Wednesday, September 25, 2019

৪০ টি ভূগলের প্রশ্ন উত্তর




                  ৪০ টি ভূগলের প্রশ্ন উত্তর 

১) ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপসেবিত জমি আছে 👉 উত্তরপ্রদেশ।

২) ভারতের যে রাজ্যে জলাশয়ের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয় 👉 তামিলনাড়ু।

৩) সিরহিন্দ খাল যে নদী থেকে খনন করা হয়েছে 👉 শতদ্রু।

৪) ভারতের দীর্ঘতম খালটি হল 👉 ইন্দিরা গান্ধী খাল।

৫) ভারতের দ্বিতীয় দীর্ঘতম খালটি হল 👉 বাকিংহাম খাল।

৬) পশ্চিমবঙ্গের একটি প্লাবন খাল হল 👉হিজলী খাল।

৭) ম্যাঙ্গানিজের সর্বশ্রেষ্ঠ আকরিকটি হলো 👉 পাইরোলুসাইট।

৮) ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হল 👉 জামনগর।

৯) গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত 👉 বায়ুশক্তি কেন্দ্র।

১০) একটি অধাতব অজ্বালানি খনিজ হল👉 অভ্র।

১১) খনিজ তেলের কোন উপজাত দ্রব্য বিমান চালাতে ব্যবহৃত হয়👉 গ্যাসোলিন।

১২) বর্তমানে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনিটি কোথায় অবস্থিত 👉 ঝাড়খণ্ডের চিরিয়াতে।

১৩) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি 👉 সুন্দরবন।

১৪) ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত 👉 ওড়িশার ভিতরকণিকায়।

১৫) বনভূমির আয়তন হিসেবে ভারতের সবচেয়ে অরণ্যাবৃত রাজ্য হল 👉 মধ্যপ্রদেশ।

১৬) শতাংশের হিসাবে ভারতের সবচেয়ে অরণ্যাবৃত রাজ্য হল 👉 মিজোরাম।

১৭) ধুনো যে গাছের নির্যাস, তা হল 👉 শাল।

১৮) চন্দন গাছ দেখা যায় 👉 ক্রান্তীয় মৌসুমী অরণ্যে।

১৯) মুম্বাই-এর নিকট অবস্থিত মৎস্য বন্দরটি হল 👉 সাসুন ডক।

২০) কয়াল এলাকা থেকে ভারতের যে রাজ্যের অধিবাসীরা মূলত মাছ ধরে, তা হল 👉 কেরালা।

২১) জলসেচের ঘনত্ব ভারতের যে রাজ্যে সর্বাধিক 👉 পাঞ্জাব।

২২) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল 👉 ভাকরা- নাঙ্গাল প্রকল্প।

২৩) ভারতের জলবিভাজিকা ব্যবস্থাপনার সর্বপ্রথম উদাহরণ হল 👉 দামোদর উপত্যকা পরিকল্পনা।

২৪) ভারতের বৃহত্তম তামার খনিটি হল 👉 মালঞ্চখন্ড(মধ্যপ্রদেশ)।

২৫) কয়লার দুটি উপজাত দ্রব্য হল 👉 আলকাতরা ও ন্যাপথলিন।

২৬) ঝাড়খণ্ডের কোডারমা যে খনিজ তেল উত্তোলনে প্রসিদ্ধ👉 অভ্র।

২৭) ওড়িশার কোরাপুট জেলা যে খনিজ তেল উত্তোলনের জন্য প্রসিদ্ধ 👉 ম্যাঙ্গানিজ।

২৮) রাসায়নিক শিল্পে ব্যবহৃত একটি খনিজ হলো 👉 গন্ধক।

২৯) ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি যেখানে অবস্থিত 👉 নেভেলি।

৩০) ONGC-এর সদর দপ্তর অবস্থিত 👉 দেরাদুনে।

৩১) দূষণমুক্ত চিরাচরিত শক্তি হলো 👉 জলবিদ্যুৎ।

৩২) "বাদামি কয়লা"কোন শ্রেণীর কয়লাকে বলা হয় 👉 লিগনাইট।

৩৩) ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্রটি হল 👉 তামিলনাড়ুর মুপ্পান্ডল।

৩৪) কোন শক্তিকে "শ্বেত কয়লা" বলা হয়👉 জলবিদ্যুৎ।

৩৫) ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম কোথা থেকে পাওয়া যায় 👉 ঝাড়খণ্ডের যদুগোড়া।

৩৬) ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্রটির নাম 👉কুড়ানকুলাম(2000MW).

৩৭) NTPC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত 👉 নতুন দিল্লিতে।

৩৮) লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ মূলত যা দিয়ে গঠিত,তা হল 👉 প্রবাল।

৩৯) মার্মাগাঁও ভারতের যে উপকূলের একটি মৎস্য বন্দর,তা হল 👉 পশ্চিম।

৪০) স্বাদু জলের মৎস্য আরোহণের দিক থেকে ভারতের যে রাজ্য প্রথম 👉 পশ্চিমবঙ্গ।



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...