Wednesday, October 13, 2021

Bengali Current Affairs 7th October, 2021

 Bengali Current Affairs  7th October, 2021

1. 2021 সালে পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

A) স্যুকোরো মানাবে

B) ক্লস হাসেলম্যান

C) জিওর্জিও পারিসি

D) উপরের সকলে ✓

2. 2021 সালে রসায়নে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

A) অধ্যাপক বেঞ্জামিন লিস্ট

B) অধ্যাপক ডেভিড ম্যাকমিলান

C) অধ্যাপক বেঞ্জামিন লিস্ট ও অধ্যাপক ডেভিড ম্যাকমিলান✓

D) উপরের কেউ নয়

3.সম্প্রতি উত্তরপ্রদেশের প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ারটি কোথায় তৈরি করা হবে?

A) নয়ডা✓

B) গোরখপুর

C) লখনৌ

D) কানপুর 

4.ভারতের Chief Hydrographer হিসাবে নিযুক্ত হলেন কে?

A) অমিত দেব

B) শিভংক মিত্তাল

C) অধীর আরোরা✓

D) সন্দীপ সিং

5. 2021 সালের “Digital Quality of Life Index” অনুযায়ী ভারতের ৱ্যাঙ্ক কত ?

A. 59 তম✓

B. 61 তম

C. 66 তম

D. 69 তম

6. সম্প্রতি কোন দেশে  গান্ধি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে? 

A) দক্ষিণ আফ্রিকা 

B) পাকিস্তান 

C) বাংলাদেশ✓

D) শ্রীলংকা 

7. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল গোরক্ষা সচেতনতা অভিযান শুরু করেছেন?

A) হরিয়ানা 

B) পাঞ্জাব ✓

C) মহারাষ্ট্র 

D) গুজরাট 

8. সম্প্রতি কোন রাজ্য সরকার প্যাকেজড মিনারেল ওয়াটার নিষিদ্ধ করেছে?



9. ভারতের প্রথম সাউন্ডপ্রুফ হাইওয়ে সম্প্রতি কোন রাজ্যে নির্মিত হল ?

A. উত্তর প্রদেশ

B. মধ্যপ্রদেশ ✓

C. অন্ধ্রপ্রদেশ

D. অরুণাচল প্রদেশ

10. কোন রাজ্যের ‘Chinnor Rice’ GI ট্যাগ পেয়েছে?

[A] উত্তর প্রদেশ

[B] উত্তরাখন্ড

[C] মনিপুর

[D] মধ্যপ্রদেশ✓

11. সম্প্রতি, প্রকাশিত ‘A Taste of the Liverpool Way A Recipe for Success’ পুস্তকটি কে লিখেছেন?

[A] অমৃতা সেন

[B] মোনা নেম্মর✓

[C] পদ্মা ভারতী

[D] ঝুম্পা লাহিড়ী

12. কোন রাজ্য সরকার “Clean India Programme”  শুরু করেছে?

[A] বিহার

[B] উত্তরপ্রদেশ✓

[C] গুজরাট

[D] পশ্চিমবঙ্গ


13. কোন সংস্থাকে “Right Livelihood Award 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?

[A] Sulabh International

[B] Vindhyan Ecology and Natural History Foundation (VENHF), Mirzapur

[C] Legal Initiative for Forest and Environment (LIFE), Delhi✓

[D] Give Me Trees Trust, Delhi

14. Edayur Chilli এবং Kuttiattoor Mango সম্প্রতি GI ট্যাগ পেয়েছে। এগুলি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] তামিলনাড়ু

[C] কেরালা✓

[D] কর্ণাটক

15. সম্প্রতি কোন রাজ্যের সাদা পেঁয়াজ GI ট্যাগ পেয়েছে?

A) বিহার 

B) মধ্যপ্রদেশ 

C) মহারাষ্ট্র✓

D) রাজস্থান



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...