Friday, August 27, 2021

Bengali Current Affairs 26th August, 2021

 


Bengali Current Affairs 26th August, 2021

1. কোন অভিনেতা ‘Indian Film Festival of Melbourne (IFFM 2021)’ -এ Best Performance Male (Feature) পুরস্কার পেয়েছে?

[A] পঙ্কজ ত্রিপাঠি
[B] সূর্যা শিবকুমার✓
[C] মনোজ বাজপেয়ী
[D] ধনুষ

2. কোন অভিনেত্রী ‘Indian Film Festival of Melbourne (IFFM 2021)’ -এ Best Performance Female (Feature) পুরস্কার পেয়েছে?

[A] সামান্থা আক্কিনেনি
[B] রাধিকা আপ্টে
[C] বিদ্যা বালান✓
[D] নিমিশা সাজায়ান

3. সম্প্রতি কে Advisory Board for Banking and Financial Frauds (ABBFF) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ টি.এম. ভাসিন ✓
ⓑ অনুরাগ সিং ঠাকুর
ⓒ পল্লব মৃধা
ⓓ জয়দীপ প্রামানিক

4. সম্প্রতি, কবে “International Day for the Remembrance of the Slave Trade and its Abolition” পালিত হয়েছে?

[A] 17 আগস্ট
[B] 19 আগস্ট
[C] 21 আগস্ট
[D] 23 আগস্ট✓

5. "Mission Domination: An Unfinished Quest" শিরোনামে বইটি যৌথভাবে লিখলেন কে কে?

ⓐ চেতন ভগত ও সুমন রহমান
ⓑ বড়িয়া মজুমদার ও কুশান সরকার✓
ⓒ সুবর্ণ রায় ও উপল দাস
ⓓ এদের কেউই নন

6. আফগানিস্তানের নতুন নাম কী রাখলো তালিবানরা?

ⓐ ইসলামিক আফগানিস্তান
ⓑ ইসলামিক এমিরেটস অফ তালিবান
ⓒ ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান✓
ⓓ কোনোটিই নয়

7.সম্প্রতি অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হলো কোন রাজ্যে?

ⓐ দিল্লি
ⓑ গোয়া ✓
ⓒ পাঞ্জাব
ⓓ রাজস্থান

8. সম্প্রতি প্রয়াত কল্যাণ সিং কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ বিহার
ⓑ মহারাষ্ট্র
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ গুজরাট

9. ট্যালেন্টেড খেলোয়াড়ের খোঁজ করতে Talent Search Campaign লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ হরিয়ানা
ⓑ ছত্তিশগড়
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ দিল্লি

10. সম্প্রতি কোন দেশের প্রতি সমস্ত সহযোগিতা বাতিল করলো NATO?

ⓐ পাকিস্তান
ⓑ আফগানিস্তান✓
ⓒ বাংলাদেশ
ⓓ তুর্কি

11. কোন দেশের প্রথম খেলোয়াড় হিসেবে IPL খেলবে টিম ডেভিড?

ⓐ আফগানিস্তান
ⓑ কাতার
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ অস্ট্রেলিয়া

12. সম্প্রতি, প্রকাশিত ‘Kamala Harris and the Rise of Indian-Americans’ পুস্তকটি কে লিখেছেন?

[A] সুভাষ বসু
[B] কুলদ্বীপ হান্ডু
[C] সুমিত্রা চৌহান
[D] তরুণ বসু✓

13. নাইরোবিতে অনুষ্ঠিত U-20 World Athletics Championship-এ লং জাম্পে রূপো জিতলো ভারতের কে?

ⓐ লভলিনা বর্গহাইন
ⓑ মঞ্জু সেন
ⓒ মনীদিপা পাত্র
ⓓ শৈলী সিং✓

14. .সম্প্রতি Azizullah Fazli(আজিজুল্লাহ ফজলি) , কোন দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ আফগানিস্তান✓
ⓑ পাকিস্তান
ⓒ বাংলাদেশ
ⓓ দক্ষিণ আফ্রিকা

15. সম্প্রতি প্রকাশিত"Battlefield" বইটি কে লিখেছেন?

ⓐ বিশ্রম বেদেকার(Vishram Bedekar)✓
ⓑ সুভাষ বসু
ⓒ কুলদ্বীপ হান্ডু
ⓓ সুমিত্রা চৌহান


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...