Tuesday, November 5, 2019

আবগারি পুলিশ স্পেশাল জিকে



আবগারি পুলিশ স্পেশাল জিকে

১)' ইন্ডিয়া উইনস ফ্রিডম' বইটি কে লিখেছেন?

ক) আবুল কালাম আজাদ√
খ) জহরলাল নেহেরু
গ) রাজেন্দ্র প্রসাদ
ঘ) মহাত্মা গান্ধী

২) প্রথম শিল্প আইন কত সালে প্রণীত হয়?

ক) 1882 সালে
খ) 1881 সালে√             Study With Ishany
গ)  1890 সালে
ঘ)  1892 সালে

৩) ইন্ডিয়ান ফিল্ম ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) দিল্লি√
খ) মুম্বাই
গ) চেন্নাই
ঘ) গোয়া

৪) অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি কি?

ক) উন্নত বাণিজ্য ব্যবস্থা√
খ) কৃষি ব্যবস্থা
গ) শিল্প ব্যবস্থ
ঘ) সংস্কৃতি বিষয়ক ব্যবস্থা

৫) মদনমোহন মালব্য সেতু কোন নদীর উপর অবস্থিত?

ক) গঙ্গা√
খ) কৃষ্ণা
গ) কাবেরী
ঘ) ব্রহ্মপুত্র

৬) সমুদ্র জলের জোয়ারের উচ্চতা 9-14 মিটার হলে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে?

ক) 500 মেগাওয়াট
খ) 544 মেগাওয়াট√
গ) 523 মেগাওয়াট             Study With Ishany
ঘ) 528 মেগাওয়াট

৭) 'দাম 'কোন যুগের তাম্রমুদ্রা?

ক) গুপ্ত যুগের
খ) কুষাণ যুগের
গ) সুলতানি যুগের
ঘ) মুঘল যুগের√

৮) ভারতের শেফিল্ড কাকে বলে?

ক) চেন্নাই
খ) হাওড়া√
গ) ত্রিবেণী
ঘ) টিটাগর

৯)' দশ কুমার চরিত 'কার লেখা?

ক) কুমার গুপ্ত
খ) দন্ডী√
গ) নাগার্জুন
ঘ) বসুমিত্র

১০) রাষ্ট্রপুঞ্জের পতাকার কি কি রং থাকে?

ক) লাল ও হলুদ
খ) নীল ও হলুদ√
গ) সবুজ ও সাদা            Study With Ishany
ঘ) লাল ও সবুজ

১১) রাষ্ট্রপতি পদ শূন্য হলে তা কত দিনের মধ্যে পূরণ করার জন্য নির্বাচন করা হবে?

ক) 5 মাস
খ) 3 মাস
গ) 6 মাস√
ঘ) 8 মাস

১২) ভারতের বিশাল সমভূমি কোন মৃত্তিকায় গঠিত?

ক) পাললিক মৃত্তিকা√
খ) ল্যাটেরাইট মৃত্তিকা
গ) রেগুর মৃত্তিকা
ঘ) পলল মৃত্তিকা

১৩) ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন?

ক) অন্ধপ্রদেশ
খ) মিজোরাম
গ) মনিপুর
ঘ) অরুণাচল প্রদেশ√

১৪) সুভাষচন্দ্র বসু কত সালে ভারত ত্যাগ করেন?

ক)1942 সালে
খ) 1932 সালে
গ) 1945 সালে               Study With Ishany
ঘ) 1941 সালে√

১৫) নিম্নের কোন নদীর ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে?

ক) গঙ্গা
খ) দামোদর√
গ) রূপনারায়ণ
ঘ) কংসাবতী

১৬) সবচেয়ে শীতল স্রোত কোনটি?

ক) ল্যাব্রাডর√
খ) বেঙ্গুয়েলা
গ) উত্তর আটলান্টিক
ঘ) কুরেশিয়া

১৭) উপনিষদে কোন বিষয় স্থান পেয়েছে?

ক) গদ্যাংশ
খ) গানের সংকলন
গ) সাহিত্যচর্চা
ঘ) দর্শনশাস্ত্র√

১৮) অজন্তা ইলোরা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত?

ক) রাজস্থান
খ) উত্তর প্রদেশ√             Study With Ishany
গ) বিহার
ঘ) গুজরাট

১৯) কৃষ্ণগহবর কাকে বলে?

ক) সমুদ্রের নিম্নতম অংশ
খ) মহাকাশের শূন্যস্থান√
গ) বাতাসের অবস্থান
ঘ) আলোর প্রতিসরাঙ্ক

২০) ভারতে মোট তৈল শোধনাগার এর সংখ্যা কটি?

ক) 13 টি√
খ) 15 টি
গ) 18 টি
ঘ) 12 টি

২১) গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক) পাঞ্জাব
খ) দিল্লি
গ) কানপুর√
ঘ) হায়দ্রাবাদ

২২) চীন দেশের মুদ্রার নাম কি?

ক) রিয়েল
খ) ড্রাম                       Study With Ishany
গ) মানাত
ঘ) ইউয়ান√

২৩) বাঁশ ও কাগজের যাদু কোন দেশকে বলে?

ক)  রোম
খ) টোকিও√
গ) দিল্লি
ঘ) জার্মানি

২৪) পৃথিবীতে কোন উপজাতির সংখ্যা সর্বাধিক?

ক) হোল 
খ) সালেম
গ) পিগমি√
ঘ) মুন্ডা

২৫) ইসরাইলের পার্লামেন্টের নাম কি?

ক) নেসেট√
খ) মজলিস
গ) ডুমা
ঘ) ডায়েট

২৬) মহাত্মা গান্ধীকে মিকি মাউস নামে কে ডাকতেন?

ক) জহরলাল নেহেরু
খ) মোহাম্মদ আলী জিন্নাহ
গ) সরোজিনী নাইডু√
ঘ) সুভাষচন্দ্র বসু

২৭) কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে?

ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়√
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) জয়প্রকাশ নারায়ণ          Study With Ishany
ঘ) ভবানী সেন গুপ্ত

২৮) তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন?

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর√
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) রাধানাথ শিকদার
ঘ) কেশবচন্দ্র সেন

২৯) লেবাননের রাজধানীর নাম কি?

ক) বেইরুট√
খ) জেরুজালেম
গ) খার্তুম
ঘ) দামাস্কাস

৩০) বাষ্পীভবনের জন্য লীন তাপ প্রতি গ্রামে কত ক্যালরি?

ক) 540 ক্যালরি√
খ) 552 ক্যালরি
গ) 565 ক্যালোরি
ঘ) 570 ক্যালরি

                      Study With Ishany

https://drive.google.com/file/d/1dhBojtuikHLET7WWll2FQ_i5r9TugjzW/view?usp=drivesdk

           

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...