Monday, September 30, 2019

45 Important GK

                   


                    45 Important GK:-

1. ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?
- কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল

2. বর্তমানে‘মথুরা‘কি নামে পরিচিত ?
- ইসলামাবাদ 

3. বিশ্বে ‘চিনির ভান্ডার‘বলে পরিচিত কোন দেশ ?
- কিউবা 

4. কোন জেলা ভারতের গ্লাসসো নামে পরিচিত ?
- হাওড়া জেলা 

5. মামা –ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
- বীরভূম জেলার দুবরাজপুরে 

6. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
- কাঞ্চিকল জলপ্রপাত

7..SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-  নেপালের কাঠমান্ডুতে

8.স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
- ২৬ শে জানুয়ারি, ১৯৫০

9. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
- বিধান পরিষদ

10. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবার উপরে কি রয়েছে?
- জেলা পরিষদ

11• কে জুলিয়াস সিজার কে হত্যা করেছিল?
উঃ- ব্রুটাস

12•ক্যাবিনেট মিশন কবে দিল্লিতে আসে?
উঃ- 24 মার্চ 1946

13• যন্ত্রপাতি তৈরিতে প্রথমে কোন ধাতুর ব্যাবহার হয়?
উঃ- তামা

14- মানুষ প্রথম কোন দানাশস্য ফলন করে?
উঃ- ভুট্টা

15- চায়ের উৎপত্তি কোন দেশে?
উঃ- চীন

16- পৃথিবীর ব্যাস কে প্রথম পরিমাপ করেন?
উঃ- টলেমি

17- লোকসভার প্রথম স্পিকার কে?
উঃ- জি ভি মভলঙ্কর

18- বিশ্ব পর্যটন দিবস কবে উৎযাপন করা হয়?
উঃ- 27 সেপ্টেম্বর

19- রসুনের ঝাঁঝালো গন্ধ কিসের উপস্থিতির ফলে হয়?
উঃ- সালফার যৌগ

20- অ্যালমিনিয়ামের আকরিকের নাম কী?
উঃ- বক্সাইট

21 : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : হাডসন। 

22 : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? 
 উত্তর : এস এস হুইলার। 

23 : ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে?
উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।

24: থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? 
 উত্তর : জাপান, জার্মানি ও ইতালি। 

25: পৃথিবী তৈরির প্রধান উপাদান কী? 
 উত্তর :অ্যালুমিনিয়াম।  

26: ‘সুপার নোভা’ আসলে কী?
উত্তর : মৃত তারকা। 

27 : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
 উত্তর : বনফুল।

28: বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
 উত্তর : ১৯২২ সালে।

29 : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
 উত্তর :গেস্টাপো।

30 : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতি’প্রতি বেদনের তথ্য অনুসারে,বিশ্বে মেগাসিটির সংখ্যা কয়টি?
 উত্তর :২১টি।

31 : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়?
 উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।

32 : উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে? 
 উত্তর : গ্রাফাইট।

33 : রাশিয়ার বিমান সংস্থার নাম কী?
 উত্তর : এরোফ্লোঁ।

34 : ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
 উত্তর : ব্যাপন প্রক্রিয়ায়।

35 : বিশ্বের গভীরতম খাল কোনটি?
 উত্তর : পানামা খাল।

 36 : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।

37 : যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান,তাদের কী বলা হয়?
উত্তর : Isotone

38: বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবকে।

39 : সংকর ধাতু পিতলের উপাদান কী কী?
উত্তর : তামা ও দস্তা।

40 : সাধারণ মোটর গাড়ির ইঞ্জিনে কয়টি পিস্টন থাকে?
উত্তর : ৪টি।

41: বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।

42 : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম।

43 : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী?
উত্তর : অ্যাঙ্করভাট

44 : রেকটিফাইড স্পিরিট হলো_
উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।

45: রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন ডি।

46 : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে?
উত্তর : ২২ মে।



https://drive.google.com/file/d/1BU-3ausyJv76yLjnbr6nELuW5qP51CKu/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...