Wednesday, June 30, 2021

Bengali Current Affairs 28th June , 2021

 



Bengali Current Affairs 28th June , 2021

1.আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হয় কবে?

ⓐ ২৫শে জুন
ⓑ ২৬শে জুন✓
ⓒ ৩০শে জুন
ⓓ ১২ই জুলাই

2.মধ্যশিক্ষা পর্ষদের নতুন সচিব হলেন কে?

ⓐ সুব্রত ঘোষ✓
ⓑ অনীশ দাস
ⓒ কৌশিক পাল
ⓓ যুগান্তর মুখার্জি

3.ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত ISSF World Cup Shooting-এ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সৌরভ চৌধুরী কিসের মেডেল জিতলেন?

ⓐ সোনা
ⓑ রূপা
ⓒ তামা
ⓓ ব্রোঞ্জ✓

4. সম্প্রতি কোন শহর "স্মার্ট সিটি পুরস্কার 2020" পেল ?

ⓐ ইন্দোর
ⓑ সুরাট
ⓒ ইন্দোর এবং সুরাট ✓
ⓓ পুনে

5.IFFCO সংস্থাটি কোন দুটি দেশে ন্যানো ইউরিয়া ফার্টলাইজার প্লান্ট স্থাপন করবে?

ⓐ ভারত ও চিন
ⓑ জাপান ও ইজরায়েল
ⓒ আর্জেন্টিনা ও ব্রাজিল✓
ⓓ থাইল্যান্ড ও সিঙ্গাপুর

6. সম্প্রতি কোন ব্যাংক "Aarogyam Health care Business Loan"  লঞ্চ করল?

ⓐ ICICI Bank
ⓑ PNB
ⓒ SBI ✓
ⓓ Bandhan Bank

7.মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের সমাধান করতে "অপরাজিতা" নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ দিল্লি
ⓓ কেরালা✓

8.সম্প্রতি কোন দেশ সোলার প্যানেল ম্যাটেরিয়াল আমদানী ব্যান করলো?

ⓐ রাশিয়া
ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র✓
ⓒ জাপান
ⓓ নিউজিল্যান্ড

9. সম্প্রতি প্রকাশিত "The Startup Wife" বইটি কে লিখেছেন?

ⓐ তহমিমা আনাম (Tahmima Anam)✓
ⓑ অরুন্ধতী রায়
ⓒ চেতন ভগত
ⓓ রাস্কিন বন্ড

10.শিশুদের জন্য বিদ্যালয় পাঠক্রম ও টেলিভিশন শো-তে LGBT কনটেন্ট ব্যান করলো কোন দেশ?

ⓐ বেলারুশ
ⓑ ইথিওপিয়া
ⓒ হাঙ্গেরি✓
ⓓ কেনিয়া

11. সম্প্রতি কোন ব্যাঙ্ক “Pay Your Contact” পরিষেবা শুরু করেছে?

ⓐ HDFC Bank
ⓑ Kotak Mahindra Bank✓
ⓒ Axis Bank
ⓓ Yes Bank

12. ভারতে কবে ‘পাসপোর্ট সেবা দিবস’ পালিত হয়?

ⓐ 21 জুন
ⓑ 23 জুন
ⓒ 22 জুন
ⓓ 24 জুন✓

13. সম্প্রতি কোন রাজ্য সরকার “Student Credit Card Scheme” -এর মঞ্জুরি দিয়েছে?

ⓐ হরিয়ানা
ⓑ পাঞ্জাব
ⓒ আসাম
ⓓ পশ্চিমবঙ্গ✓

14. 5G পরিষেবা চালু করার জন্য সম্প্রতি JIO কার সাথে চুক্তি করলো?

ⓐ Amazon
ⓑ Flipkart
ⓒ Facebook
ⓓ Google cloud✓

15. কোন সংস্থা Windows -11 অপারেটিং সিস্টেম লঞ্চ করল?

ⓐ Apple
ⓑ Google
ⓒ Microsoft ✓
ⓓ None

16. সম্প্রতি National Skill Development Corporation  "ডিজিটাল স্কিল চ্যাম্পিয়ন প্রোগ্রাম" লঞ্চ করার জন্য কার সাথে চুক্তি করলো?

ⓐ Facebook
ⓑ Amazon
ⓒ WhatsApp✓
ⓓ Instagram

17. সম্প্রতি পেরুতে আয়োজিত "প্যারা ওয়ার্ল্ড শুটিং প্রতিযোগিতায়" রুবিনা ফ্রান্সিস কোন পদক  জিতলেন?

ⓐ স্বর্ণ ✓
ⓑ রৌপ্য
ⓒ ব্রোঞ্জ
ⓓ None



Bengali Current Affairs 29th June , 2021


Bengali Current Affairs 29th June , 2021

1. ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি "Aircraft Carrier" কবে সৈন্যবাহিনীতে নিয়োগ করা হবে?

ⓐ 2022 ✓
ⓑ 2021
ⓒ 2023 
ⓓ 2024

2. কোন দেশকে FATF এর গ্রে লিস্টে পুনরায় অন্তর্ভুক্ত করা হলো?

ⓐ চীন
ⓑ বাংলাদেশ
ⓒ পাকিস্তান ✓
ⓓ ভুটান

3. "India Smart Cities Awards 2020" -তে "Best Smart State " তকমা পেলো কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ কর্ণাটক
ⓓ উত্তরপ্রদেশ✓

4. সম্প্রতি মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘The Order of Polar Star’ দ্বারা সম্মানিত হলেন কোন ভারতীয়?

ⓐ আর.কে. সাভারবাল✓
ⓑ রমেশ পান্ডে
ⓒ গিরিরাজ সিং
ⓓ মদন মোহন রেড্ডি

5. কোন সংস্থা সম্প্রতি e- PGS নামক টেকনোলজি প্লাটফর্ম লঞ্চ করল?

ⓐ Facebook
ⓑ LIC ✓
ⓒ Google
ⓓ Amazon

6. মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতরে বিশ্ব রেকর্ড গড়লেন Kaylee McKeown (কাইলি ম্যাককাউন), তিনি কোন দেশের সাঁতারু?

ⓐ নাইজেরিয়া
ⓑ জাপান
ⓒ অস্ট্রেলিয়া✓
ⓓ ইংল্যান্ড

7. DRDO দেশীয়ভাবে তৈরি "পিনাকা গাইডেড মিসাইল" এর কোথায় সফল পরীক্ষা করলো?

ⓐ উড়িষ্যা ✓
ⓑ রাজস্থান
ⓒ মহারাষ্ট্র
ⓓ উত্তর প্রদেশ

8. সম্প্রতি কোথায় 60 তম জাতীয় অন্ত:রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হলো?

ⓐ গোরক্ষপুর
ⓑ পাটিয়ালা ✓
ⓒ জয়পুর
ⓓ মুম্বাই

9.পশুদের মেডিকেল সুবিধা দেওয়ার জন্য প্রথম "Animal War Room" লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ দিল্লি
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ কর্ণাটক✓
ⓓ কেরালা

10. ১৫ দিনে ৩৩ লক্ষ চারাগাছ রোপণ করতে "বন মহোৎসব"  শুরু করলো কোন রাজ্য সরকার?

ⓐ দিল্লি✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ পাঞ্জাব
ⓓ পশ্চিমবঙ্গ

11. কোন রাজ্য সরকার “কৃষক বন্ধু যোজনা” শুরু করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ✓
ⓑ তেলেঙ্গানা
ⓒ রাজস্থান
ⓓ গুজরাট

12. "আন্তর্জাতিক নাবিক দিবস" (International Day of Seafarer) কবে পালিত হয়েছে?

ⓐ 24 জুন
ⓑ 25 জুন✓
ⓒ 26 জুন
ⓓ 27 জুন

13. ভারত ও কোন দেশ "Tax Inspectors Without Borders (TIWB) " অভিযান শুরু করলো?

ⓐ নেপাল
ⓑ ভুটান✓
ⓒ মায়ানমার
ⓓ পাকিস্তান

14. কোন রাজ্যে দেশের 52 তম বাঘ সংরক্ষন কেন্দ্র তৈরী হয়েছে?

ⓐ উড়িষ্যা
ⓑ অসম
ⓒ রাজস্থান✓
ⓓ মধ্যপ্রদেশ

15. ভারতের নতুন ‘Central Vigilance Commissioner’ পদে কে নিযুক্ত হয়েছেন?

ⓐ সুনীল অরোরা
ⓑ অজয় ত্যাগী
ⓒ সচিন বন্সল
ⓓ সুদেশ এন. প্যাটেল✓

16. ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র
ⓑ গুজরাট✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ কর্ণাটক



Monday, June 28, 2021

Bengali Current Affairs 27th June , 2021

 


Bengali Current Affairs 27th June , 2021

1.Delhi Sports University-র প্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মেরিকম
ⓑ পিটি ঊষা
ⓒ সুনীল ছেত্রী
ⓓ কর্ণাম মাল্লেশ্বরী✓

2.বিগত ১০০ বছরে সেরা সমাজসেবীর তালিকায় প্রথমস্থানে আছেন কে?

ⓐ বিল এবং মেলিন্ডা গেটস
ⓑ রতন টাটা
ⓒ ওয়ারেন বাফেট
ⓓ জামশেদজি টাটা✓

3. DRDO কোথায় ক্রুজ  মিসাইল "নির্ভয়" এর সফল পরীক্ষা করলো?

ⓐ কটক
ⓑ চাঁদিপুর ✓
ⓒ পোখরান
ⓓ বালাসোর

4.মুখ্যমন্ত্রী কোভিড-১৯ পরিবার আর্থিক সহায়তা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ দিল্লি✓
ⓒ ত্রিপুরা
ⓓ আসাম

5. 2022সালে 9th Asian Ministerial Energy Roundtable হোস্ট করবে কোন দেশ?

ⓐ ভারত✓
ⓑ ইতালী
ⓒ শ্রীলঙ্কা
ⓓ সংযুক্ত আরব আমিরাত

6.ICC World Test Championship-এ 'প্লেয়ার অফ দ্যা সিরিজ' হলেন কে?

ⓐ কেন উইলিয়ামসন✓
ⓑ কেলি জেমিসন
ⓒ বিরাট কোহলি
ⓓ জেমস স্মিথ

7. It’s a Wonderful Life শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় লেখক?

ⓐ বিশ্বম্ভর গিরি
ⓑ চেতন ভগত
ⓒ রাসকিন বন্ড✓
ⓓ সুব্রত মুখার্জি

8. বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা দৌড়বিদ হলেন কে?

ⓐ Shelly-Ann Fraser-Pryce (শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস)✓
ⓑ Griffith-Joyner
ⓒ Allyson Felix
ⓓ Carmelita Jeter

9.ইরাকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সুধীর চন্দ্র রায়
ⓑ প্রহ্লাদ সিং
ⓒ প্রশান্ত পিসে✓
ⓓ অমিতাভ চৌধুরী

10. সম্প্রতি, কবে “United Nations Public Day” পালিত হয়েছে?

ⓐ 21 জুন
ⓑ 22 জুন
ⓒ 23 জুন✓
ⓓ 24 জুন

11. কোন রাজ্য সম্প্রতি Transgender Protection Cell গঠন করার সিদ্ধান্ত নিল?

ⓐ বিহার
ⓑ উত্তর প্রদেশ
ⓒ রাজস্থান ✓
ⓓ মধ্যপ্রদেশ

12. সম্প্রতি, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (ADB) কোন দেশকে Covid-19 টিকা ক্রয়ের জন্য 940 মিলিয়ন মার্কিন ডলার ঋণ -এর মঞ্জুরি দিয়েছে?

ⓐ ফ্রান্স
ⓑ পাকিস্তান
ⓒ শ্রীলঙ্কা
ⓓ বাংলাদেশ✓

13. কোন রাজ্য সরকার অলিম্পিকে স্বর্ণ পদক বিজয়ীদের 6 কোটি টাকা দেবে?

ⓐ পাঞ্জাব
ⓑ গুজরাট
ⓒ হরিয়ানা ✓
ⓓ রাজস্থান

14. সম্প্রতি কে জাম্বিয়াতে ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হলেন?

ⓐ অরুণ কুমার
ⓑ অশোক কুমার ✓
ⓒ ইশা খান
ⓓ অমৃত সাক্সেনা

 



Bengali Current Affairs 26th June , 2021

 


Bengali Current Affairs 26th June , 2021

1.National Institute of Mental Health & Neuro Sciences (NIMHANS)-এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ ড. প্রতিমা মূর্তি✓

ⓑ কৃষ্ণা গোপীনাথ

ⓒ অঞ্জু শ্রীবাস্তব

ⓓ গার্গী মুখার্জি


2.ভারতকে হারিয়ে ICC World Test Championship জিতলো কোন দেশ?

ⓐ দক্ষিণ আফ্রিকা

ⓑ নিউজিল্যান্ড✓

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ শ্রীলঙ্কা

3.অলিম্পিকের জন্য জাতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রানী রামপাল✓

ⓑ লালরেম সিয়ামি

ⓒ লিলিমা মিনজ

ⓓ নিক্কি প্রধান


4. ‘Habba Khatoon’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ কাজল সুরী✓

ⓑ মনিদিপা রঙ্গস্বামী

ⓒ ঝুম্পা লাহিড়ী

ⓓ তাহিরা কাশ্যপ

5. সম্প্রতি প্রকাশিত "My Joys and Sorrows - as a Mother of a Special Child " বইটি কে লিখেছেন? 

ⓐ কৃষ্ণা সাক্সেনা ✓

ⓑ অমিত সাভারকার 

ⓒ দুলাল পাঠক 

ⓓ সুচিত্রা বসু

6.সম্প্রতি কৃষি ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত কোন দেশের সঙ্গে MoU স্বাক্ষর করলো?

ⓐ আর্জেন্টিনা

ⓑ ফিজি✓

ⓒ ইজরায়েল

ⓓ মালেশিয়া

7. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে প্রথম যৌথ নৌ সেনা অভ্যাস আয়োজন করল?

ⓐ ইউরোপিয়ান ইউনিয়ন নৌ বাহিনী✓

ⓑ সিঙ্গাপুর নৌ বাহিনী 

ⓒ জাপান নৌ বাহিনী 

ⓓ None 

8.টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং "লক্ষ্য তেরা সামনে হ্যায়" কে কম্পোজ করেছেন?

ⓐ সোনু নিগম

ⓑ মোহিত চৌহান✓

ⓒ বিশাল শর্মা

ⓓ অজয় শেঠ

9.বিশ্বের প্রথম জিন মডিফায়েড রাবার গাছটি কোথায় লাগানো হলো?

ⓐ চেন্নাই

ⓑ কলকাতা

ⓒ গুয়াহাটি✓

ⓓ দিসপুর

10. কোন সরকার “যোগ বিজ্ঞান” পাঠ্যক্রম শুরু করেছে?

ⓐ হরিয়ানা

ⓑ দিল্লি✓

ⓒ উত্তরপ্রদেশ

ⓓ মধ্যপ্রদেশ

11. কোন রাজ্য সরকার “Agricultural Diversification Scheme 2021” শুরু করেছে?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ গুজরাট✓

ⓒ রাজস্থান

ⓓ মহারাষ্ট্র

12. সম্প্রতি কবে “International Widow’s Day” পালিত হয়েছে?

ⓐ 17 জুন

ⓑ 19 জুন

ⓒ 21 জুন

ⓓ 23 জুন✓


Bengali Current Affairs 24th June , 2021

 

Bengali Current Affairs 24th June , 2021

1. সম্প্রতি কাকে WWF দ্বারা  Forest Frontline Heroes এর অ্যাম্বাস্যাডার নিয়োগ করা হয়েছে?

ⓐ বিজয়তা  দুবে 

ⓑ অনিন্দিতা চৌহান 

ⓒ Upasana Kamineni (উপসনা কামিনীণী)✓

ⓓ শ্যামলী আগারকার 


2. করোনা টিকাকরণ সম্পর্কিত জনসচতেনতা বৃদ্ধি করতে কোন মন্ত্রক “Jan Hain Toh Jahan Hain” অভিযান শুরু করেছে?

ⓐ Ministry of Minority Affairs ✓

ⓑ Ministry of Home Affairs

ⓒ Ministry of Health

ⓓ Ministry of Sports


3. ইউরোপের প্রেস্টিজিয়াস পুরস্কার " European Inventor Award 2021" দ্বারা কাকে সম্মানিত করা হলো?

ⓐ সুমিতা মিত্র ✓

ⓑ অমৃত জয়সওয়াল 

ⓒ নিশা খান 

ⓓ মৌসুমী পাঠক 


4. করোনা মহামারীতে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য "আশীর্বাদ স্কিম" লঞ্চ করল কোন রাজ্য ?

ⓐ পাঞ্জাব 

ⓑ উড়িষ্যা✓

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ বিহার 


5. সম্প্রতি কে আন্তর্জাতিক বক্সিং পরিষদের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন?

ⓐ ডক্টর তাডাং মিনু✓

ⓑ মৃণালিনী চৌধুরী 

ⓒ প্রিয়া কার্ফা 

ⓓ দিব্যা ডেনজংপা 


6. ‘The 7 Sins of Being A Mother’ পুস্তকটি কে লিখেছেন?

ⓐ বিবেক বিন্দ্রা

ⓑ চেতন ভগৎ

ⓒ তাহিরা কশ্যপ খুরানা✓

ⓓ সঞ্জয় বন্সল


7. প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে অলিম্পিকে 2021 এ অংশগ্রহণের সুযোগ পেল কে?

ⓐ Laurel Hubbard (লরেল হুবার্ড)✓

ⓑ Mithi Sayghal

ⓒ Margi Chaple

ⓓ None 


8. আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নলিখিত কোন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? 

ⓐ Namo Yoga

ⓑ M-Yoga✓

ⓒ Daily Yoga

ⓓ Mobile Yoga


9. কোন রাজ্য ফ্লাইং শিখ  মিলখা সিংয়ের নামে প্যারাগ্লাইডিং ক্লাব খুলতে চলেছে ?

ⓐ গুজরাট 

ⓑ হরিয়ানা✓ 

ⓒ পাঞ্জাব 

ⓓ আসাম 


10. কোন রাজ্য সরকার Economic Advisory Council গঠনের পরিকল্পনা করেছে?

ⓐ ঝাড়খন্ড

ⓑ তামিলনাড়ু✓

ⓒ উড়িষ্যা

ⓓ তেলেঙ্গানা


11. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কানাডা সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন?

ⓐ করিম খান 

ⓑ মেহমুদ জামাল ✓

ⓒ মোহাম্মদ হোসেন 

ⓓ দীপক ত্রিপাঠী 


12. কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস হিসেবে পালিত হয়?

ⓐ 20 জুন 

ⓑ 21 জুন✓ 

ⓒ 22 জুন 

ⓓ 24 জুন 


Bengali Current Affairs 25th June , 2021

 


Bengali Current Affairs 25th June , 2021

1. অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে নির্বাচিত হলেন?

ⓐ মন প্রীত সিং ✓
ⓑ রুপিন্দর সিং
ⓒ হরমনপ্রীত সিং
ⓓ সুরেন্দর কুমার


2. টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য কত কোটি টাকা দান করলো BCCI?

ⓐ ১০০ কোটি টাকা
ⓑ ১২ কোটি টাকা
ⓒ ১০ কোটি টাকা✓
ⓓ ১৫ কোটি টাকা


3.সম্প্রতি BCCI কোন ক্রিকেটারের উপর থেকে লাইফ ব্যান তুলে নিলো?

ⓐ অজিত চান্ডিলা
ⓑ শান্তা কুমারন শ্রিসন্থ
ⓒ অঙ্কিত চাভান✓
ⓓ এদের কেউ নন


  4. কে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা হিসেবে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট হিসেবে যোগ দিলেন?

ⓐ মাওয়া সুদান (Mawya Sudan)✓
ⓑ অমৃতা চাওলা
ⓒ মনীষা কুট্টি
ⓓ None


5. ‘Will’ শিরোনামে স্মৃতি গ্রন্থ লিখলেন কোন আমেরিকান অভিনেতা?

ⓐ Will Smith✓
ⓑ Robert Downey
ⓒ Leonardo DiCaprio
ⓓ Brad Pitt


6. সম্প্রতি "নিকল পসিনিয়ান"কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? 

ⓐ ভিয়েতনাম
ⓑ আর্মেনিয়া✓
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ সংযুক্ত আরব এমিরেটস


7.কোন রাজ্যের ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলে অন্তর্ভুক্ত হচ্ছেন এস্থার ডাফলো এবং রঘুরাম রাজন?

ⓐ কেরালা
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মহারাষ্ট্র
ⓓ তামিলনাড়ু✓


8.সম্প্রতি প্রয়াত মুফতি ফাইজ-উল-ওয়াহিদ কোন ভাষায় কোরান অনুবাদ করেছিলেন?

ⓐ ডোগরী
ⓑ গজরী✓
ⓒ মৈথিলী
ⓓ বাংলা


9. সম্প্রতি কোথায় Hemis Tsechu (হেমিস সেচু) নামক বাৎসরিক উৎসব পালিত হল?

ⓐ পন্ডিচেরি
ⓑ লাদাখ ✓
ⓒ জম্মু ও কাশ্মীর
ⓓ আন্দামান


10.“Ghar Ghar Ration” প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ IDBI Bank
ⓑ IDFC FIRST Bank✓
ⓒ HDFC Bank
ⓓ ICICI Bank


11.সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভালে Outstanding Achievement Award জিতলো কোন ভারতীয় হিন্দি ফিল্ম?

ⓐ The Race
ⓑ BBA
ⓒ Ahimsa
ⓓ The Art of Life✓


12.বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় কবে?

ⓐ ২২শে জুন
ⓑ ২৩শে জুন✓
ⓒ ২৫শে জুন
ⓓ ২৬শে জুন


13.ভারতের একমাত্র কোন রাজ্যে কুমিরের ৩টি প্রজাতি পাওয়া গেলো?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উড়িষ্যা✓
ⓒ আসাম
ⓓ মহারাষ্ট্র


14.World Investment Report 2021-এ ভারতের স্থান কত?

ⓐ পঞ্চম✓
ⓑ চতুর্থ
ⓒ দ্বিতীয়
ⓓ সপ্তম


15.গ্রামীণ সম্পত্তির সমীক্ষা করতে Survey of India-র সাথে MoU স্বাক্ষর করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ নাগাল্যান্ড
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ আসাম✓


16.Central European University (CEU) Open Society Prize 2021 জিতলেন কে.কে. শৈলজা, তিনি কোন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ছিলেন?

ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা✓
ⓒ কর্ণাটক
ⓓ হিমাচলপ্রদেশ


Thursday, June 24, 2021

Bengali Current Affairs 23rdJune , 2021


Bengali Current Affairs 23rdJune , 2021

1. Sustainable Development Report 2021 ভারতের স্থান কত?

ⓐ 150
ⓑ 130
ⓒ 120✓
ⓓ 100


2. Machine Learning Summer School লঞ্চ করল কোন ই- কমার্স কোম্পানি?

ⓐ Amazon ✓
ⓑ Snapdeal
ⓒ Flipkart
ⓓ None


3. সম্প্রতি কে "ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স 2021" জয়ী হলেন ?

ⓐ ম্যাক্স ভার্স্টাপেন✓
ⓑ লুইস হ্যামিল্টন
ⓒ সার্জিও পেরেজ
ⓓ None


4. ভারতের কোন রাজ্যে "ওয়ার্ল্ড ক্লাস বাস স্টেশন" তৈরি হতে চলেছে ?

ⓐ পাঞ্জাব
ⓑ কেরালা
ⓒ উত্তর প্রদেশ ✓
ⓓ গুজরাট


5. সম্প্রতি প্রয়াত Kenneth Kaunda (কেনেথ কাউন্ডা) কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

ⓐ জাম্বিয়া ✓
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ মালি
ⓓ ইজিপ্ট


6. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী "মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী যোজনা" এবং "মুখ্যমন্ত্রী যুব উদ্যমী যোজনা" লঞ্চ করলেন?

ⓐ ছত্রিশগড়
ⓑ ঝাড়খন্ড
ⓒ বিহার✓
ⓓ মনিপুর


7. সম্প্রতি প্রকাশিত " The Nutmegs Curse" বইটির লেখক কে?

ⓐ অমিতাভ ঘোষ✓
ⓑ বরিয়া মজুমদার
ⓒ শশী থারুর
ⓓ বাণী বসু


8. বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের সাহায্য করতে কত মিলিয়ন মার্কিন ডলার লোন দিচ্ছে ADB?

ⓐ 200 মিলিয়ন মার্কিন ডলার
ⓑ 150 মিলিয়ন মার্কিন ডলার
ⓒ 250 মিলিয়ন মার্কিন ডলার ✓
ⓓ 300 মিলিয়ন মার্কিন ডলার


9. সম্প্রতি প্রকাশিত Ease of Living Index 2020 অনুযায়ী ভারতের কোন শহর বসবাসের জন্য সর্বোত্তম?

ⓐ কলকাতা  
ⓑ আমেদাবাদ
ⓒ বেঙ্গালুরু ✓
ⓓ জয়পুর


10. পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিরে টি কোথায় খুঁজে পাওয়া গেল?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মালয়েশিয়া
ⓒ বতসোয়ানা ✓
ⓓ ইজিপ্ট


11. কোন রাজ্য সরকার শিক্ষণীয় ওয়েবপোর্টাল ‘e-pathshala’ এবং ‘e-mulyankan’ লঞ্চ করেছে?

ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ উড়িষ্যা✓
ⓓ রাজস্থান


12. নিম্নলিখিত কোন দিবসটি 21 জুন তারিখে পালিত হয়েছে?

ⓐ World Refugee Day
ⓑ International Yoga Day✓
ⓒ World Bicycle Day
ⓓ World Environment Day


13. কোন রাজ্যে National Maritime Heritage complex গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে?

ⓐ গুজরাট✓
ⓑ উড়িষ্যা
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র


14. ‘World Music Day’ কবে পালিত হয়েছে?

ⓐ 18 জুন
ⓑ 19 জুন
ⓒ 20 জুন
ⓓ 21 জুন✓


Bengali Current Affairs 22ndJune , 2021

 


Bengali Current Affairs 22ndJune , 2021

1.World Refugee Day পালন করা হয় কবে?

ⓐ ২০শে জুন✓
ⓑ ১৫ই এপ্রিল
ⓒ ২১শে জুন
ⓓ ২২শে জুন


2.ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন Kevin O’Brien, তিনি কোন দেশের ক্রিকেটার?

ⓐ ইংল্যান্ড
ⓑ নিউজিল্যান্ড
ⓒ আয়ারল্যান্ড✓
ⓓ অস্ট্রেলিয়া


3.বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) হাইলেভেল অ্যাডভাইসরি গ্রুপের সদস্য হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয়?

ⓐ নির্মলা সিথারামন
ⓑ অমর্ত্য সেন
ⓒ মনতেক সিং আহলুয়ালিয়া✓
ⓓ কৃষ্ণা রেড্ডি


4. বিশ্বের সবথেকে শক্তিশালী চুম্বক তৈরি করলো কোন দেশ?

ⓐ ফ্রান্স✓
ⓑ চীন
ⓒ জাপান
ⓓ আমেরিকা


5.Embalam R. Selvam (এম্বালাম আর সেলভাম) কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন?

ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ আসাম
ⓓ পুদুচেরী✓


6.জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতার জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?

ⓐ নেপাল
ⓑ ভুটান✓
ⓒ মায়ানমার
ⓓ মালদ্বীপ


7.সরকারি স্কুলের শিক্ষার্থীদের কাছে খেলাধুলাকে প্রোমোট করার জন্য “Khedo Punjab” মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?

ⓐ অমরিন্দার সিং
ⓑ রানা গুরমিত সিং সোধী ✓
ⓒ কীরেন রিজিজু
ⓓ ভি.পি. সিং বাদনোরে


8.স্মার্টফোন ব্র্যান্ড OnePlus কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলি
ⓑ সুরেশ রায়না
ⓒ জাসপ্রিত বুমরা✓
ⓓ রোহিত শর্মা


9.2021 Land for Life Award জিতলো পরিবেশ বিষয়ক সংস্থা Familial Forestry, এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ রাজস্থান✓
ⓒ গুজরাট
ⓓ বিহার


10. বিভিন্ন ধরনের পিঠে বিক্রি করার জন্য "Pitha on Wheels" ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ আসাম
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ ত্রিপুরা
ⓓ উড়িষ্যা✓


11. কোন দিনটি প্রত্যেক বছর National Reading Day  হিসেবে পালিত হয়?

ⓐ 18 জুন
ⓑ 19 জুন ✓
ⓒ 20 জুন
ⓓ 21 জুন


12. “Hebbal-Nagawara Valley Project” কোন রাজ্যে শুরু হয়েছে?

ⓐ বিহার
ⓑ কর্ণাটক✓
ⓒ তামিলনাড়ু
ⓓ গুজরাট


13. সম্প্রতি কে কোভিড-19 ফ্রন্টলাইন ওয়ার্কার দের জন্য ক্র্যাশ কোর্স চালু করলেন?

ⓐ অমিত শাহ
ⓑ নরেন্দ্র মোদি ✓
ⓒ রাজনাথ সিং
ⓓ উপরের কেউ নয়


14. সম্প্রতি, কবে “World Sickle Cell Day” পালিত হয়েছে?

ⓐ 14 জুন
ⓑ 19 জুন✓
ⓒ 16 জুন
ⓓ 12 জুন


15.  কোথায় প্রথম গ্রিন ফাঙ্গাসের সংক্রমণ পর্যবেক্ষণ করা হয়েছে?

ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ রাজস্থান
ⓓ ছত্রিশগড়


16. সাবা স্কর (Saba Sakr) কোন দেশের প্রথম মহিলা বক্সিং কোচ নিযুক্ত হয়েছেন?

ⓐ জাপান
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ দক্ষিণ কোরিয়া
ⓓ ইজিপ্ট✓


17. সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার  একটি টেস্টে দুটি হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন?

ⓐ অঞ্জলি পান্ডে
ⓑ শেফালী বর্মা ✓
ⓒ হরমনপ্রীত কৌর
ⓓ None


18. ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi) কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

ⓐ রাশিয়া
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ মালি
ⓓ ইরান✓


Bengali Current Affairs 21st June , 2021

 


Bengali Current Affairs 21st June , 2021

1.Global Peace Index 2021-এ ভারতের স্থান কত?

ⓐ ৫৫
ⓑ ১৩৫✓
ⓒ ১৪৫
ⓓ ১০১


2. কোথায় ভারতের প্রথম "Covisafe Road" তৈরি করা হয়েছে ?

ⓐ জয়সলমীর
ⓑ পাটনা
ⓒ ইন্দোর ✓
ⓓ কলকাতা


3.World Competitiveness Index 2021-এ শীর্ষস্থানে আছে কোন দেশ?

ⓐ ডেনমার্ক
ⓑ ভারত
ⓒ সুইডেন
ⓓ সুইজারল্যান্ড✓


4.ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করবে কোন দেশ?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ✓
ⓒ শ্রীলঙ্কা
ⓓ জাপান


5.ড: এস. জানকীরমন কোন দেশে ভারতীয় রাজদূত হিসাবে নিযুক্ত হয়েছেন?

ⓐ নেপাল
ⓑ মক্সিকো
ⓒ ফিলিপিন্স
ⓓ কিউবা✓


6.International Criminal Court(ICC)-এর চিফ প্রসকিউটর হিসাবে শপথ গ্রহণ করলেন কে?

ⓐ মাইকেল পল
ⓑ করিম খান✓
ⓒ ফটোও বেন্সৌদা
ⓓ জাভেদ ওমর


7.বিদেশ ভ্রমণের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার ঘোষণা করলো কোন দেশ?

ⓐ চীন
ⓑ আমেরিকা
ⓒ রাশিয়া
ⓓ জাপান✓


8.সম্প্রতি প্রয়াত মিলখা সিং কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ হকি
ⓑ ফুটবল
ⓒ দৌড়✓
ⓓ ক্রিকেট


9.জি. আই ট্যাগ প্রাপ্ত কোন জাতের কলা দুবাইয়ে রপ্তানি করলো ভারত?

ⓐ সিঙ্গাপুরী
ⓑ জালগাঁও✓
ⓒ জাব কাঁঠালী
ⓓ অমৃত সাগর


10.মহারাষ্ট্রের করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ মুকুন্দ গোসাবি✓
ⓑ সোনু সুদ
ⓒ আমির খান
ⓓ কঙ্গনা রানাউত


11. সম্প্রতি, কোন রাজ্য সরকার “Rythu Bandhu” নামক একটি যোজনা শুরু করেছে?

ⓐ হিমাচল প্রদেশ
ⓑ অসম
ⓒ অন্ধ্র প্রদেশ 
ⓓ তেলেঙ্গানা✓


12. সম্প্রতি কবে “Sustainable Gastronomy Day” পালিত হয়েছে?

ⓐ 15 জুন
ⓑ 16 জুন
ⓒ 17 জুন
ⓓ 18 জুন✓


13. নিম্নলিখিত কে “Global Yoga Conference 2021” -এর উদ্বোধন করবেন?

ⓐ পীযূষ গোয়েল
ⓑ ড: হর্ষ বর্ধন✓
ⓒ জিতেন্দ্র সিং
ⓓ অমিত শাহ


Bengali Current Affairs 20th June , 2021

 

Bengali Current Affairs 20th June , 2021

1.সম্প্রতি চীনের লঞ্চ করা ‘Shenzhou-12’ স্পেসক্রাফটে কতজন মহাকাশচারী রয়েছেন?

ⓐ ৩ জন✓

ⓑ ৪ জন

ⓒ ৭ জন

ⓓ ২ জন

2. India's WTO মিশনের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?

ⓐ অজয় শেঠ

ⓑ অরুণ কুমার মিশ্র

ⓒ আশীষ চান্দেরকার ✓

ⓓ তরুণ বাজাজ

3.Securities and Exchange Board of India (SEBI) বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অজয় শেঠ

ⓑ অরুণ কুমার মিশ্র

ⓒ আনন্দ মোহন বাজাজ✓

ⓓ তরুণ বাজাজ

4.কোন রাজ্য সরকার “বৈদিক শিক্ষা ও সংস্কার বোর্ড” শুরু করেছে?

ⓐ তামিলনাড়ু

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ কেরালা

ⓓ রাজস্থান✓

5.Revv Up নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ তেলেঙ্গানা✓

ⓑ কর্ণাটক

ⓒ মহারাষ্ট্র

ⓓ দিল্লি

6.জীবন বায়ু নামে বিনা বিদ্যুতে কাজে সক্ষম CPAP ডিভাইস তৈরি কোন IIT?

ⓐ IIT Kanpur

ⓑ IIT Roorkee

ⓒ IIT Bombay

ⓓ IIT Ropar ✓

7.সংকল্প সে সিদ্ধি- মিশন বন ধন লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ ড. হর্ষ বর্ধন

ⓑ নরেন্দ্র সিং তোমার

ⓒ নীতিন গাদকরী

ⓓ অর্জুন মুন্ডা✓

8. NABARD-এর সহযোগিতায় গ্রামীণ অঞ্চলের যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেবে কোন সিমেন্ট কোম্পানি?

ⓐ Dalmia

ⓑ Konark

ⓒ Ambuja✓

ⓓ Lafarge

9. কোন রাজ্য সরকার করোনা তৃতীয় ঢেউ (3rd wave ) এর আগে 50 লক্ষ মেডিসিন  কীট বিতরণ করবে?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ বিহার 

ⓒ উত্তর প্রদেশ ✓

ⓓ রাজস্থান 

10. Puma motorsports এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ সৌরভ গাঙ্গুলী 

ⓑ রোহিত শর্মা 

ⓒ যুবরাজ সিং ✓

ⓓ রবীচন্দ্রন অশ্বিন 

11. সম্প্রতি, কবে “International Picnic Day” পালিত হয়েছে?

ⓐ 16 জুন

ⓑ 17 জুন

ⓒ 15 জুন

ⓓ 18 জুন✓

12. কোন রাজ্য সরকার “CM Rise School Scheme” শুরু করেছে?

ⓐ অরুণাচল প্রদেশ

ⓑ মধ্য প্রদেশ✓

ⓒ উত্তরাখন্ড

ⓓ উত্তর প্রদেশ


Bengali Current Affairs 19th June , 2021

 


Bengali Current Affairs 19th June , 2021

1.বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে?

ⓐ ১৮ই জুন

ⓑ ১৩ই জুন

ⓒ ২৫শে জুন

ⓓ ১৭ই জুন✓

2. কোন আইআইটি 3 দিবসীয় Conference of BRICS Networks Universities  আয়োজন করল?

ⓐ IIT Delhi 

ⓑ IIT Kanpur 

ⓒ IIT Bombay ✓

ⓓ IIT Kharagpur 


3. ভারতে 2021 সালের প্রথম সূর্য গ্রহণ কত তারিখে দেখা যায়?

ⓐ 8 জুন

ⓑ 9 জুন

ⓒ 10 জুন✓

ⓓ 11 জুন

4.WHO-এর Technical Advisory Group-এ সদস্য হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয়?

ⓐ রবি কিরণ সাহা

ⓑ মুকেশ শর্মা✓

ⓒ রঞ্জিত মুর্মু

ⓓ মনসা রাম দিশালে


5. Microsoft কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

ⓐ স্টিভ বলমার

ⓑ সত্য নাদেলা✓

ⓒ শান্তনু নারায়ন

ⓓ বিল গেটস


6. কোন রাজ্য সরকার একবার ব্যবহারযোগ্য পলিথিনের (Single Used Plastic )উৎপাদন ব্যান করলো ?

ⓐ ঝাড়খন্ড  

ⓑ ছত্রিশগড় 

ⓒ বিহার✓ 

ⓓ উড়িষ্যা


7.সম্প্রতি Free Trade Agreement (FTA) স্বাক্ষর করলো কোন দুটি দেশ?

ⓐ ভারত ও সিঙ্গাপুর

ⓑ নিউজিল্যান্ড ও শ্রীলংকা

ⓒ ব্রিটেন ও অস্ট্রেলিয়া✓

ⓓ আমেরিকা যুক্তরাষ্ট্র ও জাপান


8.নবী মুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হবে?

ⓐ বাল ঠাকরে✓

ⓑ ভগৎ সিং কস্যারি

ⓒ উদ্ধব ঠাকরে

ⓓ বল্লভভাই প্যাটেল


9.সম্প্রতি কোন রাজ্য সরকার রূপান্তরকামী সম্প্রদায়কে পুলিশে জয়েন করার অনুমতি দিলো?

ⓐ কেরালা

ⓑ উড়িষ্যা✓

ⓒ গুজরাট

ⓓ কর্ণাটক


10.সম্প্রতি কোন দেশে মহাত্মা গান্ধী লাইব্রেরীর উদ্বোধন করা হলো?

ⓐ ইরান

ⓑ কেনিয়া✓

ⓒ ইতালী

ⓓ ইন্দোনেশিয়া


11. Esports Premier League (ESPL) -এর ব্র্যান্ড এম্বাসেডর কে হয়েছেন?

ⓐ অক্ষয় কুমার

ⓑ টাইগার শ্রফ✓

ⓒ বিরাট কোহলি

ⓓ সোনু সুড


12. সম্প্রতি কোন মন্ত্রক "Deep Ocean Mission"  লঞ্চ করল?

ⓐ জল শক্তি মন্ত্রক 

ⓑ তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী 

ⓒ মিনিস্ট্রি অফ আর্থ সাইন্স ✓

ⓓ পরিবহন মন্ত্রক


13. সম্প্রতি, কবে “International Day of Family Remittances” পালিত হয়েছে?

ⓐ 14 জুন

ⓑ 15 জুন

ⓒ 13 জুন

ⓓ 16 জুন✓


14. সম্প্রতি কোথায় VIVATech এর পঞ্চম সংস্করণ শুরু হলো?

ⓐ নিউইয়র্ক 

ⓑ প্যারিস ✓

ⓒ নিউ দিল্লি

ⓓ টোকিও


15. সম্প্রতি, প্রকাশিত “The Sweetness of Water” পুস্তকটি কে লিখেছেন?

ⓐ অমিতাভ ঠাকুর

ⓑ রমেশ পাঠক

ⓒ অবনী জোশি

ⓓ নাথন হ্যারিস✓


Sunday, June 20, 2021

Bengali Current Affairs 17th June , 2021


Bengali Current Affairs 17th June , 2021

1.Global Wind Day পালন করা হয় কোন দিন?

ⓐ ১৬ই আগস্ট
ⓑ ১৫ই জুন✓
ⓒ ১৪ই জুন
ⓓ ২৫শে জুলাই

2. সম্প্রতি প্রকাশিত সুরেশ রায়নার আত্মজীবনীর নাম কি?

ⓐ Cricket Ground
ⓑ Auditorium
ⓒ Believe ✓
ⓓ My Cricket  Bat

3.কোন রাজ্য  তাদের নিজস্ব "ভারতরত্ন" ও "পদ্ম পুরস্কার" চালু করবে?

ⓐ পাঞ্জাব
ⓑ রাজস্থান
ⓒ আসাম✓
ⓓ পশ্চিমবঙ্গ

4.United Nations General Assembly-তে কত গুলি রাষ্ট্র নির্বাচিত হলো?

ⓐ ৩টি
ⓑ ৪টি
ⓒ ৫টি✓
ⓓ ৬টি

5.যুব শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করছে কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র
ⓑ কেরালা
ⓒ রাজস্থান
ⓓ মধ্যপ্রদেশ✓

6. ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো কোন ভারতীয় মহিলা ওয়েটলিফটার?

ⓐ মীরাবাই চানু✓
ⓑ রেনু বালা চানু
ⓒ কুঞ্জরানী দেবী
ⓓ নীলাম সেট্টি লক্ষ্মী

7.সম্প্রতি প্রয়াত নির্মল কৌর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ হকি
ⓑ ব্যাডমিন্টন
ⓒ ভলিবল✓
ⓓ টেবিল টেনিস

8.সম্প্রতি কোন রাজ্য থেকে প্রথম টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করলো ভারতীয় মহিলা বক্সার Lovlina Borgohain (লাভলিনা বোরগোহেইন) ?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম✓
ⓒ ত্রিপুরা
ⓓ উড়িষ্যা

9.গেম স্টুডিও Bigbox VR-কে কিনে নিলো কোন কোম্পানী?

ⓐ Facebook✓

ⓑ Google

ⓒ Apple

ⓓ Microsoft 

10.International Swimming Federation-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ Sam Ramasamy

ⓑ Husain Al-Musallam(হুসেন আল-মুসাল্লাম)✓

ⓒ Del Nuremberg

ⓓ কেউই নন

11. সম্প্রতি কে " ICC Men's Player of the Month 2021" (for May) পুরস্কার জিতলেন?

ⓐ Mushfiqur Rahim (মুশফিকুর রহিম-বাংলাদেশ)✓

ⓑ  Hasan Ali (পাকিস্তান) 

ⓒ Praveen Jayawickrama(প্রবীণ জয়াবিক্রামা- শ্রীলংকা )

ⓓ None

12. সম্প্রতি কে "ICC Women's Player of the Month2021" (for May) পুরস্কার জিতলেন?

ⓐ Kathryn Bryce (ক্যাথরিন ব্রাইস-Scotland)✓

ⓑ Gaby Lewis (গ্যাবি লুইস-Ireland)

ⓒ Leah Paul (লিয়া পল- Ireland)

ⓓ None

13. সম্প্রতি প্রকাশিত "Beyond here and Others Poem' বইটি কে লিখেছেন?

ⓐ হরিরাম সাহানি

ⓑ বিষ্ণুপদ শেঠী ✓

ⓒ জগজীবন কুন্তে

ⓓ মনোজ পাঠক 

14. সম্প্রতি কবে “Russian Language Day” কবে পালিত হয়েছে?

ⓐ 7 জুন

ⓑ 8 জুন

ⓒ 5 জুন

ⓓ 6 জুন✓

15.  অস্ট্রেলিয়ার কোন শহরে অলিম্পিক গেমস 2032 অনুষ্ঠিত হবে?

ⓐ Auckland

ⓑ Adelaide

ⓒ Wellington

ⓓ Brisbane✓

16. সম্প্রতি, কোন মন্ত্রক “প্রবন্ধ” ওয়েব পোর্টাল লঞ্চ করেছে?

ⓐ স্বরাষ্ট্র মন্ত্রক

ⓑ অর্থ মন্ত্রক

ⓒ রেল মন্ত্রক

ⓓ শিক্ষা মন্ত্রক✓

17. হেনরি ম্যারি দন্দ্রা (Henri Marie Dondra) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

ⓐ ঘানা 

ⓑ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক✓

ⓒ জিম্বাবুয়ে

ⓓ দক্ষিণ আফ্রিকা


 

Bengali Current Affairs 18th June , 2021

 

Bengali Current Affairs 18th June , 2021

1.কোথায় NATO সম্মেলন 2021 আয়োজিত হবে?

ⓐ টোকিও 

ⓑ নিউইয়র্ক 

ⓒ ব্রাসেলস✓

ⓓ ভেনিস 

2. সম্প্রতি পোল্যান্ড ওপেন 2021 এ ভিনেশ ফোগাট কোন পদক জিতলেন?

ⓐ স্বর্ণপদক ✓

ⓑ রৌপ্য পদক 

ⓒ ব্রোঞ্জ পদক  

ⓓ None

3. শিশু অপব্যবহারমূলক কনটেন্টকে বন্ধ করতে ‘Report it, Don’t share it!’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন সোশ্যাল মিডিয়া কোম্পানী?

ⓐ Facebook ✓

ⓑ Instagram 

ⓒ Twitter 

ⓓ WhatsApp

4.কেন্দ্র সরকার “জল জীবন মিশন” -এর অধীনে উত্তর প্রদেশকে কত পরিমান অর্থ বরাদ্দ করেছে?

ⓐ Rs. 5752 কোটি 

ⓑ Rs. 7524 কোটি

ⓒ Rs. 9570 কোটি

ⓓ Rs. 10870 কোটি✓

5. "Gelfand Challenge Chess Title" জিতলো কোন ভারতীয় দাবাড়ু?

ⓐ বিশ্বনাথন আনন্দ

ⓑ কনেরু হাম্পি

ⓒ ডি. গুকেশ✓

ⓓ ভাস্করণ অধিবন

6.খারিফ শস্যের জন্য বিনামূল্যে ৯ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ পাঞ্জাব

ⓒ হরিয়ানা

ⓓ রাজস্থান

7.২০২১-এর শেষের দিকে প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করবে কোন সংস্থা?

ⓐ NASA

ⓑ Artic Astronautics✓

ⓒ SpaceX

ⓓ JAXA

8. সম্প্রতি প্রকাশিত "World Giving Index 2021" -তে ভারতের স্থান কত?

ⓐ ৪০

ⓑ ১৪✓

ⓒ ৪১

ⓓ ২৯

9. সম্প্রতি যুক্তরাজ্যে জি. আই ট্যাগ প্রাপ্ত কোন জাতের আম রপ্তানী করলো ভারত?

ⓐ গোলাপখাস

ⓑ ল্যাংড়া

ⓒ তোতাপুরী

ⓓ জরদালু✓

10.সম্প্রতি কোন দেশ ইন্ডিয়ান ম্যাঙ্গো প্রমোশন প্রোগ্রাম লঞ্চ করলো?

ⓐ ইরান

ⓑ বাহরাইন✓

ⓒ ইতালী

ⓓ চীন

11. সম্প্রতি কোথায় বিখ্যাত "রাজা পর্ব উৎসব" পালিত হল?

ⓐ উড়িষ্যা ✓

ⓑ রাজস্থান 

ⓒ আসাম

ⓓ ত্রিপুরা 

12. সম্প্রতি প্রয়াত “মহাবীর চক্র” প্রাপক বিগ্রেডিয়ার -এর নাম কী?

ⓐ গোবিন্দ স্বরূপ

ⓑ সুন্দরলাল বাহুগুনা

ⓒ দিনেশ্বর শর্মা

ⓓ রঘুবীর সিং✓

13. সম্প্রতি, কবে “World Elder Abuse Awareness Day” পালিত হয়েছে?

ⓐ 13 জুন

ⓑ 14 জুন

ⓒ 15 জুন✓

ⓓ 16 জুন

14. SIPRI Yearbook 2021 -এর রিপোর্ট অনুযায়ী ভারতে কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে?

ⓐ 125

ⓑ 785

ⓒ 554

ⓓ 156✓

15. কে Cellular Operators’ Association of India (COAI) -এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন?

ⓐ প্রমোদ কুমার মিত্তল

ⓑ অজয় পুরি✓

ⓒ অজয় চোপড়া

ⓓ সুনীল চন্দ্রা




Friday, June 18, 2021

Bengali Current Affairs 16th June , 2021

 


Bengali Current Affairs 16th June , 2021

1. "World Blood Donor Day" (বিশ্ব রক্তদাতা দিবস) পালন করা হয় প্রতিবছর কোন দিন?

ⓐ ৫ই জুন
ⓑ ১৫ই জুন
ⓒ ১৪ই জুন✓
ⓓ ২০শে জুন

2 .Global Home Price Index-এ ভারতের স্থান কত?

ⓐ ৫৫✓
ⓑ ৪২
ⓒ ৪৩
ⓓ ২৫

3.তৃণমূল -কংগ্রেস (TMC) দলের নতুন রাষ্ট্রীয় মহাসচিব কে হয়েছেন?

ⓐ মুকুল রায়
ⓑ মমতা ব্যানার্জী
ⓒ পার্থ চ্যাটার্জি
ⓓ অভিষেক ব্যানার্জি✓

4. কোন দেশ হল বিশ্বের প্রথম মাস্ক মুক্ত দেশ ?

ⓐ আমেরিকা
ⓑ পাকিস্তান
ⓒ ইজরায়েল✓
ⓓ চীন

5. সম্প্রতি কে "ফ্রেঞ্চ ওপেন টেনিস পুরুষ সিঙ্গেল 2021" খেতাব জিতলেন ?

ⓐ নোভাক জোকোভিচ ✓
ⓑ রাফায়েল নাদাল
ⓒ স্টেফানোস সিতসিপাসকে
ⓓ বারবোরা ক্রেজিভকোভা

6.২০৩০ সালে শুক্র গ্রহে ‘EnVision’ নামে মিশন লঞ্চ করবে কোন মহাকাশ গবেষণা সংস্থা?

ⓐ NASA
ⓑ ISRO
ⓒ JAXA
ⓓ ESA✓

7.সম্প্রতি কোন রাজ্যে ভ্যাকসিন ও ঔষধপত্রের ড্রোন ডেলিভারি শুরু করলো Flipkart?

ⓐ তেলেঙ্গানা✓
ⓑ দিল্লি
ⓒ মহারাষ্ট্র
ⓓ কর্ণাটক

8. মুখ্যমন্ত্রী কিষান মিত্র উর্যা যোজনার ড্রাফট অনুমোদন করলো কোন রাজ্য সরকার?

ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ রাজস্থান✓

9.OTT Grievance Redressal Board- এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অজয় মঠুর
ⓑ অর্জন কুমার সিক্রি✓
ⓒ মদন বেশরা
ⓓ গোপাল কারক

10.সম্প্রতি কবে “BIMSTEC” প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?

ⓐ  5 জুন
ⓑ 6 জুন✓
ⓒ 7 জুন
ⓓ 8 জুন

11. Global Wind Energy Council অনুসারে ভারত 2021- 25 সালের মধ্যে কত পরিমান বায়ু শক্তি উৎপাদনে সক্ষম হবে?

ⓐ 25 GW
ⓑ 20 GW✓
ⓒ 30 GW
ⓓ 40 GW

12. সম্প্রতি কে মালির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন?

ⓐ Choguel Kokalla Maïga (চোগুয়েল কোকালা মাইগা)✓
ⓑ Modibo Keita
ⓒ Yoro Diakité
ⓓ Mamadou Dembel

13.  সম্প্রতি কবে “ World Accreditation Day” (বিশ্ব স্বীকৃতি দিবস) পালিত হয়েছে?

ⓐ 8 জুন
ⓑ 9 জুন✓
ⓒ 10 জুন
ⓓ 11 জুন


Bengali Current Affairs 15th June , 2021

 


Bengali Current Affairs 15th June , 2021

1. U.S. ‘Women’s Open Golf Tournament জিতলেন কে?

ⓐ Nasa Hotaoka
ⓑ Yuka Saso (ইউকা সাসো)✓
ⓒ Inbee Park
ⓓ Miami Yong

2.২০২১ পুলিৎজার পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা?

ⓐ মেঘা রাজাগোপালান✓
ⓑ নন্দিনী শ্রীবাস্তব
ⓒ নেহা রাঠোর
ⓓ মনিকুন্তলা যাদব

3. কোন দেশ “G7 Summit 2021” আয়োজন করেছে?

ⓐ UK✓
ⓑ US
ⓒ ফ্রান্স
ⓓ ইতালি

4.সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন যোজনার অধীনে ৮০ কোটি গরীব পরিবারদের কালীপূজা পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে?

ⓐ প্রধান মন্ত্রী জন-ধন যোজনা
ⓑ প্রধান মন্ত্রী গরিব বিকাশ যোজনা
ⓒ আত্ম-নির্ভর ভারত যোজনা
ⓓ প্রধান মন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা✓

5. ‘Namaste Yoga’ মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন মন্ত্রালয়?

ⓐ শিক্ষা মন্ত্রালয়
ⓑ আয়ুস মন্ত্রালয়✓
ⓒ নারী ও পরিবার কল্যাণ মন্ত্রালয়
ⓓ ক্রীড়া মন্ত্রালয়

6. Forex Reserve Holder তালিকায় বিশ্বে ভারতের স্থান কত?

ⓐ প্রথম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ পঞ্চম ✓

7.United Nations Conference on Trade and Development (UNCTAD)- এর প্রথম মহিলা সেক্রেটারী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Ms. Grynspan ✓
ⓑ Isabelle Durant
ⓒ Sooli Piant
ⓓ Mirala Kanti

8. কোন সংস্থা বিশ্বের দীর্ঘতম "Under Sea Cable" নির্মাণ করবে?

ⓐ Google ✓
ⓑ Facebook
ⓒ Microsoft
ⓓ None

9.নিচের কোন সংস্থা দ্বারা “Bal Swaraj” ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে?

ⓐ National Human Rights Commission of India
ⓑ National Commission for Protection of Child Rights✓
ⓒ National Human Rights Commission of India
ⓓ National Commission for Scheduled Tribes

10.Global Skills Report 2021-এ ভারতের স্থান কত?

ⓐ ৪৪
ⓑ ৩৫
ⓒ ৬৭✓
ⓓ ১২

11. "Asia Pacific Productivity Champion Award" জিতলেন কোন ভারতীয়?

ⓐ সুন্দর পিচাই
ⓑ আর. এস. সোধী✓
ⓒ রতন টাটা
ⓓ মুকেশ আম্বানি

12. সম্প্রতি" My Lab"  বায়োটেকনোলজি কোম্পানি কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করলো?

ⓐ সনু সুদ
ⓑ অক্ষয় কুমার✓
ⓒ শাহরুখ খান
ⓓ অমিতাভ বচ্চন

13. ‘Home in the World’ শিরোনামে স্মৃতি গ্রন্থ লিখলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ?

ⓐ অমর্ত্য সেন✓
ⓑ অভিজিৎ ব্যানার্জি
ⓒ গীতা গোপীনাথ
ⓓ কৃষ্ণা রেড্ডি

14. সম্প্রতি AISHE রিপোর্ট 2019 - 20 কে প্রকাশ করলেন?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ অমিত শাহ
ⓒ রমেশ পোখরিয়াল ✓
ⓓ রাজনাথ সিং

15. বিশেষ দৃষ্টান্ত মূলক কাজের জন্য "2021 সালের পুলিৎজার পুরস্কার"  কে পেলেন?

ⓐ ডারনেলা ফ্রেজিয়ার✓
ⓑ ক্যাটরি হল
ⓒ লুইস এরড্রিক
ⓓ রবার্ট গ্রিন


Tuesday, June 15, 2021

Bengali Current Affairs 13th June , 2021

 


Bengali Current Affairs 13th June , 2021

1.বিশ্বের প্রথম দেশ হিসাবে টেন্ডারের ক্ষেত্রে বিট কয়েনকে বৈধতা দিলো কোন দেশ?

ⓐ রাশিয়া

ⓑ এল সালভাডর✓

ⓒ নিকারাগুয়া

ⓓ জাপান

2. নিচের কোন IIT  সম্প্রতি প্রাথমিক পর্যায়ে ঘূর্ণিঝড় শনাক্ত করার কৌশল তৈরি করেছে ?

ⓐ IIT Bombay 

ⓑ IIT Kharagpur✓

ⓒ IIT Kanpur 

ⓓ IIT Delhi

3. এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে ?

ⓐ সঞ্জয় যাদব ✓ 

ⓑ সৌরেন জৈন

ⓒ ডি. সুববারাও

ⓓ কুলদীপ সিং 

4. উখনা খুরেলসুখ কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন ?

ⓐ ইন্দোনেশিয়া 

ⓑ মালয়েশিয়া 

ⓒ মঙ্গোলিয়া ✓

ⓓ শ্রীলংকা 

5.PEN Pinter Prize 2021 জিতলো Tsitsi Dangarembga (সিৎসি ডাঙ্গারেম্বগা), তিনি কোন দেশের উপন্যাসিক?

ⓐ জাপান

ⓑ নেদারল্যান্ড

ⓒ জিম্বাবোয়ে✓

ⓓ ইরাক

6. সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?

ⓐ খেলোয়ার 

ⓑ চলচ্চিত্র পরিচালক ✓

ⓒ সাংবাদিক 

ⓓ মিউজিক ডিরেকটর 

7.ছোটো দোকানদার এবং ব্যাবসায়ীদের সাহায্য করতে Jagananna Thodu Scheme লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ নাগাল্যান্ড

ⓓ মনিপুর

8.সম্প্রতি কোন কেন্দ্র শাসিত অঞ্চল সমস্ত চাকরী কেবল স্থানীয়দের জন্য সংরক্ষণের ঘোষণা করলো?

ⓐ দিল্লি

ⓑ লাদাখ✓

ⓒ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ⓓ জম্মু-কাশ্মীর

9.2021 Global Liveability Index-এ প্রথমস্থানে আছে কোন শহর?

ⓐ ডেনমার্ক

ⓑ সুইজারল্যান্ড

ⓒ অকল্যান্ড✓

ⓓ ইউক্রেন

10. "Skill it , Kill it" শিরোনামে বই লিখলেন কে?

ⓐ অনিন্দিতা চৌধুরী

ⓑ রনি স্ক্রিউভালা ✓

ⓒ গৌরী শঙ্কর চৌধুরী

ⓓ চেতন ভগত

11. নিম্নের কে সম্প্রতি  "E- Book on 20 medicinal plants for Covid-19 Care"  লঞ্চ করলেন?

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ অমিত শাহ 

ⓒ ডক্টর হর্ষবর্ধন 

ⓓ কিরেন রিজিযু ✓

12. 2021 UK Asian Film Festival-এ সেরা অভিনেত্রীর তকমা পেলেন কোন ভারতীয় অভিনেত্রী?

ⓐ তিলোত্তমা শোমে✓

ⓑ বিদ্যা বালান

ⓒ প্রিয়াঙ্কা চোপড়া

ⓓ দীপিকা পাড়ুকোন



Bengali Current Affairs 11th June , 2021

 


Bengali Current Affairs 11th June , 2021

1.BAFTA TV Award 2021 একে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পেলেন?

ⓐ Michaela Coel 
ⓑ Paul Mescal (পল মেসকাল)✓
ⓒ Charlie Coope
ⓓ None

2. সম্প্রতি কে ভারতের নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন?

ⓐ অনুপ চন্দ্র পান্ডে✓
ⓑ সুশীল চন্দ্র 
ⓒ সুনীল অরোরা
ⓓ রাজেশ সিংহানিয়া

3.Petroleum and Natural Gas Regulatory Board (PNGRB)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সন্দীপ কুমার
ⓑ মৃণাল ভট্টাচার্য্য
ⓒ সঞ্জীব নন্দন সাহাই✓
ⓓ গোবিন্দ চন্দ্র রায়

4. অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স 2020 - 21 এ কোন রাজ্য প্রথম অবস্থিত ?

ⓐ হিমাচল প্রদেশ
ⓑ উড়িষ্যা
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ অন্ধ্রপ্রদেশ

5.পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো কোন সিনেমা?

ⓐ Water Burial✓
ⓑ Sick Water
ⓒ Jaganna Env
ⓓ Super Nature

6. টাইমস দ্বারা প্রকাশিত 50 Most Desirable Man  2020 (কাঙ্ক্ষিত পুরুষ) তালিকায় কে শীর্ষে রয়েছেন?

ⓐ শাহরুখ খান
ⓑ অক্ষয় কুমার
ⓒ সুশান্ত সিং রাজপুত✓
ⓓ সনু সুদ

7.প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ রাজস্থান
ⓒ হরিয়ানা✓
ⓓ ছত্তিশগড়

8.ভারতের MSME সেক্টরকে সাহায্য করতে কত মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করলো বিশ্ব ব্যাঙ্ক?

ⓐ ২০০ মিলিয়ন
ⓑ ৩০০ মিলিয়ন
ⓒ ৩৫০ মিলিয়ন
ⓓ ৫০০ মিলিয়ন✓

9.ভারতের জন্য ফেসবুকের Grievance Officer হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শ্যাম বি লাল
ⓑ স্পূর্থি প্রিয়া✓
ⓒ সানমুখ প্রিয়া
ⓓ বিজয় শেখর শর্মা

10.National Commodity and Derivatives Exchange(NCDEX) এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে শপথ গ্রহণ করলেন কে?

ⓐ অরুণ রাস্তে✓
ⓑ অজয় শেঠ
ⓒ বিনোদ কোঠারী
ⓓ মনিদিপা কর

11.অক্সিজেন কনসেনট্রেটর হোম ডেলিভারি দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ দিল্লি
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ উড়িষ্যা✓
ⓓ ত্রিপুরা

12. কোন রাজ্য অক্সি -ভ্যান  তৈরি করার কথা ঘোষণা করল?

ⓐ আসাম
ⓑ হরিয়ানা ✓
ⓒ পাঞ্জাব
ⓓ মধ্যপ্রদেশ

13. সম্প্রতি কে বন্ধন ব্যাংকের MD ও CEO পদে নিযুক্ত হলেন?

ⓐ ডাঃ অনুপ কুমার সিনহা
ⓑ সুধীন চকসে
ⓒ চন্দ্রশেখর ঘোষ✓
ⓓ None


Bengali Current Affairs 12th June , 2021

 




Bengali Current Affairs 12th June , 2021

1. QS University Ranking 2022 এ কোন ইউনিভার্সিটি প্রথমে অবস্থিত?

ⓐ IIT Bombay
ⓑ Oxford  University
ⓒ Cambridge  University
ⓓ Massachusetts University of Technology (ম্যাসাচুসেটস)✓

2.সম্প্রতি কে LIC এর পুনরায় চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন?

ⓐ এম আর কুমার ✓
ⓑ সুশীল চন্দ্র
ⓒ রাজীব কুমার
ⓓ অনুপ চন্দ্র পান্ডে

3. দিহিং পাটকই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রকে কোন রাজ্যের সপ্তম ন্যাশনাল পার্কের তকমা পেলো?

ⓐ হিমাচল প্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ আসাম ✓
ⓓ কেরালা

4. "সুরক্ষিত হাম সুরক্ষিত তুম" অভিযান লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ NITI Aayog✓
ⓑ DRDO
ⓒ Seram Institute
ⓓ AIIMS

5. সম্প্রতি ILO দ্বারা জারি করা রিপোর্ট অনুযায়ী 20 21-22 অর্থবর্ষে বিশ্বে বেকারত্বের হার কত থাকবে?

ⓐ 5.9%
ⓑ 5.7%✓
ⓒ 7.5%
ⓓ 6.3 %

6. ২০২৩ সাল পর্যন্ত International Cricket Council (ICC)-এর অফিসিয়াল পার্টনার হলো কোন ডিজিটাল পেমেন্টে কোম্পানী?

ⓐ Phonepe
ⓑ Bharatpe✓
ⓒ Google Pay
ⓓ BHIM

7. সম্প্রতি প্রকাশিত "Tiananmen Square the Making of A Protest" বইটি কে লিখেছেন?

ⓐ বিজয় গোখলে✓
ⓑ সুরিন্দার পাঠক
ⓒ বরিয়া মজুমদার
ⓓ চেতন ভাগত

8.ভারতীয় নৌ সেনা অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাকেশ ধানোয়া
ⓑ রাজেশ পেন্ধরকার✓
ⓒ করমবীর সিং
ⓓ মনোজ সিং

9. জাতি সংঘের সেক্রেটারী জেনারেল হিসাবে দ্বিতীয়বার নিযুক্ত হচ্ছেন কে?

ⓐ George Barclay
ⓑ Antonio Gutterres✓
ⓒ Manu Sawney
ⓓ Jacinda Aderna

10. নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে ‘I-Familia’ ডেটাবেস লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ IBM
ⓑ Interpol✓
ⓒ Microsoft
ⓓ Google

11. The Times 50 Most Desirable Women 2020’ তালিকায় শীর্ষস্থানে আছে কোন বলিউড অভিনেত্রী?

ⓐ আলিয়া ভাট
ⓑ কিয়ারা আদভানি
ⓒ রিয়া চক্রবর্তী✓
ⓓ বিদ্যা বালান

12. সম্প্রতি কে RBI এর ডেপুটি গভর্নর পদে পুনরায় কে নিযুক্ত হলেন ?

ⓐ Mahesh Kumar Jain✓
ⓑ Rabi Sankar
ⓒ M Rajeshwar Rao
ⓓ Michael Patra

13. আন্দামান সাগরে কততম "Indo - Thai Corpat" শুরু হলো ?

ⓐ 25 তম
ⓑ 30 তম
ⓒ 31 তম ✓
ⓓ 28 তম

14. সম্প্রতি কে ক্রিকেট কোচিং ওয়েবসাইট "Cricuru" লঞ্চ করল?

ⓐ সৌরভ গাঙ্গুলী
ⓑ ভিরাট কহলি
ⓒ বীরেন্দ্র শেহবাগ ✓
ⓓ রাহুল দ্রাবিড়

15 . সম্প্রতি সুশীলকুমার সিংহল কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ নিউজিল্যান্ড
ⓒ মালি
ⓓ পাপুয়া নিউগিনি✓

16. ICICI ব্যাংকের পার্টটাইম চেয়ারম্যান পদে কাকে পুনরায় নিযুক্ত করল ভারতীয় রিজার্ভ ব্যাংক(RBI)?

ⓐ গিরিশ  মহান্তি
ⓑ গিরিশচন্দ্র চতুর্বেদী✓
ⓒ অসীম সামন্ত
ⓓ অরুণ  রাস্তে


Saturday, June 12, 2021

Bengali Current Affairs 10th June , 2021

 


Bengali Current Affairs 10th June , 2021

1.World Oceans Day (বিশ্ব মহাসাগর দিবস) পালন করা হয় কবে?

ⓐ ৮ই মার্চ
ⓑ ৮ই জুন✓
ⓒ ১২ই এপ্রিল
ⓓ ৫ই জুন

2. 2021 Nature TTL Photography Awards জিতলো কোন ভারতীয় বংশোদ্ভূত ফটোগ্রাফার?

ⓐ থমাস বিজয়ন✓
ⓑ পিনারায়ী বিজয়ন
ⓒ ডেভিড ডায়োপ
ⓓ এদের কেউ নন

3. সম্প্রতি নবগঠিত "রাইমোনা জাতীয় উদ্যান" কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ উত্তরাখান্ড
ⓒ আসাম✓
ⓓ কর্ণাটক

4.17th Sustainable Development Goals রিপোর্ট ভারতের স্থান কত?

ⓐ ১১৫
ⓑ ১১৬
ⓒ ১১৭✓
ⓓ ১১৯

5. রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার (United Nation general assembly) 76 তম প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন ?

ⓐ তেদ্রস অধানম
ⓑ আব্দুল্লাহ শাহীদ✓
ⓒ ডেভিড মালপাস
ⓓ ইব্রাহিম মোহাম্মদ সলিহ

6. ‘Jahan vote, Wahan vaccination’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ লাদাখ
ⓑ মহারাষ্ট্র
ⓒ দিল্লি✓
ⓓ কর্নাটক

7.HSBC India-র CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ হিতেন্দ্র দাভে✓
ⓑ জিতেন্দ্র সিং চৌহান
ⓒ রামলাল শর্মা
ⓓ মোহাম্মদ জাফর ইকবাল

8. কোন এয়ারপোর্ট "নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাস" পেল ?

ⓐ  কলকাতা
ⓑ ব্যাঙ্গালোর✓
ⓒ মুম্বাই
ⓓ চেন্নাই

9.ভারতের আইন বিষয়ের পড়ুয়াদের জন্য Tech Scholars Programme লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Google
ⓑ Facebook✓
ⓒ Coursera
ⓓ Microsoft

10. কোন দেশ থেকে ভারত তিনটি MH-60 রোমিও হেলিকপ্টার ক্রয় করল?

ⓐ আমেরিকা ✓
ⓑ চীন
ⓒ জার্মানি

11. কোন রাজ্য সরকার মহিলাদের টিকা করনের জন্য বিশেষ ধরনের "গোলাপি বুথ" চালু করল?

ⓐ উত্তর প্রদেশ ✓
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ হিমাচল প্রদেশ

12. সম্পূর্ণ মে মাসে GST সংগ্রহের পরিমাণ কত?

ⓐ ১.১৫ লক্ষ কোটি
ⓑ ১.০৩ লক্ষ কোটি✓
ⓒ ১.০২ লক্ষ কোটি
ⓓ ১.০০ লক্ষ কোটি

13 . সম্প্রতি কোন দেশের দৌড়বাজ (long-distance runner) "শিফন হাসান" সবচেয়ে কম সময়ে 10 কিমি পথ অতিক্রম করে রেকর্ড করলেন ?

ⓐ আয়ারল্যান্ড
ⓑ আইসল্যান্ড
ⓒ নেদারল্যান্ড ✓
ⓓ সুইজারল্যান্ড

14. স্কুল শিক্ষায় পারফরম্যান্স গ্রেডিং সূচিতে প্রথম স্থান অধিকার করল কোন রাজ্য?

ⓐ চন্ডিগড়
ⓑ তামিলনাড়ু
ⓒ পাঞ্জাব ✓
ⓓ আসা


Bengali Current Affairs 6th June , 2021

 


Bengali Current Affairs 6th June , 2021

1. কোন রাজ্য সরকার রাজ্যের গ্রামগুলিতে "Solar Based Electrification Program"  লঞ্চ করল?

ⓐ মেঘালয়
ⓑ মনিপুর
ⓒ গোয়া ✓
ⓓ ত্রিপুরা

2.ভারতে হোয়াটস অ্যাপ কোম্পানির Grievance Officer হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ জয়ন্ত কৃষ্ণ বর্মন
ⓑ পরেশ বি. লাল✓
ⓒ সুবোধ কুমার
ⓓ সুরজিৎ খান

3. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বৃহত্তম বুদ্ধ মূর্তি স্থাপিত হলো ?

ⓐ বিহার✓
ⓑ ঝাড়খন্ড
ⓒ ছত্রিশগড়
ⓓ আসাম

4. কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল "সক্ষম" পেনশন স্কিম লঞ্চ করল ?

ⓐ দিল্লি
ⓑ জম্মু-কাশ্মীর ✓
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ উত্তর প্রদেশ

5.International Dairy Federation- এর বোর্ডে নির্বাচিত হলেন কোন ভারতীয়?

ⓐ গোকুল দাস
ⓑ সন্দীপ মৌর্য
ⓒ বিপ্লব কান্তি দাস
ⓓ আর. এস. সোধী✓

6.Sustainable Development Goals(SDG) India Index 2020-21-এ শীর্ষ স্থানে আছে কোন রাজ্য?

ⓐ কেরালা✓
ⓑ দিল্লি
ⓒ কর্ণাটক
ⓓ বিহার

7.সম্প্রতি, GST কাউন্সিলের 43তম বৈঠকে সভাপতিত্ব কে করেন?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ অনুরাগ ঠাকুর
ⓒ ড: হর্ষবর্ধন
ⓓ নির্মলা সীতারমন✓

8.Copa America 2021 হোস্ট করতে চলেছে কোন দেশ?

ⓐ কলম্বিয়া
ⓑ আর্জেন্টিনা
ⓒ ব্রাজিল✓
ⓓ জার্মানি

9. কোন রাজ্য সরকার X-ray on wheels  লঞ্চ করল?

ⓐ পাঞ্জাব
ⓑ তামিলনাড়ু
ⓒ উড়িষ্যা ✓
ⓓ উত্তর প্রদেশ

10.জল জীবন মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য কত কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র?

ⓐ ৫ হাজার কোটি
ⓑ ৭ হাজার কোটি✓
ⓒ ১০ হাজার কোটি
ⓓ ৪ হাজার কোটি

11. নিম্নলিখিত কোন সংস্থা প্রথম “Asia-Pacific Cyber Security Council” লঞ্চ করেছে?

ⓐ Apple
ⓑ Infosys
ⓒ Microsoft✓
ⓓ TCS

12. নিম্নলিখিত, কোন দিবসটি 4 জুন তারিখে পালিত হয়?

ⓐ International Child Day
ⓑ International Day of Innocent Children Victims of Aggressions✓
ⓒ World Day Against Child Labour
ⓓ World Environment Day

13. বিশ্ব অবিভাবক দিবস (Global Day of Parents) কবে পালিত হয়?

ⓐ 30 মে
ⓑ 31 মে
ⓒ 1 জুন✓
ⓓ 2 জুন

14. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে?

ⓐ ৫ই জুন✓

ⓑ ২২শে এপ্রিল

ⓒ ৫ই মে

ⓓ ২৫শে জুন


Friday, June 11, 2021

Bengali Current Affairs 9th June , 2021

 


Bengali Current Affairs 9th June , 2021

1. নতুন বিষয় হিসেবে "কোডিং"ও "Data Science"  কে সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য CBSE কার সাথে চুক্তি করলো ?

ⓐ মাইক্রোসফট✓
ⓑ ফ্লিপকার্ট
ⓒ হোয়াটসঅ্যাপ
ⓓ গুগোল


2.কোন গ্রহের গবেষণার জন্য DAVINCI+ এবং VERITAS নামে দুটি মিশনের ঘোষণা করলো নাসা?

ⓐ বুধ
ⓑ শুক্র✓
ⓒ বৃহস্পতি
ⓓ ইউরেনাস


3.সম্প্রতি কোন দেশের সরকার রূপান্তরকামীদের নিয়োগকারী কোম্পানী গুলিকে ট্যাক্স ইনসেনটিভ প্রদান করবে?

ⓐ ভারত

ⓑ বাংলাদেশ✓

ⓒ নেপাল

ⓓ শ্রীলঙ্কা

4.সম্প্রতি সঞ্জীব কোহলি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ সিঙ্গাপুর
ⓑ বেলারুশ
ⓒ সার্বিয়া✓
ⓓ অস্ট্রিয়া

5.খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতায় জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?

ⓐ পেরু
ⓑ আর্জেন্টিনা✓
ⓒ ইরাক
ⓓ জাপান

6.বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি করতে চলেছে কোন দেশ?

ⓐ ডেনমার্ক✓
ⓑ মেক্সিকো
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ নরওয়ে

7.সম্প্রতি Knowledge Economy Mission লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ কর্ণাটক
ⓑ তামিলনাড়ু
ⓒ মহারাষ্ট্র
ⓓ কেরালা✓

8. সম্প্রতি কে "আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2021" জয়ী হলেন ?

ⓐ লুইস হ্যামিলটন
ⓑ সার্জিও পেরেজ✓
ⓒ ভল্টেরী বোত্তাস
ⓓ None

9.বিনামূল্যে কোচিং দিতে "মুখ্যমন্ত্রী অনুপ্রতি কোচিং যোজনা" লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ রাজস্থান✓
ⓓ হিমাচল প্রদেশ

10.প্রথম FIH Hockey5s World Cup 2024 হোস্ট করবে কোন দেশ?

ⓐ ওমান✓
ⓑ ভারত
ⓒ শ্রীলঙ্কা
ⓓ পাকিস্তান

11. কোন রাজ্য সরকার সম্প্রতি 30 কোটি বৃক্ষ রোপন করার কর্মসূচি গ্রহণ করল?

ⓐ পাঞ্জাব
ⓑ মহারাষ্ট্র
ⓒ উত্তর প্রদেশ ✓
ⓓ মধ্যপ্রদেশ

12. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় E-100 প্রজেক্ট চালু করলেন?

ⓐ আমেদাবাদ
ⓑ পুনে ✓
ⓒ আসানসোল
ⓓ কানপুর


Monday, June 7, 2021

Bengali Current Affairs 7th June , 2021

 

Bengali Current Affairs 7th June , 2021

1. সম্প্রতি "আন্তর্জাতিক বুকার প্রাইজ 2021" কে পেলেন?

ⓐ কমলা হ্যারিস

ⓑ ডেভিড ডিঅপ ✓

ⓒ আন্না মোসকোভাকিস 

ⓓ রবার্ট সিলভী 

2.FIH World Rankings- ভারতীয় পুরুষ হকি টিমের স্থান কত?

ⓐ দ্বিতীয়

ⓑ তৃতীয়

ⓒ চতুর্থ✓

ⓓ প্রথম

3.বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় শিক্ষক?

ⓐ গৌরব মুনজল

ⓑ খান স্যার

ⓒ বাইজু রবীন্দ্রন

ⓓ রঞ্জিতসিং দিসালে✓

4.ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে মেয়েদের জন্য কত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করছে বিহার সরকার?

ⓐ ৩০%

ⓑ ৩৩%✓

ⓒ ৩৫%

ⓓ ২৫%

5.সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তমার কোথায় Indus Best Mega Food Park-এর উদ্বোধন করলেন?

ⓐ গুয়াহাটি

ⓑ নৈনিতাল

ⓒ মহাবালেশ্বর

ⓓ রায়পুর✓

6.ভারতে আরও কত গুলি নতুন Flying Training Academy তৈরি হতে চলেছে?

ⓐ ১০টি

ⓑ ১১টি

ⓒ ৮টি✓

ⓓ ৫টি

7.সম্প্রতি অলোক কুমার কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ আসাম

ⓑ ত্রিপুরা✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ উড়িষ্যা

8. সম্প্রতি কে "International Business Book of The Year Award 2021" পেলেন?

ⓐ জেরি উইন্ড 

ⓑ নীতিন রাকেশ 

ⓒ জেরি উইন্ড এবং নীতিন রাকেশ✓

ⓓ None

9.কৃষি জমির ডিজিটাল সার্ভে করার ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

ⓐ পাঞ্জাব

ⓑ তেলেঙ্গানা✓

ⓒ হরিয়ানা

ⓓ উত্তরপ্রদেশ

10.পাকিস্তানের সাথে যৌথভাবে Sky Guardians-1 নামে বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত করলো কোন দেশ?

ⓐ জর্ডান

ⓑ আফগানিস্তান

ⓒ ইজিপ্ট✓

ⓓ ইজরায়েল

11. প্রয়াত হলেন Anerood Jugnauth (অনেরুদ জুগনাথ), তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ মালি 

ⓑ ইন্দোনেশিয়া 

ⓒ মরিশাস ✓

ⓓ ইজিপ্ট 

12. সম্প্রতি ফোর্বস দ্বারা জারি করা সর্বাধিক আয় যুক্ত 100 খেলোয়াড়ের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে কে স্থান পেয়েছে?

ⓐ বিরাট কোহলি✓

ⓑ রোহিত শর্মা 

ⓒ মেরি কম 

ⓓ রবীচন্দ্রন অশ্বিন 

13. ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন?

ⓐ রবনিত সিং

ⓑ করমবীর সিং

ⓒ বিবেক রাম চৌধুরী ✓

ⓓ আর.কে.এস ভাদুরিয়া 



Sunday, June 6, 2021

Bengali Current Affairs 4th June , 2021

 


Bengali Current Affairs 4th June , 2021

1.তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপের জন্য WHO Director-General Special Recognition Award পেলেন ভারতের কোন মন্ত্রী?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ নির্মলা সীতারামন
ⓒ ড. হর্ষ বর্ধন✓
ⓓ ধর্মেন্দ্র প্রধান

2.ভারতে পাওয়া কোভিড-১৯-এর দুটি প্রজাতির নাম কী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

ⓐ কাপ্পা ও ডেল্টা✓
ⓑ কোডা ও হিক্কি
ⓒ জুডো ও মিকা
ⓓ মিনি ও টিটা

3.করোনায় প্রয়াত সাংবাদিকের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা হিসাবে দেওয়ার ঘোষণা করলো উত্তরপ্রদেশ?

ⓐ ৫ লক্ষ
ⓑ ৭ লক্ষ
ⓒ ১০ লক্ষ✓
ⓓ ৮ লক্ষ

4.বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ লক্ষ করা গেল কোন দেশে?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ মেক্সিকো
ⓓ চীন✓

5. কে "National Human rights commission" (ভারতীয় মানবাধিকার কমিশন) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ টি.ভি. নরেন্দ্রন
ⓑ যোগেন্দ্র মিশ্র
ⓒ অরুণ কুমার মিশ্রা ✓
ⓓ আশীষ ভাটিয়া

6.TCS কোন দেশে তাদের প্রথম ইনোভেশন সেন্টার খুলতে চলেছে?

ⓐ জাপান
ⓑ নেদারল্যান্ড ✓
ⓒ ইটালি
ⓓ ফ্রান্স

7.Magma Fincorp Ltd- এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ নারিন্দার বাত্রা
ⓑ শচীন বানসাল
ⓒ আদার পুনাবালা✓
ⓓ গৌতম আদানি

8. সম্প্রতি "এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপে" সঞ্জিত কুমার কোন পদক জিতলেন?

ⓐ গোল্ড ✓
ⓑ সিলভার
ⓒ ব্রোঞ্জ
ⓓ None

10.করোনার বিরুদ্ধে লড়ার জন্য Young Warrior Movement লঞ্চ করলো কোন শিক্ষা বোর্ড?

ⓐ CBSE✓
ⓑ ICSE
ⓒ WBSE
ⓓ BSSC

11. "World University ranking 2021-22" এ কোন ইউনিভার্সিটি শীর্ষ অবস্থিত?

ⓐ Cambridge University
ⓑ Stanford University
ⓒ Harvard University ✓
ⓓ Massachusetts University (ম্যাসাচুসেটস)

12. সম্প্রতি বি. শ্যাম কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ নেদারল্যান্ড
ⓒ আইসল্যান্ড ✓
ⓓ সুইজারল্যান্ড

13. তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?

ⓐ 1জুন
ⓑ 2 জুন ✓
ⓒ 3 জুন
ⓓ 31 মে

14. বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালিত হয়?

ⓐ 1জুন
ⓑ 2 জুন
ⓒ 3 জুন ✓
ⓓ 4 জুন


Bengali Current Affairs 5th June , 2021


 

Bengali Current Affairs 5th June , 2021

1. সম্প্রতি কে "আসাম রাইফেলস" এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন ?

ⓐ রামেশ্বর রায়

ⓑ প্রদীপ চন্দ্রন নায়ের ✓

ⓒ হরদ্বীপ সিং গহলোল

ⓓ সুখদ্বীপ সংবান

2. ICC T20 ক্রিকেট মহিলা রের্ঙ্কিংয়ে কে শীর্ষে অবস্থিত?

ⓐ স্মৃতি মান্ধানা 

ⓑ শেফালী বর্মা✓

ⓒ বেথ মুনি 

ⓓ ম্যাগ লেনিং

3.নাভাল স্টাফের ডেপুটি চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রবনিত সিং✓

ⓑ করমবীর সিং

ⓒ রাকেশ আস্থানা

ⓓ বিপুল কুমার

4.ব্রিটিশ ম্যাগাজিন Vogue-এর জুলাই সংখ্যার কভার পেজে স্থান পেলেন কোন নোবেল জয়ী?

ⓐ কৈলাশ শত্যার্থী

ⓑ মালালা ইউসুফজাই✓

ⓒ অভিজিৎ ব্যানার্জি

ⓓ অমর্ত্য সেন

5. সম্প্রতি কে ইজরায়েলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?

ⓐ গিলারমো লাসো

ⓑ আইসাক হারজোগ ✓

ⓒ রিউভেন রিভলিন

ⓓ None 

6. সম্প্রতি, কোন রাজ্য সরকার ‘করোনা মুক্ত গ্রাম (Corona Free Village)’ প্রতিযোগিতার ঘোষণা করেছে?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ গুজরাট

ⓓ মহারাষ্ট্র✓

7. সম্প্রতি কে WHO এর এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন ?

ⓐ Dr Harsh Vardhan  

ⓑ Tedros Adhanom

ⓒ Rajnath Singh 

ⓓ Dr Patrick Amoth✓

8.সম্প্রতি "Three Children Policy" আনলো কোন দেশ?

ⓐ চীন✓

ⓑ ভারত

ⓒ পাকিস্তান

ⓓ বাংলাদেশ

9.Indian Broadcasting and Digital Foundation(IBDF)- এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মোহিত কামাল

ⓑ বিক্রমজিৎ সেন✓

ⓒ ডি. শ্রীবাস্তব

ⓓ বিজয় কুমার

10.পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অঞ্জন বন্দ্যোপাধ্যায়

ⓑ অনিল চট্টোপাধ্যায়

ⓒ আলাপন বন্দ্যোপধ্যায়✓

ⓓ বি.পি. গোপালিকা

11. BRICS এর বিদেশ মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করলেন কে? 

ⓐ এস জয়শঙ্কর✓

ⓑ Sergey Lavrov

ⓒ Wang Yi

ⓓ Carlos Alberto França 

12. " All You Need is Josh Stories of Courage and Connection "বইটি কে লিখেছেন ? 

ⓐ সুপ্রিয়া পাল✓

ⓑ অনিতা দেসাই 

ⓒ অরুন্ধতী রায় 

ⓓ ঝুম্পা লাহিরি 

13. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -এর নতুন প্রাইভেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন?

ⓐ সকেট কুমার

ⓑ প্রভিন সিদ্ধার্থ

ⓒ পি.কে মিশ্রা

ⓓ হার্দিক সতীশ চন্দ্র শাহ✓

14. টেনিস টুর্নামেন্ট “Belgrade Open 2021” কে জিতেছে?

ⓐ রজার ফেডারর

ⓑ নোবাক জোকোবিচ✓

ⓒ রাফেল নাদাল

ⓓ জিম্মি কোনোর

15. সম্প্রতি, RBI কোন কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বন্ধ করেছে?

ⓐ Cosmos Co-Operative Bank

ⓑ Shivajirao Bhosle Co-operative Bank✓

ⓒ Saraswat Co-Operative Bank

ⓓ Shamrao Vitthal Co-operative Bank


Saturday, June 5, 2021

Bengali Current Affairs 3rd June, 2021

 


Bengali Current Affairs 3rd June, 2021

1.পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারী বা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ আলাপন বন্দ্যোপধ্যায়
ⓑ হরি কৃষ্ণ দ্বীবেদী✓
ⓒ বিপি গোপালিকা
ⓓ বিমান ব্যানার্জি

2.সম্প্রতি নীতি লঙ্ঘনের জন্য HDFC Bank- কে কত কোটি টাকা জরিমানা রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ ১০০ কোটি
ⓑ ২০ কোটি
ⓒ ১৫ কোটি
ⓓ ১০কোটি✓

3. সম্প্রতি প্রকাশিত "Savarkar : A Contested Legacy(1924-1966) "  বইটি কে লিখেছেন?

ⓐ বিক্রম সম্পথ ✓
ⓑ সালমান রুশদি
ⓒ চেতন ভাগত
ⓓ অরূপ চৌহান

4. সম্প্রতি কোন দিনটি "বিশ্ব দুগ্ধ দিবস" (World Milk Day) হিসেবে পালিত হল ?

ⓐ 30 মে
ⓑ 31 মে
ⓒ 1 জুন✓
ⓓ 2 জুন

5.স্কুল এবং কলেজের পাঠক্রমে দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত করতে চলেছে কোন রাজ্য সরকার?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ উড়িষ্যা✓

ⓓ ঝাড়খণ্ড

6.করোনার কারণে অনাথ হয়ে যাওয়া প্রতিটা শিশুর জন্য কত টাকার ফিক্সড ডিপোজিটের ঘোষণা করলো কেন্দ্র?

ⓐ ৫ লক্ষ টাকা
ⓑ ৩ লক্ষ টাকা
ⓒ ১০ লক্ষ টাকা✓
ⓓ ১৫ লক্ষ টাকা

7. সম্প্রতি প্রকাশিত "1232 Km: The Long Journey Home "  বইটি কে লিখেছেন ?

ⓐ বিনোদ কাপরি ✓
ⓑ অশোক গুলেরিয়া
ⓒ স্নেহা প্যাটেল
ⓓ উর্মি সিনহা

8. কোন সংস্থা চাষীদের জন্য বিশ্বের প্রথম "ন্যানো ইউরিয়া লিকুইড" তৈরি করল ?

ⓐ IFFCO✓
ⓑ DRDO
ⓒ ICMR
ⓓ None

9.সম্প্রতি অবসর গ্রহণকারী Sami Khedira, কোন দেশের ফুটবলার?

ⓐ আর্জেন্টিনা
ⓑ জার্মানি✓
ⓒ পোল্যান্ড
ⓓ অস্ট্রেলিয়া

10.এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে এভারেস্টে উঠলো কে?

ⓐ Tashi Yangjom

ⓑ Zara Utioota

ⓒ Moongo Ghunha

ⓓ Zhang Hong(জাং হং)✓

11. সম্প্রতি কে CBDTএর চেয়ারম্যান নিযুক্ত হলেন ?

ⓐ অশোক মেহতা
ⓑ প্রমোদ চন্দ্র মোদি
ⓒ জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র ✓
ⓓ কৌস্তব লাহিড়ী

12. কোভিড পণ্যের উপর ট্যাক্স ছাড় বিষয়ক পর্যালোচনা করতে GST কাউন্সিল 8 সদস্যের একটি প্যানেল তৈরি করেছে। এই প্যানেলের মুখ্য দায়িত্বে কে রয়েছেন ?

ⓐ হিমন্ত বিশ্ব শর্মা
ⓑ কনরাড সংমা ✓
ⓒ মমতা ব্যানার্জি
ⓓ নরেন্দ্র মোদি

13. সম্প্রতি কে CII(Confederation of Indian Industry) এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন?

ⓐ Uday Kotak
ⓑ T. V. Narendran✓
ⓒ Chandrajit Banerjee
ⓓ None

14. সম্প্রতি, কবে “World Digestive Health Day” পালিত হয়েছে?

ⓐ 27 মে
ⓑ 28 মে
ⓒ 29 মে✓
ⓓ 30 মে

15. কোন ভারতীয় রেফারি (Referee) কে টোকিও অলিম্পিকের কুস্তি খেলার আম্পায়ার নির্বাচিত করা হয়েছে?

ⓐ যশ রানা
ⓑ অশোক কুমার✓
ⓒ কুশ নাগর
ⓓ সুমিত সিং


Bengali Current Affairs 2nd June, 2021

 


Bengali Current Affairs 2nd June, 2021

1. সম্প্রতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে "মেরি কম" কোন পদক জেতেন ?

ⓐ স্বর্ণ
ⓑ রৌপ্য ✓
ⓒ তাম্র
ⓓ ব্রোঞ্জ

2.Dublin Literary Award 2021 জিতলেন Valeria Luiselli, তিনি কোন দেশের লেখিকা?

ⓐ আমেরিকা
ⓑ স্পেন
ⓒ পোল্যান্ড
ⓓ মেক্সিকো✓

3. "Stargazing: The Players in My Life" শিরোনামে বই লিখলেন কে?

ⓐ সুনীল গাভাস্কার
ⓑ অনিল কুম্বলে
ⓒ রবি শাস্ত্রী✓
ⓓ বিনয় মজুমদার

4.WHO BioHub Facility লঞ্চ করার জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো WHO?

ⓐ ভারত
ⓑ ডেনমার্ক
ⓒ যুক্তরাষ্ট্র
ⓓ সুইজারল্যান্ড✓

5. কোন দিনটি প্রত্যেক বছর গোয়া প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়?

ⓐ 29 মে
ⓑ 30 মে ✓
ⓒ 1 জুন
ⓓ 2 জুন

6.করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য "বাল-সেবা যোজনা" লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র

7. সম্প্রতি প্রকাশিত "Languages of Truth : Essays 2003-20 " বইটি কে লিখেছেন?

ⓐ সালমান রুশদি ✓
ⓑ বরিয়া মজুমদার
ⓒ অরুন্ধতী রায়
ⓓ বিনয় মজুমদার

8.করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ কর্ণাটক
ⓒ রাজস্থান
ⓓ তামিলনাড়ু✓

9. "বিষ্ণু কুমার শর্মা" সম্প্রতি কোথায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ সাউথ সুদান ✓
ⓒ সংযুক্ত আরব আমিরাত
ⓓ আফগানিস্তান

10.করোনা ত্রানে ১০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলো কোন ব্যাঙ্ক?

ⓐ SBI
ⓑ HDFC Bank✓
ⓒ Axis
ⓓ IDBI

11. IPL 2021 এর বাকি থাকা ম্যাচ গুলি কোন দেশে অনুষ্ঠিত হবে?

ⓐ বাংলাদেশ
ⓑ কাতার
ⓒ সংযুক্ত আরব আমিরাত (UAE)✓
ⓓ শ্রীলংকা

12. বেলগ্রেড ওপেন ২০২১-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা?

ⓐ Alex Molcan
ⓑ Novak Djokovic (নোভাক জোকোভিচ)✓
ⓒ Rafael Nadal
ⓓ Gael Monfils

13. কোন মন্ত্রক যুব লেখকদের উৎসাহ প্রদানের জন্য "যুবা (YUVA)প্রধানমন্ত্রী যোজনা" অভিযান চালু করল?

ⓐ শিক্ষা মন্ত্রক ✓
ⓑ রেল মন্ত্রক
ⓒ ক্রীড়া মন্ত্রক
ⓓ None

14. কোন রাজ্য "শিশু সেবা যোজনা" চালু করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম ✓
ⓒ উড়িষ্যা
ⓓ ঝাড়খন্ড


Bengali Current Affairs 1st June, 2021

 


Bengali Current Affairs 1st June, 2021

1. কোন দিনটি প্রত্যেক বছর "World No -Tobacco Day  হিসেবে পালিত হয়?

ⓐ 30 মে
ⓑ 31 মে ✓
ⓒ 1 জুন
ⓓ 2 জুন

2.ভারতের নতুন কমার্স সেক্রেটারী হিসাবে নিযুক্ত হচ্ছেন কে?

ⓐ অজিত দেশাই
ⓑ অরুণ কুমার
ⓒ বি.ভি.আর. সুভ্রমণিয়াম✓
ⓓ অভীক সরকার

3.National Investigation Agency(NIA) এর ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে?

ⓐ কুলদীপ সিং✓
ⓑ সুবোধ জয়সাল
ⓒ রাকেশ আস্থানা
ⓓ বিশ্বজিৎ দাস গুপ্ত

4. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে?

ⓐ আসাম
ⓑ দিল্লি ✓
ⓒ পাঞ্জাব
ⓓ মধ্যপ্রদেশ

5. ‘FakeBuster’ নামে ইউনিক ডিটেক্টর তৈরি করলো কোন IIT?

ⓐ IIT DELHI
ⓑ IIT KANPUR
ⓒ IIT ROPAR✓
ⓓ IIT BOMBAY

6. সম্প্রতি কোন রাজ্যের "উদুপ্পি"জেলায় একটি বুদ্ধের মূর্তি পাওয়া গেছে ?

ⓐ কেরালা
ⓑ কর্ণাটক✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ তামিলনাড়ু

7.মহারাষ্ট্র থেকে তৃতীয় পুলিসম্যান হিসাবে এভারেস্ট জয় করলেন কে?

ⓐ রাজেশ বানসাল
ⓑ সম্ভাজি গুরব✓
ⓒ জনজিৎ গিরি
ⓓ মুঙ্গেশ কুমার

8. সম্প্রতি প্রকাশিত "The Spiritual CEO" বইটি কে লিখেছেন?

ⓐ এস. প্রকাশ ✓
ⓑ মহিত চৌহান
ⓒ অরবিন্দ গোস্বামী
ⓓ অনন্যা ঠাকুর

9. কোন রাজ্য সরকার স্কুল শিক্ষার জন্য 8.6 লক্ষ ট্যাবলেট বিতরণ করার কথা ঘোষণা করল?

ⓐ রাজস্থান 
ⓑ গুজরাট
ⓒ হরিয়ানা ✓
ⓓ মধ্যপ্রদেশ

10. কোন IIT বাড়ির স্বয়ংক্রিয় শীততাপ নিয়ন্ত্রণে সক্ষম "Smart Window Material" লঞ্চ করল?

ⓐ IIT DELHI
ⓑ IIT KANPUR
ⓒ IIT GUWAHATI✓
ⓓ IIT BOMBAY

11. কোন রাজ্যে কালো হরিণের সংখ্যা বিগত ছয় বছরে দ্বিগুণ হয়েছে?

ⓐ ঝাড়খন্ড
ⓑ বিহার
ⓒ আসাম
ⓓ উড়িষ্যা✓


Wednesday, June 2, 2021

Bengali Current Affairs 31st May, 2021

 

Bengali Current Affairs 31st May, 2021

1.রাজ্য ও কেন্দ্র সরকারের স্কিম গুলিকে বাস্তবায়নের জন্য ‘Guardian Ministers’ নিয়োগ করলো কোন রাজ্য?

ⓐ ত্রিপুরা

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ আসাম✓

ⓓ উড়িষ্যা

2. সম্প্রতি কে পুনরায় RAW এর প্রধান নিযুক্ত হলেন ?

ⓐ পিযুষ গোয়েল

ⓑ সামন্ত কুমার গোয়েল✓

ⓒ পি.এস. ঠাকুর

ⓓ ত্রিপুরারি হরিচন্দ্রন

3. সম্প্রতি কে ফ্রান্সের "লুভার মিউজিয়াম" এর প্রথম মহিলা প্রেসিডেন্ট নিযুক্ত হলেন ?

ⓐ Laurence des Cars(লরেন্স ডেস কারস) ✓

ⓑ Martin Angelina 

ⓒ Twinkle Margo

ⓓ None 

4.চতুর্থবার কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন Bashar al-Assad(বাসার আল - আসাদ) ?

ⓐ অস্ট্রিয়া

ⓑ সিরিয়া✓

ⓒ ভিয়েতনাম

ⓓ নাইজেরিয়া

5.সম্প্রতি কোন দপ্তরের নাম পরিবর্তন করে রাখা হলো Indian Broadcasting and Digital Foundation (IBDF)?

ⓐ NBCB

ⓑ IBF✓

ⓒ PCA

ⓓ Prasar Bharti

6.সম্প্রতি ইউরোপীয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতলেন কোন ফুটবলার?

ⓐ Bayern Munich

ⓑ Robert Lewandowski (রবার্ট লেয়ান্ডোভস্কি)✓

ⓒ Lionel Messi

ⓓ Cristiano Ronaldo

7. কোন দিনটি প্রতিবছর "আন্তর্জাতিক এভারেস্টে দিবস" হিসেবে পালিত হয়?

ⓐ 28 মে 

ⓑ 29 মে ✓

ⓒ 1 জুন 

ⓓ 2 জুন 

8.সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Fiame Naomi Mata’afa (ফিওম নাওমি মাতা’ফা)?

ⓐ চিলি

ⓑ পেরু

ⓒ সামোয়া✓

ⓓ মেক্সিকো

9. সম্প্রতি কে পুনরায় Intelligence Bureau এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন?

ⓐ অরবিন্দ মাহাতো 

ⓑ অরবিন্দ কুমার✓

ⓒ জয় জিৎ সিং 

ⓓ None

10.সংযুক্ত আরব আমিরাতের (UAE) তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ সঞ্জয় দত্ত✓

ⓑ শাহরুখ খান

ⓒ আমির খান

ⓓ সমলন খান

11. সম্প্রতি কে US Army এর প্রথম মহিলা সেক্রেটারী নিযুক্ত হলেন ?

ⓐ Miami Zen

ⓑ Christine Wormuth (ক্রিস্টিন ওয়ার্মথ)✓

ⓒ Rosalin Pead

ⓓ Boby Adline

12.আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ কেরালা

ⓑ কর্ণাটক✓

ⓒ তামিলনাড়ু

ⓓ গুজরাট

13. সম্প্রতি কোন মহিলা দ্রুততম এভারেস্ট আরোহন করলেন ? 

ⓐ কামি রিতা শেরপা  

ⓑ সান ইং হুং✓

ⓒ উমেং চাং

ⓓ None

14. সম্প্রতি কে ভারতীয় শান্তিরক্ষী "UN Prestigious Medal " পেলেন ?

ⓐ ইভান মাইকেল পিকার্ড 

ⓑ মুলচাঁদ যাদব

ⓒ যুবরাজ সিং 

ⓓ সকলেই ✓

15. সম্প্রতি কাজী নজরুল ইসলামের কততম জন্মবার্ষিকী পালিত হল?

ⓐ 120 তম 

ⓑ 121 তম 

ⓒ 122 তম ✓

ⓓ 125 তম 



Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...