Saturday, February 29, 2020

আবগারি কনস্টেবল Mains Gk পর্ব-১

আবগারি কনস্টেবল Mains Gk
পর্ব-১


১)বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটি?

ক) আর্গন
খ) অক্সিজেন 
গ) কার্বন ডাই অক্সাইড 
ঘ) নাইট্রোজেন√


২)কোন সময় ভারতে উর্দু ভাষার প্রচলন হয়?

ক)সুলতানি যুগ√ 
খ)মুঘল যুগ 
গ)ইংরেজ আমল 
ঘ)আফগানি যুগ


৩)রাজ্যের রাজ্যপাল নিচের কোন ক্ষমতা ভোগ করেন ?

ক)স্বেচ্ছাধীন ক্ষমতা√ 
খ)অবশিষ্ট ক্ষমতা 
গ)জরুরি ক্ষমতা 
ঘ)পরামর্শদান


  ৪)এক বছরে বিধানসভার অধিবেশন কমপক্ষে কতবার ডাকতে হয়?

ক)একবার
খ) দুবার √
গ)তিনবার 
ঘ)চারবার


৫)"রক্তকরবী" হলো একটি কি?

ক)উপন্যাস 
খ)ছোটগল্প 
গ)নাটক√ 
ঘ)কবিতা


৬)শব্দের প্রাবল্যের একক কি?

ক)ডেসিবেল√ 
খ)ওহম 
গ)ফ্যারাডে 
ঘ)পাসকাল


৭)কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন?

ক)প্রথম রাজ রাজ 
খ)সিমুক 
গ)রাজেন্দ্র চোল√ 
ঘ)দ্বিতীয় রাজ রাজ


৮ ) তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

ক)মহারাষ্ট্র√ 
খ)গুজরাট 
গ)ঝাড়খন্ড 
ঘ)মধ্যপ্রদেশ


৯ ) বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?

ক) 1 জুলাই
খ) 5 সেপ্টেম্বর
গ) 11 জুলাই √
ঘ) 2 অক্টোবর


১০)গোবি কি?

ক)অরণ্য 
খ)মরুভূমি√ 
গ)নদী 
ঘ)পাহাড়


১১) মেহেরগড় সভ্যতা কোন যুগের ?

ক)নব্য প্রস্তর যুগ √
খ)মধ্য প্রস্তর যুগ 
গ)প্রাচীন প্রস্তর যুগ 
ঘ)তাম্র প্রস্তর যুগ


১২)পৃথিবীর কোথায় সর্ব প্রথম পাতাল রেল চালু হয়?

ক)কলকাতা
খ) লন্ডন√ 
গ)চীন 
ঘ)জাপান



১৩)অলীক বল কাকে বলা হয়?

ক)অপকেন্দ্র বল √
খ)অভিকেন্দ্র বল 
গ)অভিসারী বল 
ঘ)অপসারী বল


১৪)কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়?

ক)11 এপ্রিল
খ)11 জানুয়ারি 
গ)11 মে√ 
ঘ)11 জুন


১৫)অর্থশাস্ত্র কে রচনা করেন?

ক)কৌটিল্য √
খ)বানভট্ট 
গ)কলহন 
ঘ)সন্ধ্যাকর নন্দী


১৬) ইউয়ান কোন দেশের মুদ্রা?

ক)চীন √
খ)জাপান 
গ)শ্রীলংকা 
ঘ)আফগানিস্তান


১৭)হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে কে স্থির করে রাখেন?

ক) রাজ্যপাল
খ) রাষ্ট্রপতি √
গ)পার্লামেন্ট 
ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


১৮)নিম্নের কোনটি একক হীন রাশি নয় ?

ক)আপেক্ষিক তাপ 
খ)পারমাণবিক গুরুত্ব 
গ)আপেক্ষিক গুরুত্ব√ 
ঘ)উষ্ণতা


১৯)গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে কেন?

ক)হালকা রঙ তাপের ভালো বিচ্ছুরক√ 
খ) হালকা রঙ তাপের ভালো শোষক
গ)হালকা রং ভালো ঘাম শোষক 
ঘ)হালকা রঙ শরীরের ঘাম বেশি নির্গত করে


২০)কোনটি প্র-গৌণ খাদক?

ক) বাজ পাখি√
খ) ময়ূর
গ) ইঁদুর
ঘ) সাপ


২১)ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে?

ক)মধ্যপ্রদেশ√ 
খ)কর্ণাটক 
গ)পাঞ্জাব 
ঘ)ঝাড়খন্ড



২২)ভারতের কোথায় প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত?

ক)নাহারকাটিয়া 
খ)বারাউনি 
গ)ডিগবয়√ 
ঘ)ট্রমবে



২৩)নিম্নলিখিত কোন ব্যক্তির নাম সানাই বাদ্যযন্ত্রর সাথে যুক্ত ?

ক)আলাউদ্দিন খাঁ 
খ)কিষান মহারাজ
গ)বিসমিল্লাহ খাঁ √
ঘ)আমজাদ আলী খাঁ



২৪)আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যায় কতগুলি ডিজিট থাকে?

ক)12√
খ)14
গ)10
ঘ)8


২৫)ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

ক)রিসরা √
খ)টিটাগর 
গ)শ্রীরামপুর
ঘ) কাঁচরাপাড়া


২৬)রাউলকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?

ক)নর্মদা 
খ)ব্রাহ্মণী√ 
গ)তুঙ্গভদ্রা 
ঘ)দামোদর



২৭)ভারতের কোন শহরে অপর নাম" সবুজ নগর"?

ক) দেরাদুন
খ) বেঙ্গালুরু√ 
গ) সিমলা 
ঘ) চন্ডিগড়


২৮)কোন রাজ্যে মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্য প্রচলিত?

ক) উত্তরপ্রদেশ 
খ) পশ্চিমবঙ্গ
গ) কেরালা√ 
ঘ) তামিলনাড়ু


২৯)  কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়?

ক)1942 সাল
খ)1947 সাল 
গ)1949 সাল 
ঘ)1950 সাল√


৩০)"ফ্লাসিং মেডো "কোন প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে বিখ্যাত?

ক) রাগবি 
খ)ভলিবল 
গ)বেসবল 
ঘ)লন টেনিস√

https://drive.google.com/file/d/1LEcn-dKCAG58DHbp2R0UC9L0VrokQ_Hd/view?usp=drivesdk


WBPSC MISCELLANEOUS PREPARATION SET -11



WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -11

১)রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক নাম কি?

ক) ফাইল কুইনান
খ) থিয়ামিন
গ)সায়ানোকোবালামিন 
ঘ)হেপারিন√

২)কোন পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়?

ক) তুঁতে 
খ)কপূর√
গ) ফিটকিরি
ঘ) লবণ

৩)কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয়?

ক)তরলের ক্ষেত্রে 
খ)গ্যাসের ক্ষেত্রে 
গ)তরল এবং গ্যাস উভয় ক্ষেত্রে √
ঘ)কোনোটিই নয়


৪)সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি?

ক) পাটনা
খ) চেন্নাই
গ) ইন্দোর √
ঘ)ব্যাঙ্গালোর

৫)বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড এর প্রবক্তা কে?

ক) ডারউইন 
খ)এলটন√ 
গ)মেন্ডেল 
ঘ)ট্রান্সলে

৬)"ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি" কে প্রতিষ্ঠা করেছিলেন?

ক)চিত্তরঞ্জন দাশ 
খ)সুভাষচন্দ্র বোস 
গ)রাসবিহারী বসু
ঘ) সূর্যসেন√


৭)নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি এক ধরনের মূল?

ক) পিয়াজ
খ) আলু
গ) গাজর√ 
ঘ)আদা

৮)কোন বর্ণের আলোর চ্যুতি সবথেকে কম?

ক) নীল 
খ)বেগুনী
গ) হলুদ
ঘ) লাল√

৯)বিধানসভার শান্তি-শৃঙ্খলা কে রক্ষা করে?

ক) স্পিকার √
খ)মুখ্যমন্ত্রী
গ) রাজ্যপাল 
ঘ)আইনমন্ত্রী


১০)ভারতবর্ষের হিন্দুস্তান নাম করেছিলেন কারা?

ক) হুনরা
খ) সিন্ধুরা 
গ)পারসিকরা√ 
ঘ)মিশরীয়রা


১১)সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে?

ক)মহাত্মা গান্ধী 
খ)রবীন্দ্রনাথ ঠাকুর 
গ)ব্রহ্মবান্ধব উপাধ্যায় √
ঘ)অরবিন্দ ঘোষ

১২)ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

ক) চিরহরিৎ
খ) গুল্ম 
গ)ম্যানগ্রোভ 
ঘ)পর্ণমোচী√


১৩)একটি লাভা গঠিত মালভূমির নাম কি?

ক) দাক্ষিণাত্য√
খ) তিব্বত 
গ)ইরান 
ঘ)বলিভিয়ান


১৪)"স্বচ্ছ ভারত অভিযান "অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা কোন শহর পেয়েছে?

ক) হালিশহর√ 
খ)বারাসাত 
গ)ব্যারাকপুর 
ঘ)বসিরহাট


১৫)ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার এর কারণ কি?

ক)রোধাঙ্ক  খুব কম 
খ)রোধাঙ্ক  খুব বেশি √
গ)ঘনত্ব বেশি 
ঘ)কাঠিন্য বেশি


১৬)ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত?

ক)1950 
খ)1951√ 
গ)1960 
ঘ)1965


১৭)কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

ক) ভিটামিন-সি √
খ)ভিটামিন-এ
গ) ভিটামিন-বি 
ঘ)ভিটামিন-ডি


১৮)কঙ্কালের প্রধান কাজ কি?

ক)মস্তিষ্ককে রক্ষা করা
খ) শরীরকে একটি নির্দিষ্ট আকার দেওয়া গ)লোহিত রক্ত কণিকা তৈরি করা 
ঘ)সবকটি√


১৯)নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমন্ডলের পাওয়া যায় না?

ক) জেনন 
খ)আর্গণ
গ) রেডন√
ঘ) হিলিয়াম

২০)ভারতবর্ষে কোথায় জাফরান চাষ হয় ?

ক) চম্বল উপত্যকায়
খ) দুন উপত্যকা 
গ)নীলগিরি উপত্যকা 
ঘ)কাশ্মীর উপত্যকা√


২১)পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত কোথায় তৈরি হয়?

ক) হৃদপিণ্ড 
খ)লোহিত মজ্জা√ 
গ)প্লীহা 
ঘ)অস্থিমজ্জা


২২)প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি?

ক) রামচরিত
খ) রামচরিত মানস 
গ)রাজতরঙ্গিনী√
ঘ) মহাভারত


২৩)চ্যাং কোন রাজ্যের প্রধান ভাষা?

ক) মনিপুর 
খ)নাগাল্যান্ড√
গ) সিকিম 
ঘ)অরুণাচল প্রদেশ


২৪)কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্তান বা ইন্ডিয়া হয়েছে?

ক) সিন্ধু√ 
খ)গঙ্গা
গ)ব্রহ্মপুত্র 
ঘ)দামোদর



২৫)গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত?

ক) আসাম √
খ)কর্ণাটক 
গ)পশ্চিমবঙ্গ 
ঘ)অন্ধপ্রদেশ


 ২৬)রাজ্য সরকারি রাজস্বের প্রধান উৎস কোনটি?

ক) ভূমি রাজস্ব 
খ)রাজ্য আবগারি কর 
গ)বিক্রয় কর √
ঘ)আয়কর


২৭)জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারন কি?

ক) জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম√
খ) দুধের আপেক্ষিক তাপ বেশি জলের কম
গ) দুধ বেশি ঘন
ঘ) দুধ অপেক্ষাকৃত বেশি পাতলা



২৮)ভারতের কোন রাষ্ট্রপতির লেখা গ্রন্থের নাম হচ্ছে" মাই প্রেসিডেনশিয়াল ইয়ার্স "?

ক) আর ভেঙ্কট রমন√ 
খ)ভিভি গীরি 
গ)আর কে নারায়ন 
ঘ)এপিজে আবদুল কালাম


২৯) কোন দেশের আগের নাম ছিল নিপ্পন?

ক) চীন 
খ)জাপান √
গ)আফগানিস্তান 
ঘ)মায়ানমার


৩০)বাংলায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে কার আমলে?

ক) বল্লাল সেন 
খ)হেমন্ত সেন 
গ)লক্ষণ সেন√ 
ঘ)বিজয় সেন

Friday, February 28, 2020

SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-3



SLST/ NET/SET HISTORY MCQ
             মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
                              Set-3

১) দিল্লির কোন সুলতান জমির খাজনার জন্য কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ করতেন?

ক) বলবন
খ) মুহাম্মদ বিন তুঘলক 
গ)আলাউদ্দিন খলজি √
ঘ)সিকান্দার লোদী


২) মুহাম্মদ বিন তুঘলক কোন ঐতিহাসিক কে প্রধান কাজীর পদে বসান?

ক) ইবন বতুতা √
খ)জিয়াউদ্দিন বরনী 
গ)সিরাজ আসিফ
ঘ) মার্কো পোলো

৩) কোন সুলতান নিজেকেই" ঈশ্বরের প্রতিনিধি "বলে মনে করতেন?

ক) ইলতুৎমিস 
খ)আলাউদ্দিন খলজি 
গ)বলবন√ 
ঘ)মুহাম্মদ বিন তুঘলক

৪) নিম্নের কোন শাসক উলেমাদের ক্ষমতাকে অস্বীকার করেছিলেন?

ক) বলবন 
খ)ফিরোজ শাহ তুঘলক 
গ)শেরশাহ 
ঘ)আলাউদ্দিন খলজী√

৫) কোন সুলতানের আমলে খালসা জমির পরিমাণ বৃদ্ধি পায়?

ক) গিয়াসউদ্দিন বলবন 
খ)আলাউদ্দিন খলজি√ 
গ)ফিরোজ শাহ তুঘলক 
ঘ)মহম্মদ বিনতুঘলক

৬) নিম্নের কে" লাখবক্স "নামে পরিচিত?

ক) নাসির উদ্দিন মাহমুদ
খ) বলবন 
গ)আইবক√
ঘ) ফিরোজ শাহ তুঘলক


৭) কুতুব মিনারের কাজ কে সমাপ্ত করে?

ক) বলবন 
খ)ইলতুৎমিস√
গ) আইবক 
ঘ)আরাম শাহ


৮) নিম্নে স্থাপত্যগুলোর কোনটি সর্বপ্রাচীন?

ক) অজন্তা √
খ)কুতুব মিনার 
গ)তাজমহল 
ঘ)খাজুরাহো


৯) "আড়াই দিন কা ঝোপড়া " আজমিরে কার নির্মাণ?

ক) আইবক√ 
খ)বলবন 
গ)শেরশাহ 
ঘ)আলম শাহ


১০) তুঘলক নামা কার লেখা?

ক) রাম খান 
খ)আমির খসরু√ 
গ)ইসামি 
ঘ)মালিক জয়শি

১১)কোন শাসকের আমলে জমি গুলি উর্বরতা অনুসারে ভাগ করে খাজনা নির্ধারণ করা হয়?

ক) শেরশাহ√ 
খ)আলাউদ্দিন খলজী 
গ)ফিরোজ শাহ তুঘলক
ঘ) মুহাম্মদ বিন তুঘলক


১২) নিম্নের কোন শাসক পৃথক কৃষি দপ্তর তৈরি করেছিলেন?

ক) বলবন
খ) আকবর 
গ)শেরশাহ 
ঘ)মুহাম্মদ বিন তুঘলক√


১৩) মধ্যযুগের ভারতের সামাজিক শ্রেণীবিভাগের মাপকাঠি ছিল-

ক) গোষ্ঠী 
খ)জাতি√ 
গ)গোত্র 
ঘ)ধর্ম


১৪) ভারতে দ্বিতীয় বার আফগান সাম্রাজ্য স্থাপন করেন কে?

ক) বহুলোল লোদী √
খ) ইব্রাহিম লোদী
গ) ইসলাম সাহ 
ঘ)শেরশাহ সুরি


১৫) বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী কে ধ্বংস করেছিলেন?

ক) শেরশাহ 
খ)আলাউদ্দিন খলজি
গ) ফিরোজ শাহ তুঘলক√
ঘ) মুহাম্মদ বিন তুঘলক


১৬) নিম্নের কোন রাজ্যটি তালিকোটার যুদ্ধ অংশগ্রহণ করেনি?

ক) আহমেদনগর √
খ)বেরার 
গ)বিজাপুর 
ঘ)গোলকুণ্ডা


১৭) জাফর খা কার সেনাপতি ছিলেন?

ক) শেরশাহ
খ)ফিরোজ শাহ তুঘলক
গ) মহম্মদ বিন তুঘলক
ঘ)আলাউদ্দিন খলজি√ 


১৮) ইলতুৎমিসের সময় রৌপ্য মুদ্রার নাম কি ছিল?

ক) রুপিয়া 
খ)জিতল 
গ)মোহর
ঘ) টংকা√


১৯) মধ্য যুগে কোন শাসকের সময়কালে "খান "উপাধি প্রবর্তন করা হয়?

ক) আলাউদ্দিন খলজি √
খ)বলবন 
গ)গিয়াসউদ্দিন তুঘলক
ঘ) ইলতুৎমিস


২০) বাবর যখন ভারত আক্রমন করেন তখন বিজয়নগরের শাসক কে ছিলেন?

ক) নরসিংহ রায়
খ) দ্বিতীয় দেব রায় 
গ)কৃষ্ণদেব রায় √
ঘ)সদাশিব রায়


২১) নিচের কোন সংগীতের সাথে আমির খসরু জড়িত ছিলেন না?

ক) ধ্রুপদ √
খ)খেয়াল 
গ)তারানা 
ঘ)কাওয়ালী


২২) নিম্নের কোন রাজা চারমিনার তৈরি করে ন?

ক) ইব্রাহিম কুতুব শাহ
খ) কুলি কুতুব শাহ√ 
গ)আলি আদিল শাহ
ঘ) ইব্রাহিম আদিল শাহ


২৩) নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন?

ক) ইতালি√ 
খ)গ্রিস 
গ)রাশিয়া 
ঘ)ফরাসি


২৪) কুলি কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) আদিল শাহ 
খ)ইব্রাহিম আদিল শাহ 
গ)ইব্রাহিম কুতুব শাহ
ঘ) কুলি কুতুব শাহ√


২৫) দক্ষিণ ভারতে বাহমনী সাম্রাজ্যের পতন শুরু হয়-

ক) 16শতাব্দীর শুরুতে√ 
খ)16শতাব্দীর শেষে 
গ)17 শতাব্দীর শুরুতে 
ঘ)17 শতাব্দীর শেষে


২৬) বাহমনী সাম্রাজ্যের রাজধানী হল-

ক) ওয়ারাঙাল
খ) দেবগিরি 
গ)ইলিচপুর
ঘ) গুলবর্গা√


২৭) হাম্পি কোন নদীর তীরে অবস্থিত?

ক) কৃষ্ণা 
খ)তুঙ্গভদ্রা √
গ)গোদাবরী 
ঘ)কাবেরী


২৮) কৃষ্ণদেব রায়ের "আমুক্ত মাল্যদা "কোন ভাষায় লেখা?

ক) তেলেগু√ 
খ)তামিল 
গ)কন্নড় 
ঘ)মালয়আলম


২৯) নিম্নের কোন ব্যক্তি দিল্লির আটজন শাসকের শাসনকালের সাক্ষী ছিলেন?

ক) জিয়াউদ্দিন বারানী 
খ)সিরাজ 
গ)মিনহাজুল সিরাজ 
ঘ)আমির খসরু√


৩০) নিম্নের কোন সুলতান তার সাম্রাজ্য সম্পর্কে বলেছিলেন" বিশ্বজগতের পালনকর্তা র রাজত্ব দিল্লি থেকে পালন পর্যন্ত বিস্তৃত"।

ক) আলাউদ্দিন খলজী 
খ)মোবারক খলজী 
গ)ফিরোজ শাহ তুঘলক 
ঘ)নাসির উদ্দিন মোহাম্মদ তুঘলক√

Miscellaneous previous year2011 GK Solve



Miscellaneous previous year2011
GK Solve


১) ডেসডিমোনা এই নাটকের একটি চরিত্র-

ক) দ্য টেমপেস্ট
খ) রোমিও এন্ড জুলিয়েট
গ) কিং লিয়ার 
ঘ) ওথেলো√


২) গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক) চেন্নাই
খ) আমেদাবাদ
গ) কানপুর √
ঘ)জোহান্সবার্গ

৩) লজ্জাবতী উদ্ভিদে কোন প্রকার চলন দেখা যায়?

ক) নিকটিন্যস্টি 
খ)ফটোনেস্টি 
গ)জিওন্যস্টি 
ঘ)সিসমোন্যাস্টিক√

৪) সংযুক্ত পানিগ্রাহী কোন ধরনের নাচের জন্য বিখ্যাত?

ক) মনিপুরী
খ) ওড়িশি√ 
গ)ভারত নাট্যম
ঘ) কত্থক

৫) কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝায়?

ক) বস্তুর গতিশক্তি
খ) বস্তুর অনুগুলির গতিশক্তি
গ) বস্তুটির গতিশক্তি ও স্থিতি শক্তি র সমষ্টি√ ঘ)বস্তুর অনুগুলির গতিশক্তি ও স্থিতি শক্তি র সমষ্টি

৬) অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে?

ক) ডালহৌসি
খ) ওয়েলেসলি √
গ)রিপন
ঘ) মিন্টো

৭) কে হাল্লাবোল নাটকটি রচনা করেন?

ক) বাদল সরকার
খ) সফদর হাশমি√
গ)উৎপল দত্ত
ঘ) মনোজ মিত্র

৮) থাইরয়েড গ্রন্থি কম ক্ষরনে হয়-

ক) মিক্সিডিমা
খ) কোয়াশিয়কর 
গ)গলগন্ড√ 
ঘ)রক্তাল্পতা

৯) মুসলিম লীগ কত সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল?

ক)  1939 
খ)1940√ 
গ)1941 
ঘ)1945

১০) জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল?

ক) মনোজ মিত্র 
খ)কৌশিক সেন 
গ)অরুণ মুখোপাধ্যায়√
ঘ) শম্ভু মিত্র

১১) মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?

ক) 12টি 
খ)12 জোড়া√
গ) 31 টি
ঘ)31 জোড়া

১২) " Such a long journey "বইটির লেখক কে?

ক) খুশবন্ত সিং
খ) সালমান রুশদি 
গ)অমিতাভ ঘোষ 
ঘ)রহিন্তন মিস্ট্রি√

১৩) বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো কোন ক্লাবের সঙ্গে যুক্ত?

ক) ব্রাজিল 
খ)এফসি কসমস 
গ)রিয়েল মাদ্রিদ√
ঘ)আর্জেন্টিনা

১৪) বার্গস্রুন্ড কথাটি কিসের সঙ্গে যুক্ত?

ক) নদীর কার্যাবলী
খ) বায়ুর কার্যাবলী
গ) হিমবাহের কার্যাবলী√
ঘ)সমুদ্র তরঙ্গের কার্যাবলী

১৫) বীজ হীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোন কোনটি?

ক) জিব্বেরেলিন 
খ)অক্সিন √
গ)ইথিলিন
ঘ) সাইটোকাইনিন

১৬) মুরলীধর কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট-

ক) লোকগীতি
খ) খেয়াল 
গ)টপ্পা 
ঘ)কর্ণাটকী সংগীত√

১৭) জর্জ বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক-

ক) আর্মস অফ দা ম্যান√ 
খ)ডেথ অফ দা সেলসম্যান 
গ)মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল
ঘ) টুইলভেথ নাইট

১৮) তুঙ্গ ভদ্রার কোন নদীর উপনদী ?

ক)কৃষ্ণা√
খ) কাবেরী 
গ)গোদাবরী 
ঘ)মহানদী

১৯) লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি?

ক) ইরেপসিন
খ) কাইমোট্রিপসিন 
গ)টায়ালিন√
ঘ) ট্রিপসিন 

২০) সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

ক) মঙ্গল
খ) শুক্র
গ) বুধ√
ঘ) শনি

২১) পারদকে থার্মোমিটারের কাজে ব্যবহার করার কারণ কি?

ক) পারদ তাপের সুপরিবাহী
খ) পারদ কাচের গায়ে লেগে থাকে না
গ) পারদের আপেক্ষিক তাপ খুব বেশি√
ঘ) তাপমাত্রা বাড়লে পারদ এর আয়তন বাড়ে

২২) কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে?

ক)CH4
খ)H2
গ)KCN√
ঘ)NaCl

২৩) সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত?

ক) হিমালয়ান রেঞ্জ 
খ) কারাকোরাম রেঞ্জ√ 
গ)পামির রেঞ্জ 
ঘ)পিরপাঞ্জাল রেঞ্জ

২৪) শিব কুমার শর্মা কি জন্য বিখ্যাত?

ক) সন্তুর বাদন√ 
খ)সেতার বাদন
গ) সরোদ বাদন 
ঘ)বাঁশি বাদন

২৫) ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে?

ক) ল্যামার্ক 
খ)মেন্ডেল
গ) ডারউইন
ঘ) রোনাল্ড রস√

২৬) "নাথবতি অনাথবৎ"  নাটকটি পরিচালনা কে করেছেন?

ক) শম্ভু মিত্র
খ) শাঁওলী মিত্র√ 
গ)তৃপ্তি মিত্র
ঘ) কুমার রায়

২৭) বিখ্যাত উপন্যাস "প্রাইড এন্ড প্রেজুডিস" কার লেখা?

ক) জর্জ এলিয়ট
খ) লিও টলস্টয়
গ) চার্লস ডিকেন্স 
ঘ)জেন অস্টিন√

২৮) অটোবায়োগ্রাফি "অফ অ্যান আননোন ইন্ডিয়ান "-বইটির লেখক কে?

ক) আর কে নারায়ান
খ) নীরদ সি চৌধুরি√ 
গ)আর কে লক্ষ্মণ 
ঘ)রাজ মোহন গান্ধী

২৯) এলব্রুস ও জাগ্রোস এর মধ্যে অবস্থিত-

ক) আরবের মালভূমি 
খ)তিব্বতের মালভূমি 
গ)অ্যানাটোনীয়া মালভূমি
ঘ) ইরানের মালভূমি√

৩০) আংশিক মূল পরজীবী হলো -

ক)বাঁশ গাছ
খ) চন্দন গাছ √
গ)সাইকাস 
ঘ)ছত্রাক

৩১) রাজস্থানের মরু অঞ্চল কে কি বলে?

ক) বাগার
খ) খাদার 
গ)মরুস্থলি√ 
ঘ)রহিলখান্ড

৩২)গ্লিসারিনের মধ্যে কাচ দন্ড ডুবিয়ে দিলে সেটা দেখতে পাওয়া যায় না ।তাহলে আমরা বলতে পারি-

ক)H1<H2
খ)H1>H2
গ)H1=H2√
ঘ)এটি প্রতিসরাঙ্কের মান এর উপর নির্ভরশীল নয়

৩৩) "আবোল তাবোল "-কার রচনা?

ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 
খ)সত্যজিৎ রায় 
গ)সুকুমার রায়√
ঘ) সন্দীপ রায়


৩৪) "ইন্ডিকা"- কে রচনা করেন?

ক) ফা হিয়েন 
খ)হিউয়েন সাঙ 
গ)মেগাস্থিনিস√
ঘ) ই- সিং

৩৫) নাইট্রোজেন কয় ধরনের অক্সাইড গঠন করে?

ক) 4
খ)5 √
গ)2
ঘ)3

৩৬) জিনসেম কি?

ক) অসম বাসীদের পোশাক
খ) মেঘালয় স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান√
গ) মিজো রমণীদের উপজাতীয় পরিধান
ঘ) মনিপুরের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান

৩৭) কোন ব্যক্তি দ্বীন-ই-ইলাহী গ্রহণ করেছিলেন?

ক) মানসিংহ 
খ)টোডরমল 
গ)বীরবল√
ঘ)তানসেন

৩৮) সংবিধানের 25 ধারায় দেওয়া আছে-

ক) সময়ের অধিকার
খ) স্বাধীনতার অধিকার 
গ)ধর্মীয় অধিকার √
ঘ)শোষণের বিরুদ্ধে অধিকার

৩৯) কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে?

ক) বিসমাথ 
খ)অ্যান্টিমনি√
গ) ফসফরাস 
ঘ)সোডিয়াম

৪০) "ব্যোমকেশ বক্সী " চরিত্রের স্রষ্টা হলেন-

ক) মানিক বন্দ্যোপাধ্যায় 
খ)সতীনাথ ভাদুড়ী 
গ)বনফুল
ঘ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়√

৪১) গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপার এর সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না, এবং  লঘু অবস্থায় সিলভার নাইট্রেট দ্রবণের সহযোগে দই এর মত সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে এবং এই অধঃক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক এসিডে অদ্রবণীয়।  এসিডিটি কি?

ক) নাইট্রিক অ্যাসিড 
খ)হাইড্রোক্লোরিক এসিড√
গ) সালফিউরিক এসিড 
ঘ)ফসফরিক অ্যাসিড

৪২) সংবিধানের কোন সংশোধনীতে নবম তপশিল সন্নিবেশিত হয়?

ক) প্রথম সংশোধন √
খ)তৃতীয় সংশোধনী
গ) চতুর্থ সংশোধনী 
ঘ)দশম সংশোধনী

৪৩) বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন?

ক) খ্রিস্টপূর্ব 523 অব্দে
খ) খ্রিস্টপূর্ব 563 অব্দে √
গ) খ্রিস্টপূর্ব 623 শব্দে
ঘ) খ্রিস্টপূর্ব 602 শব্দে

৪৪) নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটি পূর্বে নেফা ( NEFA)নামে পরিচিত ছিল?

ক) নাগাল্যান্ড
খ) মণিপুর 
গ)মিজোরাম 
ঘ)অরুণাচল প্রদেশ√

৪৫) শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?

ক) অশোক
খ) বৃহদ্রথ√
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) পুষ্যমিত্র শুঙ্গ

৪৬) সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে?

ক) 355 ধারা √
খ)356 ধারা 
গ)359 ধারা
ঘ) 360ধারা

৪৭) ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশালী?

ক) ধান
খ) গম√
গ) তৈলবীজ
ঘ) পাট

৪৮) অরণ্যের অধিকার এর রচয়িতা কে?

ক) মহেশ্বেতা দেবী√ 
খ)আশাপূর্ণা দেবী 
গ)সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
ঘ) মন্দাক্রান্তা সেন

৪৯) পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে-

ক) 4 জুলাই√ 
খ)3 জানুয়ারি
গ) 21 মার্চ 
ঘ) 23 সেপ্টেম্বর

৫০) সংবিধানের কত নং ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে?

ক) 5 নং ধারায় 
খ)226 নং ধারা
গ) 32 নং ধারা√ 
ঘ)356 ধারা

৫১) কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্তেরআদর্শ প্রচার করেছিলেন?

ক) ইলতুৎমিস 
খ)বলবন √
গ)ফিরোজ শাহ তুঘলক
ঘ) আলাউদ্দিন খলজী

৫২) নিম্নলিখিত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই?

ক) বক্সাইট
খ) ক্রায়োলাইট √
গ)ডলোমাইট
ঘ) এপসম লবণ

৫৩) কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে?

ক) পাঁচটি
খ) সাতটি 
গ)দশটি 
ঘ)এগারোটি√

৫৪) শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে 56 তম ন্যাশনাল অ্যাওয়ার্ড কে জয় করেছেন?

ক) লতা মঙ্গেসকার
খ) সুনিধি চৌহান 
গ)শ্রেয়া ঘোষাল√
ঘ) অল্কা ইয়াগ্নিক

৫৫) নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি একক বিহীন রাশি?

ক) আয়তন
খ) ত্বরণ 
গ)গতিশক্তি
ঘ) প্রতিসরাঙ্ক√

৫৬) রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ?

ক) 95% ইথাইল+5 মিথানল
খ) 95% ইথানল+ 5 জল√
গ)95% ইথানল +5 পিরিডিন
ঘ) 100 %ইথানল

৫৭) ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া রয়েছে?

ক) 6 টি√ 
খ)4টি 
গ)7 টি 
ঘ)9 টি

৫৮) ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত?

ক) ইন্দো -পাক বর্ডার √ 
খ)ইন্দো- নেপাল বর্ডার
গ) ইন্দো -বাংলাদেশ বর্ডার
ঘ) ইন্দো -শ্রীলংকা সামুদ্রিক বর্ডার

Thursday, February 27, 2020

WBPSC MISCELLANEOUS PREPARATION SET -10



WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -10


১)জার্মেনিয়াম পদার্থটি হলো তড়িৎ এর-

ক) সুপরিবাহী 
খ)পরিবাহী 
গ)অতিপরিবাহী 
ঘ)অর্ধপরিবাহী√

২)চৌম্বক মেরুতে বিনতি কোণের মান কত?

ক)45°
খ)30°
গ)60°
ঘ)90°√


৩)আর্থ তারের রং কি রূপ?

ক) কাল বা সবুজ 
খ)সবুজ বা হলুদ√
গ) হলুদ বা নীল 
ঘ)হলুদ বা কালো

৪)জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়?

ক) মশা√
খ) মাছি
গ) কুকুর 
ঘ)বিড়াল

*এডিস মশা


৫)নিম্নোক্ত যন্ত্র গুলির মধ্যে কোনটি পরিবাহীর বিভব পার্থক্য বজায় রাখতে সহায়তা করে?

ক) ভোল্ট মিটার 
খ)অ্যামমিটার 
গ)ব্যাটারি√
ঘ) গ্যালভানোমিটার


৬)অনাল গ্রন্থি কি নিঃসরণ করে?

ক) রক্ত
খ) কলারস
গ) উৎসেচক
ঘ) হরমোন√


৭)নিচের কোনটি একটি পৃষ্ঠ প্রপঞ্চ (surface phenomenon)?

ক) জমে যাওয়া 
খ) গলে যাওয়া 
গ)ফোটা 
ঘ)বাষ্পীয় ভবন√


৮)নিচের কোনটি ভেক্টর রাশি?

ক) ভর 
খ)তাপমাত্রা
গ) সরণ√
ঘ)সময়


৯)হিরে তে উপস্থিত কার্বন পরমাণুর সর্বাপেক্ষা বহিঃস্থ কক্ষের মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?

ক) 4
খ) 2
গ)0√
ঘ)3


১০)একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস এর মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ?

ক) সদ ও শীর্ষ
খ) অসদ ও অবশীর্ষ
গ) সদ ও সমশীর্ষ
ঘ) অসদ ও সমশীর্ষ√


১১)নিচের উপাদান গুলির মধ্যে কোনটির পারমাণবিক ভর সবচেয়ে কম?

ক) নাইট্রোজেন
খ) হিলিয়াম 
গ)লিথিয়াম 
ঘ)হাইড্রোজেন√


১২)পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়?

ক) ভিটামিন-এ 
খ)ভিটামিন-বি
গ) ভিটামিন-সি√ 
ঘ) ভিটামিন-ডি


১৩)যখন আলোক রশ্মি কাচ থেকে বাইরে যায় তখন কোনটি পরিবর্তিত হয়নি?

ক) তরঙ্গ দৈর্ঘ্য 
খ)কম্পাঙ্ক √
গ)বেগ  
ঘ)কোনোটিই নয়


১৪)প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি?

ক) হলুদ
খ) লাল 
গ)বেগুনি√
ঘ) সবুজ


১৫)আলোর প্রতিসরণ এর জন্য দায়ী বিষয়টি হলো-

ক)আলোকরশ্মির বর্ণ 
খ)আলোকরশ্মির প্রকৃতি
গ) বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ √
ঘ) কোনোটিই নয়


১৬)নিম্নের কোনটি একটি তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য নয়?

ক) নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক√
খ) উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক 
গ)জলে দ্রাব্যএবং পেট্রোলে অদ্রাব্য 
ঘ)ঘন এবং শক্ত


১৭)সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর PH কত?

ক)7.33√
খ)7.69
গ)4.89
ঘ)5.34


১৮)3,11,19 পারমাণবিক ক্রমাংক ও বিশিষ্ট মৌল গুলি কে কি বলা হয়?

ক) মুদ্রা ধাতু 
খ)নোবেল গ্যাস
গ) ক্ষারীয় মৌল
ঘ) ক্ষার ধাতু√


১৯)নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে?

ক) ইউরিয়া√
খ) অ্যামোনিয়াম নাইট্রেট 
গ)অ্যামোনিয়াম ফসফেট 
ঘ)ক্যালসিয়াম কার্বনেট


২০)শক্তির একক এর সাথে কার একক একই?

ক) ক্ষমতা 
খ)বল 
গ)ত্বরণ 
ঘ)কার্য√

*শক্তি এবং কার্যের একক জুল


২১)অবতল লেন্সের সামনে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

ক) ফোকাস 
খ)ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে√
গ) বক্রতা কেন্দ্রে 
ঘ) অসীম


২২)বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হয়?

ক) ক্লোরিন 
খ)সালফার√
গ) ফসফরাস
ঘ) সিলিকন


২৩)যেটির pH<7 সেটি হল-

ক) লেবুর রস √
খ)চুনের জল 
গ)মানুষের রক্ত
ঘ) ডাবের জল


২৪)আলোকবর্ষ হল-

ক) এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে
খ) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে
গ)শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে√
ঘ) সূর্যের চারদিকে একবার পৃথিবীর ঘুরতে যে সময় লাগে


২৫)চকচকে স্টিলের চামচ এর ভেতরের পৃষ্ঠ কিসের মত আচরণ করে?

ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ√ 
গ)সমতল দর্পণ 
ঘ)অবতল লেন্স


২৬)সিনকোনায় কোন উপক্ষার পাওয়া যায়?

ক) রেসারপিন 
খ)নিকোটিন 
গ)মরফিন 
ঘ)কুইনাইন√

২৭)আলোর প্রতিসরণের আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না?

ক)30°
খ)0°√
গ)45°
ঘ)60°

২৮)স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি কত?

ক)1500 মিটার প্রতি সেকেন্ড 
খ) 1450 মিটার প্রতি সেকেন্ড√
গ) 500 মিটার প্রতি সেকেন্ড 
ঘ)900 মিটার প্রতি সেকেন্ড


২৯)কিসের কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়?

ক) পৃষ্ঠটান √
খ)বেগ 
গ)পারমাণবিক শক্তি
ঘ) ত্বরণ

৩০)কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয়?

ক) ইন্টারফেজ √
খ)অ্যানাফেজ 
গ)প্রোফেজ 
ঘ)টেলোফেজ

৩১)সৌরকোষের জন্য কোন অর্ধপরিবাহী পদার্থ ব্যবহৃত হয়?

ক) জার্মেনিয়াম 
খ)সিলিকন √
গ)অ্যালুমিনিয়াম 
ঘ)গ্রাফাইট


৩২)কোন বিজ্ঞানী ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেন?

ক)সত্যেন্দ্রনাথ বসু 
খ)আইনস্টাইন √
গ)নিউটন
ঘ) জগদীশচন্দ্র বসু


৩৩)ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস টির ভূমিকা সবথেকে বেশি?

ক) কার্বন ডাই অক্সাইড 
খ)কার্বন 
গ)ক্লোরোফ্লোরো কার্বন√ 
ঘ)মিথেন


৩৪)রাসায়নিকভাবে অ্যাসপিরিন কি?

ক) অ্যাসিটাইল স্যালিসাইলিক এসিড√
খ) সোডিয়াম স্যালিসাইলেট
গ) মিথাইল স্যালিসাইলেট
ঘ) ইথাইল স্যালিসাইলেট


৩৫)ওজোন স্তর শোষণ করে-

ক) UV- A  রশ্মি কে
খ) UV -B ও UV -C  রশ্মি কে
গ) UV -A ,UV -B, UV - C রশ্মি কে√
ঘ)UV -A ও UV -C  রশ্মি কে


৩৬)কোন বস্তুর বিশেষ অবস্থানের জন্য তার মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মায় তাকে কি বলে?

ক)যান্ত্রিক শক্তি
খ) পারমাণবিক শক্তি 
গ)বৈদ্যুতিক শক্তি
ঘ) স্থিতিশক্তি√


৩৭)বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ কি?

ক)রাসায়নিক বিক্রিয়া 
খ)আলোক রাসায়নিক বিক্রিয়া√
গ) নিউক্লিয়ার বিক্রিয়া
ঘ) পারমাণবিক বিক্রিয়া


৩৮)কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়?

ক) গ্লাইকোলাইসিস
খ) সন্ধান 
গ)সাইট্রিক অ্যাসিড চক্র
ঘ) ইলেকট্রন পরিবহন√

৩৯)বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে?

ক)ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার 
গ)আয়নোস্ফিয়ার√ 
ঘ) থার্মোস্ফিয়ার

৪০)গতি পরিবর্তনের হারকে কি বলে?

ক) দ্রুতি 
খ) বেগ
গ) ত্বরন √
ঘ) মন্দন


৪১)কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে?

ক) জাইলেম
খ) ফ্লোয়েম √
গ) মূল 
ঘ) ট্রাকিয়া


৪২)কোনটি র যান্ত্রিক সুবিধা 1 হয়?

ক) ঢেঁকি
খ) এক চাকার হাত গাড়ি 
গ)চিমটা
ঘ) সাধারণ তুলা যন্ত্র√


৪৩)সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে?

ক) কঠিন 
খ)তরল
গ) গ্যাসীয় 
ঘ)প্লাজমা√


৪৪)চলন্ত ট্রেন গাড়ি থেকে হকাররা কিভাবে নামে?

ক) সামনের দিকে হেলে
খ) পিছনদিকে হেলে√
গ) সোজা হয়ে 
ঘ) বাঁকা হয়ে

৪৫)কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠন এর মধ্যে পার্থক্য?

ক) কক্ষপথের পরিবর্তন √
খ)বেশিরভাগ স্থান ফাঁকা 
গ)কেন্দ্রীয় অবস্থান 
ঘ)আকর্ষণ বল

৪৬)ক্ষার ধাতু গুলি দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?

ক) 1 নং√
খ) 2 নং
গ) 3 নং
ঘ) 4 নং


৪৭)কোনটি তির্যক তরঙ্গ?

ক) শব্দ তরঙ্গ
খ) আলোক তরঙ্গ√
গ)উভয় 
ঘ)কোনোটিই নয়


৪৮)বাড়িতে মিটার এর সঙ্গে যুক্ত লাইভ তার কিসের মাধ্যমে মেইন সুইচ এর সঙ্গে যুক্ত থাকে?

ক) মেইন ফিউজ √
খ)সকেট
গ)রেগুলেটর
ঘ) দ্বিমুখী সুইচ


৪৯)নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?

ক) জল
খ) পারদ√ 
গ)ইথার 
ঘ)বেনজিন


৫০)নিম্নের কোনটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে?

ক) ডায়নামো
খ) ট্রান্সফর্মার
গ) বৈদ্যুতিক মোটর√
ঘ) কোনোটিই নয়


৫১)দীর্ঘ দৃষ্টি যুক্ত চোখের ত্রুটি সারাতে চশমায় ব্যবহার করা হয়-

ক) উত্তল লেন্স √
খ)অবতল লেন্স 
গ)সমতল লেন্স
ঘ)কোনোটিই নয়

৫২)তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক  কি হয়?

ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়√
গ) প্রথম বাড়ে ও পরে কমে
ঘ) প্রথমে কমে ও পরে বাড়ে


৫৩)হ্যালোজেন মৌল গুলির মধ্যে সবচেয়ে বিজারণ ধর্মের মৌল কোনটি?

ক) আয়োডিন√
খ) রেডন 
গ)ক্লোরিন 
ঘ)লোহা

৫৪)একটি নাইট্রোজেন পরমাণু তে কতগুলি নিউট্রন থাকে?

ক) 11
খ)  5
গ) 7√
ঘ)14






Wednesday, February 26, 2020

WBPSC MISCELLANEOUS PREPARATION SET -9

WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -9




১)গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী তে  ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে?

ক) আর্থ লাইন
খ) লাইভ লাইন√
গ) নিউট্রাল লাইন
ঘ) লাইভ ও নিউট্রাল লাইন


২)নাইট্রোলিম কিসের মিশ্রণ?

ক) ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন চূর্ণ
খ) ক্যালসিয়াম অক্সাইড ও জিংক চূর্ণ
গ) ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন চূর্ণ√
ঘ) ক্যালসিয়াম সায়ানাইড ও লৌহ চূর্ণ


৩)ভরের আন্তর্জাতিক একক কি?

ক) কিলোগ্রাম√
খ)লিটার
গ) গ্রাম
ঘ) কোনটাই নয়


৪)SI তে আধানের একক কি?

ক) কুলম্ব√
খ) এম্পিয়ার
গ) হেনরি
ঘ)ওহম



৫)"অলীক বল" কাকে বলে?

ক) অপকেন্দ্র বল√
খ) অভিকেন্দ্র বল
গ) অভিসারী বল
ঘ) অপসারী বল


৬)তড়িৎ বিভবের তুলনা করা যেতে পারে-

ক)জলের পরিমাণ এর সঙ্গে
খ) জলের উপরিতলের উচ্চতার সঙ্গে √
গ)জলের তাপমাত্রা সঙ্গে
ঘ) জলের পাত্রের সঙ্গে



৭)ওজনের পরিমাপ কে কিসের দ্বারা প্রকাশ করা হয়?

ক) গ্রাম
খ) লিটার
গ)মিটার
ঘ) ডাইন√

*সিজিএস পদ্ধতিতে ওজনের একক ডাইন
*এসআই পদ্ধতিতে ওজনের একক হল নিউটন
*যে বল দ্বারা পৃথিবী কোন বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় ওজন
*বস্তুর ভর হলো স্বকিয় ধর্ম। ভরের কোন পরিবর্তন হয়না, ওজনের পরিবর্তন হয়।


৮)ধাতুর কোন বৈশিষ্ট্য থাকার ফলে আমাদের প্রয়োজন অনুযায়ী ধাতুকে বিভিন্ন আকার দেওয়া যেতে পারে?

ক)পরিবাহিতা এবং ধাতব শব্দ
খ) নমনীয়তা এবং প্রসারণশীলতা√
গ) নমনীয়তা এবং ধাতব শব্দ
ঘ) প্রসারণশীলতা এবং পরিবাহিতা



৯)অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে?

ক) কেন্দ্রের দিকে√
খ) ব্যাসের দিকে
গ)চাপ এর দিকে
ঘ) ব্যাসার্ধের দিকে


১০)নিচের কোনটি ফ্যারাডের সূত্রের সঙ্গে সম্পর্কিত?

ক)চৌম্বক ক্ষেত্র
খ)তড়িৎ ক্ষেত্র
গ)চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র
ঘ)তড়িৎ চুম্বকীয় আবেশ√



১১)ওয়াট কিসের একক?

ক) ক্ষমতা√
খ) ভরবেগ
গ)শক্তি
ঘ) বল


১২)নিচের কোনটি তড়িৎ চালক বল কে সঠিকভাবে প্রকাশ করে?

ক) বল
খ)কার্য
গ)একক আধান স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি√
ঘ) ভরবেগ



১৩)আমরা সরাসরি শক্তি কোথা থেকে পাই?

ক) সূর্য থেকে √
খ)নক্ষত্র থেকে
গ) মহাকাশ থেকে
ঘ)জলরাশি থেকে

*সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে


১৪)কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত?

ক)0√
খ)5
গ)100
ঘ)-100


১৫)ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে?

ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার √
গ)মেসোস্ফিয়ার
ঘ)থার্মোস্ফিয়ার


১৬)গাড়ির ব্রেকিং প্যাডে কোন ধর্ম বা বৈশিষ্ট্য টি ব্যবহার করা হয়?

ক) ঘর্ষণের ধনাত্মক প্রভাব√
খ) ঘর্ষণের ঋণাত্মক প্রভাব
গ)ওজন ঘাত বল টান ক্রিয়া
ঘ)ঘর্ষণের 0 শুন্য প্রভাব


১৭)আদর্শ গ্যাসের দুটি অনুর সংঘর্ষে কি ঘটে?

ক) শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে
খ) রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে√
গ) রৈখিক ভরবেগ ও গতিশক্তি কোন টি সংরক্ষিত থাকে না
ঘ) শুধুমাত্র রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে



১৮)বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে সেটি হল

ক)স্ট্রাটোস্ফিয়ার
খ) ট্রপোস্ফিয়ার √
গ)মেসোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার


১৯)কোন মৌল গ্যাসটি আধুনিক পর্যায় সারণির তৃতীয় পিরিয়ডে অষ্টম গ্রুপে থাকে?

ক) আর্গন √
খ) নিয়ন
গ) ক্রিপটন
ঘ)হিলিয়াম

২০)ডিবাই কিসের একক?

ক) ঘনত্ব
খ)ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট√
গ)শক্তি
ঘ)কার্য


২১)একটি বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় বস্তুটি র সরণ কি হবে?

ক)ঋণাত্মক হবে
খ) ধনাত্মক হবে
গ) শূন্য হতেও পারে আবার নাও হতে পারে ঘ)শূন্য হবে√


২২)একটি জাহাজ জলে ভাসে কারণ জাহাজের নিমজ্জিত অংশ যে ওজনের জল অপসারিত করে তার ওজন-

ক) জাহাজটির ওজনের বেশি
খ)জাহাজটির ওজনের কম
গ)জাহাজটির ওজনের সমান√
ঘ) কোনটাই নয়

প্লবতা যখন ওজনের থেকে বেশি হয় তখন বস্তু ভাসবে। ওজন যদি প্লবতার থেকে বেশি হয়ে যায় তাহলে বস্তু ডুবে যাবে। যখন ওজন এবং প্লবতা সমান হয় তখন বস্তু সম্পূর্ণভাবে ডুবে যায় না বা সম্পূর্ণভাবে ভেসে থাকে না, নিমজ্জিত অবস্থায় বস্তু ভেসে থাকবে।


২৩)বেতার তরঙ্গের প্রকৃতি কিরূপ?

ক)তির্যক তরঙ্গ√
খ) অনুদৈর্ঘ্য তরঙ্গ
গ)বৃত্তাকার তরঙ্গ
ঘ) উপবৃত্তাকার তরঙ্গ


২৪)একটি প্রসারিত রাবার ব্যান্ড দ্বারা আবিষ্ট শক্তির ধরন কি?

ক) গতিশক্তি
খ)রাসায়নিক শক্তি
গ)তাপীয় শক্তি
ঘ)স্থিতিশক্তি√



২৫)তরলে প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে কিসের উপর?

ক) তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর√
খ) তরলের পরিমাণ এর উপর
গ) পাত্রের আকারের ওপর
ঘ) সবকটি


২৬)আধুনিক পর্যায় সারণির উপাদান গুলি কিভাবে সাজানো হয়?

ক) তাদের পারমাণবিক ভর এর বৃদ্ধিক্রম অনুযায়ী
খ) তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুযায়ী√
গ) তাদের ভরের সংখ্যার বৃদ্ধির ক্রম অনুযায়ী
ঘ) তাদের আণবিক ভর এর বৃদ্ধিক্রম অনুযায়ী



২৭)একটি লোহার গোলকের ভেতর বায়ু গহবর আছে গোলকটি উত্তপ্ত করলে গহবর আয়তন কি হবে?

ক) বৃদ্ধি পাবে√
খ) হ্রাস পাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) প্রথমে বাড়বে পরে কমবে

আমরা জানি উষ্ণতা বাড়লে আয়তন বৃদ্ধি পায়




২৮)নিচের কোনটিতে নিয়মিত প্রতিফলন হয়?

ক) সিনেমার পর্দা
খ)ঘষা কাচ
গ)কাগজ
ঘ)স্থির জল√



২৯)থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?

ক)আয়তন প্রসারণ গুণাঙ্ক কম
খ)তাপগ্রাহিতা বেশি
গ) আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি √
ঘ)কোনটাই নয়


৩০)সুর বর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না?

ক) স্বনকের কম্পন অনিয়মিত
খ) স্বনকের কম্পন ক্ষণস্থায়ী
গ) শব্দের তীক্ষ্ণতা হঠাৎ পরিবর্তন
ঘ) নির্দিষ্ট মূলসুর√

*স্বনক বলতে যেখান থেকে শব্দ উৎপন্ন হয় সেই উৎসটা কে বোঝায়


৩১) ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয় ?

ক) ব্লাড সুগার √
খ)ব্লাড প্রেসার
গ)ওবেসিটি
ঘ)হার্ট অ্যাটাক


৩২)ঘূর্ণায়মান বস্তুর ওপর কেন্দ্রবহির্মুখী যে বল ক্রিয়া করে তাকে কি বলে?

ক)অভিসারী বল
খ)অপসারী বল
গ)অভিকেন্দ্র বল
ঘ) অপকেন্দ্র বল√

৩৩)ডাবে কোন খনিজ পদার্থ বেশি থাকে?

ক) পটাশিয়াম√
খ) কার্বন
গ)লৌহ
ঘ)ম্যাগনেসিয়াম



৩৪)কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য ?

ক) সিলিন্ড্রিক্যাল লেন্স√
খ) কনভেক্স লেন্স
গ)কনকেভ লেন্স
ঘ)বাইফোকাল লেন্স


৩৫)কত বছর বয়সে মানুষের মস্তিষ্ক পূর্ণ আকার ধারণ করে?

ক) 5 বছর
খ) 6 বছর√
গ) 10 বছর
ঘ) 12 বছর


৩৬)কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য কি ব্যবহার করা হয়?

ক) এক্স রশ্মি
খ)দৃশ্যমান আলো
গ)গামা রশ্মি √
ঘ) মাইক্রোওয়েভ


৩৭)ডিপথেরিয়া কি ঘটিত রোগ?

ক) ব্যাকটেরিয়া √
খ)ছত্রাক
গ) ভাইরাস
ঘ) প্রোটোজোয়া


৩৮)প্রতি একক ভরে বেশি ক্যালরি যোগান দেয় কোন খাদ্য?

ক) প্রোটিন
খ)কার্বোহাইড্রেট
গ)ফ্যাট√
ঘ)জল


৩৯)মানব দেহের কোন কলা টি শরীরের 79 তম অঙ্গ?

ক) মেসেন্ট্রি√
খ) এডিনয়েড
গ) কোলন
ঘ)ভালবা


৪০)তারাদের ঝিকমিক করার কারণ কি?

ক) বিশাল দূরত্ব
খ) পৃথিবীর ঘূর্ণন
গ) বিশাল আকার
ঘ) বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্ব হ্রাস বৃদ্ধি√


৪১)মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশী আছে?

ক) 530 টি
খ) 630 টি√
গ) 710টি
ঘ) 820 টি

৪২)রক্তের স্বাভাবিক উষ্ণতা কত?

ক)36°
খ)39°
গ)37.5°√
ঘ)34°

৪৩)জেনেটিক ক্ষতি হয় কোন রশ্মির প্রভাবে?

ক) এক্স রশ্মি
খ) গামা রশ্মি √
গ)অবলোহিত রশ্মি
ঘ)UV রশ্মি


৪৪)অ্যালকোহল লিভারের ক্ষতির কারণ। কারণ এটি-

ক) অ্যালকোহল এর উপাদান অপসারিত করে
খ) গ্লাইকন সঞ্চয় করে
গ) পাচক রস বেশি নির্গত করে
ঘ) ফ্যাট সঞ্চয় করে√


৪৫)নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান?

ক) জিপসাম√
খ) চুনাপাথর
গ)মাটি
ঘ)শিলা


৪৬)মানুষের শরীরে  চুল যে পদার্থ দিয়ে তৈরি হয় ঠিক সেইরকম পদার্থ দিয়ে নিম্নের কোন জিনিসটি তৈরি হয়?

ক) দাঁত
খ) নখ√
গ)হাতের কব্জি
ঘ) আঙ্গুল

৪৭)নর্দমার ময়লা জল কালো হয় কেন?

ক) ফেরিক ক্লোরাইড
খ)কপার ফসফেট
গ)ফেরাস সালফাইড √
ঘ)কপার সালফেট


৪৮)পরিচিত বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় যার দ্বারা-

ক)তীক্ষ্ণতা দ্বারা
খ) গুন বা জাতি দ্বারা√
গ) প্রাবল্য বা তীব্রতা দ্বারা
ঘ)বেগ দ্বারা


৪৯)কোন বস্তুর গতি বেগ দ্বিগুণ করা হলে-

ক) ত্বরণ দ্বিগুণ হয়
খ)ভরবেগ দ্বিগুণ হয়√
গ) স্থিতিশক্তি দ্বিগুণ হয়
ঘ) গতিশক্তি দ্বিগুণ হয়


৫০)সূর্যালোক হলো-

ক)বহুবর্ণের সমাহার√
খ) দ্বিবর্নের সমাহার
গ) এক বর্ণে র সমাহার
ঘ) বর্ণহীন

Tuesday, February 25, 2020

বাংলা মধ্যযুগ SSC



বাংলা মধ্যযুগ SSC

১)মনসামঙ্গলের আদি কবির নাম কি?
-কানা হরিদত্ত

২)ধর্ম পূজার আদি পুরোহিতের নাম কি?
- রামাই পন্ডিত

৩)শাক্ত পদাবলীর আদি কবির নাম কি?
- রামপ্রসাদ সেন

৪)ধর্মমঙ্গলের আদি কবির নাম কি?
-ময়ূর ভট্ট

৫) পদাবলী সাহিত্যের পঞ্চপাসক বলা হয় কাকে ?
- বিদ্যাপতি কে

৬)বিপ্রদাস পিপলাই কোন শতাব্দীর লোক ছিলেন?
-পঞ্চদশ শতাব্দীর (যিনি মনসাবিজয় কাব্য রচনা করেছেন)

৭)রামপ্রসাদ সেন কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
- ভক্তের আকুতি  পর্যায়ের শ্রেষ্ঠ কবি

৮)"রামায়ণ পাঁচালী "কার রচনা?
-রামায়ণ পাঁচালি কৃত্তিবাস ওঝার রচনা।

*রামায়ণ পাঁচালি শ্রীরাম পাঁচালী নামেও পরিচিত

৯)কৃত্তিবাস ওঝার কাব্য প্রথম কবে প্রকাশিত হয়?
-১৮০২-০৩ খ্রিষ্টাব্দ

১০)জ্ঞানদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
-অনুরাগ

১১)কবিরত্ন উপাধিটি কার?
-ঘনরাম চক্রবর্তী

১২)শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা কার রচনা?
-ঘনরাম চক্রবর্তী

১৩)চৈতন্যভাগবত কি জাতীয় রচনা?
-জীবনী সাহিত্য ( চৈতন্যদেবের জীবনকে অবলম্বন করে রচনা করেছেন বৃন্দাবন দাস)

১৪)উনবিংশ শতকের একজন মনসামঙ্গলের কবির নাম লেখ-
-জগমোহন মিত্র

*1844 সালে তাঁর কাব্য রচনা করেছেন বলে জানা যায়

১৫)চন্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
-পূর্বরাগ

১৬)অভিসার পর্যায়ের রাজাধিরাজ কে?
- গোবিন্দ দাস

১৭)জ্ঞানদাস কার শিষ্য ছিলেন?
-জাহ্নবী দেবীর

১৮)কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি?
-পঞ্চদশ শতকের কবি

১৯)মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কবে মুদ্রিত হয়?
-১৮২৩ খ্রিষ্টাব্দ

২০)ভারত পাঁচালী গ্রন্থের রচয়িতা কে?
- কাশীরাম দাস

২১)বিদ্যাপতির "কীর্তিলতা" গ্রন্থটি কোন ভাষায় রচিত?
-  অবহট্ট ভাষা

২২)কৃত্তিবাস ওঝা তাঁর কাব্যের উপাদান সংগ্রহ করেছেন কোথা থেকে?
-শ্রীরাম পাঁচালী, জৈমিনি ভারত ,অদ্ভুত রামায়ণ ইত্যাদি থেকে

২৩)চন্ডীদাসের জন্মস্থান কোথায়?
-বীরভূম জেলার নান্নুর গ্রামে

২৪)দৌলত কাজী কোন রাজসভার কবি ছিলেন?
-আরাকান রাজসভার কবি

২৫)গোবিন্দ দাস বৈষ্ণব দর্শনের শিক্ষা নেন কোন গ্রন্থের দ্বারা?
-উজ্জ্বলনীলমণি ও ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের দ্বারা

২৬)"চন্ডীদাস সহজ ভাষায় ,সহজভাবের কবি"-উক্তিটি কার?
-রবীন্দ্রনাথের

২৭)দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত?
-গোবিন্দদাস পরিচিত

২৮)বিদ্যাপতির"পুরুষ পরীক্ষা "কি জাতীয় রচনা?
- কথাসাহিত্য বিষয়ক রচনা

২৯)কবিকঙ্কন নামে কে পরিচিত?
-মুকুন্দরাম চক্রবর্তী

৩০)"রায়গুণাকর" উপাধিটি কার?
-ভারতচন্দ্র রায় এর

৩১)"অন্নদামঙ্গল "কাব্যের কয়টি অংশ?
-   তিনটি অংশ। অন্নদামঙ্গল ,কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর , অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ

৩২)মুরারি শীল চরিত্রের সৃষ্টিকর্তা কে?
-মুকুন্দরাম চক্রবর্তী

৩৩)"মুনি গোসাই" নামে কে পরিচিত?
-ভারতচন্দ্র রায়গুণাকর

৩৪)মুকুন্দরাম এর চন্ডীমঙ্গল মুদ্রিত হয় কবে?
-১৮২৩ খ্রিষ্টাব্দ

৩৫)বিদ্যাসুন্দর এর ইংরেজি অনুবাদ কে করেন?
-গৌড় দাস বসাক(১৮৯০)














MISCELLANEOUS PREPARATION GK SET 8



WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -8


১)কোন দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়?

ক) আমেরিকা 
খ)ইংল্যান্ড 
গ)সুইডেন√  
ঘ)নিউজিল্যান্ড

1901 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র ,অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।

অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে হাজার 1901এক সাল থেকে পুরস্কার প্রদান করা হয়। অর্থনীতিতে প্রদান শুরু হয়েছে 1969 সালে। ভারতবর্ষে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান।


২)সূর্য গ্রহনের সময় কোনটি কেন্দ্রে উপস্থিত থাকে?

ক) পৃথিবী
খ) চাঁদ√ 
গ)সূর্য 
ঘ)অন্যান্য গ্রহ


৩)চন্দ্রগ্রহণের সময় কোনটি কেন্দ্রে উপস্থিত থাকে?

ক) পৃথিবী √
খ)চাঁদ
গ) সূর্য 
ঘ)অন্যান্য গ্রহ


৪)নিম্নলিখিত কোন কাল্পনিক রেখা 0° অক্ষাংশের উপর অবস্থিত?

ক)ভূমধ্য রেখা √
খ)কর্কটক্রান্তি রেখা 
গ)মকরক্রান্তি রেখা 
ঘ)মূল মধ্যরেখা


৫)সূর্যের চারদিকে প্লুটোর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে-

ক) 48 বছর
খ) 148 বছর
গ) 248 বছর√
ঘ) 80 বছর



৬)পানামা খাল টি কবে নির্মিত হয়েছিল?

ক)1850
খ)1863
গ)1906
ঘ)1914√

1914 সালের 15 ই আগস্ট খালটি প্রথম কার্যকরী হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এই পানামা খাল।


৭)গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া 
খ)আফ্রিকা
গ) অস্ট্রেলিয়া √
ঘ)ইউরোপ


৮)পোটোম্যাক নদীর তীরে কোন শহরটি অবস্থিত?

ক) বার্লিন
খ) মাদ্রিদ 
গ)ওয়াশিংটন ডিসি√ 
ঘ)লন্ডন


৯)পারমানবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়?

ক) তামা 
খ)প্লাটিনাম
গ) লোহা
ঘ) সিসা√


১০)আলোর তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

ক) অ্যানিমোমিটার 
খ)অলটিমিটার 
গ)লাক্স মিটার√ 
ঘ)ব্যারোমিটার


১১)বায়ুমন্ডলের কোন স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে?

ক) ট্রপোস্ফিয়ার 
খ)স্ট্রাটোস্ফিয়ার√ 
গ)আয়নোস্ফিয়ার 
ঘ)মেসোস্ফিয়ার


১২)বায়ুমন্ডলের কোন স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে  থাকে?

ক) ট্রপোস্ফিয়ার 
খ)স্ট্রাটোস্ফিয়ার 
গ)আয়নোস্ফিয়ার √
ঘ)মেসোস্ফিয়ার


১৩)বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

ক) ট্রপোস্ফিয়ার 
খ)মেসোস্ফিয়ার 
গ)স্ট্রাটোস্ফিয়ার √
ঘ)ম্যাগনেটোস্ফিয়ার


১৪)বায়ুমন্ডলের কোন স্তরে আবহাওয়ার বিভিন্ন ঘটনাবলী দেখা যায়?

ক) ট্রপোস্ফিয়ার √
খ)মেসোস্ফিয়ার 
গ)স্ট্রাটোস্ফিয়ার 
ঘ)থার্মোস্ফিয়ার


১৫)আয়নোস্ফিয়ার এর নিচের স্তরের নাম কি?

ক) ট্রপোস্ফিয়ার 
খ)ওজোনোস্ফিয়ার 
গ) স্ট্রাটোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার√



১৬)প্রধান ওজোন স্তর বিনাশকারী গ্যাস কোনটি?

ক) ক্লোরোফ্লোরো কার্বন√
খ) নাইট্রাস অক্সাইড
গ) হ্যালোন 
ঘ)মিথেন


১৭)ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কোনটি?

ক) ডবসন√
খ) ডেসিবেল
গ) কিলোগ্রাম 
ঘ) মিলিগ্রাম


১৮)পৃথিবীর গড় অ্যালবেডো হলো-

ক)36%
খ)66%
গ)34%√
ঘ)68%


১৯)কোন সমুদ্র স্রোতের সঙ্গে অধিক লবনতা ও অধিক উষ্ণতা যুক্ত?

ক) বেঙ্গুয়েলা স্রোত
খ) ল্যাব্রাডর স্রোত 
গ)ব্রাজিল স্রোত√ 
ঘ)ফকল্যান্ড স্রোত



২০)"সফেদ হাতি" নামক চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?

ক) উৎপল দত্ত
খ) তপন সিনহা√ 
গ)সত্যজিৎ রায়
ঘ) ঋত্বিক ঘটক



২১)ভারতের উপদ্বীপীয় নদী গুলির সাথে যুক্ত সর্বোচ্চ জল নির্গমন অববাহিকা কোনটি?

ক) গঙ্গা
খ) শতদ্রু 
গ)গোদাবরী√ 
ঘ)দামোদর

*গোদাবরী কে দক্ষিণ ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয়


২২)ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ তেহরি কোন নদীর উপর অবস্থিত?

ক) ভাগীরথী √
খ)অলকানন্দা
গ) গঙ্গা 
ঘ)যমুনা


২৩)গঙ্গা নদীর বৃহত্তম উপনদী কোনটি?

ক) ঘর্ঘরা 
খ)গোমতী 
গ)যমুনা √
ঘ) রামগঙ্গা



২৪)গঙ্গা নদীর জীববৈচিত্র্য রক্ষার জন্য কোন স্থানে একটি কচ্ছপ অভয়ারণ্য তৈরি করা হয়েছে?

ক) এলাহাবাদ√ 
খ)উত্তরাখণ্ড 
গ)কলকাতা 
ঘ)পাটনা



২৫)কোন গৃহে তড়িৎ চালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় কিভাবে?

ক) শ্রেণী সজ্জা 
খ)সমান্তরাল সজ্জা √
গ)শ্রেণী  সজ্জা বা সমান্তরাল সজ্জা
ঘ) শ্রেণি সজ্জা এবং সমান্তরাল সজ্জা




২৬)টাইডাল ফরেস্ট কে অন্য কি নামে জানা যায়?

ক) ক্রান্তীয় চিরহরিৎ বন
খ) আর্দ্র পর্ণমোচী বন 
গ)ম্যানগ্রোভ বন √
ঘ)আলপাইন বন


২৭)ভারতে কোন জাতের গাছে সাধারণত লাক্ষাকীট বাসা বাঁধে ?

ক)শাল
খ)মহুয়া
গ)পলাশ√
ঘ)সেগুন



২৮)গ্রীষ্মকালে উত্তর ভারতে খুব গরম ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহের নাম কি?

ক) লু√ 
খ)বরদৈছিলা 
গ)আধি 
ঘ)কালবৈশাখী


২৯)দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত কে কি বলে?

ক) এল নিনো √
খ) লা -নাদে 
গ) লা- নিনো
ঘ) কোনোটিই নয়




৩০)কে পারস্যের অনুকরণে ভারতে "নওরোজ" উৎসব প্রচলন করেন?

ক) বলবন √
খ)ইলতুৎমিস
গ) আইবক 
ঘ)আলাউদ্দিন খলজী


৩১)নিম্নের কোন গম্বুজটি পৃথিবীর বৃহত্তম গম্বুজ?

ক) গোল গম্বুজ ,বিজাপুর √
খ)শেরশাহের সৌধ ,সাসারাম
গ) জামা মসজিদ, দিল্লি 
ঘ)গিয়াসউদ্দিন তুঘলক এর সৌধ, দিল্লি


৩২)দিল্লির কোন সুলতান জল সেচের জন্য খাল খনন করেছিলেন?

ক) ফিরোজ শাহ তুঘলক√
খ) ইলতুৎমিস
গ) মুহাম্মদ বিন তুঘলক 
ঘ)সিকান্দার লোদী




৩৩)কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহার বন্ধ করেছিল?

ক) হুমায়ুন 
খ)জাহাঙ্গীর √
গ)বাবর 
ঘ)শাহজাহান


৩৪)প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজন করা হয়?

ক) কাশ্মীর
খ) রাজগৃহ√ 
গ)পাটনা 
ঘ)বৈশালী

*প্রথম বৌদ্ধ সভা আয়োজন করা হয় রাজগৃহে ,অজাতশত্রু র শাসনকালে
*দ্বিতীয় বৌদ্ধ সভা আয়োজন করা হয় বৈশালীতে ,কালাশোক এর শাসনকালে
*তৃতীয় বৌদ্ধ সভা আয়োজন করা হয় পাটলিপুত্রে ,অশোকের শাসন কালে
*চতুর্থ বৌদ্ধ সভার আয়োজন করা হয়  কনিষ্কের আমলে



৩৫)স্বামী বিবেকানন্দের ডাক নাম কি ছিল?

ক) নৃপেন্দ্রনাথ 
খ)নরেন্দ্রনাথ √
গ)গজেন্দ্রনাথ 
ঘ)নীরেন্দ্রনাথ



৩৬)সত্যাগ্রহ চলাকালীন কোন বছর মহতমা গান্ধী প্রথম বন্দী হন?

ক)1906
খ)1904
গ)1908√
ঘ)1910


৩৭)রাসবিহারী বসু কোন দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন?

ক) জাপান√
খ) ইতালি
গ) আমেরিকা
ঘ) নিউজিল্যান্ড


৩৮)কোন দেশকে" নিষিদ্ধ দেশ "আখ্যা দেওয়া হয়?

ক) মায়ানমার
খ)সুদান
গ) তিব্বত√
ঘ) ভুটান



৩৯)এনকেফেলাইটিস মানব শরীরের কোন অঙ্গ কে আক্রান্ত করে?

ক) মস্তিষ্ক √
খ)বৃক্ক 
গ)যকৃত 
ঘ)হৃদপিণ্ড

৪০)মেলাইটিস (Myelitis ) রোগটি মানুষের দেহের কোন অংশের সাথে যুক্ত ?

(ক) চোখ
(খ) মস্তিষ্ক
(গ) স্পাইনাল কর্ড√
(ঘ) ক্ষুদ্রান্ত্র





৪১)মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধির কারণ কি?

ক)জল দূষণ 
খ)পারমানবিক দূষণ
গ) শব্দ দূষণ √
ঘ)বায়ু দূষণ


৪২)ভারী ধাতু বলতে কী বোঝায়?

ক) যাদের পারমাণবিক সংখ্যা বেশি
খ) যাদের আণবিক গুরুত্ব বেশি
গ) যাদের মধ্যে অম্লের আধিক্য আছে√
ঘ) কোনোটিই নয়





৪৩)জেনেটিক্স এর জনক কাকে বলা হয়?

ক) ডারউইন
খ) মেন্ডেল √
গ)ল্যামার্ক 
ঘ) দা ভ্রিস


৪৪)সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি কি?

ক) সোডিয়াম 
খ)তামা 
গ) লোহা√ 
ঘ) পটাশিয়াম


৪৫)উদ্ভিদের কোন জীবন ক্রিয়া আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত?

ক)বাষ্পমোচন
খ)রেচন
গ)সালোকসংশ্লেষ√
ঘ)শ্বসন


৪৬)লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

ক) লোকসভার অধ্যক্ষ√
খ) রাষ্ট্রপতি 
গ)উপরাষ্ট্রপতি 
ঘ)ভারতের প্রধান বিচারপতি


৪৭)কোন রাজ্যে সর্ব প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়?

ক) হরিয়ানা 
খ)রাজস্থান√ 
গ)মধ্যপ্রদেশ 
ঘ)অন্ধপ্রদেশ


৪৮)কোন সাংবিধানিক সংশোধন কে "মিনি সংশোধন" বলা হয়?

ক) 42 তম√ 
খ)43 তম 
গ)44 তম
ঘ) 32 তম


৪৯)ভারতীয় সংবিধানে তপশিলি উপজাতি দের নিয়ে কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

ক) আর্টিকেল 330 √
খ)আর্টিকেল 331 
গ)আর্টিকেল 332 
ঘ)আর্টিকেল 333


৫০)নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটির সর্বপ্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেয়?

ক) জার্মানি 
খ)ফ্রান্স 
গ)নিউজিল্যান্ড√ 
ঘ)ভারত








Monday, February 24, 2020

বাংলা মধ্যযুগ SSC




বাংলা মধ্যযুগ SSC

১)মনসামঙ্গলের আদি কবির নাম কি?
-কানা হরিদত্ত

২)ধর্ম পূজার আদি পুরোহিতের নাম কি?
- রামাই পন্ডিত

৩)শাক্ত পদাবলীর আদি কবির নাম কি?
- রামপ্রসাদ সেন

৪)ধর্মমঙ্গলের আদি কবির নাম কি?
-ময়ূর ভট্ট

৫) পদাবলী সাহিত্যের পঞ্চপাসক বলা হয় কাকে ?
 - বিদ্যাপতি কে


৬)বিপ্রদাস পিপলাই কোন শতাব্দীর লোক ছিলেন?
-পঞ্চদশ শতাব্দীর (যিনি মনসাবিজয় কাব্য রচনা করেছেন)


৭)রামপ্রসাদ সেন কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
- ভক্তের আকুতি  পর্যায়ের শ্রেষ্ঠ কবি

৮)"রামায়ণ পাঁচালী "কার রচনা?
-রামায়ণ পাঁচালি কৃত্তিবাস ওঝার রচনা। 

৯)রামায়ণ পাঁচালি শ্রীরাম পাঁচালী নামেও পরিচিত

১০)কৃত্তিবাস ওঝার কাব্য প্রথম কবে প্রকাশিত হয়?
-১৮০২-০৩ খ্রিষ্টাব্দ

১১)জ্ঞানদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
 -অনুরাগ


১২)কবিরত্ন উপাধিটি কার?
-ঘনরাম চক্রবর্তী

১৩)শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা কার রচনা?
-ঘনরাম চক্রবর্তী

১৪)চৈতন্যভাগবত কি জাতীয় রচনা?
-জীবনী সাহিত্য ( চৈতন্যদেবের জীবনকে অবলম্বন করে রচনা করেছেন বৃন্দাবন দাস)

১৫)উনবিংশ শতকের একজন মনসামঙ্গলের কবির নাম লেখ-
-জগমোহন মিত্র

*1844 সালে তাঁর কাব্য রচনা করেছেন বলে জানা যায়


১৬)চন্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
-পূর্বরাগ

১৭)অভিসার পর্যায়ের রাজাধিরাজ কে?
 - গোবিন্দ দাস

১৮)জ্ঞানদাস কার শিষ্য ছিলেন?
-জাহ্নবী দেবীর


১৯)কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি?
-পঞ্চদশ শতকের কবি


২০)মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কবে মুদ্রিত হয়?
-১৮২৩ খ্রিষ্টাব্দ


২১)ভারত পাঁচালী গ্রন্থের রচয়িতা কে?
- কাশীরাম দাস


২২)বিদ্যাপতির "কীর্তিলতা" গ্রন্থটি কোন ভাষায় রচিত?
 -  অবহট্ট ভাষা


২৩)কৃত্তিবাস ওঝা তাঁর কাব্যের উপাদান সংগ্রহ করেছেন কোথা থেকে?
-শ্রীরাম পাঁচালী, জৈমিনি ভারত ,অদ্ভুত রামায়ণ ইত্যাদি থেকে

২৪)চন্ডীদাসের জন্মস্থান কোথায়?
-বীরভূম জেলার নান্নুর গ্রামে

২৫)দৌলত কাজী কোন রাজসভার কবি ছিলেন? 
-আরাকান রাজসভার কবি

২৬)গোবিন্দ দাস বৈষ্ণব দর্শনের শিক্ষা নেন কোন গ্রন্থের দ্বারা?
-উজ্জ্বলনীলমণি ও ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের দ্বারা

২৭)"চন্ডীদাস সহজ ভাষায় ,সহজভাবের কবি"-উক্তিটি কার?
-রবীন্দ্রনাথের

২৮)দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত?
 -গোবিন্দদাস পরিচিত

২৯)বিদ্যাপতির"পুরুষ পরীক্ষা "কি জাতীয় রচনা? - কথাসাহিত্য বিষয়ক রচনা

৩০)কবিকঙ্কন নামে কে পরিচিত?
-মুকুন্দরাম চক্রবর্তী

৩১)"রায়গুণাকর" উপাধিটি কার?
-ভারতচন্দ্র রায় এর


৩২)"অন্নদামঙ্গল "কাব্যের কয়টি অংশ?
-   তিনটি অংশ। অন্নদামঙ্গল ,কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর , অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ


৩৩)মুরারি শীল চরিত্রের সৃষ্টিকর্তা কে?
-মুকুন্দরাম চক্রবর্তী


৩৪)"মুনি গোসাই" নামে কে পরিচিত?
-ভারতচন্দ্র রায়গুণাকর


৩৫)মুকুন্দরাম এর চন্ডীমঙ্গল মুদ্রিত হয় কবে?
-১৮২৩ খ্রিষ্টাব্দ


৩৬)বিদ্যাসুন্দর এর ইংরেজি অনুবাদ কে করেন?
-গৌড় দাস বসাক(১৮৯০)

MISCELLANEOUS gk set 7



WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -7


১)শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?

ক)বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য√ খ)ভারতীয় ভাষায় সৃজনশীল লেখার জন্য গ)চলচ্চিত্র পরিচালনায় দক্ষতার জন্য ঘ)পরিবেশ সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টির জন্য

*1958 সালে প্রথম শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়
*এর পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা



২)রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক) ব্যাঙ্গালোর 
খ)মহারাষ্ট্র 
গ)হায়দ্রাবাদ √
ঘ)ছত্রিশগড়


৩)বাহমনী সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল?

  ক) গুলবর্গা √
  খ)বিজাপুর
  গ)বেলগাঁও 
   ঘ)রিচুর


৪)ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয়?

ক) ছত্রিশগড় 
খ)ঝারখন্ড √
গ)উড়িষ্যা 
ঘ)অন্ধপ্রদেশ


৫) বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ হলো-

ক) তির্যক
খ) অনুদৈর্ঘ্য √
গ)তড়িৎচুম্বকীয় 
ঘ)সমবর্তন


৬) পোলিও টিকা কে আবিস্কার করেন?

ক) আলেকজান্ডার ফ্লেমিং
খ) জন .ই.সাল্ক√ 
গ)হপকিনস 
ঘ)ল্যান্ডস্টেইনার

*পোলিও হলো একটি ভাইরাস ঘটিত রোগ
*আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন পেনিসিলিন
*ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন


৭)নিচের কোন টি গলনের ফলে আয়তনে সবচেয়ে বেশি বাড়ে ?

ক)সোনা√
খ) পিতল
গ)বরফ
ঘ)ঢালাই লোহা


৮)শাকসব্জি সবুজ রাখতে ব্যবহার করা হয় ?

ক) জিঙ্ক সালফেট
খ)কপার সালফেট√
গ) সোডিয়াম সালফেট
ঘ)ম্যাগনেসিয়াম সালফেট


৯)বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন ?

ক)জগদীস চন্দ্র বসু 
খ) অরবিন্দ ভট্টাচার্য 
গ) প্রফুল্ল চন্দ্র রায় √
ঘ)জগদীস চন্দ্র রায় 


১০) ভারতের সবচেয়ে ছোট নদী কোনটি?

ক) যমুনা 
খ)চম্বল 
গ)গণ্ডক 
ঘ)আরবড়ি নদী√

*আরবড়ি নদী রাজস্থানে অবস্থিত
*এর দৈর্ঘ্য 45 কিলোমিটার
*ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী গঙ্গা
*পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী নীল


১১) চিপকো আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত?

ক) বাঘ সংরক্ষণ 
খ)জলাভূমি সংরক্ষণ
গ) গাছ সংরক্ষণ √
ঘ)কোনাটিই নয়

*চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল
 বহুগুণা


১২)" গনশত্রু " ছবির পরিচালক কে ?

ক)মৃনাল সেন 
খ)যশ চোপরা 
গ) সত্যজিত রায় √
ঘ) ঋত্বিক ঘটক 


১৩) কোন রশ্মি টি সবচেয়ে বিপদজনক?

ক) আলফা রশ্মি 
খ)বিটা রশ্মি 
গ)গামা রশ্মি √
ঘ)রঞ্জন রশ্মি


১৪) জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?

ক) দেরাদুন 
খ)ব্যাঙ্গালোর
গ) হায়দ্রাবাদ√
ঘ) চেন্নাই

*তেলেঙ্গানার রাজধানী হল হায়দরাবাদ



১৫)"ইন্দিরা ঠাকুরন "কোন উপন্যাসের চরিত্র?

ক) আরণ্যক
খ) পথের পাঁচালী√
গ) ইছামতি
ঘ) দেবদাস


১৬)কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি?

ক) কর্ণাটক
খ) উড়িষ্যা
গ) ঝড়খান্ড 
ঘ)মধ্যপ্রদেশ√


১৭)ভারতে মুক্তা চাষ অধিক পরিমাণে কোথায় হয়?

ক) সুন্দরবন 
খ)গোয়া 
গ)করমন্ডল উপকূল √
ঘ)গুজরাট


১৮) কোন ভারতীয় সাংবাদিক আন্তর্জাতিক প্রেস ফ্রিডম পুরস্কার 2019 এ ভূষিত হয়েছেন?

ক) মনীষা কুলশ্রেষ্ঠা 
খ)নেহা দীক্ষিত√
গ)অঞ্জনা কাশ্যপ
ঘ) সাগরিকা ঘোষ


১৯)দন্ত বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?


  ক) হর্টিকালচার 
 খ) ওডোন্টগ্রাফি√
  গ) অস্টিওলজি 
  ঘ) সেরিওলজি


           **উদ্যান সম্পর্কিত বিদ্যা কে বলা হয় হর্টিকালচার


          **অস্থি সম্পর্কিত বিদ্যা কে বলা হয় অস্টিওলজি




২০) কুকি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

ক) নাগাল্যান্ড
খ) মেঘালয়
গ) মনিপুর√
ঘ) ত্রিপুরা



২১) ' নিউ ইন্ডিয়া ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

ক)লালা হরদয়াল 
খ) রাসবিহারী বোস
গ) লালা লাজপত রায় 
ঘ)অ্যানি বেসান্ত √


২২) নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভার অধিবেশন এর অনুমতি দেয়?

ক) লোকসভার অধ্যক্ষ
খ) অ্যাটর্নি জেনারেল
গ) প্রধানমন্ত্রী 
ঘ)রাষ্ট্রপতি√


২৩) ওমানের রাজধানী কোনটি?

ক) মাসকট √
খ)লিমা 
গ)অসলো 
ঘ)মোনাকো

*ওমানের মুদ্রার নাম রিয়াল
*পেরুর রাজধানী লিমা ।লিমার মুদ্রার নাম সোল
*কেনিয়ার রাজধানী অসলো, মুদ্রা ক্রোন
*মোনাকোর রাজধানী হল মন্টিকার্লো , মুদ্রা ইউরো



২৪) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশের নাম কি?

ক) মৌর্য √
খ)কুশান
গ) গুপ্ত 
ঘ)উপরের কোনোটিই নয়


২৫)কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল?

 ক) আকবর √
 খ) জাহাঙ্গীর
  গ)শাহজাহান
   ঘ)লওরঙ্গজেব


২৬)মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দির গুলি নির্মিত হয়েছিল কোন রাজার আমলে?

  ক) পল্লব রাজা দের আমলে√
  খ) চোল রাজাদের আমলে
  গ)চালুক্যরাজাদের আমলে
  ঘ)পান্ডু রাজাদের আমলে


২৭) মহাবীরের পূর্বতম তীর্থঙ্কর এর নাম কি?

ক) ঘোষাল 
খ)পার্সোনাথ√ 
গ)বর্ধমান 
ঘ)ওপরের কোনোটিই নয়


২৮) ভারতবর্ষের শিম জাতীয় উদ্ভিদ চাষ করার কারণ কি?

  ক)মাটিতে অক্সিজেন সৃষ্টি করা
  খ)মাটিতে নাইট্রোজেন সৃষ্টি করা√
  গ)মাটিতে কার্বন-ডাই-অক্সাইড সৃষ্টি করা 
   ঘ)মাটিতে আর্গণ সৃষ্টি করা


২৯)নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশবিস্তার করে?

   ক) অ্যামিবা 
   খ)ভাইরাস √
    গ)ব্যাকটেরিয়া 
     ঘ)ফাংগাস


৩০)ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি?

   ক)গলনাঙ্ক  খুব উচ্চ √
  খ)রোধাঙ্ক  খুব বেশি 
   গ)ঘনত্ব বেশি  
  ঘ)কঠিনতা বেশি
                   

৩১) কৃষ্ণ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত?

ক) খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি
খ) দুধের উৎপাদন বৃদ্ধি
গ) তুলোর উৎপাদন বৃদ্ধি
ঘ) খনিজ তেলের উৎপাদন বৃদ্ধি√


৩২)কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন?

   ক) প্রোটিন জাতীয়√
   খ)স্নেহ জাতীয় 
   গ)শ্বেতসার জাতীয়
   ঘ) গ্লুকোজ জাতীয়


৩৩)খনিজ তেল কোন শিলার তরল রূপ?

     ক)আগ্নেয় শিলা
    খ)রূপান্তরিত শিলা 
    গ)পাললিক শিলা√ 
    ঘ)চুর্ণকময় শিলা


৩৪)প্রয়োজন অতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে-

  ক) শ্বসন 
  খ)সালোকসংশ্লেষ 
  গ)বাষ্পমোচন√ 
   ঘ)রেচন



৩৫) Indian Council of Agricultural Research  কোথায় অবস্থিত?

ক) কলকাতা 
খ)তামিলনাড়ু 
গ)নিউ দিল্লি√
ঘ) কর্ণাটক


৩৬) বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

ক) আয়নোস্ফিয়ার √
খ)মেসোস্ফিয়ার 
গ)স্ট্রাটোস্ফিয়ার
ঘ) উপরের কোনোটিই নয়


৩৭) কাঠ পুতলি লোকনৃত্য টি কোথায় প্রচলিত?

ক) বিহার√
খ)পশ্চিমবঙ্গ
গ) হরিয়ানা
ঘ) রাজস্থান


৩৮)গ্যালভানাইজেসান পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?

ক)এলুমিনিয়াম 
খ)জিঙ্ক √
গ)লোহা 
ঘ)টিন


৩৯) বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফোটানো হচ্ছে। কি করলে জলের স্ফুটনাঙ্ক  কমে যাবে?

ক) পারিপার্শ্বিক তাপমাত্রা কমালে
খ)ফ্লাস্কের মুখ বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগালে√
গ) বার্নারের তাপ কমিয়ে দিলে
ঘ) ফ্লাস্কের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে


৪০)প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত-

    ক) মস্তিষ্ক 
   খ)সুষুম্নাকাণ্ড √
  গ)স্নায়ু গ্রন্থি 
   ঘ)নিউরোগ্লিয়া
   

৪১)হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র অমরনাথ কোথায় অবস্থিত?

ক) পাঞ্জাব 
খ) কাশ্মীর √
গ)মধ্যপ্রদেশ
ঘ) জয়সলমীর


৪২)তুন্দ্রা শব্দটির মানে কি?

ক) বরফ ঢাকা অঞ্চল √
খ) গাছ বিহীন অঞ্চল 
গ) বালি ঢাকা অঞ্চল 
ঘ) জলা অঞ্চল


৪৩)মরুদ্দ্যান বা ওয়েসিস সৃষ্টির মূলে বাতাসের কোন ক্রিয়াটি দায়ী?


ক) অপসরণ 
খ)অবঘর্ষ√
গ) ঘর্ষণ
ঘ) বালিয়াড়ি 


৪৪)ডালমিয়া নগর এর সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট?

ক) তৈল শোধন
খ) সিমেন্ট √
গ)তাম্র শোধন
ঘ) সার 


৪৫)কোন পাহাড়ি স্টেশন "সাতপুরার রানী "নামে পরিচিত?

ক) পাঁচমারি √
খ)নীলগিরি 
গ)মহেন্দ্রগীরি 
ঘ)কোনোটিই নয়


৪৬)চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়?

ক)ক্লোরোফিল
খ)ক্যাফিন√
গ)নিকোটিন
ঘ)অ্যাসপিরিন


৪৭)অ্যামাইনো অ্যাসিড কিসের একক?

ক) লিপিড
খ) হরমোন
গ) প্রোটিন√
ঘ) ভিটামিন


৪৮) বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহার করা হয়-

ক) কাচের আচ্ছাদন 
খ)রবারের আচ্ছাদন
গ) পিতলের আচ্ছাদন
গ) কাঁচা লোহার আচ্ছাদন√


৪৯) একই গতিশক্তি সম্পন্ন কণা গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ?

ক) ইলেকট্রন 
খ)প্রোটন√  
গ)ডিউটেরণ 
ঘ)আলফা কণা


৫০) এল নিনো কি?

ক) বায়ুমণ্ডলীয় ঘটনাবলী
খ) পরিবেশগত ঘটনাবলী
গ) সামুদ্রিক ঘটনাবলী√
ঘ) জলবায়ুগত ঘটনাবলী

Sunday, February 23, 2020

MISCELLANEOUS gk set 6



WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -6


১) ভারতের কোন রাজ্যে হীরা উৎপাদন হয়?

ক) মহারাষ্ট্র 
খ)গুজরাট 
গ)মধ্যপ্রদেশ√ 
ঘ)উত্তর প্রদেশ

২) ভারতের কোন পর্বতশ্রেণী কে তরুণ ভাঁজ পর্বতশ্রেণী বলা হয়?

ক) হিমালয়√
খ) সাতপুরা 
গ)আরাবল্লী
ঘ) বিন্ধ


৩) সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?

ক) উত্তর আটলান্টিক মহাসাগর 
খ)উত্তর প্রশান্ত মহাসাগর 
গ)দক্ষিণ আটলান্টিক মহাসাগর 
ঘ)দক্ষিণ প্রশান্ত মহাসাগর√


৪) বিশ্বের বৃহত্তম পর্বতশ্রেণী কোনটি?

ক) আল্পস
খ) আন্দিজ√
গ) হিমালয় 
ঘ)রকি


৫) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?

ক) গঙ্গা 
খ)কৃষ্ণা 
গ)হুগলি √
ঘ)ব্রহ্মপুত্র

৬) পির পঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত?

ক) গ্রেটার হিমালয় 
খ)ট্রানস হিমালায়ান এরিয়া
গ)লেসার হিমালয় √
ঘ)শিবালিক


৭) প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতের

ক) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে 
খ)মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে √
গ)বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে ঘ)বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস  করে


৮) ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্যসম্পন্ন-

ক) লৌহ কনায় সমৃদ্ধ√
খ) হিউমাস সমৃদ্ধ
গ) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ 
ঘ)ইউরেনিয়াম সমৃদ্ধ


৯) ভারতের কয়লা প্রধানত কোন প্রকারের?

ক) অ্যানথ্রাসাইট
খ) বিটুমিনাস√ 
গ)লিগনাইট 
ঘ)পিট


১০) গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত?

ক) লৌহ 
খ)কয়লা√ 
গ)বক্সাইট 
ঘ)পেট্রোলিয়াম


১১) বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে-

ক) ভূমিক্ষয়
খ) দূষণ
গ) বন্যা 
ঘ)উপরোক্ত সবকটি√



১২) কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত?

ক) শতদ্রু
খ) ইরাবতী
গ) চন্দ্রভাগা
ঘ) ঝিলাম√


১৩) এন্দেমিক উদ্ভিদ কোথায় জন্মায়?

ক) মিষ্টি জলে
খ) ছায়াযুক্ত অঞ্চলে 
গ)অন্য উদ্ভিদের ওপর 
ঘ)নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে√


১৪) বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় কোন সময়?

ক) বর্ষার প্রথম 
খ) বর্ষার শেষে
গ) শীতকালে
ঘ) গ্রীষ্মকালে√


১৫) শস্য ক্ষেত্রে  ডিডিটি প্রয়োগ করলে দূষিত হয়

ক) বাতাস 
খ)বাতাস ও মাটি 
গ)বাতাস ,মাটি, ও জল √
ঘ)বাতাস ও জল


১৬) এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি অভ্র উৎপন্ন হয়?

ক) ভারত√
খ) চীন 
গ)জাপান 
ঘ)ইন্দোনেশিয়া

১৭) পাল কান্ডা পাহাড় কোন পর্বতমালার অংশ?

ক) পশ্চিমঘাট
খ) নীলগিরি 
গ)পূর্বঘাট√ 
ঘ)কোনোটিই নয়

১৮) পৃথিবীর বৃহত্তম ক্রুজ জাহাজ টার্মিনাল কোথায় অবস্থিত?

ক) সৌদি আরব
খ) আমেরিকা
গ)চীন 
ঘ)ইউনাইটেড আরব এমিরেটস√


১৯) আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ কি চাষের জন্য বিখ্যাত?

ক) তামাক 
খ)তুলা 
গ)আফিম √
ঘ)গম


২০) ডোভার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

ক) স্পেন এবং পর্তুগাল
খ) ইতালি এবং গ্রিস 
গ)ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স√ 
ঘ)পর্তুগাল এবং ইতালি


২১) বিশ্বের কোন দেশে দীর্ঘতম উচ্চগতিসম্পন্ন রেললাইন অবস্থিত?

ক) ইমরানের স্টেটস অফ আমেরিকা 
খ)জাপান
গ) চীন √
ঘ)রাশিয়া

২২) ছত্রিশগড়ের রাজ্য পশু কোনটি?

ক) বাঘ 
খ)বুনো মহিষ√
গ) নীল গাই 
ঘ)বুনো গাধা


২৩)বায়ুশূন্য স্থানে দ্রুত পতন কার ঘটবে?

ক) পালক
খ) কাঠের বল
গ) স্টিলের বল
ঘ) সব বস্তুই একই গতিতে পড়বে√


২৪)সেন্ট্রাল টিউবার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) কলকাতা
খ) চেন্নাই
গ) তিরুবনন্তপুরম√
ঘ) মুম্বাই

২৫)কত খ্রিস্টাব্দে SAFসাফ গেমস চালু হয়?

ক)1980
খ)1985
গ)1984√
ঘ)1986


২৬)বাতাসে শব্দের গতিবেগ-

ক) 3 মিটার /সেকেন্ড
খ) 30 মিটার  /সেকেন্ড
গ) 300 মিটার / সেকেন্ড
ঘ) 332 মিটার  /সেকেন্ড√


২৭)"Forty Nine Days"- কার লেখা ?

ক) নীরদ চৌধুরী
খ) অমৃতা প্রীতম√
গ) জহরলাল নেহেরু
ঘ) মারাদোনা


২৮)গন্ধর্ব নারায়ন মিত্র কোন লেখক এর প্রকৃত নাম?

ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) রঙ্গলাল বসু
গ) দীনবন্ধু মিত্র√
ঘ) রামগোপাল ঘোষ


২৯)রাস্তার আলোয় কি ব্যবহার করা হয়?

ক) গ্যাসীয় কার্বন
খ) হ্যালোজেন
গ) সলিড হাইড্রোজেন
ঘ) সোডিয়াম ও পারদ বাষ্প√


৩০)জলে প্রাপ্ত নিচের কোন উপাদানটি ক্যান্সারের জন্য দায়ী?

ক) আর্সেনিক√
খ) আয়রন
গ) ক্লোরিন
ঘ)ফ্লুরিন

Saturday, February 22, 2020

MISCELLANEOUS gk set 5



WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -5

১)ডিনামাইট  তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক)ফর্মালিন
খ)ন্যাপথালিন
গ)নাইট্রো গ্লিসারিন√
ঘ)টলুইন

২)ডিম পচে গেলে জলে ভাসে কারণ ইহাতে উৎপন্ন হয়-


ক)CO2
খ)H2S√
গ)O2
ঘ)কোনটি নয়


৩)তাজমহল কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ-এর তকমা পায়?


ক)১৯৮৩√
খ)১৯৮৪
গ)১৯৮৭
ঘ)১৯৯৯


৪)'রিপাবলিক' বইটির লেখক কে?


ক)এরিখ সেগাল
খ)রুশো
গ)প্লেটো√
ঘ)কার্ল মার্কস



৫)একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত পরিমান লৌহের প্রয়োজন?


ক)১৫-১৮ মিলিগ্রাম
খ)১০-১২ মিলিগ্রাম√
গ)৫-৬ মিলিগ্রাম
ঘ)৫-৮ মিলিগ্রাম


৬)মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিলেন?


ক) মধ্যপ্রদেশ
খ) আসাম
গ) রাজস্থান
ঘ) গুজরাট√।  পোরবন্দর



৭)কোন ধাতুকে সাদা সোনা বলা হয়?


ক)হিরে 
খ)প্লাটিনাম√
গ)রুপা
ঘ)রেডিয়াম



৮)ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম রূপকার কে?


ক)লাল বাহাদুর শাস্ত্রী
খ)সুন্দরলাল বহুগুণা√ 
গ)ইন্দিরা গান্ধী
ঘ)মানেকা গান্ধী


৯)মানবদেহের কোন পেশীর ক্রিয়ায় অস্থি ভাঁজ হয়?


ক)সুপিনেটর পেশী
খ)ল্যাটিসিমাস ডরসি
গ)ফ্লেক্সর পেশী√
ঘ)এক্সটেনসর পেশী


১০)মন্ট্রিল প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?


ক)1986
খ)1987√
গ)1985
ঘ)1988


১১) "কালাহারি " মরুভূমি কোথায় অবস্থিত?


ক)আরব 
খ)উত্তর আফ্রিকা 
গ)দক্ষিণ আফ্রিকা√
ঘ) মঙ্গোলিয়া


১২)ত্যাগ যাত্রা উৎসব কোথায় হয়?


ক)ঝাড়খন্ড
খ)রাচি
গ)তামিলনাড়ু √
ঘ)মেঘালয়



১৩)তাকলামাকান কি?


ক)আগ্নেয়গিরি
খ)জলপ্রপাত
গ)মরুভূমি√
ঘ)বদ্বীপ



১৪)অনুচক্রিকার কাজ কি?


ক)রক্ত পরিষ্কার করা
খ)রক্তে অক্সিজেন সরবরাহ করা
গ)ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা√
ঘ)রক্ত সংবহন করা


১৫)আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়?


ক)বেনজিন
খ)ইউরিয়া
গ)গ্লুকোজ√
ঘ)ভিনেগার



১৬)ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সন্নিবিষ্ট হয়েছে?


ক)6 টি √
খ)7 টি 
গ)8টি 
ঘ)9টি



১৭)মহাত্মা গান্ধী কার লেখা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন?


ক)বেনার্ড সাও
খ)কাল মার্কস
গ)লেনিন
ঘ)লিও টলস্টয়√


১৮)হাইড্রোক্লোরিক অ্যাসিড কে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর সঙ্গে উত্তপ্ত করলে কি বর্ণ হয়?


ক)লাল
খ)নীল
গ)সবুজ √
ঘ)হলুদ




১৯)নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

ক) পরমাণু শক্তি√
খ)কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) পেট্রোল


২০)কত সালে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়?


ক) 1975
খ) 1960
গ) 1978
ঘ) 1985√


২১)ভারতের শিপ্লে অগ্রগণ্য রাজ্য কোনটি ? 


(ক) মহারাষ্ট্র  √   
(খ) অন্ধ্রপ্রদেশ   
(গ) কর্ণাটক     
 (ঘ) পশ্চিমবঙ্গ


২২)কবি সত্যেন্দ্রনাথ রচনা করেন-


ক) অগ্নিবীণা
খ) কুহু ও কেকা√
গ) সাগর থেকে ফেরা
ঘ) ত্রিযামা



২৩)পূর্ব মেদিনীপুর এর সদর দপ্তর কোথায় ?


ক)হলদিয়া
খ)মেদিনীপুর
গ)তমলুক√
ঘ)কাঁথি


২৪)কোন কারখানা বা খনিতে কাজ করার নূন্যতম বয়স কত?


ক) 10 বছর                            
খ) 12 বছর
গ) 14 বছর√                           
ঘ) 16 বছর


২৫)কাকে ' হেরিংপন্ড ' বলা হয় ?


ক)আটলান্টিক মহাসাগর√        খ)কালো সাগর
গ)মৃত সাগর                             ঘ)প্রশান্ত মহাসাগর


২৬)তিমি মাছের শ্বাস যন্ত্রটির হলো-

ক) ফুলকা
খ) ফুসফুস√                      
গ) ফুসফুস ও ফুলকা উভয়
ঘ) বায়ুথলি


২৭)পেনিসিলিয়াম কি?


ক) ছত্রাক√                            
খ) ভাইরাস
গ) ব্যাকটেরিয়া                       
ঘ) প্রোটোজোয়া


২৮)ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে আছে?

ক)আন্দামান
খ)নিকোবর
গ)ব্যারন√
ঘ)পাম্বান

২৯)ছত্তিসগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক)কার্পাস
খ)সার
গ)লোহা ও ইস্পাত√
ঘ)অ্যালুমিনিয়াম


৩০)পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর শিল্পের জন্য বিখ্যাত?

ক) মেদিনীপুর √
খ)পুরুলিয়া
গ) বাঁকুড়া
ঘ) বীরভূম


৩১)ইম্ফল কোন রাজ্যের রাজধানী?

ক) অরুণাচল প্রদেশ 
খ)মনিপুর √
গ)নাগাল্যান্ড 
ঘ)ত্রিপুরা


৩২)ওয়াভেল পরিকল্পনা কত সালে ঘোষিত হয়?

ক)1946 সাল √
খ)1945 সাল
গ) 1944 সাল
ঘ)1943 সাল


৩৩)মহাত্মা গান্ধী আমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কবে?

ক) 1908 খ্রিস্টাব্দ 
খ)1911 খ্রিস্টাব্দ
গ)1914 খ্রিস্টাব্দ 
ঘ)1915 খ্রিস্টাব্দ√

৩৪) সাধারণ উদ্ভিদ কে কি বলে?

ক) হ্যালোফাইট 
খ)জেরোফাইট 
গ)মেসোফাইট √
ঘ)হাইড্রোফাইট

৩৫) নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ কোন শ্রেণীর অন্তর্গত?

ক) মেগাথার্মস√
 খ) মেসোথার্মস 
 গ)মাইক্রোথার্মস 
 ঘ) হেকিষ্টথার্মস

৩৬) অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন ধরনের বৃক্ষ জন্মায়?

ক) পর্ণমোচী 
খ)চিরহরিৎ √
গ)বীরুৎজাতীয়
ঘ) কাটা জাতীয়


৩৭) জঙ্গল উদ্ভিদ কোন পরিবেশে জন্মায় ও বেঁচে থাকে?

ক) মরু 
খ)আর্দ্র
গ) নিরক্ষীয় 
ঘ)শুষ্কঅঞ্চল√

৩৮)কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়?

ক) মহাকাশ্যপ√
খ) কনিষ্ক
গ) অশোক
ঘ) সংঘমিত্রা

৩৯)জবা ফুলের লাল রংয়ের জন্য দায়ি রঞ্জক পদার্থ কোনটি?

ক) ক্যারোটিন
খ) জ্যান্থোফিল
গ) লাইকোপিন√
ঘ) অ্যান্থোসায়ানিন

৪০)কুশিনগর যে জন্য বিখ্যাত তা হল

ক) কুষাণদের রাজধানী
খ) ভারতের প্রথম শহর
গ) ভারতের বৃহত্তম চিনিকল
ঘ) বুদ্ধদেবের মৃত্যু স্থান হিসেবে√

৪১)ক্লোরো মাইসিন কোন রোগে ব্যবহৃত হয়?

ক) টাইফয়েড√
খ) কলেরা
গ) আমাশয়
ঘ) ম্যালেরিয়া





Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...