Thursday, October 31, 2019

চর্যাপদ_থেকে_৫০ টি_প্রশ্নোত্তর



চর্যাপদ_থেকে_৫০  টি_প্রশ্নোত্তর 


১.চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন ???
উ:-হরপ্রসাদ শাস্ত্রী,১৯০৭ সালে।

২.চর্যার পুঁথিটি কোন হরফে লেখা ???
উ:-দেব নাগরী।

৩.চর্যাপদ কোথায় থেকে আবিষ্কৃত হয় ???
উ:-নেপালের রাজদরবারের সংগ্রহশালা থেকে।

৪.কোথায় থেকে কত সালে চর্যাপদ প্রকাশিত হয় ?
উ:-বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে,১৯১৬ সালে।

৫.বর্তমানে চর্যাপদ কোথায় সংরক্ষিত আছে ?
উ:-এশিয়াটিক সোসাইটি।

৬.সুকুমার সেন এর মতে চর্যার রচনা কাল কত ???
উ:-দশম-দ্বাদশ শতাব্দী।

৭.চর্যাপদের মোট পদকর্তা কত ???
উ:-২৪ জন।

৮.প্রবোধচন্দ্র বাগচী এর মতে চর্যার নাম কী ???
উ:-চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়।

৯.বিধুশেখর এর মতে চর্যার নাম কী ???
উ:-আশ্চর্য্যচর্য্যাচয়।

১০.সুকুমার সেন চর্যার কী নাম দেন ???
উ:-চর্যাগীতি পদাবলী।

১১.চর্যার প্রথম পদটি কে রচনা করেন ???
উ:-লুইপাদ।

১২.চর্যার প্রথম পদ কোন রাগে রচিত ???
উ:-পটমঞ্জরী।

১৩."টেন্ডন" কথাটির অর্থ কী ???
উ:-জুয়ারী বা ধূর্ত।

১৪.চর্যার শেষ পদটি কার রচনা ?
উ:-শবর পাদ।

১৫.দাবা খেলা কার পদে আছে ?
উ:-কাহ্ন পাদ এর পদে।

১৬.দাবা খেলা কত নং পদে আছে ?
উ:-১২নং পদে।

১৭.পাদ কথার অর্থ কী ?
উ:-সম্মানীয় বা শিষ‍্য/অনুশিষ‍্য।

১৮.চর্যার মলাটে কোন নাম লিখিত আছে ?
উ:-চর্য্যাচর্য্যটিকা।

১৯.কোন পদকর্তার পদ পাওয়া যায়নি ???
উ:-লাড়ীডোম্বীপাদের।

২০.নব চর্যাপদের প্রকাশ সাল কত ???
উ:-১৯৮৯ সাল।

২১.চর্যাপদের সংস্কৃত টিকা কার রচনা ???
উ:-মুনি দত্ত।

২২.চর্যাপদ বাংলায় রচিত তা কে প্রথম প্রমান করেন ???
উ:-সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

২৩.চর্যাপদের তিব্বতী টিকা কার রচনা ???
উ:-কীর্তিচন্দ্র।

২৪.কোন অবাঙালী পন্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন ???
উ:-রাহুল সংকৃত‍্যায়ন।

২৫.হরপ্রসাদ শাস্ত্রী যে পুথি প্রকাশ করেন তাতে মোট পদ সংখ‍্যা কত ???
উ:-সাড়ে ছেচল্লিশ।

২৬.কোন কবি মহামায়ার উপাসক ছিলেন বলে মনে করা হয় ???
উ:-কুক্কুরী পা।

২৭.নব চর্যাপদের সংগ্রাহক কে ???
উ:-শশীভূষণ দাশগুপ্ত।

২৮.চর্যা শব্দটি কোন ধাতু থেকে এসেছে ???
উ:-চর ধাতু।

২৯.চর্যাগীতির ফটোরূপ কে প্রকাশ করেন ???
উ:-নীলরতন সেন।

৩০.চর্যাপদের ভাষা হিন্দি বলে কে দাবী করেন ???
উ:-বিজয় চন্দ্র মজুমদার/রাহুল সংকৃত‍্যায়ন।

৩১.কাহ্ন পা এর গুরু কে ???
উ:-জালন্ধরী পাদ।

৩২.কাহ্ন পা কত সংখ‍্যক পদে গুরুর ঊল্লেখ করেন ???
উ:-৪০ সংখ‍্যক পদে।

৩৩."রাউত"কথার অর্থ কী ???
উ:-রাজপুত্র।

৩৪.গোরক্ষনাথের শিষ‍্য কে ???
উ:-জালন্ধরী।
   
৩৫.অভিসময় বিভঙ্গ কে রচনা করেন ???
উ:-লুই পাদ।

৩৬.চর্যাপদে কোন ভাষার নির্দশন পাওয়া যায় ???
উ:-শৈরসেনী/নব‍্য ভারতীয়।

৩৭.নেপাল থেকে চাচা সংগীত গুলি কে সংগ্রহ করেন ???
উ:-শশীভূষণ দাশগুপ্ত।

৩৮.সুকুমার সেন কুক্কুরী পা এর নামের কী ব‍্যুৎপত্ত ???
উ:-কুক্কুটী পাদ>কুক্কুরী পাদ।

৩৯."চতুরাভরন"গ্রন্থটি কোন পদকর্তার লেখা ???
উ:-ভুসুক পা।

৪০.সরহ পাদের লিখিত পদের সংখ‍্যা কত ???
উ:-৪ টি।

৪১.মেখলাটিকা কার রচনা ???
উ:-আচার্য দেব/আচার্য পাদ।

৪২.চর্যায় নাট‍্যগীতির উল্লেখ কত নং পদে আছে ???
উ:-১৭নং।

৪৩.লুই পাদ রচিত মোট বই সংখ্যা কত গুলো ???
উ:-৩ টি।

৪৪.কামোদ রাগে রচিত পদ সংখ্যা কত ???
উ:-৪ টি।

৪৫.কে দুজন কাহ্ন এর অস্তিত্ব অনুমান করেন ???
উ:-সুকুমার সেন।

৪৬.শেষ পদটি কোন রাগে রচিত ???
উ:-রামক্রী।

৪৭.সর্বাধিক পদ কোন রাগে রচিত ???
উ:-পটমঞ্জরী।

৪৮.পটমঞ্জরী রাগে কতগুলো পদ রচিত ???
উ:-১১টি।

৪৯.চর্যাপদের ভাষা বিচার করেন কে ???
উ:-সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

৫০.সর্বাধিক একই রাগে কে বেশি পদ রচনা করেন ???
উ:-কাহ্ন পা।

https://drive.google.com/file/d/1cXAZ7LLsfgjXEOewJy6CgIJsOJLxhENy/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...