Wednesday, September 25, 2019

50 টি গুরুত্বপূর্ণ জিকে




                    50 টি গুরুত্বপূর্ণ জিকে
                    

১) খুদাই-খিদমতগার সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
=খান আবদুল গফফর খান

২) স্বাধীন ভারতের একমাত্র গভর্নর জেনারেল কে?
=চক্রবর্তী রাজাগোপালাচারী

৩) আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
=রাশিয়া

৪) পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
=কেরালা

৫) গঙ্গা-যমুনা-সরস্বতী নদী কোন শহরে পাশ দিয়ে বয়ে গেছে?
=এলাহাবাদ
                                 Study with Ishany
                               
৬) আফ্রিকার উচ্চতম শিখরে কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত?
=তানজানিয়া

৭) কেলভিন স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
=310 কেলভিন

৮) রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এর মেয়াদ কত বছর?
=পাঁচ বছর

৯) কোন সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয়?
=1948 সাল

১০) কোন গভর্নর জেনারেলের নাম বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত?
=লর্ড কার্জন

১১) গুজরাটের কোন রাজাকে পর্তুগিজরা ষড়যন্ত্র করে জাহাজ সমেত ডুবিয়ে দেয়?
=বাহাদুর শাহ

১২) মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি কে পদচ্যুত করা যায়?
=ইমপিচমেন্ট পদ্ধতি

১৩) দ্য মডার্ন টাইমস -পরিচালক কে?
=চার্লি চ্যাপলিন
                                    Study with Ishany
                                   
১৪) রাষ্ট্রসঙ্ঘের প্রথম মহাসচিব কে?
=ট্রিকভি লাই

১৫) ইথিওপিয়ার রাজধানীর নাম কি?
=আদ্দিস আবাবা

১৬) বছরের কোন দিনটি বিশ্ব তামাক বিরোধী দিবস নামে পালিত হয়?
=31 মে

১৭) রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কে ছিলেন?
=রায়গুণাকর ভারতচন্দ্র

১৮) সুস্থ মানুষের মিনিটে  গড হার্টবিট কত?
= 70

১৯) ভারতের জাতীয় কংগ্রেসের আগে কি নাম ছিল?
= ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন

২০) প্রাচ্যের গ্রেট ব্রিটেন কোন দেশকে বলা হয়?
= জাপান

২১) জনসংখ্যার নিরিখে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
= ভ্যাটিকান সিটি

২২) VAT এর পুরো কথা কি?
= ভ্যালু এডেড ট্যাক্স

২৩) রসূল আলী কার ছদ্মনাম?
= অবনীন্দ্রনাথ ঠাকুর
                                         Study with Ishany
                                       
২৪) পিসার হেলানো টাওয়ার কোন পাথরে তৈরি?
 = মার্বেল পাথর

২৫) বিশ্বের বৃহত্তম উপসাগর কি?
=  মেক্সিকো উপসাগর

২৬) রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এর মেয়াদ কত বছর?
= পাঁচ বছর

২৭) কোন সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়?
= 1948 সাল

২৮) নারকেল ,তুলো ,আখ, ধান এর মধ্যে কোনটি বাগিচা ফসল?
=  নারকেল
                                   Study with Ishany
                                 
২৯) প্রোটিনের কাঠামোগত মৌলিক একক কোনটি ?
= অ্যামাইনো এসিড

৩০) অ্যালুমিনিয়াম এর মূল আকরিক কোনটি?
= বক্সাইট

৩১) পাখির বাসা নিয়ে পড়াশোনা ও গবেষণা কে কি বলে ?
= নিডলজি

৩২) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়?
=ফিলিপিনস

৩৩) "The Argumentatitive Indian" - কার লেখা?
 = অমর্ত্য সেন

৩৪) বিরুপাক্ষ মন্দির কোথায়?
= কর্ণাটক

৩৫) পাতাল রেলে বায়ু শোধনের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
=হাইড্রোজেন পারঅক্সাইড

৩৬) কত সালে সতীদাহ প্রথার বিলুপ্তি হয় ?
= 1829 সালে
                                       Study with Ishany
                                     
৩৭) কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন?
= 1915 সালে

৩৮) বাংলার আকবর কাকে বলা হয়?
= হুসেন শাহ

৩৯) পলাশীর যুদ্ধ কাব্য গ্রন্থটি কার লেখা?
 = নবীনচন্দ্র সেন

৪০) কত নম্বর ধারা বলে দেশে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়?
= 352

৪১) চাকমা অধ্যুষিত রাজ্য কোনগুলি ?
= অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা

৪২) ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন?
 = সরদার বল্লভ ভাই প্যাটেল

৪৩) রাই কমল কার লেখা ?
= তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৪৪) কাকে অর্থনীতির জনক বলা হয়?
= অ্যাডাম স্মিথ

৪৫) কোন বছর সারাদেশে ঘড়ির সময় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী স্থির করা হয়?
=1965 সাল

                                     Study with Ishany
                                   
৪৬) হৃদপিন্ডের আবরণ কে কি বলে?
=  পেরিকার্ডিয়াম

৪৭) কোনটি পা সঞ্চালনে সাহায্যকারী অস্থি?
=  ক্যালকেনিয়াম

৪৮) মানুষের স্বাভাবিক প্রথ্রমবিনকাল কত সময়ের?
= 12 সেকেন্ড

৪৯) ঘ্রাণ অনুভূতি নষ্ট হওয়া কে কি বলে?
= অ্যানোসমিয়া

৫০) কোনটি স্নেহ পদার্থ নয় ?
=  গ্লুকোজ



https://drive.google.com/file/d/17-deEO9B62S633PHBEb7HyKKYYRBZimJ/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...