Tuesday, September 24, 2019

ভারতের কিছু গুরুত্বপূর্ণ মন্দির ও রাজ্য



            ভারতের কিছু গুরুত্বপূর্ণ মন্দির ও রাজ্য




১) বদ্রীনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত?
 উত্তরাখণ্ড (অলকা নদীর তীরে, চামেলি জেলাতে)


২)কোনারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত ওড়িশা  (পুরি জেলাতে)


৩) বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত?
 তামিলনাড়ু  (প্রথম রাজ রাজ চোল বানিয়েছিলেন)

                                            Study With Ishany

৪) সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট  (গজনীর সুলতান মামুদ লুণ্ঠন করেছিলেন)


৫) কেদারনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড (এটি একটি শিব মন্দির)


৬) সাঁচি স্তুপ কোন রাজ্যে অবস্থিত?
 মধ্যপ্রদেশ (রাইসেন জেলাতে ,অশোক বানিয়েছিলেন)


৭) রামেশ্বরম মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু  (অপর নাম রামনাথ স্বামী মন্দির)

                             
                                           Study With Ishany

৮) সিদ্ধিবিনায়ক মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র  (মুম্বাইয়ের প্রভাদেবি তে অবস্থিত)


৯) গঙ্গোত্রী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখণ্ড  (উত্তরকাশী জেলাতে অবস্থিত)


১০) কাশী বিশ্বনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত?
 উত্তর প্রদেশ  (বারানসি তে অবস্থিত)

                                           Study With Ishany


১১) জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত?
 উড়িষ্যা  (পুরি জেলাতে অবস্থিত)


১২) যমুনেত্রী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখণ্ড (উত্তরকাশী জেলাতে অবস্থিত)


১৩) মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু  (মাদুরাই জেলাতে অবস্থিত)


১৪) অমরনাথ গুহা মন্দির কোন রাজ্যে অবস্থিত? জম্মু-কাশ্মীর  (3888 মিটার উচ্চতায় অবস্থিত)


১৫) লিঙ্গরাজ মন্দির কোন রাজ্যে অবস্থিত?
 ওড়িশা  
                                            Study With Ishany

১৬) তিরুপতি বালাজি মন্দির কোন রাজ্যে অবস্থিত?
 অন্ধ্রপ্রদেশ  (তিরুমালা জেলাতে অবস্থিত)


১৭) কাঞ্চিপুরম মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু  (এটিকে বলা হয় City of Thousand Temples)


১৮) খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ  
                                           Study With Ishany

১৯) বিরুপাক্ষ মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
কর্ণাটক  ( হাম্পি তে অবস্থিত)


২০) কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
আসাম

https://drive.google.com/file/d/12sINdajnQYTBoY5woq3Xv76yjshzBf-j/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...