Sunday, February 16, 2020

WBP CONSTABLE MAIN 2020 GK ANSWER KEY


WBP CONSTABLE MAIN EXAM
১৬/০২/২০২০
         GK PART ANSWER KEY
        
১)গ্রীষ্মকালীন সৌর স্থিতি কবে হয়?
২১ জুুন


২)Who wrote the" The hound of the Baskervilles"?
আর্থার কোনান ডয়েল


৩) এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
-কেলভিন

৪) জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি?
-10 ডিসেম্বর


৫)ভারতের বর্তমান চিফ অফ ডিসটেন্স স্টাফ কে?
বিপিন রাওয়াত


৬)কত তম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে?
-61 তম

৭)UNISEF এর সদর দপ্তর কোথায়?
নিউইয়র্ক


৮) সংসদে জিরো আওয়ার বলতে কোন সময় টিকে বোঝায়?
12থেকে 1টা

৯)শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত
গণিতবিদ


১০)সম্প্রতি bushfire crisisকোথায় ঘটেছে?
অস্ট্রেলিয়া
১১)জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে?
জেলাশাসক


১২) কোন দেশে প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান?
ইথিওপিয়া

১৩)পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
গোপাল

১৪) মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত?
মেঘালয়

১৫)মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?
মৌর্য


১৬) গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি?
সুন্দর পিচাই


১৭)পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল?
রাসবিহারী বসু

১৮) মিতিনমাসির স্রষ্টা কোন লেখক?
সুচিত্রা ভট্টাচার্য

১৯) রবি শস্য কোন সময় রোপন করা হয়?
অক্টোবর -নভেম্বর

২০)বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা?
জলপাইগুড়ি
২১) কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে?
পানামা খাল

২২)ISRO এর চেয়ারপারসন কে?
কে. শিবান

২৫) 2019 এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ে?
বুলবুল

২৬)  অ্যাপেল আই ফোনের অপারেটিং সিস্টেম কি?
iOS


২৩)ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের পরিমাণ কত?
40%

২৪) প্রথম কোথায় "পিংক বল টেস্ট "অনুষ্ঠিত হয়েছিল?
সিডনি

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...