Tuesday, October 22, 2019

General science Question answer







1, শত্রু বিমানের অবস্থা নির্ধারণের জন্য রাডার কিভাবে কাজ করে?
উত্তর,  রেডিও তরঙ্গ দ্বারা।

2, আলোক কোষে আলোর প্রভাবে কি উৎপন্ন হয়?
উত্তর,  তড়িৎ।

2, সমগোত্রীয় অনুগুলির পারস্পারিক সম্পর্ক কে কি বলে? 
উত্তর,  সংশক্তি।

3, উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে?
উত্তর,  বার্নোলীর নীতির উপর।

4, তরলের পৃষ্ঠটান পরিমাপের একক কি ?
উত্তর,  নিউটন/মিটার।

5, এনিরয়েড ব্যারোমিটার এর ক্ষেত্রে কোন তরল ব্যবহার করা হয়?
উত্তর,  এই ব্যারোমিটারে কোন তরল ব্যবহার করা হয় না।

6, হাইড্রোলিক যন্ত্রে কোন নীতির (সূত্র) প্রয়োগ করা হয়?
উত্তর,  পাস্কাল-এর সূত্র।

7, পৃথিবীর চৌম্বক বলরেখা কেমন?
উত্তর,  সরলরেখা ও সমান্তরাল।

8, বৈদ্যুতিক আর্কবাতির ফিলামেন্ট কিসের তৈরি?
উত্তর, গ্রাফাইটের।

9, স্প্রেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? 
উত্তর,  পাস্কাল নীতির উপর।

10, ডেভির নিরাপত্তা বাতি ঠিক মতো কাজ করার জন্য তাপের স্থানান্তর কি পদ্ধতিতে হয়?
উত্তর,  পরিচলন পদ্ধতিতে।

11, হীরক বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন?
উত্তর,  উচ্চ প্রতিসরাঙ্ক-আর জন্য।

12, লেকল্যান্স কোষের ছদন নিবারক কি?
উত্তর,  ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।

13, "পৃথিবী কে কেন্দ্র করে সূর্য ও অন্যান্য গ্রহ ঘুরছে"-- এর প্রবক্তা কে?
উত্তর,  টলেমি।

15, বায়ুমন্ডলে বেলুড় উপরের দিকে ওঠে কেন?
উত্তর,  বায়ুর উর্ধ্বঘাতের জন্য।

16, ক্যান্সার চিকিৎসায় কোন মৌল ব্যবহার করা হয়?
উত্তর,  কোবাল্ট।

17, পিজো ইলেকট্রিক প্রভাব কোথায় দেখা যায়?
উত্তর, কোয়ার্জে।

18, অসদৃশ অণুদের মধ্যে আকর্ষণ বল কে কি বলে?
উত্তর,  আসঞ্জন।

19, আণবিক সংযোজন যে চুল্লিতে সংঘটিত হয় তাকে কি বলে?
উত্তর,  নিউক্লিও চুল্লি।

20, দম দেওয়া ঘড়ির কার্য পদ্ধতি কি?
উত্তর,  মেন স্প্রিং এর  স্থিতিশক্তি।

21, বাদুড় যে শব্দ করে তা কি জাতীয়?
উত্তর,  অল্ট্রাসোনিক।

22, সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর,  হাইড্রোজেন।


23, পারমাণবিক চুল্লিতে ক্যাডমিয়াম কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর,  নিউট্রন শোষণ করতে।

https://drive.google.com/file/d/1V93cWTIPqazV32axy02irTpKnZno2IpH/view?usp=drivesdk

1 comment:

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...