Thursday, November 14, 2019

আবগারি পুলিশ। ইতিহাস প্রশ্নোত্তর



ইতিহাস

১। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা ---- মেসোপটেমীয় সভ্যতা

২। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ---- আগুন

৩। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করেন ---- ব্যাবিলনীয়রা

৪। ৭ দিনে সপ্তাহ যারা গণনা শুরু করেন---- ক্যালেডীয়রা

৫। ১২ মাসে ১ বছর, ৩০ দিনে মাস এই গণনা রীতি---- মিশরীয়দের

৬। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান--- বর্ণমালার উদ্ভব

৭। পৃথিবীর মানচিত্র প্রথম যারা অংকন করেন--- গ্রিক বিজ্ঞানীরা

৮। ভিনি, ভিডি ও ভিসি উক্তিটি কার---- জুলিয়াস সিজার।          Study With Ishany

৯। প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়---- এশিয়া মাইনরে

১০। ক্যালেডীয়দের প্রধান দেবতার নাম---- জুপিটার

১১। ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা ---- হাম্বুরাবি

১২। "মেসোপটেমিয়া" কথাটির অর্থ ---- দু' নদীর মধ্যবর্তী অঞ্চল

১৩। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা --- মেসোপটেমীয়

১৪। সভ্যতায় সুমেরীয়দের অবদান ---- লিখন পদ্ধতি

১৫। কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার প্রচলন হয় ---- সুমেরীয়          Study With Ishany

১৬। সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান--- সমরবাদী, যুদ্ধ বিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি

১৭। সভ্যতায় ক্যালেডীয়দের অবদান---- ব্যাবিলনের শূন্য (ঝুলন্ত) উদ্যান তৈরি

১৮। ব্যাবিলনের শূন্য উদ্যান কে তৈরি করেন ---- রাজা নেবুচাঁদনেজার

১৯। ক্যালেডীয়দের প্রধান দেবতার নাম---- জুপিটার

২০। "ফারাও" বলা হত কাদের ---- প্রাচীন মিশরীয় রাজাদের

২১। পাল তোলা জাহাজ আবিষ্কার করেন ---- মিশরীয়রা

২২। " মিশর নীল নদের দান" উক্তিটি ----- ইতিহাসের জনক হেরোডোটাসের

২৩। মিশরের সবচেয়ে বড় পিরামিড ---- ফারাও খুফুর পিরামিড

২৪। মিশরীয়দের প্রাচীন লিখন পদ্ধতির নাম ---- হায়ারেগিফিক

২৫। ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারক---- মিশরীয়রা

                  Study With Ishany



https://drive.google.com/file/d/1hurt7rhFo6ur4Dby0v1Bz8cXhqRtK16O/view?usp=drivesdk




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...