Wednesday, November 6, 2019

চর্যাপদ


                         চর্যাপদ

1)চর্যাপদের প্রথম পদটি কার লেখা ?
উত্তর :- লুইপা ।

2) চর্যার ভাষা মূলত হিন্দি কে মনে করেছেন?
-বিজয়চন্দ্র মজুমদার

3) চর্যাপদ অবলম্বনে লেখা আধুনিককালের একটি উপন্যাসের নাম লিখুন ?
উত্তর :- সেলিনা হোসেনের নীল ময়ূরের যৌবন ।

4) নব চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় ?
উত্তর :- কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ।

5)চর্যার পুঁথিটি কোন হরফে লেখা?
-দেবনাগরী।                             Study With Ishany

6)চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন এইরকম দুজন অবাঙালি পণ্ডিত এর নাম লিখুন ?
-ধর্মবীর ভারতী, রাহুল সংকীর্তায়ন

7)চর্যাপদের ফটোকপি কে আবিস্কার করেন?
উঃ-নীলরতন সেন।

8)মূল গানে এবং টীকায় পদকর্তার নাম যেভাবে উল্লিখিত হয়েছে তাতে মোট কতজন কবির সন্ধান পাওয়া যায়??
-23

9)চর্যাপদের সাধনতত্ত্বের নাভিতে অবস্থিত চক্রের নাম কী?
-নির্মাণ চক্র

10)কা আ তরুবর পদিটি কার
  -লুইপা

11)"নাটক" শব্দটি চর্যাপদের কত নম্বর পদে পাওয়া যায় ?
-17

12)'কাহারে ঘিনি মেলি অচ্ছহু কীস'--- পদটির রচয়িতা??
-ভুসুকুপাদ                          Study With Ishany


13)কাহ্ন পার আসল নাম কি?
-কৃষ্ণাচার্য

14)শবরপাদ কটি পদ রচনা করেছেন?
-2

15)কোন রাজার আমলে চর্যা পদ রচিত হয়?
-পাল

16)নব চর্যাপদ সঙ্কলন গ্রন্থ টির প্রথম উদ্যোগ নিয়েছিলেন কে?
-শশিভূষণ দাশগুপ্ত

17)চর্যার ভাষা প্রধানত কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত ?
-রাঢ়ী

18)"হেবজ্রপঞ্জিকা যোগরত্নমালা কার রচনা এবং পুঁথিটি কোথায় রক্ষিত আছে???
-কৃষ্ণপার , কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরগ্রন্থাগারে

19)হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশিত পুথিতে কয়টি পদ আছে
-সাড়ে ৪৬

20)সন্ধ্যা ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা কে বলেছেন ?
  -পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়

21) চর্যাপদে কোন নাটকের কথা বলা হয়েছে
-বুদ্ধনাটক                           Study With Ishany


22)লুই পাদকে "অভিসময়বিভঙ্গ" রচনায় কে সাহায্য করেছিলেন??
-দীপঙ্কর শ্রীজ্ঞান

23)চর্যাপদের প্রাচীন পদকর্তা র নাম কী?
-লুইপা

24)চর্যার যুগে ডোমেরা কী তৈরি করত?
-চাঙ্গরী

25)চর্যাপদ কোন লাইব্রেরী থেকে আবিস্কৃত হয়?
-"রাষ্ট্রীয় অভিলেখালয়"

26)নেপাল থেকে 'চাচা সংগীত' গুলো কে সন্ধান পান?
-অসিতকুমার বন্দোপাধ্যায়ের

27)কে কত সালে কোথা থেকে চর্যাপদ পুথিটি আবিস্কার করেন?
-হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের 'রাষ্ট্রীয় অভিলেখালয়' গ্রন্থাগার থেকে |

28)চর্যাপদে কোন নাটকের কথা বলা হয়েছে
-বুদ্ধনাটক

29)চর্যাপদে কে বেশি পদ রচনা করেছেন?
-কাহ্ন                                 Study With Ishany


30)কত সংখ্যক পদে পদ্মানদীর উল্লেখ আছে??
-49

31)পদকর্তা কাহ্নপা কত নং পদে নিজেকে "পণ্ডিতাচার্য" বলেছেন?
-36

32)পা এর অর্থ কী??
-সম্মানিত করা

33)কা আ তরু বর পদটি কার???
-কাহ্ন

34)চর্যাপদে ব্যবহৃত তিনটি সত্তা কী কী?
-ইরা ,পিঙ্গলা, সুষুম্না

35)ডোম্বী পার গুরু কে??
-কাহ্ন

36)নেপালের দরবার- গ্রন্থাগারটির বর্তমান নাম কী?
-রাষ্ট্রীয় অভিলেখালয়।।

37)চর্যার পঞ্চস্কন্ধ কী কী?
-রূপ,বেদনা, সংগা, সংস্কার,বিজ্ঞান

38)চর্যার পুথিটি কিসে লেখা?
-তাল পাতাতে                          Study With Ishany

39)নবচর্যা পদে কতগুলি পদের সন্ধান পাওয়া যায়?
-250

40)চর্যায় বর্নিত কয়েক টি পেশা উল্লেখ করুন???
-ডোম, শিকার, মদ চোলাই, চোর, কাপড় বোনা

41)চর্যার কত নম্বর পদে বঙ্গ শব্দটির ব্যবহার করা হয়?
-49

42)চর্যার ভাষা মৈথিলি- একথা কে বলেন?
-জয়কান্ত মিশ্র।।।

43)"Sanskrit Buddhist Literature in Nepal" নামে পুথির সন্ধান তালিকা কে কতসালে প্রকাশ করেন???
-রাজেন্দ্রলাল মিত্র , 1882 সালে

44)চর্যার দর্শনকে কী বলে?
-শূন্যবাদ

45)৩৪ নং পদ এর রচয়িতা??
-দারিক পা

46)চর্যাপদে কটি ভনিতায় কোনো কবির নাম পাওয়া যায় নি?
-5                                     Study With Ishany

47)সবর পার কতগুলি পদ?
-2

48)চর্যাপদে মোট কটি রাগের কথা আছে?
-22

49)৩৫ সংখ্যক পদটি কার রচনা??
-ভাদেপা

50)চর্যাপদে কোন খেলার কথা আছে?কত নং পদে আছে?
-দাবা বা নয়বল।১২


https://drive.google.com/file/d/1eDrFlila12fRBWw93QWQ4LbtPkiszgGT/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...