বর্তমানে চর্যাপদ কোথায় সংরক্ষিত আছে ?
উ:-এশিয়াটিক সোসাইটি।

৬.সুকুমার সেন এর মতে চর্যার রচনা কাল কত ???
উ:-দশম-দ্বাদশ শতাব্দী।

৭.চর্যাপদের মোট পদকর্তা কত ???
উ:-২৪ জন।

৮.প্রবোধচন্দ্র বাগচী এর মতে চর্যার নাম কী ???
উ:-চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়।

৯.বিধুশেখর এর মতে চর্যার নাম কী ???
উ:-আশ্চর্য্যচর্য্যাচয়।

১০.সুকুমার সেন চর্যার কী নাম দেন ???
উ:-চর্যাগীতি পদাবলী।

১১.চর্যার প্রথম পদটি কে রচনা করেন ???
উ:-লুইপাদ।

১২.চর্যার প্রথম পদ কোন রাগে রচিত ???
উ:-পটমঞ্জরী।

১৩."টেন্ডন" কথাটির অর্থ কী ???
উ:-জুয়ারী বা ধূর্ত।

১৪.চর্যার শেষ পদটি কার রচনা ?
উ:-শবর পাদ।

১৫.দাবা খেলা কার পদে আছে ?
উ:-কাহ্ন পাদ এর পদে।

১৬.দাবা খেলা কত নং পদে আছে ?
উ:-১২নং পদে।

১৭.পাদ কথার অর্থ কী ?
উ:-সম্মানীয় বা শিষ‍্য/অনুশিষ‍্য।

১৮.চর্যার মলাটে কোন নাম লিখিত আছে ?
উ:-চর্য্যাচর্য্যটিকা।

১৯.কোন পদকর্তার পদ পাওয়া যায়নি ???
উ:-লাড়ীডোম্বীপাদের।

২০.নব চর্যাপদের প্রকাশ সাল কত ???
উ:-১৯৮৯ সাল।

২১.চর্যাপদের সংস্কৃত টিকা কার রচনা ???
উ:-মুনি দত্ত।

২২.চর্যাপদ বাংলায় রচিত তা কে প্রথম প্রমান করেন ???
উ:-সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

২৩.চর্যাপদের তিব্বতী টিকা কার রচনা ???
উ:-কীর্তিচন্দ্র।

২৪.কোন অবাঙালী পন্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন ???
উ:-রাহুল সংকৃত‍্যায়ন।

২৫.হরপ্রসাদ শাস্ত্রী যে পুথি প্রকাশ করেন তাতে মোট পদ সংখ‍্যা কত ???
উ:-সাড়ে ছেচল্লিশ।

২৬.কোন কবি মহামায়ার উপাসক ছিলেন বলে মনে করা হয় ???
উ:-কুক্কুরী পা।

২৭.নব চর্যাপদের সংগ্রাহক কে ???
উ:-শশীভূষণ দাশগুপ্ত।

২৮.চর্যা শব্দটি কোন ধাতু থেকে এসেছে ???
উ:-চর ধাতু।

২৯.চর্যাগীতির ফটোরূপ কে প্রকাশ করেন ???
উ:-নীলরতন সেন।

৩০.চর্যাপদের ভাষা হিন্দি বলে কে দাবী করেন ???
উ:-বিজয় চন্দ্র মজুমদার/রাহুল সংকৃত‍্যায়ন।

৩১.কাহ্ন পা এর গুরু কে ???
উ:-জালন্ধরী পাদ।

৩২.কাহ্ন পা কত সংখ‍্যক পদে গুরুর ঊল্লেখ করেন ???
উ:-৪০ সংখ‍্যক পদে।

৩৩."রাউত"কথার অর্থ কী ???
উ:-রাজপুত্র।

৩৪.গোরক্ষনাথের শিষ‍্য কে ???
উ:-জালন্ধরী।
   
৩৫.অভিসময় বিভঙ্গ কে রচনা করেন ???
উ:-লুই পাদ।

৩৬.চর্যাপদে কোন ভাষার নির্দশন পাওয়া যায় ???
উ:-শৈরসেনী/নব‍্য ভারতীয়।

৩৭.নেপাল থেকে চাচা সংগীত গুলি কে সংগ্রহ করেন ???
উ:-শশীভূষণ দাশগুপ্ত।

৩৮.সুকুমার সেন কুক্কুরী পা এর নামের কী ব‍্যুৎপত্ত ???
উ:-কুক্কুটী পাদ>কুক্কুরী পাদ।

৩৯."চতুরাভরন"গ্রন্থটি কোন পদকর্তার লেখা ???
উ:-ভুসুক পা।

৪০.সরহ পাদের লিখিত পদের সংখ‍্যা কত ???
উ:-৪ টি।

৪১.মেখলাটিকা কার রচনা ???
উ:-আচার্য দেব/আচার্য পাদ।

৪২.চর্যায় নাট‍্যগীতির উল্লেখ কত নং পদে আছে ???
উ:-১৭নং।

৪৩.লুই পাদ রচিত মোট বই সংখ্যা কত গুলো ???
উ:-৩ টি।

৪৪.কামোদ রাগে রচিত পদ সংখ্যা কত ???
উ:-৪ টি।

৪৫.কে দুজন কাহ্ন এর অস্তিত্ব অনুমান করেন ???
উ:-সুকুমার সেন।

৪৬.শেষ পদটি কোন রাগে রচিত ???
উ:-রামক্রী।

৪৭.সর্বাধিক পদ কোন রাগে রচিত ???
উ:-পটমঞ্জরী।

৪৮.পটমঞ্জরী রাগে কতগুলো পদ রচিত ???
উ:-১১টি।

৪৯.চর্যাপদের ভাষা বিচার করেন কে ???
উ:-সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

৫০.সর্বাধিক একই রাগে কে বেশি পদ রচনা করেন ???
উ:-কাহ্ন পা।

https://drive.google.com/file/d/1cXAZ7LLsfgjXEOewJy6CgIJsOJLxhENy/view?usp=drivesdk



Wednesday, October 30, 2019






আবগারী পুলিশ, প্রাইমারি টেট, SSC

বাংলা সাহিত্যের ইতিহাস::

১)মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী ?
-অমিত্রাক্ষর ছন্দ

২)অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কী ?
-এই ছন্দের অনুসৃত ছন্দের নাম গৈরিশ ছন্দ,মুক্তক ছন্দ।

৩)দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী ?
-The Indigo Planting Mirror।


৪)কে এই ইংরাজী অনুবাদ করেছিলেন?
মাইকেল মধুসূদন দত্ত।


৫)বিদ্যাপতি কার সভাকবি ছিলেন ?
-মিথিলার রাজা শিবসিংহের।


৬)কার অনুরোধে কাজী নজরুল ইসলাম ‘কাণ্ডারী হুঁশিয়ারি’ লিখেছিলেন?
-নেতাজী সুভাষচন্দ্র বোসের।


৭)কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
-ইতালী।


৮)বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
-রবীন্দ্রনাথ ঠাকুর।


৯)সত্যজিৎ রায়ের তিনকন্যা’র তিনটি গল্পের নাম কী কী ?
-পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি।


১০)ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


১১)যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী ?
-নটী বিনোদিনী।


১২)পেশাদারী মঞ্চে  সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী ?
-কুলীন কুলসর্বস্ব।


১৩) ‘সন্দেশ’ এর সম্পাদক কে ছিলেন?
-সত্যজিৎ রায়।


১৪)বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন, তার নাম কী ?
-কল্পনা।


১৫)বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়?
-কবি জীবনানন্দ দাশ।


১৬)বেদকে চারভাগে কে ভাগ করেন ?
-মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।


১৭)নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন?
-একেলা।


১৮) ‘ফকির অব জঙ্গিরা' কাব্য কার লেখা ?
-ডিরোজিও-এর।


১৯)১৯৪৬ সালের নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয়?
-শ্রীকল্লোল।


২০)আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে?
-খালিফা হারুন অল রশিদ।


২১)বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’ কাদের বলা হয়?
-তারাশংকর, বিভূতিভূষণ ও মানিক।


২২)রফিকুল ইসলাম’ কার ছদ্মনাম?
-উৎপল দত্ত।


২৩)শরৎচন্দ্রের ‘পথের দাবী' উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?
-বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু।


২৪)শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দী’ কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন?
-‘প্রিজনার অব জেন্ডা।


২৫) ‘নবকুমার কবি' কার ছদ্মনাম ?
-সত্যেন্দ্রনাথ ঠাকুর।


২৬)প্রতিটি বেদে কয়টি অংশ আছে?
-চারটি-সংহিতা, ব্রাত্মণ, আরণ্যক, উপনিষদ।


২৭) ‘অবন্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-ইতালির রাষ্ট্রনায়ক মুসোলিনী।


২৮) ‘সেবক’ ছদ্মনামে বাংলার কোন নাট্যকার নাটক লিখেছেন?
-গিরিশচন্দ্র ঘোষ।


২৯)তেনজিং নোরগের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
-টাইগার অব দ্য স্নো।


৩০) ‘পেপারব্যাকে’ কোন সংস্থা প্রথম কম দামে বই প্রকাশ করেন?
-পেঙ্গুইন।


৩১) ‘জীবন বেদ’ কার আত্মজীবনীমূলক আলোচনা ?
-কেশবচন্দ্র সেন।


৩২)প্রথম বাঙালি সাংবাদিক কে?
-গঙ্গাকিশোর ভট্টাচার্য্য।


৩৩)জনা, প্রফুল্ল, বলিদান নাটকগুলির নাট্যকার কে?
-গিরিশচন্দ্র ঘোষ।


৩৪)ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ কে করেন?
-গিরিশচন্দ্র ঘোষ।


৩৫)শরৎচন্দ্রের কৈশোর লেখা প্রথম গল্প কোনটি?
-কাশীনাথ


৩৬)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি?
-বাসুদেব চরিত’ (মুদ্রিত হয়নি)।


৩৭)বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন?
-অনুষ্টুপ ছন্দে


৩৮)স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারীন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন?
-ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, পত্রিকার নাম যুগান্তর।


৩৯) ‘বারি কাহিনী' কার রচনা?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৪০)জীবিত কালে তেমন কোন পুরস্কার পান নি এই সাহিত্যিক। মৃত্যুর পর তার একটি উপন্যাস পায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার কোন লেখক?
-বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (উপন্যাস ইচ্ছামতী')।

৪১) ‘পদি পিসির বর্মী বাক্স’ কার লেখা?
-লীলা মজুমদার।


৪৩)কথা সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায় ‘জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য ?
-১৯৬৬ সালে গণদেবতা।


৪৪)মুসোলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কবে ইতালী গিয়েছিলেন?
-১৯২৬ সালে।


৪৫)শরৎচন্দ্রের পিতামাতার নাম কী ?
-মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমোহিনী দেবী।


৪৬)শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়?
-হুগলি জেলার দেবানন্দপুরে।


৪৭)শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
-বড়দিদি, ভারতী পত্রিকায় প্রকাশিত হয় (১৯০৭)।


৪৮)শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয়?
-পথের দাবী।


৪৯)১৯২০ সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায়?
-দত্তা।


৫০)সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯২৩ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
-জগত্তারিনী সূবর্ণ পদক।


৫১)শরৎচন্দ্রের পল্লীসমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
-ভারতবর্ষ।


৫২)১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
-সম্মান সূচক  ডি লিট উপাধি।


৫৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী বিস্তারের সময়কাল কত?
উ: আড়াই বছর 

৫৪) মধুসূদন কোন কবিকে এ বঙ্গের অলঙ্কার বলেছেন?
উ: কৃত্তিবাসকে

৫৫) সারদামঙ্গল কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ: আর্যদর্শন 

৫৬) কারকের বাংলা প্রতিশব্দ পরিনমন কে রাখেন?
উ: রামমোহন রায় 

৫৭) ইবলিশ ছদ্মনামে কে লিখতেন?
উ: সৈয়দ মুস্তফা সিরাজ 

৫৮) সুনীল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান?

Tuesday, October 29, 2019

30 টি গুরুত্ব পূর্ণ জেনারেল নলেজ


                     জেনারেল নলেজ

১) 'আর্যভট্ট ' কবে উৎক্ষেপিত হয়?

ক)  1976 সাল
খ) 1975 সাল√
গ) 1972 সাল
ঘ) 1965 সাল


২) 'যুবনাশ্ব ' ছদ্মনাম টি কোন লেখক এর?

ক) প্রভাত কিরণ বসু
খ) বিমল ঘোষ
গ) মনীশ ঘটক√
ঘ) অরবিন্দ গুহ             Study With Ishany


৩)' সাজবাতির রূপকথা 'কার রচনা?

ক) জয় গোস্বামী√
খ) জ্যোতির্ময় ঘোষ
গ) প্রমোদ মিত্র
ঘ) নিহার ঘোষাল


৪) মুর্শিদাবাদের হাজারদুয়ারির নির্মাতা কে?

ক) নবাব নাজিম হুমায়ুনজা√
খ) নবাব আলীবর্দী খাঁ
গ) নবাব মুর্শিদকুলি খাঁ
ঘ) নবাব হাসান আলী খাঁ 


৫) মার্টিন লুথারের অনুগামীদের কি বলা হত?

ক) নাৎসিবাদী
খ) ফ্যাসিস্ট বাদি
গ) ক্যাথলিয়ান
ঘ) প্রোটেস্ট্যান্ট√               Study With Ishany


৬) পৃথিবীর কোথায় 350 দিন বৃষ্টি হওয়ার রেকর্ড আছে?

ক) সান মারিনো
খ) জেনেভা
গ) হাওয়াই দ্বীপ√
ঘ) ভেনিস


৭) শুকর পালনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?

ক) জাপান
খ) জার্মানি
গ) ফ্রান্স
ঘ) চীন√


৮) আলেপ্পি বন্দর কোন রাজ্যে অবস্থিত?

ক) কেরালা√
খ) কর্ণাটক
গ) তামিলনাড়ু
ঘ) অন্ধ্রপ্রদেশ                Study With Ishany


৯) আকবর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক) 1575 খ্রিস্টাব্দ
খ) 1601 খ্রিস্টাব্দ
গ) 1603 খ্রিস্টাব্দ
ঘ) 1605 খ্রিস্টাব্দ√


১০) বাতাসে শব্দের গতিবেগ কত মিটার / সেকেন্ড?

ক) 330 মিটার/ সেকেন্ড
খ) 352 মিটার /সেকেন্ড
গ) 356 মিটার/ সেকেন্ড
ঘ) 332 মিটার /সেকেন্ড√


১১) সোরা কোন দেশের সংসদের নাম?

ক) পাকিস্তান
খ) আফগানিস্তান√
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স                        Study With Ishany


১২) শিবাজী উৎসব কে প্রবর্তন করেন?

ক) বিপিনচন্দ্র পাল
খ) বালগঙ্গাধর তিলক√
গ) নবগোপাল মিত্র
ঘ) রাধানাথ শিকদার


১৩) হিন্দু মেলার প্রবক্তা কে ছিলেন?

ক) বালগঙ্গাধর তিলক
খ) নবগোপাল মিত্র√
গ) প্যারীচাঁদ ঠাকুর
ঘ) রসিক কৃষ্ণ মল্লিক


১৪) সবথেকে বেশি দিন ফল দেয় কোন গাছ?

ক) জাম গাছ
খ) খেজুর গাছ
গ) ন্যাশপাতি গাছ√
ঘ) জলপাই গাছ


১৫)' ল্যান্ড অফ মর্নিং 'কোন দেশকে বলা হয়?

ক) নরওয়ে
খ) জাপান
গ) দক্ষিণ কোরিয়া√       Study With Ishany
ঘ) কানাডা


১৬) গণ্ডকী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?

ক) উত্তর প্রদেশ, বিহার√
খ) বিহার, ঝাড়খন্ড
গ) উত্তরপ্রদেশ ,মধ্যপ্রদেশ
ঘ) পাঞ্জাব ,উত্তরাখান্ড


১৭) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

ক) দ্বিতীয় দেব রায়√
খ) দ্বিতীয় গোবিন্দ
গ) প্রথম সিংহ বিষ্নু          Study With Ishany
ঘ) নরসিংহ বর্মন


১৮)  ধাড়িয়াল কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) পশম√
খ) রেলগাড়ি র ইঞ্জিন
গ) পেট্রোরসায়ন
ঘ) মাদুর


১৯) রত্নাগিরি বন্দর কোন রাজ্যে অবস্থিত?

ক) গুজরাট
খ) মহারাষ্ট্র√
গ) কেরল
ঘ) তামিলনাড়ু

২০) দক্ষিণ রোডেশিয়া কোন দেশের পুরানো নাম?

ক) আমেরিকা
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স                      Study With Ishany
ঘ) জাম্বিয়া√

২১) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম  বিদেশি মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?

ক) অ্যানি বেসান্ত√
খ) সিস্টার নিবেদিতা
গ) সরোজিনী নাইডু
খ) কনক লতা বড়ুয়া


২২) ইডসা উপজাতি কোথায় দেখা যায়?

ক) মহারাষ্ট্র
খ) কর্ণাটক√
গ) উত্তর প্রদেশ
ঘ) ত্রিপুরা


২৩) ডায়েট কোন দেশের সংসদের নাম?

ক) জাপান√
খ) জার্মানি                   Study With Ishany
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড


২৪) 'সার্ভেন্ট অফ ইন্ডিয়ান 'সোসাইটি র প্রতিষ্ঠাতা কে?

ক) গোপালকৃষ্ণ গোখলে√
খ) রাধানাথ শিকদার
গ) বালগঙ্গাধর তিলক
ঘ) বিপিনচন্দ্র পাল

২৫) পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদের নাম কি?

ক) বৈকাল হ্রদ
খ) আয়ল হ্রদ
গ) টিটিকাকা হ্রদ√
ঘ) সুপিরিয়র হ্রদ


২৬) 'অজ্ঞ থাকার চেয়ে জন্ম না নেওয়া ভালো'- উক্তি টি কার?

ক) রুশো√
খ) ভলতেয়ার               Study With Ishany
গ) মন্টেস্কু
ঘ) দি দোয়া

২৭) টিটিকাকা হ্রদ টি কোথায় অবস্থিত?

ক) উত্তর আমেরিকা
খ) এশিয়া
গ) ইউরোপ
ঘ) দক্ষিণ আমেরিকা√


২৮) ৮ ই আগস্ট কোন দেশের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়?

ক) নেপাল
খ) মায়ানমার
গ) শ্রীলংকা
ঘ) ভুটান√


২৯) পারস্য কোথাকার পূর্বনাম ছিল?

ক) ইরান√
খ) ইরাক
গ) কুয়েত                    Study With Ishany
ঘ) সৌদি আরব

৩০) রসূল আলী কার ছদ্মনাম?

ক) অপরূপা দেবী
খ) অন্নদাশঙ্কর রায়
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর√
ঘ) মনীশ ঘটক





https://drive.google.com/file/d/1bwwHkqNDmPW_3CHqufZzvQNYw69QgIrj/view?usp=drivesdk


৭০ টি গুরুত্ব পূর্ণ বাগধারা



                             বাগধারা


১)অতি দর্পে হত লঙ্কা— অহঙ্কারে পতন অবশ্যম্ভাবী

২)অল্প বিদ্যা ভয়ংকরী- কম জানার ফলাফল বিপজ্জনক

৩)অতি লােভে তাঁতি নষ্ট— বেশি লােভ করলে সবই হারাতে হয়

৪)অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট— বেশি মাতব্বর থাকলে কাজের উদ্দেশ্য বিফলে যায়

৫)অর্থ অনর্থের মূল- টাকাই সকল অশুভের কেন্দ্রভূমি

৬)আদার বেপারির জাহাজের খবর- সাধারণ ব্যক্তির অহেতুক বড় কোনাে বিষয়ে চিন্তা করা 


                  Study With Ishany


৭)আঙুল ফুলে কলা গাছ- হঠাৎ অপ্রত্যাশিতভাবে ধনী হওয়া

৮)ইটটি মারলে পাটকেলটি খেতে হয়- অন্যের ক্ষতি করলে তার প্রতিফল পেতে হয় 

৯)ইচ্ছা থাকলে উপায় হয়– ইচ্ছাই অগ্রগতির প্রেরণা

১০)উলুবনে মুক্তা ছড়ানাে- অপাত্রে মূল্যবান কিছু প্রদান

১১)উদোর পিণ্ডে বুধাের ঘাড়ে- একের দায় অন্যের ওপর চাপানাে

১২)উঠন্তি মুলাে পত্তনেই চেনা যায়- শুরুতেই পরিণামের ইঙ্গিত নিহিত থাকে


১৩)এক মাঘে শীত যায় না- বিপদ বারবার আসে 
                  
                 Study With Ishany

১৪)এক ঢিলে দুই পাখি মারা— কৌশলে একসঙ্গে দুই কাজ করা

১৫)এক হাতে তালি বাজে না- ঝগড়ায় দুই পক্ষেরই সক্রিয়তা থাকে

১৬)ওস্তাদের মার শেষ রাতে -পাণ্ডিত্য আর অভিজ্ঞতাই শেষ পর্যন্ত টিকে থাকে

১৭)ওঝার বেটা বনগরু— জ্ঞানী লােকের নির্বোধ সন্তান

১৮)কানা গরু বামুনকে দান- অকেজো জিনিস দান করে পুণ্য লাভের প্রত্যাশা

১৯)কারাে পৌষ মাস, কারাে সর্বনাশ— একজনের লাভের কারণে অন্যের ক্ষতি

২০)কয়লা ধুলে ময়লা যায় না— স্বভাবের প্রকৃতি বদলায় না 

২১)কত ধানে কত চাল -প্রকৃত অবস্থা পরখ করে দেখা

২২)কই-এর তেলে কই ভাজা- কারাে জিনিস দিয়ে তারই সন্তুষ্টি অর্জন

২৩)খাজনার চেয়ে বাজনা বেশি— আড়ম্বের বাহুল্য


                  Study With Ishany


২৪)খুঁটির জোরে ভেড়া নাচে– প্রভাবশালীর দাপটে অন্যের বাহাদুরি 

২৫)খাল খেটে কুমির আনা— বিপদের পথ সুগম করা 

২৬)গাছে কাঁঠাল গোঁফে তেল -পাওয়ার আগেই ভােগের আয়ােজন 

২৭)গাছে তুলে মই কাড়া— আশ্বাস দিয়ে প্রতারণা করা 


২৮)ঘর পােড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়— বিপদে বিপর্যস্তরা অল্পতে ভয় পায় 

২৯)ঘােড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া— কর্তার উপর বাহাদুরির চেষ্টা

৩০)ঘুটে পুড়ে গােবর হাসে— সবার একদিন শেষ আছে
                Study With Ishany

৩১)চোখে আঙুল দিয়ে দেখানাে- নির্দিষ্ট করে দেখানাে

৩২)চোরে চোরে মাসতুতাে ভাই- একই স্বভাবের মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে

৩৩)চোখে সর্ষে ফুল দেখা— কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া

৩৪)চোরের মার বড় গলা— অপরাধীর বাহাদুরি 

৩৫)চিত্রগুপ্তের খাতা– জীব মাত্রেরই মৃত্যুর কাল নির্ণয়ের হিসাব রাখে 

৩৬)ছেলের হাতের মােয়া– যা সহজে করায়ত্ত করা সম্ভব

৩৭)ছয়কে নয়, নয়কে ছয় করা— উল্টাপাল্টা করা

৩৮)জলে কুমির ডাঙ্গায় বাঘ— দুই দিকেই বিপদ

৩৯)জ্বলন্ত আগুনে ঘি দেওয়া— উসকে দেওয়া 


৪০)জুতাে সেলাই থেকে চণ্ডী পাঠ— ছােট বড় যাবতীয় কাজ করা

৪১)ঝিকে মেরে বৌকে শেখানাে – কৌশলে শিক্ষা দেওয়া

৪২)ঝােপ বুঝে কোপ মারা— সুযােগ সন্ধানী 

৪৩)ঢাল নেই তলােয়ার নেই, নিধিরাম সর্দার– অযথা বাহাদুরি 

৪৪)তিলকে তাল করা— ছােট বিষয়কে বড় করে রটানাে।  
                 Study With Ishany

৪৫)তেলা মাথায় তেল দেয়া- যার আছে তাকেই দেবার প্রবৃত্তি

৪৬)তিল কুড়িয়ে তাল -ছােট ছােট সঞ্চয় থেকে বড় কিছু তৈরি করা

৪৭)থোর বড়ি খাড়া খাড়া বড়ি থাের- একঘেয়েমির চূড়ান্ত অবস্থা

৪৮)দুই নৌকায় পা দেওয়া -উভয় কূল রক্ষার চেষ্টা

৪৯)ধরি মাছ না ছুই পানি – কৌশলে কার্যসিদ্ধি 


৫০)নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানাে -বাস্তবতা থেকে দূরে থাকা

৫১)নিজের পায়ে দাড়ানাে— স্বয়ংসম্পূর্ণ হওয়া

৫২)নিজের পায়ে কুড়াল মারা -নিজেই নিজের ক্ষতি করা 

৫৩)নুন আনতে পান্তা ফুরায় -প্রকট দারিদ্র্য 

৫৪)পুরনাে কাসুন্দি ঘাটা -বাতিল প্রসঙ্গ টেনে আনা

৫৫)ফুলের ঘায়ে মুছা যাওয়া- বেশি ন্যাকামি করা

                    Study With Ishany

৫৬)বনগাঁয়ে শেয়াল রাজা– যােগ্যব্যক্তির অভাবে অযােগ্যই নেতা হয়

৫৭)বানরের গলায় মুক্তোর মালা–– অপাত্রে মূল্যবান বস্তু

৫৮)বিনা মেঘে বজ্রপাত -হঠাৎ বিপদের আবির্ভাব

৫৯)ভিটেয় ঘুঘু চড়ানাে -মারাত্মক সর্বনাশ করা

৬০)ভূতের বেগার খাটা— অপ্রয়ােজনে অন্যের কাজ করা

৬১)ভূতের মুখে রাম নাম -নিন্দাকারির মুখে স্তুতি

৬২)মরা হাতি লাখ টাকা -প্রকৃত মূল্যবানের মর্যাদা কমে না

৬৩)মড়ার ওপর খাড়ার ঘা- কষ্টের ওপর কষ্ট 

৬৪)মশা মারতে কামান দাগানাে— সামান্য কাজে বিরাট শক্তির প্রয়ােগ

               Study With Ishany
               
৬৫)মহাভারত অশুদ্ধ হওয়া- পাপবিদ্ধ হবার ভাবনা

৬৬)মাছের মায়ের পুত্রশােক – অবিশ্বাস্য হাহাকার

৬৭)শিখন্ডী খাড়া করা- কাউকে সামনে রেখে তার আড়ালে থেকে অন্যায় কাজ করার ব্যবস্থা করা

৬৮)যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ— পরিণতি পর্যন্ত প্রত্যাশা জিইয়ে রাখা

৬৯)যত দোষ নন্দ ঘােষ -অসহায়দের ওপর অযথাই দায় চাপানাে

৭০)যেমন কর্ম তেমন ফল– শ্রম ও নিষ্ঠা অনুযায়ী ফল লাভ

৭১)যেখানেই রাত, সেখানেই কাত- শৃঙ্খলাহীন জীবন


                Study With Ishany


https://drive.google.com/file/d/1begbkikdcOlEiGGslwn68KwBlClOLB-0/view?usp=drivesdk

Monday, October 28, 2019

ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য-Historical Monuments of India

ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য-Historical Monuments of India


স্থাপত্যের নাম            প্রতিষ্ঠাতা                  স্থান     
....................................................
  
আগ্রা দুর্গ      আকবরও শাহজাহান    উত্তরপ্রদেশ

বিবি কামাকবারা    ঔরঙ্গজেব   ঔরঙ্গাবাদ (বিহার) 

বুদ্ধগয়া                  অশোক          বোধগয়া (বিহার)

বুলন্দ দরওয়াজা      আকবর    ফতেপুর সিক্রি
(উত্তরপ্রদেশ)

জামা মসজিদ          শাহজাহান                দিল্লি

মতিমসজিদ             শাহজাহান               আগ্রা


                       Study With Ishany


 লালকেল্লা               শাহজাহান         নতুন দিল্লি

 তাজমহল                 শাহজাহান        আগ্রা

অজন্তা গুহা         গুপ্ত শাসক   ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)

ফিরোজশাহ কোটলা  ফিরোজশাহ তুঘলক  দিল্লি 

চারমিনার     ওয়ালিকুতুব শাহ             হায়দ্রাবাদ 

যন্তরমন্তর       সোয়াই জয় সিং         দিল্লি

 শালিমারবাগ           জাহাঙ্গীর               কাশ্মীর

আকবরের সমাধি    জাহাঙ্গীর        উত্তর প্রদেশ

 কুতুবমিনার        কুতুব উদ্দিন আইবক নতুন দিল্লি

 ভিক্টোরিয়া            ইংরেজ                  কলকাতা মেমোরিয়াল


                      Study With Ishany


বিজয়স্তম্ভ            মহারানা কুম্ভ         চিতোরগড়
                                                           রাজস্থান

ইন্ডিয়া গেট              ইংরেজ              নতুন দিল্লি    

 হাওয়ামহল    সোয়াই প্রতাপ সিং      রাজস্থা 

 কোনারকের      রাজা নরসিংহ দেব       উড়িষ্যা
 সূর্য মন্দির


রবীন্দ্র সেতু / 
হাওড়া ব্রিজ           ইংরেজ           হাওড়া -কলকাতা

নালন্দা               গুপ্ত সম্রাট        রাজগীর ,বিহার
বিশ্ববিদ্যালয়


সাঁচি স্তূপ            অশোক             মধ্যপ্রদেশ 

জালিয়ান
ওয়ালাবাগ           ভারত সরকার  অমৃতসর 

বিবেকানন্দ রক 
মেমোরিয়াল          ভারত সরকার    কন্যাকুমারিকা

 মিনাক্ষী মন্দির         ***                      মাদুরাই

 সিটি প্যালেস       মহারানা উদয় সিং        উদয়পুর



                  Study With Ishany

https://drive.google.com/file/d/1arWmoVpgpSxKnB5eg3iTwGm_oN2rmgdv/view?usp=drivesdk


ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ

ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ


অভয়ারণ্য /জাতীয় উদ্যান                    অবস্থান
................................................................................


১) জলদাপাড়া অভয়ারণ্য                জলপাইগুড়ি ,                                                                                                                                             পশ্চিমবঙ্গ 
                                           (এক সিংহ গন্ডার )


২) চাপড়ামারি অভয়ারণ্য              জলপাইগুড়ি,             
                                                         পশ্চিমবঙ্গ 
                                                          (হাতি, বাঘ)


৩) গরুমারা অভয়ারণ্য             পশ্চিমবঙ্গ
                                            ( ভারতীয় গণ্ডার)       
                      

                  Study With Ishany                    


৪) সিঙ্গালিলা জাতীয় উদ্যান          পশ্চিমবঙ্গ

৫) সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ- পশ্চিমবঙ্গ( রয়েল                                                      বেঙ্গলটাইগার)

৬) মানস ব্যাঘ্রপ্রকল্প -  বরপেটা,অসম (বাঘ)

৭) কাজিরাঙা জাতীয় উদ্যান - জোরহাট, অসম                                                                                (একশৃঙ্গগন্ডার)

৮) কেইবুল  লামাজো জাতীয় উদ্যান-     মনিপুর

৯) সিরোই জাতীয় উদ্যান        -        মনিপুর

১০) নামধাপা জাতীয় উদ্যান -  অরুণাচল প্রদেশ (বাঘ ,লেপার্ড)

                    Study With Ishany                  


১১) সিপাহী জলা অভয়ারণ্য-          ত্রিপুরা

১২) মুরলেন জাতীয় উদ্যান -        মিজোরাম

১৩) পালামৌ ব্যাঘ্রপ্রকল্প -   ডালটনগঞ্জ, ঝাড়খন্ড

১৪) হাজারীবাগ জাতীয় উদ্যান-       হাজারিবাগ, ঝাড়খন্ড

১৫) বাল্মিকী জাতীয় উদ্যান-   বিহার

১৬) সিমলিপাল জাতীয় উদ্যান- ময়ূরভঞ্জ ,ওড়িশা (বাঘ)

১৭) নন্দনকানন জাতীয় উদ্যান- উড়িষ্যা( সাদাবাঘ, ঘড়িয়াল)

১৮) চন্দ্রপ্রভা অভয়ারণ্য -  বেনারস ,উত্তর প্রদেশ

১৯) ভেলাভাদার জাতীয় উদ্যান-  ভাবনগর ,গুজরাট

২০) গির জাতীয় উদ্যান অভয়ারণ্য- জুনাগর, গুজরাট (সিংহ)

২১) বরিভালি জাতীয় উদ্যান- মুম্বাই ,মহারাষ্ট্র (প্যান্থার ,সম্বর ,লঙ্গুর, চিংকারা)

২২) নোয়াগাঁও জাতীয় উদ্যান-   ভান্ডারা, মহারাষ্ট্র



            Study With Ishany                  


২৩) টাদোবা জাতীয় উদ্যান- চন্দ্রপুর, মহারাষ্ট্র (বাঘ)

২৪) বান্ধবগড় জাতীয় উদ্যান- শাহদোল, মধ্যপ্রদেশ                                                 (সাদা বাঘ)

২৫) বন বিহার জাতীয় উদ্যান-  মধ্যপ্রদেশ

২৬) শিবপুরি জাতীয় উদ্যান -  শিবপুরি, মধ্যপ্রদেশ

২৭) পেঞ্চ জাতীয় উদ্যান -  মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ

২৮) কুত্রিগাম অভয়ারণ্য -   বস্তার ,ছত্রিশগড়

২৯) কানহা জাতীয় উদ্যান  - মান্দলা, ছত্রিশগড় (বাঘ)

৩০) ইন্দ্রাবতী জাতীয় উদ্যান -  ছত্রিশগড়

৩১) দাচিগ্রাম অভয়ারণ্য -শ্রীনগর ,জম্মু কাশ্মীর  (কস্তুরী মৃগ )

৩২) ভগবান মহাবীর জাতীয় উদ্যান - গোয়া

        Study With Ishany                  


৩৩) শ্রী  ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান - অন্ধপ্রদেশ

৩৪) মেলাপুত্তু পাখিরালয়-   নেলোর ,অন্ধপ্রদেশ

৩৫) মধুমালা অভয়ারণ্য- নীলগিরি ,তামিলনাড়ু (হাতি ,বাইসান)

৩৬) ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান -  তামিলনাড়ু

৩৭) রঙ্গনথিটু পক্ষীরালয়-  মহীশূর ,কর্ণাটক

৩৮) নাগরহোল জাতীয় উদ্যান - কুর্গ ,কর্ণাটক

৩৯) বন্দিপুর জাতীয় উদ্যান -   কর্ণাটক (হাতি, বাইসান)

৪০) পেরিয়ার অভয়ারণ্য - ইদুক্কি ,কেরল (হাতি, বাঘ চিতা ,সম্বর )

৪১) সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান -কেরল (হাতি, বাঘ, প্রজাপতি)

৪২) অগস্থ মালাই জীবমণ্ডল সংরক্ষণ-  কেরল

৪৩) ইরাভিকুলাম জাতীয় উদ্যান - ইদুক্কি, কেরল

৪৪) মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান- আন্দামান-নিকোবর




             Study With Ishany                  

৪৫) দুধওয়া জাতীয় উদ্যান -লখিমপুর ,উত্তরপ্রদেশ (বাঘ)

৪৬) করবেট জাতীয় উদ্যান - নৈনিতাল,উত্তরাখণ্ড (বাঘ)

৪৭) রোহিয়া জাতীয় উদ্যান -  কুলু,হিমাচল প্রদেশ

৪৮) সুলতানপুর জাতীয় উদ্যান- হরিয়ানা

৪৯) সরিস্কা জাতীয় উদ্যান - আলোয়ার, রাজস্থান (বাঘ)

৫০) রণথম্ভোর জাতীয় উদ্যান- সাওয়াই, মাধপুর রাজস্থান( বাঘ)

৫১) ঘানা পাখিরালয় -  ভরতপুর,গুজরাট



                     Study With Ishany                  


https://drive.google.com/file/d/1b5szW6kxYbLz-RXknPtnQmFVenCBNYcJ/view?usp=drivesdk


Friday, October 25, 2019

৫০ টি বাগধারা




                             বাগধারা               



১) কানাকানি- গোপন পরামর্শ

২) চোখে আঙুল দিয়ে দেখানো -প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া বা সন্দেহ দূর করা

৩) মন পাওয়া -সম্প্রীতি  বা প্রীতি লাভ করা

৪) ঢাক পেটানো -সগর্বে প্রচার করা

৫) মাথা হেঁট হওয়া - অপমানিত হওয়া

৬) পঞ্চমুখ -প্রশংসামুখর হওয়া

৭) পাথর হয়ে যাওয়া -স্তব্ধ হয়ে পড়া

৮) অল্প বিদ্যা ভয়ংকরী -সামান্য বিদ্যার অহংকার

৯) আট কপালে- হতভাগ্য

১০) অতি চালাকের গলায় দড়ি -বেশি চাতুর্যের পরিণাম

১১) অষ্টরম্ভা- ফাকি               Study With Ishany

১২) অমাবস্যার চাঁদ -দুর্লভ বস্তু

১৩) আঙ্গুল ফুলে কলাগাছ -অপ্রত্যাশিত ধনলাভ

১৪) একাদশে বৃহস্পতি- সৌভাগ্যের বিষয়

১৫) এক ক্ষুরে মাথা মুড়ানো- একই দলভুক্ত

১৬) কেঁচো খুঁড়তে সাপ -বিপদজনক পরিস্থিতি

১৭) গণেশ উল্টানো- উঠে যাওয়া

১৮) গায়ে ফুঁ দিয়ে বেড়ানো -কোন দায়িত্ব গ্রহণ না করা

১৯) গুরু মারা বিদ্যা -যার কাছে শিক্ষা তার ই উপরে প্রয়োগ

২০)চিনির বলদ -ভারবাহী কিন্তু ফললাভের অংশীদার নয়

২১) জলে কুমির ডাঙ্গায় বাঘ- উভয় সংকট

২২) টাকার কুমির- ধনী ব্যক্তি

২৩) দা-কুমড়া -ভীষণ শত্রুতা    Study With Ishany

২৪) পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা- অপরকে দিয়ে কাজ উদ্ধার

২৫) বিড়াল তপস্বী- ভন্ড সাধু

২৬) মিছরির ছুরি- মুখে মধু অন্তরে বিষ

২৭) শরতের শিশির -সুসময়ের বন্ধু

২৮) লাল বাতি জ্বালা- দেউলিয়া হওয়া

২৯) নগদ নারায়ণ- কাঁচা টাকা

৩০) খাল কেটে কুমির আনা- বিপদ ডেকে আনা

৩১) কাঠের পুতুল -নির্জীব বস্তু

৩২) ঢাক ঢাক গুড় গুড়- গোপন রাখার চেষ্টা

৩৩) ডাকের সুন্দরী -খুবই সুন্দরী

৩৪) দুধের মাছি -সুসময়ের বন্ধু

৩৫) বালির বাঁধ -অস্থায়ী বস্তু    Study With Ishany

৩৬) মরা কান্না -উচ্চকণ্ঠে শোক প্রকাশ

৩৭) হরি ঘোষের গোয়াল -বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ

৩৮) সাপের পাঁচ পা দেখা -অহংকারী হওয়া

৩৯) শত্রুর মুখে ছাই -কুদৃষ্টি এড়ানো

৪০) সাক্ষী গোপাল -নিষ্ক্রিয় দর্শক

৪১) হালে পানি পাওয়া -সুবিধা  করা

৪২) হাড়ে দূর্বা গজানো -অত্যন্ত অলস হওয়া

৪৩) ষাঁড়ের গোবর- অযোগ্য

৪৪) সাপের ছুঁচো গেলা- অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ
 করা

৪৫) পুটি মাছের প্রাণ -যা সহজে মরে যায়

৪৬) শাঁখের করাত- দুই দিকেই বিপদ

৪৭) জুতো মেরে গরু দান - বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ

৪৮) গাছে তুলে মই কারা -সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা

৪৯) কথায় চিড়ে ভেজা -ফাঁকা বুলিতে কার্য সাধন

৫০) এক বনে দুই বাঘ -প্রবল প্রতিদ্বন্দ্বী

                   Study With Ishany


https://drive.google.com/file/d/1aVN0HyQOMJzHFLA5oB86INqeoNYdWV51/view?usp=drivesdk

Thursday, October 24, 2019

30 টি গুরুত্বপূর্ণ জিকে

          ৩০ টি গুরুত্বপূর্ণ জিকে


১) ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়?

ক) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ√
খ) জিওফ্রে চসার
গ) জন মিল্টন
ঘ) রজার বেকন


২) 100 তম সংবিধান সংশোধনে কয়টি ভাষায় কথা বলা হয়েছে?

ক) পাঁচটি
খ) তিনটি
গ) চারটি√
ঘ) দুটি


৩) সার্বজনীন ডাফ ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ওয়াশিংটন
খ) জেনেভা
গ) লন্ডন√
ঘ) লাওস


৪) খাদ্য ও কৃষি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?

ক) প্রথম বিশ্বযুদ্ধের সময়
খ) জরুরি অবস্থা ঘোষণার সময়
গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়√


৫) দক্ষিণ ভারতে কোন গাছকে সবুজ সোনা বলা হয়?

ক) নারকেল গাছ√
খ) তেঁতুল গাছ
গ) আম গাছ
ঘ) নিম গাছ


৬) নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

ক) কৃষ্ণা√
খ) কাবেরী
গ) গোদাবরী
ঘ) লুনি


৭) পোর্টব্লেয়ার বন্দরটি কোথায় অবস্থিত?

ক) আন্দামান ও নিকোবর√
খ) চেন্নাই
গ) উড়িষ্যা
ঘ) তামিলনাড়ু


৮) দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়?

ক) 1957 সালে√
খ) 1975 সালে
গ) 1965 সালে
ঘ) 1980 সালের


৯) কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

ক) আফ্রিকা√
খ) এশিয়া
গ) উত্তর আমেরিকা
ঘ) দক্ষিণ আমেরিকা


১০) ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত?

ক) হাঙ্গেরি
খ) নিউজিল্যান্ড√
গ) প্যারাগুয়ে
ঘ) ব্রাজিল


১১) কুনিক উপাধি কে নিয়েছিলেন?

ক) অজাত শত্রু√
খ) বিম্বিসার
গ) কনিষ্ক
ঘ) শশাঙ্ক


১২) উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

ক) জম্মু-কাশ্মীর√
খ) রাজস্থান
গ) মহারাষ্ট্র
ঘ) বিহার 


১৩) উপনিষদের মুখ্য বিষয় কি?

ক) ধর্ম√
খ) বেদান্ত
গ) স্তোত্র
ঘ) সংসার


১৪) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা উৎপন্ন হয় কোথায়?

ক) জাপান
খ) জার্মানি
গ) চীন√
ঘ) ফ্রান্স


১৫) ভারতে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয়েছিল কবে?

ক) 1958 সালে√
খ) 1960 সালে
গ) 1965 সালে
ঘ) 1970 সালে


১৬) রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?

ক) রাজস্থান√
খ) তামিলনাড়ু
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) গুজরাট


১৭) ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?

ক) মৌলানা আবুল কালাম আজাদ√
খ) জাকির হোসেন
গ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
ঘ) রাজেন্দ্র প্রসাদ


১৮) স্বত্ববিলোপ নীতি কে কোন রাজ্য অধিগ্রহণ করা হয়নি?

ক) সাতারা
খ) অবোধ√
গ) মোজাফফরপুর
ঘ) হায়দ্রাবাদ


১৯) মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হন কবে?

ক) 1948 সালে√
খ) 1950 সালে
গ) 1947 সালের
ঘ) 1949 সালে


২০) পশ্চিমবঙ্গের প্রথম বিচার ও আইন মন্ত্রী কে ছিলেন?

ক) মোহিনী মোহন বর্মন√
খ) আদম আলী
গ) রাজেন্দ্র চন্দ্র ঘোষ
ঘ) শৈলেন্দ্রনাথ বেড়া


২১) বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের কত প্রকার অবস্থার কথা বলেছেন? 

ক) 5√
খ) 2
গ) 3
ঘ) 4

২২) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়?

ক) জলের জলীয় বাষ্পে রূপান্তর√
খ) দুধের দই এ রূপান্তর
গ) লোহায় মরিচা পড়া
ঘ) আমাদের দেহে খাদ্যের হজম

২৩) কোন ধাতু শংকর এসিড প্রতিরোধী?

ক) পিতল
খ) ব্রোঞ্জ
গ) জার্মান সিলভার
ঘ) সিলিকন স্টিল√

২৪) সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে?

ক) সংসদ√
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) সুপ্রিম কোর্ট

২৫) বর্তমানে শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত?

ক) রাজ্য
খ) কেন্দ্রীয়
গ) যুগ্ম√
ঘ) কোনোটিই নয়

২৬) পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়?

ক) 1948
খ) 1949 
 গ) 1950√
 ঘ)  1952


২৭) ভারতের সংসদের দুটি কক্ষের যুগ্ম সভার আয়োজন করে কে?

ক) রাষ্ট্রপতি√
খ) উপরাষ্ট্রপতি
গ) লোকসভার অধ্যক্ষ
ঘ) প্রধানমন্ত্রী

২৮) সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

ক) ছত্রিশগড়
খ) মধ্যপ্রদেশ√
গ) অন্ধপ্রদেশ
ঘ) উত্তর প্রদেশ

২৯) শুক্রাশয় কি ধরনের গ্রন্থি?

ক) মিশ্র গ্রন্থি√
খ) অন্তক্ষরা গ্রন্থি
গ) বহিক্ষরা গ্রন্থি
ঘ) কোনোটিই নয়

৩০) বিজয় ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল?

ক) লাল বাহাদুর শাস্ত্রী√
খ) চরণ সিং
গ)মহাত্মা গান্ধী
ঘ)ইন্দিরা গান্ধী
                     
https://drive.google.com/file/d/1Z4b3TK9TSGeQkE-IqaC4FPQQq-wHDFux/view?usp=drivesdk
                   

General knowledge

               General knowledge

১) পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত
 হয়?

ক) 1556 খ্রিস্টাব্দে
খ) 1565 খ্রিষ্টাব্দ
গ)1526 খ্রিস্টাব্দে
ঘ)1761 খ্রিস্টাব্দে√


২) এক শৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা যায়?

ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙ্গা√
ঘ) সুন্দরবন


৩) ইরানের মুদ্রার নাম কি?

ক) দিনার                         Study With Ishany
খ) রিয়াল√                                                  
গ) ডলার
ঘ) রুপি


৪) মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেন?

ক) মুর্শিদাবাদ√
খ) কলকাতা
গ) ওড়িশা
ঘ) কর্ণসুবর্ন


৫) মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান  1930 খ্রিস্টাব্দের কত তারিখে শুরু হয়েছিল?

ক) 31 মার্চ
খ)13 এপ্রিল
গ) 12 মার্চ√                     Study With Ishany
ঘ) 20আগস্ট


৬) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে ন?

ক) কেশবচন্দ্র সেন
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) রসিক কৃষ্ণ মল্লিক
ঘ) রাজা রামমোহন রায়√


৭)  মহেন্দ্রদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?

ক) স্কন্ধ গুপ্ত
খ) কুমার গুপ্ত√
গ) সমুদ্র গুপ্ত
ঘ) প্রথম চন্দ্রগুপ্ত


৮) পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

ক) রাজ্যপাল
খ) লোকসভার স্পিকার√
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধান মন্ত্রী


৯)  দিল্লির কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন?

ক) ইলতুৎমিস
খ) গিয়াসউদ্দিন বলবন        Study With Ishany
গ) আলাউদ্দিন খলজী√
ঘ) মুহাম্মদ বিন তুঘলক


১০) কোন যুদ্ধ নেপোলিয়ান যুগের অবসানের প্রতীক?

ক) ওয়াটার লুর যুদ্ধ√
খ) ট্রাফালগারের যুদ্ধ
গ) রুশ-জাপান যুদ্ধ
ঘ) ফ্রাঙ্কফুর্ট যুদ্ধ 


১১) বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল?

ক)  উজ্জয়নী√
খ) তক্ষশীলা
গ) কোমল
ঘ) মগধ


১২) ভিসুভিয়াস কোথায় অবস্থিত?

ক) জার্মানি
খ) ইটালি√
গ) ইংল্যান্ড                        Study With Ishany
ঘ) ফ্রান্স 


১৩) মার্টিন লুথার কোথাকার রাজা ছিলেন?

ক) আমেরিকা√
খ) ফ্রান্স
গ) জার্মানি
ঘ) জাপান


১৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

ক) নীলনদ√
খ) ইয়াংসিকিয়াং
গ) আমুদরিয়া
ঘ) আমুর


১৫) বিশ্বে মোট দেশের সংখ্যা কয়টি?

ক) 205 টি
খ) 212 টি√
গ) 228 টি                        Study With Ishany
ঘ) 226 টি


১৬) মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কবে?

ক) 1025 খ্রিস্টাব্দে
খ) 1027 খ্রিস্টাব্দে√
গ) 1030 খ্রিস্টাব্দে
ঘ) 1192 খ্রিস্টাব্দে


১৭) এশিয়ার শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ কোনটি?

ক) চীন
খ) জাপান√
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি


১৮) বিশ্বের সবচেয়ে বেশি কফি কোথায় পাওয়া যায়?

ক) ব্রাজিল√
খ) চীন
গ) আর্জেন্টিনা                Study With Ishany
ঘ) উরুগুয়ে


১৯) কোন মুঘল সম্রাট ভারতে প্রথম গোলাপ গাছ চাষ করে?

ক) শাহজাহান
খ) বাবর√
গ) ওরঙ্গজেব
ঘ) আকবর


২০) হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

ক) কৃষ্ণা
খ) মহানদী√                     Study With Ishany
গ) গোদাবরী
ঘ) কাবেরী


২১)' শৈবাল সাগর' দেখা যায় কোন মহাসাগরে?

ক) আটলান্টিক মহাসাগর√
খ) প্রশান্ত মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) সুমেরু মহাসাগর


২২) কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?

ক) পেট্রোরসায়ন শিল্প√
খ) ইঞ্জিনিয়ারিং শিল্প
গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প    Study With Ishany
ঘ) রেল গাড়ি নির্মাণ শিল্প


২৩) উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট?

ক) 21 জুন
খ) 22 মার্চ
গ) 23 জুলাই
ঘ) 22 ডিসেম্বর√


২৪) শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?

ক) হর্ষবর্ধন√
খ) শশাঙ্ক
গ) কনিষ্ক
ঘ) সমুদ্রগুপ্ত


২৫) 'এশিয়ার আলো' কাকে বলা হয়?

ক) গৌতম বুদ্ধ√
খ) মহাবীর
গ) বিবেকানন্দ
ঘ) রামমোহন


২৬) ম্যাজিনোট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা?

ক) জাপান ও জার্মানি
খ) ফ্রান্স ও ইংল্যান্ড
গ) ফ্রান্স ও জার্মানি√          Study With Ishany
ঘ) জাপান ও ইংল্যান্ড


২৭) সঙ্গীত সার কে রচনা করেন?

ক) তানসেন√
খ) বীরবল
গ) তুলসীদাস
ঘ) মুকুন্দরাম


২৮) ভারতের সর্বাধিক জলসেচ সেবিত  রাজ্য কোনটি?

ক) উত্তর প্রদেশ
খ) পাঞ্জাব√
গ) উত্তরাখণ্ড
ঘ) মহারাষ্ট্র


২৯) ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সব থেকে বেশি?

ক) উত্তর প্রদেশ√
খ) মধ্যপ্রদেশ
গ) কর্ণাটক                         Study With Ishany
ঘ) মহারাষ্ট্র


৩০) সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণে কথা বলা হয়েছে?

ক) 17 নং ধারা√
খ) 13 নং ধারা
গ) 28 নং ধারা
 ঘ) 18 নং ধারা



https://drive.google.com/file/d/1WyEJpT__wB32JBXxs69Rc4VPjLFUweiQ/view?usp=drivesdk




Wednesday, October 23, 2019

এক কথায় প্রকাশ




                      এক কথায় প্রকাশ 
  
            
১) বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃষ্যকারী

২) যে বিষয়ে কোন বিতর্ক বা বিসংবাদ নেই - অবিসংবাদী

 ৩) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল                

৪) যে বক্তৃতা দানে পটু - বাগ্মী

৫) যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা

৬) যে নারী বীর সন্তান প্রসব করে- বীরপ্রসূ

৭) যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধা

৮) যে নারীর স্বামী প্রবাসে আছে- প্রোষিতভর্তৃকা

৯) যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে- প্রোষিতপত্নীক

১০) যে নারী কখনো সূর্য দেখেনি- অসূর্যম্পশ্যা

১১) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -প্রত্যুদ্গমন

১২) সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন

১৩) হরিণের চামড়া - অজিন

১৪) হাতির ডাক -বৃংহণ

১৫) বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন

১৬) মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়- মুষ্টিমেয়

১৭) মর্মকে পীড়া দেয় যে- মর্মন্তুদ

১৮) মন হরণ করে যা- মনোহর

১৯) যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি

২০) যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা

২১) যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার

২২) যেকোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে- বীতস্পৃহ

২৩) উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ

২৪) উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন

২৫) যার সর্বস্ব হারিয়ে গেছে- সর্বহারা

২৬) আপনাকে কেন্দ্র করে চিন্তা যার -আত্মকেন্দ্রিক

২৭) অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃষ্যকারী

২৮) আপনার রং লুকায় যে- বর্ণচোরা

২৯) জলে ডুবে যে মৃত্যু -সলিল সমাধি

৩০) অক্ষির সম্মুখে বর্তমান -প্রত্যক্ষ


https://drive.google.com/file/d/1W9MmuOC2WpDK1XKbRmih78LXKrFwGTsi/view?usp=drivesdk





General knowledge Question answer

General knowledge Question answer

১)নিউটনের কোন সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা ( p= mf) এবং জাদ্দের ধারণা পাই ?

ক) প্রথম সূত্র√
খ) দ্বিতীয় সূত্র    
গ) তৃতীয় সূত্র
ঘ) প্রথম এবং দ্বিতীয় সূত্র


২) চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে?

ক) সমুদ্র গুপ্ত
খ) অশোক।                    Study With Ishany
গ) হর্ষবর্ধন √
ঘ) কোনোটিই নয়


৩) প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন?

ক) 16
খ) 22
গ) 23
ঘ) 24√


৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

ক) মাদাম কামা
খ) সরোজিনী নাইডু
গ) সুচেতা কৃপালিনী √
ঘ) মায়াবতী


৫) গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?

ক) বুদ্ধগয়া
খ) শ্রাবস্তী
গ) সারনাথ√
ঘ) বৈশালী                        Study With Ishany

৬) লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায়-

ক) ফটনাস্টি
খ) জিওনেস্টি
গ) সিসমোন্যাস্টিক √
ঘ) নিকটিন্যাসটি

৭) মহাবীর কত সালে মারা যান?

ক) 522 খ্রিস্টপূর্ব
খ) 548 খ্রিস্টপূর্ব
গ) 468 খ্রিস্টপূর্ব √
ঘ) 407 খ্রিস্টপূর্ব


৮) তারিখ-ই-ফিরোজশাহী কে রচনা করেন?

ক) ফিরোজ শাহ তুঘলক
খ) আবুল ফজল
গ) অলবিরুনি
ঘ) জিয়াউদ্দিন বরনী √         Study With Ishany


৯) প্রাচীনতম বেদ হল-

ক) অথর্ববেদ
খ) ঋকবেদ √
গ) সামবেদ
ঘ) যজুবেদ


১০) কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?

ক) বিম্বিসার√
খ) চন্দ্রগুপ্ত
গ) হর্ষবর্ধন
ঘ) অজাত শত্রু


১১) ঋকবেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে?

ক) প্রারম্ভিক অংশে
খ) অথর্ববেদে
গ) সংহিতা অংশে
ঘ) পুরুষসুক্ত অংশে√

১২) কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন?

ক) বিম্বিসার                           Study With Ishany
খ) বিন্দুসার √
গ) অশোক
ঘ) কালাশোক


১৩) মহাবীরের মাতার নাম কি?

ক) যশোধরা
খ) সুজাতা
গ) বৈশালী
ঘ)  ত্রিশলা√



১৪) তুন্দ্রভঙ্গ কোন নদীর উপনদী?

ক) মহানদী
খ) কৃষ্ণা নদী √                    Study With Ishany
গ) কাবেরী নদী
ঘ) গোদাবরী নদী


১৫) জৈন ধর্মের  সৎ বিশ্বাস , সৎ আচরণ, সৎ জ্ঞান- এটি কে একত্রে কি বলা হয়?

ক) ত্রি সূত্র
খ) ত্রি ধর্ম
গ) ত্রিরত্ন√
ঘ) ত্রিশক্ত


১৬) সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত?

ক) পিরপাঞ্জাল
খ) কারাকোরাম √
গ) হিমালায়ান
ঘ) পামির


১৭) এলবুর্জ ও জাগ্রেসের মধ্যে অবস্থিত -

ক) তিব্বতের মালভূমি
খ) ইরানের মালভূমি √
গ) আরবের মালভূমি
ঘ) ওপরের কোনোটিই নয়      Study With Ishany


১৯) প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন?

ক) শীলভদ্র
খ) বরাহমিহির
গ) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান √
ঘ) অলবিরুনি

২০) পৃথিবীর অপসূর অবস্থান  ঘটে-

ক) ৩ জানুয়ারি
খ) ২১ মার্চ
গ) ৪ জুলাই √
ঘ) ২৩ সেপ্টম্বর


২১) কে গুরুদেব নামে পরিচিত?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর√
খ) রাজগুরু
গ) গুরু গোবিন্দ সিং
ঘ) ওপরের কোনোটিই নয়



২২) 'টি 'শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ক্রিকেট
খ) দাবা
গ) গলফ √
ঘ) উপরের কোনোটিই নয়


২৩) কোন মৃত্তিকা তুলা চাষের জন্য উপযোগী?

ক) লোহিত মৃত্তিকা
খ) রেগুর মৃত্তিকা √                Study With Ishany
গ) পলি মৃত্তিকা
ঘ) এটেল মৃত্তিকা

২৪) সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী ধাতু কোনটি?

ক) লোহা
খ) অ্যালুমিনিয়াম
গ) রুপো √
ঘ) তামা
                       
২৫) প্রয়াত আফসার আহমেদ কোন ক্ষেত্রে অবদান রেখেছেন?

ক) বিজ্ঞান
খ) সাংবাদিকতা
গ)  অভিনয়
ঘ) সাহিত্য√


২৬) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন করে?

ক) গুজরাট √                     Study With Ishany
খ) কেরালা
গ) অসম
ঘ) পশ্চিমবঙ্গ


২৭) পিতল কোন দুটি ধাতুর সংকর ধাতু?

ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা √
গ) তামা ও অ্যালুমিনিয়াম
ঘ) ওপরের কোনোটিই নয়


২৮) তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়?

ক) নেপাল
খ) কাশি
গ) পাটলিপুত্র√
ঘ) সারনাথ


২৯) আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন?

ক) প্রথম দরায়ুস
খ) দ্বিতীয় দরায়ুস
গ) তৃতীয় দরায়ুস√                 Study With Ishany
ঘ) ফিলিপ

৩০) মিলিন্দ এর উপাধি কি ছিল?

ক) মহাক্ষত্রপ
খ) শৌরসেনী
গ) ধার্মিকম√
ঘ) মহেশ্বর


https://drive.google.com/file/d/1VW6nXFV7UYHvK5jmU6KRIwxiYskr4l2i/view?usp=drivesdk

Tuesday, October 22, 2019

General science Question answer







1, শত্রু বিমানের অবস্থা নির্ধারণের জন্য রাডার কিভাবে কাজ করে?
উত্তর,  রেডিও তরঙ্গ দ্বারা।

2, আলোক কোষে আলোর প্রভাবে কি উৎপন্ন হয়?
উত্তর,  তড়িৎ।

2, সমগোত্রীয় অনুগুলির পারস্পারিক সম্পর্ক কে কি বলে? 
উত্তর,  সংশক্তি।

3, উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে?
উত্তর,  বার্নোলীর নীতির উপর।

4, তরলের পৃষ্ঠটান পরিমাপের একক কি ?
উত্তর,  নিউটন/মিটার।

5, এনিরয়েড ব্যারোমিটার এর ক্ষেত্রে কোন তরল ব্যবহার করা হয়?
উত্তর,  এই ব্যারোমিটারে কোন তরল ব্যবহার করা হয় না।

6, হাইড্রোলিক যন্ত্রে কোন নীতির (সূত্র) প্রয়োগ করা হয়?
উত্তর,  পাস্কাল-এর সূত্র।

7, পৃথিবীর চৌম্বক বলরেখা কেমন?
উত্তর,  সরলরেখা ও সমান্তরাল।

8, বৈদ্যুতিক আর্কবাতির ফিলামেন্ট কিসের তৈরি?
উত্তর, গ্রাফাইটের।

9, স্প্রেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? 
উত্তর,  পাস্কাল নীতির উপর।

10, ডেভির নিরাপত্তা বাতি ঠিক মতো কাজ করার জন্য তাপের স্থানান্তর কি পদ্ধতিতে হয়?
উত্তর,  পরিচলন পদ্ধতিতে।

11, হীরক বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন?
উত্তর,  উচ্চ প্রতিসরাঙ্ক-আর জন্য।

12, লেকল্যান্স কোষের ছদন নিবারক কি?
উত্তর,  ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।

13, "পৃথিবী কে কেন্দ্র করে সূর্য ও অন্যান্য গ্রহ ঘুরছে"-- এর প্রবক্তা কে?
উত্তর,  টলেমি।

15, বায়ুমন্ডলে বেলুড় উপরের দিকে ওঠে কেন?
উত্তর,  বায়ুর উর্ধ্বঘাতের জন্য।

16, ক্যান্সার চিকিৎসায় কোন মৌল ব্যবহার করা হয়?
উত্তর,  কোবাল্ট।

17, পিজো ইলেকট্রিক প্রভাব কোথায় দেখা যায়?
উত্তর, কোয়ার্জে।

18, অসদৃশ অণুদের মধ্যে আকর্ষণ বল কে কি বলে?
উত্তর,  আসঞ্জন।

19, আণবিক সংযোজন যে চুল্লিতে সংঘটিত হয় তাকে কি বলে?
উত্তর,  নিউক্লিও চুল্লি।

20, দম দেওয়া ঘড়ির কার্য পদ্ধতি কি?
উত্তর,  মেন স্প্রিং এর  স্থিতিশক্তি।

21, বাদুড় যে শব্দ করে তা কি জাতীয়?
উত্তর,  অল্ট্রাসোনিক।

22, সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর,  হাইড্রোজেন।


23, পারমাণবিক চুল্লিতে ক্যাডমিয়াম কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর,  নিউট্রন শোষণ করতে।

https://drive.google.com/file/d/1V93cWTIPqazV32axy02irTpKnZno2IpH/view?usp=drivesdk

Monday, October 21, 2019

এক কথায় প্রকাশ





 এক কথায় প্রকাশ
                 
১) যা সম্ভব নয়  - অসম্ভব

২) যা খাওয়া যায়না - অখাদ্য

৩) যা বলা যায় না - অবাচ্য

৪) যা জানা নেই  - অজানা

৫) যার কোন পুত্র সন্তান নেই-  অপুত্রক

৬) যার ক্ষয় নেই- অক্ষয়

৭) যার মূল্য দেওয়া সম্ভব নয়- অমূল্য

৮) যার দেখাশুনার কেউ নেই- অনাথ

৯) যার সীমা নেই - অসীম

১০) যে আগে জন্মায়- অগ্রজ   Study With Ishany

১১) যে পরে জন্মায় -অনুজ 

১২) যে জমির উৎপাদন শক্তি নেই - অনুর্বর

১৩) যে উপকারীর উপকার স্বীকার করে না -
 অকৃতজ্ঞ

১৪) যে বাধ্য নয় - অবাধ্য

১৫) যেখানে বেতন লাগে না- অবৈতনিক

১৬) দিনের শেষ ভাগ - অপরাহ্ন

১৭) যে গাছ ফল পাকলে মরে যায়- ওষধি

১৮) যা করা উচিত- কর্তব্য

১৯) যা কাঁপছে - কম্পমান

২০) যা দিয়ে কাটা যায়- কাটারি

২১) সবচেয়ে ছোট - কনিষ্ঠ

২২) পশু হত্যা করে যে- কসাই

২৩) কৃষি কাজ করে যে- কৃষক

২৪) কোকিলের ডাক - কুহু

২৫) ক্রমেই বেড়ে চলেছে- ক্রমবর্ধমান

২৬) যত্ন না পেয়ে - অযত্নে     Study With Ishany

২৭) যা স্থির নয় - অস্থির

২৮) যে নিজেকে হত্যা করে  - আত্মঘাতী

২৯) যতদিন জীবন থাকবে-  আজীবন

৩০) শৈশব থেকে- আশৈশব

৩১) জন্ম থেকে - আজন্ম

৩২) মরণ পর্যন্ত  -আমরণ

৩৩) সমুদ্র থেকে- আসমুদ্র

৩৪) ইন্দ্রকে জয় করেছে- ইন্দ্রজিৎ

৩৫) যে মাটি ভেদ করে ওঠে - উদ্ভিদ

৩৬) যে মাটির উৎপাদিকা শক্তি আছে - উর্বর

৩৭) জলে ও স্থলে বিচরণ করে যে- উভচর

৩৮) লুকিয়ে লুকিয়ে দেখা - উকি

৩৯) যা বলা হয়েছে- উক্ত        Study With Ishany

৪০) যা উল্লেখ করা হয়নি - উহ্য

৪২) যা দিয়ে ঝাড়া যায় - ঝারন

৪৩) যে দান করে - দাতা

৪৪) যে দর্শন করে- দর্শক

৪৫) যে ফসল বছরে দুবার হয় - দোফলা

৪৬) যে ভবিষ্যৎ ভেবে কাজ করে- দূরদর্শী

৪৭) যা সহজে পোড়ানো যায়- দাহ্য

৪৮) যা সহজে জয় করা যায় না- দুর্জয়

৪৯) বৃষ্টিপাতের অভাব - খরা

৫০) আকাশে চরে যে- খেচর

                     Study With Ishany





https://drive.google.com/file/d/1Ux7O-SXSQJNVKk10iOlu8vPmZrXXeSnV/view?usp=drivesdk

General science Question answer

১) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
= ভিটামিন B

২) মায়োপিয়া শরীরের কোন অংশের রোগ ?
= চোখ

৩) টিউবারকুলোসিস শরীরের কোন অঙ্গের রোগ?
=  ফুসফুস

৪)মহিলাদের বন্ধ্যাত্বের কারণ কোন ভিটামিনের অভাব ?
= ভিটামিন E                       

৫)কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়?
= ডায়াবেটিস

৬)রক্তের লোহিত কণিকা স্বল্পতার জন্য কোন রোগ হয় ?
= রক্তাল্পতা                     Study With Ishany

৭) ক্যাটারাক্ট শরীরের কোন অঙ্গের রোগ ?
= চোখ

৮)কমলালেবু ও অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়?
=  ভিটামিন সি

৯) শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ কর?
= ফুসফুস

১০)ভিটামিন বি মূলত কোথায় পাওয়া যায়?
=  তরকারির খোসা

১১)কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
=  ভিটামিন ডি

১২) রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে?
= হাড়                                 

১৩)স্কার্ভি রোগের কারণ কোন ভিটামিনের অভাব?
= ভিটামিন সি

১৪)স্কার্ভি রোগের লক্ষণ কি ? 
= মাড়ি থেকে রক্ত পড়া

১৫) রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব ?
= ভিটামিন A

১৬) মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে?
=  প্যানক্রিয়াস

১৭) ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অঙ্গে পরে ?
= শ্বাসনালী

১৮) গলগন্ড রোগের প্রভাব মানব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে?
= থাইরয়েড গ্রন্থি

১৯)মেনিনজাইটিস রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে?
=  সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক          

২০)নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে?
=  ফুসফুস

২১)পাইরিয়া মানব শরীরের কোন অংশের রোগ?
= মারি

২২)গিট বাত শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে ?
= হাড়ের জোড়া

২৩)কোন গ্যাসটি লোহিত রক্ত কণিকায় ভাঙ্গন ঘটায়?
=  কার্বন-মনোক্সাইড

২৪) যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তিঅর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কি বলে ?
= পুষ্টি                                 

২৫) কোন যন্ত্রটি রক্ত পরিশ্রুত করতে ব্যবহৃত হয়?
=  ডায়ালিসিস যন্ত্র

২৬) মানব হৃদপিন্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ?
= বাম অলিন্দ

২৭) শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়?
 = রক্ত জালিকা

২৮) পৌষ্টিক তন্ত্রের কোন অংশ থেকে শর্করাজাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয় ?
= পাকস্থলী                   

২৯) ইন্টারফেরন কি ?
= গ্লাইকোপ্রোটিন

৩০) টায়ালিন কোথা থেকে ক্ষরিত হয়?
=  লালাগ্রন্থি

৩১) কোনটি অচল অস্থিসন্ধি ?
=  করোটির সন্ধি 

৩২) পৌষ্টিক তন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তুর শোষিত হয়?
=  ক্ষুদ্রান্ত

৩৩) মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
=  প্লীহা

৩৪) রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে কি হয়?
= অ্যান্টিবডি হ্রাস পায়

৩৫) কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
=  ভিটামিন সি

৩৬) কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি?
 = থাইরয়েড
                                          
৩৭) কোনটি ক্ষতিকারক ছত্রাক?
=  পাকসিনিয়া

৩৮) কোন খনিজ টির অভাব রিকেট রোগের কারণ?
=  Ca

৩৯) যক্ষা রোগের ফলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় ?
= ফুসফুস 

৪০) কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে?
= থ্রম্বকাইনেজ

৪১) কোনটি ত্বকের উৎপাদিত ভিটামিন?
= ক্যালসিফেরল

৪২) থাইরক্সিন এর প্রধান উপাদান কি?
= আয়োডিন

৪৩) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহবরে অবস্থিত তরল কে কি বলে?
=  সেরিব্রোস্পাইনাল ফ্লুইড

৪৪) কোনটিকে প্রভু গ্রন্থি বলা হয় ?
= পিটুইটারি

৪৫) মানুষের সুষুম্নাকাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কয়টি ?
= 31 জোড়া

৪৬) একটি সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দনের হার কত?
=  72বার
                                         
                                         
৪৭) হৃদপিন্ডের কোথায় স্পন্দন প্রবাহ সৃষ্টি হয়?
= SA নোড

৪৮) কোনটি রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকা?
= প্লেটলেট

৪৯) কোনটি রক্ত তঞ্চনে বাধাদানকারী উপাদান?
=  হেপারিন

৫০) মানব শরীরের কোথায় ইপিগ্লটিস থাকে?
= স্বরযন্ত্র



https://drive.google.com/file/d/1UIn6CqbAXi98-jQaE8YfItBUIq5f49Hu/view?usp=drivesdk

Saturday, October 19, 2019

ব্যাকরণ

                       আবগারি পুলিশ
                                    ও
                          প্রাইমারি টেট
               

লিঙ্গ পরিবর্তন

১) জ্ঞানবান- স্ত্রী লিঙ্গে কি হবে?

ক)  জ্ঞানী
খ)  জ্ঞানবতী√
গ)  জ্ঞানস্বী
ঘ) জ্ঞানস্বিনি

২) দোয়াত- কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ√
ঘ) উভয়লিঙ্গ

৩) কীর্তনীয়া- কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুং লিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ√


৪) উর্মিলা- এর পুংলিঙ্গ কি হবে?

ক )উর্মি
খ )উর্মিল√
গ )উর্মিলত
ঘ) উরমিলন

৫) উদার -এর স্ত্রীলিঙ্গ লেখ

ক) উদারতা
খ) উদারা√
গ)উদারি
ঘ)উদারনা



বাগধারা

৬) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- প্রকৃত অর্থ কি?

ক) বেশি সন্ন্যাসীতে ধর্ম নষ্ট করে
খ) অনেকের উপস্থিতিতে কাজ পন্ড√
গ) সন্ন্যাসী ছাড়া গাজন এর ক্ষতি
ঘ) কোনোটিই নয়

৭) _____________জগৎ ভালো। শূন্যস্থানে কি হবে?

ক) আপ ভালো তো√
খ) সব ভালো তো
গ) পর ভালো তো
ঘ) অন্যে ভালো তো


৮) _____________আপনি বাজানো। শূন্যস্থানে কি হবে?

ক) অন্যের বাদ্যযন্ত্র
খ) আপনার ঢাক√
গ) নিজের বাদ্যযন্ত্র
ঘ) নিজের ভেঁপু


৯) আপনার চরকায় তেল দেওয়া- প্রকৃত অর্থ কি?

ক) চরকা ঠিক রাখা
খ) নিজেকে সচল রাখতে কসরৎ করা
গ) নিজের কাজে মনোযোগী হওয়া√
ঘ) অন্যের কাছে মাথা না গলানো


১০) আক্কেলগুরুম- কথাটির প্রকৃত অর্থ কি?

ক) হঠাৎ কিছু ঘটে যাওয়া
খ) অকস্মাৎ মৃত্যু হওয়া
গ) হতভম্ব হওয়া√
ঘ) আকাশ কুসুম কল্পনা


সমাস

১১) ধান জমি- ব্যাসবাক্য কি হবে?

ক) ধানের জমি
খ) ধানের জন্য জমি√
গ) ধান্য ফলিত জমি
ঘ) ধান জন্মানো জমি

১২) যজ্ঞ বেদী কোন ধরনের সমাস?

ক) দ্বন্দ্ব সমাস
খ) নিমিত্ত তৎপুরুষ√
গ) করণ তৎপুরুষ
ঘ) অলুক তৎপুরুষ


১৩) শয়নকক্ষ ব্যাসবাক্য কি হবে?

ক) শয়নের কক্ষ
খ) শয়নের জন্য কক্ষ√
গ) শয়ন রুপ কক্ষ
ঘ)  শয়ন জনিত কক্ষ


১৪) ঘরের জন্য পাগল -সমাসবদ্ধ পদ কি হবে?

ক) ঘরে পাগল
খ) ঘর পাগল√
গ) ঘরোয়া পাগল
ঘ) ঘর পাগলা

১৫) সর্প ভীতি -ব্যাসবাক্য কি হবে?

ক) সর্পে ভীতি
খ) সর্প জাত ভীতি
গ) সর্প থেকে ভীতি√
ঘ) সর্পের ভীতি


বাক্য পরিবর্তন

১৬)  সাঁতার জানলে আবার ভয় কিসের? -জটিল বাক্যে লেখ

ক) সাঁতার জানলে কোন ভয় নেই
খ) যদি সাঁতার জানা থাকে তবে আবার ভয় কিসের√
গ) সাঁতার জানে মানে ভয়হীন থাকা


১৭) বহুক্ষণ এভাবে চলার পর কি যেন একটা শোনা গেল -যৌগিক বাক্যে লেখ।

ক) বহুক্ষণ এভাবে চলতে চলতে কি একটা শোনা গেল
খ) বহুক্ষণ এভাবে চলা হল এবং কি একটা শোনা গেল√
গ) বহুক্ষণ এভাবে চলাও হলো কিছু শোনাও গেল


১৮) সে কথা কি আমি আজও ভুলতে পেরেছি? -জটিল বাক্যে লেখ

ক) সে কথা ভোলা আমার পক্ষে সম্ভব হয়নি
খ) সে এমন কথা যা ভোলা যায় না
গ) সে এমন কথাই যে আমি আজও ভুলতে পারিনি√


১৯) জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না।-অস্তর্থক বাক্যে লেখ

ক) জেলেরা টের পেলে আর ফেরা সম্ভব হবে না
খ) জেলেরা টের পেলে আর ফেরা অসম্ভব√
গ) জেলেরা যদি টের পায় তবে আর ফেরা অসম্ভব


২০) নৌকা যত অগ্রসর হতে লাগল ততই সে শব্দ স্পষ্ট ও প্রবল হতে লাগলো ।কোন ধরনের বাক্য?

ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য√
গ) নির্দেশক বাক্য
ঘ) মিশ্র বাক্য


বাচ্য পরিবর্তন

২১)পুরোহিতরাও সংকল্প করতে সাহস হয় না-কর্তৃবাচ্যে কি হবে?

ক) পুরোহিতের ও সংকল্প করার সাধ্য নেই
খ) পুরোহিত ও সংকল্প করতে সাহসী হোন না√
গ) পুরোহিতের সংকল্প করা সম্ভব হয়ে ওঠেনা


২২) কলিযুগে বাবু নামে এক প্রকার মানুষেরা পৃথিবীতে আবির্ভূত হবেন - কোন ধরনের বাচ্য?

ক) কর্তৃ বাচ্য√
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কোনওটি না


২৩) কেবল তাদেরই গুনকীর্তন করছি। কর্ম বাচ্যে রূপান্তরিত করো

ক) কেবল  তাদেরই গুণকীর্তন করা হচ্ছে
খ)কেবল  তাদেরই গুণকীর্তন করা হোক
গ)কেবল  তাদেরই গুণ কির্তিত হোক
ঘ)কেবল  তাদেরই গুণ কির্তিত হচ্ছে√


২৪) এরা পুজো করবেন। কর্ম বাচ্য লেখ

ক) এদের পূজো করতে হবে
খ) এদের দ্বারা পূজিত হবে √
গ) এরা ছাড়া কি পুজো হবে না
ঘ) এরা পুজো করার যোগ্য


২৫) বাবুদের জয় হোক -কর্তৃবাচ্য রূপান্তরিত কর।

ক) বাবুদের জয়যুক্ত করা হোক
খ) বাবু রাই জয়ী হয়েছেন
গ) বাবুরা জয়ী হন√
ঘ) বাবুদের জিতিয়ে দেওয়া হোক


এক কথায় প্রকাশ

২৬) অতিশয় ধূর্ত ও অনিষ্টকারী লোক- এক কথায় লেখ

ক) অপকারী
খ) ক্ষতি কারি
গ) বিচ্ছু√
গ) চালাক


২৭) অতিশয় দূরে অবস্থিত -এক কথায় কি হবে?

ক) দূরাগত
খ) দুরস্ত
গ) অতিদূর√
ঘ) দুরাবহ

২৮) দিব্য জ্ঞান -ব্যাখ্যা বাক্যটি লেখ।

ক) ঈশ্বরের জন্য জ্ঞানার্জন
খ) যেকোনো বিষয়ে জ্ঞান
গ) অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞান√
ঘ) শাস্ত্র বিষয়ে জ্ঞান

২৯) ভারাক্রান্ত -ব্যাখ্যাবাক্য লেখ

ক) শরীরের ভারে আক্রান্ত
খ) মনের ভার বহনে অক্ষম√
গ) অত্যাধিক ভারের জন্য ক্লিষ্ট
ঘ) ভার বহনে আগ্রহী


৩০) ধোপদুরস্ত -ব্যাখ্যা বাক্য লেখ

ক) পরিষ্কার-পরিচ্ছন্ন তনু
খ) পোশাক পরিহিত ব্যক্তি
গ) অত্যন্ত ধোলাই করা পোশাক পরিহিত ব্যক্তি√
ঘ) বোকার মত বেশ


https://drive.google.com/file/d/1TO4WG2wdY4hvRQHOfiywSupcrsbs722n/view?usp=drivesdk


ব্যাকরণ


            আবগারি পুলিশ ও   প্রাইমারি টেট
                               ব্যাকরণ 
               

লিঙ্গ পরিবর্তন

১) জ্ঞানবান- স্ত্রী লিঙ্গে কি হবে?

ক)  জ্ঞানী
খ)  জ্ঞানবতী√
গ)  জ্ঞানস্বী
ঘ) জ্ঞানস্বিনি

২) দোয়াত- কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ√
ঘ) উভয়লিঙ্গ

৩) কীর্তনীয়া- কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুং লিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ√


৪) উর্মিলা- এর পুংলিঙ্গ কি হবে?

ক )উর্মি
খ )উর্মিল√
গ )উর্মিলত
ঘ) উরমিলন

৫) উদার -এর স্ত্রীলিঙ্গ লেখ

ক) উদারতা
খ) উদারা√
গ)উদারি
ঘ)উদারনা



বাগধারা

৬) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- প্রকৃত অর্থ কি?

ক) বেশি সন্ন্যাসীতে ধর্ম নষ্ট করে
খ) অনেকের উপস্থিতিতে কাজ পন্ড√
গ) সন্ন্যাসী ছাড়া গাজন এর ক্ষতি
ঘ) কোনোটিই নয়

৭) _____________জগৎ ভালো। শূন্যস্থানে কি হবে?

ক) আপ ভালো তো√
খ) সব ভালো তো
গ) পর ভালো তো
ঘ) অন্যে ভালো তো


৮) _____________আপনি বাজানো। শূন্যস্থানে কি হবে?

ক) অন্যের বাদ্যযন্ত্র
খ) আপনার ঢাক√
গ) নিজের বাদ্যযন্ত্র
ঘ) নিজের ভেঁপু


৯) আপনার চরকায় তেল দেওয়া- প্রকৃত অর্থ কি?

ক) চরকা ঠিক রাখা
খ) নিজেকে সচল রাখতে কসরৎ করা
গ) নিজের কাজে মনোযোগী হওয়া√
ঘ) অন্যের কাছে মাথা না গলানো


১০) আক্কেলগুরুম- কথাটির প্রকৃত অর্থ কি?

ক) হঠাৎ কিছু ঘটে যাওয়া
খ) অকস্মাৎ মৃত্যু হওয়া
গ) হতভম্ব হওয়া√
ঘ) আকাশ কুসুম কল্পনা


সমাস

১১) ধান জমি- ব্যাসবাক্য কি হবে?

ক) ধানের জমি
খ) ধানের জন্য জমি√
গ) ধান্য ফলিত জমি
ঘ) ধান জন্মানো জমি

১২) যজ্ঞ বেদী কোন ধরনের সমাস?

ক) দ্বন্দ্ব সমাস
খ) নিমিত্ত তৎপুরুষ√
গ) করণ তৎপুরুষ
ঘ) অলুক তৎপুরুষ


১৩) শয়নকক্ষ ব্যাসবাক্য কি হবে?

ক) শয়নের কক্ষ
খ) শয়নের জন্য কক্ষ√
গ) শয়ন রুপ কক্ষ
ঘ)  শয়ন জনিত কক্ষ


১৪) ঘরের জন্য পাগল -সমাসবদ্ধ পদ কি হবে?

ক) ঘরে পাগল
খ) ঘর পাগল√
গ) ঘরোয়া পাগল
ঘ) ঘর পাগলা

১৫) সর্প ভীতি -ব্যাসবাক্য কি হবে?

ক) সর্পে ভীতি
খ) সর্প জাত ভীতি
গ) সর্প থেকে ভীতি√
ঘ) সর্পের ভীতি


বাক্য পরিবর্তন

১৬)  সাঁতার জানলে আবার ভয় কিসের? -জটিল বাক্যে লেখ

ক) সাঁতার জানলে কোন ভয় নেই
খ) যদি সাঁতার জানা থাকে তবে আবার ভয় কিসের√
গ) সাঁতার জানে মানে ভয়হীন থাকা


১৭) বহুক্ষণ এভাবে চলার পর কি যেন একটা শোনা গেল -যৌগিক বাক্যে লেখ।

ক) বহুক্ষণ এভাবে চলতে চলতে কি একটা শোনা গেল
খ) বহুক্ষণ এভাবে চলা হল এবং কি একটা শোনা গেল√
গ) বহুক্ষণ এভাবে চলাও হলো কিছু শোনাও গেল


১৮) সে কথা কি আমি আজও ভুলতে পেরেছি? -জটিল বাক্যে লেখ

ক) সে কথা ভোলা আমার পক্ষে সম্ভব হয়নি
খ) সে এমন কথা যা ভোলা যায় না
গ) সে এমন কথাই যে আমি আজও ভুলতে পারিনি√


১৯) জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না।-অস্তর্থক বাক্যে লেখ

ক) জেলেরা টের পেলে আর ফেরা সম্ভব হবে না
খ) জেলেরা টের পেলে আর ফেরা অসম্ভব√
গ) জেলেরা যদি টের পায় তবে আর ফেরা অসম্ভব


২০) নৌকা যত অগ্রসর হতে লাগল ততই সে শব্দ স্পষ্ট ও প্রবল হতে লাগলো ।কোন ধরনের বাক্য?

ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য√
গ) নির্দেশক বাক্য
ঘ) মিশ্র বাক্য


বাচ্য পরিবর্তন

২১)পুরোহিতরাও সংকল্প করতে সাহস হয় না-কর্তৃবাচ্যে কি হবে?

ক) পুরোহিতের ও সংকল্প করার সাধ্য নেই
খ) পুরোহিত ও সংকল্প করতে সাহসী হোন না√
গ) পুরোহিতের সংকল্প করা সম্ভব হয়ে ওঠেনা


২২) কলিযুগে বাবু নামে এক প্রকার মানুষেরা পৃথিবীতে আবির্ভূত হবেন - কোন ধরনের বাচ্য?

ক) কর্তৃ বাচ্য√
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কোনওটি না


২৩) কেবল তাদেরই গুনকীর্তন করছি। কর্ম বাচ্যে রূপান্তরিত করো

ক) কেবল  তাদেরই গুণকীর্তন করা হচ্ছে
খ)কেবল  তাদেরই গুণকীর্তন করা হোক
গ)কেবল  তাদেরই গুণ কির্তিত হোক
ঘ)কেবল  তাদেরই গুণ কির্তিত হচ্ছে√


২৪) এরা পুজো করবেন। কর্ম বাচ্য লেখ

ক) এদের পূজো করতে হবে
খ) এদের দ্বারা পূজিত হবে √
গ) এরা ছাড়া কি পুজো হবে না
ঘ) এরা পুজো করার যোগ্য


২৫) বাবুদের জয় হোক -কর্তৃবাচ্য রূপান্তরিত কর।

ক) বাবুদের জয়যুক্ত করা হোক
খ) বাবু রাই জয়ী হয়েছেন
গ) বাবুরা জয়ী হন√
ঘ) বাবুদের জিতিয়ে দেওয়া হোক


এক কথায় প্রকাশ

২৬) অতিশয় ধূর্ত ও অনিষ্টকারী লোক- এক কথায় লেখ

ক) অপকারী
খ) ক্ষতি কারি
গ) বিচ্ছু√
গ) চালাক


২৭) অতিশয় দূরে অবস্থিত -এক কথায় কি হবে?

ক) দূরাগত
খ) দুরস্ত
গ) অতিদূর√
ঘ) দুরাবহ

২৮) দিব্য জ্ঞান -ব্যাখ্যা বাক্যটি লেখ।

ক) ঈশ্বরের জন্য জ্ঞানার্জন
খ) যেকোনো বিষয়ে জ্ঞান
গ) অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞান√
ঘ) শাস্ত্র বিষয়ে জ্ঞান

২৯) ভারাক্রান্ত -ব্যাখ্যাবাক্য লেখ

ক) শরীরের ভারে আক্রান্ত
খ) মনের ভার বহনে অক্ষম√
গ) অত্যাধিক ভারের জন্য ক্লিষ্ট
ঘ) ভার বহনে আগ্রহী


৩০) ধোপদুরস্ত -ব্যাখ্যা বাক্য লেখ

ক) পরিষ্কার-পরিচ্ছন্ন তনু
খ) পোশাক পরিহিত ব্যক্তি
গ) অত্যন্ত ধোলাই করা পোশাক পরিহিত ব্যক্তি√
ঘ) বোকার মত বেশ




Friday, October 18, 2019

বাংলা ব্যাকরণ

আবগারি পুলিশ স্পেশাল
                                 এবং
                     প্রাইমারি টেট   পার্ট- 2


         সন্ধি
         

১)  এক+ ছত্র= একচ্ছত্র। এখানে সন্ধির কোন নিয়ম প্রযুক্ত হয়েছে?

ক) স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সন্ধি✓
খ) ব্যঞ্জনধ্বনি সঙ্গে স্বরধ্বনির সন্ধি
গ) ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সন্ধি
ঘ) স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সন্ধি



২) অব+ছেদ -এর সন্নিবদ্ধ পদটি কি হবে?

ক) অবোচ্ছেদ
খ) অবছেদ
গ) অবচ্ছেদ√
ঘ) অবোছেদ


৩) আচ্ছাদন -এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

ক) আচ্ছা+ দন
খ) আ:+ ছাদন
গ) অা+ ছাদন√
ঘ )আচ+ ছাদিত


৪) দিক+ অন্ত= দিগন্ত - এখানে সন্ধির কোন নিয়ম প্রযুক্ত হয়েছে?

ক) স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির
খ) ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির√
গ) ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির
ঘ) স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির


৫) চিরাগত- পদটির সন্ধি বিচ্ছেদ করো

 ক) চিরা+ গত
খ) চির +আগত√
গ) চিরাগ +অত
ঘ) চির+ গত



বাক্য পরিবর্তন

৬) সেসময় সেখানকার ক্ষত্রিয়রা ছিল দেশের রক্ষক । কোন ধরনের বাক্য?

ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য √
 ঘ) মিশ্র বাক্য


৭) তখন লোক সাধারণের সঙ্গে তাদের যে সম্বন্ধ ছিল সেটা কৃত্তিম নয়। সরল বাক্যে লেখ

ক) যখন লোক সাধারণের সঙ্গে যে সম্বন্ধে ছিল তা অকৃত্তিম
খ) তখন লোক সাধারণের সঙ্গে তাদের সম্বন্ধ কৃত্রিম ছিলনা √
গ) তখন লোক সাধারণের সঙ্গে তাদের অকৃত্রিম সম্পর্ক ছিল না



৮) পরের অস্ত্র কেড়ে নিলে  নিজের অস্ত্র নির্ভয় উশৃংখল হয়ে ওঠে । জটিল বাক্যে লেখ

ক) যদি পরের অস্ত্র কেড়ে নেওয়া হয় তবে নিজের অস্ত্র নির্ভয়ে উশৃংখল হয়ে ওঠে √

 খ) পরের অস্ত্র কেড়ে নিতে চাইলে নিজের অস্ত্র সুশৃংখল থাকে না

গ) যদি পরের অস্ত্র কেড়ে নাওসুশৃংখল থাকবে না



৯) শক্তি দিতে গেলে  তাদের হাতে এমন একটি উপায় দিতে হবে যাতে করে তারা পরস্পর মিলিত হতে পারে - সেই উপায়টি তাদের সকলকে লিখতে পড়তে শেখানো ।- কোন ধরনের বাক্য?

ক) জটিল বাক্য
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য√


১০) তারা অজ্ঞতার দ্বারা বিচ্ছিন্ন বলেই সেই শক্তি তাদের নেই।- জটিল বাক্যে লেখ

ক) তাদের শক্তি না থাকার কারণ অজ্ঞতা
খ) সেই শক্তি তাদের নেই, তার কারণ তারা অজ্ঞতার দ্বারা বিচ্ছিন্ন √
গ) সেই শক্তি থেকে তারা বঞ্চিত কারণ তারা অজ্ঞ


বাচ্য পরিবর্তন

১১) জগদীশ্বর আমাদের বহু শস্য শালিনী বৃষ্টিতে ভূমি প্রদান করিয়াছেন ।-বাচ্য নির্ণয় করো

ক) কর্তৃবাচ্য √
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য


১২) দাবানলে কলেবর দগ্ধ করে।- ভাববাচ্য লেখ

ক) দাবানলে কলেবর দগ্ধ করা হয়
খ) দাবানল দ্বারা কলেবর দগ্ধ করা হয়
গ) দাবানলে কলেবর দগ্ধ হয় √
ঘ) দাবানল কলেবর দগ্ধ করতে পারে


১৩) তথাপি ভ্রুক্ষেপও নাই। - কর্তৃবাচ্যে লেখ।

ক) তথাপি ভ্রুক্ষেপ ও করে না√
খ) তথাপি ভ্রুক্ষেপ এর চেষ্টাও করে না
গ) তথাপি ভ্রুক্ষেপও করা না হোক
ঘ) কোনোটিই নয়



১৪) আর কারো নিস্তার থাকেনা।- কোন বাচ্য?

ক) ভাববাচ্য√
খ) কর্তৃবাচ্য
গ) কর্মবাচ্য
ঘ) কর্মকতৃবাচ্য



১৫) দশ জনের মধ্যে একজন কেউ শান্ত দেখিনা।- কর্মবাচ্যে রূপান্তরিত করো

ক)  দশ জনের মধ্যে একজন ও শান্ত নয়
খ)  দশ জনই অশান্ত
গ )দশ জনের মধ্যে একজন কেউ শান্ত দেখা যায় না√



এক কথায় প্রকাশ

১৬) অকারণে ও  অনিচ্ছায় যার দায়িত্ব বহন করতে হয়-এক কথায় কি হবে?

ক)কন্ঠ কাটা
খ) গলগ্রহ√
গ) গল কন্টক
ঘ) কণ্ঠকা


১৭) অগভীর সতর্ক নিদ্রা- এক কথায় কি হবে?

ক) ঘুমতরাসে
খ)  নিমঘুম
গ) কাকনিদ্রা√
ঘ) নিদ্রাহীন


১৮) অঙ্গ চলন জনিত ক্লেশ- এক কথায় লেখ

ক) ছুটোছুটি
খ) ক্রান্তি ক্লান্তি
গ) পরিশ্রম√
ঘ) ক্লান্তি জর্জর


১৯) সেঁজুতি -ব্যাখ্যা বাক্য কি হবে?

ক) মেয়েদের যে কোন ব্রত
খ) শরতকালের মেয়েদের ব্রত
গ) অঘ্রান মাসের সন্ধ্যাকালে কুমারী মেয়েদের অনুষ্ঠেয় ব্রত √
ঘ) বাতি জালানো ব্রত


২০) দাদন -ব্যাখ্যা বাক্য কি হবে?

ক) যেকোনো বিষয়ে অগ্রিম দেওয়া অর্থ
খ) অঙ্গীকৃত মাল তৈরীর জন্য প্রদত্ত অগ্রিম অর্থ √
গ) টাকা ধরে দেওয়া
ঘ) নির্দিষ্ট সময়ে টাকা দেওয়া




সমার্থক শব্দ

২১) ঈমান এর সমার্থক শব্দ লেখ

ক) মান যুক্ত
খ)সাধু 
গ) ধর্ম √
ঘ) নাম বিশেষ


২২) উৎকীর্ণ -এর সমার্থক শব্দ লেখ।

ক)  খোদিত√
খ) ওপরে আছে যা
গ) উদ্বিগ্ন
ঘ) চকিত

২৩) উপগত- এর সমার্থক শব্দ লেখ

ক) পাওয়ার যোগ্য
খ) আগে এসেছি যে
গ) অজানা
ঘ) স্বীকৃত√


২৪) উপাধান- এর সমার্থক শব্দ লেখ

ক) উপাদান
খ) শিরোধার্য
গ) উপকরণ
ঘ) বালিশ √


২৫) উসুল -এর সমার্থক শব্দ লেখ

ক) সংগ্রহ √
খ) গচ্ছিত
গ) হুমকি দেওয়া
ঘ) দান করা


বিপরীতার্থক শব্দ

২৬) অধস্তন -বিপরীত শব্দ লেখ

ক) মধ্যমা
খ) উর্দ্ধতন √
গ) উচ্চপদীয়
ঘ) বড়বাবু


২৭) অধিকাঙ্গ- বিপরীত শব্দ লেখ

ক) নিম্নাঙ্গ
খ) অনঙ্গ
গ) অভেদাঙ্গ
ঘ) হীনাঙ্গ √


২৮) অনঘ- বিপরীত শব্দ লেখ

ক) শয়তান
খ) দুর্বৃত্ত
গ) অসৎ √
ঘ) হীনজন


২৯) অনুপধী- বিপরীত শব্দ লেখ

ক) ছলনা
খ)  ছলযুক্ত √
গ) উপাধি
ঘ) দ্বিপদী


৩০) অনুবল -বিপরীত শব্দ লেখ

ক) দুর্বল
খ) চঞ্চল
গ) অসহায় √
ঘ) বলহীনতা


https://drive.google.com/file/d/1RLGPcok7hfpO9DyG8qBxeI8M0Ygfy9lX/view?usp=drivesdk


Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...