Sunday, November 29, 2020

Bengali Current Affairs 30th September, 2020

 


H/W 29th November,2020

১) সম্প্রতি ভারতের কোথায় হনুমানের উচ্চতম মূর্তি স্থাপন করা হবে?

- হাম্পি

২) British Fashion Council-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?

- প্রিয়াঙ্কা চোপড়া

Bengali Current Affairs 30th September, 2020

1.সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার 2021 এর জন্য মনোনীত হয়েছেন ?

ⓐ অস্ট্রেলিয়া
ⓑ ব্রিটেন
ⓒ ইসরাইল ✓
ⓓ তুরস্ক

❍  ইসরাইলের প্রধানমন্ত্রী -  বেঞ্জামিন নেতানিয়াহু
❍  ইসরাইলের মুদ্রা- সেকেল 
❍ ইজরায়েলের রাজধানী- জেরুজালেম

2.Volleyball Federation of India-র প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ অচ্যুত সামন্ত✓
ⓑ অর্ণব গোস্বামী
ⓒ এস. বাসুদেবন
ⓓ কৌশিক মাইতি

❍ হেডকোয়াটার- চেন্নাই
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৫১

3.রাজ্যের মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে নাম্বার লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গোয়া✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ দিল্লি

❍ নাম্বারটি হল- 7875756177
❍ মুখ্যমন্ত্রী- প্রোমোদ সাওয়ান্ত
❍ রাজ্যপাল- ভগৎ সিং কস্যারী

4.ইন্ডিয়ান আর্মির ইঞ্জিনিয়ার-ইন-চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ করমবীর সিং
ⓑ হারপাল সিং✓
ⓒ রাকেশ আস্থানা
ⓓ বিশ্বজিত দাশগুপ্ত

❍ ইঞ্জিনিয়ার-ইন-চিফ পদে এখন আছেন Lt general SK Srivastava . এই পথ থেকে পদত্যাগ করবেন তিনি 1 ডিসেম্বর এবং তার জায়গায় Lt general Harpal Singh দায়িত্ব গ্রহণ করবেন ।
❍ Lt general Harpal Singh border road organisation এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন। তিনি পদ থেকে পদত্যাগ করবেন 1 ডিসেম্বর তার জায়গায় এ পদে নিযুক্ত হবেন major general Rajeev Chaudhary

❍ ইন্ডিয়ান আর্মির হেডকোয়াটার-নিউ দিল্লি
❍ প্রতিষ্ঠা সাল- ১৮৯৫ সালের ১লা এপ্রিল
❍ সেনা প্রধান- মনোজ মুকুন্দ নারভানে

5.3rd Global renewable energy investment meeting and expo (RE-invest 2020) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কে উদ্বোধন করলেন?

ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ রাজনাথ সিং
ⓒ অমিত শাহ
ⓓ রমেশ পক্রিয়াল

❍ Organised by-  Ministry of new and renewable energy.
❍ Theme 2020 - innovation for sustainable energy transition

6.ভারতের গ্রামীন মহিলাদের প্রশিক্ষণ এবং চাকরী দিতে ‘সখী দৃষ্টিকোন’ নামে উদ্যোগ লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Coursera
ⓑ Capgemini✓
ⓒ Microsoft
ⓓ IBM

❍ হেডকোয়াটার- প্যারিস
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৬৭ সালের ১লা অক্টোবর
❍ বর্তমান CEO- Aiman Ezzat

7.২০২১ সালে ‘APEC Meeting’ হোস্ট করবে কোন দেশ?

ⓐ মালেশিয়া
ⓑ নিউজিল্যান্ড✓
ⓒ ভারত
ⓓ শ্রীলংকা

❍ রাজধানী- ওয়েলিংটন
❍ মুদ্রার নাম- নিউজিল্যান্ড ডলার
❍ প্রধানমন্ত্রী- Jacinda Ardern

8.সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘নিভার’ নামটি দিয়েছে কোন দেশ?

ⓐ বাংলাদেশ
ⓑ ইরান✓
ⓒ শ্রীলংকা
ⓓ পাকিস্তান

❍ এটি একটি পার্সি শব্দ, যার অর্থ ‘আলো’

9.কে Exim Bank's BRICS Economic Research Award 2020 পেলেন?

ⓐ Dr. Adam Yao Liu✓
ⓑ Dinesh Kumar khara
ⓒ Rajnish Kumar
ⓓ Aditya Puri

❍ export import Bank of India (India exim Bank) BRICS Economic Research Award 2020 পেলেন Dr. Adam Yao Liu
❍ এই পুরস্কার প্রদান করলেন David Rasquinha  (CEO India exim Bank)

10.পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে বিশ্বের মধ্যে কততম স্থান অর্জন করলো ভারত?

ⓐ তৃতীয়
ⓑ চতুর্থ ✓
ⓒ পঞ্চম
ⓓ দ্বিতীয়

11. Mercedes Benz গ্রাহকদের গাড়ি কেনার আর্থিক সুবিধা দেওয়ার জন্য কোন ব্যাংকের সঙ্গে চুক্তি করলো?

ⓐ State Bank of India ✓
ⓑ Punjab National Bank
ⓒ HDFC Bank
ⓓ ICICI Bank

❍ এই সহযোগিতার ফলে SBI Yono প্ল্যাটফর্ম এর মাধ্যমে Mercedes Benz যানবাহন বুকিং করার ক্ষেত্রে গ্রাহকরা আরো 25 হাজার টাকা অতিরিক্ত সুবিধা পাবে ।

12. ভারতের কোথায় বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে?

ⓐ লাদাখ✓
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ রাজস্থান
ⓓ পশ্চিমবঙ্গ

❍  লাদাখের লেহ তে সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে।
❍ 31 মার্চ 2021 এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে।
❍ লাদাখের লেফটেন্যান্ট গভর্নর -  রাধাকৃষ্ণ মাথুর

13. প্রয়াত হলেন James Wolfensohm কোন ব্যাংকের  প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ?

ⓐ ADB
ⓑ World Bank ✓
ⓒ RBI
ⓓ Bank of America

❍ World Bank Headquarters: Washington, D.C., United States
❍ President: David Malpass
❍  MD and CFO : Anshula Kant
❍  Founded: July 1944

14.কোন ভারতীয় ক্রিকেটার কে ICC Cricketer Of The Decade Award এর জন্য মনোনীত করা হয়েছে?

ⓐ বিরাট কোহলি
ⓑ রবীচন্দ্রন অশ্বিন
ⓒ বিরাট কোহলি এবং রবীচন্দ্রন অশ্বিন ✓
ⓓ রোহিত শর্মা

15. কোন দেশ Hypersonic Cruise Missile এর সফল পরীক্ষা করলো?

ⓐ ভারত
ⓑ রাশিয়া ✓
ⓒ চীন
ⓓ জাপান

❍ রাশিয়ার রাজধানী - মস্কো
❍ রাশিয়ার মুদ্রা-  রুবেল
❍ রাশিয়ার প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন

16. সম্প্রতি অন্তর্দেশীয় মৎস্য পালন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করল ?

ⓐ উত্তর প্রদেশ ✓
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মহারাষ্ট্র
ⓓ গুজরাট

❍ উত্তর প্রদেশের রাজধানী - লখনউ
❍ উত্তর প্রদেশের রাজ্যপাল-  আনন্দিবেন প্যাটেল
❍ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ

17.  প্রয়াত হলেন সাদিক আল মেহেদী। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ ইরাক
ⓑ আফগানিস্তান
ⓒ সুদান ✓
ⓓ পাকিস্তান

❍ সুদানের রাজধানী - খার্তুম
❍ সুদানের মুদ্রা- পাউন্ড
❍ Prime Minister - Abdalla Hamdok

18. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী Indian Climate Portal লঞ্চ করলেন ?

ⓐ রাজনাথ সিং
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ রমেশ পক্রিয়াল
ⓓ প্রকাশ জাভড়েকর ✓

❍  Minister of Environment, Forest and Climate - প্রকাশ জাভড়েকর

19. FIFA ranking 2020  অনুযায়ী ভারতের রেঙ্ক কত?

ⓐ 102
ⓑ 104 ✓
ⓒ 106
ⓓ 107

❍ প্রথম স্থানে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ফ্রান্স এবং তৃতীয় স্থানে ব্রাজিল ।
❍ Founded - 21 May 1904; 116 years ago
❍ Founded at -  Paris, France
❍ Headquarters - Zürich, Switzerland
❍ President -  Gianni Infantino

Question of the Day

১) নতুন আইসিসির নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত হতে হবে?

২) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম বার্ষিকী কবে পালিত হল?







WBP/KP/Abgari Special পর্ব-৮

 


WBP/KP/Abgari Special
পর্ব-৮

১) কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব-WBCS pre ২০১১

ক) দক্ষিণ মেরুর সাপেক্ষে
খ) নিরক্ষরেখার সাপেক্ষে✓
গ) উত্তর মেরুর সাপেক্ষে
ঘ) পৃথিবীর অক্ষরেখা সাপেক্ষে

২) ডেকান ট্রাপ গঠিত হয়েছে- WBCS ( main) ২০১৮

ক) ধারওয়ার অগ্ন্যুদগম এর ফলে
খ) মেসোজোয়িক অগ্ন্যুদগম এর ফলে
গ) ক্রিটেশিয়াস অগ্ন্যুদগম এর ফলে✓
ঘ) প্যালিওজয়ীক অগ্ন্যুদগম এর ফলে

৩) কোন কেন্দ্র থেকে হরপ্পা যুগে তাম্র নির্মিত রথ পাওয়া গেছে?

ক) কুনাল
খ) রাখিগারহি
গ) দাইমাবাদ✓
ঘ) বানওয়ালি 


৪) মুঘল যুগের প্রথম হিন্দি সাহিত্যের প্রাজ্ঞ ব্যক্তি কে ছিলেন?

ক)মালিক মোহাম্মদ জায়সী
খ)আব্দুল রহিম ✓
গ)মোল্লা ওয়াজি
ঘ)চাঁদবরদাই 


৫) শেরশাহের জীবনের সর্বশেষ যুদ্ধ কোথায় হয়েছিল?

ক) কালিঞ্জর দুর্গ অবরোধকালে √
খ) বিল গ্রামের যুদ্ধ
গ) সিরহিন্দের যুদ্ধ
ঘ) কোনোটিই নয়

৬) নীচের কোনটি একটি আংশিক মূল পরজীবী ?

ক) ছত্রাক
খ) সাইকাস
গ) বাঁশ গাছ
ঘ) চন্দন গাছ ✓

৭) ফার্মি (F) এককের সাহায্যে মাপা হয়-

ক) রাস্তার দূরত্ব
খ) সমুদ্রের গভীরতা
গ) পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ✓
ঘ) দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব


৮) নিচের কোন রাশিটির কোন একক নেই?

ক) আপেক্ষিক তাপ
খ) আপেক্ষিক গুরুত্ব✓
গ) রোধ
ঘ) আপেক্ষিক রোধ


৯) রাফাইড কিসের ক্রিস্টাল?

ক) ক্যালসিয়াম অক্সালেট✓
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ফসফেট
ঘ) ম্যাগনেসিয়াম কার্বনেট


১০) কোনটিকে রক্ত শর্করা বলে?

ক) গ্লুকোজ✓
খ) ফ্রুক্টোজ
গ) গ্যালাকটোজ
ঘ) স্টার্চ


১১) আমাদের প্রয়োজনীয় শক্তির 50% এর উৎস হল-

ক) ফ্যাট
খ) প্রোটিন
গ) কার্বোহাইড্রেট✓
ঘ) গ্লিসারাইড


১২) ডিমের সাদা অংশে প্রোটিন হল-

ক) অ্যালবুমিন✓
খ) গ্লোবিউলিন
গ) কেসিন
ঘ) কেরাটিন


১৩) নিচের কোনটি রেশম তন্তুর প্রধান উপাদান?

ক) কেরাটিন
খ) ফাইব্রয়েন✓
গ) কোলাজেন
ঘ) ইলাস্টিন

১৪) ইস্ট কি?

ক) ছত্রাক✓
খ) ভাইরাস
গ) শৈবাল
ঘ) ফার্ন

১৫) নিচের কোনটিতে সবুজ কণা আছে?

ক) ব্যাকটেরিয়া
খ) শৈবাল✓
গ) ভাইরাস
ঘ) ছত্রাক


১৬) ক্ষুদ্রতম রক্তবাহী নালীকা কে কি বলে?

ক) শিরা
খ) ধমনী
গ) রক্তজালক✓
ঘ) মহাধমনী


১৭) টিংচার আয়োডিনে কি থাকে?

ক) জলে আয়োডিনের পতন
খ) খাঁটি আয়োডিন
গ) পটাশিয়াম আয়োনাইডে  আয়োডিনের দ্রবন
ঘ) অ্যালকোহল আয়োডিনের দ্রবণ✓

১৮) তড়িৎ লেপনের সময় অ্যানোডে কোন বিক্রিয়া হলো-

ক) জারণ ✓
খ) বিজারণ
গ) জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিয়োজন
ঘ) রাসায়নিক ক্রিয়ার জল যোজন


১৯) "নট" কিসের একক?

ক) আলো
খ) গতিবেগ✓
গ)  দূরত্ব
ঘ) আয়তন

২০) ডট ক্লাউড থিওরি কিসের সঙ্গে যুক্ত?

ক) ধুমকেতু ✓
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) শনি


২১) গ্যাসের মধ্যে মলিকিউল-এর গতি কিসের উপর নির্ভর করে ?

ক) ভর এবং চাপ
খ) চাপ এবং তাপমাত্রা
গ) ভর এবং তাপমাত্রা✓
ঘ) কোনোটিই নয়


২২) দীপ্তি প্রবাহের একক কি ?

ক) কুলম্ব
খ) লুমেন ✓
গ) লাক্স
ঘ) হার্টজ


২৩) নিচের কোন পদার্থটি সর্বাধিক প্রবাহ প্রতিরোধ শক্তি সম্পন্ন ?

ক) অ্যালকোহল
খ) জল
গ) মধু ✓
ঘ) গ্যাসোলিন


২৪) মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
খ) শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি  ✓

 গ) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি 

ঘ) যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি

২৫) ভারতের রাজ্যগুলির রাজ্যপাল  নিযুক্ত হন কার দ্বারা ?

ক) রাজ্য আইনসভার সদস্য বৃন্দ
খ) লোকসভার স্পিকার
গ) ভারতের রাষ্ট্রপতি√
ঘ) রাজ্যের মুখ্যমন্ত্রী


২৬) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে?

ক) 33
খ) 14
গ) 37
ঘ) 300 A√


২৭) ফ্লপি ডিস্ক একটি -

ক) ইনপুট ডিভাইস
খ) আউটপুট ডিভাইস ✓
গ) স্টোরেজ ডিভাইস
ঘ) সফটওয়্যার


২৮) ডিস্কের তথ্য সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে?

ক) রাসায়নিক
খ) অপটিক্যাল
গ) চৌম্বকীয়✓
ঘ) বৈদ্যুতিক

২৯) টেলিফোনের সঙ্গে কম্পিউটারে সংযোগ ঘটায় নিচের কোনটি ?

ক) স্ক্যানার
খ) মডেম ✓
গ) রম
ঘ) প্রিন্টার


৩০) হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টি কর্তা কে ?

ক) সুকুমার রায়
খ) সত‍্যজিৎ রায়
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ) নারায়ণ দেবনাথ ✓


৩১) "ডায়নামো" কে আবিষ্কার করে ন?

ক) ক্রিষ্টিয়ান হিউ কেন্স
খ) টমাস আলভা এডিসন
গ) টাইপোলাইট পিক্সি ✓
ঘ) সি ব্যকরেল



৩২) 2020 সালের 7 মে ভাইজাগে (বিশাখাপত্তনম) মধ্যরাত্রিতে এলজি পলিমার কারখানা থেকে বিষাক্ত কোন গ্যাস লিক হয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল?

ক) মিথাইল আইসোসায়ানেট
খ) স্টাইরিন✓
গ) মিথেন গ্যাস
ঘ) অ্যামোনিয়াা


৩৩) বিশ্বের সবথেকে বড়ো ‘Elephant Rehabilitation Centre’ স্থাপিত হতে চলেছে কোথায়?

ক)  কর্নাটক
খ) তামিলনাড়ু
গ) কেরালা✓
ঘ) পশ্চিমবঙ্গ



৩৪) নিম্নের কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে?

ক)  শকুন্তলা দেবী
খ) নিহার
গ) নটখট ✓
ঘ) কোনোটিই নয়


৩৫) কোন রাজ্যের "tezpur litchi" জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ (GI) পেল?

ক)  উড়িষ্যা
খ) অন্ধ্রপ্রদেশ
গ) আসাম✓
ঘ) মেঘালয়










Bengali Current Affairs 29th November, 2020

 

H/W 28th November, 2020

১) Cuemath ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

-  বিদ্যা বালান

২) " I am no Messiah " এই আত্মজীবনীমূলক বইটি নিম্নের কোন অভিনেতার লেখা?

-   সনু সুদ


Bengali Current Affairs 29th November, 2020

1.‘Fit India School Week’-এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ অর্জুন মুন্ডা
ⓑ কিরেন রিজিজু✓
ⓒ নরেন্দ্র সিং তমার
ⓓ নরেন্দ্র মোদী

◍ তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী

2.বেঙ্গালুরুর Bowring Medical College-এর নাম রাখা হলো কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে?

ⓐ ইন্দিরা গান্ধী
ⓑ অটল বিহারী বাজপেয়ী✓
ⓒ পি.ভি. নরসীমা রাও
ⓓ রাজীব গান্ধী

◍ তিনি মোট ৩ বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
◍ প্রথমবার ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন এই পদে বহাল ছিলেন।
◍ দ্বিতীয়বার ১৯৯৮-১৯৯৯ সাল পর্যন্ত মোট ১৩ মাস ছিলেন।
◍ তৃতীয়বার ১৯৯৯-২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন।

3.Cambridge Dictionary-এর দ্বারা ‘ Word of the Year 2020’-এর তকমা পেল কোন ইংরেজী শব্দ?

ⓐ Lockdown
ⓑ Quarantine✓
ⓒ Mask
ⓓ Sanitizer

4.রূপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য ‘গরিমা গৃহ’ উদ্বোধন করা হলো কোথায়?

ⓐ কানপুর
ⓑ ভাদোদরা✓
ⓒ মুম্বাই
ⓓ লক্ষ্ণৌ

◍ এটি গুজরাটে অবস্থিত।
◍ আগামী বছর ৩১শে মার্চের মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, কলকাতা, জয়পুর, রায়পুর, ভুবনেশ্বর এবং মনিপুরে এইরূপ আশ্রয়স্থল তৈরী করা হবে।
◍ প্রতিটা গরিমা গৃহে মোট ২৫ জন থাকতে পারবে।

5.বার্লিনে বিশ্বের সবথেকে বড়ো ব্যাটারী প্ল্যান্ট তৈরী করতে চলেছে কোন কোম্পানী?

ⓐ Microsoft
ⓑ Tesla✓
ⓒ Google
ⓓ IBM

◍ হেডকোয়াটার- ক্যালিফোর্নিয়া
◍ প্রতিষ্ঠা সাল- ২০০৩ সালের ১লা জুলাই
◍ বর্তমান CEO- Elon Musk

6.‘দুয়ারে দুয়ারে সরকার’ শিরোনামে উদ্যোগ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ আসাম
ⓑ উড়িষ্যা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ ত্রিপুরা

◍ 'দুয়ারে দুয়ারে সরকার ' প্রকল্পে মানুষ প্রশাসনের কাছে যে অভাব অসুবিধার কথা তুলে ধরবে , তা সঙ্গে সঙ্গে সমাধান করতে হবে। মানুষ যা চাইবে তা তৎক্ষণাৎ মানুষকে দিতে হবে। যদি সেই সময়ে প্রশাসনের হাতে সেই সুযোগ না থাকে তবে তার তালিকা তৈরি হবে । জন পরিসেবা সংক্রান্ত প্রকল্প গুলির সুযোগ সুবিধা আরো বেশি করে মানুষকে পাইয়ে দিতে হবে ।

◍ মুখ্যমন্ত্রী- মমতা ব্যানার্জী
◍ রাজ্যপাল- জগদীপ ধনকর

7.প্রয়াত আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো মারাদোনার মূর্তি স্থাপিত হতে চলেছে ভারতের কোন রাজ্যে?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ মেঘালয়
ⓒ গোয়া✓
ⓓ কর্নাটক

◍ রাজধানী- পানাজি
◍ মুখ্যমন্ত্রী- প্রোমোদ সাওয়ান্ত
◍ রাজ্যপাল- Bhagat Singh Koshyari

8.অগ্নিকান্ড দুর্ঘটনায় জনগনকে পরিষেবা দেওয়ার জন্য ‘Thee’ অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ পাঞ্জাব

◍ রাজধানী- চেন্নাই
◍ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
◍ রাজ্যপাল- Banwarilal Purohit

9. ‘Jagananna Thodu Scheme’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ হিমাচলপ্রদেশ
ⓑ অন্ধ্রপ্রদেশ✓
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ অরুনাচলপ্রদেশ

◍ ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরদের বিনা সুদে ঋণ প্রদানের জন্যই এই উদ্যোগ।
◍ মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি
◍ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন


10. কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য মাস্ক ব্যাংক লঞ্চ করল?

ⓐ দিল্লি ✓
ⓑ গুজরাট
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ পুদুচেরি

◍ The North Delhi municipal Corporation এবং Delhi Police এর সহযোগিতায় এই মাস্ক ব্যাংকটি  তৈরি হয়েছে।
◍ এটি দিল্লির সদর বাজারে লঞ্চ করা হল।
◍ মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল
◍ রাজ্যপাল- অনিল বৈজাল


11. কোন রাজ্য সরকার " কর্মই ধর্ম " স্কিমের ঘোষণা করল?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উড়িষ্যা
ⓒ পশ্চিমবঙ্গ ✓
ⓓ ত্রিপুরা

◍ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার এবং কর্মই ধর্ম স্কিম ঘোষণা করলেন ।

◍ এই স্কিমের মাধ্যমে দু'লক্ষ ছেলে মেয়েকে একটি করে বাইক দেয়া হবে । এই বাইকের পেছনে একটি বাক্স থাকবে । এই বাক্সে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা বিক্রি করতে পারবে ।

◍ দু লক্ষ মানুষকে কাজের সুযোগ মানে 10 লক্ষ মানুষকে অন্নের সংস্থান দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য ।


12. কোন ল্যান্ডলাইন ফোন থেকে কোন মোবাইলে কল করার সময় কোন সংখ্যাটি 15-1-2021 এরপরে বাধ্যতামূলক করা হয়েছে?

ⓐ 0 ✓
ⓑ 91
ⓒ 8
ⓓ 9

◍ ভারতের টেলিফোন রেগুলেটরি অথরিটির পরামর্শে টেলিযোগাযোগ অধিদপ্তর এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ।
◍ সমস্ত ল্যান্ডলাইন থেকে মোবাইল গুলিতে কল করার জন্য 2021 সালের 15 ই জানুয়ারি পরে নাম্বারটির আগে " 0 " রাখা বাধ্যতামূলক হবে ।

Question of the Day

১) সম্প্রতি ভারতের কোথায় হনুমানের উচ্চতম মূর্তি স্থাপন করা হবে?

২) British Fashion Council-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?







Saturday, November 28, 2020

Bengali Current Affairs 28th November, 2020

 

H/W 27th November,2020

১) ‘বিশ্ব শিশু দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

- ২০শে নভেম্বর

২) 2020 সালে বুকার প্রাইজ কে পেলেন?

ডগলাস স্টুয়ার্ট


Bengali Current Affairs 28th November, 2020

1.ভারতে ‘সংবিধান দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৫ই আগস্ট

ⓑ ২৬শে নভেম্বর✓

ⓒ ১৪ই নভেম্বর

ⓓ ২৬শে জানুয়ারী

⦿ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদ দ্বারা আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহিত হয়েছিল, এই দিনটিকেই স্মরণীয় রাখতে সংবিধান দিবস পালন করা হয়।


2. . "The Battle of Belonging" শিরোনামে বই প্রকাশ করলেন কে?

ⓐ চেতন ভগৎ

ⓑ শশী থারুর✓

ⓒ অরুন্ধতী রায়

ⓓ কৈলাশ পরোয়াল


3.48th International Emmy Awards 2020-তে ‘বেস্ট ড্রামা সিরিজ’ বিভাগে পুরস্কার জিতলো কোন নেটফ্লিক্স শো?

ⓐ Mirzapur 2

ⓑ Delhi Crime✓

ⓒ Capital Crime

ⓓ Super Sixty

⦿ Delhi Crime এর ডিরেক্টর রিচি মেহেতা।

⦿ Distributor : Netflix


4.সংখ্যা গরিষ্ঠের ভোটে বিহার বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ অশোক কুমার

ⓑ বিজয় কুমার সিনহা✓

ⓒ জিতন রাম মানঝি

ⓓ নীতিশ কুমার

⦿ বিহারের রাজধানী- পাটনা

⦿ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

⦿ রাজ্যপাল- ফাগু চৌহান


5. ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Airtel Payments Bank

ⓑ India Post Payments Bank✓

ⓒ Paytm Payments Bank

ⓓ ICICI Bank

⦿ হেডকোয়াটার- নিউ দিল্লি

⦿ প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর

⦿ বর্তমান CEO- J Venkatram


6.সম্প্রতি প্রয়াত দিয়েগো মারাদোনা, কোন দেশের ফুটবলার?

ⓐ ব্রাজিল

ⓑ আর্জেন্টিনা✓

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ জার্মানী

⦿ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬০ বছর


7.ভারতের বৃহত্তম LPG cylinders বুকিং প্লাটফর্ম কোনটি?

ⓐ Phonepe

ⓑ MobiKwik

ⓒ Paytm✓

ⓓ Google pay

⦿ Paytm founder - Vijay Shekhar Sharma

⦿ Founded - August 2010

⦿ CEO - Vijay Shekhar Sharma

⦿ Headquarter - Noida , Uttar Pradesh


8. "অভয়ম" নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ গোয়া

ⓒ উড়িষ্যা

ⓓ উত্তরপ্রদেশ

⦿ ট্যাক্সি ও অটো রিকশায় ট্রাভেল করার সময় মহিলা ও শিশুদের নিরাপত্তার প্রদান করবে এই অ্যাপ।

⦿ মুখ্যমন্ত্রী- জগণ মোহন রেড্ডি

⦿ রাজ্যপাল- বিশ্ব ভূষণ হরিচন্দন


9. Exim Bank-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ এন. রমেশ✓

ⓑ বি. সুরেশ

ⓒ অক্ষয় পানিগ্রাহী

ⓓ চকর দেশমুখ

⦿ হেডকোয়ার্টার- মুম্বাই

⦿ প্রতিষ্ঠা সাল- ১৯৮২ সালের ১লা জানুয়ারি

⦿ বর্তমান CEO- David Rasquinha (ডেভিড রাসকিনহা)


10. "Pagarbook" অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ বরুণ ধাওয়ান

ⓑ অক্ষয় কুমার✓

ⓒ অভিষেক বচ্চন

ⓓ আমির খান


11. National milk day কবে পালিত হয়?

ⓐ 26 নভেম্বর✓

ⓑ 27 নভেম্বর

ⓒ 25 নভেম্বর

ⓓ 28 নভেম্বর

⦿ ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন এর জন্মবার্ষিকী কে স্মরণ করে প্রতিবছর জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় ।

⦿ 2014 সাল থেকে এই দিন প্রত্যেক বছর পালিত হয়ে আসছে।


12. ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল কে ?

ⓐ বিল গেটস

ⓑ এলন মাস্ক ✓

ⓒ জেফ বেজোস 

ⓓ মুকেশ আম্বানি

⦿ প্রথম স্থানে আছে জেফ বেজোস ।

⦿ দ্বিতীয় স্থানে ছিলেন বিল গেটস কিন্তু তিনি বর্তমানে তৃতীয় স্থানে আছেন।

⦿ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এলন মাস্ক।

⦿ তৃতীয় স্থানে আছেন বিল গেটস ।

⦿ 10 নম্বর স্থানে আছেন শিল্পপতি মুকেশ আম্বানি ।


13. অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হলো ?

ⓐ স্বামী বিবেকানন্দ বিমানবন্দর 

ⓑ মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম চন্দ্র বিমানবন্দর ✓

ⓒ মর্যাদা পুরুষোত্তম সীতা বিমানবন্দর 

ⓓ মর্যাদা পুরুষোত্তম দশরথ বিমানবন্দর

⦿ অযোধ্যা এয়ারপোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত।


14. সম্প্রতি কে গুরু নানক এর জীবনী সম্পর্কে একটি বই প্রকাশ করলেন?

ⓐ বেঙ্কাইয়া নাইডু 

ⓑ নরেন্দ্র মোদি ✓

ⓒ রামনাথ কোবিন্দ 

ⓓ রাজনাথ সিং 

⦿ বইটি লিখেছেন কিরপাল সিং জী।


15. কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কোথায় মেগা ফুড  পার্কের উদ্বোধন করলেন ?

ⓐ মহারাষ্ট্র

ⓑ কর্ণাটক 

ⓒ পাঞ্জাব ✓

ⓓ দিল্লি

⦿ পাঞ্জাবে প্রথম মেগা ফুড পার্ক প্রতিষ্ঠা হল।

⦿ এরপর ধাপে ধাপে সারা ভারতবর্ষে মোট 37 টি মেগা ফুড পার্ক প্রতিষ্ঠা করা হবে।

⦿ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী- অমরিন্দর সিং

⦿ পাঞ্জাবের রাজ্যপাল - ভি পি সিং বাদনরে

⦿ পাঞ্জাবের রাজধানী- চন্ডিগড়


16. ভারতীয় নৌসেনার জন্য DRDO দ্বারা তৈরি ভারতের প্রথম Heavy Weight Torpedo এর নাম কি?

ⓐ বরুনাস্ত্র✓

ⓑ বিক্রান্ত 

ⓒ ভারতি 

ⓓ অভয় 

⦿ এর গতিবেগ 74 কিলোমিটার/ ঘন্টা।

⦿ এটি 250 কেজি ওজন বহন করতে পারে।

⦿ DRDO full form : Defence Research and Development Organisation

⦿ Founded: 1958

⦿ Headquarters: DRDO Bhavan, New Delhi

⦿ Chairman, DRDO : Dr G. Satheesh Reddy


17. 10th National Film Festival ভার্চুয়ালি কবে শুরু হলো ?

ⓐ 24 নভেম্বর  ✓

ⓑ 25 নভেম্বর 

ⓒ 26 নভেম্বর 

ⓓ 27 নভেম্বর


18. সম্প্রতি কে "সহকার প্রজ্ঞা " নামক একটি উদ্যোগ এর উদ্বোধন করলেন ?

ⓐ রাজনাথ সিং

ⓑ নরেন্দ্র সিং তোমার ✓

ⓒ পীযূষ গোয়েল 

ⓓ কেউ নয়

⦿ এটি NCDC এর কার্যক্রম।

⦿ এর মাধ্যমে গ্রাম অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। 

⦿ NCDC full form : National Cooperative Development Corporation

⦿ Founded: 13 March ,1963


Question of the Day

১) Cuemath ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

২) " I am no Messiah " এই আত্মজীবনীমূলক বইটি নিম্নের কোন অভিনেতার লেখা?











General Science Topic - সজীব কোষের রাসায়নিক উপাদান

 

General Science

   Topic - সজীব কোষের রাসায়নিক উপাদান

১) কে নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন?

ক) লেভিন

খ) মিশার✓

গ) অল্ট ম্যান

ঘ) ক্রিক


২) নিচের কোনটিতে নাইট্রোজেন আছে?

ক) প্রোটিন

খ) নিউক্লিক অ্যাসিড 

গ) প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড উভয় ✓

ঘ) শর্করা


৩) DNA তে থাকে কিন্তু RNA তে পাওয়া যায়না কোনটি?

ক) অ্যাডেনিন

খ) গুয়ানিন 

গ) থাইমিন ✓

ঘ) ইউরাসিল 


৪) কোনটি পিউরিন নয়? 

ক) অ্যাডেনিন 

খ) গুয়ানিন 

গ) থাইমিন ✓

ঘ) সবগুলি


৫) নিচের কোন অ্যামাইনো এসিড থেকে মেলানিন সংশ্লেষ হয়?

ক) মিথিওনিন 

খ) টাইরোসিন✓

গ) ট্রিপটোফান 

ঘ) লাইসিন 


৬) গ্লুটেনিন প্রোটিন কোন উদ্ভিদে পাওয়া যায়? 

ক) চাল

খ) গম ✓

গ) বাদাম 

ঘ) তিল 


৭) প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল- WBCS prelims 2012

ক) মলিশ এর পরীক্ষা 

খ) বাই ইউরেট পরীক্ষা ✓

গ) ডিএনপি  পরীক্ষা 

ঘ) বেনেডিক্ট এর পরীক্ষা


৮) প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো এসিড আছে? WBCS prelims 2011

ক) 10 

খ) 20✓

গ) 30

ঘ) 40


৯) উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট তা হল-WBCS prelims 2011

ক) সেলুলোজ ✓

খ) সুক্রোজ 

গ) স্টার্চ

ঘ) লিগনিন 


১০) উৎসেচক একটি জৈব রাসায়নিক বিক্রিয়া কে কিভাবে ত্বরান্বিত করে? WBCS prelims 2010

ক) বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে 

খ) বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে

গ) বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করে

ঘ) বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে✓


১১) আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? WBCS prelims 2010

ক) সুক্রোজ

খ) স্টার্চ 

গ) সেলুলোজ 

ঘ) গ্লুকোজ✓ 


১২) নিম পাতায় শর্করার ঘনত্ব কত? SSC MTS 2011

ক) 0 % 

খ) 100% ✓

গ) 5 % 

ঘ) বলা যাবে না


১৩) নিচের কোনটিতে ফসফরাস আছে? SSC CGL 2014 

ক) প্রোটিন 

খ) কার্বোহাইড্রেট 

গ) নিউক্লিক অ্যাসিড✓ 

ঘ) ফ্যাট 


১৪) নিচের কোনটি সংকোচনশীল প্রোটিন? N.D.A 2012

ক) কোলাজেন

খ) ইলাস্টিন 

গ) ট্রপোমায়োসিন ✓ 

ঘ) কেরাটিন 


১৫) কোন শর্করা নিউক্লিক এসিডে  পাওয়া যায়?N.D.A 2012 

ক) পেন্টোজ✓ 

খ) হেক্সোজ 

গ) ট্রায়েজ 

ঘ) টেট্রোজ


১৬) মৌলিক জৈব অণু অপর অনুর সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? WBCS Main 2014 

ক) ম্যাক্রো অনু✓ 

খ) জৈব অণু 

গ) মনোমার

ঘ) মনোলিথ 


১৭) সিসা নিচের কোন জৈব সংশ্লেষ কে বাধা দেয়?WBCS Main 2015

ক) পেশি প্রোটিন 

খ) মায়োগ্লোবিন 

গ) হিমোগ্লোবিন ✓

ঘ) ওসিন 


১৮) অ্যামাইনো এসিড কার প্রধান উপাদান ? WBCS main 2015 

ক) লিপিড 

খ) হরমোন 

গ) প্রোটিন ✓

ঘ) ভিটামিন 


১৯) নিচের কোনটি অপরিহার্য ফ্যাটি এসিড কম পাওয়া যায়? WBCS main 2015

ক) মাছের লিভার অয়েল 

খ) সূর্যমুখী তেল 

গ) বনস্পতি তেল 

ঘ) নারকেল তেল ✓


২০) "অপরিহার্য অ্যামাইনো এসিড" নিচের কোনটিকে বলা যাবে?WBCS main 2015

ক) ভিটামিন ✓

খ) হরমোন 

গ) স্টেরয়েড 

ঘ) উৎসেচক 


২১) যে মৌলিক অনু অপর অনুর সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে সেটি হল - WBCS Main 2014

ক) ম্যাক্রো মলিকুল 

খ) মনো মলিকুল 

গ) মনোমার ✓ 

ঘ) মনোলিথ


২২)  নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? WBCS Main 2015

ক) টেরিলিন

খ) ওরিয়ন 

গ) স্টার্চ ✓

ঘ) ডেফরণ


২৩) পৃথিবীতে প্রাণের সূচনা হয় যেখান থেকে সেটি হল-WBCS Main 2015

ক) DNA 

খ) পলিপেপটাইড 

গ) RNA ✓

ঘ) কনজুগেট প্রোটিন


২৪) ইক্ষু রসের হাইড্রোলাইসিস এর জন্য অনুঘটক হলো-WBCS Main 2017

ক) H+

খ) উৎসেচক 

গ) অজৈব এসিড ✓ 

ঘ) সবগুলি 


২৫) খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত জৈব যৌগ যা প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়- WBCS Main 2018 

ক) মিথাইল স্যালিসাইলেট 

খ) সোডিয়াম বেনজোয়েট ✓

গ) সোডিয়াম অ্যাসিটেট

ঘ) সরবিটল 


২৬) কার্বোহাইড্রেট কি রূপে দেহে সঞ্চিত থাকে?WBCS Main 2018

ক) গ্লুকোজ 

খ) স্টার্চ 

গ) গ্লাইকোজেন ✓ 

ঘ) সুক্রোজ 


২৭) উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাসটি ব্যবহৃত হয়? WBCS prelims 2016

ক) নাইট্রোজেন 

খ) কার্বন ডাই অক্সাইড 

গ) হাইড্রোজেন ✓ 

ঘ) নিয়ন 


২৮) প্রোটিনের উপাদান হলো- WBCS main 2019

ক) ভিটামিন 

খ) কার্বোহাইড্রেট 

গ) আলফা অ্যামাইনো এসিড ✓ 

ঘ) খনিজ লবণ 


২৯) পলিপেপটাইড শৃংখল এর গঠনের কাঠামো প্রদানের তথ্য কোথায় পাওয়া যাবে?WBCS main 2019

ক) DNA সজ্জা

খ) RNA 

গ) হিস্টোন প্রোটিন 

ঘ) অ্যামাইনো এসিড সজ্জা ✓


৩০) প্রোটিন ফোল্ডিং পদ্ধতিতে পলিপেপটাইড যে রূপে থাকে তা হল- WBCS main 2019

ক) 2D গঠন 

খ) 3D গঠন✓

গ) গ্লোবিউলার গঠন 

ঘ) রৈখিক গঠন








Friday, November 27, 2020

Bengali Current Affairs 27th November, 2020

 



Bengali Current Affairs 27th November, 2020

1. সম্প্রতি ঘূর্ণিঝড় নিভার এর জন্য কোন রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে?

ⓐ তামিলনাড়ু
ⓑ পুদুচেরি
ⓒ তামিলনাড়ু এবং পুদুচেরি✓
ⓓ কোনোটিই নয়

❏ আবহাওয়া অফিস এর রিপোর্ট অনুযায়ী নিভারের গতিবেগ ১২০ কিলোমিটার হতে পারে।
❏ পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
❏ চারটি অসংলগ্ন  জেলা নিয়ে পুদুচেরি গঠিত।
❏  Lieutenant Governor : কিরণ বেদি
❏ তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই
❏ রাজ্যপাল : বানওয়ারীলাল পুরোহিত
❏ মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে. পালানিসামি


2.উত্তর পূর্ব ভারতের প্রথম গরুদের জন্য হসপিটাল তৈরি হলো কোথায়?

ⓐ আসাম✓
ⓑ মনিপুর
ⓒ নাগাল্যান্ড
ⓓ ত্রিপুরা

❏ এটি আসামের ডিব্রুগড়ে তৈরি হলো।
❏ এই হসপিটালের নাম দেওয়া হয়েছে- সুরভী আরোগ্যশালা
❏ আসামের রাজধানী- দিসপুর
❏ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
❏ রাজ্যপাল- জগদীশ মুখী

3.ICC-র নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ শশাঙ্ক মনোহর
ⓑ গ্রেগ বার্কলে✓
ⓒ ইমরান খাজা
ⓓ ব্রেইট লী

❏ তিনি নিউজিল্যান্ডের বাসিন্দা
❏ ICC-এর পুরো কথা- International Cricket Council
❏ হেডকোয়ারটার- দুবাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯০৯ সালের ১৫ই জুন
❏ সদস্য- 104
❏ বর্তমান CEO- Manu Sawhney
❏ নতুন আইসিসি নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা 15 বছর হতে হবে।

4.'UMANG' মোবাইল অ্যাপের আন্তর্জাতিক ভার্সন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ প্রকাশ জাভেদকর
ⓑ রবি শঙ্কর প্রসাদ✓
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ রাজনাথ সিং

❏ Ministry of electronics and information technology Minister-  Ravi Shankar Prasad
❏ UMANG full form - unified mobile application for new age governance


5.World best cities 2021 তালিকায় শীর্ষস্থানে আছে কোন শহর?

ⓐ লন্ডন✓
ⓑ নিউইয়র্ক
ⓒ সিঙ্গাপুর
ⓓ প্যারিস

❏ এই তালিকায় ভারতের একটি মাত্র শহর স্থান পেয়েছে দিল্লি। যার স্থান 62 তম।
❏ দ্বিতীয় স্থানে আছে নিউইয়র্ক ও তৃতীয় স্থানে আছে প্যারিস।
❏ 2019 সালে দিল্লির স্থান 81 তম।


6.ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক নৌসেনা অনুশীলন 'SIMBEX-20'-এর ২৭তম সংস্করণ অনুষ্ঠিত হলো কোন সাগরে?

ⓐ বঙ্গোপসাগর
ⓑ আরব সাগর
ⓒ আন্দামান সাগর✓
ⓓ মান্নার উপসাগর

❏ এই নৌ মহড়া অনুষ্ঠিত হলো 23 শে নভেম্বর থেকে 25 শে নভেম্বর পর্যন্ত।


7.Indian Banks' Association-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অমিতাভ কান্ত
ⓑ শক্তিকান্ত দাস
ⓒ রাজকিরণ রাই✓
ⓓ অধীর চৌধুরী

❏ তিনি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান CEO এবং ম্যানেজিং ডিরেক্টর।
❏ IBA-এর হেডকোয়ার্টার- মুম্বাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৪৬ সালের ২৬শে সেপ্টেম্বর
❏ বর্তমান CEO- সুনীল মেহতা

8.প্রথম ব্যাঙ্ক হিসাবে "Cardless EMI Facility" লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Axis Bank
ⓑ SBI
ⓒ ICICI Bank✓
ⓓ HDFC Bank

❏ হেডকোয়ার্টার- মুম্বাই
❏ প্রতিষ্ঠা সাল- জুন,১৯৯৪
❏ বর্তমান CEO- সন্দীপ বক্সি

9. "The of Belonging" শিরোনামে বই প্রকাশ করলেন কে?

ⓐ চেতন ভগৎ
ⓑ শশী থারুর✓
ⓒ অরুন্ধতী রায়
ⓓ কৈলাশ পরোয়াল

10.জম্মু-কাশ্মীরে পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে "Operation 500" লঞ্চ করলো কে?

ⓐ ইন্ডিয়ান আর্মি✓
ⓑ ইন্ডিয়ান এয়ারফোর্স
ⓒ ইন্ডিয়ান নেভি
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড

❏ হেড কোয়াটার- নিউ দিল্লি
❏ প্রতিষ্ঠা সাল- ১৮৯৫ সালের ১লা এপ্রিল
❏ চিফ অফ ডিফেন্স স্টাফ- বিপিন রাওয়াত

11. ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য্য অ্যাওয়ার্ড 2020 সালে কাকে সম্মানিত করা হলো?

ⓐ প্রদীপ সেন
ⓑ প্রদীপ বড়ুয়া✓
ⓒ অমলকান্তি
ⓓ জয়দীপ মুখার্জি

❏ প্রকাশক ও সম্পাদক প্রদীপ বড়ুয়া কে 21 নভেম্বর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য্য পুরস্কারে ভূষিত করা হলো।
❏ তার হাতে পুরস্কারটি তুলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
❏ পুরস্কার মূল্য 2 লক্ষ টাকা এবং একটি শংসাপত্র।

12. সম্প্রতি কোন রাজ্য হিম সুরক্ষা যোজনা চালু করল?

ⓐ উত্তরাখান্ড
ⓑ মেঘালয়
ⓒ হিমাচল প্রদেশ✓
ⓓ উড়িষ্যা

❏ হিমাচল প্রদেশের রাজধানী :সিমলা
❏ মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর
❏ রাজ্যপাল - বান্দারু দত্তাত্রেয়


13. প্রয়াত হলেন দিয়েগো মারাদনা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল✓
ⓒ হকি
ⓓ গলফ

❏ মারাদোনার পূর্ণ নাম : দিয়েগো আরমান্দো মারাদোনা
❏ ডাকনাম- সোনালী বালক (golden kid)

❏ জন্ম : ৩০ অক্টোবর ১৯৬০
❏ জন্ম স্থান - বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
❏ মৃত্যু - ২৫ নভেম্বর ২০২০ (বয়স ৬০)
❏ মৃত্যুর স্থান - বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা

14. সম্প্রতি পিলিভিট টাইগার রিজার্ভ বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য গ্লোবাল Tx2 অ্যাওয়ার্ড পেয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ ঝারখান্ড
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ আসাম

❏ পিলিভিট টাইগার রিজার্ভে 2014 সালে বাঘের সংখ্যা ছিল 26 টি । 2018 সালের গণনা অনুযায়ী বাঘের সংখ্যা 58 টি।
❏ এই পুরস্কার প্রদান করেছে UNDP
❏ UNDP full form : United Nations Development Programme
❏ Headquarters:  New York, United States
❏ Head: Achim Steiner
❏ Founded: 22 November 1965
❏ উত্তর প্রদেশের রাজধানী - লখনউ
❏ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
❏ উত্তর প্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


15. সম্প্রতি 24 নভেম্বর ভারত সরকার কতগুলি চিনা অ্যাপ ব্যান করল?

ⓐ 43✓
ⓑ 50
ⓒ 32
ⓓ 65


16. কোন রাজ্যে প্রত্যেক বছর India International cherry blossom festival পালিত হয়?

ⓐ মেঘালয়✓
ⓑ মিজোরাম
ⓒ কর্ণাটক
ⓓ অন্ধ্রপ্রদেশ

❏ প্রতিবছর শীতকালে মেঘালয়ে India International cherry blossom festival পালিত হয়।
❏ কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে এই উৎসব পালিত হয়নি।
❏ মেঘালয়ের রাজধানী : শিলং
❏ মুখ্যমন্ত্রী : কনরাড সাংমা
❏ রাজ্যপাল : সত্যপাল মালিক


17. কোন দেশ চাঁদ থেকে লুনার পাথরের নমুনা সংগ্রহের জন্য Change- 5 Probe উপগ্রহ লঞ্চ করল?

ⓐ ভারত
ⓑ আমেরিকা
ⓒ চীন✓
ⓓ জাপান

❏ চীনের রাজধানী- বেজিং
❏ চীনের বর্তমান রাষ্ট্রপতি - শি জিনপিং
❏ চীনের মুদ্রা-  রেনমিনবি



18. কোন দিনটি প্রত্যেক বছর মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (International Day for the Elimination of Violence Against Women)  হিসেবে পালিত হয়?

ⓐ 25 নভেম্বর✓
ⓑ 26 নভেম্বর
ⓒ 27 নভেম্বর
ⓓ 28 নভেম্বর

❏ 1999 সালে প্রথম এই দিনটি পালিত হয়।
❏ Theme 2020 : Orange the World: Fund, Respond, Prevent, Collect!


19. 23 থেকে 27 নভেম্বর কোন সংস্থা Aviation Safety Awareness Week 2020 হিসেবে পালন করছে?

ⓐ Indian Railway
ⓑ AAI✓
ⓒ Transport Authority Of India
ⓓ NONE

❏ AAI full form : Airports Authority of India
❏ Headquarters : New Delhi
❏ Founded : 1 April, 1995
❏ Chairman : Arvind Singh



Question of the Day

১) ‘বিশ্ব শিশু দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

২) 2020 সালে বুকার প্রাইজ কে পেলেন?







.


WBP/KP/Abgari Special পর্ব-৭

 

WBP/KP/Abgari Special
পর্ব-৭

১) ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন?

ক) কবীর
খ) রামানুজ✓
গ) রামানন্দ
ঘ) নামদেব


২) অ্যালকোহলের হিমাঙ্ক কত?

ক) -130°C✓
খ) - 100°C
গ) -60°C
ঘ) -50°C


৩) আর্থারাইটিস হলো-

ক) হূদরোগ
খ) যকৃতের রোগ
গ) গলার প্রদাহ
ঘ) অস্থিসন্ধির বেদনা✓


৪) তানপুরায় কটি তার থাকে?

ক) দুটি
খ) চারটি✓
গ) ছয়টি
ঘ) 100 টি


৫) নিম্নলিখিত কোন প্রাণী সিলিয়ার দ্বারা গমন করে?

ক) প্যারামেসিয়াম✓
খ) কেঁচো
গ) ইউগ্লিনা
ঘ) হাইড্রা



৬) তড়িৎ সুপরিবাহী একমাত্র অধাতুর নাম কি?

ক) সিলিকন
খ) আয়োডিন
গ) গ্রাফাইট ✓
ঘ) সালফার


৭) 1 কিলোবাইট কত বাইট এর সমান?

ক) 1024 বাইট✓
খ) 1024 * 1024 বাইট
গ) 1042 বাইট
ঘ) 1024 + 1024 বাইট


৮) কাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মাতা বলা হয়?

ক) কস্তুরবা গান্ধী
খ) ভিকাজি রুস্তম জী কামা✓
গ) সরোজিনী নাইডু
ঘ) রানী লক্ষ্মীবাঈ


৯) ভূমিকম্পের ফলে উচ্চস্থান নিচু হয়ে কিসের সৃষ্টি হয়?

ক) লোয়েস সমভূমি
খ) অবনত সমভূমি ✓
গ) লাভা গঠিত সমভূমি
ঘ) হিমবাহ সমভূমি


১০) লন্ডন ইন্ডিয়া হাউস কে স্থাপন করেন?

ক) শ্যামজী কৃষ্ণবর্মা ✓
খ) মহাদেব গোবিন্দ রানাডে
গ) দাদাভাই নওরোজি
ঘ) লালা হরদয়াল


১১) প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার লাভ করেছিলেন?

ক) শাবানা আজমি
খ) সত্যজিৎ রায়
গ) ভানু আথাইয়া✓
ঘ) আমির খান


১২) কোন ভাষার নিজস্ব হরফ নেই?

ক) সাঁওতালি
খ) কোঙ্কণী✓
গ) সংস্কৃত
ঘ) নেপালি


১৩) পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

ক) 1757 খ্রিস্টাব্দ✓
খ) 1775 খ্রিস্টাব্দ
গ) 1756 খ্রিস্টাব্দ
ঘ) 1761 খ্রিস্টাব্দে


১৪) প্রাচীনতম বেদ কোনটি?

ক) ঋকবেদ✓
খ) সামবেদ
গ) যজুর্বেদ
ঘ) অথর্ববেদ


১৫) " স্বরাজ আমার জন্মগত অধিকার " উক্তিটি কার?

ক) গোপালকৃষ্ণ গোখলে
খ) দাদাভাই নওরোজি
গ) বালগঙ্গাধর তিলক✓
ঘ) বিপিনচন্দ্র পাল


১৬) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?

ক) নন্দাদেবী
খ) এভারেস্ট
গ) গডউইন অস্টিন✓
ঘ) কাঞ্চনজঙ্ঘা

১৭) নিম্নের কোন টি বরফে ঢাকা মহাদেশ?

ক) আফ্রিকা
খ) আন্টার্টিকা✓
গ) অস্ট্রেলিয়া
ঘ) দক্ষিণ আমেরিকানট


১৮) বলিভিয়ার রাজধানী হল-

ক) হ্যামিলটন
খ) সোফিয়া
গ) লাপাজ✓
ঘ) লাগোস


১৯) কাকে " Grand old man of India" বলা হয়?

ক) জহরলাল নেহেরু
খ) মহাত্মা গান্ধী
গ) দাদাভাই নওরোজি ✓
ঘ) গোপালকৃষ্ণ গোখলে


২০) ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে?

ক) 1851
খ) 1852
গ) 1853✓
ঘ) 1854


২১) জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয়?

ক) 5 জুন
খ) 8 মার্চ
গ) 29 আগস্ট
ঘ) 10 ডিসেম্বর✓


২২) ব্ল্যাক ফুট ডিজিজ কি থেকে হয়?

ক) আর্সেনিক✓
খ) সালফার
গ) কৃমি
ঘ) কোনোটিই নয়


২৩) ব্লাড সুগার হলো প্রবাহিত রক্তে____ এর মাত্রা

ক) গ্লুকোজ✓
খ) মিল্কোজ
গ) পেপটোজ
ঘ) সেলুলোজ


২৪) খাবার সোডা নিম্নের কোনটি ব্যবহার করা হয়?

ক) ক্যালসিয়াম ক্লোরাইড
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) সোডিয়াম বাই কার্বনেট✓


২৫) ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত?

ক) 101 3.2 মিলিবার✓
খ) 10 31.1 মিলিবার
গ) 2012.2 মিলিবার
ঘ) 130 1.2 মিলিবার

২৬) কোন দিনটি প্রত্যেক বছর World Kindness Day হিসেবে পালন করা হয়ে থাকে?

ক) 10 নভেম্বর
খ) 8 নভেম্বর
গ) 13 নভেম্বর ✓
ঘ) 11 নভেম্বর


২৭) কোন রাজ্য 2019 সালের National Water Award (NWAS) এ সেরা রাজ্যের পুরস্কার পেল?

ক) মধ্যপ্রদেশ
খ) তামিলনাড়ু✓
গ) গুজরাট
ঘ) অন্ধ্রপ্রদেশ


২৮) সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার "road map to Atma Nirbhar  Madhya Pradesh 2023" লঞ্চ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন?

ক) ভূপেশ বাঘেল
খ) ফাগু চৌহান
গ) শিবরাজ সিং চৌহান✓
ঘ) বিজয় রুপানি




২৯) সম্প্রতি কোন সংস্থা ভারত দর্শন -দক্ষিণ ভারত যাত্রা অভিযান চালু করবে?

ক) Indian airlines
খ) Indian Navy
গ) IRCTC✓

ঘ) DRDO


৩০) 2022 T20 World Cup পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ক) আবর আজম
খ) ইউনিস খান✓
গ) হায়দার আলী
ঘ) শোয়েব মালিক










Bengali Current Affairs 26th November, 2020

 


Bengali Current Affairs 26th November, 2020

1.15th G20 Summit-এ সভাপতিত্ব করলো কোন দেশ?

ⓐ ভারত
ⓑ সৌদি আরব✓
ⓒ জাপান
ⓓ সংযুক্ত আরব আমিরশাহী

∎ সৌদি আরবের সভাপতিত্বে 15 তম G20 Summit অনুষ্ঠিত হলো।
∎ Covid- 19 মহামারী জনিত কারণে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন।
∎ এবারের থিম ছিল- ‘Realising the Opportunities of the 21st Century for All’

2. Global University employability ranking 2020 সালে ভারতের মধ্যে কোন স্থান শীর্ষস্থানে রয়েছে?

ⓐ IIT Bombay
ⓑ IIT Delhi✓
ⓒ IIT Kanpur
ⓓ IIT Madras

∎ বিশ্বের মধ্যে IIT Delhi রয়েছে 27 নম্বরে এবং বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি।


3. 2022 সালে কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট খেলাটি প্রথমবার যুক্ত করা হবে, 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

ⓐ বার্মিংহাম✓
ⓑ সিডনি
ⓒ গ্লাসগো
ⓓ ইটালি

∎ 2018 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার গোলকোস্টে।
∎ 2022 সালে কমনওয়েলথ গেমস 22 তম।

4.লন্ডনে অনুষ্ঠিত ATP Tour Finals জিতলেন কোন টেনিস খেলোয়াড়?

ⓐ Dominic Thiem
ⓑ Daniil Medvedev✓
ⓒ Novak Djokovic
ⓓ RafaelNadal

∎ তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড়
∎ রাশিয়া র টেনিস খেলোয়াড় Daniil Medvedev অস্ট্রিয়ার Dominic Thiem কে হারিয়ে এই খেতাব অর্জন করেন।
∎ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় লন্ডনে।

5. ‘Best Marine State’-এর তকমা পেল কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ উড়িষ্যা✓
ⓒ তামিলনাড়ু
ⓓ কেরালা

∎ ‘Best Marine District’-এর তকমা পেল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা।
∎ উড়িষ্যা রাজ্যের রাজধানী: ভুবনেশ্বর
∎ উড়িষ্যার মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক
∎ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল


6. Covid-19 টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে পড়া কে আটকানোর জন্য কোন সংস্থা টিম হেলো অভিযান চালু করল?

ⓐ DRDO
ⓑ UN✓
ⓒ ICMR
ⓓ SBI

∎ United Nation Founded: 24 October 1945,
∎ Headquarters: New York, New York, United States
∎  Secretary‑General : António Guterres

7. ‘Children’s Climate Prize’ জিতলো তামিলনাড়ুর ১৪ বছর বয়সী কোন বালিকা?

ⓐ রীতা কুমার
ⓑ বিনিশা উমাশংকর✓
ⓒ মনীষা শংকর
ⓓ বিদিশা বৈষ্ণব

∎ সৌর বিদ্যুৎচালিত ইস্ত্রি করার গাড়ি ডিজাইন করার জন্যই এই পুরস্কার পেলেন।

8.সম্প্রতি অনলাইন গেম ব্যান করলো কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র
ⓑ তামিলনাড়ু✓
ⓒ দিল্লি
ⓓ উত্তরপ্রদেশ

∎ যারা এই আইন অমান্য করে অনলাইন গেম খেলবে তাদের শাস্তি স্বরূপ ৫০০০ টাকা জরিমানা এবং ৬ মাস জেল হবে।

9.সম্প্রতি প্রয়াত সাহিত্য একাডেমী পুরস্কারজয়ী লেখক শেখ খাজা হুসাইন,কোন ভাষায় লিখতেন?

ⓐ হিন্দি
ⓑ তেলেগু✓
ⓒ তামিল
ⓓ কন্নড়

∎ 'Gaali Rangu'-শিরোনামে বইয়ের জন্য তিনি ২০১৭ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন।
∎ তিনি ‘দেবী প্রিয়’ নামে পরিচিত ছিলেন।
∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭০ বছর

10.২০২৩ সালে G20 Summit হোস্ট করবে কোন দেশ?

ⓐ বাংলাদেশ
ⓑ ভারত✓
ⓒ শ্রীলংকা
ⓓ জাপান

11. কোন রাজ্য সামুদ্রিক রাজ্য শ্রেণীতে মৎস্য চাষে সর্ব শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে?

ⓐ উড়িষ্যা✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ পশ্চিমবঙ্গ

∎ উড়িষ্যা রাজ্যের রাজধানী: ভুবনেশ্বর
∎ উড়িষ্যার মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক
∎ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল

12. 23 নভেম্বর প্রয়াত হলেন তরুন গোগোই ।তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ ঝারখান্ড

∎ আসামের রাজধানী : দিসপুর
∎ আসামের মুখ্যমন্ত্রী: সর্বানন্দ সোনোয়াল
∎ আসামের রাজ্যপাল :জগদীশ মুখী

13. টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি?

ⓐ SBI
ⓑ RBI✓
ⓒ World Bank
ⓓ ADB

∎ RBI Established : 1 April 1935; 85 years ago
∎ Headquarters : Mumbai, Maharashtra, India
∎ Governor : Shaktikanta Das

14. 16 থেকে 22 নভেম্বর সারাদেশে কোন সপ্তাহ পালিত হল?

ⓐ National pharmacy week✓
ⓑ National yoga week
ⓒ National medicine week
ⓓ National doctor week

∎ Theme:  Pharmacist Frontline Health Professions
∎ প্রত্যেক বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে National pharmacy week পালন করা হয়ে থাকে।

15. কোন দেশের অধ্যক্ষতায় APEC-2020 সামিট আয়োজিত হল?

ⓐ ভারত
ⓑ মালয়েশিয়া✓
ⓒ সৌদি আরব
ⓓ সিঙ্গাপুর

∎ APEC-2021 সামিট আয়োজিত করবে নিউজিল্যান্ড।
∎ Motto : Optimising Human Potential Towards a Resilient Future of Shared Prosperity: Pivot. Prioritise. Progress
∎ Venue(s) : Kuala Lumpur & virtual
∎ APEC full form :  Asia-Pacific Economic Cooperation

∎  APEC Headquarters: Singapore
∎  Founder: Bob Hawke
∎  Founded: November 1989, Canberra, Australia
∎ Chairperson: Muhyiddin Yassin

∎  মালয়েশিয়ার রাজধানী :কুয়ালালামপুর
∎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী : মুহিদ্দীন ইয়াসিন
∎ মালয়েশিয়ার মুদ্রা: রিংগিট

Question of the Day

১) ভারতে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ পালন করা হয় কবে?

২) কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরি হতে চলেছে?











Wednesday, November 25, 2020

ভারতের ইতিহাস পর্ব 4 বৈদিক যুগ ও মহাজনপদ

 

ভারতের ইতিহাস   পর্ব 4

বৈদিক যুগ ও মহাজনপদ


১) ঋকবেদে উল্লিখিত গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল?


ক) অগ্নি

খ) ইন্দ্র

গ) সূর্য

ঘ) সাবিত্রী✓



২) "সত্যমেব জয়তে" যেটি ভারতের" অশোক স্তম্ভের" নিচে খোদিত তা কোথা থেকে নেওয়া হয়েছে?


ক) কঠ উপনিষদ

খ) ছান্দোগ্য উপনিষদ

গ) ঐতরেয় উপনিষদ

ঘ) মান্ডুক্য উপনিষদ✓



৩) সুশ্রুত কে ছিলেন?


ক) চিত্রকর

খ) দার্শনিক

গ) চিকিৎসক✓

ঘ) উপন্যাসিক



৪) ঋকবেদে কোন দেবতা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে?


ক) ইন্দ্র ✓

খ) বিষ্ণু

গ) সূর্য

ঘ) ব্রহ্মা



৫) আর্য জাতি কোনটির উপাসক ছিলেন?


ক) অগ্নি

খ) গরু✓

গ) নদী

ঘ) গাছ



৬) উপনিষদ হলো-  SSC(CGL)-২০১৬


ক) মহাকাব্য

খ) গল্পের বই

গ) হিন্দু ধর্ম শাস্ত্র✓

ঘ) আইন গ্রন্থ



৭) আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তোলে?

SSC(CGL)-২০১৪


ক) উত্তর প্রদেশ

খ) বাংলা

গ) সপ্তসিন্ধু✓

ঘ) দিল্লি



৮) ঋকবেদে নিম্নলিখিত কোনটি অজানা ছিল?

SSC(CGL)-২০১২


ক) যৌথ পরিবার ব্যবস্থা

খ) চাষবাস✓

গ) বর্ণ ব্যবস্থা

ঘ) বিবাহ প্রথা



৯) বৈদিক গণিত শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো-


ক) শতপথ ব্রাহ্মণ

খ) অথর্ববেদ

গ) শুল্ক সূত্র✓

ঘ) ছান্দোগ্য উপনিষদ



১০) উপনিষদগুলি সংকলন হয়- WBCS (main) ২০১৫


ক) খ্রিস্টপূর্ব 600 অব্দে

খ) খ্রিস্টপূর্ব 800 অব্দে✓

গ) খ্রিস্টপূর্ব 1000 অব্দে

ঘ) খ্রিস্টপূর্ব 1600 অব্দে



১১) প্রাচীনতম বেদ হলো-WBCS (prelim) ২০১৪


ক) অথর্ববেদ

খ) ঋকবেদ✓

গ) যজুর্বেদ

ঘ) সামবেদ





১২) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? WBCS (prelim) ২০১২


ক) মনুসংহিতা

খ) ঋকবেদ✓

গ) অথর্ববেদ

ঘ) শতপথ ব্রাহ্মণ



১৩) বৈদিক সাহিত্য রচিত হয়- WBCS (prelim) ২০১২


ক) 1000 খ্রিস্টপূর্ব

খ) 3000 থেকে 2500 খ্রিস্টপূর্ব

গ) 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব✓

ঘ) 1200 থেকে 1500 খ্রিস্টপূর্ব



১৪) ভারতীয় সংগীতের আদি গ্রন্থ কি? 

WBCS (main) ২০১৭


ক) কৃষ্ণ যজুর্বেদ

খ) অথর্ববেদ

গ) সামবেদ✓

ঘ) পুরুষসূক্ত




১৫) প্রাচীন বৈদিক আর্য দের ধর্ম ছিল মূলত-


ক) ভক্তি

খ) মূর্তি পূজা ও যজ্ঞ

গ) প্রকৃতির পূজা ও যজ্ঞ✓

ঘ) প্রকৃতির পূজা ও ভক্তি



১৬) বৈদিক যুগে " পানিস " নামের লোকেরা ছিল-


ক) যারা বাণিজ্য নিয়ন্ত্রণ করত✓

খ) গবাদিপশুর পালক

গ) গোচারক দের প্রধান

ঘ) লঙ্গলধারি



১৭) ঋকবেদে কয়টি শ্লোক আছে?


ক) 1028 টি✓

খ) 1017 টি

গ) 1128 টি

ঘ) 1020 টি



১৮) নিচের কোনটি বেদাঙ্গ?


ক) শ্রুতি

খ) স্মৃতি

গ) নিরুক্ত✓

ঘ) সংহিতা


১৯) বৈদিক যুগে ' নিস্ক 'শব্দের অর্থ হল একপ্রকার গহনা । পরবর্তী যুগে কি বোঝাতে এটি ব্যবহৃত হতো?


ক) অস্ত্র

খ) কৃষিজাত দ্রব্য

গ) লিপি

ঘ) মুদ্রা✓



২০)  "আর্য"  শব্দটির অর্থ-


ক) একটি সাংস্কৃতিক গোষ্ঠী

খ) এটি যাযাবর গোষ্ঠী

গ) এটি ভাষাগোষ্ঠী✓

ঘ) একটি উৎকৃষ্ট গোষ্ঠী



২১) ইন্দ্র ,বরুণ ,সোম এবং যম নিচের কোন বর্গের অন্তর্গত?


ক) ব্রাহ্মণ

খ) ক্ষত্রিয়✓

গ) বৈশ্য

ঘ) শূদ্র



২২) ঋকবেদের "জন " শব্দটি কতবার উল্লেখিত হয়েছে?


ক) 100 বার

খ) 200 বার

গ) 275 বার✓

ঘ) 300 বার



২৩) "স্বর্ণকার" কে বেদে কোন শব্দে বোঝানো হতো?


ক) কর্মর

খ) তখন

গ) ভাপ্তা

ঘ) হিরণ্যাকার✓



২৪) কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করা হতো?


ক) ঋক বৈদিক যুগ✓

খ) পরবর্তী বৈদিক যুগ

গ) বৈদিক যুগের পরে

ঘ) মহাকাব্যের যুগ



২৫) পঞ্চতন্ত্রের গল্প গুলি কে সংকলন করে? SSC(CHSL)- ২০১৪


ক) বাল্মিকী

খ) বেদব্যাস

গ) বিষ্ণু শর্মা✓

ঘ) তুলসীদাস



২৬) ভারতে প্রথম সশস্ত্র আক্রমণ করেছিল- 

SSC(CHSL)- ২০১৪


ক) আর্যরা✓

খ) গ্রীকরা

গ) পারসিকরা

ঘ) আরবিরা




২৭) কোন দার্শনিক গোষ্ঠী লোকায়ত নামে খ্যাত?


ক) জৈমিনি

খ) বৌদ্ধ

গ) চার্বাক✓

ঘ) ভাগবত



২৮) কোন নদীর কাছে দশ রাজার যুদ্ধ ঘটেছিল?


ক) সরস্বতী

খ) হেল মালান

গ) পুরুষনি✓

ঘ) কুম্বা



২৯) বেমানান টি খুঁজে বার করো


ক) সামবেদ

খ) যজুর্বেদ

গ) বিষ্ণুপুরাণ✓

ঘ) ঋগ্বেদ




৩০) ঋগ্বেদের কয়টি স্তোত্র ইন্দ্রের উদ্দেশ্যে রচিত?


ক) 200

খ) 250✓

গ) 150

ঘ) 350



৩১) "রত্নিস" বলতে কাদের বোঝানো হতো?


ক) উপদেষ্টা✓

খ) মুকুট পরিহিতা রানী

গ) গৃহকর্তা

ঘ) রথচালক




৩২) উপনয়ন প্রথার প্রথম সবিস্তারে বর্ণনা পাওয়া যায় কোথায়? 


ক) ঐতরেয় ব্রাহ্মণ

খ) তৈত্তরীয় ব্রাহ্মণ

গ) জৈমিনিয় ব্রাহ্মণ

ঘ) শতপথ ব্রাহ্মণ✓



৩৩) যুদ্ধে প্রথম হাতি ব্যবহারকারী রাজ্যের নাম কি? SSC(ASI)- ২০১৫


ক) কোশল

খ) মগধ✓

গ) চম্পা

ঘ) অবন্তী



৩৪) ঋক বৈদিক যুগে যে দুজন  পুরোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলেন- 


ক) বশিষ্ট্য ও বাল্মিকী

খ) বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র✓

গ) বাল্মিকী এবং বিশ্বামিত্র

ঘ) বাল্মিকী ও দুর্বাসা



৩৫) ঋকবেদের কোন অংশে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তির কথা বলা হয়েছে?


ক) দ্বিতীয় মন্ডল✓

খ) নবম মন্ডল

গ) দশম মন্ডল

ঘ) চতুর্থ মন্ডল




৩৬) বৈদিক সংস্কৃতিতে কোন দেবতাকে মানুষের মতো বর্ণনা করা হয়েছে?


ক) ইন্দ্র✓

খ) বরুণ

গ) রুদ্র

ঘ) বিষ্ণু



৩৭) কম্বোডিয়ার কোন মন্দিরে রামায়ণ ও মহাভারতের দৃশ্যাবলী খোদিত আছে? SSC (FCI Asst) -২০১২


ক) বরবুদুর

খ) কৈলাসনাথ

গ) আঙ্কোরভাট✓

ঘ) বৃহদেশ্বর



৩৮) "উপনিষদ" এর আক্ষরিক অর্থ কি?SSC   -২০১২


ক) জ্ঞান

খ) বিজ্ঞতা

গ) নিকট বসা ✓

ঘ) আবৃত্তি




৩৯) সেই সাধু ,যিনি দক্ষিণ ভারতে আর্য সভ্যতা ও সংস্কৃতি প্রসার ঘটায় তিনি হলেন-


ক) যাগ্যবল্ক

খ) বশিষ্ট্য

গ) অগস্ত√

ঘ) বিশ্বামিত্র



৪০) ত্রিমূর্তির তথ্য পাওয়া যায় কোথায়?


ক) ছান্দোগ্য উপনিষদ✓

খ) মান্ডুক্য উপনিষদ

গ) শ্বেতাশ্বতর  উপনিষদে

ঘ) মৈত্রেইয়ানি উপনিষদ



৪১) ভারতীয় ঔষধাদি নিয়ে নিচের কোন গ্রন্থ তে বলা আছে?


ক) ঋগ্বেদ✓

খ) সামবেদ

গ) যজুর্বেদ

ঘ) অথর্ববেদ




৪২) রাজার নির্বাচনে অংশগ্রহণকারী উপজাতি প্রতিষ্ঠানকে কি বলা হত?


ক) সভা

খ) সমিতি✓

গ) গণ

ঘ) বিধাতা



৪৩) "দশ রাজন" হলো-


ক) বিষ্ণুর দশম অবতার

খ) দশ রাজার যুদ্ধ✓

গ) রাজার দ্বারা অনুষ্ঠিত বলি

ঘ) রাজার দেওয়া দশটি বলি




৪৪) ভারতীয় সংগীতের উৎস নিম্নলিখিত কোন বেদ সংহিতায় খুঁজে পাওয়া যায়?

 

ক) ঋকবেদ

খ) সামবেদ✓

গ) যজুর্বেদ

ঘ) অথর্ববেদ



৪৫) ঋক বেদের অপর নাম-


ক) ধনুর্বেদ

খ) গন্ধর্ব বেদ

গ) শিল্প বেদ

ঘ) আয়ুর্বেদ✓




৪৬) গৃহ সূত্রের মূল আলোচ্য বিষয় হল-


ক) গৃহস্ত আচার অনুষ্ঠান✓

খ) জ্যামিতি

গ) রাজপরিবারের বলি

ঘ) আচার ব্যবহার ও রীতি নীতি



৪৭) কোন ঋক বৈদিক দেবতা কে "অতিথি "উপাধি দেওয়া হয়েছে?


ক) অগ্নি✓

খ) ইন্দ্র

গ) বরুণ

ঘ) সোম




৪৮) কোন ইউরোপীয় আর্যদের একটি জনগোষ্ঠী বলে উল্লেখ করেন?


ক) উইলিয়াম জোন্স

খ) h&h উইলসন

গ) ম্যাক্সমুলার✓

ঘ) কানিংহাম




৪৯) নিম্নলিখিত দের মধ্যে কে যোগের পথ প্রবর্তক ছিলেন? SSC-২০১১


ক) পতঞ্জলি✓

খ) বানভট্ট 

গ) নাগার্জুন

ঘ) যাজ্ঞবল্ক্য




৫০) নিম্নলিখিত দের মধ্যে কে চিকিৎসক ছিলেন না?

SSC(CHSL)-২০১১


ক) সুশ্রুত

খ) চরক

গ) চার্বাক✓

ঘ) ধন্বন্তরি






Bengali Current Affairs 24th November, 2020

 



Bengali Current Affairs 24th November, 2020

1. নতুন আইসিসির নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত হতে হবে?

ⓐ 15 বছর✓

ⓑ 18 বছর

ⓒ 16 বছর

ⓓ 17 বছর

◔ ICC এটা ঘোষণা করে 19 November ,2020

◔ ICC formation -15 June 1909

◔ Headquarter - Dubai, United Arab Emirates

◔ CEO - Manu Sawhney

◔ Chairman - Imran Khawaja


2. . কোন কেন্দ্রীয় মন্ত্রী " my stamp on chhath puja "প্রকাশ করলেন?

ⓐ নরেন্দ্র মোদি

ⓑ রমেশ পক্রিয়াল

ⓒ রবিশঙ্কর প্রসাদ✓

ⓓ রাজনাথ সিং

◔ Ministry of communication electronic and information technology and law and justice Minister - Ravi Shankar Prasad

◔ Theme : Chhath - A symbol of simplicity and cleanliness


3.ISRO-র চেয়ারম্যান K. Sivan-কে ‘ডক্টর অফ সায়েন্স’ উপাধী প্রদান করলো কোন রাজ্যের রাজ্যপাল?

ⓐ কর্নাটক✓

ⓑ কেরালা

ⓒ মহারাষ্ট্র

ⓓ দিল্লি

◔ কর্ণাটকের রাজ্যপাল-বাজুভাই বালা

◔ মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa

◔ ISRO-র পুরো কথা- Indian Space Research Organisation

◔ হেডকোয়াটার- বেঙ্গালুরু

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট


4. . প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম বার্ষিকী কবে পালিত হল?

ⓐ 20 নভেম্বর

ⓑ 19 নভেম্বর✓

ⓒ 18 নভেম্বর

ⓓ 21 নভেম্বর

◔ ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী  ১৯ নভেম্বর ,১৯১৭ - অক্টোবর ৩১, ১৯৮৪) ভারতের ৪র্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

◔ ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

◔ ইন্দিরা গান্ধী 1971 সালে ভারতরত্ন পুরস্কার পান


5. ‘ANANDA’-নামে নতুন বিজনেস ডিজিটাল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ JIO

ⓑ TATA

ⓒ LIC✓

ⓓ Bajaj

◔ LIC-এর পুরো কথা- Life Insurance Corporation

◔ হেডকোয়াটার- মুম্বাই

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৫৬ সালের ১লা সেপ্টেম্বর

◔ বর্তমান চেয়ার পারসন- M. R. Kumar

6.মহিলা উদ্যোক্তাদের জন্য USAID-এর সঙ্গে ‘Project Kirana’ যৌথভাবে লঞ্চ করছে কোন কোম্পানী?

ⓐ Visa

ⓑ Mastercard✓

ⓒ Microsoft

ⓓ Coursera

◔ হেডকোয়াটার- নিউ ইয়র্ক

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর

◔ বর্তমান CEO- Ajaypal Singh Banga

◔ USAID-এর পুরো কথা- United States Agency for International Development

◔ হেডকোয়াটার- ওয়াসিংটন

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ৩রা নভেম্বর


7.Haeal কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলী

ⓑ সঞ্জু স্যামসন✓

ⓒ রোহিত শর্মা

ⓓ কে. এল. রাহুল


8. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে মাস্ক না পরার জন্য 2000 টাকা জরিমানা ঘোষণা করল?

ⓐ পুদুচেরি

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ দিল্লি✓

ⓓ গুজরাট

◔ দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল

◔ দিল্লির রাজ্যপাল- অনিল বাইজল


9.বিহারের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মেবালাল চৌধুরী

ⓑ অশোক চৌধুরী✓

ⓒ কৈলাশ বৈজাল

ⓓ মনীষ কুমার

◔ বিহারের রাজধানী- পাটনা

◔ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

◔ রাজ্যপাল- ফাগু চৌহান


10.মহিলাদের সুবিধার্থে ‘দাই-দিদি’-নামে চলমান ক্লিনিক ভ্যান লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ আসাম

ⓑ ছত্তিশগড়✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ উত্তরাখন্ড

◔ রাজধানী- রায়পুর

◔ মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল

◔ রাজ্যপাল- Anusuiya Uikey


11. Green Climate Fund কোন দেশের জন্য 256.92 মিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ করল?

ⓐ মালয়েশিয়া

ⓑ বাংলাদেশ✓

ⓒ জাপান

ⓓ আমেরিকা

◔ Green Climate Fund founded : 2010

◔ headquarter : South Korea

◔ বাংলাদেশের প্রধানমন্ত্রী - শেখ হাসিনা

◔ বাংলাদেশের রাষ্ট্রপতি - আব্দুল হামিদ


12. সম্প্রতি কোথায় তুঙ্গভদ্রা পুষ্করম  মহোৎসব এর উদ্বোধন হলো?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ উত্তর প্রদেশ

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ কর্ণাটক

◔ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী -জগনমোহন রেড্ডি

◔ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল -বিশ্ব ভূষণ হরিচন্দন

◔ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), Amaravati (legislative),

Kurnool (judicial)


13. সম্প্রতি কোন রাজ্যে ইন্দিরা গান্ধী মাতৃত্ব পোষণ  যোজনা চালু হলো?

ⓐ গুজরাট

ⓑ রাজস্থান✓

ⓒ কর্ণাটক

ⓓ অন্ধ্রপ্রদেশ

◔ এই যোজনায় যেসব মহিলারা দ্বিতীয়বার মা হবে তাদের 6000 টাকা দেওয়া হবে।

◔ রাজস্থানের রাজধানী: জয়পুর

◔ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

◔ রাজস্থানের রাজ্যপাল: কলরাজ মিশ্রা

14. কোন রাজ্যে পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ব্যাংক 120 মিলিয়ন ডলার ঋণ দিয়েছে?

ⓐ মিজোরাম

ⓑ মেঘালয়✓

ⓒ ঝারখান্ড

ⓓ বিহার

◔ মেঘালয়ের মুখ্যমন্ত্রী: কনরাড সাংমা

◔ মেঘালয়ের রাজ্যপাল : সত্যপাল মালিক

◔ মেঘালয়ের রাজধানী:  শিলং



Question of the Day

১) মহাত্মা গান্ধীর 151 তম জন্ম দিবস উপলক্ষে কোন দেশ "The Gandhi As I Understood"  নামক সংহিতা উন্মোচন করলেন?

২) বন্যপ্রাণী উদ্ধারের জন্য ‘Wildlife Rescue’-নামে মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো কোথায়?











WBP/KP/Abgari Special পর্ব-৬

 


WBP/KP/Abgari Special

পর্ব-৬

১) "জয় জওয়ান জয় কিষান "-এর বক্তা কে?

ক) লাল বাহাদুর শাস্ত্রী✓

খ) মহাত্মা গান্ধী

গ) বালগঙ্গাধর তিলক

ঘ) অটল বিহারি বাজপেয়ি


২) আইসোটোপ এর ক্ষেত্রে মৌলের পরমাণুর যেটি একই থাকে-

ক) পারমাণবিক ওজন

খ) ভর সংখ্যা

গ) পারমাণবিক সংখ্যা✓

ঘ) আণবিক ওজন


৩) কোন দেশ ইউরোপের ক্রীড়া ভূমি নামে পরিচিত?

ক) সুইজারল্যান্ড✓

খ) জার্মানি

গ) ইটালি

ঘ) স্পেন


৪) ডঃ অমর্ত্য সেন কোন বছর ভারতরত্ন উপাধি লাভ করেছিলেন?

ক) 1997 সালে

খ) 1999 সালে✓

গ) 1998 সালে

ঘ) 1996 সালে


৫) ব্রোকেন উইন্স গ্রন্থটির লেখক কে?

ক) লক্ষ্মী সায়গল

খ) সতীশ গুজরাল

গ) সরোজনী নাইডু✓

ঘ) অ্যানি বেসান্ত


৬) সেন্ট ফ্রান্সিস জেভিয়ার কে স্মরণ করে ভারতের কোন প্রদেশের খ্রিস্টধর্মাবলম্বী মানুষেরা উৎসব পালন করেন?

ক) গোয়া✓

খ) হিমাচল প্রদেশ

গ) নাগাল্যান্ড

ঘ) কর্ণাটক


৭) সংগীতের কোন ঘরানার টি সবচেয়ে প্রাচীন?

ক) হিন্দুস্তানি

খ) বেনারস

গ) জয়পুর

ঘ) গোয়ালিয়র✓


৮) ইন্দিরা কোন সাহিত্যিকের রচনা?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✓

খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়


৯) পেরিয়ার অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) তামিলনাড়ু

খ) রাজস্থান

গ) কেরালা✓

ঘ) অন্ধ্রপ্রদেশ


১০) বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কে কি বলা হয়?

ক) স্ট্রাটোস্ফিয়ার

খ) ট্রপোস্ফিয়ার

গ) হোমোস্ফিয়ার✓

ঘ) থার্মোস্ফিয়ার


১১) নিচের কোনটি মৃতজীবী উদ্ভিদ নয়?

ক) পেনিসিলিয়াম

খ) মিউকর

গ) এগারিকাস

ঘ) সবকটি ✓


১২) সংস্কৃত থেকে বাংলা গদ্যে মহাভারত অনুবাদ করেছিলেন কে?

ক) কালীপ্রসন্ন সিংহ✓

খ) কাশীরাম দাস

গ) মাইকেল মধুসূদন দত্ত

ঘ) কৃত্তিবাস ওঝা


১৩) "সেই সময়" উপন্যাসটি কার লেখা?

ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

খ) সুনীল গঙ্গোপাধ্যায়✓

গ) শরৎ মুখোপাধ্যায়

ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়


১৪) বিখ্যাত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক) প্যারিস✓

খ) রোম

গ) বার্লিন

ঘ) মাদ্রিদ


১৫) "ওনাম" উৎসব কোন রাজ্যে পালিত হয়?

ক) কেরালা✓

খ) মহারাষ্ট্র

গ) নাগাল্যান্ড

ঘ) বিহার


১৬) "ডিভাইন কমেডি "নামক বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন?

ক) শেক্সপিয়ার

খ) গেটে

গ) চসার

ঘ) দান্তে✓


১৭) কোন গ্রামে সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয়?

ক) বারকন্দা

খ) নীলগঞ্জ

গ) কৃষ্ণপুর

ঘ) ভাগনাডিহি✓


১৮) খাজুরাহো মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিলেন?

ক) হোলকার

খ) সিনদ্রিয়া

গ) বুন্দেলা

ঘ) চান্দেল✓


১৯) কোথায় ভগবান বুদ্ধ মহাপরি নির্বাণ লাভ করেন?

ক) রাজগীর

খ) বুদ্ধগয়া

গ) সারনাথ

ঘ) কুশিনগর✓


২০) সালারজং মিউজিয়াম কোন রাজ্যে অবস্থিত?

ক) অন্ধপ্রদেশ✓

খ) মধ্যপ্রদেশ

গ) রাজস্থান

ঘ) কর্ণাটক


২১) ভাস্কোডাগামা কোথায় প্রথম অবতরণ করেছিলেন?

ক) কোচিন

খ) বোম্বে

গ) কালিকট✓

ঘ) গোয়া

২২) চেঞ্চু আদিবাসীরা ভারতের কোন রাজ্যে বাস করে?

ক) মধ্যপ্রদেশ

খ) ছত্রিশগড়

গ) ঝারখান্ড

ঘ) অন্ধ্রপ্রদেশ✓


২৩) বাংলাদেশের স্বাধীনতা দিবস টি হলো- 

ক) 26 মার্চ✓

খ) 26 জুন

গ) 26 আগস্ট

ঘ) 26 ডিসেম্বর


২৪) লখনৌ তে বড় ইমামবাড়া কে নির্মাণ করেন?

ক) নবাব আসফুদ্দৌলা✓

খ) সুজাউদ্দৌলা

গ) ওয়াজেদ আলী শাহ

ঘ) নবাব সলিমুল্লাহ


২৫) কার রাজত্বকালে ফা-হিয়েন ভারতবর্ষে আসেন?

ক) বিন্দুসার

খ) স্কন্দগুপ্ত

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত✓

ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য


২৬) করোনা ভাইরাস ছড়ানো রুখতে পাবলিক ক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করলো কোন দেশের সরকার?

ক) ইরান

খ) তুর্কি✓

গ) আফগানিস্তান

ঘ) ইজিপ্ট


২৭) সম্প্রতি ভারতের কোন জেলা জল সংরক্ষণে প্রথম স্থান অধিকার করল?

ক) বিলাসপুর

খ) নদীয়া

গ) কডোপ্পা✓

ঘ) দেরাদুন


২৮) How to be a writer বইটি কে লিখেছেন?

ক) আর সি দত্ত

খ) রাস্কিন বন্ড✓

গ) চেতন ভাগত

ঘ) কেউ না


২৯) এশিয়ার প্রথম সৌর শক্তিচালিত টেক্সটাইল মিল তৈরী হচ্ছে কোথায়?

ক) গুজরাট

খ) পাঞ্জাব

গ) মহারাষ্ট্র✓

ঘ) আসাম


৩০) কোন ব্যাংক সাইবার জালিয়াতির উপর সচেতনতা বৃদ্ধির জন্য " Mooh  Band Rakho " প্রচার অভিযান লঞ্চ এর কথা ঘোষণা করল?

ক) ICICI Bank

খ) Axis Bank

গ) HDFC Bank✓

ঘ) Kotak Mahindra Bank












Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...