Sunday, December 29, 2019

SLST/ NET/SET HISTORY MCQ। SET-5




SLST/ NET/SET HISTORY MCQ।  SET-5


১)  হুন নেতা মিহিরকুলকে কে পরাজিত করেছিলেন?
ক) স্কন্দ গুপ্ত
খ) বুদ্ধ গুপ্ত
গ) নরসিংহ গুপ্ত
ঘ) যশোধর্মন√


২)দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন?
ক) গোদাবরী
খ) নর্মদা√
গ) তাপ্তী
ঘ) মহানদী


৩)কোন গুপ্ত শাসক কে মুদ্রায় অঙ্কিত চিত্রে বীণা জাতীয় বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়?
ক) সমুদ্র গুপ্ত√
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) স্কন্দগুপ্ত


৪) গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসকের নাম কি?
ক) নরসিংহ গুপ্ত
খ) বুদ্ধ গুপ্ত
গ) জীবিতগুপ্ত√
ঘ) কুমার গুপ্ত


৫) "নীতিসার "গ্রন্থের রচয়িতা কে?
ক) হরিসেন
খ) যাজ্ঞবল্ক্য
গ) বজ্জিকা
ঘ) কামান্ডক√


৬)"কুমারসম্ভব"- এ কার জন্ম বৃত্তান্ত রচিত আছে?
ক) কার্তিকেয়√
খ) প্রদ্যুম্ন
গ) অভিমুন্য
ঘ) সনদ কুমার


৭)অগ্নিমিত্র ,কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রম এর প্রধান চরিত্র কোন বংশজাত ছিলেন?
ক) শুঙ্গ√
খ) কান্ন
গ) সাতবাহন
ঘ) গুপ্ত


৮) মান্দাস প্রশস্তির রচয়িতা কে?
ক) বানভট্ট
খ) বৎস ভট্ট
গ) হরিসেন
ঘ) বীরসেনা√


৯)গুপ্ত যুগের রাজকীয় প্রতীক কি ছিল?
ক) গরুর√
খ) বরাহ
গ) ষাঁড়
ঘ) লক্ষী


১০) শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা কে?
ক) জয়নাল আবেদীন
খ) অশোক√
গ) শ্রী গুপ্ত
ঘ) বিক্রমাদিত্য


১১) হর্ষবর্ধনের অগ্রজ রাজ্যবর্ধনকে কে হত্যা করেছিলেন?
ক) শশাঙ্ক√
খ) দেবগুপ্ত
গ) কীর্তি বর্মন
ঘ) ভাস্কর বর্মন


১২) বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে কাকে গণ্য করা হয়?
ক) প্রথম পুলকেশী
খ) দ্বিতীয় পুলকেশী√
গ) বিনয় আদিত্য
ঘ) প্রথম বিক্রমাদিত্য


১৩) সাঁচি স্তুপ কে নির্মাণ করেছিলেন?
ক) চন্দ্রগুপ্ত
খ) কৌটিল্য
গ) গৌতম বুদ্ধ
ঘ) অশোক√


১৪)" বিন্ধ অধিপতি"  কাকে বলা হয়?
ক) শিমুক
খ) গৌতমীপুত্র সাতকর্ণী√
গ)অশোক
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য


১৫) সম্রাট অশোকের কোন শিলালেখ টি খরোষ্ঠী লিপি তে রচিত?
ক) কলসি
খ) গির না
গ) শাহবাজগড়ি√
ঘ) মিরাট


১৬) কাকে" বৃষল" বা "কুলহিন" বলে অভিহিত করা হয়?
ক) অশোক
খ) বিন্দুসার
গ) চন্দ্রগুপ্ত মৌর্য√
ঘ) কনিষ্ক


১৭)"অর্থশাস্ত্র "রচয়িতা চাণক্যের আরেকটি নাম কি?
ক) বিষ্ণু দত্ত
খ) গর্গ দত্ত
গ) বিষ্ণু শর্মা
ঘ) বিষ্ণুগুপ্ত√


১৮) 1837 সালে কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করতে সক্ষম হন?
ক) জেমস প্রিন্সেপ√
খ) এইচ ডি সং কালিয়া
গ) এম .আর .গোখেল
ঘ) বি .এন. মিশ্র


১৯) মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত ছিল?
ক) বৈশালী
খ) নালন্দা
গ) তক্ষশীলা√
ঘ) উজ্জয়িনী


২০) অশোকের উক্তি" সবে মুনিষে পজা মম"কোন প্রধান শিলালেখাতে পাওয়া যায়?
ক) তৃতীয়
খ) ষষ্ঠ√
গ) সপ্তম
ঘ) নবম


২১) কোন রচনায় পাওয়া যায় যে অশোক শ্রীনগর নির্মাণ করেছিলেন?
ক) কলহনের রাজতরঙ্গিনী√
খ) দিব্যবদান
গ) তারানাথের "তিব্বতের ইতিহাস"
ঘ) মহাবংশ 1


২২)কোন প্রধান শিলালিপিতে অশোকের ধর্ম সম্পর্কে বিশ্লেষণ করা আছে?
ক) প্রথম
খ) পঞ্চম
গ) দশম
ঘ) একাদশ√


২৩) অশোকের প্রধানমন্ত্রী এদের মধ্যে কে ছিলেন?
ক) বিষ্ণুগুপ্ত
খ) রাধাগুপ্ত√
গ) উপগুপ্ত
ঘ) বসু গুপ্ত


২৪)  অশোক কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করার কার অবদান সবথেকে বেশি?
ক) মহাকাশ্যপ
খ) সর্প কামি
গ) উপগুপ্ত√
ঘ) উপালি


২৫) বরাবর গুহা লিপি থেকে কোন মৌর্য বংশ জাত ব্যক্তির কথা জানা যায়?
ক) বিন্দুসার
খ) কুনাল
গ) দশরথ√
ঘ) বৃহদ্রথ


২৬) বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহ কোন ভাষায় রচিত ছিল?
ক) প্রাকৃত
খ) সংস্কৃত
গ) পালি√
ঘ) অর্ধ -মাগধী


২৭) বুদ্ধ তার বাণী সর্বপ্রথম কোথায় প্রচার করেছিলেন?
ক) কুশিনগর
খ) বুদ্ধগয়া
গ) কাশী
ঘ) সারনাথ√


২৮) সাতবাহন বংশের শাসনকালে ভারতের কোন বন্দরটি বিখ্যাত ছিল?
ক) তাম্রলিপ্ত
খ) ভারুচ
গ) সোপারা√
ঘ) কোচিন


২৯) নাসিক প্রশস্তি র রচয়িতা কে?
ক) গৌতমীপুত্র সাতকর্ণী√
খ) সমুদ্র গুপ্ত
গ) ধর্মপাল
ঘ) হর্ষবর্ধন


৩০) মেগাস্থিনিস কে ছিলেন?
ক) চৈনিক পরিব্রাজক
খ) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
গ) গ্রিক পরিব্রাজক
ঘ) সেলুকাসের দুত√


৩১)"আইহোল প্রশস্তি"র রচয়িতা কে?
ক) কৌটিল্য
খ) রবি কীর্তি√
গ) হরিসেন
ঘ) নয়নিকা


৩২) আলেকজান্ডার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন নিম্নলিখিত কোন ভারতীয় রাজা?
ক)অম্ভি
খ) পুরু√
গ) মহাপদ্ম নন্দ
ঘ) কেউ নয়


৩৩) অশোক শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছিলেন?
ক) প্রিয়দর্শী
খ) ধর্মাশোক
গ) দেব পুত্র
ঘ) দেবনাম প্রিয় প্রিয়দর্শী√


৩৪) দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
ক) যুদ্ধজয়
খ) ধর্ম বিজয়√
গ) দ্বিগবিজয়
ঘ) ভেরি ঘোষ


৩৫) অশোকের আরাধ্য দেবতা কে ছিলেন?
ক) শিব√
খ) বিষ্ণু
গ) বাসুদেব
ঘ) বুদ্ধ



https://drive.google.com/file/d/1xOPLtSwKlQw4irCasgz6qsgqS4QRXYuN/view?usp=drivesdk



Friday, December 27, 2019

টার্গেট WB Police Mains GK Test- 7


 টার্গেট WB Police Mains
                            GK Test- 7

কোন মৌলটি DNA এর গঠনে ব্যবহৃত হয় না?

ক) কার্বন
খ) ফসফরাস
গ) নাইট্রোজেন
ঘ) সালফার√

 ১)"কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

২)বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?

ক) লর্ড মেয়ো
খ) লর্ড লিটন
গ) লর্ড ডাফরিন
ঘ) লর্ড রিপন√

৩)কর্ষিকা কোন প্রাণীর জ্ঞানেন্দ্রিয়?

ক) আরশোলা√
খ) কচ্ছপ
গ) জেলিফিশ
ঘ) হাতুড়ি মাথা হাঙ্গর          

৪)কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?
ক) তত্ত্বীয় জ্ঞানার্জন
খ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্ক
গ) পরমাণুর গঠন ব্যাখ্যা√
ঘ) মূলনীতির ব্যাখ্যা

৫)কোনটি ভঙ্গুর?
ক) লোহা
খ) মরিচা√
গ) রাবার
ঘ) স্বর্ণ

৬)খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?
ক) ক্ষারকীয়√
খ) এসিডিক
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত অবস্থা

৭)মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল ?

(ক) গাজিয়াবাদ       
(খ) কানপুর      
(গ) ফৈজাবাদ  √     
 (ঘ) এলাহাবাদ

৮)ভুটানের কোথায় ফল সংরক্ষণ শিল্প গড়ে উঠেছে ?

ক)সামচি√
খ)থিম্পু
গ)ফুন্টশেলিং
ঘ)পানাখা

৯)ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি কৃষি জমিতে সারের ব্যবহার সর্বাধিক হয় ?

ক)উত্তর প্রদেশ
খ)পাঞ্জাব√
গ)তামিলনাড়ু
ঘ)পশ্চিমবঙ্গ

১০)কোন রাজ্য কর্কটক্রান্তি রেখা দ্বারা দ্বিখণ্ডিত হয়নি ?

ক)ওড়িশা√
খ)গুজরাট
গ)পশ্চিমবঙ্গ
ঘ)রাজস্থান

১১)ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে?

(ক) জয়পুর
(খ) আমেদাবাদ
(গ) হাওড়া√
(ঘ) বারাণসী

১২)রাজস্থানের শুকনো ভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের গড় কত ?

ক)100 সেমি
খ)10 সেমি
গ)20 সেমি
ঘ)1 সেমির ও কম√

১৩)নীচু সমতলে পলিযুক্ত জমিতে কোন চাষ ভালো হয়?

(ক) পাট√
(খ) কফি
(গ) কার্পাস
(ঘ) মিলেট

১৪)পূর্ব মেদিনীপুর এর সদর দপ্তর কোথায় ?

ক)হলদিয়া
খ)মেদিনীপুর
গ)তমলুক√
ঘ)কাঁথি

১৫)দৌড় প্রতিযোগিতা তাৎক্ষণিক শক্তি পায় কার মাধ্যমে?

ক) ফ্যাট
খ) প্রোটিন
গ) কার্বোহাইড্রেট√
ঘ) ক্যালসিয়াম

১৬)নিচের কোনটি প্রোটোজোয়া নয়?

ক)অ্যামিবা
খ)প্যারামেসিয়াম
গ)হাইড্রা
ঘ)কেঁচো√

১৭)মার্গারিন কি থেকে প্রস্তুত করা হয়?

(ক) সরিষা
(খ) নারিকেল√
(গ) তিসি
(ঘ) ধান

১৮)ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক অবস্থিত?

ক) উত্তরাখণ্ড√
খ) উত্তর প্রদেশ
গ) কেরালা
ঘ) তামিলনাড়ু

১৯)পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়?

ক) রাজস্থান
খ) আসাম
গ) তামিলনাড়ু√
ঘ) উত্তরাখণ্ড

২০)ভুটানের জাতীয় খেলার নাম কি?

ক) ধনুর্বিদ্যা√
খ) ক্রিকেট
গ) বেসবল
ঘ)ভলিবল

২১)C4 উদ্ভিদের উদাহরণ-

ক) গম
খ) যব
গ) বাজরা
ঘ) ভুট্টা√

২২)আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া
খ) ইউরোপ√
গ) আফ্রিকা
ঘ) উত্তর আমেরিকা

২৩)মানবদেহে সুসুন্মা কান্ডের দৈর্ঘ্য কত?

ক) 35 সেন্টিমিটার
খ) 37 সেন্টিমিটার
গ) 45 সেন্টিমিটার√
ঘ) 40 সেন্টিমিটার

২৪)"দা গাইড" উপন্যাসের লেখক কে?

ক) মহতমা গান্ধী
খ) চেতন ভাগত
গ) অরুন্ধতী রায়√
ঘ) আর. কে. নারায়ান

২৫)তড়িৎ কোষের তড়িচ্চালক বল নির্ভর করে না-

ক) কোষের আকারের ওপর√
খ) ক্যাথোড পদার্থের উপর
গ) অ্যানোড পদার্থের উপর
ঘ) ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এর উপর

২৬)ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক ?

ক)বড়ো আঁশ
খ)ক্ষুদ্র আঁশ
গ)মাঝারি আঁশ√
ঘ)সঠিক কোনো হিসেবে নেই


Thursday, December 26, 2019

বিগত বছরের মিসলেনিয়াস প্রশ্নপত্র 2007


বিগত বছরের মিসলেনিয়াস প্রশ্নপত্র 2007


১)দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সংগীতকার ও সাধক

ক) ত্যাগ রাজা 
খ) ডি .সুব্রামানিয়াম√
গ) আর রামচন্দ্রন
ঘ) পি ভেঙ্কট রমন

২) কোন যৌগটি তড়িৎযোজী?

ক) অক্সিজেন অনু
খ) সোডিয়াম ক্লোরাইড√
গ) জল
ঘ) অ্যামোনিয়া

৩) কুচিপুরি নৃত্য টি কোন ভারতীয় রাজ্যের নৃত্য?

ক) কেরালা
খ) তামিলনাড়ু
গ) কর্ণাটক
ঘ) অন্ধপ্রদেশ√

৪) বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?

ক) লর্ড মেয়ো
খ) লর্ড লিটন
গ) লর্ড ডাফরিন
ঘ) লর্ড রিপন√

৫) পরমাণুর ভেতর নিউট্রনের সংখ্যা

ক) ইলেকট্রন ও প্রোটনের সমান
খ) ঘূর্ণন নিউক্লিয়াসে র চারদিকে নির্দিষ্ট কক্ষপথে
গ) প্রভাব পড়ে নিউক্লিয় আধানে
ঘ) সংখ্যার বিভিন্নতা সমস্থানিক আইসোটোপ  যৌগের উৎপত্তির কারণ√

৬)কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারারাত অনুষ্ঠিত হয়?

ক) মোহিনীঅট্টম
খ) কথাকলি√
গ) ওট্টাম খুল্লাল
ঘ) কুচিপুড়ি

৭) বদ্ধ সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন?

ক) ডারউইন
খ) উইলিয়াম হার্ভে√
গ) মেন্ডেল
ঘ) হিপোক্রিটাস

৮)"অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা" কে প্রবর্তন করেন?

ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড কার্জন
গ) লর্ড হেস্টিংস
ঘ) লর্ড ওয়েলেসলি√

৯) নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে?

ক) 17 গ্রাম NH3√
খ) 22 গ্রাম CO2
গ)1.7 গ্রাম NH3
ঘ) 4.4 গ্রাম CO2

১০) কোন বাঙালি নাট্যকার  "এবং ইন্দ্রজিৎ" লেখেন?

ক) মনোজ মিত্র
খ) বাদল সরকার√
গ) মোহিত চট্টোপাধ্যায়
ঘ) দীনেশ বসু

১১) এদের মধ্যে কোন ইংরেজি লেখকের এর মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে?

ক) রুই ইয়ার্ড কিপ্লিং√
খ) রবার্ট ব্রাউনিং
গ) জিম করবেট
ঘ) উইলিয়াম ব্লেক

১২) 1 গ্রাম জল থেকে0°C 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে

ক) -1°C
খ) -80°C
গ) 1°C
ঘ) O°C√


১৩) পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল?

ক) 15 ই আগস্ট 1947
খ) 15 ই আগস্ট 1930
গ) 26 শে জানুয়ারি 1950
ঘ) 26 শে জানুয়ারি 1930√

১৪) এই সংস্থা গুলির মধ্যে কোনটি 2050 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে?

ক) রাষ্ট্রসংঘ
খ)UNDP
গ)G-8√
ঘ)SAARC

       
১৫) অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে   -

ক) প্রোপেন
খ) বিউটেন
গ) বেনজিন
ঘ) ইথেন√

১৬)নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম?

ক) উত্তর প্রদেশ√
খ) মধ্যপ্রদেশ
গ) পশ্চিমবঙ্গ
ঘ) মহারাষ্ট্র    

১৭)"পঞ্চ নদের দেশ "নামে অভিহিত কোন রাজ্যটি?

ক) গুজরাট
খ) আসাম
গ) ছত্রিশগড়
ঘ) পাঞ্জাব√

১৮) চীনের জাতীয় খেলা হল-

ক) ফুটবল
খ) হকি
গ) পোলো
ঘ) টেবিল টেনিস√

১৯) ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হল-

ক) পশ্চিমবঙ্গ√
খ) পাঞ্জাব
গ) উত্তর প্রদেশ
ঘ) হরিয়ানা


২০) ঝালাইয়ের কাজে এবং কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত জৈব যৌগ টি হল-

ক)CH 4
খ)C2H6
গ)C2H2√
ঘ)C2H4

২১) "পেনহোল্ড গ্রিপ"কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) টেনিস
খ) টেবিল টেনিস√
গ) হকি
ঘ) ক্রিকেট

২২) ভারতের প্রাচীনতম তৈল খনি হলো-

ক) মোরান
খ) মাকুম
গ) ডিগবয়√
ঘ) ডিব্রুগড়

২৩) রোলাঁ গারো -নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

ক) ব্যাডমিন্টন
খ) ফুটবল√
গ) টেনিস
ঘ) হকি

২৪) রাজ্যের প্রথম বিচারালয় এর মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন?

ক) রাজ্যের রাজ্যপাল
খ) ভারতের রাষ্ট্রপতি√
গ) রাজ্যের মুখ্যমন্ত্রী 
ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

২৫) কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক) জামশেদপুর√
খ) কটক
গ) ঝাড়খন্ড
ঘ) দিল্লি


২৬) তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ-

ক) বাড়ে√
খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) কোনোটিই নয়

২৭)"তত্ত্ববোধিনী সভা "প্রতিষ্ঠা করেছিলেন-

ক) ডিরোজিও
খ) রামমোহন রায়
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর√
ঘ) স্বামী বিবেকানন্দ

২৮) খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়?

ক) রেকটাম এ
খ) ইলিয়াম এ
গ) কোলন এ
ঘ) সিকাম এ√


২৯) তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়। একে বলে-

ক) জুল প্রক্রিয়া√
খ) জুল থমসন প্রক্রিয়া
গ) সিবেক প্রক্রিয়া
ঘ) পেলটিয়ার প্রক্রিয়া

৩০) ডঃ এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত?

ক) কথক নৃত্য
খ) ভারতনাট্যম নৃত্য
গ) বেহালা বাদন
ঘ) কণ্ঠসঙ্গীত√

৩১)নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য হলো উদ্ভিদের জন্য নয়?

ক) পটাশিয়াম
খ) ফসফরাস
গ) ক্যালসিয়াম
ঘ) আয়োডিন√

৩২)"হরিজন পত্রিকা"কে সম্পাদনা করেছিলেন?

ক) অরবিন্দ ঘোষ
খ) মহাত্মা গান্ধী√
গ) জহরলাল নেহেরু
ঘ) আম্বেদকার

৩৩) অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে-

ক) এক ভাগ HNO3  তিন ভাগHCL√
খ) তিন ভাগ HNO 3 এক ভাগ HCL
গ) এক ভাগ H2SO4  তিন ভাগ HCL
ঘ) তিন ভাগ HCLএক ভাগH2SO4 

৩৪) ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসে বিখ্যাত?

ক) সন্তুর বাদন
খ) সরোদ বাদন√
গ) বেহালা বাদন 
ঘ) তবলা বাদন

৩৫) বাড়িতে A.C ব্যবহার করা হয় কারণ A.C-

ক) নিরাপদ
খ) সহজেই উৎপাদনশীল√
গ) সস্তা
ঘ) পরিবহন সাশ্রয়কারী

৩৬) সাধারণত গ্রাম সভার সদস্য বলতে কাদের বোঝায়?

ক) গ্রামের প্রতিটি পরিবারের প্রধান ব্যক্তি
খ) গ্রামের সমস্ত ভোটারদের
গ) গ্রামের প্রাপ্তবয়স্ক পুরুষদের
ঘ) মনোনীত সদস্যদের√

৩৭) অনার্দ্র CAO দ্বারা শুষ্ক করা যায়-

ক)H2S গ্যাস কে
খ)NH3 গ্যাস কে√
গ)CO 2 গ্যাস কে
 ঘ)HCL গ্যাস কে

৩৮)"মাদাম বোভারি"উপন্যাসটির লেখক কে?

ক) এমিল জোলা
খ) ফ্লবেয়ার√
গ) কাফকা
ঘ) ভিক্টর হুগো

৩৯)দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 প্রকার করের হাত থেকে অব্যহতি দেন?

ক) মোবারক শাহ খলজী
খ) গিয়াসউদ্দিন তুঘলক
গ) ফিরোজ শাহ তুঘলক√
ঘ) সিকান্দার লোদী

৪০)"ইন্দিরা ঠাকুরন "কোন উপন্যাসের চরিত্র?

ক) আরণ্যক
খ) পথের পাঁচালী√
গ) ইছামতি
ঘ) দেবযান

৪১) ব্যাকটেরিয়া তে কোন ধরনের সালোকসংশ্লেষ উপস্থিত?

ক)PS 1√
খ)PS2
গ)উভয়
ঘ)কোনোটিই নয়

৪২)যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করে তা গঠিত হয়-

ক) কেবলমাত্র লোকসভার সদস্য গণ দ্বারা
খ) কেবলমাত্র রাজ্যসভার সদস্য গণ দ্বারা
গ) কেন্দ্রীয় আইনসভার উভয়পক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য গণ দ্বারা√
ঘ) উভয় সভার সদস্য গণ দ্বারা

৪৩) জিভের কোন অংশে স্বাদ কোরক অবস্থান করে?

ক) প্রান্ত√
খ) পিছন
গ) পার্শ্ব
ঘ) মাঝখান

৪৪) 'হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন' জন্মগ্রহণ করেন-

ক) পোল্যান্ড
খ) রাশিয়া
গ) ডেনমার্ক√
ঘ) জার্মানি

৪৫) কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন?

ক) বাংলা
খ) সংস্কৃত√
গ) মৈথিলী
ঘ) অপভ্রংশ

৪৬) পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বেসরকারি বন্দরটি হলো-

ক) ফলতা
খ) কাকদ্বীপ
গ) কুলপি√
ঘ) সাগরদ্বীপ

৪৭)"জিম কর্বেট "জন্মগ্রহণ করেন-

ক) ইংল্যান্ড
খ) ভারত√
গ) জার্মানি
ঘ) ফ্রান্স

৪৮)নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে জ্বালানি ব্যবহার করা হয়-

ক) গ্রাফাইট
খ) ভারী জল
গ) ক্যাডমিয়াম
ঘ) ইউরেনিয়াম√

৪৯) মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) লোকসভা√
ঘ) রাজ্যসভা

৫০)  আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ-

ক) রেটিনা√
খ) করোএড
গ) স্কেলেরা
ঘ) কর্নিয়া

৫১)"সংবাদ প্রভাকর" পত্রিকার সম্পাদক ছিলেন-

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) অক্ষয় কুমার দত্ত
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) ঈশ্বর গুপ্ত√

৫২) কোন্ নগরকে কে ভারতের প্রবেশদ্বার বলে?

ক) চেন্নাই
খ) মুম্বাই√
গ) কলকাতা
ঘ) দিল্লি

৫৩) শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক হলো-

ক) দ্য মার্চেন্ট অফ ভেনিস
খ) ম্যাকবেথ√
গ) দি টেম্পেস্ট
ঘ) এজ ইউ লাইক ইট

৫৪) ভিটামিন-K রক্ত তঞ্চন এর একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে-

ক) থ্রম্বোপ্লাস্টিন√
খ) ফাইব্রিনোজেন
গ) প্রথ্রমবিন
ঘ) কোনোটিই নয়

৫৫) জলসমের একক হল-

ক) ডিগ্রী সেন্টিগ্রেট
খ) ক্যালোরি
গ) গ্রাম√
ঘ) ডাইন

৫৬) কবি সত্যেন্দ্রনাথ রচনা করেন-

ক) অগ্নিবীণা
খ) কুহু ও কেকা√
গ) সাগর থেকে ফেরা
ঘ) ত্রিযামা

৫৭) ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হল-

ক) পশ্চিমবঙ্গ√
খ) বিহার
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তর প্রদেশ

৫৮) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদ কে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়?

ক) 360
খ) 368√
গ) 390
ঘ) 348







WB POLICE MAIN

SET-6


২)দুধের সাদা বর্ণের কারণ কি?

ক) ল্যাকটোজ                            খ) কেসিন√
গ) অ্যালবুমিন                             ঘ) গ্লোবিউলিন

৩)আতশবাজির সময় সবুজ শিখার কারণ কি?

ক) মার্কারি                            খ) সোডিয়াম
গ) বেরিয়াম√                        ঘ) পটাশিয়াম

৪)নিম্নের মধ্যে কোনটি পরিবেশ থেকে ফ্লুরাইডের প্রাথমিক উৎস?

ক) পোখরাজ                           খ) এপাটাইট
গ) ফ্লুরাইট√                             ঘ) ফসফোরাইট


৫)কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম নতুন রাজ্যের মর্যাদা পায়?

ক) 30 তম                                 খ) 34 তম
গ) 35 তম                                 ঘ) 36 তম√

৬)"সংগ্রামী জীবন ,সংগ্রাম হীনতা মৃত্যু"-এ কথা কে বলেছিলেন?

ক) মহাত্মা গান্ধী                              খ) মাও সেতুং
গ) নেতাজি সুভাষচন্দ্র বসু      ঘ) স্বামী বিবেকানন্দ√


৭)কোন কারখানা বা খনিতে কাজ করার নূন্যতম বয়স কত?

ক) 10 বছর                             খ) 12 বছর
গ) 14 বছর√                           ঘ) 16 বছর

৮)গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত?

ক) কানাডা                            খ) লন্ডন√
গ) জাপান                              ঘ) জার্মানি

৯)" প্রপিরুন" কি?

ক) মারাত্মক বিধ্বংসী ঝড়√      খ) সামুদ্রিক ঝড়
গ) সুনামি                                    ঘ) সমুদ্রস্রোত     


১০)পেনিসিলিয়াম কি?

ক) ছত্রাক√                            খ) ভাইরাস
গ) ব্যাকটেরিয়া                       ঘ) প্রোটোজোয়া


১১) কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?

ক) 1952                                     খ) 1953
গ) 1954  √                                 ঘ) 1955

১২)রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে?

ক) ভিটামিন A                       খ) ভিটামিন K√
গ) ভিটামিন C                       ঘ) ভিটামিন D

১৩)"চুক্কার "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) সাঁতার                           খ) ক্রিকেট
গ) পোলো√                        ঘ) টেনিস

১৪)স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ?

ক) মৃতজীবী                       খ) পরজীবী√
গ) স্বভোজী                        ঘ) মিথোজীবী

১৫)ফরাসি ভাষায় কোন শিখ গুরু জাফরনামা নামক বইটি রচনা করেন?

ক) গুরু তেগ বাহাদুর                  খ) গুরু নানক
গ) গুরু হররাই√                  ঘ) গুরু গোবিন্দ সিং

১৬)দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদী সৃষ্টি হয়েছে?

ক) তিস্তা                                 খ) তোর্সা√
গ) রায়ডাক                             ঘ) মহানন্দা

১৭)ঢালো কোন রাজ্যে প্রচলিত নৃত্য?

ক) অসম                    খ) গোয়া√
গ) কেরল                    ঘ) কর্ণাটক

১৮)নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?

ক) নীল চাষ                            খ) মাছ চাষ√
গ) উদ্যানপালন                      ঘ) শস্য উৎপাদন

১৯)গ্যালভানাইজেশন এ ব্যবহৃত ধাতু হলো-
ক) লোহা
খ) রুপা
গ) দস্তা√
ঘ) তামা        

২০) পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট?
ক) খেয়াল
খ) ভজন√
গ) ঠুমরি 
ঘ) গজল

২১)"কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

২২)পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গটি হলো-

ক) মূলরোম
খ) হস্টেরিয়া
গ) পরাশ্রয়ী মূল
ঘ) ভেলামেন√


২৩) তিমি মাছের শ্বাস যন্ত্রটির হলো-
ক) ফুলকা
খ) ফুসফুস√                      
গ) ফুসফুস ও ফুলকা উভয়
ঘ) বায়ুথলি


২৪)কোন দেশে pangolin দেখা যায়?
ক) আফ্রিকা√
খ) ইউরোপ
গ) রাশিয়া
ঘ) জাপান


২৫)Shorea Robusta আর লাতিন নাম?
ক) শাল√
খ) শিশু
গ) সেগুন
ঘ) চন্দন

Wednesday, December 25, 2019

টার্গেট WB Police Mains GK Test- 5



 টার্গেট WB Police Mains
                            GK Test- 5

১)জেলেপ লা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?

ক) হিমাচল প্রদেশ                  খ) জম্মু ও কাশ্মীর
গ) সিকিম√                            ঘ) উত্তরাখণ্ড

২)1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে-

ক) ভারত                         খ) মালয়েশিয়া√
গ) ইন্দোনেশিয়া               ঘ) বাংলাদেশ

৩)ইউনিভার্স বা বিশ্ব সম্পর্কে লেখাপড়া কি কি বলে?

ক) কসমোলজি√                          খ) স্টারলজি
গ) মেটালজি                             ঘ) ইউনিভার্সলজি

৪)মিস ওয়ার্ল্ড ডাইভারসিটি 2019 খেতাব অর্জনকারী নাজ জোশী কোন দেশের?

ক) মরিসাস                               খ) ইন্দোনেশিয়া
গ) ভারত√                                   ঘ) থাইল্যান্ড


৫)নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?

ক) পশ্চিমবঙ্গ                          খ) উড়িষ্যা
গ) অন্ধ্রপ্রদেশ                           ঘ) অসম√

৬)থ্যালাসেমিয়া রোগের বাহক কে?

ক) পুরুষ                                     খ) মহিলা√
গ) পুরুষ বা মহিলা যে কেউ         ঘ) বানর


৭)ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক ?

ক)বড়ো আঁশ                          খ)  ক্ষুদ্র আঁশ
গ)মাঝারি আঁশ√        ঘ) সঠিক কোনো হিসেবে নেই

৮)নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?

ক) নীল চাষ                            খ) মাছ চাষ√
গ) উদ্যানপালন                      ঘ) শস্য উৎপাদন

৯)পারসেক এককের সাহায্যে কি পরিমাপ করা যায়?

ক) মহাজাগতিক বস্তুর উজ্জলতা
খ) মহাজাগতিক বস্তুর দূরত্ব√
গ) নক্ষত্রের ঘনত্ব
ঘ) বৃহত্তম নক্ষত্রের অরবিটাল গতি

১০)ক্লোরোফিলের কেন্দ্রে কি উপস্থিত থাকে?

ক) ক্যালসিয়াম                          খ) ক্লোরিন
গ) ম্যাগনেসিয়াম√                     ঘ) আয়রন

১১)"সংগ্রামী জীবন ,সংগ্রাম হীনতা মৃত্যু"-এ কথা কে বলেছিলেন?

ক) মহাত্মা গান্ধী                              খ) মাও সেতুং
গ) নেতাজি সুভাষচন্দ্র বসু      ঘ) স্বামী বিবেকানন্দ√

১২)যখন মহাত্মা গান্ধী গ্রেপ্তার হয়েছিলেন তখন লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

ক) বিনোবা ভাবে                       খ) সরদার প্যাটেল
গ) আব্বাস তৈয়বজি√ ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

১৩) কাকে ' হেরিংপন্ড ' বলা হয় ?

ক)আটলান্টিক মহাসাগর√        খ)কালো সাগর
গ)মৃত সাগর                             ঘ)প্রশান্ত মহাসাগর


১৪)সাতবাহন রাজাদের সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত?

ক) অন্ধ্রপ্রদেশ √                খ) পাঞ্জাব
গ) গুজরাট                       ঘ) রাজস্থান


১৫)সর্বাধিক বিক্রিত বই "মাই লাইফ" এর রচয়িতা কে?

ক) নেলসন ম্যান্ডেলা   খ) বিল ক্লিনটন√
গ) হিলারি ক্লিনটন       ঘ) মার্গারেট থ্যাচার

১৬)নিম্নের কোনটি ইউনেস্কোর একটি ঐতিহ্যপূর্ণ স্থান?

ক) করবেট জাতীয় উদ্যান     খ) চিলকা হ্রদ√
গ) কেওলাদেও জাতীয় উদ্যান  ঘ) কেরালার নোনা জল

১৭) জিওমর্ফলজি হলো-

ক) ভূতত্ত্বের একটি ব্যাখ্যা
খ) পৃথিবীর গঠন সংক্রান্ত পঠন-পাঠন√
গ) জৈব বস্তুর অঙ্গ সংক্রান্ত পঠন-পাঠন
ঘ) কোনোটিই নয়

১৮) ঘানার রাজধানী হল-

ক) কুমাসি                    খ) সোফিয়া
গ) আক্রা √                    ঘ) বুরুন্ডি


১৯) ক্যাকটাস হলো একটা রূপান্তরিত-

ক) কান্ড √                           খ) পাতা
গ) ফুল                               ঘ) মূল


২০) নিম্নলিখিত কোনটি সম্পর্কিত বিদ্যা হলো অনকোলজি?

ক) ক্যান্সার√                        খ) পাখি
গ) স্তন্যপায়ী                         ঘ) মাটি

২১) ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

ক) ওয়াশিংটন ডিসি             খ) জেনেভা
গ) ব্রাসেলস√                        ঘ) লন্ডন

২২) ভারতে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) ধানবাদ         খ) ভূপাল
গ) সিমলা           ঘ) দেরাদুন√

২৩) ব্রিটিশ শাসিত ভারত থেকে বার্মা কে কত সালে বিচ্ছিন্ন করা হয়?

ক) 1947                              খ) 1935√
গ) 1930                               ঘ) 1943

২৪) কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম ছিল?

ক) বিহার                        খ) উড়িষ্যা
গ) বার্মা।                          ঘ) আসাম√

২৫) কোন দেশ 29 শে মে 2019, 12 তম প্রজাতন্ত্র দিবস পালন করল?

ক) মালয়েশিয়া                      খ) বাংলাদেশ 
গ) মালদ্বীপ                            ঘ) নেপাল√

Tuesday, December 24, 2019

টার্গেট WB Police Mains GK Test- 4




টার্গেট WB Police Mains
                            GK Test- 4

১)  রাশিলা কোন রাজ্যের প্রচলিত নৃত্য?

ক) ত্রিপুরা                            খ) কেরল
গ) গুজরাট√                         ঘ) গোয়া

২) পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি?

ক) সহ্যাদ্রি                          খ) মলয়াদ্রি√
গ) দোদাবেতা                       ঘ) মহেন্দ্রগীরি

৩) ঝারখান্ড পশ্চিমবঙ্গের সঙ্গে কত কিলোমিটার দৈর্ঘ্যের রাজ্য সীমানা অধিকার করে আছে?

ক) 592 কিমি√                       খ) 432 কিমি
গ) 530 কিমি                         ঘ)430কিমি

৪)2019 সালে হায়দ্রাবাদ ওপেনের পুরুষদের সিঙ্গলসে কে জয়লাভ করেছে?

ক) বি সাই প্রণীত                    খ) পারুপল্লি কষ্যপ
গ) কিদাম্বি শ্রীকান্ত                  ঘ) সৌরভ বর্মা√


৫)কোনটি ভঙ্গুর?
ক) লোহা                          খ) মরিচা√
গ) রাবার                         ঘ) স্বর্ণ


৬) ভারতের কোন গ্র্যান্ডমাস্টার 2019 সালে বেল্ট এবং রোড চায়না হিউম্যান আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট জিতেছে?

ক) ডি গুকেস                         খ) অভিজিৎ গুপ্তা
গ) সূর্য শেখর গাঙ্গুলী√             ঘ) সন্দীপন চন্দ্র
             

৭)কাপড় তৈরির মূল উপাদান কোনটি?

ক) সুতা                       খ) তন্তু√
গ) রঙ                         ঘ) রেশম

৮)সংবিধানের সূচনার সময় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছিল?

ক) 10 টি                           খ) 7 টি√
গ) 5টি                                ঘ) 6 টি

৯)ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়?

ক) কৃষ্ণা                             খ) গোদাবরী√
গ) কাবেরী                           ঘ) দামোদর

১০)খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?

ক) ক্ষারকীয়√                       খ) এসিডিক
গ) নিরপেক্ষ                          ঘ) লবণাক্ত অবস্থা

১১) পিকনোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?

ক) ঘনত্ব√                     খ) সৌর বিকিরণের তীব্রতা
গ) ভূমিকম্পের তীব্রতা   ঘ) উচ্চ তাপমাত্রা

১২) বিঠলস্বামী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ?

(ক) কৃষ্ণদেব রায়  √                (খ) রানা কুম্ভ       
 (গ) রাজেন্দ্র চোল              (ঘ) প্রথম রাজরাজচোল 


১৩)কক্ষপথে ঘূর্ণায়মান কোন কৃত্রিম উপগ্রহে ওজন শূন্যতার কারন কি?

ক) বাইরে অভিকর্ষের অনুপস্থিতি
খ) অভিকর্ষজ ত্বরণের মান শূন্য√
গ) গতিশক্তি শূন্য
ঘ) কোনোটিই নয়

১৪) মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল ?

(ক) গাজিয়াবাদ                    (খ) কানপুর       
(গ) ফৈজাবাদ  √                   (ঘ) এলাহাবাদ

১৫)থার্ম কিসের একক?

ক) তাপ√                     খ) ক্ষমতা
গ) আলো                     ঘ) দূরত্ব

১৬)নিম্নলিখিতকোন যন্ত্রের সাহায্যে আদ্রতা পরিমাপ করা হয়?

ক) কাটা থার্মোমিটার               খ) অ্যানিমোমিটার
গ) স্লিং সাইক্রোমিটার√      ঘ) ডাক্তারি থার্মোমিটার 

১৭)ভারতের তরল সোনার রাজ্য -

ক)অসম                     খ) বিহার
গ)মহারাষ্ট্র√                ঘ) গুজরাট

১৮)থ্যালাসেমিয়া রোগের বাহক কে?

ক) পুরুষ                                     খ) মহিলা√
গ) পুরুষ বা মহিলা যে কেউ         ঘ) বানর

১৯)ইউনিভার্স বা বিশ্ব সম্পর্কে লেখাপড়া কি কি বলে?

ক) কসমোলজি√                          খ) স্টারলজি
গ) মেটালজি                             ঘ) ইউনিভার্সলজি

২০)ভারতে কোন জাতের গাছে সাধারণত লাক্ষাকীট বাসা বাঁধে ?

শাল                                   খ)মহুয়া
পলাশ√                              ঘ)সেগুন

২১)পেশির ক্লান্তির জন্য দায়ী-

ক) কার্বন ডাই অক্সাইড       খ) ল্যাকটিক অ্যাসিড√
গ) ক্রিয়েটিনিন                   ঘ) ইথাইল অ্যালকোহল

২২)ইউট্রিফিকেশন হলো এক ধরনের-

ক) বায়ু দূষণ                       খ) মাটি দূষণ
গ) জল দূষণ√                      ঘ) শব্দ দূষণ

২৩)' ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট ' কোথায় অবস্থিত ?

ক)কলকাতা                          খ)কটক
গ)কারগিল                           ঘ)কানপুর√

২৪)ভারতে প্রথম আন্ত :লিঙ্গ (ট্রান্সজেন্ডার) বিদ্যালয় এর নাম কি?

ক) ইন্ডিয়ান ট্রান্সজেন্ডার স্কুল
খ) ইন্ডিয়ান স্কুল ফর ট্রান্সজেন্ডার
গ) ট্রান্সজেন্ডার ইন্টার্নেশনাল স্কুল
ঘ) সহজ ইন্টার্নেশনাল স্কুল√

২৫)ক্লোরোফিলের কেন্দ্রে কি উপস্থিত থাকে?

ক) ক্যালসিয়াম                     খ) ক্লোরিন
গ) ম্যাগনেসিয়াম√                ঘ) আয়রন



Monday, December 23, 2019

টার্গেট WB Police Mains GK Test- 3



টার্গেট WB Police Mains
                            GK Test- 3


১)কাকে কেবিনেট তোরণের কেন্দ্র প্রস্তর বলা হয়?

ক) স্বরাষ্ট্রমন্ত্রী
খ) আইনমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধানমন্ত্রী√

২)দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে?

ক)৩২
খ)৬৪√
গ)৫০
ঘ)৮১

৩)CGS পদ্ধতিতে জলসমের একক কি?

ক) গ্রাম√
খ) ওয়াট 
গ) কিলোগ্রাম
ঘ) পাউন্ড

৪)তড়িৎ চুম্বক হিসেবে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়?

ক) কোবাল্ট
খ) কাঁচা লোহা√
গ) নিকেল
ঘ) তামা

৫)বিশ্বের প্রথম দেশ হিসেবে কেবলমাত্র মহিলা বিদেশ মন্ত্রীর বৈঠক আয়োজন করলো কোন দেশ?

ক) ভারত
খ) চীন
গ) কানাডা√
ঘ)ব্রাজিল

৬)সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

ক) ছত্রিশগড়
খ) মধ্যপ্রদেশ.
গ) অন্ধপ্রদেশ
ঘ) উত্তর প্রদেশ

৭)"শ্রীদেবী: গার্ল ওমেন সুপারস্টার"বইটির লেখক এর নাম কি?

ক) জুহি চতুর্বেদী
খ) গজল সিং
গ) পল্লব কুমার
ঘ) সত্যার্থ নায়েক√

৮)একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়?

ক) 2টি√
খ) 4টি
গ) 8টি
ঘ) 16 টি

৯)ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সম্পাদনা করতেন কে?

ক) বিপিনচন্দ্র পাল
খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
গ) দাদাভাই নওরোজি
ঘ) জহরলাল নেহেরু√


১০)2018 সালের বাঘ শুমারি অনুযায়ী সবচেয়ে বেশি বাঘ কোন রাজ্যে রয়েছে?

ক) কর্ণাটক
খ) মধ্যপ্রদেশ√
গ) উত্তর প্রদেশ
ঘ) তামিলনাড়ু

১১)কানাডা বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?

ক) দামোদর 
খ) ময়ূরাক্ষী√
গ) বরাকর
ঘ) অজয়

১২)দুটি পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের কি বলে?

ক) আইসোবার
খ) আইসোটোন√
গ) আইসোটোপ
ঘ) আইসোডায়াফার

১৩)দুটি পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা তাদের কি বলে?

ক) আইসোবার
খ) আইসোটোন
গ) আইসোটোপ√
ঘ) আইসোডায়াফার


১৪)2019 সালে মিস ইন্ডিয়া 2019 অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক) দিল্লি
খ) কলকাতা
গ) মুম্বাই√
ঘ) চেন্নাই

১৫)নিম্নের কোন রোগটি মশাবাহিত রোগ নয়?

ক) ডেঙ্গু জ্বর
খ) ম্যালেরিয়া
গ) কালাজ্বর√
ঘ) গোদ

১৬)প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল-

ক) মালিশের পরীক্ষা
খ) বেনেডিক্টের পরীক্ষা
গ) বিউ রেট পরীক্ষা
ঘ) ডি. এন. পি পরীক্ষা

১৭)সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত?

ক) ইরাবতী
খ) চন্দ্রভাগা√
গ) শতদ্রু
ঘ) চম্বল

১৮)মাইকোপ্লাজমা কি?

ক) ছত্রাক
খ) প্রোক্যারিওটিক জীব√
গ) শৈবাল
ঘ) মস জাতীয় উদ্ভিদ

১৯)পৃথিবী থেকে কোন বস্তুর চাঁদে নিয়ে গেলে বস্তুটি র

ক) ভর একই থাকবে√
খ) ভর ও ওজন কমবে
গ) ওজন বাড়বে
ঘ) ভর কমবে

২০)হেপাটাইটিস ভাইরাস দেহের কোন অংশে আক্রমণ করে?

ক) ফুসফুস
খ) লিভার√
গ) রক্ত
ঘ) অগ্নাশয়

২১)বিজ্ঞানের কোন শাখায় মাটি সম্বন্ধীয় আলোচনা করা হয়?

ক) ইকোলজি
খ) হাইড্রোপনিক্স
গ) পেডোলজি
ঘ) জিওলজি

২২)ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

ক) অক্সিন
খ) জিব্বেরেলিন
গ) ইথিলিন√
ঘ) সাইটোকাইনিন

২৩)বিদেশিয়া কোন রাজ্যের প্রচলিত নৃত্য?

ক) আসাম
খ) বিহার√
গ) ত্রিপুরা
ঘ) উড়িষ্যা

২৪)ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি?

ক)NSE√
খ)DOLEX
গ)BSE
ঘ)CSE


২৫)গ্লাইকোলাইসিস এর অন্তিম যৌগ কোনটি?

ক) পাইরুভিক এসিড√
খ) গ্লুকোজ
গ) মিথানল
ঘ) ম্যালিক এসিড

SLST/ NET/SET HISTORY set-4



SLST/ NET/SET HISTORY MCQ Set-4

১) কোন বেদের দুটি ভাগ-শুক্ল ও কৃষ্ণ

ক) ঋক
খ) সাম
গ) যজু√
ঘ) অথর্ব

২) আর্যদের প্রধান খাদ্য ছিল-

ক) ফল ও সবজি
খ) ধান ও ডাল
গ) দুধ ও দুধজাত দ্রব্য√
ঘ) গম ও চাল

৩) বর্ণাশ্রম প্রথা কোথায় পাওয়া যায়?

ক) শতপথ ব্রাহ্মণ
খ) হিরণ্যগর্ভ সুক্ত
গ) পুরুষসূক্ত√
ঘ) যজুর্বেদ

৪) অশোকের কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়?

ক) 13 তম শিলালেখ
খ) ধৌলির কলিঙ্গ শিলালেখ√
গ) দশম শিলালেখ
ঘ) মাস কি লিপি

৫) "ধর্মাশোক "নাম  টি কোথায় পাওয়া যায়?

ক) মাস্কি শিলালেখ
খ) জুনাগর শিলালেখ
গ) সারনাথ শিলালেখ√
ঘ) কলিঙ্গ শিলালেখ

৬) কৌটিল্যের অর্থশাস্ত্রের চতুর্থ খন্ড" কন্টক শোধন" কথাটির মানে কি লিখুন?

ক) চরবৃত্তি
খ) অসামাজিক ও অপরাধীদের দমন
গ) অপরাধীদের বিচার
ঘ) খ ও গ উভয়√

৭) অশোকের মৃত্যুর পর তার সম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয়েছিল । পশ্চিম ও পূর্ব বিভাগের শাসনভার ন্যস্ত হয়েছিল যথাক্রমে-

ক) কুনাল ও দশরথ√
খ) দশরথ ও কুনাল
গ) সম্পাতি ও শালি সুক
ঘ) শালী সুক ও সম্পাতি

৮) মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কোনটি?

ক) অশোক পরবর্তী রাজাদের দুর্বল শাসন ও রাজ্য বিভাগ
খ) অশোকের শাসনে ধর্মের প্রভাব
গ) ব্রাহ্মণ্য ধর্মের বিদ্রোহ বৌদ্ধ নীতির বিরুদ্ধে
ঘ) সবকটি√

৯) রুদ্র দমনের জুনাগর শিলালিপি অনুসারে কোন শাসক সুদর্শন হ্রদের বাঁধ নির্মাণ করেছিলেন পার্শ্ববর্তী সৌরাষ্ট্র এলাকার জন্য?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য√
খ) বিন্দুসার
গ) অশোক
ঘ) দশরথ

১০) মৌর্য বংশের শেষ শাসক এর নাম কি?

ক) বৃহদ্রথ√
খ) সম্পাতি
গ) দশরথ
ঘ) শালী সুক

১১) আলেকজান্ডারের ভারত অভিযানের সময় উত্তর ভারতের কোন বংশের শাসন জারি ছিল?

ক) নন্দ বংশ√
খ) মৌর্য বংশ
গ) শুঙ্গ বংশ
ঘ) কাম্ব বংশ

১২)"শূন্য" আবিষ্কার করেন কে?

ক) আর্যভট্ট√
খ) বরাহমিহির
গ) ভাস্কর ১
ঘ) শঙ্কু

১৩) এদের মধ্যে কে "বিক্রমাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?

ক) প্রথম চন্দ্রগুপ্ত 
খ) সমুদ্র গুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত√
ঘ) স্কন্দগুপ্ত

১৪) কোন শিলালেখ টি সমুদ্র গুপ্ত সম্পর্কে বর্ণনা দেয়?

ক) এলাহাবাদ শিলা লেখ
খ) জুনাগর শিলালিপি
গ) মেহরৌলি লৌহ শিলালিপি√
ঘ) হাতি গুম্ফা শিলালিপি

১৫) বরাহমিহির রচিত বিখ্যাত রচনা বৃহৎসংহিতার বিষয় কি?

ক) জ্যোতির্বিজ্ঞান√
খ) রাজনীতি
গ) আয়ুর্বেদ
ঘ) অর্থনীতি

১৬) নিম্নলিখিত কোন ব্যক্তি চন্দ্রগুপ্তের নবরত্ন সভার অন্তর্ভুক্ত নয়?

ক) বীরাসেনা
খ) আচার্য দিগ্নাগ
গ) বরাহমিহির
ঘ) চরক√


১৭) কোন গুপ্ত সম্রাট এর সময় কালে প্রথম হুন আক্রমণ হয়?

ক) প্রথম কুমার গুপ্ত√
খ) স্কন্দ গুপ্ত
গ) বুদ্ধ গুপ্ত
ঘ) পুরু গুপ্ত


১৮) গুপ্ত যুগে প্রচলিত রৌপ্য মুদ্রা কে কি নামে ডাকা হতো?

ক) রূপক√
খ) কার্যাপণ
গ) দিনার
ঘ) পণ

১৯) দ্বিতীয় পুলকেশী ও হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধের কথা কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে?

ক) এলাহাবাদ প্রশস্তি
খ) আইহোল প্রশস্তি√
গ) দামোদর পুত্র তাম্রপত্র
ঘ) বিলশাদ প্রশস্তি

২০) গুপ্ত যুগের একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর হলো-

ক) তাম্রলিপ্ত√
খ) ভারত
গ) কল্যাণ
ঘ) ক্যামবে

২১) গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন-

ক) সৌমিল্য
খ) শূদ্রক
গ) শৌণক
ঘ) সুশ্রুত√

২২)বিখ্যাত কবি কালিদাসের রচনাগুলির মধ্যে নিচের কোনটির অন্তর্ভুক্ত নয়?

ক) ঋতুসংহার
খ) মেঘদুত
গ) কুমারসম্ভব
ঘ) দশকর্মা চরিত√


২৩) গুপ্ত যুগের মহিলা জাতি সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

ক) বাল্য বিবাহের প্রচলন ছিল গুপ্ত যুগের সমাজে
খ) নারীরা কেউ কেউ বেদ  পাঠে সক্ষম ছিলেন
গ) নৃত্যগীত  মহিলাদের ক্ষেত্রে সম্মানীয় ছিল
ঘ) বিধবা বিবাহের প্রচলন ছিল√


২৪) পাটুলি পুত্র হতে তক্ষশীলা পর্যন্ত রাজপথ কে নির্মাণ করেছিলেন?

ক) মৌর্য√
খ) কুশান
গ) শক
ঘ) গুপ্ত

২৫) কোন শাসক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) কনিষ্ক
গ) প্রথম চন্দ্রগুপ্ত√
ঘ) অশোক


https://drive.google.com/file/d/1w-gaPUwAD1UHCg7k6Zhb3QBJgDz0hmM0/view?usp=drivesdk



Sunday, December 22, 2019

টার্গেট WB Police Mains GK Test- 2

টার্গেট WB Police Mains
                            GK Test- 2

1.  ভারতের প্রধান রাষ্ট্রীয় রোজগার কোন্ খাতে বেশী ?

(ক) কৃষি√       
(খ) শিল্প        
(গ) বনভূমি        
(ঘ) কোনটাই নয়

2. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?

ক)ওজোন
খ)নাইট্রাস অক্সাইড
গ)জলীয় বাষ্প
ঘ)হাইড্রোজেন√

3. বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়?

ক) 16 সেপ্টেম্বর√
খ) 19 নভেম্বর
গ) 2nd অক্টোবর
ঘ) 5 জুন

4. নিচের কোনটি নোবেল ধাতু ?

ক)আয়রন
খ)রুপা√
গ)অ্যালুমিনিয়াম
ঘ)ব্রোঞ্জ

5. পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়?

ক) বিহার
খ) রাজস্থান√
গ) তামিলনাড়ু
ঘ) উত্তর প্রদেশ

6. দৈর্ঘ্যের সবথেকে ছোট একক -

ক)মাইক্রন
খ)ন্যানোমিটার
গ)আংস্ট্রম
ঘ)ফার্মিমিটার√

7. ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন ?

ক)থমাস এডিসন√
খ)আলেকজান্ডার গ্রাহামবেল
গ)উইলিয়াম কুক
ঘ)টেরি এডিসন

8. ভারতের মরুভূমি কি নামে পরিচিত?

ক) গোবি
খ) সাহারা
গ) থর√
ঘ) আটকামা

9.. কোন শহরের উপর সূর্য কখনো উল্লম্বভাবে অবস্থান করে না ?

ক)শ্রীনগর√
খ)মুম্বাই
গ)কলকাতা
ঘ)তিরুবন্তপুরম

10. বাংলাদেশ পৃথিবীর কততম জনবহুল দেশ ?

ক)পঞ্চম
খ)ষষ্ঠ
গ)সপ্তম
ঘ)অষ্টম√

11. নিম্নলিখিত কোন রাজ্যটি বাংলাদেশ এর প্রান্ত নয় ?

ক)মেঘালয়
খ)ত্রিপুরা
গ)মনিপুর√
ঘ)মিজোরাম

12. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি ?

ক)উত্তরপ্রদেশ
খ)সিকিম√
গ)দিল্লি
ঘ)লাক্ষাদ্বীপ

13. তিরিচিমির কোথাকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ?

ক)নেপাল
খ)ভুটান
গ)আফগানিস্তান
ঘ)পাকিস্তান√


14. যশোর কিসের জন্য বিখ্যাত ?

ক)চিরুনি উৎপাদনে√
খ)ধান উৎপাদনে
গ)পাট উৎপাদনে
ঘ)কাগজ শিল্পে


15. শ্রীলংকার কোন শহরে ভগবান বুদ্ধের দাঁতের মন্দির আছে ?

ক)জাফনা
খ)অনুরাধাপুর
গ)ত্রিঙ্কোমালি
ঘ)কান্ডি√

16.সুয়েজ খাল যুক্ত করেছে-

ক)পারস্য উপসাগর ও আরব সাগর
খ)লোহিত সাগর ও ভুমধ্যসাগর√
গ)ভূমধ্যসাগর ও কালো সাগর
ঘ)লোহিত সাগর ও আরব সাগর

17.ওজোন স্তরের অনুপস্থিতিতে কোন রশ্মি বায়ুমন্ডলে ঢুকতে পারে?

ক)ইনফ্রারেড
খ)দৃশ্যমান
গ)অতিবেগুনী√
ঘ)এক্সরে

18.কোনটি কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী?

ক)ভীমা 
খ)মুনি
গ)তুঙ্গভদ্রা√
ঘ)কয়না

19.কোন শহরটি ভারতের জিরো মাইল সেন্টার নামে পরিচিত?

ক)বার্নপুর
খ)এলাহাবাদ
গ)নাগপুর√
ঘ)নতুন দিল্লি

20.ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত?

ক)কেরল
খ)মহারাষ্ট্র
গ)কর্নাটক√
ঘ)তামিলনাড়ু

21.ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?

ক)৯টি
খ)১১টি√
গ)১২টি
ঘ)২০টি

22. পাইকা কোন রাজ্যের নৃত্য?

ক) গুজরাট
খ) হরিয়ানা
গ) ঝাড়খন্ড√
ঘ) মনিপুর

23.'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসাবে পালিত হয়-

ক)১০ই ডিসেম্বর√
খ)২৪শে অক্টোবর
গ)২৩শে নভেম্বর
ঘ)কোনটিই নয়

24.কলকাতা ন্যাশনাল লাইব্রেরী পূর্বে কি নামে পরিচিত ছিল?

ক) ইম্পেরিয়াল লাইব্রেরি√
খ) ব্রিটিশ লাইব্রেরি
গ) রয়েল লাইব্রেরী
ঘ) অ্যালবার্ট লাইব্রেরী

25. প্রথম বৌদ্ধ মহাসভা কার সময় হয়েছিল?

ক)অশোক
খ) অজাতশত্রু√
গ) কনিষ্ক
ঘ) হর্ষবর্ধন






Saturday, December 21, 2019

টার্গেট WB Police Mains GK Test- 1




টার্গেট WB Police Mains
                            GK Test- 1


১)নিচের কোন প্রাণী দের ভারতের জাতীয় প্রতীকে দেখতে পাওয়া যায়?

ক) ষাঁড়,হরিণ এবং ঈগল
খ) হরিণ এবং হাতি
গ) হাতি বাঘ এবং ষাঁড়
ঘ) ঘোড়া এবং ষাঁড়√


২) রেকিয়াভিক কোন দেশের রাজধানী?

ক) জামাইকা
খ) জর্ডান
গ) আয়ারল্যান্ড
ঘ) আইসল্যান্ড√


৩) অপটিক্যাল ফাইবার এর কার্যনীতি হল-

ক) প্রতিসরণ
খ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন√
গ) বিক্ষেপ
ঘ) প্রতিফলন


৪) টেলিফোনের জনক কাকে বলা হয়?

ক) ল্যাভয়সিয়ে
খ) জনবেল
গ) গ্রাহাম বেল√
ঘ) অ্যাডাম স্মিথ


৫) পুলু কাদের বলা হয়?

ক) ভারতীয় সৈন্য
খ) ইংরেজ সৈন্য
গ) পাকিস্তানি সৈন্য
ঘ) ফরাসী সৈন্য√


৬)কোন প্রাণী একমাত্র ইউক্যালিপটাস গাছের পাতা খেয়ে বাঁচে?

ক) কোয়ালা√
খ) গ্রেটার গ্লাইডার
গ) সাধারণ ওয়ামব্যাট
ঘ) ক্যাঙ্গারু


৭)নিচের কোন মাছের কোন কঙ্কাল নেই?

ক) তারা মাছ
খ) স্পঞ্জ
গ) জেলি মাছ√
ঘ) সিলভার মাছ


৮)আফগানিস্তানের রাজধানীর নাম কি?

ক) বেজিং
খ) কাবুল√
গ) পিয়াং ইয়াং
ঘ) তাশখন্দ


৯)বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) হকি√
খ) ক্রিকেট
গ) ফুটবল
ঘ) বাস্কেটবল


১০)মাছের হৃদপিন্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে?

ক) 2টি√
খ) 4টি
গ) 3টি
ঘ) 6 টি


১১)কোন দেশ 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?

ক) শ্রীলংকা
খ) অস্ট্রেলিয়া
গ) পাকিস্তান
ঘ) ভারত√


১২)ভারতে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ কোথায় খেলা হয়?

ক) আমেদাবাদ√
খ) দিল্লি
গ) কলকাতা
ঘ) ব্যাঙ্গালোর


১৩)ডাক ব্যবস্থা কে শুরু করেন?

ক) শাহজাহান
খ) হুমায়ুন
গ) শেরশাহ√
ঘ) আকবর


১৪)ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কবে?

ক) 1994
খ) 1995
গ) 1996√
ঘ) 1997


১৫)ভারতের বৃহত্তম মন্দির কোনটি?

ক) সূর্য মন্দির
খ) মীনাক্ষী মন্দির
গ) লিঙ্গরাজ মন্দির
ঘ) শ্রী রঙ্গনাথস্বামী মন্দির√


১৬) ২০২২ সালে কোন শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে?

ক) ঢাক
খ) ব্রিটেন
গ) বেজিং
ঘ) ডারবান√


১৭) ভারতের বৃহত্তম মসজিদ কোনটি?

ক) জামা মসজিদ√
খ) জুমা মসজিদ
গ) টিপু সুলতান মসজিদ
ঘ) বাবরি মসজিদ


১৮) সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের সাহায্যার্থে" সখি" নামের উদ্যোগটি চালু হয়েছে?

ক) বিহার
খ) পশ্চিমবঙ্গ
গ) উড়িষ্যা
ঘ) হরিয়ানা√


১৯) মানবদেহের ব্লাডব্যাংক কাকে বলা হয়?

ক) প্লীহা√
খ) যকৃত
গ) ফুসফুস
ঘ) অগ্নাশয়


২০)ভারতের বিসমার্ক কাকে বলা হয়?

ক) লাল বাহাদুর শাস্ত্রী
খ) মতিলাল নেহেরু
গ) সরদার বল্লভ ভাই প্যাটেল√
ঘ) এপিজে আবদুল কালাম


২১) ফেসবুকের স্রষ্টা কে?

ক) স্টিভ জবস
খ) মার্ক জুকারবার্গ√
গ) ল্যারি পেজ
ঘ) বিল গেটস


২২) সিঁড়ি থেকে পড়ে কার মৃত্যু হয়?

ক) শাহজাহান
খ) হুমায়ুন√
গ) শেরশাহ
ঘ) আকবর


২৩)GST সম্পূর্ণ নাম কি?

ক) General Service Tax
খ)Gross Domestic Product Tax
গ)Goods and Service Tax√
ঘ)Union Service Tax


২৪)ভারতের ধান উৎপাদনের------হয় পশ্চিমবঙ্গে-

ক) 10%
খ) 15 %√
গ) 20%
ঘ) 25%


২৫) ধুয়াধার জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়?

ক)কৃষ্ণা
খ) নর্মদা√
গ) গোদাবরী
ঘ) ব্রহ্মপুত্র

Friday, December 20, 2019

Newly Appointed Chairman & MD


Newly Appointed Chairman & MD
       
       
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান- রজনীশ কুমার

২) অ্যাক্সিস ব্যাংকের চেয়ারম্যান-শ্রী রাকেশ মাখিজি

৩) রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান-বিনোদ কুমার যাদব

৪) প্রসার ভারতীর চেয়ারম্যান - Dr. A. সূর্য প্রকাশ

৫) ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট-Nariner Dhrubv Batra

৬) এয়ার ইন্ডিয়ার Chairman & MD- অশ্বিনী লোহানী
                           
৭)15th Finance Commission এর চেয়ারম্যান -এন. কে. সিং

৮) নীতি আয়োগ এর চেয়ারম্যান -নরেন্দ্র মোদি

৯) নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান- মি: রাজীব কুমার

১০) নীতি আয়োগ এর CEO- অমিতাভ কান্ত

১১) সেন্ট্রাল বোর্ড অফ  ফিল্ম সার্টিফিকেশন এর  চেয়ারপারসন - প্রসুন যোশী

১২) Children's ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন -মুকেশ খান্না

১৩) এটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান-K.N.Vyas

১৪) ISRO এর চেয়ারম্যান- k.Sivan

১৫) ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) এর  ডাইরেক্টর -আজিত কুমার মহান্তি

১৬) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল-নিলাম কাপুর

১৭) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান-বিজয় কুমার চোপড়া

১৮) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর-শক্তিকান্ত দাস

১৯) নাবার্ড এর চেয়ারম্যান- Harsh Kumar Bhanwala

২০) INFOSYS এর CEO & MD- সালিল এস পারেখ


২১) বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান-বিক্রম জিৎ সেন

২২) অ্যাক্সিস ব্যাংকের CEO এবং MD- অমিতাভ চৌধুরী

২৩) L.I.C এর চেয়ারম্যান-M.R কুমার

                 
২৪) সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর চেয়ারম্যান -অজয় ত্যাগী

২৫) সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারপারসন-প্রমোদ চন্দ্র মোদি

২৬) NASSCOM এর প্রেসিডেন্ট- দেবযানি ঘোষ

২৭) NASSCOM এর চেয়ারম্যান- Keshav R Murugesh

২৮) ললিতকলা একাডেমীর চেয়ারম্যান-উত্তম পাচারনে

২৯) ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট-বৃজেন্দ্র পাল সিং

৩০)স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল-নিলাম কাপুর

৩১) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান-বিজয় কুমার চোপড়া

৩২) UPSC এর চেয়ারম্যান-  অরবিন্দ সাক্সেনা

৩৩) ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন(ICCR) এর প্রেসিডেন্ট- বিনয় সহস্রাবুদ্ধে

                 











Thursday, December 19, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস

১) কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন?
-নদীয়া জেলার শান্তিপুরের নিকট ফুলিয়া গ্রামে

২) কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালি গ্রন্থের পঞ্চম  কান্ডের নাম কি?
-সুন্দর কান্ড

৩) কৃত্তিবাস ওঝার কাব্য প্রথম কোথা থেকে মুদ্রিত হয়?
-শ্রীরামপুর মিশন থেকে

৪) কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালি গ্রন্থে মোট কতগুলো শ্লোক আছে?
-২৪০০০

৫)wine and olive oil area-কোন জায়গা সম্বন্ধে বলা হয়?
-দক্ষিণ ইউরোপ সম্বন্ধে

৬) ভারতে হিন্দু আমলে যে মাংস রান্নার পদ্ধতি ছিল তার বিশেষ বর্ণনা  কোন গ্রন্থে পাওয়া যায়?
-কৌটিল্যের অর্থশাস্ত্র

৭) সুনীতিকুমারের আত্মজীবনীর নাম কি?
-জীবন কথা

৮) কাজী নজরুলের পিতার নাম কি?
-কাজী ফকির আহমেদ

৯) কাজী নজরুলের প্রথম কবিতার বইয়ের নাম কি?
-ব্যথার দান

১০) কাজী নজরুলের ফনিমনসা গ্রন্থের রচনাকাল কত?
-১৯২৭ খ্রিষ্টাব্দ

১১) পালামৌ  গ্রন্থে কোন ইংরেজি পত্রিকার উল্লেখ আছে?
- হরকরা

১২) ইকবাল কোন কোন ভাষায় কাব্য রচনা করেন?
-উর্দু ও ফারসি

১৩) ইকবালের জাভিদ নামা গ্রন্থের রচনাকাল কত?
-১৯৩২

১৪) মোপাসাঁর সংক্ষিপ্ত নাম কি?
-গী দ্য মোপাসাঁ

১৫) মোপাসাঁর  সঙ্গে কোন বাঙালি সাহিত্যিক এর মিল আছে?
-বাঙালি সাহিত্যিক সুবোধ ঘোষ

১৬) ব্যোম যাত্রীর ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
-সন্দেশ পত্রিকা

১৭) বাংলা কে প্রথম গোল্ড এনে দিলো কে?
-হিয়া মিত্র

১৮) রবীন্দ্রনাথকে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন কে?
-সীতানাথ দত্ত

১৯) আমাদিগকে বিচিত্র বিষয় শিক্ষা দিবার জন্য সেজ দাদার বিশেষ উৎসাহ ছিল। সেজ দাদার নাম কি?
-হিমেন্দ্রনাথ 

২১) পাকিস্তানের আধ্যাত্বিক পিতা হিসেবে কে পরিচিত?
-ইকবাল

২২)সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন কত সালে?
-১৯০৪ সালে

২৩) সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধের রচনাকাল কত?
-১৯৬০ খ্রিষ্টাব্দ

২৪) সৈয়দ মুজতবা আলীর  হাস্য মধুর প্রবন্ধের রচনাকাল কত?
-১৯৬৬ খ্রিস্টাব্দ

২৫)দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি?
-গন্ধর্ব নারায়ন মিত্র

২৬) বঙ্কিমচন্দ্র নীলদর্পণ কে কোন বিদেশী উপন্যাসের সঙ্গে তুলনা করেছেন?
-uncle tom's cabin এর সঙ্গে

২৭) রাজীব লোচন কোন নাটকের চরিত্র?
-বিয়ে পাগলা বুড়ো

২৮)  লীলাবতী নাটকের রচনাকাল কত?
-১৮৬৭ খ্রিষ্টাব্দ

২৯)he is with Shakespeare কার সম্পর্কে বলা হয়?
-দীনবন্ধু মিত্র
https://drive.google.com/file/d/1vYo7ul3mkqwQmVEwyuoH-E4epsGuXAU_/view?usp=drivesdk

বিগত বছরের মিসলেনিয়াস প্রশ্নপত্র 2006


বিগত বছরের মিসলেনিয়াস প্রশ্নপত্র 2006

১) নিচের কোনটি মৌলিক অধিকার?
ক) কর্মের অধিকার
খ) সম্পত্তির অধিকার
গ) বাধ্যতামূলক শিক্ষার অধিকার
ঘ) শোষণের বিরুদ্ধে অধিকার√

২) গ্যালভানাইজেশন এ ব্যবহৃত ধাতু হলো-
ক) লোহা
খ) রুপা
গ) দস্তা√
ঘ) তামা

৩)কোন সংশোধনী আইনে পঞ্চায়েত মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে?
ক) 70 তম সংশোধনী আইন
খ) 71 তম সংশোধনী আইন
গ) 73 তম সংশোধনী আইন√
ঘ) 75 তম সংশোধনী আইন
          
৪) পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন-
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী√
গ) অর্থমন্ত্রী
ঘ) পরিকল্পনামন্ত্রী        

৫)300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপারের ওপর দিয়েইথাইল অ্যালকোহল এর বাষ্প প্রবাহিত করলে উৎপন্ন হয়-
ক)C2H4√
খ)CH3CHO
গ)CH 3COCH 3
ঘ)C2H6

৬) "কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

৭) পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে-
ক)  অধ্যক্ষ, লোকসভা ,রাজ্যসভা√
খ) উপরাষ্ট্রপতি ,রাজ্যসভা, লোকসভা
গ) রাষ্ট্রপতি ,রাজ্যসভা, লোকসভা
ঘ) প্রধানমন্ত্রী ,রাজ্যসভা ও লোকসভা

৮) তিমি মাছের শ্বাস যন্ত্রটির হলো-
ক) ফুলকা
খ) ফুসফুস√
গ) ফুসফুস ও ফুলকা উভয়
ঘ) বায়ুথলি

৯)নিম্নোক্ত দের মধ্যে কে অর্জুন পুরস্কার লাভ করেন নি?
ক) সূর্য শেখর গাঙ্গুলী
খ) তরুণ দীপ রায়
গ) দোলা ব্যানার্জি
ঘ) ঝানু হাসদা√       

১০) সিনকোনায় যে উপকার পাওয়া যায় তা হল
ক) রেসারপিন
খ) নিকোটিন
গ) মরফিন
ঘ) কুইনাইন√

১১)ক্রিকেটের আইনের কোন ধারা অনুযায়ী আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে যদি তা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়?
ক) আইন নং 25√
খ) আইন নং 26.5
গ) আইন নং 27.9
ঘ) আইন নং 30

১২)"কাদম্বরী" রচয়িতা কে?
ক) কালিদাস
খ) সজনীকান্ত দাস
গ) অশ্বঘোষ
ঘ) বানভট্ট√

১৩) কোন দেশে pangolin দেখা যায়?
ক) আফ্রিকা√
খ) ইউরোপ
গ) রাশিয়া
ঘ) জাপান

১৪) ইন্দ্রজিত দাস গুপ্ত প্রযোজিত হিন্দিতে রবীন্দ্রসংগীত এর একটি ভিডিওতে অস্মিত প্যাটেলের সঙ্গে একজন বাঙালি অভিনেত্রী কে অংশগ্রহণ করেন?
ক) জুন মালিয়া
খ) কনীনিকা ব্যানার্জি
গ) ঋতুপর্ণা √
ঘ) দেবশ্রী রায়

১৫)"গোদান"এর লেখক কে?
ক) শ্রী লাল শুক্লা
খ) নাগার্জুন
গ) প্রেমচাঁদ মুন্সী√
ঘ) রহুল সংকৃত্যায়ান

১৬) যে মাছ সমুদ্রের ডিম পাড়ে-
ক) বান
খ) ইলিশ√
গ) তেলাপিয়া
ঘ) মাগুর

১৭)ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত  "খেয়াল" এর উদ্ভাবক কে?
ক) তানসেন
খ) আমির খসরু
গ) কবির
ঘ) ওঙ্কার নাথ ঠাকুর√

১৮)"গোরা"লিখেছেন-
ক) প্রমথ চৌধুরী
খ) সুরেন্দ্রনাথ ঠাকুর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর√
ঘ) প্রভাত কুমার মুখোপাধ্যায়

১৯)পুং গর্ধব কে কি বলা হয়?
ক) জ্যাক√
খ) জিল
গ) টম
ঘ) জেরি

২০) পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট?
ক) খেয়াল
খ) ভজন√
গ) ঠুমরি 
ঘ) গজল

২১)" অরণ্যের অধিকার" এর রচয়িতা কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) মহাশ্বেতা দেবী√
গ) মহাদেবী বর্মা
ঘ) অনুপমা দেবী

২২)লোকনৃত্য হিসাবে" ডান্ডিয়া" উদ্ভব ঘটেছে এই রাজ্যে-
ক) গুজরাট√
খ) মহারাষ্ট্র
গ) কর্ণাটক
ঘ) কেরল

২৩)"ইডিয়ট"রচয়িতা কে?
ক) বরিস পাস্তারনক
খ) রবার্ট ফ্রস্ট
গ) দস্তএভসকি√
ঘ) অল্টাস হাসলে

২৪) কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত?
ক) স্তন্যপায়ী
খ) পক্ষী √
গ) বানর
ঘ) সৌরজগৎ

২৫)তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিল এর পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় কারণ-
ক) এটি সহজে স্থায়ী চুম্বক এ পরিণত হয়
খ) এর চৌম্বক প্রবণতা বেশি√
গ) এর চৌম্বক শক্তি যতখুশি বাড়ানো যায়
ঘ) এর চৌম্বক প্রবণতা কম

২৬)লোকনৃত্য হিসাবে" লাই হারাওবা "বিকশিত হয়েছে এই রাজ্যে-
ক) মনিপুর
খ) অরুণাচল প্রদেশ
গ) মিজোরাম
ঘ) নাগাল্যান্ড√

২৭)"লক্ষণের শক্তিশেল"-নাটকটির লেখক কে?
ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
খ) সুকুমার রায়√
গ) সত্যজিৎ রায়
ঘ) সন্দীপ রায়

২৮)"ক্যান্টারবেরি টেলস"এর লেখক কে?
ক) হারম্যান মেন ভিল
খ) জণ মিল্টন
গ) জিওফ্রে চসার√
ঘ) স্টিফেন স্পেন্ডর

২৯)একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে-
ক) ঋণাত্মক
খ) এক অপেক্ষা বেশি
গ) এক√
ঘ) এক অপেক্ষা কম

৩০)ভারতীয় নাটকের প্রবর্তন ও  জনক হিসাবে কাকে গণ্য করা হয়?
ক) কালিদাস√
খ) ভবভূতি
গ) ভাস
ঘ) শূদ্রক

৩১)সম্প্রতি বিজ্ঞানীদের কাছে কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারিয়েছে?
ক) প্লুটো√
খ) নেপচুন
গ) শনি
ঘ) বুধ

৩২) যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল সেটি হল-
ক) কেন্দ্রীয় বিভাজন
খ) কেন্দ্রীয় সংযোজন√
গ) তেজস্ক্রিয় বিঘটন
ঘ) কৃত্তিম মৌলান্তর

৩৩) "কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

৩৪) আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
ক) ঋগ্বেদ√
খ) সামবেদ
গ) যজু বেদ
ঘ) অথর্ববেদ

৩৫)"দি বং কানেকশন" চলচ্চিত্রের পরিচালক কে?
ক) গৌতম ঘোষ
খ) অঞ্জন দত্ত√
গ) বুদ্ধদেব দাশগুপ্ত
ঘ) তরুণ মজুমদার

৩৬) রামচরিত এর রচয়িতা কে?
ক) ধর্মপাল
খ) সন্ধ্যাকর নন্দী√
গ) গোপাল
ঘ) রামপাল

৩৭) সীফ হচ্ছে -
ক) মরুভূমি
খ) উপসাগর
গ) প্লায়া হ্রদ
ঘ) বালিয়াড়ি√

৩৮) তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
ক) 1565√
খ) 1192
গ)1191
ঘ)1526

৩৯)সম্প্রতি কোন ফিল্ম "গান্ধীগিরি"র ধারণা জনপ্রিয় করে তুলেছে?
ক) ম্যায়নে গান্ধী কো নেহি মারা
খ) গান্ধী
গ) লাগে রাহো মুন্না ভাই√
ঘ) হে রাম এ গান্ধী

৪০) চুন হলো-
ক)CaCo3
খ)CaO√
গ)Ca Cl 2
ঘ)CaH2

৪১)"আকবরনামা" কার লেখা?
ক) আবুল ফজল√
খ) টোডরমল
গ) ইবন বতুতা
ঘ) বদাউনি

৪২)Shorea Robusta আর লাতিন নাম?
ক) শাল√
খ) শিশু
গ) সেগুন
ঘ) চন্দন

৪৩)হুগলি জেলার  সিঙ্গুর গ্রাম সম্প্রতি খবরে কেন এত গুরুত্ব পেয়েছে?
ক) কৃষকদের আন্দোলনের জন্য
খ) খরার জন্য
গ) দ্রুত শিল্প বিকাশের জন্য
ঘ)টাটা গোষ্ঠীর মোটর গাড়ি নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য জমি অধিগ্রহণের সরকারি পদক্ষেপের জন্য√

৪৪) মিথেনের দহনে তৈরি হয়-
ক) CO2+H2
খ )CO2+H2o√
গ) N2+H2
ঘ)O2+H2

৪৫) রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত-
ক) অলকানন্দা- ভাগীরথী
খ) অলকানন্দা - মন্দাকিনী√
গ) মন্দাকিনী -শোন গঙ্গা
ঘ) মন্দাকিনী -গঙ্গা



https://drive.google.com/file/d/1vG2IsCKpPlJDRQjlGFnwF8_byEVazZIU/view?usp=drivesdk


Wednesday, December 18, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস 

1)চর্যাপদ কে আবিষ্কার করেন?
উঃহরপ্রসাদ শাস্ত্রী

2)চর্যাপদ কি নামে প্রকাশিত হয়?
উঃ হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে

3)চর্যাপদে ব্যবহৃত ছন্দের নাম কি?
উঃপাদাকুলক

4)চর্যার প্রধান পদকর্তা কে?   
উঃকাহুপা

5)চর্যার পুঁথি কিসের উপর লেখা?
উঃতালপাতার উপর

6)কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়েছে?
উঃ1200 খ্রীঃ থেকে 1350 খ্রীঃ পযর্ন্ত 

7)অন্ধকার যুগের পরবর্তী প্রথম বাংলা সাহিত্যের নাম কি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন

8)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?
উঃ বডু চন্ডীদাস

9)কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

10)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পদের সংখ্যা কত?
উঃ418 টি

11)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান রসের নাম কি?
উঃ শৃঙ্গার রস

12)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?
উঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

13)শ্রীকৃষ্ণকীর্তনে মোট কতগুলো রাগ-রাগিনী উল্লেখ আছে?
উঃ 32 টি।          

14)শ্রীকৃষ্ণকীর্তনে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত?
উঃ 133 টি

15)মঙ্গলকাব্য কোন যুগের সাহিত্য?
উঃ মধ্যযুগের

16)মঙ্গলকাব্য রচনার অন্যতম উদ্দেশ্য কি?
উঃ মঙ্গল দেব-দেবীর পূজা প্রচার

17)মঙ্গলকাব্যের আদি কবির নাম কি?
উঃ কানাহরি দত্ত

18)কানাহরি দত্ত কোন শতকের কবি ছিলেন?
উঃ পঞ্চদশ শতকের

19)মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম মঙ্গলকাব্যের নাম কি?
উঃ মনসামঙ্গল

20)চন্ডিমঙ্গলের আদি কবির নাম কি?
উঃ মানিক দত্ত

21)চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম কি?
উঃ মুকুন্দ চক্রবর্তী 

22)মুকুন্দ চক্রবর্তীর জন্ম স্থান কোথায়?
উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে

23)মুকুন্দরাম কে কোন ধরনের কবি বলা হয়?
উঃ দুঃখবাদী কবি

24)ফুল্লরার বারমাস্য কার রচনা?
উঃ মুকুন্দ চক্রবর্তী।              

25)সারদা চরিত গ্রন্থের রচনা কে?
উঃ দ্বিজ মাধব

26)ধর্মমঙ্গলের আদি কবির নাম কি?
উঃ ময়ূর ভট্ট

27)অনাদ্য মঙ্গলের রচয়িতা কে?
উঃ রূপরাম চক্রবর্তী 

28)চৈতন্যজীবনীর আদি গ্রন্থের নাম কি?
উঃ  শ্রী শ্রী কৃষ্ণচৈতন্যচরিতামৃতম

29)মুরারিগুপ্ত রচিত চৈতনজীবনী গ্রন্থের নাম কি?
উঃ শ্রী শ্রী কৃষ্ণচৈতন্যচরিতামৃতম

30)বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্যজীবনী গ্রন্থের নাম কি?
উঃ চৈতন্য ভগবত        


https://drive.google.com/file/d/1uwr5NRjHJk0i40qhc-v39b2QiTJeT74W/view?usp=drivesdk






2019 সালের সব যোজনা



SCHEME
 2019  সালের সব যোজনা

১)কোন রাজ্য সরকার " Jai Kishan Rin Mukti Yojana" লঞ্চ করল?
-মধ্য প্রদেশ

[এখানে 50 হাজার কোটি টাকার  কৃষক ঋণ মুকুব করার ব্যবস্থা নেওয়া হবে]

২)কোন রাজ্য সরকার" Ama Ghare LED Scheme" লঞ্চ করল?
-উরিষ্যা

[এটি একটি ফ্রী LED Bulb Distribution Scheme]

৩)"One Family One Job" এটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-সিকিম

[সিকিম ভারতের সম্পূর্ণ Organic State. সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিমের বর্তমান গভর্নর গঙ্গাপ্রসাদ। বর্তমান চিফ মিনিস্টার প্রেম সিং তামাং।]

৪) প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি IIT-BHU তে একটি সুপার কম্পিউটার লঞ্চ করেছিল। তার নাম কি?
-Param Shivay

[এই সুপার কম্পিউটার টি Traffic Management
এর জন্যে ব্যবহার করা হবে]

৫) "KUSUM" স্কীম কি সংক্রান্ত?
-সোলার পাম্প

৬)কোন রাজ্য সরকার "Mukhya Mantri  Parivar Samridhi Yojana "লঞ্চ করেছিল?
-হরিয়ানা

[প্রত্যেক পরিবার বার্ষিক 6 হাজার টাকা পাবে। সেই সব পরিবার পাবে যাদের বছরে আয় 1,80,000 টাকা। তারা প্রতি মাসে 500 টাকা করে পাবে।]


৭)কোন রাজ্য সরকার "Mukhyamontri Vridhajan Pension Yojana"লঞ্চ করেছিল?
-বিহার

[যাদের বয়স 60 বছরের বেশি তারা প্রতি মাসে 400 টাকা করে পেনশন পাবে।] বিহারের রাজধানী পাটনা

৮)"Arundhuti Scheme" কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-আসাম
-
[অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার যাদের বার্ষিক আয় 5 লাখের কম তাদের মেয়ের বিয়েতে 11.66gm সোনা দেওয়া হবে যদি তাদের marriage formal registration  হয়। ] আসামের রাজধানী দিসপুর


৯)"Ayusman Bharat Mobile App"লঞ্চ করা হয়ে ছিল। এটি কি সংক্রান্ত?
-Cashless Health insurance

[এটি বিশ্বের বৃহত্তমCashless Health insurance]

১০)"Smart Village Campeign" কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-পাঞ্জাব

-[এটি Rural Development এবং Village Infrastructure কে উন্নত করার জন্য একটি স্কিম। পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়]

১১) সম্প্রতি"মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন 1100" - কোন রাজ্য সূচনা করল?
-হিমাচল প্রদেশ

১২)কোন রাজ্য " ভালি ডিক্রি"যোজনা লঞ্চ করেছিল?
-গুজরাট

[প্রত্যেক মেয়ে যখন ক্লাস 4 এডমিশন নেবে তখন 4000 টাকা করে পাবে আর যখন ক্লাস 5 এর এডমিশন নেবে তখন 6000 টাকা করে পাবে।তাদের বয়স 18 বছর হলে তারা  উচ্চশিক্ষা  লাভ করার জন্য এক লক্ষ টাকা পাবে।

গুজরাটের রাজধানী গান্ধীনগর। গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত। গুজরাটি চিফ মিনিস্টার বিজয় রুপানি]

১৩)" প্রধান মন্ত্রী শ্রম যোগী মন্ধন" স্কীম এ প্রতি বছর কত টাকা দেওয়া হবে ৬০ বছর পার করলে?
-৩০০০

[ Unorganised sector এ যাদের আয় মাসে ১৫০০০ টাকা তাদের দেওয়া হবে। এই প্রোজেক্টের জন্য 500 কোটি টাকা বরাদ্দ]

১৪)কোন রাজ্য প্রথম implement করলো" প্রধান মন্ত্রী সুরক্ষা" বীমা যোজনা?
-উত্তর প্রদেশ

[উত্তর প্রদেশের বর্তমান গভর্নর আনন্দি বেন প্যাটেল। মুখ্য মন্ত্রী যোগী আদিত্য নাথ। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ]

১৫)কোন রাজ্য "Meri Fasal Mera Byora"লঞ্চ করেছিল কৃষক দের জন্যে?
-হরিয়ানা

১৬)"Mo Sarkar"  এটি কোন রাজ্য সরকার শুরু করেছিল?
-উড়িষ্যা

১৭)কোন রাজ্য সরকার " Village Volunteers System" চালু করেছিল?
-অন্ধ্রপ্রদেশ

[50 টি পরিবারের পেছনে একটি ভলেন্টিয়ার থাকবে।তাদের পারিশ্রমিক দেয়া হবে পাঁচ হাজার টাকা এবং সর্বমোট 2.8 লক্ষ ভলেন্টিয়ার নিয়োগ করার কথা ভাবা হচ্ছে]

১৮) সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী"School Fagadaba"(Make Education better Scheme) চালু করলো?
-মনিপুর

[স্কুল এর infrastructure এবং education quality কে বাড়ানোর জন্য এই স্কিম। তাছাড়া বায়োমট্রিক ডিভাইসলাগানো হবে প্রত্যেক স্কুলের শিক্ষকদের রেগুলার অ্যাটেনডেন্স দেখার জন্য]

১৯) কোন রাজ্য ভারতে প্রথম রাজ্য হিসেবে " National Policy On Biofuel" লঞ্চ করল?
-রাজস্থান

২০)সম্প্রতি কোন রাজ্য "সারবাট সেহেত বীমা"(Sarbat Sahet Bima Yojona) যোজনা নামক একটি স্কীম চালু করলো?
-পাঞ্জাব সরকার

 [এটি একটি স্বাস্থ্য বীমা যোজনা। এতে 46 লক্ষ পরিবার উপকৃত হবে ।এবং প্রত্যেক বছর 5 লক্ষ টাকার ক্যাশ লেস চিকিৎসা করা হবে]

২১) "YSR Vahana Mitra Scheme'কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-অন্ধ্র প্রদেশ


২২) সম্প্রতি আমাদের HRD( Human Resource Development) Minister  একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করলো। তার নাম কি?
-NISHTHA

[এটি বিশ্বের Largest TeacherTraining program]

২৩) আসন্ন কোন মাসকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি পুষ্টি মাস বা" Month of Nutrition" হিসাবে ঘোষণা করলো?
-সেপ্টেম্বর

[এর প্রধান উদ্দেশ্য শিশুদের অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি]

২৪) কোন রাজ্যে" মুখ্যমন্ত্রী ডাল Poshit" যোজনা লঞ্চ করল?
-উত্তরাখণ্ড

[এই স্কিমে প্রতিমাসে দুই কেজি মসুরের ডাল দেওয়া হবে 23 লক্ষ রেশন কার্ড হোল্ডার দের]

২৫)সম্প্রতি কোন রাজ্য" কন্যা সুমঙ্গলা যোজনা"একটি নতুন স্কীম শুরু করলো?
- উত্তর প্রদেশ

[ 15000 টাকা দেয়া হবে প্রত্যেক কন্যা সন্তানকে]

২৬)"YSR Kanti Velugu" স্কীম কোন রাজ্য শুরু করল?
-অন্ধ্র প্রদেশ

২৭)কোন রাজ্য সরকার education এর জন্য " অভিনন্দন" নামক স্কীম চালু করেছে?
-আসাম

২৮) সম্প্রতি বিশ্বের প্রথম চৈতন্য মহাপ্রভুর ওপর মিউজিয়াম কোথায় তৈরি করা হবে?
- কলকাতা

২৯)সম্প্রতি নাসার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের নাম্বার 1 সালফার - ডাই- অক্সাইড নির্গত করে কোন দেশ?
- ভারত

৩০) পশ্চিম বঙ্গের কোন দুটি স্কিম 2019 সালে UN 
দ্বারা পুরস্কৃত হয়?
- "Utkarsh Bangla " and " Sabooj Sathi"

https://drive.google.com/file/d/1uebA6ihfWB_6UZCnQadDgkokonq9Szz-/view?usp=drivesdk

Tuesday, December 17, 2019

SLST/NET/SET। HISTORY SET-3



SLST/ NET/SET HISTORY MCQ
              আর্য সভ্যতা ও বৈদিক যুগ

১) বৈদিক সাহিত্যে রবি নদীর অপর নাম কি?

ক) পারুস্নি√
খ) চন্দ্রভাগা
গ) অর্জি রিয়া
ঘ) শতদ্রু

২)"আর্য "শব্দটির মূল অর্থ-

ক) একটি জাতি
খ) যাযাবর জাতি
গ) ভাষাগত গোষ্ঠী
ঘ) সদ বংশজাত ব্যক্তি√।       Study with Ishany


৩) নিম্নলিখিত কোন দেবদেবী সূর্যের সাথে সম্পর্কিত?

ক) অশ্বিন√
খ) পূষণ
গ) ইন্দিরা
ঘ) অরণ্যানী

৪) প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বা দিকে লেখা হতো?

ক) ব্রাহ্মী
খ) নন্দন গিরি
গ) সারদা
ঘ) খরোষ্ঠী √

৫) কোন বেদে যাদুবিদ্যা ও ডাকিনীবিদ্যা কথা আছে?

ক) ঋকবেদ
খ) যজুর্বেদ
গ) অথর্ববেদ√          Study with Ishany
ঘ) সামবেদ

৬) ঋক বৈদিক নারীদের সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়?

ক)তারা তাদের স্বামীর সাথে সভায় ও বলিদানে  অংশগ্রহণ করতে সক্ষম ছিলেন
খ)মহিলারা সর্বোচ্চ অবস্থানে কতৃত্ব লাভ করতে সক্ষম হতেন√
গ)কিছু অবিবাহিত মহিলা নিজেরাই বলিদান অর্পণ করতেন
ঘ) মহিলারা প্রায়সই নিজেদের মত অনুযায়ী পতি নির্বাচন করতে পারতেন


৭) ঋক বৈদিক দেবতা বরুণ ছিলেন-

ক) শান্তির অগ্রদূত
খ) শত্রু ধ্বংস কারী
গ) মহাজাগতিক রীতিনির্ধারক√
ঘ) সমৃদ্ধির দেবতা

৮)প্রাচীন বৈদিক সাহিত্যে কোন নদীর উল্লেখ সর্বাপেক্ষা বেশি করা হয়েছে?

ক) সিন্ধু√
খ) শতদ্রু
গ) গঙ্গা
ঘ) সরস্বতী

৯) মগধের কোন শাসক গিরিব্রজ থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থায়ীভাবে স্থানান্তরিত করেন?

ক) অজাত শত্রু
খ) শিশুনাগ
গ) কালাশোক√
ঘ) কোনোটিই নয়           Study with Ishany

১০) নিম্নলিখিত কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন?

ক) নাগার্জুন
খ) কনিষ্ক
গ) কৌটিল্য
ঘ) মহাবীর√

১১) পাতিমোক্ষ শব্দের অর্থ কি?

ক) মহাযান বৌদ্ধ দের বর্ণনা
খ) হীনযান বৌদ্ধদের বর্ণনা
গ) সংঘের নিয়মাবলী√
ঘ) রাজা মিলিন্দর প্রশ্নাবলী

১২) নিম্নলিখিত কোনটি জৈন সাহিত্যের অঙ্গ নয়?

ক)  থেরীগাথা√
খ) অচারঙ্গসূত্র
গ) সূত্র কৃতাঙ্গ
ঘ) বৃহৎ কল্পসূত্র

১৩)এদের মধ্যে কোন ব্যক্তি দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেন?

ক) সুধর্মন
খ) ইন্দ্র ভুতি
গ) ভদ্রবাহু√               Study with Ishany
ঘ) স্থূল ভদ্র

১৪) কোন ধর্মের সাথে কৈবল্য কথাটি যুক্ত?

ক) বৌদ্ধ
খ) জৈন√
গ) শিখ
ঘ) হিন্দু


১৫) বুদ্ধের দেহাংশ বিশেষ কোথায় রক্ষিত থাকে?

ক) বিহার
খ) চৈত্য
গ) স্তূপ√
ঘ) মঠ

১৬) বুদ্ধ কথার অর্থ হল-

ক) ঈশ্বর
খ) মৃত্যুর পরের আত্মা
গ) মোক্ষ লাভের পথ
ঘ) পরম জ্ঞান√

১৭) গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত?

ক) অগ্নি
খ) মুরুত
গ) সূর্য
ঘ) সাবিত্রী√              Study with Ishany

১৮) ঋকবেদে স্তোত্রের সংখ্যা হল-

ক) 1024
খ) 1204
গ) 1028√
ঘ) 1228

১৯) ঋকবেদের কোন মন্ডলের সোমলতার কথা বলা আছে?

ক) অষ্টম মন্ডলে
খ) নবম ও দশম মন্ডলে
গ) কেবল নবম মন্ডলে√
ঘ) তিনটিতেই উল্লেখ আছে

২০)"যবন প্রিয়া "শব্দের অর্থ কি?

ক) হাতির দাঁত
খ) গম
গ) গোলমরিচ√
ঘ) গ্রিক নর্তকী

২২) বিখ্যাত উক্তি" মানুষের মনেই যুদ্ধের সূচনা" এটি পাওয়া যায়-

ক) মুণ্ডক উপনিষদ        Study with Ishany
খ) অথর্ববেদ√
গ) সামবেদ
ঘ) ঋগ্বেদ

২৩) দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার করেন যে ঋষি-

ক) যাজ্ঞবল্ক্য
খ) বশিষ্ট্
গ) অগস্ত√
ঘ) বিশ্বামিত্র

২৪) "অঘ্ন" বলতে কী বোঝানো হয়?

ক) দুগ্ধবতী গাভী√
খ) প্রতিপত্তিশালী ব্রাহ্মণ      Study with Ishany
গ) নারী জাতি
ঘ) পুরোহিত

২৫) শত অনিত্র কথাটির অর্থ কি?

ক) একশত গাভী
খ) একশত বণিক
গ) একশত স্বর্ণমুদ্রা
ঘ) শত দাঁড় বিশিষ্ট নৌকা√



Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...