Wednesday, September 25, 2019

ইতিহাসের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

      
             


            ইতিহাসের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


১।দেবী চন্দ্ৰগুপ্তবইটি কার লেখা -  বিশাখদত্ত।

২। কিরাতার্জুনীয়ম কাব্যগ্রন্থটি কার লেখা -ভারবি।

৩।পশু চিকিৎসা গ্ৰন্থ 'অশ্বশাস্ত্র'বইটি কার লেখা -শালিহােত্ৰ।

৪।ঘর্ঘরার যুদ্ধ কবে হয় -  ১৫২৯ সালে।

৫।গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময় ভারত আক্রমণকারী হুণদের কী বলা হত — শ্বেত হুণ।

                                        Study with Ishany
                                    
৬।গ্রন্থসাহিবকে সঙ্কলন করেন — গুরু  অর্জন সিং।

৭।শিবাজীর রাজ্যে অর্থমন্ত্রীকে কী বলা হত – অমাত্য।

৮।পরিণত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির  বেশিরভাগ গড়ে উঠেছিল কোন-কোন নদনদীর তীরে – সিন্ধু নদ, সরস্বতী নদী ও দৃষবতী নদীর তীরে।

৮। হরপ্পা কোথায় ছিল- ইরাবতী নদীর এক পুরনাে খাতের তীরে।

 ১০।সূত্ৰকথার অর্থ কী - স্মৃতিসহায়ক সংক্ষিপ্ত শব্দসমষ্টি।

১১।ভারতের ইতিহাসে কোন সম্রাট প্রথম রাষ্ট্রের খরচে পশু হাসপাতাল তৈরি করান - সম্রাট অশােক।

 ১২। মুদ্রা ব্যবস্থার একক হিসাবে রুপাের টাকা বা, রুপিয়া চালু হয় কোন সম্রাটের আমলে – শের শাহ সূরী।

১৩। বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন - হাসন।      
                                        Study with Ishany
    
১৪।কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লেখেন - জহির-উদ-দ্বীন মহম্মদ বাবুর ও নূর-উদ-দ্বীন মহম্মদ জাহাঙ্গীর।

১৫। মহাবীরের স্ত্রীর নাম কী -যশােধরা।

১৬।ভারতে নওরােজউৎসব কে চালু করেন – ইলতুমিস।

১৭। দিল্লি শহর প্রতিষ্ঠায় কার ভূমিকা উল্লেখযােগ্য ছিল - সিকন্দর লােদী।

১৮। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্করের নাম কী – মহাবীর বর্ধমান।

১৯। গান্ধার শিল্প উন্নত হয় কোন আমলে
— কুষাণ যুগে।

২০।জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবরের জন্মস্থান কোথায় - অমরকোট।
                                         Study with Ishany
                                   
২১।উর্দু ভাষায় প্রথম কে কবিতা লেখেন - আমির খসরু।

২২। শের শাহ সূরীর আমলে সংস্কার করা: বাদশাহী সড়কের এখন নাম কী – জি. টি. রােড (গ্র্যান্ড ট্রাঙ্ক রােড)।

২৩।নূর জহাঁর নাম আগে কী ছিল- মেহের-উন্নিসা। (শের আফগানের স্ত্রী মেহের-উন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করার পর তার নাম দেন নূর জহান)।

২৪। দিল্লির লালকেল্লা কে তৈরি করান- শাহ জহাঁন

২৫।প্রকৃতপক্ষে জৈন ধর্ম শুরু করেন কত তম তীর্থঙ্কর – ত্ৰয়ােবিংশ।

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...