Tuesday, January 14, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 12 General Science





WBPSC CLEARKSHIP EXAM
                                   SET- 12
                          General Science

           ১) কোনটি তাপমোচী বা  তাপ উৎপাদক পরিবর্তন?
           ক) অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে জল দেওয়া হল
           খ)হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোআয়াডিক এসিডে পরিণত হল
           গ)নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এ পরিণত হল
           ঘ) পোড়া চুনের জল মেশানো হলে√
          
         ২) কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
          ক) চিনির দ্রবণ
          খ)অ্যালকোহল
          গ)গ্লিসারিন
          ঘ)লবণের দ্রবণ√

           ৩)তড়িৎ চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয়-
             ক) স্টিল
             খ)তামা
             গ)অ্যালুমিনিয়াম
              ঘ)লোহা√

           ৪) পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি?
             ক)সোডিয়াম
             খ)এলুমিনিয়াম
             গ)লোহা√
             ঘ) ক্যালসিয়াম

            ৫)পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরি করতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর কাজ কি?
               ক)জারক পদার্থ
               খ)বিজারক পদার্থ
               গ)অনুঘটক√
                ঘ)উদ্দীপক পদার্থ

            ৬) মানুষের ক্রোমোজোমের সংখ্যা?
                ক) 23 জোড়া √
                খ)23 টি
                গ)46 জোড়া
                 ঘ)2 জোড়া

              ৭) ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম-
                ক) প্যান্থেরা লিও
                খ)প্যান্থেরা টাইগ্রিস√
                 গ)ফেলিজ ডোমেস্টিকা
                  ঘ)ইকানস ক্যাবেলাস

              ৮) মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
                 ক) চার্লস ডারউইন
                 খ)হুগো দা ভ্রিস √
                 গ)ল্যামার্ক
                  ঘ)ভাইস ম্যান

             ৯) জেট ও রকেটের গতি যে নীতির উপর ভিত্তি করে তা হল-
              ক)পাস্কাল এর সূত্র
              খ)আর্কিমিডিসের সূত্র
              গ) নিউটনের  তৃতীয় সূত্র √
              ঘ)নিউটনের  দ্বিতীয় সূত্র

            ১০) অ্যালুমিনিয়াম তৈরি হয় ______থেকে
             ক) বক্সাইট√
             খ) লাটেক্স
             গ)মাইকা
             ঘ) ইউরেনিয়াম

            ১১) একই পারমাণবিক সংখ্যা যুক্ত কিন্তু,বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু গুলোকে কি বলা হয়?
                ক) আইসোটোন
                খ)আইসোটোপ √
                গ)আইসোবার
                 ঘ)আইসোমার

         **পারমাণবিক সংখ্যা বিভিন্ন কিন্তু এক ই ভরসংখ্যা বিশিষ্ট পরমাণু কে কি বলা হয়- আইসোবার

               ১২) ভারতবর্ষের শিম জাতীয় উদ্ভিদ চাষ করার কারণ কি?
                   ক)মাটিতে অক্সিজেন সৃষ্টি করা
                    খ)মাটিতে নাইট্রোজেন সৃষ্টি করা√
                   গ)মাটিতে কার্বন-ডাই-অক্সাইড সৃষ্টি করা
                   ঘ)মাটিতে আর্গণ সৃষ্টি করা

            ১৩) সালোকসংশ্লেষ নামকরণ করেন কোন বিজ্ঞানী?
             ক) বার্নেস√
             খ) হ্যান্ ক্রেব
             গ) ব্ল্যাক ম্যান
             ঘ) রবার্ট হুক

            ১৪)একটা জলপূর্ণ পাত্রে একখণ্ড বরফ ভাসছে ।সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল
               ক)উপরে উঠে
                খ)নিচে নামে
                গ)একই থাকে √
                ঘ)প্রথমে উপরে উঠে পড়ে নিচে নেমে যায়
            
                ১৫) হিমোসায়ানিন একটি ______প্রোটিন
                 ক) তাম্র ঘটিত√
                  খ)লৌহ ঘটিত
                  গ)ফসফরাস গঠিত
                   ঘ)দস্তা ঘটিত

               ১৬) ফোরামেন অফ মনরো কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত?
                 ক) হৃদপিণ্ড
                 খ)মস্তিষ্ক√
                 গ)পাকস্থলী
                 ঘ)চোখ

                ১৭) নিম্নলিখিত মুরগি গুলির মধ্যে কোনটি কেবল মাংস উৎপাদনের জন্য  পালন করা হয়?
                ক)  লেগহর্ন
                খ) রোড আইল্যান্ড
                গ) ব্রয়লার √
                ঘ)প্লিমাউথ

                ১৮) মায়োপিয়া তে নিম্ন লিখিত কোন ঘটনা ঘটে?
               ক)দূরের দৃষ্টি ঠিক থাকে নিকটের দৃষ্টি ব্যাহত হয়
               খ)নিকটদৃষ্টির ঠিক থাকে দূরের দৃষ্টি ব্যাহত হয়√
               গ) দূরের এবং নিকট উভয় দৃষ্টি ব্যাহত হয়
               ঘ)চোখে বস্তুর ঝাপসা প্রতিবিম্ব দেখা যায়

           ১৯)উত্তল লেন্স দ্বারা বস্তুর আকারের সমান আকারবিশিষ্ট প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে রাখতে হবে
               ক) অসীম
              খ) ফোকাসে
               গ)ফোকাস এর মধ্যে
               ঘ)ফোকাস এর দৈর্ঘ্যের দিগুন দূরত্বে√

          ২০)সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রা কত হবে?
              ক)112 ডিগ্রী ফারেনহাইট
              খ)90 ডিগ্রি ফারেনহাইট
              গ) 122 ডিগ্রি ফারেনহাইট√
               ঘ)100°ফারেনহাইট

           ২১)"E" গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর ভর দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে-
              ক)E
              খ)4E√
              গ)16E
              ঘ)32E

            ২২) যে গ্যাস নিজে জ্বলে না এবং অপরকে দহনে সহায়ক নয় সেটি হল-
                ক) নাইট্রোজেন
                খ)হাইড্রোজেন
                গ)অক্সিজেন
                ঘ)কার্বন-ডাই-অক্সাইড√
            
              ২৩) প্রয়োজন অতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে-

                ক) শ্বসন
                খ)সালোকসংশ্লেষ
                গ)বাষ্পমোচন√
                ঘ)রেচন

               ২৪) স্থায়ী চুম্বক তৈরির জন্য ব্যবহৃত হয়-
                  ক) ইস্পাত √
                  খ)নরম লোহা
                  গ)পিতল
                  ঘ)নিকেল

             **অস্থায়ী চুম্বক তৈরির জন্য ব্যবহৃত হয় নরম লোহা

               ২৫) লাফিং গ্যাস কি?
                ক)N2O√
                খ)NO2
                গ)N202
                ঘ)SO2

          **N2O নাইট্রাস অক্সাইড

              ২৬) কোন উদ্ভিদের কান্ড পত্রের ন্যায়?
                ক) পদ্ম
                খ)মটর
                গ)ফনিমনসা √
                ঘ)আম

              ২৭) কোন মাধ্যমে শব্দের তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলোর আন্দোলন-
                ক) তরঙ্গ সঞ্চালনের অভিমুখী হয়√
                খ) তরঙ্গ সঞ্চালনের অভিমুখে লম্ব দিকে হয়
                গ) যেকোনো একটি অভিমুখে হয়
                ঘ) এলোমেলো ভাবে হয়

                 ২৮) দুটি অসম আকৃতির গ্যামেটের মিলনকে বলে-
                    ক) সিমগ্যামি
                    খ) আইসোগ্যামি
                    গ) উগ্যামি
                    ঘ) অ্যানাইসোগ্যামি√

            **দুটি সম আকৃতির গ্যামেটের মিলনকে বলে আইসোগ্যামি  

          ২৯)CaCO3 এ ক্যালসিয়াম ওজনের শতকরা পরিমাণ কত?
                   ক)60
                   খ)20
                   গ)40√
                   ঘ)30
                  
       ক্যালসিয়ামের পারমাণবিক ওজন 40
       কার্বনের পারমাণবিক ওজন 12
       অক্সিজেনের পারমাণবিক ওজন 16×3=48
       40+12+48=100
       *ক্যালসিয়াম এর শতকরা পরিমাণ  
        40/100×100=40

             ৩০) বংশগতির জনক কে?
                 ক) দ্য ভ্রিস      *মিউটেশন তত্ত্বের প্রবক্তা
                 খ) মেন্ডেল √
                 গ)ডারউইন
                 ঘ)ল্যামার্ক

              ৩১)নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশবিস্তার করে?
                 ক) অ্যামিবা
                 খ)ভাইরাস √
                 গ)ব্যাকটেরিয়া
                 ঘ)ফাংগাস

                ৩২)ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি?
                  ক)গলনাঙ্ক  খুব উচ্চ √
                  খ)রোধাঙ্ক  খুব বেশি
                  গ)ঘনত্ব বেশি 
                   ঘ)কঠিনতা বেশি
                  
              ৩৩)দুধ থেকে দই প্রস্তুত করলে কোন এসিড তৈরি হয়?
                  ক)সাইট্রিক অ্যাসিড
                  খ)ল্যাকটিক অ্যাসিড √
                  ঘ)অ্যাসিটিক অ্যাসিড
                  ঘ)ফরমিক অ্যাসিড

         **সাইট্রিক এসিড -লেবু ,অ্যাসিটিক অ্যাসিড- ভিনেগার, ফরমিক- অ্যাসিড পিঁপড়ে

               ৩৪) শুষ্ক বরফ হলো-
               ক)-15° C উষ্ণতার বরফ
               খ) গলনাঙ্কের ঠিক নিচের তাপমাত্রার বরফ
               গ) কঠিন কার্বন-ডাই-অক্সাইড√
               ঘ) কোনোটিই নয়

               ৩৫)সমুদ্রতট বরাবর পৃথিবী পৃষ্ঠের গড় বায়ুর চাপ হলো-
                 ক)1013.25mb√
                 খ)2000.12mb
                 গ)1080mb
                 ঘ)1025mb

                 ৩৬) নিচের কোনটি পুঞ্জীভূত ফল?
                    ক) আনারস
                    খ) আতা√
                    গ) কাঁঠাল
                    ঘ) ডুমুর

                **ডুমুর এবং কাঁঠাল হল যৌগিক ফল

                  ৩৭) প্রাণী জগতের সমসংস্থ অঙ্গের উদাহরণ হল-
                    ক) বাদুরের পাখা এবং পোকার পাখা
                    খ) পাখির পাখা এবং পোকার পাখা
                    গ) বাদুরের পাখা এবং পাখির পাখা√
                    ঘ) পাখির পাখা এবং উড়ন্ত কাঠবিড়ালির প্যাটাজিয়াম

                  ৩৮) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন-
                   ক) রবার্ট হুক
                   খ) লিউসেন হূক
                   গ) জনসন ভ্রাতৃদ্বয়√
                   ঘ) ডুজার ডিন

                   ৩৯)0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রা জলের চেয়ে
                    ক) বেশি গরম লাগে
                    খ)বেশি ঠান্ডা লাগে √
                    গ)একই তাপমাত্রার বলে বোধহয়
                    ঘ)সামান্য বেশি গরম বলে মনে হয়

                   ৪০) সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের কারণ-
                    ক) পরিবহন
                    খ)পরিচলন
                    গ)বিকিরণ√
                    ঘ)প্রতিসরণ






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...