Friday, September 27, 2019

সাধারন বিজ্ঞানের ২৫টি অসাধারন প্রশ্ন





         সাধারন বিজ্ঞানের ২৫টি অসাধারন প্রশ্ন
      

প্রশ্ন-   কোন বিজ্ঞানী প্রথম ' লাইসোজোম ' আবিস্কার করেন ?

উঃ বিজ্ঞানী ডি ডুভে [ ১৯৫৫ সালে ]

প্রশ্ন- কোন পতঙ্গ জলে ডিম পাড়ে ?

উঃ ড্রাগন ফ্লাই

প্রশ্ন- পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?

উঃ কাইটিন

প্রশ্ন- ফ্লোরিজেন - কি ?

উঃ উদ্ভিদ হরমোন

প্রশ্ন- বাষ্পমোচন হার মাপার যন্ত্রের নাম কি ?

উঃ গ্যানং পোটোমিটার

প্রশ্ন- কোষ প্রাচীরের মূল উপাদান কি ?

উঃ সেলুলোজ

প্রশ্ন- র‍্যাফাইড কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ কচু ও ওলে

প্রশ্ন- বেট্রোভাইরাসের উদাহরন কি ?

উঃ এইচ আই ভি

প্রশ্ন- পৃথিবীর বৃহত্তম ফল কোনটি ?

উঃ Lodoicea

প্রশ্ন-Sycon কোন জাতীয় প্রানী ?

উঃ স্পঞ্জ

প্রশ্ন-মাছির লার্ভাকে কি বলে ?

উঃ ম্যাগট

প্রশ্ন-মূলে কাঁটা থাকে কোন গাছে ?

উঃ নারকেল

প্রশ্ন- ফিতাকৃমি যুক্ত শুয়রের মাংসকে কি বলে ?

উঃ মিসলী পোর্ক

প্রশ্ন- গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?

উঃ মস্তিস্কের হাইপোথ্যালামাস থেকে

প্রশ্ন- মানব শরীরে দৈনিক কত কোটি কোষ জন্মায় ?

উঃ প্রায় ২০০ কোটি কোশ জন্মায় ও মারা যায়

প্রশ্ন- কাপড় কাচার সোডার পুরো নাম কি ?

উঃ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট

প্রশ্ন- জেরফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

উঃ ভিটামিন A -র

প্রশ্ন- ডিএনএ -এর নক্সা কারা কতসালে তৈরি করেন ?

উঃ ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে

প্রশ্ন- কোন এককোষী উদ্ভিদ খালিচোখে দেখা যায় ?

উঃ অ্যাসিটাবুলারিয়া

প্রশ্ন- হামের জন্য কোন ভাইরাস দায়ী ?

উঃ রুবেলা

প্রশ্ন- ২০ টি আমাইনো আসিডের জন্য ক'টি কার্যকারী কোডন আছে ?

উঃ ৬১ টি

প্রশ্ন-লাইকেন কোন প্রকার দূষণের সূচক ?

উঃ বায়ু দূষন

প্রশ্ন- আদিমতম স্তন্যপায়ী কোনটি ?

উঃ Echidna

প্রশ্ন- Leptotyphlops কি ?

উঃ পৃথিবীর সবথেকে ছোট সাপ

প্রশ্ন- সার হিসাবে ব্যাবহার করা হয় কোন ফার্ন কে ?

উঃ অ্যাজোলা



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...