Tuesday, November 12, 2019

Child study and psychology

              

                  Child study and psychology

1. বুদ্ধ্যাঙ্ক (IQ) কথাটি কে প্রথম প্রবর্তন করেন ?

Ⓐ বিনে
Ⓑ স্টার্ন√
Ⓒ টারম্যান
Ⓓ মেরিল


2. হাতে-কলমে কাজ করার জন্য কীসের দরকার?

Ⓐ মূর্ত বুদ্ধির√
Ⓑ বিমূর্ত বুদ্ধির
Ⓒ সামাজিক বুদ্ধির
Ⓓ প্রাক্ষোভিক বুদ্ধি


3. শিখনের ক্ষেত্রে ‘নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা কে?

Ⓐ প্যাভলব
Ⓑ লিউইন
Ⓒ মাসলো
Ⓓ ব্রুণার√



4. শিখন সম্পর্কীয় বাইগটস্কি প্রবর্তিত তত্ত্বটির নাম কী?

Ⓐ সংযোজনবাদ
Ⓑ প্রজ্ঞামূলক তত্ত্ব
Ⓒ অন্তদৃষ্টি
Ⓓ সামাজিক নির্মিতিবাদ√



5. ‘প্রতিটি শিখনের মূলে আছে প্রত্যক্ষণ’ কে বলেন?

Ⓐ পিঁয়াজে
Ⓑ ডেভিড আসুবেল√
Ⓒ বাইগটস্কি
Ⓓ কেউই নয়



6. ‘প্রোগ্রাম শিখন’হল_______এর প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ।

Ⓐ ডিউই
Ⓑ স্কিনার√
Ⓒ থর্ণডাইক
Ⓓ প্যাভলব



7. ম্যাকডুগালের মতে _______হল সুপ্ত মনোযোগ

Ⓐ বুদ্ধি
Ⓑ প্রেষণা
Ⓒ শিখন
Ⓓ আগ্রহ√



8. কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ স্থায়ী হয় সাধারণত_______সেকেন্ড

Ⓐ 6-7√
Ⓑ 7-12
Ⓒ 12-24
Ⓓ 24-32


9. শিখনের প্রকৃতি_________এর মাধ্যমে প্রকাশ পায়

Ⓐ বুদ্ধি
Ⓑ প্রেষণা
Ⓒ আচরণ
Ⓓ পরিণমন√



10. পুনরুদ্রেকের (Recall) সঙ্গে কার সম্পর্ক অত্যন্ত গভীর ?

Ⓐ পুরষ্কার
Ⓑ প্রত্যাভিজ্ঞা (Recognition)√
Ⓒ মনে করা
Ⓓ শাস্তি


11. বুদ্ধি মানুষের_______

Ⓐ জন্মগত ক্ষমতা
Ⓑ জন্মগত মানসিক ক্ষমতা
Ⓒ জন্মগত ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ√
Ⓓ পরিবেশগত মানসিক ক্ষমতা


12. কাকে “জ্ঞানের ভাণ্ডার’’ বলা হয় ?

Ⓐ দীর্ঘস্থায়ী স্মৃতিকে√
Ⓑ ক্ষণস্থায়ী স্মৃতিকে
Ⓒ সংবেদনমূলক স্মৃতিকে
Ⓓ প্রত্যক্ষণমূলক স্মৃতিকে



13. “রাস্তায় লাল আলো দেখলে শিশু দাঁড়িয়ে যায়। এটি কী জাতীয় শিখন ?

Ⓐ নিয়ম শিখন
Ⓑ প্রজ্ঞামূলক শিখন
Ⓒ নৈতিক শিখন
Ⓓ সংকেত শিখন√



14. “মস্তিষ্কের ঝড় (Brain Storming)'এর ওপর বিশেষ জোর দেওয়া হয় কখন?

Ⓐ নবোদয় বিদ্যালয়ে√
Ⓑ প্রাথমিক বিদ্যালয়ে
Ⓒ মাধ্যমিক বিদ্যালয়ে
Ⓓ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে



15. কোন নীতিটিকে প্রাথমিক শিক্ষাস্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ সুপারিশ করেন ?

Ⓐ Mid-day meal
Ⓑ Operation Black Board
Ⓒ No Detention Policy√
Ⓓ Inclusive Education



16. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ সালের সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ কী?

Ⓐ নবোদয় বিদ্যালয়
Ⓑ দূরবর্তী শিক্ষা
Ⓒ বয়স্ক শিক্ষা
Ⓓ চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ√



17. বয়স্ক শিক্ষার সময়সীমা কত বছর?

Ⓐ 15-35 বছর√
Ⓑ 12-35 বছর
Ⓒ 60 বছরের ঊর্ধ্বে
Ⓓ 15-40 বছর



18. ‘College Rush' কথাটির মূল অর্থ কী?

Ⓐ কলেজে ভরতির ভিড়√
Ⓑ প্রাথমিক শিক্ষাস্তরে ড্রপ-আউটের ভিড়
Ⓒ চাকরি পাওয়ার ভিড়
Ⓓ এদের মধ্যে কোনোটিই নয়


19. কে ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন ?

Ⓐ স্যামুয়েল বার্ক
Ⓑ লালবিহারী শাহ√
Ⓒ লুইস ব্রেইল
Ⓓ অ্যানি শার্প


20. কাদের জন্য Inclusive Education চালু করা হয় ?

Ⓐ শুধুমাত্র অন্ধদের জন্য
Ⓑ চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য
Ⓒ প্রতিবন্ধী বা, প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীদের জন্য
Ⓓ সব ধরণের শিক্ষার্থীদের জন্য√


21. স্বাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?

Ⓐ সপ্তম√
Ⓑ পঞ্চম
Ⓒ তৃতীয়
Ⓓ প্রথম



22. ‘সর্বশিক্ষা মিশনে’ শিশুর শিক্ষার বয়স কত ?

Ⓐ ০-6 বছর
Ⓑ 6-14 বছর√
Ⓒ 0-5 বছর
Ⓓ 5-14 বছর


23. ‘মুক্তশিক্ষা নীচের কোন ধরণের শিক্ষার অন্তর্গত?

Ⓐ নিয়ন্ত্রিত
Ⓑ অনিয়ন্ত্রিত
Ⓒ প্রথা বহির্ভুত√
Ⓓ কারিগরি



24. সর্বজনীন প্রাথমিক শিক্ষায় নীচের কোনটি বেশি গুরুত্ব পায় ?

Ⓐ শিক্ষার গুণগত মান
Ⓑ শিক্ষার পরিমাণগত মান√
Ⓒ দু’টিই
Ⓓ এদের কোনোটিই নয়



25. কত খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা সর্বপ্রথম বলা হয় ?

Ⓐ 1984
Ⓑ 1947
Ⓒ 1906√
Ⓓ 1919



26. UNO-ভুক্ত কোন সংস্থাটি শিক্ষার সঙ্গে যুক্ত ?

Ⓐ UNICEF
Ⓑ UNDP
Ⓒ UNESCO√
Ⓓ কোনোটিই নয়



27. আপনার শ্রেণিতে অল্প কয়েকজন শিক্ষার্থী ‘ব্যতিক্রমী উচ্চ মেধা সম্পন্ন। আপনি তাদের কীভাবে পড়াবেন?

Ⓐ উঁচু শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে
Ⓑ শুধুমাত্র তারা যখন চাইবে
Ⓒ সমৃদ্ধ ও পুষ্ট পাঠক্রম সহযোগে√
Ⓓ শ্রেণির বাকি ছেলেমেয়েদের সঙ্গে



28. ‘ক্ষুধা’, ‘তৃষা’ ও ‘যৌন চাহিদা’ কী জাতীয় চাহিদা ?

Ⓐ জৈবিক√
Ⓑ সামাজিক
Ⓒ মানসিক
Ⓓ কোনোটিই সঠিক নয়



29. কোথায় শিশুর প্রজ্ঞা’র বিকাশ সবথেকে বেশি ঘটে?

Ⓐ প্রেক্ষাগৃহে
Ⓑ পরিবারে
Ⓒ খেলার মাঠে
Ⓓ বিদ্যালয় ও শ্রেণি পরিবেশে√



30. কাকে “জ্ঞানের ভাণ্ডার’’ বলা হয় ?

Ⓐ দীর্ঘস্থায়ী স্মৃতিকে√
Ⓑ ক্ষণস্থায়ী স্মৃতিকে
Ⓒ সংবেদনমূলক স্মৃতিকে
Ⓓ প্রত্যক্ষণমূলক স্মৃতিকে



https://drive.google.com/file/d/1hboEv5rJIfLiT8H4rAgqnj2aaMKQOL0S/view?usp=drivesdk







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...