Friday, April 30, 2021

Bengali Current Affairs 16th April, 2021

 


Bengali Current Affairs 16th April, 2021

1. 14 এপ্রিল বি আর আম্বেদকর এর কত তম জন্ম দিবস পালিত হল?

[A] 110
[B] 120
[C] 130✓
[D] 140


2. World Art Day পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৪ই এপ্রিল
ⓑ ১৫ই এপ্রিল✓
ⓒ ১৬ই এপ্রিল
ⓓ ২৬শে এপ্রিল

3. সম্প্রতি 14 এপ্রিল 2021 তারিখে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা সংক্ৰমিত হয়েছে?

[A] উত্তরপ্রদেশ✓
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তেলেঙ্গানা


4.সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য ব্যান হলেন Heath Streak , তিনি কোন দেশের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ জিম্বাবোয়ে✓
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ দক্ষিণ আফ্রিকা


5.Guillermo Lasso  (গিলারমো লাসো)কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?

ⓐ নিকারাগুয়া
ⓑ ইকুয়েডর✓
ⓒ জর্জিয়া
ⓓ আইভরিকোস্ট


6.National Anti-Doping Agency(NADA)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সিদ্ধার্থ মালহোত্রা
ⓑ সিদ্ধার্থ সিং লংজাম✓
ⓒ মনোজ তিওয়ারি
ⓓ গগন শর্মা


7. PNB@Ease নামে ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ ভারতীয় স্টেট ব্যাংক
ⓑ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক✓
ⓒ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
ⓓ ব্যাঙ্ক অফ বরোদা


8. ২০২০-২১ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার(PMGSY) রূপায়ণে শীর্ষ স্থান অর্জন করলো কোন জেলা? 

ⓐ উধমপুর✓
ⓑ রাজৌরি
ⓒ কথুয়া
ⓓ কন্নুর


9.তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো; এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ ঝাড়খণ্ড
ⓑ মহারাষ্ট্র
ⓒ আসাম
ⓓ উড়িষ্যা✓


10. কোন দেশের বিদেশ মন্ত্রী Jean Yves Le Darian (জিন ইয়ভেস লে ডারিয়ান) ৩ দিনের সরকারি সফরে ভারতে আসলেন?

ⓐ রাশিয়া
ⓑ জাপান
ⓒ চীন
ⓓ ফ্রান্স✓


11.বিগত ৫ বছরে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে জরিমানা বাবদ কত কোটি টাকা সংগ্রহ করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক?

ⓐ ২০০ কোটি
ⓑ ৩০০ কোটি✓
ⓒ ১৫০ কোটি
ⓓ ৫০০ কোটি


12.সম্প্রতি প্রয়াত যোগেশ প্রবীন, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ঐতিহাসিক✓
ⓑ চারু কলা
ⓒ সঙ্গীত
ⓓ সাংবাদিকতা


13. প্রয়াত হলেন বলবির সিং জুনিয়র, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

[A] ফুটবল
[B] বক্সিং
[C]  হকি ✓
[D] গলফ


14. সম্প্রতি কোথায় পুরাতত্ত্ববিদেরা 3400 বছর পুরানো স্বর্ণ শহর আবিষ্কার করলেন ?

[A] ইজিপ্ট ✓
[B] ভেনিস
[C] প্যারিস
[D] ইন্দোনেশিয়া

15. সম্প্রতি কে "আহার ক্রান্তি আন্দোলন" উদ্বোধন করলেন?

[A] ডক্টর হর্ষবর্ধন ✓
[B] অমিত শাহ
[C] নরেন্দ্র মোদি
[D] রাজনাথ সিং

16. কোন রাজ্য 1লা মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে?

[A] পাঞ্জাব
[B] মহারাষ্ট্র✓
[C] উত্তরপ্রদেশ
[D] কেরালা

17. সম্প্রতি কোথায় দ্বি- বর্ষিয় কমান্ডারস সম্মেলন 2021 আয়োজিত হবে ?

[A] দিল্লি✓
[B] মুম্বাই
[C] চেন্নাই
[D] গুজরাট

18. পৃথিবীর প্রথম ‘সংস্কৃত’ মোবাইল অ্যাপটির নাম কী?

[A] Fat Man
[B] Little Bay
[C] E-Sanskrit
[D] Little Guru✓



Bengali Current Affairs 15th April, 2021

 


Bengali Current Affairs 15th April, 2021

1.13 এপ্রিল 2021 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কত তম বর্ষপূর্তি হলো ?

ⓐ 101 তম 

ⓑ 102 তম ✓

ⓒ 103 তম 

ⓓ 104 তম 


2. সম্প্রতি প্রকাশিত world University ranking 2021 এ কোন ইউনিভার্সিটি শীর্ষ স্থানে অবস্থিত?

ⓐ Stanford University 

ⓑ Harvard University ✓

ⓒ Cambridge University 

ⓓ IISC Bangalore


3. দ্রুততম সোলো সাইক্লিং করার জন্য গিনেস রেকর্ডে নাম তুললো ইন্ডিয়ান আর্মির কোন লেফটেন্যান্ট কলোনেল?

ⓐ শ্যামা শর্মা

ⓑ সুশিয়া সেন

ⓒ ভারত পান্নু✓

ⓓ অনিল কুমার

4. কোন দিন টি প্রত্যেক বছর "মানব মহাকাশ অভিযান আন্তর্জাতিক দিবস" হিসেবে পালিত হয় ?

ⓐ 10 এপ্রিল 

ⓑ 12 এপ্রিল ✓

ⓒ 14 এপ্রিল 

ⓓ 15  এপ্রিল 


5.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোন রাজ্যের প্রতি ১০০০ জন প্রেগন্যান্ট মহিলার মধ্যে ৩ জন HIV পজিটিভ?

ⓐ ত্রিপুরা

ⓑ বিহার

ⓒ মেঘালয়✓

ⓓ নাগাল্যান্ড


6. ভারতের কোন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য ৩২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করছে বিশ্ব ব্যাঙ্ক?

ⓐ মনিপুর

ⓑ আসাম

ⓒ মিজোরাম✓

ⓓ পশ্চিমবঙ্গ


7.২০২২ সালের মধ্যে সমস্ত পরিবারে ট্যাপ ওয়াটার কানেকশন দেবে কোন রাজ্য?

ⓐ মেঘালয়

ⓑ সিকিম✓

ⓒ মনিপুর

ⓓ মিজোরাম


8.Noura al-Matroushi (নওরা আল-মাতরোশি) কোন দেশের প্রথম মহিলা  মহাকাশচারী?

ⓐ সৌদি আরব

ⓑ সংযুক্ত আরব আমিরাত✓

ⓒ ইজিপ্ট

ⓓ ইরান


9. কোন দেশ প্রথম দেশ হিসেবে বিশ্বের বৃহত্তম "মুক্ত বাণিজ্য চুক্তি RCEP" (Free Trade Agreement) অনুমোদন দিল ?

ⓐ জাপান 

ⓑ আমেরিকা 

ⓒ সিঙ্গাপুর ✓

ⓓ চীন 


10. ‘Rewards123’ সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Airtel Payment Bank✓

ⓑ Paytm Payment Bank

ⓒ Small Finance Bank

ⓓ State Bank of India


11. প্রয়াত হলেন "সতীশ কল" । তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ খেলোয়াড়

ⓑ অভিনেতা ✓

ⓒ চিত্রকর 

ⓓ পরিচালক 


12. সম্প্রতি কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন ?

ⓐ সুশীল চন্দ্র ✓ 

ⓑ সুশীল ভরদ্বাজ

ⓒ সুনিল আরোরা   

ⓓ উপরে কেউ নয় 


13. হরিয়ানার গুরুগ্রামে এশিয়ার বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করবে কোন কোম্পানী?

ⓐ Amazon

ⓑ Flipkart✓

ⓒ Snapdeal

ⓓ Zomato


14.সম্প্রতি প্রয়াত ফতিমা রফিক জাকারিয়া কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

ⓐ সাংবাদিকতা✓

ⓑ সঙ্গীত

ⓒ নৃত্য

ⓓ খেলাধুলা


Bengali Current Affairs 14th April, 2021

 


Bengali Current Affairs 14th April, 2021

1. নিম্নলিখিত কোন ব্যাঙ্ককে “India’s Best International Bank 2021” সম্মান দেওয়া হয়েছে?

[A] ADB

[B] DBS✓

[C] World Bank

[D] RBI


 2.British academy film awards (BAFTA) 2021 কততম ?

      (a) 75th

      (b) 73rd

      (c) 74th✓

      (d) 76th


3. কোন রাজ্য অভিনেতা সোনু সুড কে ‘কোভিড টিকাকরণ কর্মসূচী’ -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করেছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] পাঞ্জাব✓

[C] হরিয়ানা

[D] মহারাষ্ট্র


4. কোন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীনগরে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অব এক্সিলেন্স এর উদ্বোধন করলেন ?

      (a) ধর্মেন্দ্র প্রধান

      (b) কিরেন রিজিজু✓

      (c) রমেশ পক্রিয়াল

      (d) রাজনাথ সিং



5. সম্প্রতি কবে ‘World Parkinson’s Day’ পালিত হয়েছে?

[A] 10 এপ্রিল

[B] 11 এপ্রিল✓

[C] 12 এপ্রিল

[D] 13 এপ্রিল



6. কোন চলচ্চিত্র নির্মাতা Knight of the Order of Arts and Letters honour এ ভূষিত হলেন ?

      (a) মহেশ ভাট

      (b) রাকেশ রোশন

      (c) অনুরাগ কাশ্যাপ

      (d) গুনিত মোঙ্গা ✓    


7. National Council of Applied Economic Research এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন ?

      (a) পুনম পান্ডে

      (b) পুনম গুপ্তা✓

      (c) পুনম শর্মা

      (d) রেখা শর্মা


8. কোন ভারতীয় খেলোয়াড় ICC player of month (মার্চ মাস ) এর জন্য মনোনীত হলেন ?

      (a) রবীচন্দ্রন অশ্বিন

      (b) ভুবনেশ্বর কুমার✓

      (c) রোহিত শর্মা

      (d) রিষভ পান্হ



9. কোন প্রতিষ্ঠান Financial Inclusion Index প্রকাশ করার সিদ্ধান্ত নিলো ?

      (a) SIDBI

      (b) RBI✓

      (c) SEBI

      (d) SBI


10.. সংস্কৃত শিক্ষার জন্য ' Little Guru ' মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল কোন দেশ?

ⓐ ভারত 

ⓑ বাংলাদেশ✓ 

ⓒ শ্রীলংকা 

ⓓ চীন 


11. কোভিড টিকাকরণের দিক থেকে পৃথিবীর মধ্যে দ্রুততম দেশ কোনটি? 

ⓐ আমেরিকা 

ⓑ ভারত ✓

ⓒ চীন 

ⓓ বাংলাদেশ 


12. সেশেলস দেশ কে PS Zoroaster নামে 100 কোটি টাকা দামের পেট্রোল চালিত জাহাজ প্রদান করলো কোন দেশ?

ⓐ আমেরিকা  

ⓑ ভারত  ✓

ⓒ জার্মানি 

ⓓ জাপান 



13. ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীন  বন্ড ইস্যু করলো কোন রাজ্য ?

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ মহারাষ্ট্র 

ⓒ উত্তর প্রদেশ✓ 

ⓓ পশ্চিমবঙ্গ 


14. নিম্নলিখিত কে ‘Deputy Chief of the Indian Army’ পদে নিযুক্ত হয়েছে?

[A] রমেশ কুমার

[B] উপেন্দ্র ত্রিবেদী✓

[C] গৌরব মিশ্রা

[D] যক্ষিত মহাজন


15. কোন ভারতীয় “US Men Hockey Team” -এর মুখ্য কোচ হিসাবে নিযুক্ত হয়েছে?

[A] আকাশ বর্মা

[B] সুরজিৎ সিং

[C] রাম বর্মা

[D] হরেন্দ্র সিং✓


16. সম্প্রতি প্রকাশিত ‘Akhtari: The Life and Music of Begum Akhtar’ পুস্তকটির কে লিখেছেন?

[A] অনুপম খের

[B] অরুন্ধতী রায়

[C] বি. মুরালিধরন

[D] যতীন্দ্র মিশ্রা✓

17. সম্প্রতি কোন দেশ বিখ্যাত ই-কমার্স সংস্থা ‘Alibaba Group’ কে 2.8 বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে?

[A] রাশিয়া

[B] ভারত

[C] মার্কিন যুক্তরাষ্ট্র

[D] চীন✓


Bengali Current Affairs 12th April, 2021

 


Bengali Current Affairs 12th April, 2021

1. কোন রাজ্যপালকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2021 প্রদান করা হলো ?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ গুজরাট 

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ রাজস্থান 

2. বালাসাহেব ঠাকরে জাতীয় স্মৃতিসৌধ টি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হচ্ছে ?

ⓐ রাজস্থান 

ⓑ মহারাষ্ট্র ✓ 

ⓒ আসাম 

ⓓ উড়িষ্যা 


3.২০২০ দেবীশঙ্কর আবস্থি অ্যাওয়ার্ড পাচ্ছেন কে?

ⓐ সৌমেন কর

ⓑ প্রণয় পাত্র

ⓒ আশুতোষ ভরদ্বাজ✓

ⓓ মনোময় গুপ্ত

4.Chhattisgarh Veerni Award পাচ্ছেন ভারতের কোন দৌড়বিদ?

ⓐ দ্যুতি চাঁদ✓

ⓑ হিমা দাস

ⓒ পিটি ঊষা

ⓓ মিলখা সিং

5-.Aakash Educational Services কোম্পানীকে ৭৩০০ কোটি টাকায় কিনে নিলো কোন কোম্পানী?

ⓐ BYJU'S✓

ⓑ Unacademy

ⓒ Vedantu

ⓓ Class plus

6. ‘SUPACE’ নামে রিসার্চ পোর্টাল লঞ্চ করলো কোন বিভাগ?

ⓐ সুপ্রিম কোর্ট✓

ⓑ শিক্ষা মন্ত্রক

ⓒ AAI

ⓓ BCCI

7. কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বের প্রথম "NanoSniffer" নামে Microsensor based Explosive Trace Detector (ETD) লঞ্চ করলেন ?

      (a) নরেন্দ্র সিং তোমার 

      (b) রাজনাথ সিং

      (c) ধর্মেন্দ্র প্রধান

      (d) রমেশ পক্রিয়াল✓


8. অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ কবে পালিত হয় ?


      (a) 1 এপ্রিল থেকে 7 এপ্রিল✓

      (b) 2 এপ্রিল থেকে 8 এপ্রিল

      (c) 3 এপ্রিল থেকে 9 এপ্রিল

      (d) 4 এপ্রিল থেকে 10 এপ্রিল



9. Neelimarani: My Mother, My Hero বইটির লেখক কে ?      

(a) চেতন ভগত

(b) আমিষ ত্রিপাঠী

(c) ড: অচ্যুত সামন্ত✓

(d) রাস্কিন বন্ড 

10. কোন রাজ্য সরকার রাজ্যে কোভিড টিকা দেওয়ার জন্য একটি অনন্য উপহারের পরিকল্পনা চালু করলো ?

   (a) উওরপ্রদেশ✓

   (b) মধ্যপ্রদেশ

   (c) কর্নাটক

   (d) হরিয়ানা

11. কোন মহিলা অভিনেত্রী 27 তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরষ্কারে(Screen Actors Guild Awards) শীর্ষস্থানীয় চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য SAG Award জিতলো ?   

      (a) Viola Davis✓

      (b) Carey Mulligan

      (c) Vanessa Kirby

      (d) Frances McDormand



Thursday, April 29, 2021

Bengali Current Affairs 29th April, 2021

 


Bengali Current Affairs 29th April, 2021

1.93rd Academy Awards বা অস্কার পুরস্কার ২০২১-এ সেরা ছবির তকমা পেলো কোন সিনেমা?

ⓐ Nomadland✓

ⓑ Chloe Zhao

ⓒ Mank

ⓓ Sound of Metal


2. চীনের প্রথম মঙ্গল মিশনের জন্য রোভারটির নাম Zhurong, এটি কোন কোন দেবতার নামে নামাঙ্কিত?

জলের দেবতা
ⓑ আগুনের দেবতা✓
ⓒ ঝড়ের দেবতা
বাতাসের দেবতা


3.করোনার ভ্যাকসিন ও অক্সিজেন আমদানির উপর থেকে কাস্টম ডিউটি কত মাসের জন্য তুলে নিলো কেন্দ্র?

ⓐ ২ মাস

ⓑ ১ মাস

ⓒ ৩ মাস✓

ⓓ ৪ মাস

4. 93rd Academy Awards বা অস্কার পুরস্কার ২০২১-এ সেরা ছবির তকমা পেলো কোন সিনেমা?

ⓐ Nomadland✓

ⓑ Chloe Zhao

ⓒ Mank

ⓓ Sound of Metal


5. বিশ্ব টিকাকরণ কর্মসূচি কে নেতৃত্ব দেবেন ডেভিড বেকহাম। তিনি কোন আন্তর্জাতিক সংস্থার Goodwill Ambassador ?

ⓐ UNICEF ✓

ⓑ UNESCO 

ⓒ WHO 

ⓓ WTO 


6.মেডিকেল অক্সিজেন পরিবহনের জন্য কোন ট্রেন চালু করলো ভারতীয় রেলওয়ে?

ⓐ জান এক্সপ্রেস

ⓑ অক্সিজেন এক্সপ্রেস ✓

ⓒ বায়ু এক্সপ্রেস

ⓓ জীবন এক্সপ্রেস

7.Khelo India Youth Games-এর চতুর্থ সংস্করণ হোস্ট করবে কোন দুটি রাজ্য?

ⓐ মহারাষ্ট্র ও হরিয়ানা

ⓑ কেরালা ও আসাম

ⓒ দিল্লি ও হরিয়ানা✓

ⓓ উত্তরপ্রদেশ ও পাঞ্জাব


8.সম্প্রতি Net Zero Producers Forum-এ যোগদান করছে কোন দেশ?

ⓐ ইজরায়েল

ⓑ সংযুক্ত আরব অমিরাত

ⓒ সৌদি আরব✓

ⓓ জাপান


9. সম্প্রতি কে "বার্সেলোনা ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ" খেতাবজয়ী হলেন ?

ⓐ রাফায়েল নাদাল ✓

ⓑ স্টিফেন্স সিস্টেফার 

ⓒ রজার ফেদেরার 

ⓓ None 


10.২০২১ ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড জিতলো কোন রাজ্য?

ⓐ দিল্লি

ⓑ জম্মু-কাশ্মীর✓

ⓒ লাদাখ

ⓓ উত্তর প্রদেশ


11.সম্প্রতি সৌদি আরব ভারতকে কত মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করলো?

ⓐ ১০০

ⓑ ৭০

ⓒ ৬০

ⓓ ৮০✓


12.কোন দিনটি প্রতিবছর আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয় দিবস হিসেবে পালিত হয়?

ⓐ 25 এপ্রিল 

ⓑ 26 এপ্রিল✓ 

ⓒ 24 এপ্রিল 

ⓓ 23 এপ্রিল


13.করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভারতকে কত কোটি টাকা দান করবে Google?

ⓐ ১০৫ কোটি

ⓑ ১৩৫ কোটি✓

ⓒ ১৪৫কোটি

ⓓ ১২২ কোটি


14. কোন মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে "শিল্ড মিশন" লঞ্চ করল? 

ⓐ JAXA 

ⓑ NASA ✓

ⓒ ISRO 

ⓓ ROSCOSMOS 


15. বৃটেনের পর কোন দেশ ভারতীয় যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করল? 

ⓐ ফ্রান্স 

ⓑ ইরান ✓

ⓒ ইরাক 

ⓓ সৌদি আরব 


16. প্রয়াত হলেন মোহন এম . শান্তানগডার, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ অভিনেতা 

ⓑ সাংবাদিক 

ⓒ সুপ্রিম কোর্টের বিচারপতি✓ 

ⓓ রাজনীতিবিদ 


17. কোন রাজ্য অক্সিজেন সংরক্ষণের জন্য লৌহ ইস্পাত কারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করল?

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ অন্ধ্রপ্রদেশ 

ⓒ পাঞ্জাব ✓

ⓓ গুজরাট 


18. সম্প্রতি রিপোর্ট অনুযায়ী কোন দেশে কোভিড 19 কারণে মৃত্যুর সংখ্যা শূন্য ধার্য করা হয়েছে?

ⓐ পাকিস্তান 

ⓑ ইজরায়েল ✓

ⓒ স্পেন 

ⓓ আফগানিস্তান 

19. প্রধানমন্ত্রী কোন যোজনার অন্তর্গত ই - সম্পত্তি কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু করলেন? 

ⓐ আকাশ 

ⓑ স্বামিত্ব ✓

ⓒ সাগর 

ⓓ None 



Bengali Current Affairs 26th April, 2021


Bengali Current Affairs 26th April, 2021

1..‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ পালন করা হয় কত তারিখে?

ⓐ ২৫শে এপ্রিল✓

ⓑ ২৪শে এপ্রিল

ⓒ ২৩শে এপ্রিল

ⓓ ২২শে এপ্রিল


2. ‘জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২৫শে এপ্রিল

ⓑ ২২শে এপ্রিল

ⓒ ২৪শে এপ্রিল✓

ⓓ ২৮শে এপ্রিল


3.সমস্ত ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য ব্যান হলেন কাদির আহমেদ খান, তিনি কোন' দেশের জাতীয় দলের ক্রিকেটার?

ⓐ পাকিস্তান

ⓑ সংযুক্ত আরব অমিরাত✓

ⓒ আফগানিস্তান

ⓓ দক্ষিন আফ্রিকা


4. ‘বরুণা’ নামে নৌসেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সাথে প্রথমবার অংশ নিচ্ছে কোন দেশ? 

ⓐ মালদ্বীপ 

ⓑ UAE✓

ⓒ জার্মানি 

ⓓ চীন 


5.HDFC Bank-এর পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সুরজিত কর

ⓑ অতনু চক্রবর্তী✓

ⓒ অভিক সরকার

ⓓ সন্দীপ বক্সী


6. কোন দিনটি প্রত্যেক বছর World Day for Laboratory Animal হিসেবে পালিত হয়?

ⓐ 21 এপ্রিল 

ⓑ 23 এপ্রিল 

ⓒ 24 এপ্রিল ✓

ⓓ 25 এপ্রিল 


7. যুক্তরাজ্যের আবিষ্কৃত নতুন ডিজিটাল মুদ্রার নাম কী?

ⓐ Lira

ⓑ Bitcoin

ⓒ Britcoin✓

ⓓ Won


8.সম্প্রতি প্রয়াত এম. নরসিংহ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কততম গভর্নর ছিলেন?

ⓐ ১৩তম✓

ⓑ ১৪তম

ⓒ ১৫তম

ⓓ ১০তম


9. “The Cursed Inheritance” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ পেগ্গী মোহন

ⓑ স্বাতী মোহন

ⓒ অরুন্ধতি বসু

ⓓ সুতপা বসু✓

 10. কোন রাজ্য প্রত্যেক জেলায় "কোভিড পর্যবেক্ষণ কেন্দ্র" স্থাপন করবে? 

ⓐ রাজস্থান 

ⓑ বিহার ✓

ⓒ মধ্যপ্রদেশ 

ⓓ পশ্চিমবঙ্গ


11.ভারতের কততম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন নুথালাপতি ভেঙ্কট রামানা?

ⓐ ৪৭

ⓑ ৪৮✓

ⓒ ৪৯

ⓓ ৪৪


12.মঙ্গল গ্রহে নাসার Perseverance রোভার কার্বন ডাই অক্সাইড ভেঙ্গে মোট কত গ্রাম অক্সিজেন তৈরী করলো?

ⓐ ১০ গ্রাম

ⓑ ৫ গ্রাম✓

ⓒ ৭ গ্রাম

ⓓ ৮ গ্রাম




Bengali Current Affairs 28th April, 2021

 


Bengali Current Affairs 28th April, 2021

1.World Intellectual Property Day পালন করা হয় কবে?

ⓐ ২৫শে এপ্রিল

ⓑ ২৬শে এপ্রিল✓

ⓒ ২৭শে এপ্রিল

ⓓ ২৮শে এপ্রিল


2. ‘Recharge Saathi’ প্রোগ্রামের জন্য Paytm কোম্পানির সাথে টাই আপ করলো কোন টেলিকম কোম্পানি?

ⓐ Airtel

ⓑ Vi✓

ⓒ Jio

ⓓ Tata

3.Central Vigilance Commissioner হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অজয় শেঠ

ⓑ সুনীল দেশমুখ

ⓒ সঞ্জয় কোঠারী✓

ⓓ অর্জুন সান্যাল

4.বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে ?    

      (a) চীন

      (b) রাশিয়া

      (c) আমেরিকা

      (d) ভারত✓

5.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশে কত শতাংশ ম্যালেরিয়া কেস কমেছে?

ⓐ ৮৪%✓

ⓑ ৬৭%

ⓒ ২৯%

ⓓ ৩৩%

6.কোন দেশের পাঠক্রমে ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত যুক্ত হতে চলেছে ?

      (a) কাতার

      (b) সৌদি আরব✓

      (c) মালয়েশিয়া

      (d) মায়ানমার


7. 'যোগ সে নিরোগ' প্রোগাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ মধ্যপ্রদেশ✓

ⓑ দিল্লি

ⓒ মহারাষ্ট্র

ⓓ হরিয়ানা


8. “The Living Mountain” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ রাসকিন বন্ড

ⓑ অরুন্ধতী রায়

ⓒ অমিতাভ ঘোষ✓

ⓓ মহেশ কুমার


9.রাজ্যের বেকার যুবকদের স্কিল ট্রেনিং দেওয়ার জন্য কোন কোম্পানির সঙ্গে টাই আপ করলো অন্ধ্রপ্রদেশ?

ⓐ Microsoft✓

ⓑ Google

ⓒ Facebook

ⓓ Coursera

10.সিরিয়াকে ১.৫ লক্ষ করোনার ভ্যাকসিন দান করলো কোন দেশ?

ⓐ ভারত

ⓑ চীন✓

ⓒ রাশিয়া

ⓓ জাপান

11. বিশ্ব টিকা সপ্তাহ কবে পালিত হয় ?

      (a) 23 এপ্রিল থেকে 29 এপ্রিল

      (b) 22 এপ্রিল থেকে 28 এপ্রিল

      (c) 21 এপ্রিল থেকে 27 এপ্রিল

      (d) 24 এপ্রিল থেকে 30 এপ্রিল✓




Wednesday, April 28, 2021

Bengali Current Affairs 27th April, 2021

 


Bengali Current Affairs 27th April, 2021

1.সম্প্রতি কোন রাজ্য সরকার “No Musk No Movement” অভিযান শুরু করেছে?

[A] গুজরাট

[B] মধ্যপ্রদেশ

[C] সিকিম

[D] রাজস্থান✓


2. ‘Climate Change Explained–for one and all’ শিরোনামে ই-বুক লঞ্চ করলেন কোন পরিবেশ কর্মী?

ⓐ গ্রেটা থানবার্গ

ⓑ মনীষা কুমারী

ⓒ আকাশ রানিসন✓

ⓓ বিজয় মোহান্তি


3.পোল্যান্ডে অনুষ্ঠিত 2021 AIBA Youth World Boxing Championships-এ ভারত মোট কয়টি মেডেল জিতলো?

ⓐ ৮টি

ⓑ ৯টি

ⓒ ১০টি

ⓓ ১১টি✓


4. SWAMITVA scheme -এর আওতায় ‘e-property card’ লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী✓

ⓑ অমিত শাহ

ⓒ নির্মলা সিথারামন

ⓓ রামনাথ কোবিন্দ

5. ভারতের প্রথম "অক্সিজেন এক্সপ্রেস" লিকুইড মেডিকেল অক্সিজেন নিয়ে কোন স্টেশন থেকে যাত্রা শুরু করলো?

ⓐ বিশাখাপত্তনম✓

ⓑ কলকাতা 

ⓒ মুম্বাই 

ⓓ আমেদাবাদ 


6. কোন রাজ্য 18 বছরের বেশি সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল?

ⓐ পাঞ্জাব 

ⓑ রাজস্থান✓ 

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ বিহার 


7. সম্প্রতি TESLA INDIA কাকে Human Resource Chief  হিসেবে নিয়োগ করল?

ⓐ রেখা মেনন 

ⓑ পিয়াংকা মহিতে 

ⓒ চিত্রা থমাস✓ 

ⓓ কিরণ মজুমদার 


8. সম্প্রতি DRDO কোন শহরে কোভিড হাসপাতাল নির্মাণ করল?

ⓐ কলকাতা 

ⓑ আমেদাবাদ ✓

ⓒ পুনে 

ⓓ আসানসোল 


9. কোন দেশ তিন মাসের জন্য সংকটকালীন অবস্থা জারি করল? 

ⓐ জাপান ✓

ⓑ ভারত 

ⓒ চীন 

ⓓ পাকিস্তান 


10. প্রয়াত হলেন শ্রাবণ রাঠোর । তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ অভিনয় 

ⓑ সুরকার ✓

ⓒ খেলোয়াড় 

ⓓ তবলা বাদক 

11. কোন দিনটি World Veterinary Day  হিসেবে পালিত হল? 

ⓐ 24 এপ্রিল✓

ⓑ 25 এপ্রিল 

ⓒ 26 এপ্রিল 

ⓓ 27 এপ্রিল 


12. নিম্নলিখিত কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের 51 তম রাজ্য হিসাবে গঠিত হল?

[A] নিউইয়র্ক

[B] টেক্সাস

[C] ফ্লোরিডা

[D] ওয়াসিংটন ডিসি ✓


Monday, April 26, 2021

Bengali Current Affairs 24th April, 2021

 


Bengali Current Affairs 24th April, 2021

1.Earth Day পালন করা হয় প্রতিবছর কোন দিন?

ⓐ ২৩শে এপ্রিল
ⓑ ২২শে এপ্রিল✓
ⓒ ২৫শে মার্চ
ⓓ ২৮শে ফেব্রুয়ারী


2.কাজাখস্তানে অনুষ্ঠিত Asian Wrestling Championships 2021তে মোট কত গুলি মেডেল জিতলো ভারত?

ⓐ ৮টি
ⓑ ৫টি
ⓒ ২টি
ⓓ ৩টি✓



3.Elista কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ সুরেশ রায়না✓
ⓑ বিরাট কোহলি
ⓒ রোহিত শর্মা
ⓓ এম এস ধোনী

4. সরকারী চাকরীর ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায়কে (EWS) সর্বাধিক বয়সের ছাড় দেবে কোন রাজ্য?

ⓐ রাজস্থান✓
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ গুজরাট
ⓓ মেঘালয়



5. করোনা সংক্রমণ রুখতে পাবলিক ডিসিপ্লিন ফর্টনাইট ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ দিল্লি
ⓑ পাঞ্জাব
ⓒ রাজস্থান✓
ⓓ মহারাষ্ট্র


6.সম্প্রতি প্রয়াত Charles Geschke(চার্লস গেচকে), কোন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন?

ⓐ Apple
ⓑ Alibaba
ⓒ Adobe✓
ⓓ Amazon


7.প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত?

ⓐ জাপান
ⓑ ইজরায়েল
ⓒ রাশিয়া
ⓓ জার্মানি✓


8. অনলাইন ট্রাভেল কোম্পানী Cleartrip কে কত মিলিয়ন ডলারে কিনে নিলো Flipkart?

ⓐ ৫০ মিলিয়ন
ⓑ ৪০ মিলিয়ন✓
ⓒ ৭০ মিলিয়ন
ⓓ ৩০ মিলিয়ন


9 .২০২৪ সালে ‘Artemis’ মিশনের মাধ্যমে চাঁদে প্রথম মহিলাকে পাঠাবে কোন মহাকাশ সংস্থা?

ⓐ ISRO
ⓑ SpaceX
ⓒ NASA✓
ⓓ JAXA


10. ‘Nelson Mandela World Humanitarian Award 2021’ পেলেন কে?

ⓐ রুমানা সিনহা সেহগাল✓
ⓑ রোশনি নাদার
ⓒ মানসী চিল্লার
ⓓ বিলকিস খাতুন

11. কোন রাজ্য স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ পালন করার কথা ঘোষণা করল?

ⓐ আসাম
ⓑ ঝারখান্ড✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ বিহার


12. সম্প্রতি কোথায় Water Sports and Adventure Institute গড়ে উঠবে ?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ উত্তরাখান্ড ✓
ⓒ কর্ণাটক
ⓓ কেরালা


13.2021 Monte Carlo Masters শিরোপা জিতলেন কে?

ⓐ Stefanos Tsitsipas(স্টেফানোস সিতসিপাস)✓
ⓑ Andrey Rublev
ⓒ Neal Skupski
ⓓ Mate Pavic


14.রেল লাইন থেকে একটি শিশুকে বাঁচানোর জন্য পুরস্কার স্বরূপ ময়ূর শেলকে-কে কত টাকা দিল রেলওয়ে মন্ত্রক?

ⓐ ১ লাখ
ⓑ ২ লাখ
ⓒ ৫০ হাজার✓
ⓓ ২৫ হাজার


15.FICCI Ladies Organization (FLO)-এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ উমা চিগুরুপতি✓
ⓑ কৃষ্ণা গোপীনাথ
ⓒ সোমা মন্ডল
ⓓ অঞ্জলী মেহেতা


16. কে IPL এ  দ্রুততম ৬০০০  রান করে রেকর্ড করলেন ?

ⓐ শিখর ধাওয়ান
ⓑ রবীচন্দ্রন অশ্বিন
ⓒ বিরাট কোহলি ✓
ⓓ সুরেশ রায়না

17. কোন দেশ 2050 সালের মধ্যে 80 % গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কম করবে?

ⓐ বাংলাদেশ
ⓑ চীন
ⓒ ভারত
ⓓ ইজরায়েল ✓


18.জেলবন্দীদের জন্য অনলাইন যোগা সেশন শুরু করলো কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু✓
ⓑ কর্ণাটক
ⓒ কেরালা
ⓓ গোয়া


19. সম্প্রতি কে ভারতের 68 তম দাবা গ্রান্ড মাস্টার হয়েছেন?

ⓐ অর্জুন কল্যাণ ✓
ⓑ অমর সাক্সেনা
ⓒ বিজয় মাহাতো
ⓓ রাহুল সিং


20. Global Sports Wear Brand PUMA কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করলো?

ⓐ দেবদূত পারিক্কর
ⓑ ওয়াশিংটন সুন্দর
ⓒ Both✓
ⓓ None


Bengali Current Affairs 25th April, 2021

 


Bengali Current Affairs 25th April, 2021

1.World Book Day পালন করা হয় কবে?

ⓐ ২৫শে জুন
ⓑ ২২শে এপ্রিল
ⓒ ২৩শে এপ্রিল✓
ⓓ ২৩শে মার্চ


2.সম্প্রতি ১৫৬টি দেশের জন্য e-visa পরিষেবা পুনরায় লঞ্চ করলো কোন দেশ?

ⓐ ভারত✓
ⓑ রাশিয়া
ⓒ চীন
ⓓ শ্রীলংকা

3.সম্প্রতি Bui Thanh Son (বুই থানহ সন) কোন দেশের নতুন বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ মালদ্বীপ
ⓑ মায়ানমার
ⓒ ভিয়েতনাম✓
ⓓ ইন্দোনেশিয়া


4. কোন রাজ্য কোভিড-19 যোদ্ধা কল্যাণ যোজনা চালু করল?

ⓐ আসাম
ⓑ উত্তর প্রদেশ
ⓒ মধ্যপ্রদেশ ✓
ⓓ রাজস্থান


5.সম্প্রতি রাশিয়ার থেকে ৬০ মিলিয়ন করোনা ভ্যাকসিন কিনবে কোন দেশ?

ⓐ ভারত
ⓑ ইরান✓
ⓒ বাংলাদেশ
ⓓ শ্রীলংকা


6.ভারতীয় স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের Smbhav Venture Fund লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Amazon✓
ⓑ Facebook
ⓒ Google
ⓓ Microsoft


7. WEF Global Energy Transition Index 2021-এ ভারতের স্থান কত??

ⓐ 88
ⓑ 87✓
ⓒ 102
ⓓ 100


8.সম্প্রতি প্রয়াত বিবেক,কোন ভাষার কমেডি অভিনেতা?

ⓐ তেলেগু
ⓑ তামিল✓
ⓒ হিন্দি
ⓓ মালয়ালম

9.সম্প্রতি প্রয়াত ড. সুব্বা রাও কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

ⓐ লেখক
ⓑ উদ্ভিদবিদ
ⓒ তেজস্ক্রিয়বিদ✓
ⓓ গণিতজ্ঞ


10.National Startup Advisory Council এর প্রথম মিটিংয়ে সভাপতিত্ব করলো কে?

ⓐ স্মৃতি ইরানি
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ নীতিন গাদকরী
ⓓ পিযুষ গোয়েল✓

11.Tata Consumer Products এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ পুনিত দাস
ⓑ দীপিকা ভান✓
ⓒ অজয় শেঠ
ⓓ গৌর কিশোর বর্মা

12. “Kim Boll-kyum” (কিম বোল-কইম) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন?

[A] মরিশাস
[B] হংকং
[C] সিঙ্গাপুর
[D] দক্ষিণ কোরিয়া✓

13. সম্প্রতি কোন রাজ্য Essential Services Maintenance Act (ESMA) কার্যকর করেছে?

[A] পাঞ্জাব
[B] ছত্তিসগড়✓
[C] মহারাষ্ট্র
[D] ঝাড়খন্ড

  

14. সম্প্রতি কে NASSCOM এর প্রথম মহিলা চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ রেখা মেনন✓
ⓑ অনুসূয়া উইকি
ⓒ স্মৃতি ইরানি
ⓓ নির্মলা সীতারামন


15.যুক্তরাষ্ট্রের Associate Attorney General হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা?

ⓐ সুষমা বোটব্যাল
ⓑ ভনিতা গুপ্ত✓
ⓒ মনীষা প্যাটেল
ⓓ কল্যানী চন্দ্র

16.২০২৫ সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ?

ⓐ রাশিয়া✓
ⓑ চীন
ⓒ জাপান
ⓓ ভারত


17.Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)-এর এক্সটার্নাল অডিটর নিযুক্ত হলেন কে?

ⓐ মনোজ সিনহা
ⓑ গিরিশ চন্দ্র মুর্মু✓
ⓒ ধর্মেন্দ্র প্রধান
ⓓ কৈলাশ মাহাতো


18. প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজের আওতায় স্বাস্থ্য কর্মীদের ইন্স্যুরেন্স স্কিমের সময়সীমা কত বাড়ানো হলো?

ⓐ ১ বছর✓
ⓑ ৬ মাস
ⓒ ২ বছর
ⓓ ৩ বছর

19. ‘Leaders’ Summit on Climate’-এ ভারতের হয়ে অংশ নিলেন কে?

ⓐ নির্মলা সিথারামন
ⓑ প্রকাশ জাভ্রেকার
ⓒ নরেন্দ্র মোদী✓
ⓓ ড. হর্ষ বর্ধন


Sunday, April 25, 2021

Bengali Current Affairs 17th April, 2021

 


Bengali Current Affairs 17th April, 2021

1.IPL-এ প্রথম খেলোয়াড় হিসেবে ৩৫০টি ছক্কা সম্পূর্ণ করলো কে?

ⓐ বেন স্টোকস
ⓑ ক্রিস গেইল✓
ⓒ এম.এস. ধোনী
ⓓ রোহিত শর্মা


2.সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল যক্ষ্মা মুক্ত হিসাবে ঘোষিত হলো?

ⓐ জম্মু-কাশ্মীর
ⓑ লাদাখ
ⓒ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ⓓ লাক্ষাদ্বীপ✓



3.সম্প্রতি ভারতের কোন ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন?

ⓐ রতন টাটা
ⓑ Yusuff ali MA✓
ⓒ মুকেশ আম্বানি
ⓓ তরুণ বাজাজ


4.Pramerica Life Insurance কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ কল্পনা সম্পত✓
ⓑ অরুন্ধতী মুখার্জি
ⓒ সন্দীপ বক্সি
ⓓ মনোরমা লোহার


5.Siemens Healthcare India-র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ কল্যাণ কৃষ্ণ মূর্তি
ⓑ বিবেক কানারে✓
ⓒ অজয় মথুর
ⓓ অশোক গেহলট

6.সম্প্রতি প্রয়াত সঞ্জয় চক্রবর্তী কোন খেলার কোচ ছিলেন?

ⓐ ফুটবল
ⓑ হকি
ⓒ ক্রিকেট
ⓓ শ্যুটিং✓



7. সম্প্রতি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল Jaha Jhuggi Wahi Makan যোজনা চালু করল ?
     
      (a) দিল্লি✓
      (b) জম্মু-কাশ্মীর
      (c) উত্তর প্রদেশ
      (d) তামিলনাড়ু
      

8.চতুর্থবার Sir Richard Hadlee Medal পেলেন নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার?

ⓐ Jeff Crowe
ⓑ Kane Williamson✓
ⓒ Frankie Mackay
ⓓ Daryl Mitchell


9.ভারতের ৬টি রাজ্যের মোট ১০০টি গ্রামের কৃষকদের ইনকাম বৃদ্ধি করতে কোন কোম্পানির সঙ্গে MoU স্বাক্ষর করলো কৃষি মন্ত্রক?

ⓐ Microsoft✓
ⓑ Google
ⓒ Facebook
ⓓ Coirsera



10.2021 Best Countries Report-এ সেরা দেশের তকমা পেলো কোন দেশ?

ⓐ সুইজারল্যান্ড
ⓑ কানাডা✓
ⓒ জাপান
ⓓ জার্মানি


11.ভারতীয় স্টেট ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ অনিল কুমার শর্মা✓
ⓑ দীনেশ খারা
ⓒ রাজনিস কুমার
ⓓ প্রশান্ত কুমার


12.২০২২ সালে চাঁদে 'রশিদ' নামে রোভার পাঠাবে কোন দেশ?

ⓐ সংযুক্ত আরব আমিরাত✓
ⓑ সৌদি আরব
ⓒ ইজরায়েল
ⓓ পাকিস্তান


13.সম্প্রতি সুরেন্দ্র কুমার কোন রাজ্যের ডেপুটি লোকয়ুক্তা হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ মহারাষ্ট্র


14. সম্প্রতি ‘Global Food Policy Report 2021’ কোন সংস্থা দ্বারা প্রকাশিত করা হয়েছে?

[A] WHO
[B] IMF
[C] WEF
[D] IFPRI✓

◉ IFPRI- International Food Policy Research Institute
◉ প্রতিষ্ঠা – 1975
◉ সদরদপ্তর – ওয়াসিংটন ডিসি

15. সামুদ্রিক উৎপাদিত দ্রব্যের ক্রয়-বিক্রয়ের জন্য ‘E-Santa’ ওয়েব পোর্টাল কে লঞ্চ করেছে?

[A] স্মৃতি ইরানি
[B] অমিত শাহ
[C] নির্মলা সীতারমন
[D] পীযূষ গোয়েল✓


16. নিম্নলিখিত কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সাপ্তাহিক লকডাউন -এর ঘোষণা করেছে?

[A] জম্মু ও কাশ্মীর
[B] দিল্লী✓
[C] উত্তরাখন্ড
[D] তামিলনাড়ু

17. সম্প্রতি 14 এপ্রিল তারিখে “Joseph Jouthe”(জোসেফ জৌঠে) কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন?

[A] কিউবা
[B] জামাইকা
[C] কেনিয়া
[D] হাইতি✓


18. সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ায় আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের নাম কি ?
     

      (a) Seroja✓
      (b) Droja
      (c) Maroja
      (d) Ghatak
      


Bengali Current Affairs 30 th March, 2021

 


Bengali Current Affairs 30 th March, 2021

1.সম্প্রতি Sassou Nguesso(সাসৌ এনগুয়েসো) কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন?

ⓐ মালয়েশিয়া
ⓑ রিপাবলিক অফ কঙ্গো✓
ⓒ জর্জিয়ান
ⓓ তানজানিয়া


2.বাংলাদেশ এবছর তাদের কততম স্বাধীনতা দিবস পালন করলো?

ⓐ ৫০ তম✓
ⓑ ৪৯ তম
ⓒ ৫১ তম
ⓓ ৪৫ তম


3.সম্প্রতি কোথায় 28 তম হুনার হাটের উদ্বোধন করা হলো?

ⓐ গোয়ার ✓
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ মেঘালয়
ⓓ দিল্লি


4.সম্প্রতি কোন দেশের নেভির সঙ্গে প্রথমবার যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারত?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মাদাগাস্কার✓
ⓒ পর্তুগাল
ⓓ নরওয়ে



5. ‘In The Dream House: A Memoir’ শিরোনামে বইয়ের জন্য "The Rathbones Folio Prize 2021" পেলেন Carmen Maria Machado, তিনি কোন দেশের বাসিন্দা?

ⓐ আমেরিকা✓
ⓑ পোল্যান্ড
ⓒ জাপান
ⓓ অস্ট্রেলিয়া



6. সম্প্রতি প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র কোন ঘরানার নৃত্যশিল্পী ছিলেন?

ⓐ কথাকলি
ⓑ কত্থক
ⓒ ভারতনাট্যম
ⓓ ওডিসি✓

7.প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার হিসেবে কে. বিজয় রাঘবনের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করলো সরকার?

ⓐ ২ বছর
ⓑ ৩ বছর
ⓒ ১ বছর✓
ⓓ ৪ বছর


8. 'Names of the Women' শিরোনামে উপন্যাস লিখলেন কে?

ⓐ সমীর সোনি
ⓑ জিৎ থায়ইল✓
ⓒ বিজয় শর্মা
ⓓ পরমবীর যাদব

9.বাংলাদেশের যুবকদের জন্য কোন স্কলারশিপের ঘোষণা করলো নরেন্দ্র মোদী?

ⓐ বঙ্গ জয়ন্তী
ⓑ স্বর্ণ জয়ন্তী✓
ⓒ মৈত্রী
ⓓ সংহতি


10. WWE-এর দ্বারা "হল অফ ফেম"-এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় কুস্তিগীর?

ⓐ বজরং পুনিয়া
ⓑ গ্রেট খালি✓
ⓒ যোগেশ্বর দত্ত
ⓓ এদের কেউ নন

11. সম্প্রতি রোহতাস খিলাড়ি ও অনু যাদব কোন পর্বত শৃঙ্গে 24 ঘন্টা থেকে রেকর্ড করলেন?

ⓐ মাউন্ট এভারেস্ট
ⓑ কিলিমাঞ্জারো✓
ⓒ কাঞ্চনজঙ্ঘা
ⓓ কোনোটিই নয়


12. সম্প্রতি কোথায় ভারত  - কোরিয়া মৈত্রী পার্কের উদ্বোধন করা হলো?

ⓐ কলকাতা
ⓑ মুম্বাই
ⓒ দিল্লি✓
ⓓ গুজরাট


13. কোন দেশ সম্প্রতি শাহিন - 1A নামক মিসাইলের সফল পরীক্ষা করলো?

ⓐ পাকিস্তান ✓
ⓑ আমেরিকা
ⓒ জাপান
ⓓ জার্মানি

❖ এই মিসাইলটি রেঞ্জ 900 কিলোমিটার।
❖ পাকিস্তানের প্রধানমন্ত্রী:  ইমরান খান
❖ পাকিস্তানের মুদ্রা:  রুপিয়া
❖ পাকিস্তানের রাজধানী : ইসলামাবাদ
❖◓প্রতিবছর 23 মার্চ তারিখে পাকিস্তানে “রাষ্ট্র দিবস” উদযাপন করা হয়।
◓  সম্প্রতি Shaheen 3 এবং গজনবী মিশাইলের সফল পরীক্ষা করল পাকিস্তান ।
◓ বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করলো পাকিস্তান।
◓T20ক্রিকেটে প্রথম 100 ম্যাচ জয় করে রেকর্ড করলো।
◓এয়ার মার্শাল জাহির আহাম্মদ বাবর সিধু পাকিস্তানের বায়ুসেনার প্রধান নিযুক্ত করা হয়েছে।


14 . AFC মহিলা এশিয়া কাপ  2022 কোথায় অনুষ্ঠিত হবে?
 
ⓐ চীন
ⓑ ভারত✓
ⓒ শ্রীলংকা
ⓓ বাংলাদেশ


15. ভারত এবং পাকিস্তানের মধ্যে স্থায়ী সিন্ধু কমিশনের 116 তম বৈঠক কোথায় সম্পন্ন হল?

ⓐ দিল্লি✓
ⓑ মুম্বাই
ⓒ চেন্নাই 
ⓓ কলকাতা

16 . সম্প্রতি ISSF বিশ্বকাপে  "চিনকি যাদব"  কোন পদক জিতেছে?

ⓐ স্বর্ণ ✓
ⓑ রৌপ্য
ⓒ তাম্র
ⓓকোনোটিই নয়


Saturday, April 24, 2021

Bengali Current Affairs 18th April, 2021


Bengali Current Affairs 18th April, 2021

1. E-Panchayat Puraskar 2021 কোন রাজ্য জিতল ?   

      (a) উওরপ্রদেশ✓

      (b) উওরাখন্ড

      (c) পশ্চিমবঙ্গ

      (d) কেরালা


2. Press club of India এর সভাপতি (President) পদে কে নিযুক্ত হলেন ?

      (a) জাহির আব্বাস

      (b) সমর সেন

      (c) উমাকান্ত লাখেরা✓

      (d) উমাকান্ত শাহ

3. কোন দিনটি Himachal Day হিসেবে পালিত হলো ?

      (a) 13 এপ্রিল

      (b) 14 এপ্রিল

      (c) 15 এপ্রিল✓

      (d) 12 এপ্রিল


4.Inclusive Internet Index 2021 এ ভারতের স্থান কত ?  

      (a) 48th

      (b) 45th

      (c) 49th✓

      (d) 40th


5. সম্প্রতি প্রকাশিত ICC ODI ব্যাটসম্যান রেঙ্ককিং এ কে শীর্ষে রয়েছে ?

      (a) বাবর আজম ✓

      (b) বিরাট কহলি

      (c) গ্লেন ম্যাক্সওয়েল 

      (d) উইলিয়ামসন 


 6. সম্প্রতি কে MANAS app লঞ্চ করলেন  ?

      (a) কে বিজয় রাঘবন✓

      (b) জি সতীশ রেড্ডি 

      (c) ডক্টর কে সিবান

      (d) None


7. গগনযান মিশন 2022 এর জন্য ভারত কোন দেশের সঙ্গে চুক্তি করলো ?

      (a) সুইজারল্যান্ড

      (b) ফ্রান্স✓ 

      (c) কানাডা

      (d) আমেরিকা


8. কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব কন্ঠ  দিবস (World voice Day) হিসেবে পালিত হয়  ?  

     (a) 15 এপ্রিল 

     (b) 16 এপ্রিল✓

     (c) 17 এপ্রিল 

     (d) 18 এপ্রিল


9. ১০০ টি গ্রামে পাইলট প্রজেক্ট চালু করার জন্য মাইক্রোসফট কোন মন্ত্রকের সঙ্গে চুক্তি করলো  ?

      (a) রেল মন্ত্রক 

      (b) শিক্ষা মন্ত্রক

      (c) স্বাস্থ্য মন্ত্রক

      (d) কৃষি মন্ত্রক✓


10. বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালিত হয় ? 

   (a) 15 এপ্রিল

(b) 16 এপ্রিল

      (c) 17 এপ্রিল✓
     (d) 14 এপ্রিল


11. সম্প্রতি কোন লেকে  শিকারা রেলি  আয়োজিত হল?

ⓐ ডাল ✓

ⓑ উলার 

ⓒ সম্বর

ⓓ চিলকা


12. সম্প্রতি কে Star India ও  World Disney  এর চেয়ারম্যান নিযুক্ত হলেন? 

ⓐ কে মাধবন✓ 

ⓑ কে আর মাধব 

ⓒ অজয় সিনহা

ⓓ none

13.. সম্প্রতি কবে তামিল নববর্ষ পালিত হল?

ⓐ 14 এপ্রিল✓

ⓑ 15 এপ্রিল

ⓒ 16 এপ্রিল 

ⓓ 17 এপ্রিল 


14. সম্প্রতি National Commission For Scheduled Castes (NCSC) ওয়েব পোর্টাল কার দ্বারা লঞ্চ করা হয়েছে?

[A] রতন লাল কাটারিয়া

[B] নরেন্দ্র সিং তোমার

[C] রবি শঙ্কর প্রাসাদ✓

[D]  রামদাস অথাবলে

● সম্প্রতি 14 এপ্রিল তারিখে ড: বি.আর আম্বেদকর -এর 130 তম জন্মবার্ষিকী উপলক্ষে National Commission For Scheduled Castes (NCSC) ওয়েব পোর্টাল শুরু করেন। 


15. কোন ভারতীয় কুস্তিগীর Asian Wrestling Championships 2021 (59 kg) -এ স্বর্ণপদক জিতেছে?

[A] সাক্ষী মালিক

[B] ভিনেশ ফোগাট

[C] পূজা

[D] সরিতা মোর✓


16. কোন দেশে “Asian Wrestling Championships 2021” অনুষ্টিত হচ্ছে?

[A] কাজাখস্তান✓

[B] মালেশিয়া

[C] জাপান

[D] তাজিকিস্তান


Bengali Current Affairs 19 th April, 2021


Bengali Current Affairs 19 th April, 2021

1.. সম্প্রতি McDonald's India কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করলো?

ⓐ রশ্মিকা মন্দনা✓

ⓑ বিরাট কোহলি 

ⓒ সৌরভ গাঙ্গুলী 

ⓓ সনু সুদ 


2. মস্কোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 এ কোন মারাঠি ছবি best original language features award পেলো ?

      (a) Dhurala

      (b) Vikun Taak

      (c) Puglya✓

      (d) Mhorkya


3.. সম্প্রতি কে বি .আর . আম্বেদকর এর জীবনী সম্পর্কে চারটি বই উদ্বোধন করলেন? 

ⓐ নরেন্দ্র মোদি ✓ 

ⓑ অমিত শাহ 

ⓒ রাজনাথ সিং 

ⓓ স্মৃতি ইরানি


4. সম্প্রতি প্রয়াত রঞ্জিত সিনহা কোন সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন ?

      (a) IB

      (b) CBI✓

      (c) CRPF

      (d) CISF


5. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সৈন্য অভ্যাস "Khanjar"  আয়োজিত হল? 

ⓐ পাকিস্তান 

ⓑ সৌদি আরব 

ⓒ কিরগিজস্তান ✓

ⓓ ইন্দোনেশিয়া 


6. World Press Photo of the Year Award পেলেন Mads Nissen(ম্যাডস নিসসেন) , ইনি কোন দেশের ফটোগ্রাফার ?

      (a) রাশিয়া

      (b) ডেনর্মাক✓

      (c) ইতালি

      (d) কানাডা


7.. কোন সংস্থা 22 এপ্রিল Space X Crew 2 লঞ্চ করবে ? 

ⓐ NASA ✓ 

ⓑ JAXA 

ⓒ ISRO 

ⓓ ROSCOSMOS 


8. Wisden Award 2021 এ ‘Leading Cricketer of the Year’ হলেন কোন খেলোয়াড় ?

      (a) বিরাট কোহলি

      (b) বেন স্টোকস✓

      (c) রোহিত শর্মা

      (d) স্টিভ স্মিথ

   ❖বেন স্টোকস ইংল্যান্ডের একজন অলরাউন্ডার।

9. Wisden Award 2021 এ ‘Leading Women’s Cricketer of the Year’ হলেন কোন খেলোয়াড় ?

     (a) মিতালি রাজ

      (b) বেথ মুনি✓

      (c) পুনম রাউত

      (d) হেথার নাইট

❖বেথ মুনি অস্ট্রেলিয়ার একজন খেলোয়ার

10. ‘Believe – What Life and Cricket Taught Me’ এটা কোন ভারতীয় খেলোয়াড়ের আত্মজীবনী ?

      (a) রোহিত শর্মা

      (b) সুরেশ রায়না✓

      (c) যুবরাজ সিং

      (d) মিতালি রাজ


11.  22তম Laureus World Sports Awards অনুষ্ঠানটি কোন শহরে অনুষ্ঠিত হবে ?

      (a) London

      (b) Paris

      (c) Copenhagen

      (d) Seville✓


12. সম্প্রতি গুগল  নিম্ন আয় যুক্ত দেশগুলো কে কত লক্ষ কোভিড টিকা প্রদান করার কথা ঘোষণা করেছে ? 

ⓐ 3

ⓑ 2.5✓

ⓒ 5 

ⓓ 6 



Bengali Current Affairs 20 th April, 2021

 


Bengali Current Affairs 20 th April, 2021

1. বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 আয়োজন করবে কোন দেশ? 

ⓐ আমেরিকা✓

ⓑ বাংলাদেশ 

ⓒ ভারত 

ⓓ জাপান

2. বিশ্ব যকৃত দিবস (World liver day) কবে পালিত হয় ?

      (a) 17 এপ্রিল

      (b) 19 এপ্রিল✓

      (c) 15 এপ্রিল

      (d) 18 এপ্রিল    

3. সম্প্রতি উজবেকিস্তান ও কোন দেশ ব্যবসায়িক ও আর্থিক সহযোগিতার জন্য "মধ্য এশিয়া" নামক একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করেছে? 

ⓐ পাকিস্তান 

ⓑ কাজাখস্তান ✓

ⓒ ইন্দোনেশিয়া 

ⓓ ভারত 

4. IDBI BANK এর নতুন কোম্পানি সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন ?

      (a) অভয় সাকসেনা

      (b) জ্যোতি বিজু নায়ার✓

      (c) ওম প্রকাশ রাওয়াত

      (d) দেবু গুপ্তা

5. Wisden  Award 2021 এ কে Leading T20 Cricketer  in the world পুরস্কার পেলেন?

ⓐ কিরণ পোলার্ড ✓

ⓑ এবি ডি ভিলিয়ার্স 

ⓒ বিরাট কোহলি 

ⓓ রবীচন্দ্রন অশ্বিন 

6. Monisha Ropata কোন দেশের প্রথম হিন্দু মহিলা Deputy superintendent of police (DSP) হিসেবে নিযুক্ত হলেন ?

      (a) আফগানিস্তান

      (b) পাকিস্তান✓

      (c) সৌদিআরব

      (d) বাংলাদেশ      

7. কোন ব্যাংক RRA 2.0 বা রেগুলেটিং রিভিউ অথরিটি গঠন করবে? 

ⓐ SBI 

ⓑ PNB 

ⓒ RBI✓ 

ⓓ HDFC

8. World Heritage day কবে পালিত হয় ?

      (a) 17 এপ্রিল

      (b) 14 এপ্রিল

      (c) 15 এপ্রিল

      (d) 18 এপ্রিল✓

9. সম্প্রতি কোন রাজ্যে কে. এস. কে মহানদী বিদ্যুৎ পরিকল্পনা নির্মাণ করা হচ্ছে? 

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ ছত্রিশগড়✓

ⓒ তামিলনাড়ু 

ⓓ মহারাষ্ট্র

10.ভারতের প্রথম mRNA based covid-19 ভ্যাকসিনের নাম কি ?

      (a) MRNAVAC12

      (b) GORCO19

      (c) HGCO19✓

      (d) COVIVAC     

11. কে অর্থ মন্ত্রকের আর্থিক বিভাগের সচিব নিযুক্ত হলেন?

ⓐ অজয় শেঠ✓

ⓑ বিজয় পট্টনায়ক 

ⓒ অরূপ রতন 

ⓓ none


Bengali Current Affairs 21st April, 2021

 


Bengali Current Affairs 21st April, 2021

1. কোন দেশ ভারতে প্রথম Mega Food Park নির্মাণ করবে ?

[A] আমেরিকা 

[B] ফ্রান্স 

[C] ইতালি ✓ 

[D] সিঙ্গাপুর 


2. কোন সংস্থা দ্বারা “State of World Population 2021” রিপোর্ট জারী করা হয়েছে?

[A] International Monetary Fund (IMF)

[B] United Nations Population Fund (UNFPA)✓

[C] World Health Organization (WHO)

[D] United Nations Development Programme (UNDP)

3. সম্প্রতি মুরালি এম নট রাজন কোন ব্যাংকের MD ও CEO নিযুক্ত হলেন ?

[A] SBI

[B] DCB Bank✓

[C] RBI 

[D] UBI

4. কোন রাজ্য দশটি অক্সিজেন প্লান্ট স্থাপন করবে ?

[A] কর্ণাটক 

[B] কেরালা 

[C] উত্তর প্রদেশ ✓

[D] হিমাচল প্রদেশ

5. সম্প্রতি 78 তম “Venice International Flim Festival” -এ কাকে Lifetime Achievement Award প্রদান করা হবে?

[A] Janet Yellen

[B] Lloyd Austin

[C] Kristin Wormuth

[D] Robert Benigni (রবার্ট বেনিগনি)✓

6. ভারতীয় ভারত্তোলক মীরাবাঈ চানু কত কেজি ভারত্তোলন করে বিশ্বরেকর্ড গড়লেন?

ⓐ 140 

ⓑ 119 ✓ 

ⓒ 110

ⓓ 80 

7. কোন সংস্থা প্রথমবার “International Food System Summit 2021” আয়োজন করবে?

[A] United Nations✓

[B] World Bank

[C] Niti Aayog

[D] International Monetary Fund

8. কোন রাজ্য সরকার 2022 সালের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবারের জল সংগ্রহ করার কথা ঘোষণা করেছে ?

[A] উত্তর প্রদেশ 

[B] রাজস্থান 

[C] মধ্যপ্রদেশ ✓

[D] পশ্চিমবঙ্গ

9. সম্প্রতি কাকে মার্কিন সেনার প্রথম মহিলা সচিব পদে নিযুক্ত করা হয়েছে?

[A] Janet Yellen

[B] Lloyd Austin

[C] Kristin Wormuth(ক্রিস্টিন ওয়ার্মথ)✓

[D] Robert Benigni

10. কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের জন্য আইন পাস করল? 

ⓐ জার্মানি 

ⓑ নিউজিল্যান্ড ✓

ⓒ চীন 

ⓓ পাকিস্তান 

11. কোন রাজ্য কুম্ভ মেলা থেকে আগত সমস্ত ব্যক্তির জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করল? 

ⓐ গুজরাট ✓

ⓑ পশ্চিমবঙ্গ 

ⓒ রাজস্থান 

ⓓ বিহার

12. সম্প্রতি কে Emilliya Romagna F1 Grand Prix জয়ী হলেন? 

ⓐ Max verstappen ✓

ⓑ Lewis Hamilton 

ⓒ Valtteri Bottas 

ⓓ none of these 

13. “JustDial” সংস্থার নতুন ব্র্যান্ড এম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

[A] বিরাট কোহলি

[B] রণবীর সিং✓

[C] অক্ষয় কুমার

[D] রণবীর কাপুর



Bengali Current Affairs 22nd April, 2021

 


Bengali Current Affairs 22nd April, 2021

1. কোন বিদেশী ব্যাঙ্ক ভারতে গ্রাহক পরিষেবা বন্ধ করার নির্নয় নিয়েছে?

[A] Abu Dhabi Bank

[B] DBS Bank

[C] Bank of America

[D] Citibank✓


2. সম্প্রতি কোন রাজ্য “জল জীবন মিশন” -এর অধীনে 2022 সালের মধ্যে 25 লক্ষ নল কানেকশন (Tap Water) দেওয়ার যোজনা শুরু করেছে?

[A] বিহার

[B] কর্ণাটক✓

[C] উত্তরপ্রদেশ

[D] মিজোরাম


3. সম্প্রতি মোবাইল ফোন নির্মাতা সংস্থা “Tecno” কাকে ভারতীয় ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করেছেন?

[A] সোনু সুদ

[B] আয়ুষ্মান খুরানা✓

[C] বিরাট কোহলি

[D] সচিন টেন্ডুলকার


4. কোন অভিনেত্রী Champions of Change Award 2021 এ মনোনীত হলেন ?

      (a) অনুষ্কা শর্মা

      (b) বিদ্যা বালান

      (c) মাধুরী দীক্ষিত

      (d) হেমা মালিনী✓

5. গোয়া -এর নতুন রাজ্যপাল পদে কে নিযুক্ত হবেন?

[A] বেবি রানী মৌর্য

[B] সুনীল অরোরা✓

[C] অজয় শেঠ

[D] তরুণ বাজাজ

 

6. 2021 AIBA Youth World Boxing Championships কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে ? 

      (a) পোল্যান্ড✓

      (b) রাশিয়া

      (c) উওর কোরিয়া

      (d) জাপান


7. 110 কোটি টাকার RO-PAX জেটি প্রকল্প কোন রাজ্যের ধর্মা (Dhamra) নদীর উপর গড়ে উঠতে চলেছে ?    

      (a) ওড়িশা✓

      (b) কেরালা

      (c) গোয়া

      (d) উওরপ্রদেশ


8. Uttar Pradesh Public Service Commission (UPPSC) -এর নতুন অধ্যক্ষ পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] মুকুল সিংহল

[B] সুনীল শর্মা

[C] দীপিকা মিত্তল

[D] সঞ্জয় শ্রীনেত✓



9. কোন দেশ 2021 সালে চন্দ্র মিশন “Luna 25” লঞ্চ করবে?

[A] জাপান

[B] ভারত

[C] ফ্রান্স

[D] রাশিয়া✓


10. সম্প্রতি কোন সংস্থা “Future of Talent” রিপোর্ট প্রকাশ করেছে?

[A] Twitter

[B] Linkedin✓

[C] Facebook

[D] Flip


11. সম্প্রতি 20 এপ্রিল তারিখে কোন দিনটি পালিত হয়েছে?

[A] International Nurses Day

[B] International Day of Families

[C] World Asthma Day

[D] Chinese Language Day✓


12. সম্প্রতি প্রয়াত ফিল্মমেকার -এর নাম কী?

[A] যশ চোপড়া

[B] প্রহ্লাদ কেশব অত্রে

[C] শ্যাম বেনেগাল

[D] সুমিত্রা ভাবে✓ 


13. “National Civil Service Day” কবে পালিত হয়?

[A] 19 এপ্রিল

[B] 20 এপ্রিল

[C] 21 এপ্রিল✓

[D] 22 এপ্রিল


14.The Christmas Pig এই বইটির লেখক কে ?

      (a) জে কে রাউলিং✓

      (b) চেতন ভগত

      (c) অরুন্ধতী রায়

      (d) আমিশ ত্রিপাঠী


15. ডিজিটাল অর্থ প্রদানের সুবিধার্থে ভারতীয় জীবন বীমা নিগম(LIC) কোন ই-কমার্স কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ?

      (a) Paytm✓

      (b) Bhim pay

      (c) Google pay

      (d) Amazon pay


Friday, April 23, 2021

Bengali Current Affairs 11th April, 2021


Bengali Current Affairs 11th April, 2021

1.Vivo কোম্পানির নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলি✓
ⓑ এম.এস. ধোনি
ⓒ জাসপ্রিত বুমরা
ⓓ রোহিত শর্মা


2. কে সম্প্রতি প্রথম মহিলা নাবিক হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল ?

ⓐ নেত্রা কুমানন✓
ⓑ স্মিতা রানী
ⓒ অঙ্কিতা চৌধুরী
ⓓ বিজয় দুবে

3. সম্প্রতি কোন দেশ নিজের দেশের নাগরিক সহ ভারতীয় নাগরিকের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল ?

ⓐ অস্ট্রেলিয়া
ⓑ ইতালি
ⓒ নিউজিল্যান্ড✓
ⓓ ফ্রান্স


4. সম্প্রতি 17 তম BIMSTEC মন্ত্রিস্তরীয় বৈঠকের আয়োজন করলো কোন দেশ ?

ⓐ থাইল্যান্ড 

ⓑ শ্রীলংকা ✓

ⓒ মায়ানমার 

ⓓ নেপাল 

5. একাডেমিক ও রিসার্চ  সহযোগিতার জন্য সম্প্রতি ভারত ও কোন দেশ চুক্তি করলো ?

ⓐ বাংলাদেশ
ⓑ জাপান ✓
ⓒ চীন
ⓓ আমেরিকা


6. 'ওড়িশার ইতিহাস '-এর হিন্দি ভার্সন রিলিজ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী✓
ⓑ নবীন পটনায়েক
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ কেউই নন


7. উপজাতি সম্প্রদায়ের জন্য যৌথভাবে "Anamaya" ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে কে?

ⓐ নরেন্দ্র মোদী ও নির্মলা সিথারামণ
ⓑ ড. হর্ষবর্ধন ও অর্জুন মুন্ডা✓
ⓒ নরেন্দ্র সিং তোমার ও ধর্মেন্দ্র প্রধান
ⓓ স্মৃতি ইরানি ও রামবিলাস পাসয়ান


8.Airports Authority of India (AAI)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অশোক দেব
ⓑ সঞ্জীব চাধা
ⓒ সঞ্জীব কুমার✓
ⓓ অরুণ কিশোর শর্মা


9.মধুজাত পণ্য অনলাইনে আনতে "মধুক্রান্তি" পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ পিযুষ গোয়েল
ⓑ নরেন্দ্র সিং তোমার✓
ⓒ কিরেন রিজিজু
ⓓ নরেন্দ্র মোদী


10. সম্প্রতি কে "এক্সাম ওয়ারিয়ার্স" পুস্তক টির নতুন সংস্করণ (update version) উদ্বোধন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ বেঙ্কাইয়া নাইডু
ⓒ অমিত শাহ
ⓓ রাজনাথ সিং



11. কোন IIT এক ঘন্টায় ডেঙ্গু শনাক্ত করতে সক্ষম উপকরণ আবিষ্কার করল ?

[A] IIT Kharagpur
[B] IIT Delhi ✓
[C] IIT Kanpur
[D] None

12. কোন রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চল " Lab On Wheels " কার্যক্রম চালু করল ?

[A] দিল্লি ✓
[B] পশ্চিমবঙ্গ
[C] উত্তর প্রদেশ
[D] মধ্যপ্রদেশ


13. সম্প্রতি 6 এপ্রিল 2021 তারিখে ভারতীয় জনতা পার্টি (BJP) কত তম স্থাপনা দিবস উদযাপন করেছে?

[A] 39 তম
[B] 41 তম✓
[C] 53 তম
[D] 65 তম


14. কোন দিনটি প্রত্যেক বছর CRPF সৌর্য  দিবস হিসেবে পালিত হয়?

[A] 7 এপ্রিল
[B] 8 এপ্রিল
[C] 9 এপ্রিল ✓
[D] 10 এপ্রিল

15. Airports Authority of India (AAI) -এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] ভিনেত সিনহা
[B] সঞ্জীব কুমার✓
[C] শ্ৰমিত ব্যানার্জ্জী
[D] সন্দীপ মেহতা


16. কেন্দ্র সরকার কোন রাজ্যের 14 টি সড়ক প্রকল্পের জন্য 670 কোটি টাকা বরাদ্দ করেছে?

[A] ঝাড়খন্ড✓
[B] বিহার
[C] পশ্চিমবঙ্গ
[D] ওড়িষ্যা


17. সংসদীয় কার্য মন্ত্রালয় (Ministry of Parliamentary Affairs) -এর নতুন সচিব পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] রাকেশ গোয়েল
[B] রমেশ শর্মা
[C]  অমিতাভ কান্ত
[D] জ্ঞানেশ কুমার✓

18. সম্প্রতি হরিয়ানা সরকার কোন ই-কর্মাস সংস্থাকে 140 একর জমি বরাদ্দ করেছে?

[A] আমাজন
[B] ফ্লিপকার্ট✓
[C] ওয়ালমার্ট
[D] রিলায়েন্স ডিজিটাল


19. নিম্নলিখিত কোন সংস্থা ‘Managing Divergent Recoveries 2021’ প্রতিবেদন প্রকাশ করেছে?

[A] WHO
[B] IMF✓
[C] UNO
[D] WEF



20. সম্প্রতি 8 এপ্রিল 2021 তারিখে কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে?

[A] ক্ষুদিরাম বসু
[B] মঙ্গল পান্ডে✓
[C] বাল গঙ্গাধর তিলক
[D] ভগৎ সিং


21. সম্প্রতি 8 এপ্রিল 2021 তারিখে নিম্নলিখিত কার মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে?

[A] লালা লাজপৎ রায়
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়✓
[D] রাজা রামমোহন রায়

22. সম্প্রতি প্রয়াত ফাতিমা জাকারিয়া কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

[A] গায়ক
[B] পত্রকার✓
[C] লেখক
[D] অভিনেত্রী

23. কোন রাজ্য সরকার সপ্তাহে 5 দিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে?

[A] মধ্যপ্রদেশ✓
[B] রাজস্থান
[C] পশ্চিমবঙ্গ
[D] আসাম


24. World Homeopathy Day কবে পালিত হয়?

[A] 8 এপ্রিল
[B] 9 এপ্রিল
[C] 10 এপ্রিল✓
[D] 11 এপ্রিল


Bengali Current Affairs 23rd April, 2021


Bengali Current Affairs 23rd April, 2021

1. সম্প্রতি প্রকাশিত "Henley Passport Index 2021"এ ভারতের রেঙ্ক কত? 

ⓐ 48

ⓑ 84✓

ⓒ 64

ⓓ 46 


2. কোন মহাকাশ গবেষণা সংস্থা মঙ্গল গ্রহে সফলভাবে হেলিকপ্টার উড়ালো ?

      (a) JAXA

      (b) ISRO

      (c) Alcantara

      (d) NASA✓      


3. সম্প্রতি প্রকাশিত "বিশ্ব সাংবাদিক স্বাধীনতা সূচি 2021" এ ভারতের রেঙ্ক কত ?

ⓐ 179

ⓑ 142✓

ⓒ 130

ⓓ 177


4. মিগুয়েল মারিও ডিয়াজ ক্যানেল কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন ?

      (a) ঘানা

      (b) কিউবা✓

      (c) ক্রোয়েশিয়া

      (d) কানাডা

5. কোন রাজ্য "যোগন্না বিদ্যা দিবেনা" স্কিম চালু করলো? 

ⓐ অন্ধ্রপ্রদেশ ✓

ⓑ কেরালা 

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ মধ্যপ্রদেশ


6. কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রথমবার রামায়ণের অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করলেন ?

      (a) হরদীপ সিং পুরী

      (b) প্রহ্লাদ সিং প্যাটেল✓

      (c) নরেন্দ্র সিং তোমার

      (d) রমেশ পক্রিয়াল


7. ICRA -এর অনুমান অনুযায়ী অর্থবছর 2022 -এ ভারতের GDP হার কত?

[A] 9 – 9.5%

[B] 10 – 10.5%✓

[C] 11 – 12%

[D] 12 – 12.5%


8. কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে "মাউন্ট অন্নপূর্ণা" পর্বত শৃঙ্গের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন ?

ⓐ প্রিয়াঙ্কা মোহিতে ✓ 

ⓑ রোহিত শ্রীবাস্তব

ⓒ অপূর্ব কোলে 

ⓓ হিমা দাস


9. সম্প্রতি প্রয়াত ‘Walter F Mondale’ কোন দেশের পূর্ব উপ-রাষ্ট্রপতি ছিলেন?

[A] ইতালি

[B] মেক্সিকো

[C] কানাডা

[D] আমেরিকা যুক্তরাষ্ট্র✓


10. কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের বিরুদ্ধে অপরাধের তথ্য সংগ্রহ করতে Veerangana on wheel পরিষেবার লঞ্চ করল ?

      (a) উওরপ্রদেশ

      (b) উত্তরাখণ্ড

      (c) হিমাচল প্রদেশ✓

      (d) ওড়িশা


11. সম্প্রতি কে "স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম" চালু করলেন? 

ⓐ পীযূষ গোয়েল ✓ 

ⓑ প্রহ্লাদ সিং প্যাটেল 

ⓒ স্মৃতি ইরানি 

ⓓ নরেন্দ্র মোদি 


12. প্রয়াত শঙ্খ ঘোষ কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন ?

      (a) কবি✓

      (b) রাজনীতিবিদ

      (c) গায়ক

      (d) ঐতিহাসিক


13. কোন দেশ পরিবেশ রক্ষায় "ইকোসাইড  বিল" পাস করল?

ⓐ ফ্রান্স✓ 

ⓑ বাংলাদেশ 

ⓒ চীন 

ⓓ জাপান 


14. সম্প্রতি কোন দেশ ভারতকে তাদের "ট্রাভেল রেড লিস্টে" অন্তর্ভুক্ত করল? 

ⓐ জাপান 

ⓑ সৌদি আরব 

ⓒ ব্রিটেন ✓

ⓓ অস্ট্রেলিয়া 


15. T20 World Cup final অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?

ⓐ মটেরা স্টেডিয়াম

ⓑ নরেন্দ্র মোদী স্টেডিয়াম✓

ⓒ অরুণ জেটলি স্টেডিয়াম

ⓓ ইন্দিরা গান্ধী স্টেডিয়াম



Thursday, April 22, 2021

Bengali Current Affairs 10 th April, 2021


Bengali Current Affairs 10 th April, 2021

1.নতুন রেভিনিউ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ তরুণ গোয়েল

ⓑ তরুণ বাজাজ✓

ⓒ উদয় কোটাক

ⓓ মণিশঙ্কর দাস

2. সম্প্রতি কে SIDBI  এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন ?

ⓐ এস রামান ✓

ⓑ ভগৎ সিং কশিয়ারী

ⓒ নবীন পট্টনায়েক 

ⓓ সর্বানন্দ সোনোয়াল 


3.Turing Award 2020 পাচ্ছেন Alfred Aho, তিনি কোন দেশের কম্পিউটার বৈজ্ঞানিক?

ⓐ আমেরিকা

ⓑ কানাডা✓

ⓒ জাপান

ⓓ চীন



4. সম্প্রতি কে WIPRO এর MD নিযুক্ত হলেন ?

ⓐ সারা অ্যাডাম গেজ ✓

ⓑ অরূপ গোস্বামী 

ⓒ নীতিন পট্টনায়ক 

ⓓ অরবিন্দ মালাকার 

 

5. কোন দেশ টোকিও অলিম্পিকে 2021 এ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ?

ⓐ দক্ষিণ কোরিয়া 

ⓑ উত্তর কোরিয়া ✓

ⓒ জাপান 

ⓓ ভারত


6.UNDP-এর অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় মহিলা?

ⓐ ঊষা রাও মোনারী✓

ⓑ গীতা গোপীনাথ

ⓒ কৌশানি দেববর্মণ

ⓓ মনিকা পান্ডে


7.এক ওভারে ছয়টি ছক্কা মারা প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান কে?

ⓐ Thisara Perera (থিসারা পেরেরা)✓

ⓑ Garfield Sobers

ⓒ Kieron Pollard

ⓓ Leo Carter


8.অটো ফাইন্যান্স প্রদান করতে Karnataka Bank-এর সঙ্গে চুক্তি করলো কোন গাড়ি কোম্পানি?

ⓐ Hero

ⓑ Maruti Suzuki✓


9.ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ তরুণ বাজাজ

ⓑ বিজয় কুমার

ⓒ অজয় শেঠ✓

ⓓ কে.পি. সিনহা

10. প্রয়াত হলেন ভারতের প্রথম মহিলা ক্রিকেট কমেন্টেটর,  তার নাম কি?

ⓐ সি কে নাইডু 

ⓑ চন্দ্রা নাইডু ✓ 

ⓒ নিলম চতুর্বেদী 

ⓓ মনিকা সাহানি


11. সম্প্রতি আয়োজিত BRICS দেশসমূহের অর্থমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করলো কোন দেশ? 

ⓐ ভারত ✓

ⓑ চীন 

ⓒ রাশিয়া 

ⓓ দক্ষিণ আফ্রিকা 


12. সম্প্রতি স্পোর্টস এক্সচেঞ্জ কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করলো?

ⓐ সৌরভ গাঙ্গুলী 

ⓑ মহেন্দ্র সিং ধোনি 

ⓒ পৃথ্বী শাহ✓

ⓓ বিরাট কোহলি 

13. ভারত ও কোন দেশের মধ্যে একটি সমুদ্র সুরক্ষা বার্তা আয়োজিত হল? 

ⓐ জাপান

ⓑ ইন্দোনেশিয়া 

ⓒ ভিয়েতনাম✓ 

ⓓ বাংলাদেশ


14. আন্তর্জাতিক মানের 'রামায়ণ মিউজিয়াম' স্থাপন করতে চলেছে কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ রাজস্থান



Bengali Current Affairs 9th April, 2021

Bengali Current Affairs 9th April, 2021

1.বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৫ই এপ্রিল

ⓑ ৭ই এপ্রিল

ⓒ ৭ই মার্চ

ⓓ ১০ই এপ্রিল


2. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নিলেন কে?

ⓐ বি.পি. কানুনগো✓

শক্তিকান্ত দাস

মাইকেল পাত্র

ⓓ ডি. সুব্বারাও


3. ফোর্বস বিশ্ব বিলিওনিয়ার্স সূচি 2021 অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি?

বার্নার্ড আর্নল্ড 

জেফ বেজোস

ইলন মাস্ক 

বিল গেটস


4.সম্প্রতি Miami Open জিতলেন Hubert Hurkacz (হুবার্ট হুরক্যাজ) , তিনি কোন দেশের খেলোয়াড়?

জাপান

ⓑ পোল্যান্ড✓

চীন

ⓓ অস্ট্রিয়া


5.. সম্প্রতি রাম করণ বর্মা কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ?

ফ্রান্স 

স্পেন 

গাবন✓ 

ⓓ জার্মানি 

 

6. Vjosa Osmani-Sadriu (ভোজা ওসমানী-সাদ্রিউ)  কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন?

[A] নাইজের

[B] স্লোভাকিয়া

[C] কসোবো✓

[D] রোমানিয়া


7.সম্প্রতি Pham Minh Chinh (ফাম মিন চিনহ) কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

থাইল্যান্ড

ইউক্রেন

ইরান

ⓓ ভিয়েতনাম✓


8. দেশের মধ্যে প্রথম কোন রাজ্য "মাসিক মাইক্রো ছাত্রবৃত্তি" যোজনা চালু করল ?

মহারাষ্ট্র 

সিকিম

ⓒ তেলেঙ্গানা 

ⓓ পশ্চিমবঙ্গ 


9. সম্প্রতি কোন শহরে ভোটারদের উৎসাহিত করার জন্য SVEEP (স্বিপ) ট্রাম চালু করল ?

ⓐ কলকাতা ✓

জয়পুর 

মুম্বাই 

ⓓ দিল্লি 

10.বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যাবসা বন্ধ করলো কোন কোম্পানী?

ⓐ Microsoft

ⓑ Asus

ⓒ LG✓

ⓓ Google


11. সম্প্রতি কবে International Conscience Day পালিত হয়েছে?

[A] 5 এপ্রিল

[B] 6 এপ্রিল

[C] 7 এপ্রিল

[D] 8 এপ্রিল


12. নৌসেনার জাহাজদের মিসাইল আক্রমন থেকে রক্ষা করার জন্য কোন সংস্থা ‘Advanced Chaff Technology’ আবিষ্কার করেছে?

[A] ISRO

[B] BHEL

[C] HAL

[D] DRDO✓


13. সম্প্রতি প্রকাশিত ‘The Mystery Behind Google Maps Ranking: How to Rank Your Business Higher’ পুস্তকটি কে লিখেছেন?

[A] রাস্কিন বন্ড

[B] অলোক বর্মা

[C] কমর জামান✓

[D] অরুন্ধতী রয়

14. কোন দেশের মহিলা ক্রিকেট দল পরপর বাইশটি একদিনের ম্যাচ জিতে রেকর্ড করলো ?

[A] ভারত 

[B] অস্ট্রেলিয়া✓ 

[C] শ্রীলংকা 

[D] বাংলাদেশ 


15.  ‘A.C.M Turing Award 2020’ কে জিতেছে?

[A] Alfred V Aho (আলফ্রেড ভি আহো)✓

[B] Paul Allen

[C] Larry Page

[D] Elon Musk


16. সম্প্রতি FIFA কোন দেশের ফুটবল ফেডারেশন কে নিষিদ্ধ করেছে?

[A] ভারত

[B] নেপাল

[C] বাংলাদেশ

[D] পাকিস্তান







Bengali Current Affairs 8th April, 2021


Bengali Current Affairs 8th April, 2021

1.ভারতের প্রথম কোন রাজ্য জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা দিচ্ছে?

ⓐ আসাম
ⓑ রাজস্থান✓
ⓒ ছত্তিশগড়
ⓓ কেরালা


2. সম্প্রতি কে 30 তম জি ডি বিড়লা অ্যাওয়ার্ড পেলেন?

ⓐ সুমন চক্রবর্তী✓
ⓑ সুমন চ্যাটার্জি
ⓒ অরবিন্দ ঘোষ
ⓓ রাহুল মৈত্র



3.সম্প্রতি UN Women এ কত লক্ষ মার্কিন ডলার দান করলো ভারত?

ⓐ ৫ লক্ষ
ⓑ ৩ লক্ষ ✓
ⓒ ২ লক্ষ
ⓓ ৯ লক্ষ


4.BCCI-এ Anti-Corruption Unit(ACU) -এর হেড হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ জয় শাহ
ⓑ সৌরভ গাঙ্গুলি
ⓒ শাবির হুসেন ✓
ⓓ রবি শাস্ত্রী


5. কোন মন্ত্রক সম্প্রতি "সংকল্প সে সিদ্ধি"  কার্যক্রম চালু করল?

ⓐ শিক্ষা মন্ত্রক
ⓑ উপজাতি বিষয়ক মন্ত্রক✓
ⓒ রেল মন্ত্রক
ⓓ স্বাস্থ্য মন্ত্রক


6.স্যালারির দিক থেকে গুগুলের CEO সুন্দর পিচাইকে অতিক্রম করলো কোন কোম্পানির মহিলা CEO Denise Coates?

ⓐ Nyara
ⓑ Bet365  ✓
ⓒ Redbull
ⓓ Adobe


7. J&K Bank-এর চেয়ারম্যান হিসাবে আর.কে. চিব্বারের কার্যকালের মেয়াদ কত বৃদ্ধি করা হলো?

ⓐ ৬ মাস ✓
ⓑ ১ বছর
ⓒ ২ বছর
ⓓ ৩ বছর


8. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি জনসচেতনতা অভিযান চালু করেছে?

ⓐ আসাম
ⓑ মধ্যপ্রদেশ ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মহারাষ্ট্র


10.সম্প্রতি ২ বছরে ৪ বার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত করলো কোন দেশ?

ⓐ কঙ্গো
ⓑ ইয়েমেন
ⓒ ইজরায়েল ✓
ⓓ ফিলিপিন্স

12.  সম্প্রতি 6 এপ্রিল 2021 তারিখে কোন দিনটি পালিত হয়েছে?

[A] International Nurses Day
[B] International Teacher’s Day
[C] International Father’s Day
[D] International Day of Sport for Development and Peace✓


13. ভারত সরকার কোন দেশের শিক্ষার্থীরদের জন্য ‘Muktijoddha Scholarship Scheme’ চালু করেছে?

[A] নেপাল
[B] বাংলাদেশ ✓
[C] শ্রীলংকা
[D] মায়ানমার


14.  সম্প্রতি 5 এপ্রিল তারিখে ভারতের কোন উপ-প্রধানমন্ত্রী জন্মবার্ষিকী পালিত হয়েছে?

[A] সর্দার বল্লভভাই প্যাটেল
[B] মোরারজি দেশাই
[C]  লাল কৃষ্ণ আডবাণী
[D] বাবু জগজীবন রাম✓



15. সম্প্রতি 5 এপ্রিল 2021 তারিখে, কোন রাজ্যের গৃহ মন্ত্রী ইস্তফা দিয়েছেন?

[A] অসম
[B] ছত্তিসগড়
[C] মহারাষ্ট্র✓
[D] উত্তরাখন্ড


16. সম্প্রতি কে Atal Innovation Mission (AIM) -এর নির্দেশক (Director) পদে নিযুক্ত হয়েছেন?

[A] ড: সুব্রহ্মনিয়ম
[B] ড: হর্ষ বর্ধন
[C] ড: চিন্তন বৈষ্ণব✓
[D] উপরের কোনটিই সঠিক নয়

17. Dubai Para Badminton International 2021 -এ ভারত মোট কতগুলি পদক জিতেছে?

[A] 13 টি
[B] 17 টি
[C] 21 টি✓   
[D] 27 টি


Bengali Current Affairs 7th April, 2021

 


Bengali Current Affairs 7th April, 2021

1. ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] রজনীশ কুমার
[B] সঞ্জয় বন্সল
[C] অজয় ত্যাগী
[D] সুশীল চন্দ্রা✓


2. সম্প্রতি প্রকাশিত "Manohar Parrikar : Brilliant Mind, Simple Life"  বইটি কে লিখেছেন?

ⓐ নীতিন গোখলে ✓
ⓑ রবি শংকর
ⓒ ভগৎ সিং কোষিয়ারি
ⓓ সাথী দেবনাথ

3.. সম্প্রতি কোন সংস্থা ‘World in 2030: Public Survey Report’ প্রকাশ করেছে?

[A] ILO
[B] UNESCO✓
[C] UNICEF
[D] IMF


4.সম্প্রতি কোন IIT দৃষ্টিহীনদের জন্য একটি  Touch-sensitive Watch তৈরি করল ?

ⓐ IIT Mumbai
ⓑ IIT Kanpur ✓
ⓒ IIT Kharagpur
ⓓ None


5. সম্প্রতি কবে International Day for Mine Awareness পালিত হয়?

[A] 2 এপ্রিল
[B] 3 এপ্রিল
[C] 4 এপ্রিল ✓
[D] 5 এপ্রিল


6.প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপক "শশী কলা সেহগল" তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সাংবাদিকতা
ⓑ অভিনয়  ✓
ⓒ রাজনীতি
ⓓ খেলাধুলা


7. কোন দেশ World Cities Cultural Forum 2021 Summit -এ সভাপতিত্ব করবে?

[A] ভারত
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] রাশিয়া
[D] ইংল্যান্ড ✓


8.প্রয়াত হলেন জাপানের নোবেল প্রাপক পদার্থবিদ "ইসামু আকাসাকি"। তিনি কত সালে নোবেল পুরস্কার পান ?

ⓐ 2012
ⓑ 2013
ⓒ 2014 ✓
ⓓ 2015


9. ' Indian Achievers’ Award 2021 কাকে দেওয়া হয়েছে?

[A] অশোক কুমার
[B] বিবেক বিন্দ্রা
[C] অরুন যাদব
[D] জসপাল সিং✓


10.প্রথম অনলাইন পেমেন্ট কোম্পানি হিসেবে কোন কোম্পানি এক বিলিয়ন ট্রানজেকশন অতিক্রম করল?

ⓐ Phone Pe ✓
ⓑ Amazon pay
ⓒ Google pay
ⓓ Paytm


11. সম্প্রতি World Bank এবং AIIB কোন রাজ্যের জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করেছে?

[A] উড়িষ্যা
[B] বিহার
[C] পাঞ্জাব ✓

12.সম্প্রতি "মিসেস গ্যালাক্সি " প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন কে?

ⓐ রিতা ফারিয়া
ⓑ সুস্মিতা সেন
ⓒ শ্রুতি চৌহান ✓
ⓓ ঐশ্বর্য রাই


13. সম্প্রতি কোন রাজ্য সরকার সব বয়সের সাংবাদিকদের Covid -19 টিকাকরণের ঘোষণা করেছে?

[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] উত্তরাখন্ড✓
[D] মধ্যপ্রদেশ 


14. National Maritime Day (রাষ্ট্রীয় সমুদ্র দিবস) কবে পালিত হয়?

[A] 6 এপ্রিল
[B] 5 এপ্রিল✓
[C] 8 এপ্রিল
[D] 4 এপ্রিল


15.সম্প্রতি Eduard Heger কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন?

ⓐ স্লোভাকিয়া✓
ⓑ নেদারল্যান্ড
ⓒ ফিনল্যান্ড
ⓓ আয়ারল্যান্ড



16.সম্প্রতি National Development Bank কোন দেশ কে ১ বিলিয়ন ডলার ঋণ প্রদান করলো?

ⓐ চীন

17.Threadit নামে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি?

ⓐ গুগল✓
ⓑ ফেসবুক
ⓒ টিকটক
ⓓ শেয়ার চ্যাট


18.সম্প্রতি প্রয়াত দিগ্বিজয়সিংহ জালা ভারতের কততম পরিবেশ মন্ত্রী ছিলেন?

ⓐ দ্বিতীয়
ⓑ চতুর্থ
ⓒ প্রথম✓
ⓓ তৃতীয়


19.L&T Technology Services-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাজনিস কুমার
ⓑ অমিত চাধা✓
ⓒ বিজয় শর্মা
ⓓ অরূপ কুমার


Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...