Saturday, October 19, 2019

ব্যাকরণ


            আবগারি পুলিশ ও   প্রাইমারি টেট
                               ব্যাকরণ 
               

লিঙ্গ পরিবর্তন

১) জ্ঞানবান- স্ত্রী লিঙ্গে কি হবে?

ক)  জ্ঞানী
খ)  জ্ঞানবতী√
গ)  জ্ঞানস্বী
ঘ) জ্ঞানস্বিনি

২) দোয়াত- কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ√
ঘ) উভয়লিঙ্গ

৩) কীর্তনীয়া- কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুং লিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ√


৪) উর্মিলা- এর পুংলিঙ্গ কি হবে?

ক )উর্মি
খ )উর্মিল√
গ )উর্মিলত
ঘ) উরমিলন

৫) উদার -এর স্ত্রীলিঙ্গ লেখ

ক) উদারতা
খ) উদারা√
গ)উদারি
ঘ)উদারনা



বাগধারা

৬) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- প্রকৃত অর্থ কি?

ক) বেশি সন্ন্যাসীতে ধর্ম নষ্ট করে
খ) অনেকের উপস্থিতিতে কাজ পন্ড√
গ) সন্ন্যাসী ছাড়া গাজন এর ক্ষতি
ঘ) কোনোটিই নয়

৭) _____________জগৎ ভালো। শূন্যস্থানে কি হবে?

ক) আপ ভালো তো√
খ) সব ভালো তো
গ) পর ভালো তো
ঘ) অন্যে ভালো তো


৮) _____________আপনি বাজানো। শূন্যস্থানে কি হবে?

ক) অন্যের বাদ্যযন্ত্র
খ) আপনার ঢাক√
গ) নিজের বাদ্যযন্ত্র
ঘ) নিজের ভেঁপু


৯) আপনার চরকায় তেল দেওয়া- প্রকৃত অর্থ কি?

ক) চরকা ঠিক রাখা
খ) নিজেকে সচল রাখতে কসরৎ করা
গ) নিজের কাজে মনোযোগী হওয়া√
ঘ) অন্যের কাছে মাথা না গলানো


১০) আক্কেলগুরুম- কথাটির প্রকৃত অর্থ কি?

ক) হঠাৎ কিছু ঘটে যাওয়া
খ) অকস্মাৎ মৃত্যু হওয়া
গ) হতভম্ব হওয়া√
ঘ) আকাশ কুসুম কল্পনা


সমাস

১১) ধান জমি- ব্যাসবাক্য কি হবে?

ক) ধানের জমি
খ) ধানের জন্য জমি√
গ) ধান্য ফলিত জমি
ঘ) ধান জন্মানো জমি

১২) যজ্ঞ বেদী কোন ধরনের সমাস?

ক) দ্বন্দ্ব সমাস
খ) নিমিত্ত তৎপুরুষ√
গ) করণ তৎপুরুষ
ঘ) অলুক তৎপুরুষ


১৩) শয়নকক্ষ ব্যাসবাক্য কি হবে?

ক) শয়নের কক্ষ
খ) শয়নের জন্য কক্ষ√
গ) শয়ন রুপ কক্ষ
ঘ)  শয়ন জনিত কক্ষ


১৪) ঘরের জন্য পাগল -সমাসবদ্ধ পদ কি হবে?

ক) ঘরে পাগল
খ) ঘর পাগল√
গ) ঘরোয়া পাগল
ঘ) ঘর পাগলা

১৫) সর্প ভীতি -ব্যাসবাক্য কি হবে?

ক) সর্পে ভীতি
খ) সর্প জাত ভীতি
গ) সর্প থেকে ভীতি√
ঘ) সর্পের ভীতি


বাক্য পরিবর্তন

১৬)  সাঁতার জানলে আবার ভয় কিসের? -জটিল বাক্যে লেখ

ক) সাঁতার জানলে কোন ভয় নেই
খ) যদি সাঁতার জানা থাকে তবে আবার ভয় কিসের√
গ) সাঁতার জানে মানে ভয়হীন থাকা


১৭) বহুক্ষণ এভাবে চলার পর কি যেন একটা শোনা গেল -যৌগিক বাক্যে লেখ।

ক) বহুক্ষণ এভাবে চলতে চলতে কি একটা শোনা গেল
খ) বহুক্ষণ এভাবে চলা হল এবং কি একটা শোনা গেল√
গ) বহুক্ষণ এভাবে চলাও হলো কিছু শোনাও গেল


১৮) সে কথা কি আমি আজও ভুলতে পেরেছি? -জটিল বাক্যে লেখ

ক) সে কথা ভোলা আমার পক্ষে সম্ভব হয়নি
খ) সে এমন কথা যা ভোলা যায় না
গ) সে এমন কথাই যে আমি আজও ভুলতে পারিনি√


১৯) জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না।-অস্তর্থক বাক্যে লেখ

ক) জেলেরা টের পেলে আর ফেরা সম্ভব হবে না
খ) জেলেরা টের পেলে আর ফেরা অসম্ভব√
গ) জেলেরা যদি টের পায় তবে আর ফেরা অসম্ভব


২০) নৌকা যত অগ্রসর হতে লাগল ততই সে শব্দ স্পষ্ট ও প্রবল হতে লাগলো ।কোন ধরনের বাক্য?

ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য√
গ) নির্দেশক বাক্য
ঘ) মিশ্র বাক্য


বাচ্য পরিবর্তন

২১)পুরোহিতরাও সংকল্প করতে সাহস হয় না-কর্তৃবাচ্যে কি হবে?

ক) পুরোহিতের ও সংকল্প করার সাধ্য নেই
খ) পুরোহিত ও সংকল্প করতে সাহসী হোন না√
গ) পুরোহিতের সংকল্প করা সম্ভব হয়ে ওঠেনা


২২) কলিযুগে বাবু নামে এক প্রকার মানুষেরা পৃথিবীতে আবির্ভূত হবেন - কোন ধরনের বাচ্য?

ক) কর্তৃ বাচ্য√
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কোনওটি না


২৩) কেবল তাদেরই গুনকীর্তন করছি। কর্ম বাচ্যে রূপান্তরিত করো

ক) কেবল  তাদেরই গুণকীর্তন করা হচ্ছে
খ)কেবল  তাদেরই গুণকীর্তন করা হোক
গ)কেবল  তাদেরই গুণ কির্তিত হোক
ঘ)কেবল  তাদেরই গুণ কির্তিত হচ্ছে√


২৪) এরা পুজো করবেন। কর্ম বাচ্য লেখ

ক) এদের পূজো করতে হবে
খ) এদের দ্বারা পূজিত হবে √
গ) এরা ছাড়া কি পুজো হবে না
ঘ) এরা পুজো করার যোগ্য


২৫) বাবুদের জয় হোক -কর্তৃবাচ্য রূপান্তরিত কর।

ক) বাবুদের জয়যুক্ত করা হোক
খ) বাবু রাই জয়ী হয়েছেন
গ) বাবুরা জয়ী হন√
ঘ) বাবুদের জিতিয়ে দেওয়া হোক


এক কথায় প্রকাশ

২৬) অতিশয় ধূর্ত ও অনিষ্টকারী লোক- এক কথায় লেখ

ক) অপকারী
খ) ক্ষতি কারি
গ) বিচ্ছু√
গ) চালাক


২৭) অতিশয় দূরে অবস্থিত -এক কথায় কি হবে?

ক) দূরাগত
খ) দুরস্ত
গ) অতিদূর√
ঘ) দুরাবহ

২৮) দিব্য জ্ঞান -ব্যাখ্যা বাক্যটি লেখ।

ক) ঈশ্বরের জন্য জ্ঞানার্জন
খ) যেকোনো বিষয়ে জ্ঞান
গ) অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞান√
ঘ) শাস্ত্র বিষয়ে জ্ঞান

২৯) ভারাক্রান্ত -ব্যাখ্যাবাক্য লেখ

ক) শরীরের ভারে আক্রান্ত
খ) মনের ভার বহনে অক্ষম√
গ) অত্যাধিক ভারের জন্য ক্লিষ্ট
ঘ) ভার বহনে আগ্রহী


৩০) ধোপদুরস্ত -ব্যাখ্যা বাক্য লেখ

ক) পরিষ্কার-পরিচ্ছন্ন তনু
খ) পোশাক পরিহিত ব্যক্তি
গ) অত্যন্ত ধোলাই করা পোশাক পরিহিত ব্যক্তি√
ঘ) বোকার মত বেশ




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...