Wednesday, September 25, 2019

মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর


                 মানব দেহ সম্পর্কিত প্রশ্ন-উত্তরসমূহ

১) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
= ভিটামিন B

২) মায়োপিয়া শরীরের কোন অংশের রোগ ?
= চোখ

৩) টিউবারকুলোসিস শরীরের কোন অঙ্গের রোগ?
=  ফুসফুস

৪)মহিলাদের বন্ধ্যাত্বের কারণ কোন ভিটামিনের অভাব ?
= ভিটামিন E                       Study with Ishany

৫)কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়?
= ডায়াবেটিস

৬)রক্তের লোহিত কণিকা স্বল্পতার জন্য কোন রোগ হয় ?
= রক্তাল্পতা

৭) ক্যাটারাক্ট শরীরের কোন অঙ্গের রোগ ?
= চোখ

৮)কমলালেবু ও অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়?
=  ভিটামিন সি

৯) শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ কর?
= ফুসফুস

১০)ভিটামিন বি মূলত কোথায় পাওয়া যায়?
=  তরকারির খোসা

১১)কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
=  ভিটামিন ডি

১২) রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে?

= হাড়                                 Study with Ishany

১৩)স্কার্ভি রোগের কারণ কোন ভিটামিনের অভাব?
= ভিটামিন সি

১৪)স্কার্ভি রোগের লক্ষণ কি ? 
= মাড়ি থেকে রক্ত পড়া

১৫) রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব ?
= ভিটামিন A

১৬) মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে?
=  প্যানক্রিয়াস

১৭) ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অঙ্গে পরে ?
= শ্বাসনালী

১৮) গলগন্ড রোগের প্রভাব মানব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে?
= থাইরয়েড গ্রন্থি

১৯)মেনিনজাইটিস রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে?
=  সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক          Study with Ishany

২০)নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে?
=  ফুসফুস

২১)পাইরিয়া মানব শরীরের কোন অংশের রোগ?
= মারি

২২)গিট বাত শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে ?
= হাড়ের জোড়া

২৩)কোন গ্যাসটি লোহিত রক্ত কণিকায় ভাঙ্গন ঘটায়?
=  কার্বন-মনোক্সাইড

২৪) যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তিঅর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কি বলে ?
= পুষ্টি                                 Study with Ishany

২৫) কোন যন্ত্রটি রক্ত পরিশ্রুত করতে ব্যবহৃত হয়?
=  ডায়ালিসিস যন্ত্র

২৬) মানব হৃদপিন্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ?
= বাম অলিন্দ

২৭) শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়?
 = রক্ত জালিকা

২৮) পৌষ্টিক তন্ত্রের কোন অংশ থেকে শর্করাজাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয় ?
= পাকস্থলী                   Study with Ishany

২৯) ইন্টারফেরন কি ?
= গ্লাইকোপ্রোটিন

৩০) টায়ালিন কোথা থেকে ক্ষরিত হয়?
=  লালাগ্রন্থি

৩১) কোনটি অচল অস্থিসন্ধি ?
=  করোটির সন্ধি 

৩২) পৌষ্টিক তন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তুর শোষিত হয়?
=  ক্ষুদ্রান্ত

৩৩) মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
=  প্লীহা

৩৪) রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে কি হয়?
= অ্যান্টিবডি হ্রাস পায়

৩৫) কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
=  ভিটামিন সি

৩৬) কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি?
 = থাইরয়েড
                                          Study with Ishany

৩৭) কোনটি ক্ষতিকারক ছত্রাক?
=  পাকসিনিয়া

৩৮) কোন খনিজ টির অভাব রিকেট রোগের কারণ?
=  Ca

৩৯) যক্ষা রোগের ফলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় ?
= ফুসফুস 

৪০) কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে?
= থ্রম্বকাইনেজ

৪১) কোনটি ত্বকের উৎপাদিত ভিটামিন?
= ক্যালসিফেরল

৪২) থাইরক্সিন এর প্রধান উপাদান কি?
= আয়োডিন

৪৩) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহবরে অবস্থিত তরল কে কি বলে?
=  সেরিব্রোস্পাইনাল ফ্লুইড

৪৪) কোনটিকে প্রভু গ্রন্থি বলা হয় ?
= পিটুইটারি

৪৫) মানুষের সুষুম্নাকাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কয়টি ?
= 31 জোড়া

৪৬) একটি সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দনের হার কত?
=  72বার
                                         Study with Ishany
                                         
৪৭) হৃদপিন্ডের কোথায় স্পন্দন প্রবাহ সৃষ্টি হয়?
= SA নোড

৪৮) কোনটি রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকা?
= প্লেটলেট

৪৯) কোনটি রক্ত তঞ্চনে বাধাদানকারী উপাদান?
=  হেপারিন

৫০) মানব শরীরের কোথায় ইপিগ্লটিস থাকে?
= স্বরযন্ত্র

৫১) কোনটি সংকটকালীন হরমোন ?
= অ্যাড্রিনালিন
                                      Study with Ishany
                                      
৫২) মানব দেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়?
=  যকৃতে

৫৩) কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে ?
=  লৌহ

৫৪) মানব শরীরের অস্থির সংখ্যা কত?
=  206 টি

৫৫) নথ্রেগোল্ড পদার্থটি কি?
=  সালফেট

৫৬) মানব শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি ?
= যকৃৎ

৫৭) পেশী কলা কে কত ভাগে ভাগ করা যায়?
=  তিন ভাগে

৫৮) রক্তের কোন উপাদানটি এলার্জি বিরোধী ক্রিয়াকে সক্রিয় ভাবে সাহায্য করে?
=  ইউসিনোফিল

৫৯) রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
=  অক্সিজেন বহন করা

৬০) দেহের সংকোচি কলা কে কি বলা হয়?
=  পেশী

৬১) রেনিন কোথায় পাওয়া যায়?
=  পাচক রসে
                                          Study with Ishany
                                          
৬২) পিত্ত নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ?
= যকৃত

৬৩) রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গেলে কোন রোগ হয় ?
= অ্যানিমিয়া

৬৪) ভার্টিব্রাল ফোরামেন কোথায় থাকে?
=  কশেরুকা  তে

৬৫) মস্তিষ্কের আবরণীকে কি বলে?
= মেনিনজেস

৬৬) অগ্নাশয় এর আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
= গ্লুকাগন

৬৭) সিবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত তৈলাক্ত পদার্থ কে কি বলে?
=  সেরাম 

৬৮) মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে ?
= মিউসিন

৬৯) স্পর্শ কি ধরনের অনুভূতি?
=   সাধারণ অনুভূতি
                                         Study with Ishany
                                         
৭০) নেফ্রনের কোন অংশে দূষিত রক্ত পরিশ্রুত হয়?
=  গ্লোমেরুলাস

৭১) সাইনোভিয়াল তরল কোথা থেকে নির্গত হয়?
=  সাইনোভিয়াল পর্দা

৭২) মানব দেহের কোন কলা ত্বকের সাথে পেশির সংযোগ সাধন করে ?
= অরিওলার যোগ কলা

৭৩) মানবদেহের কোথায় রক্ত শোষিত হয়?
=  ফুসফুস

৭৪) মানব মস্তিষ্কের ও মেরুদণ্ডের বাইরে অবস্থিত কঠিন পদার্থ কে কি বলে?
=  ডুরা

৭৫) কোনটিকে এনার্জি কারেন্সি বলে?
=  ATP

৭৬) কোন হরমোন মানবদেহের BMR বৃদ্ধি করে?
=  থাইরক্সিন

৭৭) ত্বকের বর্ণের জন্য কোন রঞ্জক কণাটি দায়ী?
= মেলানিন
                                       Study with Ishany
                                       
৭৮)বায়ু ধারকত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
= স্পাইরোমিটার

৭৯) মস্তিষ্কের কোন অংশ লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে ?
= থ্যালমাস

৮০) যুক্ত প্রাণী ভাইরাস কোনটি ?
= পোলিও ভাইরাস

৮১) কোনটি মানব দেহের প্রধান রেচন অঙ্গ?
=   বৃক্ক

৮২) জিহবার অগ্রভাগে কোন স্বাদ গৃহীত হয় ?
= নোনতা

৮৩) মানবদেহের ঘামের সঙ্গে প্রতিদিন কি পরিমান জল নির্গত হয় ?
= 1000 মিলি

৮৪) মানব দেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয় কোনটি ?
= ত্বক

৮৫) পাকস্থলীর কোন গ্রন্থি থেকে পেপসিনোজেন গৃহীত হয় ?
= পেপটিক

৮৬) শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় কোন স্নায়ু?
=  অডিটরি
                                         Study with Ishany
                                         
৮৭) ক্রেবস চক্র কোথায় অনুষ্ঠিত হয়?
=  মাইট্রোকন্ডিয়া

৮৮) রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দু কে কি বলে ?
= ব্লাইন্ড স্পট

৮৯) ট্রাপিজিয়াম কি ?
= পায়ের পেশি

৯০) রক্তে উপস্থিত কোন গ্যাস শ্বাস কার্যের হারকে কে নিয়ন্ত্রণ করে ?
= অক্সিজেন

৯১) মানবদেহের মেরুদন্ডের কশেরুকার সংখ্যা কয়টি?
=  33 টি

৯২) কোনটি মানুষের ফ্লেক্টর পেশীর উদাহরন?
= বাইসেপস

৯৩) রক্তে ইউরিয়ার পরিমাণ কত শতাংশ ?
= 15 থেকে 40 মিগ্রা

৯৪) হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে বৃদ্ধি হলে তাকে কি বলে ?
= হিমোথরাক্স

৯৫) ব্রংকাইটিস রোগের ফলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
=  ফুসফুস

৯৬) কোন ভিটামিন এ কোবাল্ট উপস্থিত থাকে?
= ভিটামিন B12
                                        Study with Ishany
                                        
৯৭) দেহের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি রক্তের কোন অংশ করে?
= লোহিত কণিকা

৯৮) কোন পদার্থের বিপাকের ফলে ইউরিয়া এবং ইউরিক এসিড উৎপন্ন হয়?
= প্রোটিন

৯৯) কলেরা কি জাতীয় রোগ?
=  ব্যাকটেরিয়া ঘটিত রোগ

১০০) কোন রোগটি থিয়ামিন এর অভাবে হয় ?
= বেরি বেরি 

১০১) টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয় ?
= ক্লোরো মাইসিন
     
১০২) মুখের লালা কোন পদার্থ পরিপাকে সাহায্য করে ?
= প্রোটিন

১০৩) AIDS কোন জীবাণু ঘটিত রোগ ?
= ভাইরাস

১০৪) কোন জৈব অনুঘটক টি জীব দেহের রাসায়নিক বিক্রিয়া কে ত্বরান্বিত করে?
=  উৎসেচক

১০৫) প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে?
= অক্সিজেন

১০৬) দেহ কোষের নিউক্লিয়াস কোনটিতে অংশগ্রহণ করে ?
= কোষ বিভাজন

১০৭) মানব দেহে খনিজ লৌহ এর সর্বোত্তম উৎস
 কি ?
 =  শাক সবজি

১০৮) হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে ?
=  লৌহ                              Study with Ishany

১০৯) রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে?
=  শ্বেত রক্তকণিকা

১১০) কোনটি শক্তি প্রদান করে না?
= ভিটামিন

১১১) কোন অঙ্গের ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে ?
= যকৃত

১১২) কোন ভিটামিন হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে?
= ভিটামিন C

১১৩) রেসারপিন কি কারনে ব্যবহার করা হয়?
= উচ্চ রক্তচাপ কমাতে

১১৪) মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হরমোন গুলি কোথা থেকে ক্ষরিত হয় ?
= থাইরয়েড

১১৫) এনকেফেলাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
= মস্তিষ্ক

১১৬) কড লিভার অয়েল এ কোন পদার্থ বেশি পরিমাণে থাকে ?
= ভিটামিন

১১৭) রেটিকুলার ফর্মেশন কোথায় দেখা যায়?
= কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

১১৮) ভিলাসের কেন্দ্রে স্নেহপদার্থ শোষণকারী লসিকাবাহের নাম কি ?
= ল্যাকটিয়াল                   Study with Ishany

১১৯) হৃদপিন্ডের আবরণ কে কি বলে?
=  পেরিকার্ডিয়াম

১২০) কোনটি পা সঞ্চালনে সাহায্যকারী অস্থি?
=  ক্যালকেনিয়াম

১২১) মানুষের স্বাভাবিক প্রথ্রমবিনকাল কত সময়ের?
= 12 সেকেন্ড

১২২) ঘ্রাণ অনুভূতি নষ্ট হওয়া কে কি বলে?
= অ্যানোসমিয়া

১২৩) কোনটি স্নেহ পদার্থ নয় ?
=  গ্লুকোজ


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...