WBCS/ NTPC/ GROUP D/ MISCELLANEOUS/
CONSTABLE/ CLEARKSHIP
১) পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
ক) 1556 খ্রিস্টাব্দে
খ) 1565 খ্রিষ্টাব্দ
গ)1526 খ্রিস্টাব্দে
ঘ)1761 খ্রিস্টাব্দে√
২) এক শৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা যায়?
ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙ্গা√
ঘ) সুন্দরবন
৩) ইরানের মুদ্রার নাম কি?
ক) দিনার
খ) রিয়াল√
গ) ডলার
ঘ) রুপি
৪) মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেন?
ক) মুর্শিদাবাদ√
খ) কলকাতা
গ) ওড়িশা
ঘ) কর্ণসুবর্ন
৫) মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান 1930 খ্রিস্টাব্দের কত তারিখে শুরু হয়েছিল?
ক) 31 মার্চ
খ)13 এপ্রিল
গ) 12 মার্চ√
ঘ) 20আগস্ট
৬) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে ন?
ক) কেশবচন্দ্র সেন
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) রসিক কৃষ্ণ মল্লিক
ঘ) রাজা রামমোহন রায়√
৭) মহেন্দ্রদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?
ক) স্কন্ধ গুপ্ত
খ) কুমার গুপ্ত√
গ) সমুদ্র গুপ্ত
ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
৮) পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক) রাজ্যপাল
খ) লোকসভার স্পিকার√
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধান মন্ত্রী
৯) দিল্লির কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন?
ক) ইলতুৎমিস
খ) গিয়াসউদ্দিন বলবন
গ) আলাউদ্দিন খলজী√
ঘ) মুহাম্মদ বিন তুঘলক
১০) কোন যুদ্ধ নেপোলিয়ান যুগের অবসানের প্রতীক?
ক) ওয়াটার লুর যুদ্ধ√
খ) ট্রাফালগারের যুদ্ধ
গ) রুশ-জাপান যুদ্ধ
ঘ) ফ্রাঙ্কফুর্ট যুদ্ধ
১১) বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল?
ক) উজ্জয়নী√
খ) তক্ষশীলা
গ) কোমল
ঘ) মগধ
১২) ভিসুভিয়াস কোথায় অবস্থিত?
ক) জার্মানি
খ) ইটালি√
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স
১৩) মার্টিন লুথার কোথাকার রাজা ছিলেন?
ক) আমেরিকা√
খ) ফ্রান্স
গ) জার্মানি
ঘ) জাপান
১৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
ক) নীলনদ√
খ) ইয়াংসিকিয়াং
গ) আমুদরিয়া
ঘ) আমুর
১৫) বিশ্বে মোট দেশের সংখ্যা কয়টি?
ক) 205 টি
খ) 212 টি√
গ) 228 টি
ঘ) 226 টি
১৬) মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কবে?
ক) 1025 খ্রিস্টাব্দে
খ) 1027 খ্রিস্টাব্দে√
গ) 1030 খ্রিস্টাব্দে
ঘ) 1192 খ্রিস্টাব্দে
১৭) এশিয়ার শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ কোনটি?
ক) চীন
খ) জাপান√
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি
১৮) বিশ্বের সবচেয়ে বেশি কফি কোথায় পাওয়া যায়?
ক) ব্রাজিল√
খ) চীন
গ) আর্জেন্টিনা
ঘ) উরুগুয়ে
১৯) কোন মুঘল সম্রাট ভারতে প্রথম গোলাপ গাছ চাষ করে?
ক) শাহজাহান
খ) বাবর√
গ) ওরঙ্গজেব
ঘ) আকবর
২০) হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
ক) কৃষ্ণা
খ) মহানদী√
গ) গোদাবরী
ঘ) কাবেরী
২১)' শৈবাল সাগর' দেখা যায় কোন মহাসাগরে?
ক) আটলান্টিক মহাসাগর√
খ) প্রশান্ত মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) সুমেরু মহাসাগর
২২) কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?
ক) পেট্রোরসায়ন শিল্প√
খ) ইঞ্জিনিয়ারিং শিল্প
গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প
ঘ) রেল গাড়ি নির্মাণ শিল্প
২৩) উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট?
ক) 21 জুন
খ) 22 মার্চ
গ) 23 জুলাই
ঘ) 22 ডিসেম্বর√
২৪) শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
ক) হর্ষবর্ধন√
খ) শশাঙ্ক
গ) কনিষ্ক
ঘ) সমুদ্রগুপ্ত
২৫) 'এশিয়ার আলো' কাকে বলা হয়?
ক) গৌতম বুদ্ধ√
খ) মহাবীর
গ) বিবেকানন্দ
ঘ) রামমোহন
২৬) ম্যাজিনোট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা?
ক) জাপান ও জার্মানি
খ) ফ্রান্স ও ইংল্যান্ড
গ) ফ্রান্স ও জার্মানি√
ঘ) জাপান ও ইংল্যান্ড
২৭) সঙ্গীত সার কে রচনা করেন?
ক) তানসেন√
খ) বীরবল
গ) তুলসীদাস
ঘ) মুকুন্দরাম
২৮) ভারতের সর্বাধিক জলসেচ সেবিত রাজ্য কোনটি?
ক) উত্তর প্রদেশ
খ) পাঞ্জাব√
গ) উত্তরাখণ্ড
ঘ) মহারাষ্ট্র
২৯) ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সব থেকে বেশি?
ক) উত্তর প্রদেশ√
খ) মধ্যপ্রদেশ
গ) কর্ণাটক
ঘ) মহারাষ্ট্র
৩০) সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণে কথা বলা হয়েছে?
ক) 17 নং ধারা√
খ) 13 নং ধারা
গ) 28 নং ধারা
ঘ) 18 নং ধারা
৩১) ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়?
ক) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ√
খ) জিওফ্রে চসার
গ) জন মিল্টন
ঘ) রজার বেকন
৩২) 100 তম সংবিধান সংশোধনে কয়টি ভাষায় কথা বলা হয়েছে?
ক) পাঁচটি
খ) তিনটি
গ) চারটি√
ঘ) দুটি
৩৩) সার্বজনীন ডাফ ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ওয়াশিংটন
খ) জেনেভা
গ) লন্ডন√
ঘ) লাওস
৩৪) খাদ্য ও কৃষি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
ক) প্রথম বিশ্বযুদ্ধের সময়
খ) জরুরি অবস্থা ঘোষণার সময়
গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়√
৩৫) দক্ষিণ ভারতে কোন গাছকে সবুজ সোনা বলা হয়?
ক) নারকেল গাছ√
খ) তেঁতুল গাছ
গ) আম গাছ
ঘ) নিম গাছ
৩৬) নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?
ক) কৃষ্ণা√
খ) কাবেরী
গ) গোদাবরী
ঘ) লুনি
৩৭) পোর্টব্লেয়ার বন্দরটি কোথায় অবস্থিত?
ক) আন্দামান ও নিকোবর√
খ) চেন্নাই
গ) উড়িষ্যা
ঘ) তামিলনাড়ু
৩৮) দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়?
ক) 1957 সালে√
খ) 1975 সালে
গ) 1965 সালে
ঘ) 1980 সালের
৩৯) কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক) আফ্রিকা√
খ) এশিয়া
গ) উত্তর আমেরিকা
ঘ) দক্ষিণ আমেরিকা
৪০) ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত?
ক) হাঙ্গেরি
খ) নিউজিল্যান্ড√
গ) প্যারাগুয়ে
ঘ) ব্রাজিল
৪১) কুনিক উপাধি কে নিয়েছিলেন?
ক) অজাত শত্রু√
খ) বিম্বিসার
গ) কনিষ্ক
ঘ) শশাঙ্ক
৪২) উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
ক) জম্মু-কাশ্মীর√
খ) রাজস্থান
গ) মহারাষ্ট্র
ঘ) বিহার
৪৩) উপনিষদের মুখ্য বিষয় কি?
ক) ধর্ম√
খ) বেদান্ত
গ) স্তোত্র
ঘ) সংসার
৪৪) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা উৎপন্ন হয় কোথায়?
ক) জাপান
খ) জার্মানি
গ) চীন√
ঘ) ফ্রান্স
৪৫) ভারতে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয়েছিল কবে?
ক) 1958 সালে√
খ) 1960 সালে
গ) 1965 সালে
ঘ) 1970 সালে
৪৬) রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?
ক) রাজস্থান√
খ) তামিলনাড়ু
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) গুজরাট
৪৭) ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
ক) মৌলানা আবুল কালাম আজাদ√
খ) জাকির হোসেন
গ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
ঘ) রাজেন্দ্র প্রসাদ
৪৮) স্বত্ববিলোপ নীতি কে কোন রাজ্য অধিগ্রহণ করা হয়নি?
ক) সাতারা
খ) অবোধ√
গ) মোজাফফরপুর
ঘ) হায়দ্রাবাদ
৪৯) মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হন কবে?
ক) 1948 সালে√
খ) 1950 সালে
গ) 1947 সালের
ঘ) 1949 সালে
৫০) পশ্চিমবঙ্গের প্রথম বিচার ও আইন মন্ত্রী কে ছিলেন?
ক) মোহিনী মোহন বর্মন√
খ) আদম আলী
গ) রাজেন্দ্র চন্দ্র ঘোষ
ঘ) শৈলেন্দ্রনাথ বেড়া
No comments:
Post a Comment