বাংলা এস.এস. সি প্রস্তুতি
১। ‘টীকা সর্বস্ব’ কার সংকলিত ? উত্তরঃ সর্বানন্দ ।
২। ‘টালত ঘর মোর নাহি পর পরবেষী’-চরণটি কার লেখা ? উত্তরঃ ঢেণ্ঢন পাদ ।
৩। কাশীরাম দাসের পিতার নাম কি ? উত্তরঃ কমলাকান্ত ।
৪। শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী অংশের কোন বিভাগে খন্ড কথাটি যুক্ত হয়নি ? উত্তরঃ রাধাবিরহ ।
৫। প্রাচীন বাংলায় প্রথম চৈতন্য বিষয়ক পদ কার রচনা ? উত্তরঃ মুরারি গুপ্ত ।
৬। চন্ডীমঙ্গলের আদি কবি কে ? উত্তরঃ মানিক দত্ত ।
৭। বণিক খন্ডের কাহিনী কোন কাব্যের অংশ ?উত্তরঃ চন্ডীমঙ্গল ।
৮। কোন মঙ্গলকাব্যে পশ্চিমের সূর্যোদয় পালা আছে ? উত্তরঃ ধর্মমঙ্গল ।
৯। ‘অদ্বৈত প্রকাশ’ কার রচনা ? উত্তরঃ নিত্যানন্দ ।
১০। গৌরপদ তরঙ্গিনী কে সম্পাদনা করেন ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১১। ‘রসমঞ্জরী’ কার লেখা ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১২। ‘রাধানাথ’ কার ছদ্মনাম ? উত্তরঃ বৃন্দাবন দাস ।
১৩। ষট্ সন্দর্ভ কার লেখা ? উত্তরঃ জীব গোস্বামী ।
১৪। ভাগীরথের গঙ্গা আনয়ন – কোন প্রাচীন কাব্যে উল্লিখিত ? উত্তরঃ মহাভারত ।
১৫। মানিক্যচন্দ্র কোন গ্রন্থের চরিত্র ? উত্তরঃ গোপীচন্দ্র ময়নামতীর গান ।
১৬। কবি কর্ণপুরের যথার্থ নাম কি ? উত্তরঃ পরমানন্দ সেন ।
১৭। ‘মাধব কি কহব দৈব বিপাক’ কোন পর্যায়ের পদ ? উত্তরঃ অভিসার ।
১৮। ‘করলাম’ শব্দ পরিবর্তনের কোন পর্যায়ে পড়ে ? উত্তরঃ অভিশ্রুতি ।
১৯। ‘বঙ্গাধিপ পরাজয়’ কার উপন্যাস ? উত্তরঃ প্রতাপচন্দ্র ঘোষ ।
২০। রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কি ? উত্তরঃ ভিখারিনী ।
২১। ‘নিসর্গ সন্দর্শন’ কার কাব্য ? উত্তরঃ বিহারীলাল ।
২২। ‘চিত্র ও কাব্য’ কার গদ্যগ্রন্থ ? উত্তরঃ বলেন্দ্রনাথ ।
২৩। বাঙালী সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ? উত্তরঃ বঙ্গাল গেজেট ।
২৪। ‘হিতোপদেশ’ গ্রন্থটি প্রথম বাংলায় কে লেখেন ? উত্তরঃ গোলকনাথ শর্মা ।
২৫। ‘অমিত্রাক্ষর’ ছন্দ প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয় ? উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য ।
২৬। ‘মিছিল’ উপন্যাসটি কার লেখা ? উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র ।
২৭। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের ? উত্তরঃ প্রভাত সঙ্গীত ।
২৮। ‘বেলাশেষের গান’ কার রচনা ? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত ।
২৯। ‘হেমন্ত গোধুলি’ কার কাব্য ? উত্তরঃ মোহিতলাল মজুমদার ।
৩০। ‘পেঁপে’ কি শব্দ ? উত্তরঃ পর্তুগীজ ।
৩১। ‘মুনিস’ কোন অঞ্চলের উপভাষা ? উত্তরঃ বঙ্গ ।
৩২। রবীন্দ্রনাথের প্রথম চলতি ভাষায় লেখা উপন্যাস কোনটি ? উত্তরঃ ঘরে-বাইরে ।
৩৩। সর্বশেষ রচিত একটি চৈতন্যজীবনীগ্রন্থের নাম কি ? উত্তরঃ চূড়ামনি দাসের গৌরাঙ্গবিজয় ।
৩৪। বাণীবিনোদ বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম ? উত্তরঃ কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ।
৩৫। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কবে প্রকাশিত হয়েছিল ? উত্তরঃ ১৮৬৬ ।
৩৬। ‘ছেঁড়া তার’ নাটকটি কে লিখেছেন ? উত্তরঃ তুলসী লাহিড়ী ।
৩৭। ‘বাঙ্গঁলা ভাষা ও বাঙ্গঁলা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ কার লেখা ? উত্তরঃ রামগতি ন্যায়রত্ন ।
৩৮। ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ রামমোহন রায় (১৮১৫) ।
৩৯। ‘আপনকথা’ বইটি কার লেখা ? উত্তরঃ অবনীন্দ্রনাথ ।
৪০। প্রাচীনতম কবিওয়ালা কে ? উত্তরঃ গোজলা গুঁই ।
৪১। ‘পুস্পাঞ্জলি’ বইটি কার লেখা ? উত্তরঃ ভূদেব মুখোপাধ্যায় (১৮৭৬) ।
৪২। বাংলায় টপ্পাগানের প্রবর্তন করেন কে ? উত্তরঃ রামনিধি গুপ্ত ।
৪৩। ‘নিভৃতচিন্তা’ রচনা করেন ? উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ ।
৪৪। ‘তত্ত্ববোধিনী’ সভা স্থাপন করেন কে ? উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর ।
৪৫। ‘এলা’ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র ? উত্তরঃ চার অধ্যায় ।
৪৬। ‘ভানুমতি চিত্ত বিলাস’ নাটক এর রচয়িতা কে ? উত্তরঃ হরচন্দ্র ঘোষ ।
৪৭। ‘দিবারাত্রির কাব্য’র একটি চরিত্র ? উত্তরঃ আনন্দ ।
৪৮। জগদানন্দ কোন শতাব্দীর বৈষ্ণব পদকর্তা ? উত্তরঃ সপ্তদশ শতাব্দী ।
৪৯। ‘ভারতী’ পত্রিকার প্রথম সম্পাদক ? উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।
৫০। ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ পুঁথিটি কে আবিস্কার করেন? উত্তরঃ বসন্তরঞ্জন রায় ।
৫১। বাংলাভাষায় প্রথম দৈনিক পত্র কোনটি ? উত্তরঃ সমাচার দর্পন ।
৫২। ‘জামাই বারিক’ এর প্রনেতা কে ? উত্তরঃ দীনবন্ধু মিত্র ।
৫৩। ‘দি ক্যাপ্টিভ লেডি’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ মধুসূদন দত্ত ।
৫৪। গীতগোবিন্দম্ কাব্যের মোট সর্গ সংখ্যা কত ? উত্তরঃ ১১ ।
৫৫। ধোয়ীর পবনদূত কাব্যের নায়ক ? উত্তরঃ লক্ষণ সেন ।
৫৬। যত যত মহাপন্ডিত আছয়ে সংসারে । আমার কবিতা কেহ নিন্দিতে না পারে ।।- কার রচনা ? উত্তরঃ কৃত্তিবাস ।
৫৭। ‘নবচর্যাপদে’ প্রকাশিত মোট পদের সংখ্যা কত ? উত্তরঃ ৯৮ ।
৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বংশীখন্ডের পূর্ববর্তী খন্ডটির নাম কি ? উত্তরঃ বানখন্ড।
৫৯। সদুক্তি কর্ণামৃতের মোট সংকলিত কবিতার সংখ্যা কত ? উত্তরঃ ২৩৭০ ।
৬০। চর্যাগীতিতে কবির পদের সংখ্যা সবচেয়ে বেশী ? উত্তরঃ কাহ্ণপাদ ।
৬১। চর্যাপদের কত সংখ্যক প্রথম ‘নাটক’ কথাটি প্রযুক্ত হয়েছে ? উত্তরঃ ১৭ ।
Pdf link
https://drive.google.com/file/d/10zXrdppI_9b8x6YwebQ7QJOkYdpniBup/view?usp=drivesdk
No comments:
Post a Comment