Thursday, December 31, 2020

ভারতের ইতিহাস হরপ্পা সভ্যতা পর্ব ২

 

ভারতের ইতিহাস
হরপ্পা সভ্যতা পর্ব ২

১) সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত?

ক) উন্নত নগর পরিকল্পনা

খ) দক্ষ নাগরিক সংগঠন

গ) উন্নত স্থাপত্য ও শিল্পকলা

ঘ) সবকটি✓

২) সিন্ধু সভ্যতায় কোন স্থানে বিখ্যাত বৃহৎ স্নানাগার টি রয়েছে? SSC (CGL)-2016

ক) মহেঞ্জোদারো✓

খ) হরপ্পা

গ) লোথাল

ঘ) কালিবঙ্গান

৩) সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো?

ক) বিষ্ণু

খ) পশুপতি✓

গ) ইন্দ্র

ঘ) ব্রহ্মা

৪) সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? WBCS pre -২০০৯

ক) তামা

খ) লোহা✓

গ) ব্রোঞ্জ

ঘ) সোনা

৫) সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? WBCS pre -২০০৯

ক) স্যার লিওনার্ড উলি

খ) ভি এস আগারওয়াল

গ) রাখালদাস ব্যানার্জি✓

ঘ) এ এল ব্যাসাম

৬) "হরপ্পা "কথাটির অর্থ কি?

ক) মৃতের স্তুপ

খ) জনবেষ্টিত শহর

গ) পশুপতির খাদ্য✓

ঘ) নিষিদ্ধ নগরী

৭) নিম্নলিখিত দ্রব্য গুলির মধ্যে কোনটি সিন্ধু বাসীদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল? WBCS pre -২০১৫

ক) সুতোর তৈরি জিনিস

খ) টেরাকোটা

গ) সিলমোহর

ঘ) সবকটি ✓

৮) সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

ক) হরপ্পা

খ) লোথাল✓

গ) ঢলাভিরা

ঘ) সুরকোটদ

৯) সাম্প্রতিক খননকার্য অনুসারে মান্দা ,সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত?

ক) উত্তর প্রান্তে✓

খ) দক্ষিণ প্রান্তে

গ) পূর্ব প্রান্তে

ঘ) পশ্চিম প্রান্তে

১০) হরপ্পা সভ্যতাতে মৃতদেহ কে কিভাবে সমাধি দেওয়া হতো?

ক) শবের মাথা উত্তর দিকে শায়িত করে✓

খ) মৃত দেহকে বসানো অবস্থায়

গ) মৃত দেহকে উল্টো করে শায়িত করে

ঘ) মৃত দেহকে পা ভাঁজ করে শায়িত করে

১১) হরপ্পা থেকে কোন ধাতুটি এখন অবধি পাওয়া যায়নি?

ক) তামা

খ) সোনা

গ) রুপা

ঘ) লোহা✓

১২) সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর দেহাবশেষ পাওয়া যায়নি?

ক) সিংহ

খ) ঘোড়া

গ) গরু

ঘ) হাতি

১৩) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ভারতকে মহেঞ্জোদারোর বিখ্যাত" নৃত্যরত বালিকা" মূর্তিটি ফেরত দিতে বলেছে? SSC ( CHSL)- ২০১৪

ক) বাংলাদেশ

খ) ভুটান

গ) চীন

ঘ) পাকিস্তান✓

১৪) হরপ্পা সভ্যতা কোথায় ওজনের যন্ত্র মিলেছে?

ক) কালিবঙ্গান

খ) বানওয়ালি

গ) লোথাল✓

ঘ) রুপার

১৫) সিন্ধু সভ্যতার অর্থনীতির মেরুদণ্ড কোনটি ছিল? SSC (CHSL)-২০১২

ক) কৃষি✓

খ) বাণিজ্য

গ) চাকা তৈরি

ঘ) কাষ্ঠ শিল্প

১৬) মাতৃ দেবীর পূজা সম্পর্কিত ছিল-

ক) আর্য সভ্যতার সঙ্গে

খ) ভূমধ্যসাগরীয় সভ্যতার সঙ্গে

গ) সিন্ধু সভ্যতার সঙ্গে✓

ঘ) মেহেরগড় সভ্যতার সঙ্গে

১৭) হরপ্পা সভ্যতায় কোথায়  স্টেডিয়াম প্রত্যক্ষ হয়?

ক) ঢোলাভিরা✓

খ) লোথাল

গ) কালিবঙ্গান

ঘ) হরপ্পা

১৮) নিচের কোন কেন্দ্রটি সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে?

ক) ঢোলাভিরা✓

খ) আমরি

গ) ভীমবাদ

ঘ) আলমগীর পুর

১৯) হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জাহাজ বন্দর পাওয়া যায়?

ক) হরপ্পা

খ) মহেঞ্জোদারো

গ) লোথাল✓

ঘ) দাইমাবাদ

২০) লাঙ্গলের "টেরাকোটা মডেল "কোথায় পাওয়া গেছে?

ক) বানওয়ালি✓

খ) রাখিগারহি

গ) রোপার

ঘ) লোথাল

২১) দাড়িওয়ালা পুরুষ মূর্তি কোথায় পাওয়া যায়?

ক) হরপ্পা

খ) মহেঞ্জোদারো✓

গ) লোথাল

ঘ) সুরকোটদা

২২) একটি বাঁধানো ঘাট সমেত জল সংরক্ষণ এর স্থান কোথায় পাওয়া যায়?

ক) সুরকোটদা

খ) কালিবঙ্গান

গ) ঢোলাভিরা✓

ঘ) হরপ্পা

২৩) সিন্ধু সভ্যতার নিচের কোন শস্যটি ফলানো হতো না?

ক) তুলো

খ) গম

গ) বার্লি

ঘ) ডাল✓

২৪) হরপ্পার সময়কালে সিলমোহর গুলো মূলত নির্মিত হতো কোন ধাতু দিয়ে?

ক) সিসা

খ) রুপা

গ) সোনা

ঘ) স্টিয়াটাইট

২৫) হরপ্পা নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত?

ক) গঙ্গা

খ) রাভি✓

গ) যমুনা

ঘ) সিন্ধু

২৬) কোন কেন্দ্র থেকে হরপ্পা যুগে তাম্র নির্মিত রথ পাওয়া গেছে?

ক) কুনাল

খ) রাখিগারহি

গ) দাইমাবাদ✓

ঘ) বানওয়ালি

২৭) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

ক) ঐতিহাসিক যুগ

খ) আদি ঐতিহাসিক যুগ

গ) প্রাক ঐতিহাসিক যুগ

ঘ) পরবর্তী ঐতিহাসিক যুগ

২৮) নিচের কোনটি হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ ছিল না?

ক) পরিবেশগত পরিবর্তন

খ) ভূমিকম্প

গ) জলস্তর এর পরিবর্তন✓

ঘ) আর্যদের আক্রমণ

২৯) মহেঞ্জোদারোতে কতবার খননকার্য চালানো হয়েছে?

ক) একবার

খ) তিনবার

গ) সাত বারের বেশি✓

ঘ) কোনোটিই নয়

৩০) কালিবঙ্গান থেকে আমরা কিসের প্রমাণ পাই?

ক) প্রাক হরপ্পা সংস্কৃতি

খ) প্রাক হরপ্পা ও হরপ্পা যুগের সংস্কৃতি✓

গ) হরপ্পা ও পরবর্তী হরপ্পা যুগের সংস্কৃতি

ঘ) পরবর্তী হরপ্পা সংস্কৃতি

৩১) নিচের কোনটিতে মাতৃদেবীর কোনো প্রমাণ পাওয়া যায় না?

ক) মহেঞ্জোদারো

খ) চানহুদারো

গ) রংপুর

ঘ) হরপ্পা✓

৩২) ভারতের কোন রাজ্যে স্বাধীনতা-পরবর্তী সময়ে সব থেকে বেশি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?

ক) গুজরাট✓

খ) রাজস্থান

গ) পাঞ্জাব

ঘ) হরিয়ানা

৩৩) ঘোড়ার দেহাবশেষ পাওয়া যায় কোথা থেকে?

ক) লোথাল

খ) সুরকোটদা✓

গ) কালিবঙ্গান

ঘ) ঢলাভিরা

৩৪) দুর্গের বাইরের শস্য ভান্ডার পাওয়া গেছে-

ক) মহেঞ্জোদারোতে✓

খ) কোটডিজি তে

গ) হরপ্পাতে

ঘ) লোথালে

৩৫) মাতৃ দেবতার গর্ভ থেকে চারা গাছ বেরিয়ে আসছে এরকম সীলমোহর কোথায় পাওয়া যায়? SSC-২০১২

ক) হরপ্পা

খ) কালিবঙ্গান✓

গ) দাইমাবাদ

ঘ) মহেঞ্জোদারো

৩৬) মহেঞ্জোদারোর বৃহত্তম ভবন কোনটি?

ক) বৃহত্তম স্নানাগার

খ) শস্য গোলা ✓

গ) বিশাল হলঘর

ঘ) দ্বিতল বিশিষ্ট গৃহ

৩৭) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি?

ক) নগরকেন্দ্রিক সভ্যতা✓

খ) কৃষি কেন্দ্রিক সভ্যতা

গ) মধ্য প্রস্তর যুগের সভ্যতা

ঘ) প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা

৩৮) কোন প্রত্নতত্ত্ববিদ প্রথম প্রাক হরপ্পা ও পূর্ণ হরপ্পা সংস্কৃতির মধ্যে মিল লক্ষ্য করেন?

ক) অমল আনন্দ ঘোষ

খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

গ) দয়ারাম সাহানি

ঘ) জন মার্শাল

৩৯) পৃথিবীর প্রথম জোয়ার আটকানোর বাধ দেখা যায় হরপ্পার কোন কেন্দ্রে?

ক) আল্লাদিনহো

খ) সুরকুটদা

গ) ঢলাভিরা

ঘ) লোথাল✓

৪০) হরপ্পা সম্পর্কে নিচের কোনটি সত্য?

ক) হরপ্পার সিল গুলি মাটির তৈরি ছিল

খ) হরপ্পার অধিবাসীদের তামা বা ব্রোঞ্জ সম্পর্কে কোন ধারণা ছিল না

গ) হরপ্পা সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক

ঘ) হরপ্পার লোকেরা তুলো চাষ করত ও ব্যবহার করত✓

৪১) হরপ্পার অন্যতম কেন্দ্র "বানওয়ালি "ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) রাজস্থান

খ) গুজরাট

গ) হরিয়ানা✓

ঘ) পাঞ্জাব

৪২) হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ছিল?

ক) সিন্ধু

খ) শতদ্রু

গ) রাভি

ঘ) ঘর্ঘরা✓

৪৩) কালিবঙ্গান সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়?

ক)  শহরটি পাঁচিল ঘেরা ছিল

খ) ঘর্ঘরা নদী শুকিয়ে যাওয়ার ফলে নগরটি র পতন ঘটে

গ) একমাত্র শহর যেখান থেকে হাল দেওয়ার লাঙ্গল পাওয়া গেছে

ঘ) প্রাক হরপ্পার অগ্নিকুণ্ড পাওয়া গেছে✓

৪৪) কোন দুটি শহরের অগ্নিকুন্ডের অস্তিত্ব পাওয়া গেছে?

ক) সুরকুটদা এবং রংপুর

খ) রংপুরআলমগীর পুর

গ) লোথাল ও কালিবঙ্গান ✓

ঘ) চানহুদারওদাইমাবাদ

৪৫) হরপ্পার কোন শহরটি জল ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল?

ক) লোথাল

খ) মহেঞ্জোদারো

গ) হরপ্পা

ঘ) ঢোলাভিরা✓

৪৬) সিন্ধু সভ্যতার লোকেদের সঙ্গে কোথাকার বাণিজ্যিক সম্পর্কের হদিশ পাওয়া যায়?

ক) চীন

খ) মেসোপটেমিয়া✓

গ) পার্সিয়া

ঘ) রোম

৪৭) খননকার্যের পর প্রাপ্ত নিম্নলিখিত দ্রব্যাদির মধ্যে কোনটি হরপ্পার উন্নত বাণিজ্যিকঅর্থনৈতিক পরিকাঠামো ইঙ্গিত করে?

ক) মৃৎপাত্র

খ) সিল

গ) নৌকা

ঘ) বাড়ি

৪৮) লোথাল কোন জেলায় অবস্থিত?

ক) লারকানা

খ) নবাব শাহ

গ) কাথিয়াবাড়✓

ঘ) হনুমানগর

৪৯) নিম্নলিখিত কোন কেন্দ্রে ব্রোঞ্জ কারখানার অস্তিত্ব পাওয়া গেছে?

ক) দাইমাবাদ

খ) চানহুদারও

গ) বালাকোট

ঘ) লারকানা

৫০) হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে?

ক) হরপ্পা

খ) কালিবঙ্গান

গ) লোথাল

ঘ) মহেঞ্জোদারো✓


Bengali Current Affairs 31st December, 2020


Bengali Current Affairs 31st December, 2020

1.লাদাখে ‘Meteorological Centre’-এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ রাজনাথ সিং
ⓑ ড. হর্ষ বর্ধন✓
ⓒ প্রকাশ জাভেদকর
ⓓ নরেন্দ্র সিং তমার

◨ লাদাখের রাজধানী- লে, কার্গিল
◨ লেফটেনান্ট গভর্নর- রাধাকৃষ্ণ মথুর

2.সম্প্রতি ‘Player of the Century’ অ্যাওয়ার্ড পেলেন কোন ফুটবলার?

ⓐ লিওনেল মেসি
ⓑ ক্রিস্টিয়ানো রোনাল্ডো✓
ⓒ নেইমার
ⓓ দিয়েগো মারাদোনা

◨ তিনি পোর্তুগিজ ফুটবলার

3.‘Kalam-5’-নামে রকেটের সফল পরীক্ষা করলো কোন ভারতীয় মহাকাশ প্রযুক্তি কোম্পানী?

ⓐ Sky Waltz
ⓑ Skyroot Aerospace✓
ⓒ ISRO
ⓓ NASA

◨ বর্তমান CEO- পবন কুমার চন্দনা

4.‘PASSEX-2020’-নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দুটি দেশ?

ⓐ চীন ও পাকিস্তান
ⓑ ভারত ও ভিয়েতনাম✓
ⓒ শ্রীলংকা ও ভারত
ⓓ ভারত ও ইন্দোনেশিয়া

◨ এটি দক্ষিন চীন সাগরে অনুষ্ঠিত হল
◨ ভিয়েতনামের রাজধানী- হ্যানয়
◨ মুদ্রার নাম- ভিয়েতনামিজ ডং

5.সম্প্রতি ‘এক জেলা এক শিল্প’ অভিযান শুরু করলো কোন রাজ্য সরকার?

ⓐ হিমাচল প্রদেশ
ⓑ মধ্য প্রদেশ✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ উত্তরপ্রদেশ

◨ রাজধানী- ভোপাল
◨ মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
◨ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

6.কোঙ্কনি ভাষায় ‘Sutranivednachi sutra- ek anbav’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ ঝুমা লাহিড়ি
ⓑ রুপা চারী✓
ⓒ অরুন্ধতী রায়
ⓓ গৌরী শঙ্কর

7.‘Yaogan-33’-নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?

ⓐ জাপান
ⓑ চীন✓
ⓒ রাশিয়া
ⓓ ভারত

◨ রাজধানী- বেজিং
◨ মুদ্রার নাম- রেনমিনবি
◨ রাষ্ট্রপতি- সি জিনপিং

8.সম্প্রতি প্রয়াত সুনীল কোঠারী, কোন বিষয়ের ঐতিহাসিক ছিলেন?

ⓐ সঙ্গীত
ⓑ নৃত্য✓
ⓒ চিত্রকলা
ⓓ ক্রিকেট

◨ ২০০১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
◨ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৭ বছর

9.‘E-Sewa Kendra’-এর উদ্বোধন করলেন কে?

ⓐ রামনাথ কোবিন্দ
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ শরদ অরবিন্দ বোবদে✓
ⓓ নির্মলা সিথারামন

◨ তিনি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি পদে আছেন।

10.২০২৫ সালে যুক্তরাজ্যকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে কোন দেশ?

ⓐ শ্রীলংকা
ⓑ বাংলাদেশ
ⓒ ভারত✓
ⓓ জাপান

11. BCCI'S highest paid cricketer in 2020 তালিকায় শীর্ষে আছে কোন খেলোয়ার ?

ⓐ জাসপ্রিত  বুমরাহ ✓
ⓑ বিরাট কোহলি
ⓒ রবীন্দ্র জাদেজা
ⓓ রোহিত শর্মা

◨ শীর্ষস্থানে আছে জসপ্রীত বুমরাহ (1.38 কোটি), দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি (1.29 কোটি) তৃতীয় স্থানে আছে রবীন্দ্র জাদেজা (96 লাখ)

12. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা  দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন ?

ⓐ মহারাষ্ট্র
ⓑ ঝারখান্ড✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ উড়িষ্যা

◨ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এই  সম্মানের অধিকারী হলেন ।
◨ 2021 সালের ফেব্রুয়ারীতে হেমন্ত সরেন এই বক্তৃতা দেবেন ।
◨ জনজাতির অধিকার উন্নয়ন ও আদিবাসী কল্যাণ নিয়ে তার কাজকর্ম ও ভাবনাচিন্তা জন্যই তাকে এই আমন্ত্রণ পত্র পাঠানো হয়

13. সম্প্রতি Indian television academy Awards 2020 এ কোন বলিউড অভিনেতা most punctual actor হিসেবে সম্মানিত হলেন ?

ⓐ অক্ষয় কুমার✓
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ সনু সুদ
ⓓ শাহরুখ খান

◨ 2009 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান ।

14. সম্প্রতি কোন দুটি স্থানের মধ্যে 100 তম কিষাণ ট্রেন চালনা করা হলো ?

ⓐ দানাপুর ও দেভলালি
ⓑ শালিমার ও সংগলা ✓
ⓒ কানপুরা ও লুধিয়ানা
ⓓ বারানসি ও কন্যাকুমারীকা

◨ শালিমার পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত সংগলা মহারাষ্ট্র অবস্থিত।

15. সম্প্রতি কোন রাজ্য Digital India পুরস্কার পেয়েছে ?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মহারাষ্ট্র
ⓒ বিহার ✓
ⓓ উড়িষ্যা

◨ বিহারের রাজধানী-  পাটনা
◨ বিহারের রাজ্যপাল - ফাগু চৌহান
◨ বিহারের মুখ্যমন্ত্রী - নিতিশ কুমার

16. সম্প্রতি কে জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা বাসচালক নিযুক্ত হলেন ?

ⓐ অনিতা কুমারি
ⓑ পূজা দেবী ✓
ⓒ ফরিদা খুশম
ⓓ কেউ নন

17. প্রয়াত হলেন লিউক হারপার  তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ ক্রিকেট
ⓑ রেসলিং✓
ⓒ ফুটবল
ⓓ হকি

18. সম্প্রতি কোন রাজ্য প্রান্তীয় রক্ষক দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ?

ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ পাঞ্জাব
ⓒ ত্রিপুরা
ⓓ মহারাষ্ট্র

◨ U- Rise portal launch করলো উত্তর প্রদেশ ।
◨ 2019 সালে ভ্রমণকারীদের সর্বশ্রেষ্ঠ আকর্ষণের রাজ্য তকমা পায়।
◨ অন্তর্দেশীয় মৎস্য পালন রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে অবস্থিত উত্তরপ্রদেশ।
◨ গোরখপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করবে উত্তর প্রদেশ ।
◨ উত্তর প্রদেশের রাজধানী:  লখনউ
◨ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
◨ উত্তরপ্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল







,


Tuesday, December 29, 2020

Bengali Current Affairs 29th December, 2020


Bengali Current Affairs 29th December, 2020

1. ‘PR Insight’-নামে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ হরিয়ানা

ⓑ পাঞ্জাব✓

ⓒ রাজস্থান

ⓓ বিহার


▨ রাজধানী- চন্ডিগড়

▨ মুখ্যমন্ত্রী- Amarinder Singh

▨ রাজ্যপাল- V.P. Singh Badnor


2.ভারতের প্রথম দেশীয় নিউমোনিয়া ভ্যাকসিন তৈরী করলো কোন সংস্থা?

ⓐ ICMR

ⓑ Serum Institute of India✓

ⓒ CMC Vellore

ⓓ Medical Council of India


▨ হেডকোয়াটার- পুনে

▨ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬

▨ বর্তমান CEO- Adar Poonawalla




3. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় DRDO  এর উন্নত hypersonic wind tunnel (HWT)  পরীক্ষার সুবিধা উদ্বোধন করলেন? 

ⓐ দিল্লি 

ⓑ হায়দ্রাবাদ✓ 

ⓒ মুম্বাই 

ⓓ চেন্নাই


▨ DRDO founded in 1958 

▨ Headquarter:  New Delhi 

▨ Chairman : Dr. G. Satheesh Reddy 




4.কোন বাঘ সংরক্ষণ কেন্দ্রে ভারতে প্রথম হট এয়ার বেলুনের মাধ্যমে সাফারীর ব্যবস্থা করা হল?

ⓐ বান্ধবগড় টাইগার রিজার্ভ✓

ⓑ বক্সা টাইগার রিজার্ভ

ⓒ সুন্দরবন টাইগার রিজার্ভ

ⓓ পান্না টাইগার রিজার্ভ


▨ এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত

▨ এই হট বেলুন সাফারি পরিষেবা দেবে জয়পুরের Sky Waltz কোম্পানী.


5.সম্প্রতি প্রয়াত শামসুর রহমান ফারুকী, কোন ভাষার লেখক ছিলেন?

ⓐ মালায়ালম

ⓑ ঊর্দু✓

ⓒ আরবী

ⓓ হিন্দি


▨ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর

▨ ২০০৯ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

▨ ১৯৯৯ সালে তিনি সরস্বতী সম্মানে ভূষিত হন ।



6.সম্প্রতি Florin Citu কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন?

ⓐ ফিনল্যান্ড

ⓑ রোমানিয়া✓

ⓒ জর্ডান

ⓓ ফিলিপিন্স

▨ রাজধানী- Bucharest

▨ মুদ্রার নাম- Romanian leu

▨ রাষ্ট্রপতি- Klaus Iohannis


7.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ‘Career Portal’ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম

ⓒ উড়িষ্যা✓

ⓓ ত্রিপুরা

▨ UNICEF-এর সহযোগিতায় এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে

▨ UNICEF-এর পুরো কথা-United Nations International Children's Emergency Fund

▨ হেডকোয়াটার- নিউইয়র্ক সিটি

▨ প্রতিষ্ঠা সাল- ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর

▨ বর্তমান হেড- Henrietta Holsman Fore



8.Yes Securities কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সৌমেন ওরাও

ⓑ প্রশান্ত প্রভাকরণ✓

ⓒ আস্তিক বেরা

ⓓ কৈলাশ গাজী


9. ‘Shaheen-IX’-নামে মিলিটারী অনুশীলন যৌথভাবে অনুষ্ঠিত করলো কোন দুটি দেশ?

ⓐ পাকিস্তান ও শ্রীলংকা

ⓑ পাকিস্তান ও চীন✓

ⓒ ভারত ও শ্রীলঙ্কা

ⓓ চীন ও ইন্দোনেশিয়া


10. ভারতের কোথায় প্রথম চালকহীন মেট্রো ট্রেন চালু হতে চলেছে ? 

ⓐ কলকাতা 

ⓑ নিউ দিল্লি ✓

ⓒ চেন্নাই 

ⓓ  হায়দ্রাবাদ  


▨ 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো ট্রেন উদ্বোধন করবেন। 

   দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে প্রথম চালু হবে এই পরিষেবা

▨ ট্রেনটি প্রথম 37 কিলোমিটার পথ অতিক্রম করবে ।

11. কোন দপ্তর সম্প্রতি ঝটপট প্রসেসিং নামক একটি অভিযান চালু করল ? 

ⓐ ডাক বিভাগ 

ⓑ খাদ্য দপ্তর 

ⓒ অর্থমন্ত্রক 

ⓓ আয়কর দপ্তর


12. সম্প্রতি কোথায় Wear a Mask  অভিযান চালু হলো ? 

ⓐ কলকাতা 

ⓑ হায়দ্রাবাদ ✓

ⓒ দিল্লি 

ⓓ পুনা 


▨ হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী ।

▨ তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও 

▨ তেলেঙ্গানার রাজ্যপাল:  তামিলিসাই সৌন্দররাজান


13. FIFA U- 17 world 2023 সালে কোথায় অনুষ্ঠিত হবে ?

ⓐ পেরু✓

ⓑ মালয়েশিয়া 

ⓒ ব্যাংকক 

ⓓ আর্জেন্টিনা 


▨ FIFA U- 17 world cup 2021 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা বাতিল করে 2023 সালে করা হয়।

▨  President of FIFA : Gianni Infantino

▨ Founded : 21 May 1904

▨ Founded at : Paris, France

▨ Headquarters : Zürich, Switzerland

▨ Motto : For the Game. For the World


14.  National payment Corporation of India এর সহযোগিতায় ভারতের কোন ব্যাঙ্ক RuPay select নামে contactless ডেবিট কার্ড লঞ্চ করল ?

ⓐ Central Bank of India ✓ 

ⓑ ICICI Bank 

ⓒ Axis Bank 

ⓓ PNB 

▨ National payment Corporation of India MD and CEO:  Dilip Asbe

▨ National payment Corporation of India headquarter : Mumbai 

▨ National payment Corporation of India founded in 2008 

▨ Central Bank of India headquarter : Mumbai 

▨ Central Bank of India CEO:  Pallov Mohapatra 

▨ Central Bank of India founded :21 December 1911



15. দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী রাজকুমার সিং বিদ্যুৎ খাতে দক্ষতা বিকাশের (skill development in the power sector) জন্য কোথায় প্রথম centre of Excellence এর উদ্বোধন করলেন ?

ⓐ গুরুগ্রাম✓ 

ⓑ চেন্নাই 

ⓒ পুনে 

ⓓ লকনো 


16. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উত্তর-পূর্ব রাজ্যের নগর অঞ্চল এবং পর্যটন উন্নয়নের জন্য ত্রিপুরা সরকারকে কত কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করল ? 

ⓐ 2000 কোটি টাকা 

ⓑ 2100 কোটি টাকা ✓

ⓒ 3000 কোটি টাকা 

ⓓ 1500 কোটি টাকা


▨ 2100 কোটি টাকার মধ্যেই 1600 কোটি টাকা নগর অঞ্চল উন্নয়নের জন্য এবং 500 কোটি টাকা পর্যটন বিভাগ এর জন্য বরাদ্দ করা হলো।

▨ President of ADB : Masatsugu Asakawa 

▨ Headquarters :Mandaluyong, Philippines 

▨ Formation: 19 December 1966






,





Monday, December 28, 2020

WBP/KP/Abgari Special পর্ব-১৫


WBP/KP/Abgari Special

পর্ব-১৫

1] সংবিধানের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

A]মার্কিন যুক্তরাষ্ট্র  [✔]

B]ব্রিটেন

C]আয়ারল্যান্ড

D]কানাডা


2.নভসেবা বন্দরটির নতুন নাম কি?

A]দীনদয়াল

B]নিউ ম্যাঙ্গালোর

C]জওহরলাল নেহেরু  [✔]


3. লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

A]প্রধানমন্ত্রী

B]রাষ্ট্রপতি

C]অধ্যক্ষ  [✔]

D]উপরাষ্ট্রপতি


4. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

A]কর্ণাটক

B]মহারাষ্ট্র

C]তামিলনাড়ু

D]গুজরাট  [✔]


5.কোন সালে সুভাষচন্দ্র বোস কংগ্রেসেের প্রেসিডেন্ট নির্বাচিত হন?

A]1935

B]1938   [✔]

C]1940

D]1941


6. যাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়?

A]লৌহ

B]অ্যালুমিনিয়াম

C]ইউরেনিয়াম  [✔]

D]ম্যাঙ্গানিজ


7. নীচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড হয়েছিল?

A]ভারনাকুলার প্রেস অ্যাক্ট

B]অস্ত্র আইন

C]রাওলাট অ্যাক্ট   [✔]

D]ভারতছাড়ো আন্দোলন 


8.ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড 'কোথায় অবস্থিত?

A]দুর্গাপুর

B]সাহাগঞ্জ  [✔]

C]জামশেদপুর

D]কুলটি


9.মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন?

A]4 বছর

B]5 বছর

C]7 বছর

D]6 বছর   [✔]


10.চলমান বালিয়াড়ি কে কি বলা হয়?

A]বারখান

B]ধ্রিয়ান   [✔]

C]ওয়াদি

D]ধান্দ


11. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি?

A] ঘুম

B]দার্জিলিং

C]সান্দাকফু  [✔]

D]উপরের কোনটি নয়


12. সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি?

A]বৃহস্পতি

B]শুক্র   [✔]

C]শনি

D]নেপচুন


13.ক্লোরোফিলে নীচের কোনটি পাওয়া যায়?

A]ক্যালসিয়াম

B]পটাশিয়াম

C]ম্যাগনেসিয়াম  [✔]

D]সালফার


14.লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে?

A]A.P.J আব্দুল কালাম

B]অরবিন্দ ঘোষ  [✔]

C]জওহরলাল নেহেরু

D]ডঃ রাজেন্দ্রপ্রসাদ


15.RBI কত সালে জাতীয়করণ হয়?

A]1930

B]1935

C]1949   [✔]

D]1952


16.পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?

A]শুষ্ক বরফ

B]পারদ

C]দস্তা

D]প্লাজমা   [✔]


17.ভারতের প্রাচীন সভ্যতা কোনটি?

A]সিন্ধু সভ্যতা

B]মেহেরগড় সভ্যতা   [✔]

C]বৈদিক সভ্যতা

D]উপরের কোনটি নয়


18. INTERPOL এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A]ভিয়েনা

B]জেনেভা

C]ফ্রান্স  [✔]

D] নিউইয়র্ক


19.কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠাতা হয়?

A] 1817 সালে  [✔]

B]1835 সালে

C]1857 সালে

D]1917 সালে


20. ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?

A]হিমালয়

B]আন্নামালাই

C]আরাবল্লী  [✔]

D]নীলগিরি


21. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?

A]অস্ট্রেলিয়া

B]আফ্রিকা  [✔]

C]আমেরিকা

D]রাশিয়া


22. কম্পিউটারের প্রাণ কোনটি?

A]হার্ডওয়ার

B]সিপিইউ

C]সফটওয়্যার  [✔]

D]মাইক্রোপ্রসেসর


23. বতর্মানে ব্যবহৃত কম্পিউটার গুলো কোন প্রজন্মের?

A]প্রথম

B]দ্বিতীয়

C]তৃতীয়

D]চতুর্থ   [✔]


24. Indian Icon-  A Cult Called Royal Enfield এই বইটির লেখক কে?

A] বিক্রম চ্যাটার্জী 

B] অমৃত রাজ ✓ 

C] আর কে নারায়ন 

D] শশী থারুর 


25. সম্প্রতি QS Asia University Ranking 2021 এ কোন ইউনিভার্সিটি প্রথম স্থানে অবস্থিত? 

A] National University of Singapore ✓

B] Delhi University 

C] Jawaharlal Nehru University

D] Beijing University 









Bengali Current Affairs 28th December, 2020

 





Bengali Current Affairs 28th December, 2020

1.ভারতের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন কে?

ⓐ আরিয়া রাজেন্দ্রন✓

ⓑ অশ্মি শ্রীবাস্তব

ⓒ আর্যা রবিচন্দন

ⓓ রেখা কুমারী

● তিনি 21 বছর বয়সী তরুণী

● তিনি কেরালার তিরুবন্তপুরমে মেয়র হচ্ছেন

● তিনি CPM দলের কর্মী


2.'Swachhata Abhiyan' মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ অমিতাভ কান্ত

ⓒ থাওয়ার চাঁদ গেহলট✓

ⓓ ভেঙ্কাইয়া নাইডু

● তিনি বর্তমানে কেন্দ্রীয় সমাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী।


3.ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হতে চলেছে কোথায়?

ⓐ কটক

ⓑ গুয়াহাটি

ⓒ রৌরকেল্লা✓

ⓓ কানপুর

● এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত।

● এই স্টেডিয়ামে একসঙ্গে ২০,০০০ দর্শক বসতে পারবেন।

● 15 একর জমির উপর একটি তৈরি করা হবে ।

● উড়িষ্যার রাজধানী - ভুবনেশ্বর 

● উড়িষ্যার রাজ্যপাল - গণেশী  লাল 

● উড়িষ্যার মুখ্যমন্ত্রী - নবীন পট্টনায়েক 

● উড়িষ্যার দুটো বিখ্যাত ন্যাশনাল পার্ক সিমলিপাল এবং ভিতরকণিকা 



4. NADA কর্তৃক ভারতের খেলোয়াড় Satnam Singh Bhamra  ডোপিংয়ের জন্য 2 বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হলেন । তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? 

ⓐ ফুটবল  

ⓑ বাস্কেটবল✓ 

ⓒ  হকি 

ⓓ টেবিল টেনিস 

● Satnam Singh Bhamra  পাঞ্জাবের বাসিন্দা

● NADA full form :  National Anti Doping Agency 

● NADA CEO : Navin Agarwal 

● Moto:  play fair 

● Headquarter :New Delhi 



5.100 BFSI Firms in India তালিকায় প্রথমস্থানে আছে কোন ব্যাঙ্ক?

ⓐ Axis Bank

ⓑ ICICI Bank

ⓒ State Bank of india

ⓓ HDFC Bank✓

● হেড কোয়াটার- মুম্বাই

● প্রতিষ্ঠা সাল- আগস্ট, ১৯৯৪

● বর্তমান CEO- শশীধর জগদিশন

● HDFC Bank tagline - We Understand Your World


6.সম্প্রতি অটল বিহারী বাজপেয়ীর ১৮ ফুট লম্বা স্ট্যাচু উদ্বোধন করা হলো কোথায়?

ⓐ মুম্বাই

ⓑ শিমলা✓

ⓒ ভোপাল

ⓓ ইটানগর

● এটির উন্মোচন করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

● এটি তৈরি করতে খরচ হয়েছে 1.08 কোটি টাকা 

● হিমাচল প্রদেশের রাজ্যপাল-  বান্দারু দত্তাত্রেয়



7. E-Sampada নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলেন কে?

ⓐ নিতিন গাদকরি

ⓑ ধর্মেন্দ্র প্রধান

ⓒ হরদীপ সিং পুরি✓

ⓓ ড. হর্ষ বর্ধন

● তিনি বর্তমানে কেন্দ্রীয় হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার।


8.ভারতের প্রথম লিথিয়াম শোধনাগার কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ গুজরাট✓

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ রাজস্থান

● রাজধানী- গান্ধিনগর

● মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি

● রাজ্যপাল- আচার্য দেবব্রত 


9.সম্প্রতি প্রয়াত John Edrich , কোন দেশের ব্যাটসম্যান ছিলেন?

ⓐ অস্ট্রেলিয়া

ⓑ ইংল্যান্ড✓

ⓒ শ্রীলংকা

ⓓ নিউজিল্যান্ড

● মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৩ বছর


10.ভারতে Good Governance Day পালন করা হয় কবে?

ⓐ ২৪শে ডিসেম্বর

ⓑ ২৫শে ডিসেম্বর✓

ⓒ ৩০শে জানুয়ারি

ⓓ ১৫ই আগস্ট

● প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়।


11. NADA কর্তৃক ভারতের খেলোয়াড় Satnam Singh Bhamra  ডোপিংয়ের জন্য 2 বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হলেন । তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? 

ⓐ ফুটবল  

ⓑ বাস্কেটবল✓ 

ⓒ  হকি 

ⓓ টেবিল টেনিস 

● Satnam Singh Bhamra  পাঞ্জাবের বাসিন্দা

● NADA full form :  National Anti Doping Agency 

● NADA CEO : Navin Agarwal 

● Moto:  play fair 

● Headquarter :New Delhi 


12. কোন রাজ্য বানরদের জন্য প্রথম উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র চালু করেছে ? 

ⓐ হিমাচল প্রদেশ 

ⓑ তেলেঙ্গানা ✓

ⓒ উড়িষ্যা 

ⓓ ঝাড়খন্ড 

● তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী : কে. চন্দ্রশেখর রাও 

● তেলেঙ্গানার রাজ্যপাল : তামিলিসাই সৌন্দরাজান

● তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও 26 অক্টোবর 2020 একীভূত জমির রেকর্ড  পরিচালনার জন্য ধরণী নামে একটি ওয়েব পোর্টাল চালু করলেন।



13. Covid - 19 : Crisis Of Civilization and Sollution বইটির লেখক কে ? 

ⓐ কৈলাস সত্যার্থী ✓

ⓑ মালালা ইউসুফজাই 

ⓒ শশী থারুর 

ⓓ বিমল জালান 



14. কে  SVN Rao memorial National Award 2020 জিতল? 

ⓐ রাজিব তারানাথ✓ 

ⓑ প্রমোদ সুরি

ⓒ অনিল বাইজল 

ⓓ আয়ুষ্মান খুরানা 

● রাজিব তারানাথ একজন পদ্মশ্রী প্রাপক বিখ্যাত সরোদ বাদক ।


15. প্রাক্তন ভারতীয় কোন বোলার ভারতের ক্রিকেট দলের নতুন chief selector হিসেবে নিযুক্ত হলেন ?

ⓐ চেতন শর্মা✓ 

ⓑ কপিল দেব 

ⓒ সুনীল গাভাস্কার 

ⓓ জাভাগাল শ্রীনাথ

● চেতন শর্মা পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ।

● 1987 সালে বিশ্বকাপে চেতন শর্মা প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেন ।


16. উড়িষ্যার মুখ্য সচিব পদে কে নিযুক্ত হলেন ? 

ⓐ সুরেশ মহাপাত্র ✓

ⓑ কমল ভৌমিক

ⓒ রানা দাশগুপ্ত 

ⓓ বিজয় চৌবে 

● উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর 

● উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক 

● উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল 

● সম্প্রতি উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন মোহাম্মদ রফিক ।

● উড়িষ্যাতে গরিমা অভিযান চালু হলো । 

● রেডিও পাঠশালা কার্যক্রম চালু হলো উড়িষ্যায় 

● কৃষকদের সেচ সুবিধার জন্য "সেচা সমাধান" অ্যাপ চালু হল উড়িষ্যায় ।

● সম্প্রতি ওড়িশায় 9th International sand  Festival অনুষ্ঠিত হলো ।

● ৩১ তম কোনারক ফেস্টিভেল চালু হলো উড়িষ্যায় 


17. সম্প্রতি কোন ওয়েব সিরিজ Filmfare OTT Awards 2020 বেস্ট ওয়েব সিরিজের পুরস্কার পেল ? 

ⓐ পাতাল লোক ✓

ⓑ জঙ্গল বুক 

ⓒ দিল্লি মেট্রো 

ⓓ ফায়ারফাইট


18. সম্প্রতি আমেরিকার স্পেস ফোর্স গঠন করেছে এই চার সদস্যদের কি নামে জানা যাবে?

18. সম্প্রতি আমেরিকার স্পেস ফোর্স গঠন করেছে এই চার সদস্যদের কি নামে জানা যাবে?


18. সম্প্রতি আমেরিকার স্পেস ফোর্স গঠন করেছে এই চার সদস্যদের কি নামে জানা যাবে?


ⓐ Guardians ✓

ⓑ Champions 

ⓒ Custodians 

ⓓ Space Man


19. সম্প্রতি কোন শহরে দুটি ট্রাইবস ইন্ডিয়া শোরুম এর উদ্বোধন করা হলো ? 

ⓐ কলকাতা 

ⓑ গোয়ালিয়র 

ⓒ কলকাতা এবং গোয়ালিয়র ✓

ⓓ কোনোটিই নয় 




,


Sunday, December 27, 2020

Colourful Idiom ( White )


Colourful Idiom ( White )

1. WHITE ELEPHANT : Costly / expensive but useless / unproductive 

Ex. The car was a  white elephant for me


2. BLACK AND WHITE : Something  written in a very clear and straight forward manner

Ex:  The agreement  was in Black and white 


3. TO  SHOW  WHITE  FEATHER : To behave in a cowardly manner

Ex. Don't show white feather , fight for your rights 


4. WHITE  LIE : A small/ harmless lie told to avoid hurting someone 

Ex. I told a white lie for not attending the reception ceremony.


5. WHITE  COLLAR  JOB : A job which requires great managerial or professional skills .

Ex. Everyone loves White collar jobs


6. WAVE  A WHITE  FLAG  : A signal of surrender/  defeat


Ex. The soldier Waved a white flag .


7. AS WHITE AS GHOST :  Turn pale with fear 


8. AS WHITE AS SHEET : Turn pale with fear 















Bengali Current Affairs 27th December, 2020

 


Bengali Current Affairs 27th December, 2020

1.কৃষকদের জন্য ‘FRUITS’-নামে পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ কেরালা

ⓑ কর্নাটক✓

ⓒ পাঞ্জাব

ⓓ উত্তরপ্রদেশ


▥ FRUITS- farmer registration and unified beneficiary information system 

▥ রাজধানী- বেঙ্গালুরু

▥ মুখ্যমন্ত্রী- B.S. Yediyurappa

▥ রাজ্যপাল- Vajubhai Vala


2. ‘Oh Mizoram’-শিরোনামে বই লিখলেন কে?

ⓐ VP Venkaiah Naidu

ⓑ P.S. Sreedharan Pillai ✓

ⓒ Zoramthanga

ⓓ Narendra Modi

▥ তিনি মিজোরামের বর্তমান রাজ্যপাল।

▥ বইটি লঞ্চ করলেন ভারতের উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু।

▥ রাজধানী- আইজল


3. পূর্ব দিল্লিতে গরিবদের ১ টাকায় মিল প্রদান করতে ‘Jan Rasoi’ ক্যান্টিন শুরু করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ গৌতম গম্ভীর✓

ⓒ রোহিত শর্মা

ⓓ সোনু সুদ

▥ এটি গান্ধী নগরে শুরু করা হয়েছে।


4.অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হচ্ছেন কে?

ⓐ কৌস্তুব রায়

ⓑ আদিত্যনাথ দাস✓

ⓒ তথাগত দাস

ⓓ জগদীশ হরি

▥ মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

▥ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন


5.সম্প্রতি প্রয়াত সুগতাকুমারী, কোন ভাষার লেখিকা ছিলেন?

ⓐ হিন্দি

ⓑ বাংলা

ⓒ মালয়ালম✓

ⓓ উর্দু

▥ ২০০৬ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

▥ মৃত্যুকালীন বয়স হয়েছিল- ৮৬ বছর


6.ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্লাটফর্ম ‘Digiboxx’ লঞ্চ করলো কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ অমিতাভ কান্ত✓

ⓒ রাজনাথ সিং

ⓓ ধর্মেন্দ্র প্রধান

▥ তিনি-এর বর্তমান CEO

▥ NITI Aayog-এর হেডকোয়াটার- নিউ দিল্লি

▥ প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ১লা জানুয়ারী

▥ চেয়ারপারসন- নরেন্দ্র মোদী


7.CII-ITC Sustainability Awards 2020 জিতলো কোন ভারতীয় সংস্থা?

ⓐ SAIL

ⓑ NTPC✓

ⓒ NITI Aayog

ⓓ CSR

▥ NTPC-এর পুরো কথা- National Thermal Power Corporation Limited

▥ হেডকোয়াটার- নিউ দিল্লি

▥ প্রতিষ্ঠা সাল- ১৯৭৫

▥ NTPC-এর Chairman & MD - Gurdeep Singh 


8. ‘UN Population Award for 2020’ জিতলো কোন ভারতীয় NGO সংস্থা?

ⓐ Old Age India

ⓑ HelpAge India✓

ⓒ GiveIndia

ⓓ Goonj

▥ প্রতিষ্ঠা সাল- ১৯৭৮


9. ‘Best Clean Station’ অ্যাওয়ার্ড পেল কোন রেলওয়ে স্টেশন?

ⓐ বিশাখাপত্তনম✓

ⓑ মুম্বাই

ⓒ হায়দ্রাবাদ

ⓓ চেন্নাই

▥ এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত।


10. ‘Global Citizen Of The Year 2020’ অ্যাওয়ার্ড জিতলেন Bryan Stevenson; তিনি কোন দেশের আইনবিদ?

ⓐ রাশিয়া

ⓑ মরক্কো

ⓒ আমেরিকা✓

ⓓ কানাডা


11. কেন্দ্রীয় মন্ত্রক DTH পরিষেবার ক্ষেত্রে কত শতাংশ FDI অনুমোদন দিয়েছে ? 

ⓐ 100% ✓

ⓑ 80 %  

ⓒ 70 %  

ⓓ 30 %  


12. সম্প্রতি নিউজার্সি সিনেট দ্বারা কোন ভারতীয় অভিনেতা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন? 

ⓐ অমিতাভ বচ্চন 

ⓑ ধর্মেন্দ্র কুমার ✓

ⓒ অনুপম খের 

ⓓ জিতেন্দ্র কাপুর


13. কোন দেশ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ নির্মাণ করল ? 

ⓐ রাশিয়া 

ⓑ চীন ✓ 

ⓒ ভারত 

ⓓ আমেরিকা 

▥ এই রেডিও টেলিস্কোপ এর নাম FAST 

▥ FAST এর full form : Five-hundred-meter Aperture Spherical Telescope 

▥ চীনের রাজধানী : বেজিং 

▥ চীনের রাষ্ট্রপতি : শি জিনপিং 

▥ চীনের মুদ্রা : রেনমিনবি 


14. সম্প্রতি কোথায় MR- SAM  মিশাইলের  সফল পরীক্ষা করা হলো ? 

ⓐ উড়িষ্যা ✓

ⓑ মহারাষ্ট্র  

ⓒ কর্ণাটক 

ⓓ রাজস্থান

▥ উড়িষ্যার চাঁদপুরে MR- SAM মিসাইলের সফল পরীক্ষা করা হলো ।

▥ উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর 

▥ উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক 

▥ উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল 

▥ সম্প্রতি উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন মোহাম্মদ রফিক ।

▥ উড়িষ্যাতে গরিমা অভিযান চালু হলো । 

▥ রেডিও পাঠশালা কার্যক্রম চালু হলো উড়িষ্যায় 

▥ কৃষকদের সেচ সুবিধার জন্য "সেচা সমাধান" অ্যাপ চালু হল উড়িষ্যায় ।

▥ সম্প্রতি ওড়িশায় 9th International sand  Festival অনুষ্ঠিত হলো ।

▥ ৩১তম কোনারক ফেস্টিভেল চালু হলো উড়িষ্যায় ।


15. সম্প্রতি কোন দেশের রেডিও দূরবীন সৌরজগতের বাইরে একটি রেডিও সংকেত খোঁজ করেছে ?

ⓐ নেদারল্যান্ড ✓ 

ⓑ চীন 

ⓒ জাপান 

ⓓ ভারত 

▥ Capital : Amsterdam

▥ Prime Minister : Mark Rutte

▥ Currency : Euro


16. কোন রাজ্য  ১০০ টি গ্রামকে মডেল গ্রামে রূপায়িত করার সিদ্ধান্ত নিয়েছে ?

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ উত্তর প্রদেশ✓ 

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ বিহার 

▥ উত্তর প্রদেশ রাজ্য  গোরক্ষপুরে ১০০ টি গ্রামকে মডেল গ্রামে রূপায়িত করার সিদ্ধান্ত নিয়েছে।

▥ উত্তরপ্রদেশের সম্প্রতি হারবাল রোড প্রজেক্ট নির্মাণ হবে । 

▥ উত্তর প্রদেশ রাজ্য 2019 সালে ভ্রমণকারীদের সর্বশ্রেষ্ঠ আকর্ষণের রাজ্য তকমা পেয়েছে।

▥ অন্তর্দেশীয় মৎস্য পালন রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ ।

▥ উত্তর প্রদেশের রাজধানী : লখনউ 

▥ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল 

▥ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 


17. সম্প্রতি কে রাজস্থানে একসঙ্গে ১৮টি রাজপথ নির্মাণের প্রকল্প উদ্বোধন করলেন ?

ⓐ নীতিন গড়করি ✓ 

ⓑ নরেন্দ্র মোদি

ⓒ রাজনাথ সিং 

ⓓ প্রকাশ জাভড়েকর 

▥ রাজস্থানের মুখ্যমন্ত্রী :অশোক গেহলট

▥ রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা 

▥ রাজস্থানের রাজধানী : জয়পুর 






Saturday, December 26, 2020

Bengali Current Affairs 26th December, 2020


Bengali Current Affairs 26th December, 2020

1.‘জাতীয় গ্রাহক দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ২৮শে ডিসেম্বর

ⓑ ২৪শে ডিসেম্বর✓

ⓒ ২২শে ফেব্রুয়ারী

ⓓ ৫ই জুন

✔️ ভারতে প্রতি বছর 24 ডিসেম্বর জাতীয় গ্রাহক অধিকার দিবস পালন করা হয়।

✔️ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 এই দিনে কার্যকর হয়েছিল। যাতে গ্রাহকরা তাদের অধিকারের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে পারেন। 

✔️২০২০ সালের থিম ছিল - ‘The Sustainable Consumer’ বা ‘টেকসই গ্রাহক’। 


2.  বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপিত হতে চলেছে কোথায় ? 

ⓐ আমেদাবাদ, গুজরাট 

ⓑ জামনগর ,গুজরাট ✓

ⓒ কলকাতা ,পশ্চিমবঙ্গ 

ⓓ কটক, উড়িষ্যা 

✔️ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 280 একর জমিতে এটি তৈরি করতে চলেছে ।

✔️ এখানে ৩০০ এর বেশি প্রজাতির প্রাণী থাকবে।


3.আন্দামান ও নিকোবরের DGP (Director General of Police)  হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ এস.কে নিয়োগী

ⓑ সত্যেন্দ্র গর্গ✓

ⓒ মহম্মদ রফিক

ⓓ আকাশরূপ যাদব

✔️ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর - অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী 

✔️ রাজধানী -পোর্ট ব্লেয়ার 


4. ‘Infinite India’-নামে অনলাইন পোর্টাল লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ HDFC Bank

ⓑ ICICI Bank✓

ⓒ Axis Bank

ⓓ SBI

✔️ হেডকোয়াটার- মুম্বাই    

✔️ প্রতিষ্ঠা সাল- জুন, ১৯৯৪

✔️ বর্তমান CEO- সন্দীপ বক্সী

✔️ ICICI Bank Tagline - "Hum Hai na..."


5. 2020 UNESCO Asia - Pacific Awards এ  'Award Of Merit ' তে স্বীকৃত হয়েছে অমর সিং কলেজ । এটি কোথায় অবস্থিত ?

ⓐ হায়দ্রাবাদ 

ⓑ গৌহাটি 

ⓒ শ্রীনগর ✓

ⓓ গ্যাংটক 

✔️ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য স্বীকৃত হয়েছে.


6.ত্রিপুরার শহরাঞ্চল ও পর্যটন শিল্পের উন্নতির জন্য ২১০০ কোটি টাকা লোন দিচ্ছে কোন সংস্থা?

ⓐ বিশ্ব ব্যাঙ্ক

ⓑ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক✓

ⓒ আন্তর্জাতিক মুদ্রা তহবিল

ⓓ এদের কেউই নয়


✔️ হেডকোয়াটার- Mandaluyong, Philippines

✔️ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর

✔️ বর্তমান প্রেসিডেন্ট- Masatsugu Asakawa



7.Stefan Edberg Sportsmanship Award পেলেন কে?

ⓐ Lewis Hamilton

ⓑ Rafael Nadal✓

ⓒ Roger Federer

ⓓ Sania Mirza

✔️ তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড়


8.  FIBA Asia Cup 2021 কোথায় অনুষ্ঠিত হবে ? 

ⓐ মালয়েশিয়া 

ⓑ ইন্দোনেশিয়া✓ 

ⓒ জাপান 

ⓓ ইতালি 

✔️ FIBA - International basketball Federation

✔️ Founded : 1960 

✔️ Number of team : 16 

✔️ Headquarters: Switzerland

✔️ President : Hamane Niang

✔️ Founded at : Geneva, Switzerland

✔️ Secretary General: Andreas Zagklis


9.লেটেস্ট ICC T20I Rankings-এ ভারতের বিরাট কোহলীর স্থান কত?

ⓐ অষ্টম

ⓑ সপ্তম✓

ⓒ ষষ্ঠ

ⓓ পঞ্চম


10. ‘Ayodhya’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ কৈলাশ মজুমদার

ⓑ মাধব ভান্ডারী✓

ⓒ যোগী আদিত্যনাথ

ⓓ গনেশ আচার্য্য



11. National good governance day কবে পালিত হয় ? 

ⓐ 25 ডিসেম্বর✓ 

ⓑ 24 ডিসেম্বর 

ⓒ 26 ডিসেম্বর

ⓓ 22 ডিসেম্বর

✔️ ভারতের প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্ম বার্ষিকীকে স্মরণ করে এবং দেশজুড়ে সমগ্র নাগরিকের জন্য ভালো প্রশাসন তৈরি করার ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে দিনটি পালন করা হয়।



12. সম্প্রতি কে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন ?

ⓐ দীপঙ্কর দত্ত 

ⓑ অরুপ কুমার গোস্বামী ✓

ⓒ হিমা কোহলি 

ⓓ কেউ নন 

✔️ অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি 

✔️ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল -বিশ্ব ভূষণ হরি চন্দন 

✔️ অন্ধ্রপ্রদেশের রাজধানী - legislative- amaravathi ,executive -Visakhapatnam, judicial -kurnul 





Friday, December 25, 2020

WBP/KP/Abgari Special পর্ব-১৪

 

WBP/KP/Abgari Special

পর্ব-১৪

1. রাউরকেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত?

A]লৌহ-ইস্পাত শিল্প  [✔]

B]সার শিল্প

C]পাট শিল্প

D]বিদ্যুৎ কেন্দ্র


2. ভাগীরথী ও অলকান্দা নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত?

A]রদ্রুপ্রয়াগ

B]দেবগ্রয়াগ ✔

C]হরিদ্বার

D]ঋষিকেশ


3.বানিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?

A]পর্তুগিজ  [✔]

B]ফরাসি

C]ওলান্দাজ

D]ইংরেজ


4.কার সময়ে ছিয়াত্তরের মম্বন্তর হয়েছিল?

A]লর্ড কার্জন

B]লর্ড কার্টিয়ার  [✔]

C]লর্ড কর্নওয়ালিশ

D]লর্ড ওয়ারেন হেস্টিংস


5.একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

A]লর্ড ডালহৌসি 

B]লর্ড কার্জন

C]লর্ড ওয়ারেন হেস্টিংস  [✔]

D]লর্ড কার্টিয়ার


6. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে?

A]লর্ড ওয়েলেসলি

B]লর্ড ক্যানিং

C]লর্ড ডালহৌসি 

D]লর্ড কর্নওয়ালিশ  [✔]


7.পোলিও টিকা কে আবিষ্কার করেছিল?

A]লুই পাস্তুর

B]যোনাস সাল্ক   [✔]

C]আলেকজান্ডার ফ্লেমিং

D]কার্ল ল্যান্ডস্টেইনার


8.মারকিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন?

A]জগদীশ চন্দ্র বোস

B]জে জে থমসন

C]প্রফুল্ল চন্দ্র রায়  [✔]

D]এডিসন


9. বার নিম্নের কোনটির একক?

A]বল

B]গতিবেগ

C]চাপ  ✔

D]উপরের কোনটি নয়


10.টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?

A] X রশ্মি 

B]অবলোহিত রশ্মি 

C]অতিবেগুনী রশ্মি 

D]মাইক্রো তরঙ্গ ✔


11.কততম সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়?

A]56 তম

B]44 তম

C]42 তম  ✔

D]72 তম


12. গরিবী হঠাও স্লোগানটি  কোন পঞ্চবার্ষিকী পরিকল্পার সাথে যুক্ত?

A]প্রথম

B]তৃতীয়

C] চতুর্থ 

D]পঞ্চম   [✔]


13. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল?

A]ডঃ বি.আর.আম্বেদকর  [✔]

B]ডঃ রাজেন্দ্রপ্রসাদ

C]জওহরলাল নেহেরু

D]মহাত্মা গান্ধী 


14. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়?

A]1950 সালে 26 জানুয়ারী  [✔]

B]1949 সালে 26 নভেম্বর 

C]1947 সালের 15 আগস্ট 

D]1930 সালের 26 জানুয়ারী


15. ভারতীয় সংবিধান রচনা করেছিল _

A]ভারতীয় লোকসভা

B]ভারতীয় রাজ্যসভা

C]জাতীয় কংগ্রেস 

D]গণপরিষদ   [✔]


16. কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হতো?

A]প্রোগ্রামিংয়ের

B] গণনার  [✔]

C]লেখার

D]হিসাবের 



17. নীচের কোনটি সবচেয়ে শক্তিশালী কম্পিউটার?

A]মাইক্রো কম্পিউটার 

B]মিনিফ্রেম কম্পিউটার 

C] সুপার কম্পিউটার [✔]

D]মেইনফ্রেম কম্পিউটার 


18. নীচের কোনটির সাথে  NABARD প্রতিষ্ঠানটি যুক্ত?

A]গ্রাম উন্নয়ন ✔

B]শহর উন্নয়ন 

C]রেল উন্নয়ন 

D]শিল্প উন্নয়ন 


19. মনিকা বাতরা কোন খেলার সাথে যুক্ত?

A]হকি

B]ক্রিকেট

C]ব্যাডমিন্টন

D]টেবিল টেনিস [✔]


20.প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়?

A]776 খ্রিস্টপূর্ব  [✔]

B]712 খ্রিস্টপূর্ব 

C]876 খ্রিস্টপূর্ব 

D]776 খ্রিস্টাব্দে 


21. প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

A] রাশিয়া

B]ইংল্যান্ড

C]ভারত   [✔]

D]চীন


22. ভারতের খেলা গবেষণাগারটি কোথায় অবস্থিত?

A]কলকাতা

B]দেরাদুন

C]মুম্বাই

D]পাটিয়ালা   [✔]


23.কবাডি খেলায় প্রতিদলে কতজন করে খেলোয়াড় থাকে?

A] 7 জন  [✔]

B]9 জন

C]11 জন

D] 5 জন


24.ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

A] সিসমোগ্রাফ  ✔

B]রিকটার স্কেল

C]ব্যারোমিটার

D]ল্যাকটোমিটার


25. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?

A]ফ্রান্স

B] ওয়াশিংটন ডিসি

C]হেগ,  নেদারল্যান্ড ✔

D]কানাডা


26. ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততম ১০০০ ODI রান করলো কে?

A] কে.এল রাহুল

B] হার্দিক পান্ডিয়া✓

C] বিরাট কোহলি

D] রোহিত শর্মা


27.ভারতের প্রথম ‘Organ Donor Memorial’ স্থাপিত হলো কোথায়?

A] গুয়াহাটি

B] জয়পুর✓

C] গান্ধীনগর

D] মুম্বাই


28. ললিত কলা একাডেমীর ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

A] নন্দলাল বোস

B] ড. নন্দ লাল ঠাকুর✓

C] কৃষ্ণেন্দু শর্মা

D] কৌশিক ভট্টাচার্য


29. ‘Computer Security Day’ পালন করা হয় কবে?

A] ২৯শে ডিসেম্বর

B] ৩০শে নভেম্বর✓

C] ১লা ডিসেম্বর

D] ২৮শে নভেম্বর


30.On the Move : My Journey As A Relentless Entrepreneur এই বইটির লেখক কে? 

A] রতন নাভাল

B] হরি খেমকা✓

C] অরুন্ধতী রায় 

D] শশী থারুর 














Bengali Current Affairs 25th December, 2020

 




Bengali Current Affairs 25th December, 2020

1.ভারতে "কিষান দিবস" কবে পালন করা হয়?

ⓐ ২২শে ডিসেম্বর

ⓑ ২৩শে ডিসেম্বর✓

ⓒ ২৪শে ডিসেম্বর

ⓓ ২৫শে ডিসেম্বর


☑ ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০০১ সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে।

☑ ভারতীয় কৃষকদের জীবনধারার উন্নতির জন্য বিভিন্ন নীতি গ্রহণ করেছিলেন।




2. সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিল ? 

ⓐ তেলেগু ✓

ⓑ তামিল 

ⓒ মালয়ালাম 

ⓓ পাঞ্জাবি 


☑ খড়্গপুরের বেশিরভাগ বাসিন্দা তেলেগু ভাষাভাষী।  তাদের দীর্ঘদিনের দাবি মেনে তেলুগু ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


☑ এছাড়া তেলেগু ভাষীরা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় মর্যাদা পেলেন ।


3.সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিগত ৪ বছরে ভারতে চিতা বাঘের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

ⓐ ৪০%

ⓑ ৬০%✓

ⓒ ৫০%

ⓓ ৩৫%


☑ সবথেকে বেশি চিতা বাঘ রয়েছে মধ্যপ্রদেশে এবং এরপরেই স্থান হলো কর্ণাটক ও মহারাষ্ট্র

☑ বর্তমানে ভারতে মোট চিতা বাঘের সংখ্যা- ১২৮৫২টি


4.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে "Legion of Merit" সম্মানে ভূষিত করলো কোন দেশ?

ⓐ আমেরিকা✓

ⓑ রাশিয়া

ⓒ জাপান

ⓓ ইজরায়েল


☑ মোদী ছাড়াও এই সম্মান পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।


5.20th IORA Council of Ministers Meeting হোস্ট করলো কোন দেশ?

ⓐ সৌদি আরব

ⓑ সংযুক্ত আরব আমিরশাহী✓

ⓒ ইজিপ্ট

ⓓ সিঙ্গাপুর


☑ IORA : Indian Ocean Rim Association 

☑ এবারের থিম ছিল-"Promoting a Shared Destiny and Path to Prosperity in the Indian Ocean"

☑ রাজধানী- আবু ধাবি

☑ মুদ্রার নাম- দিরহাম

☑ IORA এর 123 তম সদস্য দেশ হিসেবে যুক্ত হলো ফ্রান্স 


6. কোন রাজ্য সরকার কৃষকদের জন্য YSR free crop Insurance লঞ্চ করল ? 

ⓐ রাজস্থান 

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ ত্রিপুরা 

ⓓ আসাম


☑ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), Amaravati (legislative), Kurnool (judicial)

☑ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী : ওয়াই এস জগনমোহন রেড্ডি

☑ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল : বিশ্ব ভূষণ হরিশচন্দ্র 


7.ভারতের প্রথম হাইপারসোনিক উইন্ড টানেল কোথায় উদ্বোধন করা হলো?

ⓐ বেঙ্গালুরু

ⓑ হায়দ্রাবাদ✓

ⓒ গুয়াহাটি

ⓓ মুম্বাই

☑ এটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


8. The associated chambers of Commerce and industry of India (ASSOCHAM) এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ জগদীশ শর্মা

ⓑ বিনিত আগারওয়াল✓

ⓒ কৌশিক চৌধুরী

ⓓ প্রকাশ মেহতা


☑ Logistic major transport Corporation of India Limited এর MD পদে নিযুক্ত আছেন Vinita Agarwal 

☑ Assocham-এর পুরো কথা- The Associated Chambers of Commerce and Industry of India

☑ ASSOCHAM headquarter : New Delhi 

☑ ASSOCHAM Foundation : 1920


9.কোন কেন্দ্র শাসিত অঞ্চলে 'SEHAT' নামে স্বাস্থ্য বীমা যোজনা লঞ্চ করছে নরেন্দ্র মোদী?

ⓐ লাদাখ

ⓑ জম্মু-কাশ্মীর✓

ⓒ দমন ও দিউ

ⓓ পন্ডিচেরি

☑ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 26 শে ডিসেম্বর জম্মু-কাশ্মীরে  'SEHAT' নামে স্বাস্থ্য বীমা যোজনা লঞ্চ করছে।

☑  30 লক্ষ লোককে Ayushman Bharat PM Jan arogya Yojana (PMJAY) এর আওতায় আনা হবে।

☑ লেফটেন্যান্ট গর্ভর- মনোজ সিনহা


10.বস্তি বাসীদের জন্য 'দীনদয়াল ক্লিনিক' লঞ্চ করা হচ্ছে কোন রাজ্যে?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ গুজরাট✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ পাঞ্জাব


☑ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

☑ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি 

☑ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 


11. 12 তম GRIHA সম্মেলন কে উদ্বোধন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ ভেঙ্কাইয়া  নাইডু ✓

ⓒ রাজনাথ সিং 

ⓓ কিরেন রিজিযু 

☑ GRIHA full form : Green Rating for Integrated Habitat Assessment

☑ Theme 2020 :  "Rejuvenating Resilient Habitats" 


12. নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে কার সভাপতিত্বে একটি High Level Committee গঠন করা হবে ? 

ⓐ অমিত শাহ ✓

ⓑ ভেঙ্কাইয়া নাইডু 

ⓒ রামনাথ কোবিন্দ 

ⓓ রাজনাথ সিং 

☑ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে High Level Committee গঠন করা হবে ।


13. সম্প্রতি ঘূর্ণিঝড় YASA (জাসা)  কোন দেশের উপর আছড়ে পড়লো ?

ⓐ জাপান 

ⓑ ফিজি ✓ 

ⓒ আফগানিস্তান 

ⓓ মালয়েশিয়া 


☑ ফিজির রাজধানী : সুভা

☑ ফিজির মুদ্রা : Fijian dollar


14. সম্প্রতি OPPO কোথায় ভারতের প্রথম 5G Innovations  Lab নির্মাণ করল ? 

ⓐ কলকাতা 

ⓑ হায়দ্রাবাদ ✓

ⓒ মুম্বাই 

ⓓ জয়পুর 


15. ভারতের প্রথম Gender Data Hub নির্মাণ করার জন্য কোন রাজ্য সরকার UN women এর সঙ্গে চুক্তি করলো ? 

ⓐ পশ্চিমবঙ্গ 

ⓑ রাজস্থান 

ⓒ কেরালা ✓

ⓓ অন্ধ্রপ্রদেশ 


☑ UN women : The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women

☑ Formation : 2 July 2010; 10 years ago

☑ Headquarters : New York City, United States

☑ শাকসবজি সরকারি মূল্য নির্ধারণ করা হয় প্রথম কেরালা রাজ্যে 

☑ গরিবদের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া প্রথম রাজ্য কেরালা 

☑ গরিব চাষিদের জন্য পরিবর্তন যোজনা শুরু হয়েছে কেরালায় 

☑ কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম 

☑ কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন 

☑ কেরালার রাজ্যপাল:  আরিফ মহাম্মদ খান 


16. সম্প্রতি কে পশ্চিমবঙ্গের প্রথম তৈল ও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগার BENGAL BASIN এর উদ্বোধন করলেন? 

ⓐ  নরেন্দ্র মোদি 

ⓑ মমতা ব্যানার্জি 

ⓒ ধর্মেন্দ্র প্রধান ✓

ⓓ রামনাথ কোবিন্দ

☑ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা অশোকনগরে BENGAL BASIN এর উদ্বোধন করলেন ধর্মেন্দ্র প্রধান।

☑ কর্ম সাথী প্রকল্প, স্নেহের পরশ যোজনা, প্রচেষ্টা প্রকল্প, পথশ্রী প্রকল্প, দুয়ারে সরকার অভিযান চালু আছে পশ্চিমবঙ্গে ।

☑ সবজি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ।

☑ সড়ক দুর্ঘটনা ক্ষেত্রে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ ।

☑ ভারতের প্রথম টায়ার পার্ক গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে ।

☑ পশ্চিমবঙ্গের রাজ্যপাল : জাগদীপ ধনকার 

☑ পশ্চিমবঙ্গের রাজধানী : কোলকাতা




Thursday, December 24, 2020

NTPC & group D Mock Test-৫

 


NTPC & group D  Mock Test-৫

বিগত বছরের প্রশ্ন

১) বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে ভারতে কত অনুপাতে অরণ্য আচ্ছাদনের থাকা উচিত ?

ক) 11.1 %

খ) 22.2 %

গ) 33.3 %✓

ঘ) 44 .4 %


২) নিমগাছ হচ্ছে -

ক) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বৃক্ষ 

খ) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বৃক্ষ ✓

গ) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ 

ঘ) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বৃক্ষ 


৩) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত ?

ক) কঙ্কন

খ) করমন্ডল ✓

গ) পূর্ব উপকূল 

ঘ) মালাবার উপকূল 


৪) নিচের কোন লৌহ ইস্পাত কেন্দ্রে কয়েন তৈরি হয় ?

ক) সালেম✓

খ) বোকারো 

গ) দুর্গাপুর 

ঘ) ভিলাই 


৫) বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

ক) উত্তর প্রদেশ 

খ) মধ্যপ্রদেশ ✓

গ) পশ্চিমবঙ্গ 

ঘ) রাজস্থান 


৬) SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ক) জামশেদপুর 

খ) ভূপাল 

গ) নতুন দিল্লি ✓

ঘ) বিশাখাপত্তনম 


৭) দামোদর ভ্যালি কর্পোরেশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে ?

ক) 1940 

খ) 1942 

গ) 1945 

ঘ) 1948✓



৮) গ্লোমেরুলাস কোথায় থাকে ?

ক) নিউরনে 

খ) নেফ্রন ✓

গ) প্লাস্টিড 

ঘ) কোনোটিই নয় 


৯) 'নট' কিসের একক ?

ক) আলো 

খ) গতিবেগ ✓

গ) দূরত্ব 

ঘ) আয়তন


১০) নিচের কোন পলিস্যাকারাইড টি মানবতন্ত্র পাচিত হয় না ?

ক) গ্লাইকোজেন 

খ) অ্যামাইলোপেকটিন 

গ) সেলুলোজ ✓

ঘ) কোনোটিই নয় 




১১) প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয় -

ক) ইউরিয়া 

খ) ইউরিক অ্যাসিড 

গ) অ্যামাইনো এসিড ✓

ঘ) গ্লুকোজ



১২) নিচের কোন রাশির কোন একক নেই ?

ক) আপেক্ষিক তাপ 

খ) আপেক্ষিক গুরুত্ব ✓

গ) রোধ  

ঘ) আপেক্ষিক রোধ 



১৩) তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশির সমান ?

ক) বলের ঘাত ও ভরবেগ ✓

খ) ঘাত ও বল 

গ) তাপ ও  স্থিতিস্থাপক গুণাঙ্ক 

ঘ) কার্য ও পীড়ন 



১৪) পারদ মেঝেতে ফেললে ছোট ছোট গোলাকার টুকরো তে পরিণত হয় কারণ কি ?

ক) পারদ এর ঘনত্ব খুব বেশি 

খ) পারদের সংসক্তি বল খুব কম 

গ) পারদ এর আসঞ্জন বল খুব বেশি 

ঘ) পারদের সংসক্তি বল খুব বেশি ✓



১৫) প্রেসার কুকারের অভ্যন্তরস্থ চাপ - 

ক) বায়ুমণ্ডলীয় চাপের সমান 

খ) বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ ✓

গ) বায়ুমণ্ডলীয় চাপের অর্ধেক

ঘ) বায়ুমণ্ডলীয় চাপের চারগুণ 



১৬) কোন ফ্লাক্সে জল নিয়ে গিয়ে চন্দ্রপৃষ্ঠে ফ্লাক্স এর ঢাকনা খুললে জল - 

ক) বরফে পরিণত হবে 

খ) ফুটতে শুরু করবে ✓

গ) একই থাকবে 

ঘ) কিছু বলা সম্ভব নয় 



১৭) গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ কারণ এটি -

ক) হাওয়া ঠান্ডা করে 

খ) তাপীয় বিকিরণ কমায় 

গ) বায়ু চলাচল বৃদ্ধি করে 

ঘ) বাষ্পায়নের হার বৃদ্ধি করে ✓



১৮) একটি 0° C তাপমাত্রার বরফের চাঁই এ একটি গর্ত আছে । ওই গর্তে জল ঢালা হলে ওই জল- 

ক) বরফে পরিণত হবে 

খ) কখনোই বরফে পরিণত হবে না ✓

গ) কিছু পরিমাণ জল বরফে পরিণত হবে 

ঘ) জল বরফ হওয়া জলে প্রাথমিক তাপমাত্রার উপর নির্ভর করবে 



১৯) শীতের দেশে লেকের জল বরফ হওয়া সত্বেও জলচর প্রাণীর বেঁচে থাকে কারণ কি ?

ক) লেকের নিচের জল বরফ হয় না ✓

খ) জলচর প্রাণীরা শীতঘুমে চলে যায় 

গ) জলচর প্রাণীরা বরফ থেকে অক্সিজেন নেয় 

ঘ) কোনোটিই নয় 



২০) শব্দের প্রতিধ্বনি শোনার জন্য বিস্তৃত প্রতিফলকের প্রয়োজন হয় ।কারণ কি ?

ক) শব্দের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি ✓

খ) শব্দের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম 

গ) শব্দতরঙ্গ সরল রেখায় গমন করে 

ঘ) কোনোটিই নয় 



২১) বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি। কারণ কি ?

ক) জলের আপেক্ষিক তাপ বেশি 

খ) জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি ✓

গ) জলের আয়তন বিকার গুণাঙ্ক কম 

ঘ) জলের স্ফুটনাঙ্ক বেশি 



২২) নিচের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ ?

ক) জল 

খ) বায়ু 

গ) ইস্পাত ✓

ঘ) কাঁচ 




২৩) আকাশের নীলিমা কিসের জন্য হয় ?

ক) আলোর প্রতিসরণ 

খ) আলোর ব্যতিচার 

গ) আলোর বিচ্ছুরণ 

ঘ) আলোর বিক্ষেপণ ✓



২৪) নিচের কোন গতিশীল কণাটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না ?

ক) ইলেকট্রন 

খ) প্রোটন 

গ) নিউট্রন ✓

ঘ) সবকটি বিক্ষিপ্ত হবে 



২৫) বালি এবং ন্যাপথলিন এর মিশ্রণকে কিভাবে পৃথক করা যাবে ?

ক) আংশিক পাতন 

খ) উর্ধ্বপাতন✓ 

গ) পৃথকীকরণ 

ঘ) যেকোনো একটি 











Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...