Saturday, January 25, 2020

টার্গেট WB Police Mains GK Test-36



টার্গেট WB Police Mains
                           GK Test-36

১)ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়?

ক) কমে যায় √
খ)বেড়ে যায় 
গ)একই থাকে 
ঘ)ওপরের কোনোটিই নয়

২)" সোরা " কোন দেশের সংসদের নাম?

ক) পাকিস্তান 
খ)আফগানিস্তান√
গ) ইংল্যান্ড 
ঘ)ফ্রান্স

৩) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

ক) দ্বিতীয় দেবরায়√
খ) দ্বিতীয় গোবিন্দ 
গ) প্রথম সিংহ বিষ্ণু
ঘ) নরসিংহ বর্মন

৪) ধাড়িয়াল কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) পশম √
খ)রেল গাড়ির ইঞ্জিন 
গ)পেট্রোরসায়ন 
ঘ)মাদুর

৫)"অজ্ঞ থাকার চেয়ে জন্ম না নেওয়া ভালো" উক্তি টি কার?

ক) রুশো √
খ) ভলতেয়ার 
গ) মন্টেস্কু
ঘ) দিদোয়া

৬)হিমাবাহজ ধাপ ফারেয়া দেখা যায় কোন উপত্যকায়?

ক) বিতস্তা√
খ) চন্দ্রভাগা 
গ)ইরাবতী 
ঘ)তিস্তা 

৭) অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি কি?

ক)উন্নত বাণিজ্য ব্যবস্থা√
খ) কৃষি ব্যবস্থা 
গ)শিল্প ব্যবস্থা 
ঘ)সংস্কৃতিবিষয়ক ব্যবস্থা

৮)"মদনমোহন মালব্য সেতু "কোন নদীর উপর অবস্থিত?

ক) গঙ্গা√
খ) কৃষ্ণা 
গ)কাবেরী 
ঘ)ব্রহ্মপুত্র

৯) কৃষ্ণগহবর কাকে বলে?

ক)সমুদ্রের নিম্নতম অংশ
খ) মহাকাশের শূন্যস্থান √
গ)বাতাসের অবস্থান 
ঘ)আলোর প্রতিসরাঙ্ক

১০)সমুদ্র জলের জোয়ারের উচ্চতা 9 থেকে 14 মিটার হলে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে?

ক)500 মেগাওয়াট 
খ) 544 মেগাওয়াট√
গ) 523 মেগাওয়াট 
ঘ)528 মেগাওয়াট

১১) মহাত্মা গান্ধীকে "মিকি মাউস" নামে কে ডাকতেন?

ক) জহরলাল নেহেরু
খ) মোহাম্মদ আলী জিন্নাহ
গ) সরোজিনী নাইডু√
ঘ) সুভাষচন্দ্র বসু

১২)ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি গঠন করে ন?

ক)ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন √
খ)কিষান সভা 
গ)মহাজন' সভা 
ঘ)জমিদার বিরোধী সভা

১৩)"উপদ্বীপ সমূহের উপদ্বীপ" বলা হয় কোন মহাদেশকে?

ক) ইউরোপ√
খ) এশিয়া 
গ)আফ্রিকা
ঘ) উত্তর আমেরিকা

১৪) ভারতের জাতীয় প্রতীক" অশোক স্তম্ভ "কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ 
খ)রাজস্থান 
গ)বিহার
ঘ) উত্তর প্রদেশ√

১৫) বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক) কটক √
খ)চেন্নাই 
গ)কানপুর
ঘ) পাতিয়ালা

১৬)"রিবন "কোথাকার উচ্চতম জলপ্রপাত?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র√
খ)কানাডা
গ) ফ্রান্স 
 ঘ)অস্ট্রেলিয়া

১৭) কার আমলে ইউরোপীয় সৈন্যরা শ্বেত বিদ্রোহ করে?

ক) লর্ড হার্ডিঞ্জ 
খ) লর্ড লিনলিথগো
গ) লর্ড ক্যানিং√
ঘ) ক্লিমেন্ট এটলি

১৮)বাবরকে ভারতে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন কে?

ক) ইব্রাহিম লোদী 
খ)সিকান্দার লোদী 
গ)দৌলতখান লোদী √
ঘ)মোবারক লোদী 

১৯) কোন লেখিকার আত্মজীবনীমূলক উপন্যাস "ফালা গুলাব"?

ক) অমৃতা প্রীতম√
খ) অন্নপূর্ণা দেবী 
গ)মহাশ্বেতা দেবী 
ঘ)তসলিমা নাসরিন

২০)হিলিয়াম পরমাণুর 2 টি ইলেকট্রন হারালে কিসে পরিণত হয়?

ক) প্রোটন
খ) আলফা কণা√ 
গ)ডয়টেরন 
ঘ)হিলিয়াম আয়ন

২১) কফি হাউজের আগের নাম কি ছিল?

ক) এলবার্ট হল √
খ)টাউন হল
গ) নন্দন হল 
ঘ)মেরিনো হল

২২) গন্ধর্ব নারায়ন মিত্র কোন লেখক এর প্রকৃত নাম?

ক)দ্বিজেন্দ্রলাল রায় 
খ)রঙ্গলাল বসু
গ) দীনবন্ধু মিত্র √
ঘ)রামগোপাল ঘোষ

২৩) পার্বত্য ভূমি তে তিস্তা নদী কি নামে পরিচিত?

ক) ভলগা
খ) রংতু 
গ)জয় মাতা √
ঘ) পার্বতী

২৪) কোন হরমোন কোষ বিভাজনের হার কমিয়ে দেয়?

ক) অক্সিন
খ) কাইনিন √
গ)জিব্বেরেলিন 
ঘ)কোনোটিই নয়

২৫)"নীলদর্পণ" নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয়?

ক) দীনবন্ধু মিত্র 
খ) মধুসূদন দত্ত  
গ)রেভারেন্ড লং√
ঘ) কালীপ্রসন্ন সিংহ

২৬) ছায়ার উৎপত্তি প্রমাণ করে-

ক) অালো মোটামুটি সরলরেখায় চলে√
খ) আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
গ) আলোএক প্রকার কনিকা
ঘ) আলোর অপবর্তন ঘটে না

২৭)বালুরঘাট কোন জেলার সদর দপ্তর?

ক) উত্তর দিনাজপুর 
খ)দক্ষিণ দিনাজপুর√
গ) মালদা 
ঘ)কোচবিহার

২৮)শাল গাছ কি প্রকৃতির উদ্ভিদ?

ক) পর্ণমোচী√
খ) চিরহরিৎ 
গ)জেরোফাইট
ঘ)কনিফেরস

২৯)পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী কোনটি?

ক) চিতল হরিণ 
খ)মেছো বিড়াল 
গ)শুশুক √
ঘ)জল হস্তি


৩০) মিগ 21 কোন দেশে তৈরি?

ক) ফ্রান্স 
খ)মার্কিন যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া√
ঘ) ব্রিটেন

৩১) বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত?

ক) আমেরিকা
খ) রাশিয়া
গ) সুইজারল্যান্ড√
ঘ) জাপান

৩২) শ্বসনে মোট কত অণু ATP উৎপন্ন হয়?

ক) 15 অনু
খ) 32 অনু
গ) 38 অনু√
ঘ) 17 অনু

৩৩)কোন স্তন্যপায়ী প্রাণীর হৃদস্পন্দন সবচেয়ে কম?

ক) হাতি
খ) নীল তিমি√
গ) গন্ডার
ঘ) ইঁদুর

৩৪) কোনটি প্রোটোজোয়া নয়?

ক) হাইড্রা √
খ)অ্যামিবা
গ) ইউগ্লিনা
ঘ)প্যারামেসিয়াম

৩৫)পশ্চিমবঙ্গের বনভূমি শতকরা পরিমাণ কত?

ক)11.9
খ)12.7
গ)17.65
ঘ)14.2√

৩৬) টেলি যোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়?

ক) অবলোহিত রশ্মি
খ) অতিবেগুনি রশ্মি
গ) মাইক্রো তরঙ্গ√
ঘ) এক্স রশ্মি

৩৭) দেশে প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছিল?

ক) 1875, কুলটি√
খ)1973,আসানসোল
গ)1897,দার্জিলিং
ঘ) কোনোটিই নয়

৩৮) বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা কোথায় অবস্থিত?

ক) অস্ট্রিয়া 
খ)ভেনিজুয়েলা √
গ)মস্কো
ঘ) রাশিয়া

৩৯) নিম্নলিখিত কোন রাজ্যকে ভারতের বাঘ রাজ্য বলা হয়?

ক) রাজস্থান
খ) ঝাড়খন্ড 
গ)মধ্য প্রদেশ √
ঘ)পাঞ্জাব

৪০) স্বর্ণদন্ড কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র √
খ) রাশিয়া 
গ) চীন 
ঘ) কানাডা

৪১) ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন?

ক) গুরুসদয় দত্ত √
খ)দয়া নন্দ সরস্বতী 
গ)অরবিন্দ ঘোষ
ঘ)স্বামী বিবেকানন্দ

৪২) বৌদ্ধিক সাহিত্যে কাকে অগ্রসেন বলা হয়েছে?

ক)অশোক 
খ)বিম্বিসার√
গ) ধননন্দ
ঘ) গৌতম বুদ্ধ

৪৩)কোন একক এর সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়?

ক) ক্যান্ডেলা 
খ)ডায়াপ্টার √
গ)হার্জ 
ঘ)ডিগ্রী

৪৪) মোমবাতি তৈরির জন্য প্যারাফিন কোথা থেকে পাওয়া যায়?

ক) কয়লা
খ) মাশরুম
গ) মিথেন
ঘ) পেট্রোলিয়াম√

৪৫) নিচের কোনটি ফারসি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি বই?

ক) জেন্দ আবেস্তা√
খ) ইলিয়াড 
গ)ওডিসি 
ঘ)গীতা

৪৬)থিওসফিক্যাল সোসাইটি স্থাপিত হয়েছিল কবে?

ক)1870 সালে
খ) 1872  সালে
গ)1875 সালে √
ঘ)1878 সালে

৪৭) আকবরের সময়ে জাবতি প্রথা প্রবর্তন কোথায় হয়েছিল?

ক) রাজস্থান
খ) গুজরাট√
গ) মহারাষ্ট্র
ঘ) পাঞ্জাব

৪৮))" টেবিল সল্ট " কাকে বলে ?

ক)ম্যাগনেসিয়াম ক্লোরাইড
খ)ম্যাগনেসিয়াম ব্রমাইড
গ)সোডিয়াম ক্লোরাইড√
ঘ)সোডিয়াম ব্রমাইড

৪৯)মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

   ক) সমাজসেবা 
   খ)উচ্চাঙ্গসংগীত
   গ)উচ্চাঙ্গ নৃত্য√ 
    ঘ)খেলা

৫০)ভারতের বৃহত্তম মন্দির কোনটি?

ক) সূর্য মন্দির
খ) মীনাক্ষী মন্দির
গ) লিঙ্গরাজ মন্দির
ঘ) শ্রী রঙ্গনাথস্বামী মন্দির√





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...