Monday, September 30, 2019

ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য-Historical Monuments of India






ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য-Historical Monuments of India


স্থাপত্যের নামপ্রতিষ্ঠাতাস্থান
আগ্রা দুর্গআকবর ও 
শাহজাহান
উত্তরপ্রদেশ
বিবি কামাকবারাঔরঙ্গজেবঔরঙ্গাবাদ
(বিহার)
বুদ্ধগয়াঅশোকবোধগয়া
(বিহার)
বুলন্দ দরওয়াজাআকবরফতেপুর সিক্রি
(উত্তরপ্রদেশ)
জামা মসজিদশাহজাহানদিল্লি
মতি মসজিদশাহজাহানআগ্রা
লালকেল্লাশাহজাহাননতুন দিল্লি
তাজমহলশাহজাহানআগ্রা
অজন্তা গুহাগুপ্ত শাসকঔরঙ্গাবাদ
(মহারাষ্ট্র)
ফিরোজশাহ কোটলাফিরোজশাহ তুঘলকদিল্লি
চারমিনারওয়ালিকুতুব শাহহায়দ্রাবাদ
যন্তরমন্তরসোয়াই জয়সিংদিল্লি
শালিমারবাগজাহাঙ্গীরকাশ্মীর
আকবরের সমাধীজাহাঙ্গীরউত্তরপ্রদেশ
কুতুবমিনারকুতুব উদ্দিন আইবকনতুন দিল্লি
ভিক্টোরিয়া মেমোরিয়ালইংরেজকলকাতা
বিজয়স্তম্ভমহারানা কুম্ভচিতোরগড়
(রাজস্থান)
ইন্ডিয়া গেটইংরেজনতুন দিল্লি
হাওয়ামহলসোয়াই প্রতাপ সিংরাজস্থান
কোনারকের সূর্য্য মন্দিররাজা নরসিংহ দেবউড়িষ্যা
রবীন্দ্র সেতু / হাওড়া ব্রিজইংরেজহাওড়া-কলকাতা
নালন্দা বিশ্ববিদ্যালয়গুপ্ত সম্রাটগণরাজগীর,বিহার
সাঁচি স্তূপঅশোকমধ্যপ্রদেশ
জালিয়ানওয়ালাবাগভারত সরকারঅমৃতসর
বিবেকানন্দ রক মেমোরিয়ালভারত সরকারকন্যাকুমারিকা
মিনাক্ষী মন্দির ***মাদুরাই
সিটি প্যালেস মহারানা উদয় সিংউদয়পুর

বাংলা এস.এস. সি প্রস্তুতি




বিদ্যাপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :-
__________________________________

১) কার অনুরোধে বিদ্যাপতি কাব্যচর্চা শুরু করেন?
উঃ দেবসিংহ।

২)বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজ সভায় থাকাকালীন রচনা করেন?
উঃ শিবসিংহ।

৩) বিদ্যাপতির মেয়ের নাম কি?
উঃ দুল্লহি/ দুলহা।


৪) বিদ্যাপতি ভারতীয় সাহিত্য ভান্ডারের কোন কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন?
উঃ গাথাসপ্তশতী, অমরুশতক, শৃঙ্গারতিলক, শৃঙ্গারশতক প্রভৃতি।

৫) বিদ্যাপতির পদে উল্লিখিত মুসলমান রাজার নাম কী?
উঃ নুসরৎ শাহ।

৬) বিদ্যাপতির কোন সংস্কৃত  গ্রন্থের প্রভাব আজও বর্তমান?
উঃ দুর্গাভক্তিতরঙ্গিনী।

৭) 'বিদ্যাপতিগোষ্ঠী'  এই বইটি কার লেখা?
উঃ সুকুমার সেন।

৮) বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ?
উঃ কামেশ্বর।

৯)বিদ্যাপতি কোন্ রানীর গুনমুগ্ধ ছিলেন ?
উঃ লছিমা দেবীর ।

১০)  বিদ্যাপতি কত জন রাজার পৃষ্ঠপোষকতা পান?
উঃ ৬ জন রাজা ও এক জন রানীর। মোট ৭ জনের।

১১) বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলী কে বলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১২)  বিদ্যাপতিকে 'মৈথিল কোকিল' আখ্যায়িত করেন কে?
 উঃ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়।

১৩) কার মতে বিদ্যাপতির আসল নাম 'বসন্তরায়'?
উঃ জন বীমস।

১৪) কোন পুঁথিতে বিদ্যাপতি কে 'সপ্রতিষ্ঠ সদুপাধ্যায় ঠক্কুর শ্রীবিদ্যাপতিনামাঞ্জয়া' বলা হয়েছে??
উঃ শ্রীধরের 'কাব্যপ্রকাশ বিবেক'পুঁথিতে।

১৫) "বিদ্যাপতি ভক্ত নহেন, কবি - গোবিন্দদাস যতবড় কবি, ততোধিক ভক্ত" - মন্তব্যটি কার?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৬) বিদ্যাপতি কে ' পঞ্চোপাসক  হিন্দু' বলে কে  প্রচার করেন?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী।

১৭) 'বিদ্যাপতি বিচার' গ্রন্থটি কার লেখা?
উঃ সতীশচন্দ্র রায়।

১৮) বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থ কী ?
উঃ ভূপরিক্রমা।

১৯) 'মহাজন পদাবলী' পদসংকলনটি কার ?কে কবে প্রকাশ করেন?
উঃ বিদ্যাপতির রচনা ।জগবন্ধু ভদ্র,১৮৭৪ খ্রি: প্রকাশ করেন।

২০) 'রসিকসভাভূষন সুখকন্দ' কার উপাধি?
উঃ বিদ্যাপতি।

২১) বিদ্যাপতির জীবন নিয়ে তৈরি সিনেমাটি কত সালে অভিনীত হয়?
উঃ সিনেমার নাম 'বিদ্যাপতি',  ১৯৩৭ খ্রি. তৈরি হয়। পরিচালক - দেবকী বসু। পাহাড়ী সান্যাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেন।

২২) 'বিদ্যাপতি মিথিলার কবি'— একথা কে প্রচার করেন?
উঃ জন বীমস।

২৩) "নব কবি শেখর" উপাধিটি কার?
উঃ বিদ্যাপতির।

২৪) বিদ্যাপতি তাঁর  কোন গ্রন্থে নিজেকে" খেলন কবি" বলেছেন?
উঃ  " কীর্তিলতা" কাব্যে।

২৫) বিদ্যাপতির পদকে" Cosmic imagination" কে বলেছেন?
উঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, তাঁর "বাংলা সাহিত্যের বিকাশের ধারা" গ্রন্থে।

২৬) বিদ্যাপতিকে বাইরের কবি কে বলে
ছেন?
 উঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।।
২৭)  "বাঙ্গালী বিদ্যাপতির পাগড়ী খুলিয়া ধুতি চাদর পড়াইয়া দিয়াছে"- কে বলেছেন?
উঃ দীনেশচন্দ্র সেন।

২৮)  '' বিদ্যাপতি যে মৈথিল লোকে তাহা একরুপ ভুলিয়াই গেল । বিদ্যাপতি অনেকের কাছে বাঙালি হইয়া দাঁড়াইলেন।'' - মন্তব্যটি কার?
উঃ খগেন্দ্র নাথ মিত্র।

২৯) বিদ্যাপতিকে 'অভিনব জয়দেব' কে আখ্যা দেন?
উঃ শিব সিংহ।

৩০) পদকল্পতরু - তে বিদ্যাপতির কটি পদ আছে?
উঃ ৮ টি।

৩১) বিদ্যাপতির লেখা কোন গ্রন্থে হর-পার্বতীর কথা রয়েছে?
উঃ শৈবসর্বস্বসার।

৩২) বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ কে প্রকাশ করেন?
উঃ দীনেশচন্দ্র সেন।

৩৩)  বিদ্যাপতির রচিত নাটক কোনটি?
উঃ গোরক্ষবিজয়।

৩৪)  'কীর্তি পতাকা' কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন?
উঃ শিব সিংহের।

৩৫) 'কীর্তিলতা' কার পৃষ্ঠপোষকতায় রচনা
 করেন?
উঃ কীর্তি সিংহের।

৩৬) বিদ্যাপতির স্মৃতিশাস্ত্র মূলক রচনা কোনটি?
উঃ দূর্গাভক্তিতরঙ্গিনী।

৩৭) বিদ্যাপতির পদে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব নেই কেন?
উঃ তিনি চৈতন্য পূর্ববর্তী কবি হওয়ার দরুন এই প্রভাবের প্রশ্নই আসে না।

৩৮) লিখনাবলী গ্ৰন্থ কোন রাজার আমলে রচিত?
উঃ পুরাদিত্যের আমলে।

৩৯) লেখনবলীর বিষয়বস্তু কি?
উঃ এই রচনায় পত্র লেখার নিয়ম রীতি আলোচিত হয়েছে।

৪০) বিদ্যাপতিকে কোন বিদেশী কবির সাথে তুলনা করা হয়?
উঃ চসার।

৪১) বিদ্যাপতি কার আমলে রাজপন্ডিত হিসাবে নিযুক্ত হন?
উঃ কীর্তিসিংহ।

৪২) কোন গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছেন?
উঃ ব্যাড়ী ভক্তিতরঙ্গিনী।

৪৩) বিদ্যাপতির পদসংকলনের নাম কী?
উঃ মহাজন পদাবলী।

৪৪) বিদ্যাপতি মোট কটি সংস্কৃত নাটক লিখেছিলেন ?
উঃ দুটি। যথা - গোরক্ষবিজয় ও মণিমঞ্জুরী।

৪৫) "বিদ্যাপতির কবিখ্যাতিকে বাঙালী পবিত্র হোমাগ্নির মতো রক্ষা করেছে"- কে বলেছেন একথা?
উঃ অসিত কুমার বন্দোপাধ্যায়।

৪৬) বিদ‍্যাপতির পদ প্রথম কে সংগ্ৰহ করেন?
উঃ জর্জ গীয়ার্সন।

৪৭) বিদ্যাপতির পদের সংখ্যা কত?
উঃ প্রায় ৯০০ টির মত।

৪৮) বিদ‍্যাপতির আত্মজীবনী মূলক গ্ৰন্থ কোনটি?
উঃ বিভাগসার।

৪৯) বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন?
উঃ ভোগীশ্বর।

৫০) বিদ‍্যাপতি কোন কোন ভাষায় কাব‍্য রচনা করেন?
উঃ সংস্কৃত, অবহট্ট, মৈথিলি ।

৫১) বিদ্যাপতি বাঙালী নন একথা কে প্রমাণ বলেন?
উঃ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়।

৫২) বিদ‍্যাপতির রচনার প্রধান রস কী?
উঃ শৃঙ্গার রস।

৫৩) "বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গসঙ্কুলা নদী" -  এটি কার উক্তি ?
উঃ বঙ্কিমচন্দ্রের।

৫৪) "বিদ্যাপতির প্রথম অধ্যায়গুলি সমস্ত অলংকার শাস্ত্রেরঅনুযায়ী, কিন্তু মাথুর ও ভাবসম্মিলনে তিনি ভাবরাজ্যে বাঙালী  বৈষ্ণব কবিদের মূলসুর ধরিয়াছেন"— মন্তব্যটি কার?
উঃ দীনেশচন্দ্র সেন।

৫৫) বিদ্যাপতির হর পার্বতী বিষয়ক পদগুলি কী নামে প্রচলিত?
উঃ মহেশবাণী।

৫৬) বিদ্যাপতির লেখা ইতিহাস গ্রন্থ কোনটি?
উঃ কীর্তিলতা'  ও ' কীর্তিপতাকা' (অবহট্ট ভাষায় রচনা )।

৫৭) তিনি কোন গ্রন্থে নিজেকে 'খেলন কবি' বলেছেন?
উঃ 'কীর্তিলতা' তে।

৫৮) হরগৌরী বিষয়ক পদ রচনা  করেছেন কোন ভাষায়?
উঃ মৈথিলি ভাষায়।

৫৯) '' বিদ্যাপতির  পদাবলী মধুচক্রের মত, ইহার কুহরে কুহরে মাধুর্য'' - মন্তব্যটি কার?
উঃ আচার্য দীনেশ চন্দ্র সেন।

৬০) তুর্কিরাজের বর্ণনা আছে কোন গ্রন্থে?
উঃ কীর্তিলতা।        
                                       
 ৬১) বিদ্যাপতির আত্মপরিচিতমূলক পদের উল্লেখ কোন গ্রন্থে রয়েছে?
 উ: 'পদসমুদ্র'  সংকলনে।

বাংলা এস.এস. সি প্রস্তুতি



                   বাংলা এস.এস. সি প্রস্তুতি



১। ‘টীকা সর্বস্ব’ কার সংকলিত ? উত্তরঃ সর্বানন্দ ।
২। ‘টালত ঘর মোর নাহি পর পরবেষী’-চরণটি কার লেখা ? উত্তরঃ ঢেণ্ঢন পাদ ।
৩। কাশীরাম দাসের পিতার নাম কি ? উত্তরঃ কমলাকান্ত ।
৪। শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী অংশের কোন বিভাগে খন্ড কথাটি যুক্ত হয়নি ? উত্তরঃ রাধাবিরহ ।
৫। প্রাচীন বাংলায় প্রথম চৈতন্য বিষয়ক পদ কার রচনা ? উত্তরঃ মুরারি গুপ্ত ।
৬। চন্ডীমঙ্গলের আদি কবি কে ? উত্তরঃ মানিক দত্ত ।
৭। বণিক খন্ডের কাহিনী কোন কাব্যের অংশ ?উত্তরঃ চন্ডীমঙ্গল ।
৮। কোন মঙ্গলকাব্যে পশ্চিমের সূর্যোদয় পালা আছে ? উত্তরঃ ধর্মমঙ্গল ।
৯। ‘অদ্বৈত প্রকাশ’ কার রচনা ? উত্তরঃ নিত্যানন্দ ।
১০। গৌরপদ তরঙ্গিনী কে সম্পাদনা করেন ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১১। ‘রসমঞ্জরী’ কার লেখা ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১২। ‘রাধানাথ’ কার ছদ্মনাম ? উত্তরঃ বৃন্দাবন দাস ।
১৩। ষট্ সন্দর্ভ কার লেখা ? উত্তরঃ জীব গোস্বামী ।
১৪। ভাগীরথের গঙ্গা আনয়ন – কোন প্রাচীন কাব্যে উল্লিখিত ? উত্তরঃ মহাভারত ।
১৫। মানিক্যচন্দ্র কোন গ্রন্থের চরিত্র ? উত্তরঃ গোপীচন্দ্র ময়নামতীর গান ।
১৬। কবি কর্ণপুরের যথার্থ নাম কি ? উত্তরঃ পরমানন্দ সেন ।
১৭। ‘মাধব কি কহব দৈব বিপাক’ কোন পর্যায়ের পদ ? উত্তরঃ অভিসার ।
১৮। ‘করলাম’ শব্দ পরিবর্তনের কোন পর্যায়ে পড়ে ? উত্তরঃ অভিশ্রুতি ।
১৯। ‘বঙ্গাধিপ পরাজয়’ কার উপন্যাস ? উত্তরঃ প্রতাপচন্দ্র ঘোষ ।
২০। রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কি ? উত্তরঃ ভিখারিনী ।
২১। ‘নিসর্গ সন্দর্শন’ কার কাব্য ? উত্তরঃ বিহারীলাল ।
২২। ‘চিত্র ও কাব্য’ কার গদ্যগ্রন্থ ? উত্তরঃ বলেন্দ্রনাথ ।
২৩। বাঙালী সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ? উত্তরঃ বঙ্গাল গেজেট ।
২৪। ‘হিতোপদেশ’ গ্রন্থটি প্রথম বাংলায় কে লেখেন ? উত্তরঃ গোলকনাথ শর্মা ।
২৫। ‘অমিত্রাক্ষর’ ছন্দ প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয় ? উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য ।
২৬। ‘মিছিল’ উপন্যাসটি কার লেখা ? উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র ।
২৭। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের ? উত্তরঃ প্রভাত সঙ্গীত ।
২৮। ‘বেলাশেষের গান’ কার রচনা ? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত ।
২৯। ‘হেমন্ত গোধুলি’ কার কাব্য ? উত্তরঃ মোহিতলাল মজুমদার ।
৩০। ‘পেঁপে’ কি শব্দ ? উত্তরঃ পর্তুগীজ ।
৩১। ‘মুনিস’ কোন অঞ্চলের উপভাষা ? উত্তরঃ বঙ্গ ।
৩২। রবীন্দ্রনাথের প্রথম চলতি ভাষায় লেখা উপন্যাস কোনটি ? উত্তরঃ ঘরে-বাইরে ।
৩৩। সর্বশেষ রচিত একটি চৈতন্যজীবনীগ্রন্থের নাম কি ? উত্তরঃ চূড়ামনি দাসের গৌরাঙ্গবিজয় ।
৩৪। বাণীবিনোদ বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম ? উত্তরঃ কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ।
৩৫। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কবে প্রকাশিত হয়েছিল ? উত্তরঃ ১৮৬৬ ।
৩৬। ‘ছেঁড়া তার’ নাটকটি কে লিখেছেন ? উত্তরঃ তুলসী লাহিড়ী ।
৩৭। ‘বাঙ্গঁলা ভাষা ও বাঙ্গঁলা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ কার লেখা ? উত্তরঃ রামগতি ন্যায়রত্ন ।
৩৮। ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ রামমোহন রায় (১৮১৫) ।
৩৯। ‘আপনকথা’ বইটি কার লেখা ? উত্তরঃ অবনীন্দ্রনাথ ।
৪০। প্রাচীনতম কবিওয়ালা কে ? উত্তরঃ গোজলা গুঁই ।
৪১। ‘পুস্পাঞ্জলি’ বইটি কার লেখা ? উত্তরঃ ভূদেব মুখোপাধ্যায় (১৮৭৬) ।
৪২। বাংলায় টপ্পাগানের প্রবর্তন করেন কে ? উত্তরঃ রামনিধি গুপ্ত ।
৪৩। ‘নিভৃতচিন্তা’ রচনা করেন ? উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ ।
৪৪। ‘তত্ত্ববোধিনী’ সভা স্থাপন করেন কে ? উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর ।
৪৫। ‘এলা’ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র ? উত্তরঃ চার অধ্যায় ।
৪৬। ‘ভানুমতি চিত্ত বিলাস’ নাটক এর রচয়িতা কে ? উত্তরঃ হরচন্দ্র ঘোষ ।
৪৭। ‘দিবারাত্রির কাব্য’র একটি চরিত্র ? উত্তরঃ আনন্দ ।
৪৮। জগদানন্দ কোন শতাব্দীর বৈষ্ণব পদকর্তা ? উত্তরঃ সপ্তদশ শতাব্দী ।
৪৯। ‘ভারতী’ পত্রিকার প্রথম সম্পাদক ? উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।
৫০। ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ পুঁথিটি কে আবিস্কার করেন? উত্তরঃ বসন্তরঞ্জন রায় ।
৫১। বাংলাভাষায় প্রথম দৈনিক পত্র কোনটি ? উত্তরঃ সমাচার দর্পন ।
৫২। ‘জামাই বারিক’ এর প্রনেতা কে ? উত্তরঃ দীনবন্ধু মিত্র ।
৫৩। ‘দি ক্যাপ্টিভ লেডি’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ মধুসূদন দত্ত ।
৫৪। গীতগোবিন্দম্ কাব্যের মোট সর্গ সংখ্যা কত ? উত্তরঃ ১১ ।
৫৫। ধোয়ীর পবনদূত কাব্যের নায়ক ? উত্তরঃ লক্ষণ সেন ।
৫৬। যত যত মহাপন্ডিত আছয়ে সংসারে । আমার কবিতা কেহ নিন্দিতে না পারে ।।- কার রচনা ? উত্তরঃ কৃত্তিবাস ।
৫৭। ‘নবচর্যাপদে’ প্রকাশিত মোট পদের সংখ্যা কত ? উত্তরঃ ৯৮ ।
৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বংশীখন্ডের পূর্ববর্তী খন্ডটির নাম কি ? উত্তরঃ বানখন্ড।
৫৯। সদুক্তি কর্ণামৃতের মোট সংকলিত কবিতার সংখ্যা কত ? উত্তরঃ ২৩৭০ ।
৬০। চর্যাগীতিতে কবির পদের সংখ্যা সবচেয়ে বেশী ? উত্তরঃ কাহ্ণপাদ ।
৬১। চর্যাপদের কত সংখ্যক প্রথম ‘নাটক’ কথাটি প্রযুক্ত হয়েছে ? উত্তরঃ ১৭ ।


Pdf link

https://drive.google.com/file/d/10zXrdppI_9b8x6YwebQ7QJOkYdpniBup/view?usp=drivesdk





বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তরঃ




বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
Ans: জিব্রাল্টার

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
Ans: মরক্কো ও স্পেন

প্রশ্নঃ Dead Sea কোথায় অবস্থিত?
Ans: Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত

প্রশ্নঃ হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
Ans: ভঙ্গিল পর্বত

প্রশ্নঃ কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
Ans: মধ্য ইউরোপের সমভূমি

প্রশ্নঃ কোন জলপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?
Ans: Strait of Gibralter

প্রশ্নঃ ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না? Ans: মরুভূমি

প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান?
Ans: দক্ষিণ পূর্ব এশিয়া

প্রশ্নঃ পৃথিবীর গভীর হ্রদ কোনটি?
Ans: বৈকাল হ্রদ

প্রশ্নঃ উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত? Ans: আফ্রিকা

প্রশ্নঃ কোন সনে সুয়েজখালের খনন কাজ শেষ হয়?
Ans: ১৮৬৯ সালে

প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Ans: বেরিং

প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
Ans: ডুরাল্ড লাইন

প্রশ্নঃ বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
Ans: আমেরিকা ও এশিয়া

প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
Ans: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে

প্রশ্নঃ কোন জলপথটি মানুষের দ্বারা নির্মিত?
Ans: কিয়েল খাল

প্রশ্নঃ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-
Ans: ১৯৫৩ সালে

প্রশ্নঃ কোনটি ইরানের মরুভূমি?
Ans: দস্ত-ই-লুত

প্রশ্নঃ পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?
Ans: ১৯৯৯ সালে


প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
Ans: ১৭° সমান্তরাল

প্রশ্নঃ সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
Ans: মালভূমি

প্রশ্নঃ সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Ans: মালাক্কা

প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
Ans: ম্যাজিনো লাইন

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
Ans: ২০১০

প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম-
Ans: দার্দানেলিস

প্রশ্নঃ আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে?
 Ans: জিব্রাল্টার প্রণালী

প্রশ্নঃ নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
Ans: আজারবাইজান-আর্মেনিয়া

প্রশ্নঃ ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ?
Ans: Palk Strait

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?
Ans: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর

প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
Ans: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
Ans: মঙ্গোলিয়া

প্রশ্নঃ যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে?
Ans: বেননেভিস

প্রশ্নঃ গোবি কি?
Ans: মরুভূমির নাম

প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা
 Ans: র‍্যাডক্লিফ লাইন

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
Ans: বৈকাল

প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি?
Ans: বিখ্যাত জলপ্রপাত

প্রশ্নঃ লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
Ans: ভারত ও পাকিস্তান

প্রশ্নঃ আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?
Ans: বাব-এল-মান্দেব

প্রশ্নঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
Ans: পানামা খাল

প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Ans: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
Ans: চীন ও ভারত

প্রশ্নঃ সুয়েজখাল কোন বছর উদ্বোধন হয়?
Ans: ১৮৬৯

প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে?
Ans: ওমান উপসাগর ও পারস্য উপসাগর

প্রশ্নঃ কোন প্রণালী ভারত মহাসগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
Ans: মালাক্কা

প্রশ্নঃ ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
Ans: নেপাল

প্রশ্নঃ Adams Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
Ans: শ্রীলংকায়

প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে?
Ans: মৃত

প্রশ্নঃ লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে?
Ans: ভারত



https://drive.google.com/file/d/15Eg4IVZcX4dEgN-Fqw3kRbtN31qefzFb/view?usp=drivesdk


ভারতীয় সংবিধানের উপর 50 টি প্রশ্ন

   



    ভারতীয় সংবিধানের উপর 50 টি প্রশ্ন উত্তর

1)গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়?
☞1946  খ্রিস্টাব্দে।

2) কোন মিশনের পরিকল্পনার  ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?
☞ মন্ত্রী মিশন পরিকল্পনা।

3) ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়?
☞ 1947 খ্রিস্টাব্দে।

4) গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল?
☞389 জন।

5) ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?
☞ মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।

6) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
☞ 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে।

7) গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
☞ সচিদানন্দ সিনহা।

8)ভারতের সংবিধান তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?
☞2বছর 11 মাস 18 দিন।

9) গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
☞ রাজেন্দ্র প্রসাদ।

10) গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন?
☞ এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।

11) গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন?
☞211জন।

12) কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?
☞মহাত্মা গান্ধী।

13) কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল?
☞ মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।

14)কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়?
☞ মন্ত্রিমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।

15) ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
☞ 1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।

16) গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?
☞11টি।

17) গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?
☞ 1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।

18) ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
☞ 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।

19) গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?
☞হাতি।

20) ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
☞ড. বি.আর.আম্বেদকর।

21) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
☞ ডঃ বি.আর. আম্বেদকর।

22) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে?
☞ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

23) ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
☞ মার্কিন যুক্তরাষ্ট্র।

24) কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে?
☞ 1976 খ্রী 42 তম সংবিধান সংশোধনী ধারা।

25) 42 তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে?
☞সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি।

 26)কে ভারতীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের  "আইডেন্টিটি কার্ড " বলে অভিহিত করেছেন?
☞এন.এ. পালকিওয়ালা।

27)ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল?
☞395 টি।

28) কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান?
☞ ভারতবর্ষের সংবিধান।

29) ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে?
☞12টি(মূল সংবিধানে  ছিল আটটি)

30) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে বেশি দেখা যায়?
☞ ভারত শাসন আইন,1935।

31) ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?
☞সুপ্রীম কোর্ট ।

32) কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়?
☞368 নম্বর ধারা।

33) কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের "মৌলিক কর্তব্য" সংযোজিত হয়?
☞ শরণ সিং কমিটি।

34) ব্রিটিশ সরকার প্রণীত  কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
☞ 1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে।

35) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক  দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?
☞ 1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে।

36) ভারতীয় সংবিধানের কোন অংশে "জনকল্যাণমূলক রাষ্ট্র" গঠনের কথা বলা হয়েছে?
 চতুর্থ  অংশের রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিতে।

37)ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশ মূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরনণে থেকে গৃহীত হয়েছে?
☞আয়ারল্যান্ডের সংবিধান।

38) ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে?
☞6টি( মূল সংবিধানের ছিল সাতটি)।

39) কততম সংবিধান সংশোধনীর দ্বারা  মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারে বাদ দেয়া হয়েছে?
☞ 1978 খ্রিস্টাব্দ 44 তম সংবিধান সংশোধনী।

40) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বর্তমানে সম্পত্তির অধিকারে একটি আইনি অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে?
☞300A।

41) ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?
☞11টি।

42) সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে কোন কোন ধারা বাতিল করা হয়েছে?
☞370 ও 35A ধারা।

43) ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে  নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়েছে?
☞পার্ট-II (5-11নম্বর ধারায়)।

 44)ভারতের পার্লামেন্টের অংশগুলি কি কি?
☞ রাষ্ট্রপতি,রাজ্যসভা ও লোকসভা।

45) রাষ্ট্রপতি সংসদে মোট কতজন সদস্য কে মনোনীত করতে পারেন।
☞14 জন।

46) কে পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন?
☞উপরাষ্ট্রপতি।

47) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে?
☞280 নম্বর।

48) কত তম সংবিধান সংশোধনী অনুযায়ী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে?
☞86 তম সংবিধান সংশোধনী 2002।

49) রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যদের কে পদচ্যুত করতে পারেন?
☞ রাষ্ট্রপতি।

50) কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়?

45 Important GK

                   


                    45 Important GK:-

1. ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?
- কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল

2. বর্তমানে‘মথুরা‘কি নামে পরিচিত ?
- ইসলামাবাদ 

3. বিশ্বে ‘চিনির ভান্ডার‘বলে পরিচিত কোন দেশ ?
- কিউবা 

4. কোন জেলা ভারতের গ্লাসসো নামে পরিচিত ?
- হাওড়া জেলা 

5. মামা –ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
- বীরভূম জেলার দুবরাজপুরে 

6. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
- কাঞ্চিকল জলপ্রপাত

7..SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-  নেপালের কাঠমান্ডুতে

8.স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
- ২৬ শে জানুয়ারি, ১৯৫০

9. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
- বিধান পরিষদ

10. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবার উপরে কি রয়েছে?
- জেলা পরিষদ

11• কে জুলিয়াস সিজার কে হত্যা করেছিল?
উঃ- ব্রুটাস

12•ক্যাবিনেট মিশন কবে দিল্লিতে আসে?
উঃ- 24 মার্চ 1946

13• যন্ত্রপাতি তৈরিতে প্রথমে কোন ধাতুর ব্যাবহার হয়?
উঃ- তামা

14- মানুষ প্রথম কোন দানাশস্য ফলন করে?
উঃ- ভুট্টা

15- চায়ের উৎপত্তি কোন দেশে?
উঃ- চীন

16- পৃথিবীর ব্যাস কে প্রথম পরিমাপ করেন?
উঃ- টলেমি

17- লোকসভার প্রথম স্পিকার কে?
উঃ- জি ভি মভলঙ্কর

18- বিশ্ব পর্যটন দিবস কবে উৎযাপন করা হয়?
উঃ- 27 সেপ্টেম্বর

19- রসুনের ঝাঁঝালো গন্ধ কিসের উপস্থিতির ফলে হয়?
উঃ- সালফার যৌগ

20- অ্যালমিনিয়ামের আকরিকের নাম কী?
উঃ- বক্সাইট

21 : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : হাডসন। 

22 : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? 
 উত্তর : এস এস হুইলার। 

23 : ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে?
উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।

24: থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? 
 উত্তর : জাপান, জার্মানি ও ইতালি। 

25: পৃথিবী তৈরির প্রধান উপাদান কী? 
 উত্তর :অ্যালুমিনিয়াম।  

26: ‘সুপার নোভা’ আসলে কী?
উত্তর : মৃত তারকা। 

27 : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
 উত্তর : বনফুল।

28: বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
 উত্তর : ১৯২২ সালে।

29 : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
 উত্তর :গেস্টাপো।

30 : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতি’প্রতি বেদনের তথ্য অনুসারে,বিশ্বে মেগাসিটির সংখ্যা কয়টি?
 উত্তর :২১টি।

31 : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়?
 উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।

32 : উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে? 
 উত্তর : গ্রাফাইট।

33 : রাশিয়ার বিমান সংস্থার নাম কী?
 উত্তর : এরোফ্লোঁ।

34 : ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
 উত্তর : ব্যাপন প্রক্রিয়ায়।

35 : বিশ্বের গভীরতম খাল কোনটি?
 উত্তর : পানামা খাল।

 36 : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।

37 : যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান,তাদের কী বলা হয়?
উত্তর : Isotone

38: বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবকে।

39 : সংকর ধাতু পিতলের উপাদান কী কী?
উত্তর : তামা ও দস্তা।

40 : সাধারণ মোটর গাড়ির ইঞ্জিনে কয়টি পিস্টন থাকে?
উত্তর : ৪টি।

41: বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।

42 : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম।

43 : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী?
উত্তর : অ্যাঙ্করভাট

44 : রেকটিফাইড স্পিরিট হলো_
উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।

45: রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন ডি।

46 : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে?
উত্তর : ২২ মে।



https://drive.google.com/file/d/1BU-3ausyJv76yLjnbr6nELuW5qP51CKu/view?usp=drivesdk



Friday, September 27, 2019

50 GK question for all types of competitive exam



WBCS/ NTPC/ GROUP D/ MISCELLANEOUS/ 
CONSTABLE/ CLEARKSHIP



১) পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?

ক) 1556 খ্রিস্টাব্দে
খ) 1565 খ্রিষ্টাব্দ
গ)1526 খ্রিস্টাব্দে
ঘ)1761 খ্রিস্টাব্দে√


২) এক শৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা যায়?

ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙ্গা√
ঘ) সুন্দরবন


৩) ইরানের মুদ্রার নাম কি?

ক) দিনার
খ) রিয়াল√
গ) ডলার
ঘ) রুপি


৪) মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেন?

ক) মুর্শিদাবাদ√
খ) কলকাতা
গ) ওড়িশা
ঘ) কর্ণসুবর্ন


৫) মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান  1930 খ্রিস্টাব্দের কত তারিখে শুরু হয়েছিল?

ক) 31 মার্চ
খ)13 এপ্রিল
গ) 12 মার্চ√
ঘ) 20আগস্ট


৬) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে ন?

ক) কেশবচন্দ্র সেন
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) রসিক কৃষ্ণ মল্লিক
ঘ) রাজা রামমোহন রায়√


৭)  মহেন্দ্রদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?

ক) স্কন্ধ গুপ্ত
খ) কুমার গুপ্ত√
গ) সমুদ্র গুপ্ত
ঘ) প্রথম চন্দ্রগুপ্ত


৮) পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

ক) রাজ্যপাল
খ) লোকসভার স্পিকার√
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধান মন্ত্রী


৯)  দিল্লির কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন?

ক) ইলতুৎমিস
খ) গিয়াসউদ্দিন বলবন
গ) আলাউদ্দিন খলজী√
ঘ) মুহাম্মদ বিন তুঘলক


১০) কোন যুদ্ধ নেপোলিয়ান যুগের অবসানের প্রতীক?

ক) ওয়াটার লুর যুদ্ধ√
খ) ট্রাফালগারের যুদ্ধ
গ) রুশ-জাপান যুদ্ধ
ঘ) ফ্রাঙ্কফুর্ট যুদ্ধ 


১১) বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল?

ক)  উজ্জয়নী√
খ) তক্ষশীলা
গ) কোমল
ঘ) মগধ


১২) ভিসুভিয়াস কোথায় অবস্থিত?

ক) জার্মানি
খ) ইটালি√
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স 


১৩) মার্টিন লুথার কোথাকার রাজা ছিলেন?

ক) আমেরিকা√
খ) ফ্রান্স
গ) জার্মানি
ঘ) জাপান


১৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

ক) নীলনদ√
খ) ইয়াংসিকিয়াং
গ) আমুদরিয়া
ঘ) আমুর


১৫) বিশ্বে মোট দেশের সংখ্যা কয়টি?

ক) 205 টি
খ) 212 টি√
গ) 228 টি
ঘ) 226 টি


১৬) মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কবে?

ক) 1025 খ্রিস্টাব্দে
খ) 1027 খ্রিস্টাব্দে√
গ) 1030 খ্রিস্টাব্দে
ঘ) 1192 খ্রিস্টাব্দে


১৭) এশিয়ার শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ কোনটি?

ক) চীন
খ) জাপান√
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি


১৮) বিশ্বের সবচেয়ে বেশি কফি কোথায় পাওয়া যায়?

ক) ব্রাজিল√
খ) চীন
গ) আর্জেন্টিনা
ঘ) উরুগুয়ে


১৯) কোন মুঘল সম্রাট ভারতে প্রথম গোলাপ গাছ চাষ করে?

ক) শাহজাহান
খ) বাবর√
গ) ওরঙ্গজেব
ঘ) আকবর


২০) হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

ক) কৃষ্ণা
খ) মহানদী√
গ) গোদাবরী
ঘ) কাবেরী


২১)' শৈবাল সাগর' দেখা যায় কোন মহাসাগরে?

ক) আটলান্টিক মহাসাগর√
খ) প্রশান্ত মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) সুমেরু মহাসাগর


২২) কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?

ক) পেট্রোরসায়ন শিল্প√
খ) ইঞ্জিনিয়ারিং শিল্প
গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প
ঘ) রেল গাড়ি নির্মাণ শিল্প


২৩) উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট?

ক) 21 জুন
খ) 22 মার্চ
গ) 23 জুলাই
ঘ) 22 ডিসেম্বর√


২৪) শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?

ক) হর্ষবর্ধন√
খ) শশাঙ্ক
গ) কনিষ্ক
ঘ) সমুদ্রগুপ্ত


২৫) 'এশিয়ার আলো' কাকে বলা হয়?

ক) গৌতম বুদ্ধ√
খ) মহাবীর
গ) বিবেকানন্দ
ঘ) রামমোহন


২৬) ম্যাজিনোট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা?

ক) জাপান ও জার্মানি
খ) ফ্রান্স ও ইংল্যান্ড
গ) ফ্রান্স ও জার্মানি√
ঘ) জাপান ও ইংল্যান্ড


২৭) সঙ্গীত সার কে রচনা করেন?

ক) তানসেন√
খ) বীরবল
গ) তুলসীদাস
ঘ) মুকুন্দরাম


২৮) ভারতের সর্বাধিক জলসেচ সেবিত  রাজ্য কোনটি?

ক) উত্তর প্রদেশ
খ) পাঞ্জাব√
গ) উত্তরাখণ্ড
ঘ) মহারাষ্ট্র


২৯) ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সব থেকে বেশি?

ক) উত্তর প্রদেশ√
খ) মধ্যপ্রদেশ
গ) কর্ণাটক
ঘ) মহারাষ্ট্র


৩০) সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণে কথা বলা হয়েছে?

ক) 17 নং ধারা√
খ) 13 নং ধারা
গ) 28 নং ধারা
 ঘ) 18 নং ধারা


৩১) ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়?

ক) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ√
খ) জিওফ্রে চসার
গ) জন মিল্টন
ঘ) রজার বেকন


৩২) 100 তম সংবিধান সংশোধনে কয়টি ভাষায় কথা বলা হয়েছে?

ক) পাঁচটি
খ) তিনটি
গ) চারটি√
ঘ) দুটি


৩৩) সার্বজনীন ডাফ ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ওয়াশিংটন
খ) জেনেভা
গ) লন্ডন√
ঘ) লাওস


৩৪) খাদ্য ও কৃষি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?

ক) প্রথম বিশ্বযুদ্ধের সময়
খ) জরুরি অবস্থা ঘোষণার সময়
গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়√


৩৫) দক্ষিণ ভারতে কোন গাছকে সবুজ সোনা বলা হয়?

ক) নারকেল গাছ√
খ) তেঁতুল গাছ
গ) আম গাছ
ঘ) নিম গাছ


৩৬) নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

ক) কৃষ্ণা√
খ) কাবেরী
গ) গোদাবরী
ঘ) লুনি


৩৭) পোর্টব্লেয়ার বন্দরটি কোথায় অবস্থিত?

ক) আন্দামান ও নিকোবর√
খ) চেন্নাই
গ) উড়িষ্যা
ঘ) তামিলনাড়ু


৩৮) দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়?

ক) 1957 সালে√
খ) 1975 সালে
গ) 1965 সালে
ঘ) 1980 সালের


৩৯) কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

ক) আফ্রিকা√
খ) এশিয়া
গ) উত্তর আমেরিকা
ঘ) দক্ষিণ আমেরিকা


৪০) ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত?

ক) হাঙ্গেরি
খ) নিউজিল্যান্ড√
গ) প্যারাগুয়ে
ঘ) ব্রাজিল


৪১) কুনিক উপাধি কে নিয়েছিলেন?

ক) অজাত শত্রু√
খ) বিম্বিসার
গ) কনিষ্ক
ঘ) শশাঙ্ক


৪২) উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

ক) জম্মু-কাশ্মীর√
খ) রাজস্থান
গ) মহারাষ্ট্র
ঘ) বিহার 


৪৩) উপনিষদের মুখ্য বিষয় কি?

ক) ধর্ম√
খ) বেদান্ত
গ) স্তোত্র
ঘ) সংসার


৪৪) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা উৎপন্ন হয় কোথায়?

ক) জাপান
খ) জার্মানি
গ) চীন√
ঘ) ফ্রান্স


৪৫) ভারতে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয়েছিল কবে?

ক) 1958 সালে√
খ) 1960 সালে
গ) 1965 সালে
ঘ) 1970 সালে


৪৬) রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?

ক) রাজস্থান√
খ) তামিলনাড়ু
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) গুজরাট


৪৭) ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?

ক) মৌলানা আবুল কালাম আজাদ√
খ) জাকির হোসেন
গ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
ঘ) রাজেন্দ্র প্রসাদ


৪৮) স্বত্ববিলোপ নীতি কে কোন রাজ্য অধিগ্রহণ করা হয়নি?

ক) সাতারা
খ) অবোধ√
গ) মোজাফফরপুর
ঘ) হায়দ্রাবাদ


৪৯) মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হন কবে?

ক) 1948 সালে√
খ) 1950 সালে
গ) 1947 সালের
ঘ) 1949 সালে


৫০) পশ্চিমবঙ্গের প্রথম বিচার ও আইন মন্ত্রী কে ছিলেন?

ক) মোহিনী মোহন বর্মন√
খ) আদম আলী
গ) রাজেন্দ্র চন্দ্র ঘোষ
ঘ) শৈলেন্দ্রনাথ বেড়া



লিপি/প্রশস্তি - কার সম্বন্ধে/আমলে - রচয়িতা





       লিপি/প্রশস্তি - কার সম্বন্ধে/আমলে - রচয়িতা 

👉হাতিগুম্ফা লিপি - কলিঙ্গরাজ খারবেল 

👉জুনাগড় প্রশস্তি - শকক্ষত্রপরাজ রুদ্রদামন

👉নাসিক প্রশস্তি - গৌতমীপুত্র সাতকর্ণী - গৌতমী বলশ্রী

👉আইহোল প্রশস্তি - দ্বিতীয় পুলকেশী - রবিকীর্তি

👉ব্রাহ্মী লিপি - অশোক

👉এলাহাবাদ প্রশস্তি - সমুদ্রগুপ্ত - হরিষেণ

👉সম্পট লিপি - কনিষ্ক

👉নানাঘাট শিলালিপি - প্রথম সাতকর্ণীর - রানি নয়নিকা

👉ভিতারি শিলালিপি - স্কন্ধগুপ্ত

👉খালিমপুর তাম্রলিপি - ধর্মপাল

👉গঞ্জাম লিপি - শশাঙ্ক

👉তিরুমালাই লিপি - প্রথম রাজেন্দ্র চোল 

👉এরাণ শিলালিপি - দ্বিতীয় চন্দ্রগুপ্ত

👉তাঞ্জোর লিপি - প্রথম রাজেন্দ্র চোল 

👉গোয়ালিয়র প্রশস্তি - প্রথম ভোজরাজ

সাধারন বিজ্ঞানের ২৫টি অসাধারন প্রশ্ন





         সাধারন বিজ্ঞানের ২৫টি অসাধারন প্রশ্ন
      

প্রশ্ন-   কোন বিজ্ঞানী প্রথম ' লাইসোজোম ' আবিস্কার করেন ?

উঃ বিজ্ঞানী ডি ডুভে [ ১৯৫৫ সালে ]

প্রশ্ন- কোন পতঙ্গ জলে ডিম পাড়ে ?

উঃ ড্রাগন ফ্লাই

প্রশ্ন- পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?

উঃ কাইটিন

প্রশ্ন- ফ্লোরিজেন - কি ?

উঃ উদ্ভিদ হরমোন

প্রশ্ন- বাষ্পমোচন হার মাপার যন্ত্রের নাম কি ?

উঃ গ্যানং পোটোমিটার

প্রশ্ন- কোষ প্রাচীরের মূল উপাদান কি ?

উঃ সেলুলোজ

প্রশ্ন- র‍্যাফাইড কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ কচু ও ওলে

প্রশ্ন- বেট্রোভাইরাসের উদাহরন কি ?

উঃ এইচ আই ভি

প্রশ্ন- পৃথিবীর বৃহত্তম ফল কোনটি ?

উঃ Lodoicea

প্রশ্ন-Sycon কোন জাতীয় প্রানী ?

উঃ স্পঞ্জ

প্রশ্ন-মাছির লার্ভাকে কি বলে ?

উঃ ম্যাগট

প্রশ্ন-মূলে কাঁটা থাকে কোন গাছে ?

উঃ নারকেল

প্রশ্ন- ফিতাকৃমি যুক্ত শুয়রের মাংসকে কি বলে ?

উঃ মিসলী পোর্ক

প্রশ্ন- গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?

উঃ মস্তিস্কের হাইপোথ্যালামাস থেকে

প্রশ্ন- মানব শরীরে দৈনিক কত কোটি কোষ জন্মায় ?

উঃ প্রায় ২০০ কোটি কোশ জন্মায় ও মারা যায়

প্রশ্ন- কাপড় কাচার সোডার পুরো নাম কি ?

উঃ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট

প্রশ্ন- জেরফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

উঃ ভিটামিন A -র

প্রশ্ন- ডিএনএ -এর নক্সা কারা কতসালে তৈরি করেন ?

উঃ ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে

প্রশ্ন- কোন এককোষী উদ্ভিদ খালিচোখে দেখা যায় ?

উঃ অ্যাসিটাবুলারিয়া

প্রশ্ন- হামের জন্য কোন ভাইরাস দায়ী ?

উঃ রুবেলা

প্রশ্ন- ২০ টি আমাইনো আসিডের জন্য ক'টি কার্যকারী কোডন আছে ?

উঃ ৬১ টি

প্রশ্ন-লাইকেন কোন প্রকার দূষণের সূচক ?

উঃ বায়ু দূষন

প্রশ্ন- আদিমতম স্তন্যপায়ী কোনটি ?

উঃ Echidna

প্রশ্ন- Leptotyphlops কি ?

উঃ পৃথিবীর সবথেকে ছোট সাপ

প্রশ্ন- সার হিসাবে ব্যাবহার করা হয় কোন ফার্ন কে ?

উঃ অ্যাজোলা



Thursday, September 26, 2019

18 টি ফোবিয়া :




                   18 টি ফোবিয়া :

1. Arachnophobia – The fear of spiders - 
মাকড়সার ভয়.

2. Ophidiophobia – The fear of snakes. - সাপের ভয়.

3. Acrophobia – The fear of heights. -উচ্চতার ভয়.

4. Agoraphobia – The fear of open or crowded spaces. People with this fear often wont leave home.- শূন্য দেশের ভয়ের ব্যাধি.

5. Cynophobia – The fear of dogs. - কুকুরের ভয়
6. Claustrophobia – The fear of small spaces like elevators, small rooms and other enclosed spaces. - আবদ্ধ স্থান সম্পর্কে অস্বাভাবিক ভীতি.

7. Mysophobia – The fear of germs. It is also termed as Germophobia or Bacterophobia. - জীবাণু এর ভয়.

8. Aerophobia – The fear of flying. - উড়ন্ত এর ভয়.

9. Trypophobia – The fear of holes - গর্তর ভয়.

10. Thanatophobia – The fear of death. Even talking about death can be hard. - মৃত্যুর ভয়.

11. Glossophobia – The fear of public speaking. - সবার সামনে বলা ভয়.

12. Monophobia – The fear of being alone. Even while eating and/or sleeping. - একা থাকার ভয়.

13. Atychiphobia – The fear of failure. - 
ব্যর্থতার ভয়.

14. Ornithophobia – The fear of birds. -
পাখির ভয়.

15. Enochlophobia – The fear of crowds - জনতার ভয়.

16. Trypanophobia – The fear of needles. - সূঁচের ভয়.

17. Aquaphobia – The fear of water. - জল নিয়ে ভয়.

18. Hemophobia – The fear of blood. Even the sight of blood can cause fainting for such people. - রক্ত ​​বা রক্তের ভিজ্যুয়ালাইজেশনকে ভয় করে


Wednesday, September 25, 2019

ভারতের উল্লেখযোগ্য নদীর উৎস ও মোহনা



         ভারতের উল্লেখযোগ্য নদীর উৎস ও মোহনা
    _________________________________________


নদীর নাম :      গঙ্গা
উৎস:             গঙ্গোত্রী হিমবাহ
মোহনা:           বঙ্গোপসাগর
দৈর্ঘ্য :              25 25 কিলোমিটার



নদীর নাম:       গোদাবরী
উৎস:              ত্রিম্বক পর্বত
মোহনা:           বঙ্গোপসাগর
দৈর্ঘ্য :            1465 কিলোমিটার



নদীর নাম:        কাবেরী
উৎস :              ব্রম্ভ গিরিশৃঙ্গ
মোহনা :          বঙ্গোপসাগর
দৈর্ঘ্য:              805 কিলোমিটার



নদীর নাম:         মহানদী
উৎস :               সিয়াওয়ারা উচ্চভূমি
মোহনা :           বঙ্গোপসাগর
দৈর্ঘ্য :               858 বা 851 কিলোমিটার



নদীর নাম :    তাপ্তি
উৎস:            মহাদেব পর্বত
মোহনা :        কাম্বে উপসাগর
দৈর্ঘ্য :          724 কিলোমিটার



নদীর নাম:     নর্মদা
উৎস :           অমর্কন্টক শৃঙ্গ
মোহনা  :        কাম্বে উপসাগর
দৈর্ঘ্য :             1312 কিলোমিটার



নদীর নাম:           ব্রহ্মপুত্র
উৎস :               চেমায়ুঙ্গ দুন হিমবাহ
মোহনা:            বঙ্গোপসাগর
দৈর্ঘ্য :          2900 কিলোমিটার (ভারতে 995 কিলোমিটার)



নদীর নাম :       কৃষ্ণা
উৎস:              মহাবালেশ্বর শৃঙ্গ
মোহনা:           বঙ্গোপসাগর
দৈর্ঘ্য :              1400কিলোমিটার



নদীর নাম:       সিন্ধু
উৎস :             সিন কাবাব
মোহনা:          আরব সাগর
দৈর্ঘ্য :            2880 কিলোমিটার (ভারতের 1114 কিলোমিটার)




নদীর নাম:          লুনি
উৎস:                 পুষ্কর ভ্যালি
মোহনা :              কচ্ছের রন
দৈর্ঘ্য:                  495 কিলোমিটার



নদীর নাম :       বিতস্তা বা ঝিলাম
উৎস :              ভেরিনাগ প্রস্রবণ
মোহনা :            চেনার নদী
দৈর্ঘ্য :               725 কিলোমিটার



নদীর নাম :      মাহি
উৎস:               বিন্ধ পর্বত 
মোহনা :          কাম্বে উপসাগর
দৈর্ঘ্য:              580 কিলোমিটার



নদীর নাম:    সবরমতী
উৎস:           আরাবল্লী
মোহনা:         খাম্বাত উপসাগর
দৈর্ঘ্য:            371 কিলোমিটার



নদীর নাম :     বিপাশা
উৎস :            রোটাং গিরিপথ
মোহনা :          শতদ্রু নদী
দৈর্ঘ্য  :             470 কিলোমিটার



নদীর নাম:     ভীমা
উৎস :          পশ্চিমঘাট পর্বত
মোহনা :       কৃষ্ণা নদী
দৈর্ঘ্য :         861 কিলোমিটার


নদীর নাম  :     শতদ্রু
উৎস :             রাক্ষসতাল হ্রদ
মোহনা:           সিন্ধুর উপনদী
দৈর্ঘ্য:             1500 কিলোমিটার




নদীর নাম :    দামোদর
উৎস :         খামার পাত শৃঙ্গ
মোহনা :       হুগলি নদী
দৈর্ঘ্য :         592 কিলোমিটার



নদীর নাম :     ময়ূরাক্ষী
উৎস :           ত্রিকুট পাহাড়
মোহনা :         হুগলি নদী
দৈর্ঘ্য :          250 কিলোমিটার




নদীর নাম :         তিস্তা
উৎস :               পয়োহুনড়ি হিমবাহ
মোহনা :            ব্রহ্মপুত্র
দৈর্ঘ্য :               315 কিলোমিটার



নদীর নাম :       জলঢাকা
উৎস :              সিকিমের হিমালয়
মোহনা :            ব্রহ্মপুত্র
দৈর্ঘ্য:                186 কিলোমিটার



নদীর নাম :      তুঙ্গ ভদ্রা
উৎস :             পশ্চিমঘাট পর্বত
মোহনা :           কৃষ্ণা নদী
দৈর্ঘ্য :             531 কিলোমিটার


https://drive.google.com/file/d/12YR9rfkddZ2979XxZ20Kmyd44wZ6HUJE/view?usp=drivesdk



IIFA Awards 2019 Winners



                IIFA Awards 2019 Winners 
              

Raazi – Best Film

Ranveer Singh – Best Actor (Padmaavat)

Alia Bhatt – Best Actress (Raazi)

Sriram Raghavan – Best Director (Andhadhun)

Aditi Rao Hydari – Best Supporting Actress (Padmaavat)

Vicky Kaushal – Best Supporting Actor (Sanju)

Sara Ali Khan – Best Debutant (Female)

Ishaan Khatter – Best Debutant (Male)

Lifetime achievement award – Jagdeep

The Best Film in the last 20 years – Kaho Na Pyaar Hai

Best Direction in the last 20 years – Rajkumar Hirani

Best Music director in the last 20 years – Pritam

Best Story award – Sriram Raghavan, Pooja Ladha Surti, Arijit Biswas, Yogesh Chandekar and Hemanth Rao for Andhadhun

Best Music award – Sonu Ke Titu Ki Sweety (Amaal Malik, Rochak Kohli and Yo Yo Honey Singh received the award)

Best Lyrics award – Amitabh Bhattacharya for “Dhadak”

Best Playback Singer Male – Arijit Singh for “Ae Watan” from Raazi

Best Playback Singer Female – Harshdeep Kaur and Vibha Saraf for “Dilbaro” from Raazi






আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রথম 10 টি দেশ*




  



      *আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রথম 10 টি দেশ*

*বৃহত্তম* 

১। রাশিয়া - ১৭০৭৫০০০ বর্গ কিমি 

২। কানাডা - ৯,৯৭৬,১৩৯ বর্গ কিমি 

৩। চীন - ৯৫৬১০০০ বর্গ কিমি 

৪। মার্কিন যুক্তরাষ্ট্র - ৯৩৭২৬১৪ বর্গ কিমি 

৫। ব্রাজিল - ৮৫১১৯৬৫ বর্গ কিমি 

৬। অস্ট্রেলিয়া - ৭৬৮২৩০০ বর্গ কিমি 

৭। ভারত - ৩৮২৭২৬৩ বর্গ কিমি 

৮। আর্জেন্টিনা - ২৭৭৬৬৫৪ বর্গ কিমি 

৯। কাজাকস্থান - ২৭১৭৩০০ বর্গ কিমি 

১০। সুদান - ২৫০৫৮১৩ বর্গ কিমি 

*ক্ষুদ্রতম* 

১। ভ্যাটিকান সিটি - ০.৪৪ বর্গ কিমি 

২। মোনাকো - ১.৯৫ বর্গ কিমি 

৩। নাউরো - ২১.১০ বর্গ কিমি 

৪। টুভালু - ২৬ বর্গ কিমি 

৫। সান মারিনো - ৬১ বর্গ কিমি 

৬। লিচটেনসটিন - ১৬০ বর্গ কিমি 

৭। মার্শাল দ্বীপ - ১৮১ বর্গ কিমি 

৮। সেন্ট কিটস নেভিস - ২৬৯ বর্গ কিমি 

৯। মালদ্বীপ - ২৯৮ বর্গ কিমি 

১০। মালটা - ৩১৬ বর্গ কিমি



বিভিন্ন বিষয়ের জনক :




                    বিভিন্ন বিষয়ের জনক :


০১) অর্থনীতির জনক কে ছিলেন?
উঃ- এডাম স্মিথ।

০২) আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন?
উঃ- পল স্যামুয়েলসন।

০৩) অপরাধ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ল্যামব্রাসো।

০৪) অলিম্পিকের জনক কে ছিলেন?
উঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।

০৫) রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।

০৬) আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।

০৭) সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- অগাস্ট কোঁৎ।

০৮) গণতন্ত্রের জনক কে ছিলেন?
উঃ- জন লক।

০৯) জীব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।

১০) প্রাণী বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্

১১) রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- জাবের ইবনে হাইয়ান।

১২) আধুনিক রসায়নের জনক কে ছিলেন?
উঃ- জন ডাল্টন।

১৩) আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ল্যাভয়সিয়ে।

১৪) পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- আইজ্যাক নিউটন।

১৫) আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- আলবার্ট আইনস্টাইন।

১৬) হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- লুকাপ্যাসিওলি।

১৭) চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ইবনে সিনা।

১৮) মেডিসিনের জনক কে ছিলেন?
উঃ- হিপোক্রেটিস।

১৯) হোমিও শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান।

২০) টেস্ট টিউব বেবির জনক কে ছিলেন?
উঃ- আর জে এডওয়ার্ড।


২১) দর্শনশাস্ত্রের আদি জনক কে ছিলেন?
উঃ- থেলিস।

২২) আধুনিক দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- রেনে ডেকার্টেস।

২৩) দর্শন শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- সক্রেটিস ।

২৪) ইতিহাসের জনক ছিলেন?
উঃ- হেরোডোটাস।

২৫) ভূগোলের জনক কে ছিলেন?
উঃ- ইরাটস থেনিস।

২৬) বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- থ্যালিস।

২৭) আধুনিক বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- রজার বেকন।

২৮) গণিতের জনক কে ছিলেন?
উঃ- আর্কিমিডিস।

২৯) বীজ গণিতের জনক কে ছিলেন?
উঃ- আল –খাওয়ারেজমী।

৩০) জ্যামিতির জনক কে ছিলেন?
উঃ- ইউক্লিড

৩১) ক্যালকুলাসের জনক কে ছিলেন?
উঃ- আইজ্যাক নিউটন।

৩২) জীবাণু বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- লুই পাস্তুর।

৩৩) বিবর্তনবাদ তত্ত্বের জনক কে ছিলেন?
উঃ- চার্লস ডারউইন।

৩৪) সামাজিক বিবর্তনবাদের জনক কে ছিলেন?
উঃ- হার্বাট স্পেন্সর।

৩৫) বংশগতি বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- গ্রেডার জোহান মেনডেল।

৩৬) শ্রেণীকরণ বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- কারোলাস লিনিয়াস।

৩৭) শরীর বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- উইলিয়াম হার্ভে।

৩৮) মনোবিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- উইলহেম উন্ড।

৩৯) আধুনিক শিক্ষার জনক কে ছিলেন?
উঃ- সক্রেটিস।

৪০) আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে ছিলেন?
উঃ- জর্জ বার্নার্ড শ।


৪১) ইংরেজী কবিতার জনক কে ছিলেন?
উঃ- জিওফ্রে চসার।

৪২) বাংলা গদ্য ছন্দের জনক কে ছিলেন?
উঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৩) বাংলা ছোট গল্পের জনক কে ছিলেন?
উঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৪) সনেটের জনক কে ছিলেন?
উঃ- পের্ত্রাক (ইতালি)।

৪৫) রুশ সনেটের জনক কে ছিলেন?
উঃ- আলেকজান্ডার পুশকিন।

৪৬) রুশ সাহিত্যের জনক কে ছিলেন?
উঃ- ম্যাক্সিম গোর্কি।

৪৭) বাংলা সনেটের জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৪৮) বাংলা কবিতায় সনেট (অমিত্রাক্ষর ছন্দের) জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৪৯) বাংলা কবিতার জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৫০) আধুনিক বাংলা কবিতার জনক কে ছিলেন?
উঃ- সৈয়দ আলী আহসান।


৫১) আধুনিক বাংলা নাটকের জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৫২) বাংলা চলচ্চিত্রের জনক কে ছিলেন?
উঃ- হীরালাল সেন।

৫৩) বাংলাদেশ চলচ্চিত্র এর জনক কে ছিলেন?
উঃ- আব্দুল জব্বার খান।

৫৪) বাংলা গদ্যের সাহিত্যের জনক কে ছিলেন?
উঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

৫৫) বাংলা উপন্যাসের জনক কে ছিলেন?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৬) বাংলা নাটকের জনক কে ছিলেন?
উঃ- দীন বন্ধু মিত্র।

৫৭) বাংলা মুক্ত ছন্দের জনক কে ছিলেন?
উঃ- কাজী নজরুল ইসলাম।

৫৮) বাংলা গজলের জনক কে ছিলেন?
উঃ- কাজী নজরুল ইসলাম।

৫৯) বাংলা টপ্পাগানের জনক কে ছিলেন?
উঃ- নিধু বাবু।

৬০) উপমহাদেশের সুরসংগীত কে ছিলেন?
উঃ- ওস্তাদ আলাউদ্দিন খান।

৬১) বাংলাদেশের সংবিধানের জনক কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।

৬২) মুসলিম জাতির জনক কে ছিলেন?
উঃ- হযরত ইব্রাহীম (আ:)।

৬৩) মানব জাতির জনক কে ছিলেন?
উঃ- হযরত আদম (আঃ)।

৬৪) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে ছিলেন?
উঃ- ফ্রেডরিক উইনসল টেইলর।

৬৫) ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
উঃ- হেনরী ফেওল।

৬৬) প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে ছিলেন?
উঃ- হেনরী ফেওল।

৬৭) আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
উঃ- ম্যাক্স ওয়েবার।

৬৮) মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
উঃ- জর্জ এলটন ম্যায়ো।

৬৯) গতি বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- গ্যালিলিও।

৭০) তেজস্ক্রিয়তার জনক কে ছিলেন?
উঃ- হেনরি বেকরেল।



বিশ্বের বৃহত্তম



     বিশ্বের বৃহত্তম সবকিছু নিয়ে কিছু প্রশ্নোত্তর ®

1) বিশ্বের বৃহত্তম - উপদ্বীপ ➫ ভারত

2) বিশ্বের বৃহত্তম - মহাদেশ ➫ এশিয়া

3) বিশ্বের বৃহত্তম - মহাসাগর ➫ প্রশান্ত মহাসাগর

4) বিশ্বের বৃহত্তম - দেশ (আয়তনে) ➫ রাশিয়া

5) বিশ্বের বৃহত্তম - দেশ (জনসংখ্যায়) ➫ চীন

6) বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (জনসংখ্যায) ➫ ইন্দোনেশিয়া

7) বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (আয়তনে) ➫ কাজাখস্তান

8) বিশ্বের বৃহত্তম - ঘণ্টা ➫ মস্কোর ঘণ্টা

9) বিশ্বের বৃহত্তম - পাখি (ওজনে) ➫ উটপাখি (১৫৫ কেজি)

10) বিশ্বের বৃহত্তম - ব-দ্বীপ ➫ বাংলাদেশ

11) বিশ্বের বৃহত্তম - চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ➫ রক্সি (নিউইর্য়ক)

12) বিশ্বের বৃহত্তম - সাগর ➫ দক্ষিণ চীন সাগর

13) বিশ্বের বৃহত্তম - দিন ➫ ২১ জুন (উত্তর গোলার্ধে)

14) বিশ্বের বৃহত্তম - রাত ➫ ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)

15) বিশ্বের বৃহত্তম - মরুভূমি ➫ সাহারা

16) বিশ্বের বৃহত্তম - শহর (আয়তনে) ➫ লন্ডন

17) বিশ্বের বৃহত্তম - শহর (লোকসংখ্যায) ➫ টোকিও

18) বিশ্বের বৃহত্তম - বাঁধ (আয়তনে) ➫ তারবেলা (পাকিস্তান)

19) বিশ্বের বৃহত্তম - বাঁধ (উচ্চতায়) ➫ রগুন (তাজিকিস্তান)

20) বিশ্বের বৃহত্তম - দ্বীপ ➫ গ্রিনল্যান্ড 

21) বিশ্বের বৃহত্তম - ম্যানগ্রোভ ফরেষ্ট ➫ সুন্দরবন

22) বিশ্বের বৃহত্তম - মিষ্টি জলের হ্রদ ➫ সুপিরিয়র হ্রদ

23) বিশ্বের বৃহত্তম - গ্রন্থাগার ➫ লাইব্রেরি অব দি কংগ্রেস (ওযাশিংটন)

24) বিশ্বের বৃহত্তম - জাদুঘর ➫ ব্রিটিশ মিউজিয়াম

25) বিশ্বের বৃহত্তম - মসজিদ ➫ শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)


26) বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (উচ্চতায়) ➫ হিমালয়

27) বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (দৈর্ঘ্যে) ➫ আন্দিজ

28) বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক পাখি ➫ এলবার্ট্রস

29) বিশ্বের বৃহত্তম - দ্বীপপুঞ্জ ➫ ইন্দোনেশিয়া

30) বিশ্বের বৃহত্তম - প্রাণী ➫ নীল তিমি

31) বিশ্বের বৃহত্তম - স্থন্যপায়ী প্রাণী ➫ নীল তিমি

32) বিশ্বের বৃহত্তম - স্থলজ প্রাণী ➫ হাতি

33) বিশ্বের বৃহত্তম - প্রাসাদ ➫ ইস্পেরিয়াল প্যালেস (চীন)

34) বিশ্বের বৃহত্তম - অভ্যন্তরীণ সাগর ➫ ভূমধ্যসাগর

35) বিশ্বের বৃহত্তম - জল বিদ্যুৎ কেন্দ্র ➫ তুরখানাস্ক (রাশিয়া)

37) বিশ্বের বৃহত্তম - পার্ক ➫ ইয়েলো ষ্টোন ন্যাশনাল পার্ক (যুক্তরাষ্ট্র)

38) বিশ্বের বৃহত্তম - গির্জা ➫ সেন্ট পিটারের প্রাসাদ (ভ্যাটিকান)

39) বিশ্বের বৃহত্তম - গিরিখাত ➫ গ্র্যান্ড ক্যানিয়ন

40) বিশ্বের বৃহত্তম - হীরক খনি ➫ কিম্বার্লি (দক্ষিণ আফ্রিকা)

41) বিশ্বের বৃহত্তম - যাত্রীবাহী বিমান ➫ এয়ারবাস এ-৩৮০

42) বিশ্বের বৃহত্তম - ব্যাংক ➫ সিটি ব্যাংক (যুক্তরাষ্ট্র)

43) বিশ্বের বৃহত্তম - জেলখানা ➫ খারকভ জেলখানা (রাশিয়া)

44) বিশ্বের বৃহত্তম - পার্লামেন্ট ➫ চায়না ন্যাশনাল কংগ্রেস

45) বিশ্বের বৃহত্তম - মরুভূমি (এশিয়ায়) ➫ গোবি (মঙ্গোলিয়া)

46) বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক বন্দর ➫ সাংহাই (চীন)

47) বিশ্বের বৃহত্তম - অরণ্য ➫ তৈগা (রাশিয়া)

48) বিশ্বের বৃহত্তম - তৃণাঞ্চল ➫ প্রেইরি 

49) বিশ্বের বৃহত্তম - Indoor Theme Park ➫ Ferrari World, Abu Dhabi


50) বিশ্বের বৃহত্তম - লৌহ খনি ➫ বুরুকুটুর (ব্রাজিল)

51) বিশ্বের বৃহত্তম - গাছ ➫ রেড উট

52) বিশ্বের বৃহত্তম - চিত্রকর্ম ➫ প্যানোরমা মিসিসিপি (John Banvard)

53) বিশ্বের বৃহত্তম - চিড়িয়াখানা ➫ San Diego Zoo, USA 


55) বিশ্বের বৃহত্তম - নদী অববাহিকা ➫ আমাজান

56) বিশ্বের বৃহত্তম - জাহাজ (কনটেইনারবাহী) ➫ Maersk Triple-E (400 metres in length)


58) বিশ্বের বৃহত্তম - পর্বত শৃঙ্গ ➫ এভারেস্ট

59) বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (উচ্চতায়) ➫ হিমালয়

60) বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (দৈর্ঘ্যে) ➫ আন্দিজ

61) বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক পাখি ➫ অ্যালবাট্রস

62) বিশ্বের বৃহত্তম - লবনাক্ত জলের হ্রদ ➫ কাস্পিয়ান সাগর


64) বিশ্বের বৃহত্তম - বিশ্ববিদ্যালয় (তালিকাভুক্তকরণে) ➫ ইন্ধিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

65) বিশ্বের বৃহত্তম - হোটেল ➫ The Venetian and The Palazzo (7,117 কক্ষ)

66) বিশ্বের বৃহত্তম - হীরা ➫ “Sergio”: 3167 carats, ব্রাজিল

67) বিশ্বের বৃহত্তম - মঠ ➫ ডুরাং বৈদ্ধ মঠ, তিব্বত

68) বিশ্বের বৃহত্তম - মন্দির ➫ আন্কারভাট, কম্বোডিয়া

69) বিশ্বের বৃহত্তম - বিমানবন্দর ➫ King Abdul Khalid International Airport, Riyadh

70) বিশ্বের বৃহত্তম - উপসাগর ➫ Hudson bay , Northern Canada

72) পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ ➫ সুয়েজ খাল

73) বিশ্বের বৃহত্তম - সেনাবাহিনী ➫ People & Republic of China, 2,255,000 active

74) বিশ্বের বৃহত্তম - Gulf ➫ Gulf of Mexico

75) বিশ্বের বৃহত্তম - Solar Energy Building ➫ Shandong Province, China 

76) বিশ্বের বৃহত্তম - পাবলিক কোম্পানী ➫ ICBC Bank, China

78) বিশ্বের বৃহত্তম - অ্যাকোয়ারিয়াম ➫ Hengqin Ocean Kingdom, China

79) বিশ্বের বৃহত্তম - বিল্ডিং ➫ New Century Global Center, Chengdu, China

81) বিশ্বের বৃহত্তম - Land Vehicle ➫ German strip mining machine (Bagger 288)


https://drive.google.com/file/d/14RHFAzUj8lk-SOfe6crZ0iRiZqsGUCCg/view?usp=drivesdk


৪০ টি ভূগলের প্রশ্ন উত্তর




                  ৪০ টি ভূগলের প্রশ্ন উত্তর 

১) ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপসেবিত জমি আছে 👉 উত্তরপ্রদেশ।

২) ভারতের যে রাজ্যে জলাশয়ের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয় 👉 তামিলনাড়ু।

৩) সিরহিন্দ খাল যে নদী থেকে খনন করা হয়েছে 👉 শতদ্রু।

৪) ভারতের দীর্ঘতম খালটি হল 👉 ইন্দিরা গান্ধী খাল।

৫) ভারতের দ্বিতীয় দীর্ঘতম খালটি হল 👉 বাকিংহাম খাল।

৬) পশ্চিমবঙ্গের একটি প্লাবন খাল হল 👉হিজলী খাল।

৭) ম্যাঙ্গানিজের সর্বশ্রেষ্ঠ আকরিকটি হলো 👉 পাইরোলুসাইট।

৮) ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হল 👉 জামনগর।

৯) গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত 👉 বায়ুশক্তি কেন্দ্র।

১০) একটি অধাতব অজ্বালানি খনিজ হল👉 অভ্র।

১১) খনিজ তেলের কোন উপজাত দ্রব্য বিমান চালাতে ব্যবহৃত হয়👉 গ্যাসোলিন।

১২) বর্তমানে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনিটি কোথায় অবস্থিত 👉 ঝাড়খণ্ডের চিরিয়াতে।

১৩) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি 👉 সুন্দরবন।

১৪) ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত 👉 ওড়িশার ভিতরকণিকায়।

১৫) বনভূমির আয়তন হিসেবে ভারতের সবচেয়ে অরণ্যাবৃত রাজ্য হল 👉 মধ্যপ্রদেশ।

১৬) শতাংশের হিসাবে ভারতের সবচেয়ে অরণ্যাবৃত রাজ্য হল 👉 মিজোরাম।

১৭) ধুনো যে গাছের নির্যাস, তা হল 👉 শাল।

১৮) চন্দন গাছ দেখা যায় 👉 ক্রান্তীয় মৌসুমী অরণ্যে।

১৯) মুম্বাই-এর নিকট অবস্থিত মৎস্য বন্দরটি হল 👉 সাসুন ডক।

২০) কয়াল এলাকা থেকে ভারতের যে রাজ্যের অধিবাসীরা মূলত মাছ ধরে, তা হল 👉 কেরালা।

২১) জলসেচের ঘনত্ব ভারতের যে রাজ্যে সর্বাধিক 👉 পাঞ্জাব।

২২) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল 👉 ভাকরা- নাঙ্গাল প্রকল্প।

২৩) ভারতের জলবিভাজিকা ব্যবস্থাপনার সর্বপ্রথম উদাহরণ হল 👉 দামোদর উপত্যকা পরিকল্পনা।

২৪) ভারতের বৃহত্তম তামার খনিটি হল 👉 মালঞ্চখন্ড(মধ্যপ্রদেশ)।

২৫) কয়লার দুটি উপজাত দ্রব্য হল 👉 আলকাতরা ও ন্যাপথলিন।

২৬) ঝাড়খণ্ডের কোডারমা যে খনিজ তেল উত্তোলনে প্রসিদ্ধ👉 অভ্র।

২৭) ওড়িশার কোরাপুট জেলা যে খনিজ তেল উত্তোলনের জন্য প্রসিদ্ধ 👉 ম্যাঙ্গানিজ।

২৮) রাসায়নিক শিল্পে ব্যবহৃত একটি খনিজ হলো 👉 গন্ধক।

২৯) ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি যেখানে অবস্থিত 👉 নেভেলি।

৩০) ONGC-এর সদর দপ্তর অবস্থিত 👉 দেরাদুনে।

৩১) দূষণমুক্ত চিরাচরিত শক্তি হলো 👉 জলবিদ্যুৎ।

৩২) "বাদামি কয়লা"কোন শ্রেণীর কয়লাকে বলা হয় 👉 লিগনাইট।

৩৩) ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্রটি হল 👉 তামিলনাড়ুর মুপ্পান্ডল।

৩৪) কোন শক্তিকে "শ্বেত কয়লা" বলা হয়👉 জলবিদ্যুৎ।

৩৫) ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম কোথা থেকে পাওয়া যায় 👉 ঝাড়খণ্ডের যদুগোড়া।

৩৬) ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্রটির নাম 👉কুড়ানকুলাম(2000MW).

৩৭) NTPC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত 👉 নতুন দিল্লিতে।

৩৮) লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ মূলত যা দিয়ে গঠিত,তা হল 👉 প্রবাল।

৩৯) মার্মাগাঁও ভারতের যে উপকূলের একটি মৎস্য বন্দর,তা হল 👉 পশ্চিম।

৪০) স্বাদু জলের মৎস্য আরোহণের দিক থেকে ভারতের যে রাজ্য প্রথম 👉 পশ্চিমবঙ্গ।



আন্তর্জাতিক বিষয়াবলী



                   আন্তর্জাতিক বিষয়াবলী
        ___________________________________

প্রশ্ন: বর্তমানে বিশ্বের বৃহত্তমসাহায্যদাতা দেশ কোনটি?
উঃ জাপান

প্রশ্ন: সার্কভূক্ত দেশ গুলোর মধ্যেমাথাপিছু আয় সবচেয়ে বেশী কোনদেশের?
উঃ মালদ্বীপ

প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ মাথাপিছুআয়ের দেশ কোনটি?
উঃ কাতার (৮৭,৭১৭ ইউএসডি।)

প্রশ্ন: বিশ্বের সর্বনিম্ন মাথাপিছুআয়ের দেশ কোনটি?
উঃ জিম্বাবুয়ে (০৯ ইউএসডি।)

                                            Study with Ishany
                                            
প্রশ্ন: বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?
উঃ কার্লোস স্লিম, মেক্সিকো
(৫৩৫০কোটি ইউএসডি)

প্রশ্ন: বিল গেটস্ বর্তমানে কততম?
উঃ ২য় স্থান (৫৩০০ কোটি ইউএসডি।)

প্রশ্ন: ইউরোপের একক মুদ্রা ইউরো কবেথেকে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ১৯৯৯।

প্রশ্ন: ইউরো কবে থেকে মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ২০০২

প্রশ্ন: ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম কতটি দেশে চালু হয়?
উঃ ১১ টি।
                                        Study with Ishany


প্রশ্ন: ইউরোপে একক মুদ্রা ইউরো বর্তমানে কতটি দেশে চালু আছে?
উঃ ১৬ টি ইইউ সদস্য দেশ। এছাড়া চুক্তি করে ৩টি, চুক্তি ছাড়া ৫টি এবং আনঅফিসিয়াল ৪টি দেশ।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার)

প্রশ্ন: প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ চীন ।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম তেল কুপ কোনটি?
উঃ ব্রাজিলের পি-৩৬।

প্রশ্ন: কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে?
উঃ ৩ মার্চ, ২০০১।

                                       Study with Ishany
                                       
                                       
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত?
উঃ ৩৭,৬০০ ডলার।

প্রশ্ন: কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে?
উঃ সেীদি আরব (এক-চর্তথাংশ)

প্রশ্ন: চাল উৎপাদনর শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল?
উঃ ১৯৭৩ সালে।

প্রশ্ন: আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশী সম্পদশালী?
উঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উঃ হংকং।

প্রশ্ন: কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উঃ পেরু।

প্রশ্ন: ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উঃ ১৮৬১ সালে।

                                      Study with Ishany
                                      

প্রশ্ন: বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ২৭ ডিসেম্বর, ১৯৪৫।

প্রশ্ন: বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
উঃ নতুন : জিম ইয়ং কিম (১ জুলাই,
২০১২)।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উঃ ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি
ব্যাংকের একীভূত।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ন ব্যবহারকারী দেশ কোনটি?
উঃ ভারত।

প্রশ্ন: বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উঃ ওয়াশিংটন ডি সি।

প্রশ্ন: বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উঃ ২৫ জুন, ১৯৪৬ সাল।

প্রশ্ন: বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উঃ ১৮৬ টি।

প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হয়?
উঃ ১৯৬৬ সালে।

                                         Study with Ishany


প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উঃ ম্যানিলা, ফিলিপাইন।

প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উঃ ৬৭ 

প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ২০ অক্টোবর, ১৯৭৫ সালে।

প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উঃ ৫৬ টি।

প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উঃ জেদ্দা, সৌদি আরব।

প্রশ্ন: বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশী ঋন নিয়েছে?
উঃ ভারত।

প্রশ্ন: বর্তমানে আই এম এফ-এর সদস্য সংখ্যা কত?
উঃ ১৮৫ (সর্বশেষ সদস্য মন্টিনিগ্রো,১৮ জানু, ২০০৭।)

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় কোন দেশে?
উঃ চীন।                        Study with Ishany


প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন
হয় কোথায়?
উঃ ভারত।

প্রশ্ন: বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: বিশ্বের বেশী তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় কোথায়?
উঃ ব্রাজিল।

প্রশ্ন: সবচেয়ে বেশী তামাক উৎপন্ন হয় কোথায়?
উঃ যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন: বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়?
উঃ এশিয়া মহাদেশে।

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উঃ কিম্বালী, দক্ষিণ আফ্রিকা।


                                       Study with Ishany
                                       
                                       
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোথায়?
উঃ বাংলাদেশে।

প্রশ্ন: সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় কোথায়?
উঃ কিউবা।

প্রশ্ন: লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ?
উঃ চীন।

প্রশ্ন: কোন দেশ পশম রপ্তানীতে শীর্ষে?
উঃ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: পৃথিবীর শ্রেষ্ট চলচিত্র শিল্প কোথায়?
উঃ হলিউড, আমেরিকা।

প্রশ্ন: সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ মালয়েশিয়া।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশী জুয়েলারী তৈরী দেশ কোনটি?
উঃ ইটালী।

প্রশ্ন: পৃথিবীর প্রধান পাট রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ বাংলাদেশ।

প্রশ্ন: প্রধান চা আমদানীকারক দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: খনিজ তেলের প্রধান রপ্তানী কারক দেশ কোনটি?
উঃ সৌদি আরব।

                                      Study with Ishany
                                  
                                  
প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ কিউবা।

প্রশ্ন: পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ ভারত।

প্রশ্ন: কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?
উঃ ইরান।

প্রশ্ন: বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
উঃ জাপান

প্রশ্ন: সার্কভূক্ত দেশ গুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশী কোন দেশের?
উঃ মালদ্বীপ

প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ কোনটি?
উঃ কাতার (৮৭,৭১৭ ইউএসডি।)

প্রশ্ন: বিশ্বের সর্বনিম্ন মাথাপিছু আয়ের দেশ কোনটি?
উঃ জিম্বাবুয়ে (০৯ ইউএসডি।)

প্রশ্ন: বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?
উঃকার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০কোটি ইউএসডি)

প্রশ্ন: বিল গেটস্ বর্তমানে কততম?
উঃ ২য় স্থান (৫৩০০ কোটি ইউএসডি।)

প্রশ্ন: ইউরোপের একক মুদ্রা ইউরো কবে থেকে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ১৯৯৯।

প্রশ্ন: ইউরো কবে থেকে মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ২০০২

                                        Study with Ishany
                                      
                                      
প্রশ্ন: ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম কতটি দেশে চালু হয়?
উঃ ১১ টি।

প্রশ্ন: ইউরোপে একক মুদ্রা ইউরো বর্তমানে কতটি দেশে চালু আছে?
উঃ ১৬ টি ইইউ সদস্য দেশ। এছাড়া চুক্তি করে ৩টি, চুক্তি ছাড়া ৫টি এবং আনঅফিসিয়াল ৪টি দেশ।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার)

প্রশ্ন: প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ চীন ।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম তেল কুপ কোনটি?
উঃ ব্রাজিলের পি-৩৬।

প্রশ্ন: কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে?
উঃ ৩ মার্চ, ২০০১।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত?
উঃ ৩৭,৬০০ ডলার।
                                    
                                         Study with Ishany
                                       
প্রশ্ন: কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে?
উঃ সেীদি আরব (এক-চর্তথাংশ)

প্রশ্ন: চাল উৎপাদনর শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল?
উঃ ১৯৭৩ সালে।

প্রশ্ন: আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশী সম্পদশালী?
উঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উঃ হংকং।

প্রশ্ন: কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উঃ পেরু।

প্রশ্ন: ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উঃ ১৮৬১ সালে।

প্রশ্ন: বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ২৭ ডিসেম্বর, ১৯৪৫।

                                         Study with Ishany
                                    
প্রশ্ন: বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
উঃ নতুন : জিম ইয়ং কিম (১ জুলাই,২০১২)।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উঃ ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ন ব্যবহারকারী দেশ কোনটি?
উঃ ভারত।

প্রশ্ন: বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উঃ ওয়াশিংটন ডি সি।






Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...