টার্গেট WB Police Mains
GK Test-26
১)কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা?
ক) ওনাম √
খ)পোঙ্গল
গ)নবরাত্রি
ঘ)করোগ
২)ছত্রিশগড় রাজ্যের নামকরণের কারণ কি?
ক) এই রাজ্যে ছত্রিশটি জলপ্রপাত আছে
খ) রাজ্যটি 1936 সালে গঠিত হয়েছে
গ) রাজ্যে ছত্রিশটি দুর্গ আছে√
ঘ) 36 টি আন্দোলনের ফলে রাজ্যটি গঠিত হয়েছে
৩)বিখ্যাত গ্রন্থ কামসুত্র কার রচনা?
ক) ভারবি ** কিরাতার্জুনীয়ম
খ)অশ্বঘোষ ** বুদ্ধচরিত
গ)বাৎসায়ন √
ঘ) বিশাখদত্ত ** মুদ্রারাক্ষস
৪)অরবিন্দ ঘোষ কে "স্বদেশীকতার ধর্মগুরু" আখ্যা দেন কে?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)বিপিনচন্দ্র পাল
গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
ঘ) মহাত্মা গান্ধী
৫)পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি?
ক) উগান্ডা
খ) ভুটান
গ)শ্রীলংকা
ঘ)ভ্যাটিকান সিটি√
৬)রাজ শেখর কোন রাজবংশের সভাকবি ছিলেন?
ক)হর্ষবর্ধন
খ)পৃথ্বীরাজ চৌহান
গ)প্রথম মহিপাল√
ঘ) সিংহ বিষ্ণু
**হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট
**পৃথ্বীরাজ চৌহান এর সভাকবি ছিলেন চাঁদ বর দই
**সিংহ বিষ্ণু র সভাকবি ছিলেন ভারবি
৭)নিম্নলিখিত কোনটি সাধারণত অ্যাসিড হিসেবে পাওয়া যায়?
ক) নাইট্রোজেন
খ)অক্সিজেন
গ) হাইড্রোজেন √
ঘ)সালফার
৮)নিম্নলিখিত কোনটি থেকে কৃত্রিম রেশম তৈরি হয়?
ক) ফ্লোয়েম ফাইবার√
খ)উল
গ)কাঠ
ঘ)কৃত্রিম ফাইবার
৯)জারোয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়?
ক) তামিলনাড়ু
খ)মধ্য প্রদেশ
গ) কেরল
ঘ)আন্দামান-নিকোবর√
**তামিলনাড়ু -টোডা উপজাতি সম্প্রদায়
**মধ্যপ্রদেশ -ভিল উপজাতি সম্প্রদায়
**Kerol- উড়ালি উপজাতি সম্প্রদায়
১০)সংসদে জিরো আওয়ার কখন শুরু হয়?
ক) 11টা
খ)12টা√
গ)1টা
ঘ) নির্দিষ্ট নয়
১১)নিচের কোন রাজবংশ মহাবালেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছেন?
ক) চোল বংশ
খ)পল্লব বংশ √
গ)গুপ্ত বংশ
ঘ)পাল বংশ
১২)ভারতের প্রায় কেন্দ্রস্থলে কোন শহর?
ক) জব্বলপুর √
খ)দিল্লি
গ)রাচি
ঘ)মধ্যপ্রদেশ
১৩)ভারতের বৃহত্তম বন্দর হলো-
ক) কলকাতা
খ)মুম্বাই √
গ)হলদিয়া
ঘ)কান্ডালা
১৪)একটি আইস হকি টিমে কতজন খেলোয়াড় থাকে?
ক) 6 জন √
খ)9 জন
গ)10 জন
ঘ)12 জন
১৫)বিশ্বের সবচেয়ে ঘন জঙ্গল কোনটি?
ক) কঙ্গ বেসিন
খ)আমাজন √
গ)টাইগা
ঘ)সুন্দরবন
১৬)কি ধরনের মাটিতে সার কম ব্যবহৃত হয়?
ক) লালমাটি
খ)ল্যাটেরাইট মাটি
গ)কালো মাটি
ঘ)পলিমাটি√
১৭)যদি পৃথিবী থেকে সব উদ্ভিদ অদৃশ্য হয়ে যায় তাহলে কোন গ্যাসের পরিমাণ হ্রাস পাবে?
ক) কার্বন-ডাই-অক্সাইড
খ) অক্সিজেন √
গ)নাইট্রোজেন
ঘ)হাইড্রোজেন
১৮)রাজস্থানের শুকনো ভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের গড় কত ?
100 সেমি
খ)10 সেমি
গ)20 সেমি
ঘ)1 সেমির ও কম√
১৯)ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত ?
ক)পূর্ব প্লেটু
খ)বাংলা উপকূল
গ)করমন্ডল উপকূল√
ঘ)সাইক্লোনিক উপকূল
২০) কোথায় প্রচুর প্রবাল হ্রদ দেখতে পাওয়া যায় ?
ক)পুলিকট
খ)কেরল উপকূল
গ)লাক্ষাদ্বীপ√
ঘ)স্কটল্যান্ড
২১) কাকে ' হেরিংপন্ড ' বলা হয় ?
ক)আটলান্টিক মহাসাগর√
খ)কালো সাগর
গ)মৃত সাগর
ঘ)প্রশান্ত মহাসাগর
২২) নর্মদা ও তাপ্তি উপত্যকা কোন পর্বতের অন্তর্গত ?
ক)আগ্নেয় পর্বত
খ)ভঙ্গিল পর্বত
গ)স্তূপ পর্বত√
ঘ)ক্ষয়জাত পর্বত
২৩)রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
ক) নাইরোবি√
খ) কাম্পালা
গ) জেনেভা
ঘ) রোম
২৪)তড়িৎ কোষের তড়িচ্চালক বল নির্ভর করে না-
ক) কোষের আকারের ওপর√
খ) ক্যাথোড পদার্থের উপর
গ) অ্যানোড পদার্থের উপর
ঘ) ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এর উপর
২৫)বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয়-
ক) বারানসি
খ) ভূপাল
গ) চিত্তরঞ্জন√
ঘ) কলকাতা
https://drive.google.com/file/d/11a_dxWn6XMJORI3mB5QQWdJ-xGsY4HRy/view?usp=drivesdk
No comments:
Post a Comment