Monday, November 4, 2019

Current affairs of October 2019



Current affairs of October 2019

              
 ১) ভারতের 47 তম মুখ্য বিচারপতি (Chief Justice of India) হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন?

Justice Sharad Arvind Bobde


২) National Security Guard (NSG) এর ডিরেক্টার জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?

অনুপ কুমার সিং

                    
৩) Board of Control for Cricket in India ( BCCI) এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?

সৌরভ গাঙ্গুলী


৪) নোবেল শান্তি পুরস্কার 2019 কে পেলেন?

আবি আহমেদ আলি (ইথিওপিয়ার প্রধানমন্ত্রী)


৫) দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার 2019 পেলেন?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়


Nobel prize winners 2019
..................................................

1) 2019 Nobel prize in chemistry

John B Goodenough
M .StanLey Whittingham
Akira yoshino



2) 2019 Nobel prize in physics

James  Peebles
Michael Mayor
Didier Queloz


3) 2019 Nobel prize in physiology or medicine

William G . Keelin Jr
Sir Peter J.Ratcliffe
Gregg L. Semenza


4) 2019 Nobel prize in Economics science

Abhijit vinayak Banerjee
Esther Duflo
Michael Kremer


5) 2019 Nobel prize in literature

Peter Handke


6) 2019 Nobel prize in peace

Abi Ahmed Ali



৬) বিশ্ব ক্ষুধা সূচকে (Global hunger index 2019) ভারতের স্থান কত?

102 তম ( 117 টা দেশের মধ্যে)


৭) বিশ্ব প্রতিযোগিতামূলক সূচকে (Global competitiveness index 2019) ভারতের স্থান কত?

68 তম 


৮) বুকার প্রাইজ 2019 কারা পেলেন?

মার্গারেট অ্যাটহুড এবং বার্নার্ডআইন এভারিষ্ট


৯)ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে পুনরায় কে নিযুক্ত হলেন?

জোকো উইডোডো


১০) স্বচ্ছতায় এম্বাসেডর আওয়ার্ড 2019 কে পেলেন?

শচীন টেন্ডুলকার


১১) রাশিয়ার সর্বোচ্চ সম্মান' The Order of Courage Award 'কে পেলেন?

নিক হেগ


১২) International Atomic Energy Agency (IA EA ) এরDirector General হিসেবে কে নিযুক্ত হলেন?

রাফায়েল মারিয়াঙ্গো গ্রসি


১৩) লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর পদে কে নিযুক্ত হলেন?

রাধা কৃষ্ণ  মাথুর


১৪) জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর পদে কে নিযুক্ত হলেন?

গিরিশচন্দ্র মুর্মু


১৫) Airports Authority of India (AAI )এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

অরবিন্দ সিং


১৬) Staff Selection Commission (SSC) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ব্রজ রাজ শর্মা

১৭) International Monetary Fund (IMF) এর Executive Director পদে কে নিযুক্ত হলেন?

সুরজিত এস ভাল্লা


১৮) দ্বিতীয় বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন?

মনোহর লাল খাট্টার


১৯)পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় কে নির্বাচিত হলেন?

অ্যান্টোনিও কোস্টা


২০) 'School Education Quality Index 2019' - এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

কেরালা


২১) Unique Identification Authority of India (UADAI) এর chief executive officer হিসেবে কে নিযুক্ত হলেন?

পঙ্কজ কুমার


২২) '31st Indira Gandhi Award for national integration 'কে পেলেন?

চন্ডী প্রসাদ ভাট


২৩)"লাল বাহাদুর শাস্ত্রী: পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড" শিরোনামে বইটি কে লেখেন?

সন্দীপ শাস্ত্রী


২৪) International Solar Alliance ( ISA) এর দ্বিতীয় সমাবেশ কোন শহরে অনুষ্ঠিত হলো?

নিউ দিল্লি


২৫) "People's Icon Award, 2019 "কে পেলেন?

জেনিফার অ্যানিস্টন


২৬) যুক্তরাজ্যে( UK )  Most Inspiring Indian Bollywood Actor এ কে সম্মানিত হলেন?

সঞ্জয় কাপুর


২৭) সম্প্রতি কোন টিম প্রো কাবাডি লিগ জিতল?

বেঙ্গল ওয়ারিয়রস 

২৮) United Nations day (24th October )2019 এর থিম কি ছিল?

"Our planet ,our future"

২৯) টেস্ট ক্রিকেটে সর্বাধিক গড় রান করার রেকর্ড কে করলেন?

রোহিত শর্মা

৩০) National Highway Authority of India (NHAI )এর চেয়ারম্যান কে হলেন?

সুখবীর সিং সাধু

৩১) মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন?

পি.এস . শ্রীধরন পিল্লাই

৩২) পাঞ্জাবের নতুন লোকপাল হিসেবে কে নিযুক্ত হলেন?

জাস্টিস বিনোদ কুমার শর্মা

৩৩) ইরাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?

বিরেন্দর সিং যাদব

৩৪) Professional Cricketers Association (PCA )Player of the year award এ কে সম্মানিত হলেন?

Ben Stokes



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...