Saturday, November 2, 2019

ব্যাকরন প্রাক্টিস সেট



আবগারি পুলিশ ও প্রাইমারি টেট
                       ব্যাকরন প্রাক্টিস সেট

১) বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ কে ______বলে

ক) বর্ণ
খ)স্বর
গ)ধ্বনি√
ঘ) স্পর্শ

২) 'সূক্ষ্ম হিসাব ' -বোঝাতে ব্যবহৃত হয়

ক) অষ্টরম্ভা
খ) হ-য-ব-র-ল'                   Study With Ishany
গ) কড়ায়-গণ্ডায়√
ঘ) আদি-অন্ত

৩)' শশব্যস্ত ' -কথাটির অর্থ কি?

ক) অলস
খ) শশকের মতো দেখতে
গ) পেটুক
ঘ)  চটপটে√

৪) এক কথায় প্রকাশ করো: জয়ন্তি

ক) জানবার ইচ্ছা
খ) জয়সূচক উৎসব√
গ) জয় করার ইচ্ছা
ঘ) জয় করা


৫) বিপরীত শব্দ লেখ :সুখ

ক) অসুখ
খ) বিসুখ                         Study With Ishany
গ) আনন্দ
ঘ) দুঃখ√


৬)' যে মরে না ' -এক কথায় প্রকাশ

ক) অপদার্থ
খ) অবিনশ্বর
গ) অমৃত
ঘ) অমর√

৭) বাংলায় বর্গ কয় প্রকার?

ক) দুই প্রকার
খ) ছয় প্রকার 
গ) পাঁচ প্রকার√
ঘ) চার প্রকার

৮)' মোরগ ' -এই শব্দটি কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ√
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ


৯) 'সরল ' -শব্দটির পদ পরিবর্তন করো

ক) সরলতা√
খ) সারল্য
গ) সরস
ঘ) কোনোটিই নয়            Study With Ishany

১০) তুষারের ন্যায় ধবল: তুষারধবল- সমাস নির্ণয় করো

ক) উপমান কর্মধারয়√
খ) রূপক কর্মধারয়
গ) মধ্যপদলোপী কর্মধারয়
ঘ) উপমিত কর্মধারয়

১১) 'রাজ বাহাদুর ' -কোন ধরনের সমাস?

ক) কর্মধারয়√
খ) অব্যয়ীভাব
গ) তৎপুরুষ
ঘ) বহুব্রীহি

১২) 'বাড়িতে এত লোক আছে, সেই জন্য আমার ভয় নেই' - বাক্যটি কোন বাক্যে রূপান্তর হয়েছে ?

ক) যৌগিক থেকে জটিল√
খ) জটিল থেকে যৌগিক
গ) যৌগিক থেকে সরল
ঘ) জটিল থেকে সরল

১৩) 'শেষ ভরসা ' -শব্দটির সঠিক বাগধারা হলো

ক) নয়নের মনি
খ) মাটির মানুষ
গ) হাতের পাঁচ√
ঘ) কোনোটিই নয়             Study With Ishany


১৪) 'অমৃত ' -শব্দটির আদি রূপ কোনটি?

ক) নয় মৃত√
খ) অমর
গ) মৃত্যুহীন
ঘ) অমর্ত্য

১৫)' ক 'থেকে 'ম 'পর্যন্ত 25 টি বর্ণ কে কোন বর্ণ বলে?

ক) কন্ঠ বর্ণ
খ) স্পর্শ বর্ণ√
গ) তালব্য বর্ণ
ঘ) অল্পপ্রাণ বর্ণ

১৬) কমা বা প্রথম ছেদ ব্যবহার করা হয়:

ক) স্বল্প বিরতির প্রয়োজন √
খ) বেশি বিরতির প্রয়োজন
গ) বাক্যের সমাপ্তিসূচক বিরতিতে
ঘ) দুঃখ প্রকাশে

১৭) প্রসন্ন শব্দটির বিপরীত শব্দ কোনটি?

ক) অপ্রসন্ন
খ) বিষন্ন√
গ) অতি প্রসন্ন 
ঘ) সপ্রসন্ন

১৮) বন্ধু শব্দটি কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ√          Study With Ishany
ঘ) ক্লীবলিঙ্গ

১৯)' যে শোনামাত্র মনে রাখতে পারে' - তাকে কি বলা হয়?

ক) শ্রোতা
খ) শ্রুতিধর√
গ) সূত্রধর
ঘ) শ্রুতি

২০)  যে ধ্বনি উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু প্রয়োজন হয় তাকে কি বলে?

ক) ঘোষ ধ্বনি
খ) স্পৃষ্ট ধ্বনি
গ) মহাপ্রাণধ্বনি√
ঘ)অল্পপ্রাণ ধ্বনি


https://drive.google.com/file/d/1d8eYu4zT9POYP4cWnIadcTTgeX9tTyWp/view?usp=drivesdk






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...