Saturday, January 11, 2020

টার্গেট WB Police Mains GK Test-22



টার্গেট WB Police Mains
                            GK Test-22

             ৩১) মুক্তার দ্বীপ কাকে বলা হয়?
                  ক) জাপান
                  খ)মালদ্বীপ
                  গ)ইজরায়েল
                  ঘ)বাহরিন

        ১) ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলে?
              ক) বিজয় ভাটকার√
              খ) রঘুনাথ মালেস্বকর
              গ) নন্দন কুমার
              ঘ)আর্য ভট্ট
       **1991 সালে সুপার কম্পিউটার তৈরি করেন

        ২)ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
           ক) সি ডি এস ৮৬০০
          খ) ক্রয় টাইটান
          গ) পরম ৮০০√
           ঘ) ক্রয় জাগুয়ার
             
       ৩)"জীবনে আমাদের তিনটি জিনিস চাই: বই বই আর বই"-এই উক্তিটি কার?
              ক)শেক্সপীয়ার
              খ)লিও টলস্টয় √
              গ)রবীন্দ্রনাথ ঠাকুর
              ঘ)ব্রহ্মবান্ধব উপাধ্যায়

        ৪)কোথায় অজয় নদী ভাগীরথীর সাথে মিলিত হয়েছে?
              ক) জলপাইগুড়ি
              খ)কাটোয়া √
              গ)খড়গপুর
              ঘ) বেলপাহাড়ি

        ৫) ভারতবর্ষের কোন শহরে প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে?
               ক) মুম্বাই√
               খ) কলকাতা
                গ)চেন্নাই
                 ঘ)বেঙ্গালুরু

          ৬)এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় তৈরি হয়েছিল?
              ক) চেন্নাই
              খ)বেঙ্গালুরু
              গ)রুরকী√
              ঘ)সুরাট

           **রুরকি উত্তরাখণ্ড অবস্থিত। এই ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ রুরকী।

           ৭) রাডার (RADAR)কে আবিষ্কার করেন?
                  ক) রবার্ট ওয়াটসন√
                  খ)রবার্ট ক্লাইভ
                  গ)উইলিয়াম কেরি
                  ঘ)কোনোটিই নয়

              ৮) হাইড্রোজেন জালানো হলে কি উৎপন্ন হয়?
                   ক) অক্সিজেন
                   খ)কার্বন-ডাই-অক্সাইড
                   গ)জল √
                   ঘ)কোনো পরিবর্তন হবে না

              ৯) বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
               ক) সিসা
               খ)অ্যালুমিনিয়াম √
               গ)নিকেল
               ঘ)তামা

           ১০)G.I ট্যাগ পেয়েছে কান্ডানগী নামক শাড়ি।এটি কোন রাজ্যের?
                ক) কর্ণাটক
                খ) কেরল
                গ)তামিলনাড়ু√
                 ঘ)তেলেঙ্গানা
               
     
         ১১) ABACUS কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?
                  ক) আমেরিকা
                  খ)চীন √           **১৩০০ খ্রিস্টাব্দ
                  গ)জাপান
                   ঘ)কোরিয়া

        ১২) Indian Institute of Super Technology কোথায় অবস্থিত?
                 ক) নাগপুর
                 খ) কোলাপুর
                 গ) কানপুর√
                 ঘ) জব্বলপুর
       
          ১৩) বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটি?
                 ক) কাস্পিয়ান সাগর√
                 খ) বৈকাল
                 গ)সুপিরিয়র
                 ঘ)টিটিকাকা

        ১৪) বিশ্বের সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
                 ক)কাস্পিয়ান সাগর
                 খ) বৈকাল
                 গ)সুপিরিয়র √
                 ঘ)টিটিকাকা

         ১৫)বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
                ক)কাস্পিয়ান সাগর
                 খ) বৈকাল √         ১৬২০ মিটার গভীর
                 গ)সুপিরিয়র    
                 ঘ)টিটিকাকা

          ১৬) ভারতের একটি উপহ্রদ এর উদাহরণ দাও।
                   ক) সম্বর
                   খ)ডাল
                   গ)চিলকা √
                   ঘ)লোকটাক

        ১৭)কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার  সূচনা করেছিলেন?
           ক) গুরু অঙ্গদ√
           খ)গুরু রামদাস
           গ)গুরু নানক
            ঘ)গুরু তেগ বাহাদুর

          ১৮)Earth Day কবে পালন করা হয়?
           ক)5 সেপ্টেম্বর
           খ)22 এপ্রিল√
           গ)14 নভেম্বর
           ঘ)16 অক্টোবর

     ১৯)নিম্নের কোনটির একটি প্রজাতি হলো চাপরা যা পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যায়?
             ক) প্রজাপতি
             খ)ছোট মাছ √
             গ)কোরাল
              ঘ)পাখি
       
      ২০)অলিম্পিক গেমস 2020 কোথায় অনুষ্ঠিত হবে?
             ক) জাপান √
             খ)লন্ডন
             গ)জার্মানি
             ঘ)রোম
           
      
           ২১)"বেদে ফিরে যাও "-কে বলেছিলেন?
                  ক) শ্রী রামকৃষ্ণ
                 খ)স্বামী বিবেকানন্দ
                 গ)দয়ানন্দ সরস্বতী √
                 ঘ)স্বামী শিবানন্দ

        **দয়া নন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে মুম্বাইতে

           ২২)  Roaring forties বলতে বোঝায়-
           ক) বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত
           খ)চীনের ভয়ংকর নদী
           গ)আটলান্টিক মহাসাগরের স্রোত
           ঘ)দক্ষিণ গোলার্ধ থেকে আগত পশ্চিমী ঝঞ্জা√

             ২৩)1905 সালে বঙ্গভঙ্গ বিভাজনের সময় ভাইসরয় কে ছিলেন?
                ক) লর্ড কার্জন√
                খ)লর্ড মাউন্টব্যাটেন
                গ)লর্ড লিটন
                 ঘ)লর্ড ওয়েলেসলি

       ২৪) কোন দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ দ্বারা গঠিত?
            ক) জাপান
            খ)ফিলিপাইন
            গ) ইন্দোনেশিয়া √
            ঘ)কম্বোডিয়া

        ২৫) দিন দয়াল উপাধ্যায় জংশন রেল জংশনের নাম?
            ক) খড়গপুর
            খ)ধানবাদ
            গ)কানপুর
            ঘ)মোগল সরাই√

           ২৬) Rally for valley প্রোগ্রামটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
              ক) সাইলেন্ট ভ্যালি আন্দোলন
              খ)আপ্পিকো আন্দোলন
               গ)নর্মদা বাঁচাও আন্দোলন√
               ঘ)চিপকো আন্দোলন

           ২৭) ভারতের কতগুলি জলাভূমিকে রামসার সাইট ঘোষনা করা হয়েছে?
             ক)25
             খ)12
             গ)27√
             ঘ)31
       
     ২৮)  "ধূসর বিপ্লব" কি উৎপাদনের সঙ্গে যুক্ত?
            ক)আলু উৎপাদন বৃদ্ধি
            খ) ডিম উৎপাদন বৃদ্ধি
            গ)সার উৎপাদন বৃদ্ধি√
             ঘ)তৈলবীজ উৎপাদন বৃদ্ধি
        
          ২৯) অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে   -
            ক) প্রোপেন
            খ) বিউটেন
            গ) বেনজিন
             ঘ) ইথেন√

            ৩০)"Smart Village Campeign" কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
        
                   ক) পাঞ্জাব√
                   খ) রাজস্থান
                   গ) উত্তর প্রদেশ
                   ঘ) ঝাড়খন্ড

                 ৩১)ক্লোরোফিলের কেন্দ্রে কি উপস্থিত থাকে?
                 ক) ক্যালসিয়াম
                 খ) ক্লোরিন
                 গ) ম্যাগনেসিয়াম√
                  ঘ) আয়রন

             

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...