Sunday, January 26, 2020

WBPSC CLEARKSHIP IST HALF GK ANSWER KEY


WBPSC CLEARKSHIP IST HALF GK ANSWER



১) আন্তর্জাতিক অর্থভাণ্ডার এর বর্তমান সভাপতি র
নাম কি?
-ক্রিস্টালিনা জর্জিয়েভা


২) বিদ্যাসাগরের জন্ম ভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায়?
- হুগলি জেলায়

৩) 2019 সালে বিশ্ব ব্যাংক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (মহিলাদের একক) সেরার সম্মান লাভ করেন) কে?
-পিভি সিন্ধু

৪) লাওনেল মেসি কোন দেশের নাগরিক?
-আর্জেন্টিনা

৫) 2019 সালের সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন কে?
-রভিশ কুমার

৬) নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?
-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৭) নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?

-মোজাফফরপুর

৮) নিম্নোক্ত দেশ গুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?


৯) প্রথম এশিয়ান গেমস ক্রিয়া প্রতিযোগিতা যে শুরু হয়েছিল?
-নয়াদিল্লি

১০) বালাকোট জায়গাটি অবস্থান কোথায়?

-পাকিস্তানের উত্তর-পশ্চিম

১১) ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রক গুলির মধ্যে কোনটি দায়িত্বে কখনো ছিলেন না?

-রেল

১২) যে দেশ থেকে s-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল-
-রাশিয়া


১৩) নিম্নোক্ত রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?
-মায়ানমার



১৪) পলাশীর যুদ্ধ হয়েছিল
-১৭৫৭ সালে



১৫)Howdy Modi অনুষ্ঠানটি  যে শহরে হয়েছিল সেটি হল

-হিউস্টন

১৬) দলাই লামার বাসস্থান কোথায়?

-ম্যাকলিওডগঞ্জ ,ধর্মশালা

১৭) ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন-

সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)




১৮) 2019 সালের ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়-
-কলম্বো





১৯) রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবেন তা হল

-যুদ্ধবিমান

২০) সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়?

-জম্মু-কাশ্মীর

২১) জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন?
-টেনিস



২২) বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো SARs রয়েছে?

- ১ টি



২৩) নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না?

-দামোদর

২৪) লোকসভার আসন সংখ্যা কত?

-545

২৫) মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন-

দক্ষিণ আফ্রিকায়


২৬) ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম

-ইমানুয়েল ম্যাক্রো

২৭) নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে?

-ইংল্যান্ড

২৮) 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়
-রিও ডি জেনিরো


২৯)পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?
-24 টি

৩০) নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা?

-মঞ্জু রানী

৩১) সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর

-জেনেভা

৩২) নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে 2019 সালে কাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়?

-পিটার হাংকে

৩৩) গৌতম বুদ্ধের জন্মস্থান হলো-
-লুম্বিনী

৩৪)" The Third Pillar বইটির লেখক কে?

-রঘুরাম রাজন

৩৫) মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 শে জানুয়ারি

-1948 সালে

৩৬) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তি র পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন?

-বারাক ওবামা

৩৭) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি union territory নয়?

-ত্রিপুরা

৩৮) গ্রেটা থুনবার্গ হলেন
-আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী




৩৯) পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?

প্লাস্টিক ব্যাগ


৪০)"ফিজি" রাষ্ট্রের অবস্থান-
-এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে



৮) নিম্নোক্ত দেশ গুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...