Sunday, January 31, 2021

Bengali Current Affairs 31st January, 2021

 

Bengali Current Affairs 31st January, 2021

1. 2021 সালের প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার পেল ?

ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ অরুণাচল প্রদেশ

◔ উত্তরপ্রদেশের রাম মন্দিরের ট্যাবলো 2021 সালে প্রজাতন্ত্র দিবসে প্রথম স্থান অধিকার করল।
◔ উত্তরপ্রদেশের ট্যাবলোর থিম : Ayodhya cultural heritage of Uttar Pradesh
◔ ত্রিপুরা রাজ্যের ট্যাবলো দ্বিতীয় স্থান অধিকার করল।
◔ উত্তরাখণ্ডের ট্যাবলো তৃতীয় স্থান অধিকার করল ।
◔ উত্তরাখণ্ডের ট্যাবলোর থিম : Devbhoomi: The Land Of the God
◔ উত্তর প্রদেশের রাজধানী : লখনউ (গোমতী নদীর তীরে অবস্থিত)
◔ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
◔ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
◔ উত্তর প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক।



2. ‘e-EPIC’-নাম ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করলো কোন বিভাগ?

ⓐ বিচার বিভাগ
ⓑ নির্বাচন কমিশন✓
ⓒ শাসন বিভাগ
ⓓ এদের কোনটিই নয়

◔ চিফ ইলেকশন কমিশনার- সুনীল আরোরা
◔ হেডকোয়ার্টার- নিউ দিল্লি
◔ প্রতিষ্ঠা সাল- ১৯৫০ সালের ২৫শে জানুয়ারী


3.বিশ্বে ‘Most Valued IT Services Brand’ তালিকায় ভারতের Tata Consultancy Services (TCS)-এর স্থান কত?

ⓐ প্রথম
ⓑ তৃতীয়✓
ⓒ পঞ্চম
ⓓ সপ্তম

◔ এই তালিকায় প্রথমস্থানে আছে আয়ারল্যান্ডের Accenture
◔ দ্বিতীয় স্থানে আছে IBM
◔  চতুর্থ স্থানে আছে Infosys
◔  সপ্তম স্থানে আছে HCL
◔  নবম স্থানে আছে  Wipro

◔ TCS-এর হেডকোয়ার্টার- মুম্বাই
◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬৮ সালের ১লা এপ্রিল
◔ বর্তমান CEO- রাজেশ গোপীনাথন

4.পড়ুয়াদের দ্বারা স্যাটেলাইট ডিজাইন, তৈরী এবং লঞ্চ করার জন্য MoU স্বাক্ষর করলো কোন দুটি দেশ?

ⓐ ভারত ও শ্রীলঙ্কা
ⓑ ভারত ও বাংলাদেশ✓
ⓒ পাকিস্তান ও চীন
ⓓ ভারত ও চীন


5.সম্প্রতি Climate Adaptation Summit 2021 হোস্ট করলো কোন দেশ?

ⓐ জাপান
ⓑ নেদারল্যান্ডস✓
ⓒ মালদ্বীপ
ⓓ ইন্দোনেশিয়া

◔ রাজধানী- আমস্টারডাম
◔ মুদ্রার নাম- ইউরো
◔ প্রধানমন্ত্রী- Mark Rutte

6.কৃষকদের জন্য ‘কৃষি সখা’ অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ HDFC Bank
ⓑ Bharti AXA General Insurance✓
ⓒ Paytm Payments Bank
ⓓ Finotech Ltd.

◔ এই অ্যাপটির মাধ্যমে কৃষকরা তাদের ফসলের উৎপাদন বাড়ানোর জন্য নানা তথ্য পাবে।
◔ এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পোর্টালটিও অ্যাক্সেস করতে পারবে।

◔ Bharti AXA General Insurance হেডকোয়ার্টার- মুম্বাই
◔ প্রতিষ্ঠা সাল- ২০০৮
◔ বর্তমান CEO- সঞ্জীব শ্রীনিবাসন

7.দরিদ্র শিশুদের অনলাইন ক্লাস করতে সাহায্য করার জন্য ‘শিক্ষা হার সাথ’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন মোবাইল ব্র্যান্ড?

ⓐ Realme India
ⓑ Microsoft
ⓒ Mi India✓
ⓓ Apple

◔ সম্প্রতি Mi India সোনু সুদের  সাথে মিলিত ভাবে ‘শিক্ষা হার সাথ’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

8. Hindustan Unilever Ltd-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ বিজয় কুমার
ⓑ রীতেশ তিয়ারী✓
ⓒ সুমিত দেশমুখ
ⓓ বিকাশ ভট্ট

◔ হেডকোয়ার্টার- মুম্বাই
◔ প্রতিষ্ঠা সাল- ১৯৩৩
◔ বর্তমান CEO- সঞ্জীব মেহতা

9.আর্মি স্টাফের নতুন ভাইস-চিফ হিসাবে নিযুক্ত হচ্ছেন কোন লেফটেন্যান্ট জেনারেল?

ⓐ সতিন্দার কুমার সৈনি
ⓑ চন্ডি প্রসাদ মোহান্তি✓
ⓒ অমরিন্দার সিং
ⓓ বিশ্বজিত সর্দার

◔ সেনাবাহিনীর প্রধান জেনারেল : মনোজ মুকুন্দ নারাভানে
◔ সদরদপ্তর : দিল্লি
◔ Motto :  service before self

10.সম্প্রতি ‘জেন্ডার পার্ক’ স্থাপিত হচ্ছে কেরালার কোন শহরে?

ⓐ ইজিমালা
ⓑ কোঝিকোড়✓
ⓒ তিরুবন্তপুরম
ⓓ কোচি

◔ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম
◔ মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan
◔ রাজ্যপাল- আরিফ মহম্মদ খান

◍ ভারতের প্রথম Gender Data Hub  নির্মাণের জন্য UN women এর সঙ্গে চুক্তি করলো কেরালা ।
◍ কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন।
◍ বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়।
◍ " One School One IAS " যোজনা চালু করল কেরালা  রাজ্য ।
◍ জিমেদার পর্যটন অভিযান চালু করল কেরালা ।
◍ ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়।


11. Corruption perception index 2020 ভারতের স্থান কত?

ⓐ 80 তম
ⓑ 85 তম
ⓒ 86 তম✓
ⓓ 90 তম

◔ এই সূচকটি প্রকাশ করে- Transparency International
◔ 2019 সালে ভারতের স্থান ছিল 80 তম।
◔ এই সূচকটি  180 টি দেশের মধ্যে প্রকাশিত হয় ।
◔ এই সূচকে প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক।


12. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ স্বামীনাথন জনাকিরামন
ⓑ অশ্বিনী কুমার তিওয়ারি
ⓒ প্রভাত প্যাটেল
ⓓ স্বামীনাথন জনাকিরামন ও অশ্বিনী কুমার তিওয়ারি ✓

◔ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান : Dinesh Kumar Khara
◔ Headquarters: Mumbai
◔ Founded: 1July, 1955

13. ভারতের প্রথম রাজ্য হিসেবে দু'লক্ষ স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দিল কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ কর্ণাটক✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

◔ কর্নাটকের রাজধানী : ব্যাঙ্গালোর
◔ কর্নাটকের রাজ্যপাল : বাজুভাই বালা
◔ কর্নাটকের মুখ্যমন্ত্রী : বিএস ইয়েদদুরাপ্পা

◔ 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য ।
◔ কৃষকদের জন্য FRUITS পোর্টাল  লঞ্চ করল ।
◔ প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটক রাজ্যে ।
◔ কর্নাটকের মুখ্যসচিব নিযুক্ত  হলেন পি. বি. কুমার ।

◔ কর্নাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে ।
◔ Avalokan software লঞ্চ করল কর্ণাটক রাজ্য ।

◔  কর্নাটকের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলি হল বন্দিপুর ন্যাশনাল পার্ক , কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক।

14. World Leprosy Day (বিশ্ব কুষ্ঠ দিবস) কবে পালিত হয়?

ⓐ 30 জানুয়ারি ✓
ⓑ 29 জানুয়ারি
ⓒ 31 জানুয়ারি
ⓓ 28 জনুয়ারি

◔ কুষ্ঠ রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ।
◔ Theme :Beat  Leprosy,  End  Stigma and Advocate for Mental Well - Being

15. সম্প্রতি 35th PRAGATI Meeting  এ সভাপতিত্ব করলেন কে?

ⓐ অমিত শাহ
ⓑ নরেন্দ্র মোদি ✓
ⓒ রাজনাথ সিং
ⓓ রমেশ পক্রিয়াল

◔ PRAGATI full form :  Pro- Active governance and Timely Implementation


16. সম্প্রতি কোন দেশ "ভ্যাকসিন মৈত্রী " উদ্যোগ শুরু করলো ?

ⓐ বাংলাদেশ
ⓑ ভারত ✓
ⓒ নেপাল
ⓓ পাকিস্তান

◔ "ভ্যাকসিন মৈত্রী" উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের অনেকগুলো প্রতিবেশী দেশে ভ্যাকসিন দান করবে ।

◔ সম্প্রতি আফগানিস্তানকে ৫ লক্ষ এবং নেপালকে ১০ লক্ষ ভ্যাকসিন ডোজ উপহার দিলো ভারত ।

17. সম্প্রতি আমেরিকা বাইডেন প্রশাসন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান  কে চিফ অফ স্টাফ নিয়োগ করলেন ?

ⓐ কমলা হ্যারিস
ⓑ তারক শাহ ✓
ⓒ অমিতাভ যোশী
ⓓ অমিতাভ ত্রিবেদী

◔ জো বাইডেন 46 তম রাষ্ট্রপতি
◔ কমলা হ্যারিস  49 তম উপরাষ্ট্রপতি
◔ আমেরিকার রাজধানী : ওয়াশিংটন ডিসি
◔ আমেরিকার মুদ্রা:  ডলার
◔ সম্প্রতি আমেরিকা WHO এবং ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে এসেছে।


18. কোন রাজ্য সম্প্রতি " কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি " ঘোষণা করল ?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ ঝারখান্ড
ⓓ বিহার

◔ মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই
◔ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে
◔ মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কশিয়ারি

◔  সম্প্রতি দূষণের কারণে মহারাষ্ট্রের লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল ।
◔ মহারাষ্ট্রের রাজ্যপাল সম্প্রতি" Majhi Bhint"  নামক বই প্রকাশ করল।
◔ গরেবারা  চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে গোরেবেরা প্রানী উদ্যান রাখা হলো।
◔ সম্প্রতি মহারাষ্ট্রের জেল পর্যটন শুরু হলো।

19. সম্প্রতি কে হিন্দুস্তান ইউনিলিভার CFO নিযুক্ত হলেন ?

ⓐ রিতেশ তিওয়ারি ✓
ⓑ রিতেশ ভাটিয়া
ⓒ রাকেশ কুমার
ⓓ দীনেশ তিওয়ারি

◔  CFO : Chief Financial Officer


20.  29 জানুয়ারি কে ইকোনমিক সার্ভে 2020- 21 লোক সভায় উপস্থাপন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ নির্মলা সীতারামন ✓
ⓒ এন. কে. সিং
ⓓ কৃষ্ণমূর্থি ভেঙ্কাট সুব্রামানিয়ান

◔ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভেঙ্কাট সুব্রহ্মণিয়ামির নেতৃত্বে একটি দল দ্বারা ইকোনমিক সার্ভে 2020- 21  রচিত হয়।
◔ Theme : #SavingLives&Livelihoods



Abgari/ WBP Special পর্ব-২৩

 

Abgari/ WBP Special

পর্ব-২৩

1. ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিকের সর্বোচ্চ উৎপাদন এবং সবচেয়ে বড় ভান্ডার অবস্থিত? 

A] বিহার

B] উড়িষ্যা✓ 

C] ঝাড়খন্ড 

D] রাজস্থান

2. কোদাইকানাল হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? 

A] তামিলনাড়ু  [✔]

B] কর্ণাটক 

C] গোয়া 

D] কেরালা 


3. "দ্য ক্যাপটিভ লেডি"  কার লেখা ?

A] মাইকেল মধুসূদন ✓

B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

C] জণ মিল্টন 

D] শেক্সপিয়ার 


4. " খালি পেটে ধর্ম হয় না "- উক্তিটি কার ?

A] নেতাজি সুভাষচন্দ্র বসু 

B] স্বামী বিবেকানন্দ✓

C] মহাত্মা গান্ধী 

D] কামিনী রায় 


5.কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না?

A] হেপারিন  [✔]

B] হিমোগ্লোবিন

C]ফাইব্রিন

D]থার্মোপ্রাস্টিন


6. চোখ পরিষ্কার করার জন্য কোন এসিড ব্যবহৃত হয়?

A] অক্সালিক এসিড 

B] নাইট্রিক অ্যাসিড 

C] বোরিক অ্যাসিড ✓

D] কোনোটিই নয় 


7. ক্লোরোফিলে নীচের কোনটি পাওয়া যায়?

A]ক্যালসিয়াম

B]পটাশিয়াম

C]ম্যাগনেসিয়াম  [✔]

D]সালফার


8. কিলোওয়াট ঘন্টার দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয়?

A]তড়িৎ শক্তি [✔]

B] তড়িৎ ক্ষমতা

C]তড়িৎ প্রবাহমাত্রা

D]তড়িৎ প্রাবল্য


9. একই গতিসম্পন্ন কনা গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ? 

A] ইলেকট্রন 

B] প্রোটন 

C] ডিউটেরণ 

D] আলফা কণা✓


10. মস্তিষ্কের কলার বর্ণ কিরূপ ?

A] সাদা 

B] হলুদ 

C] ধূসর ✓

D] কালো 


11. জিহ্ববার কোন অংশ দিয়ে অম্ল স্বাদ অনুভূত হয় ?

A] অগ্রভাগ 

B] জিহ্ববার দুপাশ ✓

C] পশ্চাদ্ভাগ 

D] মধ্যভাগ 

 

12. এসিডের সঙ্গে ক্ষার এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ?

A] এস্টার 

B] অ্যালকোহল 

C] লবণ✓ 

D] কোনোটিই নয় 


13. ফুসফুসের স্বাভাবিক বর্ণ কোনটি ? 

A] কালো 

B] সাদা 

C] গোলাপি✓ 

D] ধূসর 


14.মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন?

A]লর্ড লিটন [✔]

B]লর্ড রিপন

C]লর্ড ডাফরিন

D]লর্ড কার্জন


15.ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন?

A]আকবর

B]বাবর

C]ইলতুৎমিস [✔]

D]কুতুবউদ্দিন আইবক


16. তিতুমীর কে ছিলেন?

A] ওয়াহাবি আন্দোলনের নেতা [✔]

B] সিপাহী বিদ্রোহ

C] নীল বিদ্রোহ

D] ভারতছাড়ো আন্দোলনের নেতা


17. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?

A]কুয়েত সিটি

B]ক্যানবেরা  [✔]

C]ব্রাসিলিয়া

D]ব্রাসেলাস


18. নুলট্রাম কোন দেশের মুদ্রার নাম কি?

A] কম্বোডিয়া 

B]জাপান

C]ভুটান  [✔]

D]আফগানিস্তান


19. হুমায়ুন নামা কার রচনা?

A]আবুল ফজল

B]ফৈজী

C]গুলবদন বেগম  [✔]

 D]কোনটি নয়


20. হামিং পাখির দেশ নামে পরিচিত কোন দেশ?

A] হাওয়াই দ্বীপ

B]ত্রিনিদাদ  [✔]

C]সাংহাই

D]আফ্রিকা


21. তিতুমীর কে ছিলেন?

A]ওয়াহাবি আন্দোলনের নেতা [✔]

B] সিপাহী বিদ্রোহ

C]নীল বিদ্রোহ

D] ভারতছাড়ো আন্দোলনের নেতা

 

22. কাবুলিয়ত ও পাট্রা কে প্রর্বতন করেন?

 A]শেরশাহ [✔]

 B]বাবর

 C]শাহজাহান

 D]আকবর


23. বাঘাযতীন কার ছদ্মনাম?

A] আশুতোষ মুখোপাধ্যায়

B] যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় [✔]

C]রাসবিহারী বসু

D] সুনীল গঙ্গোপাধ্যায় 


24.ডান্ডি অভিযান কবে হয়?

A]12 মার্চ 1930 [✔]

B]12 এপ্রিল 1942

C]14 মে 1935

D]7 আগস্ট 1942


25. শরৎচন্দ্রের পথের দাবী উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?

A] বিপ্লবী মহানায়ক ক্ষুদিরাম বসু 

B] বিপ্লবী মহানায়ক ভগৎ সিং 

C] বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু [✔]

D] এদের কেউ নয় 


26. প্রথম Computer Language কোনটি?

A] FORTRAN  [✔]

B] BASIC

C] COBOL

D] PASCAL


27. CD কি ধরনের data storage?

A] Optical  [✔]

B] magnetic 

C] electrical 

D] none of this 


28. ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়?

A] Microsoft Word

B] Web browser [✔]

C] system software 

D] operating system 


29. 1 নিবল ( Nibble ) সমান কত বিট (bit )?

A]4 বিট  [✔]

B]8 বিট

C]16 বিট

D]32 বিট


30. মাইক্রোম্যাক্স এর CEO কে?

A]রাহুল শর্মা✓

B] নটরাজন চন্দ্রশেখারন

C]অসীম কুমার বসু

D]সঞ্জীব মেহতা


31. কোন কবি চারণ কবি নামে পরিচিত ?

A] যতীন্দ্রনাথ সেনগুপ্ত 

B] কাশীরাম দাস 

C] মুকুন্দ দাস ✓

D] মোহিতলাল মজুমদার


32. বাংলায় কোন কবির  মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় ?

A] শক্তি চট্টোপাধ্যায়  

B] সুভাষ মুখোপাধ্যায় 

C] কাজী নজরুল ইসলাম 

D] জীবনানন্দ দাশ ✓


33. সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণ এর কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়?

A] 352✓  

B] 360 

C] 358 

D] 356 


34. ভারতের আর্থিক রাজধানীর নাম কি ?

A] নিউ দিল্লি 

B] মুম্বাই ✓

C] ব্যাঙ্গালোর 

D] কলকাতা


35. সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত?

A]ক্রিকেট

B]ফুটবল  [✔]

C]হকি

D]ব্যাডমিন্টন


36.রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

A] বিনোদ কুমার যাদব

B] সুনীত শর্মা✓

C] অশ্বিনী কুমার

D] অজিত দোভাল


37. কোন রাজ্য সরকার the excellence in digital governance silver award পেল?

A] আসাম

B] পশ্চিমবঙ্গ✓ 

C] উড়িষ্যা

D] কর্ণাটক


38. সিকিম রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?

A] জিতেন্দ্র কুমার মহেশ্বরী ✓

B] হিমা কোহলি 

C] মহেন্দ্র প্রতাপ সিং 

D] সুরেশ শর্মা


39. 2021 সালে ভারত কততম Indian Army Day  পালন করল ?

A] 71 তম 

B] 72 তম 

C] 73 তম✓

D] 74 তম


40. উত্তরাখণ্ডের পর্যটন বৃদ্ধি করার জন্য রিয়্যালিটি শো "100 days in heaven" কে হোস্ট করবেন ?

A] অমিতাভ বচ্চন ✓ 

B] অক্ষয় কুমার 

C] শাহরুখ খান 

D] সালমান খান 



Bengali Current Affairs 24th January, 2021

 


Bengali Current Affairs 24th January, 2021

1. 2021 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কত তম জন্ম দিবস পালিত হল ? 

ⓐ 124 তম 

ⓑ 125 তম✓ 

ⓒ 126 তম 

ⓓ 127 তম 

◉ কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 শে জানুয়ারি  পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে।

◉ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্ম দিবস উপলক্ষে হাওড়া কালকা মেল এর নতুন নামকরণ করা হলো নেতাজি এক্সপ্রেস।

◉ নেতাজি সুভাষচন্দ্র বসুর 100 তম জন্মবার্ষিকী উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।

◉ কলকাতা মাঝেরহাট সেতুর নাম বদলে রাখা হয় জয় হিন্দ ।


2. সম্প্রতি কোথায়  850 মেগাওয়াট সম্পন্ন "রাতলে " জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে? 

ⓐ উত্তরাখান্ড 

ⓑ জম্মু-কাশ্মীর  ✓

ⓒ সিকিম 

ⓓ ঝারখান্ড

◉ জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার জেলাতে চেনাব নদী তে 850 মেগাওয়াট সম্পূর্ণ "রাতলে " জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

◉ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে ব্যয় হবে 5282 কোটি টাকা। 


3. Global fire power index 2021  অনুযায়ী কোন দেশ প্রথমে অবস্থিত ? 

ⓐ USA ✓ 

ⓑ Russia 

ⓒ China 

ⓓ Japan 

◉ রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চীন তৃতীয় স্থানে আছে।

◉ ভারত  চতুর্থ স্থানে অবস্থিত ।

◉ আমেরিকার বর্তমান 46 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জো বাইডেন ।

◉ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা কমলা হ্যারিস 49 তম উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন ।

◉ আমেরিকা বর্তমানে WHO এর সদস্যপদ থেকে বের হয়ে এসেছে।

◉ ওপেন স্কাই ট্রিটি  থেকে আমেরিকা বের হয়ে এসেছে ।


4. কোন রাজ্য প্রথম শিশুবান্ধব পুলিশ স্টেশনের উদ্বোধন করল ? 

ⓐ রাজস্থান 

ⓑ উত্তরাখান্ড ✓

ⓒ গুজরাট 

ⓓ কর্ণাটক 

◉ শিশুবান্ধব পুলিশ স্টেশন তৈরি করার মূল লক্ষ্য হলো অপরাধের সাথে জড়িত শিশুদের বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রদান করা।

◉ প্রায় 5 লক্ষ টাকা খরচা করে উত্তরাখণ্ডের দানাওয়ালা থানায় শিশুবান্ধব পুলিশ ইউনিট স্থাপিত হতে চলেছে।

◉ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

◉ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবি রানী  মৌর্য 


5. কোন রাজ্য সম্প্রতি প্রজেক্ট লাইটহাউস শুরু করল?

ⓐ গুজরাট 

ⓑ পশ্চিমবঙ্গ  

ⓒ গোয়া✓ 

ⓓ মেঘালয় 

◉ গোয়ার রাজধানী : পানাজি 

◉ গোয়ার মুখ্যমন্ত্রী : প্রমোদ শাওয়ান্ত

◉ গোয়ার রাজ্যপাল : ভগৎ সিং কোশিয়ারি 


6. কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল "মাতা প্রসাদ" প্রয়াত হলেন ?

ⓐ আসাম 

ⓑ অন্ধ্রপ্রদেশ 

ⓒ অরুণাচল প্রদেশ✓ 

ⓓ গুজরাট 

◉ অরুণাচল প্রদেশের রাজধানী : ইটানগর 

◉ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী:  পেমা খান্ডু 

◉ অরুণাচল প্রদেশের রাজ্যপাল: বি.ডি. মিশ্র 

◉ পক্কে টাইগার রিজার্ভ এবং নামধাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত ।

◉ পক্কে পাঘা  হর্নবিল্ ফেস্টিভাল  অরুণাচল প্রদেশের বিখ্যাত  উৎসব। 

◉ 2023 সালের মধ্যে 100% ঘরে জলের ব্যবস্থা করবে অরুণাচল প্রদেশ ।

◉ সম্প্রতি অরুণাচল প্রদেশের পরশুরাম কুন্ড তীর্থ যাত্রা শুরু হয়েছে। 


7. ‘Avolokana’-নামে সফটওয়্যার লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ কর্ণাটক✓

ⓑ কেরালা

ⓒ তামিলনাড়ু

ⓓ মহারাষ্ট্র

◉ রাজধানী- বেঙ্গালুরু

◉ মুখ্যমন্ত্রী-B. S. Yediyurappa

◉ রাজ্যপাল- বাজুভাই বালা


8. কোন রাজ্য শিবরাজপুর  সমুদ্র সৈকত পুনঃ নির্মাণ করবে?

ⓐ গুজরাট✓ 

ⓑ পশ্চিমবঙ্গ 

ⓒ উড়িষ্যা 

ⓓ মহারাষ্ট্র 

◉ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

◉ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি

◉ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 

◉ গুজরাট সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করেছে ।

◉ Institute of teaching and research in Ayurveda এর উদ্বোধন হলো গুজরাটের জামনগরে। 

◉ নতুন সৌর নীতি ঘোষণা করেছে গুজরাট ।

◉ নতুন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাট।

◉ পক্ষী রক্ষার জন্য করুণা অভিযান চালু করল গুজরাট ।

◉ ড্রাগন ফলের নাম পরিবর্তন করে "কমলম" বা পদ্ম ফল করেছে ।


9. কোন ভারতীয় কে Most Excellent Order of the British Empire Award এ ভূষিত করা হলো ?

ⓐ চিত্রা সুন্দরাম ✓ 

ⓑ মাধুরি দিক্সিত

ⓒ প্রিয়াঙ্কা চোপড়া 

ⓓ সালমান খান 

◉ দক্ষিণ এশিয়ার নাচের সাফল্য এবং উন্নয়নে তার  অবদানের জন্য Most Excellent Order of the British Empire Award এ ভূষিত হলেন ।


10. কোন দেশ Tiantong 1-03 নামক নতুন মোবাইল টেলিযোগাযোগ স্যাটেলাইট লঞ্চ করল ? 

ⓐ রাশিয়া 

ⓑ চীন✓ 

ⓒ জাপান 

ⓓ আমেরিকা 

◉ চীনের রাজধানী : বেইজিং 

◉ চীনের মুদ্রা : রেনমিনবি 

◉ চীনের প্রধানমন্ত্রী : শি জিনপিং


11. ভারতীয় সৈন্য দ্বারা যৌথ মহড়া "কবচ "কোথায় আয়োজিত হবে ?

ⓐ আন্দামান সাগর 

ⓑ বঙ্গোপসাগর 

ⓒ আন্দামান সাগর ও বঙ্গোপসাগর ✓ 

ⓓ আরব সাগর 

◉ Army Chief : মনোজ মুকুন্দ নারাভানে 

◉ বায়ুসেনা প্রধান - আর.কে.এস .ভাদুরিয়া 

◉ নৌ সেনাপ্রধান:  অ্যাডমিরাল করমবীর  সিং 

◉ কোস্টগার্ড চিফ :  কৃষ্ণস্বামি নটরাজন 


12. কোন সংস্থা সম্প্রতি গ্লোবাল রিস্ক ইন্ডেক্স 2021 প্রকাশ করল ?

ⓐ WEF✓ 

ⓑ WHO 

ⓒ UNO

ⓓ WTO 

◉ WEF full form: World Economic Forum 

◉ Headquarters: Cologny, Switzerland 

◉ Founder: Klaus Schwab(ক্লাউস সোয়াব)

◉ Founded: January 1971

◉  Motto: Committed to improving the state of the world


13. সম্প্রতি চীন ভারতের কোন রাজ্যের সারি ছু নামক নদীর তীরে একটি সম্পূর্ণ গ্রাম নির্মাণ করেছে ? 

ⓐ উত্তরাখণ্ড 

ⓑ অরুণাচল প্রদেশ✓ 

ⓒ সিকিম 

ⓓ মেঘালয় 







Bengali Current Affairs 21st January, 2021



Bengali Current Affairs 21st January, 2021

1.আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘Major Strategic Partners’ হিসাবে ঘোষিত হলো কোন দুটি দেশ?

ⓐ বাহরাইন ও ইজরায়েল

ⓑ সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরাইন✓

ⓒ আরব ও ইজিপ্ট

ⓓ ভারত ও শ্রীলঙ্কা

∎ UAE-এর রাজধানী- আবু ধাবি

∎ মুদ্রার নাম- দিরহাম

∎ রাষ্ট্রপতি- Khalifa bin Zayed Al Nahyan

∎ বাহরাইন-এর রাজধানী- মানামা

∎ মুদ্রার নাম- দিনার

∎ প্রধানমন্ত্রী- Prince Salman bin Hamad bin Isa Al Khalifa


2. Yonex Thailand open badminton tournament 2021 মহিলা সিঙ্গেলস জয়লাভ করলো Carolina Marin , ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? 

ⓐ ফ্রান্স 

ⓑ জাপান 

ⓒ স্পেন ✓ 

ⓓ শ্রীলংকা

∎ ইনি তাইওয়ানের Tai Tzu Ying কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।

∎ Badminton World Federation President : Paul-Eric Hoyer Larsen

∎ Badminton World Federation headquarter :  Kuala Lumpur, Malaysia

∎ স্পেনের রাজধানী : মাদ্রিদ

∎ মুদ্রা : ইউরো


3. Yonex Thailand open badminton tournament 2021পুরুষ সিঙ্গেলসে জয়লাভ করলো Viktor Axelsen, ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় ?

ⓐ ডেনমার্ক✓ 

ⓑ রাশিয়া 

ⓒ জার্মানি

ⓓ ইটালি

∎ ডেনমার্কের রাজধানী: কোপেনহেগেন

∎ মুদ্রা : Danish krone


4. ‘কলরব’-নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করল রাজ্য সরকার?

ⓐ নাগাল্যান্ড

ⓑ বিহার✓

ⓒ মনিপুর

ⓓ মেঘালয়

∎ এটি বিহারের জামুই জেলার নাগি পাখিরালয়ে উদ্বোধন করা হলো।

∎ রাজধানী- পাটনা

∎ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

∎ রাজ্যপাল- ফাগু চৌহান


5.বিহারের ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলো কে?

ⓐ শবনম খাতুন

ⓑ জ্যোতি কুমারী✓

ⓒ জ্যোতি শর্মা

ⓓ রোশনি মেহতা

∎ লকডাউনে সে ভাইরাল হয়েছিল ‘সাইকেল গার্ল’ হিসাবে।

∎ কারণ, লকডাউনে সে তার অসুস্থ বাবাকে গুরুগ্রাম থেকে দারভাঙ্গা পর্যন্ত মোট ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে এনেছিল।


6. ‘রক্ষিতা’-নামে মোটরবাইক অ্যাম্বুলেন্স তৈরী করলো কোন সংস্থা?

ⓐ CRPF

ⓑ DRDO✓

ⓒ Indian Army

ⓓ L&T

∎ ৩৫০ সিসি রয়াল এনফিল্ড বাইককে এইভাবে ডিজাইন করা হয়েছে।

∎ এই বাইক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো CRPF-এর হাতে।

∎ DRDO-এর পুরো কথা- Defence Research and Development Organisation

∎ হেডকোয়ার্টার- নিউ দিল্লি

∎ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮

∎ বর্তমান চেয়ারম্যান- ড. সতিশ রেড্ডি

∎ CRPF-এর পুরো কথা- Central Reserve Police Force

∎হেডকোয়ার্টার- নিউ দিল্লি

∎ বর্তমান ডিরেক্টর- এ.পি. মহেশ্বরী


7. ‘Best Governed Company’-র তকমা পেল কোন কোম্পানী?

ⓐ TATA

ⓑ ITC Limited✓

ⓒ Bajaj

ⓓ Hindustan

∎ হেডকোয়ার্টার- কলকাতা

∎ প্রতিষ্ঠা সাল- ১৯১০ সালের ২৪শে আগস্ট

∎ বর্তমান CEO- সঞ্জীব পুরী


8. ভারত সরকার নেতাজির জন্মদিন কে কি দিবস হিসেবে ঘোষণা করল ?

ⓐ জয় ভারত দিবস 

ⓑ পরাক্রম দিবস ✓

ⓒ শহীদ দিবস 

ⓓ আজাদ হিন্দ দিবস 

∎ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সাংবাদিক বৈঠকে সরকারিভাবে নেতাজি জয়ন্তী কে দেশব্যাপী "পরাক্রম দিবস" হিসেবে ঘোষণা করল । 


9. Yoweri Museveni (ইওভেরি মিউসেভেনী) কোন দেশের ষষ্ঠ বারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন ?

ⓐ মালয়েশিয়া 

ⓑ উগান্ডা ✓ 

ⓒ ইন্দোনেশিয়া 

ⓓ মালি

∎ উগান্ডার রাজধানী: কাম্পালা 

∎ উগান্ডার মুদ্রা: উগান্ডান সিলিং 


10. RBL Bank এর MD and CEO পদে পুনরায় নিযুক্ত হলেন কে ? 

ⓐ বিশ্ববীর আহুজা ✓

ⓑ আমিশ প্যাটেল 

ⓒ ত্রিদেব দাস 

ⓓ বিকাশ আহুজা 

∎ RBL Bank Limited head quarter: Mumbai, Maharashtra 

∎ RBL Bank Limited tagline : Apnon Ka Bank 


11. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন । সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? 

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ গুজরাট ✓

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ হরিয়ানা 

∎ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরের ট্রাস্টের 18 তম চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। 

∎ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

∎ গুজরাটের মুখ্যমন্ত্রী :বিজয় রুপানি 

∎  গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 

∎ মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করল গুজরাট। 

∎ Institute Of Teaching And Research In Ayurveda উদ্বোধন হলো গুজরাটের জামনগরে। 

∎ নতুন সৌর নীতি ঘোষণা করেছে গুজরাট।

∎ নতুন পর্যটন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাট।


12. 148th Session of WHO Executive Board এ সভাপতিত্ব কে করলেন? 

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ ডক্টর হর্ষবর্ধন ✓

ⓒ তেদ্রস অধানম 

ⓓ শি জিনপিং

∎ 148th Session of WHO Executive Board এ ভার্চুয়ালি সভাপতিত্ব করলেন ডক্টর হর্ষবর্ধন ।

∎ WHO : World Health Organisation 

∎ Formation : 7 April 1948

∎ Headquarters : Geneva, Switzerland

∎ Head : Tedros Adhanom


13. স্ট্যাচু অফ ইউনিটি কে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলি ট্রেন চালু করলেন? 

ⓐ 10 

ⓑ 8  ✓ 

ⓒ 7

ⓓ 12 


14. প্রধানমন্ত্রী কোন রাজ্যে ভূমিহীন মানুষদের জমি দেওয়ার প্রকল্প চালু করলেন ? 

ⓐ আসাম✓ 

ⓑ উড়িষ্যা

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ ঝারখান্ড 

∎ আসামের প্রায় 1 লক্ষ 3 হজার ভূমিহীন  মানুষদের ভূমি দেবার প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

∎ আসামের রাজধানী : দিসপুর 

∎ আসামের মুখ্যমন্ত্রী: সর্বানন্দ সোনোয়াল 

∎ আসামের রাজ্যপাল : জগদীশ মুখী 


15. উত্তরাখণ্ডের পর্যটন বৃদ্ধি করার জন্য রিয়্যালিটি শো "100 days in heaven" কে হোস্ট করবেন ?

ⓐ অমিতাভ বচ্চন ✓ 

ⓑ অক্ষয় কুমার 

ⓒ শাহরুখ খান 

ⓓ সালমান খান 

∎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

∎ উত্তরাখণ্ডের রাজ্যপাল:  বেবি রানি মৌর্য

∎ উত্তরাখণ্ডের রাজধানী: দেরাদুন 

∎ উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী : Garsain 


16. কে National Road Safety Month উদ্বোধন করলেন ? 

ⓐ রাজনাথ সিং 

ⓑ নীতিন গড়করি ✓

ⓒ অমিত শাহ 

ⓓ নরেন্দ্র মোদি 

∎ সম্প্রতি পরিবহনমন্ত্রী নীতিন গড়করি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং National Road Safety Month উদ্বোধন করলেন।

∎ 19 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ।

∎ এর মাধ্যমে বিভিন্ন রকম Road program এর মাধ্যমে মানুষকে সচেতন করা হবে ।









Saturday, January 30, 2021

General Science পর্ব - ১৩ Topic - প্রাণীদের গঠনগত বৈশিষ্ট্য


General Science পর্ব - ১৩

Topic - প্রাণীদের গঠনগত বৈশিষ্ট্য 

(Structural features of  animals)

১) সোলেনোসাইট কার রেচন অঙ্গ ?

ক) অ্যানিলিডা 

খ) প্লাটিহেলমিনথিস✓ 

গ) একাইনোডার্মাটা 

ঘ) মোলাস্কা 


২) নিচের কোনটিতে নোটকর্ড সারা জীবন ধরে উপস্থিত থাকে? 

ক) সাপ 

খ) মাছ 

গ) পক্ষী 

ঘ) আম্ফিঅক্সাস ✓


৩) সাপের বিষ গ্রন্থি হল পরিবর্তিত - 

ক) লালাগ্রন্থি ✓

খ) ল্যাক্রিমাল গ্রন্থি 

গ)  সিবাম

ঘ) ঘর্মগ্রন্থি 


৪) নিচের কোন প্রাণীটি একলিঙ্গ? 

ক) কেঁচো 

খ) জোক 

গ) নেরিস ✓

ঘ) সবগুলি 


৫) সুইমিং প্লেট কাদের দেখা যায় ?

ক) নিডারিয়া 

খ) পরিফেরা 

গ) টিনোফোরা ✓

ঘ) হেমি কর্ডাটা 


৬) কর্ণপটহ বিহীন একটি প্রাণীর উদাহরণ হল - 

ক) কুকুর 

খ) বিড়াল 

গ) সাপ ✓

ঘ) কোনোটিই নয় 


৭) নিচের কোন সাপটি নিউরোটক্সিক তৈরি করে ?

ক) ভাইপার

খ) পাইথন 

গ) গোখরো ✓

ঘ) কালনাগিনী 


৮) সর্বাধিক সংখ্যক প্রাণী যে পর্বের অন্তর্গত তার নাম হলো - 

ক) নিডারিয়া 

খ) অ্যানিলিডা 

গ) মোলাস্কা 

ঘ) অর্থ্রোপোডা ✓


৯) নেমাটোসিস্ট কোথায় দেখা যায় ? 

ক) অ্যামিবা 

খ) স্পঞ্জ 

গ) হাইড্রা ✓ 

ঘ) কৃমি 


১০) নিচের কোন শ্রেণীর প্রাণীর ত্বক নগ্ন ও গ্রন্থিময়?

ক) মৎস্য 

খ) উভচর ✓ 

গ) সরীসৃপ 

ঘ) পক্ষী 


১১) একটি চোয়াল  বিহীন প্রাণীর উদাহরণ হল - 

ক) হ্যাগফিশ✓ 

খ) রুই মাছ 

গ) ব্যাং 

ঘ) গিরগিটি


১২) মাশরুম  গ্রন্থি দেখা যায় কাদের?

ক)  পুং খরগোশ 

খ) স্ত্রী খরগোশ 

গ) পুং আরশোলা ✓ 

ঘ) স্ত্রী আরশোলা 


১৩) মাকড়সার রেচন অঙ্গের নাম কি ? 

ক) সবুজ গ্রন্থি 

খ) কক্সাল  গ্রন্থি ✓

গ) শিখা কোষ 

ঘ) নেফ্রিডিয়া 

১৪) কোন পাখির   দাঁত  ছিল ? 

ক) ডোডো 

খ) আর্কিওপ্টেরিক্স ✓ 

গ) পরিযায়ী পায়রা 

ঘ) সবগুলি 


১৫) সাইক্লয়েড আঁশ কাদের দেখা যায় ?

ক) রুই 

খ) কাতলা 

গ) মৃগেল

ঘ) সবগুলো✓


১৬) মই সদৃশ স্নায়ু তন্ত্র কোথায় দেখা যায় ? 

ক) প্লাটিহেলমিনথিস ✓

খ) অ্যানিলিডা অর্থ পোডা

গ) অর্থ্রোপোডা 

ঘ) মোলাস্কা 


১৭) কোন শ্রেণীর প্রাণীদের কেবলমাত্র বাম সিস্টেমিক মহাধমনী থাকে ?

ক) স্তন্যপায়ী ✓

খ)  পক্ষী 

গ) সরীসৃপ 

ঘ) কোনোটিই নয় 


১৮) আরশোলার হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ? 

ক) 10 টি 

খ) 13 টি ✓ 

গ) 1টি 

ঘ) 4 টি


১৯) কোন শ্রেণীর প্রাণী আলোক বিচ্ছুরণ করে ?

ক) নিডারিয়া 

খ) টিনোফেরা ✓ 

গ) পরিফেরা 

ঘ) অর্থ্রোপোডা 


২০) টিনিডিয়া কাদের রেচন অঙ্গ ? 

ক) আরশোলা 

খ) শামুক✓ 

গ) কৃমি 

ঘ) কেঁচো 


২১) যেটির অনুপস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল- 

ক) উশ্নশোণিত 

খ) চার প্রকোষ্ঠের  হৃদপিণ্ড 

গ) ট্রাকিয়া 

ঘ) মধ্যচ্ছদা✓


২২) বদ্ধ সংবহন তন্ত্র কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় ? 

ক) কেঁচো✓ 

খ) পতঙ্গ 

গ) মাকড়সা 

ঘ) শামুক 


২৩) স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কটি? 

ক) 7 ✓

খ) 17 

গ) 77 

ঘ) 27 


২৪) চিংড়ির ক্যারাপেস এর যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয় ? 

ক) ব্রংকাস 

খ) ব্রংকিওলস্টেগাল ঝিল্লি 

গ) ব্রংকিওস্টেগাইট✓

ঘ) ব্রংকিওলস্টেগাল ওপাইন


২৫) কোন প্রাণীটি অন্তঃকঙ্কাল ও বহি: কঙ্কাল দুই পাওয়া যায়? 

ক) কচ্ছপ✓ 

খ) জেলিফিশ 

গ) ব্যাং 

ঘ) শামুক 


২৬) ট্রাকিওল কোথায় পাওয়া যায় ?

ক) পতঙ্গ ✓ 

খ) কৃমি 

গ) শামুক 

ঘ) কেঁচো 


২৭) ব্যাং এর প্রধান রেচন পদার্থ কোনটি? 

ক) ইউরিয়া✓ 

খ) অ্যামোনিয়া 

গ) ইউরিক অ্যাসিড 

ঘ) অ্যামাইনো এসিড 


২৮) যে সকল প্রাণী পরিবেশের তাপমাত্রা ব্যাপক তারতম্য সহ্য করতে পারে তাদেরকে কি বলা হয়? 

ক) পয়কিলোথার্মিক 

খ) হোমিওথার্মিক 

গ) স্টেনোথার্মিক 

ঘ) ইউরিথার্মাল ✓


২৯) নিচের কোনটি ডিম পাড়ে , সরাসরি বাচ্চা প্রসব করে না? 

ক) একিডনা ✓

খ) ক্যাঙ্গারু 

গ) সজারু 

ঘ) তিমি


৩০) অর্নিথলজি নিচের কোনটির অধ্যায়ন কে বলা হয় ? 

ক) স্তন্যপায়ী 

খ) বাদুড় 

গ) মাছ 

ঘ) পক্ষী✓ 










)

Bengali Current Affairs 30th January, 2021

 Bengali Current Affairs 30th January, 2021

1.প্রথম ইউরোপীয়ান রাষ্ট্র হিসাবে কোন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করলো?

ⓐ যুক্তরাজ্য

ⓑ ইতালি

ⓒ যুক্তরাষ্ট্র✓

ⓓ ফ্রান্স

◍ রাজধানী- লন্ডন

◍ মুদ্রার নাম- পাউন্ড স্টার্লিং

◍ প্রধানমন্ত্রী- বরিস জনসন


2.সম্প্রতি পদত্যাগকারী Giuseppe Conte কোন দেশের প্রধানমন্ত্রী?

ⓐ মঙ্গোলিয়া

ⓑ ইতালি✓

ⓒ পর্তুগাল

ⓓ জাপান

◍ রাজধানী- রোম

◍ মুদ্রার নাম- ইউরো

◍ রাষ্ট্রপতি- Sergio Mattarella (সার্জিও মাত্তেরেলা)


3.তামিলনাড়ুর কোথায় জয়ললিতা মেমোরিয়ালের উদ্বোধন করা হলো?

ⓐ কয়েম্বাটুর

ⓑ চেন্নাই✓

ⓒ মাদুরাই

ⓓ তিরুচিরাপল্লি

◍ এটির উদ্বোধন করলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

◍ জয়রাম জয়ললিতা ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৬ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন।


4.ধনলক্ষ্মী ব্যাঙ্কের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ জে.কে. শিভান✓

ⓑ সন্দীপ বক্সি

ⓒ মহেশ কুমার

ⓓ আদিত্য কোটাক

◍ হেড কোয়ার্টার- থ্রিসুর

◍ প্রতিষ্ঠা সাল- ১৯২৭


5.বৃহত্তম Foreign Direct Investment (FDI) প্রাপক হিসাবে আমেরিকাকে অতিক্রম করলো কোন দেশ?

ⓐ অস্ট্রেলিয়া

ⓑ জাপান

ⓒ চীন✓

ⓓ ব্রিটেন

◍ দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা ।

◍ FDI full form : Foreign Direct Investment

◍ চীনের রাজধানী- বেজিং

◍ মুদ্রার নাম- রেনমিনবি

◍ রাষ্ট্রপতি- সি জিনপিং


6.সম্প্রতি প্রয়াত প্রশান্ত ডোরা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ক্রিকেট

ⓑ হকি

ⓒ ফুটবল✓

ⓓ ব্যাডমিন্টন

◍ তিনি ভারতের প্রখ্যাত গোল কিপার।

◍ তিনি মোহন বাগান এবং ইস্ট বেঙ্গল উভয় দলের হয়ে খেলেছেন।

◍ মৃত্যুকালীন তাঁর বয়স- ৪৪ বছর


7.সম্প্রতি শিশুদের জন্য বোট লাইব্রেরী লঞ্চ করা হচ্ছে কোথায়?

ⓐ চেন্নাই

ⓑ কলকাতা✓

ⓒ আগরতলা

ⓓ গুয়াহাটি

◍ হুগলি নদীতে জাহাজ বা বোটে এই পরিষেবা থাকবে।

◍ তিন ঘন্টা নৌকা ভ্রমণ করা যাবে ।

◍ এর জন্য প্রাপ্তবয়স্কদের 100 টাকা এবং শিশুদের জন্য 50 টাকা ধার্য করা হবে ।

◍ তিন ঘন্টা সময়সীমার মধ্যে নৌকার উপর যত রকম পুস্তক থাকবে তারা সেগুলো পড়তে পারবে ।


8.বিশ্বের দ্রুত বিকশিত Tech Hub-এর তকমা পেল কোন শহর?

ⓐ লন্ডন

ⓑ মুম্বাই

ⓒ বেঙ্গালুরু✓

ⓓ প্যারিস

◍ দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন


9.National Best Electoral Practices Award 2020 জিতলো কোন রাজ্য?

ⓐ মনিপুর

ⓑ মেঘালয়✓

ⓒ নাগাল্যান্ড

ⓓ আসাম

◍ নির্বাচনী কার্যক্রমে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করার জন্য মেঘালয় কে পুরস্কার দেওয়া হয়েছে।

◍ মেঘালয়ের রাজধানী- শিলং

◍ মেঘালয়ের মুখ্যমন্ত্রী : কনরাড সাংমা

◍ মেঘালয়ের রাজ্যপাল : সত্যপাল মালিক 

◍ সম্প্রতি মেঘালয় ভারতের দীর্ঘতম রোড আর্চ সেতু নির্মিত হলো ।


10.কাজা কালাস কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ?

ⓐ মালয়েশিয়া

ⓑ এস্তোনিয়া ✓

ⓒ উত্তর কোরিয়া 

ⓓ সৌদি আরব

◍ এস্তোনিয়ার মুদ্রা-  ইউরো

◍ এস্তোনিয়ার রাজধানী : তাল্লিন

◍ এস্তোনিয়ার রাষ্ট্রপতি : Kersti Kaljulaid (কের্তি কালজুলাইদ)


11. T.S . Eliot পুরস্কার জিতলেন কে ?

ⓐ অরূপ ত্রিবেদী 

ⓑ ভানু কপিল✓ 

ⓒ ভানু শর্মা 

ⓓ শশী থারুর

◍ প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কবি হিসেবে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম এর তার How to wash a heart  কবিতার জন্য তিনি এই পুরস্কার পেলেন।


12. অমিত শাহ কোন রাজ্যে আয়ুষ্মান CAPF যোজনা চালু করলেন ? 

ⓐ রাজস্থান 

ⓑ আসাম ✓ 

ⓒ বিহার 

ⓓ পশ্চিমবঙ্গ 

◍ এর দ্বারা উপকৃত হবে ভারতীয় সৈন্য বাহিনী । 

◍ সকল সৈন্যদের জন্য ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা চালু করা হচ্ছে এই আয়ুষ্মান CAPF যোজনার মাধ্যমে। 

13. কর্নাটকের কোথায় প্রথম ভারতীয় " গ্রে উলফ অভয়ারণ্য"  স্থাপন করা হলো ? 

ⓐ বেঙ্গালুরু 

ⓑ মেঙ্গালুরু 

ⓒ কোপ্পল✓ 

ⓓ নিয়াপালিয়ন 

◍ কর্নাটকের রাজধানী : বেঙ্গালুরু 

◍ কর্নাটকের মুখ্যমন্ত্রী:  বিএস ইয়েদদুরাপ্পা 

◍ কর্নাটকের রাজ্যপাল : বাজুভাই বালা 

◍ 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য ।

◍ কৃষকদের জন্য FRUITS পোর্টাল  লঞ্চ করল ।

◍ প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটক রাজ্যে ।

◍ কর্নাটকের মুখ্যসচিব নিযুক্ত  হলেন পি. বি. কুমার 

◍ কর্নাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে 

◍ Avalokan software লঞ্চ করল কর্ণাটক রাজ্য ।


14. সম্প্রতি কোথায় বার্ষিক " আদিবাসী মেলা"  আয়োজিত হল ? 

ⓐ ভুবনেশ্বর ✓ 

ⓑ দিসপুর 

ⓒ জয়পুর

ⓓ পাটনা 


15. সম্প্রতি কোন রাজ্যে চারদিনব্যাপী কাব্য উৎসব "কবিতাবিজ" আয়োজিত হল ?

ⓐ কেরালা ✓ 

ⓑ কর্ণাটক 

ⓒ ঝারখান্ড 

ⓓ মেঘালয়

◍ কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম 

◍ কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজায়ান 

◍ কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান 

◍ ভারতের প্রথম Gender Data Hub  নির্মাণের জন্য UN women এর সঙ্গে চুক্তি করলো কেরালা ।

◍ কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন। 

◍ বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়।

◍ " One School One IAS " যোজনা চালু করল কেরালা  রাজ্য ।

◍ জিমেদার পর্যটন অভিযান চালু করল কেরালা ।

◍ ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়।


16. সম্প্রতি "হুনার হাট" এর 24 তম সংস্করণ কোথায় আয়োজিত হল ? 

ⓐ সুরাট 

ⓑ রাচি 

ⓒ লকনো ✓ 

ⓓ আসানসোল 

◍ লখনও উত্তর প্রদেশের রাজধানী ।

◍ লখনও গোমতী নদীর তীরে অবস্থিত ।


17. HSBC ভারতের কোথায় International Banking Unit স্থাপন করল ? 

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ গুজরাট  ✓ 

ⓒ মধ্যপ্রদেশ 

ⓓ পশ্চিমবঙ্গ


◍ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

◍ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি 

◍ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 


◍ নতুন সৌর নীতি ঘোষণা করল গুজরাট ।

◍ নতুন পর্যটন নীতি ঘোষণা করল গুজরাট। 

◍ পক্ষী রক্ষার জন্য করুণা অভিযান চালু করল গুজরাট।

◍ ড্রাগন ফলের নাম পরিবর্তন করে "কমলম" বা " পদ্ম" করল গুজরাট ।

◍ শিবরাজপুর সমুদ্র সৈকত পুনঃ নির্মাণ করবে গুজরাট।



Thursday, January 28, 2021

Bengali Current Affairs 28th January, 2021


Bengali Current Affairs 28th January, 2021

1.১টি রকেটের মাধ্যমে ১৪৩টি স্যাটেলাইট লঞ্চ করে রেকর্ড গড়লো কোন মহাকাশ সংস্থা?

ⓐ NASA

ⓑ ISRO

ⓒ SpaceX✓

ⓓ JAXA

◩ হেড কোয়ার্টার- ক্যালিফোর্নিয়া

◩ প্রতিষ্ঠা সাল- ২০০২ সালের ৬ই মে

◩ প্রতিষ্ঠাতা ও CEO- এলোন মাস্ক


2.প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেবে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ পাঞ্জাব

ⓒ উত্তরপ্রদেশ✓

ⓓ গুজরাট

◩ এই কোচিং পরিষেবার নাম দেওয়া হয়েছে ABHYUDAYA

◩ JEE, NEET, NDA, CDS এবং UPSC পরীক্ষার জন্য ফ্রি কোচিং দেওয়া হবে

◩ উত্তরপ্রদেশের রাজধানী- লক্ষ্ণৌ

◩ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

◩ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


3. সম্প্রতি পদ্ম পুরস্কার 2021 এর জন্য মোট কত জনের নাম মনোনীত করা হয়েছে ?

ⓐ 129 

ⓑ 119 ✓ 

ⓒ 109 

ⓓ 99

◩ 119 জন এর মধ্যে 7 জন পদ্মবিভূষণ , 10 জন পদ্মভূষণ , এবং পদ্মশ্রী' পেয়েছেন 102 জন।


4. কোন দেশের প্রধানমন্ত্রী 2021 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেতে চলেছেন? 

ⓐ জাপান✓ 

ⓑ বাংলাদেশ 

ⓒ ভারত 

ⓓ শ্রীলংকা 

◩   শিনজো আবে 2006 সাল থেকে 2007 সাল পর্যন্ত এবং 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

◩ 2020 সালের 28 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 


5. কোন টেবিল টেনিস খেলোয়াড় 2021 সালে পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন ? 

ⓐ মৌমা দাস ✓ 

ⓑ পৌলোমী ঘটক 

ⓒ সৌমজিৎ ঘোষ 

ⓓ শরৎ কামাল 

◩ ইনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ।

◩ 2013 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন ।


6. 2021 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল  পুরস্কারে কত জন শিশুকে পুরস্কৃত করা হয়?

ⓐ 30 জন

ⓑ 32 জন ✓ 

ⓒ 28 জন 

ⓓ 40 জন 

◩ রাষ্ট্রীয় বাল পুরস্কার দুটি বিভাগে দেয়া হয়ে থাকে।

১) শিশুদের কল্যাণে অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি বিশেষ কে বাল শক্তি পুরস্কার দেয়া হয় ।

২) বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ কে বাল কল্যাণ পুরস্কার দেওয়া হয় ।


◩ উদ্ভাবনীমূলক কাজ, শিক্ষাগত সাফল্য, খেলাধুলা, কলা ও সংস্কৃতি, সমাজ সেবা এবং সাহসিকতার ক্ষেত্রে অসামান্য দক্ষতা ও অবদানের জন্য শিশুদের এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে ।


7. 51 তম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম  উৎসবে কোন Drama  গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2021 পেয়েছে? 

ⓐ Into The Darkness ✓ 

ⓑ Green valley 

ⓒ no one cares 

ⓓ None

◩ " Into The Darkness " ডেনমার্কের একটি নাটক।

◩ " Into The Darkness"  দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত একটি Denis drama 

◩ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্কে মানুষের জীবন কেমন ছিল সেই সম্পর্কে বর্ণনা রয়েছে এই নাটকে।


8. মরণোত্তর মহাবীর চক্র পেলেন কে ? 

ⓐ  বিকু মাল্লা সন্তোষবাবু ✓

ⓑ  মনোহর জেঠ 

ⓒ  রণজিৎ কুমার

ⓓ করমবীর সিং 


9. সম্প্রতি প্রকাশিত ICC Test Ranking 2021  এ ভারতের রেঙ্ক কত ? 

ⓐ প্রথম 

ⓑ দ্বিতীয় ✓

ⓒ তৃতীয় 

ⓓ চতুর্থ 

◩ ICC Test Ranking 2021  এ প্রথম স্থানে নিউজিল্যান্ড,  তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ।

◩ ICC full form : International Cricket Council

◩ Formation : 15 June , 1909

◩ Headquarters :  Dubai, United Arab Emirates

◩ CEO : Manu Sawhney

◩ Chairman : Greg Barclay


10.সম্প্রতি পদত্যাগকারী Khurelsukh Ukhnaa (খুরেলসুখ উখনা), কোন দেশের প্রধানমন্ত্রী?

ⓐ তুরস্ক

ⓑ উজবেকিস্তান

ⓒ মঙ্গোলিয়া✓

ⓓ নেপাল

◩ রাজধানী- উলানবাতার

◩ মুদ্রার নাম- তোগরোগ


11."Flying Blind: India’s Quest For Global Leadership” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ ফরিদ জাকারিয়া

ⓑ মহম্মদ জিসান✓

ⓒ কবির সিং

ⓓ আসমা খাতুন


12. কৃষক আন্দোলন করতে গিয়ে প্রয়াতদের পরিবারের একজনকে সরকারী চাকরী দেবে কোন রাজ্য?

ⓐ হরিয়ানা

ⓑ পাঞ্জাব✓

ⓒ গুজরাট

ⓓ উত্তরপ্রদেশ

◩ রাজধানী- চণ্ডীগড়

◩ মুখ্যমন্ত্রী- ক্যাপ্টেন অমরিন্দার সিং

◩ রাজ্যপাল- ভি.পি. সিং বান্দরে


13. সম্প্রতি প্রয়াত ল্যারি কিং কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ লেখক

ⓑ টিভি ও রেডিও হোস্ট✓

ⓒ সাংবাদিক

ⓓ কোনোটিই নয়

◩ তিনি আমেরিকার প্রখ্যাত টক শো হোস্ট করতেন

◩ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৭ বছর


14.আয়ুষ্মান ভারত ইন্সুরেন্স স্কিমের নাম পরিবর্তন করে " আয়ুষ্মান ভারত মহত্মা গান্ধী হেলথ ইন্সুরেন্স স্কিম" রাখলো কোন রাজ্য?

ⓐ রাজস্থান✓

ⓑ গুজরাট

ⓒ কেরালা

ⓓ বিহার

◩ রাজধানী- জয়পুর

◩ মুখ্যমন্ত্রী- অশোক গেহলট

◩ রাজ্যপাল- কালরাজ মিশ্র


15. সম্প্রতি কে 26 শে জানুয়ারি "ভারত পর্ব 2021" উদ্বোধন করলেন ?

ⓐ রামনাথ কোবিন্দ 

ⓑ ওম বিড়লা✓ 

ⓒ রাজনাথ সিং 

ⓓ অমিত শাহ

◩ লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা ।

◩ "ভারত পর্ব 2021"শুরু হয়েছিল 2016 সালে।

◩ এটি একটি মেগা ইভেন্ট। প্রত্যেক বছর 26 জনুয়ারি লালকেল্লা তে আয়োজিত হয়।


16. 25 জানুয়ারি কোন রাজ্য 50 তম প্রতিষ্ঠা দিবস পালন করল? 

ⓐ হিমাচল প্রদেশ ✓ 

ⓑ অরুণাচল প্রদেশ 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ মধ্যপ্রদেশ

◩ 25 জানুয়ারি 1971 সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় ।

◩ হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক গুলো হল - গ্রেট হিমালয়ার ন্যাশনাল পার্ক , পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, খিরগঙ্গা ন্যাশনাল পার্ক ।

◩ হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা চালু হলো ।

◩ অটল বিহারী বাজপেয়ির 18 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হলো হিমাচল প্রদেশের সিমলা তে।

◩ রেডিও স্টেশন Radio Hills youngisthan Ka Dil  লঞ্চ করা হলো।

◩  হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর

◩ হিমাচল প্রদেশের রাজ্যপাল - বান্দরু দত্তাত্রেয় 

◩ হিমাচল প্রদেশের রাজধানী - সিমলা 


17. কোন রাজ্য "এক  পৌধা সুপশিত বেটি কে নাম" ( ‘Ek Paudha Suposhit Beti Ke Naam’ ) নামক যোজনা শুরু করলো? 

ⓐ ঝারখান্ড 

ⓑ রাজস্থান ✓ 

ⓒ বিহার 

ⓓ উত্তর প্রদেশ

◩ গর্ভবতী মহিলা এবং শিশুর পুষ্টির জন্য এই যোজনা চালু করা হয়েছে।


◩ সম্প্রতি রাজস্থান ইন্দিরা রসোই যোজনা চালু করেছে ।

◩ জয়পুর শহরে পত্রিকা দ্বার স্থাপন করা হলো ।

◩ ADB 300 মিলিয়ন ডলার অনুদান দিল।

◩ National Institute of Ayurveda তৈরি হচ্ছে রাজস্থানের জয়পুরে।

◩ স্ট্যাচু অফ পিস স্থাপন করা হলো রাজস্থানে।

◩ রাজস্থানের পুলিশ একাডেমির শ্রেষ্ঠ একাডেমির তকমা পেল ।


◩ রাজস্থানের রাজধানী: জয়পুর (জয়পুর গোলাপি শহর নামে পরিচিত)

◩ রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী : অশোক গেহলট 

◩ রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা 


18. Current Account Surplus এর নিরিখে বিশ্বের কোন দেশ প্রথমে রয়েছে ? 

ⓐ জাপান 

ⓑ ভারত  

ⓒ চীন✓

ⓓ জার্মানি

◩ চীনের রাজধানী : বেইজিং 

◩ চীনের রাষ্ট্রপতি : শি জিনপিং 

◩ চীনের মুদ্রা : রেনমিনবি 


Question of the Day

.১) ‘আন্তর্জাতিক মানব সংহতি দিবস’ পালন করা হয় কবে?

২) PETA India’s Hottest Vegetarian Celebrities of 2020 তালিকায় প্রথমস্থানে আছেন কোন বলিযুড অভিনেতা ও অভিনেত্রী?



English Class -Set 56

 

English Class -Set 56

1) Antonym : IGNOBLE

A) Corrupt

B) Craven

C) Abject

D) Dignified ✓


2) Group of words

Travelling under a name other than one's own

A) Impromptu 

B) Incognito ✓

C) Incredible 

D) Invisible 



3) Synonym:  FLABBERGASTED

A) Disturbed 

B) Motivated 

C) Astonished✓

D) Terrified



4) Synonym :  AUSPICIOUS 

A) Favourable ✓

B) Suspicious 

C) Hapless 

D) Playful 



5) Jumbled sentences  

A) She was a tall woman and she carried a large purse.

B) Suddenly a boy ran up  behind her and tried to snatch her purse.

C) It was 11 o'clock at night and a women was walking alone .

D) It had a long strap and she carried it slung across her shoulder

1. CADB ✓  2. DCBA  3. ACDB   4.DBCA 




6) Jumbled sentences.   

A) Security cameras captured the whole incident .

B) Commuters in Virginia, USA got a shock when a deer entered a  metro station 

C) However , it eventually backed out and ran away unharmed. 

D) Nobody knows how it made into the station 

1. DCBA  2 . BADC   3. BDCA  ✓  4. ADCB 



7) Antonym : TURBULENT  

A) Raging 

B) Peaceful ✓

C) Forceful

D) Convincing


8) Select the correct passive form of the given sentence.  

A brick falling from the roof top broke the front glass of my car 


A) The front glass of my car has broken a brick falling from the roof top .

B) The front glass of my car was broken by a brick falling from the rooftop .✓ 

C) The front glass of my car had been broken by a brick falling from the rooftop .

D) The front glass of my car has been broken by brick falling from the rooftop .



9) Fill in the blank

I have visited several places in India but I _______ the Andaman and Nicobar Islands yet . 

A) haven't been visiting 

B) didn't visit 

C) haven't visited ✓

D) don't visit 




10) Group of word  

A dome - shaped shelter built from blocks of solid snow used by Eskimos .


A) Wigwam 

B) Yurt 

C) Tepee 

D) Igloo✓




11) Fill in the blank

The rescue team dug out a soldier from the snow ______ how he could have survived for seven days buried under it .   

A) wondering ✓

B) wondered 

C) to wonder 

D) wonder 




12) Jumble sentence.   


A) It is because now a days people have no time for recreation. 

B) But this past time is getting out of favour now .

C) It is really a thrilling  exercise 

D) Flying kites is my favourite pastime. 


1. DCBA✓    2. CDAB  3.DBAC    4.BCDA 



13) Select the correct passive form of the given sentence.  

Did you receive my letter ?

A) Did my letter was received by you ? 

B) Have you been received by my letter? 

C) Was  my letter received by you ?✓

D) Has my letter been received by you? 



14) Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence.  if there is no need to substitute it select no improvement .   


Many companies prefer that the new employees have not only a degree also two year's work experience. 


A) but also two year's work experience ✓

B) no improvement 

C) but more two year work experience 

D) but two year work experience 



15) Grammatical error

I was surprised to see as Payel could write such good poems in Hindi .  

A) to see as Payel ✓

B) I was surprised 

C) such good poems in Hindi 

D) could write 




16) Group of words 

The science which studies the crust of the earth .   

A) Zoology 

B) Etymology 

C) Biology 

D) Geology ✓ 



17) Idiom : full of be  

A) being upset 

B) lively and energetic ✓ 

C) full of crazy ideas 

D) in good health 




18) Grammatical error

We have sufficient food and clothing about the flood victims in Kerala .  


A) we have sufficient 

B) in Kerala

C) about the flood victims ✓

D) food and clothing 



19) Antonym :  EMPATHY   

A) Appreciation 

B) Warmth 

C) Sympathy 

D) Apathy ✓



20)  Fill In The Blank   

Sanju made a working model of an airplane_______ when he was sixteen.


A) itself 

B) himself ✓ 

C) oneself 

D) Herself



Bengali Current Affairs 27th January, 2021


Bengali Current Affairs 27th January, 2021

1. 2021 সালের 26 জানুয়ারি ভারত কত তম প্রজাতন্ত্র দিবস পালন করল? 

ⓐ 70 তম 

ⓑ 71 তম

ⓒ 72 তম✓ 

ⓓ 73 তম

◧ 1950  সালের 26 জনুয়ারি দেশের সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।


2.পাবলিক প্যাসেঞ্জার যানবাহনে GPS এবং প্যানিক বাটনবাধ্যতামূলক করলো কোন রাজ্য সরকার?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ ছত্তিশগড়✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ দিল্লি

◧ রাজধানী- রায়পুর

◧ মুখ্যমন্ত্রী- ভূপেশ বাঘেল

◧ রাজ্যপাল- Anusuiya Uikey


3.সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার পেলেন কে?

ⓐ রাজপ্রসাদ কুমার

ⓑ ড. রাজেন্দ্রকুমার ভাণ্ডারী✓

ⓒ বিকাশ রঞ্জন শর্মা

ⓓ অভিষেক বর্মন


4.প্রথম রাজ্য হিসাবে ক্যাপিটাল প্রোজেক্টের জন্য অতিরিক্ত ফান্ড পাচ্ছে কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ মধ্যপ্রদেশ✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ উড়িষ্যা

◧ রাজধানী- ভোপাল

◧ মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান

◧ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


5. কোন দিনটি প্রত্যেক বছর International Day of Education হিসেবে পালিত হয়? 

ⓐ 24 জানুয়ারি✓ 

ⓑ 25 জানুয়ারি 

ⓒ 26 জানুয়ারি 

ⓓ 27 জানুয়ারি 

◧  রাষ্ট্রসংঘ দ্বারা এই দিনটি পালিত হয়।

◧  2019 সালে প্রথম এই দিনটি পালিত হয়। 

◧ এবছর এটা তৃতীয় তম ।

◧ Theme- 'Recover and revitalise education for the COVID-19 generation'

◧ United Nation Founded: 24 October 1945 

◧ Secretary general: António Guterres

◧ Headquarter : New York 


6.প্রথমবার ‘জেল ট্যুরিজম’ শুরু করতে চলেছে কোন সরকার?

ⓐ কর্নাটক

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ মনিপুর

ⓓ মেঘালয়

◧ 26 জানুয়ারি মহারাষ্ট্র সরকার 'জেল ট্যুরিজম' শুরু করলো।  

◧ রাজ্যে যতগুলি ঐতিহাসিক কারাগার আছে সেইসব কারাগারে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে । এটাই হলো জেল পর্যটন বা 'জেল ট্যুরিজম'। 


◧ সুপ্রিম কোর্ট মারাঠা  সম্প্রদায়ের সংরক্ষণ বাতিল করল।

◧ সম্প্রতি দূষণের কারণে লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল। 

◧ মহারাষ্ট্রের রাজ্যপাল সম্প্রতি"Majhi Bhint"  নামক বই প্রকাশ করল।

◧ গরেওয়ারা চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে প্রাণী উদ্যান  করা হলো।

◧ রাজধানী- মুম্বাই

◧ মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে

◧ রাজ্যপাল- ভগৎ সিং কস্যারী


7.Broadcasting Content Complaints Council (BCCC)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ গীতা গোপিনাথ

ⓑ গীতা মিত্তাল✓

ⓒ হিমা কোহলী

ⓓ প্রশংসা সিং

◧ গীতা মিত্তাল পূর্বে জম্মু-কাশ্মীর হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত ছিলেন।

◧ এখন জম্মু-কাশ্মীর হাইকোর্টের মুখ্য বিচারপতি পঙ্কজ মিথাল


8. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা আওতায় বালিকাদের ক্ষমতায়ন ও অগ্রগতিতে সাহায্য করার জন্য PANKH অভিযান চালু করল? 

ⓐ অন্ধ্রপ্রদেশ 

ⓑ মধ্যপ্রদেশ✓ 

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ হিমাচল প্রদেশ


◧ মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল 

◧ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী : শিবরাজ সিং চৌহান 

◧ মধ্যপ্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল 

◧ সম্প্রতি মধ্যপ্রদেশে "Roko- Toko " ক্যাম্পেইন লঞ্চ হল যারা মাস্ক পড়ছেন না তাদেরকে সচেতন করার জন্য।


◧ মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল- বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক ইত্যাদি ।


9.ভারতের সবচেয়ে বড় মাল্টি-মডেল লজিস্টিক পার্ক তৈরী হতে চলেছে কোথায়?

ⓐ মেঘালয়

ⓑ গুজরাট✓

ⓒ রাজস্থান

ⓓ বিহার

◧ রাজধানী- গান্ধীনগর

◧ মুখ্যমন্ত্রী- বিজয় রুপানি

◧ রাজ্যপাল- আচার্য্য দেবব্রত


10. ‘Press Club Person of the Year’ অ্যাওয়ার্ড পেলেন কে?

ⓐ মুকেশ আম্বানি

ⓑ রতন টাটা

ⓒ আজিম প্রেমজি✓

ⓓ উদয় কোটাক

◧ তিনি Wipro-র চেয়ারম্যান

◧ Wipro-র হেডকোয়ার্টার- বেঙ্গালুরু

◧ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৯শে ডিসেম্বর

◧ বর্তমান CEO- Thierry Delaporte(থিয়েরি ডেলাপুর্তে)

◧ আজিম প্রেমজি 2005 সালে পদ্মভূষণ পুরস্কার এবং 2011 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান । 

◧ Edelgive Hurun India Philanthropy list for the year 2020 হয়েছেন ।


11. উত্তরপ্রদেশ 24 জানুয়ারি 2021 সালে কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল ?

ⓐ 70 তম 

ⓑ 71 তম ✓ 

ⓒ 72 তম 

ⓓ 73 তম

◧ 1950  সালের 24 জানুয়ারি উত্তর প্রদেশ রাজ্য গঠিত হয়।


12. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যুবকদের জন্য "উদ্যম সারথি"  অ্যাপ লঞ্চ করল ?

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ উত্তর প্রদেশ✓ 

ⓒ হিমাচল প্রদেশ 

ⓓ ঝাড়খন্ড


◧ 24 জানুয়ারি উত্তরপ্রদেশের 71 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ "উদ্যম সারথি"   অ্যাপ লঞ্চ করলেন।

◧ কর্মসংস্থান এবং চাকরি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে এই অ্যাপটি সাহায্য করবে ।

◧ উত্তর প্রদেশের রাজধানী: লকনো  (লখনও শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত)

◧ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল


13. কোন কেন্দ্রীয় মন্ত্রী এই প্রথমবার Paperless Budget ঘোষণার জন্য "Union Budget Mobile App" লঞ্চ করলেন ? 

ⓐ রাজনাথ সিং 

ⓑ অমিত শাহ

ⓒ নির্মলা সীতারামন ✓

ⓓ রমেশ পক্রিয়াল 


◧ নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী পদে নিযুক্ত আছেন।

◧ 8 ফেব্রুয়ারি প্রকাশিত হবে কেন্দ্রীয় বাজেট । যাতে প্রত্যেকে নিজেদের মোবাইলে এই বাজেট দেখতে পায় সেজন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন "Union Budget Mobile App" লঞ্চ করলেন ।


14. কোন অভিনেতা WEEK's man of the Year 2020  তে  ভূষিত হলেন ? 

ⓐ অমিতাভ বচ্চন 

ⓑ অক্ষয় কুমার 

ⓒ সোনু সুদ ✓ 

ⓓ শাহরুখ খান

◧ করোনা মহামারীর সময় অসংখ্য পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের সাহায্য করার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হলেন।

◧ Accer India ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন সোনু সুদ। 

◧ " I Am No Messiah" আত্মজীবনীমূলক বইটি লেখেন সোনু সুদ।


15. সম্প্রতি কোন সৈন্যবাহিনী Operation Sard  Hawa লঞ্চ করল ?

ⓐ ITBP 

ⓑ Indian Navy 

ⓒ BSF ✓

ⓓ CRPF 

◧ BSF : Border Security Force 

◧ রাজস্থানের জয়সলমীর শহরে এই অপারেশন লঞ্চ করেছে BSF 

◧ Headquarters: New Delhi 

◧ Founded: 1 December 1965

◧  Director General : Rakesh Asthana  


16. ভারতের দীর্ঘতম মালবাহী ট্রেনের নাম কি ? 

ⓐ বাসুকি ✓ 

ⓑ শেষ নাগ 

ⓒ সুপার অ্যানাকন্ডা 

ⓓ সবকটি

◧ ট্রেনটির দৈর্ঘ্য 3.5 কিমি। 

◧ ট্রেনটিতে মোট 300 টি কামরা আছে।

◧ একজন পাইলট ,একজন অ্যাসিস্ট্যান্ট এবং একজন গার্ড দ্বারা এত লম্বা ট্রেনটি ভিলাই থেকে করবা পর্যন্ত মোট 224 কিলোমিটার পথ সাত ঘন্টায় অতিক্রম করল।


◧ এর আগে ভারতের দীর্ঘতম মালবাহী ট্রেন ছিল শেষনাগ । দৈর্ঘ্য ছিল 2.8 কিলোমিটার ।

17. সম্প্রতি কোথায় "নেতাজি বাস টার্মিনাস" নির্মাণ করা হবে ?

ⓐ জয়পুর 

ⓑ কটক✓ 

ⓒ কলকাতা 

ⓓ দিল্লি 


18. কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় পর্যটন দিবস হিসেবে পালিত হয় ? 

ⓐ 24 জানুয়ারি 

ⓑ 25 জানুয়ারি✓ 

ⓒ 26 জানুয়ারি 

ⓓ 27 জানুয়ারি 

◧ 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবেও পালিত হয়।

◧ 24 জানুয়ারি  জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালিত হয়। 


19. প্রয়াত হলেন নরেন্দ্র লুথার তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ খেলোয়াড় 

ⓑ সাংবাদিক 

ⓒ ঐতিহাসিক✓ 

ⓓ গায়ক 

◧ তিনি একাধারে ঐতিহাসিক, কবি এবং লেখক ছিলেন। 

◧ তিনি অন্ধ প্রদেশের চিফ সেক্রেটারি ছিলেন।



20. সম্প্রতি কে হলেন আমেরিকার সেকেন্ড জেন্টেলম্যান ? 

ⓐ জো বাইডেন 

ⓑ কমলা হ্যারিস 

ⓒ ডগলাস এমহাফ ✓

ⓓ ডোনাল্ড ট্রাম্প 

◧ আমেরিকার 46 তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জো বাইডেন । তিনি হলেন আমেরিকান ফার্স্ট জেন্টেলম্যান  বা ফার্স্ট ম্যান । এবং আমেরিকার বর্তমানে সেকেন্ড লেডি হয়েছেন 49 তম উপরাষ্ট্রপতি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা  কমলা হ্যারিস। তিনি যেহেতু সেকেন্ড লেডি কমলা হ্যারিস এর হাজবেন্ড ডগলাস এমহাফ সেকেন্ড জেন্টলম্যান। 

◧ আমেরিকার মুদ্রার : ডলার 

◧ আমেরিকার  রাজধানী : ওয়াশিংটন ডিসি










Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...