Wednesday, October 13, 2021

Bengali Current Affairs 8th October, 2021

 

Bengali Current Affairs 8th October, 2021

1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

[A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট
[B] অধ্যাপক ডেভিড ম্যাকমিলান
[C] আব্দুলরজাক গুরনাহ্‌✓
[D] উপরের কেউ নয়

2. “World Space Week 2021 (WSW)” কবে পালিত হবে?

[A] 4-6 অক্টোবর
[B] 4-10 অক্টোবর✓
[C] 5-10 অক্টোবর
[D] 7-13 অক্টোবর

3. সম্প্রতি কর্নেল মামাডি দুম্বায়া কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ?

A) দক্ষিণ কোরিয়া
B) গিনি✓
C) অস্ট্রিয়া
D) ইজরায়েল

4. ‘ Wetlands of India’ ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

[A] নরেন্দ্র মোদী
[B] রাজনাথ সিং
[C] অনুরাগ ঠাকুর
[D] ভূপেন্দ্র যাদব✓

5. বিশ্বজুড়ে ‘World Habitat Day’ কবে পালিত হয়?

[A] 1 অক্টোবর
[B] অক্টোবর মাসের প্রথম রবিবার
[C] 3 অক্টোবর
[D] অক্টোবর মাসের প্রথম সোমবার✓

6. সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?

A) ১.১২ লক্ষ কোটি
B) ১.১৭ লক্ষ কোটি✓
C) ১.১৪ লক্ষ কোটি
D) ১.২৩ লক্ষ কোটি

7. Military Nursing Service (MNS)-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

A) অজিত সরকার
B) সুদীপ ঘোষ
C) স্মিতা দেবরানী✓
D) মোহিনী নায়ার

8. কোন রাজ্যের ‘Wada Kolam Rice’ GI ট্যাগ পেয়েছে?

[A] মধ্যপ্রদেশ
[B] মহারাষ্ট্র✓
[C] মনিপুর
[D] নাগাল্যান্ড

9. সম্প্রতি, Abiy Ahmed কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

[A] ইকুয়েডর
[B] অস্ট্রিয়া
[C] আলজিরিয়া
[D] ইথিওপিয়া✓

10. 130 তম ডুরান্ড কাপ ফুটবল ট্রফি জয়লাভ করলো কোন দল ?

[A] FC Hyderabad
[B] Mohammedan Sporting
[C] FC Jamshedpur
[D] FC Goa✓

11. ভারতে কবে ‘Ganga River Dolphin Day’ পালিত হয়?

[A] 3 অক্টোবর 

[B] 5 অক্টোবর✓

[C] 7 অক্টোবর

[D] 9 অক্টোবর

12. 2022 সালের জানুয়ারি মাসে 56th National Cross Country Championship হোস্ট করতে চলেছে ভারতের কোন রাজ্য?

A) মনিপুর
B) গুজরাট
C) মেঘালয়
D) নাগাল্যান্ড✓

13. Automotive Skills Development Council (ASDC)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

A) বিনোদ বিহারী চৌধুরী
B) নিকুঞ্জ সংঘি
C) বিনোদ আগার্বাল✓
D) ধ্রুব রাঠি

14. সম্প্রতি প্রথম জাতীয় সমবায় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

A)  ভােপাল
B) নয়াদিল্লি✓
C) ভুবনেশ্বর
D) এর কোনটিই নয়

15.  সম্প্রতি ভারতের কোন প্রতিষ্ঠান কর্নিয়া প্রতিস্থাপন এর প্রথম বিকল্প টি তৈরি করেছে? 

A) IIT দিল্লি

B) IIT খড়গপুর 

C) IIT হায়দ্রাবাদ ✓

D) কোনটি নয় 


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...