Saturday, November 14, 2020

হরপ্পা সভ্যতা

 

হরপ্পা সভ্যতা

পর্ব ২

১) সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত?

ক) উন্নত নগর পরিকল্পনা

খ) দক্ষ নাগরিক সংগঠন

গ) উন্নত স্থাপত্য ও শিল্পকলা

ঘ) সবকটি✓


২) সিন্ধু সভ্যতায় কোন স্থানে বিখ্যাত বৃহৎ স্নানাগার টি রয়েছে? SSC (CGL)-2016

ক) মহেঞ্জোদারো✓

খ) হরপ্পা

গ) লোথাল

ঘ) কালিবঙ্গান


৩) সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো?

ক) বিষ্ণু

খ) পশুপতি✓

গ) ইন্দ্র

ঘ) ব্রহ্মা


৪) সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? WBCS pre -২০০৯

ক) তামা

খ) লোহা✓

গ) ব্রোঞ্জ

ঘ) সোনা


৫) সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? WBCS pre -২০০৯

ক) স্যার লিওনার্ড উলি

খ) ভি এস আগারওয়াল

গ) রাখালদাস ব্যানার্জি✓

ঘ) এ এল ব্যাসাম


৬) "হরপ্পা "কথাটির অর্থ কি?

ক) মৃতের স্তুপ

খ) জনবেষ্টিত শহর

গ) পশুপতির খাদ্য✓

ঘ) নিষিদ্ধ নগরী


৭) নিম্নলিখিত দ্রব্য গুলির মধ্যে কোনটি সিন্ধু বাসীদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল? WBCS pre -২০১৫

ক) সুতোর তৈরি জিনিস

খ) টেরাকোটা

গ) সিলমোহর

ঘ) সবকটি ✓


৮) সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

ক) হরপ্পা

খ) লোথাল✓

গ) ঢলাভিরা

ঘ) সুরকোটদ

৯) সাম্প্রতিক খননকার্য অনুসারে মান্দা ,সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত?

ক) উত্তর প্রান্তে✓

খ) দক্ষিণ প্রান্তে

গ) পূর্ব প্রান্তে

ঘ) পশ্চিম প্রান্তে


১০) হরপ্পা সভ্যতাতে মৃতদেহ কে কিভাবে সমাধি দেওয়া হতো?

ক) শবের মাথা উত্তর দিকে শায়িত করে✓

খ) মৃত দেহকে বসানো অবস্থায়

গ) মৃত দেহকে উল্টো করে শায়িত করে

ঘ) মৃত দেহকে পা ভাঁজ করে শায়িত করে


১১) হরপ্পা থেকে কোন ধাতুটি এখন অবধি পাওয়া যায়নি?

ক) তামা

খ) সোনা

গ) রুপা

ঘ) লোহা✓


১২) সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর দেহাবশেষ পাওয়া যায়নি?

ক) সিংহ✓

খ) ঘোড়া

গ) গরু

ঘ) হাতি


১৩) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ভারতকে মহেঞ্জোদারোর বিখ্যাত" নৃত্যরত বালিকা" মূর্তিটি ফেরত দিতে বলেছে? SSC ( CHSL)- ২০১৪

ক) বাংলাদেশ

খ) ভুটান

গ) চীন

ঘ) পাকিস্তান✓


১৪) হরপ্পা সভ্যতা কোথায় ওজনের যন্ত্র মিলেছে?

ক) কালিবঙ্গান

খ) বানওয়ালি

গ) লোথাল✓

ঘ) রুপার


১৫) সিন্ধু সভ্যতার অর্থনীতির মেরুদণ্ড কোনটি ছিল? SSC (CHSL)-২০১২

ক) কৃষি✓

খ) বাণিজ্য

গ) চাকা তৈরি

ঘ) কাষ্ঠ শিল্প


১৬) মাতৃ দেবীর পূজা সম্পর্কিত ছিল-

ক) আর্য সভ্যতার সঙ্গে

খ) ভূমধ্যসাগরীয় সভ্যতার সঙ্গে

গ) সিন্ধু সভ্যতার সঙ্গে✓

ঘ) মেহেরগড় সভ্যতার সঙ্গে


১৭) হরপ্পা সভ্যতায় কোথায়  স্টেডিয়াম প্রত্যক্ষ হয়?

ক) ঢোলাভিরা✓

খ) লোথাল

গ) কালিবঙ্গান

ঘ) হরপ্পা


১৮) নিচের কোন কেন্দ্রটি সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে?

ক) ঢোলাভিরা✓

খ) আমরি

গ) ভীমবাদ

ঘ) আলমগীর পুর


১৯) হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জাহাজ বন্দর পাওয়া যায়?

ক) হরপ্পা

খ) মহেঞ্জোদারো

গ) লোথাল✓

ঘ) দাইমাবাদ


২০) লাঙ্গলের "টেরাকোটা মডেল "কোথায় পাওয়া গেছে?

ক) বানওয়ালি✓

খ) রাখিগারহি

গ) রোপার

ঘ) লোথাল


২১) দাড়িওয়ালা পুরুষ মূর্তি কোথায় পাওয়া যায়?

ক) হরপ্পা

খ) মহেঞ্জোদারো✓

গ) লোথাল

ঘ) সুরকোটদা


২২) একটি বাঁধানো ঘাট সমেত জল সংরক্ষণ এর স্থান কোথায় পাওয়া যায়?

ক) সুরকোটদা

খ) কালিবঙ্গান

গ) ঢোলাভিরা✓

ঘ) হরপ্পা


২৩) সিন্ধু সভ্যতার নিচের কোন শস্যটি ফলানো হতো না?

ক) তুলো

খ) গম

গ) বার্লি

ঘ) ডাল✓


২৪) হরপ্পার সময়কালে সিলমোহর গুলো মূলত নির্মিত হতো কোন ধাতু দিয়ে?

ক) সিসা

খ) রুপা

গ) সোনা

ঘ) স্টিয়াটাইট ✓


২৫) হরপ্পা নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত?

ক) গঙ্গা

খ) রাভি✓

গ) যমুনা

ঘ) সিন্ধু


২৬) কোন কেন্দ্র থেকে হরপ্পা যুগে তাম্র নির্মিত রথ পাওয়া গেছে?

ক) কুনাল

খ) রাখিগারহি

গ) দাইমাবাদ✓

ঘ) বানওয়ালি 


২৭) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

ক) ঐতিহাসিক যুগ

খ) আদি ঐতিহাসিক যুগ✓

গ) প্রাক ঐতিহাসিক যুগ

ঘ) পরবর্তী ঐতিহাসিক যুগ


২৮) নিচের কোনটি হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ ছিল না?

ক) পরিবেশগত পরিবর্তন

খ) ভূমিকম্প

গ) জলস্তর এর পরিবর্তন✓

ঘ) আর্যদের আক্রমণ


২৯) মহেঞ্জোদারোতে কতবার খননকার্য চালানো হয়েছে?

ক) একবার

খ) তিনবার

গ) সাত বারের বেশি✓

ঘ) কোনোটিই নয়


৩০) কালিবঙ্গান থেকে আমরা কিসের প্রমাণ পাই?

ক) প্রাক হরপ্পা সংস্কৃতি

খ) প্রাক হরপ্পা ও হরপ্পা যুগের সংস্কৃতি✓

গ) হরপ্পা ও পরবর্তী হরপ্পা যুগের সংস্কৃতি

ঘ) পরবর্তী হরপ্পা সংস্কৃতি


৩১) নিচের কোনটিতে মাতৃদেবীর কোনো প্রমাণ পাওয়া যায় না?

ক) মহেঞ্জোদারো

খ) চানহুদারো

গ) রংপুর

ঘ) হরপ্পা✓


৩২) ভারতের কোন রাজ্যে স্বাধীনতা-পরবর্তী সময়ে সব থেকে বেশি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?

ক) গুজরাট✓

খ) রাজস্থান

গ) পাঞ্জাব

ঘ) হরিয়ানা


৩৩) ঘোড়ার দেহাবশেষ পাওয়া যায় কোথা থেকে?

ক) লোথাল

খ) সুরকোটদা✓

গ) কালিবঙ্গান

ঘ) ঢলাভিরা


৩৪) দুর্গের বাইরের শস্য ভান্ডার পাওয়া গেছে-

ক) মহেঞ্জোদারোতে✓

খ) কোটডিজি তে

গ) হরপ্পাতে

ঘ) লোথালে


৩৫) মাতৃ দেবতার গর্ভ থেকে চারা গাছ বেরিয়ে আসছে এরকম সীলমোহর কোথায় পাওয়া যায়? SSC-২০১২

ক) হরপ্পা

খ) কালিবঙ্গান✓

গ) দাইমাবাদ

ঘ) মহেঞ্জোদারো


৩৬) মহেঞ্জোদারোর বৃহত্তম ভবন কোনটি?

ক) বৃহত্তম স্নানাগার

খ) শস্য গোলা ✓

গ) বিশাল হলঘর

ঘ) দ্বিতল বিশিষ্ট গৃহ


৩৭) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি?

ক) নগরকেন্দ্রিক সভ্যতা✓

খ) কৃষি কেন্দ্রিক সভ্যতা

গ) মধ্য প্রস্তর যুগের সভ্যতা

ঘ) প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা


৩৮) কোন প্রত্নতত্ত্ববিদ প্রথম প্রাক হরপ্পা ও পূর্ণ হরপ্পা সংস্কৃতির মধ্যে মিল লক্ষ্য করেন?

ক) অমল আনন্দ ঘোষ✓

খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

গ) দয়ারাম সাহানি

ঘ) জন মার্শাল


৩৯) পৃথিবীর প্রথম জোয়ার আটকানোর বাধ দেখা যায় হরপ্পার কোন কেন্দ্রে?

ক) আল্লাদিনহো

খ) সুরকুটদা

গ) ঢলাভিরা

ঘ) লোথাল✓


৪০) হরপ্পা সম্পর্কে নিচের কোনটি সত্য?

ক) হরপ্পার সিল গুলি মাটির তৈরি ছিল

খ) হরপ্পার অধিবাসীদের তামা বা ব্রোঞ্জ সম্পর্কে কোন ধারণা ছিল না

গ) হরপ্পা সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক

ঘ) হরপ্পার লোকেরা তুলো চাষ করত ও ব্যবহার করত✓


৪১) হরপ্পার অন্যতম কেন্দ্র "বানওয়ালি "ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) রাজস্থান

খ) গুজরাট✓

গ) হরিয়ানা

ঘ) পাঞ্জাব


৪২) হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ছিল?

ক) সিন্ধু

খ) শতদ্রু

গ) রাভি

ঘ) ঘর্ঘরা✓


৪৩) কালিবঙ্গান সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়?

ক)  শহরটি পাঁচিল ঘেরা ছিল

খ) ঘর্ঘরা নদী শুকিয়ে যাওয়ার ফলে নগরটি র পতন ঘটে

গ) একমাত্র শহর যেখান থেকে হাল দেওয়ার লাঙ্গল পাওয়া গেছে

ঘ) প্রাক হরপ্পার অগ্নিকুণ্ড পাওয়া গেছে✓


৪৪) কোন দুটি শহরের অগ্নিকুন্ডের অস্তিত্ব পাওয়া গেছে?

ক) সুরকুটদা এবং রংপুর

খ) রংপুর ও আলমগীর পুর

গ) লোথাল ও কালিবঙ্গান ✓

ঘ) চানহুদারও ও দাইমাবাদ


৪৫) হরপ্পার কোন শহরটি জল ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল?

ক) লোথাল

খ) মহেঞ্জোদারো

গ) হরপ্পা

ঘ) ঢোলাভিরা✓


৪৬) সিন্ধু সভ্যতার লোকেদের সঙ্গে কোথাকার বাণিজ্যিক সম্পর্কের হদিশ পাওয়া যায়?

ক) চীন

খ) মেসোপটেমিয়া✓

গ) পার্সিয়া

ঘ) রোম


৪৭) খননকার্যের পর প্রাপ্ত নিম্নলিখিত দ্রব্যাদির মধ্যে কোনটি হরপ্পার উন্নত বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিকাঠামো ইঙ্গিত করে?

ক) মৃৎপাত্র

খ) সিল✓

গ) নৌকা

ঘ) বাড়ি


৪৮) লোথাল কোন জেলায় অবস্থিত?

ক) লারকানা

খ) নবাব শাহ

গ) কাথিয়াবাড়✓

ঘ) হনুমানগর


৪৯) নিম্নলিখিত কোন কেন্দ্রে ব্রোঞ্জ কারখানার অস্তিত্ব পাওয়া গেছে?

ক) দাইমাবাদ✓

খ) চানহুদারও

গ) বালাকোট

ঘ) লারকানা


৫০) হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে?

ক) হরপ্পা

খ) কালিবঙ্গান

গ) লোথাল

ঘ) মহেঞ্জোদারো✓







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...