Wednesday, January 8, 2020

CURRENT AFFAIRS বর্তমানে কে কোন পদে আছেন





CURRENT AFFAIRS
বর্তমানে কে কোন পদে আছেন

১)ভারতের 47 তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন?

       ক)রঞ্জন গগৈ
      খ)শারদ আরবিন্ড ববদে√
      গ)হীরালাল জে কানিয়া
      ঘ)দীপক মিশ্র


      **ইনি রঞ্জন গগৈ এর স্থলে নিযুক্ত হয়েছেন। রঞ্জন গগৈ ভারতের সুপ্রিম কোর্টের  46তম  প্রধান বিচারপতি। আর হীরালাল জে কানিয়া হলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি

   **দীপক মিশ্র হলে সুপ্রিম কোর্টে 45 তম প্রধান বিচারপতি


        ২)বর্তমানে মহিলা আয়োগ এর অধ্যক্ষ কে আছেন?

       ক)রেখা শর্মা√
       খ)জয়ন্তি পট্টনায়ক
       গ)মমতা শর্মা
      ঘ)কোনোটিই নয়


   ** ভারতের প্রথম মহিলা আয়োগ এর অধ্যক্ষ ছিলেন  জয়ন্তি পট্টনায়ক 


  ৩) কাকে ভারতের প্রথম CDS (চিফ অফ ডিফেন্স    স্টাফ) নিয়োগ করা হয়েছে?

       ক)বিপিন রাওয়াত√
      খ)মনোজ মুকুন্দ নারাভানে
      গ)RKS ভাদরিয়া
       ঘ)করম বীর সিং


      ৪)আর্মি চিফ বিপিন রাওয়াত এর স্থলে কাকে স্থল সেনার প্রধান নিযুক্ত করা হয়েছে?

       ক)বিপিন রাওয়াত
       খ)মনোজ মুকুন্দ নারাভানে√
       গ)RKS ভাদরিয়া
       ঘ)করম বীর সিং

    ৫)বর্তমানে বায়ু সেনার প্রধান কে আছেন?

          ক)বিপিন রাওয়াত
         খ)মনোজ মুকুন্দ নারাভানে
          গ)RKS ভাদরিয়া√
          ঘ)করম বীর সিং

      **   বায়ু সেনার সদরদপ্তর হচ্ছে নিউ  দিল্লি
     **প্রত্যেক বছর ৮ অক্টোবর বায়ু সেনা দিবস পালন করা হয়।

     **করম বীর সিং হলেন নৌ সেনার প্রধান। প্রত্যেক  বছর 4 ডিসেম্বর নৌ-সেনা দিবস পালন করা হয়।



      ৬)বর্তমানে 17 তম লোকসভার অধ্যক্ষ কে আছেন?

     ক)মীরা কুমার
    খ)সুমিত্রা মহজন 
    গ)ওম বিড়লা√
     ঘ) জিভি মব লঙ্কার

     **ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন জিভি মভলঙ্কার।

    **ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ 
মীরা কুমার


     ৭)বর্তমানে লোকসভার মহাসচিব কে আছে?

       ক)সুমিত্রা মহজন
      খ)স্নেহলতা শ্রীবাস্তব√
      গ)HJ কানিয়া
      ঘ)কোনোটিই নয়

    ৮)বর্তমানে রাজ্য সভার সভাপতি কে?

    ক)গুলাম নবি আজাদ
    খ)হরিবংশ নারায়ণ সিং
    গ)ভেঙ্কাইয়া নাইডু√
    ঘ)কোনটিই নয়

  **বর্তমানে রাজ্যসভার উপসভাপতি হলেন হরিবংশ নারায়ণ সিং

    ৯)বর্তমানে RBI এর ডেপুটি গভর্নর কাকে নিযুক্ত করা হয়েছে?

     ক)সত্যদেভ
     খ)এন এস বিশ্বনাথন√
    গ)ঋষি কুমার শুক্লা
    ঘ)পিনাকী চন্দ্র ঘোষ

   [RBIএর full form  Reserve Bank of India প্রতিষ্ঠিত হয় 1stএপ্রিল 1935 সালে।  RBI এর সদর   দপ্তর মুম্বাই।  RBI এর বর্তমান গভর্নর শক্তিকান্ত   দাস।    ইনি হলেন 25 তম গভর্নর]

    ১০) SBI ব্যাংকের বর্তমান অধ্যক্ষ কে আছেন?

     ক)অরুন্ধুতি ভট্টাচার্য
    খ)হরিলাল যে কানিয়া
    গ)রজনিশ কুমার√
     ঘ)কোনটি নয়

   [SBI ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1st জুলাই1955]


     ১১)বর্তমানে ভারতের অর্থ সচিব কে আছে?

        ক)রাজীব কুমার√
       খ)অজয় ভূষণ পান্ডে
      গ)নির্মলা সীতারামন
       ঘ)কোনোটিই নয়

    ১২)বর্তমানে ভারতের বিদেশ সচিব কে আছে?

        ক)বিজয় কেশব গোখলে√
       খ)এস জয়শঙ্কর
      গ)কে পি এস মেনন
       ঘ)সুষমা স্বরাজ

      **এস জয়শঙ্কর বর্তমানে ভারতে বিদেশমন্ত্রী
     **কে পি এস মেনন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী


    ১৩)নীতি আয়োগ এর বর্তমান অধ্যক্ষ কে আছেন?

    ক)রাজীব কুমার 
    খ)অমিতাভ কান্ত 
     গ)নরেন্দ্র মোদি√
     ঘ)কোনোটিই নয়

   [রাজীব কুমার হলেন বর্তমানে নীতি আয়োগ এর উপাধ্যক্ষ।
   
      **   অমিতাভ  কান্ত বর্তমানে নীতি আয়োগ এর CEO

    **  নীতি আয়োগ প্রতিষ্ঠা হয় 1st জানুয়ারি 2015]


     ১৪)বর্তমানে CBI এর ডিরেক্টর কে আছেন?

      ক) অরবিন্দ কুমার 
      খ)পিনাকী চন্দ্র ঘোষ
      গ)ঋষি কুমার শুক্লা √
       ঘ) কোনোটিই নয়

      ১৫)বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে?

       ক)পীযূষ গোয়েল
      খ)পিনাকী চন্দ্র ঘোষ
     গ)ঋষি কুমার শুক্লা 
      ঘ)বিনোদ কুমার যাদব√

     **পীযূষ গোয়েল বর্তমানে রেলমন্ত্রী

   ১৬)বর্তমানে ISRO এর চেয়ারম্যান কে আছেন?

    ক) কে সিবান √
    খ) জি সতীশ রেডি
    গ) বিক্রম সারাভাই 
     ঘ) কোনোটিই নয়

     ISRO :  INDIAN SPACE RESEARCH             ORGANISATION

    [ প্রতিষ্ঠা হয় 15th August 1969]


      ১৭)ভারতে প্রথম লোকপাল কে হয়েছেন?

       ক)অরবিন্দ কুমার 
      খ)পিনাকী চন্দ্র ঘোষ√
      গ)ঋষি কুমার শুক্লা 
       ঘ)কোনোটিই নয়

     [19মার্চ 2019 প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত    হয়েছেন পিনাকী চন্দ্র ঘোষ।]


   ১৮)সাম্প্রতিক কাকে প্রথম BCCI এর লোকপাল     হিসাবে নিযুক্ত করা হয়েছে?

      ক) ডি কে জৈন√
      খ) সৌরভ গাঙ্গুলী
      গ) পিনাকী চন্দ্র ঘোষ 
      ঘ) জয় সাহা

[BCCI :Board of control for cricket in India]

    *BCCI প্রতিষ্ঠিত হয় 1928 সালে।
  *BCCIএর বর্তমান চেয়ারম্যান হচ্ছে সৌরভ গাঙ্গুলী
  *BCCI এর হেডকোয়াটার মুম্বাইতে
  *BCCI এর বর্তমান সচিব জয় সাহা

     ১৯)বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল বা      মহান্যায়বাদী কে আছেন?

        ক)এমসি সেতালবাদ
      খ)জয় শাহা
      গ)কে কে ভেনুগোপাল√
      ঘ)কোনোটিই নয়

  [এমসি সেতালবাদ ছিলেন ভারতের প্রথম এটর্নী   জেনারেল বা মহান্যায়বাদি]

  ২০)বর্তমানে DRDO এর অধ্যক্ষ কে আছে?

       ক)কে শিবান
       খ) জি সতীশ রেড্ডি√
       গ)বিক্রম সারাভাই
       ঘ)কোনোটিই নয়

  [DRDO: Defence Research and    Development Organisation]

      *প্রতিষ্ঠিত হয় 1958 সালে
      *DRDO এর হেড কোয়ার্টার নিউ দিল্লি


     ২১)সাম্প্রতিক Paytm এর অধ্যক্ষ কে আছে?
     
      ক)বিজয় শেখর শর্মা
      খ)মধুর দেওরা
      গ)ভূষণ পেটেল√
      ঘ)কোনোটিই নয়

**Paytm প্রতিষ্ঠা করেন বিজয় শেখর শর্মা।
 **paytm প্রতিষ্ঠিত হয় আগস্ট 2010

      ২২)সাম্প্রতিক IMF অধ্যক্ষ কে আছেন?

       ক)নিলেশ শাহ
       খ)ক্রিস্টালিনা জর্জিভা√
       গ)ডেভিড ম্যালপাস
       ঘ)কোনটি নয়

     *প্রতিষ্ঠিত হয় 27th ডিসেম্বর 1945
   ** Full form:  International Monetary Fund

     **IMF এর head quarter ওয়াশিংটন ডিসি



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...