Tuesday, March 31, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-২৯



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২৯

১)পেট্রোলিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম?

ক) গোয়া
খ)আসাম√
গ) গুজরাট
ঘ) মহারাষ্ট্র

২) তিরুচিরাপল্লী কিসের জন্য বিখ্যাত?

ক) চুরুট ও সিগারেট√
খ) বাসন
গ) জলপাই
ঘ) তামাক

৩) ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সর্বনিম্ন?

ক) বিহার√
খ) মনিপুর
গ) ঝাড়খন্ড 
ঘ)মিজোরাম

৪)আনারস সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়?

ক) থাইল্যান্ড√
খ) মালয়েশিয়া
গ) তাইওয়ান
ঘ) কোরিয়া

৫) কোন রাজ্যটির বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা নেই?

ক) আসাম
খ) ত্রিপুরা
গ) মিজোরাম
ঘ) সিকিম√

৬)কোডাক খাল অবস্থিত-

ক) রাজস্থান
খ) পাঞ্জাব
গ) তামিলনাড়ু√
ঘ) কেরালা

৭) দক্ষিণ ভারতের একটি গিরিপথ হলো-

ক) জোজিলা
খ) থলঘাট√
গ) নাথুলা
ঘ) জহর ট্যানেল

৮) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?

ক)নর্মদা নদী উপত্যকা পরিকল্পনা 
খ)ভাকরা নাঙ্গাল√ 
গ)দামোদর উপত্যকা পরিকল্পনা 
ঘ)নাগার্জুন সাগর পরিকল্পনা

৯) তরাই অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত?

ক) খাদার 
খ)ভাবর √
গ)ভাঙ্গড়
ঘ) কোনোটিই নয়

১০)ভারতের একমাত্র কোন রাজ্যে কেশর তৈরি হয়?

ক) অসম
খ) হিমাচল প্রদেশ
গ) জম্মু-কাশ্মীর√
ঘ) মেঘালয়

১১) হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের শীর্ষ স্থান অধিকার করে কে?

ক) পশ্চিমবঙ্গ
খ) তামিলনাড়ু
গ) পাঞ্জাব√ 
ঘ) কেরালা

১২) নভসেবা বন্দর টি কোন রাজ্যে অবস্থিত?

ক) কর্ণাটক
খ) মহারাষ্ট্র √
গ)অন্ধপ্রদেশ
ঘ) উত্তর প্রদেশ

১৩) জিওমর্ফলজি হলো

ক)ভুতের একটি ব্যাখ্যা 
খ)পৃথিবীর গঠন সংক্রান্ত পঠন-পাঠন √
গ)জৈব বস্তুর সংক্রান্ত পঠন-পাঠন
ঘ) কোনোটিই নয়

১৪) মোনাজাইট কোথায় পাওয়া যায়?

ক)কেরালা সমুদ্র উপকূল√
খ)মহারাষ্ট্রের ব্যাসল্ট শিলা 
গ)রাজস্থানের মরুভূমি
ঘ) মেঘালয় এর গ্রানাইট শিলায়

১৫) টিটিকাকা হ্রদ কোন মহাদেশ অবস্থিত?

ক) ইউরোপ
খ) উত্তর আমেরিকা
গ) দক্ষিণ আমেরিকা√
ঘ) এশিয়া

১৬)ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত?

ক) অন্ধ্রপ্রদেশ
খ) তামিলনাড়ু
গ)  কেরল
ঘ) কর্ণাটক√


১৭) হরপ্পা সভ্যতা সময়কার একটি তামার ফলক পাওয়া গেছে নিম্নের কোন স্থানে?

ক) দায়মাবাদ √
খ)ব্রম্য গিরি 
গ)ইমামাগাও
ঘ) নাসিক

১৮)শেখ মুজিবর রহমান কোথাকার একজন বিখ্যাত স্বাধীনতা আন্দোলন কারী?

ক) বাংলাদেশ√
খ) ভারত 
গ)পাকিস্তান 
ঘ)আফগানিস্তান

১৯) অশোক বৌদ্ধধর্মে দীক্ষা কার কাছ থেকে নিয়েছিলেন?

ক) ব্রহ্মগুপ্ত 
খ)উপগুপ্ত√ 
গ)দেবগুপ্ত
ঘ) চন্দ্রগুপ্ত

২০)নিম্নলিখিত আন্দোলন গুলির মধ্যে কোনটিতে মহাত্মা গান্ধী যুক্ত ছিলেন না?

ক)ভারত ছাড়ো আন্দোলন 
খ)অসহযোগ আন্দোলন 
গ)স্বদেশী আন্দোলন√
ঘ) আইন অমান্য আন্দোলন

*স্বদেশী আন্দোলন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা পরিচালিত ছিল
*ভারত ছাড়ো আন্দোলন 8 আগস্ট 1942 বোম্বে
*অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে
*স্বদেশী আন্দোলন 1905
*আইন অমান্য আন্দোলন 12 মার্চ1930

২১)রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে?

ক)1828√
খ)1815
গ)1850
ঘ)1802

২২) ঔরঙ্গজেবের মৃত্যু কোথায় হয়েছিল?

ক)মহারাষ্ট্র
খ) অরঙ্গবাদ
গ) উত্তরপ্রদেশ
ঘ) আহমেদনগর√ 

২৩) আলেকজান্ডারের শিক্ষা গুরু কে ছিলেন?

ক) দারায়ুস
খ) অ্যারিস্টোটল√ 
গ)সক্রেটিস
ঘ) প্লেটো

২৪) খালসা পথিকৃৎ কে ছিলেন?

ক) গুরু গোবিন্দ সিং √
খ)গুরু রামদাস
গ) গুরু নানক 
ঘ)গুরু অর্জুন সিং

২৫) কোন যুগে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল?

ক) নন্দ যুগ
খ) মৌর্য যুগ
গ) গুপ্ত যুগ √
ঘ)সুঙ্গ যুগ

*পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা

২৬) কোন বংশের শাসক বিক্রমশিলা মহাবিহার তৈরি করেন?

ক) পুষ্যভূতি
খ) পাল√
গ) বর্মন 
ঘ)সেন

*বিক্রমশিলা মহাবীর তৈরি করেন ধর্মপাল

২৭)দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল?

ক) চেঙ্গিস
খ) বাবর √
গ)নাদির শাহ
ঘ) তৈমুর লং

২৮) কোন রাজার আমলে চৈতন্য দেবের আবির্ভাব ঘটেছিল?

ক) ইলিয়াস শাহ
খ) হোসেন শাহ√ 
গ)ধর্মপাল 
ঘ)দেবপাল

২৯) শ্রীকৃষ্ণবিজয় গ্রন্থটির রচয়িতা কে?

ক)বাচস্পতি মিশ্র 
খ)কৃত্তিবাস ওঝা 
গ)মালাধর বসু√
ঘ) উপরের কেউ নয়

৩০) কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন?

ক) কৃষ্ণ বর্মন 
খ)অনন্ত বর্মন √
গ)দেব বর্মন
ঘ)কেউ নন

৩১) কার রাজত্বকালে সৎনামীরা বিদ্রোহ করে?

ক) ওরঙ্গজেব√
খ) আকবর
গ) শাহজাহান 
ঘ)বাবর



৩২)কোন ধাতু সবসময় অ্যামালগাম এর মিশ্রনে উপস্থিত থাকে?

ক) লোহা 
খ)অ্যালুমিনিয়াম
গ) পারদ √
ঘ)ম্যাগনেসিয়াম

৩৩)একমাত্র অধাতু যেটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়?

ক) পারদ
খ) ব্রোমিন√
গ) ক্লোরিন
ঘ) ফ্লোরিন

৩৪) হাইড্রোলিক লিফট কোন নীতির উপর কাজ করে?

ক)নিউটনের সূত্র 
খ)পাস্কাল এর সূত্র√
গ) আর্কিমিডিসের সূত্র 
ঘ)জুলের সূত্র

৩৫) হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন?

ক) লুইস প্রিন্স
খ) ক্যাভেন্ডিস 
গ)মাইকেল ফ্যারাডে 
ঘ)এডওয়ার্ড টেলার√

৩৬) কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম?

ক) লাল 
খ)বেগুনি√ 
গ)হলুদ 
ঘ)কমলা

*লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি


৩৭) সংবিধানের প্রস্তাবনা প্রথম কত সালে সংশোধিত হয়?

ক) 1974
খ) 1978√
গ) 1949
ঘ) 1951

৩৮)কোন বছর "হাউস অফ দ্যা পিপল" এর নাম পরিবর্তন করে লোকসভা রাখা হয়?

ক)1976
খ)1978
গ)1954√
ঘ)1965

৩৯)পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন?

ক) 3 মাস
খ) 6 মাস√
গ)  2বছর
ঘ) 1 বছর

৪০)গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?

ক) গণ পরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচ্চিদানন্দ সিনহা
খ) গণ পরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হত সর্বসম্মতিক্রমে
গ) সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণ পরিষদ গঠিত হয়েছিল ✓
ঘ)ভারতীয় সংবিধান রচনার জন্য গণ পরিষদে মোট 13 টি কমিটি গঠিত হয়েছিল

৪১)গণপরিষদের সদস্যরা ছিলেন

ক)প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত
খ)প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত✓
গ)সরকার কতৃক মনোনীত
ঘ) একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি

৪২) ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইন এর কথা বলা হয়েছে?

ক) 51 তম 
খ)52 তম √
গ)53 তম
ঘ)54 তম

৪৩) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকেভারতের একটি অঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়?

ক) 35 তম
খ) 36 তম√ 
গ)23 তম 
ঘ)39 তম

৪৪) নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত?

ক) শহরের উন্নয়ন 
খ)গ্রামের উন্নয়ন√
গ) রেলের উন্নয়ন
ঘ) শিল্পের উন্নয়ন

৪৫) কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলে?

ক) ঢাকা
খ)ময়মনসিংহ
গ) চট্টগ্রাম 
ঘ)নারায়ণগঞ্জ√

৪৬) আলজেরিয়ার রাজধানীর নাম কি?

ক) ইসলামাবাদ 
খ)কাবুল 
গ)আলজিয়ার্স√
ঘ)পোর্ট লুইস

৪৭) দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপার জন্য কি ব্যবহৃত হয়?

ক) হাইগ্রোমিটার
খ) ব্যারোমিটার
গ) অ্যানিমোমিটার 
ঘ)ল্যাকটোমিটার√

*হাইগ্রোমিটার -বায়ুর আদ্রতা
*ব্যারোমিটার- বায়ুর চাপ
*অ্যানিমোমিটার -বাতাসের গতি

৪৮) আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?

ক) শ্রীলংকা
খ) থাইল্যান্ড
গ) কম্বোডিয়া√
ঘ) ভুটান

৪৯) ভারতের কোন শহর বিজ্ঞান নগরী নামে খ্যাত?

ক) হায়দ্রাবাদ 
খ)ব্যাঙ্গালোর√
গ) মুম্বাই 
ঘ)মহারাষ্ট্র


৫০) আলতা ভিস্তা কি?

ক) প্রোগ্রাম
খ) সফটওয়্যার 
গ)ব্রাউজার 
ঘ)সার্চ ইঞ্জিন√

৫১) একটি প্রোগ্রাম যেটি অন্য প্রোগ্রামগুলোকে কম্পিউটারের মেমোরিতে পাঠায় এবং তাদের এক্সিকিউশন এর জন্য তৈরি করে সেটিকে বলে

ক) কম্পাইলার 
খ)লোডার√ 
গ)এসেম্বলার 
ঘ)মাইক্রোপ্রসেসর

৫২) ওয়েব পেজ গুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?

ক)URL
খ) FTP
গ)HTML√
ঘ) HTTP

Monday, March 30, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-২৮




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২৮

১)বিশ্বের সর্বাধিক রেশম রপ্তানিকারক দেশ কোনটি?

ক) জাপান
খ) চীন√
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড

২) এশিয়ার সর্বাধিক খরস্রোতা নদী কোনটি?

ক) সালউইন√
খ)  ইনিসি
গ) ব্রহ্মপুত্র
ঘ) আমুর

৩) পীট কয়লার প্রধান বৈশিষ্ট্য কি?

ক) ভেজা ও নরম√
খ) শুষ্ক ও শক্ত
গ) নরম ও শুষ্ক
ঘ) ভেজা ও শুষ্ক

৪)দিয়াগো গার্সিয়া দ্বীপ টি কোথায় অবস্থিত?

ক) ভারত মহাসাগর√
খ) আটলান্টিক মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) সুমেরু মহাসাগর

৫)কোন গ্রহে রাত ও দিন সবচেয়ে দীর্ঘ?

ক) বৃহস্পতি√
খ) ইউরেনাস
গ) নেপচুন
ঘ) প্লুটো

৬) কোন কোন গ্রহ অর্ধচন্দ্রাকার?

ক) বুধ ও মঙ্গল
খ) মঙ্গল ও বৃহস্পতি
গ) বুধ ও শুক্র√
ঘ) পৃথিবী ও মঙ্গল

৭)কোডার্মা কি জন্য বিখ্যাত?

ক) অভ্র খনি√
খ) কয়লা খনি
গ) লৌহ ইস্পাত
ঘ) সার কারখানা

৮)খেতরা কি?(পৃথিবীর বৃহত্তম)

ক) লৌহ খনি
খ) লবন খনি√
গ) পেট্রোলিয়াম খনি
ঘ) কয়লা খনি

৯)ভারতের কোন রাজ্যে প্রথম জৈব সার দিয়ে চাষ শুরু হয়?

ক) কেরালা
খ) উত্তর প্রদেশ
গ) সিকিম √
ঘ) মহারাষ্ট্র

১০)থিওসফিক্যাল সোসাইটি স্থাপিত হয়েছিল কবে?

ক)1870 সালে
খ) 1872  সালে
গ)1875 সালে √
ঘ)1878 সালে

১১) আকবরের সময়ে জাবতি প্রথা প্রবর্তন কোথায় হয়েছিল?

ক) রাজস্থান
খ) গুজরাট√
গ) মহারাষ্ট্র
ঘ) পাঞ্জাব

১২) সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র আলমগীর পুর কোন নদীর তীরে অবস্থিত?

ক) শতদ্রু
খ) হিন্দান√
গ) ঘর্ঘরা
ঘ) রবি

১৩) চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এটি কোন গ্রন্থ থেকে জানা যায়?

ক) পরিশিষ্ট পার্বণ√
খ) কল্পসূত্র
গ) প্রজ্ঞা পারমিতা
ঘ) নাগার্জুন সূত্র

১৪) কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়?

ক) মহাকাশ্যপ√
খ) কনিষ্ক
গ) অশোক
ঘ) সংঘমিত্রা

১৫) ভারতবর্ষে সর্বপ্রথম কোন বিদেশী জাতী দ্বারা আক্রান্ত হয়?

ক) পারসিক√
খ) পর্তুগিজ
গ) ফরাসি
ঘ) ইংরেজ

১৬) পিটার  মুন্ডি কার আমলে ভারতে আসে?

ক) মুহাম্মদ বিন তুঘলক
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান√
ঘ) ফিরোজ শাহ তুঘলক

১৭) নৌরস নামা বইটি কার লেখা?

ক) মোহাম্মদ আদিল শাহ
খ) দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ√
গ) মালিক আহমেদ
ঘ) নিজাম শাহ

১৮) গরিবি হটাও স্লোগান টি কোন পরিকল্পনা ঘোষণা করা হয়?

ক) সপ্তম পরিকল্পনা
খ) ষষ্ঠ পরিকল্পনা
গ) পঞ্চম পরিকল্পনা√
ঘ) তৃতীয় পরিকল্পনা

১৯) পান্না দিয়ে তৈরি বুদ্ধ মূর্তি কোথায় আছে?

ক) ব্যাংকক√
খ) আন্টার্টিকা
গ) শ্রীলংকা
ঘ) থাইল্যান্ড

২০) কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়?

ক) ব্যাবিলন√
খ) মিশর
গ) ইরাক
ঘ) ইরান

২১)ভগিনী নিবেদিতাকে লোকমাতা নামে অভিহিত করেছেন?

ক) মহাত্মা গান্ধী
খ) স্বামী বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর√
ঘ) রাজা রামমোহন রায়

২২)লালবাগ কে প্রতিষ্ঠা করেন?

ক) হায়দার আলী√
খ) নরসিংহ দেব
গ) টিপু সুলতান
ঘ) সিকান্দার শাহ

২৩)লোহিত চ্যুতি কিসের উদাহরণ?

ক) নিম্ন উষ্ণতায় বিকিরণ
খ) ডপলার  এফেক্ট√
গ) উচ্চ কম্পাংকের শোষণ
ঘ) শব্দ বিজ্ঞান

২৪)পৃথিবী প্রদক্ষিণ থেমে গেলে g এর মান কি হবে?

ক) বৃদ্ধি পাবে√
খ)  হ্রাসপাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) শূন্য হয়ে যাবে

২৫)স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়?

ক) আর্গন
খ) জেনন√
গ) নিয়ন
ঘ) রেডন

২৬)তেজস্ক্রিয়তার একক কোনটি?

ক) হেনরি
খ) টেসলা
গ) কুরি√
গ) টর্ক

২৭)ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস?

ক) কার্বন মনোক্সাইড
খ) কার্বন ডাই অক্সাইড
গ) মিথাইল আইসোসায়ানেট√
ঘ) সায়ানাইড

২৮) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়?

ক) জলের জলীয় বাষ্পে রূপান্তর√
খ) দুধের দই এ রূপান্তর
গ) লোহায় মরিচা পড়া
ঘ) আমাদের দেহে খাদ্যের হজম

২৯) কোন ধাতু শংকর এসিড প্রতিরোধী?

ক) পিতল
খ) ব্রোঞ্জ
গ) জার্মান সিলভার
ঘ) সিলিকন স্টিল√

৩০) মুকুটমণিপুর কোন নদীর তীরে অবস্থিত?

ক) কাসাই ও  কুমারী√
খ) রূপনারায়ণ
গ) কেলেঘাই ও কংসাবতী
ঘ) দারকেশ্বর ও দামোদর

৩১) স্প্যাম কথাটি কিসের সাথে যুক্ত?

ক) কম্পিউটার√
খ) শিল্প
গ) আলোকবিজ্ঞান
ঘ) শব্দ বিজ্ঞান

৩২) কুঞ্জ রানী দেবী নামটি কিসের সঙ্গে যুক্ত?

ক) শুটিং
খ) তীরন্দাজি
গ) ভারোত্তোলন√
ঘ) কুস্তি

৩৩) ববিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ফুটবল
খ) কুস্তি√
গ) ব্যাডমিন্টন
ঘ) ভারোত্তোলন

৩৪)বিশ্বের প্রথম উপগ্রহ কোন দেশ মহাকাশে প্রেরণ করেছিল?

ক) ফ্রান্স
খ) রাশিয়া√
গ) আমেরিকা
ঘ) জাপান

৩৫)ভাওয়াইয়া লোকসংগীত পশ্চিমবঙ্গের কোন জেলায় বহুল প্রচলিত?

ক) মেদিনীপুর
খ) বীরভূম
গ) কোচবিহার√
ঘ) পুরুলিয়া

৩৬)জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি" বিসর্জন' এর পরিচালক কে?

ক) গৌতম ঘোষ
খ) সৃজিত মুখোপাধ্যায়
গ) কৌশিক গাঙ্গুলী√
ঘ) অপর্ণা সেন

৩৭)কোন বিজ্ঞানী তার ছেলের সাথে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন?

ক) মাক্স প্লাঙ্ক
খ) এনরিকো ফার্মি
গ) হেনরি ব্যাগ√
ঘ) পিয়ের কুরি

৩৮)ভারতীয় সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে?

ক) 38
খ)48A√
গ)51
ঘ)51A

৩৯) পোয়েটিকস কি?

ক) সাহিত্যতত্ত্ব
খ) কাব্যগ্রন্থ√
গ) নাটক সংগ্রহ
ঘ) ধর্মগ্রন্থ

৪০)ভারতে বায়োডাইভারসিটি হটস্পট কয়টি রয়েছে?

ক) 1টি
খ) ত3টি
গ) 4টি√
ঘ) 6 টি

৪১)2019 সালে প্রবাসী ভারতীয় সম্মান কাকে প্রদান করা হয়েছে?

ক) প্রতাপ শ্রী রেড্ডি
খ) রমেশ মেহেতা
গ) রাজেন্দ্র জোশি√
ঘ) কোনোটিই নয়

৪২)সি ভি রমন কবে নোবেল পুরস্কার পান?

ক)1928
খ)1956
গ)1930√
ঘ)1914

৪৩)জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?

ক) জে এস ভার্মা
খ) এ এস আনন্দ
গ) রঙ্গনাথ মিশ্র√
ঘ) এ দত্ত

৪৪)"Vizzy 'কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) হকি
খ) ক্রিকেট√
গ) পোলো
ঘ) ঘোড় দৌর

৪৫)A Thing of Beauty is a Joy Forever"- কার উক্তি?

ক)বায়রন
খ) কীটস√
গ) শেলী
ঘ) শেক্সপিয়ার


https://drive.google.com/file/d/1UM207bZFNsrdEjBe6c9pTMVDYXrOgo7S/view?usp=drivesdk

SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-8



SLST/ NET/SET HISTORY MCQ
                   মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
                                 Set-8

১) বাবর কোন সুফি সাধকের অনুগামী ছিলেন?

ক) উবাইদুল্লাহ অহরার√
খ) খাজা বাকীবিল্লাহ
গ) শেখ আহমেদ সার হিন্দি
ঘ) কোনোটিই নয়

২)দিল্লির কুতুবমিনার যে সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর প্রতি উৎসর্গ করা হয়েছিল তিনি কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

ক) চিশতী√
খ) সুরাবর্দী
গ) নাক্শবন্দি 
ঘ)মহাদবী

৩) কোন শিখ গুরু গুরুমুখী ভাষার প্রবর্তন করেন?

ক) গুরু অঙ্গদ √
খ)গুরু অমর দাস 
গ)গুরু রামদাস 
ঘ)গুরু অর্জুন দেব

৪) পূর্ব ভারতে বৈষ্ণব ধর্মের প্রবর্তনকারী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে?

ক) শ্রীচৈতন্য√
খ) শংকরদেব 
গ)নব দাস 
ঘ)রঘুনন্দন

৫) গুরু গোবিন্দ সিং সম্পর্কে কোনটি সঠিক?

ক) উনি একজন শিখ গুরু ছিলেন 
খ)তিনি 1699 খ্রিস্টাব্দে আনন্দপুর এ খালসা প্রবর্তন করেছিলেন 
গ)তিনি অস্ত্র চালনায় পটু একটি গোষ্ঠী তৈরি করেছিলেন
ঘ) উপরের সবকটি√

৬) আকবর কোন শিখ ধর্ম গুরু কে হরমন্দির সাহেব বা স্বর্ণমন্দির গড়ে তোলার জন্য জমি দান করেছিলেন?

ক) গুরু অঙ্গদ
খ)গুরু অমর দাস
গ) গুরু রামদাস√ 
ঘ)গুরু আর্জন দেব

৭)কোন শিখ গুরু কে জাহাঙ্গীর হত্যা করেন তার বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার জন্য?

ক) গুরু অর্জুন দেব√
খ) গুরু হরগোবিন্দ
গ) গুরু হররাই
ঘ) গুরু হারকৃষণ

৮) নির্গুণ ভক্তিবাদের প্রবর্তন করেছিলেন-

ক) সম্বর 
খ)রামানুজ√ 
গ)মাধব
ঘ) নিম্বার্ক

৯)লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রবর্তন হয়েছিল তখন ভারতে কোন মুঘল সম্রাটের শাসনকালে ছিল?

ক) আকবর√
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) ওরঙ্গজেব

১০) এদের মধ্যে কে নিরক্ষর ছিলেন?

ক) আকবর√
খ) জাহাঙ্গীর 
গ)ওরঙ্গজেব 
ঘ)বাবর

১১) আকবর ফতেপুর সিক্রির বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন তার কোন প্রদেশ জয়কে স্মরণীয় করে রাখতে?

ক) গুজরাট √
খ)সিন্ধু 
গ)পাঞ্জাব
ঘ) মেবার

১২) নিম্নলিখিত কোন প্রদেশটি আকবর জয় করতে পারেননি?

ক) কাশ্মীর 
খ)কান্দাহার 
গ)উড়িষ্যা√
ঘ) বিদার

১৩) আকবর কোনটি নির্মাণ করেননি?

ক) পুরানো কেল্লা √
খ)আগ্রা ফোর্ট 
গ) এলাহাবাদ কেল্লা 
ঘ)লাহোর কেল্লা

*পুরানো কেল্লা শেরশাহ নির্মাণ করেন


১৪) কার সাম্রাজ্য কালে আহমদ শাহ আবদালী প্রথম ভারত আক্রমন করেন?

ক) দ্বিতীয় আলমগীর 
খ)দ্বিতীয় আকবর √
গ)আহমেদ শাহ 
ঘ)দ্বিতীয় শাহ আলম

১৫) মীর - ই - আর্জ পদটি কিসের সঙ্গে সংযুক্ত?

ক) রাজস্ব আদায় 
খ)নৌ-বাহিনী 
গ)যোগাযোগ 
ঘ)আবেদন(Petition)√

১৬)সঙ্গীতজ্ঞ জগন্নাথকে পৃষ্ঠপোষকতা করেছেন কোন মুঘল সম্রাট?

ক) হুমায়ুন
খ) আকবর 
গ)শাহজাহান√ 
ঘ)জাহাঙ্গীর

১৭) কোন মুঘল স্থাপত্যে সর্বপ্রথম মার্বেল নির্মিত ডোম লক্ষ্য করা যায়?

ক) হুমায়ুনের সমাধি √
খ)আকবরের সমাধি
গ) জাহাঙ্গীরের সমাধি
ঘ) বাবরের সমাধি

১৮) কোন মুঘল সম্রাট তামাক সেবন করা নিষিদ্ধ করে দিয়েছিলেন?

ক) আকবর
খ) জাহাঙ্গীর 
গ)ওরঙ্গজেব 
ঘ)জাহাঙ্গীর ও ওরঙ্গজেব √

১৯) বাবরকে ভারত বর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কে?

ক) আলম খান
খ) বহুলল লোদী 
গ)রানা সংগ্রাম সিংহ
ঘ) দৌলতখাঁ√

২০) পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়-

ক) 1526 খ্রিষ্টাব্দ√
খ) 1527 খ্রিষ্টাব্দ
গ)1523 খ্রিষ্টাব্দ
ঘ) 1530 খ্রিষ্টাব্দ

২১) পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন?

ক) বহুলল লোদী
খ) ইব্রাহিম লোদী √
গ)সিকান্দার লোদী
ঘ) রানা সংগ্রাম সিংহ

২২)মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামানের ব্যবহার চালু করেন?

ক) বাবর√
খ) আকবর 
গ)হুমায়ুন 
ঘ)শাহজাহান

২৩) খানুয়ার যুদ্ধ কোন বছরের সংঘটিত হয়?

ক) 1526 খ্রিষ্টাব্দ
খ) 1536 খ্রিষ্টাব্দ
গ)1527 খ্রিষ্টাব্দ   √
ঘ)1537 খ্রিষ্টাব্দ

*খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর এবং মেবারের  রানা সংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিল

২৪) ঘর্ঘরার যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

ক) 1526
খ) 1527
গ) 1528
ঘ) 1529√

২৫) তুজুক -ই -বাবরি আত্মজীবনী কার লেখা?

ক) বাবর√ 
খ)আকবর 
গ)জাহাঙ্গীর 
ঘ)হুমায়ুন

২৬) তুজুক -ই -বাবরি কোন ভাষার গ্রন্থ?

ক) ফরাসি
খ) তুর্কি√
গ) ফারসি
ঘ) উর্দু

২৭) চান্দেরির যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

ক)1526 
খ)1527 
গ)1528√ 
ঘ)1529

*বাবর মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গ দখল করেন

২৮) হুমায়ুন শব্দের অর্থ কি?

ক) ভাগ্যবান√ 
খ)বিশ্বজয়ী 
গ)বীরত্ব 
ঘ)মৌর্য

২৯) হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?

ক) বৈরাম খাঁ√
খ) জাফর খা 
গ)নুসরাত খা 
ঘ)মালিক কাফুর

৩০) হুমায়ুনের সাথে শেরশাহের মোট কতবার যুদ্ধ হয়?

ক) তিনবার
খ) চারবার√
গ) পাঁচবার
ঘ) ছয়বার
https://drive.google.com/file/d/1Tz_Jnmtl8Vpvk_APoLGr8NUszL9nw6XD/view?usp=drivesdk

Sunday, March 29, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-২৭






আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২৭

১) কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
ক) দ্বিতীয়
খ)তৃতীয়
গ) চতুর্থ
ঘ) পঞ্চম√

*প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় পাকিস্তান, তৃতীয় রাশিয়া, চতুর্থ চিন,  পঞ্চম  ভারত

২) 1958 সালে কোথায় Heavy engineering Corporation  গড়ে ওঠে?

ক) ভূপাল
খ) রাচি√
গ) রাউরকেল্লা
ঘ) বোকারো

৩)তাঁত বস্ত্র বয়ন কেন্দ্র হিসেবে নিম্নলিখিত কোন স্থানটি বিখ্যাত?

ক) চান্দেরি √
খ)জগদলপুর
গ)কানপুর
ঘ)ত্রিবান্দম

৪) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শেষ হয়েছিল?

ক) 1952 সাল
খ )1994 সাল
গ) 1955 সাল
ঘ)1956 সাল√


৫)GATT চুক্তিতে ভারত যোগ দেয় কত সালে?

ক) 1993 সাল
খ)1954 সাল √
গ)1995 সাল
ঘ)1999 সাল

৬) ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায় প্রধানত কোন ক্ষেত্রে?

ক)কৃষি ক্ষেত্রে √
খ)শিল্প ক্ষেত্রে
গ) সেবা ক্ষেত্রে
ঘ)কোনোটিই নয়

৭) Food for work প্রোগ্রাম কোন পরিকল্পনাকালে শুরু হয়?

ক) চতুর্থ
খ) পঞ্চম√
গ) ষষ্ঠ
ঘ)সপ্তম

৮) লাক্ষা দ্বীপ কোন সাগরে অবস্থিত?

ক) প্রশান্ত মহাসাগর
খ) ভারত মহাসাগর
গ)আরব সাগর √
ঘ)বঙ্গোপসাগর

৯) নিম্নলিখিত কোন জেলায় ভাদু পল্লীগীতি গাওয়া হয় না?

ক) পুরুলিয়া
খ) বর্ধমান
গ) বাঁকুড়া
ঘ) নদীয়া√

১০) ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কৃষি আয়কর বসায়?

ক) আসাম
খ)বিহার√
গ)উড়িষ্যা
ঘ) কোনোটিই নয়

১১) প্রথম রৌপ্য মুদ্রা কে চালু করেন?

ক) বাবর
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) শেরশাহ√

১২) কাকোরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন?

ক) ভগৎ সিং
খ) রামপ্রসাদ বিসমিল √
গ)বসন্ত বিশ্বাস
ঘ)রাসবিহারী বসু

১৩) সাইমন কমিশন কত সালে গঠিত হয়?

ক)1925
খ)1927 √
গ)1928
ঘ)1935

১৪)1939 সালের কোন দিন কে মুসলিম লীগ মুসলিম জনগণের মুক্তির দিন হিসেবে পালন করে?

ক) 21 জুলাই
খ) 2 এপ্রিল
গ) 27 অক্টোবর√
ঘ) 8 নভেম্বর

১৫) আকবর কত সালে আসিরগড় দুর্গ দখল করেন?

ক) 1556
খ)1600
গ)1601√
ঘ)1602

১৬)বাংলার বারোভূঁইয়া কার আমলে বিদ্রোহ ঘোষণা করে?

ক) শাহজাহান
খ) জাহাঙ্গীর √
গ)বাহাদুর শাহ
ঘ)ওরঙ্গজেব

১৭) মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল?

ক) হিন্দি
খ) উর্দু
গ)আরবি
ঘ) ফার্সি√

১৮) আলীবর্দী খাঁ কত সালে বাংলার নবাব হন?

ক) 1738
খ) 1740 √
গ)1742
ঘ)1746

১৯) "All Bengal workers Association"কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) 1882
খ) 1880
গ) 1887 √
ঘ)1888

২০)কোন সংবাদপত্রে মাসিক ,দ্বি সাপ্তাহিক, সাপ্তাহিক ও দৈনিক সংস্করণ প্রকাশিত হয়?

ক)সমাচার চন্দ্রিকা
খ)সংবাদ কৌমুদি
গ)হিকির গেজেট
ঘ)সংবাদ প্রভাকর√

২১) প্রথম কোন ভারতীয় পরপর দুবার কংগ্রেসের সভাপতি হন?

ক) রাসবিহারী বসু
খ) রাসবিহারী ঘোষ√
গ)গান্ধীজী
ঘ)দাদাভাই নওরোজি

২২) নমনীয়তা কোন ধরনের পদার্থের একটি বৈশিষ্ট্য?

ক) কঠিন√
খ) তরল
গ)গ্যাসীয়
ঘ) সকলেরই

২৩)কোন ধাতুর উপর আলো পড়লে বিদ্যুৎ প্রবাহ হয়?

ক) পারদ
খ)সোনা
গ)সেলেনিয়াম √
ঘ) ম্যাগনেসিয়াম

২৪)পারমানবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়?

ক) তামা
খ)প্লাটিনাম
গ)লোহা
ঘ)সিসা√

২৫)যে যন্ত্রে ফ্লেমিং-এর 'বামহস্ত নিয়ম' প্রযোজ্য সেটি হল-

ক)ডায়ানামো
খ)জেনারেটর
গ)মোটর√
ঘ) সবকটি

২৬) মৌলের একই আইসোটোপ পরমাণু গুলির প্রত্যেকটির-

ক)ভর ও ধর্ম অভিন্ন√
খ)ভর ও ধর্ম ভিন্ন
গ)ভার ও ধর্ম ভিন্ন
ঘ)ভার ও ধর্ম অভিন্ন

২৭) ন্যাশনাল প্ল্যানিং কমিশন তার রিপোর্ট পেশ করে কার কাছে?

ক) অর্থমন্ত্রক
খ)পরিকল্পনা বোর্ড
গ) জাতীয় উন্নয়ন পর্ষদ√
ঘ) অর্থমন্ত্রী

২৮) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ক্ষেত্রে নেতিবাচক দেখা যায়?

ক) দ্বিতীয়
খ)তৃতীয় √
গ)চতুর্থ
ঘ) পঞ্চম

২৯) কত তম সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হয়েছে?

ক) 12 তম
খ)17 তম
গ) 18তম
ঘ) 24 তম√

৩০) ভারতের প্রথম পাতাল রেল কবে চালু হয়?

                  ক)1853
                  খ)1984√
                  গ)1945
                  ঘ)2017

৩১) বিশ্বের সবচেয়ে পুরানো জাতীয় গান কোনটি?

                 ক) বন্দেমাতরম
                 খ) জন গন মন
                 গ) আমার সোনার বাংলা
                 ঘ) গড  সেভ দ্যা কিং√

**এটি বৃটেনের জাতীয় গান।১৮২৫সালে বৃটেনের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায়।

৩২)রানা প্রতাপ সাগর ড্যাম্প কোন নদীতে গঠন করা হয়েছে?

                ক) সুটলেজ
                খ)চম্বল √
                গ)নর্মদা
                 ঘ) গণ্ডক

       **রানা প্রতাপ সাগর ড্যাম ইন্দিরা গান্ধির আমলে 1970 সালে open হয়
                                 
  ৩৩) ভারতের ধান অনুসন্ধান কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

                    ক) বিহার
                    খ)উড়িষ্যা √                  * কটক
                    গ)গুজরাট
                    ঘ)কেরালা
    
 মনে রাখবে
     International rice Research centre : ম্যানিলা ,ফিলিপাইন

৩৪)G.I ট্যাগ পেয়েছে কান্ডানগী নামক শাড়ি।এটি কোন রাজ্যের?

                ক) কর্ণাটক
                খ) কেরল
                গ)তামিলনাড়ু√
                 ঘ)তেলেঙ্গানা
              
৩৫) ABACUS কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?

                  ক) আমেরিকা
                  খ)চীন √           **১৩০০ খ্রিস্টাব্দ
                  গ)জাপান
                   ঘ)কোরিয়া

৩৬) Indian Institute of Super Technology কোথায় অবস্থিত?

                 ক) নাগপুর
                 খ) কোলাপুর
                 গ) কানপুর√
                 ঘ) জব্বলপুর

  ৩৭)Earth Day কবে পালন করা হয়?

           ক)5 সেপ্টেম্বর
           খ)22 এপ্রিল√
           গ)14 নভেম্বর
           ঘ)16 অক্টোবর

৩৮)অলিম্পিক গেমস 2020 কোথায় অনুষ্ঠিত হবে?

             ক) জাপান √
             খ)লন্ডন
             গ)জার্মানি
             ঘ)রোম
          
৩৯) দিন দয়াল উপাধ্যায় জংশন কোন রেল জংশনের নাম?

            ক) খড়গপুর
            খ)ধানবাদ
            গ)কানপুর
            ঘ)মোগল সরাই√

৪০) Rally for valley প্রোগ্রামটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?

              ক) সাইলেন্ট ভ্যালি আন্দোলন
              খ)আপ্পিকো আন্দোলন
               গ)নর্মদা বাঁচাও আন্দোলন√
               ঘ)চিপকো আন্দোলন

৪১) ভারতের কতগুলি জলাভূমিকে রামসার সাইট ঘোষনা করা হয়েছে?

             ক)25
             খ)12
             গ)27√
             ঘ)31

৪২)  "ধূসর বিপ্লব" কি উৎপাদনের সঙ্গে যুক্ত?

            ক)আলু উৎপাদন বৃদ্ধি
            খ) ডিম উৎপাদন বৃদ্ধি
            গ)সার উৎপাদন বৃদ্ধি√
             ঘ)তৈলবীজ উৎপাদন বৃদ্ধি

৪৩)"Smart Village Campeign" কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
       
                   ক) পাঞ্জাব√
                   খ) রাজস্থান
                   গ) উত্তর প্রদেশ
                   ঘ) ঝাড়খন্ড

৪৪) ভারতের কোন শহরে প্রথম Health ATM খোলা হয়েছে?

           ক) তিরু বনন্ত পুরম
           খ) গান্ধীনগর
           গ)সুরাট
           ঘ)লখনো√
       
৪৫)Email এর CC এর পূর্ণরূপ কি?
-Carbon Copy

৪৬) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়?
-ROM

৪৭) নিউমেরিক কী - কী বোর্ডের কোন দিকে থাকে?
-ডানদিকে

৪৮) চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
-মাইক্রোপ্রসেসর

৪৯) কত গিগাবাইট = 1 টেরাবাইট?
-১০২৪

৫০) সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি?
-সুপার কম্পিউটার
https://drive.google.com/file/d/1TwuLYg_Z7tRceXMz6BxlQGmoQF1xXA27/view?usp=drivesdk

Saturday, March 28, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-২৬




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২৬

১) নিম্নলিখিত কোনটি একটি স্থলভাগ দ্বারা আবদ্ধ দেশ(land lock country)?

                  ক) ভারত
                  খ)রাশিয়া
                  গ)চীন
                  ঘ)অস্ট্রিয়া√

২) ভারতীয় রেলের মোট কতগুলি জোন আছে?

                   ক) 15
                   খ)17
                   গ)18 √
                   ঘ)20

৩) বিখ্যাত কোহিনূর ডায়মন্ড কোন খনি থেকে উত্তোলিত হয়?

                   ক) হাতি খনি
                   খ)ছোটনাগপুর
                    গ)বিজাপুর
                    ঘ)গোলকুণ্ডা√

৪)কোথায় অজয় নদী ভাগীরথীর সাথে মিলিত হয়েছে?
              ক) জলপাইগুড়ি
              খ)কাটোয়া √
              গ)খড়গপুর
              ঘ) বেলপাহাড়ি

৫)এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় তৈরি হয়েছিল?

              ক) চেন্নাই
              খ)বেঙ্গালুরু
              গ)রুরকী√
              ঘ)সুরাট
           **রুরকি উত্তরাখণ্ড অবস্থিত। এই ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ রুরকী।

৬) বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটি?
                 ক) কাস্পিয়ান সাগর√
                 খ) বৈকাল
                 গ)সুপিরিয়র
                 ঘ)টিটিকাকা

৭) বিশ্বের সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

                 ক)কাস্পিয়ান সাগর
                 খ) বৈকাল
                 গ)সুপিরিয়র √
                 ঘ)টিটিকাকা

৮)বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?

          ক)কাস্পিয়ান সাগর
           খ) বৈকাল √                ১৬২০ মিটার গভীর
           গ)সুপিরিয়র   
            ঘ)টিটিকাকা

৯) ভারতের একটি উপহ্রদ এর উদাহরণ দাও।

                   ক) সম্বর
                   খ)ডাল
                   গ)চিলকা √
                   ঘ)লোকটাক

১০)নিম্নের কোনটির একটি প্রজাতি হলো চাপরা যা পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যায়?

             ক) প্রজাপতি
             খ)ছোট মাছ √
             গ)কোরাল
              ঘ)পাখি

১১)  Roaring forties বলতে বোঝায়-

           ক) বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত
           খ)চীনের ভয়ংকর নদী
           গ)আটলান্টিক মহাসাগরের স্রোত
           ঘ)দক্ষিণ গোলার্ধ থেকে আগত পশ্চিমী ঝঞ্জা√

১২) কোন দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ দ্বারা গঠিত?
            ক) জাপান
            খ)ফিলিপাইন
            গ) ইন্দোনেশিয়া √
            ঘ)কম্বোডিয়া

১৩) "নাট্যশাস্ত্র"- নিম্নলিখিত কার রচনা?
                 ক) অশ্বঘোষ
                 খ)বিশাখদত্ত
                 গ)ভরত মুনি√
                 ঘ) বরাহমিহির
      **অশ্বঘোষ এর লেখা বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিত
      **বিশাখদত্তের লেখা বিখ্যাত গ্রন্থ হল মুদ্রারাক্ষস

১৪) পৃথ্বীরাজ চৌহান এর সভাকবি নাম কি?
                 ক) বানভট্ট
                 খ)চাঁদ বরদই√
                গ)রাজ শেখর
                 ঘ)ভারবি

       মনে রাখবে
      **বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি
      **ভারবি ছিলেন পল্লব  সিংহ বিষ্ণুর সভাকবি
       **রাজ শেখর ছিলেন প্রথম মহীপালের সভাকবি

১৫) গ্রিক রোমান আর্ট কোথায় খুঁজে পাওয়া গেছে?
               ক) ইলোরা
               খ)গান্ধার √
               গ)কলিঙ্গ
               ঘ)বৌদ্ধ শিল্প

১৬) কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করেছিলেন?
               ক) 1911√
               খ)1912
               গ)1943
               ঘ)1949

১৭) ভারতের জাতীয় সংগীত গাইতে কত সময় লাগে?
                  ক) 52 সেকেন্ড√
                  খ)55 সেকেন্ড
                  গ)50 সেকেন্ড
                   ঘ)20সেকেন্ড

১৮) প্রথম জাতীয় সংগীত ইংরেজিতে কে অনুবাদ করেন?
                ক) অরবিন্দ ঘোষ√
                খ) মোহাম্মদ আলী
                গ) মোহাম্মদ খান
                ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৯) প্রথম জাতীয় সংগীত উর্দু ভাষায় কে অনুবাদ করেন?
                  ক) অরবিন্দ ঘোষ
                  খ) আরিফ মহাম্মদ খান
                  গ) আবিদ আলিি√
                  ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
               
২০) সিন্ধু সভ্যতায় কোথায় ধানের প্রমাণ পাওয়া যায়?
                    ক) হরপ্পা
                    খ)কালিবঙ্গান
                    গ)লোথাল√
                     ঘ)মান্ডা

২১) 1857 সালের মহাবিদ্রোহের সময় মঙ্গল পান্ডে প্রথম গুলি চালান কোথায়?
                 ক) ব্যারাকপুর √
                 খ)মিরাট
                 গ)কানপুর
                 ঘ)ঝানসি

২২) আকবর তার ধর্মীয় আলোচনা কোথায় করতেন?
                      ক) যোধাবাঈ মহল
                      খ)পাঁচ মহল
                      গ) ইবাদৎখানা √
                      ঘ)বুলান দারওয়াজা

২৩)গান্ধীজী বিদেশি দ্রব্য বর্জনের ডাক দিয়েছিলেন কিসের লক্ষ্যে?

       ক) পূর্ণ স্বাধীনতা
       খ) ব্রিটিশ বিরোধী আবেগ তৈরীর জন্য
        গ) সামাজিক সুরক্ষার জন্য
       ঘ) দেশীয় শিল্পের বিস্তার ঘটানোর জন্য√

২৪) কুতুবমিনার সর্বশেষ কে পুনঃ নির্মাণ করেছিলেন?
                      ক) কুতুবউদ্দিন আইবক
                      খ) ইলতুৎমিস
                      গ)ফিরোজ শাহ তুঘলক √
                      ঘ)বলবান
         
  মনে রাখবে
           **কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক
           **কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন ইলতুৎমিস
           **কুতুবমিনার পুনঃ নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুঘলক

২৫) খিলাফত আন্দোলন শুরু হয় কার আমলে?

                   ক) লর্ড মাউন্টব্যাটেন
                    খ)লর্ড ডালহৌসি
                    গ)লর্ড চেমসফোর্ড √
                    ঘ)লর্ড কার্জন

  ২৬) বাহমনী সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল?

                     ক) গুলবর্গা √
                     খ)বিজাপুর
                      গ)বেলগাঁও
                      ঘ)রিচুর

২৭)কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার  সূচনা করেছিলেন?

           ক) গুরু অঙ্গদ√
           খ)গুরু রামদাস
           গ)গুরু নানক
            ঘ)গুরু তেগ বাহাদুর

২৮)"বেদে ফিরে যাও "-কে বলেছিলেন?

                  ক) শ্রী রামকৃষ্ণ
                 খ)স্বামী বিবেকানন্দ
                 গ)দয়ানন্দ সরস্বতী √
                 ঘ)স্বামী শিবানন্দ

        **দয়া নন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে মুম্বাইতে

২৯)1905 সালে বঙ্গভঙ্গ বিভাজনের সময় ভাইসরয় কে ছিলেন?

                ক) লর্ড কার্জন√
                খ)লর্ড মাউন্টব্যাটেন
                গ)লর্ড লিটন
                 ঘ)লর্ড ওয়েলেসলি

৩০)CNG গ্যাসের মুখ্য উপাদান কি?

                   ক)মিথেন √
                   খ)প্রোপেন
                   গ)বিউটেন
                    ঘ)ইথেন

৩১)বয়েলের সূত্র কোন দুটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে?

                    ক) চাপ এবং আয়তন√
                    খ) আয়তন এবং উষ্ণতা
                    গ) আয়তন এবং ঘনত্ব
                    ঘ) চাপ এবং উষ্ণতা

৩২) ডাচ মেটাল কিসের মিশ্র ধাতু?

                   ক) কপার এবং নিকেল
                   খ) লোহা ,কপার এবং নিকেল
                   গ) কপার এবং জিংক√
                  ঘ) কপার, জিংক এবং নিকেল

৩৩) হাইড্রোজেন জালানো হলে কি উৎপন্ন হয়?

                   ক) অক্সিজেন
                   খ)কার্বন-ডাই-অক্সাইড
                   গ)জল √
                   ঘ)কোনো পরিবর্তন হবে না

 ৩৪) বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়?

               ক) সিসা
               খ)অ্যালুমিনিয়াম √
               গ)নিকেল
               ঘ)তামা

 ৩৫) কোনটি তাপগ্রাহিতা সর্বাধিক?
                       ক)লোহা
                        খ)জল√
                        গ)সোনা
                        ঘ)বেনজিন

৩৬) পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোন স্তরে পঞ্চায়েত সমিতি সক্রিয় থাকে?

ক) গ্রাম পঞ্চায়েত স্তর
খ) গ্রাম স্তর
গ) জেলা স্তর
ঘ) ব্লক স্তর√

৩৭) ভারতের রাষ্ট্রপতি এই মর্মে শপথ গ্রহণ করেন যে তিনি-
ক) রাষ্ট্রের সার্বভৌমত্ব ,ঐক্য এবং অখন্ডতা রক্ষা করবেন
খ) অবৈধ পক্ষপাতিত্ব ব্যতিরেকে শাসন করবেন
গ)সংবিধান এবং আইনকে সংরক্ষণ ও সুরক্ষা প্রদান করবেন এবং ভারতের জনতার উন্নতিকল্পে তাদের সেবায় আত্মনিয়োগ করবেন√
ঘ) রাষ্ট্র তথা সংবিধানের সার্বভোমত্ব ,ঐক্য এবং অখন্ডতা রক্ষা করবেন

৩৮) সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

ক) স্পিকার√
খ) উপরাষ্ট্রপতি
গ)প্রধান বিচারপতি
ঘ)প্রধানমন্ত্রী

৩৯) ভারতের অ্যাটর্নি জেনারেল কে কে নিয়োগ করেন?

ক) ভারতের প্রধান বিচারপতি
খ) কেন্দ্রীয় আইনমন্ত্রী
গ) প্রধানমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি√

৪০)  কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করা হয়েছে?

ক) রাশিয়া
খ)ইউ এস এ√
গ) ইংল্যান্ড
ঘ)জাপান

৪১) বৈশাখী উৎসব কোন সম্প্রদায়ের উৎসব?

               ক) জৈন
               খ)হিন্দু
               গ)শিখ √
               ঘ)ক্রিস্টান

৪২) ভারতীয় রেল দিবস কবে পালন করা হয়?
              
  ক) 16 এপ্রিল√
  খ) 19 নভেম্বর
 গ) 2 অক্টোবর
 ঘ) 22 এপ্রিল
             মনে রাখবে
             **19 নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস
             **2 অক্টোবর বিশ্ব অহিংসা দিবস
             **22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস

৪৩)"জীবনে আমাদের তিনটি জিনিস চাই: বই বই আর বই"-এই উক্তিটি কার?

              ক)শেক্সপীয়ার
              খ)লিও টলস্টয় √
              গ)রবীন্দ্রনাথ ঠাকুর
              ঘ)ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৪৪) ভারতবর্ষের কোন শহরে প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে?

               ক) মুম্বাই√
               খ) কলকাতা
                গ)চেন্নাই
                 ঘ)বেঙ্গালুরু

৪৫) রাডার (RADAR)কে আবিষ্কার করেন?

                  ক) রবার্ট ওয়াটসন√
                  খ)রবার্ট ক্লাইভ
                  গ)উইলিয়াম কেরি
                  ঘ)কোনোটিই নয়

৪৬) মার্ক ৩ কোন প্রজন্মের কম্পিউটার?

ক) প্রথম√
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

৪৭) স্ক্যানার এক ধরনের-

ক) স্মৃতি
খ) মাইক্রোপ্রসেসর
গ) ইনপুট ডিভাইস√
ঘ) আউটপুট ডিভাইস

৪৮) ডাটাবেসের গুরুত্বপূর্ণ বিষয় হলো-

ক) ফিল্ড√
খ) মেনু
গ)ওয়ার্কশীট
ঘ) ফর্মুলা

৪৯) কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি?

ক) হার্ডডিস্ক
খ)সিডি
গ)ম্যাগনেটিক রিবন
ঘ)রম√

৫০) কোন একটি প্রোগ্রামের একই স্টেটমেন্ট বারবার রিপিট করলে সেটি কে কি বলা হয়?

ক)স্ট্রাকচার
খ)লুপিং√
গ)কন্ট্রোল স্ট্রাকচার
ঘ) টাইপ

https://drive.google.com/file/d/1Tsc_N3UEe_EBsG2juEUXO4Fm-LRG9Xqm/view?usp=drivesdk

Friday, March 27, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 16 পরিবেশ ভূগোল


ভূগোল SLST/NET/SET 
                      MCQ- Set- 16
                     পরিবেশ ভূগোল
           (Environmental Geography)

১) ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক 1981 খ্রিস্টাব্দে গঠিত হয় ।ইন্দ্রাবতী জাতীয় উদ্যান টি কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ
খ) উত্তর প্রদেশ 
গ)ছত্রিশগড় √
ঘ)অন্ধপ্রদেশ

২) যে তথ্যটি মধ্যে অসঙ্গতি রয়েছে-

ক)সামাজিক বনসৃজন কেন্দ্র ও পরিবেশ গবেষণা কেন্দ্র -এলাহাবাদ
খ) বন গবেষণা সংস্থা -দেরাদুন
গ) মরু বন গবেষণা কেন্দ্র- জয়পুর√
ঘ) উষ্ণ আদ্র বন গবেষণা কেন্দ্র- শিমলা

*মরু বন গবেষণা কেন্দ্র-যোধপুর

৩) ব্যাঘ্র প্রকল্প অবস্থানকারী রাজ্য হিসাবে যে জোড়াটি যথার্থ নয়-

ক) পান্না -মধ্য প্রদেশ 
খ)পেরিয়ার- কর্ণাটক √
গ)নামধাপা -অরুণাচল প্রদেশ 
ঘ)দামফা- মিজোরাম

*পেরিয়ার- কেরালা

৪) যে তথ্যটির মধ্যে অসঙ্গতি রয়েছে-

ক)মানস ব্যাঘ্রপ্রকল্প টি আসামে অবস্থিত
খ) মধ্যপ্রদেশ কে ভারতের বাঘ রাজ্য বলে 
গ)উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য
ঘ) বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প টি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত√

*বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প টি বিহারে অবস্থিত

৫) নিম্নের কোন ন্যাশনাল পার্ক টি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত নয়?

ক) নেওরা
খ) সুন্দরবন 
গ)সিমলিপাল√
ঘ) সিঙ্গালিলা

*সিমলিপাল জাতীয় উদ্যান -উড়িষ্যা

৬) ভারতের কোন রাজ্যকে বাঘ রাজ্য বলে?

ক) পশ্চিমবঙ্গ 
খ)গুজরাট 
গ)অসম
ঘ) মধ্যপ্রদেশ√

৭) ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোনটি?

ক) মনিপুরের কেইবুল লামজা√
খ)উত্তরপ্রদেশের নন্দাদেবী
গ) আসামের কাজিরাঙ্গা 
ঘ)রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্ক

৮) যে গ্রন্থে বিভিন্ন ভূতাত্ত্বিক বিপর্যয় ,উল্কাপাত, বন্যা, খরা প্রভৃতি যাবতীয় কার্যকারণ সম্পর্কে জানা যায় তাকে দুর্যোগ ও বিপর্যয় আকরগ্রন্থ বলে ।সেই রকম প্রাচীন গ্রন্থটি হল-

ক)আর্য ভট্ট সূর্যসিদ্ধান্ত
খ) কৌটিল্যের অর্থশাস্ত্র
গ) বরাহমিহির বৃহৎসংহিতা √
ঘ)কালিদাসের ঋতুসংহার

৯) যে স্থান নির্মেঘ আকাশের মত পরিষ্কার, জল ও ঝোপঝাড় কম ,বাবলা জাতীয় গাছ, বেল, আকুন্দ জাতীয় গাছ প্রভৃতির প্রাধান্য কম সেখানে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের হারও কম ।যে পুস্তকে এইরূপ উল্লেখ রয়েছে-

ক) বৃহদারণ্যক উপনিষদ √
খ)কঠোপনিষদ
গ)বিষ্ণুপুরাণ 
ঘ)বাইবেল

১০) বিপর্যয় বলতে কি বুঝায়?

ক) প্রাকৃতিক ভাবে সংগঠিত কোনো ঘটনা বা উপাদান মানব সমাজ ও পরিবেশের ক্ষতি করে তাই বিপর্যয়
খ)প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারনে কোন স্থানে আকস্মিক স্বাভাবিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে জীব সম্প্রদায়ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়, সে অবস্থাকে বিপর্যয় বলে√
গ)কোন স্থানে সংঘটিত এক আকস্মিক বা ধীর গতিতে ঘটা ঘটনা যার ফলে ওই স্থানে বসবাসকারী জনগোষ্ঠীর সামাজিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে তাই হল বিপর্যয়
ঘ) প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা জীবনের প্রতি সাধন করলে তাকে বলে বিপদ যায়


১১)কোন দুর্ঘটনা থেকে যখন 10 বা তার বেশি মানুষের মৃত্যু হবে ,100 বা তার বেশি মানুষ আহত হবে ,পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা দরকার হবে ,সরকারিভাবে আপৎকালীন সাহায্যের দরকার হবে সে বিষয় টিকে কি নামে অভিহিত করা হয়?

ক) প্রাকৃতিক দুর্যোগ
খ) দুর্যোগ
গ) অর্ধ প্রাকৃতিক দুর্যোগ
ঘ) বিপর্যয়√

১২)পৃথিবীর উৎপন্য মোট বিদ্যুৎ শক্তি সর্বাধিক যে ক্ষেত্রে ব্যবহৃত হয়-

ক) বাণিজ্য ক্ষেত্র 
খ)শিল্প ক্ষেত্র √
গ)গৃহস্থ ক্ষেত্র
ঘ)কোনোটিই নয়

১৩) হোমো সেপিয়েন্স বলতে যা বোঝায়

ক)প্রথম মনুষ্য প্রজাতির নিদর্শন 
খ)মনুষ্য প্রজাতির বৈজ্ঞানিক নাম বা আধুনিক সমকালীন মনুষ্য প্রজাতি √
গ)ভারতের আদিম মনুষ্য প্রজাতির নিদর্শন ঘ)আফ্রিকার আদিম মনুষ্য প্রজাতি যা পৃথিবীর প্রথম মনুষ্য প্রজাতি

১৪) প্রোটিনওয়েড বলতে যা বোঝায়

ক)প্রোটিন এর আধিক্য যুক্ত জৈব কোষ
খ) আদি পৃথিবীর পরিবেশ প্রোটিন জাতীয় পদার্থ থেকে ক্রমশ পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়
গ) অ্যামাইনো এসিড পরপর যুক্ত হয়ে গঠিত প্রোটিন অনু যা আদি পৃথিবীর জীবন সৃষ্টিতে সাহায্য করে√ 
ঘ)জীবন সৃষ্টির আদিমতম কণাকে প্রোটিনওয়েড কণা বলে

১৫) আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব ঘটে সেটি হল

ক) ছত্রাক
খ) ফান 
গ)শৈবাল √
ঘ)মস

১৬) পৃথিবীতে আদিম ক্লোরোফিল বিহীন যে এককোষী উদ্ভিদের আবির্ভাব ঘটে তার নাম কি?

ক) শৈবাল 
খ)লিচেন
গ) ছত্রাক√
ঘ)মস

১৭) খরা বলতে কী বোঝায়?

ক)কোন স্থানে বর্ষার সময় স্বাভাবিক থেকে কম বৃষ্টি হলে যে সাময়িক জলের অভাব জনিত অস্বাভাবিক অবস্থা তৈরি হয়√
খ)মরু মরু প্রায় অঞ্চলের দীর্ঘ অনাবৃষ্টির জন্য কৃষি ও বসতি স্থাপনের জন্য যে প্রতিকূল বা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়
গ) কোন স্থানে স্বল্প বৃষ্টির কারণে যে অস্বাভাবিক দীর্ঘকালীন অবস্থা তৈরি হয়
ঘ) অনাবৃষ্টির কারণে কোন স্থানে দীর্ঘকালীন মরুময় অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলেই অবস্থায় খরা বলে

১৮) বন্যা বলতে কী বোঝায়?

ক) কোন স্থানে দীর্ঘদিন জল জমে সৃষ্ট অস্বাভাবিক অবস্থা
খ)কোন স্বাভাবিক অঞ্চলে অতি বৃষ্টি জনিত ,বাঁধ ভেঙে পড়লে বা মেঘ ভাঙ্গা বৃষ্টিতে প্লাবিত হলে সাময়িকভাবে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হওয়া√
গ) কোন নিচু ও জলাশয় অঞ্চল দীর্ঘদিন ধরে জলের তলায় অবস্থান করলে তাই বন্যা
ঘ)কোন স্থানে দীর্ঘদিন বৃষ্টি ,বছরের অধিকাংশ সময় অধিক বৃষ্টির ফলে দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থেকে সৃষ্ট অস্বাভাবিক অবস্থা

১৯) পৃথিবীতে বছরে গড়ে কতটা করে জমির ভূমি মরু প্রসারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে?

ক) দু লক্ষ বর্গকিলোমিটার√
খ) 40 হাজার বর্গ কিলোমিটার
গ) কুড়ি হাজার বর্গকিলোমিটার
ঘ) চার লক্ষ বর্গকিলোমিটার

২০)নদীর গভীরতা রক্ষা করার জন্য নদীর তলা থেকে যন্ত্রের সাহায্যে মাটি কাটার পদ্ধতি কি নামে পরিচিত?

ক) স্লেজিং
খ) ড্রেজিং √
গ)লেভি 
ঘ)সোয়াম

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-২৫



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২৫

১)দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি চন্দনকাঠের বনভূমি আছে?

ক) আসামের পার্বত্য অঞ্চলে 
খ)শিবালিক  পার্বত্য অঞ্চল 
গ)নীলগিরি পার্বত্য অঞ্চল √
ঘ)সাতপুরা পার্বত্য অঞ্চল

৩) মাটি সবচেয়ে কম দূষিত হয়-

ক) এসিড বৃষ্টির জন্য 
খ)রাসায়নিক সারের প্রয়োগের জন্য 
গ)কীটনাশক প্রয়োগের ফলে √
ঘ)খনি করনের জন্য

৩)টাইডাল ফরেস্ট নিচের কোন অঞ্চলে দেখা যায় না?

ক) গঙ্গা উপকূল
খ) মহা নদীর উপকূল
গ)গোদাবরীর উপকূল
ঘ) মধ্যপ্রদেশের মালভূমি√

৪)কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত?

ক) কানপুর √
খ)পুনা 
গ)নাগপুর 
ঘ)রাচি

৫) চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত?

ক)আটলান্টিক মহাসাগর 
খ)প্রশান্ত মহাসাগর√
গ) ভারত মহাসাগর 
ঘ)বঙ্গোপসাগর

৬) সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত?

ক) অন্ধ্রপ্রদেশ √
খ)মধ্যপ্রদেশ 
গ)উত্তরপ্রদেশ 
ঘ)মহারাষ্ট্র

৭) দিয়ারা অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে সম্পর্কিত?

ক) মালদা√
খ) মুর্শিদাবাদ
গ) পুরুলিয়া 
ঘ)বাঁকুড়া

৮) তিলপাড়া জলসেচ খাল টি কোথায় অবস্থিত?

ক) বাঁকুড়া 
খ)বর্ধমান 
গ)বীরভূম √
ঘ)পুরুলিয়া

৯)নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবন তৈরী করা হয়?

ক)চিল্কা
খ)উলার
গ)সম্বর√
ঘ)ভেম্বানাদ

১০)ভুমধ্যসাগরীয় জলবায়ুর প্রকৃতি কীরূপ?

ক)নাতিশীতোষ্ণ√
খ)উষ্ণ
গ)শীতল
ঘ)মৌসুমী

১১) পোল্ট্রি ফার্মিং উন্নত রাজ্য কোনটি?

ক) অন্ধপ্রদেশ√ 
খ)গুজরাট
গ) কেরালা 
ঘ)মহারাষ্ট্র

১২) অ্যাসবেস্টস উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে কোন রাজ্য?

ক) গুজরাট√ 
খ)অন্ধপ্রদেশ
গ) কেরালা 
ঘ)মহারাষ্ট্র

১৩) রূপনগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

ক) পাঞ্জাব√
খ) হরিয়ানা
গ) মহারাষ্ট্র 
ঘ)ঝারখান্ড

১৪) সিনকোনা চাষ কোথায় হয়?

ক) মংপু√
খ) কালিম্পং
গ) জলপাইগুড়ি
ঘ) বক্স ডুয়ার্স

১৫) আউশ ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম?

ক) মুর্শিদাবাদ√ 
খ)নদিয়া 
গ)হুগলি 
ঘ)বাঁকুড়া



১৬) চতুরাশ্রম প্রথা কাদের জীবনের সঙ্গে জড়িত?

ক) আর্য√
খ) হূন 
গ)বৌদ্ধ
ঘ) জৈন

১৭) বেদাঙ্গের সংখ্যা কয়টি?

ক) 4
খ)5
গ)6√
ঘ)7

১৮) কোন বংশের রাজত্বকালে রাজরাজেশ্বর মন্দির নির্মিত হয়?

ক) চালুক্য
খ) চোল√
গ) পল্লব
ঘ) সাতবাহন

১৯) কুশান রাজাগণ কোন জাতির শাখা ছিলেন?

ক) হূন
খ) শক 
গ)ইউচি √
ঘ) মো ঙ্গল

২০) মুহাম্মদ বিন তুঘলক কোন ধরনের মুদ্রা প্রবর্তন করেন?

ক) দিনার
খ) টংকা√
গ) জিতল
ঘ) দোকানি

২১) শেরশাহ সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করে?

ক) 27
খ)37
গ) 47√
ঘ)57

২২) বাংলায় 1857 সালের মহাবিদ্রোহের পর কোন বিদ্রোহ সংঘটিত হয়?

ক) সন্ন্যাসী বিদ্রোহ 
খ)সাঁওতাল বিদ্রোহ
গ)নীল বিদ্রোহ√
ঘ) পাইক বিদ্রোহ

২৩)'রাজমালা' গ্রন্থে ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?

ক)অসম
খ)ত্রিপুরা√
গ)নাগাল্যান্ড
ঘ)মেঘালয়

২৪)'মাতৃভাষায় সংবাদপত্র আইন' কোন সালে জারি করা হয়?

ক)১৮৭০
খ)১৮৭৫
গ)১৮৭৮√
ঘ)১৮৮০



২৫) বৃষ্টির পরে ভেজা রাস্তায় বেশি গতিতে গাড়ি চালানো অসুবিধা হয়ে পড়ে কারণ-

ক) ঘর্ষণ কমে যায় √
খ)ঘর্ষণ বেড়ে যায় 
গ)ঘর্ষণ শুন্য হয়ে যায়
ঘ) গাড়ির উপর অধিক বল প্রয়োগ করা হয়

২৬) হেমাটাইট থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়?

ক) জিংক
খ) কপার 
গ)অ্যালুমিনিয়াম 
ঘ)আয়রন√

২৭) নিম্নের কোনটি  লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়?

ক) মাইকা 
খ)অ্যাসবেস্টস 
গ)গ্রাফাইট √
ঘ)সিলিকন

২৮) মসৃণ মেঝের উপর দিয়ে হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেন?

ক) মসৃণ মেঝের উপর পায়ের আকর্ষণ কম থাকে
খ) ঘর্ষণ বল শূন্য√
গ) দেহের মাধ্যাকর্ষণ কেন্দ্র পরিবর্তন হয়
ঘ) ফরওয়ার্ডিং ফোর্স বৃদ্ধি পায়

২৯) নিম্নের কোনটি কৃত্রিম রাবার?

ক) আইসোপ্রিন 
খ)ক্লোরপ্রিন
গ) নিউপ্রিন√ 
ঘ)টেফ্লন

৩০)চোখের কোন অংশে কোন বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়?

ক) রেটিনা√
খ) কর্নিয়া 
গ)আইরিশ 
ঘ)আইবল

৩১)ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন শেষ যৌগটি কি?

ক) রেডিয়াম 
খ)পোলোনিয়াম
গ) লেড √
ঘ)থোরিয়াম



৩২)কে সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন?

ক)রাষ্ট্রপতি√
খ)সংসদ
গ)প্রধানমন্ত্রী
ঘ)প্রধানবিচারপতি

৩৩)সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক কে?

ক)জনগণ
খ)সুপ্রিম কোর্ট√
গ)প্রধানমন্ত্রী
ঘ)মন্ত্রীপরিষদ

৩৪)রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত?

ক)৯ জন
খ)২০ জন
গ)১২ জন√
ঘ)২ জন

৩৫)ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিমোক্ত কোনটির মাধ্যমে ?

ক) গণপরিষদ ✓
খ) সংসদ
গ)রাষ্ট্রপতি
ঘ)লোকসভা

৩৬)কোন্ সালে গণপরিষদ গঠনের দাবী প্রথম উত্থাপিত হয়েছিল ?

ক) 1935 ✓
খ) 1938
গ) 1943
ঘ)1944


৩৭) আন্তর্জাতিক জলাভূমি দিবস কোন দিন পালন করা হয়?

ক) 2 জানুয়ারি
খ) 2 ফেব্রুয়ারী √
গ)2 মার্চ
ঘ) 2 এপ্রিল

৩৮) চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা কি নামে পরিচিত?

ক) লাল বিপ্লব 
খ)নীল বিপ্লব
গ) গোলাপি বিপ্লব√ 
ঘ)কোনোটিই নয়

৩৯) অন্ধ্রপ্রদেশে কোন জেলায় তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরটি অবস্থিত?

ক) কৃষ্ণ
খ) কর্ণুল
গ) ভিজিয়ান গ্রাম
ঘ) চিত্তর√

৪০)আয়তন অনুসারে অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহর কোনটি?

ক) বিজয়ওয়াড়া
খ) হায়দ্রাবাদ
গ) গুন্টুর
ঘ) বিশাখাপত্তনম√

৪১) নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়?

ক) অপরাজিতা √
খ)ভিখারিনী 
গ)দেনাপাওনা 
ঘ)সোনার তরী।  

*অপরাজিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা

৪২)GUI কথাটির পূর্ণ অর্থ হলো-

ক) Group user interface
খ) Graphical User Interface√
গ) Graphic user integration
ঘ) Group user integration

৪৩) নিম্নলিখিত কোন ইনপুট ডিভাইস আলোক অনুভব করতে পারে এবং একটি ভিডিও স্কিনের দাগ গুলিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়?

ক) মাউস 
খ)জয়স্টিক 
গ)প্লটার
ঘ)লাইট পেন√


Thursday, March 26, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-২৪




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২৪


১)ইন্দিরা পয়েন্ট থেকে কোন দেশটির দূরত্ব সবথেকে কম?

ক) শ্রীলংকা
খ) মালদ্বীপ
গ) ইন্দোনেশিয়া√ 
ঘ)মায়ানমার

২)মধ্যপ্রদেশের বালা ঘাটে উত্তোলিত খনিজ পদার্থটি হলো-

ক) তামা √
খ)অভ্র 
গ)বক্সাইট
ঘ) সোনা

৩)NW-1 জলপথ টি কোন দুটি স্থানের মধ্যে দিয়ে বিস্তৃত?

ক)হরিদ্দার থেকে এলাহাবাদ 
খ)এলাহাবাদ থেকে পাটনা
গ) পাটনা থেকে বারানসি 
ঘ)এলাবাদ থেকে হলদিয়া√

এই জলপথের দৈর্ঘ্য 1620 কিলোমিটার। এটি পশ্চিমবঙ্গ ,ঝাড়খন্ড ,বিহার ,উত্তর প্রদেশ চারটি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত

৪) কোন প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে "U" আকৃতির উপত্যকা সৃষ্টি হয়?

ক) নদী 
খ)বায়ু
গ) হিমবাহ√
ঘ) সমুদ্র তরঙ্গ

৫) জয়িতা পুর পারমাণবিক চুল্লী কোথায় অবস্থিত?

ক) রাজস্থান
খ) গুজরাট
গ) মহারাষ্ট্র √
ঘ)মুম্বাই


৬)ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?

ক) ছোটনাগপুর শিল্পাঞ্চল 
খ) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল   √     
 গ) জামসেদপুর 
 ঘ) হলদিয়া

৭)ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ?

ক) জল বিদ্যুৎ
খ) তাপ বিদ্যুৎ √
গ) ডিজেল চালিত বিদ্যুৎ
ঘ) পারমাণবিক বিদ্যুৎ

৮)ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?

ক) TISCO জামসেদপুর  √
খ) IISCO কুলটি ও বার্নপুর       
 গ) ভদ্রাবতী 
 ঘ) কোনটিই নয়

৯)ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?

(ক) পশ্চিমবঙ্গ
খ) গুজরাট √
গ) তামিলনাড়ু 
ঘ) গোয়া

১০)মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা -

ক) ৫ লক্ষের বেশী 
খ) ১০ লক্ষের বেশী√
গ) ১৫ লক্ষের বেশী  
ঘ) ২০ লক্ষের বেশী


১১) কোন গভর্নরের সময় ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তিত হয়?

ক) ডালহৌসি
খ) কর্নওয়ালিস
গ) বেন্টিঙ্ক√ 
ঘ)ক্যানিং

১২) কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?

ক)হায়দার আলী
খ) হায়দ্রাবাদের নিজাম√
গ) পেশোয়া
ঘ) বাজিরাও

১৩) সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল-

ক) 7 জন √
খ)10 জন 
গ)5 জন
ঘ) 9 জন

১৪)আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক)1872
খ)1875√
গ)1880
ঘ)1889

১৫) সলবাইয়ের সন্ধি(1782) স্বাক্ষরিত হয়-

ক) ইংরেজ ও মারাঠাদের মধ্যে√
খ) ইংরেজ ও মহিশূরের মধ্যে
গ) ইংরেজ ও নিজামের মধ্যে
ঘ) কোনোটিই নয়

১৭)নিম্নলিখিত কোন জাহাজটিতে নৌ বিদ্রোহের সূচনা হয়?

ক) ম্যাভেরিক 
খ)তলোয়ার√
গ) HMIS SUTLEJ  
ঘ)HMISযমুনা

১৮)ভারতে প্রথম পশু চিকিৎসালয় তৈরী করেন কোন সম্রাট?

ক)অশোক√
খ)হর্ষবর্ধন
গ)বাবর
ঘ)জাস্টিনিয়ান

১৯)'ইন্ডিয়ান ওপিনিয়ন' নামে সংবাদপত্র কে চালু করেন?

ক)জওহরলাল নেহেরু
খ)সুভাষচন্দ্র বসু
গ)সর্দার বল্লভ ভাই প্যাটেল
ঘ)মোহন দাস করমচাঁদ গান্ধী√



২০) নিচের কোন কণার ভর সবথেকে কম?

ক) আলফা
খ) বিটা
গ) প্রোটন
ঘ) ফোটন√

২১) কাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়?

ক) রবার্ট হুক
খ) stephen's হেন্স
গ)  লুই পাস্তুর √
ঘ)উইলিয়াম হার্ভে

লিউ এন  হককেও  মাইক্রোবায়োলজির জনক বলা হয়।আধুনিক মাইক্রোবায়োলজি জনক বলা হয় লুই পাস্তুর কে

২২)পদ্মপাতায় জল বিন্দু কে মুক্তার মত দেখার কারন কি?

ক)প্রতিসরণ 
খ)অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন √
গ)ব্যতিচার 
ঘ)বিচ্ছুরণ

২৩) ঘড়িতে দম দেওয়া  কিসের সাথে সম্পর্কিত?

ক) স্থিতিশক্তি √
খ) গতিশক্তি 
গ)ঘূর্ণন
ঘ) দোলন

২৪)শব্দ কত মাত্রা অতিক্রম করলে মানুষের শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে?

ক) 85 db√
খ)80 db
গ)65db
ঘ)70db

২৫)তরুক্ষীর থেকে রবার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়?

ক)সালফিউরিক অ্যাসিড 
খ)হাইড্রোক্লোরিক অ্যাসিড 
গ)অ্যাসিটিক অ্যাসিড√
ঘ) কার্বলিক অ্যাসিড

২৬)নিচের কোন দ্রবনে আলোর বিচ্ছুরণ দেখা যাবে?

ক)রক্ত
খ)খালবিলের জলে
গ)NaCl-এর জলীয় দ্রবণ√
ঘ)সবকটিতে

২৭)CFC গ্যাসের বানিজ্যিক নাম হল-

ক)রেয়ন
খ)ফ্রেয়ন√
গ)ক্লোরাইট
ঘ)ক্যালসাইট



২৮) পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর কোনটি?

ক) গ্রাম সভা 
খ)গ্রাম পঞ্চায়েত √
গ)পঞ্চায়েত সমিতি 
ঘ)জেলা পরিষদ

পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় প্রথম স্তর হলো গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি, তৃতীয় স্তর জেলা পরিষদ

২৯) গ্রাম পঞ্চায়েতের সভা কার দ্বারা আহূত হয়?

ক) পঞ্চায়েত প্রধান√
খ) সভাপতি
গ) সভাধিপতি
ঘ) রাজ্যপাল

৩০) নিম্নলিখিত কোন ব্যক্তির আদর্শ অনুসারে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা  গঠিত হয়?

ক) নেতাজি 
খ)রবীন্দ্রনাথ ঠাকুর 
গ)গান্ধীজী√ 
ঘ)নেহেরু

৩১) রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন?

ক) রাষ্ট্রপতি √
খ)প্রধানমন্ত্রী 
গ)উপরাষ্ট্রপতি 
ঘ)সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী

*রাজ্যপাল হতে হলে প্রার্থীর ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে, তাকে নূন্যতম 35 বছর বয়সী হতে হবে, তিনি ভারতীয় সংসদ বা রাজ্যের বিধানসভার সদস্য হতে পারবেন না। এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন এরকম পেশায় নিযুক্ত হতে পারবেন না। রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য রাজ্যপাল কে নিয়োগ করে থাকেন।

৩২) ভারতীয় কোন বিজ্ঞানী 1952 সালের লোকসভার সদস্য হন?

ক) মেঘনাথ সাহা√
খ) জগদীশচন্দ্র বসু
গ) প্রফুল্ল চন্দ্র রায় 
ঘ)হরগোবিন্দ খোরানা


৩৩)জীবনের প্রথম রঞ্জি ট্রফি, দলিপ ট্রফি ও ইরানি ট্রফিতে শতরান করেন কে?

ক) গাভাস্কার
খ) কপিল দেব
গ) শচীন টেন্ডুলকার √
ঘ)সৌরভ গাঙ্গুলী

৩৪)প্রথম কোন ভারতীয় ক্রিকেটার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন?

ক)সুনীল গাভাস্কার
খ) বিরাট কোহলি √
গ)মহেন্দ্র সিং ধোনি
ঘ) শচীন টেন্ডুলকার



৩৫) আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়?

ক) 1875√
খ) 1900
গ)1901
ঘ)1907

৩৬) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নিউটন ছিলেন-

ক) পদার্থবিদ্যার শিক্ষক
খ) রসায়নের শিক্ষক
গ) বায়োলজি র শিক্ষক
ঘ) অংকের শিক্ষক√

৩৭) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটি?

ক) ভলিবল
খ) পোলো 
গ)বেসবল√ 
ঘ)টেনিস

৩৮) ভোপাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

ক) কৃষ্ণ 
খ)শোন 
গ)গোদাবরী 
ঘ)বেতোয়া√

৩৯)কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়?

ক)৭ই এপ্রিল
খ)৭ই জুন
গ)১১ই জুলাই√
ঘ)১১ই আগস্ট

৪০)রাজা লখমগৌডা বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

ক)অন্ধ্রপ্রদেশ
খ)তামিলনাড়ু
গ)কর্নাটক√
ঘ)কেরল

৪১)"আমন ব্রিজ "কোন দুটি দেশকে যুক্ত করেছে?

ক) ভারত -পাকিস্তান√
খ) ভারত- চীন 
গ)ভারত - বাংলাদেশ
ঘ) ভারত - মায়ানমার

৪২)HTML কি?

-টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা

৪৩) টেক্সট সেন্টার বলতে কী বোঝায়?

-টেক্সটের প্রতিটি পূর্ণ লাইন মাঝ বরাবর থাকবে


৪৪)DTP এর ফুল ফর্ম কি?

-Desk Top Publishing

৪৫) কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?

-এনালগ

৪৬)MS Word কি ধরনের সফটওয়্যার?

-প্যাকেজ সিস্টেম

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...